Posts

Showing posts from May 22, 2018

পটল চিরতেই বেরিয়ে এল রাশি রাশি টাকা! দমদম বিমানবন্দরে বমাল গ্রেফতার যাত্রী

Image
পটল চিরে ইউরো ও ডলার পেলেন শুল্ক দফতরের কর্মীরা। কলকাতা থেকে বিমানে ব্যাংকক যাওয়ার পথে বমাল ধরা পড়লেন এক যাত্রী। তার ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ২ কিলোগ্রাম পটল। কিন্তু পটল চিরতেই চক্ষু চড়কগাছ। পটলের ভিতরে দানা নেই, মিলল ডলার আর ইউরো। ওই যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় ৫৫ হাজার ইউরো ও সাড়ে পাঁচ হাজার মার্কিন ডলার। শুল্ক দফতরের কর্মীদের সন্দেহ হয়, কেন পটল নিয়ে যাচ্ছেন এক বিমানযাত্রী। সেই কারণেই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। কোনও জোরালো যুক্তি দিতে পারেনি ওই যাত্রী। এরপরই শুল্ক দপ্তরের কর্মীরা পটল চিরে দেখেন, তার ভিতরে রয়েছে নোট। এভাবে মার্কিন ডলার ও ইউরো পাচার করছিল ওই যাত্রী। তদন্তকারীরা জানান, পটল চিরে তা থেকে বীজগুলি বের করে সেই খালি জায়গায় সযত্নে রোল করে ভরা হয়েছিল ডলার এবং ইউরো। ওই যাত্রীর ব্যাগে থাকা পটল থেকে উদ্ধার হয় ৫৫ হাজার ইউরো ও ৫,৫০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় উদ্ধার হওয়া ডলার ও ইউরোর মূল্য ৪৬ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। পুরোটাই বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে বিমানযাত্রীকে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ধৃত ব্যক্তি হাওলার সঙ্গে যুক্ত কি না। প্রাথমিক তদন্ত

তামিলনাড়ুতে বিক্ষোভ সমাবেশ গুলি, ১১ জনের মৃত্যু

Image
বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিবৃষ্টির জেরে তামিলনাডুতে নিহত ১১ জন, আহত একাধিক। বাড়তে পারে মৃতের সংখ্যা।  তামিলনাড়ুর টুটিকোরিন শহরের তামা কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের উপর মঙ্গলবার পুলিশ গুলি চালালে নয় জন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত বেশ কয়েক জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  রাজ্য সরকার প্রকাশিত বিবৃতিতে হতাহতের সঠিক হিসেব পাওয়া যায়নি। হিসেব দিতে ব্যর্থ হয়েছেন শীর্ষ পুলিশ আধিকারিকরাও। তবে রাজ্য মন্ত্রিসভার সদস্য ডি জয়কুমার সরকারি ক্ষতিপূরণের ঘোষণা করার সময় ঘটনায় হতাহতের কথা স্বীকার করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, অন্তত নয় জন প্রতিবাদীর মৃত্যু হয়েছে।  গত তিন মাস যাবত টুটিকোরিনের স্টারলাইট কপার স্মেলটিং প্লান্ট বন্ধের দাবিতে বিক্ষোভে নেমেছেন স্থানীয়রা। কিন্তু তাতে সাড়া দেয়নি রাজ্যের এআইএডিএমকে সরকার। এদিন কারখানার সামনে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হন প্রায় ২০ হাজার মানুষ। অভিযোগ, প্রতিবাদীরা নিরাপত্তা বিধি লঙ্ঘন করে জেলাশাসকের দপ্তর ঘেরাও করতে গিয়ে সরকারি সম্পত্তি ভাঙচুর করেন।  মন্ত্রী জয়কুমারের দাবি, প্রতিবাদ ক্রমে হিংস্র রূপ ধারণ করায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।  বিরোধী দলন

'বয়স্ক বাবা-মায়ের কাজ শুধু নাতি-নাতনি সামলানো নয়', ঐতিহাসিক রায় আদালতের

Image
পুনের পারিবারিক আদালত এক ঐতিহাসিক রায়ে বৃদ্ধ বাবা-মায়ের অধিকারকে সুরক্ষিত করল। শুধু বাড়িতে বসে নাতি-নাতনি সামলানোই বয়স্কদের একমাত্র কাজ নয়, তাদেরও জীবন রয়েছে। সেই অধিকারকেও আদালত সুনিশ্চিত করার চেষ্টা করেছে। আদালত জানিয়েছে, সন্তানের দায়িত্ব বাবা-মাকেই নিতে হবে। দাদু-দিদা তাদের সাহায্য করতে পারেন। তবে তার মানেই এই নয়, তাদের ঘাড়ে সমস্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে। যার ফলে তারা নিজের মতো করে অবসর সময় কাটাতে পারবেন না বা কোথাও ঘুরতে যেতে পারবেন না। আদালত জানিয়েছে, সন্তানের দায়িত্ব বাবা-মাকেই নিতে হবে। দাদু-দিদা তাদের সাহায্য করতে পারেন। তবে তার মানেই এই নয়, তাদের ঘাড়ে সমস্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে। যার ফলে তারা নিজের মতো করে অবসর সময় কাটাতে পারবেন না বা কোথাও ঘুরতে যেতে পারবেন না। পুনে আদালতে এক মহিলা অভিযোগ জানান, তাঁর সন্তানকে দাদু-দিদা ক্রেশে পাঠিয়ে দিয়েছে। যা শুনে আদালত জানিয়েছে, এর জন্য দাদু-দিদা দায়ী নয়। আজকের দিনে বাবা-মা দুজনেই চাকরি করলে ছেলেমেয়েদের ক্রেশে রাখা নিয়ে বয়স্কদের ঘাড়ে দোষ চাপালে হবে না। আদালতের ব্যাখ্যা, আজকের দিনে মনে করা হয়, দাদু-দিদা বা ঠাকুমা-ঠাকুরদা মানেই তাঁরা

৭,৭১৮ কোটি টাকা লোকসানের মুখে স্টেট ব্যাংক! আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত তো?

Image
মুম্বই: বড় অঙ্কের লোকসান হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। ২০১৮-র জানুয়ারি থেকে মার্চের ত্রৈমাসিক হিসেবে দেখা গিয়েছে অন্তত ৭,৭১৮ কোটি টাকার ক্ষতি হয়েছে এই ব্যাংকে। ব্যাংকের নতুন নিয়মে অনাদায়ী ঋণের জন্য গচ্ছিত টাকার পরিমাণ এত বেশি হয়ে গিয়েছে, তার জন্যই এই লোকসান বলে মনে করা হচ্ছে। অনুমান করা হয়েছিল, ১২৮৫ কোটি টাকা ক্ষতি হতে পারে। কিন্তু আদতে তার জয়েকগুন বেশি লোকসান হয়েছে বলে খবর। গত ডিসেম্বরের ত্রৈমাসিক হিসেবে স্টেট ব্যাংক ২৪১৬ কোটি টাকা ক্ষতির হিসেব দিয়েছিল। আগেই স্টেট ব্যাংক কর্তৃপক্ষ আভাস দিয়েছিল যে, ব্যাংকের এই ত্রৈমাসিকের ফল খারাপ হবে। এর আগে এত খারাপ ফল কখনও হয়নি। এমনটাই জানিয়েছেন, আইডিবিআই ক্যাপিটালের হেড অফ রিসার্চ একে প্রভাকর।   স্টেট ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তিন মাসে অনাদায়ী ঋণের শতকরা পরিমাণ মোট ঋণের তুলনায় ১০.৩৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০.৯১ শতাংশে।

