Posts

Showing posts from July 26, 2018

গাড়ি নিয়ে রাস্তায় বেরোন ? জানেন আমূল বদলাচ্ছে নিয়ম

Image
নয়াদিল্লি: লোকসভায় পাশ হওয়া মোটর ভেহিকল সংশোধনি বিলের ফলে যান চলাচলে আসতে চলেছে আমূল পরিবর্তন ৷  যদিও রাজ্যসভায় একাধিক বিরোধিদের বিরোধিতার মুখে পড়তে হচ্ছে এই বিলকে ৷ এই বিলের ফলে যান চলাচলে রাজ্য সরকারগুলির নিয়ন্ত্রণ অনেক কমবে, তাই এই বিরোধিতা বলে মত বিশেষজ্ঞদের ৷ ট্রাফিক ব্যবস্থা সুরক্ষিত করতে এই নতুন আইন বদ্ধপরিকর ৷ ১) নতুন আইনে ড্রাইভিং লাইসেন্স ও যান নথিভুক্ত করার ক্ষেত্রে আধার কার্ড আবশ্যক ৷ ২) পথ দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে সরকারি ক্ষতিপূরণের অঙ্ক ২ লক্ষ করা হয়েছে, যা আগে ছিল ২৫ হাজার ৷ ৩) নিবালকরা ট্রাফিক আইন ভাঙলে, তার খেশারত দিতে হবে অভিভাবকদের বা গাড়ি মালিককে ৷ তবে তাদের সম্পূর্ণ অজান্তে যদি এই ঘটনা ঘটে বা তারা যদি এই ট্রাফিক আইন ভাঙার থেকে আটকানোর চেষ্টা করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করা হবে না ৷ যে গাড়িতে এই ঘটনা ঘটবে, সেই গাড়ির রেজিস্টেশন বাতিল হতে পরে এবং শাস্তি পেতে পাবে নাবালকরা ৷ ৪) দুর্ঘটনায় আহতদের যারা সাহায্য করবেন, তাদের কোন রকম হয়রানি করা হবে না ৷ তারা না চাইলে তাদের নাম প্রকাশ্য আনা হবে না ৷ ৫) মদ খেয়ে গাড়ি চালানোর জরিমানা ২ হাজা

আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধানই লক্ষ্য: ইমরান

Image
সাংবাদিক বৈঠকে ইমরান খান। বৃহত্তম দল হিসাবে সরকার গঠনে যাওয়ার পথেই আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধানের কথা বললেন ইমরান খান। ইসলামাবাদে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'ভারত এক কদম এগোলে, আমরা দু'কদম এগিয়ে যাব। আমাকে বলিউডের হিন্দি ফিল্মের ভিলেনের মতো বানিয়ে দেওয়া হয়েছিল। এবার সেটার অবসান ঘটাতে চাই। আমরা বন্ধুত্ব চাই। আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান করতে চাই।'' একইসঙ্গে প্রাক্তন পাক অধিনায়ক বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই নতুন সরকারের লক্ষ্য হবে। পাকিস্তান নিয়ে তিনি বলেন, নতুন সরকার হবে সাধারণ মানুষের সরকার। শ্রমজীবী মানুষের সরকার। দুর্নীতিমুক্ত দেশ গড়া এবং প্রশাসন উপহার দেওয়ার আশ্বাস দিয়ে ভোটে লড়েছেন ইমরান খান। প্রাথমিক লক্ষ্যে আপাতত সফল প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক। এখন ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারেন, তার দিকে নজর থাকবে গোটা বিশ্বের। যদিও বিরোধী শিবির থেকে রিগিংয়ের অভিযোগ উঠেছে ইমরান খানের দল  পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-এর বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, রিগিংয়ে সাহায্য করেছে সেনাবাহিনীও। সাংবাদিক বৈঠকে ইমরান খান... যা বললেন ইমরান

নামী কিন্ডার গার্ডেন স্কুলে লালসার শিকার এক শিশু, অভিযুক্ত গ্রেফতার, চলছে জিজ্ঞাসাবাদ

Image
মুম্বই: মুম্বইয়ের এক নামী কিন্ডার গার্ডেন স্কুলে এক শিশুর সঙ্গে অশালীন আচরণে অভিযোগ সামনে এসেছে ৷ ঘটনায় উত্তপ্ত হয়েছে স্থানীয় এলাকা ৷ জানা গিয়েছে শিশুটি স্কুলে গিয়েছিল সেখানেই বিপত্তি ৷ শিশুটির বাড়ির লোকেরা এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে কয়েক দফায় ৷ শিশুটির পরিবারের পক্ষ থেকে স্কুলের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে ৷ নির্যাতিতা শিশুটির পরিবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গভীর অসন্তোষ প্রকাশ করেছে ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে অন্য দিনের মত এদিনও শিশুটি স্কুলে গিয়েছিল ৷ এই পর্যন্ত সব কিছুই ছিল ঠিকঠিক ৷ তাঁদের মেয়ে বাড়িতে ফিরতেই তাঁরা জানতে পেরেছিলেন এমন ঘটনার শিকার হয়েছেন তাঁদের নিষ্পাপ শিশুটি ৷ অভিযোগ করেছেন তাঁরা, শিশুটির পরিবারের দাবি এই ঘটনার পিছন একমাত্র দায়ি স্কুলের উদাসহীন মানসিকতা ৷ তাঁরা অভিযোগ করেছেন শিশুদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নেই স্কুলে ৷ এই নিয়ে বহুবার স্কুলের দৃষ্টিগোচর করা হয়েছিল, তাতে কোনও ফল মেলেনি ৷ ঘটনার ফলে শিশুটির মানসিক ভেঙে পড়েছে ৷ মনবিদ ও

তথ্য ফাঁসের জেরে পড়ল ফেসবুকের শেয়ার, বাজার থেকে গায়েব ৯ লক্ষ কোটি

Image
শেয়ার বাজারে মুখ থুবড়ে পড়ল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। বুধবার মার্কিন বাজার বন্ধের সময় প্রায় ২১ শতাংশ পড়ে যায় ফেসবুকের  শেয়ারের দর।  যার জেরে প্রায় ৯ লক্ষ কোটি টাকা শেয়ারবাজার থেকে গায়েব হয়ে গিয়েছে। লোকসানের মুখে পড়েছেন বিনিয়োগকারীরা। বুধবার দ্বিতীয় কোয়ার্টারের আর্থিক রিপোর্টে আশানুরূপলাভ দেখাতে না পারার পরই ধস নামে ফেসবুকের শেয়ারে। কিছুদিন আগেই ফেসবুক ব্যবহারকারীদের তথ্য নিয়ে বেআইনি ব্যবসা করার অভিযোগ উঠেছিল ফেসবুকের বিরুদ্ধে। 'কেমব্রিজ অ্যানালিটিকা' নামের একটি কোম্পানি ফেসবুকের তথ্য চুরি করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক প্রচারে ব্যবহার করেছিল। সেই তথ্য চুরি আটকাতে ব্যর্থ হয়েছিল ফেসবুক। এরপরই ক্ষতিগ্রস্ত হয় ফেসবুকের ভাবমূর্তি। ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপে দশ লক্ষ মানুষ ফেসবুক ব্যবহার করা থেকে সরে আসেন। শেয়ার বাজারে তার প্রভাব পড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া ভারত, শ্রীলঙ্কা ও মায়নমারের মত দেশে ভুয়ো খবর আটকাতেও ব্যর্থ হয়েছে ফেসবুক। জুন মাসে সারা পৃথিবীতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ২২৩ কোটি।

