Posts

Showing posts from December 30, 2018

‘আসল তথ্য জানেন না প্রধানমন্ত্রী’

Image
বেঙ্গালুরু: এতদিন নিজেকে কৃষক দরদী হিসাবে তুলে ধরার চেষ্টা করতেন প্রধানমন্ত্রী৷ সেই প্রচার ভোট বাক্সে প্রভাব ফেলতে ব্যর্থ৷ তাই সরাসরি এবার কৃষকদের ঋণ মকুব নিয়ে বিরোধী পরিচালিত রাজ্যের সমালোচনায় সরব মোদী৷ এই ইস্যতে তাঁর নিশানায় জেডিএস কংগ্রেস জোটের কার্ণাটক৷ পালটা প্রধানমন্ত্রীর সমালোচনাকে দুর্ভাগ্যপূর্ণ বলে রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবি, আসল তথ্য জানেন না মোদী৷ ডিজিটাল ইন্ডিয়ার প্রচার থামিয়ে লোকসভা সামনে আসতেই কৃষক স্বার্থের কথা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে৷ পাঁচ রাজ্যে ভোটের আগে তা আরও বেড়ে যায়৷ বিরোধীরা অভিযোগ ক্ষমতার সিংহভাগ সময়ে চাষিদের কথা ভাবেনি মোদী সরকার৷ গো-বলয়ের ভোটের ও পরাস্থ পদ্ম শিবির৷ তবে বিরোধীদের কৃষকদরদকে খোঁচা দিয়ে শুক্রবার গাজিপুরে মোদী কর্ণাটকের কথা তুলে ধরেন৷ বলেন, ''সরকার গঠনের আগে লক্ষাধিক কৃষকের ঋণ মকুবের কথা বলেছিল কুমারস্বামী সরকার৷ কিন্তি বাস্তবে ৮০০-এর মতো কৃষক ঋণ মকুবের সুবিধা পেয়েছেন৷'' ছেড়ে দেওয়ার পাত্র নন বিদোধী জোটের অন্যতম দলের সদস্য তথা কর্মাটকের মুখ্যমন্ত্রী রুমারস্বামী৷ তাঁর দাবি প্রকৃত তথ্য নেই কুমারস্বামীর কাছে৷ তাই প্রধ

তিলজলাতে কারখানার ভিতরেই উদ্ধার মালিকের মৃতদেহ

Image
এই কারখানার ভিতরেই উদ্ধার হয় মৃতদেহ। তিন দিন নিখোঁজ থাকার পর নিজের কারখানাতেই মৃত অবস্থায় পাওয়া গেল কসবার বাসিন্দা শৈলেন অধিকারীকে।প্রাথমিক ভাবে পুলিশের ধারণা খুন করা হয়েছে এই প্রৌঢ়কে। শৈলেনবাবুর মাথার পেছনে এবং মুখে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তিলজলা থানার তপসিয়া রোডে লেদ কারখানা শৈলেনবাবুর। তিনি থাকেন পিকনিক গার্ডেন এলাকাতে। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি অনেক সময় রাতে কারখানাতে থেকে যেতেন। আবার কখনও বাইরেও যেতেন ব্যবসার প্রয়োজনে। তাই শুক্রবার তিনি বাড়ি না ফেরায় কেউ খুব একটা উদ্বিগ্ন হননি। কিন্তু শনিবার থেকে তাঁর মোবাইল ফোন সুইচড অফ পাওয়া যায়। বিকেলে সেই ফোন ফের অন পাওয়া যায়। শৈলেনবাবুর স্ত্রী ফোন করলে অপরিচিত কেউ ফোন তোলেন। তিনি দাবি করেন, শৈলেনবাবু ফোন ফেলে গিয়েছেন। কয়েক দিনের জন্য কটক গিয়েছেন ব্যবসার কাজে। অপরিচিত ব্যক্তির কথায় সন্দেহ হয় পরিবারের। তাঁরা তিলজলা থানায় নিখোঁজের অভিযোগ জানান। তপসিয়া রোডে তাঁর কারখানার পাশে থাকা ব্যবসায়ীরা বলেন,  "রবিবার সকালে শৈলেনবাবুর ছেলে কারখানায় আসেন। তিনি বাবার খোঁজ করছিলেন। ভিতরে হঠাৎই ডাঁই করা বস্তার পিছনে একটি হাত দেখতে পান শৈলেন

জমি বেচে ক্রিকেট মাঠ তৈরি করেছিলেন বাবা, জাতীয় দলে ডাক পেয়ে প্রতিদান মেয়ের

Image
বাপ কি বেটি… বোধ হয় একেই বলে। স্বপ্ন দেখেছিলেন বাবা। মেয়েকে ক্রিকেটার বানাবেন। আর সেই স্বপ্ন সফল করার জন্য নিজের শেষ সম্বল বিক্রি করে তৈরি করে দিয়েছিলেন ক্রিকেট মাঠ। আশা ছিল, তাঁর কষ্টার্জিত পরিশ্রমের টাকায় তৈরি মাঠে অনুশীলন করে একদিন জাতীয় দলে ঠিকই সুযোগ পাবে মেয়ে। হতাশ করেননি ২২ বছরের তরুণী। কথা হচ্ছে জাতীয় মহিলা ক্রিকেট দলের নবতম তারকা প্রিয়া পুনিয়ার। অভিনব বিন্দ্রার বাবা ছেলের জন্য তৈরি করেছিলেন শুটিং রেঞ্জ। সেখানে অনুশীলন করেই দেশকে অলিম্পিকের স্বর্ণ পদক এনে দেন অভিনব। আর প্রিয়া পুনিয়ার বাবা মেয়ের জন্য বানিয়েছিলেন ক্রিকেট মাঠ। জয়পুরের তরুণী এবার সুযোগ পেলেন জাতীয় দলে। বলছেন, আগামিদিনে বাবার স্বপ্ন সফল করাই তাঁর লক্ষ্য। এমন কিছু করতে চান যাতে তাঁর বাবা গর্ববোধ করেন। সদ্য নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের জাতীয় দল ঘোষিত হয়েছে। আর টি-২০ দলে সুযোগ করে নিয়েছেন প্রিয়া। ছোটবেলায় প্রিয়ার বাবা সুরেন্দ্র চেয়েছিলেন মেয়ে ব্যাডমিন্টন খেলুক। কিন্তু একটু বড় হতেই তিনি বুঝতে পারেন প্রিয়ার ব্যাডমিন্টনে কোনও আগ্রহ নেই, তাঁর ধ্যানজ্ঞান সব ক্রিকেটে। ২০১০ সালে জয়পুরের একটি ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁকে ভরতি

