Posts

Showing posts from March 1, 2019

পুলওয়ামা হামলার পরিকল্পনা হয়েছিল একবছর আগে:‌ রিপোর্ট

Image
পুলওয়ামা হামলায় শহিদ হয়েছেন ৪৯ জন সিআরপিএফ জওয়ান। যা নিয়ে ভারত–পাক দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক লড়াই অব্যাহত। পাকিস্তানের মদতপুষ্ট জৈশ–ই–মহম্মদ জঙ্গি গোষ্ঠীর পরিকল্পনায় এই হামলা হয়েছে বলে তারাই দাবি করেছে। কিন্তু এই হামলার ছক একবছর আগে তৈরি করা হয়েছিল বলে ভারতের গোয়েন্দারা রিপোর্ট পেশ করেছে। যখন ভারত–পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নতি করতে চেষ্টা চালাচ্ছিল তখন তারা ভেতরে ভেতরে হামলার ছক কষছিল বলেই খবর।  গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, গাজওয়া–ই–হিন্দ ভারতের বিরুদ্ধে জারি থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অর্থাৎ ভারতের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে। পাকিস্তানের ওকারা জেলায় ২০১৭ সালের ২৭ নভেম্বর বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দু'‌হাজার জৈশ জঙ্গি সেই বৈঠকে উপস্থিত ছিল। আর বৈঠকের নেতৃত্বে ছিল জৈশ প্রধান মাসুদ আজহার। ওখানেই ঠিক হয়েছিল ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলা করবে জৈশ। গোটা পরিকল্পনাটির ছক সেখানে বসেই কষা হয়েছিল।  জৈশের তিন নেতা আবদুল রউফ আসগর, মহম্মদ মাকসুদ এবং আবদুল মালিক তাহির বৈঠকে যোগ দিয়েছিল। সেখানেই আসগর বলেছিল, ভারত–পাক বন্ধুত্ব বা দ্বিপাক্ষিক সম্পর্ক যতই হোক তাতে ভারতের বিরুদ

লোকসভা ভোট ঠিক সময়ে, জানাল নির্বাচন কমিশন

Image
নয়াদিল্লি: ঠিক সময়ে হবে লোকসভা ভোট৷ জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন নির্ধারিত সময়ে ভোট হবে৷ পুলওয়ামা জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাক সম্পর্কের অবনতির জেরে সীমান্তে এখন যুদ্ধের আবহ৷ এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচন ঠিক সময়ে হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়৷ কোনও কোনও মহল থেকে গুঞ্জনও ছড়ায় ভোট পিছিয়ে দিতে পারে নির্বাচন কমিশন৷ কিন্তু এদিনের মুখ্য নির্বাচনী আধিকারিকের মন্তব্যের পর সেই সব জল্পনা ধামাচাপা পরে গেল৷ তবে ক'দফায় নির্বাচন হবে এই নিয়ে তিনি কিছু জানাতে চাননি৷ সূত্রের খবর, ভারত-পাক সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেই দিকে তাকিয়ে কমিশন৷ দুই দেশের মধ্যে যদি উত্তেজনা সাময়িক কমে তাহলে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে কমিশন৷ দাবি ওই সূত্রের৷

সরকারি কর্মীর লালসার শিকার, ৩ মাসের অন্তঃসত্ত্বা নাবালিকা

Image
এক ৩০ বছর বয়সি সরকারি কর্মীর লালসার শিকারে গর্ভবতী হল এক ১৬ বছর বয়সি নাবালিকা গৃহপরিচারিকা। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার মছলিপত্তনাম শহরের গিল্লিকল্লা দিন্দি গ্রামের এই ঘটনায় ইতমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে জেলার শিশু সুরক্ষা দফতর। অভিযুক্তের নাম লোহিতকৃষ্ণ স্বামী। পুলিশের তরফে স্থানীয় হাপাতালে নাবালিকাটির পরীক্ষা করানো হলে চিকিৎসকেরা জানান, সে তিন মাসের অন্তঃসত্ত্বা। নির্যাতিতার মা পুলিশকে জানিয়েছে, প্রতি দিন সে ও তার এক কাকিমা অভিযুক্তের বাড়ি কাজ যান। প্রতিদিন কাজ সেরে দ্রুত অভিযুক্তের বাড়ি থেকে বেড়িয়ে তারা অন্য বাড়িতে যান কাজে। কিছুদিন আগে হঠাৎ লোহিতকৃষ্ণ তার মেয়ে কে রাতে নিজের বাড়ি ডাকে। নির্যাতিতার মায়ের দাবি সেই দিনই লোহিত স্বামী তার মেয়ের ওপর যৌন নির্যাতন চালায়। এরপরই পুলিশের তরফে এক মহিলা পুলিশ কর্মী ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, বেশ কিছু দিন ধরে একই গ্রামে এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক ছিল। কিন্তু বেশ কিছুদিন আগে সেই সম্পর্ক ভেঙে যায়। এই তথ্যের ভিত্তিতে পুলিশ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করলেও, অভিযুক্তের আসল পরিচয় এখন জানাযায়নি।

ভারত-পাক অশান্তির মাঝে রাজধানীর ২৯ জায়গায় জারি হাই অ্যালার্ট

Image
নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তারপর রাজধানী দিল্লির উপর হামলার ছক সামনে এসেছে৷ গোয়েন্দা সংস্থাগুলি অ্যালার্ট জারি করে জানিয়েছে জঙ্গি সংগঠন দিল্লিতে বড়সড় নাশকতার পরিকল্পনা করেছিল৷ অ্যালার্টে স্পষ্ট বলা হয়েছে পাকিস্তানে গা ঢাকা দেওয়া বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি জম্মু কাশ্মীর ছাড়া দিল্লি কেউ টার্গেট করছে৷ ধৃত জইশ এবং অন্যান্য কয়েকটি জঙ্গি সংগঠনের সদস্যদের জেরা করে এই অ্যালার্ট জারি করেছে গোয়েন্দা সংস্থাগুলি৷ সূত্রের খবর, গোয়েন্দা রিপোর্টে জানা গিয়েছে দেশের কিছু রেল স্টেশন, তেলের ডিপো ও বেশ কয়েকজন নেতা জঙ্গিদের নিশানায় রয়েছেন৷ আজতক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই রিপোর্টে বলা হয়েছে সেনা এবং পুলিশের প্রাক্তন কর্তা যারা জঙ্গিদের ধরপাকড় করেছেল তারাও জঙ্গিদের হিট লিস্টে রয়েছে৷ অ্যালার্টে প্রতিটি রাজ্যের পুলিশকে নির্দেশ দিয়েছে পুরোনো মামলায় ধৃত জইশ, লস্কর, ইন্ডিয়ান মুজাহিদ্দিন, সিমির জঙ্গিদের উপরও কড়া নজরদারি চালাতে৷ এজেন্সির রিপোর্টে সবথেকে গুরুত্বপুর্ণ বিষয় হল জঙ্গিরা দেশের রাজধানী দিল্লির ২৯টি জায়গাকে টার্গেট করেছে৷ এই জায়গাগুলি জঙ্গিদের হিটলিস্টে

