Posts

Showing posts from December 14, 2018

ভারতের ২০০, ৫০০ ও ২০০০ টাকার নোট নিষিদ্ধ হচ্ছে নেপালে

Image
১০০ টাকার বেশি মূল্যের নোটই নিষিদ্ধ হচ্ছে। ১০০ টাকা বা তার চেয়ে কম হলে চলবে। কিন্তু তার চেয়ে বেশি মূল্যের ভারতীয় নোট ব্যবহার করা যাবে না। দেশবাসীকে এ কথা জানিয়ে দিল নেপাল সরকার। ভারত সরকারের চালু ২০০০, ৫০০ এবং ২০০ টাকার নোট নিষিদ্ধ করল তারা। বৃহস্পতিবার বিষয়টি সামনে এনেছে সে দেশের ইংরেজি সংবাদপত্র 'কাঠমাণ্ডু পোস্ট।' সরকারের তথ্য এবং যোগাযোগ মন্ত্রী গোকুল প্রসাদ বাশকোটার একটি উদ্ধৃতি তুলে ধরেছে তারা। যাতে তিনি বলেন, ''খুব শীঘ্র এ ব্যাপারে আনুষ্ঠানিক নোটিস দেবে সরকার। যাতে ভারতীয় ২০০, ৫০০ এবং ২০০০ টাকার নোট সঞ্চিত রাখা এবং তার ব্যবহার একেবারে নিষিদ্ধ করা হবে।'' ২০১৬ সালের ৮ নভেম্বর পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে মোদী সরকার। তার পর ওই মূল্যের নয়া নোট বাজারে আনা হয়। পরে আসে ২০০ টাকার নোটও। কিন্তু নেপালবাসীর কাছে আজও পুরনো নোট রয়ে গিয়েছে। যা এখনও পর্যন্ত ফেরত নেয়নি ভারত সরকার। তাই নয়া নোটগুলি এখনও বৈধ হয়নি সেখানে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি নয়া ১০০, ৫০ এবং ১০ টাকার নোটও চালু করেছে ভারত সরকার। যদিও পুরনো নোটগুলি বাজারে রয়ে গিয়েছে।

অনলাইনে প্রেমের জের! পাক জেলে শাস্তির মেয়াদ কাটিয়েও ফিরতে পারছেন না হামিদ

Image
মুম্বইয়ের বাসিন্দা ৩৩ বছরের হামিদ নিহাল আনসারি। অনলাইনে পাতানো ভিনদেশি বান্ধবীর সঙ্গে দেখা করতে চাওয়ার খেসারত ৩ বছরের জেল! সেই খেসারত মিটিয়ে এ বার দেশে ফেরার পালা হামিদের। টানা তিন বছর পাকিস্তানের জেলে কাটানোর পর মুক্তি পেতে চলেছেন মুম্বইয়ের হামিদ। ২০১২ সালের ১৫ ডিসেম্বরের ঘটনা। মুম্বইয়ের বাসিন্দা ৩৩ বছরের হামিদ নিহাল আনসারি অনলাইনে এক পাক তরুণীর প্রেমে পড়েছিলেন। তাঁর সঙ্গে দেখা করতে পাকিস্তানে চলে যান। তবে যাওয়ার পদ্ধতিতে গলদ ছিল। মুম্বই থেকে প্রথমে পৌঁছন আফগানিস্তান। তারপর বেআইনিভাবে আফগানিস্তানের সীমানা পেরিয়ে ঢুকে পড়েন পাকিস্তানে। তার জন্য পাকিস্তানের একটা নকল পরিচয়পত্রও বানিয়ে নিয়েছিলেন। কিন্তু নকল পরিচয়পত্রেরবিষয়টি ধরা পড়তেই পাক কর্তৃপক্ষ তাঁকে গ্রেফতার করে।তারপর থেকে তিন বছর পেশোয়ার সেন্ট্রাল জেলে রয়েছেন হামিদ। আগামিকাল তাঁর তিন বছরকারাবাসের মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী, ১৬ ডিসেম্বর তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা পাকিস্তানের। কিন্তু তা সম্ভব হচ্ছে না। কারণ, হামিদের আইনজীবীর অভিযোগ, পাক সরকারের তরফে কোনও নথিপত্রই তৈরি হয়নি এখনও। অভিযোগ,এ বিষয়ে পাক সরকারের বিশেষ হেলদোল নেই।

কম সুদে গৃহঋণের টোপ দিয়ে প্রতারণা, অবশেষে গ্রেফতার তিনমূর্তি

Image
ধৃত তিন যুবক। কম সুদে গৃহঋণের টোপ দিয়ে রাজ্যজুড়ে প্রতারণা চালাচ্ছিল তিন ব্যক্তি। সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কে হাজার চেষ্টা করেও যাঁরা গৃহঋণ পেতেন না, প্রধানত তাঁদেরই টার্গেট করত এরা।   এই চক্রের ফাঁদে পড়ে বহু মানুষ লাখ লাখ টাকা খুইয়েছেন। জেলায় জেলায় বিভিন্ন থানায় অভিযোগের পাহাড়ও জমছিল। শেষ পর্যন্ত সিআইডি-কে তদন্তে নামতে হয়। অবশেষে এই তিন মূর্তিকে ডায়মন্ডহারবার থেকে গ্রেফতার করলেন রাজ্য পুলিশের গোয়েন্দারা।   তবে এই চক্রে আরও কয়েকজন রয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতরা হল তিলক পুরকায়েত, হরিশচন্দ্র সাউ এবং শ্যামাপ্রসাদ জাটুয়া। এরা প্রত্যেকেই ডায়মন্ডহারবারের বাসিন্দা। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৫ লাখ টাকা। বাজেয়াপ্ত হয়েছে ৮ মোবাইল।   সিআইডি সূ্ত্রে খবর, মন্দারমনি থানার ( কেস নম্বর:৪৬/১৮) একটি মামলায় তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আরও জানা গিয়েছে, গৃহঋণ ছাড়াও, প্রতারকরা গাড়ি কেনার জন্যেও ঋণের ব্যবস্থা করে দিত। এমনকি বিজ্ঞাপন দিয়েও কম সুদে এই ঋণের টোপও দিত তারা।  এই চক্রের সঙ্গে সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক বা কোনও আর্থিক সংস্থার যোগযোগ রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা

কাপড় সেলাই করে ‘২৮ কোটি’র সম্পত্তি! রত্নার বিপদ বাড়াচ্ছে শোভন-বৈশাখীর দেওয়া নথি

Image
রত্না চট্টোপাধ্যায়। এই সেই আয়কর নথি। বড়সড় বিপদে পড়তে পারেন শোভন-পত্নী রত্না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সম্প্রতি শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার পরেই রত্না চট্টোপাধ্যায়ের বিপদ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে খবর। কাপড় সেলাই এবং এমব্রয়ডারির কাজ করে যিনি বছরে সাকুল্যে ৪ লক্ষ টাকার সামান্য বেশি উপার্জন করতেন ২০০৪ সাল পর্যন্তও, ২০১৮-র মধ্যে তিনি ২৮ কোটি টাকার স্থাবর সম্পত্তির মালিক হয়ে গেলেন কী ভাবে? ইডি এখন এই প্রশ্নের উত্তর খুঁজছে। রত্না অবশ্য দাবি করছেন, তিনি ইডি-কে যাবতীয় হিসেব দিয়েছেন। হিসেবে কোনও গরমিল নেই বলেও তাঁর দাবি। ২০০৩-০৪ সালে রত্না চট্টোপাধ্যায় আয়কর দফতরকে নিজের আয়-ব্যয়ের যে হিসেব দিয়েছিলেন, তাতে কাপড় সেলাই, এমব্রয়ডারি এবং ওই সংক্রান্ত কাজ থেকে বছরে ৪ লক্ষ ৮০ হাজার ৯০০ টাকা আয় করার উল্লেখ রয়েছে। সেই নথি রত্না অবশ্য ইডি-কে দেননি। মূলত পৈতৃক ব্যবসা থেকেই তিনি উপার্জন করেন— ইডি-কে রত্না এমনই জানিয়েছেন বলে খবর। কিন্তু আয়ের উৎস কাপড়ে জরি বসানোই হোক বা পৈতৃক ব্যবসা— ১০-১২ বছরের মধ্যে ২৮ কোটি টাকার স্থাবর সম্পত্তি, গোটা দুয়েক জিম, একটা অভিজাত রে

