Posts

Showing posts from June 12, 2018

ড্রাইভিং লাইসেন্সকে আধারের সঙ্গে যুক্ত করতে চায় কেন্দ্র

Image
নয়াদিল্লি: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্যাস সিলিন্ডারের ভর্তুকি সব ক্ষেত্রেই আধার নম্বর সংযুক্তিকরণকে বাধ্যতামূলক করতে চাইছে কেন্দ্র। ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার নম্বর যুক্ত করতে চাওয়ার পিছনে কোন কারণ লুকিয়ে আছে তা এদিন জানান কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এদিন এক সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেন, আধারের সঙ্গে ড্রাইভিং লাইসেন্সকে সংযুক্তিকরণ নিয়ে পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ির সঙ্গে কথা বলেছেন তিনি। পরিবহণমন্ত্রীর মতে, একজন ব্যক্তি নিরীহ মানুষদের গাড়ি চাপা দিয়ে অন্য জায়গায় পালিয়ে গিয়ে পরিচয় বদলে লুকিয়ে থাকলে তাকে ধরা সহজ হবে। কেউ নিজের নাম, চেহারা বদলাতে পারলেও কখনও আঙুলে ছাপ বদলাতে পারবে না। ২০১৭ সাল থেকেই ড্রাইভিং লাইসেন্স-এর সঙ্গে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ আধারকে যুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্র। ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধারকে যুক্ত করার পক্ষেই সওয়াল করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। আধারের জন্য সংগৃহীত বায়োমেট্রিক তথ্যকে কাজে লাগিয়ে জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি বন্ধ করতে প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্র। যদিও এখনও ড্রাইভিং লাইসেন্স-এর সঙ্গে আধার সংযুক্তিকরণের

এয়ারটেলকে টেক্কা দিয়ে এ বার ডাবল ধামাকা জিও-র

Image
এ বার থেকে প্রতিদিন আরও বেশি। বিশ্বকাপের বাজারে এয়ারটেলকে ফের টেক্কা দিতে জিও নিয়ে এল ডাবল ধামাকা। শুধু তা-ই নয়, সারা জুন মাস জুড়ে নানা অফারের বন্যা বইয়ে দিল জিও। এ বার জিও ঘোষণা করল প্রতি দিন সব গ্রাহককে অতিরিক্ত ১.৫ জিবি ডেটা দেওয়ার কথা। গ্রাহক টানতে এয়ারটেল ইতিমধ্যে তাদের ১৪৯ ও ৩৯৯ টাকা প্যাকেজের বিশেষ কয়েক জন গ্রাহককে প্রতি দিন ১ জিবি করে বেশি ডেটা প্ল্যান ঘোষণা করেছে। কিন্তু সেই হিসেবকে টেক্কা দিয়ে জুন মাস জুড়ে প্রতি দিন দেড় জিবি অতিরিক্ত হাই স্পিড ডেটা দেওয়ার কথা জানিয়ে দিল জিও। এবং তা দেওয়া হবে সব গ্রাহককে। হিসেব এক নজরে • ১৪৯, ৩৪৯, ৩৯৯, ৪৪৯ টাকার জিও গ্রাহকরা আগে প্রতি দিন পেতেন ১.৫ জিবি ডেটা। এ বার জুন মাস জুড়ে প্রতিদিন পাবেন হাই স্পিড ৩ জিবি ডেটা। • ১৯৮, ৩৯৮, ৪৪৮, ৪৯৮ টাকার জিও গ্রাহকরা আগে প্রতি দিন পেতেন ২ জিবি ডেটা। এ বার জুন মাস জুড়ে প্রতিদিন পাবেন হাই স্পিড ৩.৫ জিবি ডেটা। • ২৯৯ টাকার জিও গ্রাহকরা আগে প্রতি দিন হিসেবে পেতেন ৩ জিবি ডেটা। এ বার বাকি জুন মাস জুড়ে প্রতিদিন পাবেন হাই স্পিড ৪.৫ জিবি ডেটা। • ৫০৯ টাকার জিও গ্রাহকরা আগে দিনে পেতেন ৪ জিবি ডেটা। এ বার জুনের বা

স্বচ্ছ ভারত গড়তে ৭০ লাখি গাড়িতে আবর্জনা বইলেন চিকিৎসক

Image
স্বচ্ছ ভারত অভিযানে নজির গড়লেন চিকিৎসক। ৭০ লক্ষ টাকা দামের গাড়িতে আবর্জনা বহন করে অভিযানে অংশ নিতে সবাইকে আহ্বান জানালেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে সেলেবদেরও এই মহৎ কাজে অংশ নিতে আহ্বান জানিয়েছেন তিনি। এই সংক্রান্ত এই ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপর থেকেই সমাজের কাছে হিরো এই চিকিৎসক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানের ভক্ত অভিনীত গুপ্তা। মনেপ্রাণে ওই অভিযানকে সমর্থন করেন ভোপালের ওই চিকিৎসক। শহরে ওই চর্মরোগ চিকিৎসকের একটি ক্লিনিকও রয়েছে। চিকিৎসক হিসেবে যথেষ্ট সুনামও রয়েছে তাঁর। তবে শুধু সাফাই অভিযানে সমর্থন জানিয়েই ক্ষান্ত থাকেননি তিনি। প্রধানমন্ত্রীর স্বপ্ন সফল করতে হাতেকলমে পাঠও দিচ্ছেন তিনি। নিজের বিদেশি গাড়িতেই এবার আবর্জনা বয়ে স্বচ্ছতার বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টায় নামেন তিনি। বহুমূল্য ওই গাড়িটির সঙ্গে একটি ট্রলি জুড়ে নেন অভিনীত। তাতে করে আবর্জনা বয়ে নিয়ে যান তিনি। রাস্তায় এহেন দৃশ্য দেখে থমকে যান পথচারীরা। এই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়। তারপরই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মেডিয়ায়। ওই চিকিৎসকের প্রশংসায় একের একের এক মন্তব্য করেন নেটিজেনর

