Posts

Showing posts from September 1, 2018

এশিয়াডে সোনা জিতলেন বক্সার অমিত পঙ্ঘল

Image
প্রতিপক্ষ বেশ কঠিন ছিল৷ অলিম্পিক চ্যাম্পিয়ন দুসমাতভ বক্সিং দুনিয়ায় বড় নাম৷ সেই তুলনায় খানিকটা আন্ডারডগই ছিলেন ভারতের অমিত৷ কিন্তু মনের জোরটা ছিল অপরিসীম৷ যার নির্যাস, কঠিন লড়াইয়ে দুসমাতভকে ধরাশায়ী করলেন অমিত৷ জাকার্তা: এশিয়াডে ফের সোনা ভারতের৷ এ বার সোনা জিতলেন ভারতের বক্সার অমিত পঙ্ঘল৷ পুরুষদের ৪৯ কেজি বিভাগে অলিম্পিক চ্যাম্পিয়ন উজবেকিস্তানের হাসানবয় দুসমাতভকে হারিয়ে সোনা নিশ্চিত করলেন অমিত৷ প্রতিপক্ষ বেশ কঠিন ছিল৷ অলিম্পিক চ্যাম্পিয়ন দুসমাতভ বক্সিং দুনিয়ায় বড় নাম৷ সেই তুলনায় খানিকটা আন্ডারডগই ছিলেন ভারতের অমিত৷ কিন্তু মনের জোরটা ছিল অপরিসীম৷ যার নির্যাস, কঠিন লড়াইয়ে দুসমাতভকে ধরাশায়ী করলেন অমিত৷ প্রথমে খানিকটা রক্ষণাত্মক খেলছিলেন অমিত৷ ধীরে ধীরে জোর বাড়ান৷ অমিতই একমাত্র ভারতীয় বক্সার, যিনি এ বছরের এশিয়ান গেমসে ফাইনালে পৌঁছন৷ প্রথম রাউন্ডে দুসমাতভের কাছে বেগ পান অমিত৷ দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ান৷ ভারতীয় বক্সারের কয়েকটি দুর্দান্ত হিট সামলাতে পারেননি উজবেক প্রতিপক্ষ৷ গত বছর হামবুর্গ ওয়ার্ল্ড চ্যাম্পিয়শিপে এই দুসমাতভের কাছেই কোয়ার্টার ফাইনালে পরাজিত হন অমিত৷

চার ফুটপাথবাসীকে পিষে দিল বিজেপি নেতার মদ্যপ ছেলে

Image
জয়পুর: রাতে ফুটপাথের মধ্যেই শুয়ে পড়েছিল গ্রাম থেকে কাজ করতে আসা শ্রমিকেরা। রাতের অন্ধকারে সেই ক্ষণিকের বিশ্রামই কাল হয়ে দাঁড়াল। ঘটনাটি রাজস্থানের রাজধানী শহর জয়পুরের। ঘুমন্ত শ্রমিকদের উপর দিয়ে চলল গাড়ি। গাড়ির চালক আবার এলাকার বিজেপি নেতার ছেলে। এই ঘটনার জেরে ফিরে এল ফুটপাথে শুয়ে থাকা মানুষের উপরে গাড়ি চালিয়ে যাওয়ার ভয়াবহ স্মৃতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। জয়পুরের একটি ফুটপাথের উপরে শুয়ে থাকা চার ব্যক্তির উপরে দিয়ে গাড়ি চালিয়ে চলে যায় ভরত ভূষণ মিনা নামের এক ব্যক্তি। ৩৫ বছর বয়সী মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলে দাবি করেছে পুলিশ। আরও জানা গিয়েছে ওই ঘটনায় চার জন শ্রমিক জখম হয়েছিলেন। শনিবার সকালের যাদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ কর্তা নরেন্দ্রর মতে, "শুক্রবার রাতে ফুটপাথে শুয়ে থাকা চার ব্যক্তির উপর দিয়ে গাড়ি চালিয়ে যায় এক ব্যক্তি। ওই ঘটনায় চার জন জখম হয়েছিলেন। রাতেই তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।"   পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে শুক্রবার রাতেই গ্রেফতার কর

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের সূচনা করলেন প্রধানমন্ত্রী

Image
দিল্লি : আজ দিল্লিতে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB)-এর সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে এই ব্যাঙ্কের মোট ৬৫০টি শাখা থাকবে। এছাড়া ৩২৫০টি অ্যাকসেস পয়েন্টও থাকবে এই ব্যাঙ্কের। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের ১.৫৫ লাখ পোস্ট অফিসকে IPPB-র সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা হবে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের ১.৫৫ লাখ পোস্ট অফিসকে IPPB-র সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা হবে। গ্রামাঞ্চলের মানুষ এর মাধ্যমে সহজে ব্যাঙ্কিং পরিষেবা পাবে। এর মাধ্যমে ডাক বিভাগের পোস্টম্যান ও গ্রামীণ ডাক সেবকরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে ব্যাঙ্কিং পরিষেবা দেবেন। দেশে এখন ডাক বিভাগে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে ১৭ কোটি। এই অ্যাকাউন্টগুলি এবার IPPB-র সঙ্গে সংযুক্ত হবে। আজ পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, "এই ব্যাঙ্কের মাধ্যমে আমরা দেশের প্রতিটি কোণে কোণে পৌঁছাব। দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়া হবে।" কী কী সুবিধা পাওয়া যাবে পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের মাধ্যমে :  সাধারণ ব্যাঙ্কের মতো সব সুযোগই থাকবে IPPB-তে ন্যূনতম ব্যালেন্

এও সম্ভব!‌ স্বামীকে জেলে পাঠাল ‘‌মৃত’‌ স্ত্রী

Image
প্রেমিককে বিয়ে করার জন্য প্রথমে নিজেকে '‌মৃত'‌ ঘোষণা। এরপর পণের জন্য স্ত্রীকে খুনের অভিযোগে হাজতে যেতে হল স্বামীকে। এমনই কাণ্ড ঘটেছে উত্তরপ্রদেশের ফৈজাবাদে। অবশ্য শেষরক্ষা হয়নি। ফেসবুকের সূত্র ধরে পুলিসের জালে ধরা পড়ল মহিলা ও তার প্রেমিক। ছাড়া পেল নির্দোষ স্বামী। ২০১৬ সালে বারাবাঁকির সফদরজং থানা এলাকার রুবির সঙ্গে বিয়ে হয় এলাকারই যুবক রাহুলের। চলতি বছরের জুনে রুবির বাবা হরিপ্রসাদ থানায় অভিযোগ করেন যে পণের জন্য তার মেয়েকে খুন করেছে রাহুল ও তার মা–বাবা। অভিযোগ পাওয়ার পরই রাহুলকে গ্রেপ্তার করে পুলিস। এদিকে তদন্তে নেমে পুলিস দিশেহারা হয়ে যায়। কারণ রুবির দেহই তাঁরা খুঁজে পাচ্ছিল না। ফলে তাঁরা তদন্ত বন্ধ করে দেয়। কিন্তু আদালতের নির্দেশে এফআইআর দায়ের হওয়ার পর ফের অনুসন্ধান শুরু করে পুলিস। বারাবাঁকির এসপি ভিপি শ্রীবাস্তব বলেন, '‌হরিপ্রসাদের অভিযোগ দায়েরের পর আমরা তদন্তে নামি। কিন্তু তার মেয়ের দেহ খুঁজে পাওয়া যায়নি।'‌ এরপরই একটি সূত্র গোটা ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। তদন্তকারী অফিসাররা জানতে পারেন '‌মৃত'‌ রুবির ফেসবুক চালু রয়েছে। এরপর ফেসবুককে কাজে লাগিয়েই রুবির ফোন ট্র্যাপ

25 ঘন্টা ব্যাকআপ সহ লঞ্চ হল Lenovo Yoga C630

Image
হাইলাইট এই ল্যাপটপের প্রধান আকর্ষন 25 ঘন্টা স্ট্যান্ট বাই ব্যাটারি ব্যাক আপ 12.5 মিমি পাওলা Lenovo Yoga C630 এর ওজন মাত্র 1.2 কিলোগ্রাম 4GB RAM ও 8GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে Lenovo Yoga C630 কয়েক মাস আগে ল্যাপটপের জন্য নতুন চিপসেট Snapdragon 850 লঞ্চ করেছিল Qualcomm। এই প্রথম নতুন চিপসেট ব্যবহার করে ল্যাওপটপ বাজারে এলো। Qualcomm Snapdragon 850 ব্যবহার করে নতুন এই ল্যাপটপ তৈরী করেছে Lenovo। ল্যাপটপের নাম Yoga C630। এই ল্যাপটপের প্রধান আকর্ষন 25 ঘন্টা স্ট্যান্ট বাই ব্যাটারি ব্যাক আপ। Lenovo জানিয়েছে এখন গ্রাহক আগের থেকে অনেক বেশি সময় অনলাইন থাকেন। আর ল্যাপটপের ব্যাটারি কমে গেলে গ্রাহক মানষিক চাপে পড়ে যান। এই ল্যাপটপ সেই সমস্যার সমাধান করবে। 12.5 মিমি পাওলা Lenovo Yoga C630 এর ওজন মাত্র 1.2 কিলোগ্রাম। Yoga C630 তে রয়েছে একটি 13.3 ইঞ্চি Full HD IPS টাচস্ক্রিন ডিসপ্লে। দুটি USB Type-C পোর্ট সহ এই ল্যাপটপে থাকবে একটি পাওয়ার পোর্ট ও একটি ডিসপ্লে পোর্ট। কানেক্টিভিটির জন্য থাকবে Wi-Fi 802.11ac, Bluetooth 5, GPS। আর থাকবে এক জোড়া স্পিকার। 4GB RAM ও 8GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে Lenovo Yoga C63

WhatsApp এর মাধ্যমে PNR ও লাইভ ট্রেন স্ট্যাটাস দেখে নেবেন কীভাবে?