চোর অপবাদ শাশুড়ির, অপমানে আত্মঘাতী যুবক

Image
সুরজিৎ ও পিয়ালি       কলকাতা : বিয়ের পর থেকেই চলত মানসিক অত্যাচার। এবার চোর অপবাদ। অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা জামাইয়ের। বেলেঘাটা এলাকার চাউলপট্টির ঘটনা। ঘটনায় শাশুড়িকে গ্রেপ্তার করল বেলেঘাটা থানার পুলিশ। আজ তাকে শিয়ালদহ আদালতে তোলা হবে। পেশায় অটোচালক ছিলেন সুরজিৎ সাউ। ২০১৬ সালের নভেম্বর মাসে পিয়ালির সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পর থেকেই শাশুড়ি জামাইকে মানসিক অত্যাচার করত বলে অভিযোগ। গতকাল রাতে নিজের তিন হাজার টাকা খুঁজে না পাওয়ায় জামাইকে দোষারোপ করে শাশুড়ি সন্ধ্যারানি দণ্ডপাত। চুরির অপবাদ দেওয়া হয়। এতে অপমানিত হয়ে শ্বশুরবাড়িতেই আত্মহত্যা করেন সুরজিৎ। আজ তাঁর শাশুড়িকে গ্রেপ্তার করে বেলেঘাটা থানার পুলিশ। বিয়ের পর স্ত্রী পিয়ালিকে নিয়ে ভাড়াবাড়িতে থাকতেন সুরজিৎ। আর্থিক অনটনের জন্য ভাড়াবাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে থাকার কথা ভাবছিলেন। সেই মতো গোছানো চলছিল। সেখানে ছিলেন শাশুড়ি সন্ধ্যারানি দণ্ডপাতও।  সুরজিতের বাবা বিভূতি সাউ আজ বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ জানান। পরিবারের অভিযোগ, এই বিয়ে মেনে নেয়নি শাশুড়ি সন্ধ্যারানি। তা নিয়ে মাঝেমাঝেই দম্পতির মধ্যে অশান্তি হত। ঘটনার আগেও অশান্তি হয় বলে জানা

“আপনাকে গোরু গিফট করব”, দিলীপকে বললেন মুখ্যমন্ত্রী

Image
কলকাতা : আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মাছ উৎপাদন নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন BJP বিধায়ক দিলীপ ঘোষ। গত ১০ বছরে অন্ধ্রপ্রদেশে মাছ উৎপাদন বৃদ্ধির হার বাংলার থেকে ছ'গুণ বেশি। এই পরিসংখ্যান তুলে ধরে, রাজ্য সরকারকে অন্ধ্রে গিয়ে সেখানকার পরিকাঠামো থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন তিনি। তাঁর বক্তব্যের পালটা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দিলীপবাবু বলেন, "বাংলায় মাছের চাহিদা অনেক বেশি। অন্ধ্রের মানুষ এত মাছ খায় না। তাও, গত ১০ বছরে পশ্চিমবঙ্গ ২০ শতাংশ মাছের উৎপাদন বাড়িয়েছে। কিন্তু, অন্ধ্র সেই ১০ বছরেই ১৩৩ শতাংশ উৎপাদন বাড়িয়েছে। তাই, আমার মনে হয়, মৎস্য দপ্তর যদি অন্ধ্রে গিয়ে সেখানকার পরিকাঠামো পরিদর্শন করে আসে, তাহলে ভালো হয়।" এর জবাবে মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহার হয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলার মানুষ মাছ খাবেন, না মাংস খাবেন, সেটা তাদের ব্যাপার। এসব বললে হয়? আপনারা তো মাছ খাবেন না। মাংসও খাবেন না। আর এখানকার মানুষের মাছভাত প্রিয়। গরিব মানুষও এখানে মাছভাত খায়। অন্ধ্রের মানুষ ইডলি-ধোসা খায়। বিহারের মানুষ রুটি-তড়কা এসব খায়। বাংলার মানুষের ফুড হ্যাবিট আপনারা জ

ভিডিও দেখিয়ে বান্ধবীর প্রতারণা, আত্মহত্যা এক যুবকেরপড়ুন Read

Image
অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও বাজারে ছেড়ে দেবে বলে ভয় দেখিয়ে টাকা নিত বান্ধবী। চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করল এক বছর কুড়ির যুবক কলকাতা: অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও বাজারে ছেড়ে দেবে বলে ভয় দেখিয়ে টাকা নিত বান্ধবী। চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করল এক বছর কুড়ির যুবক। বুধবার জানিয়েছে পুলিশ। 21 বছর বয়সী ওই যুবকের নাম সৌরভ ঘোষ। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগণার রাজপুরে।  গত 18 জুলাই গৃহত্যাগ করে ওই যুবক। জিআরপি জানিয়েছে, 19 জুলাই উত্তর চব্বিশ পরগণার হৃদয়পুরের কাছে ট্রেন ধাক্কা মারে তাকে। তার পরদিন 20 জুলাই একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। বারাসাতের রেল পুলিশের রিপোর্ট অনুযায়ী, এটি 'দুর্ঘটনাবশত মৃত্যু'। যদিও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পুরোটা পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। "তার পরিবারের বয়ান অনুযায়ী, একটি অল্পবয়সী মেয়ের সঙ্গে প্রেম ছিল তার। দুজনের মধ্যে মতানৈক্য হওয়ার কারণে আত্মহত্যা করে সে। যদিও, এটা আত্মহত্যাই কি না, সেই ব্যাপারটি নিশ্চিত নয়", বলেন সোনারপুর থানার তদন্তকারী অফিসার।

৪৮ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরা সেন্সার লঞ্চ করল Sony

Image
২০১৩ সালে ৪১ মেগাপিক্সেল ক্যামেরা সহ Lumia 1020 ফোন লঞ্চ করেছিল Nokia। যদিও এর পরে বেশিরভার স্মার্টফোন কোম্পানির নতুন সব ফোনেই ১২ মেগাপিক্সেল থেকে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। অটো ফোকাস, 4K ভিডিও রেকর্ডিং এর মতো বিষয়ে স্মার্টফোন কোম্পানিগুলি নজর দিলেও ফোনের ক্যামেরার মেগাপিক্সেল বাড়ানোত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই সময়ে নতুন মোবাইল ক্যামেরা সেন্সার লঞ্চ করল Sony। নতুন IMX586 সেন্সার লঞ্চের ফলে স্মার্টফোন ক্যামেরা বাজারে আবার মেগাপিক্সেল যুদ্ধ শুরু হতে পারে। নতুন এই সেন্সারে 8000x6000 পিক্সেলস ৪৮ মেগাপিক্সেল ছবি তোলা সম্ভব। প্রত্যাকটি পিক্সেলের আকার কমিয়ে এই বিশাল মেগাপিক্সেলের সেন্সার তৈরী করেছে Sony। নতুন এই সেন্সারে একটি পিক্সেল আগের থেকে ০.৮ মাইক্রন ছোট। কোনাকুনি এই IMX586 পিক্সেলের দৈর্ঘ্য ৮ মিমি। এই সেন্সার দিয়ে ৪৮ মেগাপিক্সেল ছবি তোলা সম্ভব। বেশিওরভার স্মার্টফোনেই এই সেন্সার ব্যবহার করা সম্ভব। দিনের আলোতে IMX586 সেন্সারে চোলা ছবিতে এই বিশাল মেগাপিক্সেলের জন্য ভালো ডিটেল পাওয়া যাবে। এর সাথেই সহজেই ছবি ডিজিটাল জুম করা যাবে। ৪০০ শতাংশ ক্রপ করার পরেও এই সেটি একটি ১২ মেগাপিক্সেল

পশ্চিমবঙ্গ নয় আজ থেকে রাজ্যের নাম শুধুই ‘বাংলা’

Image
পশ্চিমবঙ্গের নাম পাল্টে রাখা হোক 'বাংলা'। এদিন বিধানসভায় সর্বসম্মতভাবে গৃহীত হল রাজ্যের নাম বদলের প্রস্তাব। সর্বদলমত নির্বিশেষে রাজ্যের 'পশ্চিমবঙ্গ' নাম বদলে নতুন নাম 'বাংলা' রাখতে সম্মতি জানিয়েছে। এদিন বিধানসভার বাদল অধিবেশনে রাজ্যের নাম বদলের প্রস্তাবটি উত্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলা, ইংরেজি, হিন্দি- এই তিন ভাষায় রাজ্যের তিনরকম নাম লেখা হয়ে থাকে। বাংলায় রাজ্যের নাম নেখা হয় 'পশ্চিমবঙ্গ'। ইংরেজিতে 'ওয়েস্ট বেঙ্গল'। আর হিন্দিতে 'বাঙ্গাল'।   মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রকের তরফে রাজ্যের একটি নাম নির্দিষ্ট করতে বলা হয়েছে। সেই নাম-ই প্রত্যেক ভাষায় ব্যবহার করা হবে। সেক্ষেত্রে রাজ্যের নাম 'বাংলা' রাখার পক্ষেই বিধানসভায় সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আর্জি জানান, রাজনৈতিক বিরোধিতা দূরে সরিয়ে রেখে রাজ্যের নাম 'বাংলা' রাখতে সবাই যাতে সহমত হয়। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, গোটা বিশ্বে পঞ্চম বৃহত্তম ভাষা 'বাংলা'। তাই রাজ্যের নাম বদলে 'বাংলা' রাখা