জল ছাড়াই ৭০ বছর কাটিয়ে দিয়েছেন এই যোগী

Image
মেহসানা(গুজরাত) : কথায় আছে, জলই জীবন৷ আর সেই জল ছাড়াই কেটে গেল ৭০ টা বছর৷ এমনটাই দাবি করলেন এক যোগী৷ জানা গিয়েছে, তিনি গুজরাতের বাসিন্দা৷ নাম প্রল্হাদ জানি৷ বয়স ৮৯ ছুঁইছুঁই৷ সাত দশক ধরে তিনি নাকি বেঁচে রয়েছেন জল এবং খাবার ছাড়াই৷ আশির কোঠার যোগীর পরনে রয়েছে লাল রঙের বস্ত্র৷ পেয়েছেন 'মাতাজি'র তকম৷ শারীরিক দিক থেকেও বেশ সক্ষম৷ তবে, কাজ নিয়ে তিনি বেশ গর্বিত৷ ইতিমধ্যেই তাঁর বেঁচে থাকার ধরণ হয়ে উঠেছে বিজ্ঞানীদের আগ্রহের বিষয়বস্তু৷ অনেক ধরণের শারীরিক পরীক্ষাই করা হয়েছে৷ গবেষণা থেকে বাদ যায়নি তাঁর আশ্রমের গাছগুলিও৷ তবে, এই আশ্চর্য ধরণের জীবনযাপনের রহস্য খুঁজতে ব্যর্থ হয়েছেন বিজ্ঞানী সহ চিকিৎসকরা৷ এর আগে প্রল্হাদ জানিকে নিয়ে গবেষণা করা হয়েছিল ২০১০ সালে৷ যেখানে দুটি বড় সংস্থা যৌথভাবে করেছিল গবেষণাটি৷ টানা ১৫ দিনের ক্যামেরার নজরবন্দিতে রাখা হয়েছিল তাঁকে৷ এমারআই, এক্স-রে সহ একাধিক শারীরিক পরীক্ষা নেওয়া হয়৷ গবেষণার ফল হিসেবে জানানো হয় যে প্রল্হাদ জানি, তাঁর শরীরিক অভিযোজন ক্ষমতা সাধারণের থেকে অনেক বেশি৷ 'ধ্যান'ই নাকি তাঁকে জীবনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়৷

মাকে খুন, দোষীর ১০ বছরের কারাদণ্ড

Image
রায়গঞ্জ : মাকে খুনের অভিযোগে এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল ইসলামপুর আদালত। আজ ইসলামপুর ফাস্টট্র্যাক ২-র বিচারপতি অরুণ রাই এই নির্দেশ দেন। পরিবার সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের ১১ ডিসেম্বর ইসলামপুর কলেজপাড়ার বাসিন্দা গৌতম দত্তের সঙ্গে তার মা পার্বতীদেবীর গন্ডগোল হয়। এরপর গৌতম পাশে থাকা একটি বাটাম দিয়ে মায়ের মাথায় আঘাত করে। ঘটনাস্থানেই মৃত্যু হয় পার্বতীদেবীর। এই ঘটনায় গৌতমের বোন অন্নপূর্ণা ভাইয়ের বিরুদ্ধে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে গৌতমকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ।  দীর্ঘ ৪ বছর মামলা চলার পর আজ ইসলামপুর আদালতের ফাস্টট্র্যাক ২-র বিচারপতি অরুণ রাই গৌতম দত্তকে ১০ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। 

সপ্তম বেতন কমিশন অনুযায়ী অবসর-প্রাপ্ত শিক্ষক-শিক্ষাকর্মীর জন্যে বড় ঘোষণা

Image
নয়াদিল্লিঃ  বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সেদিকে তাকিয়েই সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বড়সড় সিদ্ধান্ত নিলেন মোদী। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে বাড়তে চলেছে কয়েক লক্ষ অবসর-প্রাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মীর পেনশন। ভাতা বাড়তে চলেছে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রের অধীনে থাকা কলেজগুলির শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরও। মোদী সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ২৩ লক্ষ অবসর নেওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। আজ মঙ্গলবারই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পরেই মানব-সম্পদ উন্নয়ন প্রকাশ জাভেড়কর টুইট করেন, , "The @narendramodi govt has revised pension of retired faculty & other non-teaching staff in Central Universities and Colleges as per the recommendations of the 7th Central Pay Commission. Around 25000 present pensioners will benefit in Central Universities and #UGC maintained #Deemed to be #Universities to the tune of Rs. 6000 to Rs.18000." এরপরে তিনি ফের টুইট করে জানান, "This move of govt will benefit approx 8 lakh teachers & 15

ম্যাট্রিমনি সাইটে প্রতারণা, তরুণীর কাছ থেকে সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নিল ‘পাত্র’

Image
ম্যাট্রিমনি সাইটে প্রতারণার ফাঁদ। মিথ্যা পরিচয় দিয়ে সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। প্রতারণার শিকার হুগলির এক তরুণী। ঘটনায় গুরুগ্রাম থেকে নাইজেরিয়ার তিন নাগরিককে গ্রেপ্তার করল উত্তরপাড়া থানার পুলিশ। ধৃতদের কাছে মিলল নগদ সাড়ে চার লক্ষ টাকা, ল্যাপটপ, ডেবিট কার্ড ও ৩৫টি মোবাইল। ওই তিন বিদেশিকে ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে রাজ্যে। স্বামী-স্ত্রী আর সন্তান। ছোট পরিবার। কর্মব্যস্ত জীবনে আত্মীয় বা বন্ধুদের সঙ্গেও তেমন যোগাযোগ থাকে না। পাত্র বা পাত্রীর সন্ধান দেবে কে! ডিজিটাল যুগে সন্তানকে সংসারী করতে অভিভাবকদের ভরসা ম্যাট্রিমনি সাইট। অনেকে সময় আবার মনের মতো সঙ্গী পাওয়ার জন্য নিজেরাই ম্যাট্রিমনি সাইটে নাম নথিভুক্ত করেন তরুণ-তরুণীরা। ঠিক যেমনটা করেছিলেন হুগলির এক তরুণী। ওই তরুণীর অভিযোগ, ম্যাট্রিমনি সাইটে মিথ্যা পরিচয় দিয়ে তাঁর সঙ্গে আলাপ জমিয়েছিল এক যুবক। বিদেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে মাসখানেক আগে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। ঘটনার তদন্তে নেমে গুরুগ্রাম থেকে নাইজেরিয়ার তিনজন নাগরিককে গ্রেপ্তার