বর্ডারে পৌঁছলেই দ্রুত দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হবে অভিনন্দনকে

Image
আটারি সীমান্ত (পাঞ্জাব): ইতিমধ্যে পাকিস্তানে ভারতীয় হাই-কমিশনারের হাতে তুলে দেওয়া হয়েছে উইং কমান্ডার অভিনন্দনকে। জানা যাচ্ছে সড়ক পথে ইসলামাবাদ থেকে লাহোরের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়ে গিয়েছে অভিনন্দনের কনভয়। জানা যাচ্ছে লাহোরে রেডক্রসের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে বায়ুসেনার এই পাইলটকে। বিভিন্ন সংবাদপত্র এই বিষয়ে খবর প্রকাশিত করলেও এখনও পর্যন্ত এই নিয়ে কোনও নিশ্চিয়তা পাওয়া যায়নি। লাহোর থেকে ওয়াঘা-আটারি সীমান্ত পর্যন্ত অভিনন্দকে আনা হবে সড়ক পথে। ওয়াঘা-আটারি বর্ডারে সেখানে বায়ুসেনার আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে অভিনন্দনকে। ইতিমধ্যে বর্ডারে পৌঁছে গিয়েছেন বায়ুসেনার আধিকারিকরা। এরপরেই সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে। মনে করা হচ্ছে বিকেল ৩-৪টে নাগাদ সীমান্তে পৌঁছে যাবেন অভিনন্দন। বায়ুসেনার আধিকারিকদের সঙ্গেই তিনি রাজধানীতে যাবেন। দিল্লির পালেমা এয়ারপোর্টে পৌঁছবেন অভিনন্দন। সেখানে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা হতে পারে। ইতিমধ্যে ওয়াঘা-আটারি সীমান্তে প্রচুর মানুষের ভিড়। অভিনন্দনকে স্বাগত জানাতে হাজির হচ্ছেন লক্ষাধিক মানুষ।

হাওড়া স্টেশন নোংরা করলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

Image
রেলযাত্রীরা সাবধান! সাবধান থাকুন রেলকর্মীরাও। আইনের কড়া দাওয়াই চালু হতে চলেছে। হাওড়া স্টেশন দিয়ে যাতায়াতকারীরা এবিষয়ে এখন থেকেই সতর্ক থাকুন। গড়ে তুলুন অভ্যাস। স্টেশন অপরিচ্ছন্ন করলে দিতে হবে বড় অঙ্কের জরিমানা। শুধু স্টেশন দূষণ নয়, জলের অপচয়ে একই রকমের শাস্তির মুখে পড়তে হবে। এছাড়া এনার্জি ম্যানেজমেন্ট প্রোগ্রাম বলে একটি বিষয় থাকছে, যাতে শক্তির অপচয় ঘটালেই উপযুক্ত সাজা মিলবে। যার মধ্যে রয়েছে বিদু্ৎও। এই এনার্জির অপব্যবহারেও হবে জরিমানা। প্রাথমিকভাবে ৩৬টি গুরুত্বপূর্ণ স্টেশনকে বেছে নেওয়া হয়েছে 'ইকো-স্মার্ট' স্টেশন করার জন্য। ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যালের নির্দেশনামায় এই  'ইকো-স্মার্ট' স্টেশনগুলির পরিকাঠামো গড়ে তোলা হবে। প্রথমেই এই স্টেশনগুলিকে প্লাস্টিকমুক্ত করা হবে। এজন্য সলিড ওয়েস্ট অ্যান্ড প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট আইন ২০১৬ মেনেই আইন লঙ্ঘনকারীর সাজা হবে। রেলের স্টেশনগুলি 'আইএসও ১৪০০১' সার্টিফিকেশন নেওয়ার জন্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের মাত্রায় যেতে এই তৎপরতা বলে জানা গিয়েছে। 'ইকো-স্মার্ট' স্টেশনগুলিতে সিসিটিভিতে প্রতিটা জায়গায় নজর

শুক্রবার থেকে আরও মহার্ঘ হল রান্নার গ্যাসের সিলিন্ডার

Image
শুক্রবার থেকে আরও কিছুটা মহার্ঘ হল জ্বালানি গ্যাসের সিলিন্ডার। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল ২.০৮ টাকা। এদিকে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ৪২.৫০ টাকা। এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। বর্তমানে দুই ধরনের গ্রাহকই বছরে ১২টি করে সিলিন্ডার পেয়ে থাকেন। যার ফলে নয়াদিল্লিতে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৪৯৫.৬১ টাকা ও ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হল ৭০১.৫০ টাকা। গত তিনমাসে দাম কমার পরে এদিন দাম বাড়ানো হল। নভেম্বর থেকে গতকাল পর্যন্ত ভর্তুকিযুক্ত সিলিন্ডারে ১৩.৮৯ টাকা দাম কমেছিল। ভর্তুকিহীন সিলিন্ডারে দাম কমেছিল ২৮৩.৫ টাকা। ফেব্রুয়ারি মাসে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ছিল ৪৯৩.৫৩ টাকা। আর ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল ৬৫৯ টাকা। এবার সেটাই বেড়ে গেল অনেকটাই। ভর্তুকিযুক্ত সিলিন্ডারে যে টাকা ফের ব্যাঙ্ক অ্যাকাউ্টে ফেরত যেত তা ফেব্রুয়ারিতে ছিল ১৬৫.৪৭ টাকা। মার্চ মাসে তা বেড়ে ২০৫.৮৯ টাকা হয়েছে বলে জানা গিয়েছে।

মোবাইল ফোনের সিম বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লাগবে না আধার

Image
সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে ঘাড় নোয়াল কেন্দ্রীয় সরকার। মোবাইল ফোনের সিম ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আর আধার নম্বরের দরকার হবে না বলে জানিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। গত ৪ জানুয়ারি এই সংক্রান্ত অধ্যাদেশ লোকসভায় পাশ হয়। কিন্তু রাজ্যসভায় বিলটি পাশ না হওয়ায় সিদ্ধান্ত কার্যকর করা যাচ্ছিল না। অবশেষে অধ্যাদেশ জারি করে সেই সিদ্ধান্ত কার্যকর করল মোদী সরকার।  বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সাংবাদিক বৈঠকে এব্যাপারে বিস্তারিত জানান। কেন্দ্রীয় মন্ত্রিসভা আধার ও অন্যান্য বিষয়ে আইনি ফেরবদলের জন্য অধ্যাদেশ আনার ছাড়পত্র দিয়েছে।  নতুন অধ্যাদেশে আধার ব্যবহারের বিধি ভাঙলে বা গোপনীয়তার শর্ত ভঙ্গ করলে কড়া শাস্তির ব্যবস্থা রয়েছে। ফলে এবার আপনার আধার নম্বর থেকে কেউ তথ্য চুরি করলে কঠিন সাজার মুখে পড়বেন তিনি। 