অপারেশনের পর পেটের ভিতরেই থেকে গেল স্পঞ্জ, ডাক্তারদের ভুলে মৃত মহিলা

Image
ফের ডাক্তারদের গাফিলতির শিকার এক মহিলা। অপারেশনের পর ডাক্তারদের ভুলে তাঁর শরীরের ভিতরেই থেকে যায় একটি স্পঞ্জ। যার ফলে মৃত্যু হয়েছে ওই মহিলার।  জম্মু ও কাশ্মীরের কিসতওয়ার জেলার ঘটনা। গত মাসে গল ব্লাডারের স্টোন অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৮ বছরের ওই মহিলা। অপারেশনের পর ভুল করে একটি সার্জিক্যাল স্পঞ্জ তাঁর শরীরের ভেতরে রেখেই ডাক্তাররা সেলাই করে দেন বলে অভিযোগ। এরপরই সেপ্টিসিমিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই মহিলার।  অপারেশনের কিছুদিন পর থেকেই পেটে ব্যাথা হতে থাকে তাঁর। ফের হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর সিটি স্ক্যান করানো হলে দেখা যায়, তাঁর পেটের ভিতরে রয়ে গিয়েছে একটি স্পঞ্জ। ওই মহিলার মৃত্যুর পর তাঁর পরিবার কিসওয়ার থানার সামনে বিক্ষোভ দেখায়। অভিযুক্ত ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা। গরিব ঘরের ওই মহিলা তাঁর কানের দুল বিক্রি করে অপারেশন করিয়েছিলেন বলে জানিয়েছেন তাঁর আত্মীয়-স্বজনেরা। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার। অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। 

ত্রিপুরায় অসময়ের বন্যায় মৃত ৬, ঘরছাড়া ১৮ হাজার

Image
বর্ষা মরশুম শুরুর আগেই একটানা ভারী বর্ষণে বন্যাপরিস্থিতি তৈরি হয়েছে ত্রিপুরায়। গত ৪৮ ঘণ্টা ধরে বৃষ্টির জেরে ত্রিপুরার বেশকিছু অঞ্চল এখন জলমগ্ন। সরকারি হিসেবে, এ পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ঘরহারা ১৮ হাজার মানুষ। পরিস্থিতি বিবেচনা করে সোমবার দুর্গতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মৃতদের পরিবার-পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। যাঁদের ঘর ভেঙেছে তাঁরা ক্ষতিপূরণ বাবদ পাবেন ১ লক্ষ টাকা করে।  রাজ্যের ইমার্জেন্সি অপারেশান কেন্দ্র ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বৃষ্টিতে ধস নামায় জখম হয়েছেন আরও ৩ জন। রাজ্যের ৭১টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ১৭,৮৪০ জন।  রাজধানী আগরতলার কয়েকটি অঞ্চল ছাড়াও প্রাক বর্ষার বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম ত্রিপুরা, খোওয়াই, গোমতী জেলা। গোমতী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। আবহওয়া দপ্তর এদিন সর্তক করে জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে দুর্যোগ কাটার সম্ভাবনা কম। আরও বৃষ্টি হতে পারে।  সোমবার নিজের বিধানসভা কেন্দ্র বনমালীপুর এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেখানেই ক্ষতিপূরণ ঘোষণা করেন। 

ঘরোয়া উপায়ে যৌবন ধরে রাখুন

Image
চোখের নিচে দিনের পর দিন বলিরেখা বাড়ছে? ক্রমশ কুচকে যাচ্ছে মুখের চামড়া? তাহলে আর দেরি না করে ত্বকের যত্ন নিতে শুরু করুন। শুধু মহিলাদের নয়, পুরুষদেরও ত্বকের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। না হলে অকালেই বুড়িয়ে যেতে হবে। কিন্তু এমন বেশ কিছু উপায় রয়েছে যেগুলি ঠিক মতো মেনে চললে পঞ্চাশেও চেহারায় তারুণ্য ধরে রাখতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলি কী কী... • বিভিন্ন ফলের রস ত্বকের জন্য খুব উপকারী। যেমন, গাজর, শসার রস, টোম্যাটো, কমলাবেলুর মতো ফলের রস খেতে পারলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। • স্নানের আগে গোটা শরীরে অলিভ অয়েল মেখে নিতে পারলে তা ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। • জলে ভেজানো খেজুর ও ছোলা মিশিয়ে খেতে পারলে পেট থাকবে পরিষ্কার, ত্বক হয়ে উঠবে ঝকঝকে ও তারুণ্য ভরা। • পুরুষদের চূড়ান্ত  কর্মব্যস্ততার মধ্যেও ১৫ দিন অন্তর অন্তত একবার ফেশিয়াল করা উচিত। না, তার জন্য পার্লারে যাওয়ার দরকার নেই। মধু ও লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। বা মুলতানি মাটিতে সামান্য গোলাপজল মিশিয়েও মুখে মাখিয়ে রাখুন। ১০-১৫ মিনিট রেখে ভাল করে ধুয়ে ফেলুন। উপকার পাবেন। • সকালে খালি পেটে এ

'হিটলারের মতো পরিণতি হবে মমতার' : সুজন

Image
ব্যারাকপুর : "মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিণতি হবে হিটলারের মতোই। হিটলার চেয়েছিলেন ১০০ শতাংশ আসনে জয়লাভ করতে। আপনিও তাই চেয়েছেন। তাই, পরিণতিটা মাথায় রাখবেন।" ব্যারাকপুরে SFI আয়োজিত ছাত্র উৎসব ২০১৮-তে প্রধান বক্তা হিসেবে যোগ দিয়ে একথা বলেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্নাটক যাচ্ছেন। ভালো কথা। তিনি বলেছেন কর্নাটকে গণতন্ত্রের জয় হয়েছে। কিন্তু, বাংলায় পঞ্চায়েত নির্বাচনে কী হয়েছে ? সে কথা কি মুখ্যমন্ত্রী বলবেন কর্নাটকে গিয়ে ? অন্য রাজ্যের বহু মুখ্যমন্ত্রীই কর্নাটকে আমন্ত্রিত। তাঁদের সামনে মুখ্যমন্ত্রী গিয়ে বলবেন তাঁর রাজ্যে গণতন্ত্রের জয় হয়েছে ?" তিনি আরও বলেন, "রাজনীতিতে এখন লুম্পেনদের নেতৃত্ব চলছে। লুম্পেনদের মাথায় একদিকে শাসকদলের শীর্ষ নেতৃত্বের হাত এবং অন্যদিকে রয়েছে পুলিশ।"  রাজ্যের পরিস্থিতি নিয়েও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন সুজনবাবু। তাঁকে হিটলারের সঙ্গেও তুলনা করেন। বলেন, "হিটলার চেয়েছিলেন ১০০ শতাংশ আসনে জয়। আমাদের মুখ্যমন্ত্রীও সেটাই চান। হিটলার ৯৯ শতাংশ আসনে জয় পেয়েছিলেন। আর পঞ্চায়েত নির্বাচনে