স্ত্রীর ফেসবুক-আসক্তি নিয়ে ঝগড়ার জের, বেঙ্গালুরুতে আত্মঘাতী দম্পতি

Image
বেঙ্গালুরু: স্ত্রী-র ফেসবুকের আসক্তি মেনে নিতে না পেরে ২ বছরের সন্তানের সামনেই সিলিং ফ্যান থেকে ঝুলে পড়ে আত্মঘাতী স্বামী। কিছুক্ষণ পর, একই ভাবে অন্য ঘরে আত্মঘাতী হন স্ত্রী-ও।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার বেঙ্গালুরুতে। সোশ্যাল মিডিয়ার আসক্তির জন্য বহু সময় দম্পতিদের মধ্যে বিস্তর ঝগড়া হয়ে থাকে। কখনও সেই বাদানুবাদ হিংসাত্মক রূপ নেয়। খবরে প্রকাশ, স্ত্রী সৌম্যার (২৩) ফেসবুকের প্রতি আসক্তি নিয়ে হামেশাই স্বামী অনুপের (২৮) সঙ্গে ঝগড়া হতো। পুলিশ জানিয়েছে, বহুবার, স্ত্রীকে ফেসবুক থেকে দূরে থাকতে বলে অনুপ। কিন্তু, স্বামীর কোনও কথায় গ্রাহ্য করেননি সৌম্যা। তাঁর ফেসবুক-আসক্তি না কমায় রবিবার রাতে দুজনের অশান্তি চরম আকার নেয়। জানা গিয়েছে, একটা সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল চিৎকার-চেঁচামেঁচি হয়। তখন, অনুপ তাঁর শ্যালক রবিচন্দ্রণকে ফোন করে জানান, সৌম্যার সঙ্গে তিনি থাকতে চান না। তিনি যেন বোনকে নিয়ে যান। ভগ্নিপতিকে শান্ত থাকার পরামর্শ দিয়ে শ্যালক জানান, তিনি বেঙ্গালুরু আসছেন। সোমবার সকালে, বোন সৌম্যাও রবিচমন্দ্রণকে ফোন করে আসতে বলেন। দুপুরে শ্যালক এসে ডাকাডাকি করা সত্ত্বেও কেউ সাড়া না দেওয়ায়, তিনি প

মৌসুমীর আত্মহত্যা ‘লাইভ’ দেখছিল প্রেমিক, গ্রেফতার করল পুলিশ

Image
আত্মঘাতী হওয়ার সময় সোনারপুরের তরুণী যখন ফেসবুক লাইভ করছিলেন, তখন উল্টো পারে ছিলেন তাঁর প্রেমিক। এমনকি ওই তরুণ সেখানে কমেন্টও করছিলেন। এর পর ওই তরুণী আত্মহত্যার হুমকি দিয়ে গলায় ওড়নায় ফাঁস লাগানো মাত্রই প্রেমিক মোবাইল বন্ধ করে দেন। ভেবেছিলেন তাতেই বিষয়টি থেমে যাবে। কিন্তু, শেষমেশ ওই তরুণী আত্মহত্যা করেন। তদন্তে নেমে পুলিশ আত্মঘাতী মৌসুমীর মোবাইলের সূত্রেই 'আরিয়ান' নামের ওই তরুণকে গ্রেফতার করেছে। তাঁকে মঙ্গলবার বারুইপুর আদালতে হাজির করানো হবে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, 'আরিয়ান' নামে ভুয়ো একটি ফেসবুক প্রোফাইল খুলেছিলেনসুমন দাস। এই আরিয়ানই যে সুমন, জানতেন না তাঁর প্রেমিকা মৌসুমী মিস্ত্রি।কিছু দিন আগে বন্ধুরাই তাঁকে জানিয়ে দেয় সুমনের এই 'কীর্তি'র কথা। তার পর থেকে, দু'জনের মধ্যে তুমুল বিবাদ। অন্য মেয়েদের সঙ্গে ফেসবুকে চ্যাট, ঘনিষ্ঠতা মেনে নিতে পারছিলেন না মৌসুমী। অনেক বার বারণও করেছিলেন সুমনকে। কিন্তু তাঁর কথায় কান দিতেন না ওই যুবক।   দু'জনের পাশাপাশি পাড়ায় বাড়ি। শনিবার পাড়ার জলসা থেকে ফিরে ফোনে ফের এ নিয়ে দু'জনের মধ্যে বচসা হয়। তারই মধ্যে ফেস

স্ত্রীর সঙ্গে আলাদা করে দেখা করতে চেয়ে অন্ধকারে শিক্ষক স্বামী যা করলেন...

Image
একই পাড়ার বাসিন্দা। সেই সূত্রে পরিচয়, প্রেম, বিয়ে। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই সমস্যার সূত্রপাত।  শুরু হয় বিয়ে ভাঙার প্রক্রিয়া। আদালতে মামলা মোকদ্দমা চলার ফাঁকেই স্ত্রীকে ফোন করে দেখা করতে চেয়েছিলেন শিক্ষক স্বামী। কথা ফেরাতে পারেননি স্ত্রী, ভেবেছিলেন হয়তো মিটে যাবে সমস্যা, হয়তো সেদিনের সেই সাক্ষাত্-তেই ফের নতুন করে শুরু হবে জীবন। কিন্তু ভুল ভাঙল স্ত্রীর।   মন ভুলিয়ে রাস্তায় ডেকে নিয়ে গিয়েও স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। প্রকাশ্যে এই কাজ করতে গিয়ে স্থানীয়দের হাতেনাতে ধরা পড়ে যান শিক্ষক।  ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ১৬ নম্বর ওয়ার্ডের বন্দর এলাকায়।  স্থানীয়সূত্রে জানা গিয়েছে, বছর সাতেক আগে রায়গঞ্জ শহরের বন্দরের বাসিন্দা প্রসেনজিৎ সাহার সঙ্গে বিয়ে হয় ওই এলাকারই বাসিন্দা নবনিতা সাহার। অভিযোগ, বিয়ের ৪ বছর পর থেকে নবনীতার উপর  শারীরিক ও মানসিক অত্যাচার করতেন প্রসেনজিত্। রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপর বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের হয়।  নবনীতা নিজের বাড়িতে এসে থাকতে শুরু করেন। সোমবার দুপুরে প্রসেনজিৎ তাঁর স্ত্রী নবনিতার সঙ্গে দেখা করতে চান