Image
জনপ্রিয় ইন্সটান্ট মেসেজিং অ্যাপ WhatsApp এর মাধ্যমে এবার থেকে যাত্রীরা ট্রেনের টিকিট ও রানিং স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন। MakeMyTrip এর সাথে হাত মিলিয়ে এই ফিচার লঞ্চ করেছে ভারতীয় রেল। ভারতে প্রায় সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর ফোনেই WhatsApp রয়েছে। নতুন এই ফিচারের মাধ্যমে WhatsApp ব্যবহার করে গ্রাহকরা PNR দেখে নিতে পারবেন। এবার থেকে WhatsAppএর মাধ্যমেই ভারতীয় রেলের যাত্রীরা লাইভ ট্রেন স্ট্যাটাস, PNR স্ট্যাটাস, ট্রেন শেষ কোন স্টেশান ছেড়েছে তার খোঁজ সহ একাধিক তথ্য পাওয়া যাবে। এর ফলে আর ট্রেন ট্র্যাকিং এর জন্য যাত্রীদের আর ১৩৯ নম্বরে ফোন করতে হবে না বা আলাদা অ্যাপলিকেশান ডাউনলোড করতে হবে না। WhatsApp থেকে লাইভ ট্রেন স্ট্যাটাস ও PNR স্ট্যাটাস চেক করবেন কীভাবে? স্টেপ ১। নিজের ফোনে WhatsApp আপডেট করে লেটেস্ট ভার্সান ইন্সটল করুন। স্টেপ ২। এরপরে নিজের ফোনে MakeMyTrip এর নম্বর সেভ করুন। MakeMyTrip এর ফোন নম্বর 7349389104। স্টেপ ৩। WhatsApp এ MakeMyTrip এর সাথে নতুন চ্যাট শুরু করুন। স্টেপ ৪। এবার সেই চ্যাটে যে ট্রেনের লাইভ ট্র্যাকিং করতে চান সেই ট্রেন নম্বর লিখে সেন্ড করে দিন। স্টেপ ৫। PNR

একসাথে মিলে ভারতের এক নম্বর নেটওয়ার্কের তকমা পেল আইডিয়া ও ভোডাফোন

Image
অবশেষে মিলে গেল আইডিয়া ও ভোডাফোন। অনেক দিন ধরেই এই দুই কোম্পানি মিলে যাওয়ার কথা চলছিল। এই জন্য গত ফেব্রুয়ারি মাসে এক চুক্তি স্বাক্ষর করেছিল এই দুই কোম্পানি। বহু বছর ভারতের এক নম্বর নেটওয়ার্কের তকমা ধরে রেখেছিল এয়ারটেল। মিলে যাওয়ার পরে ভারতের এক নম্বর নেটওয়ার্কের তকমা ছিনিয়ে নিল আইডিয়া ও ভোডাফোন। মোট গ্রাহক সংখ্যা ও লাভের বিচারে ভারতের এক নম্বর নেটওয়ার্ক হল আইডিয়া ও ভোদাফোন। এই মুহুর্তে সারা দেশে আইডিয়া ও ভোডাফোনের প্রায় ৪০ কোটি গ্রাহক রয়েছে। এই দুই কোম্পানি মিলে গিয়ে ভারতের মোট টেলিকম বাজারের ৪০ শতাংশের দখল নিল। বছর দুই আগে ভারতের টেলিকম বাজারে প্রবেশ করেছিল মুকেশ আম্বার জিও। তখন থেকেই বাজারে প্রতিযোগিতা তুঙ্গে ওঠে। এর মধ্যে একাধিক কোম্পানি পাততাড়ি গুটিয়ে বিদায় নিয়েছে। লাভ কমতে থাকায় নিজেদের মধ্যে সমঝোতায় আসার সিদ্ধান্ত নিয়েছিল আইডিয়া ও ভোডাফোন। এর পরেই ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে এক চুক্তির পরে জানানো হয়েছিল মিলে যাবে আইডিয়া ও ভোডাফোন। এর পরে এই দুই কোম্পানির এক হওয়া ছিল শুধুই সময়ের অপেক্ষা। শুক্রবার ঘোষনা করা হল মিলে গিয়েছে আইডিয়া ও ভোডাফোন। আইডিয়া ও ভোডাফোন মিলে যাওয়ার পরে তা ভারতের

কেরালার জন্য ৪০০০০ টাকা ত্রাণ রোহিঙ্গাদেরও

Image
সরকারি খাতায় কলমে তাঁরা নিজেরাই 'উদ্বাস্তু'৷ এ দেশের সরকার চাইছে তাঁদের দেশ থেকে বাইরে বের করে দিতে৷ রাষ্ট্রশক্তির ইচ্ছের বিরুদ্ধে সমবেত প্রতিবাদ জানিয়ে তাঁরা দ্বারস্থ হয়েছেন সর্বোচ্চ আদালতের৷ সেখানেই পেয়েছেন সাময়িক স্বস্তি৷ সুপ্রিম কোর্ট জানিয়েছে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনভাবেই প্রতিক্রিয়ামূলক কোনও ব্যবস্থা গ্রহণ করা যাবে না৷  এই অবস্থায় দিনের পর দিন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়ে, রাজধানী দিল্লির এক প্রান্তে খোলা আকাশের নীচে ত্রাণ শিবিরে রাত কাটিয়ে, কেরালার বন্যা দুর্গত মানুষদের দিকে ত্রাণ ও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দিল্লিতে বসবাসকারী রোহিঙ্গা সম্প্রদায়ের অধিবাসীরা৷ মানবিকতার সেরা উদাহরণ তুলে ধরে দিল্লির শ্রমবিহার, কালিন্দীকুঞ্জ এবং পার্শ্ববর্তী ফরিদাবাদে বসবাসকারী রোহিঙ্গারা কেরালার বন্যাত্রাণে মোট ৪০,০০০ টাকা চাঁদা দিয়েছেন৷ প্রত্যেকে নিজেদের সামর্থ অনুযায়ী অনুদান দেওয়ার পরে তা তুলে দিয়েছেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের আধিকারিকদের হাতে৷ তাঁরাই এই অনুদান তুলে দেবেন কেরালা সরকারের প্রতিনিধিদের হাতে৷ পুরো উদ্যোগটির পিছনে রয়েছে রাজধানী দিল্লিতে বসবাস

রাজস্থানে তিন বছরের শিশুকে ধর্ষণ, মৃত্যুদণ্ড দিল আদালত

Image
জয়পুর: ফের একটি মর্মান্তিক ধর্ষণের ঘটনা ঘটল। রাজস্থানের ঝুনঝুনু আদালত পকসো(প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) আইনে শুক্রবার এক ব্যক্তিকে গত অগস্ট মাসের দু'তারিখ এক নাবালিকাকে ধর্ষের জন্য মৃত্যুদণ্ড দিল। পকসো আদালতের বিশেষ কৌঁসুলী নন্দকিশোর জানালেন, এইটাই হল প্রথম মামলা, যেখানে আদালতে চালান জমা দেওয়ার কুড়িদিনের মধ্যেই অভিযুক্তের ফাঁসির আদেশ দেওয়া হল। নন্দকিশোর বলেন, অভিযুক্তের নাম বিনোদ বানজারা। বয়স 23  বছর। রাজস্থানের দৌসার বাসিন্দা বিনোদ বাসনকোসন বিক্রি করে। সেটাই তার মূল রুটিরুজি বলে জানান নন্দকিশোর। বিচারপতি নীরজা দাধিচ বিনোদ বানজারাকে ফাঁসির আদেশ শোনান। জানা গিয়েছে, গত অগস্ট মাসে দু'তারিখ ওই তিন বছরের শিশুটিকে ধর্ষণ করে বিনোদ। ওই শিশুটি সেইসময় তার দাদু-দিদার বাড়িতে বেড়াতে এসেছিল। বাসনকোসন বিক্রি করতে বেরিয়ে ওই শিশুটিকে বিনোদের চোখে পড়ে। ওই সময় বাড়িতে কেউ ছিল না। সে শিশুটিকে তারপর ধর্ষণ করে চম্পট দেয়। শিশুটির দিদা বাড়ি ফিরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় আবিষ্কার করে। সিসিটিভি ফুটেজ দেখে বিনোদকে ধরে পুলিশ। নিজের অপরাধের কথা স্বীকারও করেছিল সে। নন্দকিশোর জানান, মাত্র স

