Posts

Showing posts from July 31, 2018

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস! অতঃপর প্রাণনাশের হুমকি দিয়ে ধৃত যুবক

Image
বিয়ে বাড়িতে আলাপ। তার থেকে পরিচয়-বন্ধুত্ব-ঘনিষ্ঠতা। সম্পর্ক যখন দানা বাঁধতে শুরু করে তখনই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হোটেলে নিয়ে যাওয়া, আর তারপর সহবাস। এক যুবকের প্রতারণার শিকার বছর উনিশের এক তরুণী। শুধু তাই নয়, তরুণীর পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিলে, গোপন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার ফাঁস-সহ প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সৌমিত্র মণ্ডল নামে এক যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, বছর ছয়েক আগে উনিশ বছরের ওই তরুণীর সঙ্গে একটি বিয়ে বাড়িতে আলাপ হয় সৌমিত্রর। সেদিনই বিয়েবাড়িতে দুজনের ফোন নম্বর দেওয়া-নেওয়া হয়।  দুজনেই বারুইপুরের বাসিন্দা।  ছাত্রীর দাবি, বিয়ে বাড়ি থেকে চলে আসার পর সৌমিত্রই প্রথম তাকে ফোন করে। এরপর দুজনের মধ্যে প্রায়ই কথা হতে থাকে। সম্পর্ক দানা বাঁধতে শুরু করে দুজনের। এরইমাঝে একবার ছাত্রীকে নিয়ে একটি হোটেলে যায় সৌমিত্র। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে সহবাস করে সে। এরপর থেকে মাঝমধ্যেই সৌমিত্র ও ওই তরুণীর মধ্যে ঘনিষ্ঠতা হয়েছে। সম্প্রতি তরুনীর বাড়ি থেকে বিয়ের জন্য চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি সে প্রেমিককে জানায়। অভিযোগ, তখনই বেঁকে বসে সৌমিত্র। সৌমিত্রক

ইন্দোনেশিয়ায় প্রবল ভূমিকম্প, অগ্ন্যুৎপাতে আটকে অন্তত ৭০০জন, দেশজুড়ে সতর্কতা জারি

Image
ফের একবার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার মাটি। ঘটনায় ইতিমধ্যে ১২জনের মৃত্যু হয়েছে। আটকে রয়েছেন অন্তত ৭০০ জন মানুষ। ঘটনাটি ঘটেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোম্বক দ্বীপে। বর্তমানে জোরকদমে চলছে উদ্ধারকার্য। এদিকে ভূমিকম্পের ফলে মাউন্ট রিঞ্জানিতে ধস নেমে অনেক পর্যটক আটকে পড়েছেন। ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৪। পূর্ব ইন্দোনেশিয়ায় এই কম্পন অনুভূত হয়েছে। হাজার হাজার বাড়ি কম্পনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময়ে ৮০০ জন পর্যটক ট্রেকিং করতে পাহাড়ে উঠেছিলেন। তাঁদের মধ্যে নেদারল্যান্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, থাইল্যান্ড, জার্মানির সহ বিভিন্ন দেশের পর্যটকেরা ছিলেন। ইন্দোনেশিয়া সরকারের তরফে হেলিকপ্টারে করে উদ্ধারকার্য চালানো হচ্ছে। প্রশিক্ষিতরা পর্বতের আনাচে-কানাচে তল্লাশি চালাচ্ছেন। সবমিলিয়ো মোট পাঁচ হাজারের বেশি মানুষ অস্থায়ী আবাসে রয়েছেন। সরকার তাদের দেখাশোনা করছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল মাতারাম থেকে ৫০ কিমি উত্তর-পূর্বে অবস্থিত। প্রথম কম্পনের পর অন্তত শতাধিক আফটারশক অনুভূত হয়েছে। ইন্দোনেশিয়া রিং অব ফায়ার-এর মধ্যে অবস্থিত। ফলে এই অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ।

ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত নরেন্দ্র মোদি

Image
নরেন্দ্র মোদী ও ইমরান খান আগামী ১১ অগাস্ট প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন ইমরান খান৷ অনুষ্ঠানে SAARC ভূক্ত দেশগুলির সব রাষ্ট্রপ্রধানকেই আমন্ত্রণ জানানো হচ্ছে৷ এর মধ্যে থাকছেন ভারতের প্রধানমন্ত্রীও৷ ইসলামাবাদ: পাকিস্তানে 'সুলতান অফ স্যুইং' ক্ষমতায় আসার পর ভারত-পাক সম্পর্কে তিক্ততা বাড়ার আশঙ্কা তৈরি হলেও, প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাচ্ছেন ইমরান খান৷ আগামী ১১ অগাস্ট প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন ইমরান খান৷ অনুষ্ঠানে SAARC ভূক্ত দেশগুলির সব রাষ্ট্রপ্রধানকেই আমন্ত্রণ জানানো হচ্ছে৷ এর মধ্যে থাকছেন ভারতের প্রধানমন্ত্রীও৷ ইমরানের দল তেহরিক ই ইনসাফ-এর এক মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইমরান খানকে ফোন করে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন৷ দলের কোর কমিটির বৈঠকে স্থির হয়েছে, ভারত-সহ সব SAARC ভূক্ত দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হবে৷ খুব শীঘ্রই আমন্ত্রণ পাঠানো হবে৷ গত সোমবার ইমরান খানকে ফোন করেছিলেন মোদি৷ ইমরানের কথায়, 'যুদ্ধ ও রক্ত নয়৷ টেবিলে বসেই সমস্যার সমাধান সম্ভব৷ যদি ভারতীয় নেতৃত্ব রাজি থাকেন, তা হল

ছাদে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার প্রতিবেশী

Image
শিলিগুড়ি : এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হল প্রতিবেশীকে। ধৃতের নাম শামিম সরকার। সে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী কর্মী। ধৃতের বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বাসিন্দা। পেশা সূত্রে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরের কোয়ার্টারে থাকে। পাশের কোয়ার্টারেই থাকেন ওই মহিলা। মহিলার স্বামী হাসপাতালের OT-তে গ্রুপ D স্টাফ। উভয় পরিবারের মধ্যে পরিচয় থাকলেও তেমন আলাপ ছিল না। রবিবার রাতে শামিম ওই মহিলার কোয়ার্টারে ঢুকে পড়ে। মহিলাকে জোর করে ছাদে নিয়ে যায়। সেখানে মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। তার বিরুদ্ধে অশালীন কাজকর্ম করারও অভিযোগও তোলে মহিলার পরিবার৷  মহিলার ছেলে জানান, ওই সময় তাঁর বাবা ও তিনি বাড়ির বাইরে ছিলেন৷ ভাইবোন বাড়িতে থাকলেও অন্য ঘরে ছিল। তখন ওই ব্যক্তি একাজ করেছে৷ মহিলার ছেলে বলেন, তাঁর মা কোনওমতে ছাদ থেকে পালিয়ে এসে ঘরে ঢোকেন। সেই সময় শামিম নিচে নেমে বাইক চেপে বাইরে চলে যায়৷ এরপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ফাঁড়িতে শামিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়। কোয়ার্টারে ফিরতেই গ্রেপ্তার করা হয় তাকে। ধৃতের কঠোর শাস্তির দাবি করেছেন মহিলার ছেলে।  অন্যদিকে

ব্লু হোয়েলে পর এবার আতঙ্কের নতুন গেম ‘মোমো’, ছড়াচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে

Image
নয়াদিল্লি: ব্লু হোয়েল গেমের আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই ফের অনলাইন গেমের আতঙ্ক ছড়িয়েছে ৷ এবার আতঙ্কের নাম 'মোমো'৷ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ছে 'মোমো' নামের এই অনলাইন গেম ৷ ইতিমধ্যেই এই অনলাইন গেম নিয়ে দক্ষিণ আমেরিকায় সতর্কতা জারি হয়েছে ৷ নতুন এই গেমকে বিশ্লেষকরা ব্লু হোয়েলের সঙ্গে তুলনা করেছেন। গত ২৫ জুলাই আর্জেন্টিনার রাজধানীতে একটি শিশুকন্যার আত্মহত্যার জন্য এই মোমো গেমকে দায়ী করা হয়েছে। বিশ্লেষকরা হুশিয়ারি দিয়ে বলেছেন, এ খেলা মানুষকে মারাত্মক পরিনতির দিকে নিয়ে যেতে পারে। যদিও এর মধ্যেই এটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপে ছড়িয়ে পড়েছে। মোমো আসলে কী? অনলাইন গেম বিশ্লেষকরা জানাচ্ছেন, হুট করে এটা আপনার কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠতে পারে এবং গেমে অংশ নিতে প্রলুব্ধ করতে পারে। কিন্তু সেটা করলেই আপনি বোকা বনে যাবেন। লাতিন আমেরিকার কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে বলেছে, এ গেম মেসেজের মাধ্যমে অন্যকে না দেওয়ার জন্য। কারণ তারা বলছে, এই অনলাইন গেম কাউকে অনেক দূর নিয়ে যেতে পারে। মেক্সিকোর অনলাইন অপরাধ নিয়ে কাজ করা পুলিশ ইউনিট বলছে, এটা শুরু হয়েছে ফেসবুকে। একদল লোক একে অন্যকে

প্রেমিকার দাবি মেটাতেই করেন চুরি ৬৩ বছরের ‘রোমিও’