পুত্রবধূর সঙ্গে 'অবৈধ সম্পর্কে'র জেরে ছেলেকে খুন, গ্রেফতার ৬৫ বছরের বৃদ্ধ

Image
ঔরঙ্গাবাদ: পুত্রবধূর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ। নিজের ছেলেকেও হত্যা করতে হাত কাঁপল না ৬৫ বছরের এক বৃদ্ধর। ৪২ বছরের ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার ওই বৃদ্ধ। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্ত তার ছেলেকে নৃশংসভাবে খুন করেছে। সিল্লোদ গ্রামে নিজেদের খেতের কাছে ছেলেকে খুনের পর তার দেহ কুড়ুল দিয়ে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে দেয় অভিযুক্ত। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গত ১৪ জুলাই এই নির্মম হত্যার ঘটনা ঘটে। অ্যাসিস্ট্যান্ট পুলিস ইন্সপেক্টর বিশ্বাস পাতিল বলেছেন, বৃদ্ধর সঙ্গে তার পুত্রবধূর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কে ছেলেকে বাধা বলে মনে করত সে। ছেলেকে খুনের পর পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টাও করে অভিযুক্ত। থানায় ছেলে নিখোঁজ হয়েছে বলে অভিযোগ দায়ের করে। পাতিল জানিয়েছেন, নিহতের মোবাইলের কল রেকর্ড অভিযুক্তর ছক ফাঁস করে দেয়।  কল রেকর্ড পরীক্ষা করে দেখা ১৪ জুলাই রাতে নিহত খেতেই ছিলেন। পাতিল জানিয়েছে, বাবা ও ছেলে রাতে মাঠেই থাকত। পরিবারের লোকজন গ্রামে বাড়িতে থাকতেন। জেরায় অভিযুক্ত খুনের কথা কবুল করে বলে পুলিশ জানিয়েছে। ছেলের দেহ যেখানে পোঁতা হয়েছিল, সেই জায়গাটি

ইনস্টাগ্রামে প্রত্যেক পোস্টের জন্য কোহালি কত পান জানেন?

Image
ইনস্টাগ্রামে কোহলির ফলোয়ারের সংখ্যা দুই কোটিরও বেশি। ইনস্টাগ্রামে প্রত্যেক পোস্টের জন্য বিরাট কোহালি কত টাকা পান জানেন? ভারত অধিনায়ক পান ১,২০,০০০ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ৮২ লক্ষ টাকা। যে অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতোই। এক ওয়েবসাইট কোহালির প্রত্যেক পোস্টের মূল্য ফাঁস করেছে। এই ওয়েবসাইটের নাম হোপারএইচকিউডটকম। ইনস্টাগ্রামে ধনীদের তালিকায় ১৭ নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক। ভারতীয়দের মধ্যে তিনিই শীর্ষে। এই তালিকায় আছেন আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি ও কিংবদন্তি বক্সার ফ্লয়েড মেওয়েদার। মডেল কাইল জেনার রয়েছেন তালিকার শীর্ষে। তাঁর প্রত্যেক পোস্টের মূল্য দশ লক্ষ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় সাত কোটি টাকা। ক্রীড়া জগতের মধ্যে সবচেয়ে বেশি পান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইনস্টাগ্রামে পোস্ট পিছু তিনি ভারতীয় মুদ্রায় পাঁচ কোটিরও বেশি টাকা পান। তালিকায় রোনাল্ডো রয়েছেন তিনে। এরপর রয়েছেন নেমার ও লিওনেল মেসি। নেমার পোস্ট পিছু পান ভারতীয় মুদ্রায় চার কোটির বেশি টাকা। তিনি রয়েছেন তালিকার আটে। নয়ে থাকা মেসি পান ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তিন কোটি টাকা। ইনস্টাগ্রামে বিরাট-অনুষ্কার ছবি দারুণ জনপ্রি

বেজিংয়ে মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

Image
মার্কিন দূতাবাসের সামনের রাস্তা ধোঁয়ার ঢেকে গিয়েছে। মার্কিন দূতাবাসের সামনে তখন লম্বা লাইন। ভিসার জন্য সারি দিয়ে দাঁড়িয়ে চিনের নাগরিকরা। ঠিক তখনই একটা বিকট আওয়াজ, ধোঁয়ার ঢেকে গেল চারপাশটা। মার্কিন দূতাবাসের সামনে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। বিস্ফোরণের আতঙ্কে যে দিকে পেরেছেন ছুটেছেন।  বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ  বিস্ফোরণটি ঘটেছে বেজিংয়ে চাওয়াং জেলায় মার্কিন দূতাবাসের সামনে। তবে এটা জঙ্গি হামলা কি না, তা এখনও স্পষ্ট নয়। কোনও জঙ্গি সংগঠন এখনও হামলার দায় স্বীকার করেনি। সে সময় ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি একটি বোমা নিয়ে দূতাবাসের দিকে ছুড়তে যান। দূতাবাসের দেওয়ালে পৌঁছনোর আগেই ওই ব্যক্তির কাছেই বোমাটি ফেটে যায়। বিকট আওয়াজ এবং প্রায় সঙ্গে সঙ্গেই ধোঁয়ার ঢেকে যায় এলাকা। ধোঁয়ার সেই ছবি অনেকে টুইটও করেছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকা থেকে আবার এক মহিলাকে গ্রেফতার করে তারা। চিনা পুলিশ সূত্রে খবর, ওই মহিলা নিজের শরীরে গ্যাসোলিন ছড়িয়ে আগুন লাগানোর চেষ্টা করছিলেন। তবে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী যে ব্যক্তি বোমা ছুড়েছিলেন তাঁর এখনও খোঁজ পায়নি পু

হাফিজ সঈদকে ছুড়ে ফেলল পাক জনতা, ঝুলিতে দলের আসন শূন্য

Image
লাহৌরে ভোট দেওয়ার আগে হাফিজ সইদের হাতে কালি লাগাচ্ছেন এক ভোটকর্মী। সন্ত্রাস ছেড়ে মূল স্রোতে ফেরার চেষ্টা। নাকি অতীত জঙ্গি কার্যকলাপের শাস্তি থেকে বাঁচতে গণতন্ত্রের রক্ষাকবচের সন্ধান। উদ্দেশ্য যাই হোক, হাফিজ সঈদকে কিন্তু খালি হাতেই ফেরাল পাক আমজনতা। পাকিস্তানের ভোটে একটিও আসন দখল করা দূরে থাক, সঈদের দলের কোনও প্রার্থীর কোথাও এগিয়ে থাকার খবরও নেই। অথচ ন্যাশনাল ও প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি মিলিয়ে ২৬৫টি আসনে প্রার্থী দিয়েছিল আল্লাহ-উ-আকবর তেহরিক (এএটি)। শুধু পাকিস্তানবাসীই নয়, ভোটের আগে সঈদকে ধাক্কা খেতে হয়েছে পাক নির্বাচন কমিশনেও। তার মূল দল মিল্লি মুসলিম লিগকে স্বীকৃতিই দেয়নি কমিশন। তবে এএটি নামে স্বীকৃতি পাওয়ার পর ওই দলের ব্যানারেই ভোটে  অংশগ্রহণ করেন হাফিজ সঈদ ও তার অনুগামীরা। আশা ছিল, বালুচিস্তান, পেশাওয়ার, নৌসেরা, সোয়াট-এর মতো গোঁড়া ধর্মাবলম্বী মানুষের বসতি এলাকায় দু'-চারটি আসন পেলেও খুলে যাবে পাক সংসদের দরজা। কিন্তু নিরাশ করেছেন পাক ভোটাররা। হাফিজ নিজে প্রার্থী হতে পারেননি। কিন্তু তার দল এএটি ২৬৫ আসনে প্রার্থী দিয়েছে। তার মধ্যে রয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৮০ এবং প্