তৃণমূলের শাসানিতে ঘরছাড়া BJP কর্মীরা

Image
সাহেবগঞ্জ (ঝাড়খণ্ড) : পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের পর ঘরছাড়া রাজ্যের BJP কর্মী ও সমর্থকদের একাংশ। প্রায় ২০০ জন আশ্রয় নিয়েছেন ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের একটি মাড়োয়ারি ধর্মশালায়। ঘরছাড়াদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস ও পুলিশের শাসানির জেরে প্রাণের ভয়ে পালাতে হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ভিটেমাটি ফিরে পাওয়ার আবেদনও করেছে তারা। গন্ডগোল শুরু সেই পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার সময় থেকে। নির্বাচন যত এগিয়েছে, বেড়েছে হিংসা-হানাহানি। ঘটেছে একাধিক অপ্রীতিকর ঘটনা। নির্বাচন পরবর্তী হিংসাও চলছে একাধিক জেলায়। ফল প্রকাশের পর রাজ্যে প্রধান বিরোধী হয়ে উঠে এসেছে BJP। ফলত BJP-র অভিযোগ, ধমকিয়ে চমকিয়ে রাজ্য থেকে তাদের কর্মী-সমর্থকদের তাড়াতে চাইছে তৃণমূলের দুষ্কৃতীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ২০০ জন BJP নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্য প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে গিয়ে আশ্রয় নিয়েছে। এক মাড়োয়ারি ধর্মশালায় থাকার ব্যবস্থা হয়েছে তাদের। জানা গেছে, এরা সবাই মালদা জেলার বাসিন্দা। তবে নিরাপত্তার কারণেই সামনে আসতে চাইছেন না কেউই। মানসিক দ্বন্দ্ব ও নিরাপত্তাহীনতায় ভুগছে তারা।  সাহেবগঞ্জ থেকে BJP-র কর্মী

গঙ্গায় যুবতির মৃতদেহ উদ্ধার

Image
ফরাক্কা : গঙ্গায় ভেসে এল এক যুবতির মৃতদেহ। মুর্শিদাবাদ জেলার ফরাক্কা বাঁধ এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের দাবি, ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই যুবতি আত্মহত্যা করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। বাঁধ থেকে কিছুটা দূরে গঙ্গার পাড়ে একটি পাথরের খাঁজে আটকে ছিল ওই যুবতির দেহ। আজ সকালে স্থানীয় মৎসজীবীরা প্রথম মৃতদেহটি দেখতে পায়। পরনে ছিল গোলাপি জিনস, টপ ও জুতো। সঙ্গে সঙ্গে ফরাক্কা থানায় খবর দেওয়া হয়। ঘণ্টাখানেকের মধ্যে পুলিশ আসে। দেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের অনুমান, এটা নিছকই আত্মহত্যার ঘটনা। মনে করা হচ্ছে, ঝাড়খণ্ড থেকে দেহটি ভেসে আসতে পারে।

সুহানা আজ অষ্টাদশী, গৌরী মেয়ের এই ছবি শেয়ার করে ইন্টারনেটে তুললেন ঝড়!

Image
মুম্বই:  আজ বলিউড বাদশা শাহরুখ খানের আদরের মেয়ে সুহানার ১৮ বছরের জন্মদিন। মেয়ের অষ্টাদশ জন্মদিনের আগে সোশ্যাল মিডিয়ায় মা গৌরী এই ছবিটি শেয়ার করেন। তারপর থেকেই ছবিটিতে লাইকের বন্যা বয়ে যায়। কার্যত অষ্টাদশী সুহানার থেকে চোখ ফেরাতেই পারছেন না নেটিজেনরা। সুহানার আজ ১৮ বছরের জন্মদিনে নিশ্চয়ই কিছু বিশেষ পরিকল্পনা রয়েছে শাহরুখ-গৌরীর। সেই সারপ্রাইজ দেখার অপেক্ষায় রয়েছেন বাদশার ভক্তরা।

প্রেমের জালে ফাঁসিয়ে কিশোরীকে ‘অপহরণ’, পাশে দাঁড়িয়ে গ্রেপ্তার প্রতিবেশী

Image
চাকদহ: কিশোরীকে প্রেমের জালে জড়িয়ে ফুঁসলে নিয়ে যাওয়ার অভিযোগ। অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই অভিযোগে কিশোরীর বাড়ির লোকজন বহিরাগত যুবকদের নিয়ে এসে গ্রামে অশান্তির চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়। বহিরাগতদের দৌরাত্ম্যে টুঁ শব্দ করেননি গ্রামবাসী। তবে পরিস্থিতি নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে রুখে দাঁড়ালে এলাকা ছেড়ে পিঠটান দেয় বহিরাগতরা। মারমুখী বাসিন্দাদের সামনে পড়ে যায় তাদেরই একজন। ওই যুবককে ধরে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এদিকে অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাকদহ থানার পুলিশ। বিক্ষুব্ধ বাসিন্দাদের কবল থেকে আক্রান্তকে উদ্ধার করে। তার আঘাত গুরুতর হওয়ায় নিকটবর্তী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভরতি করা হয়েছে। পাশাপাশি কিশোরী অপহরণের ঘটনায় সাহায্য করার অভিযোগে গ্রামের এক যুবককেও গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের নাম প্রশান্ত মল্লিক। ঘটনাস্থল নদিয়ার চাকদহ থানার নিখরগাছি গ্রাম। জানা গিয়েছে, নিখরগাছি গ্রামের বাসিন্দা টোটন সাঁতরা(২৮)। পেশায় মুম্বইয়ের এক হোটেল কর্মী। কিছুদিন আগে ছুটিতে বাড়িতে আসেন টোটন। বাড়িতে থাকাকালীন প্রতিবেশী কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। ওই কিশোর

গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Image
মুর্শিদাবাদ: পারিবারিক বিবাদের জেরে গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে দিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম অভিমানী ধীবর(২২)৷ মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত রাজহাট গ্রামের ঘটনা৷ পারিবারিক সুত্রে জানা গিয়েছে, দুরকি গ্রামের বাসিন্দা অভিমানী ধীবরের সঙ্গে বিয়ে হয় বড়ঞার রাজহাট গ্রামের বাসিন্দা পেশায় মৎস ব্যবসায়ী কাঞ্চন ধীবরের। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী নেশা করে বাড়ি ফিরত৷ নেশাগ্রস্ত অবস্থায় গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত৷ এই ঘটনায় স্ত্রী প্রতিবাদ করলে পাল্টা আরও অত্যাচারের শিকার হতে হত স্ত্রীকে৷ মৃতের পরিবারের অভিযোগ, সোমবার রাতে স্বামী কাঞ্চন ধীবর ও শাশুড়ি সমিতা ধীবর গৃহবধূর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে খুন করার চেষ্টা করে৷ কিন্তু অভিমানীদেবীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্বামী ও শাশুড়ি৷ আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে স্থানীয় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে সেখানেই মৃত্যু হয় তার। ঘটনার পর থেকেই পলাতক মৃতার স্বামী সহ শাশুড়ি৷ ইতিমধ্যেই কান্দি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে

সিকিমে ধস, ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি

Image
   সিকিম : ধসের জেরে সিকিমে ক্ষতিগ্রস্ত হল কয়েকটি বাড়ি। আজ ভোরে সিকিমের সিচেই লিঙ্ক রোডে মেরিগোল্ড স্কুলের কাছে ধস নামে। ঘটনায় হতাহতের খবর নেই। জানা যাচ্ছে, ধসের কারণে এলাকায় থাকা কয়েকটি অস্থায়ী ছাউনিও ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে ধস নেমেছে সেই এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সকাল থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য চারটি রাজ্য ও একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের জন্য প্রায় ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। তার মধ্যে রয়েছে সিকিমও। বন্যা ও ধসের মোকাবিলার জন্য সিকিমকে ৬৭.৪০ কোটি টাকা দেওয়া হচ্ছে। 