নির্মীয়মাণ আবাসনে আটকে রেখে শ্যালিকাকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

Image
পাঁশকুড়া : শ্যালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার। কিশোরীর পরিবারের সদস্যরা বলেন, তিনবছর আগে ওই ব্যক্তির সঙ্গে বিয়ে হয় কিশোরীর দিদির। তাদের এক কন্যাসন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকে ওই ব্যক্তি কিশোরীকে খারাপ চোখে দেখত। অনেকবার নির্যাতন চালানোর চেষ্টা করেছে।  ইদ উপলক্ষ্যে ২৪ অগাস্ট শ্বশুরবাড়িতে আসে অভিযুক্ত। ২৫ অগাস্ট কাউকে কিছু না বলে বাইক নিয়ে বেরিয়ে যায় সে। এরপর ফিরেও আসে। শ্যালিকাকে স্কুল থেকে আনতে যাওয়ার নাম করে ফের বাড়ি থেকে বেরোয়। অভিযোগ, সেখান থেকে কিশোরীকে বাগনানের এক নির্মীয়মাণ আবাসনে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ করে।  এদিকে কিশোরীর খোঁজ না পেয়ে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। অভিযুক্তর ফোনের লোকেশন ট্রেস করে বাগনানের ওই আবাসনের ছাদ থেকে গতরাতে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পুলিশ আসার খবর পেয়ে শেখ আজ়াদ ঘটনাস্থান থেকে পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। 

হস্তমৈথুন নিয়ে বোনকে লেখা দাদার ‘সেরা চিঠি’! শেখার মতো...

Image
কখনই কিছু মানুষের ভাবনার আজ্ঞাবহ দাসে পরিণত হয়ও না। আমাদের সবারই একটা নির্দিষ্ট চাহিদা রয়েছে এবং সেটা স্বাভাবিক। বোনের ১৫ বছরের জন্মদিনে চিঠি লিখল দাদা। বিষয় হস্তমৈথুন। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। হস্তমৈথুন নিয়েই চিঠি। বিদেশে এই বিষয়টা স্বাভাবিক হলেও, ভারতের মতো একটি 'সংস্কারী' এবং রক্ষ্মণশীল দেশে এমন ঘটনা অনেকের কাছেই বিস্ময়কর। উদারমনস্ক নয়, এমন মানুষের কাছে হস্তমৈথুন নিয়ে চিঠি, সেটাও বোনকে উদ্দেশ্য করে দাদার লেখা – তাদের মাথায় বাজ পড়ার মতোই হতে  পারে! তবে যারাই এই চিঠির বয়ান পড়েছে বা পড়ছেন তাঁদের কাছে এই চিঠি 'বয়ঃসন্ধিকালের শ্রেষ্ঠ শিক্ষার পাঠ' বলেই মনে হচ্ছে। যেখানে এই দেশ হাজার খানেক ট্যাবু আর মিথের বেড়াজালে বন্দি, সেখানে এই চিঠি না কি 'জ্ঞানগর্ভের সিংহ দুয়ার'। বিশেষজ্ঞদের কাছে এই চিঠি সেক্স এডুকেশনের পাঠ্য হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এখন নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এই চিঠি-তে কী এমন লেখা আছে যা নিয়ে এত গৌরচন্দ্রিকার প্রয়োজন পড়ছে!  আলোচনা আর দীর্ঘায়িত না করে পড়ুন সেই চিঠি- প্রিয় বোন, তোমার ১৫ বছরের জন্মদিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং একই সঙ্গে বয়ঃসন্ধিতে তোম

দুর্মূল্য ওষুধ নয়, ক্যান্সার সারবে মাত্র ৫-১০ টাকার ঘরোয়া উপাদানেই!

Image
সম্প্রতি আশার বাণী শুনিয়েছেন ইতালির এক চিকিৎসক-গবেষক তুলিও সিমোনসিনি। তাঁর দাবি অনুযায়ী, মাত্র ৫-১০ টাকা মূল্যের নিত্যপ্রয়োজনীয় ঘরোয়া উপাদানের সাহায্যেই ক্যান্সার নিরাময় করা সম্ভব। ক্যান্সারের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়। ক্যান্সারে আক্রান্তকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব। কিন্তু তার জন্য রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা খুবই জরুরী। এর পরও রয়েছে চিকিত্সার খরচ। ক্যান্সারের চিকিত্সার বিপুল খরচের কারণে অনেকেই যাথাযথ চিকিত্সার ব্যবস্থা করে উঠতে পারেন না। ব্যয়বহুল ওষুধ এবং ক্যান্সারের সামগ্রিক খরচ অনেকেরই নাগালের বাইরে। যে কারণে ক্যান্সার এখনও পর্যন্ত মধ্যবিত্ত মানুষের কাছে একটি আতঙ্ক। তবে সম্প্রতি আশার বাণী শুনিয়েছেন ইতালির এক চিকিৎসক-গবেষক তুলিও সিমোনসিনি। তাঁর দাবি অনুযায়ী, মাত্র ৫-১০ টাকা মূল্যের নিত্যপ্রয়োজনীয় ঘরোয়া উপাদানের সাহায্যেই ক্যান্সার নিরাময় করা সম্ভব। সিমোনসিনির মতে, ক্যান্সার এক ধরনের ফুসকুড়ি যা বেকিং সোডার সাহায্যে সহজেই দূর করা যায়। তাঁর লেখা 'ক্যান্সার ইজ অ্যা ফাঙ্গাস: অ্যা রিভল্যুশন ইন টিউমার থেরাপি' (Cancer is a Fungus: A Revol

মলদ্বীপ এখন ভারতের গলার কাঁটা, আশঙ্কারও

Image
সম্প্রতি ভিয়েতনামে গিয়ে ভারত মহাসাগর সংলগ্ন রাষ্ট্রগুলির মধ্যে নিরাপত্তার দুর্গ গড়ার ডাক দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আজ নেপালে বিমস্টেক সম্মেলনেও সমুদ্র নিরাপত্তা এবং বাণিজ্য সম্পর্ক চাঙ্গা করার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সহযোগিতা দূরস্থান, এই সমুদ্র পথেরই একটি দ্বীপরাষ্ট্র কার্যত চ্যালেঞ্জ ছুড়ে বসে রয়েছে ভারতকে। একদা অতি ঘনিষ্ঠ মলদ্বীপ এখন ভারতের গলার কাঁটা! পরিস্থিতি এমনই যে, মলদ্বীপের বিস্তীর্ণ এলাকা নিয়ে বেজিং সামরিক ঘাঁটি বানানোর যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, তা এর পর অনেকটাই এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এ ক্ষেত্রে আর বিশেষ কিছু করারও থাকবে না নয়াদিল্লির। মলদ্বীপ থেকে ভারতীয় সামরিক বাহিনীর দু'টি কপ্টার ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে মলদ্বীপ। শুধু হেলিকপ্টার নয়, সেখানে উপস্থিত ৫০ জন ভারতীয় সেনাকর্মীকেও যাতে ভারত ফিরিয়ে নেয়, সে জন্যও চাপ বাড়াচ্ছে তারা। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, এই চাপের কাছে নতিস্বীকার করে এখনই হেলিকপ্টার এবং সেনা ফেরাতে চাইছে না নয়াদিল্লি। কূটনৈতিক শিবিরের মতে, ভারত মহাসাগরে নিজেদের প্রভা

‘নয়া পাকিস্তানে’ ইমরান নাকি হেলিকপ্টারে চড়েন মাত্র ৫৫ টাকায় !