‘ফাঁসির সাজা দিলেও কিছু যায়-আসে না’, বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ লস্কর জঙ্গির

Image
হায়দরাবাদে মক্কা মসজিদে বিস্ফোরণ, লস্করের হয়ে দেশে নাশকতা ছড়ানোর ষড়যন্ত্র, আরও তিন লস্কর জঙ্গি নিয়ে অনুপ্রবেশ করে সেনা ছাউনিতে হামলা চালানোর ছক। এমনই একাধিক দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার বনগাঁ আদালতে সাজার শুনানি হল সেই লস্কর জঙ্গি শেখ সমীরের। মৃত্যুদণ্ড চাইলেন সরকারি আইনজীবী। কিন্তু নির্বিকার রইল জঙ্গি শেখ নইম ওরফে শেখ সমীর৷ বিচারকের কাছে ক্ষমা প্রার্থনা তো দূর, বরং ভরা এজলাসে দাঁড়িয়ে বিচার প্রক্রিয়াকেই সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিল সে। বিচারকে সে বলল, "আমি জানি, আপনি আমাকে ফাঁসির সাজা দেবেন, আমার কিছু যায়-আসে না। আমি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি।" কেবলমাত্র ২০১৬-য় উরির সেনা ছাউনিতে হামলাই নয়, ২০০৭-এও কাশ্মীরের সেনা ছাউনিতে হামলার ছক কষেছিল লস্কর-ই-তইবা। সে সময় এক সুইসাইড বম্বার ও দুই জঙ্গিকে বনগাঁ সীমান্তের চোরাপথ দিয়ে দেশে ঢুকিয়েছিল এই সমীর। আরডিএক্স দিয়ে সেনা জওয়ানদের একটি ট্রেন উড়িয়ে দেওয়ার ছক কষেছিল জঙ্গিরা। তবে হামলা চালানোর আগেই পেট্রাপোল সীমান্ত থেকে তাদের পাকড়াও করেছিল বিএসএফ। মামলাটির তদন্তভার নেয় সিআইডি। তাদের জেরা করে কলকাতায় লস্

যুগলের অন্তরঙ্গ ছবি তুলে ব্ল্যাকমেল করায় খুন রায়গঞ্জের যুবক

Image
রায়গঞ্জ : প্রেমিক-প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ক্যামেরাবন্দী করেছিল সুজন নামে এক যুবক। এরপর ব্ল্যাকমেল করছিল তাদের। টাকা, মূল্যবান সামগ্রী চাওয়ার পাশাপাশি যুবতির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনেরও দাবি করে। না হলে সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। আর সেই কারণেই সুজনকে পরিকল্পনামাফিক খুন করে মনোজ মিন। জেরায় খুনের কথা স্বীকার করেছে সে। চলতি মাসের ১০ তারিখ রায়গঞ্জের বিরঘাইয়ের দেওখণ্ডা গ্রাম থেকে স্থানীয় ব্যবসায়ী সুজন মণ্ডলের(৩০) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে নামে পুলিশ। জানা যায়, বাড়ি থেকে একটু দূরে সমবায় থেকে ফিরছিল সে। প্রাথমিকভাবে পুলিশের মনে হয়, টাকা ছিনতাই করতেই এই খুন। পরে জানা যায়, এর গভীরে রয়েছে অন্য তথ্য। শেষ সাতদিনে যাদের সঙ্গে সুজনের ফোনে কথা হয়েছিল, তাদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথা বলতে শুরু করে মনোজ। জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে সে। স্বীকার করে খুনের কথা।  পুলিশের বক্তব্য, মনোজ জেরায় জানিয়েছে তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মূহুর্তের ভিডিয়ো করে রেখেছিল সুজন। এমনকী ওই মহিলার স্নানের এক দৃশ্যও ভিডিয়ো করেছিল সে। সেই ভিডিয়ো

"গোরু, ছাগলও খাবে না মিড-ডে মিল", স্কুল পরিদর্শন করে মন্তব্য পঞ্চায়েত সভাপতির

Image
মালদা : পড়ুয়ারা পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার পাচ্ছে না। একাধিকবার এই অভিযোগ উঠেছে সরকারি স্কুলগুলির বিরুদ্ধে। মালদার একাধিক স্কুলে অভিযান চালিয়ে এই ছবিই দেখতে পেয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আবদুল মজিদ। টিংকু রহমান জানান, গতকাল এলাকার কয়েকটি স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখতে গিয়েছিলেন। তিনি বলেন, "অনেক স্কুলেই মিড-ডে মিলের খাবার অত্যন্ত নিম্নমানের। যেমন খানপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে পড়ুয়াদের যে খাবার দেওয়া হচ্ছে তা খাওয়ার অযোগ্য। ওই খাবার গোরু-ছাগলও খাবে না। তাঁরা সেটা নিজেরাই দেখেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি স্কুলে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেওয়ার কথা। সরকার স্কুলগুলিতে পুষ্টিকর খাবার দিচ্ছে। কিন্তু, সেটা এখানে মানা হচ্ছে না। প্রতিটি স্কুলে পড়ুয়াদের মিড-ডে মিলের খাবার দেওয়ার কথা বলে এসেছি।" স্কুল পরিদর্শনে গিয়ে তাঁরা স্কুলগুলির কর্তৃপক্ষকে বলে এসেছেন, মিড-ডে মিলের খাবার উন্নতমানের না হলে নির্দিষ্ট জায়গায় কড়া অভিযোগ জানাতে বাধ্য হবেন। কাল তাঁরা মেঘুটোলা প্রাথমিক বিদ্যালয় থ

পুরুলিয়ায় শুটআউট, পঞ্চায়েত বোর্ড গঠনের নির্বাচনের দিনই প্রকাশ্যে ঝাঁঝরা তৃণমূল নেতা

Image
এবার পুরুলিয়ায় শুটআউট।  দ্বিতীয় দফায় পঞ্চায়েত বোর্ড গঠনের দিনই এক যুবককে গুলি করে খুনের অভিযোগ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে  পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার চিনপিনা রেলওয়ে লেভেল ক্রসিংয়ে।  নিহত যুবতের নাম হামিদ আনসারি। হামিদ স্থানীয় তৃণমূল নেতা। শুক্রবার পুরুলিয়ায় চিনপিনা এলাকায় পঞ্চায়েত বোর্ড গঠনের নির্বাচন। সকালে হামিদ বাইকে লেভেল ক্রসিং সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, আচমকাই কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ফেলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, খুব কাছ থেকে হামিদকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় বাইক থেকে পড়ে যান হামিদ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মাথায় হেলমেট থাকায় কেউ প্রথমে তাঁকে চিনতে পারেননি। মৃতদেহ উদ্ধার ঘিরে রাজ্য পুলিস ও জিআরপির মধ্যে টানাপোড়েন শুরু হয়। পঞ্চায়েত বোর্ড গঠনের নির্বাচনের দিনই এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। প্রসঙ্গত, বৃহস্পতিবারই  বরাবাজারের ভাগাবাঁধ গ্রাম পঞ্চায়েতের চার বিজেপি সদস্য সহ এক নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে। অভিযোগ গাড়ি আটকে, গুলি ছুঁড়তে ছুঁড়তে অপহরণ করা হয় তাদের। এর আগে এই পুরুলিয়াতেই বোর্ড গঠন নিয়ে ঝামেলার জেরে  দুই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল

কৃষকদের বাড়ি গিয়ে ধান কিনছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

Image
প্রশাসনের প্রতিশ্রুতি মতো কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান কেনার কাজ শুরু করেছেন স্বনির্ভর গোষ্ঠী বা সঙ্ঘের মহিলারা। ফড়েদের হাত থেকে কৃষকদের বাঁচাতে এমন পরিকল্পনার কথাই জানিয়েছিল আউশগ্রাম ২ ব্লক প্রশাসন। সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে এই প্রক্রিয়া। আউশগ্রামের চারটি গোষ্ঠীর মাধ্যমে এখনও পর্যন্ত মোট ৭০০ কুইন্টাল ধান সংগ্রহ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই প্রসঙ্গে আউশগ্রাম ২ বিডিও সুরজিৎ ভড় বলেন, 'গত সোমবার ভাল্কি পঞ্চায়েতের সুয়াতা গ্রাম থেকে ধান কেনা শুরু হয়েছিল। চারটি গোষ্ঠীর সদস্যারা রামনগর, জামতাড়া, সুয়াতা, নৃসিংহপুর, মালচা গ্রামের মোট ৪০ জন কৃষককে টোকেন বিলি করেছিলেন। ইচ্ছুক চাষিদের থেকে এখনও পর্যন্ত ৭০০ কুইন্টাল ধান কেনা হয়েছে। এখনও পুরোদমে কাজ চলছে। আমরা যে পরিকল্পনা নিয়ে এই কাজ শুরু করেছিলাম, তাতে সফল হয়েছি।' আউশগ্রাম ২ ব্লকের যে সমস্ত গ্রাম কৃষিমান্ডি থেকে দূরে অবস্থিত, সেখানকার কৃষকরা যাতে সহায়ক মূল্যে ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত না হন সেই উদ্দেশ্যেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে ধান কেনার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। এই ব্লকের পাঁচটি অঞ্চল মিলে চার

মদ্যপ হয়ে ৮৫-র দিদাকে ধর্ষণ, শ্রীঘরে ১৮-র তরুণ

Image
লজ্জাজনক ঘটনার সাক্ষী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। ৮৫ বছরের দিদাকে ধর্ষণের অভিযোগ উঠল ১৮ বছরের এক তরুণের বিরুদ্ধে।  বৃহস্পতিবার মুজফফরনগরের বুধানায় ঘটেছে এই নৃশংস ঘটনা। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দিদাকে ধর্ষণ করে ওই তরুণ। বৃদ্ধার পরিবারের এক সদস্য জানিয়েছেন, 'ধর্ষণ করে পালিয়ে যায় ছেলেটি। বাড়ি ফেরার পর আমাদের গোটা ঘটনা জানান দিদা। এরপর আমরা পুলিশে অভিযোগ দায়ের করি।' পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধর্ষিতা বৃদ্ধার মেডিক্যাল পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছে সরকারি হাসপাতালে। বুধানা থানার স্টেশন হাউস অফিসার প্রভাকর কেন্থুরা জানিয়েছেন, 'ধর্ষণের মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।' অভিযুক্ত ধর্ষিতার পরিবারের সদস্য এবং মদ্যপ অবস্থায় সে এই কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ।

সম্প্রতি সস্তা হয়েছে এই ১০টি শাওমি স্মার্টফোন

Image
ভারতের স্মার্টফোন বাজারে এক নম্বর স্থানে রয়েছে চিনের কোম্পানি শাওমি। সম্প্রতি লঞ্চ হয়েছে কোম্পানির পরবর্তী মিডরেঞ্জ স্মার্টফোন রেডমি নোট ৬ প্রো। ইতিমধ্যেই হট কেকের মতো বিক্রি হচ্ছে এই ফোন। সম্প্রতি বাজেট ও মিডরেঞ্জ সেগমেন্টের একাধিক স্মার্টফোনের দাম কমিয়েছে শাওমি। সম্প্রতি এই দশটি শাওমি স্মার্টফোনের দাম কমেছে। Xiaomi Redmi 6A (2GB + 16GB) বুধবার ৬০০ টাকা দাম কমিয়ে মাত্র ৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Xiaomi Redmi 6A (2GB + 16GB)। Xiaomi Redmi 6A (2GB + 32GB) Xiaomi Redmi 6A (2GB + 32GB) ফোনের দাম কমেছে ৫০০ টাকা। এখন এইফোন কিনতে ৬,৯৯৯ টাকা খরচ হচ্ছে। Xiaomi Poco F1 (6GB + 64GB) ১,০০০ টাকা দাম কমে ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Xiaomi Poco F1 (6GB + 64GB)। Xiaomi Poco F1 (6GB + 128GB) ১,০০০ টাকা দাম কমে ২২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Xiaomi Poco F1 (6GB + 128GB)। Xiaomi Poco F1 (8GB + 256GB) ১,০০০ টাকা দাম কমে ২৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Xiaomi Poco F1 (8GB + 256GB)।  Xiaomi Redmi Note 5 Pro (4GB + 64GB) ১,০০০ টাকা দাম কমে ১৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Xiaomi Redmi Note 5 Pro (4GB + 64GB)। Xiaomi Redmi Note 5

ভারতীয় টাকায় নিষেধাজ্ঞা নেপালের

Image
নেপালে নিষিদ্ধ হল ভারতীয় ২০০০, ৫০০ এবং ২০০ টাকার নোট। শুক্রবার মন্ত্রীসভার বৈঠকে এই ঘোষণা করলেন তথ্যমন্ত্রী গোকুল বাসকোতা। খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই প্রমাদ গুণতে শুরু করেছেন ভারতের মধ্যবিত্ত পর্যটক। পাসপোর্ট-ভিসা ছাড়াই দিব্যি বিদেশ ভ্রমণের স্বাদ নিতে চাইলে ভারতবাসীর একমাত্র গন্তব্য ভুটান। তেমনটাই হয়ে এসেছে বিগত বহু বছর ধরেই। ভুটান ভ্রমণের আরও একটি বড় সুবিধে ছিল, ভারতীয় মুদ্রার প্রচলন ছিল সে দেশে। সে দেশের সরকারের নতুন নিয়মে কপালে ভাঁজ পড়েছে ভ্রমণবিলাসী দেশবাসীর। তার চেয়েও বেশি সমস্যায় পড়তে চলেছেন ভারতে কর্মরত নেপালি শ্রমিকরা। ২০১৬ সালে ভারতে বিমুদ্রাকরণের ঘোষণার পর পর নানা নতুন নোট চালু করেছে মোদী সরকার। বিগত দুই বছরে সে সবে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি নেপাল সরকার। সূত্রের খবর আগামী ২০২০ সালে 'নেপাল ভ্রমণ বছর' উদযাপিত হবে সারা দেশ জুড়ে। অনুমান করা হচ্ছে, বছরভর নেপাল ভ্রমণে ২০ লক্ষ বিদেশি পর্যটক আসবে সারা পৃথিবী থেকে। তার আগে দেশের অর্থনীতিকে ঢেলে সাজাতেই এই ব্যবস্থা নেপাল সরকারের।

