Posts

Showing posts from May 21, 2018

ওষুধের স্ট্রিপ কাটতে নারাজ দোকানদার, হয়রানির মুখে ক্রেতারা

Image
কলকাতা: ওষুধের স্ট্রিপ কাটতে নারাজ দোকানদার। তাই প্রয়োজন না থাকলেও গোটা স্ট্রিপ কিনতে বাধ্য হচ্ছেন রোগী ও তাঁর আত্মীয়রা। যার জেরে অনেক সময়েই টাকার অপচয়। কখনও আবার নষ্ট হচ্ছে বাড়তি ওষুধ। যদিও চিকিৎসক ও বিক্রেতাদের একাংশের সাফাই, রোগীর স্বার্থেই না কি চালু হয়েছে এই অলিখিত নিয়ম! সাতদিনে চোদ্দটি ট্যাবলেট খেতে বলেছেন ডাক্তারবাবু। কিন্তু আপনাকে কিনতে হল কুড়িটি। না কিনে উপায় নেই। কারণ, বিক্রেতা কোনও মতেই ওষুধের স্ট্রিপ কাটবেন না। অর্থাৎ, স্ট্রিপে আছে কুড়িটি ওষুধ। আপনার ১৪টি দরকার হলেও, বাড়তি টাকা দিয়ে আপনাকে কিনতেই হবে ২০টি। প্রয়োজন যাই হোক না কেন, সবসময় ওষুধের গোটা স্ট্রিপই কিনতে হবে, এই নিয়ম তৈরি করল কে? কেনই বা সাধারণ মানুষকে এ ভাবে ভোগান্তিতে পড়তে হবে? বিক্রেতাদের একাংশের দাবি, ব‍্যবসার জন্য অনেক সময় গোটা স্ট্রিপ বিক্রি করতে হয়। জনৈক ওষুধ বিপণীর কর্মীর বক্তব্য, 'ম্যানেজমেন্ট সুগার, প্রেশারের ওষুধ কেটে বিক্রি করতে বারণ করেছে। ক্রেতাদের অসুবিধা হলেও আমাদের কিছু করার নেই। ওষুধ হারালে আমাদের মাইনে থেকে টাকা কাটা যায় ৷' গোটা স্ট্রিপ কেনাটা যে সমস্যা তৈরি করছে, তা মেনে নিয়েছে বেঙ্

পিএনবি প্রতারণাকাণ্ড: নীরব মোদীর ১৭০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করল ইডি

Image
মুম্বই: পিএনবি-প্রতারণাকাণ্ডে প্রধান অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর প্রায় ১৭০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে, আর্থিক তছরুপ রোধ আইন (পিএমএলএ) আওতায় নীরব, তাঁর মালিকানাধীন বিভিন্ন সংস্থা ও তাঁর সহযোগীদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্থাবর সম্পত্তি এবং তাঁর শেয়ার বিনিয়োগ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। গত সপ্তাহে নীরব মোদীর মামা তথা পিএনবি-কাণ্ডে অন্যতম অভিযুক্ত মেহুল চোকসির মালিকানাধীন গীতাঞ্জলী গ্রুপের থেকে প্রায় ৮৫ কোটি টাকা মূল্যের ৩৪ হাজার অলঙ্কার বাজেয়াপ্ত করেছে সংস্থা। প্রসঙ্গত, সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি পিএনবি-প্রতারণা মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি। এর আগে, নীবর মোদীর পরিবারের চার সদস্যকে তলব করে জেরা করে ইডি। সেই তালিকায় ছিল নীরবের বাবা, মা, বোন ও ভগ্নিপতি। জেরা করা হয় চাঁর মার্কিন নিবাসী ব্যবসায়িক সহযোগী মিহির বনশালীকেও। ইডি-র দেওয়া তথ্য অনুযায়ী, মার্চ শেষ পর্যন্ত এই মামলায় সকল অভিযুক্তদের থেকে প্রায় ৭,৬০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি ও আর্থিক তছরুপ আইনের বিভিন্ন ধা

বেতন বাড়ছে সিভিক ভলান্টিয়ারদের, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Image
কলকাতা: প্রথমবার রাজ্যে ভোটের কাজে দায়িত্ব পেয়েছিলেন সিভিক ভলান্টিয়াররা ৷ ভোট সমাপ্ত হতে না হতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড়সড় সুখবর ৷ একলাফে অনেকটাই বেতন বাড়ছে সিভিক ভলান্টিয়ারদের ৷ বঙ্গবিভূষণের পুরস্কার মঞ্চ থেকেই সোমবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একলাফে ৫,৫০০ থেকে সিভিক ভলান্টিয়ারদের বেতন বেড়ে হল ৮ হাজার টাকা ৷ অক্টোবর থেকে লাগু হবে এই বর্ধিত বেতন ৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিভিক ভলান্টিয়ারদের এবার জুনিয়র হোমগার্ডের জন্য ট্রেনিং দেবে সরকার। এখানেই শেষ নয়, হোমগার্ডের পর প্রশিক্ষিত সিভিক ভলান্টিয়ারদের কনস্টেবলেরও ট্রেনিংও দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ এর আগে রাজ্যের আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ারদের ৬০ বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু চাকরির নিরাপত্তা নয়, সিভিক ভলান্টিয়ারদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকার প্রদত্ত স্বাস্থ্যবীমার আওতায় আনার কথাও ঘোষণা আগেই করেছেন মুখ্যমন্ত্রী ৷

বঙ্গবিভূষণে সম্মানিত আশা ভোঁসলে, মুখ্যমন্ত্রীর অনুরোধে গাইলেন গান

Image
মঞ্চ প্রস্তুত ছিল। ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। সেইমতো মঞ্চে হাজির ছিলেন বিশিষ্টরা। আর ছিলেন তিনি। যিনি এবারের বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণের সবচেয়ে উজ্জ্বল নাম। আশা ভোঁসলে। নজরুল মঞ্চে তাঁর গলায় উত্তরীয় পরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গবিভূষণ সম্মানের প্রতীক তুলে দেওয়া হল কিংবদন্তি শিল্পীর হাতে। পাশে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবারের বঙ্গবিভূষণ সম্মান পেলেন তিনিও। ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হয়েছে এই সম্মান। এর আগে সম্মানিত করা হয়েছে মান্না দে, মহাশ্বেতা দেবী, মিঠুন চক্রবর্তী, আমজাদ আলি খানের মতো ব্যক্তিত্বদের। আশা ভোঁসলে ও প্রসেনজিতের পাশাপাশি এবারে বঙ্গবিভূষণ সম্মান প্রাপকদের তালিকায় রয়েছেন সমরেশ মজুমদার, মহম্মদ হাবিব, সুব্রত ভট্টাচার্য, গিরিজা শংকর রায়, শ্যামল সেন, সুহৃদকুমার ভৌমিকের মতো স্বনামধন্য ব্যক্তিরা। বঙ্গভূষণ পেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরি,  পার্থ ঘোষের মতো ব্যক্তিত্বরা। বাংলার মেধা সারা বিশ্বকে পথ দেখায়। যতদিন এই শিক্ষা, সভ্যতা বেঁচে থাকবে, ততদিন বিশ্বকে এভাবেই পথ দেখাবে বাংলা। তাই সোমবার নজরুল মঞ্চে সকলকে স্বপ্ন দেখার আহ্বান

রাশিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী, পুতিনের সঙ্গে হবে বৈঠক

Image
সোচি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার জন্য রাশিয়ার সোচিতে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দুপুর সাড়ে তিনটে থেকে সোচি শহরে এই বৈঠক শুরু হওয়ার কথা। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু সমঝোতা ভেস্তে যাওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে দ্বিপাক্ষিক বিষয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা কম বলেই জানা গিয়েছে। রাশিয়ায় যাওয়ার আগে প্রধানমন্ত্রী জানান, 'রাশিয়ার বন্ধুসুলভ নাগরিকদের শুভেচ্ছা জানাই। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের দিকে তাকিয়ে আছি। তাঁর সঙ্গে যতবার দেখা হয়েছে, সবসময় ভাল লেগেছে। এই বৈঠকের মাধ্যমে দু'দেশের সম্পর্কের আরও উন্নতি হবে বলেই আশা করি।' প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, মোদী-পুতিনের এই বৈঠক আনুষ্ঠানিকতা ছাড়াই হচ্ছে। চার থেকে পাঁচ ঘণ্টা ধরে হতে পারে আলোচনা। ভারত ও রাশিয়ার অর্থনীতির উপর ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু ভেস্তে যাওয়ার প্রভাব, সিরিয়া ও আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি, সন্ত্রাসবাদ ও ব্রিকস সম্মেলনের বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।

দিল্লিতে বেতন চাওয়ায় নৃশংসভাবে নাবালিকা পরিচারিকাকে খুন, গ্রেফতার অভিযুক্ত

Image
নয়াদিল্লি: ন্যায্য বেতন চেয়েছিল মেয়েটি। সেটা তো দেওয়া হলই না, উল্টে তাকে খুন করে দেহ কেট তিন টুকরো করে ফেলে দেওয়া হল নর্দমায়। নৃশংস এই ঘটনা দিল্লির। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ১৬ বছরের ওই মেয়েটিকে পরিচারিকার কাজ করার জন্য তিন বছর আগে ঝাড়খণ্ড থেকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। মেয়েটি পরিচারিকার কাজ করছিল কিন্তু বেতন পাচ্ছিল না। যে তাকে দিল্লিতে নিয়ে এসেছিল, সে বেতনের সব টাকা নিয়ে নিচ্ছিল। এক বছর পরে মেয়েটি কাজ ছেড়ে দেয়। এ মাসের তিন তারিখ সে মনজিৎ কারকেটা নামে ওই অভিযুক্ত ব্যক্তির সঙ্গে দেখা করে বেতনের টাকা চায়। এরপর সঙ্গীদের নিয়ে তাকে খুন করে মনজিৎ। পরদিন একটি নর্দমা থেকে মেয়েটির দেহের বিভিন্ন অংশ পাওয়া যায়। তদন্তে নেমে পুলিশ প্রথমে কোনও সূত্র পাচ্ছিল না। মীনাওয়ালি নগরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ওই অঞ্চলে প্রায় ২০০টি বাড়ি আছে। সেগুলির উপর নজর রাখা শুরু হয়। তদন্তকারীরা জানতে পারেন, মেয়েটি খুন হওয়ার পর থেকেই ঝাড়খণ্ডের এক বাসিন্দার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার খোঁজে ঝাড়খণ্ডে গ্রামের বাড়িতে যান তদন্তকারীরা। কিন্তু সেখানে তার খোঁজ পাওয়া যায়নি। পরে পুল

বিয়ের দিনে সাদা চাদরে ‘সতীত্বের পরীক্ষা’ দিতে হল না ঐশ্বর্যকে

Image
বিবেক-ঐশ্বর্য। দিন কুড়ি আগে বিয়ের কার্ড ছাপিয়েছিলেন বিবেক তমাইচীকর। পুরোটা মরাঠিতে। ইংরেজি বাক্য একটাই— 'স্টপ দ্য ভি রিচুয়াল'! ব্যাপার কী? পুরোটা বোঝা গেল ১২ মে, বিয়ের দিনে। পঞ্চায়েতের বলে দেওয়া হোটেলে নয়। পুলিশি পাহারায় বিয়ে করে সোজা বাড়িতেই ফিরলেন পুণের বছর আঠাশের যুবক। সাদা চাদরে 'সতীত্বের পরীক্ষা'  (ভার্জিনিটি রিচুয়াল) দিতে হল না নববধূ ঐশ্বর্যকেও। তবু এ ভাবেই সংসার পাতলেন মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেসের প্রাক্তনী। কিন্তু '৪০০ বছরের প্রাচীন প্রথা' কি রাতারাতি এ ভাবে উপড়ে ফেলা যায়! হার না মেনে পুণের পিঁপরীতে কঞ্জরভাট জনজাতিরই এক জন হয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছেন বিবেক। দোসর, জ্ঞাতিদের বেশ কয়েক জন মিলিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের ৭৪ জন। তাঁদের প্রতিপক্ষ ওই সাদা চাদর! জাত পঞ্চায়েতের নিদান— বৌ 'সতী' কি না, তা জানতে হবে প্রথম রাতেই! তাই মোড়লই হোটেলের ঘর দেবেন। বিছানার সাদা চাদরটাও। সাঙ্গোপাঙ্গদের নিয়ে সারা রাত বসে থাকবেন বন্ধ দরজার ও-পারে। তার আগে ঘরে এক মহিলাকে পাঠাবেন মোড়ল। তিনি আপাদমস্তক দেখে আসবেন পাত্রীকে— কোথাও  'খুঁত' নেই তো! হাত