প্রতিদিন রসুন খেলে ডাক্তারের কাছে জীবনেও যেতে হবে না

Image
সাধারণত রসুন খাদ্যের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, তবে গুটি কয়েক লোক জানেন যে রসুনের অনেক স্বাস্থ্য উপকারি উপাদান আছে । রসুনের সাথে আছে অ্যালিসিন নামক একটি প্রধান যৌগ, যা এ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাস, এন্টিফাঙ্গাল, এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রোপার্টি যুক্ত। উপরন্তু, ভিটামিন এবং পৌষ্টিক উপাদান প্রচুর পরিমাণে আছে। ভিটামিন বি 1, বি 6, সি সহ, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম,কপার, সেলেনিয়াম এবং অন্যান্য উপাদান রয়েছে। অনেক ব্যাধি প্রতিদিন এক কোয়া পরিমাণে রসুন খেলে দূরে থাকে। রসুন থেকে সর্বাধিক উপকার পেতে, কাঁচা রসুন খাওয়া উচিত। রান্না করার কারণে, এর কিছু স্বাস্থ্যকর উপাদান ধ্বংস হয়ে যায় । রসুন খাওয়ার ৮ উপকারিতা- ১.হার্টের স্বাস্থ্যের জন্য রসুনের চেয়ে ভালো কিছু নেই রক্ত সঞ্চালন এবং কম কোলেস্টেরল বজায় রাখতে এটি সহায়ক। এইসব গুণাবলীগুলির কারণে, অনেক হৃদ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। একটি সুস্থ হার্ট বজায় রাখার জন্য সকালে রসুনের একটি কাঁচা কোঁয়া খাওয়া উচিত। ২.উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য রসুন ব্যবহার খুব উপকারী কারণ এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তাহলে উচ্চ রক্তচাপের রোগীদের অব

অবিশ্বাস্য! দিনে এতগুলি শব্দ গুগল ট্রান্সলেট করা হয়!

Image
ইউটিউব, জি-মেল, গুগল সার্চের মতো প্ল্যাটফর্ম থেকে যে কোম্পানির বড়সড় আয় হয়, একথা তো সকলেরই জানা। কিন্তু এমন একটি উৎস থেকেও যে রেকর্ড অঙ্কের অর্থ উপার্জন করে গুগল, সে খবর অনেকেরই অজানা। সেটি হল গুগল ট্রান্সলেট। বিশ্বজুড়ে দিনে কত শব্দের মানে গুগল ট্রান্সলেটে খোঁজা হয়, তা জানলে অবাকই হতে হয়। সোমবার গুগলের দ্বিতীয়-কোয়ার্টারের উপার্জন সংক্রান্ত কনফারেন্সে সিইও সুন্দর পিচাই একটি নয়া তথ্য পেশ করলেন। জানালেন, কীভাবে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে ট্রান্সলেট অ্যাপটি। পিচাই বলেন, প্রতিদিন ১৪৩ বিলিয়ন (১৪,৩০০ কোটি) শব্দ অন্য ভাষায় খোঁজেন ব্যবহারকারীরা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। এক একদিনে এত সংখ্যক শব্দই খোঁজা হয় এই অ্যাপে। কোনও শব্দের মানে বা উচ্চারণ না জানলে কিংবা একই শব্দকে অন্যভাষায় কী বলে জানতে গুগল ট্রান্সলেটের জুড়ি মেলা ভার। একশোটিরও বেশি ভাষায় শব্দ ট্রান্সলেট করা যায়। পিচাই জানান, রাশিয়া বিশ্বকাপের সময় ব্যবহারকারীর সংখ্যা একলাফে অনেকখানি বেড়ে গিয়েছিল। ১২ বছর আগে ট্রান্সলেট অপশনটি আনে গুগল। তবে যত দিন গিয়েছে, ততই নতুন নতুন ফিচার যোগ হয়েছে এর সঙ্গে। আর তাই বর্তমানে এটি অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ

নির্বাচনের জন্য ৯০০ কোটি টাকা দিতে হয়েছে পাক সেনাকে

Image
ইসলামাবাদ: নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছিল পাকিস্তানে। বুধবার নির্বাচনের জন্য কয়েক লক্ষ সেনা মোতায়েন করা হয়েছে। এর জন্য পাক সেনাকে দিতে হয়েছে ৯০০ কোটি টাকা। সেই অর্থ দিয়েছে পাকিস্তানের অর্থমন্ত্রক। বুধবার এমনটা জানিয়েছেন পাকিস্তানের নির্বাচন কমিশনের সচিব বাবর ইয়াকুব ফতেহ মোহাম্মদ। ইয়াকুব বলেন, পাকিস্তানের ২০১৮ সালের এই সাধারণ নির্বাচনে সবথেকে বেশি খরচ হয়েছে। পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ, সেনাদের প্রশিক্ষণসহ নানা খাতে এই খরচ হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়াকুব জানান, নির্বাচনের সময় দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সেনাবাহিনীকে ৯০০ কোটি টাকা দিয়েছে অর্থ মন্ত্রক। ২০০৮ সালে সাধারণ নির্বাচনে ১৮৪ কোটি খরচ হয়েছিল। ২০১৩ সালের নির্বাচনে তা বেড়ে দাঁড়ায় ৪৭৩ কোটিতে। এর মধ্যে ২০০৮ সালে পাকিস্তান সেনাবাহিনী পেয়েছিল ১২ কোটি টাকা আর ২০১৩ সালে পেয়েছিল ৭৫ কোটি ৮০ লক্ষ।   সন্ধে সাতটা থেকে শুরু হয়েছে গণনা। কয়েক ঘণ্টার মধ্যেই দেখা যায়, এগিয়ে রয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকই-ইনসাফ। শতাধিক সিটে এগিয়ে রয়েছে এই দল। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি কোনও ফলাফল। বিরোধীরা একের পর এক অভিযোগ

ফেসবুকের সতর্কবার্তা, নাবালিকার আত্মহত্যার চেষ্টা রুখল অসম পুলিশ

Image
গুয়াহাটি : ফেসবুকের সদর দপ্তর থেকে সতর্কতামূলক বার্তা পেয়ে এক নাবালিকাকে প্রাণে বাঁচাল অসম পুলিশ। সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে আত্মহত্যার ইচ্ছাপ্রকাশ করেছিল ওই নাবালিকা। অসম পুলিশের DG কুলধর সইকিয়া বলেন, "সোমবার ফেসবুকের অ্যামেরিকার সদর দপ্তর থেকে রাজ্য পুলিশকে জানানো হয়, এক নাবালিকা আত্মহত্যার পরিকল্পনা করছে। রাজ্য পুলিশ তৎপর হয়ে মেয়েটিকে উদ্ধার করে।" পুলিশের অপর এক আধিকারিক জানান, মেয়েটি ফেসবুকে লিখেছিল, "আজ আমি আত্মহত্যা করব।" মেয়েটি এবং তার পরিবারকে সাবধান করা হয়েছে। পোস্টটি সরিয়ে নিতে বলা হয়েছে। জানুয়ারিতেও একই রকম ঘটনা ঘটেছিল। সেবার অসমের আজ়ারার এক নাবালককে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, সে ফেসবুকে লিখেছিল, তার বাবা-মা যদি একটি দামি ডিজিটাল ক্যামেরা না কিনে দেন সে নিজেকে শেষ করে ফেলবে। একটি ভিডিও পোস্ট করে সে তার হাতে কিছু কাটা চিহ্ন দেখিয়েছিল। ফেসবুক কর্তৃপক্ষ সতর্ক করার পর পুলিশ তাকে উদ্ধার করে। 

কিশোরীকে ব্ল্যাকমেল করে লাগাতার ধর্ষণের অভিযোগ, ধৃত নাচের শিক্ষক

Image
গাজ়িয়াবাদ : ১৬ বছরের এক কিশোরীকে এক বছর ধরে লাগাতার ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার হল নাচের শিক্ষক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহিবাবাদের রুদ্র ডান্স অ্যাকাডেমিতে। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে ধৃত সুমিত ঘোষ ওরফে রুদ্র ঘোষের বিরুদ্ধে POCSO আইনে অভিযোগ দায়ের হয়েছে। নির্যাতিতার বাবার অভিযোগ, ওই যুবক তাঁর মেয়েকে গত এক বছর ধরে ডান্স অ্যাকাডেমি চত্বরেই ব্ল্যাকমেল করে লাগাতার ধর্ষণ করেছে। কিশোরীটি বাধা দিলে, ধর্ষণের ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দু'লাখ টাকাও নিয়েছে। এর ফলে ক্ষতি হয়েছে মেয়ের পড়াশোনাতেও। স্থানীয় SSP বৈভব কৃষ্ণ বলেন, "ঘটনায় এখন পর্যন্ত নাচের শিক্ষক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।"