ফেসবুকের মাধ্যমে প্রেমের জালে ফেলে সর্বস্ব লুঠ, ধরা পড়ার ভয়ে শ্বাসরোধ করে খুন

Image
হাওড়া: ফেসবুকের মাধ্যমে শিকার ধরার ফাঁদ। শিকার তাতে পা দিলেই প্রেমের জালে ফেলে সর্বস্ব লুঠ। ধরা পড়ার ভয়ে শ্বাসরোধ করে খুন। হাওড়ায় এমনই নিখুঁত পরিকল্পনায় খুন হলেন যুবক। তুষার ঘোষ খুনের রহস্যভেদ করল পুলিশ। হাওড়ায় তুষার ঘোষ খুনের কিনারা। ঘটনার একমাস পর খুনের রহস্য উদ্ধার হতেই কেঁচো খুঁড়তে কেউটে। সামনে এল সোশ্যাল সাইটকে হাতিয়ার করে প্রতারণার অভিনব পরিকল্পনা। প্রতারণা বুঝে ফেলাতেই খুন হন তুষার। গত ৬ মে জগাছা প্রেস ক্লাব আবাসনের পুকুর থেকে উদ্ধার হয় তুষারের মৃতদেহ। প্রথমে এই ঘটনা সাধারণ মৃত্যু মনে হলেও দ্রুত নতুন মোড় আসে। তুষারের আংটি, গলার হার ও মানিব্যাগ মেলেনি তদন্তে নেমে কললিস্ট পরীক্ষা করে পুলিশ উঠে আসে রিয়ার নাম খুনে মূল অভিযুক্ত রিয়া ভট্টাচার্য সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের পরিকল্পনা শুনে চোখ কপালে তদন্তকারীদের। ফেসবুকে শিকার খুঁজত রিয়া ফেন্ড্রশিপ পাঠিয়ে টোপ দেওয়া হত সেভাবেই ফাঁদে পা দেন তুষার কখনও বাহানা, কখনও ব্ল্যাকমেল - বেশ  কয়েকবার তুষারের থেকে টাকা নিয়েছিল রিয়া। গত পাঁচই মে এনিয়ে তর্কাতর্কিও হয়। তারপরই তুষারকে খুন করে রিয়া ও তার ৩ সঙ্গী। ৫ মে ফোন করে তুষারকে ডাকে র

ছাত্রীকে অপহরণের অভিযোগ ঠিকা শ্রমিকদের বিরুদ্ধে, ৪ ঘণ্টা পর হাত-মুখ বাঁধা অবস্থায় উদ্ধার

Image
জলপাইগুড়ি: জলপাইগুড়ির আনন্দপাড়ায় ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ। ৪ ঘণ্টা পর হাত-মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় সপ্তম শ্রেণির ছাত্রীকে। কয়েকজন ঠিকা শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । খবর পেয়ে নাবালিকাকে উদ্ধার করে স্থানীয়রা ৷ এরপর অভিযুক্তদের বেধড়ক মারধর করা হয় । অভিযুক্তদের মধ্যে দু'জন নাবালক। জানা গিয়েছে, অনেকক্ষণ নাবালিকার খোঁজ না পাওয়ায় এলকাবাসীরাই উদ্যোগ নিয়ে তাকে খুঁজতে শুরু করে ৷ এরপর একটি বাড়ি থেকে তাকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় ৷ অভিযোগ কয়েকজন নির্মাণকর্মীরা তাকে আটকে রাখে ৷ প্রথমে অভিযুক্তদের বেধড়ক মারধর করা হয় ও পরে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ কেবল অপহরণ নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও উদ্দেশ্য তা খতিয়ে দেখা হচ্ছে ৷

ঢাকার রাজপথে উলঙ্গ ‘ধর্ষক’-কে ধরে গণপ্রহার জনতার

Image
ঢাকা: রাতের অন্ধকারে এক তরুণীকে গাড়িতে জোর করে তুলে ধর্ষণ করার ঘটনায় স্তম্ভিত ঢাকাবাসী৷ উন্মত্ত জনতার হাতে গাড়ি চালক এবং আরও এক যুবককে উলঙ্গ অবস্থা ধরে গণপিটুনি খেয়েছেন৷ অভিযুক্ত একজনকে পুলিশ গ্রেফতার করেছে৷ ধৃতের নাম রনি হক৷ ঘটনা শেরেবাংলা নগরের৷ শনিবার রাতের এই ঘটনা রবিবার স্থানীয় সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ বিভিন্ন ফুটেজে দেখা গিয়েছে দুই উলঙ্গ যুবককে মারধর করছেন পথচারীরা৷ একসময় পালিয়ে যায় গাড়ি চালক৷ আর রনিকে পুলিসের হাতে তুলে দেন সবাই৷ অভিযুক্ত ব্যবসায়ী রনি হক বিত্তশালী পরিবারের সদস্য এবং দুই সন্তানের বাবা। পথচারীরা জানান, স্থানীয় কলেজ গেট সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির ভিতরে এক তরুণীর সঙ্গে ধস্তাধস্তি করছিল রনি। কয়েকজন মিলে রনির গাড়ি আটকে দেন৷ তখন তারা দেখতে পান গাড়ির পেছনের আসনে রনি এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করছে। পরে জনতা গাড়ির ভেতর থেকে আক্রান্ত তরুণী, অভিযুক্ত মদ্যপ তরুণ ও গাড়িচালককে বের করে আনে। তরুণীর অভিযোগ, তাকে রাস্তা থেকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টা করা হচ্ছিল। এর পর জনতা ওই তরুণ ও গাড়িচালককে মারধর শুরু করে৷ গভীর রাতেই সেই ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সোশ্