Image
বান্ধু সিং। নাম রোমিও না হলেও স্বভাবে অন্তত তাই। বয়স ৬৩! প্রেমিকাদের 'ইমপ্রেস' করতে দিতে হবে দামি উপহার। আর এই রোমিওই প্রেমিকাদের জন্য হয়ে গেলেন পাক্কা চোর। বান্ধু সিং। মাথার চুলে কলপ, তবে একেবারেই সাদামাটা চেহারা । তাতেই মজেছিলেন অনেকে। আর বান্ধুজির বয়স তেষট্টি হলে কী হবে, মন রঙিন। রয়েছে পাঁচ পাঁচ জন প্রেমিকা। প্রেমিকাদের দামী উপহার দিতেই তাই বেছে নিয়েছিলেন চুরির পথ। কখনও ল্যাপটপ, কখনও স্মার্ট ফোন, কখনও বা ব্র্যান্ডেড পোশাক উপহার দিতে হত, আর রোজগারপাতি তেমন কিছু নেই। বাড়ি দিল্লির মঙ্গলাপুরি বস্তিতে। তাই প্রেমিকাদের মন ভোলাতেই চুরির পথ বেছে নেয় বান্ধু। বছর তেষট্টির বান্ধুর প্রেমিকাদের বয়স ২৮-৪০-এর মধ্যে। আর প্রেমিকাদের জন্য চুরি করতে করতে এত জিনিস বেড়ে গেল, চুরির জিনিস জমিয়ে রাখতে আলাদা ঘরভাড়াও নিয়ে নেয় বান্ধু। উত্তর দিল্লির যে সমস্ত বাড়িতে সিসিটিভি নেই, বেছে বেছে সেই বাড়িতেই চুরি করত বান্ধু। তাহলেই তো পুলিশের হাত থেকে রেহাই পাওয়া যাবে। থাকবে না কোনও তথ্যপ্রমাণ। কিন্তু শেষরক্ষা হল না। সিসিটিভিকে বাল্ব ভেবে একটা বাড়িতে চুরি করতে যায় বান্ধু। আর তারপরই প্রকাশ্যে আসে এই রোমিও

ব্যাটারি শেষ ট্রাই প্রধানের! আধার চ্যালেঞ্জে হাল ছেড়ে আলোচনার আহ্বান

Image
আলোচনার আহ্বান ট্রাই প্রধানের অবশেষে রণে ভঙ্গ দেওয়ার ইঙ্গিত। সোমবার রাতেই ট্যুইটার মেসেজ করে সবার উদ্দেশে আলোচনার আহ্বান জানালেন ট্রাই প্রধান রামসেবক শর্মা । একই সঙ্গে তাঁর মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। এর আগে সোমবার বিকেলে ইমেলে হুমকি দেওয়া হয় ট্রাই প্রধান আর এস শর্মার মেয়ে কবিতা শর্মাকে। হ্যাকাররা হুমকি দিয়েছিলেন, তাঁর বাবার ইমেল অ্যাকাউন্টের তথ্য জোগাড় করে ফেলা হয়েছে। যে কোনও মুহূর্তে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্টটিতেও তাঁরা কারসাজি করে ফেলবেন। 'সোশ্যাল মিডিয়ায় আমাদের চ্যালেঞ্জ জানিয়ে পুরো দেশের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছেন আর এস শর্মা। আমাদের উৎসাহিত করে নিজেকেই বিপদে ফেললেন উনি। বিপজ্জনক হয়ে গেল ওঁনার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্টটি।' ই মেলে কবিতাকে এই মর্মেই হুমকি দেয় হ্যাকাররা। পাশাপাশি, ওঁনার ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ ফাইলগুলিও প্রকাশ্যে আনার কথা জানায় তারা। কিন্তু কী ভাবে গুরুত্বপূর্ণ ফাইল হাতাবেন হ্যাকাররা? হুমকি মেলে তাও জানিয়েছে তাঁরা। ট্রাই প্রধানের ব্যক্তিগত মোবাইলে একটি 'রিমোট সফটওয়্যার' লাগানোর কথা জানানো হয়েছে।

কাঁকিনাড়া থেকে কি পিস্তল যেত বাংলাদেশে জামাত জঙ্গিদের হাতে?

Image
কাঁকিনাড়ায় লাড্ডু কারখানার আড়ালে তৈরি বেআইনি আগ্নেয়াস্ত্র কি জামাত জঙ্গিদের জন্য তৈরি হচ্ছিল? সেই আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না কলকাতা পুলিশের গোয়েন্দারা। সেই সঙ্গে অস্ত্রের পাশাপাশি জাল নোট কারবারের নয়া সমীকরণের হদিশ পাচ্ছেন তদন্তকারীরা। এসটিএফ সূত্রে খবর, এই কারখানায় তৈরি পিস্তলের ৮০ শতাংশই যেত বাংলাদেশে। আর সেই কারণেই মালদহ জেলার কালিয়াচকে বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রামে তৈরি করা হয়েছিল আর একটি ইউনিট। কাঁকিনাড়া থেকে অর্ধেক তৈরি এই অস্ত্র সোজা চলে যেত কালিয়াচকে। সেখানে সেই অস্ত্রের কাঠামোর সঙ্গে বাকি যন্ত্রাংশ জুড়ে সেটাকে সম্পূর্ণ করা হত। সেখানেই পালিশ করে ব্যবহারের উপযুক্ত করা হত। সোমবার সেই মালদহে সূত্র ধরেই এই অস্ত্র কারখানার হদিশ পান কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ) গোয়েন্দারা। কলকাতা পুলিশের এক শীর্ষকর্তা বলেন, "আমরা খবর পেয়েছিলাম, মালদহ থেকে জাল নোট এনে এখানে পরখ করে দেখবে এক জাল নোট কারবারি। সেই সূ্ত্র ধরেই কালিয়াচকের শুকু শেখকে পাকড়াও করা হয়।" আরও পড়ুন, নিজের দেশেই উদ্বাস্তু ৪০ লক্ষ, বাঙালি খেদাও চলছে, তোপ মমতার গোয়েন্দাদের অবাক করে দিয়ে সেই শু

রাজীবের চুক্তির জন্যই অসমে এই সঙ্কট, অমিতের মন্তব্যে তুলকালাম রাজ্যসভায়

Image
রাজ্যসভায় অমিত শাহ। অসমের নাগরিকপঞ্জি নিয়ে যখন গত দু'দিন ধরে উত্তাল সংসদের দুই কক্ষ, তখন অগ্নিতে ঘৃতাহুতি হল রাজ্যসভায় বিজেপি সভাপতি অমিত শাহের মন্তব্যে। অসমের নাগরিকপঞ্জি নিয়ে যে বিতর্কের সূত্রপাত হয়েছে, মঙ্গলবার দুপুরে রাজ্যসভায় দেওয়া তাঁর ভাষণে অমিত তার গোটা দায়টাই চাপিয়ে দেন কংগ্রেসের ঘাড়ে। অমিত বলেন, ''রাজীব গাঁধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন অসম থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার লক্ষ্যেই অসম চুক্তি করেছিলেন। বরং পর পর দু'টি ইউপিএ সরকার যা করতে পারেনি, গত ৪ বছরে এনডিএ সরকার তা করতে পেরেছে।'' অমিত অবশ্য তাঁর বক্তব্য শেষ করতে পারেননি। বিরোধীদের তুমুল হইচইয়ে তাঁর গলা চাপা পড়ে যায়। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু এর পরেই সারা দিনের জন্য রাজ্যসভার অধিবেশন মুলতুবি ঘোষণা করে দেন। তবে অধিবেশন মুলতুবি ঘোষণা করার আগে অবশ্য বেঙ্কাইয়া বলেন, ''এই স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ সরকারি বক্তব্য জানাবেন রাজ্যসভায়।'' সেই আশ্বাসের পরেও বিরোধীদের থামানো যায়নি। বিরোধীদের হইচইয়ে সোমবারও মুলতুবি হয়ে গিয়ে

তালিকায় নেই নাম, সংসার ভাঙার আশঙ্কার সাড়ে ৪৮,০০০ মহিলা!

Image
প্রথম তালিকা থেকে যে দেড় লক্ষ নাম চূড়ান্ত খসড়া তালিকায় বাদ পড়ল, তার মধ্যে ৪৮,৪৫৬টি নাম বিবাহিত মহিলাদের। কারণ, পর্যাপ্ত শংসাপত্র ও লিংকেজ নথির অভাব। অর্থাৎ তাঁরা বিয়ের পরে স্বামীগৃহে এলেও বিয়ের আগে কোথায় ছিলেন, জন্ম কোথায়, মা-বাবার নাম, ১৯৭১ সালের আগের এনআরসি বা ভোটার তালিকায় রয়েছে কি না— তার প্রমাণ চাওয়া হয়েছিল। সমস্যা সেখানেই। কারণ গ্রামগুলি, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় অনেক মেয়েই স্কুলে যায়নি। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে জন্ম না হওয়ায় মেলেনি জন্মের শংসাপত্র। বদলে তাঁরা জমা দিয়েছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট। কিন্তু গৌহাটি হাইকোর্ট রায় দেয় পঞ্চায়েত নথি প্রামাণ্য বলে গণ্য হবে না। গত ডিসেম্বরে সুপ্রিম কোর্ট জানায় পঞ্চায়েতের দেওয়া সার্টিফিকেট বিবাহিতাদের ক্ষেত্রে সহযোগী নথি হিসেবে গণ্য হবে। কিন্তু তা খুব ভাল করে পরীক্ষা করতে হবে। তালিকায় নাম নেই বিধানসভার ডেপুটি স্পিকার দিলীপকুমার পালের স্ত্রী অর্চনা পালেরও। দিলীপ বাবু এখন ৭ অগস্টের অপেক্ষায়‌। তাঁর কথায়, ''নথিপত্র সবই দেওয়া হয়েছিল, কেন এল না, এ নিয়ে আমরা উদ্বিগ্ন নই। দাবি ফর্ম পূরণ করে সব নথি আবার দিতে

সাড়ে তিন বছরের অনাথ শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত

Image
বাড়ি ফিরে সমস্ত ঘটনা জানতে পারেন বৃদ্ধা ৷ এরপরেই অভিযোগ দায়ের করেন অশোকনাগর থানায় ৷ অশোকনগর: নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার এক। ধৃতের নাম মলয় বসাক। অশোকনগর থানার গুমা কালিবাড়ি এলাকায় এক বৃদ্ধার বাড়িতে সস্ত্রীক ভাড়া থাকতেন অভিযুক্ত মলয় বসাক। ঐ বৃদ্ধা সাড়ে তিন বছরের নাতনিকে নিয়ে এই বাড়িতেই থাকেন। বছর দেড়েক আগে তাঁর একমাত্র মেয়ে ও জামাই দাম্পত্য কলহের জেরে একসঙ্গে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকে নাতনিকে নিয়ে বাড়ি ভাড়ার আয় দিয়েই চলতেন তিনি। এদিন সকালে পাশের বাড়িতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। সেই সময় নাতনি একা বাড়িতে ছিল। অভিযোগ, ভাড়াটিয়া মলয় বসাক সেই সময়ই সাড়ে তিন বছরের মেয়েটিকে ফাঁকা ঘরে একা পেয়ে যৌন নির্যাতন করেন। বাড়ি ফিরে সমস্ত ঘটনা জানতে পারেন বৃদ্ধা ৷ এরপরেই অভিযোগ দায়ের করেন অশোকনাগর থানায় ৷ দিদিমার অভিযোগের ভিত্তিতে মলয় বসাককে পকসো আইনে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবারই তাঁকে বারাসাত আদালতে তোলার কথা।