১৩০ কোটি ভারতীয় অনেক ভালো কাজ করছে : মোদি

Image
দিল্লি : আজ সকাল ১১টায় 'মন কী বাত' রেডিও অনুষ্ঠানের ৫১তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখেন। ২০১৮ সালের শেষ মন কী বাত ছিল আজ। দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি বক্তৃতায় সহিষ্ণুতা, খোলামেলা আলোচনার পরিবেশ, অন্যের অধিকারকে সম্মান দেওয়ার বিষয়গুলি নিয়ে বলেন তিনি। প্রধানমন্ত্রী মোদি বলেন , "নেতিবাচক কথা ছড়ানো খুব সহজ। কিন্তু আমাদের সমাজে, আমাদের আশপাশে অনেক কিছু ভালো কাজ হচ্ছে। এবং এ সবই ১৩০ কোটি মানুষের মিলিত প্রচেষ্টায়।" মোদি বলেন, "২০১৮ সালে স্বাস্থ্য বীমা, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প চালু করেছে সরকার। দেশের প্রতিটি গ্রামে পৌঁছেছে বিদ্যুৎ। বিশ্বব্যাপি সংস্থাগুলি স্বীকার করে নিয়েছে যে ভারত তাদের নাগরিকদের দারিদ্র থেকে বের করে আনছে।" ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভ মেলাতে আগত তীর্থযাত্রীদের সোশাল মিডিয়াতে ছবি শেয়ার করতে বলেন মোদি। তিনি বলেন, সোশাল মিডিয়াতে ছবির মাধ্যমে আরও বেশি লোককে এই মেলা পরিদর্শন করতে অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী সমাজে খেলোয়াড়দের গুরুত্ব সম্পর্কেও কথা বলেন। কুম্ভ মেলা জাতীয় ঐক্যের নিদর্শন বলে জানান তিনি

ঝড়, ভূমিকম্পে বিধ্বস্ত ফিলিপিনস, গৃহহীন ১৭ হাজার

Image
ম্যানিলা: শনিবার গভীর রাতে কেঁপে উঠল ফিলিপিনস৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.২৷ দক্ষিণ ফিলিপিনসের মিনদানাও দ্বীপে এই কম্পন অনুভূত হয়৷ মার্কিন ভূতাত্বিক সংস্থার তথ্য অনুযায়ী পুন্ডগুইটান উপকূল অঞ্চল থেকে প্রায় ১০১ কিলোমিটার দক্ষিণ পূর্বে এই কম্পনের উৎসস্থল৷ তবে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি৷ তবে ভূমিকম্প ক্ষয়ক্ষতি না হলেও, ক্রান্তীয় ঝড় উসমানের সৌজন্য গৃহহীন প্রায় ১৭হাজার মানুষ৷ ফিলিপিনস জুড়ে ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে৷ গোটা দ্বীপ জুড়েই বন্যা ও ভূমি ধ্বসের আশংকার কথা জানিয়েছে আবহাওয়া দফতর৷ তবে কম্পনের উৎসস্থল থেকে ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্স উপকূলের ৩০০ কিলোমিটার এলাকাজুড়ে সুনামি সতর্কতা জারি হয়েছিল। ০.‌৩ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা থাকলেও তা হয়নি। প্রায় এক মিনিট ধরে কাঁপতে থাকে মাটি। মানুষজন ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। কিছু বাড়িঘর ভেঙে পড়েছে, তবে কেউ হতাহত হয়নি। এদিকে ঝড়ে তাণ্ডবে আপাতত বিধ্বস্ত ফিলিপিনসের বিভিন্ন এলাকা৷ বারোটিরও বেশি বিমান বাতিল করা হয়েছে৷ ২৫ ডিসেম্বর এই ঝড় আছড়ে পড়লেও এখনও তার রেশ রয়ে গিয়েছে৷

বৈঠক না করে বুলেট ট্রেন প্রকল্প অনুমোদন করেছে মহারাষ্ট্র সরকার, জানিয়ে সাসপেন্ড সরকারি কর্তা

Image
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) একটি প্রশ্নের জবাবে রাজ্যের প্রশাসনিক অস্বচ্ছতার কথা তুলে ধরার দায়ে সাসপেন্ড হতে হল মহারাষ্ট্রের তথ্য দফতরের এক কর্তাকে। তাঁর 'অপরাধ' ছিল, সমাজকর্মী জিতেন্দ্র ঘাড়গের একটি প্রশ্নের জবাবে তথ্য দফতরের কর্তা সারং কুমার পাটিল জানিয়েছিলেন, মুম্বই থেকে আমদাবাদ পর্যন্ত বুলেট ট্রেন প্রকল্প অনুমোদন করার আগে যে পদ্ধতি ও প্রক্রিয়াগুলির মধ্যে দিয়ে যেতে হয়, মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়ণবীসের সরকার তা অনুসরণ করেননি। ওই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী ফড়ণবীস যে কমিটি গড়ে দিয়েছিলেন, প্রকল্পটি অনুমোদনের আগে সেই কমিটি একটি বৈঠকেও বসেনি। যদিও ওই কমিটি গড়া হয়েছিল, প্রকল্পটির লাভালাভ খতিয়ে দেখতেই। রাজ্যের তথ্য দফতরের কর্তা সারং কুমার পাটিলের ওই জবাবের পর রীতিমতো অস্বস্তিতে পড়ে যায় ফড়ণবীস সরকার। সেই বক্তব্যকে অস্বীকার করার জন্য হুড়োহুড়ি পড়ে যায় মন্ত্রীদের মধ্যে। এ বার সেই 'ভুল তথ্য' দেওয়ার জন্য পাটিলকে সাসপেন্ড কর মহারাষ্ট্র সরকার। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করল স্বরাষ্ট্র দফতর। আরটিআই প্রশ্নের জবাবে পাটিল জানিয়েছিলে

বাংলাদেশের ভোটে জেলায় জেলায় অশান্তি, অন্তত ১৪ জনের মৃত্যু

Image
কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোটগ্রহণ। বাংলাদেশের ভোটগ্রহণে বিভিন্ন জায়গায় সংঘর্ষে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। বুথ-দখলের চেষ্টা, পাল্টা বাধা দেওয়ার অভিযোগ ঘিরে দিনভর সরগরম গোটা বাংলাদেশ। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংঘর্ষ, বোমাবাজি, গুলি চালানোর খবরও পাওয়া গিয়েছে। ভোট সংক্রান্ত হিংসায় আহত হয়েছেন শতাধিক। বিরোধী বিএনপি-জামাত জোটের অভিযোগ, বহু বুথে দলীয় এজেন্টকে মারধর করে হুমকি দিয়ে বাইরে বের করে দেওয়া হয়েছে। অন্য দিকে বিরোধীরা সন্ত্রাস করে ভোটকে অশান্ত করার চেষ্টা করেছে বলে পাল্টা অভিযোগ তুলেছে শাসক দল আওয়ামি লিগও। যদিও বাংলাদেশ নির্বাচন কমিশনের দাবি, বিক্ষিপ্ত কিছু হিংসার ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। কুমিল্লা কুমিল্লার চান্দিনার পশ্চিম বেলাশ্বর প্রাথমিক বিদ্যালয়ের বুথে বিএনপির সমর্থকরা পাঁচটি ব্যালট বাক্স নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশ তাদের রুখতে গুলি চালালে মৃত্যু হয় এক জনের। গুলিবিদ্ধ হন আরও এক জন। এছাড়া নাঙ্গলকোটের বটতলা ইউনিয়নের সন্ধ্যাইয়ল গ্রামে আওয়ামি লিগ ও বিএনপি-র কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয় আরও একজনের। ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়

