১৩০ কোটি ভারতীয় অনেক ভালো কাজ করছে : মোদি


দিল্লি : আজ সকাল ১১টায় 'মন কী বাত' রেডিও অনুষ্ঠানের ৫১তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখেন। ২০১৮ সালের শেষ মন কী বাত ছিল আজ। দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি বক্তৃতায় সহিষ্ণুতা, খোলামেলা আলোচনার পরিবেশ, অন্যের অধিকারকে সম্মান দেওয়ার বিষয়গুলি নিয়ে বলেন তিনি।

প্রধানমন্ত্রী মোদি বলেন , "নেতিবাচক কথা ছড়ানো খুব সহজ। কিন্তু আমাদের সমাজে, আমাদের আশপাশে অনেক কিছু ভালো কাজ হচ্ছে। এবং এ সবই ১৩০ কোটি মানুষের মিলিত প্রচেষ্টায়।" মোদি বলেন, "২০১৮ সালে স্বাস্থ্য বীমা, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প চালু করেছে সরকার। দেশের প্রতিটি গ্রামে পৌঁছেছে বিদ্যুৎ। বিশ্বব্যাপি সংস্থাগুলি স্বীকার করে নিয়েছে যে ভারত তাদের নাগরিকদের দারিদ্র থেকে বের করে আনছে।"

১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভ মেলাতে আগত তীর্থযাত্রীদের সোশাল মিডিয়াতে ছবি শেয়ার করতে বলেন মোদি। তিনি বলেন, সোশাল মিডিয়াতে ছবির মাধ্যমে আরও বেশি লোককে এই মেলা পরিদর্শন করতে অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী সমাজে খেলোয়াড়দের গুরুত্ব সম্পর্কেও কথা বলেন। কুম্ভ মেলা জাতীয় ঐক্যের নিদর্শন বলে জানান তিনি।