গ্রূপ ভিডিও কল ফিচার নিয়ে এলো WhatsApp

Image
বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যাবহারকারীদের মধ্যে অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ অবশ্যই WhatsApp। ফেসবুকের এই মেসেজিং অ্যাপে সম্রতি যোগ হয়েছে একের পর এক লেটেস্ট ফিচার। যার ফলে এর প্রতিযোগীরা প্রায় হারিয়ে গিয়েছে বাজার থেকে। এবার আরও এক আকর্ষনীয় ফিচার নিয়ে এলো WhatsApp। আগে শোনা যাচ্ছিল গ্রুপ ভিডিও কলিং ফিচার টেস্ট করছে WhatsApp। এবার গ্রুপ ভিডিও কলিং এর ফিচার নিয়ে এলো এই মেসেজিং সর্ভিস। সব Android ও iOS গ্রাহক গ্রূপ ভিডিও ও ভয়েস কল করতে পারবেন। নতুন এই ফিচারে একসাথে চারজন ব্যক্তি গ্রূপ ভয়েস বা ভিডিও কল করতে পারবেন। এর জন্য আপনার Android বা iOS ডিভাইসে WhatsApp অ্যাপ আপডেট করতে হবে। আপনার ফোনে নতুন এই ফিচারটি এসেছে কি না জানতে দেখে নিন নিচের স্টেপগুলি, স্টেপ ১। Android বা iOS ডিভাইসে WhatsApp অ্যাপ আপডেট করুন। স্টেপ ২। WhatsApp ওপেন করুন। স্টেপ ৩। যাকে কল করবেন তাঁর কনটাক্টটি খুলুন। স্টেপ ৪। একটি সাধারণ ভিডিও কল করিন। স্টেপ ৫। এবার ডান দিকে উপরে 'অ্যাড পার্টিসিপেন্ট' অপশান ট্যাপ করে নতুন যাকে এই কলে যোগ করতে চান তার কনট্যাক্ট সিলেক্ট করুন। স্টেপ ৬। এইভাবে মোট তিন জনকে গ্রূপ কলে যোগ করতে

সেনার চাকরির পরীক্ষায় ‘হাইটেক’ জালিয়াতি, পুলিশের জালে ৫

Image
দুর্গাপুর: সেনার চাকরির পরীক্ষায় 'হাইটেক' নকল করতে গিয়ে দুর্গাপুর ইস্পাতনগরীতে গ্রেপ্তার পাঁচ পরীক্ষার্থী৷ উদ্ধার হল বহু ইলেকট্রনিক ডিভাইস-সহ মোবাইল ফোন৷ ধৃতদের পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তাদের জেরা করছে পুলিশ৷ সোমবার, সিআইএসএফ বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের গ্রুপ-ডি পদের পঁয়তাল্লিশটি পদের জন্যে লিখিত পরীক্ষা ছিল দুর্গাপুরে৷ ইস্পাতনগরীর বি-জোনে দুর্গাপুর ইস্পাত বিদ্যালয়ে হয় পরীক্ষা৷ সেখানেই রাঁধুনি পদের জন্যে পরীক্ষা দিতে আসে নদিয়ার বাসিন্দা বাসিন্দা মিঠুন বিশ্বাস, সুমন জোয়ারদার, মুর্শিদাবাদের রামলাল ঘোষ, নদীয়ার নাকাশিপাড়ার মেঘনাদ বিশ্বাস, দক্ষিণ দিনাজপুরের বাসুদেবপুরের গঙ্গা বর্মন৷ জানা গিয়েছে, পরীক্ষাকেন্দ্র থেকে বাইরে আসার সময় এদের কানে হেড ফোন গোঁজা দেখে সন্দেহ হয় সেখানে উপস্থিত পরীক্ষকদের৷ তাদের আটক করে সিআইএসএফ৷ তাদের, প্রাথমিক তল্লাশি নিতেই প্রকাশ্যে আসে নকল করার 'হাইটেক' পদ্ধতি৷ পুলিশ সূত্রে খবর, পরীক্ষা কেন্দ্রে বসেই কান হেড ফোন গুঁজে ওয়াইফাইয়ের মাধ্যমে নদিয়ায় এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখে ধৃতরা৷ আগেই সেই ব্যক্তিকে হোয়াটস

সরকারিকর্মীরা আর পেনশন-পিএফ পাবেন না! পরিবর্তনের সরকারের সিদ্ধান্তে মাথায় হাত

Image
তিন দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে পরিবর্তনের সরকারের পত্তন হয়েছিল। কিন্তু সেই পরিবর্তনের সরকার আসার পরও সরকারি কর্মীদের প্রতি বঞ্চনার শেষ নেই। নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে, সরকারি কর্মচারীদের পেনশন ও পিএফ বাতিল করার। ত্রিপুরায় বিজেপির বিপ্লব দেব সরকারের সিদ্ধান্ত, নতুন নিয়োগ হওয়া কর্মীদের পেনশনও দেওয়া হবে না, পিএফের সুবিধাও মিলবে না তাঁদের। গত সপ্তাহে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ত্রিপুরার বিজেপি সরকার। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে যে সমস্ত কর্মী নিয়োগ হবে, তাদের না থাকবে পেনশন, না থাকবে প্রভিডেন্ট ফান্ড। ১ জুলাই থেকে যাঁরা নতুন নিয়োগ পেয়েছেন তাঁদের ক্ষেত্রেও এই নিয়ম লাগু হবে। তবে পেনশনের পরিবর্তে কন্ট্রিবিউটরি পেনশন স্কিমের মাধ্যমে এককালীন একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হবে। ৩০ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে এবূারই ত্রিপুরায় বিজেপি সরকারের সূচনা হয়। এই নতুন সরকারের কাছে সরকারি কর্মী থেকে সাধারণ মানুষের প্রাপ্তির আশা প্রচুর। অথচ বাম সরকারের পথে হেঁটেই সরকারি কর্মীদের উপর কোপ ফেলল বিজেপি সরকার। বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব দেব একটা সময়ে ত্রিপুরার বাম সরকারের বিরুদ্ধে সরকারি ক

ওঝার ঝাড়ফুঁক, কুসংস্কারের বলি ছাত্রী

Image
কুলতলি: ফের কুসংস্কারের বলি। অসুস্থ কিশোরীকে হাসপাতালে না নিয়ে গিয়ে ঝাড়ফুঁক। সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রী মমতাজ খাতুনের। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ঘটনা। কুলতলি দুয়ের গড়ানকাঠির বাসিন্দা মমতাজ গোপালগঞ্জ হাইস্কুলের ছাত্রী। গতকাল স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সে। তাকে সহপাঠী ও শিক্ষকরা বাড়ি পৌঁছে দেয়। এরপর মমতাজকে হাসপাতালে না নিয়ে এক গুণিনের কাছে নিয়ে যান পরিবারের সদস্যরা। দিনভর চলে ঝাড়ফুঁক। রাতে অবস্থার অবনতি হলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।

মেয়েরা কি শুধু বিয়ে আর বাচ্চা উত্‍‌পাদনের জন্য! খতনায় 'ক্ষুব্ধ' সুপ্রিম কোর্ট

Image
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ, স্বামীর সঙ্গে সংসার করার আগে মহিলাদের এই ধরনের পরীক্ষা দেওয়া অসাংবিধানিক৷ নয়াদিল্লি: মহিলারা শুধু বিয়ে, স্বামী আর সন্তানের জন্যই নয়৷ তাঁদের স্বাধীন ও জীবনযাপনের অধিকার আছে৷ মুসলিমদের খতনা প্রথা নিয়ে একটি মামলায় মন্তব্য করল সুপ্রিম কোর্ট৷ একই সঙ্গে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের কাজ শুধু নির্মমই নয়, মেয়েদের গোপনীয়তার অধিকার লঙ্ঘনের সামিল৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ, স্বামীর সঙ্গে সংসার করার আগে মহিলাদের এই ধরনের পরীক্ষা দেওয়া অসাংবিধানিক৷ ভারতে খতনা প্রথা নিষিদ্ধ করার পিটিশনকে সমর্থন করে কেন্দ্রও বলেছে, 'একটি মেয়ের শারীরিক অঙ্গচ্ছেদ'৷ দাউদি বোহরা নামে মুসলিম শিয়া সম্প্রদায়ে খতনা প্রথার প্রচলন রয়েছে৷ খতনা প্রথায় একটি ৬ থেকে ৭ বছরের মেয়ের যৌনাঙ্গে ক্লিটোরাল হুড কেটে দেওয়া হয়৷ যাতে ওই মেয়েটির যৌন ইচ্ছে নষ্ট হয়ে যায়৷ শুধুই সন্তান উত্‍‌পাদনের যন্ত্রের মতো তাঁকে ছেড়ে দেওয়া হয়৷ সর্বোচ্চ আদালতে একটি মুসলিম গোষ্ঠীর আইনজীবী এ এম সিংভি আদালতের আর