১০ লাখ টাকার জাল নোট উদ্ধার কলকাতায়, গ্রেফতার ২

Image
কলকাতা: কলকাতায় ১০ লাখ টাকার জাল নোট উদ্ধার করল এসটিএফ ৷ মঙ্গলবার ক্যানিং স্ট্রিট দু'জনকে বিপুল অঙ্কের জাল নোট-সহ গ্রেফতার করেছে STF ৷ পুলিশ সূত্রে খবর, জালনোটগুলি সব ২ হাজারের নোট ৷ ধৃতদের আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। ধৃত দুই ব্যক্তির নাম আবদুস সাত্তার এবং আজাদ শেখ ৷ জানা গিয়েছে, সোমবার রাতে বড়বাজারের ক‍্যানিং স্ট্রিট মার্কেটে জাল নোট দিয়ে ইলেকট্রিকাল জিনিসপত্র কেনার চেষ্টা করছিল। দোকানদারের সন্দেহ হওয়ায় খবর দেয় পুলিশ ৷ এরপর ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করা হয়েছে ৷ দু'জনের মধ্যে একজনের বাড়ি মালদহে ৷ অন্যজন রাজস্থানের বাসিন্দা ৷ দু'জনের সঙ্গে আন্তর্জাতিক জাল নোট চক্রের যোগ রয়েছে বলে অনুমান তদন্তকারীদের ৷ তাদের জেরা করে চক্রের হদিশ করার চেষ্টা করছে এসটিএফ ৷

স্ত্রীকে খুন করতে ১ লক্ষ টাকার সুপারি দিয়েছিলেন সুপ্রতিম

Image
এয়ারপোর্ট থানায় নিয়ে আসা হচ্ছে দুই সুপারি কিলারকে ৷ কলকাতা: সিভিক ভলান্টিয়ার শম্পা দাস খুনে গ্রেফতার করা হল দুই সুপারি কিলারকে ৷ গতকালই ওই দু'জনকে ভাড়াটে খুনি সন্দেহে আটক করেছিল এয়ারপোর্ট থানার পুলিশ ৷ তাঁদের একাধিকবার জেরা করে পুলিশ নিশ্চিত হয় তাঁরাই শম্পার খুনি ৷ এরপরেই গ্রেফতার করা হয় অভিযুক্ত দুই সুপারি কিলারকে ৷ গতকাল নীরজ সাউ এবং হাফিজুল মোল্লা নামের ওই দুই ব্যক্তিকে মাইকেলনগরের একটি ধাবা থেকে আটক করেছিল পুলিশ ৷ নীরজ ও হাফিজুলকে জেরা করে জানা যায়, শম্পাকে খুনের সুপারি দিয়েছিলেন সুপ্রতিম ৷ ২ মাস আগে লেকটাউনে সুপারি কিলারদের সঙ্গে মিটিং করেছিলেন সুপ্রতিম ৷ ১ লক্ষ টাকায় রফা হয়েছিল তাঁদের মধ্যে ৷ প্রথম ধাপে ৬০ হাজার টাকা দেওয়া হয় ৷ ভালয় ভালয় কাজ উতরে গেলে বাকি টাকা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি ৷ সোমবার সকালে প্রথমে শম্পার স্বামী সুপ্রতিম ও পরে শাশুড়ি মীরা দাসকে আটক করেছিল পুলিশ ৷ তাঁদের জেরা করে জানা যায়, ভাড়াটে খুনি লাগিয়ে হত্যা করা হয়েছে শম্পাকে ৷ এরপর থেকেই সুপারি কিলারদের খোঁজ শুরু করেছিল

৯ টাকা ফেলুন বাসে চড়ুন, উঠল দাবি

Image
এক লিটার পেট্রল ১০০ টাকা, এক লিটার ডিজেল ৯০ টাকা! না, কলকাতা শহরে পেট্রল পাম্পগুলির ডিসপ্লে বোর্ডে পেট্রল-ডিজেলের ওই দর এখনও ফুটে ওঠেনি৷ তবে সেদিন আসতেও খুব বেশি দেরি হবে না৷ আন্তর্জাতিক বাজারে তেলের দর ২০১৬-এর জানুয়ারিতে ব্যারেল প্রতি (১ ব্যারেল = ১৫৯ লিটার) ৩০ মার্কিন ডলারের নীচে নেমে আসার পর ক্রমশ ঊর্ধ্বমুখী এবং গত সন্তাহেই ওই দর ৮০ ডলার ছুঁয়ে সোমবার ৭৮ .২৮ ডলারে নেমে আসে৷ বিশেষজ্ঞদের অনুমান , আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে তেলের দাম ৯০ -১০০ ডলারে পৌঁছতে পারে৷  আর জ্বালানির এই দাম বৃদ্ধি গায়ে জ্বালা ধরিয়েছে সরকারি পরিবহণ সংস্থা এবং বেসরকারি বাস , মিনিবাস , টাক্সি , অটোর মালিকদের৷ সব পক্ষই ভাড়া বাড়ানোর রব তুলেছে৷ জয়েন্ট কাউন্সল অফ বাস সিন্ডিকেট সাধারণ বাসে তিন কিলোমিটারের ন্যূনতম ভাড়া ৯ টাকা করার দাবি তুলেছে৷ অন্য দিকে , ট্যাক্সিতে উঠলেই ৪০ টাকা গুনতে হবে বলে দাবি তুলেছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন৷ এখন বাসে তিন কিলোমিটারের ভাড়া ছয় টাকা৷ ট্যাক্সিতে উঠলেই গুনতে হয় ২৫ টাকা৷ অটোর ভাড়া সরকার বেঁধে দেয় না৷ জ্বালানির দাম বাড়লে রুটের অটো ইচ্ছেমতো ভাড়া

নিয়ন্ত্রণরেখা লক্ষ্য করে হামলা, পাকিস্তানি সেনার গুলিতে নিহত ৮ মাসের শিশু

Image
ফের উত্তপ্ত হয়ে উঠল ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখা। ভারতীয় ভূখণ্ড লক্ষ্য করে আচমকাই আগ্রাসন চালাতে শুরু করে পাকিস্তান। ফলে সীমান্তরেখা বরাবর বিনা প্ররোচনায় গোলাগুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা বাহিনী। পাক রেঞ্জারদের হামলার জেরে ইতিমধ্যেই ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যার মধ্যে ৮ মাসের এক শিশুও রয়েছে বলেও খবর। রিপোর্টে প্রকাশ, সোমবার রাতে কাল্লাই গ্রামের আখনুর সেক্টর লক্ষ্য করে আচমকাই গুলি চালাতে শুরু করে পাকিস্তানি রেঞ্জাররা। পাক সেনা বাহিনীর হামলার আঁচ পেতেই তার যোগ্য জবাব দেওয়া শুরু করে ভারতীয় সেনা। প্রসঙ্গত সোমবারও ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে হামলা শুরু করে পাকিস্তান। গোলাগুলির  জেরে ২ স্থানীয় বাসিন্দার পাশাপাশি ১ পুলিস কর্মীর আহত হওয়ার খবর পাওয়া যায়। এদিকে নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক হামলার জেরে, রবিবার বিএসএফের কাছে জবাবি গুলিবর্ষণ বন্ধ করার কাতর অনুরোধ জানায় পাকিস্তান। কিন্তু, গোলাগুলি বন্ধ করার অনুরোধ জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই অর্থাত রবিবার রাতে ফের গোলাগুলি শুরু করে পাক রেঞ্জাররা। জানা যায়, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ জম্মুর রামগড় সেক্টরের নারায়ণপুরে প্রবল গোলগুলি চালাতে শ