বিমানে মহিলা সহযাত্রীর পাশে বসে হস্তমৈথুন, গ্রেফতার অনাবাসী ভারতীয়

Image
নয়াদিল্লি : দিন কয়েক আগেই শ্যামবাজারের কাছে চলন্ত বাসের মধ্যে হস্তমৈথুনের ঘটনায়তোলপাড় পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার হবহু একই ঘটনা ঘটল মাঝ আকাশে। বিমানের মধ্যেই। অভিযুক্তের নাম প্রকাশ্যে আনা হয়নি ঠিকই। তবে জানা গিয়েছে, তিনি রাশিয়ার পাসপোর্টধারী এক অনাবাসী ভারতীয়। বয়স কমকরে ৫৮। রবিবার ইস্তানবুল থেকে দিল্লিগামী বিমানে তিনি বসেছিলেন এক মহিলা সহযাত্রীর পাশে। মহিলা অভিযোগ, তাঁর পাশে বসেই ওই ব্যক্তি আচমকা প্যন্টের চেন খুলে হস্তমৈথুন করতে শুরু করেন। এ ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে গিয়েছে। অনেকেই বলছেন, মাঝ আকাশ আর চলন্ত বাসের মধ্যে আর কোনও পার্থক্য নেই। বিকৃত মনস্করা সব জায়গাতেই সক্রিয়। যার ফলে মহিলাদের পড়তে হচ্ছে অপ্রীতিকর পরিস্থিতির মুখে। জানা গিয়েছে, অনাবাসী ভারতীয়ের অশালীন আচরণ নিয়ে ওই মহিলা অভিযোগ জানিয়েছিলেন বিমানকর্মীদের কাছে। অভিযোগ, তাতে সেরকম কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। কিছু ক্ষণ পরে ওই ব্যক্তি অন্য একটি আসনে সরে যান। তুরস্ক এয়ারলাইন্সের বিমানটি দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমান বন্দরে নামা মাত্র মহিলার অভিযোগের ভিত্তিতে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মহিলাকে স

আমদাবাদে ৪ বছরের শিশুপুত্রের সামনে মাকে বেধড়ক মার বাবা-ঠাকুমার, এভাবে মারার কারণ জানলে অবাক হবেন!

Image
আমদাবাদ:  আমদাবাদে স্বামীর কাজের সুবিধার জন্যে এক উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে স্ত্রীকে শারীরিক সম্পর্ক স্থাপনে চাপ দিচ্ছিল স্বামী-শাশুড়ি। কিন্তু মহিলা সেই দাবিতে রাজি না হওয়ায়, মহিলাকে চার বছরের শিশুপুত্রের সামনে বেধড়ক মারতে দেখা গেল। মাকে ছেড়ে দেওয়ার জন্যে ছোট্ট ছেলে বাবাকে কাতর আবেদন জানালেও, তাতে কর্ণপাত করেনি বাবা-ঠাকুমা। এই পুরো ঘটনায় সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় মহিলা পুলিশের কাছে স্বামী-শাশুড়ির বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানালেও, তাঁকে কোনওভাবে সাহায্যে এগিয়ে আসেনি পুলিশ। সেইজন্যে মহিলাকে এভাবে অকথ্য অত্যাচার মুখ বন্ধ করে সহ্য করতে হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী মহিলার শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে, পলাতক স্বামী।

চলন্ত গাড়িতে মহিলাকে গণধর্ষণ, ২০দিন পরে দায়ের হল অভিযোগ

Image
আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরপ্রদেশে যে সবসময়ই চিন্তার কারণ সরকারের তা প্রতিমুহূর্তে স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে মহিলাদের প্রতি নিগ্রহ ও অত্যাচারের ঘটনা যে আর তীব্র গতিতে বেড়ে চলেছে উত্তরপ্রদেশে। দিল্লির প্রতিবেশী রাজ্য যেন ধর্ষণের অপরাধে তাল মিলিয়ে চলছে রাজধানীর সঙ্গে। উত্তরপ্রদেশে চলন্ত গাড়িতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল। চার অভিযুক্ত মিলে চলন্ত গাড়িতেই মহিলার সম্মান ভূলুন্ঠিত করেছে বলে খবর। ঘটনাটি ঘটেছে ইটাহ-র পিলুয়া এলাকার হাজারা ক্যানাল রোডে। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। তবে চার অভিযুক্তই আপাত পলাতক বলে জানা গিয়েছে। পুলিশ মামলা দায়ের করে পলাতকদের গ্রেফতার করতে তল্লাশি অভিযানে নেমেছে বলে খবর। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ১মে। ২০দিন পরে পুলিশ অভিযোগ দায়ের করে। ঘটনার দিন নিগৃহীত মহিলা বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এক দূর সম্পর্কের আত্মীয় এসে গাড়ি দাঁড় করিয়ে লিফট দিতে চায়। সেই গাড়িতে বাকী অভিযুক্তরা আগে থেকেই বসে ছিল। মহিলা পরিচিত দেখে গাড়িতে উঠলে তাকে বাড়িতে ছাড়ার বদলে অন্য জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, উত্তরপ্রদেশে মহিলা ও নাবালকদের বিরুদ্ধ

সিনেমাকেও হার মানাল এই ঘটনা, মাত্র ২০ মিনিটে বিমানবন্দর থেকে হাসপাতালে গেল হৃদযন্ত্র

Image
দরকার ছিল একটি হৃদযন্ত্রের। কিন্তু, সেই হৃদযন্ত্রের খোঁজ মিলেছিল বেঙ্গালুরুতে। সেখানে গাড়ি দুর্ঘটনায় জখম হয়ে কোমায় চলে গিয়েছিল বছর আঠারোর তরুণ বরুণ ডিকা। চিকিৎসকরা তাকে 'ব্রেন ডেথ' ঘোষণা করতেই শুরু হয়ে যায় তৎপরতা। কারণ, বরুণের শরীরে থাকা হৃদযন্ত্রটি কলকাতায় দিলচাঁদ সিংহের শরীর প্রতিস্তাপন করার বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছিল। ঝাড়খণ্ডের বাসিন্দা বছর উনচল্লিশের দিলচাঁদ ২০১৬ সালে ই এম বাইপাস সংলগ্ন এই হাসপাতালে হৃদযন্ত্র প্রতিস্থাপনের জন্য নাম নথিভুক্ত করেছিলেন। সোমবার ভোরেই বেঙ্গালুরু থেকে বিমানে বরুণের হৃদযন্ত্র নিয়ে কলকাতায় রওনা হয় একটি দল। চার ঘণ্টার মধ্যে বরুণের হৃদযন্ত্র দিলচাঁদ-এর শরীরে বসানোটা জরুরি ছিল। কারণ, চার ঘণ্টা সময় পেরিয়ে গেলে এই হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেবে। এই বিষয়গুলি কলকাতা পুলিশকেও জানানো হয়। এরপরই পরিকল্পনা মতো কলকাতা বিমানবন্দর থেকে হাসপাতাল পর্যন্ত তৈরি করা হয় গ্রিন করিডর। এই কর্মসূচিতে সামিল করা হয় বিধাননগর পুলিশ কমিশনারেটকেও। সোমবার সকাল ১০.৪০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছয় বেঙ্গালুরু থেকে আসা বিমানটি। একটি বিশেষ ক্যাসকেডে করে হৃদযন্ত্রটি নিয়ে আসা হয়ে