স্কুল সার্ভিস কমিশনের বদলির নির্দেশের উপর স্থগিতাদেশ হাইকোর্টের

Image
কলকাতা : স্কুল সার্ভিস কমিশনের বদলির নির্দেশিকার উপর দু'সপ্তাহের স্থগিতাদেশ হাইকোর্টের। পাঁচ জুলাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের প্রশাসনিক কারণে বিভিন্ন জায়গায় বদলি করতে পারে বিজ্ঞপ্তি জারি করেছিল সার্ভিস কমিশন। তাতে উল্লেখ করা হয়েছিল যে রাজ্য সরকার মনে করলে যে কাউকে বদলি করতে পারবে। আর বদলির তিনদিনের মধ্যে ওই তাকে নতুন জায়গায় কাজে যোগ দিতে হবে। এরপরই ১৬ জুলাই BJP-র পুরুলিয়া জেলার সাধারণ সম্পাদক কমলাকান্ত হাঁসদা ও সন্দীপ মণ্ডলকে যথাক্রমে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে বদলি করা হয়।  এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন ওই দুই শিক্ষক। গতকাল বিচারপতি শেখর ববি সরাফের এজলাসে এই মামলার শুনানি ছিল। সেখানে মামলাকারীদের আইনজীবী বিবেকানন্দ বাউড়ি প্রশ্ন তোলেন, ৭২ ঘণ্টার মধ্যে কাউকে এভাবে বদলি করা হলে নতুন স্কুলে যোগ দেওয়া কি আদতে সম্ভব ? এরপরই বিচারপতি কমিশনের বদলির নির্দেশিকার উপর দু'সপ্তাহের স্থগিতাদেশ দেন।

ফুচকাওয়ালা কিশোর এখন জাতীয় দলে অর্জুন তেন্ডুলকরের সতীর্থ

Image
উত্তর প্রদেশের বাহোদি থেকে মুম্বইয়ে পৌঁছেছিল এগারো-বারো বছরের ছোট্ট ছেলেটি। সঙ্গী ছিল একরাশ স্বপ্ন। কিন্তু গরিবের ছেলে হয়ে 'বড়লোকের খেলা' ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখা যত সহজ, বাস্তবটা ততই কঠিন— তা কয়েক বছরেই হাড়ে হাড়ে টের পেয়েছে যশস্বী। কিন্তু হারতে হারতেও ফিরে এসেছে বার বার। যশস্বী জায়সবাল। এই মুহূর্তে দেশের অনূর্ধ্ব-১৯ দলের নতুন সদস্য। এই দলে তার অন্যতম সতীর্থ অর্জুন তেন্ডুলকর। হ্যাঁ, সচিনপুত্র অর্জুন। ছোট থেকে ক্রিকেটকে পাখির চোখের মতো দেখেছেন দু'জনেই। কিন্তু যশস্বীর উঠে আসার গল্পটা নিয়ে রীতিমতো সিনেমা হতে পারে। উত্তর প্রদেশের এক দোকানির ছেলে ভাগ্যের খোঁজে বেরিয়ে পড়েছিল মুম্বইয়ের উদ্দেশে। সঙ্গে টাকা নেই। অভাবের সংসারে ক্রিকেট ছিল বিলাসিতা। তবুও ইচ্ছেটা অদম্য ছিল। বাবার সঙ্গে মুম্বই আসার পর, কাকার সঙ্গে থাকতে শুরু করে যশস্বী। কিন্তু এক মাস থাকতে পেরেছিল। জায়গার অভাবে কাকার বাড়ি থেকে বিতারিত হতে হয় এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানকে। ক্রিকেট খেলবে কি! আগে তো মাথা গোঁজার ঠাঁই লাগবে একটা! পেটে খাবার লাগবে... যশস্বী কাজ নিল এক দুধের দোকানে। কাজ করার পাশাপাশি সেখানেই কোনও ভ

মঙ্গল গ্রহে বরফের নীচে আস্ত একটা লেক?

Image
লাল গ্রহে গিয়ে কেউ যদি প্রশ্ন করেন, 'একটু জল পাই কোথায় বলতে পারেন'? তার উত্তরে এবার একেবারেই নিরাশ হতে হবে না। জলের অস্তিত্বের সম্ভাবনা প্রমাণ মিলেছিল আগেই। তবে শুধু জলই নয়, লাল গ্রহ মঙ্গলে আস্ত একটা হ্রদ (লেক) থাকার সম্ভাবনার কথা জানালেন বি়জ্ঞানীরা। মঙ্গল গ্রহের পৃষ্ঠে দক্ষিণ দিক বরাবর 'সাদার্ন আইস শিট'-এর মাঝেই নাকি লুকিয়ে রয়েছে তরল জলে ভর্তি একটি ২০ কিলোমিটার হ্রদ। ১.৫ কিলোমিটার পুরু বরফের আস্তরণের নিচেই নাকি রয়েছে এই হ্রদ। আর এই হ্রদের হদিশ মেলার পর আরও একবার জোরাল হল প্রাণের অস্তিত্বের সম্ভাবনা। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের প্ল্যানেটারি সায়েন্স বিশেষজ্ঞ রবের্তো ওরোসেই বলেন, ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার অরবাইটিং মার্স এক্সপ্রেস স্পেসক্র্যাফ্টের মাধ্যমে তিন বছরের পর্যবেক্ষণের পর এই তথ্য প্রকাশ্যে এসেছে। আরও খবর: শুক্রবার চার ঘণ্টার চন্দ্রগ্রহণ, কোথা থেকে কেমন দেখতে পাবেন, জেনে নিন মার্স এক্সপ্রেসের ২০১৪-২০১৫ সালের পাঠানো এই তথ্য নিয়ে ওরোসেই ও তাঁর সহযোগীদের গবেষণাপত্রটি 'সায়েন্স' পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই প্রসঙ্গে পুরদুয়ে বি

নকল বুদ্ধিই আসল ওষুধ

Image
হাতে সম্ভবত আর মাত্র এক দশক সময়, এর মধ্যে নিজেকে উন্নত দেশে রূপান্তরিত করতে না পারলে ভারতকে চিরকাল উদীয়মান দেশের তকমা নিয়েই থাকতে হবে। নীতিকাররা উঠুন, জাগুন, কফির ঘ্রাণ নিন।— স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এমনটাই বলছে একটি সাম্প্রতিক রিপোর্টে।   সতর্কবাণী ঘোষণায় একটু বেশি দেরি হয়ে গেল না কি? চিরকাল উদীয়মান থেকে না গিয়ে উন্নত দেশে রূপান্তরিত হওয়ার জন্য দশ বছর খুব একটা বেশি সময় নয়। তবুও, স্টেট ব্যাঙ্ক, যে ব্যাঙ্ক দেশের সর্বোচ্চ ঋণদাতা, তার রিপোর্টকে অসম্মান করছি না। তাই এই সতর্কবাণীকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিচার করে, এই পরিস্থিতি থেকে কী ভাবে উদ্ধার পাওয়া যেতে পারে, তার একটা হিসেব কষা যাক।  সাধারণত কোনও সমস্যার মোকাবিলায় আমি সামগ্রিক রণকৌশলের কথাই বলি, কিন্তু এ ক্ষেত্রে হাতে সময় এত কম যে, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমিও একটা ম্যাজিক ওষুধ খুঁজব। সেই ওষুধটির নাম উৎপাদনশীলতা। উন্নত দেশের তকমা পেতে হলে উৎপাদনশীলতাকে অত্যন্ত দ্রুত বাড়াতে হবে। সুতরাং প্রশ্নটা দাঁড়াচ্ছে: কী করে দশ বছরে ভারতের উৎপাদনশীলতা অনেকখানি বাড়ানো যেতে পারে? মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অর্থনীতিব