মেট্রোর কাজের জন্য রেললাইনে ধস, ব্যাহত ট্রেন চলাচল

Image
ইস্ট–ওয়েস্ট মেট্রোরেলের কাজের জন্য বিপর্যন্ত শহরের চক্ররেল পরিষেবা। শুক্রবার সকাল থেকে শুধুমাত্র বিবাদী বাগ থেকে মাঝেরহাটের মধ্যেই চলছে ট্রেন। বৃহস্পতিবার বিকেল ৬ টা নাগাদ ইস্ট–ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ চলাকালীন বিবাদী বাগ স্টেশনের কাছে রেল লাইনে ধস নামে। যদিও সেই সময় ওই লাইনের উপর দিয়ে কোনও ট্রেন না যাওয়ায় বড়সড় কোনও বিপদ ঘটেনি। এরপরই বন্ধ হয়ে যায় চক্ররেল পরিষেবা। রেলের তরফে একটি দল বৃহস্পতিবার সন্ধেতেই ঘটনাস্থলে পৌঁছায়। হাজির হন শিয়ালদহ ডিভিশনার ম্যানেজার এবং রেলের অন্যান্য আধিকারিকরা। মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে বিবাদী বাগ থেকে মাঝেরহাট এবং মাঝেরহাট থেকে বিবাদী বাগ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে চক্ররেল পরিষেবা স্বাভাবিক হতে ঠিক কতটা সময় লাগবে তা এখনও স্পষ্ট নয়। কাজের দিনে এমন ঘটনা ঘটায় বেশ সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। শহরের অন্যতম ব্যস্ত বালিগঞ্জ স্টেশনের সঙ্গে যুক্ত এই চক্ররেল। ফলে হাওড়া থেকে গঙ্গা পেরিয়ে অনেকেই এই রুটে অফিস ও কর্মক্ষেত্রে পৌঁছান। সেই সমস্ত যাত্রীদেরও নাজ

বড়দিনে মোদীর নয়া উপহার: চিনকে চাপে রাখবে ভারতের দীর্ঘতম সেতু

Image
নয়াদিল্লি: প্রতিবেশী রাষ্ট্র চিনকে চাপে রাখতে ভারতের হাতে ফের এক নয়া হাতিয়ার৷ ব্রহ্মপুত্র নদের ওপর দীর্ঘতম রেল-কাম-রোড ব্রীজ Bogibeel Bridge-এর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আগামী ২৫ ডিসেম্বর এর শুভ উদ্বোধন৷ চিনের সীমান্ত ঘেঁষে এই ব্রীজের মাধ্যমে সেনারা দ্রুত যাতায়াত করতে পারবে বলে আশা করা হচ্ছে৷ ১৯৯৭ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি দেবে গৌড়া এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন৷ তবে এর মূল কাজ শুরু হয় প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় ২০০২ সালে৷ ৪.৯৮ কিলোমিটার দীর্ঘ এই সেতু শুধু অরুণাচল-অসমের মধ্যে দূরত্বই কমাবে না, সেই সঙ্গে সেনাদের একস্থান থেকে অন্যস্থানে যাতায়াতে সুবিধা হবে৷ অসম-অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে ২০কিলোমিটার দূরে রয়েছে এই সেতুটি৷ প্রসঙগত, গত বছর মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢোলা-সাদিয়া সেতুর উদ্বোধন করেছিলেন৷ এটি ভূপেন হাজারিকা সেতু নামেও পরিচিত৷

ঘুমন্ত মহিলাকে যৌন হেনস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রে চরম পরিণতি ঘটল ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীর

Image
বিমান সফরে এক ঘুমন্ত মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মী প্রভু রামমূর্তির বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডেট্রয়েটগামী বিমানের এই ঘটনার জেরে সেদেশের আদলত প্রভুকে ৯ বছরের কারাবাসের সাজা দিয়েছে। উল্লেখ্য, তথ্য প্রযুক্তি কর্মী প্রভু মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিটে ছিলেন। সেখানে লাস ভেগাস থেকে ডেট্রয়েট যাওয়ার পথে বিমানে এক মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে। অভিযোগ, বিমান সফরে ওই মহিলা ও তাঁর স্বামীর মাঝের সিট-এ ছিলেন প্রভু। সফরকালে মহিলা ঘুমিয়ে পড়লে, প্রভু রামমূর্তি সেখানে নিজের পোশাক খুলে অশ্লীল অঙ্গভঙ্গি করেন, পাশাপাশি মহিলার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এরপরই প্রভুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা । জানুয়ারি মাসের এই ঘটনার শুনানি হয় সদ্য।সেখানে মার্কিন আদালতের তরফে ৯ বছরের কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে ভারতীয় ওই তথ্য় প্রযুক্তি কর্মীকে। প্রথম অভিযোগকারীর আইমনজীবীর তরফে ১১ বছরের সাজার দাবি করা হলেও তা পরে, ৯ বছরের সাজার কথা শোনায় আদালত। সাজা শেষ হলেও প্রভুকে ভারতে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

১৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ বিএসএনএল-এ! আবেদন করুন অনলাইনেই

Image
আপনি কি চাকরি খুঁজছেন? আপনার বয়স কি ৩০ বছর বা তার কম? তাহলে মোটা মাইনের চাকরির সুযোগ রয়েছে আপনার জন্য। কারণ, মোট ৩০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে বিএসএনএল যার মধ্যে ১৫০টি শূন্যপদে বহিরাগতরা চাকরির আবেদন করতে পারবেন। রাষ্ট্রীয় টেলিকম সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, অনলাইনেই এই শূন্যপদগুলির জন্য আবেদন করা যাবে। পরীক্ষার তিনটি ধাপ পেরিয়ে তবেই মিলবে বিএসএনএল-এ চাকরির সুযোগ। প্রথমে হবে অনলাইন টেস্ট। অনলাইন পরীক্ষার তারিখ ১৭ মার্চ, ২০১৯। ১৫০ নম্বরের মোট তিনটি পরীক্ষা দিতে হবে আবেদনকারীকে। এই অনলাইন টেস্টে প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ৩৫ শতাংশ নম্বর। এই তিনটি অনলাইন টেস্টে উত্তীর্ণ হতে পারলে আবেদনকারীকে বসতে হবে 'গ্রুপ ডিসকাশন'-এ। এই 'গ্রুপ ডিসকাশন' পর্ব পেরিয়ে সব শেষে ইন্টারভিউ-এর সম্মুখীন হতে হবে আবেদনকারীকে। এই তৃতীয় ধাপ পেরোতে পারলেই মিলবে ২৪ হাজার ৯০০ টাকা থেকে ৫০ হাজার ৫০০ টাকা বেতনের চাকরি। এরই সঙ্গে মিলবে স্বাস্থ্যবিমা এবং অন্যান্য আরও সুযোগসুবিধা। কর্মীদের বছরে ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে বিএসএনএল-এর পক্ষ থেকে। এই ১৫০টি শূন্যপদের মধ্যে ৭৪টি আ

রাফাল চুক্তিতে গলদ নেই, কোনও তদন্ত নয়, জানাল সুপ্রিম কোর্ট, স্বস্তিতে কেন্দ্র

Image
রাফালে গলদ নেই। রাফাল নিয়ে শীর্ষ আদালতে স্বস্তি পেল মোদী সরকার। তদন্তের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। সাফ জানিয়ে দিল শীর্ষ আদালত। রাফাল মামলা খারিজ করে প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য, ''যুদ্ধবিমান কেনার প্রযুক্তিগত এবং পদ্ধতিগত বিষয় নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না।'' একই সঙ্গে বিচারপতিরা বলেন, ''এমন কোনও তথ্যগত প্রমাণ আমরা খুঁজে পাইনি, যাতে মনে হয় যে কাউকে বেআইনি ভাবে সুবিধা দেওয়া হয়েছে।'' আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলেও জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ। ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে শীর্ষ আদালতে একাধিক মামলা দায়ের হয়। দাবি উঠেছিল, আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের। গত ৩১ অক্টোবর কেন্দ্রের কাছে রাফালের দাম সংক্রান্ত তথ্য জানতে চায় সুপ্রিম কোর্ট। টানা শুনানির পর শুক্রবার চূড়ান্ত রায়ে শীর্ষ আদালত জানিয়েছে, কতগুলি যুদ্ধবিমান লাগবে, তার গুণমান বা প্রযুক্তিগত বিষয় কী হবে, সেই সব বিষয় আদালতের বিচার্য বিষয় নয়। তবে এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মাম