অজানা 'নিপা ভাইরাস' কী, মারণ এই ভাইরাস সম্পর্কে জেনে নিন একনজরে

Image
ভারতে হানা দিয়েছে নিপা ভাইরাস। আমজনতার কাছে এই ভাইরাস বেশ অজানা। সেভাবে কোনও প্রতিষেধকও আজ পর্যন্ত তৈরি হয়নি। দক্ষিণের রাজ্য কেরলে এই ভাইরাসের হানায় ইতিমধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। লাফিয়ে বাড়ছে ভাইরাসের আক্রমণে মৃত্যুর সংখ্যা। এই অবস্থা চলতে থাকলে তা সারা দেশে ছড়িয়ে পড়তে সময় লাগবে না। কেন্দ্র ও রাজ্য সরকার কোমর বেঁধে এই ভাইরাসের হানা ঠেকাতে নেমেছে। তবে সাধারণ মানুষের এই ভাইরাস নিয়ে জানা প্রয়োজন। কী করবেন, কী করবেন না, জেনে নিন একনজরে। নিপা কী বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যাখ্যা অনুযায়ী নিপা একধরনের উঠতি ভাইরাস। যা পশু থেকে মানুষের দেহে বাসা বাঁধে। পশু ও মানুষ দুই প্রজাতিকেই সমানভাবে আক্রমণ করে। এবং এর প্রভাবে ৭০ শতাংশ ক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা থাকতে পারে। মালয়েশিয়ায় ভাইরাস ধরা পড়ে ১৯৯৮ সালে মালয়েশিয়ার কামপুং সুনগাই নিপা-তে এই ভাইরাস প্রথম ধরা পড়ে। সেই থেকে এই জায়গার নাম থেকে ভাইরাসের নাম নিপা রাখা হয়। প্রথমে শূকরের দেহে এটি বাসা বাঁধে। ২০০৪ সালে বাংলাদেশে মানুষের দেহে এই ভাইরাস প্রথম ধরা পড়ে। পরে ভারতে হাসপাতালে মানুষের শরীর থেকে মানুষে শরীরে তা ছড়িয়ে পড়ার ঘটনা পরিলক্ষিত হয়।     পরিবহণ বাদ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে ধর্ষণ, গর্ভপাত

Image
বিষ্ণপুর : নিকাহের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এমনকী ভয় দেখিয়ে ও বিভিন্ন শর্ত দিয়ে ওই কিশোরীর গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মহিজুল মল্লিকের দুই ভাই রাহুল মল্লিক ও মুমতাজ মল্লিককে। পলাতক মূল অভিযুক্ত মহিজুল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপর থানার ভাণ্ডারিয়াতে। কিশোরীর মায়ের বক্তব্য, স্থানীয় একটি স্কুলের ক্লাস এইটের ছাত্রী তাঁর মেয়ে। চার মাস আগে স্থানীয় যুবক মহিজুল মল্লিক তাঁর মেয়ের সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গতসপ্তাহে তিনি জানতে পারেন মেয়ে গর্ভবতী। মহিজুল জানায়, ভ্রূণ নষ্ট করলে নিকাহ করবে। সেইমতো কিশোরীর গর্ভপাত করানো হয়। তারপরও নিকাহ করতে অস্বীকার করে অভিযুক্ত। এরপরই বিষ্ণুপুর থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার।  কিশোরীর বাবার অভিযোগ, থানায় অভিযোগ জানানোর পরই অভিযুক্তের বাবা তাঁর বাড়িতে লোক পাঠায়। কেস তুলে নেওয়ার জন্য ৫০ হাজার টাকা দেবে বলে। তবে, তিনি কোনও টাকা চান না। দোষীর শাস্তিই তাঁর একমাত্র দাবি। যদিও টাকা দিয়ে মামলা তুলে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে অভিযুক্তের বাবা খলিল মল্লিক। 

4G ইন্টারনেটে অসাধারণ অফার! তাও আবার কিনা এত সস্তায়?

Image
নতুন দুটি প্রিপেড প্ল্যান নিয়ে ফের মার্কেটে হাজির আইডিয়া৷ অফিসিয়াল ট্যুইটের মাধ্যমে কর্তৃপক্ষ জানায় বিষয়টি৷ প্রথম প্ল্যানটি থাকছে ৫৩ টাকার৷ যেখানে ইউজাররা পাবেন ৩ জিবি ডেটা৷ অন্যদিকে, ৬ ডিবি ডেটা পাবেন ৯২ টাকার বিনিময়ে৷ অন্যান্য টেলিকম সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিতেই আইডিয়া নিয়ে এসেছে অফার দুটি৷ ইতিমধ্যেই জিওর ৫২ এবং ৯৮ টাকার প্ল্যানটি গ্রাহকদের দারুণভাবে আকর্ষণ করেছে৷ আইডিয়ার ৫৩ টাকার প্ল্যানটিতে 3G/4G স্পীডের ডেটা পাবেন কাস্টমাররা৷ অন্যদিকে, যারা ৯২ টাকা দিয়ে রিচার্জ করাবেন তাঁরা পাবেন ৬ জিবি ডেটা৷ তবে, এই প্যাকেজগুলির সঙ্গে অন্য কোনরকমের সুবিধা দেওয়া হবে না বলে জানিয়েছে টেলিকম সংস্থাটি৷ অন্যদিকে, জিওর ৫২ টাকার প্ল্যানটিতে মোট ১.০৫ জিবি ডেটা ইউজাররা পাবেন ৭ দিনের জন্য৷ আনলিমিটেড ভয়েস কল এবং ৭০ টি SMS পাবেন অতিরিক্ত হিসেবে৷ মোট ২ জিবি ডেটা থাকবে ৯৮ টাকা দিয়ে রিচার্জ করার জন্য৷ ২৮ দিনের এই প্যাকেজটিতে আনলিমিটেড ভয়েস কল এবং ৩০০ টি SMS পাবেন কাস্টমাররা৷ এয়ারটেলের ৪৯ টাকার প্ল্যানে ৩ জিবি হাই-স্পীজের ডেটা থাকবে একদিনের জন্য৷ যদিও, এয়ারটেলের এই অফারটি অবশ্য নির্দিষ্ট কিছ