প্রকাশ্য ধূমপান করা যাবে না, ধরা পড়লে দিতে হবে জরিমানা

Image
বহরমপুর: কেউ নিজের কান মুলে ক্ষমা চাইলেন। কেউ দিলেন জরিমানা। এক কথায় 'ছেড়ে দে মা, কেঁদে বাঁচি' অবস্থা। প্রকাশ্যে ধূমপান বন্ধে সোমবার সকালে বহরমপুরে জুড়ে চলল পুলিশ ও স্বাস্থ্য দফতরের যৌথ অভিযান। সাত সকালে হঠাৎ অভিযান জেলা স্বাস্থ্য দফতর ও পুলিশের। নেতৃত্বে সিএমওএইচ নিরুপম বিশ্বাস ও বহরমপুর থানার আইসি সনৎ দাস। প্রকাশ্যে যাঁকেই ধূমপান করতে দেখলেন, সটান পাকড়াও করলেন। জরিমানা দিয়েই পার পেলেন না ধূমপায়ীরা। বাদ গেলেন না পুলিশকর্মীও। ধূমপায়ীদের বোধোদয় দেখে পাশের থাকার আশ্বাস দিলেন সিএমওএইচও। সিএমওএইচের সাফ কথা, কোনও অবস্থাতেই বহরমপুরে প্রকাশ্য ধূমপান বরদাস্ত করা হবে না। তারজন্য আগামী দিনে লাগাতার অভিযান চলবে।

রাজা রামমোহন রায়ের ২৪৬ তম জন্মদিনে গুগল ডুডলের শ্রদ্ধার্ঘ

Image
নয়া দিল্লি: রাজা রামমোহন রায়ের ২৪৬ তম জন্ম বর্ষ উদযাপন করল গুগল ডুডল৷ মঙ্গলবার আধুনিক ভারতের সৃষ্টিকর্তার জন্মবর্ষে সম্মান জানাল গুগল ডুডল৷ ভারতের ইতিহাসে ও ভারতীয় সংস্কৃতিতে রাজা রামমোহন রায়ের অবদান অনস্বীকার্য৷ ১৭৭২ এর ২২ মে জন্ম নেন ভারতীয় রেনেসাঁর জনক৷ মুর্শিদাবাদের খানাকুলের রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি৷ রামমোহন রায়ের বাবা রামকান্ত রায় হিন্দু ব্রাহ্মণ হওয়া সত্বেও রামমোহন রায় কোনও দিনই মূর্তি পূজা ও চিরাচরিত হিন্দু ধর্মের গোঁড়ামিতে বিশ্বাসী ছিলেন না৷ ব্রহ্ম সমাজ আন্দোলন শুরু করেন ১৮২৮ সালে৷ যুবক বয়সেই তিনি তাঁর বাবার সঙ্গে ধর্ম নিয়ে মতবিরোধের কারণে গৃহত্যাগী হন৷ এরপর তিনি হিমালয় ও তিব্বতের ঘুরে বেড়ান৷ বেশ কিছুদিন পর তিনি বাড়ি ফিরলে তাঁর মতাদর্শ পালটাবে ভেবে তাঁর বিয়ে দিয়ে দেওয়া হয়৷ কিন্তু তাতেও কিছু ফল হয়না৷ রাজা রামমোহন রায় আগের মতই হিন্দু ধর্মের গোঁড়ামি নিয়ে ধর্মান্ধ মানুষদের সঙ্গে বাক যুদ্ধ চালিয়ে যেতে থাকেন৷ ব্যঙ্গ করতে থাকেন হিন্দুত্বের গোঁড়ামিতে যারা বিশ্বাসী ছিলেন তাঁদের৷ তিনি বেদ ও উপনিষদ পড়ে ফেলেন এবং তাঁর প্রথম বই "তুহফত আল-মুয়াহিদিন&

অ্যাম্বুলেন্স কিনতে পুরো মাসের বেতনই দান করলেন বন দফতরের আধিকারিক

Image
অ্যাম্বুলেন্স কিনতে লাগবে ৪ লাখ টাকা। অনেক চেষ্টা করেও অ্যাম্বুলেন্স কেনার টাকা জোগাড় করতে না পারায় অবশেষে এগিয়ে এলেন খোদ বন দফতরের টাস্ক ফোর্সের প্রধান। সঞ্জয় দত্ত ১ মাসের পুরো বেতনই তুলে দেন রাঁচি সেল্ফ হেল্প গ্রুপের হাতে।  গ্রামে নেই অ্যাম্বুলেন্স। সরকারি অ্যাম্বুলেন্স আসে সপ্তাহে মাত্র ২ দিন। সমস্যায় পড়তে হয় প্রসূতি থেকে মুমূর্ষু রোগীদের। বিভিন্ন মহলে আবেদনে সারা না মেলায় এবার অ্যাম্বুলেন্স কিনতে সেল্ফহেল্প গ্রুপ-কে মাস মাইনেটাই দান করে বসলেন বন দফতরের টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত। রাজগঞ্জ ব্লকের বৈকুন্ঠপুর জঙ্গলের  করলাডুবি বনবস্তি এলাকার বাসিন্দারা সঞ্জয় দত্তর কাছে আবেদন করেছিলেন একটি অ্যাম্বুলেন্সের জন্য। বিভিন্ন মহলে আবেদন-নিবেদনে করে লাভ না হওয়ায় অবশেষে সিদ্ধান্ত হয় লটারি খেলিয়ে সেই টাকা দিয়ে অ্যাম্বুলেন্স কেনা হবে। ছাপানো হয় ১০০ টাকা- মূল্যের ৬০০০ লটারি। কিন্ত লটারি চালিয়ে ওঠে মাত্র ১ লাখ ৮৫ হাজার টাকা। অ্যাম্বুলেন্স কিনতে লাগবে ৪ লাখ টাকা। অনেক চেষ্টা করেও অ্যাম্বুলেন্স কেনার টাকা জোগাড় করতে না পারায় অবশেষে এগিয়ে এলেন খোদ বন দফতরের টাস্ক ফোর্সের প্রধান। সঞ্জয় দত্ত ১ মাস

নিয়ন্ত্রণরেখা লক্ষ্য করে হামলা, পাকিস্তানি সেনার গুলিতে নিহত ৮ মাসের শিশু

Image
ফের উত্তপ্ত হয়ে উঠল ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখা। ভারতীয় ভূখণ্ড লক্ষ্য করে আচমকাই আগ্রাসন চালাতে শুরু করে পাকিস্তান। ফলে সীমান্তরেখা বরাবর বিনা প্ররোচনায় গোলাগুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা বাহিনী। পাক রেঞ্জারদের হামলার জেরে ইতিমধ্যেই ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যার মধ্যে ৮ মাসের এক শিশুও রয়েছে বলেও খবর। রিপোর্টে প্রকাশ, সোমবার রাতে কাল্লাই গ্রামের আখনুর সেক্টর লক্ষ্য করে আচমকাই গুলি চালাতে শুরু করে পাকিস্তানি রেঞ্জাররা। পাক সেনা বাহিনীর হামলার আঁচ পেতেই তার যোগ্য জবাব দেওয়া শুরু করে ভারতীয় সেনা। প্রসঙ্গত সোমবারও ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে হামলা শুরু করে পাকিস্তান। গোলাগুলির  জেরে ২ স্থানীয় বাসিন্দার পাশাপাশি ১ পুলিস কর্মীর আহত হওয়ার খবর পাওয়া যায়। এদিকে নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক হামলার জেরে, রবিবার বিএসএফের কাছে জবাবি গুলিবর্ষণ বন্ধ করার কাতর অনুরোধ জানায় পাকিস্তান। কিন্তু, গোলাগুলি বন্ধ করার অনুরোধ জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই অর্থাত রবিবার রাতে ফের গোলাগুলি শুরু করে পাক রেঞ্জাররা। জানা যায়, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ জম্মুর রামগড় সেক্টরের নারায়ণপুরে প্রবল গোলগুলি চালাতে শ