মহিলাদের প্রবেশ নিষেধ, দলিত বিধায়কের প্রবেশের পর ধোয়া হল মন্দির

Image
লখনউ: বিধায়ক প্রবেশ করার পর গঙ্গাজল দিয়ে ধোয়া হল মন্দির । এমন ঘটনাই ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় । পাশাপাশি মন্দিরের মূর্তিগুলিকে শুদ্ধিকরণের জন্য পাঠানো হয়েছে এলাহাবাদে । ১২ জুলাই হামিরপুরের ধ্রুম ঋষি মন্দিরে পুজো দিতে যান বিজেপি বিধায়ক মনীষা অনুরাগী । প্রচলিত আছে এটি মহাভারতের যুগের মন্দির ও এই মন্দিরে মহিলাদের প্রবেশ নিষেধ । স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস অন্তর থেকে প্রার্থনা করলে সব আশাই পরিপূর্ণ হয় । মহিলাদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকলেও তাঁরা মন্দিরের বাইরে থেকে প্রার্থনা করতে পারেন । যদিও এই বিষয়টি জানতেন না মনীষা দেবী । তিনি মন্দিরে আসায় প্রবল অসন্তুষ্ট হন গ্রামবাসীরা । মন্দিরের প্রধান পুরোহিত জানিয়েছেন আজ পর্যন্ত কোনও মহিলা এই মন্দিরে প্রবেশ করেননি । ওই ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না, থাকলে মনীষা দেবীকে অবশ্যই মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হত না, জানিয়েছেন তিনি । মনীষা দেবী চলে যাওয়ার পরই কীভাবে প্রায়শ্চিত্ত করা হবে এই বিষয়ে সভা ডাকে গ্রাম পঞ্চায়েত । এরপরই গোটা মন্দির গঙ্গাজলে ধোয়া হয় ও মূর্তিগুলিকে শুদ্ধিকরণের জন্য পাঠানো হয় এলাহাবাদে। এই প্রসঙ্গে মনীষা দেবী জানি

দামী হতে চলেছে অনলাইনে কেনাকাটা

Image
অনলাইন শপিং করেন যাঁরা, তাঁদের কিছুটা হলেও হতাশ করতে চলেছে কেন্দ্র। এ বার থেকে দামি হতে চলেছে অনলাইন কেনাবেচা। কারণ, অনলাইন জিনিসপত্রের উপর ডিপ ডিসকাউন্ট কমতে চলেছে।  বিদেশি বিনিয়োগের বদলে দেশীয় ই-কমার্স সংস্থাগুলির বাজার ফেরাতে চাইছে কেন্দ্র। সে কারণেই অনলাইন কেনাবেচার উপরে এমন নীতি আনার সিদ্ধান্ত। ডিপ ডিসকাউন্ট নীতির জন্য আমাজন, ফ্লিপকার্ট, জ়োমাটো, আর্বানক্ল্যাপ, পেটিএম, পলিসিবাজারের মতো সংস্থাগুলি কেনাকাটাতে গ্রাহকদের অনেক ছাড় দেয়। এতে একজন গ্রাহক দোকানের থেকে অনেক সস্তায় অনলাইনে সেটি পেয়ে যান। ফলে অফলাইন মার্কেটগুলোয় বড় ধাক্কা আসে। আর দেশে বর্তমানে ভাল ব্যবসা করা বেশিরভাগ সংস্থাগুলিই বিদেশি। ফলে বিদেশি বিনিয়োগও বাড়ছিল। তাতে রাশ টানতেই মূলত কেন্দ্রের এই সিদ্ধান্ত। বিদেশি বিনিয়োগ কমানোর পাশাপাশি দেশের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি সংস্থাগুলোকে টেনে তুলতে চায় কেন্দ্র। পাশাপাশি গ্রাহক সুরক্ষার বিষয়ও মাথায় রেখে এগোতে চাইছে। কেন্দ্র জানিয়েছে,  তার জন্য আন্তর্জাতিক বাণিজ্য নীতি অমান্য না করে দেশীয় সংস্থাগুলিকে ইনসেন্টিভ দিতে চাইছে। চিনও তাদের দেশীয় সংস্থাগুলিকে ইনসেন্টিভ দেয়।

সুখবর! রাজ্য সরকারি কর্মীদের ২০১৯ থেকেই বাড়ছে বেতন

Image
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! ২০১৯ থেকেই তাঁদের জন্য চালু হতে পারে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ। সদ্য রাজ্যে আসা পঞ্চদশ অর্থ কমিশনে জমা দেওয়া দাবিপত্রে তেমনই ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকার। সেই দাবিপত্রের ৮০-৮১ পাতায় ৩.৪(৬) নম্বর অনুচ্ছেদে ২০১৯-'২০ থেকেই সরকারি কর্মীদের বর্ধিত বেতনের হিসেব পেশ করা হয়েছে। প্রথম বছরে তা বাড়তে পারে ২২%। যদিও বেতন ও পেনশন একসঙ্গে ধরে রাজ্যের অর্থ দফতর প্রথম বছরে ১৬.৬% বাড়ানোর পরিসংখ্যান অর্থ কমিশনে জমা দিয়েছে। পেশ করা পরিসংখ্যান অনুযায়ী আশার আলোটা আসছে একটু ঘুরপথে। নবান্নের এক কর্তা অবশ্য বলেন, ''আগামী ছ'বছরে রাজস্ব-ঘাটতির হিসেব পেশ করতে গিয়ে বেতন বাড়ানোর যে-চাপ রাজকোষে পড়বে, তা পঞ্চদশ অর্থ কমিশনকে জানানো হয়েছে মাত্র। বেতন বৃদ্ধি ঘোষণার দায়িত্ব ষষ্ঠ বেতন কমিশনের। সরকার তাতে নাক গলাবে না। কমিশনই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।'' রাজ্য বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার জানিয়ে দেন, তিনি এই বিষয়ে একটি কথাও বলবেন না। অর্থ দফতর সূত্রের খবর, ২০১৫-র ২৭ নভেম্বর রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল। তার মেয়াদ চলতি বছরের ২৬ নভেম্বর পর্যন্ত। প্রয়োজ

অস্ত্র ও লক্ষ টাকার জাল নোট সহ ধৃত তিন

Image
কলকাতা: জাল নোট পাচার করতে এসে গ্রেফতার তিন৷ কলকাতার ময়দান চত্বর থেকে স্পেশাল টাস্ক ফোর্সের অ্যান্টি ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটের টিম(এফআইসিএন) ওই তিনজনকে গ্রেফতার করে৷ ধৃতরা হল সুকু শেখ, মহম্মদ আমজাদ রায়েন ও মহম্মদ আবদুল্লা৷ এদের মধ্যে সুকু শেখের বাড়ি মালদায়৷ বাকিরা বিহারের বাসিন্দা৷ ধৃতদের কাছ থেকে এক লক্ষ টাকার জাল নোট মিলেছে৷ অপরদিকে এই গ্রেফতারির সূত্র ধরে বারাকপুর চত্বরে একটি অবৈধ অস্ত্র কারখানার হদিশ পায় তদন্তকারীরা৷ সেখানে হানা দিয়ে আরও ছ'জনকে গ্রেফতার করা হয়৷ তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, মহম্মদ আবদুল্লার কাছে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি অস্ত্র পাওয়া যায়৷ তাকে জেরা করতেই ওই অস্ত্র কারখানার হদিশ পাওয়া যায়৷ জগদ্দল থানা এলাকার কাছে অবৈধ ভাবে চলছে অস্ত্র কারখানা৷ সেখানে হানা দেয় এসটিএফ৷ ওই কারখানায় সেই সময় ছ'জন শ্রমিক ছিল৷ তাদেরকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতরা হল, মহম্মদ সাবির রায়েন(২৮), মহম্মদ সৌদ আলম (২৪), মহম্মদ শানওয়াজ (২৫), মহম্মদ ফয়জল (২৪), মহম্মদ রাজী (১৯) এবং মহম্মদ চাঁদ(২৪)৷ এরা সকলেই বিহারের মুঙ্গেরের বাসিন্দা৷ এদের মধ্যে মহম্মদ সাবির মুম্বইতে

অবৈধ সম্পর্কে বাধা দেওয়ায় স্বামীকেই খুনের চেষ্টা স্ত্রীর

Image
মালদহ: স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে প্রতিবাদ করতে গিয়েছিলেন স্বামী, সেই প্রতিবাদের প্রতিক্রিয়া যে এমন ভয়ঙ্কর হবে তা বোধ হয় কল্পনাও করতে পারেননি তিনি৷ জানা গিয়েছে, ১০ বছর আগে সিমপা বিবির সঙ্গে বিয়ে হয় রিন্টু শেখের৷ সাত মাস আগে রিন্টু জানতে পারে অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে স্ত্রী৷ সেই সম্পর্ক থেকে স্ত্রীকে বেরিয়ে আসার কথাও বলে৷ কিন্তু, পেশায় ভিন রাজ্যের শ্রমিক রিন্টু সোমবার বাড়ি ফিরে জানতে পারে সেই সম্পর্ক থেকে এখনও বেরোয়নি সিমপা৷ ক্ষোভে ফেটে পড়ে সে৷ প্রতিবাদ করতে গেলে তার স্ত্রীই তাকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করে৷ তাদের চিৎকারে প্রতিবেশী-গ্রামবাসীরা ছুটে আসে৷ রক্তাক্ত রুন্টুকে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে তারা৷ আঘাত গুরুতর হওয়ায় তাকে মালদহ মেডিক্য়ৃাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ এদিকে রিন্টুর স্ত্রীকে গ্রামবাসীরা পুলিশের হাতে তুলে দেয়৷ সমগ্র ঘটনার তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ৷

অসুস্থ ছাত্রীর চিকিৎসায় ওঝা, কুলতলিতে কুসংস্কারের বলি তরতাজা প্রাণ

Image
কুলতলি: কুসংস্কারের বলি আরও এক তরতাজা প্রাণ। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে অসুস্থ স্কুলছাত্রীকে চিকিৎসকের বদলে ওঝার কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক! দুপুর থেকে রাত, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়ল সপ্তম শ্রেণির ছাত্রী। প্রতিবেশীদের দাবি, গতকালই দুপুরে স্কুলে হঠাত‍্‍ই অসুস্থ হয়ে পড়ে মেয়েটি। শিক্ষকদের কথা মতো সহপাঠীরা তাকে বাড়ি পৌঁছে দেয়।কিন্তু, অভিযোগ, বাড়ির লোকেরা কিশোরীকে প্রথমেই হাসপাতালে না নিয়ে গিয়ে এক ওঝার কাছে নিয়ে যায়। সঠিক সময়ে চিকিৎসা শুরু না হওয়ায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। গভীর রাতে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