নূন্যতম টাকায় গরমের ছুটিতে উটি থেকে চেন্নাই ট্যুরে নিয়ে যাবে IRCTC

Image
পাহাড়ে ঘেরা উটি ৷ নয়াদিল্লি: কলকাতার ভ্যাপসা গরম, জ্যাবজেবে পিঠ, গায়ের সঙ্গে সেঁটে যাওয়া জামা, ভিড় বাসে ঘামের গন্ধ ৷ এই তো পরিচিত হিসেব ৷ স্কুল-কলেজে ছুটি ৷ তবু হয় ঘরে বসে বসে ঘামছেন, বা মাঝে মধ্যে কালবৈশাখীতে ভিজছেন আর নয়তো উইকএন্ডে সিনেমা হল বা ইকো পার্কে ছুটছেন ৷ অথচ মন বলছে পালিয়ে যাই, পালিয়ে যাই ৷ যেন ঠিক আপনার মনের কথাটা বুঝতে পেরে সেই সুযোগই হাতের মুঠোয় এনে দিল IRCTC (ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটরিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন) ৷ এবার IRCTC-র হাত ধরে পাঁচ দিনের ট্রিপে ঘুরে আসুন চেন্নাই থেকে উটি ৷ নীলগিরি পাহাড়ের মাথায় রয়েছে উটি ৷ সমুদ্রপৃষ্ঠ থেকে ২,২৪০ মিটার উঁচুতে ৷ তাপমাত্রা এখন ১৫-২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ৷ ঘন জঙ্গলে ঘেরা কাঁচের মতো স্বচ্ছ জলাশয়, টুকরো টুকরো লেকে পাহাড়ের প্রতিবিম্ব এসে পড়ে এখানে ৷ এই গরমে দাক্ষিণাত্যের শৈল শহর মলম হয়ে উঠুক আপনার ট্র্যাভেল ডায়রির পাতায় ৷ এক নজরে দেখে নেওয়া যাক, এই প্যাকেজে কী কী সুবিধা থাকছে আপনার জন্য ৷ • এই উটি-মাদুমালাই প্যাকেজ শুরু ৬,৪০০ টাকা থেকে ৷ প্রতি বৃহস্পতিবার চেন্নাই সেন্ট্রাল থেকে রাত ৯টা বেজে ৫ মিনিটে ট্রেন ছাড

১০ দফা দাবিতে অবরোধে আদিবাসী সম্প্রদায়, আটকে ট্রেন-যানবাহন

Image
কলকাতা: ১০ দফা দাবিতে রাজ্যের একাধিক জায়গায় অবরোধে নামলেন আদিবাসীরা ৷ সোমবার সকাল থেকেই মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়াতে অবরোধে নামলেন আদিবাসীরা ৷ মালদহে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ ৷ গাজোলের পাণ্ডুয়ায় জাতীয় সড়ক অবরোধের জেরে ব্যাহত যান চলাচল ৷ উত্তর দিনাজপুরে সকাল ৯টা থেকে রেল অবরোধ কর্মসূচিতে নামলেন আদিবাসী সম্প্রদায় ৷ এদিন সকাল থেকে কানকি স্টেশনে অবরোধ শুরু হয় ৷ পুরুলিয়াতেও অবরোধে নামলেন আদিবাসীরা ৷ সকাল থেকে কান্টাডি স্টেশন অবরোধ শুরু হয় ৷ ফলে দাঁড়িয়ে আপ দক্ষিণ বিহার এক্সপ্রেস ৷ পুরুলিয়া স্টেশনেও আটকে ট্রেন ৷ পুরুলিয়া স্টেশনে আটকে হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস ৷   আসমে রেল অবরোধ ৷ নিজস্ব চিত্র ৷ দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরেও ট্রেন আটকানোর চেষ্টা করা হল ৷ তেভাগা এক্সপ্রেস আটকানোর চেষ্টা করেন আদিবাসীরা ৷ যদিও অবরোধকারীদের হঠিয়ে দেয় রেলপুলিশ ৷ বুনিয়াদপুর বাসস্ট্যান্ডের সামনেও অবরোধ শুরু হয়েছে সোমবার সকাল থেকে ৷ ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ আদিবাসীদের ৷ যদিও কিছুক্ষণের মধ্যেই জাতীয় সড়কেও অবরোধ তুলে দেয় পুলিশ ৷ জলপাইগুড়িতেও আদিবাসীদের অবরোধ ৷ রেল অবরোধে আটকে দূরপাল্লার ট্রেন

নিয়মিত শারীরিক সম্পর্কেই প্রখর থাকবে স্মৃতিশক্তি, কী বলছেন বিশেষজ্ঞরা?

Image
গবেষণা বলছে নিয়মিত শারীরিক সম্পর্কই স্মৃতিশক্তিকে প্রখর করে। শুধু কি শারীরিক সম্পর্ক?  একেবারেই না। মানসিক সম্পর্কেরও এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। পার্টনারের সঙ্গে মনের মিল খুব বেশি? দু'জন দু'জনকে কি চোখে হারান? তাহলে একদম চিন্তা করবেন না। এই আবেগই আপনাকে পার্টনারের সঙ্গে দীর্ঘ দাম্পত্যের সুযোগ করে দেবে। না না, একটা বয়সের পরে শুধু খিটমিটে ঝগড়া নয়, রীতিমতো মধুর দাম্পত্যর। কেননা ভুলে যাওয়ার প্রবণতা তো আপনাকে ছুঁতেই পারবে না। একইভাবে আপনার পার্টনারকেও। তাই দাম্পত্য কলহের নো চান্স। মন দিয়ে সংসার করতে চাইলে এই নিয়মবিধি যে আপনাকে মেনে চলতেই হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওলঙ্গং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, বেশি বয়সেও দাম্পত্যের গভীরতা বজায় রাখুন। তাহলেই ভুলে যাওয়ার রোগ আপনাকে ছুঁতে পারবে না। অটুট থাকবে দাম্পত্য প্রেম। কীভাবে বজায় রাখবেন দাম্পত্যের গভীরতা? গবেষকদের মতে, শারীরিক সম্পর্কই এর মূল চাবিকাঠি। যদিও বয়স বাড়লে এমনিতেই তাতে ছেদ পড়ে। তবে প্রাকৃতিক নিয়মে ছেদ পড়লেও পার্টনারের সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখুন। তাহলেই দেখবেন বুড়ো বয়সে ভুলে যাওয়ার রোগ আপনাকে ঈর্ষান্বিতভাবে

সম্পত্তির নিরিখে বিশ্বে ভারতের স্থান কোথায় জানেন?