আবেগে ভাসলেন সহযাত্রীরা, উঠে দাঁড়িয়ে বিমানেই অভিবাদন অভিনন্দনের বাবা-মাকে

Image
অভিনন্দনের বাবা-মাকে অভিবাদন সহযাত্রীদের। ছেলে অভিনন্দনকে মুক্তি দেবে পাকিস্তান। ঘোষণাটা শোনার পর থেকেই আর স্থির থাকতে পারেননি বর্তমান দম্পতি। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই চেন্নাই থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন এয়ার মার্শাল এস বর্তমান ও তাঁর স্ত্রী শোভা বর্তমান। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির বিমান ধরেন বর্তমান দম্পতি। দেশের সর্বত্রই অভিনন্দনকে নিয়ে এখন জোর আলোচনা চলছে। চেন্নাই থেকে দিল্লিগামী ওই বিমানেও কিন্তু যাত্রীদের মধ্যে অভিনন্দনকে নিয়ে ইতিউতি আলোচনা চলছিল। বর্তমান দম্পতি আর পাঁচটা সাধারণ যাত্রীদের মতোই তাঁদের জন্য নির্ধারিত আসনে গিয়ে বসেন। ছেলে অভিনন্দনকে নিয়ে যাত্রীদের আলোচনার টুকরো টুকরো অংশগুলো তাঁদের কানেও ভেসে আসছিল। এই মুহূর্তে তাঁদের ছেলের বীরত্বের কাহিনি সবার মুখে মুখে ঘুরছে। তেমনই পাক সেনার হাতে আটক হওয়ার পরও সকলেই তাঁর ফিরে আসার জন্য প্রার্থনা করেছিলেন। সে বিষয়টাও তাঁদের অজানা নয়। তবে আশঙ্কাটা অবশ্য এখন নেই। অভিনন্দনের মুক্তির ঘোষণা আনন্দের জোয়ার এনেছে গোটা দেশে। চেন্নাই থেকে দিল্লিগামী বিমানে উঠে নির্ধারিত আসনে গিয়ে বসেন বর্তমান দম্পতি। বিমানের অন্য যাত্রীরা তখনও জানতেন

ফের সক্রিয় হয়ে উঠছে আলকায়দা, লাদেনপুত্রের খোঁজে পুরস্কার ঘোষণা আমেরিকার

Image
লাদেনপুত্র এই হামজাই এখন আলকায়দার মাথা। ফের মাথাচাড়া দিচ্ছে আলকায়দা। এর নেপথ্যে রয়েছে লাদেনপুত্র। হন্যে হয়ে তাকে খুঁজছে মার্কিন সরকার। সে জন্য ১০ লক্ষ ডলার পুরস্কারও ঘোষণা করেছে তারা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ কোটি টাকা। সৌদি আরবের ধনী পরিবারের ছেলে থেকে সন্ত্রাসের মাথা হয়ে ওঠা ওসামা বিন লাদেনের কাহিনি সর্বজনবিদিত। ৯/১১-র পর তার খোঁজে আফগানিস্তান চষে ফেলেছিল মার্কিন বাহিনী। তখন থেকেই ধুঁকতে শুরু করে আলকায়দা। প্রাণে বাঁচতে সপরিবারে পাকিস্তানের অ্যাবটাবাদে আশ্রয় নেন ওসামা বিন লাদেন। ২০১১ সালে সেখানে তাঁর হদিশ পায় মার্কিন সরকার। রাতের অন্ধকারে সেনা পাঠিয়ে তাকে নিকেশ করা হয়। সেইসময় গোটা পরিবারের হদিশ মিললেও, নিখোঁজ ছিল লাদেনের ছেলে হামজা বিন লাদেন। অ্যাবটাবাদে লাদেনের ওই বাড়ি থেকে উদ্ধার হওয়া চিঠি ও নথিপত্র ঘেঁটে সেইসময়ই তাঁর ছেলে হামজা বিন লাদেন সম্পর্কে জানা যায়। নিভৃতে তার প্রশিক্ষণ চলছিল, যাতে বাবার অবর্তমানে আলকায়দার নেতৃত্ব বুঝে নিতে পারে। তখনই তার নাগাল পেতে চেষ্টা চালানো হয়েছিল। তবে সম্প্রতি তার সক্রিয় হয়ে ওঠার খবর মিলেছে। আর তাতেই নড়েচড়ে বসেছেন মার্কিন গোয়েন্দারা। দু&#

‘দেশকে রক্ষার্থে বিয়েটা পিছোতে হবে’, মালার বদলে রাইফেল তুললেন বাংলার জওয়ান

Image
''বিয়েটা এখনই হচ্ছে না। পিছিয়ে দিতে হবে। বিয়ে পরে হলেও অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে দেশ মাতৃকাকে রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি কি রাজি?'' হবু স্বামীর কথায় সায় দিয়ে সঙ্গে সঙ্গে তরুণী বলেন, "হ্যাঁ, আমি রাজি। তুমি এখন দেশ বাঁচাও।" উৎসাহ পেয়ে বহুদূর থেকে ভেসে আসা কণ্ঠস্বরে তাঁর হবু স্বামীর প্রশ্ন, "হাউ ইজ দ্য জোশ?" সলজ্জ মুখে তরুণী বলেন, "ভেরি হাই।" পড়ে রইল বেনারসি শাড়ি আর গয়না। পড়ে রইল টোপর। রজনীগন্ধার মালার বদলে হাতে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে দেশরক্ষায় ব্যস্ত হয়ে পড়লেন হবু বর রাজেশ গোপ। আর ১৮০০ কিলোমিটার দূর থেকেও কনে কৃষ্ণা রইলেন হবু বরের পাশে। যাঁকে জীবনসঙ্গী করতে চলেছেন, তাঁর জন্য গর্বিত কনে। পুরুলিয়া জেলার পুঞ্চা এলাকার মউলাডাঙা গ্রামের বাসিন্দা রাজেশ গোপ সাধারণ কৃষক পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন মিলিটারি হবেন। পরীক্ষা দিয়ে পাস করে সেনাবাহিনীর জওয়ার হিসাবে চাকরি পান গত বছর। প্রথম পোস্টিং পাঠানকোটে। চাকরি পাওয়ার পরপরই পাশের লৌলারা গ্রামের কৃষ্ণা গোপের সঙ্গে বিয়ের সম্বন্ধ আনে পরিবার। কৃষ্ণা তাঁর এলাকার এক

