আরও কমে গেল জাতীয় উৎপাদন বৃদ্ধির হার


নয়াদিল্লি: ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে আরও কিছুটা কমে গেল দেশের মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির (জিডিপি) হার৷ তা কমে গিয়ে দাঁড়িয়েছে ৬.৬ শতাংশ। এর ঠিক আগের ত্রৈমাসিক অর্থাৎ গত সেপ্টেম্বরে শেষ হওয়া তিন মাসে এই বৃদ্ধির হার ৭শতাংশ ছিল। যদিও সংশোধনের পর তা হয়েছিল ৭.১ শতাংশ।

দেখা গিয়েছে ২০১৭ সালের সেপ্টেম্বরের পর থেকে তিনমাসের সাপেক্ষে এবারেরই জিডিপি বৃদ্ধির হার সর্বনিম্ন হয়েছে।
 
আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে ভারতের মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছিলেন দেখা গেল তার থেকেও অনেকটাই কমে গিয়েছে এই হার। রয়টার্সের দেওয়া এক সমীক্ষায় ৬.৯ শতাংশ বৃদ্ধির হার থাকবে বলে পূর্বাভাস করা হয়েছিল৷

তারও আগের ত্রৈমাসিক মানে যা জুন মাসে শেষ হয়েছে সেই পর্যায়ে মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির হার ছিল ৮শতাংশ। এর অর্থ চলতি আর্থিক বছরে পর পর তিনটি ত্রৈমাসিকে ক্রমাগত জিডিপি বৃদ্ধির হার কমার এক প্রবণতা ফুটে উঠেছে – যেহেতু গত তিনটি ত্রৈমাসিকে অংকটা হয়েছে যথাক্রমে ৮, ৭.১ এবং ৬.৬ শতাংশ। সেই হিসেবে পরপর তিনটি ত্রৈমাসিক অর্থবর্ষে কমেই চলেছে ভারতের জাতীয় উৎপাদন।