ইনফোসিসের পাঁচিল রাজারহাটে

Image
দীর্ঘ ১২ বছর টানাপড়েনের পরে গত বছর রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়, ইনফোসিসকে 'ফ্রি-হোল্ড' মালিকানায় জমি দেওয়ার। সঙ্গে জমি ব্যবহারে নানা ছাড়ও। ইনফোসিস জানায়, রাজারহাটে নতুন ক্যাম্পাস তৈরি শীঘ্রই শুরু হবে। সেই লক্ষ্যে এ বার ৫০ একর জমির পাঁচিল তৈরির দায়িত্ব হিডকোকে দিয়েছে সংস্থাটি। হিডকো ছ'কোটি টাকার দরপত্র ডেকেছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, ওয়ার্ক অর্ডার পাওয়ার তিন মাসের মধ্যে পাঁচিল তুলতে হবে। হিডকো সূত্রের খবর, সম্প্রতি ইনফোসিস কর্তারা জমিতে পাঁচিল তোলার সিদ্ধান্ত নেন। গত সপ্তাহে দরপত্রের চায় হিডকো। এক কর্তা জানান, পাঁচিল তৈরি হবে প্রায় দু'কিলোমিটার এলাকা জুড়ে। তা শেষ হলেই কাজ শুরু করবে ইনফোসিস। ২০১০ সালে ৭৫ কোটি টাকায় রাজারহাটে ৫০ একর জমি কেনে ইনফোসিস। ৫০০ কোটি টাকা লগ্নি এবং ৫০০০ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেয় তারা। কিন্তু সেজ বিতর্কে আটকে যায় প্রকল্প। এই জট খুলতে গত বছর জমির মিশ্র ব্যবহারের অনুমতি এবং 'ফ্রি-হোল্ড' মালিকানা দেওয়া হয়। সংস্থার প্রস্তাব মেনেই জমির ৫১% তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়। বাকি ৪৯ শতাংশে অন্য কাজ করা যেতে পারে।

দিল্লিতে অনাহারে বঙ্গের ৩ শিশু মৃত

Image
অনাহারে মৃত্যু এ বার খাস রাজধানীতে। সংসদের চৌহদ্দি থেকে মাত্র দশ কিলোমিটার দূরে, পূর্ব দিল্লির মান্ডাবলী এলাকায় খেতে না-পেয়ে মারা গেল তিনটি শিশু। তাদের পরিবার আদতে মেদিনীপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ময়নাতদন্তের ভিত্তিতে বুধবার পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই অপুষ্টিতে ভুগছিল তিন শিশুকন্যা। গত সাত দিন কোনও খাবারই জোটেনি তাদের। পেশায় রিকশাচালক মঙ্গল মেদিনীপুর থেকে দিল্লি আসেন ১৫ বছর আগে। দশ বছর আগে বিয়ে করেন বীণাকে। তাঁদের তিনটি মেয়ে— মানসী (৮), পারুল (৪) ও শিখা (২)। পুলিশের বক্তব্য, পাঁচ-ছ'বছর ধরে মানসিক ভাবে অসুস্থ বীণা। বাচ্চারা যে না-খেয়ে রয়েছে, সেটা তেমন ভাবে বুঝতেই পারেননি তিনি। পুলিশকে বীণা জানিয়েছেন, বাচ্চারা গত ক'দিন ধরে বমি করছিল। তাই তাদের কিছু খেতে দেননি। মঙ্গলবার দুপুর থেকেই নেতিয়ে পড়ে তিনটি মেয়ে। তাদের লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, আগেই মৃত্যু হয়েছে তাদের। ময়নাতদন্ত রিপোর্ট বলছে, বাচ্চাগুলির পেট অস্বাভাবিক ফোলা ছিল। তাদের শরীরে খাবার বা জলের ছিটেফোঁটা পাওয়া যায়নি। যা থেকে বোঝা যায়, বাচ্চাগুলি দীর্ঘদিন ধরেই অপুষ্টির শিকার। এবং অন্তত

বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে মার, খুন যুবক

Image
বিবাহিত এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িত সন্দেহে পিটিয়ে খুন করা হল এক ২২ বছরের যুবককে। রাজস্থানের বারমেড় জেলার এই ঘটনায় প্রধান অভিযুক্ত-সহ মোট তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২০ জুলাই রাতে ভিন্ডে-কা-পার জেলার বাসিন্দা ২২ বছরের ভিলকে হাত-পা বেঁধে গণপিটুনি দেয় গ্রামবাসীরা। পর দিন ৫০০ মিটার দূরে একটি নির্জন জায়গা থেকে ভিলের দেহ খুঁজে পায় পুলিশ। তাঁর শরীরে মারধরের চিহ্ন তো মিলেইছে, ময়না তদন্তের রিপোর্ট বলছে, শেষে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সম্প্রতি এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিন সন্তানের বাবা ভিল। আর সেই 'অপরাধেই' গণপিটুনি দিয়ে খুন করা হয় তাঁকে। ঘটনায় অভিযুক্ত সন্দেহে পাঠাই খান এবং আনওয়ার খানকে গত কালই গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলা হলে তাদের সাত দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনায় প্রধান অভিযুক্ত অমর খানকে আজ গ্রেফতার করা হয়। রামগড় থানায় ইতিমধ্যেই খুনের মামলা দায়ের করেছে পুলিশ। পরিকল্পনা করে খুন করা হয়েছে কি না, তা জানতে ধৃতদের মোবাইলের কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।

এ বার ঘুষ দিলেও শাস্তি

Image
সরকারি অফিসার ও বেসরকারি সংস্থার কর্তাদের ঘুষ দেওয়ার ক্ষেত্রে আলাদা আলাদা শাস্তি দেওয়ার সংস্থান রেখে দুর্নীতি প্রতিরোধী (সংশোধনী) বিলটি মঙ্গলবার লোকসভায় পাশ হয়েছে। গত সপ্তাহেই এটি রাজ্যসভায় পাশ হয়। যিনি ঘুষ দিয়েছেন, নতুন আইনে এই প্রথম তিনিও অপরাধী হিসাবে গণ্য হবেন। সাত বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে তার। কোনও অফিসার ঘুষ নিয়েছেন প্রমাণ হলে তাঁরও সাত বছর জেল ও জরিমানা হবে। কর্মিবর্গ দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেন, সৎ ও যোগ্য অফিসারেরা যাতে নির্ভয়ে কাজ করতে পারেন, সেই সংস্থান রেখেই নয়া আইনের খসড়া হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েও লোকপাল বিল আনতে কেন দেরি হচ্ছে, বিরোধীরা সেই প্রশ্ন তোলায় জিতেন্দ্র সিংহ তার দায় কংগ্রেসের ওপর চাপান। মন্ত্রী বলেন, ''বিরোধী নেতার পদ পাওয়ার মতো যথেষ্ট আসন কংগ্রেসের নেই। অথচ লোকপাল বাছাইয়ের কমিটিতে বিরোধী নেতাকে রাখতে হবে।'' 

কী কী কারণে টাক পড়ে জানেন?

Image
নির্দিষ্ট সময় অন্তর চুল পড়া স্বাভাবিক। কিন্তু টাক পড়া নয়। নানা কারণে টাক পড়তে পারে। রয়েছে চিকিৎসাও। তবে টাক ঢাকতে বিশাল খরচ করে চুল প্রতিস্থাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন চিকিৎসক শর্মিষ্ঠা দাস প্রশ্ন: টাক নিয়ে দুশ্চিন্তা কমবেশি সবারই। কী বলবেন? উত্তর: নিজের চুলের ঘনত্ব নিয়ে সন্তুষ্ট এমন মানুষ খুব কমই আছেন। প্রতি দিন স্বাভাবিক নিয়ম অনুযায়ী নির্দিষ্ট জীবনচক্র শেষ করে কিছু পুরনো চুল পড়ে যায় আর নতুন চুল গজায়। তবু প্রায় সব মানুষকেই বলতে শোনা যায়, মাথা একেবারে ফাঁকা হয়ে গেল! কিন্তু সব কিছু স্বাভাবিক থাকলে মাথা একেবারে ফাঁকা কখনওই হয় না। মাথার ত্বকের লোমকূপের কোনও সমস্যা,  চুলের কোনও রোগ বা শরীরের অভ্যন্তরীণ কোনও সমস্যা থেকেই মাথা একেবারে ফাঁকা হয়। যাকে চলতি ভাষায় টাক পড়া বলে।   প্রশ্ন: টাকের সঙ্গে ব্যক্তিত্বের সম্পর্ক আছে বলে অনেকে মনে করেন। এটা কি ঠিক? উত্তর: টাক কারও ব্যক্তিত্বের বিকাশে বাধা হতে পারে না। শেক্সপিয়র, গাঁধীজি, সুভাষচন্দ্র বসু-সহ বহু বিখ্যাত ব্যক্তির টাক ছিল। কিন্তু সবাই তো আর অমন প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন হন না। আসলে মাথা ভরা ঘন কালো চুল চিরদিনই মানুষের সৌন্দর্যের একটা