জইশ নিয়ে আরও বিপাকে পাকিস্তান, কড়া বার্তা দিল আমেরিকা

Image
সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার পরিণাম যে কী হতে পারে তা হাড়ে হাড়ে বুঝতে পারছে পাকিস্তান। যুদ্ধের জিগির তুলে শেষমেশ বেকায়দায় পড়ে ভারতীয় পাইলটকে মুক্তি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (বকলমে পাক সেনা)। তবে এতে চিড়ে ভিজছে না। আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে ইসলামাবাদ। ফের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ নিয়ে পাকিস্তানকে কড়া দিল আমেরিকা। উল্লেখ্য, ২০০১ সালেই জইশকে নিষিদ্ধ ঘোষণা করে রাষ্ট্রসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর একপ্রকার বাধ্য হয়ে ২০০২ সালে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান। তবে পাক সেনার মদতে কার্যকলাপ চালিয়ে যায় মৌলানা মাসুদ আজহারের সংগঠনটি। এবার তা নিয়েই সরব হয়েছে আমেরিকা। শুক্রবার মার্কিন স্বরাষ্ট্রদপ্তরের আধিকারিক নাথান সেলস বলেন, জইশকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমেরিকা। এবার সংগঠনটির টাকার জোগান বন্ধ করতে হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে আমেরিকা।বিশেষজ্ঞদের মতে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের নামে বিশাল অঙ্কের মার্কিন অর্থ সাহায্য পাচ্ছে পাকিস্তান। তার সবটাই খাতায়-কলমে দেখানো হয় না। বাস্তবে ওই অর্থের অনেকটাই ভারতের বিরুদ্ধে জঙ্গিদের প্রশিক্ষ

সচিত্র ভোটার স্লিপে আর ভোট নয়, জানিয়ে দিল নির্বাচন কমিশন

Image
এবার 'ফটো ভোটার স্লিপ' দেখিয়ে ভোট দেওয়া যাবে না। 'ভোট পরিচয়পত্রে' বদল এনে এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। অর্থাৎ আসন্ন নির্বাচনে ভোটদানের ক্ষেত্রে ফটো ভোটার স্লিপ আর গ্রহণযোগ্য 'পরিচয়পত্র' হিসাবে গণ্য হবে না। ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে এক নির্দেশ জারি করে নির্বাচন কমিশন জানিয়েছিল, ভোটদানের ক্ষেত্রে তাদের সরবরাহ করা 'ফটো ভোটার স্লিপ' অন্যতম পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে। শুধু ফটো ভোটার স্লিপ দেখালেই ভোট দিতে পারবেন ভোটাররা। সেক্ষেত্রে তালিকাভুক্ত অন্যান্য গ্রহণযোগ্য পরিচয় লাগবে না। কিন্তু আপাতত কমিশন মনে করছে ফটো ভোটার স্লিপে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই। সহজেই তা নকল করা যায়। তাছাড়া দেশের সর্বত্র সচিত্র পরিচয়পত্র (ভোটার কার্ড) বিলি করার কাজ শেষ না হওয়ায় ভোটদানের ক্ষেত্রে 'ফটো ভোটার স্লিপ' অন্যতম গ্রহযোগ্য পরিচয়পত্র হিসাবে তালিকাভুক্ত করা হয়। কমিশন জানাচ্ছে, বর্তমানে ৯৯ শতাংশ মানুষ সচিত্র পরিচয় পত্র পেয়ে গিয়েছেন। ফলত 'ফটো ভোটার স্লিপ' আর গ্রহণযোগ্য হবে না। তবে এখনই ফটো ভোটার স্লিপ বিলি করা বন্ধ করছে না ক

সেদিন আকাশপথে কীভাবে পাকিস্তানকে পর্যুদস্ত করেছেন, জানুন বীর কম্যান্ডার অভিনন্দনের কাহিনি

Image
স্বাগত বীর উইং কম্যান্ডার অভিনন্দন। 'একজন ভালো যুদ্ধবিমানের চালক হতে গেলে কী লাগে?' 'খারাপ মনোভাব...' এক টেলিভিশন তথ্যচিত্রে এটা বলেই সকলকে হতবাক করে দিয়েছিলেন কম্যান্ডার অভিনন্দন বর্তমান। এখন যে মানুষটির নাম দেশের মুখে মুখে ঘুরছে। দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও দায়বদ্ধতা দেখিয়ে পাকিস্তানের টার্গেটে থাকা ভারতীয় সেনার ঘাঁটিগুলিতে আঘাত আটকে দিতে পেরেছেন অভিনন্দন। ভারতে যাতে পাকিস্তান আকাশপথে হামলা না করতে পারে, সেজন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানের এফ-১৬ বিমান তাড়া করে পাক অধীকৃত কাশ্মীরে চলে গিয়েছেন অভিনন্দন। বুধবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ সীমান্তে উচ্চ সতর্কতা জারি হয়। পাকিস্তান সীমান্ত পেরিয়ে ঢুকতে পারে বলে আগাম আঁচ করা হয়েছিল। রাডারে তা ধরাও পড়ে। এরপরে সকাল ১০টা নাগাদ পাকিস্তানি বায়ুসেনার তিনটি এফ-১৬ বিমান ভারতীয় সীমানায় নৌশেরা সেক্টরে ঢুকে পড়ে ও বোমা ফেলে। সঙ্গে সঙ্গে সতর্ক বায়ুসেনা পাল্টা প্রস্তুতি নিয়ে ফেলে ময়দানে নেমে পড়ে। মিগ-২১ বাইসন নিয়ে তৈরি অভিনন্দন জানান তিনি তৈরি। তারপরই মিগ-২১ বাইসন নিয়ে বেরিয়ে যান তিনি। মিগ বাইসন একটু পুরনো বিমান, অন্যদিকে এফ-১৬

মালদা সীমান্ত লাগোয়া এলাকা থেকে গ্রেফতার দুই JMB জঙ্গি

Image
বাংলাদেশে দুই জেএমবি  জঙ্গি  গ্রেফতার।   পাকিস্তানে এয়ার স্ট্রাইকের পর ভারতবর্ষ জুড়ে  লাল সর্তকতা জারি করেছে গোয়েন্দা দফতর। সর্তক করা হয়েছে অন্যান্য প্রতিবেশী দেশগুলিকেও। এরই মধ্যে ভারতের মালদা সীমান্ত লাগোয়া বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার  নাচোলের  আঝইর এলাকা থেকে বাংলাদেশের র‌্যাপিড  অ্যাকশন বাহিনী দুই জেএমবি জঙ্গিকে আটক করে। ধৃতদের নাম  বাইরুল ইসলাম (৩৪) ও  শফিকুল ইসলাম (৪৮)। তাদের কাছ থেকে জেহাদি বই, লিফলেট উদ্ধার হয়েছে । ধৃতদের বাড়ি চাঁপাইনবাগবঞ্জের নাচোলের ফুরসেদপুর গ্রামে।  র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জেএমবি সদস্যরা নাচোলের আঝইর এলাকায় তাদের ডেরায়  গোপন বৈঠক করছিল। গোপন সূত্রে খবর পেয়ে  র‌্যাব ওই এলাকায় অভিযান চালায়।  বেশ কয়েকজন জেএমবি সদস্য পালিয়ে গেলেও বাইরুল ও শফিকুল র‌্যাবের হাতে ধরা পড়ে।