বাড়িতে আর আসবে না ইলেকট্রিসিটি বিল! সরকারের নয়া পদক্ষেপ ঘিরে কিছু তথ্য

Image
বাড়িতে ইলেকট্রিকবিল পৌঁছে যাওয়ার রীতিই এতদিন দেখে এসেছে এদেশ। কিন্তু এবার থেকে আর তা হবে না। আগামী কয়েক বছরের মধ্যে সরকার 'প্রিপেড স্মার্ট মিটার' চালু করতে চলেছে। শোনা যাচ্ছে ৩ বছরের মধ্য়েই আসতে চলেছে এই নতুন প্রিপেড মিটার। এই নতুন স্মার্টমিটার এলে বাড়িতে আর আসবে না ইলেকট্রিক বিল! আপাতত কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আপাতত স্মার্ট প্রিপেড মিটার নির্মাণের প্রক্রিয়া চালু হয়েছে। এই মিটার আরও বেশি পরিমাণে তৈরির পথে হাঁটছে সরকার। আগামী কয়েক বছরে এর চাহিদা বাড়ার আশঙ্কাও করছে সরকার। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক সূত্রের দাবি, নির্দিষ্ট দিনের পর এই মিটারকে বাধ্যতামূলক করে দেওয়া হবে। এরফলে ইলেকট্রিক বিল জমা পরে নয়, বরং আগে থেকেই প্রিপেড রিচার্জ করে নিয়ে মিটিয়ে রাখতে হবে। অনেকটা মোবাইলের প্রিপেড রিচার্জের মতো করে চলবে প্রিপেট স্মার্ট মিটার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, স্মার্ট মিটার আসার ফলে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রকের আর্থিক ক্ষতির পরিমাণ অনেকটাই কমবে। এর ফলে বেকারদের চাকরীর সংস্থান হবে বলেও দাবি করেন কেন্দ্রীয় বিদ্যুখ মন্ত্রকের প্রতিমন্ত্রী আর কে সিং। এছাড়াও কৃষিকাজে বিদ

নালন্দায় যুগলকে হেনস্থা ও শ্লীলতাহানি

Image
ঘটনাস্থানের ছবি নালন্দা (বিহার) : রাস্তায় যুগলকে প্রথমে হেনস্থা। তারপর যুবতিকে ধর্ষণের চেষ্টা করে একদল সমাজবিরোধী। টেনে খুলে ফেলার চেষ্টা করা হয় তাঁর পোশাক। ভিডিও করে সোশাল সাইটে ছড়িয়ে দেওয়া হয় সেই ছবি। ঘটনাটি বিহারের নালন্দা জেলার হিলসা থানা এলাকার। গতরাতে অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে হিলসা থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা। ভিডিও থেকে অভিযুক্তদের শনাক্ত করা গেলেও তারা প্রত্যেকে পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।  ফাঁকা রাস্তায় ওই যুবক যুবতি কথা বলছিল। তখন তাঁদের ঘিরে ধরে হেনস্থা করে ওই দুষ্কৃতীরা। ছেড়ে দেওয়ার জন্য তাদের অনুরোধ করেন যুবতি। কিন্তু, তাতে কান দেয়নি তারা। তারই মাঝে মাঝ বয়সি এক ব্যক্তি হঠাৎ যুবতিকে কোলে তুলে নিয়ে অশ্লীল আচরণ করতে শুরু করে। ধর্ষণের চেষ্টা করা হয়। তবে ঘটনাটি কবে ঘটেছে তা এখনও জানা যায়নি। 

এইডস আক্রান্ত রোগীকে নদীর চরে ফেলে গেল পরিবার, চাঞ্চল্য কোচবিহারে

Image
কোচবিহার: রক্ত পরীক্ষায় এইচআইভি পজিটিভ মিলেছে। এই খবর পেয়েই আতঙ্কিত পরিজনেরা রাতের অন্ধকারে রোগীকে ফেলে গেল নদীর চরে। এমনই অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে চাঞ্চল্য ছড়ায় তুফানগঞ্জ-এক ব্লকের মারুগঞ্জ এলাকায়। খবর পেয়ে ব্লক প্রশাসনের তৎপরতায় ওই রোগীকে উদ্ধার করে নাটাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করানো হয়েছে। এইডস নিয়ে সচেতনতামূলক একাধিক প্রচার হয়েছে। তারপরও এই অমানবিক ঘটনা একাধিক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। দাবি উঠেছে কড়া পদক্ষেপের। তবে রোগীর  চিকিৎসার আশ্বাস দিয়েছে জেলা স্বাস্থ্যদপ্তর। এই প্রসঙ্গে তুফানগঞ্জ-এক ব্লকের বিডিও শুভজিৎ দাসগুপ্ত বলেন,  "রোগীর শরীরে এইচআইভি ভাইরাস রয়েছে। জানতে পেরেই পরিজনরা রোগীকে মারুগঞ্জের সোলডাঙা এলাকায় নদীর চরে ফেলে আসেন। খবর পাওয়া মাত্র রোগীকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করানো হয়েছে।"  জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় বলেন,  "এইচআইভি ছোঁয়াচে নয়। ভয়ের কিছু নেই। পরিবারের লোকজন সচেতনতার অভাবে যে কাজ করেছেন সেটা ঠিক নয়। ওই এলাকায় প্রচারের ব্যবস্থা করা হবে।" এদিন নাটাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন ওই

সোনারপুরে প্রেমিকার আত্মহত্যার ঘটনায় ধৃত প্রেমিক

Image
বারুইপুর: ছাত্রী আত্মঘাতী ঘটনায় প্রেমিক আরিয়ানকে গ্রেফতার করল পুলিশ৷ ধৃতকে মঙ্গলবার বারুইপুর আদালতে তোলা হবে৷ প্রেমিককে সোশ্যাল মিডিয়ায় ভিডিও কল করে আত্মঘাতী হলেন দ্বাদশ শ্রেণির এক ছাত্রী৷ সোনারপুরের বৈদ্যপাড়ার ঘটনা৷ পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কের টানাপোড়েনেই আত্মঘাতী হয়েছেন ওই ছাত্রী৷ মৃতের নাম মৌসুমী মিস্ত্রি৷ সোনারপুর কামরাবাদ স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন তিনি৷ মৌসুমীর পরিবার সূত্রে জানা গিয়েছে, সোনারপুরেরই ঘাসিয়াড়ার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর৷ নাম আরিয়ান৷ রবিবার দুপুরে এক বান্ধবী মোবাইলে ফোন করে মৌসুমীকে৷ বারবার ফোন আসছিল৷ ফোন পেয়ে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায় সে৷ মা বলেছিলেন সাড়ে পাঁচটার মধ্যে ফিরে আসতে৷ বিকেলের মধ্যেই বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর৷ কিন্তু ফিরতে ফিরতে সাড়ে ছ'টা বেজে যায়৷ ঘরে ফিরে বাড়ির কারও সঙ্গে সেভাবে কথা বলেননি৷ মৌসুমীর মা শম্পা মিস্ত্রী আয়ার কাজ করেন৷ সাড়ে ছ'টা নাগাদ কাজে বেরিয়ে যান শম্পাদেবী৷ বেরোনোর তাড়ায় তাঁরও মেয়ের সঙ্গে তেমন কথা হয়নি৷ মৌসুমীর বাবা ও ভাই অন্য জায়গায় থাকেন৷ বাড