অসম এনআরসি- লোকসভায় উঠল মুলতুবি প্রস্তাব

Image
নয়াদিল্লি: অসমের জাতীয় নাগরিকত্ব পঞ্জী বা এনআরসির চূড়ান্ত খসড়া সংক্রান্ত বিষয়টি নিয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব আনা হল। প্রস্তাব এনেছে কংগ্রেস-তৃণমূল। নাম বাদ পড়া ইস্যুতে আজ সংসদ চত্বরে তৃণমূল ধর্নায় বসেছে। এই ইস্যুতে বিরোধীরা কার্যত এককাট্টা হয়ে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপি তাঁদেরই বার করে দিচ্ছে, যাঁরা তাদের ভোট দেন না। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ফেসবুকে লিখেছেন, যাঁদের সঙ্গে অন্যায় হয়েছে, কংগ্রেস তাঁদের সাহায্য করবে। আজ বিষয়টি নিয়ে ইতিমঘ্যেই ঝড় উঠেছে সংসদে। রাহুল ফেসবুকে লিখেছেন, মনমোহন সিংহের নেতৃত্বে ইউপিএ ১৯৮৫-তে অসম চুক্তির মাধ্যমে জাতীয় নাগরিকত্ব পঞ্জী বা এনআরসি তৈরিতে হাত দেয়। অথচ ১,২০০ কোটি টাকা খরচ করার পরেও এত সংবেদনশীল মামলায় ভুলত্রুটি রয়ে গিয়েছে। মমতাও জানিয়েছেন, বাঙালিদের নাম তালিকা থেকে বাদ যাওয়ায় তিনি চিন্তিত। তবে কেন্দ্রীয় সরকারই জানিয়েছে, এই তালিকা স্রেফ খসড়া, চূড়ান্ত তালিকা নয়। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা প্রত্যেকে নিজের নিজের অবস্থান জানিয়ে ফের আবেদন করার সুযোগ পাবেন। অর্থাৎ যে ৪০ লক্ষের নাম বাদ পড়

এলাকার রাস্তার বেহাল দশা! সরকারকে হোয়াটসঅ্যাপ করুন, জানুন বিস্তারিত

Image
বর্ষাকালে শহর ও শহরতলির রাস্তার বেহাল দশা হয়। শুধু জমা জল ও নোংরা নয়, সঙ্গে যোগ হয় খানা-খন্দ। কোথাও গর্ত এতটাই গভীর হয় যে প্রাণ হাতে নিয়ে চলাফেরা করতে হয়। যার ফলে নিত্যদিন দুর্ঘটনার ভয় লেগেই থাকে। কোথাও গাড়ি উল্টে যায় তো কোথাও মানুষ পড়ে গিয়ে চোট পান। এই অবস্থা থেকে নাগরিকদের উদ্ধার করতে এগিয়ে এল রাজ্য সরকার নিজেই। রাজ্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট একটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছে যেখানে আমজনতা নিজেদের এলাকার রাস্তার সমস্যা জানিয়ে অভিযোগ জানাতে পারবেন। নম্বরটি শুধু হোয়াটসঅ্যাপ করার জন্য। ৯০৭৩৩৬২০০০ । বাংলার যে প্রান্তেই আপনার বাড়ি হোক না কেন, নিজের এলাকার রাস্তার সমস্যা আপনি অবশ্যই জানাতে পারবেন এই নম্বরে। শুধু খারাপ রাস্তাই নয়, কোনও রাস্তার কালভার্ট, ফ্লাইওভার, ওভারব্রিজ নিয়েও কোনও সমস্যা থাকলে সেটাও জানানো যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার চাইছে, নাগরিক সমস্ত পরিষেবা যাতে মানুষের কাছে পৌঁছে যায়। আমজনতার কাছ থেকেও বার্তা এলে প্রশাসন অনেক তৎপরতার সঙ্গে কাজ করতে পারবে। সেই লক্ষ্যেই সরকার এগোতে চাইছে।

অভিনব কায়দায় ২০০টি চাকরির অফার পেলেন বেকার যুবক

Image
সেজেগুজে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তার সিগন্যালে দাঁড়িয়ে কোনও কিছু বিক্রি করা নয়, হকারি করার চেয়েও অভিনব কিছু করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ডেভিড কাসারেস। সিলিকন ভ্যালির রাস্তায় নিজের বায়োডেটা হাতে নিয়ে কাজের সুযোগ চেয়ে তা বিলি করেছেন পথচলতি সকলকে। আর তাতে ফলও মিলেছে হাতেনাতে। একসঙ্গে একাধিক চাকরির অফার পেয়ে গিয়েছেন তিনি। ডেভিডের বায়োডেটা বিলির ছবি এক পথচলতি মানুষ নিয়ে পোস্ট করে দেন স্যোশাল মিডিয়ায়। তা মুহূর্তে টুইটারে ভাইরাল হয়ে যায়। তারপরই ২০০টি জায়গা থেকে কাজের অফার পান তিনি। ২৬ বছর বয়সী ডেভিড জানিয়েছেন, তিনি গুগলের কাছ থেকেও অফার পেয়েছেন। এছাড়া একাধিক জানা অজানা স্টার্ট-আপ, পরিচিত কোম্পানি তাঁকে তাঁদের সঙ্গে যোগ দিতে বলছে। ডেভিড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসে স্নাতক হয়েছেন। পরে ওয়েব ডেভেলপার হিসাবে জেনারেল মোটরসে কাজও করেছেন। তবে গত একবছর ধরে তিনি নিজের গাড়িতেই শুচ্ছেন বলে জানিয়েছেন। তবে শেষ অবধি সমস্ত রসদ শেষ হয়ে আসায় বায়োডেটা বিলি করতে নামতে হয় তাঁকে। অ্যাপেলের মতো সংস্থাতেও ডেভিড কাজ খুঁজেছিলেন। তবে ভিতর থেকে কর্মী নিয়োগ করে নেওয়া হয়েছে বলে পরে জানতে পারেন। এই জায়গায় অ

তিন লক্ষাধিক চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ এখন আইনি জটাজালে বন্দি, মামলার ফাঁসে এসএসসি

Image
মামলার ফাঁস থেকে মুক্ত হতে পারছেই না স্কুল সার্ভিস কমিশন। তাই রাজ্যের শিক্ষক নিয়োগ ক্রমেই বিশ বাঁও জলে তলিয়ে যাচ্ছে। আবারও এক মামলায় ফাঁসে বন্দি হল শিক্ষক নিয়োগ। এবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়ে মামলা হল হাইকোর্টে। মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের মেধা তালিকা নিয়ে মামলা করলেন চাকরিপ্রার্থী। কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরাফের এজলাসে দায়ের করা হয়েছে মামলা। মামলাকারী মণিকা রায়। তাঁর অভিযোগ, মাধ্যমিক স্তরেও কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশের আগে দ্রুত মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। উচ্চমাধ্যমিকেও মেধাতালিকা নিয়ে অভিযোগ। এই আবেদনের ফলে উচ্চমাধ্যমিকের মতো মাধ্যমিকেও মেধা তালিকা পরিবর্তিত হওয়ার আশঙ্কা করা হয়েছে। অন্য একটি মামলায় এসএসসির মডেল উত্তরপত্রের উত্তর নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। মোট ৬১ জন হাইকোর্টে এই মডেল উত্তরপত্র্রের বিভ্রান্তি নিয়ে মামলা দায়ের করেছেণ। মামলাকারীদের অভিযোগকে ইতিমধ্যেই মান্যতাও দেওয়া হয়েছে। হাইকোর্ট জানিয়েছে মডেল উত্তরের তিনটি ভুল। এই অবস্থায় মামলাকারীদের উত্তর সঠিক হলে তাদের পূর্ণ নম্বর দিতে হবে। এই মুহূর্তে উচ্চপ্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তিন স্তরেই শিক্

গলায় বিঁধে দশটি সুচ, সুস্থ জীবন ফিরে পাবে কৃষ্ণনগরের কিশোরী?

Image
পেরেকের পর সুচ। গোবরডাঙার প্রদীপকুমার ঢালির পর কৃষ্ণনগরের অপরূপা বিশ্বাস। প্রদীপকুমারের পাকস্থলীতে জমা ছিল ৬৩৯টি পেরেক। আর চোদ্দো বছরের অপরূপার গলায় আটকে দশটি সুচ। প্রদীপকুমারকে অস্ত্রোপচার করে শাপমুক্ত করেছেন কলকাতা মেডিক্যাল কলেজের সার্জনরা। অপরূপা ভরতি এনআরএস হাসপাতালে। আজ, মঙ্গলবার তার অস্ত্রোপচার। সুস্থ জীবন কি ফিরে পাবে কৃষ্ণনগরের বাসিন্দা? ১০ দিন আগে হঠাৎ করেই গলা ব্যথার শুরু। বাড়ির লোক ভেবেছিল ঠান্ডা লেগেছে অপরূপার। খুব একটা গা করেননি তাঁরা। কে জানত, অষ্টম শ্রেণির ছাত্রীটি দশ-দশটা সুচ গলধঃকরণ করে ফেলেছে! খাওয়া-দাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় বাড়ির লোকের টনক নড়ে। প্রথমে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর হাসপাতালে। সেখানেই এক্স রে করে দেখা যায় খাদ্যনালি ভেদ করে দিয়ে ফুসফুস, লিভারের দিকে তাক করে রয়েছে বেশ কয়েকটি সুচ। যে কোনও মুহূর্তে বিপর্যয় নেমে আসতে পারে কিশোরীর একাধিক অঙ্গে। সোমবার সকালে কিশোরীকে কৃষ্ণনগর থেকে এনআরএসে নিয়ে আসা হয়। ভরতি করা হয় ইএনটি সার্জন ডা. মনোজ মুখোপাধ্যায়ের অধীনে। কিশোরীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। মালদহ মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের সহকা