অপটাস স্টেডিয়ামের গ্রিন টপে বোলিং করছে ভারত

Image
অপটাস স্টেডিয়ামের গ্রিন টপে অভিষেক টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অজি অধিনায়ক টিম পেইনের৷ অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট জিতে প্রথমবার অস্ট্রেলিয়ায় ১-০ এগিয়ে থেকে দ্বিতীয় টেস্টে নামছে টিম ইন্ডিয়া৷ চার পেসার নিয়ে মাঠে নামল ভারত৷ চোটের জন্য এই টেস্টে নেই রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন৷ রোহিতের পরিবর্তে দলে এসেছেন হনুমা বিহারী এবং অশ্বিনের জায়গায় উমেশ যাদব৷ ভারত-অস্ট্রেলিয়া টেস্ট দিয়ে অভিষেক হল নবনির্মিত পারথের অপটাস স্টেডিয়ামের৷ সেই সঙ্গে অস্ট্রেলিয়ার ১০ নম্বর টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ ঘটল অপটাসের৷ ব্রিসবেনের পর পারথ হল অস্ট্রেলিয়ার দ্বিতীয় শহর, যেখানে রয়েছে দু'টি করে টেস্ট ভেন্যু৷ অপটাস স্টেডিয়ামের ড্রপ-ইন গ্রিন টপ নিয়ে ক্রিকেটবিশ্বের চর্চা ছিল বৃহস্পতিবার থেকেই৷   এদিন টস জিতে অজি অধিনায়ক পেইন বলেন, 'আমরা প্রথম ব্যাটিং করতে চাই৷ প্রচন্ড গরমে পিচ পরের দিকে ক্র্যাক হবে৷ সুতরাং প্রথমে ব্যাটিং করতে পেরে খুশি৷ টস হারার পর ভারত অধিনায়ক বিরাট কোহলির বক্তব্য, 'এখানে আমরাও প্রথমে ব্যাটিং করতে চাইতাম৷ কিন্তু টসে হার-জিত আমাদের হাতে নেই৷ তবে

২০১৮ সালের জানুয়ারি থেকে নভেম্বরে হ্যাক হয়েছে ১৫,৭৭৯ টি ভারতীয় ওয়েবসাইট: রবি শঙ্কর প্রসাদ

Image
২০১৮ সালের জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত হ্যাক হয়েছে ১৫,৭৭৯ টি ভারতীয় ওয়েবসাইট। বুধবার সংসদে এই কথা জানিয়েছেন ইলেকট্রলিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। "ইন্ডিয়ান কম্পিউটার ইমের্জেন্সি রেসপন্স টিমের তথ্য অনুযায়ী ২০১৬,২০১৭ ও ২০১৮ সালে যথাক্রমে ৩৩,১৪৭ টি, ৩০,০৬৭ টি ও ১৫,৭৭৯ টি ওয়েবসাইট হ্যাক হয়েছে।" বলেন রবি শঙ্কর প্রসাদ। তিনি জানিয়েছেন সাইবার সুরক্ষা কড়া করতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। মন্ত্রী বলেন সাইবার সুররখা কড়া করতে নিয়মিত পদক্ষেপ নিচ্ছে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। এই ব্যাপারে সব সরকারি দপ্তর ও বেসরকারি কোম্পানিগুলিকে সচেতন করার কাজ চলছে। এর সাথেই আপৎকালীন পরিকল্পনা তৈরী রয়েছে। হঠাৎ বড় সাইবার অ্যাটাক হলে তার জন্য প্রস্তুত সরকার। সব কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দপ্তরে জঙ্গি সাইবার হানা ঠেকাতে যথেষ্ট ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। অন্য এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এস এস আলুওয়ালিয়া বলেন, ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে যথাক্রমে ৯,৬২২ টি, ১১,৫৯২ টি আর ১২,৩১৭ টি সাইবার ক্রাইম কেস জমা পড়েছে। ন্যাশানাল ক্রাইম রেকর্

স্মার্টফোনে বিশাল ক্যাশব্যাক নিয়ে হাজির পেটিএম

Image
ধামাকা অফার পেটিএম এ। ১২ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পেটিএম এ চলবে ক্যাশব্যাক অফার। পাঁচ দিনের এই সেলে স্মার্টফোন, ল্যাপটপ, হোম অ্যাপলায়েন্স সহ বিভিন্ন প্রোডাক্টে আকর্ষনীয় ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। এই সেলে স্মার্টফোনে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে পেটিএম। এছাড়াও ল্যাপটপে ২০,০০০ টাকা আর হোম অ্যাপ্লায়েন্সে ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। HDFC ব্যাঙ্ক ক্রেডিট বো ডেবিট কার্ড গ্রাহকরা এই সেলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন। এর সাথেই থাকছে সহজ ইএমআই এর সুবিধা। পেটিএম ক্যাশব্যাক অফারে iPhone X কিনলে ৪,০৮২ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এখন ৮১,৬৪০ টাকায় বিক্রি হচ্ছে এই স্মার্টফোন। ক্যাশব্যাকের পরে এই ফোন ৭৭,৫৫৪ টাকায় কেনা যাবে। Google Pixel 2 XL ফোনে ২,০০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে পেটিএম। ফলে এই ফোনের কেনার দাম হচ্ছে ৩৭,৯৯৯ টাকা। পেটিএম মল থেকে ৭৫,০০০ টাকা দামে কেনা যাচ্ছে Samsung Galaxy Note 9। এই স্মার্টফোন কিনলে ৯,০০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে পেটিএম। ১,২০০ টাকা ক্যাশব্যাকের পরে মাত্র ২২,৯৭০ টাকায় পাওয়া যাচ্ছে Oppo F9 Pro। এছাড়াও সম্প্রতি অ্যাপেল প্রোডাক্টে বিশাল ছাড় দিচ্ছে অ্যামাজন। স

মোদিকে হত্যার ছক কষেছিল লস্কর জঙ্গি নইম

Image
বনগাঁ: মূল ষড়যন্ত্র ছিল জম্মু-কাশ্মীরের সেনা ছাউনির উপর হামলা এবং ভারতে জঙ্গিঘাঁটি তৈরি করা। এই গুরুতর অভিযোগে দুই পাকিস্তানি জঙ্গির সঙ্গে গ্রেপ্তার হয়েও 'লস্কর-ই-তোইবা'র জঙ্গি নেতা শেখ আবদুল নইম ওরফে সমীর ২০১৪ সালে ফিল্মি কায়দায় ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে গিয়েছিল। তিন বছর পর লখনউ থেকে এনআইএ তাকে গ্রেপ্তার করায় জম্মু-কাশ্মীরে সেনা ছাউনির উপর হামলার ছকের পুরনো মামলায় ওই জঙ্গি নেতাকে দোষী সাব্যস্ত করেছে বনগাঁ মহকুমা আদালত। আগামীকাল সাজা ঘোষণা। সরকারপক্ষের আইনজীবী সমীর দাস জানিয়েছেন, গত তিন বছর সে নিরুদ্দেশ থাকার সময় দিল্লিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরেও হামলার ছক কষেছিল। এনআইএ'র স্পেশাল কোর্ট দিল্লির পাটিয়ালা হাউসে ওই মামলা চলছে। ২০০৭ সালের ৪ এপ্রিল শেখ আবদুল নইম ওরফে সমীর, মুজাফ্ফর আহমেদ রাঠের, আবদুল্লা এবং মহম্মদ ইউনুস নামে লস্কর-ই-তোইবার চার জঙ্গিকে পেট্রাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার হয়েছিল। সরকারি আইনজীবী সমীরবাবু বলেন, তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছিলেন ভারতে হামলার জন্য এই চারজন পাকিস্তানে লস্কর-ই-তোইবার শীর্ষনেতাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে। এদের মূল