উ: কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ "শীঘ্রই", কিমের সঙ্গে বৈঠকের পর বললেন ট্রাম্প।

Image
সোমবার সিঙ্গাপুরে মুখোমুখি বসলেন এই মুহূর্তে বিশ্বে সব থেকে আলোচিত দুই রাষ্ট্রপ্রধান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। ঘণ্টাখানেক কথা হয় তাঁদের মধ্যে। শেষে তাঁরা যখন এক সঙ্গে সাংবাদিকদের সামনে এলেন, তখন যেন গোটা বিশ্বের 'ফোকাস' তাঁদের উপরই। করমর্দন করলেন তাঁরা। পরে ট্রাম্প বললেন, ''বৈঠক খুব ভাল হয়েছে। সব সমালোচনা, অনুমান ভুল প্রমাণিত হয়েছে। আমাদের সম্পর্ক দারুণ।'' আর কিমের সরল স্বীকারোক্তি, ''আমরা শান্তির লক্ষ্যে কাজ করব।'' তবে এই দিনটা যে সহজে আসেনি, তা-ও স্বীকার করে নিয়েছেন কিম। সূত্রের খবর, এ দিন বৈঠকে কিম বলেন, ''অনেক আলোচনা হয়েছে। অনেক পথ অতিক্রম করতে হয়েছে। কিন্তু, আমরা সব সমস্যা কাটিয়ে উঠে আজ এই আলোচনার টেবিলে বসেছি।'' সিঙ্গাপুরের স্থানীয় সময় তখন সকাল ৯টা। ভারতীয় সময় সাড়ে ৬টা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দক্ষিণের রিসর্ট-দ্বীপ সেন্টোসার ক্যাপিলা হোটেলে। দুই রাষ্ট্রপ্রধান ছাড়া প্রথমে বৈঠক হলে ঢোকার অনুমতি ছিল দুই নেতার সঙ্গে থাকা শুধু দোভাষীর। সূত্রের খবর, প্রায় ৪০ মিনিট একান্ত বৈঠক

পাক জেলে বন্দি ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু, পরিবার জানল ৩ মাস পর

Image
ভদোদরা: তিনমাস অতিক্রান্ত হওয়ার পর পাক জেলে বন্দি ভারতীয় মৎস্যজীবীর মৃত্যুর খবর পেল পরিবার। খবরে প্রকাশ, গুজরাতের গির সোমনাথ জেলার অন্তর্গত কোতাদা গ্রামের বাসিন্দা বছর পঞ্চান্নর দেবরাম বরাইয়া কে গত ২ ফেব্রুয়ারি আটক করে পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনী। প্রবীণ ধনসুখ চাবদা নামে এক সহ-কয়েদি তথা বরাইয়ের ভাইয়ের জামাতা গত ২২ এপ্রিল নিহত মৎস্যজীবীর পরিবারকে চিঠি লেখেন। সেখানে তিনি জানান, ৪ মার্চ জেলেই মারা গিয়েছেন বরাইয়া। গতকাল, ওই চিঠি হাতে পান নিহতের স্ত্রী। খবরে প্রকাশ, বাড়িতে নিহত মৎস্যজীবীর স্ত্রী ছাড়াও ৬ সন্তান রয়েছে। পারিবারিক আর্থিক সক্ষমতাও তেমন মজবুত নয়। ফলে, মৃত্যুর খবর পেয়ে কার্যত ভেঙে পড়েছে গোটা পরিবার। বারাইয়ের মৃত্যু নিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দ্বারস্থ হয়েছে রাজ্যের মৎস্যজীবী সংগঠন। তাদের দাবি, বিষয়টি নিয়ে পাক আধিকারিকদের সঙ্গে কথা বলুক সরকার। মৎস্যজীবীর মৃত্যুর খবর পরিবারকে না দেওয়ার জন্য পাক কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেন সংগঠনের সভাপতি বেলজিভাই মাসানি।

ফের ব্লগার খুন বাংলাদেশে

Image
নিহত শাহজাহান বাচ্চু       ঢাকা : বাংলাদেশে ফের এক ব্লগারকে গুলি করে খুন করা হল। মৃতের নাম শাহজাহান বাচ্চু। গতকাল সন্ধে নাগাদ ঢাকার সিরাজদিখান উপজেলায় নিজের বাড়ির কাছে খুন হন তিনি। নিজের প্রকাশনা চালানোর পাশাপাশি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-র মুন্সিগঞ্জ শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন শাহজাহান। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ইফতার শুরু হওয়ার আগে স্থানীয় এলাকার একটি দোকানে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেসময় তাঁর উপর হামলা চালায় পাঁচ দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল বিকালে ওই দোকানের বাইরে প্রথমে একটি বোমা ফাটায় দুষ্কৃতীরা। তারপর দোকানের ভিতর থেকে শাহজাহান বাচ্চুকে বের করে আনে। এবং গুলি করে খুন করে।  পুলিশ আরও জানিয়েছে, খুনিরা দুটি বাইকে করে এসেছিল। সংখ্যায় তারা মোট পাঁচজন ছিল। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় থাকা সমস্ত চেক পোস্টকে সতর্ক করে দেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।  কে ছিলেন শাহজাহান বাচ্চু?  প্রথমত তাঁর পরিচয় ছিল তিনি একজন সাংবাদিক। একাধিক সংবাদপত্র ও ব্লগে লেখালেখি করতেন। পাশাপাশি রাজনৈতিকভাবেও সক্রিয় ছিলেন তিনি। একইসঙ্