সন্ত্রাসবাদের চেয়েও বড় অপরাধ গো-হত্যা, মন্তব্য রামগড়ের বিজেপি বিধায়কের

Image
জয়পুর: আলওয়ার বিতর্কে এবার নাম জড়াল বিজেপি বিধায়ক জ্ঞান দেব আহুজার । একের পর এক গণপিটুনির ঘটনায় উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে শীর্ষ আদালত; এরইমধ্যে আহুজা মন্তব্য করেছেন সন্ত্রাসবাদের চেয়েও বড় অপরাধ হল গোহত্যা ও এই কাজ যারা করে তাঁদের উচিৎ শাস্তি হওয়া দরকার । সন্ত্রাসবাদের কারণে হয়ত প্রাণ হারান ২-৫ জন মানুষ কিন্তু গোহত্যা এমনই এক অপরাধ যা সমগ্র হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করে।  বারবার একটি ধর্মের মানুষদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করলে হিংসার ঘটনা কেউই আটকাতে পারবে না, এমনটাই জানিয়েছেন আহুজা । আদালতেরও উচিৎ এই বিষয়টি ভেবে দেখা যে গরু আমাদের মাতার সমান ও তার সাথে কোনওরকম অন্যায় আচরণ করলে তা কিছুতেই সমর্থনযোগ্য নয় । আলওয়ারে গরু পাচারকারী সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় রাকবর খান নামক যুবককে । এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ । তিন অভিযুক্তের মুক্তির দাবিও করেছিলেন রামগড়ের বিধায়ক আহুজা । পুলিশের বিরুদ্ধেও ভুল তদন্ত করার অভিযোগ তোলেন ও এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিও জানিয়েছিলেন তিনি । বিরোধীদের একাংশ ইতিমধ্যেই আহুজাকে বিঁধেছেন । তাঁদের দাবি আলওয়ার গণপিটুনির নেপথ্যে আছেন আহুজারই লোক ।

বুরারিকাণ্ডের ছায়া এবার রাঁচিতে ৷ ভাড়া বাড়ি থেকে মিলল একই পরিবারের ৭ জনের মৃতদেহ ৷

Image
রাঁচি: বুরারিকাণ্ডের ছায়া এবার রাঁচিতে ৷ ভাড়া বাড়ি থেকে মিলল একই পরিবারের ৭ জনের মৃতদেহ ৷ ঝাড়খাণ্ডের কানকে এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে ৷ মঙ্গলবার বাড়ির ভিতর থেকে সকলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে ৷ অনুমান করা হচ্ছে আর্থিক সমস্যার জেরে সকলে আত্মবত্যা করেছে ৷ মৃতদের মধ্যে দু'জন শিশু রয়েছে ৷ পুলিশ সুপার অনিশ গুপ্ত জানিয়েছেন, প্রাথমিক তদন্ত থেকে মনে করা হচ্ছে এটা আত্মহত্যার ঘটনা ৷ পাঁচজন প্রাপ্ত বয়স্ক ও ২ জন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ বাড়ির মালিক অলক নারায়ণ মিশ্র জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাসেই তাদের বাড়িতে ভাড়া থাকতে আসে ওই পরিবার ৷ এদিন সকালে বাচ্চাদের নিতে স্কুলের ভ্যান বাড়িতে এলে ঘটনাটি প্রকাশ্যে আসে ৷ কেউ দরজা খুলছে না দেখে প্রতিবেশীরা দরজা ভেঙে দেখে এই ভয়াবহ কাণ্ড ৷

অসমে নাগরিকপঞ্জি বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ চান মমতা বন্দ্যোপাধ্যায়

Image
অসমে নাগরিকপঞ্জি বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ চান মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী। এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বিশপ কনফারেন্সেও বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লি: অসমে নাগরিকপঞ্জি বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ চান মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী। এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বিশপ কনফারেন্সেও বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় দিল্লিতে নামার পরেই কংগ্রেস সাংসদ, বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভির সঙ্গে বৈঠক করেন মমতা। আজ রাম জেঠমালানির বাড়িতে বৈঠক। থাকবেন শত্রুঘ্ন সিনহা, অরুণ শৌরিরা। সংসদ ভবনে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গেও বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ কর্মসূচি নিয়ে দিল্লিতে মুখ্যমন্ত্রী। অসমের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে তৃণমূল নেত্রীর সফরের অভিমুখ বদলে গিয়েছে অনেকটাই। অসমে অনিশ্চয়তার মুখে ৪০ লক্ষ মানুষ। নাগরিকপঞ্জী ইস্যুতে বিজেপিকে আক্রমণের পাশাপাশি সমস্যা সমাধানেও উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় দিল

একগলা ঋণ! বিষ খেয়ে জ্বলন্ত চিতায় শুয়ে পড়লেন কৃষক

Image
শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান৷ সোজা চলে যান নিজের খামারঘরে৷ সেখানেই প্রথমে বিষ খান৷ তারপর কাঠ ও খড় দিয়ে নিজের চিতা তৈরি করে আগুন লাগিয়ে তার উপর শুয়ে পড়েন৷ মহারাষ্ট্র: ফের কৃষক আত্মহত্যা মহারাষ্ট্রে৷ এ বার ঋণ শোধ করতে না-পেরে বিষ খেয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন ৩৫ বছরের এক ব্যক্তি৷ ওই কৃষকের বাড়ি মহারাষ্ট্রের বুলধানা জেলায়৷ পরিবারের অভিযোগ, চড়া সুদে ঋণ নিয়ে বীজ কিনেছিলেন৷ কিন্তু কম বৃষ্টির জেরে ফসল ভালো হয়নি৷ ফলে একগলা ঋণে ডুবে যান গজানন জয়ভায়ে৷ মহাজনদের অপমান সইতে পারছিলেন না আর৷ কয়েক দিন ধরেই চুপ করে গিয়েছিলেন৷ বিশেষ কথা বলতেন না৷ ফ্যাল ফ্যাল করে জমির দিকে চেয়ে থাকতেন শুধু৷ শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান৷ সোজা চলে যান নিজের খামারঘরে৷ সেখানেই প্রথমে বিষ খান৷ তারপর কাঠ ও খড় দিয়ে নিজের চিতা তৈরি করে আগুন লাগিয়ে তার উপর শুয়ে পড়েন৷ জীবন্ত পুড়ে মৃত্যু হয় তাঁর৷ রবিবার সকালে তাঁর পোড়া দেহটি উদ্ধার হয় খামারঘরে৷ পুলিশও জানিয়েছে, ঋণ পরিশোধ না-করতে পেরেই নিজেকে শেষ করার পথ বেছে নেন তিনি৷ দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷

গ্যাসের ওষুধ আছে হাতের কাছেই। এটি করলে নিমেষে দূর হবে গ্যাস

Image
গ্যাস বা অ্যাসিডিটির ওষু্‌ধ বিক্রি সর্বাধিক। কারণ বর্তমান সময়ে এমন মানুষ খুব কম আছেন, যাঁরা গ্যাস বা অ্যাসিডিটিতে ভোগেন না। তখনই তাঁরা আশ্রয় নেন অ্যাসিডিটি নিরোধক ওষুধের। চিকিৎসকদের পরামর্শ ছাড়া মুড়িমুড়কির মতো বাজার থেকে এসব ওষুধ যখন তখন কিনে খাওয়া ঠিকও নয়। কিন্তু তাতে কি, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলে নিয়মিত অ্যাসিডিটি বা গ্যাস নিরোধক ওষুধ খাওয়া। গ্যাস বা অ্যাসিডিটি কেন হয়? চিকিৎসকরা বলছেন, অ্যাসিডিটি বা গ্যাস অনেক কারণে হতে পারে। তবে, খালি পেটে থাকলে, মানষিক চাপ, বেশি মশলাদার খাবার, অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম অ্যাসিডিটির কারণ হতে পারে। আবার নিয়মিত অ্যালকোহল পান করলেও হতে পারে গ্যাস বা অ্যাসিডিটি। চিকিৎসকদের মত, লাইফ স্টাইল বদলালে অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। অ্যাসিডিটির লক্ষণ হল: পেট ভার, বুক জ্বালা, মন্দ ক্ষুধা, চোঁয়া ঢেকুর, অজীর্ণতা... প্রভৃতি। এরকম হলে চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ খেতে হবে। তবে আয়ুর্বেদ মতে, লবঙ্গ অ্যাসিডিটি বা গ্যাস কমাতে বিশেষ উপকারী। লবঙ্গ হজমে সাহায্য করে। দারুচিনি ও লবঙ্গ অ্যাসিডিটি কমাতে বড় ভূমিকা রাখে। খুব বেশি অ্যাসিডিটি হলে আয়ুর্বেদ চিকিৎসকরা ৩-৪ টি লবঙ্গ চিবো

সেনাবাহিনীতে ছিলেন ৩০ বছর, আজ জানলেন ভারতীয়ই নন!