৬টি জায়গায় ইডির হানা মিলছে নগদ কোটি কোটি টাকা

Image
আন্তর্জাতিক হাওলার মাধ্যমে টাকা পাচার চক্রের খোঁজ মিলল কলকাতায়। শহরের ছ'টি জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি নগদ বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার বিকেল থেকে হানা দেওয়া হয় বড়বাজার, পার্ক স্ট্রিট সহ শহরের বেশ কয়েকটি প্রান্তের অফিসে। কলকাতা থেকেই যে হাওলা কারবার নিয়ন্ত্রিত হচ্ছে, তা নিয়ে গোয়েন্দারা কয়েকদিন আগেই রিপোর্ট পাঠান। একই খবর ইডির কাছেও আসে। তার ভিত্তিতেই তল্লাশি বলে জানা গিয়েছে। কোন জায়গা থেকে এই হাওলা কারবার চলছে এবং কারা এর পাণ্ডা, সে সম্পর্কে খুঁটিনাটি তথ্য জোগাড় করেন ইডি আধিকারিকরা। জানা যায়, এই টাকার বেশিরভাগটাই এ দেশে এসে সংগ্রহ করছে বাংলাদেশি নাগরিকরা। পাশাপাশি দিল্লি, মুম্বই ও দুবাইতে হাওলা করে টাকা পাঠানো হচ্ছে। কাগুজে কোম্পানি খুলে বা ভুয়ো লেনদেন দেখিয়ে দেশে ও বিদেশের বিভিন্ন জায়গায় তা পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই টাকার পুরোটাই আয়করবিহীন। জানা গিয়েছে, বড়বাজারের কলাকার স্ট্রিট, মধ্য কলকাতার মার্কুইস স্ট্রিট, পার্ক লেন, সদর স্ট্রিট হচ্ছে এই কারবারের মূল জায়গা। মানি চেঞ্জারের ব্যবসা খুলে আড়ালে হাওলার কারবার চালানো হচ্ছে। কীভাবে কোথায় কোথায় অ

আয়কর ছাড় ও কৃষিঋণ মকুবই শেষ অস্ত্র মোদির

Image
স্মার্ট সিটি আপাতত পিছনের সারিতে। ডিজিটাল ইন্ডিয়ার জয়গান অতীত। হাইভোল্টেজ উন্নয়নের প্রচার সত্ত্বেও তিন রাজ্যে পরাজয়ের ধাক্কায় হতচকিত বিজেপিকে পুরনো ফর্মুলারই শরণাপন্ন হতে হচ্ছে। গত ৬৫ বছর ধরে যে মডেলকে আঁকড়ে ধরে প্রতিটি সরকারই নির্বাচনী বৈতরণী পেরতে চেয়েছে। অর্থাৎ ভোটের আগে জনমোহিনী ঘোষণা। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আত্মবিশ্বাস এতটাই নাড়িয়ে দিয়েছে যে, আজ থেকেই সরকার ও দল ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজতে শুরু করে দিয়েছে। একদিকে দলের সভাপতি অমিত শাহ দলের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলীয় পদাধিকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে নিচুতলার খবর নিতে চাইলেন। নির্দেশ দিলেন আরও বেশি করে মানুষের কাছে যেতে হবে। মানুষের প্রকৃত সমস্যার রিপোর্ট পাঠাতে হবে। আবার অন্যদিকে সরকারপক্ষ বাজেটকেই ব্রহ্মাস্ত্র হিসাবে টার্গেট করে ভোট উপহারের তালিকা নির্মাণ শুরু করে দিল। এবার যদিও বাজেট হবে না। হবে ভোট অন অ্যাকাউন্ট। কিন্তু সরকার কোনও প্রকল্প ঘোষণা করতে পারবে না এমন কোনও নিষেধাজ্ঞা নেই। মধ্যবিত্তকে সন্তুষ্ট করতে আয়করে বিশেষ ছাড় ও নতুন করকাঠামোয় চাকুরিজীবীকে রেহাই দেওয়ার চেষ্টা শুরু হয়েছে। আর সবথেকে ব

নমোর বিদেশ সফরেই শুধু ব্যয় ₹২,০১২ কোটি!

Image
কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের পিছনেই বিপুল টাকা ব্যয় হয়েছে। সরকারি সূত্র বলছে, কেন্দ্রের এ জন্য খসেছে ২ হাজার ১২ কোটি টাকারও বেশি। এর মধ্যে চার্টার্ড ফ্লাইট, বিমান রক্ষণাবেক্ষণ ও হটলাইন সুবিধের খরচও ধরা হয়েছে।  জানা গিয়েছে, ২ হাজার ১২ কোটি টাকার মধ্যে ১,৫৮৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর বিমান রক্ষণাবেক্ষণে। বৃহস্পতিবার সংসদে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভিকে সিং নরেন্দ্র মোদীর ২০১৪ সাল থেকে এ পর্যন্ত যাবতীয় বিদেশ সফরের খরচের একটি বিশদ তালিকা পেশ করেছেন। সেখান থেকেই এই তথ্য সামনে এসেছে।

জয়নগরে তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে শুটআউট, নিহত ৩

Image
বৃহস্পতিবার ভরসন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা হামলা চালালে, বিধায়কের সঙ্গী ৩ জন নিহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তৃণমূল বিধায়ক। নিহতদের মধ্যে স্থানীয় তৃণমূল নেতা, জয়হিন্দ বাহিনীর সভাপতিও রয়েছেন। অপর দু-জনের মধ্যে রয়েছেন বিধায়কের ভাড়া-করা গাড়ির চালক ও স্থানীয় এক বাসিন্দা। তাঁরাও তৃণমূল করতেন বলে দাবি করা হয়।  জানা গিয়েছে, ঘটনার সময় জয়নগরের পেট্রলপাম্পে দাঁড়িয়ে ছিল বিধায়কের গাড়ি। সেই সময় অতর্কিতে হামলা হয়। দুষ্কৃতীরা বিধায়কের গাড়ি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি করার সঙ্গেই বোমা ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহতদের মধ্যে দু-জনের নাম জানা গিয়েছে। সইফুদ্দিন খান ও সেলিম খান। তবে, ভাড়ার গাড়ির চালকের নাম এখনও জানা যায়নি। সইফুদ্দিন খান ছিলেন জয়হিন্দ বাহিনীর সভাপতি। ঘটনার পর বিধায়ক বলেন, দুষ্কৃতীরা আমাকেই টার্গেট করেছিল। ভেবেছিল আমি গাড়িতেই রয়েছি। কিন্তু, আমি ঘটনার কিছুক্ষণ আগেই গাড়ি থেকে নেমে গিয়েছিলাম বলে এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছি। পেট্রলপাম্পে দাঁড় করানো গাড়িতে দলের আরও তিন জন ছিলেন। তিন জনই আততায়ীর গুলিতে নি

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

Image
বনগাঁ: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বছর সতেরোর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দিঘা গ্রামে৷ কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ৷ ইতিমধ্যেই নির্যাতিতার গোপন জবানবন্দি নিয়েছেন তদন্তকারীরা৷ বুধবার সন্ধেয় বাড়িতেই ছিলেন ওই কিশোরী৷ অভিযোগ, শুভ দে এবং অর্ণব দাস নামে এলাকারই দুই যুবক ছাত্রীর বাড়িতে আসে৷ কিশোরীকে তার প্রেমিক ডাকছে বলেই জানায় ওই দুই যুবক৷ কথা শুনে এলাকারই একটি ফাঁকা জায়গায় ওই দুই যুবকের সঙ্গে যায় কিশোরী৷ অভিযোগ, ঝোপের ভিতর ঢুকিয়ে নেওয়া হয় কিশোরীকে৷ সেখানেই শুভ ও অর্ণব তাকে ধর্ষণ করে বলেও অভিযোগ৷ বেশ কিছুক্ষণ পর একাই বাড়ি ফেরে কিশোরী৷ পরিবারের লোকজনদের গোটা ঘটনাই জানায় বছর সতেরোর নাবালিকা৷ গাইঘাটা থানার দ্বারস্থ হন নির্যাতিতার পরিজনেরা৷ রাতেই থানায় শুভ এবং অর্ণবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ দু'জনকেই গ্রেপ্তার করে৷ নির্যাতিতার থেকে গোপন জবানবন্দিও নেয় পুলিশ৷ ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে কিশোরী৷ শারীরিক পরীক্ষার জন্য হ