মহিলাদের উত্যক্ত করলেই খেতে হবে হাই ভোল্টেজ ঝটকা

Image
মোরাদাবাদ: জ্যাকেট পরিহিতা এক মহিলা। একজন পুরুষ তাঁর দিকে কু-মতলবে এগিয়ে গেলেন! কিন্তু মুহূর্তের মধ্যে ঘটে গেল ম্যাজিক! হাই-ভোল্টেজ কারেন্টের তীব্র ঝটকায় পুরুষটি কুপোকাত! না! এটা কোনও সায়েন্স ফিকশন ছবির চিত্রনাট্য নয়! বাস্তব ঘটনা! আর এই ম্যাজিকটা সম্ভব করে দেখিয়েছে 'মোরাদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি'র কয়েকজন ছাত্র। দেশজুড়ে রোজই কোথাও না কোথাও ঘটে চলেছে মহিলাদের উওর যৌন নির্যাতন। আর সেই সমস্যার খানিকটা সুরাহা করতেই এক অভিনব উপায় বের করল এই ছাত্রের দল। তারা আবিষ্কার করেছে এক বিশেষ ডিজাইনের জ্যাকেট। এই জ্যাকেটের মধ্যে ইলকট্রিক্যাল সার্কিট ব্যবহার করে জিপিএস এবং জিএসএম সিস্টেম লাগানো রয়েছে। রয়েছে একটি পাওয়ার বোতাম ও ক্যামেরাও। ফলে, কোনও মহিলা জ্যাকেটটি পরার পর, কেউ যদি তাঁকে উত্যক্ত করার চেষ্টা করেন, তা হলে শুধু বোতাম টেপার অপেক্ষা! বোতামে চাপ লাগা মাত্রই ২৪ ভোল্টের কারেন্ট লাগবে ইভটিজারের গায়ে। জ্যাকেটে লাগানো জিপিএস চিপের মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই পুলিশও পৌঁছে যাবে ঘটনাস্থলে। ক্যামেরায়  ছবিও উঠে আসবে। যদি ভাবেন, এহেন গুণসম্পন্ন জ্যাকেটটি অদ্ভুত দেখতে, তা হলে ভুল ভাবছেন! দেখতে আর প

৫ বছর বিনামূল্যে দেখা যাবে টিভি, ১ বছর ফ্রি সমস্ত HD চ্যানেল দেবে রিলায়েন্স

Image
ডিটিএইচ রিচার্জ করাতে করাতে ফতুর হয়ে যাচ্ছেন। কেবল কানেকশনের বিল আকাশছোঁয়া? ভাবছেন, যদি ফিরত পুরনো দিন, ছাদের মাথায় অ্যান্টেনা লাগালেই দেখা যেত মন মতো টিভি চ্যানেল... তাহলে বলি, আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে। সত্যিই বিনামূল্যে দেখা যাবে টিভি। তাও আবার টানা ৫ বছরের জন্য। এমন অফার আনতে চলেছে রিলায়েন্স বিগ টিভি। ২০ জুন থেকে শুরু হবে বুকিং। ডিটিএইচ রিচার্জ করাতে করাতে ফতুর হয়ে যাচ্ছেন। কেবল কানেকশনের বিল আকাশছোঁয়া? ভাবছেন, যদি ফিরত পুরনো দিন, ছাদের মাথায় অ্যান্টেনা লাগালেই দেখা যেত মন মতো টিভি চ্যানেল... তাহলে বলি, আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে। সত্যিই বিনামূল্যে দেখা যাবে টিভি। তাও আবার টানা ৫ বছরের জন্য। এমন অফার আনতে চলেছে রিলায়েন্স বিগ টিভি। ২০ জুন থেকে শুরু হবে বুকিং। রিলায়েন্স বিগ টিভির তরফে জানানো হয়েছে, নতুন ভাবে বাজারে ফিরছে তারা। সেজন্য ৫ বছরের জন্য ৫০০টি ফ্রি-টু-এয়ার চ্যানেল বিনামূল্যে দেখার সুযোগ দেবে ডিরেক্ট টু হোম পরিষেবা প্রদানকারী সংস্থাটি। এখানেই শেষ নয়, টানা ১ বছর সমস্ত পেইড চ্যানেল দেখা যাবে এই কানেকশনে।  এবার গ্রাহকদের এইচডি সেট টপ বক্স দিতে চলেছে রিলায়েন্স বিগ টিভি। অর্থ

টানা ১৪ দিন, ফের দাম কমল পেট্রল-ডিজেলের

Image
নয়াদিল্লি: যেভাবে দিনের পর দিন বেড়েছিল পেট্রল-ডিজেলের দাম, তেমনই একটানা ১৪দিন, কমে চলেছে দাম৷ মঙ্গলবারও কমল সেই মূল্য৷ পেট্রল প্রতি লিটারে কমল ১৫পয়সা এবং ডিজেল ১০-১১ পয়সা৷ ইন্ডিয়ান অয়েল করপোরেশন অনুযায়ী, মঙ্গলবার ১২ জুনে পেট্রলের দাম প্রতি লিটারে- কলকাতা- ৭৯.১টাকা দিল্লি- ৭৬.৪৩ টাকা মুম্বই- ৮৪.২৬টাকা চেন্নাই- ৭৯.৩৩টাকা ডিজেলের দাম প্রতি লিটারে- কলকাতা- ৭০.০৪ টাকা দিল্লি- ৬৭.৮৫ টাকা মুম্বই- ৭২.২৪ টাকা চেন্নাই-৭১.৬২ টাকা এদিকে, সোমবারই জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। একই সঙ্গে দেশের অর্থনীতির বেহাল দশা নিয়েও আক্রমণ করলেন মোদী সরকারকে। সাম্প্রতিককালে অনেকটাই বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। একটানা দীর্ঘদিন তেলের দাম বৃদ্ধির পরে কিছুটা কমেছে। যদিও সেই হার বৃদ্ধির কাছে নগণ্য বললেও কম বলা হবে। খুব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে প্রবল চাপে পড়েছে সাধারণ মানুষ। এই অবস্থায় জ্বালানি তেলকেও জিএসটি-র আওতায় নিয়ে আসার দাবি উঠেছে। তাহলে অনেকটাই কমে যাবে তেলের দাম। সেক্ষেত্রে আবার বাধা হয়ে দাঁড়িয়েছে অ

বাজ-এর সতর্কতা এ বার ফোনে?