Image
৩০ বছর ভারতীয় সেনার সঙ্গে যুক্ত ছিলেন। অবসর নিয়েছেন কয়েক বছর হল। যে দেশের হয়ে এত দিন 'সেবা' করলেন, আজ সেই দেশই জানিয়ে দিল তিনি এ দেশের নাগরিক নন। হ্যাঁ, এমন 'অদ্ভুত' ঘটনা ঘটল অসমের মহম্মদ আজমল হকের সঙ্গে। অসমের নাগরিক পঞ্জিকরণ তালিকায় ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে নাম প্রকাশ হয় ২.৮৯ কোটি নাগরিকের। যার মধ্যে আজমল হকের নাম ছিল না। স্বভাবতই নাম না থাকায়ন অবাক হয়েছেন আজমল। তিনি ডিএনএ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ছয় মাস মিলিটারি প্রশিক্ষণ নেওয়ার পর সেনার টেকনিক্যাল ডিপার্টমেন্টএ পোস্টিং হয় তাঁর। কর্মসূত্রে বিভিন্ন জায়াগায় থাকতে হয়েছে তাঁকে। এমনকী পঞ্জাবের খেমকারানের এলওসি এলাকায় কাজ করেছেন আজমল। ইন্দোচিন সীমান্তেও বেশ কিছু দিন ছিলেন। জওয়ানের ভূমিকায় না থাকলেও সেকেন্দ্রাবাদের আইইএনই ট্রেনিং সেন্টারে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন আজমল। এই প্রাক্তন সেনাকর্মী জানিয়েছেন, ২০১৬ সালে ৩০ সেপ্টেম্বর সেনাবাহিনী থেকে অবসর নেন তিনি। আর এর এক বছর পরই তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে! ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনের  (এনআরসি)কাছে নাগরিক পঞ্জিকরণে আবেদন জানান তিনি। কিন্তু এনআরসির প্রকাশিত তালিকায় নাম

শিবের মাথায় জল ঢালার স্বপ্ন দেখেছিল শ্রাবণ মাসে।

Image
উপোস করে মানত করেছিল দুই কিশোরী। কিন্তু মানত পূরনের আগেই স্বপ্ন ভঙ্গ হয়ে গেল সুবর্ণরেখার জলে। শিবের মাথায় জল ঢালার জন্য নদী থেকে জল তোলার সময়ে ডুবে মৃত্যু হল সেই দুই কিশোরীর৷ কোনও ভাবে রক্ষা পেয়ে অসুস্থ অবস্থায় এখন চিকিৎসাধীন আরও এক কিশোরী৷ মৃত কিশোরীদের নাম বৈশালী মহাপাত্র (১৪), সুদেষ্ণা সাউ (১৩)। সাগরিকা মাহাপত্র হাসপাতালে ভর্তি। সাগরিকাকে স্থানীয়রা অসুস্থ্য অবস্থায় উদ্ধার করতে পারলেও বৈশালী ও সুদেষ্ণাকে উদ্ধার করতে পারেননি। যখন তাদেরকে উদ্ধার করা হয় ততক্ষণে সব শেষ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের কুলিয়ানা গ্রামে। সাগরিকাকে উদ্ধার করে তপশিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই ছাত্রীর মৃত্যুর ঘটনার পরেই ওই নদীতে বেআইনি বালি খাদান বন্ধের দাবিতে স্থানীয় স্কুলের পড়ুয়ারা মৌন মিছল করে। তাদের পাশে দাঁড়ান বিদ্যালয়ের শিক্ষকরাও। তিন ছাত্রীই গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের রান্টুয়া হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। সোমবার গ্রামের কয়েকজন কিশোরী প্রাচীন শিব মন্দিরে শিবের মাথায় জল দেওয়ার সিন্ধান্ত নেয়। প্রচলিত নিয়ম মেনে তারা গ্রামের একেবারে পাশ দিয়ে বয়ে যাওয়া স

৪০ হাজার বছর পরে জেগে উঠল পোকা! শিহরিত বিজ্ঞানীরা

Image
সাইবেরিয়ার কাছে তাদের সন্ধান মিলেছে। বরফের ভিতর থেকে ৩০০-রও বেশি নমুনা সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা। তার মধ্যে দু'টি নমুনা ওই ঘুমন্ত পোকাদের। ঠিক যেন কল্পবিজ্ঞানের গল্প। বরফের তলায় পাওয়া গেল দু'টি পোকা। বয়স যাদের ৩২ হাজার ও ৪০ হাজার বছর। এই দীর্ঘ সময় ধরে তারা ঘুমিয়ে ছিল! অবশেষে তারা জেগে উঠেছে। ঘটনা দেখে বিস্মিত বিজ্ঞানীরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'ফার্স্টপোস্ট'-এ প্রকাশিত হয়েছিল প্রতিবেদনটি। 'ডোকলেডি বায়োলজিক্যাল সায়েন্সেস' নামের জার্নালে প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি। জানা যাচ্ছে, রাশিয়ান বিজ্ঞানীদের একটি দল এই প্রাচীন পোকার ঝাঁককে আবিষ্কার করেছে। কোনও বহুকোষী প্রাণীর ক্ষেত্রে এমন দীর্ঘ দিন ধরে ঘুমিয়ে থাকার রেকর্ড এ পর্যন্ত নেই। বরফের ভিতর থেকে ৩০০-রও বেশি নমুনা সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা। তার মধ্যে দু'টি নমুনা ওই ঘুমন্ত পোকাদের। তার মধ্যে জেনাস প্যানাগ্রোলাইমাস প্রায় ৩২ হাজার বছরের পুরনো। এটি সংগ্রহ করা হয় রাশিয়ার উত্তর-পূর্বে আলাজেইয়া নদী থেকে। আর একটি নমুনা উত্তর-পূর্ব সাইবেরিয়ার কোলিমা নদী থেকে সংগ্রহ করা হয়। এটির বয়স ৪০ হাজার বছর। বরফের আস্তরণ সরানোর পরেই ধীরে

মেয়ের মাকে 'সঙ্গ' দিতে হবে, তবেই মিলবে 'কন্যাশ্রী' ফর্ম!

Image
কন্যাশ্রীর ফর্ম পেতে গেলে কন্যার মাকে স্কুলকর্মীকে সঙ্গ দিতে হবে। চাঞ্চল্যকর অভিযোগ উঠল স্কুলের গ্রুপডি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের কাটোয়ায়। বর্ধমানের কাটোয়ার চন্দ্রপুর সেন্ট্রাল স্কুল। সেই স্কুলেই উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ওই কিশোরী। ওই ছাত্রী জানিয়েছে, কয়েকদিন আগে সে কন্যাশ্রীর ফর্ম আনতে যায়। সেইসময় স্কুলের গ্রুপডি কর্মী সদানন্দ ধারা তাকে সেই ফর্ম না দিয়ে ফিরিয়ে দেয়। এরপরেও বেশ কয়েকবার ফর্ম তুলতে যায় সে। কিন্তু প্রতিবারই তাকে ফিরিয়ে দেয় অভিযুক্ত গ্রুপডি কর্মী সদানন্দ ধারা। এরপর সদানন্দ তাকে বাড়িতে ফর্ম আনতে যেতে বলে। সদানন্দের কথা শুনে ওই ছাত্রী তার বাড়িতেই কন্যাশ্রীর ফর্ম আনতে যায়। এবারও তাকে বেশ কয়েকবার ঘোরায় সদানন্দ। তারপর সে ওই ছাত্রীকে জানায়, তার কাছে কোনও ফর্ম নেই। ছাত্রী বাড়ি ফিরে মাকে সবকথা খুলে বলে। মেয়ের মুখে সবকথা শুনে ওই ছাত্রীর মা নিজেই যায় সদানন্দ ধারার বাড়িতে। অভিযোগ, সেইসময়ই সদানন্দ ওই ছাত্রীর মাকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। বলে, কন্যাশ্রীর ফর্ম নিতে গেলে ওই ছাত্রীর মাকে তাকে সঙ্গ দিতে হবে। তার সঙ্গে থাকতে হবে। এরপরই এই ঘটনার কথা স্কুলের শিক্ষকশিক্ষিকাদের

ভরা রেস্তরাঁয় মালিককে পর পর গুলি, ধরা পড়ল ক্যামেরায়

Image
রেস্তরাঁর ক্যাশ কাউন্টারে বসে ছিলেন মালিক অলোক আর্য। সামনে দাঁড়িয়ে থাকা কয়েক জনের সঙ্গে কথা বলছিলেন তিনি। রবিবার। এমনিতেই ছুটির দিন। ফলে রেস্তরাঁতে ভিড় ছিল ভালই। একটি টেবিলে এক পরিবার রাতের ভোজ সারছিল। কয়েক হাত দূরেই কিছু যুবক খাওয়াদাওয়ার সঙ্গে গল্পে মশগুল ছিলেন।   এর মধ্যেই সাদা জামা, জিনসের প্যান্ট পরা, গলায় গামছা জড়ানো এক ব্যক্তিকে খুব ধীরস্থির ভাবেই রেস্তরাঁয় ঢুকতে দেখা গেল। সঙ্গে আরও দু'জন। সাদা জামা পরা ওই ব্যক্তি সোজা চলে আসে ক্যাশ কাউন্টারের দিকে। তখনও রেস্তরাঁয় উপস্থিত লোকজন, রেস্তরাঁর কর্মী এমনকি মালিক অলোক আর্যও বুঝতে পারেননি কী ভয়ানক ঘটনা ঘটতে চলেছে। ওই ব্যক্তি ক্যাশ কাউন্টারের সামনে এসে পকেট থেকে একটা পিস্তল বের করে চোখের নিমেষে অলোক আর্যকে কাছ থেকে পর পর তিনটে গুলি করে সে। আচমকা এমন কাণ্ডে সবাই হতভম্ব হয়ে যান। রেস্তরাঁর কর্মীরা গুলির শব্দ পেয়েই ছুটে আসেন। ওই ব্যক্তিকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। অলোক আর্যের বুকে গুলি লাগে। মেঝেয় লুটিয়ে পড়েন তিনি। রেস্তরাঁর কর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। উত্তরপ্রদেশের সুলতানপুরের ঘটনা। গোটা ঘটনাটি ধরা প

সেনার বিরুদ্ধে ভুয়ো সংঘর্ষের অভিযোগ কর্নেলের

Image
আমজনতা থেকে শুরু করে বিভিন্ন অসরকারি সংগঠনগুলির তরফ থেকে প্রায়শই অভিযোগ শোনা যেত। এ বার মণিপুরে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সরাসরি অভিযোগ করলেন এই সেনাকর্মী। সেনাবাহিনীর একটি অংশ মণিপুরের নির্দোষ যুবকদের ধরে আনছে এবং ভুয়ো সংঘর্ষে খুন করছে বলে অভিযোগ করলেন ধরমবীর সিংহ নামে ভারতীয় সেনাবাহিনীর ওই লেফটেন্যান্ট কর্নেল। মণিপুরের এক আদালতে হলফনামা পেশ করে ধরমবীর অভিযোগ করেছেন, রাজ্যের নিরপরাধ নাগরিকদের কাছ থেকে জোর করে টাকা আদায় করে সেনার একটি দল। টাকা না পেলে ভুয়ো সংঘর্ষে মেরেও ফেলা হয়।  ধরমবীরের অভিযোগের পরই আদালত সেনাবাহিনীকে এ সম্পর্কে তাদের মতামত জানাতে নির্দেশ দিয়েছে। কর্নেল অভিযোগ করেছেন, গত ১ জুলাই সকালে ইম্ফলের কোয়ার্টার থেকে তাঁকে জোর করে তুলে নিয়ে যায় কয়েক জন সশস্ত্র জওয়ান। যার নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল নন্দা ও মেজর রাঠোর। এর পর পাঁচ দিন ধরে তাঁকে একটি বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়। পরে ছেড়ে দেওয়া হয়। ধরমবীর অভিযোগ করেছেন, সেনাবাহিনীর বিভিন্ন রকম বেআইনি কাজকর্ম নিয়ে ২০১৬ সালে প্রথম বার সরব হন তিনি। বিষয়টি নিয়ে ইম্ফলের এক আদালতে অভিযোগও করেছিলেন। তার পরই তিনি উচ্চতর কর্তৃপক্ষের