তেল-ঘি-মশলা বাদ রাখুন

Image
পেট ফাঁপা, অম্বল, খাওয়ার পরে চোঁয়া ঢেকুরের সমস্যা লেগেই থাকে নিয়মিত। সঙ্গে রয়েছে বদহজম। কী ভাবে রেহাই পাবেন এই অসুখ থেকে, কী করলে এড়ানো যায় এমন সমস্যা বা এর থেকে পরবর্তীতে আর কী কী রোগ হতে পারে, জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক প্রশ্ন: গ্যাস, অম্বল তা থেকে বুক ব্যথা— এ ধরনের সমস্যায় ভুগে থাকেন অনেকে। কী কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে? উত্তর: এ ধরনের রোগের উপসর্গ বিভিন্ন ভাবে প্রকাশ পায়। অম্বল বা অ্যাডিস কী ভাবে হয়, সেটা জানা দরকার। আসলে খাবার হজম করার জন্য পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়। তা অতিরিক্ত ক্ষরিত হলে বা পাকস্থলীতে জমে থাকলে তাকে অম্বল বা 'অ্যাসিডিটি' বলে থাকি। সময়ে খাবার না খেলে হাইড্রোক্লোরিক অ্যাসিড জমে সমস্যা তৈরি হয়। কেন না আমরা জানি, নরম জায়গায় অ্যাসিড লাগলে ছ্যাঁকা লাগার মতো পরিস্থিতি তৈরি হয়। ঠিক তেমনই পেটে ক্ষরিত অম্ল থেকে পেট জ্বালা হয়। অনেক সময় বুক জ্বালা করে। পেটের অ্যাসিড ওই সব ক্ষেত্রে অনেক সময় গলা পর্যন্ত ওঠে। তাকে গ্যাস্ট্রো ইসোফেগিয়াল রিফ্ল্যাক্স ডিজ়িস বলে। অনেক সময় আমরা বলি টক-জল উঠে আসছে। সে কারণে খাবার পর আধঘণ্টা বসে বা ঘোরাঘুরি করতে বলা হয়।

তেল-ঘি-মশলা বাদ রাখুন

পেট ফাঁপা, অম্বল, খাওয়ার পরে চোঁয়া ঢেকুরের সমস্যা লেগেই থাকে নিয়মিত। সঙ্গে রয়েছে বদহজম। কী ভাবে রেহাই পাবেন এই অসুখ থেকে, কী করলে এড়ানো যায় এমন সমস্যা বা এর থেকে পরবর্তীতে আর কী কী রোগ হতে পারে, জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক প্রশ্ন: গ্যাস, অম্বল তা থেকে বুক ব্যথা— এ ধরনের সমস্যায় ভুগে থাকেন অনেকে। কী কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে? উত্তর: এ ধরনের রোগের উপসর্গ বিভিন্ন ভাবে প্রকাশ পায়। অম্বল বা অ্যাডিস কী ভাবে হয়, সেটা জানা দরকার। আসলে খাবার হজম করার জন্য পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়। তা অতিরিক্ত ক্ষরিত হলে বা পাকস্থলীতে জমে থাকলে তাকে অম্বল বা 'অ্যাসিডিটি' বলে থাকি। সময়ে খাবার না খেলে হাইড্রোক্লোরিক অ্যাসিড জমে সমস্যা তৈরি হয়। কেন না আমরা জানি, নরম জায়গায় অ্যাসিড লাগলে ছ্যাঁকা লাগার মতো পরিস্থিতি তৈরি হয়। ঠিক তেমনই পেটে ক্ষরিত অম্ল থেকে পেট জ্বালা হয়। অনেক সময় বুক জ্বালা করে। পেটের অ্যাসিড ওই সব ক্ষেত্রে অনেক সময় গলা পর্যন্ত ওঠে। তাকে গ্যাস্ট্রো ইসোফেগিয়াল রিফ্ল্যাক্স ডিজ়িস বলে। অনেক সময় আমরা বলি টক-জল উঠে আসছে। সে কারণে খাবার পর আধঘণ্টা বসে বা ঘোরাঘুরি করতে বলা হয়।

অস্ত্র কেনা নিয়ে পুতিনকে আশ্বাস মোদীর

Image
আজ এক দিনের ঘরোয়া বৈঠক করতে রাশিয়ার সোচি শহরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মস্কোর সঙ্গে সম্পর্ক মেরামতি, আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ করিডর গঠন, ব্রিকস নিয়ে আলোচনা করেছেন মোদী। কিন্তু আজকের বৈঠকে অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাশিয়া থেকে অস্ত্র কেনা নিয়ে আমেরিকার সাম্প্রতিক নিষেধাজ্ঞামূলক আইনটি। সূত্রের খবর, আজ পুতিনকে মোদী জানিয়েছেন, তাঁরা ওয়াশিংটনকে নিরন্তর বোঝানোর চেষ্টা করে চলেছেন যাতে ভারতকে এই আইনের আওতা থেকে বাদ দেওয়া হয়। গত দু'বছর বছর ধরেই রাশিয়ার সঙ্গে সম্পর্কে অতীতের মাধুর্য নেই ভারতের। বরং পাকিস্তানের সঙ্গে দৃশ্যতই ঘনিষ্ঠতা বাড়িয়েছে মস্কো। এই নতুন বন্ধুত্বের পিছনে চিন কলকাঠি নাড়ছে বলেই মনে করছে সাউথ ব্লক। তবে বিদেশনীতি নিয়ে যথেষ্ট চাপে থাকা ভারত প্রবল ভাবে চেষ্টা করছে ভারত-রাশিয়ার সেই পুরনো অক্ষকে ফের জাগিয়ে তুলতে। আর সেই লক্ষ্যেই তড়িঘড়ি ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনের (নভেম্বরে) আগেই মোদী পুতিনের সঙ্গে ঘরোয়া আলোচনা করতে আজ পৌঁছে গিয়েছেন সোচি। আলোচনার পরে মস্কোর সঙ্গে সম্পর্কের গভীরতা বোঝাতে প্রাক্তন প্রধানমন্ত্র