Image
ইসলামাবাদ: ক্ষমতায় আসার পর থেকে শিরোনামেই থাকেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী ইমরান খান। মসনদে বসেই একের পর এক সিদ্ধান্তে চমক লাগিয়েছেন তিনি। ভিআইপি-দের সরকারি টাকায় বিমানের ফার্স্ট ক্লাসে যাত্রাও বন্ধ করে দিয়েছেন। এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। তবে হেলিকপ্টারে যাতায়াত করে নতুন করে খবরে এসেছেন তিনি। আর মজাটা এখানেই, তাঁর দাবি হেলিকপ্টারে চড়তে নাকি খরচ হচ্ছে মাত্র ৫৫টাকা। ক্ষমতায় এসেই মন্ত্রীদের সরকারি খরচে রাশ টেনেছেন ইমরান খান। সাফ জানিয়ে দিয়েছেন সরকারি টাকায় ইচ্ছেমতো নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাবহার করতে পারবেন না কোনও নেতা, আধিকারিক থেকে শুরু করে প্রধানমন্ত্রী এমনকি প্রেসিডেন্ট। সরকারি টাকায় বিমানের প্রথম সারিতে ভ্রমণ করা যাবে না। মন্ত্রীসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই শিরোনামে উঠে আসে ইমরানের হেলিকপ্টার যাত্রার খবর। তিনি নাকি পাকিস্তানেই এক বাড়ি থেকে আর এক বাড়ি উড়ে যান হেলিকপ্টারে। সঙ্গে থাকেন তাঁর তৃতীয় স্ত্রী। স্বাভাবিকভাবেই সেই খবরে ইমরানের এই দুর্নীতি-বিরোধিতা নিয়ে প্রশ্ন ওঠে। যিনি সরকারি খরচ কমাতে চাইছেন, তিন কীভাবে হেলিকপ্টারে চেপে যাওয়ার বিলাসিতা দেখান। কিন্তু তারপ

৮০ বছরের স্ত্রীর মাথায় রডের বাড়ি মেরে খুন, গ্রেফতার ৯১ বছরের বৃদ্ধ

Image
ত্রিশূর: ৮০ বছরের স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার নবোতিপর বৃদ্ধ। কেরলের ভেল্লিকুলাঙ্গরায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, চেরিয়াকুট্টি নামে ওই ৯১ বছরের বৃদ্ধ চলতি সপ্তাহের গোড়ায় স্ত্রী কোচু থ্রেসিয়ার মাথায় রডের বাড়ি মেরে খুন করেন বলে সন্দেহ। এরপর নিহত স্ত্রীর দেহ পুড়িয়ে দেন। গত ২৮ আগস্ট ওই বৃদ্ধ দম্পতির সন্তানরা থানায় নিখোঁজের ডায়েরি করেন। তাঁরা নিকটবর্তী এলাকাতেই বসবাস করেন। তাঁদের  অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে বৃদ্ধ দম্পতির বাড়ির চতুর্দিকে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় তদন্তকারীরা ছাইয়ের স্তুপ দেখতে পান। সেখানে পাওয়া যায় কিছু হাড়গোড়ও। পুলিশ জানতে পারে, ওই হাড় নিখোঁজ বৃদ্ধারই। শেষপর্যন্ত পুলিশের জেরায় অপরাধের কথা কবুল করেছেন ওই বৃদ্ধ। স্থানীয় একটি আদালত অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস, আদালতেই হল বিয়ে

Image
বনগাঁ: যাঁদের কাজ আইন রক্ষা করা তারাই ভাঙলেন আইন । পাশের গ্রামের যুবতীকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে কর্তব্যরত এক পুলিশ কর্মীকে গ্রেফতার করেছিল গোপাল নগর থানার পুলিশ । ধৃত ওই পুলিশকর্মী বর্তমানে ইন্দো-তিব্বতিয়ান বর্ডার পুলিশে উত্তরাখণ্ডে কর্মরত । ধৃতের বাড়ি গোপালনগর থানার রুস্তমপুর এলাকায় । আক্রান্ত যুবতীর পরিবারের অভিযোগ, এক যুবক বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে ওই যুবতীর সঙ্গে সহবাস করেছে । বেশ কয়েক বছর ধরেই ওই যুবতীর বাড়িতে যাতায়াত ছিল অভিযুক্তের । এর পরেই আক্রান্ত যুবতীর পরিবার বিয়ের প্রস্তাব দিয়েছিল ৷ অভিযুক্ত যুবকের পরিবার বিভিন্ন কারণ দেখিয়ে ওই যুবতীকে বিয়ে করতে অস্বীকার করেছে । এর পরেই অভিযুক্তের শাস্তি চেয়ে গোপাল নগর থানার দ্বারস্থ হয় আক্রান্ত যুবতী ও তাঁর পরিবার । ধৃতের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি ও ধর্ষণের মামলা রুজু করে ৷ গোপালনগর থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে বনগাঁ মহাকুমা আদালতে তুলেছে । সম্প্রতি ওই যুবক বিয়ে করতে চাওয়ার ইচ্ছাপ্রকাশ করতেই ৷ আদালতের নির্দেশে তাঁকে জামিন দেওয়া হয়েছে এবং আজ সকাল ১১টা নাগাদ

কলকাতায় ছ’লাখি শাড়িতে মজেছে আমজনতা

Image
কলকাতা: বাংলার তাঁতের হাট বসেছে সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনে৷ এখানে আসলেই দেখা যাবে ছয় লাখ টাকার জামদানি শাড়ি৷ উদ্বোধনের দিনই প্রচুর শাড়ি প্রেমী মানুষ ভিড় জমিয়েছে মেলার ওই স্টলে৷ দেখার সঙ্গে সঙ্গেই তাঁরা মোবাইলে ছবিও তুলে নিয়ে যাচ্ছেন৷ এই শাড়িতে মসলিনের উপরে ছবির মাধ্যমে রামায়ণের গল্প তুলে ধরা হয়েছে৷ ফুলিয়ার কয়েকজন তাঁত শিল্পী ৫৭০ দিন ধরে শাড়িটি তৈরি করেছেন৷ অগষ্টের ৩১ তারিখ থেকে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত ছ'লাখি শাড়িটি রাখা থাকবে মেলা প্রাঙ্গনে৷ তবে 'নট ফর সেল'৷ রাজ্য সরকারি সংস্থা তন্তুজের এক কর্তা শুভব্রত বন্দ্যোপাধ্যায় জানান,''মেলায় কেনার জন্য যাঁরা আসবেন তাঁদের জন্যও রয়েছে আকর্ষণীয় ডিজাইনের নতুন শাড়ি৷ শারদোৎসবের প্রাক্কালে তন্তুজ এবছর বাংলার তাঁতের হাটে হাজির হয়েছে টাঙ্গাইলের পাঁচটি নতুন ডিজাইনের শাড়ি নিয়ে৷ এগুলো হল অপরাজিতা ,অনন্যা,চারুলতা,আলোছায়া এবং শঙ্খবেলা৷ দাম ২৪০০ থেকে ৩৬০০ টাকার মধ্যে৷ এছাড়াও মেলায় রয়েছে কন্যাশ্রী শাড়ি,গনেশের ছবি দিয়ে শাড়ি, জামদানী, বালুচরী, আরও কত কী৷ রয়েছে ১০৬ টাকা দামের শাড়িও৷ তন্তুজ ছাড়াও মেলা

রাজীব গান্ধীর স্টাইলে নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র মাওবাদীদের, গোপন চিঠি ফাঁস করে জানাল পুলিশ

Image
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে বলে দাবি করল মহারাষ্ট্র পুলিশ। অতি বাম সংগঠনের সক্রিয় নেতা-কর্মীদের গ্রেফতার করেই এই তথ্য উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেই স্টাইলেই প্রধানমন্ত্রী মোদীর জমানা শেষ করার পরিকল্পনা হয়েছিল বলে জানানো হয়েছে। জুন মাসে সমাজকর্মী রোনা উইলসনকে পুলিশ গ্রেফতার করে। তাঁর সঙ্গে মাও নেতার চিঠিতে গোপন কথোপকথন পুলিশের হাতে এসেছে বলে জানিয়েছে মুম্বই পুলিশের অতিরিক্ত ডিজি আইনশৃঙ্খলা পরমবীর সিং। উইলসনকে গত জানুয়ারিতে ভীমা-কোরেগাঁও হিংসায় জড়িত থাকার কারণে পুলিশ গ্রেফতার করে। তারপরই বহু চিঠি উদ্ধার হয়েছে যাতে মাওবাদীদের মধ্যে হওয়া গোপন কথোপকথন রয়েছে। গত ২৮ অগাস্ট পুনে পুলিশ বেশ কয়েকজন অতি বাম নেতাদের বাড়িতে হানা দিয়ে তাদের মধ্যে থেকে পাঁচজনকে গ্রেফতারও করে। হায়দরাবাদ থেকে ভারভারা রাও, মুম্বই থেকে ভেরন গঞ্জালভেস, অরুণ ফেরেইরা, ফরিদাবাদ থেকে সুধা ভরদ্বাজ ও দিল্লি থেকে গৌতম নবলেখাকে গ্রেফতার করা হয়। তবে সুপ্রিম কোর্ট ৬ সেপ্টেম্বর অবধি তাঁদের গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছ

প্রতিবন্ধী পুত্রের ব্যয়বহুল চিকিৎসায় অপারগ! মর্মান্তিক 'সিদ্ধান্ত' বাবার

Image
সোদপুরের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বাবা-ছেলের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সোদপুর ও আগরপাড়া স্টেশনের মাঝে। মানসিক অবসাদেই এই আত্মহত্যা বলে, জানিয়েছে পরিবার। তদন্তে পুলিশ। ১১ বছরের প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আত্মঘাতী বাবা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোদপুরে। জানা গিয়েছে, বছর ৪৮-এর ব্যক্তির সাইকেল সারাইয়ের দোকান রয়েছে এলাকায়। তাঁর এগারো বছরের সন্তান মানসিক প্রতিবন্ধী। পরিবার সূত্রে জানা গিয়েছে, শিশুটির চারমাস বয়সের সময় আত্মহত্যা করেছিল তার মা। এরপর থেকে শিশুটি বড় হয় জেঠিমার কাছে। মাস তিনেক আগে সেই জেঠিমাও মারা যান। কিশোর পুত্রকে নিয়ে ওই ব্যক্তি যেতেন কলকাতায় চিকিৎসার জন্য। একেতে সাইকেল সারাইয়ের দোকান, তারওপর দিনে বন্ধ থাকলে আয় কিছুই হত না। ফলে মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি, জানিয়েছে পরিবার। বাড়ি থেকে মিলিছে সুইসাইড নোট। দাদাকে উদ্দেশ্য করে লেখা। তাতে লেখা রয়েছে, তিনি আর পারছিলেন না। তাই এই চূড়ান্ত সিদ্ধান্ত। এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে জানিয়েগিয়েছেন ওই ব্যক্তি। শুক্রবার রাতে সোদপুর ও আগরপাড়া স্টেশনের মাঝে ছ-নম্বর রেলগেটের কাছে শিয়ালদহ-কৃষ্ণনগর মেন শাখার আপ লাইন

বাড়ি ফিরতে দেরি, ৭ বছরের নাতিকে উচিত শিক্ষা দিতে গরম খুন্তির ছ্যাঁকা ঠাকুমার

Image
বিকালে খেলতে গিয়ে ঘরে ফিরতে দেরি। আর তাতেই নাতিকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে, বেধড়ক পিটিয়ে ঘরে বন্ধ করে রাখলেন রাগে অগ্নিশর্মা ঠাকুমা। চিৎকার শুনে প্রতিবেশীরা শিশুটিকে বন্ধ ঘরে থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ‌যায়। নদিয়ার শন্তিপুরের আরবান্দি গ্রাম পঞ্চায়েতের আমতলা পাড়া এলাকার ঘটনা। শিশুটির বয়স ‌যখন ৬ দিন তখন তার মা তাকে ছেড়ে চলে ‌যায়। এক বছরের মাথায় ঘর ছেড়ে নিরুদ্দেশ হয়ে ‌যায় তার বাবাও। এর পর থেকেই শিশুটি ঠাকুমা ও জেঠিমার কাছে বড় হচ্ছে। বাড়িতে পুরুষ বলতে কেউ নেই। শিশুটির জ্যাঠা ব্যাঙ্গালোরে কাজ করেন। মূলত ঠাকুমাই শিশুটিকে দেখাশোনা করেন। শিশুটির জেঠিমার অভি‌যোগ, তার শাশুড়ি আকাশী নাথ বেশ বদমেজাজী। একবার তাকে পুড়িয়ে মারারও চেষ্টা করেছিলেন আকাশী। শিশুটি এমনিতেই বেশ দুরন্ত। শুক্রবার বিকালে বাড়ি থেকে খেলতে বের হয় সে। সন্ধ্যায় ঘরে ফিরতে বেশ খানিকটা দেরি করে ফেলে। এতেই প্রবল রেগে ‌যান আকাশী। প্রতিবেশীদের অভি‌যোগ, শিশুটি ঘরে ফিরলে আকাশীর সব রাগ গিয়ে পড়ে শিশুটির ওপরে। সন্ধ্যায় ‌যখন শিশুটি ঘরে ফেরে সে সময় আকাশী রান্নাঘরে গ্যাসের উনুনে তালের বড়া ভাজছিলেন। সেই তেল-সহ গরম খুন্তি দিয়ে শিশুটির হাতে পায়ে

কাশ্মীরে অপহৃত ১১, দাবি মানার পর ৮ জনকে মুক্তি দিল জঙ্গিবাহিনী

Image
শ্রীনগর: দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন স্থান থেকে পুলিশকর্তা ও সেনা অফিসারদের প্রায় ১১ জন আত্মীয়দের অপহরণ করেছিল জঙ্গিবাহিনী । এদের মধ্যে প্রায় ৮জনকে মুক্তি দিয়েছে জঙ্গিরা । যদিও তাঁদের প্রত্যেকেই নিরাপদে বাড়ি ফিরে গিয়েছেন কি না তা এখনও জানতে পারেনি জম্মু-কাশ্মীর পুলিশ। সোপিয়ান, কুলগাম, অনন্তনাগ ও অবন্তীপোরা সহ দক্ষিণ কাশ্মীরের নানা জায়গায় পুলিশকর্মীদের বাড়িতে হানা দিয়েছিল জঙ্গিরা ও প্রায় ১১ জনকে অপহরণ করেছিল তারা । এই ঘটনার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদীন । তাদের তরফ থেকে পুলিশি হেফাজতে বেশ কয়েকজন সন্ত্রাসবাদীদের ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়েছিল । মূলত, এই অভিসন্ধির জেরেই অপহরণ করা হয়েছিল পুলিশকর্মীর পরিবারের সদস্যদের । বুধবারেও ৪ জন পুলিশকর্মীর মৃত্যুর পর সোপিয়ানের বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছিল পুলিশ । এর আগে হিজবুল কমান্ডারের এক পরিবারের সদস্যকে গ্রেফতার করেছিল এনআইএ। আত্মীয়দের বাঁচাতে শেষ পর্যন্ত জঙ্গিদের দাবি মানতে বাধ্য হয়েছে কাশ্মীর পুলিশ । শুক্রবারই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর । এরপরই অপহৃতদের কয়েকজনকে মুক্তি দিয়েছে জঙ্গিরা ।

চিন পড়ে রইল পিছনেই, অর্থনৈতিক বৃদ্ধির দ্রুততায় বিশ্বসেরা ভারতই

Image
উৎপাদন ও কৃষি ক্ষেত্রে দারুণ পারফরম্যান্স করে ১৫টি ত্রৈমাসিক পরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি বা জিডিপির হার পৌঁছল ৮.২ শতাংশে। এদিন শুক্রবার সরকারি তথ্য প্রকাশের পর একথা জানা গিয়েছে। যার ফলে বিশ্বের দ্রুততম বৃদ্ধি পাওয়া অর্থনীতির দেশের তালিকায় ভারত সবার উপরে রইল। চিন সেই পিছনেই পড়ে থাকল। কারণ চিনের বৃদ্ধির হার ৬.৭ শতাংশ। জিডিপি ২০১৮-১৯ সালের প্রথম ত্রৈমাসিকে বেড়ে হল ৩৩.৭৪ লক্ষ কোটি টাকা। যা ২০১৭-১৮ সালের শেষ ত্রৈমাসিকে ছিল ৩১.১৮ লক্ষ কোটি টাকা। যার অর্থ বৃদ্ধি হয়েছে ৮.২ শতাংশ হারে। জিভিএ বা গ্রস ভ্যালু অ্যাডেড বৃদ্ধির হারও একইসঙ্গে ৮ শতাংশে পৌঁছেছে। ২০১৭-১৮ সালের শেষ ত্রৈমাসিকে যা ছিল ২৯.২৯ লক্ষ কোটি তা ২০১৮-১৯ সালের প্রথম ত্রৈমাসিকে বেড়ে হয়েছে ৩১.৬৩ লক্ষ কোটি টাকা। উৎপাদন সেক্টরে এই ত্রৈমাসিকে রেকর্ড বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি বেড়েছে ১৩.৫ শতাংশ হারে। গতবছরে এই সময়ে এই বৃদ্ধির হার ছিল মাইনাস ১.৮ শতাংশ। কৃষি, বনসৃজন ও মৎস্য চাষের ক্ষেত্রে ৫.৩ শতাংশ হারে বৃদ্ধি হয়েছে যা ২০১৭-১৮ সালের প্রথম ত্রৈমাসিকে ছিল ৩ শতাংশ।

