ভারতীয় টাকায় নিষেধাজ্ঞা নেপালের


নেপালে নিষিদ্ধ হল ভারতীয় ২০০০, ৫০০ এবং ২০০ টাকার নোট। শুক্রবার মন্ত্রীসভার বৈঠকে এই ঘোষণা করলেন তথ্যমন্ত্রী গোকুল বাসকোতা। খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই প্রমাদ গুণতে শুরু করেছেন ভারতের মধ্যবিত্ত পর্যটক।

পাসপোর্ট-ভিসা ছাড়াই দিব্যি বিদেশ ভ্রমণের স্বাদ নিতে চাইলে ভারতবাসীর একমাত্র গন্তব্য ভুটান। তেমনটাই হয়ে এসেছে বিগত বহু বছর ধরেই। ভুটান ভ্রমণের আরও একটি বড় সুবিধে ছিল, ভারতীয় মুদ্রার প্রচলন ছিল সে দেশে। সে দেশের সরকারের নতুন নিয়মে কপালে ভাঁজ পড়েছে ভ্রমণবিলাসী দেশবাসীর। তার চেয়েও বেশি সমস্যায় পড়তে চলেছেন ভারতে কর্মরত নেপালি শ্রমিকরা।

২০১৬ সালে ভারতে বিমুদ্রাকরণের ঘোষণার পর পর নানা নতুন নোট চালু করেছে মোদী সরকার। বিগত দুই বছরে সে সবে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি নেপাল সরকার।

সূত্রের খবর আগামী ২০২০ সালে 'নেপাল ভ্রমণ বছর' উদযাপিত হবে সারা দেশ জুড়ে। অনুমান করা হচ্ছে, বছরভর নেপাল ভ্রমণে ২০ লক্ষ বিদেশি পর্যটক আসবে সারা পৃথিবী থেকে। তার আগে দেশের অর্থনীতিকে ঢেলে সাজাতেই এই ব্যবস্থা নেপাল সরকারের।