কাদাজল ছিটল কেন? প্রৌঢ়কে পিটিয়ে খুন বিহারে

Image
রাস্তার কাদাজল ছিটকে গায়ে লাগার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হল। সোমবার ঘটনাটি ঘটে বিহারের সাসারামে। পুলিশ জানিয়েছে, ওই দিন ছেলে বিনোদকে সঙ্গে নিয়ে বাইকে চেপে ব্যাঙ্কে যাচ্ছিলেন বছর পঞ্চাশের জয় গোবিন্দ মাহাতো। বৃষ্টির কারণে রাস্তায় জল জমেছিল। পাশ দিয়ে আর একটি বাইক যাচ্ছিল। সে সময় কাদাজল ছিটকে ওই বাইক আরোহীর গায়ে লাগে। এ নিয়ে বিনোদের ও তাঁর বাবার সঙ্গে ওই ব্যক্তির বচসা শুরু হয়ে যায়। যখন দু'পক্ষের বচসা চলছে, ওই বাইকআরোহীর পরিচিত বেশ কয়েক জন এসে হাজির হন সেখানে। তাঁরাও বিনোদদের সঙ্গে বচসা শুরু করে দেন। সেটা একটা সময় চরম পর্যায় পৌঁছয়। অভিযোগ, সেই সময়ই আচমকা বিনোদ ও তাঁর বাবা জয় গোবিন্দের উপর হামলা চালায় জমায়েত হওয়া লোকজন। বিনোদ কোনও রকমে সেখান থেকে পালাতে সক্ষম হলেও, জয় গোবিন্দকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে বাইকআরোহী ও তাঁর পরিচিতেরা সেখান থেকে চম্পট দেয়। গুরুতর জখম অবস্থায় জয় গোবিন্দকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু হয় তাঁর। মুফাসসিল থানায় অজ্ঞাতপরিচয় বাইকআরোহী-সহ কয়েক জনের নামে অভিযোগ দায়ের করেন বিনোদ। থানার ভারপ্রাপ্ত অফিসার নারায়ণ সিংহ ব

লাড্ডু কারখানার আড়ালে চলছিল অস্ত্র কারখানা, এ বার কাঁকিনাড়ায়

Image
সামনে লাড্ডু কারখানা। আর তার আড়ালেই চলছিল অস্ত্র কারখানা। দক্ষিণ শহরতলির পর এ বার উত্তর শহরতলির কাঁকিনাড়ায়। সোমবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে ওই লাড্ডু কারখানায় হানা দেয় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। রাত পর্যন্ত তল্লাশি চালানো হয়। কলকাতা পুলিশ সূত্রে খবর, ছ'জনকে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে বিহার এবং উত্তর প্রদেশ থেকে অস্ত্র বানানোর কারিগরদের নিয়ে আসা হয়েছিল। তারা কালীচরণ সাউ নামে এক স্থানীয় বাসিন্দার বাড়ি ভাড়া নিয়েছিল তিন মাস আগে। মাসে আট হাজার টাকা ভাড়া পেত কালীচরণ। আগে ওই বাড়িতেই কালীচরণের লাড্ডু কারখানা ছিল। দেড় বছর আগে আগুনে কারখানা পুড়ে যায়। কলকাতা পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, নাইন এবং সেভেন মিলিমিটার বোরের পিস্তলের কাঠামো বানানো হত ওই কারখানায়। লেদ মেশিন-সহ, পিস্তল বানানোর বিভিন্ন যন্ত্রপাতি এবং স্প্রিং, ট্রিগারের মত পিস্তলের যন্ত্রাংশ প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছে ওই কারখানায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আটক ব্যক্তিরা সকলেই মূলত অস্ত্র কারিগর। কার মাধ্যমে এই বাড়ি ভাড়া নেওয়া হল, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এর আগে ২০১৬ এবং ২০১৭ সালে দক্ষিণ শ

‘এক মরাঠা চলে যাচ্ছে, অন্যরা লড়াই চালিয়ে যাক’, ফেসবুকে লিখে আত্মঘাতী যুবক

Image
ফেসবুক পোস্টে লেখা, 'এক মরাঠা ছেড়ে চলে যাচ্ছে, অন্য মরাঠারা লড়াই চালিয়ে যাক।' বন্ধু এবং আত্মীয়দের হোয়াটসঅ্যাপেও একই মেসেজ ঢুকেছিল। এই মেসেজ পাওয়ার কয়েক ঘণ্টা পরেই রেললাইনের ধারে দেহ উদ্ধার হল এক মরাঠী যুবকের। প্রমোদ জয়সিংহ হোর। চারকি ও শিক্ষার সংরক্ষণে মরাঠী আন্দোলনে সামিল হয়েছিলেন বছর পঁয়ত্রিশের ওই যুবক। যে সংরক্ষণ দাবিতে মহারাষ্ট্র উত্তাল, সেই দাবি নিয়ে আন্দোলনে হাজির হয়েছিলেন প্রমোদ। রবিবার রাতে অওরাঙ্গাবাদে তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন প্রমোদ। দুই সন্তানের বাবা প্রমোদ মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। একটি দোকান চালাতেন তিনি। তাঁর স্ত্রী 'গ্রাম সেবিকা'র কাজ করেন। প্রমোদের বন্ধুরা জানিয়েছেন, তাঁদের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠান প্রমোদ। তাঁদের দাবি, সেখানে প্রমোদ লিখেছিলেন, তিনি ছেড়ে চলে যাচ্ছেন। এক বন্ধু জানান, প্রমোদের সেই বার্তার ইঙ্গিত বুঝতে পেরেই পাল্টা টেক্সট করে তাঁকে বলেন, 'ভাউ এ্যায়সি নাকা করু' (ভাই, এ রকম করিস না)। তার পরই আর কোনও খোঁজ পাওয়া যায়নি প্রমোদের।

অনূর্ধ্ব ১২ শিশু-ধর্ষণে ফাঁসি, বিল পাস লোকসভায়

Image
১২ বছরের নীচে শিশু-ধর্ষকদের মৃত্যুদণ্ড সংক্রান্ত বিল পাস হল লোকসভায়। সোমবার বিলটি পেশ করা হলে, তাতে সমর্থন করে প্রায় প্রতিটি রাজনৈতিক দল। ধ্বনি ভোটের মাধ্যমে সহজেই নিম্নকক্ষে পাস হয়ে যায় বিলটি। যদিও বিরোধীদের কয়েকজন এই বিলে আরও সংশোধনী আনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, তা খারিজ হয়ে যায়। ১২ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণ করলে ধর্ষকের নূন্যতম ২০ বছরের জেল এবং সর্বোচ্চ ফাঁসির সাজা দেওয়ার জন্য বিশেষ অর্ডিন্যান্স পাস হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভায়। গত এপ্রিলে পাস হওয়া এই অর্ডিন্যান্সে সাজা বাড়ানোর পাশাপাশি ধর্ষণ মামলার তদন্ত এবং বিচারের ক্ষেত্রে সময়সীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়। পাস হওয়া অর্ডিন্যান্সটি ৬ মাসের মধ্যে সংসদে বিল আকারে পেশ করতে হতো। সেই মতো এ দিন লোকসভায় পেশ করা হয় বিলটি। এ দিন ভোটাভুটির আগে বিলটি নিয়ে প্রায় দু ঘণ্টা ধরে বিতর্ক চলে লোকসভায়। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, শিশুকন্যা ও বালিকাদের সুরক্ষার্থে একটা কঠোর আইনের প্রয়োজন। তিনি দাবি করেন, ভারতীয় দণ্ডবিধিতে মহিলা-ধর্ষণের বিরুদ্ধে কড়া শাস্তির কথা বলা হলেও, ১২-১৬ বছরের কম বয়সীদের ধর্ষণ ও গণধর্ষণে দোষীদ

পুশব্যাক, নাকি পুনর্বাসন, সিঁদুরে মেঘ দেখছেন অসমের এনআরসি বহির্ভূতরা

Image
সংশোধন করা যাবে, নতুন করে আবেদন করা যাবে। আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। আমলারা বলছেন, এটা চূড়ান্ত খসড়া, তালিকা নয়। এখনই চিন্তার কিছু নেই। কিন্তু আতঙ্ক আর আশঙ্কার মেঘ কাটছে না। অনিশ্চয়তা অসমের জাতীয় নাগরিক পঞ্জি থেকে বাদ পড়া ৪০ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে। পুনর্বাসন, নাকি পুশব্যাক? নয়া কোনও পদ্ধতিতে নাগরিকত্ব দেওয়া হবে, না কি কেড়ে নেওয়া হবে ভোটাধিকার? তালিকা প্রকাশের পর থেকে এ রকম হাজারও প্রশ্ন থাকলেও, উত্তর নেই। জবাব জানা নেই, খসড়ার পর চূড়ান্ত তালিকা থেকেও যাঁরা বাদ যাবেন, তাঁদের ভাগ্যে কী আছে। অসমের খসড়া তালিকা প্রকাশের পর থেকেই সরগরম হয়ে ওঠে রাজধানীর রাজনীতি। সংসদে এ নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদরা। মুলতুবি প্রস্তাব আনতে লোকসভায় নোটিস দেন দলের সাংসদ সৌগত রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংসদে এ নিয়ে ব্যাখ্যা দেওয়ার দাবি জানান দলের সাংসদরা। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, ''নাম না থাকলেই উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। নাম বাদ পড়লে অভিযোগ জানানো যাবে। সংশোধন বা নতুন কর