ভারতী ঘোষ ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে জারি হল হুলিয়া

Image
মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ ও তাঁর দেহরক্ষী সুজিত মণ্ডলের নামে হুলিয়া জারি করল CID। ভারতী ঘোষ, তাঁর স্বামী এম ভি রাজু ও ভারতীর দেহরক্ষীর বিরুদ্ধে চলা একাধিক মামলা গতকাল মেদিনীপুর আদালতে ওঠে। শুনানি শেষে ভারতী ও সুজিত মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি হয়। দাসপুরে তোলাবাজি সহ একাধিক মামলায় নাম জড়িয়েছে ভারতী ঘোষের। IPS থাকাকালীনই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। তাঁর নাকতলা, আনন্দপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি, সোনাও বাজেয়াপ্ত করে পুলিশ। এদিকে দাসপুরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন ভারতীর স্বামী এম ভি রাজু। ভারতীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এদিকে অন্তর্ধানে থাকা অবস্থায় সামনে আসে ভারতীর একের পর এক অডিও বার্তা। সেখানে CID,পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে আক্রমণ করেন তিনি। বলেন তাঁর পিছনে লাগা ছাড়া CID-র অন্য কোনও কাজ নেই। CID কিছুই প্রমাণ করতে পারবে না।  গতকাল আদালতে ফের খারিজ হয়ে যায় এম ভি রাজুর জামিনের আবেদন। রাজুর আইনজীবী আদালতে জানান, ভারতী ঘোষ ক্ষমতায় থাকাকালীন বহু মাওবাদীদের আত্মসমর্পণ করিয়ে ছিলেন। তাই জেলে রাজুর প্রাণনাশের আশঙ্

শিশু 'দুষ্ট‌ুমি'র শাস্তি! ঠাকুমার বেধড়ক মারে হাসপাতালে নাতি

Image
খাবার দেওয়া তো দূর অস্ত, তালা বন্ধ করে নাতিকে অন্ধকারেই রেখে দেয় বৃদ্ধা৷ শিশুটির মা-বাবা বাড়িতে ছিলেন না৷ পরে তাঁরা ফিরে ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না৷ গ্রামবাসীরা শেষমেষ তালা ভেঙে শিশুটিকে উদ্ধার করে৷ শান্তিপুর: মা-বাবা কাজে বেরিয়ে গেলে ঠাকুমার কাছেই থাকত সে৷ কিন্তু শুক্রবার রাতে আদরের ঠাকুমার কাছেই যে দুঃসময় অপেক্ষা করছিল, ভাবতেও পারেনি শিশুটি৷ নাতির দুষ্ট‌ুমি থামাতে ভয়াবহ শাস্তি দিল ঠাকুমা৷ ঝাঁটা দিয়ে বেধড়ক পিটিয়ে তারপর দড়ি দিয়ে বেঁধে ঘরে তালা বন্ধ করে দিলেন৷ শান্তিপুরের আরবান্দি আমতলাগ্রামের ঘটনা৷ খাবার দেওয়া তো দূর অস্ত, তালা বন্ধ করে নাতিকে অন্ধকারেই রেখে দেয় বৃদ্ধা৷ শিশুটির মা-বাবা বাড়িতে ছিলেন না৷ পরে তাঁরা ফিরে ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না৷ গ্রামবাসীরা শেষমেষ তালা ভেঙে শিশুটিকে উদ্ধার করে৷ গুরুতর আহত ও ভীত অবস্থায় শিশুটিকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বৃদ্ধা৷

'দাদা কোলে করে ছাদের কোণে নিয়ে গেল তারপর...'

Image
মেয়েটি বাড়ি ফিরে প্রচণ্ড কাঁদছিল৷ মা জিজ্ঞাসা করায়, গোটা ঘটনাটি বলে৷ এরপরই পীযুষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মা৷ মেডিক্যাল রিপোর্টেও পাওয়া গিয়েছে, শিশুটিকে ধর্ষণ করাই হয়েছে৷ ঘটনার অভিযোগ দায়ের হতেই পীযুষ পলাতক৷ পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই পীযুষকে জালে তোলা হবে৷ গুরগাঁও: বছর ১১-র মেয়েটি ভাবতেও পারেনি, যাকে রোজ দাদা বলে ডাকে, তারই লালসার শিকার হবে৷ হ্যাঁ, গুরগাঁওয়ে ১১ বছরের একটি মেয়েকে ধর্ষণ করল এক কলেজছাত্র৷ বুধবার দুপুরে বিল্ডিংয়ের বেসমেন্টে খেলতে গিয়েছিল মেয়েটি৷ সেখানেই লুকিয়ে ছিল ২২ বছরের কলেজছাত্রটি৷ পুলিশকে মেয়েটি জানিয়েছে, গুরগাঁওয়ের একটি হাউজিং সোসাইটির বাসিন্দা মেয়েটি প্রায়ই দুপুরে বিল্ডিংয়ের বেসমেন্টে খেলতে যেত৷ পীযুষ নামে ছেলেটিকে দাদা বলত৷ বুধবার দুপুরে পীযুষ লুকিয়ে ছিল বেসমেন্টে৷ মেয়েটি খেলতে উঠতেই সে মেয়েটিকে তুলে নিয়ে যায় ছাদের এক কোণে৷ সেখানেই ধর্ষণ করে৷ মেয়েটি বাড়ি ফিরে প্রচণ্ড কাঁদছিল৷ মা জিজ্ঞাসা করায়, গোটা ঘটনাটি বলে৷ এরপরই পীযুষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মা৷ মেডিক্যাল রিপোর্টেও পাওয়া গিয়েছে, শিশুটিকে ধর্ষণ করাই হয়েছে

টিনএজ প্রেমে ‘ডেটিং ভায়োলেন্স’-এর বেশি শিকার ছেলেরা! কলকাতার হাল কী?

Image
সাইকেলটা দেওয়ালে হেলান দিয়ে দাঁড় করানো। বছর পনেরোর কিশোরের ছেঁড়া শার্ট, চোখে জল।পছন্দের মেয়েটির বাড়িতে সে দিন একটা জিনিস পৌঁছে দেওয়ার কথা ছিল। দেরি হওয়ায় সম্পর্ক তো শেষ, উল্টে মারধরও জুটেছে খোদ মেয়েটির হাতে। কয়েক বছর আগে ফেসবুকে এমন একটি ছবি নাড়া দিয়েছিল অনেককেই। যুক্তি-পাল্টা যুক্তি, বিশ্বাস-অবিশ্বাস পেরিয়ে 'মেয়েদের হাতে মার খেলি' গোছের সস্তা তামাশাও জুটেছিল সে ছবির কপালে। যেন মেয়েদের হাতে মার খাওয়ার ঘটনা বড়ই বিরল ও অবাস্তব! কিন্তু কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া (ইউবিসি) ও সিমন ফ্রেজার ইউনিভার্সিটি (এসএফইউ)-র গবেষণা কিন্তু সেই 'ডেটিং ভায়োলেন্স'-এর ছবিকেই মান্যতা দিচ্ছে। সম্প্রতি এদের যৌথ গবেষণা প্রকাশিত হয় 'জার্নাল অব ইন্টারপার্সোনাল ভায়োলেন্স'-এ। তাতে দাবি করা হয়, টিনেজে বিশেষ করে বয়ঃসন্ধিতে দাঁড়িয়ে থাকা কিশোর-কিশোরীর সম্পর্কে শারীরিক নিগ্রহের শিকার হয় ছেলেটিই। গবেষকদের পরিসংখ্যান অনুযায়ী,২০১৭-তে ৫.৮ শতাংশ কিশোর তাদের কিশোরী প্রেমিকার হাতে মার খেয়েছে। নেহাত মজা বা খুনসুটির মার যা মোটেও নয়। মেয়েদের ক্ষেত্রে এই হার শতকরা ৪.২ শতাংশ।যদিও আশার কথা,

টোকিয়োয় ফাইনালের স্বপ্ন দেখছেন দ্যুতি

Image
দ্যুতি চন্দ জাকার্তা এশিয়ান গেমসে দু'টি সোনা জিতেছেন। ১০০ এবং ২০০ মিটার দৌড়ে। হাতে গোণা সামান্য কয়েক জনই একই এশিয়াড থেকে একাধিক পদক আনতে পেরেছেন। পিটি ঊষা যেমন। বা জ্যোতির্ময়ী শিকদার, সুনীতা রানি। দেশে ফিরে নিজের এই অসাধারণ সাফল্য নিয়ে দ্যুতি বললেন, ''সাফল্যের রহস্য একটাই। প্রচুর পরিশ্রম। এশিয়ান গেমসে দু'টি পদক আমার কাছে বিশাল ব্যাপার। তবে ব্যক্তিগত ভাবে ১০০-র রুপো জয়টা বেশি উপভোগ করেছি।'' একশো মিটারে রুপো কেন তাঁকে বেশি আনন্দ দিয়েছে তাও ব্যাখ্যা করেছেন দ্যুতি, ''১০০ মিটারের জন্য আমি অনেক বেশি খেটেছি। তা ছাড়া সোনা পাইনি সেকেন্ডের সামান্য ভগ্নাংশের জন্য।'' দ্যুতি ১০০ মিটারে সময় করেছেন ১১.৩২ সেকেন্ড। সোনাজয়ী বাহরিনের অ্যাথলিট ওদিয়ং এদিদিয়ং সময় করেছেন ১১.৩০ সেকেন্ড। মহিলা অ্যাথলিট হিসেবে প্রতিযোগিতায় নামার অযোগ্য বিবেচনা করে দ্যুতিকে ২০১৪ সালের কমনওয়েলথ গেমসের দল থেকে বাদ দেওয়া হয়েছিল। ওড়িশার কুড়ি বছর বয়সি এই অ্যাথলিট এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করে বিজয়ী হন। জীবনের অন্ধকার সেই সময়ে দ্যুতিকে নিজের অ্যাকাডেমিতে নিয়ে আসেন ব্যাডমিন্টন কোচ পুলেল্

