টানা ১৪ দিন, ফের দাম কমল পেট্রল-ডিজেলের


নয়াদিল্লি: যেভাবে দিনের পর দিন বেড়েছিল পেট্রল-ডিজেলের দাম, তেমনই একটানা ১৪দিন, কমে চলেছে দাম৷ মঙ্গলবারও কমল সেই মূল্য৷ পেট্রল প্রতি লিটারে কমল ১৫পয়সা এবং ডিজেল ১০-১১ পয়সা৷

ইন্ডিয়ান অয়েল করপোরেশন অনুযায়ী, মঙ্গলবার ১২ জুনে পেট্রলের দাম প্রতি লিটারে-

কলকাতা- ৭৯.১টাকা
দিল্লি- ৭৬.৪৩ টাকা
মুম্বই- ৮৪.২৬টাকা
চেন্নাই- ৭৯.৩৩টাকা

ডিজেলের দাম প্রতি লিটারে-
কলকাতা- ৭০.০৪ টাকা
দিল্লি- ৬৭.৮৫ টাকা
মুম্বই- ৭২.২৪ টাকা
চেন্নাই-৭১.৬২ টাকা

এদিকে, সোমবারই জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। একই সঙ্গে দেশের অর্থনীতির বেহাল দশা নিয়েও আক্রমণ করলেন মোদী সরকারকে।

সাম্প্রতিককালে অনেকটাই বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। একটানা দীর্ঘদিন তেলের দাম বৃদ্ধির পরে কিছুটা কমেছে। যদিও সেই হার বৃদ্ধির কাছে নগণ্য বললেও কম বলা হবে। খুব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে প্রবল চাপে পড়েছে সাধারণ মানুষ।

এই অবস্থায় জ্বালানি তেলকেও জিএসটি-র আওতায় নিয়ে আসার দাবি উঠেছে। তাহলে অনেকটাই কমে যাবে তেলের দাম। সেক্ষেত্রে আবার বাধা হয়ে দাঁড়িয়েছে অনেক রাজ্যের আপত্তি। কারণ তেলের দামের উপরে রাজ্য সরকার একটা বড় অঙ্কের কর আদায় করে। বিভিন্ন রাজ্যের আপত্তির কারণেই জ্বালানি তেলের উপরে জিএসটি বসানো যাচ্ছে না বলে দাবি করেছে বিজেপি।

যদিও পদ্ম শিবিরের রাজ্য সরকারের আপত্তির তত্ত্ব খারিজ করে দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম। তাঁর কথায়, "জিএসটি-র আওতায় নিয়ে আসা হলেই কমে যাবে পেট্রল-ডিজেলের দাম। কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি, দেশের অধিকাংশ রাজ্যেই তারা সরকার চালাচ্ছে। তাহলে রাজ্য সরকারগুলিকে কেন কাঠগড়ায় তোলা হচ্ছে?" সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে বিজেপি খুব সহজেই তেলের উপরে জিএসটি কার্যকর করতে পারে বলে দাবি করেছেন পি চিদাম্বরম।