Image
ধনসম্পত্তির নিরিখে এবার বিশ্বের প্রথম ছয়ে নিজের নাম তুলে ফেলল ভারত৷ সম্প্রতি প্রকাশিত সমীক্ষা রিপোর্ট বলছে, ৮ হাজার ২৩০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পত্তি রয়েছে ভারতে৷ তবে, সম্পত্তির নিরিখে ভারত ষষ্ঠ স্থান দখল করলেও বরাবরের জন্য প্রথম স্থান ধরেই রেখেছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা৷ আফরোশিয়ার ব্যাংক গ্লোবাল ওয়েলথ মাইগ্রেশন সংস্থার প্রকাশিত সমীক্ষা বলছে, মার্কিন মুলুকে সম্পত্তির পরিমাণ প্রায় ৬২ হাজার ৫৮৪ বিলিয়ন ডলার৷ ভারতের সম্পত্তির তুলনায় প্রায় ৫৪ হাজার বিলিয়ন ডলার বেশি৷ এক্ষেত্রের চিনের দখলে গিয়েছে দ্বিতীয় স্থান৷ চিনের মোট সম্পত্তি এখন ২৪ হাজার ৮০৩ বিলিয়নের কাছাকাছি৷ তৃতীয় স্থানে রয়েছে জাপান৷ এই মুহূর্তে জাপানের সম্পত্তির পরিমাণ দাঁড়িয়ে ১৯ হাজার ৫২২ বিলিয়ন ডলারের কাছাকাছি৷ আমেরিকা, চিন, জাপানের পর ইংল্যান্ড৷ রানির দেশের মোট সম্পত্তি ৯,৯১৯ বিলিয়ন, জার্মানি ৯,৬৬০ বিলিয়ন মার্কিন ডলার৷ এরপরই রয়েছে ভারত৷ ভারতের পর রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইটালি৷ সংস্থার দাবি, সম্পত্তির তালিকা তৈরি করতে গিয়ে কোনও দেশের সরকারি সম্পত্তি কত, তা বিবেচনার বাইরে রাখা হয়েছিল৷ কার

শৌচালয়ে ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী যুবক

Image
বিষ্ণুপুর: সপ্তম শ্রেণির ছাত্রীকে শৌচালয়ে হাত-পা বেঁধে ও মুখ চাপা দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রহিম মণ্ডলকে (২৩) গ্রেফতার করেছে৷ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিন ২৪ পরগনার বিষ্ণুপুর থানার সামালি ঘোষপাড়ায়৷ অভিযুক্তর পরিবারের তরফে মামলা তুলে নেওয়ার জন্য নির্যাতিতার পরিবারকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ৷ জানা গিয়েছে, প্রতিবেশী যুবকের বাড়িতে টিভি দেখতে গিয়েছিল ওই ছাত্রী৷ সে শৌচকর্ম করতে গেলে তার পিছু নেয় রহিম। শৌচালয়ে একা পেয়ে নাবালিকার হাত, পা বেঁধে মুখ চেপে তাকে ধর্ষণ করে৷ ঘটনার কথা কাউকে বললে তার বাবা-মাকে প্রানে মারার হুমকি দেয় বলেও অভিযোগ। লজ্জায় ও ভয়ে প্রথমে ঘটনাটি কাউকে জানায়নি নাবালিকা৷ পরে বৌদির কাছে ঘটনার কথা জানায় সে৷ এরপরই অভিযুক্ত রহিমের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে নির্যাতিতার মা। তারপরই পুলিশ রহিমকে গ্রেফতার করে৷ ঘটনার জেরে এলাকায় ছাঞ্চল্য ছড়িয়েছে৷

বাড়িতেই নাকি কবর দিত! মেয়ের পচাগলা দেহ আগলে বাবা

Image
সকাল থেকেই দুর্গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। সন্ধ্যায় পাড়ার মহিলারা জোর করে বাড়িটিতে ঢুকেই অবাক। একটি ঘরে কাপড় জড়ানো অবস্থায় রয়েছে যুবতী মেয়ের মৃতদেহ। আর বিছানার পাশে নেশাগ্রস্ত অবস্থায় বসে ওই যুবতীর বাবা।  নদিয়ার কোতোয়ালি থানার কৃষ্ণনগর শহরের সীমান্তপল্লির ঘটনা। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ দেহটি উদ্ধার করে পুলিশ মর্গে পাঠায়। মৃত যুবতীর নাম কামা হাঁড়ি (২৬)। পুলিশের কাছে মৃতের বাবা অতুল হাঁড়ি দাবি করেছেন, তাঁর মেয়ের কুষ্ঠ রোগ থাকায় রোগের কারণে মারা গিয়েছে। তাঁদের সমাজের রীতি মেনে তাঁরা মেয়ের দেহ বাড়িতেই পুঁতে দেবেন বলে রেখে দিয়েছিলেন।  এক প্রতিবেশী বধূ রীতা সাহা জানান, 'শনিবার থেকে ওই বাড়ির ছোট মেয়েটিকে দেখতে পাচ্ছিলাম না। ওরা জানিয়েছিল মেয়ে অসুস্থ হওয়ায় শক্তিনগর হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আরেক প্রতিবেশীকে ওই যুবতীর মা সনিয়া হাঁড়ি বলেছি, মেয়ে কলকাতার হাসপাতালে ভর্তি। এরপর সকালে দুর্গন্ধ আসছিল ওই বাড়ি থেকে। জিজ্ঞাসা করলেও উত্তর পাচ্ছিলাম না। শেষে সন্ধ্যায় ঘর খুঁজে মৃতদেহ দেখতে পাই।'  বাড়ির অনেকেই মদের নেশা করে বলে ওদের কিছু বলা যায়নি বলে দাবি পাড়ার লোকে