সঙ্কট কাটেনি গুলিবিদ্ধ শিশুর

Image
গুলিবিদ্ধ বছর তিনেকের শিশু মৃণাল মণ্ডলের সঙ্কট এখনও কাটেনি। চিকিৎসকেরা ৭২ ঘণ্টা কাটার জন্য অপেক্ষা করছেন। বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ মালদহের মানিকচক গ্রাম পঞ্চায়েতের সদস্য পুতুল মণ্ডলের ছোট ছেলে মৃণালের গায়ে গুলি লাগে। সে তখন নিজের বাড়িতেই ঘুমোচ্ছিল। রামনগর গ্রামের কয়েকজনের দাবি, গুলি চলেছে বাড়ির ভিতর থেকেই। কেউ কেউ মনে করছেন, মৃণালের পরিবারের কারও হাতে আগ্নেয়াস্ত্র ছিল, তা থেকেই কোনও ভাবে গুলি ছিটকে যায়। তবে প্রকাশ্যে সে কথা কেউই বলছেন না। পরিমলবাবুর জবাব, ''বাড়িতে বন্দুক কই যে গুলি চলবে! বিজেপি দোষ ঢাকতে দায় চাপাচ্ছে।'' তবে পুলিশের একটি অংশও মনে করছে, বাড়িতেই কেউ গুলি ছুড়েছিল। পরিমলবাবু ১৮ জনের নামে অভিযোগ করলেও পুলিশ ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও কাউকে গ্রেফতার করেনি। তৃণমূলের অবশ্য দাবি, পুতুলদেবী দলবদল করে বিজেপি থেকে শাসক দলে যোগ দিয়েছেন, সেই আক্রোশেই তাঁর বাড়িতে বিজেপির সমর্থকরা গুলি ছুড়েছিল। বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। গঙ্গার ধারেই রামনগর গ্রাম। উল্টো দিকে ঝাড়খণ্ডের রাজমহল এলাকা। শুক্রবার গিয়ে দেখা গেল গ্রাম এক রকম পুরুষশূন্য। পঞ্চায়েত ভোটে রামনগরে বিজ

পুরুলিয়ায় পুলিশ হত্যার ৮ বছর পরে চাকরি স্ত্রীকে

Image
পারিপার্শ্বিক প্রমাণ এবং ডিএনএ পরীক্ষা জানিয়ে দিয়েছিল, সেটি পার্থ বিশ্বাসেরই দেহ। মানতে পারেননি পার্থবাবুর স্ত্রী বর্ণালীদেবী। ছ'বছর দেহটি রাখা ছিল বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। গত অক্টোবরে বর্ণালীদেবী সেখানে গিয়ে স্বামীর দেহ শনাক্ত করে তার সৎকার করেন বলে রাজ্য পুলিশ সূত্রের খবর। সেই পার্থ বিশ্বাস। রাজ্য পুলিশের ইনস্পেক্টর। বন্ধু সৌম্যজিৎ বসুকে নিয়ে ২০১০ সালের ২০ অক্টোবর বেড়াতে গিয়ে পুরুলিয়ার বাঘমুণ্ডি থেকে যিনি নিখোঁজ হয়ে যান। ছ'মাস পরে তাঁদের দেহ পাওয়া যায় অযোধ্যা পাহাড়ে। এত দিন পরে, গত ১৬ অগস্ট রাজ্য পুলিশের তরফে 'কমপ্যাশনেট গ্রাউন্ড' (সমবেদনার ভিত্তিতে)-এ চাকরি দেওয়া হল মৃত পুলিশ অফিসারের স্ত্রী বর্ণালী বিশ্বাসকে। এক পুলিশকর্তা জানান, দুর্গাপুরে রাজ্য পুলিশের ইন্ডিয়ান রিজার্ভ বাহিনীর ১ নম্বর ব্যাটেলিয়নে যোগ দেওয়ার কথা বর্ণালীদেবীর। পার্থবাবুর বৃদ্ধ বাবা-মা নির্মল ও মমতা বিশ্বাস থাকেন নৈহাটির বাড়িতে। দু'জনেই অসুস্থ। স্বামীর মৃত্যুর পর থেকে তাঁদের দেখভাল করছেন বর্ণালীদেবী। মমতাদেবী জানান, তাঁর স্বামী রেলে চাকরি করতেন। পেনশন পান, চিকিৎসার খরচও। পুলিশি সূত্র

২০ সেকেন্ড দেরি হলেই ভাঙত রাহুলের বিমান

Image
আর মাত্র কুড়ি সেকেন্ড দেরি হলেই ভেঙে পড়ত রাহুল গাঁধীর চার্টার্ড বিমান! শুক্রবার ডিজিসিএ-এর একটি রিপোর্টে এই খবর সামনে এসেছে। গত ২৬ এপ্রিল দিল্লি থেকে কর্নাটকের হুবলিতে নির্বাচনী প্রচারে যাওয়ার সময়ে মাঝ-আকাশে রাহুলের চাটার্ড বিমানে গোলমাল দেখা দেয়। বিকট শব্দের পরে বিমানটি বাঁ দিকে কাত হয়ে যায়। তার পরে এক ধাক্কায় নেমে আসে প্রায় ৮০০০ ফুট। কাঁপতে শুরু করে বিমানটি। রাহুলের সফরসঙ্গী কৌশল বিদ্যার্থী জানান, সে দিন বিমানচালকের পাশে থেকে ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা করেছিলেন কংগ্রেস সভাপতি। পরে রাহুল বলেছিলেন, ''কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছিল, এই বুঝি সব শেষ হয়ে গেল।'' গোলযোগের প্রকৃত কারণ জানতে দুই সদস্যের তদন্তকারী দল গঠন করে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। তাদের প্রাথমিক অনুমান ছিল, যান্ত্রিক ত্রুটিতেই ওই গোলযোগ। তবে কংগ্রেস ওই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ এনে চালকদের বিরুদ্ধে মামলা করে। নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। তথ্যের অধিকার আইনে সম্প্রতি গোলযোগের প্রকৃত কারণ প্রকাশ্যে এসেছে। ডিজিসিএ-এর পেশ করা ৩০ পাতার একটি রিপোর্টে জানা গিয়েছে, সে দিন সকাল ১০.৪৫ নাগাদ ব

ধর্ষণে অভিযুক্তকেই বিয়ে করলেন তরুণী

Image
মামলা হয়েছিল ধর্ষণের। কিন্তু অভিযুক্ত যুবকের সঙ্গেই আইনজীবী ও পুলিশ বিয়ে দিল তরুণীর। শুক্রবার সকালে বনগাঁ মহকুমা আদালত চত্বরে সকাল সাড়ে ১১টা নাগাদ বিয়ে হয় ওই তরুণী ও যুবকের। লাল রঙের তাঁতের শাড়ি পরেছিলেন কনে আর পাত্রের পরনে ছিল নীল রঙের টিশার্ট ও জিনস। তাঁদের ঘিরে রয়েছেন আইনজীবীরা। বিয়ের যাবতীয় আয়োজনও করেছিলেন আইনজীবীরা।  কিন্তু এই বিয়েতে অনেক প্রশ্ন উঠেছে। কেন এমন ভাবে অভিযুক্তের সঙ্গে তরুণীর বিয়ে দেওয়া হল? ওই তরুণী কি চাপে পড়ে বিয়ে করলেন? পুলিশ ও আইনজীবীরা জানিয়েছেন, গোপালনগরের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে দীর্ঘদিনের ভালোবাসা ছিল হরিণঘাটার রুস্তমপুর এলাকার বাসিন্দা ওই যুবকের। অভিযোগ, তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে ওই যুবক। সে তিব্বত পুলিশের কনস্টেবল। উত্তরাখণ্ডে কর্মরত। তরুণীর দাবি, গত বছর তাঁকে  বিয়ে করতে অস্বীকার করে যুবকটি। মেয়েটির  পরিবারের লোকজন তাকে বুঝিয়েও রাজি করাতে পারেননি। এরপরেই অক্টোবর মাসে তরুণী বনগাঁ আদালতে প্রেমিকের বিরুদ্ধে মামলা করেন। আদালতের নির্দেশে গোপালনগর থানার পুলিশ ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে। ২০ জুলাই তাকে গ্রেফতার করা হয়।   বিচারকের নি