Image
ঝলসানো: শহরে এমন বজ্রপাতের ঘটনা ক্রমশই বাড়ছে। যা বাড়াচ্ছে উদ্বেগ। রবিবার দুপুরে শহরে বাজ পড়ার মিনিট পনেরো আগে বালিগঞ্জ সায়েন্স কলেজের অ্যানেক্স-২ বিল্ডিংয়ের ছাদে বসানো একটি যন্ত্রে লাল আলো জ্বলে উঠেছিল। সতর্ক হয়েছিলেন গবেষকেরা। তাঁরা বুঝেছিলেন, দ্রুত শহরে 'বিপজ্জনক' বজ্রপাতের ঘটনা ঘটতে চলেছে। কারণ, লাল আলো জ্বলা তেমনই ইঙ্গিত দেয়। তাঁদের সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়েছিল। বাজ পড়ে মৃত্যু হয় এক তরুণ ক্রিকেটারের। ওই ঘটনা নিয়ে ইতিমধ্যেই আবহবিজ্ঞানী মহলে প্রশ্ন উঠেছে, শহরে কি বাজ পড়ার ঘটনা ক্রমশ বাড়ছে? গবেষকদের একাংশ জানাচ্ছেন, শুধু বাড়াই নয়। বজ্রপাতের নিরিখে কলকাতার অবস্থান ক্রমেই হয়ে উঠছে বিপজ্জনক। তেমনই ইঙ্গিত দিচ্ছে বাজ পড়া সম্পর্কিত প্রাথমিক তথ্য।অবশ্য শুধু কলকাতাই নয়। তথ্য বলছে, বজ্রপাত, ভূমিকম্প, ঘূর্ণিঝড়-সহ যে প্রাকৃতিক কারণগুলির জন্য প্রতি বছর প্রাণহানির ঘটনা ঘটে, সেগুলির মধ্যে শীর্ষস্থানে আছে বজ্রপাতে মৃত্যুর ঘটনা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, ২০০৪ থেকে ২০১৩ সালের মধ্যে বাজ পড়ে মৃত্যুর ঘটনা সারা দেশেই ধারাবাহিক ভাবে বেড়েছে। এমনিতে মেঘের ঘনত্ব, উ

‘লাইভ’ আত্মহত্যা দেখেও কেন চুপ ফেসবুক ‘বন্ধুরা’? উঠছে প্রশ্ন

Image
কড়িকাঠে ওড়না জড়িয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন এক তরুণী। কথা বলতে বলতেই উঠে পড়লেন চেয়ারে। হঠাৎ গলায় ওড়না জড়িয়ে ঝুলে পড়ে ছটফট করতে করতে মারাও গেলেন! এমন ঘটনা যখন ঘটছে, তখন তরুণীর মোবাইলে চলছে ফেসবুক লাইভ। ওই তরুণীর আত্মহত্যার 'লাইভ' দেখলেন ভার্চুয়াল জগতের বন্ধুরা। ফেসবুকে চোখ রেখেছিলেন তাঁর ঘনিষ্ঠবৃত্তে থাকা বন্ধুরাও। অবাক করার বিষয়, তাঁদের মধ্যে কেউই ওই তরুণীকে বাঁচানোর চেষ্টা করলেন না বা তাঁর বাড়িতেও যোগাযোগ করলেন না! কতই বা বয়স সোনারপুরের বৈদ্যপাড়ার বাসিন্দা মৌসুমী মিস্ত্রির। সবে ১৭, দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছিলেন তিনি। শনিবার রাতে বন্ধুদের সঙ্গে পাড়ার জলসা দেখতে গিয়েছিলেন মৌসুমী। জলসায় গিয়েই বন্ধুদের সঙ্গে কোনও সমস্যায় জড়িয়ে পড়েন তিনি। তার পরেই বাড়ি ফিরে এমন কাণ্ড! আত্মহত্যার সময় যখন ফেসবুক লাইভ করছেন ওই তরুণী, তখন বাড়ির লোক কিছু বুঝতে পারেননি ঠিকই, কিন্তু সেই সময় ফেসবুকে এই ঘটনার 'লাইভ' দেখেও কেন উদ্যোগী হলেন না বন্ধুরা? মনেবিদ দোলা মজুমদার বলেন, "ফেসবুকের বন্ধুরা সত্যিই প্রকৃত বন্ধু কি না তা এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে। ওই যুবতী ব্যক্তিত্ব গঠনের সমস্যায়

‘প্রতিবাদ, অ্যাঁ!’ বলেই গোপনাঙ্গে সজোরে লাথি

Image
আক্রান্ত পাপ্পু হাজরা। এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করেছিলেন বাসিন্দারা। অভিযোগ, সেই 'অপরাধ'-এ এলাকারই কিছু যুবক মীমাংসার নামে বেতের চাবুক ও লাঠি নিয়ে আক্রমণ করল বাসিন্দাদের। থানায় অভিযোগ জানাতে গেলে সেখানেও আক্রান্ত হন এক যুবক। থানার সামনেই হাওড়ার পুরপ্রধানের ব্যক্তিগত সচিব ওই যুবকের যৌনাঙ্গে সজোরে লাথি মারেন বলে অভিযোগ। ঘটনায় নাম জড়িয়েছে এলাকায় তৃণমূল-সমর্থক বলে পরিচিত এক দল যুবকের। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে হাওড়া পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাকসাড়ার বাঁধ এলাকার বাসিন্দারা একটি বাড়িতে অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় ওই বাড়ির লোকজনের সঙ্গে তাঁদের গোলমাল বাধে। অভিযোগ, মীমাংসা করার নামে এলাকার তৃণমূলকর্মী বলে পরিচিত জনা কুড়ি যুবক বেতের চাবুক এবং লাঠি নিয়ে প্রতিবাদীদের আক্রমণ করে। কয়েক জন বাসিন্দা আহত হন। রাত ১২টা নাগাদ বাসিন্দারা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান। পাপ্পু হাজরা নামে এক যুবক ছিলেন সেই দলে। তাঁর অভিযোগ, তিনি থানার গেটে দাঁড়িয়ে ছিলেন। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা হাওড়ার পুরপ্রধান অরবিন্দ গুহের ব্যক্তিগত সচিব সোনু আচার্য তখনই ত