কুমারস্বামী মন্ত্রিসভায় স্থান পেতে পারেন ২০ জেডিএস ও ১৩ কংগ্রেস বিধায়ক

Image
বুধবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। তার আগেই কংগ্রেস ও জেডিএসের মধ্যে মন্ত্রিত্ব নিয়ে শুরু হয়েছে দরকষাকষি। আগ বাড়িয়ে জেডিএসকে সমর্থন করলেও দলের ভিতরে ক্ষোভ সামলাতে এখন মন্ত্রিত্ব আদায় বড় চ্যালেঞ্জ কংগ্রেস নেতাদের কাছে।  বুধবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। তার আগেই কংগ্রেস ও জেডিএসের মধ্যে মন্ত্রিত্ব নিয়ে শুরু হয়েছে দরকষাকষি। আগ বাড়িয়ে জেডিএসকে সমর্থন করলেও দলের ভিতরে ক্ষোভ সামলাতে এখন মন্ত্রিত্ব আদায় বড় চ্যালেঞ্জ কংগ্রেস নেতাদের কাছে।  রাজনৈতিক মহলে খবর, কংগ্রেস থেকে ১৩ জন ও জেডিএসের ২০ জন মন্ত্রী হতে পারেন। উপমুখ্যমন্ত্রী করা হতে পারে কর্ণাটক কংগ্রেসের প্রধান জি পরমেশ্বরকে। মন্ত্রিত্ব নিয়ে শনিবার একদফা বৈঠক হয়েছে কংগ্রেস ও জেডিএস নেতাদের মধ্যে। রবিবারও ফের বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি অর্থমন্ত্রকের দায়িত্বও সামলাবেন কুমারস্বামী। কংগ্রেস চাইছে দলের নেতা ডি কে শিবকুমারকে মন্ত্রিসভায় একটি গুরুত্বপূর্ণ জায়গা দিতে। কারণ এই শিবকুমারই জেডিএস ও কংগ্রেসের ভাঙন রুখেছিলেন। এদিকে

কানপুরে বিষ মদ খেয়ে মৃত ১০, ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Image
কানপুরে বিষ মদ কাণ্ডে এবার মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিস। তাদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাসিও শুরু হয়েছে। বিষ মদ কাণ্ডে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন ১৬ জন। গত ২৪ ঘণ্টায় কানপুরের মাতৌলি, মঘাইপুরা ও বনওয়ারপুরে বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। পুলিস জানিয়েছে, রাজ্যজুড়ে একটি বিশেষ ব্র্যান্ডের দেশি মদ বিক্রি হয়। সেই ব্র্যাডের নাম ভাঙিয়েই তৈরি হয়েছিল এই বিষ মদ। ইতিমধ্যেই বেশ কয়েকটি এলাকায় তল্লাসি চালিয়েছে পুলিস। একটি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী।

মধ্যপ্রদেশ সরকারের স্বল্পসঞ্চয় প্রকল্পে ১১ বছরে এক কোটি টাকা জমাল ৬,০০০ শিশু

Image
ছিন্দওয়াড়া: শিশুদের জন্য মধ্যপ্রদেশ সরকারের স্বল্পসঞ্চয় প্রকল্পে সাফল্য মিলল। গত ১১ বছরে পিগি ব্যাঙ্কে এক কোটি টাকা জমিয়েছে ৬,০০০ শিশু। ছিন্দওয়াড়া জেলা সমবায় ব্যাঙ্কের সিইও কৃষ্ণকুমার সোনি এই তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, '২০০৭ সালে অরুণোদয় গুল্লক যোজনা চালু হয়। ২৬টি সমবায় ব্যাঙ্কের বিভিন্ন শাখা থেকে শিশুদের পিগি ব্যাঙ্ক দেওয়া হয়। তাতে ৬,০০০ শিশু এক কোটি টাকা জমিয়েছে। এই জমানো টাকার পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষা, ব্যবসা, বিয়ে বা জীবনের অন্যান্য লক্ষ্য পূরণ করার জন্য ঋণ দিচ্ছে ব্যাঙ্কগুলি।' কৃষ্ণকুমার আরও জানিয়েছেন, কোনও শিশু জন্মানোর পরেই তাঁর বাবা-মা মাত্র একটাকা দিয়ে পিগি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন। একটি চাবি থাকে ব্যাঙ্কের কাছে এবং একটি চাবি দেওয়া হয় শিশুটিকে। একসঙ্গে দু'টি চাবি ব্যবহার করলে তবেই খোলা যায় পিগি ব্যাঙ্ক। এই প্রকল্পে আট শতাংশ হারে সুদ দেওয়া হয়। ২,০০০ থেকে ৫,০০০ টাকা জমে গেলেই সেটি স্থায়ী আমানত করে দেওয়া হয়। এর ফলে বেশি সুদ পাওয়া যায়।

কৈখালিতে সিভিক ভলান্টিয়ার খুন:স্বামী-শাশুড়ির ওপর অত্যাচার, রাগে সুপারি কিলার দিয়ে স্ত্রীকে খুন, জেরায় জানালেন গ্রেফতার স্বামী

Image
কলকাতা:  কৈখালিতে মহিলা সিভিক ভলান্টিয়ার শম্পা দাসের খুনের ঘটনায় গ্রেফতার স্বামী। ধৃত সুপ্রতিম দাসের দাবি, তাঁর ও তাঁর মায়ের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালাতেন শম্পা। নিজের নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য শম্পা চাপ দিতেন বলে দাবি। সেই কারণেই সুপারি কিলার নিয়োগ করে স্ত্রীকে খুনের পরিকল্পনা বলে দাবি মৃত সিভিক ভলান্টিয়ারের স্বামীর। খুনের পর গত ২ দিন ধরে পরিচারিকা ও স্বামীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে নিউটাউন থানার পুলিশ। শেষপর্যন্ত সুপ্রতিম স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন বলে দাবি তদন্তকারীদের। শনিবার চিড়িয়া মোড়ে নিজের বাড়ির সিঁড়ির উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নিউটাউন থানার এক সিভিক ভলান্টিয়ারকে। বাড়ির উপরের ঘর থেকে তাঁর স্বামী সুপ্রতিমকে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে শম্পাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরজিকর হাসপাতালে পাঠানো হয় মহিলার স্বামীকে। এরপর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় প্রথমে সুপ্রতিম জানান, শুক্রবার রাত আটটা নাগাদ কয়েকজন বাড়িতে এসে লুঠপাট চালায়, তারাই এই কাণ্ড ঘটিয়েছে। কিন্তু এই দাবি মানতে নার