সীমান্তে ৬০০ ট্যাঙ্ক মোতায়েন করছে পাকিস্তান

Image
মুখে বন্ধুত্বের কথা বলছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, আর তলে তলে সীমান্তে ভারতের দিকে তাক করে ৬০০ ট্যাঙ্ক মোতায়েন করছেন। এমনই দ্বিমুখি চরিত্র পাকিস্তানের। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছেন ভারতে চাপে রাখতে এবার সীমান্তে ৬০০টি উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক মোতায়েন করছে পাকিস্তান। যার মধ্যে রয়েছে রাশিয়া থেকে কেনা টি–৯০ ট্যাঙ্ক। প্রত্যেকটি ট্যাঙ্কই তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত লক্ষ্য ভেদ করতে পারে। অর্থাৎ ভারতে সীমান্তের ভেতর অনেকদূর পর্যন্ত টার্গেট করতে সক্ষম এই ট্যাঙ্কগুলি। এখানেই শেষ নয় পাক সেনাকে শক্তিশালী করতে ২৪৫টি ১৫০ এমএম এসপি মাইক–১০ বন্দুকও ইতালি থেকে কেনা হয়েছে। তারমধ্যে ১২০টি বন্দুক ইতিমধ্যেই হাতে পেয়ে গিয়েছে পাক সেনা। সূত্রের খবর রাশিয়া থেকে এই উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক কিনেছে পাকিস্তান। অথচ স্বাধীনতার পর থেকে রাশিয়াকেই অস্ত্র কেনার জন্য সবচেয়ে বিশ্বস্ত বলে মনে করত ভারত। একই সঙ্গে ভারতে নাশকতায় মদত দেওয়ারও কাজ করছে পাকিস্তান। এদিকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বারবার ভারতকে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়ে চলেছেন। আর একদিকে সীমান্তে শক্তি বাড়াচ্ছে পাক সেনা।

বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেফতার ডেন্টাল কলেজের ছাত্র

Image
যুবতীকে ধর্ষণের অভিযোগে ডেন্টাল কলেজের এক ছাত্রকে গ্রেফতার করল যাদবপুর থানার পুলিশ। হরিয়ানার বাসিন্দা ২২ বছরের ওই ছাত্রকে মেয়েটিকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মডেলিং-এর চেষ্টা করছিলেন ওই মহিলা। সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে যুবকের। মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। মেয়েটির থেকে তিনি টাকাও ধার করেছিলেন বলে অভিযোগ। কয়েকদিন আগে মেয়েটি অভিযোগ জানান যে ডেন্টাল কলেজের ছাত্রটি তাঁকে বিয়ে করতে অস্বীকার করছেন। শুক্রবার রাতে তিনি যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর ফাঁদ পেতে ছেলেটিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, 'ধর্ষণের পাশাপাশি মিথ্যে বলে টাকা প্রতারণা করার অভিযোগ আনা হয়েছে ছেলেটির বিরুদ্ধে।' আর একটি ঘটনায় খিদিরপুরে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফারহান আহমেদ নামে এক যুবককে।

শিক্ষা দপ্তরের 'বাংলার শিক্ষা' ওয়েব পোর্টাল, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Image
নয়া শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষা দপ্তরের তরফে চালু করা হবে ওয়েব পোর্টাল। প্রাথমিকভাবে এই পোর্টালের নাম রাখা হয়েছে 'বাংলার শিক্ষা'। রাজ্যে প্রথম এই ধরনের পোর্টাল চালু হচ্ছে। এই পোর্টালে জেলার ও গ্রামগঞ্জের প্রতিটি স্কুলের খুঁটিনাটি সব তথ্য তুলে ধরা হবে। নজরদারি চালাবে শিক্ষা সচিব। সূত্রের খবর, ২০১৯ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে চালু করা হবে 'বাংলার শিক্ষা' ওয়েব পোর্টাল। মুখ্যমন্ত্রীর হাত ধরে কলকাতা থেকে সেটি চালু করা হবে। জেলা বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের তরফে রাজ্যজুড়ে দু'দিনের একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। এই কর্মশালায় শিক্ষকদের কাগজে কলমে ওয়েব পোর্টালের কার্যবিবরণীসহ তার ব্যবহার শেখানো হয়। প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের। গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও এই কর্মশালা আয়োজিত হয়। এই কর্মশালায় শিলিগুড়ি শিক্ষা জেলার মোট ১০৯ টি স্কুলের শিক্ষকরা যোগ দেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সার্কেল ইন্সপেক্টররা।  জেলা বিদ্যালয় পরিদর্শক (শিক্ষা) নিতাইচন্দ্র দাস জানান, এই ওয়েব পোর্টালের মাধ্যমে রাজ্যের সমস্ত স্কুলগুলিকে একটি সিস্টেমের ম

মাদ্রাসার পরীক্ষায় বসতে বাধা স্বামীর, আত্মঘাতী হলেন নববধূ

Image
অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার পরও নববধূর ইচ্ছা ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার। চেয়েছিল মাধ্যমিক পরীক্ষা দিতে। তাই এবার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতিও নিয়েছিল সে। কিন্তু শ্বশুরবাড়িতে সম্মতি ছিল না তার পড়াশোনায়। তাই শেষ পর্যন্ত শ্বশুরবাড়ির পারিবারিক অশান্তির জেরে স্বামী পরীক্ষায় বসতে বাধা দেয়। কিন্তু বধূ পরীক্ষায় বসার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। তাই আত্মহত্যার পথই শেষ পর্যন্ত বেছে নিল সেই বধূ। শ্বশুরবাড়িতে অশান্তির ঘটনা ঘটলেও একই পাড়ায় বাপের বাড়ি হওয়ায় তিনি বাপের বাড়িতে গিয়েই আত্মঘাতী হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তঁার মৃত্যু হয়। মৃত বধূর নাম আঞ্জু খাতুন (১৫)। মঙ্গলকোট হাই মাদ্রাসা থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল তঁার। বধূর বাপের বাড়ি ও শ্বশুরবাড়ি মঙ্গলকোটে। এই মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে মঙ্গলকোট এলাকায়। মৃত বধূর বাবা উজ্জ্বল চৌধুরি পুলিসের কাছে বলেছেন, '‌মাস ছয়েক আগে মেয়ের বিয়ে হয়েছিল নিজের গ্রামের পাশের পাড়ার যুবক নয়ন মল্লিকের সঙ্গে। এবার মাধ্যমিক পরীক্ষা দিত। তা নিয়ে কোনও কারণে তার সঙ্গে শ্বশুরবাড়িতে অশা

নির্বাচনে অশান্তিতে একাধিক মৃত্যু! অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম বাংলাদেশ