মরণকামড় কি ট্যারান্টুলার! এগরার যুবকের মৃত্যু নিয়ে উঠছে প্রশ্ন

Image
ছেলের চিকিৎসার জন্য গিয়েছিলেন চেন্নাই। ফেরার পথে ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন এগরার যুবক পিন্টু সাউ (৩৭)। তাঁর স্ত্রীর অভিযোগ, পায়ে বিষাক্ত ট্যারান্টুলার কামড় খেয়ে ছটফট শুরু করেন পিন্টু। টিকিট পরীক্ষককে জানিয়েও ট্রেনে চিকিৎসার বন্দোবস্ত করা যায়নি। শেষে রবিবার রাতে তাঁকে ভর্তি করানো হয় এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। তবে চিকিৎসা শুরুর কিছু ক্ষণের মধ্যেই মৃত্যু হয় পিন্টুর।    সত্যি কি ট্যারান্টুলার কামড়েই মৃত্যু? এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সহকারী সুপার রাকেশ জানা বলেন, ''ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁর ব্লাডসুগারও ছিল খুব বেশি। আর বাঁ পায়ের নীচের অংশে সংক্রমণ ছড়িয়ে গিয়েছিল। পরিজনেরা ট্যারান্টুলার কামড়ের কথা বলছেন। ঠিক কী হয়েছিল জানতে দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।'' আর দক্ষিণ-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, ''ঠিক কী ঘটেছে স্পষ্ট নয়। ওই যাত্রীর পরিবারের তরফে নির্দিষ্ট অভিযোগ জানালে খতিয়ে দেখা হবে।'' পিন্টুর বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের ভাটদা গ্রামে। গত ৩০ এপ্রিল ন'বছরের ছেলে প্রতীকের স্নায়ুর রো

আশাকে সম্মান, নাম না-করেও বিজেপিকে নিশানা মমতার

Image
বঙ্গসম্মানের মঞ্চ থেকেই রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় বঙ্গসম্মানের মঞ্চে প্রবীণ সঙ্গীতশিল্পী আশা ভোঁসলেকে সম্মান প্রদানের পরেই মুখ্যমন্ত্রী বলেন, ''কিছু লোক লাগাতার বাংলাকে অপমানের চেষ্টা করে যাচ্ছেন। এ ভাবে চমকে-ধমকে তাঁদের চেষ্টা সফল হবে না।'' তাঁরা কারা— সে-কথা অবশ্য এ দিন খোলসা করেননি মমতা। তিনি শুধু বলেন, ''এ সব করে লাভ হবে না! বাংলা হল সেই জায়গা 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির'!'' এর আগে দিল্লির কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে বার বার বাংলার ভাবমূর্তি নষ্টের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু পঞ্চায়েত ভোটের পরে এই প্রথম প্রকাশ্য মঞ্চ থেকে এমনই অভিযোগ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আর কিছু দিনের মধ্যেই কর্নাটকে বিজেপি-বিরোধী সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন মমতা। সেখানে দেশ জুড়ে বিজেপি বিরোধী দলগুলির মঞ্চ গড়ে ওঠার কাজটাও গুরুত্ব পেতে চলেছে। দেশের অন্যতম অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা এ দিন নাম না-করে বিজেপি তথা দিল্লির কেন্দ্রীয় সরকারের

বিমান নামলে শুরু শেয়ালের পেটপুজো

Image
শেয়ালে খাচ্ছে স্যান্ডউইচ! আর খাচ্ছে কুকি! রাতের অন্ধকারে সাবড়ে দিচ্ছে পরোটা, সব্জি, চিকেন কষাও! কলকাতায় কোনও বিমান অবতরণের আগে যাত্রীদের উচ্ছিষ্ট খাবার প্লাস্টিকের ব্যাগে ভরে নেন বিমানসেবিকারা। তার পরে সেই খাবার জমা হয় কলকাতা বিমানবন্দরের জঞ্জালের স্তূপে। আর সেই খাবারের লোভেই ইঁদুর-বেড়াল থেকে শেয়াল— পেটপুজো সেরে ফেলতে রোজই দলে দলে হাজির হচ্ছে ওরা! বিমানবন্দর সূত্রের খবর, দিনে তিন বার সেই জঞ্জাল নিয়ে বাইরে ফেলে আসা হয়। অভিযোগ, তাতেও কিছুটা জঞ্জাল জমা হলেই হানা দেয় শেয়ালের দল। বিশেষত রাতে। প্লাস্টিক ছিঁড়ে সেখান থেকে আধখাওয়া স্যান্ডউইচ-চিকেন-পরোটা সাঁটায় তারা। বিশেষজ্ঞদের মতে, বিমানবন্দরের ভিতরে এই উচ্ছিষ্ট জমানো বন্ধ না হলে শেয়ালের সমস্যা মিটবে না। শুধু তো শেয়াল নয়, সঙ্গে রয়েছে কুকুরও। বিমানবন্দরের চৌহদ্দির ভিতরে তাদেরও যত্রতত্র অবাধ যাতায়াত। গত সপ্তাহেই একটি কুকুর রানওয়েতে চলে এসেছিল। যার কারণে ঘুরে যেতে হয় একটি বিমানকে। তবে সেটি কুকুর ছিল, না কি শেয়াল, তা নিয়েও বিতর্ক রয়েছে। বিমানবন্দরের অধিকর্তা অতুল দীক্ষিত মনে করেন, ভিতরের ঘাসজঙ্গল সাফ করার পরে আরও বেশি করে নজরে আসছে শেয়া

বাড়ির পাশেই ঝোপঝাড়। তাতেই লুকিয়ে ছিল তরুণী খুনের সূত্র!

Image
ঝোপঝাড় থেকে উদ্ধার হওয়া একটি অনলাইন বিপণন সংস্থার প্যাকেটের সূত্র ধরেই দেহ উদ্ধারের তিন দিনের মধ্যে এক তরুণীর খুনের কিনারা করেছেন তদন্তকারীরা। রবিবার দুপুরে ঝাড়খণ্ডের পালামৌ থেকে গ্রেফতার করা হয়েছে ওই খুনের মূল অভিযুক্ত রাহুল কুমারকে। সেখানেই তার বাড়ি। সোমবার তাকে নিয়ে কলকাতায় ফেরে লেদার কমপ্লেক্স থানার তদন্তকারী দল। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে লেদার কমপ্লেক্স থানা এলাকার সাতগাছির জ্যোতিভীম এলাকায় একটি বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয়েছিল নাদিয়া পরভিন (২৪) নামে এক তরুণীর পচাগলা দেহ। মাস দুয়েক আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই বাড়ি ভাড়া নিয়েছিলেন রাহুল এবং নাদিয়া। সঙ্গেই থাকতেন নবনীত নামে এক আত্মীয়। নাদিয়ার দেহ উদ্ধারের পর থেকেই উধাও হয়ে যায় ওই দু'জন। কী ভাবে রাহুলের সন্ধান পেল পুলিশ? তদন্তকারীরা জানান, ওই বাড়ি ভাড়া নেওয়ার সময়ে নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দিলেও তাঁরা কোনও পরিচয়পত্র জমা দেননি বাড়িওয়ালাকে। দেহ উদ্ধারের পরে ঘরের ভিতরে থাকা শিক্ষাগত নথি দেখে নাদিয়াকে শনাক্ত করা হলেও বাকি দু'জনের পরিচায় জানা সম্ভব হয়নি। বাড়িওয়ালাও কোনও তথ্য দিতে পারেননি সন্দেহভাজন