আজ দেশে ফিরছেন অভিনন্দন, ওয়াঘা সীমান্তে অপেক্ষায় বায়ুসেনার প্রতিনিধি দল

Image
টানটান উত্তেজনার অবসান। ভারতের চাপে নতিস্বীকার পাকিস্তানের। আজ শুক্রবার দেশে ফিরছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ওয়াঘা সীমান্তে তাঁকে স্বাগত জানাবে বায়ুসেনার একটি দল। গত বুধবার থেকে পাকিস্তানের হেফাজতে ছিলেন অভিনন্দন। তাঁকে ফেরানোর জন্য ভারতের তরফে প্রবল চাপ দেওয়া হয় পাকিস্তানকে। বৃহস্পতিবার দুপুরে পাক বিদেশমন্ত্রী প্রথমে বলেন, ভারতীয় বায়ুসেনার পাইলটকে নিয়ে কী হবে তা কয়েক দিনের মধ্যেই ঠিক করা হবে। কিন্তু বিকালেই ইমরান খান সংসদে বায়ুসেনার পাইলটকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। পাক সংবাদমাধ্যমের খবর, আজ রাওয়ালপিন্ডি থেকে লাহোরে আনা হবে অভিনন্দনকে। তারপর জেনেভা কনভেনশন অনুযায়ী তাঁকে তুলে দেওয়া হবে রেডক্রসের হাতে। তারপর বেলা ১২টা থেকে ২টোর মধ্যে তাঁকে ওয়াঘা সীমান্তে আনা হবে। ইমরান খান বায়ুসেনার পাইলটকে ফেরানোর বিষয়টি শান্তির লক্ষ্যে বলা হলেও গোটা বিষয়টি পাকিস্তান জেনেভা কনভেনশন অনুযায়ী করেছে বলে দাবি ভারতের। এদিকে, অভিনন্দন বর্তমানকে স্বাগত জানাতে ওয়াঘায় সীমান্ত যেতে চান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য জানিয়েছেন, অভিনন্দন

সাহসী মায়ের জন্যই ডাকাবুকো অভিনন্দন

Image
অভিনন্দন বর্তমান। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ। ইরাকের সুলেমানিয়ায় চোখের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে বহু মানুষকে ছিন্নভিন্ন হয়ে যেতে দেখেছেন। কিন্তু টলে যাননি। তার পরেও ইরানে গিয়ে তাঁর রোগীদের দ্রুত সেরে ওঠার জন্য প্রাণায়াম শিখিয়েছিলেন শোভা বর্তমান। পাকিস্তানি সেনার হাতে বন্দি উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের বাবা ও ঠাকুর্দা, দু'জনেই বায়ুসেনার অফিসার ছিলেন। বায়ুসেনার অফিসারেরা বলছেন, অভিনন্দনের ডিএনএ-তে সাহস নামক বস্তুটির জন্য তাঁর মা শোভার অবদানও অনেক। পেশায় চিকিৎসক শোভা বিশ্বের প্রায় সমস্ত যুদ্ধ উপদ্রুত এলাকায় কাজ করেছেন। আত্মঘাতী বোমা বা একে-৪৭, কিছুই দমাতে পারেনি তাঁকে।  সেই অদম্য সাহসই দেখা গিয়েছে অভিনন্দনের চরিত্রে। কাল পাক সেনার প্রচারিত ভিডিয়ো-য় দেখা গিয়েছিল, তাঁর দেখাশোনার জন্য ধন্যবাদ জানালেও পাক সেনা অফিসারদের জেরায় কোনও উত্তর দিতে অস্বীকার করছেন অভিনন্দন। বায়ুসেনায় অভিনন্দনের সহকর্মীরা বলছেন, এটাই ওঁর বৈশিষ্ট্য। ডাকাবুকো। ২০১১-র একটি তথ্যচিত্রে ওঁকে প্রশ্ন করা হয়েছিল, সুখোই-৩০-র পাইলট হতে গেলে কী প্রয়োজন হয়? সে সময় ফ্লাইট লেফটেনান্ট পদে থাকা অভিনন্দন বলেছিলেন, 'ব্যাড অ্য

₹৭ লক্ষের জালনোট-সহ শহরে গ্রেফতার ২

Image
সাত লক্ষ টাকার জালনোট-সহ দুই পাচারকারীকে গ্রেফতার  করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাল নোটগুলি উত্তরপ্রদেশে পাঠানোর জন্য কলকাতায় আনা হয়েছিল। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে হেয়ার স্ট্রিট থানা এলাকা থেকে ওই দু'জনকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। ধৃতদের নাম রেজ্জাক শেখ। মালদার বাসিন্দা সে। অন্য জন, উত্তরপ্রদেশের বিকাশকুমার গৌতম। বিকাশকুমারকে ওই নোট দিতে কলকাতায় এসেছিল রেজ্জাক। এ দিন গোয়েন্দারা দাবি করেন, ধৃতদের কাছে সব দু'হাজার টাকার নোট ছিল। উদ্ধার হওয়ার জাল নোটগুলি এত উন্নতমানের যে, সেগুলি হুবহু আসলের মতো। সাধারণ মানুষের পক্ষে কোনও ভাবেই বোঝা সম্ভব নয় যে, এগুলি আদপে নকল টাকা। এই জাল নোট পাচার চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে বলে গোয়েন্দাদের দাবি। ধৃতদের জেরা করে বাকি পাচারকারীদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

জনসনকে ক্লিনচিট, ফের বেবি পাউডারের উত্‍‌পাদন শুরু ভারতে

Image
ভারতে পুনরায় জনসনের বেবি পাউডারের উত্‍‌পাদন শুরু হল। জনসন অ্যান্ড জনসনের তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের ভারতের কারখানায় সরকার বেবি পাউডারের নমুনা পরীক্ষা করিয়েছে। তাতে অ্যাসবেসটসের উপস্থিতি মেলেনি। যে কারণে বেবি পাউডারের উত্‍‌পাদনে বাধা নেই। সম্প্রতি জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে বিদেশে কয়েক'শো কোটি টাকার মামলা হয়। বেবি পাউডারে ক্যানসার সৃষ্টিকারী অ্যাসবেসটস উপাদান হিসেবে থাকে বলে দাবি করা হয়। যার প্রভাব পড়ে ভারতেও। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে ভারতীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা। দুটি কারখানায় উত্‍‌পাদনও বন্ধ করে দেওয়া হয়। কিন্তু, বেবি পাউডারে অ্যাসবেসটসের উপস্থিতি ল্যাবরেটরিতে মেলেনি। যে কারণে জনসন অ্যান্ড জনসনের এই পণ্যকে ক্লিনচিট দেওয়া হয়েছে।

জামাত-ই-ইসলামি 'ব্যান' হল কাশ্মীরে

Image
ভারত বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে জামাত-ই-ইসলামি জম্ম-কাশ্মীরকে বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষণা করল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন ১৯৬৭-র আওতায় সংগঠনটির উপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। সরকারি আধিকারিকের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা জানাচ্ছে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন জামাত-ই-ইসলামি জম্মু-কাশ্মীরকে কেন্দ্র নিষিদ্ধ ঘোষণা করেছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বৃহস্পতিবার উচ্চপর্যায়ের বৈঠকের পর স্বারাষ্ট্রমন্ত্রক এই নিষেধাজ্ঞা আরোপের বিজ্ঞপ্তি প্রকাশ করে। সরকারি ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, জঙ্গি সংগঠনগুলির সঙ্গে নিবিড় যোগ রয়েছে জামাত-ই-ইসলামির। কাশ্মীরে সন্ত্রাসবাদ ও চরমপন্থায় সংগঠনটি মদত দিয়ে চলেছে। সম্প্রতি ১৫০ জামাত নেতাকে গ্রেফতারও করা হয়। তার পরেই এই সিদ্ধান্ত ঘোষণা।