Image
বাংলাদেশ নির্বাচন কমিশনের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করার দাবি করলেও হিংসা এড়ানো গেল না। নির্বাচনের দিনে রাঙামাটি এবং রাজশাহীতে আওয়ামি লিগ এবং বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ আওয়ামি লিগ সদস্যের। চট্টগ্রামে এক ভোটদাতার মৃত্যু হয়েছে। যশোরে বিএনপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। পরাজয় নিশ্চিত জেনে বিএনপি নাশকতা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ১৩ আসনের বর্তমান সাংসদ জাহাঙ্গির কবির নানক।     ঘাগড়া ইউনিয়নে সংঘর্ষ ভোট শুরু আগে ঘাগড়া ইউনিয়নের কাউখালি এলাকায় দুদলের সংঘর্ষ শুরু হয়। গুরুতর আহত বাসেরউদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে। সংঘর্ষে ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। রাজশাহীতে আওয়ামি লিগ সদস্যের মৃত্যু রাজশাহী-৩ আসনের মোহানপুর উপজেলার জাহানাবাদে আওয়ামি লিগ এবং বিএনপির সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। আওয়ামি লিগের দাবি, মৃত মিরাজ নামে যুবক তাদের দলের সদস্য। চট্টগ্রামে ভোটদাতার মৃত্যু চট্টগ্রাম-১২ আসনে এক ভোটদাতার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পশ্চিম মালিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘর্ষের মধ্যে পড়ে যান ওই ভোটদাতা।

বছর শেষে দেশের দারিদ্র্য নিয়ে মুখ খুলে কী জানালেন মোদী!'মন কী বাত'-এ উঠে এল একাধিক প্রসঙ্গ

Image
১১ ডিসেম্বর ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর এদিন প্রথমবার 'মন কী বাত' অনুষ্ঠানে একাধিক ইস্যু নিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। তার আগে ২০১৮ সালের শেষ 'মন কী বাত' অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও তিনি জানান, 'মন কী বাত' অনুষ্ঠানকে তিনি রাজনীতি থকে দূরে রেখেছেন। সর্দার প্যটেল পুরস্কার এদিন সর্দার প্যাটেল পুরস্কারের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এই পুরস্কার জাতীয় একতাকে ঘিরে তৈরি হবে। যাঁরা জাতীয় একতার জন্য নজির গড়বেন তাঁদের এই পুরস্কার দেওয়া হবে। মহত্মা গান্ধীর সার্ধ শতবার্ষিকী ২০১৯ সালে মহত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বেশ কয়েকটি অনুষ্ঠানের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। দেশের খাদ্য সংক্রান্ত সমস্যা এফএসএসএআই এর তরফে মহত্মা গান্ধীর সার্ধশতবার্ষিকী উপলক্ষ্যে 'দেশে খাদ্যের অধিকার' সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে, বলে জানান প্রধানমন্ত্রী। প্রজানন্ত্র দিবস প্রজানতন্ত্র দিবসের দিন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিস

এ বছর সবচেয়ে সস্তা পেট্রল-ডিজেল, আরও কমতে পারে দাম

Image
ফের কমল পেট্রল-ডিজেলের দাম। বছর শেষ হওয়ার একদিন আগে পেট্রল-ডিজেল এবছরের সবচেয়ে সস্তা হয়ে গেল। এখন দেখার আগামিকাল, বছরের শেষদিন এই রেকর্ড ভাঙে কি না। বিশ্বের বাজারে এখন অপরোশোধিত তেলের দাম ক্রমশ কমছে। তাই দেশেও পেট্রল-ডিজেলের দাম নিম্নমুখী। রবিবার পেট্রপণ্যের মূল্য প্রায় ২৩ পয়সা কমেছে। আর তার জেরেই সবচেয়ে সস্তা হয়েছে পেট্রল-ডিজেল। রবিবার কলকাতায় পেট্রলের দাম হয়েছে ৭১ টাকা ১৫ পয়সা। দাম কমেছে ২২ পয়সা। আর ডিজেলের দাম ২৩ পয়সা কমেছে। তার ফলে এদিন কলকাতায় ডিজেলের দাম হয়েছে ৬৪ টাকা ৮৪ পয়সা। সারা দেশের মধ্যে পেট্রল সবচেয়ে সস্তা হয়েছে দিল্লিতে। সেখানে আজকের দর ৬৯.০৪ টাকা। অন্যদিকে ডিজেল নয়ডায় সবচেয়ে কমদামে মিলছে। সেখানে আজ ডিজেলের দর ৬২ টাকা ৬৪ পয়সা। তবে অনুমান করা হচ্ছে এই দাম আগামিদিনে আরও কমতে পারে। কারণ, ভারতে পেট্রপণ্যের মূল্য নির্ভর করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উপর। অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে চাহিদা ও যোগানের উপর নির্ভর করে। জানা গিয়েছে, অপরিশোধিত তেলের চাহিদা এখন নিম্নমুখী। অন্যদিকে উত্পাদন বেড়েছে আগের থেকে। ফলে অপরিশোধিত তেলের দাম ক্রমশ কমতে শুরু করেছে। যা আগ

নীল আকাশের নীচে মৃণাল সেন আর নেই (১৯২৩-২০১৮)

Image
মৃণাল সেন। প্রয়াত হলেন প্রবাদপ্রতিম চিত্রপরিচালক মৃণাল সেন। সকাল সাড়ে ১০ টা নাগাদ ভবানীপুরে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন মৃণাল সেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। মৃণালের প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে একটা যুগের অবসান হল। বাংলা সিনেমার স্বর্ণ যুগের ট্রায়ো সত্যজিত-ঋত্বিক-মৃণালের দু'জন চলে গিয়েছিলেন আগেই। শেষ প্রদীপ নিভে গেল রবিবার। ১৪ মে, ১৯২৩ বাংলাদেশের ফরিদপুরে জন্ম মৃণালের। হাইস্কুলের পড়া শেষ করে কলকাতায় আসেন। পদার্থবিদ্যা নিয়ে স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আজীবন বামপন্থায় বিশ্বাসী ছিলেন। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু কখনও পার্টির সদস্য হননি। ১৯৫৫-এ 'রাত ভোর'-এর মাধ্যমে পরিচালনা শুরু করেন মৃণাল। তাঁর পরের ছবি 'নীল আকাশের নীচে'। 'বাইশে শ্রাবণ'-এর মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি মেলে। তবে ১৯৬৯-এ মুক্তিপ্রাপ্ত 'ভুবন সোম'-এর মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতি আসে। পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে

যত্রতত্র রাখা গাড়ি, দমকলের ইঞ্জিন ঢুকতেই পারল না আবাসনে, পুড়ে মৃত ৫

Image
আবাসনে ফ্ল্যাটের সংখ্যা ১৪৮। আর সেখানে গাড়ি রাখার জায়গা মাত্র ৬০টি। ফলে অধিকাংশ গাড়িই বেআইনি ভাবে রাখা থাকে আবাসনে ঢোকার রাস্তায়। ফলে জরুরি পরিস্থিতিতে আবাসনে ঢুকতে পারে না ফায়ার ব্রিগেডের গাড়ি বা অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার রাতে এই গাফিলতিতেই ৫ জনের প্রাণ গেল মুম্বইয়ের সরগম সোসাইটিতে।  বৃহস্পতিবার রাতে আগুন লাগে সগরম সোসাইটির ৩৫ নম্বর বহুতলের ১৪ তলায়। ঘটনায় মৃত্যু হয় ৫ জনের। সময়মতো পৌঁছেও গাড়ি আবাসনের ভিতরে ঢোকাতে না পারায় উদ্ধারকাজ শুরু করতে দেরি হয় দমকল কর্মীদের। ল্যাডারের বদলে সিঁড়ি দিয়ে উঠে উদ্ধারকাজ শুরু করেন তারা। মুম্বই দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, কর্মীরা সেখানে পৌঁছে দেখেন আবাসনের অধিকাংশ খোলা জায়গায় রাখা হয়েছে গাড়ি ও মোটরসাইকে। ফলে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢোকানোর জায়গা নেই।  মুম্বই পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, মেইন গেট থেকে শুরু করে গোটা আবাসনে যেখানে সেখানে রাখা ছিল গাড়ি। এমনকী ইলেক্ট্রিকের মিটার বক্স ছুঁয়ে দাঁড় করানো ছিল কয়েকটি গাড়ি। যা অগ্নি নিরাপত্তা বিধির পরিপন্থী। আগুন লাগার পর দমকলের গাড়ির জন্য রাস্তা করে দিতে পড়িমরি করে গাড়ি সরাতে শুরু করেন আবাসিকরা। কি

সাগরমেলায় নজরদারিতে ১২ ড্রোন, ৭০০ সিসিটিভি, ভেসেলে জিপিএস

Image
দেখে দেখে শেখা। সাগরের সমুদ্রতটে বালি দিয়ে বিশ্ব বাংলার লোগো ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফুটিয়ে তুললেন সাগরের দেবতোষ দাস। ঝিনুক ও শঙ্খের দোকান রয়েছে তাঁর। বললেন, '‌আমার কৌতূহল ছিল বালি দিয়ে কিছু করার। পুরীর সুদর্শন পট্টনায়কের শিষ্য সুরজিৎ মণ্ডল এখানে এসেছিলেন। উনি বালি দিয়ে কাজ করছিলেন। সেটা দেখেছিলাম। এরপর বন্ধুদের বলি, বালি দিয়ে বিশ্ব বাংলার লোগো আর মুখ্যমন্ত্রীর ছবি করলে কেমন হয়। তারা বলল, খুব ভাল। চেষ্টা করে দেখো না।' আরও বললেন, '‌বন্ধুরাই বালি তুলে দিল। বহু তীর্থযাত্রী এখানে পয়সা দেন। কিন্তু সেই পয়সায় আমি গরিব ছেলেমেয়েদের বইপত্র কিনে দিই। মহিলাদের জন্য সমুদ্রতটে অস্থায়ী শৌচাগার করে দিয়েছি।'‌ মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজির নির্দেশে জেলাশাসক রত্নাকর রাও মেলা উপলক্ষে সব ধরনের ব্যবস্থা করেছেন। নজরদারিতে থাকবে ১২টা ড্রোন। জিপিএস সিস্টেমের মাধ্যমে ভেসেলের গতিপ্রকৃতি জানা যাবে। নোংরা আবর্জনা পড়লেই সঙ্গে সঙ্গে তুলে ফেলতে ৪০টি ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ৭০০টি সিসি টিভি থাকছে। এছাড়া থাকছে এলইডি টিভি। মেগা কন্ট্রোল রুম খোলা হয়েছে। ২২০ কিলোমিটার জুড়ে মেটালিক ব্

আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলপাঠ্যে মুখ্যমন্ত্রীর কবিতা

Image
রাজপথের সিগন্যালে যে গান শোনা যায় তা এবার আবৃত্তি করতে শেখানো হবে স্কুল পড়ুয়াদের। পথনিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কবিতা লিখেছেন। রাজ্যের স্কুল সিলেবাসে সেই কবিতা অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে মমতার কবিতা পড়ানো হবে। স্কুলশিক্ষা দপ্তরের এক আধিকারিক এ প্রসঙ্গে জানিয়েছেন, "প্রতিষ্ঠাতাকে বাদ দিয়ে প্রতিষ্ঠান চলতে পারে না। সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের প্রতিষ্ঠাতা মুখ্যমন্ত্রী। তাই তাঁর কবিতা স্কুলপাঠ্যে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" প্রথম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পথনিরাপত্তা বিষয়টি শেখানোর উপর জোর দিয়েছে সরকার। নিচু ক্লাসে ছবি আঁকা, নাটকে অভিনয় করা প্রভৃতি শেখানো হয়। রাস্তায় নেমে এবার সচেতনতার পাঠ দেওয়া হবে ছাত্রছাত্রীদের। শিক্ষকদের নির্দেশ দেওয়া হচ্ছে স্থানীয় থানায় চিঠি দিতে হবে। পুলিশ যাতে স্কুলে গিয়ে পথ নিরাপত্তা বিষয়ে ক্লাস নেয় তা নিশ্চিত করবে প্রশাসন। পথ নিরাপত্তার মূল কয়েকটি কথা পড়ুয়ারা শিখে যাতে তা ছড়িয়ে দিতে পারে তা নিশ্চিত করতে চায় স্কুলশিক্ষা দপ্তর। বিকাশ ভবনের এক কর্তা জানিয়েছেন, "স্বাস্থ্য ও

মেলবোর্নে ঐতিহাসিক টেস্ট জয়, অপমানের প্রতিশোধ নিলেন বিরাট কোহলি

Image
প্যাট কামিন্সের নাম অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পদের জন্য প্রস্তাব করেছিলেন সে দেশের এক মহিলা ক্রিকেট তারকা মেগান স্কাট। তাঁর যুক্তি ছিল, একা প্যাটই সব কাজ সামলে দিচ্ছে। ব্যাট, বল, ফিল্ডিং সবেতেই ছেয়ে রয়েছেন তিনি। এমন দশাবতার দায়ত্বি নিলে দেশের হাল শুধরে যাবে। প্যাট কামিন্সের প্রধানমন্ত্রী হওয়া প্রায় পাকা হয়ে যেত। যদি কঠিন অ্যাসাইনমেন্ট তিনি উতরে দিতেন। নাথান লিঁয়কে তিনি বেছে নিয়েছিলেন নিজের ডেপুটি হিসাবে। তার পর কয়েক ঘণ্টা ধরে দাঁতে দাঁত চেপে লড়াই চালালেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার রাস্তাটা বোধ হয় এতটাই কঠিন। তাই মাঝপথে পা পিছলে গেল অজি পেসারের। এই জায়গা থেকে তাঁর প্রাপ্তি শুধু নামের পাশে অলরাউন্ডার তকমা যোগ করে ফেলা। ব্যস, ওইটুকুই। মেলবোর্ন টেস্টের বাকি পাওনাটুকু সুদে-আসলে গুনে গুনে বুঝে নিল বিরাট কোহলি অ্যান্ড কোং। বৃষ্টি সকালের দিকে ক্রিকেট ঈশ্বরের বরদান হয়ে এসেছিল। কিন্তু মেলবোর্নের অশুচি বাতাবরণে অজিদের সঙ্গ দিল না বেশিক্ষণ। এই হার খণ্ডাবে কে! ক্রিকেটের আচার-উপাচার মেনে যা হওয়ার তাই হল। অস্ট্রেলিয়ার হার। ভারতের নৈতিক জয়। মেলবোর্নের বাতাস বিষিয়ে তুলেছিল অজিরা। মাঠে ক্রিকেট

চণ্ডীগড়ের পাঁচ তারা হোটেলের স্পা-তে বিদেশি মহিলাকে ধর্ষণ!

