মেয়েরা কি শুধু বিয়ে আর বাচ্চা উত্‍‌পাদনের জন্য! খতনায় 'ক্ষুব্ধ' সুপ্রিম কোর্ট


সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ, স্বামীর সঙ্গে সংসার করার আগে মহিলাদের এই ধরনের পরীক্ষা দেওয়া অসাংবিধানিক৷


নয়াদিল্লি: মহিলারা শুধু বিয়ে, স্বামী আর সন্তানের জন্যই নয়৷ তাঁদের স্বাধীন ও জীবনযাপনের অধিকার আছে৷ মুসলিমদের খতনা প্রথা নিয়ে একটি মামলায় মন্তব্য করল সুপ্রিম কোর্ট৷ একই সঙ্গে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের কাজ শুধু নির্মমই নয়, মেয়েদের গোপনীয়তার অধিকার লঙ্ঘনের সামিল৷

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ, স্বামীর সঙ্গে সংসার করার আগে মহিলাদের এই ধরনের পরীক্ষা দেওয়া অসাংবিধানিক৷ ভারতে খতনা প্রথা নিষিদ্ধ করার পিটিশনকে সমর্থন করে কেন্দ্রও বলেছে, 'একটি মেয়ের শারীরিক অঙ্গচ্ছেদ'৷
দাউদি বোহরা নামে মুসলিম শিয়া সম্প্রদায়ে খতনা প্রথার প্রচলন রয়েছে৷ খতনা প্রথায় একটি ৬ থেকে ৭ বছরের মেয়ের যৌনাঙ্গে ক্লিটোরাল হুড কেটে দেওয়া হয়৷ যাতে ওই মেয়েটির যৌন ইচ্ছে নষ্ট হয়ে যায়৷ শুধুই সন্তান উত্‍‌পাদনের যন্ত্রের মতো তাঁকে ছেড়ে দেওয়া হয়৷

সর্বোচ্চ আদালতে একটি মুসলিম গোষ্ঠীর আইনজীবী এ এম সিংভি আদালতের আর্জি জানান, এই প্রথাটি খুবই পুরনো ধর্মীয় প্রথা৷ তাই মামলাটি সাংবিধানিক বেঞ্চে পাঠানো হোক৷ কারণ, বিষয়টি খতিয়ে না-দেখে সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়৷