জামাইয়ের মৃত্যুতে ধৃত শাশুড়ি

Image
অনেক দিন ধরে জামাইয়ের সঙ্গে মনোমালিন্য চলছিল শাশুড়ির। অভিযোগ, মাঝেমধ্যেই নানা ছোটখাটো কারণে জামাইকে কটূক্তি করতেন শাশুড়ি। সেই জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হল শ্বশুরবাড়ি থেকে। এই ঘটনায় ওই যুবকের বাবার অভিযোগের ভিত্তিতে শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বেলেঘাটা থানা এলাকার চাউলপট্টিতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুরজিৎ সাউ (৩৫)। তাঁকে তাঁর শ্বশুরবাড়িতে গলায় শাড়ির ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান বাড়ির লোক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। সুরজিতের বাবা বিভূতি সাউ ছেলের শাশুড়ির বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ দায়ের করেছেন থানায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অটোচালক সুরজিৎ বন্ডেল গেটে একটি ঘর ভাড়া করে সপরিবার থাকতেন। স্থানীয়দের অভিযোগ, সুরজিতের আর্থিক অবস্থা ভাল ছিল না বলে মাঝেমধ্যেই বন্ডেল গেটের বাড়িতে এসে নানা রকম কটূক্তি করতেন সন্ধ্যারানি। তিনি তাঁকে চাউলপট্টির বাড়িতে গিয়ে ঘর জামাই হয়ে থাকার প্রস্তাব দেন। সুরজিতের বাবা বিভূতিবাবুর অভিযোগ, ছেলে প্রথমে না চাইলেও পরে চাপে পড়ে রাজি হন। কিন

ফের অ্যাসিড হামলা, ধৃত স্বামী

Image
রান্নাঘরে ব্যস্ত ছিলেন বধূ। হঠাৎই পাঁচিলের ও পার থেকে গায়ে এসে পড়ল অ্যাসিড। মঙ্গলবার দুপুরে মানিকতলা মেন রোডের এই ঘটনায় আক্রান্ত বধূ লীনা সেনগুপ্তের স্বামী প্রবীর সেনগুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ৩১ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার বাপের বাড়িতে রান্না করার সময়ে লীনাদেবীকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয়। অ্যাসিডে তাঁর বাঁ চোখ এবং ঘাড়ের কিছুটা অংশ পুড়ে যায়। তড়িঘড়ি আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পেশায় বাস কন্ডাক্টর প্রবীর মাদকাসক্ত। দীর্ঘ দিন ধরে স্ত্রীকে নিয়ে একই পাড়ায় শ্বশুরবাড়িতে থাকত সে। তবে মদ্যপান নিয়ে শাশুড়ি ও স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই অশান্তি হত প্রবীরের। লীনাদেবীর মা যশোদা সাউয়ের অভিযোগ, ''মদ খাওয়ার প্রতিবাদ করলে গত রবিবার জামাই মেয়েকে মারধর করে। সেই দিনই প্রবীরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম।'' তাঁর অভিযোগ, এর প্রতিশোধ নিতেই স্ত্রীর উপরে অ্যাসিড হামলা চালিয়েছে প্রবীর। আর আক্রান্ত লীনাদেবী ব

ভালবাসার প্রমাণ দিতে অন্তরঙ্গ ছবি তুলতে হবে কেন?

Image
সম্পর্কের মধ্যে বিশ্বাস বিষয়টায় ইদানীং কেমন যেন ভাঙন আসছে। অনেক ঘটনাই নজরে আসে। কিন্তু, সেই সব কারণে আত্মহত্যাকেই বেছে নিতে হবে, সেটার কোনও কারণ দেখি না। এক জন মানুষ যখন আত্মহত্যা করেন, এর মধ্যে দিয়ে তাঁর রাগেরই বহিঃপ্রকাশ ঘটে। যে রাগের অভিমুখ নিজের দিকে। যে সম্পর্কের মধ্যে এত প্রেম, এত তীব্রতা ছিল, তার ভাঙচুর বা বিশ্বাসঘাতকতার মধ্যেও অতটাই রাগের তীব্রতা আসা স্বাভাবিক। মুশকিল হল, সেই রাগ যখন অন্যের দিকে চালিত করার আর কোনও পথ খোলা থাকছে না, তখন তা নিজেকে ধ্বংস করে দিতে পারে। সোনারপুরের এই তরুণটির মতো আরও যাঁরা এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাঁরা যদি সঙ্কোচের গণ্ডি টপকে একটু সামাজিক এবং মানসিক প্রতিরোধ গড়ে তুলতে পারেন, তা হলে বোধহয় জীবন শেষ করে দেওয়ার দরকার পড়ে না। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই, কাঙ্ক্ষিত মানুষটির চলে যাওয়ার ইঙ্গিত মানেই কারও কারও একটা আত্মপরাজয়ের গ্লানি তীব্র হয়ে ওঠে। সেখানে ভালবাসার মানুষটিকে ফেরত পাওয়ার থেকেও বা তার ভালতে বাস করার থেকেও নিজের ক্ষমতা এবং তাকে আদায় করার যোগ্যতা প্রতিস্থাপিত করাই যেন মুখ্য হয়ে দাঁড়ায়। সোনারপুরের এই তরুণীও তাঁর সেই তাগিদটাকেই প

বাইকে এলইডি লাগালে দিতে হবে জরিমানা

Image
মোটরবাইকে এলইডি আলোর ব্যবহার বন্ধ করতে চায় রাজ্য সরকার। বুধবার বিধানসভায় এ কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশিকা পাঠাতে চলেছে পরিবহণ দফতর। আগামী কয়েক দিনের মধ্যেই সেই নির্দেশ পাঠানো হবে। পরিবহণ দফতর সূত্রে খবর, অনেক ক্ষেত্রে মোটরবাইকের বিভিন্ন অংশে দু'-তিনটি এলইডি আলো লাগানো হচ্ছে। এমনকি, কোনও কোনও ক্ষেত্রে হেডলাইটেও এলইডি-র ব্যবহার করা হচ্ছে। যা রাতে পথচারী বা গাড়িচালকদের অসুবিধায় ফেলছে। এ ক্ষেত্রে সরকার কোনও পদক্ষেপ করবে কি না, এ দিন বিধানসভায় তা জানতে চান সিপিএম বিধায়ক আমজাদ হোসেন। সেই প্রশ্নের উত্তরে পরিবহণমন্ত্রী জানান, একদা অটোতে এলইডি আলোর ব্যবহার হত। প্রায় একশো শতাংশ ক্ষেত্রে অটোয় এলইডি-র ব্যবহার বন্ধ করা হয়েছে। মোটরবাইকের ক্ষেত্রেও তা করা হবে। যদিও শহরের কিছু অটোতে এখনও এলইডি আলো ব্যবহার করা হচ্ছে বলে দাবি যাত্রীদের। সূত্রের খবর, এলইডি আলোর ব্যবহার বন্ধে ট্র্যাফিক পুলিশ এবং প্রশাসনকে নির্দেশিকা পাঠাতে চলেছে পরিবহণ দফতর। তাতে মোটর ভেহিক্‌লস আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলা থাকবে। জরিমানার প্রস

এমন প্রতিবাদ সত্যিই বিরল !