Image
বেড়াতে এসে পাঁচতারা হোটেলে ধর্ষণের শিকার বিদেশি পর্যটক। ইংল্যান্ডের বছর চুয়ান্নর মহিলার অভিযোগ, হোটেলের স্পা-তে তাঁকে ধর্ষণ করা হয়েছে। চণ্ডীগড়ের আইটি পার্ক এলাকার ওই হোটেল কর্তৃপক্ষ প্রথমে ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ। মহিলা অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ ডিসেম্বর টুরিস্ট ভিসা নিয়ে তাঁর পুরুষ বন্ধুর সঙ্গে ওই হোটেলে ওঠেন ওই ব্রিটিশ মহিলা। পরের দিন হোটেলের স্পা-তে যান দু'জন। মহিলার অভিযোগ, প্রথমে তাঁর বন্ধু ম্যাসাজ করান। তার পর তিনি ফুট ম্যাসাজ করান। অভিযোগ, সেই সময়ই স্পা-এর কর্মী ফারহান জামা তাঁকে প্রথমে শ্লীলতাহানি ও পরে ধর্ষণ করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিনই তাঁরা হোটেল কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানান। হোটেল কর্তৃপক্ষও সেই দিনই অভিযুক্ত ফারহান জামাকে বরখাস্ত করেন। কিন্তু পুলিশকে তাঁরা কোনও কিছু জানাননি। ওই মহিলাও সেই সময় পুলিশে অভিযোগ করেননি। চণ্ডীগড় থেকে তাঁরা শিমলা বেড়াতে যান। সেখান থেকে ২৭ ডিসেম্বর ফিরে এসে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। তার পরই পুলিশ তদন্ত শুরু করে। ম্যাজিস্ট্রেটের সামনে মহিলার বয়ান র

পরকীয়ায় শ্যালিকার মেয়েকে ফাঁসিয়ে ভিনরাজ্যে চম্পট! শেষে যা অবস্থা হল ‘প্রেমিকে’র

Image
পরকীয়ায় ফাঁসিয়ে বছর ১৫-র নাবালিকাকে নিয়ে পুনে পালিয়ে গিয়েছিল যুবক। চারমাস পর পুনে থেকে সম্পর্কে নাবালিকার মেসোমশাই ওই অভিযুক্তকে গ্রেফতার করল বর্ধমানের কেতুগ্রাম থানার পুলিশ। পুনে থেকে উদ্ধার করা হয়েছে নাবালিকাকেও। পুনে থেকে ট্রানজিট রিমান্ডে অভিযুক্ত রেজাউল শেখ (৩৪)-কে নিয়ে এসে বর্ধমানের আদালতে পেশ করা হয়। নাবালিকার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে। দিন চারেক আগে পুনের উদ্দেশ্যে রওনা দেয় কেতুগ্রাম পুলিশ। সেখানে গিয়ে মুম্বই পুলিশের সহায়তায় ওই নাবালিকাকে উদ্ধার করতে সমর্থ হয় তারা। পুলিশ সূত্র জানা গিয়েছে, কেতুগ্রামের খলিপুর গ্রামের বাসিন্দা ১৫ বছরের নাবালিকা কুমোরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। ওই নাবালিকার বাবার অভিযোগ, গত ১০ আগস্ট রাতে তার মেয়ে বাথরুম যাওয়ার নাম করে ঘর থেকে পালিয়ে যায়। তারপর অনেক খোঁজাখুঁজি করেও কোনও হদিশ মেলেনি। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। রেজাউলের বিরুদ্ধে মেয়েকে পাচারের অভিযোগ আনে নাবালিকার বাবা। পুলিশ এই ঘটনায় গাফিলতি করছে বলে অভিযোগ তুলে তিনি কাটোয়া আদালতের দ্বারস্থ হন তিনি। এরপরই আদালতের নির্দেশে কেতুগ্রাম থানা নাবালিকা উদ্ধার অভিযানে নামে। মোবাই ফোনের সূত্র ধরেই তাঁ

বৃষ্টি বাঁচাতে পারল না অস্ট্রেলিয়াকে, মেলবোর্নে ঐতিহাসিক জয় ভারতের

Image
টেস্ট জয়ের পর ভারতীয় শিবিরের উচ্ছাস। অ্যালান বর্ডার এবং জেফ থমসন হয়ে উঠতে পারলেন না নেথান লায়ন ও প্যাট কামিন্স। ১৯৮২-র সেই বক্সিং ডে টেস্ট ম্যাচে জেতার জন্য ২৯২ রান তাড়া করে শেষ উইকেটে অ্যালান বর্ডার এবং জেফ থমসনের জুটি ৭০ রান যোগ করে ফেলেছিলেন। যদিও সে বারও শেষ রক্ষা হয়নি। আর এ বার মেলবোর্নেও হল না। এমনকি এ দিন মেলবোর্নে বৃষ্টিও বাঁচাতে পারল না টিম পেনদের। প্রত্যাশা মতোই মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে নিলেন কোহালিরা। টেস্ট ম্যাচ জেতার জন্য কোহালিদের দরকার ছিল দুই উইকেট। যদিও বৃষ্টির জন্য এ দিন বেশ খানিকটা দেরিতে খেলা শুরু হয়। প্রথম দিকে বৃষ্টির জন্য খেলা হওয়া নিয়ে আশঙ্কাও তৈরি হচ্ছিল। তবে পঞ্চম দিনের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই পেনদের শেষ দুই উইকেট তুলে নেয় ভারত। এ দিনের জয়ের ফলে ২-১ হল সিরিজ। এর পর দেখা হবে সিডনিতে। এখানে জিতলে ইতিহাসের হাতছানি কোহালির দলের সামনে। স্বাধীনতার সময় থেকে অস্ট্রেলিয়া সফর করছে ভারত। আজ পর্যন্ত কোনও অধিনায়ক এ দেশ থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেননি। কামিন্স যতই দাঁতে দাঁত চেপে লড়াই করুন, যতই বর্ডার-মাইকেল হাসিরা মনে করুন অস্ট্রেলীয় ক্রিকেট নতুন এক অলরাউন