ডিএ-রায়: ‘ঘেউ ঘেউ’ মন্তব্য ফিরিয়ে নিন মুখ্যমন্ত্রী, বলছে সব বিরোধী

Image
বড়সড় ধাক্কা রাজ্য সরকারের জন্য। কলকাতা হাইকোর্ট শুক্রবার স্পষ্ট করে জানিয়ে দিল, মহার্ঘ ভাতা (ডিএ) পাওয়া সরকারি কর্মীদের আইনসিদ্ধ অধিকার। আর এই রায়ে জেনেই বিরোধীরা সম্মিলিত ভাবে বহুচর্চিত 'ঘেউ ঘেউ' মন্তব্য নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। ওই মন্তব্যের জন্য এ বার ক্ষমা চান মুখ্যমন্ত্রী, উঠল এমন দাবিও। আইএনটিইউসি অনুমোদিত কর্মী সংগঠন 'কনফেডারেশন'-এর মামলার প্রেক্ষিতেই মূলত এই রায় দিল হাইকোর্ট। রাজ্য সরকার কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে না এবং বিপুল পরিমাণ ডিএ বকেয়া পড়েছে— এই অভিযোগ তুলে প্রথমে রাজ্য প্রশাসনিক ট্রাইবুনালের (স্যাট) দ্বারস্থ হয় কনফেডারেশন। কিন্তু স্যাটে রাজ্য সরকার জানায়, ডিএ কর্মীদের অধিকার নয়। বরং তা সরকারের ইচ্ছার উপরে নির্ভরশীল। স্যাটও সরকারের সেই তত্ত্বেই সিলমোহর দেয়। তার পরেই হাইকোর্টের দ্বারস্থ হয় কর্মী সংগঠন। ১৭ মাস শুনানি চলার পরে কিছু দিনের জন্য রায় রিজার্ভ রেখেছিল আদালত। শুক্রবার হাইকোর্ট জানাল, স্যাটের রায় খারিজ করা হচ্ছে। ডিএ অবশ্যই কর্মীদের অধিকার, তা সরকারের 'দয়ার দান' নয়। এই রায়কে কর্মী সংগঠনগুলি স্বাগত জা

দাবিটা ন্যায্য, বুঝিয়ে দিল হাইকোর্ট

Image
বাম জমানায় পাওনা-গন্ডা থেকে বঞ্চিত হতে হয়নি রাজ্য সরকারি কর্মীদের সে ভাবে। সরকারি কর্মীরা সে যুগে এমন একটি শ্রেণি হিসেবে মোটের উপর পরিচিত ছিলেন, যে শ্রেণির উপরে শাসকদল ভরসা করতে পারত। শব্দচয়নে রাশ একটু আলগা করে কথ্য প্রবণতাকে প্রশ্রয় দিয়ে বলা যায়, সরকারি কর্মীরা সে সময় বামেদের ভোটব্যাঙ্ক ছিলেন। তাই বাম সরকার আগাগোড়া খেয়াল রেখেছিল সরকারি কর্মীদের স্বাচ্ছন্দ্যের দিকে। বর্তমান জমানা আবার অন্য রকম। জনসংখ্যার মাত্র কয়েক শতাংশ হিসেবেই সম্ভবত সরকারি কর্মীদের দেখছে এখনকার শাসকদল। বামেদের ভোট রাজনীতির চেয়ে তৃণমূলের ভোট রাজনীতির ধাঁচটাও আলাদা। তাই বামেরা যে ভাবে সরকারি কর্মীদের 'ভোট মেশিনারি' হিসেবে দেখছেন, তৃণমূল নেতৃত্ব সে ভাবে দেখেন না। ভোট কর্মীদেরকে 'ভোট মেশিনারি'-তে পরিণত করার প্রয়োজন নেই, ভোটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে আরও অনেক বেশি বেপরোয়া বাহিনীকে রাস্তায় নামানোর ক্ষমতা তৃণমূলের রয়েছে— জানেন দলের নেতারা। তাই সরকারি কর্মীদের স্বাচ্ছন্দ্যের খামতি নিয়ে এই সরকার খুব বেশি ভাবিত নয়। পথে-ঘাটে চলতে গিয়ে চোখে পড়বে এমন নানা প্রকল্পে খরচ করা এই সরকারের কাছে অধিকতর পছন্দের। কন্

নরম ভিতে লম্বা লাফ, সমস্ত পূর্বাভাসকে ছাপিয়ে বৃদ্ধি ৮.২%

Image
একের পর এক অস্বস্তির খবরের মধ্যে অবশেষে বড়াই করে কিছু বলার মতো রসদ পেল মোদী সরকার। এপ্রিল-জুন ত্রৈমাসিকে বৃদ্ধি পৌঁছল ৮ শতাংশের উপরে। প্রায় সমস্ত পূর্বাভাসকে ছাপিয়ে। চিনকে টপকেও। ফলে বিশ্বে দ্রুততম বৃদ্ধির দেশ হিসেবে তুলে ধরার দাবি আরও জোরের সঙ্গে করতে পারবে মোদী সরকার। সম্প্রতি এই বৃদ্ধির হিসেবেই ইউপিএ সরকারের কাছে গোহারা হওয়ার ক্ষতে যা সামান্য মলমের কাজ করতে পারে বলে অনেকের ধারণা। যদিও অর্থনীতিবিদরা বলছেন, এ বার বৃদ্ধির এই রমরমা আসলে গত বছরের 'আলগা ভিতের' কারণে। গত বার এই তিন মাসে বৃদ্ধি ছিল মাত্র ৫.৬%। ফলে স্বাভাবিক ভাবেই তার তুলনায় ঝকঝকে দেখাচ্ছে এই এপ্রিল-জুনের বৃদ্ধিকে। ২০১৭ সালের জুলাইয়ে জিএসটি চালু হয়। তার আগে মজুত পণ্য খালি করতে অনেক কারখানায় উৎপাদন কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে ২০১৭ সালের এপ্রিল-জুনে কল-কারখানায় উৎপাদন বৃদ্ধি তো দূর অস্ত্‌, বরং ১.৮% কমেছিল। ভিত্তি এত কম বলে এ বার কারখানায় উৎপাদন বৃদ্ধির হার ১৩.৫% ছুঁয়েছে। মূলত তাতে ভর করেই সামগ্রিক বৃদ্ধির হার ৮% ছাপিয়ে গিয়েছে। বলার মতো • এপ্রিল-জুন ত্রৈমাসিকে ৮% ছাপিয়ে গেল বৃদ্ধি। দু'বছরেরও বেশি সময়ের মধ্যে

‘মহার্ঘ ভাতা রাজ্যের মর্জির উপর নির্ভর করে না, এটা অধিকার’

Image
মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়া রাজ্য সরকারের ইচ্ছার উপরে নির্ভর করে না, এটা সরকারি কর্মচারীদের অধিকার— শুক্রবার ডিএ মামলায় এমনই রায় দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চের যুক্তি, রাজ্য সরকার যখন রোপা-২০০৯ (রিভিশন অব পে অ্যান্ড অ্যালাওয়েন্স) আইন মেনে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করেছে, তখন ডিএ অধিকার হিসেবেই গণ্য হওয়া উচিত। গত বছর ফেব্রুয়ারি মাসে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট) জানিয়েছিল, ডিএ দেওয়া, বা না-দেওয়া রাজ্য সরকারের ইচ্ছার উপর নির্ভরশীল। ওই বছরেরই মার্চ মাসে স্যাট-এর নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল মামলা করেছিল রাজ্য সরকারি কর্মীদের দু'টি সংগঠন। এ দিন স্যাটের সেই রায় খারিজ করার পাশাপাশি হাইকোর্ট আরও দু'টি বিষয় স্যাটকে পুনরায় খতিয়ে দেখতে বলেছে। প্রথমত, রাজ্য সরকারি কর্মচারীরা কেন কেন্দ্রীয় হারে ডিএ পাবেন না। দ্বিতীয়ত, ভিন্‌ রাজ্যে কর্মরত এ রাজ্যের সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যে কর্মরত সরকারি কর্মীদের ডিএ-র ফারাক থাকবে কেন? এই দুই বিষয়ে রায় দেওয়ার জন্য স্যাট-কে দু'মাস সময় দিয়েছে ডিভিশন বেঞ