চিটফান্ড মামলায় মুখ্যসচিবকে হাজিরা ও অ্যালকেমিস্টের শেয়ার বিক্রির নির্দেশ হাইকোর্টের

Image
চিটফান্ড(MPS) মামলায় রাজ্যের মুখ্যসচিবকে আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টে হাজিরার নির্দেশ দিল বিচারপতি জয়মাল্য বাগচি ও শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ। কারণ ছ'মাস ধরে ওয়েবসাইট খোলার জন্য রাজ্য সরকারকে বারবার নির্দেশ দিয়েছিল তালুকদার কমিটি। কিন্তু সেই নির্দেশ পালন করা হয়নি। চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল তালুকদার কমিটি। আজ চিটফান্ড মামলার আইনজীবী অরিন্দম দাস জানান, ৭ ডিসেম্বর চিটফান্ড মামলার শুনানিতে জয়মাল্য বাগচি ও শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল ওয়েবসাইটটি যদি খোলা না হয় তাহলে চিফ সেক্রেটারিকে ডাকা হবে। সেই মতো ওয়েবসাইট খোলা হয়নি বলেই আজ চিফ সেক্রেটারিকে কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সেবি (SEBI) অ্যালকেমিস্ট সংস্থার কিছু শেয়ার নিজেদের কাছে রেখেছিল। আজকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেই শেয়ারগুলিকে বর্তমান বাজারে যত ভালো দাম পাওয়া যায় সেই দামে বিক্রি করতে। বিক্রি করার পর যে টাকা পাওয়া যাবে সেটা যেন তালুকদার কমিটির অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। ৮ অগাস্ট অ্যালকেমিস্ট সংস্থা তার কোনওরকম স্থাবর বা অস্থাবর সম্পত্তি দেশে

বিমা পলিসি হোল্ডারদের জন্য দারুণ খবর

Image
কলকাতা: ঠিক সময়ে প্রিমিয়াম না দেওয়ার কারণে বন্ধ হওয়া জীবনবিমা পলিসি ফের চালু করা থেকে শুরু করে এই ক্ষেত্রে বিভিন্ন নিয়ম শিথিল করতে চলেছে আইআরডিএ। বৃহস্পতিবার কলকাতায় বণিকসভা আয়োজিত এক আলোচনাসভায় এসে তেমনই ইঙ্গিত দিলেন বিমা নিয়ন্ত্রকের সদস্য নীলেশ সাঠে। মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ওই সভায় তিনি জানান, আগামী মার্চের মধ্যেই গ্রাহকদের বিমা সংক্রান্ত নতুন কিছু সুবিধা দিতে বেশ কিছু পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে আইআরডিএ। এরমধ্যে রয়েছে- প্রিমিয়াম না দিতে পারায় বন্ধ হওয়া জীবনবিমা পলিসি এখন ফের দু'বছরের মধ্যে চালু করা সম্ভব। তবে তার বেশি সময় পেরিয়ে গেলে আর তা চালু করা সম্ভব নয়। কিন্তু প্রস্তাবিত নতুন নিয়মে পাঁচ বছর পাল হলেও সুয়োগ থাকছে ফের পলিসি চালু করার৷ বর্তমান নিয়মে যেখানে মেয়াদ পূর্তির পরে বিমার টাকার পুরোটাই সাধারণত থোকে পাওয়া যায় কিন্তু প্রস্তাবিত নিয়মে এবার গ্রাহকরা চাইলে তা কিস্তিতে নেওয়ার সুযোগ পাবে। সেক্ষেত্রে যে অর্থ বিমা সংস্থার কোষাগারে থাকবে, তার জন্য সুদ বা সমতুল্য অন্য কোনও সুবিধা মিলবে। তাছাড়া অনেক গ্রাহকই বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কে

বন্ধুর প্রেমিকার স্নানের দৃশ্য লুকিয়ে ক্যামেরাবন্দি করে চরম শিক্ষা পেল যুবক

Image
বন্ধুর বন্ধুত্বের দাম সে দেয়নি। উল্টে তাঁর প্রেমিকার স্নানের দৃশ্য ক্যামেরাবন্দি করে যুবতীকে ব্ল্যাকমেল করে শয্যাসঙ্গিনী করতে চেয়েছিল। যার জেরে খুন হতে হল সুজন মন্ডল নামে এক যুবককে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জে। অভিযুক্ত মনোজ নামে যুবক নিজের অপরাধও স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, প্রেমিকার সঙ্গে দেখা করতে নিজের বন্ধু সুজনকে নিয়ে গিয়েছিল মনোজ। প্রেমিকার সঙ্গে সে ঘনিষ্ঠ হতেও সুজন সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে নেয়। এমনকী মেয়েটির স্নানের দৃশ্যও ক্যামেরায় বন্দি করে বলে অভিযোগ। তারপর ঘটনা জানতে পেরে সুজনকে খুন করার অভিযোগ উঠেছে মনোজের বিরুদ্ধে। দিন তিনেক আগে গত সোমবার রায়গঞ্জের সুজন মন্ডল খুন হন। গ্রামেই একটি জায়গায় তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ তদন্তে নেমে মনোজকে গ্রেফতার করে। জেরায় সে খুনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার দিন বাজার থেকে ধারালো অস্ত্র কিনে আনে মনোজ। তারপরে সুজনকে ডেকে এনে কুপিয়ে খুন করে দেহ ফেলে রেখে পালিয়ে যায়।

'আমি এই হামলার টার্গেট ছিলাম', আর কী বললেন জয়নগরের বিধায়ক

Image
চোখে মুখে আতঙ্ক। বুঝেই উঠতে পারছিলেন না কীভাবে ঘটে গেল এই ঘটনা। তাঁর উপরে এমন প্রাণঘাতী হামলা হতে পারে তা যেন বিশ্বাসই হচ্ছিল না জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের। বৃহস্পতিবার সন্ধ্যায় পেট্রোল পাম্পে গেলে গুলিতে ঝাঁঝরা তাঁর দেহটা সেখান থেক বের হত তা ভেবেই শিউড়ে উঠছেন। প্রায়ই জয়নগরের এই পেট্রোল পাম্প থেকে বিশ্বনাথ দাস তাঁর কালো স্করপিও গাড়িতে তেল ভরাতেন। তেল ভরানোর সুযোগে তিনি পেট্রোল পাম্পের সামনে থাকা চা-এর দোকানে চাও পান করতেন। বৃহস্পতিবার এই রুটিনটার একটু বদল ঘটে যায়। এদিন সকাল থেকেই জয়নগরের বিভিন্ন এলাকায় নানা ধরনের কর্মসূচি করে শরীরটা ক্লান্ত হয়ে পড়েছিল। বিশ্বনাথ দাস নিজেই জানিয়েছেন যে, সকালে তিনি জয়নগরের এক নম্বর ব্লকে কৃষি মেলার কর্মসূচি-তে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে ২ নম্বর ব্লকে একটি বিডিও-র সঙ্গে একটি বৈঠক করেন তিনি। এরপর জামতলায় একটি প্রশাসনিক কাজ সারেন। সেখান থেকে যান বকুলতলা থানায়। সেখানে দেহ বহনের একটি গাড়ি নিয়ে কথা বলেন থানার আধিকারিকদের সঙ্গে। এছাড়াও এই এলাকায় একটি মর্গ তৈরির ভাবনা চলছে। তা নিয়েও পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা হয় বিধায়ক বিশ্বনাথ দাসের। এরপর বিশ্বনাথ ত