বাঁদর মেরে মাংস খেতে খেতে ফেসবুক লাইভ, শ্রীঘরে ৬ যুবক

Image
বাঁদরের মাংস খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেরাই৷ ভিয়েতনামের ছ'জন যুবকের কীর্তি বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে বহু মানুষের টাইমলাইনে৷ এই কীর্তির জেরে আপাতত শ্রীঘরে ঠাঁই হয়েছে অভিযুক্তদের৷  অভিযুক্ত ওই যুবকেরা প্রত্যেকেই ভিয়েতনামের বাসিন্দা৷ ৩৫ থেকে ৫৯ বছর বয়সি সকলেই৷ পুলিশ সূত্রে খবর, কয়েক লক্ষ টাকা দিয়ে একটি বাঁদর কেনে এক যুবক৷ তারপর ওই বাঁদরটির সঙ্গে নিজেদের মোবাইলের ক্যামেরায় একটি করে ছবি তোলে৷ এতেই শেষ নয়৷ এরপর তারা শুরু করে ফেসবুক লাইভ৷ যেখানে বাঁদরটিকে কাটা দেখানো হয়৷ শুধু তাই নয়, মৃত বাঁদরটির মাংসও বেশ তাড়িয়ে তাড়িয়ে খায় ছ'জন৷ এই ভিডিওটি দেখে অনেকজন৷ এরপর বিদ্যুতের গতিতে লাইভ ভিডিও ছড়িয়ে পড়ে অনেকের টাইমলাইনে৷ ওই ভিডিও দেখে সমালোচনায় সরব হন নেটিজেনরা৷ পশুপ্রেমীরা ঘটনার নিন্দা করতে শুরু করেন৷ সোশ্যাল মিডিয়ায় নিজেরাই নিজেদের ঘৃণ্য কাজের উদাহরণ তুলে ধরার পরেও কীভাবে পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না, তা নিয়েই শুরু হয় তুমুল চর্চা৷ যদিও নেটিজেন এবং পশুপ্রেমীদের আলাপ আলোচনা থেকে বেশি দিন নিজেদের দূরে রাখতে পারেননি পুলিশ আধিকারিকরা৷ ঘটনা প্রচারের আলোতে

ফিরল ভয়াবহ দিনের স্মৃতি, গঙ্গাবক্ষে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

Image
সালটা ছিল ১৯৪২৷ ইউরোপ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে হিটলারের নাৎসি বাহিনী৷ জ্বলছে এশিয়া মহাদেশও৷ সীমানা বিস্তারে যুদ্ধের দামামা বাজিয়েছে হিরোহিতোর জাপান৷ 'ইম্পেরিয়াল জাপানিজ আর্মি'র দাপটে কাঁপছে মিত্রশক্তি৷ ফিলিপিন্সে জাপানি সেনার সামনে মাথা নত করেছেন মার্কিন জেনারেল ডগলাস ম্যাকার্থার৷ ব্রিটিশ দম্ভ গুঁড়িয়ে দিতে ভারতের দিকেও নজর দিয়েছেন সম্রাট হিরোহিতো৷ তারপর এল সেই দিন, ৪২-এর ২০ ডিসেম্বর ঝাঁকে ঝাঁকে উড়ে এল জাপানি বোমারু বিমান৷ মহানগরীর বুকে আছড়ে পড়ল একের পর এক বোমা৷ বাকিটা ইতিহাস৷ তা অতীতের ছাপ যে সহজে মেটার নয়, তা ফের প্রমাণিত হল৷ গঙ্গাবক্ষ থেকে উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের বোমা৷ কলকাতা পোর্ট ট্রাস্টের এক আধিকারিক জানিয়েছেন, কলকাতা বন্দরের নেতাজি সুভাষ ডকে ড্রেজিং চলার সময় বোমাটি উদ্ধার করা হয়৷ সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশে জানানো হয়৷ তারপরই এলাকাটি ঘিরে ফেলে সিআইএসএফ৷ ঘটনাস্থলে পৌঁছান সেনা ও নৌসেনার আধিকারিকরা৷ নৌসেনা আধিকারিক কোমোডর সুপ্রভ কে দে জানান, বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের৷ কোনও জাহাজ বা বিমান থেকে এটি পড়ে গিয়ে থাকতে পারে৷ তিনি আরও জানান, বিস্তারিত পরীক্ষা করে জানা য

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু যুবক-যুবতির, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন?

Image
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল যুবক ও যুবতির। মৃতদের নাম গণেশ ঘোষ (২৯) ও সাবিনা বিবি (২৪)। দু'জনের বাড়ি সুতি থানা এলাকায়। শুক্রবার রাতে সাবিনা বিবির বাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় দু'জনকে উদ্ধার করা হয়। গতকাল জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মারা যান সাবিনা বিবি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় গণেশ ঘোষের। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছে, গণেশ ও সাবিনার মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেকারণে তাঁদের গায়ে আগুন লাগিয়ে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। সাবিনা বিবির স্বামী পেশায় রাজমিস্ত্রি। কাজের জন্য বাইরে থাকেন। দুই সন্তানকে নিয়ে বাড়িতে একাই থাকতেন সাবিনা। গণেশ ঘোষ সাবিনা বিবির বাড়িতে দুধ দিতে আসতেন। পাশেরই মধুডিহি গ্রামে বাড়ি গণেশের। তিনি বিবাহিত। এক সন্তানও রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, গণেশের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল সাবিনার। বছর তিনেক ধরে একে অপরকে ভালোবাসত তাঁরা। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধেবেলা সাবিনার বাড়িতে দুধ দিতে এসেছিলেন গণেশ। তারপরই দু'জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। সুতি থানার পুলিশ অগ্নিদগ্ধ দু'জনকে উদ্ধা

বর্ষবরণের রাতে ইভটিজিং রুখতে রাস্তায় নামছে ৪০ হাজার পুলিশ

Image
মুম্বই: বর্ষবরণের রাতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর মুম্বই পুলিশ৷ ওই দিন মহিলাদের সঙ্গে অভব্যতা, উচ্ছৃঙ্খলতা, শ্লীলতাহানির ঘটনা এড়াতে রাস্তায় নামানো হচ্ছে ৪০ হাজার পুলিশ৷ থাকছে সাদা পোশাকের পুলিশ৷ জায়গায় জায়গায় বসছে ক্যামেরা৷ শনিবার জানিয়েছে মুম্বই পুলিশের এক উচ্চ আধিকারিক৷   পুরুষদের সঙ্গে মহিলারাও বর্ষবরণের আনন্দে মেতে ওঠেন৷ তবে ওই দিন পুলিশের কাছে মহিলাদের সঙ্গে অভব্য আচরণের ভুরি ভুরি অভিযোগও জমা পড়ে৷ এই ধরনের ঘটনা আটকাতে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় মুম্বই পুলিশ স্পেশাল স্কোয়াড নামাবে৷ মহিলাদের সঙ্গে কোনও অপ্রীতিকর বা ইভটিজিংয়ের মতো ঘটনা ঘটলেই তৎক্ষণাত ব্যবস্থা নেবেন তারা৷ এছাড়া রাস্তায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েনও করা হবে৷ মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার এম সিনজে জানান, বর্ষবরণের রাতে ৪০ হাজার পুলিশকে রাস্তায় নামানো হবে৷ মুম্বই পুলিশ ছাড়া সেখানে থাকবে রিজার্ভ ফোর্স, হোম গার্ড ও বম্ব স্কোয়াড৷ জনবহুল জায়গাগুলিতে একদিন আগে থেকেই টহল দিতে শুরু করেছে অ্যান্টি স্যাবোটাজ স্কোয়াড ও বম্ব স্কোয়াড৷ এছাড়া এই সময় শহরে বেআইনি কার্যকলাপের ঘটনা বহুগুণ বেড়ে যায়৷ তাই দু

শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে উড়ল ISIS-এর পতাকা

Image
শ্রীনগরের জামিয়া মসজিদে উড়ল ইসলামিক স্টেটস বা ISIS-এ পতাকা। শুক্রবার জামিয়া মসজিদে নমাজ শুরুর কিছুক্ষণ পর কয়েক মুহূর্তের জন্য সেখানে ISIS-এর পতাকা ওড়াতে থাকেন কয়েকজন যুবক। চোখের নিমেশে যদিও গায়েব হয়ে যায় তারা। শুক্রবার জুম্মার নমাজ শেষ হওয়ার পর তখন শ্রীনগরের জামিয়া মসজিদে পাতলা হয়ে এসেছে ভিড়। এমন সময় হুড়মুড়িয়ে মসজিদে ঢোকে কয়েকজন যুবক। মসজিদে যেখানে দাঁড়িয়ে জনতাকে সম্মোধন করেন ইমাম মিওয়াইজ উমর ফারুখ, সেখানে বেয়ে উঠে পড়ে মুখ ঢাকা এক যুবক। সেখানেই আইসিসের পতাকা ওড়ায় সে।  ঘটনার আকস্মিকতা কাটিয়ে এক ব্যক্তি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন পতাকাটি। এর পর টেনে নামাতেও যান তিনি। কিন্তু যুবক কোনও ক্রমে ইমামের জন্য নির্দিষ্ট মঞ্চে উঠে পতাকাটি ওড়াতে সফল হয়। ঘটনার সময় নীচে দাঁড়িয়ে কট্টরপন্থী স্লোগান দিতে শোনা যায় ওই যুবকের কয়েকজন অনুগামীকে। ঘটনার তীব্র নিন্দা করেছে জামিয়া মসজিদ কর্তৃপক্ষ। তাদের তরফে স্পষ্ট বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ঘটনাটি পরিকল্পনামাফিক ঘটনো হয়েছে। এতে সাধারণ মানুষের ভাবাবেগ আহত হয়েছে। জামিয়া মসজিদের এক মুখপাত্র জানিয়েছেন, একদল মস্তিষ্কহীন দুষ্কৃতীর কাজ এটা।

ভোট শুরু বাংলাদেশে, বুথে-রাস্তায় ৭ লক্ষ সেনা এবং নিরাপত্তারক্ষী

Image
আজ বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সংসদীয় বা নির্বাচনী গণতন্ত্রের রাস্তায় আজ আরও এক ধাপ এগোতে চলেছে বাংলাদেশ। গণতন্ত্রের উত্সবে মেতে উঠল ভাষা আন্দোলনের দেশ, যার স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে আর ঠিক তিন বছর পর। অর্থাত্, এই ভোটে যারা জিতবে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের সরকারি দায়িত্ব বর্তাবে তাদের হাতেই। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট হচ্ছে রবিবার। প্রাক্ নির্বাচনী হিংসা এ বার অতীতের থেকে কম। কিন্তু ভোটের দিনে সব পরিস্থিতির মোকাবিলায় তৈরি রাখা হয়েছে সে দেশের সেনা থেকে শুরু সব ধরণের নিরাপত্তা বাহিনীকে। বাংলাদেশ জুড়ে শনিবার থেকেই মোবাইলের থ্রি-জি এবং ফোর-জি পরিষেবা স্তব্ধ করে দেওয়া হয়েছে। দলীয় সরকারের অধীনে এবং সব দলের অংশগ্রহণে, ১৯৯০ সালের পর এই প্রথম ভোট হচ্ছে বাংলাদেশে। এটা বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ মানুষের মধ্যে ভোটদানের উত্সাহ নজর পড়ার করার মতো। আবার এই ভোটের দিকে তাকিয়ে আছে ভারত-সহ বাকি বিশ্বও। এই ভোট সফল এবং শান্তিপূর্ণ হলে, বাংলাদেশের নির্বাচনী গণতন্ত্রের ভিত আরও শক্ত হবে সন্দেহ নেই। ভোটগ্রহণ শুরু বাংলাদেশি সময় সকাল ৮টায় (ভারতীয় সময় সকাল সাড়ে

বুলন্দশহরের পর এবার গাজিপুরে পাথর ছুঁড়ে পুলিস খুন

Image
এক মাসের মধ্যে দুবার। বুলন্দশহরের পর গাজিপুর। ফের পুলিস খুন উত্তর প্রদেশে। এবার অভিযোগ নিষাদ পার্টির বিরুদ্ধে। এদিন ঘটনাস্থলের কিছু দূরেই সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই কর্তব্যরত ছিলেন পুলিশ কর্মী সুরেশ ভাট। তিনি ডিউটি সেরে ফেরার পথে নিষাদ পার্টির অবরোধের পথে পড়েন। সেখানে একটি পুলিসের দলকে বিক্ষোভরত দলকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়। সেখানে পুলিসের সঙ্গে প্রথমে ধস্তাধস্তি বাধে, তারপরেই প্রতিবাদী গুণ্ডারা পাথর ছুঁড়তে শুরু করে। অনেকটা কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের কায়দায়। সেই পাথরের আঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ঘটনার রিপোর্ট জমা দেওয়ার জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছে। ঘটনার পরেই অভিযুক্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার পরেই মৃতের পরিবারের জন্য ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। বুলন্দশহরে গো হত্যা বিরোধী প্রচারের মুখে পড়ে প্রাণ হারাতে হয়েছিল ইন্সপেক্টর সুবোধ সিংকে। তারপর দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। এরপরেই বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাতেও যে রাজ্য সুরক্ষিত নয়, তা এদনিই ফের প্রমাণিত হয়ে

সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন, পুড়ে গেল দোকান, বন্ধ ট্রেন

Image
সন্তোষপুর স্টেশনের পাশে শনিবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে গেল অসংখ্য দোকান। ঠিক কী কারণে, স্টেশনের পাশে ঝুপড়িতে আগুন লেগেছে, তা এখনও বোঝা সম্ভব হয়নি। এদিন রাতে সন্তোষপুর রেল স্টেশনের পাশে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। খবর পাওয়া গিয়েছে, একে একে ফল, সবজি সহ স্টেশন সংলগ্ন এলাকার সমস্ত দোকান পুড়ে যায়। প্রচণ্ড তাপে বেঁকে যায় টিন। এলাকায় পৌঁছয় বিশাল দমকল বাহিনী। রাত দশটা পর্যন্ত খবর পাওয়া গিয়েছে, দমকল কর্মীরা আগুন কিছুটা নিয়ন্ত্রণ এনেছেন। কোথাও ভিতরে আগুন রয়েছে কি না, সেটা এখন খতিয়ে দেখছেন তাঁরা। এই ঘটনার ফলে সন্ধ্যের পর থেকেই বন্ধ হয়ে যায় শিয়ালদা বজবজ শাখার ট্রেন চলাচল। ট্রেন আটকে যায় আকড়া স্টেশনে। আগুন এতটাই বড় আকার ধারণ করে যে রাত পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়নি। সন্তোষপুর স্টেশনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যাতে বড় কোনও বিপদ না ঘটে, সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এখনও পর্যন্ত কোনও ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে অসংখ্য দোকান পুড়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।