মোদীর রাজ্যে দলিত দম্পতিকে বেঁধে গণপ্রহার, খুন স্বামী

Image
দলিত হত্যার ঘটনায় ফের খবরে উঠে এল মোদীর রাজ্য গুজরাত। থানা-পুলিশ এড়িয়ে যে ভাবে এক দলিত যুবক ও তাঁর স্ত্রীকে  দড়ি দিয়ে বেঁধে পেটানো হয়েছে, সেই ছবি ভাইরাল হয়ে  ঘুরছে আসমুদ্র হিমাচলে।কোনওক্রমে পালিয়ে তাঁর স্ত্রী প্রাণে বেঁচেছেন। কিন্তু মণীশ বানিয়া নামের ওই ব্যক্তিকে বাঁচানো যায়নি। এই ঘটনায় কারখানা মালিক-সহ পাঁচ জনকে গ্রেফতার করা হলেও তাঁর নাম প্রকাশ্যে আনা হয়নি। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল গুজরাতের রাজকোট। আবর্জনাস্থল থেকে জিনিসপত্র কুড়িয়ে দিন গুজরান করতেন ওই দম্পতি। জানা গিয়েছে, রাজকোটে গাড়ির যন্ত্রাংশ তৈরির একটি কারখানার সামনে তাদের চোর সন্দেহে ঘিরে ধরে বেশ কয়েক জন। এর পর কারখানা মালিকের নির্দেশেই নাকি শুরু হয়েছিল নির্যাতন। স্বামী ও স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। কোনওক্রমে পালিয়ে আশপাশের মানুষজনকে ঘটনাস্থলে নিয়ে আসেন মণীশের স্ত্রী। কিন্তু ততক্ষণে মারের চোটে মণীশের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। গুজরাতে দলিতদের উপর নির্যাতন যে নতুন কিছু নয়, তার প্রমাণ ২০১৬-র ১১ জুলাইয়ের ঘটনা। উনা এলাকায় গোহত্যার অভিযোগে

স্বপ্নের আমেরিকায় গিয়ে লাশ হয়ে ফিরলেন পাক তরুণী!

Image
ইচ্ছে ছিল ভবিষ্যতে কূটনীতিক বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হওয়ার। ইয়েস এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে দেশ ছেড়ে স্বপ্নের দুনিয়ায় পাড়ি দিয়েছিল বছর সতেরোর সাবিকা শেখ। কিন্তু স্বপ্নভঙ্গ হল সেখানেই। টেক্সাসের সান্টা ফে হাইস্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যুমিছিলে রয়েছে পাকিস্তানের কিশোরীও। স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিয়ে আমেরিকায় গিয়ে ভালই সময় কাটছিল সাবিকার। ৯ জুন দেশে ফেরার কথা ছিল। পাকিস্তানেই পরিবারের সঙ্গে ইদ পালন করবে ভেবেছিল সে। কিন্তু মার্কিন সংস্কৃতির স্বাদ নিতে গিয়ে নিজেই বলি হল সে দেশের নিয়মিত বন্দুকহামলায়। দেশে ফিরছে সাবিকার কফিনবন্দি দেহ। তার আগে হিউস্টনে তার শোকসভায় জমায়েত হয়েছিল প্রচুর মানুষ। সাবিকা মনে করত, পাকিস্তানে প্রচুর প্রতিভা রয়েছে, কিন্তু সামগ্রিক ভাবে সে দেশের সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে সর্বত্র। সেই ধারণাকেই বদলে দিতে বদ্ধপরিকর ছিল সাবিকা। তা আর হয়ে উঠল না। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়ো শনিবার নিহতদের স্মরণে এক শোকসভায় বলেন, ''সাবিকা চেয়েছিল আমেরিকা ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে।''  সাবিকার বাবা আজ়িজ় শেখের আশা, সাবিকার মৃ

ভাড়ায় খুনি মেলে মাত্র কয়েক হাজার টাকাতেই!

Image
ধৃত: আদালতের পথে দুই অভিযুক্ত সুপ্রতিম দাস (বাঁ দিকে) এবং মীরা দাস। সোমবার। ছবি: সজল চট্টোপাধ্যায়, স্নেহাশিস ভট্টাচার্য ঘরে গৃহকর্ত্রী ও পরিচারিকার নলি কাটা দেহ। বাড়ি থেকে উধাও গয়নাগাঁটি। প্রথমে পুলিশ ভেবেছিল, লুঠের উদ্দেশ্যেই খুন। কিন্তু তদন্ত এগোতেই সামনে আসে এক গভীর ষড়যন্ত্রের কথা। পুলিশ জানিয়েছে, বেহালার অক্সিটাউনে ওই বাড়ির কর্তা অভীক ঘোষই 'সুপারি কিলার' (ভাড়াটে খুনি) লাগিয়ে স্ত্রী ও পরিচারিকাকে খুন করিয়েছিল। কৈখালিতে সিভিক ভলান্টিয়ারকে খুনের ঘটনায় স্বামীর বিরুদ্ধে ভাড়াটে খুনি নিয়োগের অভিযোগ সামনে আসতে পুলিশ কর্মীদের মনে পড়ছে ২০১০-এর সেপ্টেম্বরে অক্সিটাউন হত্যা-কাণ্ডের কথা। ইতিমধ্যে অভীককে ফাঁসি ও ভাড়াটে খুনি সোমনাথ তাঁতিকে যাবজ্জীবন সাজা শুনিয়েছে আদালত। পুলিশের দাবি, গত বছর দক্ষিণ শহরতলির রাজপুরে পারিবারিক বিবাদের জেরে ভাড়াটে খুনি দিয়ে জামাইকে খুন করে শ্বশুর। লালবাজার ও সিআইডি-র একাংশের মতে, এক সময়ে দক্ষিণ শহরতলিতে ভা়ড়াটে খুনিদের দাপট থাকলেও তা এখন অনেক কমেছে। কিন্তু মহানগর থেকে তারা উধাও হয়নি। অনেকেই মনে করেন, ভাড়াটে খুনি নিয়োগ করলে প্রচুর টাকা দিতে হয়। কিন্তু

বিপ্লব চুপচাপও আসে

Image
চাদরটা সাদা বটে। কিন্তু প্রথাটা ততটাই কর্দমাক্ত। আদিম বা মধ্যযুগীয় কোনও বাষ্প যেন এখনও আচ্ছন্ন করে রেখেছে একটা গোটা জনগোষ্ঠীকে। যত প্রভাবশালী‌ই হন না কেন, গোটা সমাজের পক্ষে লজ্জাজনক এবং নারীর পক্ষে চূড়ান্ত অবমাননাকর প্রথাটা ভেঙে দেওয়ার সাহস দেখাননি কেউ। কিন্তু বিপ্লব সব সময় বজ্রনির্ঘোষ সঙ্গী করে আসে না। ক্ষুদ্রাতিক্ষুদ্র স্ফূলিঙ্গই বিপ্লবের পথ দেখিয়ে দেয় অনেক সময়। মহারাষ্ট্রের বিবেক ও ঐশ্বর্য চকমকি পাথর হিসেবে কাজ করলেন। একটা স্ফূলিঙ্গ উৎপাদন করলেন। চার শতাব্দী ধরে চলতে থাকা এক জীর্ণ, পরিত্যাজ্য প্রথার বিরুদ্ধে নীরবে, অলক্ষ্যে যে বারুদের স্তূপ জমা হয়েছে কঞ্জরভাট সমাজে, সেই স্তূপ লক্ষ্য করে স্ফূলিঙ্গপ্রপাত ঘটালেন বিবেক-ঐশ্বর্য। আগুনটা দাউদাউ করে উঠবে, নাকি বারুদের স্তূপ পর্যন্ত পৌঁছনোর আগেই নিভে আসবে, সে এখনই বলা যায় না। কিন্তু সিন্ধুপ্রমাণ জলধি এক দিনে যে সমন্বিত হয় না, তা প্রত্যেকেরই জানা। অতএব বিন্দুতে বিন্দুতে এগনোর চেষ্টা করাই শ্রেয়। একটা মানুষের বিচারের মাপকাঠি একটা সতীচ্ছদ! বিয়ের রাতে বধূকে প্রমাণ দিতে হবে যে তাঁর যোনি অক্ষত। কী ভাবে দিতে হবে প্রমাণ? সাদা চাদরের উপরে স্বামীর সঙ্