জয়নগরে তৃণমূল বিধায়কের গাড়িতে গুলি, বোমাবৃষ্টি, বিধায়ক বাঁচলেও নিহত ৩

Image
বৃহস্পতিবার রাতে জয়নগরে হামলার পরে বিধায়কের গাড়ি। নিহত তৃণমূল নেতা সারফুদ্দিন খান (নীচে বাঁ দিকে) এবং চালক মনিরুদ্দিন ওরফে সেলিম খান ওরফে বাবু। প্রায়ই তিনি এলাকার একটি পেট্রল পাম্পের কাছে গাড়ি দাঁড় করিয়ে দোকান থেকে চা খেতেন। বৃহস্পতিবার রাতে সেখানে যাননি। ছিলেন কাছের দলীয় কার্যালয়ে। তাঁর কালো স্করপিও গাড়িটি ওই পাম্পে ঢুকছিল তেল ভরতে। তখনই গাড়ি ঘিরে ফেলে মোটরবাইকে চড়ে আসা এক দল দুষ্কৃতী। এলোপাথাড়ি ছোড়া হয় বোমা, গুলি। ঘটনাস্থলেই মারা যান গাড়ির চালক-সহ তিন জন। এ দিন রাত পৌনে ৭টা নাগাদ জয়নগরের দুর্গাপুর পেট্রল পাম্পে ওই হামলায় বরাতজোরে বেঁচে গিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস। তাঁর দাবি, ''রোজ ওখানে গিয়ে চা খাই। দুষ্কৃতীরা আমাকেই মারতে এসেছিল। কপালজোরে বেঁচে গিয়েছি।'' তবে ওই দুষ্কৃতীরা কারা, তা খোলসা করেননি বিধায়ক। রাত পর্যন্ত কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগও জানাননি। তবে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি, বিজেপি-সিপিএম মিলে বাইরে থেকে লোক এনে এই খুন করিয়েছে। বিরোধীরা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে। পুলিশ জানায়, নিহতদের মধ্যে রয়েছেন বিধায়কের গাড়ির চালক ম

মধ্যপ্রদেশে 'কমল' কেটে কংগ্রেসের মুখ্যমন্ত্রী হচ্ছেন কমলনাথ

Image
সব জল্পনার অবসান। দিনভর আলাপ-আলোচনা-বৈঠকের পর অবশেষে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে কমলনাথকে বসাতে চলেছে কংগ্রেস। শিবরাজ সিংয়ের উত্তরসূরী হতে চলেছেন কমলনাথ। তবে ডেপুটি মুখ্যমন্ত্রীর পদে কেউ থাকছেন না। মনে করা হয়েছিল, উপমুখ্যমন্ত্রীর পদে জ্যোতিরাদিত্যকে বসিয়ে ভারসাম্য রক্ষা করতে পারেন রাহুল গান্ধী। এদিন পরিষদীয় দলের বৈঠকে কমলনাথের নামে পড়ে শিলমোহর। এরপর মধ্যপ্রদেশ কংগ্রেস টুইট করে কমলনাথের নাম ঘোষণা করে। ৭২ বছরের কমলনাথ গান্ধী পরিবারের বিশ্বাসের পাত্র। মধ্যপ্রদেশ ছিন্দওয়াড়া লোকসভা থেকে একাধিকবার সাংসদ হয়েছেন তিনি। মধ্যপ্রদেশের ঠিক আগেই তাঁকে প্রদেশ সভাপতি করেন রাহুল গান্ধী। তাঁর মাস্ট্রারস্ট্রোক খেটে গিয়েছে। ১৫ বছর পর মধ্যপ্রদেশে প্রত্যাবর্তন করেছে কংগ্রেস। শিবরাজ সিং চৌহানের মতো জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে হারাতে কমলের মস্তিষ্কের উপরে ভরসা রেখেছিলেন কংগ্রেস সভাপতি। সেই ভরসার দাম দিয়েছেন কমলনাথ।  কমলনাথকে প্রদেশ কংগ্রেস সভাপতি করলেও প্রচার কমিটির প্রধান ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। জ্যোতিরাদিত্য ও কমলনাথের মধ্যে শুরু থেকেই চলছিল চাপা প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু মধ্যপ্রদেশে নির্বাচন জেতার পর ত

বিএড বইয়ে ‘কালিমালিপ্ত’ যাদবপুর, বাড়ছে বিতর্ক

Image
যাদবপুর বিশ্ববিদ্যালয়। বইয়ের পাতার সেই বিতর্কিত অংশ। বর্তমান ছাত্র আন্দোলন জঙ্গি আন্দোলনে পরিণত হয়েছে। দীর্ঘ সময় শিক্ষক-শিক্ষিকাদের আটকে রাখা, শিক্ষিকাদের শালীনতা বিঘ্নিত করা, শিক্ষকদের মারধরের মতো বিষয় ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িয়ে গিয়েছে। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব টিচার্স ট্রেনিং, এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডব্লিউবিইউটিটিপিএ) অনুমোদিত বিএড পাঠক্রমের প্রথম সিমেস্টারে যে-সব বই পড়তে হয়, তার মধ্যে শিক্ষা ও সমকালীন ভারত বিষয়ে একটি বইয়ে এমনই লেখা হয়েছে। তার পরই সাম্প্রতিক কালের 'নজিরবিহীন ছাত্র আন্দোলন'-এর উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। বিতর্ক বেধেছে তাকে কেন্দ্র করেই। শিক্ষক প্রশিক্ষণের বইয়ে ছাত্র-বিক্ষোভ সংক্রান্ত লেখায় একটি বিশেষ বিশ্ববিদ্যালয়ের নাম কেন থাকবে, সেই প্রশ্ন তুলেছেন ছাত্র ও শিক্ষক-শিক্ষিকাদের একাংশ।   ডব্লিউবিইউটিটিপিএ-র উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় বলেন, ''এই বইটা আমার সময়ে হয়নি। আগে যিনি ছিলেন, তাঁর সময়ে হয়েছিল। তিনি ভাল বলতে পারবেন।'' কলকাতার যে-প্রকাশনা সংস্থার তরফে বইটি প্রকাশ করা হয়েছে, তাঁদের দফতরে গ

ফোন কানে তরুণীদের বাঁচিয়ে ট্রেনের ধাক্কায় জখম যুবক

Image
কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হচ্ছিলেন তাঁরা। কোনও দিকে তাকিয়ে দেখেননি। এ দিকে ঘাড়ের উপরে এসে পড়েছে আপ ধনধান্য এক্সপ্রেস। দুই তরুণীকে এ ভাবে রেল লাইন পার হতে দেখে তাঁদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন এক যুবক। তাঁর চেষ্টায় ওই দুই তরুণী বেঁচে গেলেও লাইন থেকে সরতে পারেননি যুবকটি। ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। যে দুই তরুণীকে বাঁচাতে গিয়ে যুবকটি জখম হলেন, তাঁরা ততক্ষণে বেপাত্তা। এই ঘটনার পরে জনতার সব রাগ গিয়ে পড়ে রেলের উপর। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার শ্যামনগর রেলস্টেশনের ঘটনা। জখম যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে রেল রুখে বিক্ষোভ শুরু করে তারা। জনতার রোষ দেখে রেলের গেটম্যান এবং স্টেশন মাস্টার পালিয়ে যান। যদিও রেল সে কথা স্বীকার করেনি। মিনিট পনেরো পড়ে থাকার পরে রেলপুলিশ এসে জখম যুবককে তুলে স্থানীয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জ্ঞান না থাকায়, পুলিশ ও চিকিৎসকেরা তাঁর সঙ্গে কথা বলতে পারেননি। চিকিৎসকেরা জানান, যুবকের মাথায় ও শরীরে একাধিক ক্ষত রয়েছে।  রাত পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। রেলপুলিশ ও প্রত্যক্ষদর্