আরও কমে গেল জাতীয় উৎপাদন বৃদ্ধির হার

Image
নয়াদিল্লি: ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে আরও কিছুটা কমে গেল দেশের মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির (জিডিপি) হার৷ তা কমে গিয়ে দাঁড়িয়েছে ৬.৬ শতাংশ। এর ঠিক আগের ত্রৈমাসিক অর্থাৎ গত সেপ্টেম্বরে শেষ হওয়া তিন মাসে এই বৃদ্ধির হার ৭শতাংশ ছিল। যদিও সংশোধনের পর তা হয়েছিল ৭.১ শতাংশ। দেখা গিয়েছে ২০১৭ সালের সেপ্টেম্বরের পর থেকে তিনমাসের সাপেক্ষে এবারেরই জিডিপি বৃদ্ধির হার সর্বনিম্ন হয়েছে।   আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে ভারতের মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছিলেন দেখা গেল তার থেকেও অনেকটাই কমে গিয়েছে এই হার। রয়টার্সের দেওয়া এক সমীক্ষায় ৬.৯ শতাংশ বৃদ্ধির হার থাকবে বলে পূর্বাভাস করা হয়েছিল৷ তারও আগের ত্রৈমাসিক মানে যা জুন মাসে শেষ হয়েছে সেই পর্যায়ে মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির হার ছিল ৮শতাংশ। এর অর্থ চলতি আর্থিক বছরে পর পর তিনটি ত্রৈমাসিকে ক্রমাগত জিডিপি বৃদ্ধির হার কমার এক প্রবণতা ফুটে উঠেছে – যেহেতু গত তিনটি ত্রৈমাসিকে অংকটা হয়েছে যথাক্রমে ৮, ৭.১ এবং ৬.৬ শতাংশ। সেই হিসেবে পরপর তিনটি ত্রৈমাসিক অর্থবর্ষে কমেই চলেছে ভারতের জাতীয় উৎপাদন।

নওশেরার ‘শের’-র জন্যই কাশ্মীর আজও ভারতের

Image
অভিনন্দনকে ছেড়ে দিয়ে 'শান্তির' বার্তা দিয়েছে পাকিস্তান। কিন্তু কাশ্মীর নিয়ে তাদের টানা হ্যাঁচরা থেমে যাওয়ার সম্ভাবনা কম। ৭০ বছর আগে যার সূচনা হয়েছিল। কিন্তু এই যে এখনও কাশ্মীরে ভারতীয়রা ঘুরতে যায়, শ্রীনগরে মনের আনন্দে প্রকৃতির শোভা দেখে। সে আনন্দ পেতে ভিসার ঝক্কি পোহাতে হতো। পুরো কাশ্মীরটাই চলে যেতে পারত জিন্নার দেশে। বহু ভারতীয় সেনা ১৯৪৭ সালের পাক আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতভূমিকে রক্ষার স্বার্থে আত্মবলিদান দিয়েছে বহু সেনা জাওয়ান। তবু কাশ্মীর রক্ষায় কোথাও যেন আলাদা ভাবে নাম চলে আসে বীর ভারতীয় জওয়ান মহম্মদ ওসমানের। কাশ্মীরের রাজা হরি সিং তখনও দিবা স্বপ্ন দেখছেন দুই স্বাধীন রাষ্ট্রের মাঝে দাঁড়িয়ে তিনি এক স্বাধীন রাজ্যের রাজা হয়ে থাকবেন। ২২ অক্টোবর ১৯৪৭, পশ্চিম সীমান্ত পার করে কাশ্মীরে ঢুকে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। প্রাথমিকভাবে নিজের সেনা দিয়ে রোখার চেষ্টা করেছিলেন রাজা। কিন্তু পাক হানাদারদের ঠেকানো তাঁর ক্ষমতার বাইরে ছিল। শ্রীনগর প্রায় হাতের বাইরে চলে গিয়েছে। ভয়ে রাজা ভারতের সাহায্যের পাণিপ্রার্থী হলেন। পাক হানা ঠেকাতে সমরে নামে ভারতীয় স্থল সেনা ও বায়ু সেনা। যেদিক দিক দ

ফের ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ৫

Image
মোগাদিশু: এবার গাড়িবোমা বিস্ফোরণ৷ বৃহস্পতিবার সোমালিয়ার রাজধানীতে একটি হোটেলের কাছে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে৷ এই বিস্ফোরণে ৫ জনের প্রাণ গিয়েছে৷ জানা গিয়েছে, এর ঘটনার পিছনে হাত রয়েছে আল-শাবাব গোষ্ঠীর৷ জানা গিয়েছে, আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের ডিরেক্টর আবদুকাদির আবদিরহমান বলেন, আমাদের দল ৫ দেহ উদ্ধার করেছে, ২৫ আহত৷ এখনও উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে তারা৷ কিন্তু এই মোগাদিশুকে প্রায়ই নিশানা করে এই শাবাবের সদস্যরা৷ গাড়ি বোমা বিস্ফোরণ এবং সেই সঙ্গে গুলও চালানো হয়৷ পুলিশ আধিকারিক মহম্মদ ফারাহ জানান, মকা এল-মুকারামা রোডের কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণ হয়৷ সেই সঙ্গে এক প্রত্যক্ষদর্শী জানায়, বিস্ফোরণের পরেই গুলি চলে, কিন্তু কে সেই গুলি চালায় তা জানা যায়নি৷ প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি, পাকিস্তানের দারা মুরাদ জামেলির কাছে প্রবল বিস্ফোরন ঘটে। বিস্ফোরণে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পাঁচজন গুরুতর আহত হয়। আহত সবাইকে পাকিস্তানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ঘটনাস্থল পুরো ঘিরে ফেলে পাকিস্তান পুলিশ এবং সেনাবাহিনী। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিস্ফোরণটি ঘটে দা