Image
একেবারে সর্বহারা হবেন জেনেও যে মনের জোর অটুট রেখে মৃতা স্ত্রীর উপরে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছেন এক জন যুবক, তা-ই তো খুব প্রশংসার। হাওড়ার বাপ্পা ঘোষ সমাজের সামনে ন্যায়-বোধের একটা বড় উদাহরণ স্থাপন করলেন। স্ত্রী বিয়োগের দিনে নিজের পরিবারের সকলের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ করা সহজ নয়। অনেক মনের জোর প্রয়োজন। যে মানুষটাকে ভরসা করে বাপ্পার স্ত্রী, প্রণতি ঘোষ জীবন গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই ভরসাটুকু যে ধরে রাখার চেষ্টা করেছেন এই যুবক, এটা বিরল। এমন মানবিকতা যে দেখাই যায় না। স্ত্রীর পাশে দাঁড়াতে নিজের মা ও দাদাদের বিরুদ্ধেও যে রুখে দাঁড়ানো যায়, তা প্রায় দেখেই না এই সমাজ। কারণ, স্বাভাবিক মূল্যবোধকে মর্যাদা দেওয়ার চল নেই চারপাশে। তাই তো দিন দিন বধূহত্যা, নির্যাতন বাড়ছে। বাপ্পার বাড়ির লোকেরাও হয়তো ভাবতে পারেননি যে, পণের জন্য স্ত্রীকে অত্যাচার করা হচ্ছে বলে ওই যুবক থানায় চলে যেতে পারেন। ভাবেন কী করে? সাধারণত তো উল্টোটাই হয়। অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাই, বাড়ির লোকজনের সঙ্গে স্ত্রীর উপরে নির্যাতন চালান স্বামীও। একা সবটা বন্ধ না করতে পারলেও বাপ্পা প্রকৃত জীবনসঙ্গীর মতো পদক্ষেপ করেছ

স্ত্রীর মৃত্যু, পরিবারকে দুষছেন স্বামী

Image
রোষ: প্রণতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে এলাকার বাসিন্দাদের ক্ষোভ। বুধবার, বালিটিকুরিতে।  স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিজের পরিবারের সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করলেন বাড়ির ছোট ছেলে। বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে হাওড়ার দাশনগর থানা এলাকার বালিটিকুরি ঘোষপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে ঘোষপাড়া এলাকার একটি বাড়ি থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। ওই গৃহবধূর স্বামী বাপ্পা ঘোষের অভিযোগ, তাঁর মা, তিন দাদা-বৌদি ও এক দাদার শ্যালিকা মিলে দিনের পর দিন তাঁর স্ত্রী প্রণতি ঘোষের (২৪) উপরে মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছেন। বহু চেষ্টাতেও তাঁদের থামাতে পারেননি তিনি। এ দিনও স্ত্রীর উপরে অত্যাচার শুরু হওয়ায় পুলিশের সাহায্য চাইতে থানায় চলে গিয়েছিলেন বাপ্পা। কিন্তু তাঁর অনুপস্থিতির সুযোগে পরিবারের লোকজন প্রণতিকে খুন করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেন বলে অভিযোগ ওই যুবকের। এই অভিযোগ শোনার পরেই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শয়ে শয়ে বাসিন্দা ঘোষেদের মুদিখানা ও বাড়িতে ভাঙচুর চালান। প্রাণের ভয়ে পালিয়ে যান অভিযুক্তেরা। অভিযোগকারী ওই যুবকের দাদার শ্যালিকা যে বাড়িতে থাকেন

অন্য দেহ দেখিয়ে অপহরণ তদন্ত!

Image
অন্যা বিশ্বাস। মেয়েকে অপহরণ ও খুন করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন এক দম্পতি। কিছু দিন পরে পুলিশ একটি পচাগলা দেহ দেখিয়ে ওই দম্পতিকে দিয়ে শনাক্ত করিয়ে নেয়। কিন্তু ময়না-তদন্তে জানা যায়, সেটি দম্পতির মেয়ের দেহ নয়। এবং সেই মৃতদেহের আগেও এক বার ময়না-তদন্ত হয়েছে! সেই রিপোর্টের ভিত্তিতে নিম্ন আদালতে ছা়ড়া পায় অভিযুক্তেরা। মেয়েকে ফিরে পেতে সেই দম্পতি এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। নদিয়া জেলা পুলিশের এই কাজে বুধবার তীব্র অসন্তোষ প্রকাশ করে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি রবিকৃষণ কপূরের ডিভিশন বেঞ্চ। সরকারি কৌঁসুলি সাবির আহমেদকে ডিভিশন বেঞ্চের নির্দেশ, কেন পুলিশ এমন তদন্ত করল এবং এই মুহূর্তে মেয়েটি কোথায়, তা জানিয়ে ছ'সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করতে হবে। আবেদনকারীর আইনজীবী সুবীর দেবনাথ ও অঙ্কিত অগ্রবাল জানান, নদিয়ার ধুবুলিয়ার শান্তিনগরের বাসিন্দা বছর সতেরোর অন্যা বিশ্বাস ২০১৪ সালের ১১ মার্চ কম্পিউটার শিখতে গিয়ে নিখোঁজ হয়। তার বাবা অনুকূল বিশ্বাস ও মা দীপালিদেবী থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে তাঁরা অভিযোগ জানান, স্থানীয় শরৎপল্লির বাসিন্দা প্রশান্ত মণ্ডল তাঁদের

‘ঠাকুর তা হলে হাতটা দিলেন!’, খুশি পৌলোমী

Image
ঝলমলে: নতুন হাত পেয়ে খুশি পৌলোমী। বুধবার বিধানসভায় এসেছিল সে। চিকিৎসক নকল হাত লাগিয়ে দিতেই ছোট্ট পৌলোমী বলে উঠল, ''ঠাকুর তা হলে হাতটা দিলেন!'' বুধবার কলকাতার তারাতলার একটি নার্সিং‌হোমে নকল হাত লাগানো হল সাত বছরের পৌলোমীর। গত ২০ এপ্রিল, পঞ্চায়েত ভোট নিয়ে গোলমাল যখন তুঙ্গে, সেই সময় ফুল তুলতে গিয়ে খেলার জিনিস মনে করে একটি বোমা কুড়িয়ে এনেছিল সে। সেই বোমা ফেটেই বাঁ হাত উড়ে যায় হাড়োয়ার গোপালপুর দক্ষিণ হালদারপাড়ার মেয়েটির। এক মাসের উপর চিকিৎসার পর জখম হাতটি বাদ যায়। একটু সুস্থ হয়ে বাড়ি ফেরার পর পৌলোমী তার মা-কে বলেছিল, ''ঠাকুরকে বলো না মা, আমার হাতটা ফিরিয়ে দিতে।'' এ দিন নকল হাত লাগানোর পরেই তাতে জোর দেখতে পৌলোমী চেপে ধরে পাশে থাকা বিধায়ক দীপেন্দু বিশ্বাসের হাত। বিধায়ক জানান, জোর আছে বুঝেই স্বস্তি পায় পৌলোমী। তার পরেই বলে ওঠে, ''এ বার থেকে আমি পুতুলকে জামা পরাব, ছবি আঁকার খাতা ধরতে পারব। কী মজা, তাই না!'' আপাতত ১৮ বছর বয়স পর্যন্ত ওই হাত দিয়ে পৌলোমী দৈনন্দিন কাজ করতে পারবে বলে জানিয়েছেন নার্সিংহোমের চিকিৎসক রাহুল ডোকানিয়া। কী ভাবে নকল হাত ব্যব

দশ বছরের বড় বিধবা বৌদির সঙ্গে পনেরো বছরের ছেলের বিয়ে দেওয়া হল। কিন্তু কেন?

Image
বাড়ি ভর্তি আত্মীয়দের ভিড়। বাইরে সানাইয়ের আওয়াজ। বাড়ির বারান্দায় সবেমাত্র নিমন্ত্রিত অতিথিদের খেতে দেওয়া হয়েছে। আচমকাই উচ্ছ্বাসের আবহের তাল কাটল। ঘরের ভিতর থেকে শোনা গেল বুক ফাটা কান্নার আওয়াজ। ততক্ষণে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বর। বিয়ের পোশাক তখন তার পরনে। কিন্তু কেন এমন পরিণতি? বিহারের গয়ার এই ঘটনার নেপথ্যে রয়েছে মর্মান্তিক কাহিনী। যাতে ফের বিপন্ন সমাজব্যবস্থার চেহারাটাকেও। আত্মঘাতী কিশোরের নাম মহাদেব দাস। নবম শ্রেণির ছাত্র মহাদেব গয়ার ভিনোবানগর গ্রামের বাসিন্দা। সোমবার সকালে নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সে। তদন্তে নেমে পুলিসের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিস জানতে পারে, মহাদেবকে জোর করে তার থেকে দশ বছরের বড় বিধবা বৌদি রুবি দাসের সঙ্গে বিয়ে দিয়েছিল পরিবার। সেই বিয়ে মেনে নিতে পারেনি মহাদেব। প্রথমে প্রতিবাদও করেছিল, কিন্তু পরিবার তার কথায় বিশেষ আমল দেয়নি। বিয়ের পর সেদিনই সন্ধ্যায় নিজের ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় মহাদেব। কিন্তু প্রশ্ন কেন দশ বছরের বড় বিধবা বৌদির সঙ্গে পনেরো বছরের ছেলের বিয়ে দেওয়া হল?এর নেপথ্যেও উঠে এসেছে ম