দু’দিনে ভারত সীমান্তে ৩৫ বার গোলাবর্ষণ পাকিস্তানের

Image
শ্রীনগর: একদিকে যেখানে আলোচনার কথা বলছে পাকিস্তান, অন্যদিকে সেখানেই পাক সেনা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই চলেছে৷ গত ২ দিনে পাকিস্তান ৩৫বার এই কাজ করেছে৷ পুঞ্চের পরিস্থিতি ভয়াবহ বলে জানা যাচ্ছে৷ একইসঙ্গে কৃষ্ণাঘাঁটি এবং মানকোট সেক্টরেও একই অবস্থা৷ সূত্রের খবর, মানকোটে পাক গোলাবর্ষণে এক মহিলার মৃত্যু হয়৷ বৃহস্পতিবার দিল্লিতে ভারতের তিন সেনার (জল, স্থল, আকাশ) সাংবাদিক সম্মেলন করে৷ সেখানে বায়ুসেনা বলেন, পুলওয়ামার পরে পাকিস্তানে এয়ারস্ট্রাইক করে এবং জঙ্গি ঘাঁটি গুলি গুঁড়িয়ে দেয় বলে দাবি করে৷ এরপর পাকিস্তান এলওসি-তে টানা গোলাবর্ষণ করেই চলেছে৷ দুইদিনে এই সংখ্যা ৩৫-এ গিয়ে দাঁড়ায়৷   প্রসঙ্গত, বৃহস্পতিবার পাকিস্তান মর্টার ছোঁড়ে৷ এক মহিলার মৃত্যু হয় এবং এক জওয়ান আহত হন এতে৷ পাল্টা জবাব দেয় ভারতও৷ ২০১৮ সালে এলওসি-তে পাকসেনা বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে৷ প্রায় ২৯৩৬ গুলি ছোঁড়ে তারা৷ প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনারাও৷ পাকিস্তানের পক্ষ থেকে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনাতে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ স্পষ্ট জানিয়েছিলেন, সন্ত্রাস আর আলোচমানা একইসঙ্গে চলতে পারে না৷ চলতি বছরে ১৪ ফেব

চারদিন ধরে নিখোঁজ, ঝাড়খণ্ডে নদীতে মিলল বর্ধমানের কৃষকের দেহ

Image
কাটোয়া: শেষ পর্যন্ত স্থানীয়দের আশঙ্কাই সত্যি হল। নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর পূর্ব বর্ধমানের ভাতার থানার আলিনগর গ্রামের কৃষক নোরাই মল্লিকের দেহ উদ্ধার হল ঝাড়খন্ড থেকে। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করে দেহটি নদীতে ফেলে দিয়েছে আততায়ীরা। জানা গিয়েছে, বছর দুয়েক আগে বোরো চাষের মরশুমে ধান কাটার মেশিন নিয়ে পূর্ব বর্ধমানের ভাতারে এসেছিলেন ঝাড়খণ্ডের এক ব্যবসায়ী। তখন চুক্তির ভিত্তিতে মেশিনটি ভাড়া খাটানোর ব্যবস্থা করে দিয়েছিলেন নোরাই। সেই সূত্রেই তাঁর কাছে টানা পাওয়া হয়েছিল ভিন রাজ্যের ওই ব্যবসায়ীরা। শুক্রবার মাঠে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে যান নোরাই মল্লিক। পরিবারের লোকেদের দাবি, ঘটনার দিন পাওনা টাকার নিতে তাঁদের বাড়িতে এসেছিলেন ভিন রাজ্যের ওই ব্যবসায়ীর দুই কর্মচারী। তারাই নোরাইকে অপহরণ করে ঝাড়খণ্ডে নিয়ে গিয়েছে। চার দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই কৃষকের। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানা এলাকায় গঙ্গা নদীতে একটি দেহ ভাসতে দেখা গিয়েছিল। পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। হোয়াটস অ্যাপে ছবি দেখে নোরাই মল্লিকের দেহ শনাক্ত করেন পূর্ব বর্ধমানের ভাতারের আলিনগ

বড় ধাক্কা অর্থনীতিতে, জিডিপির বৃদ্ধি কমে দাঁড়াল ৬.৬ শতাংশে

Image
ভারতের জিডিপির বৃদ্ধি কমে দাঁড়াল ৬.৬ শতাংশে। তৃতীয় ত্রিমাসিকের এই জিডিপি বৃদ্ধি গত কয়েক বছরে সর্বনিম্ন বলে জানা গিয়েছে। অর্থনীতিবিদেরা যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার চেয়েও কম হয়েছে সংখ্যা। ৫৫জন অর্থনীতিবিদের সমীক্ষায় জিডিপির বৃদ্ধি ৬.৯ শতাংশে থাকবে বলে মনে করা হয়েছিল। আগের ত্রৈমাসিকে জিডিপির বৃদ্ধি ৭.১ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করে দেওয়া হয়েছে। ২০১৮-১৯ অর্থবর্ষে জিডিপির গড় বৃদ্ধি ৭.২ শতাংশ থাকবে বলে জানানো হয়েছে। তবে এদিনের রিপোর্ট সকলকেই চমকে দিয়েছে। পরের অর্থবর্ষের জন্য আরবিআই জিডিপির বৃদ্ধি ৭.২ থেকে ৭.৪ শতাংশের মধ্যে প্রথম ভাগে থাকবে বলে ভবিষ্যদ্বাণী করেছে। তৃতীয় ত্রৈমাসিকে তা বেড়ে ৭.৫ শতাংশ হবে বলেও মনে করা হচ্ছে।

স্থল থেকে আকাশ, জল- তিন স্থানেই প্রস্তুত বাহিনী, যৌথ সাংবাদিক সম্মলনে পাকিস্তানকে হুঁশিয়ারি

Image
প্রধানমন্ত্রী বলেছিলেন পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণ করে সন্ত্রাসে মদতদাতারা কত বড় ভুল করেছে তা তারা অনুমান করতে পারছে না। রাজনাথ সিং শ্রীনগরে দাঁড়িয়ে বলেছিলেন, পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলায় যারা জড়িত তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। অরুণ জেটলিও বলেছেন, ওসামা বিন লাদেনকে খতম করার মতো অভিযান ভারতও করতে পারে। পুলওয়ামা সন্ত্রাসের পর গত ১৪ দিন ধরে এভাবেই ভারত পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু, এরপরও পাকিস্তান সাফাই দিয়েই চলেছে বলে মনে করছে নয়াদিল্লি। সন্ত্রাসের মদতদাতা হিসাবে প্রতিপন্ন হওয়া পাকিস্তানকে তাই আর একচুলও জমি ছাড়তে রাজি নয় ভারত। বৃহস্পতিবার সন্ধ্য়ায় সে কথাই বুঝিয়ে দিলেন ভারতের তিন বাহিনীর প্রতিনিধিরা। এক যৌথ সাংবাদিক সম্মেলনে পাকিস্তানকে চূড়ান্ত শাসানি দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। এই যৌথ সাংবাদিক সম্মেলনে বায়ু সেনার এয়ার ভাইস মার্শাল রবি কাপুর সাফ জানিয়ে দিলেন নিজেদের মান বাঁচাতে সমানে মিথ্যা বয়ান দিয়ে চলেছে পাক বাহিনীর মুখপাত্র। এমনকী, আন্তর্জাতিক দুনিয়াকেও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগ এনেছেন তিনি। এরপরই বক্তব্য রাখতে গিয়ে সেনবাহিনীর মেজর জেনারেল সুরেন্দ্র সিং

জঙ্গিঘাঁটি ধ্বংসের পোক্ত প্রমাণ রয়েছে, প্রকাশ করার সিদ্ধান্ত সরকারের: বায়ুসেনা

Image
1/9 বায়ুসেনার এয়ার স্ট্রাইকের সাফল্য নিয়ে দেশের অন্দরেই উঠেছে প্রশ্ন। পাকিস্তান প্রত্যাশিতভাবেই দাবি করেছে, তাদের যুদ্ধবিমানের তাড়া খেয়ে পালিয়ে গিয়েছে ভারত। ফাঁকা জায়গায় বোমা ফেলা হয়েছে। এদিন সাংবাদির বৈঠকে সেই দাবি খারিজ করে এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর জানিয়ে দিলেন, প্রমাণ রয়েছে বায়ুসেনার হাতে।        2/9 সাংবাদিক বৈঠকে আরজিকে কাপুর বলেন, বালাকোটে জইশের জঙ্গিঘাঁটিতে বোমাবর্ষণ করা হয়েছে। মৃতের সংখ্যা আগেভাগে বলে দেওয়া ঠিক নয়। তবে আমরা যেটা চেয়েছিলাম, তেমন ফলই পেয়েছি।     3/9 ভাইশ মার্শাল আরজিকে কাপুরের কথায়, ''বায়ুসেনার কাছে জঙ্গিঘাঁটি ধ্বংসের প্রমাণ রয়েছে। তা প্রকাশ করার সিদ্ধান্ত নেবেন সরকারের কর্তাব্যক্তিরা''।           4/9 পাকিস্তানের এফ-১৬ বিমান ভারতের সেনাঘাঁটিতে হামলা চালাতে চেয়েছিল বলে দাবি করেছে বায়ুসেনা। ভাইশ মার্শালের কথায়, ''ভারতের হামলায় এফ-১৬ ভেঙে পড়েছে। যে ছবি পাওয়া গিয়েছে তাতে এটা স্পষ্ট। ভারতের হাতে কোনও এফ-১৬ নেই। ফলে ওটা পাকিস্তানেরই যুদ্ধবিমান। আর ভারতের একটি বিমান নিখোঁজ''।      5/9 এরইসঙ্গে নিয়ন্ত্রণরেখার ধারে মিলেছে

ফের সেনা জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা, ৩ জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা

Image
ফের উত্তপ্ত উপত্যকা। জঙ্গি-নিরাপত্তারক্ষী সংঘর্ষে জম্মু কাশ্মীরের কূপওয়াড়ার  হান্দওয়াড়ায় চলছে গুলির লড়াই।    ওই এলাকায় দু-তিন জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।  তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত গত বুধবার ভোর থেকে সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয় জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায়।  নিরাপত্তা বাহিনী কর্ডন লঞ্চ সোপিয়ান এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।  সোপিয়ানের  মিমেন্দার এলাকায় নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা।  সেই ঘটনায় ৩ জঙ্গির বন্দি হওয়ার খবর পাওয়া যায়।  ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার জবাব দিতে মঙ্গলবার সীমান্তরেখা থেকে ৮০ কিলোমিটার ভিতরে ঢুকে বালাকোটে জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। এদিকে, আজই  পাকিস্তানের কবজা থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।  শুক্রবার ভারতের হাতে ফিরিয়ে দেওয়া হবে তাঁকে।

'আমি পাকিস্তানি, কিন্তু যুদ্ধ চাই না', অভিনন্দনের মুক্তি চেয়ে প্ল্যাকার্ড হাতে তরুণী

Image
লাহৌর প্রেস ক্লাবের সামনে সেহর মির্জা।  সম্প্রতি ভারত এবং পাকিস্তানে যে যুদ্ধোন্মাদনা শুরু হয়েছে, এ দিন তার প্রতিবাদে লাহৌরের নাগরিক সমাজ এখানকার প্রেস ক্লাবের সামনে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে। আমার মতো পাকিস্তানের বহু যুদ্ধবিরোধী মানুষ সেই মিছিলে উপস্থিত ছিলেন। এই প্রতিবাদে যোগ দিয়েছিলেন এই দেশের বহু মানবাধিকার ও সমাজকর্মী এবং শিল্পীরা। ছিলেন ফৈয়জ় আহমেদ ফৈয়জ়ের কন্যা সালিমা হাসমি, আসমা জাহাঙ্গিরের মেয়ে মুনিজ়া জাহাঙ্গির, চিত্রপরিচালক আম্মর আজ়িজ়, নাট্যকার ও সাংবাদিক সৈয়দ আহমেদ, মানবাধিকার কর্মী মরিয়ম সৈয়দ, সমাজকর্মী মুসরত মির্জ়া। প্রায় দু'শো জন এই মিছিলে যোগ দিয়েছিলেন। ভূখণ্ডে ঘটে চলা হিংসা ও নাশকতার বিরুদ্ধে স্লোগান দিই আমরা।  আমাদের আরও দাবি ছিল, ভারতের অভিনন্দন বর্তমানকে তাঁর দেশে ফিরিয়ে দিতে হবে। পরে জানতে পারলাম, আমরা যখন প্রেস ক্লাবের সামনে এই দাবি তুলছিলাম, সেই সময়েই অভিনন্দনের মুক্তির কথা ঘোষণা করা হয়েছে। দারুণ এই খবরটা পেয়ে সত্যিই আমরা খুব খুশি হয়েছি। পুলওয়ামা হামলার পরে সোশ্যাল মিডিয়া হিংসাত্মক মন্তব্যে ভরে গিয়েছিল। সীমান্তের ও-পারের মানুষ জন তখন রাগে-যন্ত্রণায় ফ

আজ নিঃশর্ত মুক্তি অভিনন্দনের, শান্তির বার্তা দিয়ে ঘোষণা করলেন ইমরান

Image
অভিনন্দন বর্তমান ও ইমরান খান।  ভারত-পাকিস্তান দ্বন্দ্বে আপাতত কূটনৈতিক বিরতি। পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করলেন, শান্তির পদক্ষেপ হিসেবে ছেড়ে দেওয়া হচ্ছে তাঁদের কব্জায় থাকা ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে। আজ ভারতের হাতে ফিরিয়ে দেওয়া হবে তাঁকে।  ভারতও কি একে শান্তির বার্তা বলে মনে করছে? এয়ার ভাইস মার্শাল বলেন, ''এই সিদ্ধান্ত জেনিভা কনভেনশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।'' আর ইমরানের ঘোষণার পরেই কোনও প্রেক্ষিত উল্লেখ না-করলেও শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রদানের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তাৎপর্যপূর্ণ মন্তব্য, ''আপনারা (উপস্থিত বিজ্ঞানীরা) তো ল্যাবরেটরিতে জীবন কাটানো লোক। আপনাদের মধ্যে পাইলট প্রজেক্ট করার রীতি আছে। পাইলট প্রজেক্টের পরে বড় মাপে কাজটা করার পথ তৈরি হয়। সদ্য একটা পাইলট প্রজেক্ট শেষ হয়েছে। এ বার আসলটা করতে হবে। আগেরটা তো প্র্যাকটিস ছিল।'' আজ সকাল থেকেই সাউথ ব্লক এই মর্মে সরব হয় যে কোনও শর্ত ছাড়াই নিরাপদে এবং সুস্থ শরীরে ফেরাতে হবে অভিনন্দনকে। ইসলামাবাদ যদি ভাবে যে এই নিয়ে দর কষাকষি করবে তা হলে ভুল করবে। স