কোলে করে ক্লাসে পৌঁছে দেয় দাদারা

Image
'ডাকঘর'-এর অমল জানলার পাশে বসে অপেক্ষা করত, কখন একটু গল্প করার লোক পাবে। আর বালির অরিজিৎ জানলার গ্রিল ধরে ভাবত, কত ক্ষণে ছুটে বেরিয়ে পড়বে স্কুলের পথে! যদিও সে ভাবনা এক সময় ঘুমিয়ে পড়ত ছোট্ট অরিজিতের মনের মধ্যেই। কারণ তার এক ছুটে বেরিয়ে যাওয়ার পথে বাধা, সেরিব্রাল পলসি। তাই হাঁটতে, দাঁড়াতে পারে না অরিজিৎ। তবু দু'বছর আগে ছেলের পড়াশোনা করার জেদের কাছে হার মেনে স্থানীয় বাংলা মাধ্যম স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তি করেন তার মা। শারীরিক ও আর্থিক প্রতিবন্ধকতাকে জয় করে এখন সে সপ্তম শ্রেণি। এই 'যুদ্ধে' পাশে দাঁড়িয়েছে তার স্কুল 'বালি শিক্ষানিকেতন।' উঁচু ক্লাসের দাদারাই দরকার পড়লে কোলে করে তাকে দোতলায় পৌঁছে দেয়। কারণ দোতলাতেই ল্যাবরেটরি, আইসিটি (ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি)-র ক্লাস। আর তাই অরিজিতের কথা ভেবে একতলা থেকে দোতলায় ক্লাস ঘর স্থানান্তরিত করা, একতলার বারান্দায় হুইলচেয়ার ওঠানোর জন্য র‌্যাম্প বানানোর পরিকল্পনা করেছেন কর্তৃপক্ষ। বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরের স্কুলে আসা-যাওয়ার জন্য টোটোর বন্দোবস্তও করেছে স্কুলই। প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মিস্ত্রি ব

নামী হোটেলে মদ জালিয়াতি

Image
শহরের নামকরা পাঁচতারা হোটেল। সেখানকার নাইট ক্লাবেই অবৈধ ভাবে দামি বিদেশি ব্র্যান্ডের মদ বিক্রির অভিযোগ উঠল। শনিবার মাঝরাতে তখন উৎসব চলছিল এজেসি বসু রোডের ওই হোটেলের নাইট ক্লাবে। সেখানে আবগারি অফিসারেরা হানা দিয়ে দেখলেন, বেআইনি ভাবে দামি বিদেশি ব্র্যান্ডের মদ বিকোচ্ছে। কারণ যে সব বোতল থেকে মদ ঢালা হচ্ছে, সেগুলি সব ডিউটি-ফ্রি শপ থেকে নেওয়া। কোনওটির ক্ষেত্রেই রাজ্য সরকারকে আবগারি শুল্ক দেওয়া হয়নি। অফিসারদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই ডিউটি-ফ্রি শপ থেকে বিদেশি মদ কিনে তার সঙ্গে সস্তার দেশি মদ মিশিয়ে দেওয়ার চল আছে। একটি বোতল থেকে সে ক্ষেত্রে তিন বোতল মদ তৈরি হয়। আগেও এ ভাবে নকল বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে আবগারি দফতর। শনিবার ওই নাইট ক্লাব থেকে যে ৮৩ বোতল বিদেশি মদ বাজেয়াপ্ত হয়েছে, তার মধ্যেও সেই নকল মদ থাকতে পারে বলে অফিসারদের অনুমান। বাজেয়াপ্ত হওয়া মদ রাসায়নিক পরীক্ষায় পাঠানো হয়েছে। এক আবগারি অফিসারের কথায়, ''যাঁরা নিয়মিত বিদেশি মদ খান, তাঁরা নকল মদের স্বাদ ধরতে পারেন। কিন্তু আমরা দেখেছি, এ সব ক্ষেত্রে প্রথম দু'-তিন পেগ আসল মদ দেওয়ার পরে চার নম্বর পেগ থেকে নকল মদ দেওয়া হয়। তখন আর

বাড়িতে ঢুকে হামলা, কথা মতো কাজ না করলে ‘রেপ করে দেওয়া হবে’ !!

Image
কথা মতো কাজ না করলে 'রেপ করে দেওয়া হবে'। মাসখানেক ধরে তাঁদের এমনই হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছিলেন নারকেলডাঙা মেন রোডের বাসিন্দা এক মহিলা। এর পরেই শনিবার বিকেলে তাঁর বাড়িতে ঢুকে ওই যুবকেরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। মারধরের পরে মহিলার হাতে ব্লেড চালিয়ে দেওয়া হয়। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর ননদও। আহতদের এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই ফুলবাগান থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন মহিলা। যদিও রবিবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারা জানিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পরেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করেছে। ঘটনাটি প্রসঙ্গে এলাকার বিধায়ক সাধন পাণ্ডে বলেন, ''যার বিরুদ্ধে মূল অভিযোগ, সে এলাকায় তৃণমূল করে। আমি ওকে ডেকে কথা বলেছি। দু'পক্ষের বক্তব্যও শুনেছি। পুলিশকে বলেছি তদন্ত করতে। তারাই যা করার করবে।'' পুলিশ সূত্রের খবর, অভিযোগকারী মহিলা তাঁদের জানিয়েছেন, শনিবার বিকেল ৪টে নাগাদ নারকেলডাঙা মেন রোডে তাঁর বাড়িতে দলবল নিয়ে হামলা চালায় ছোটন

ফের কুরুচিকর ঘটনা কলকাতার বুকে, মহিলাকে প্রকাশ্যে পুরুষাঙ্গ দেখালেন যুবক

Image
ফের অশালীন আচরণের সাক্ষী রইল কলকাতা। ভরদুপুরে খাস কলকাতায় প্রকাশ্যে পুরুষাঙ্গ দেখানোর অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম প্রসেনজিৎ দাস। বছর তেইশের প্রসেনজিৎ সোনারপুরের বাসিন্দা। রবিরার বাঁশদ্রোণী থানার সেন্ট্রাল পার্ক এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, এ দিন দুপুর ৩টে নাগাদ ওই এলাকার একটি গিফ্ট শপে অশালীন আচরণের অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে। চিনা বংশোদ্ভুত এক মহিলা ওই গিফ্ট শপটি চালান। পুলিশের কাছে ওই মহিলা জানিয়েছেন, এ দিন দুপুরে কমবয়সি এক বাঙালি যুবক তাঁর দোকানে আসেন। দোকানে ঢোকামাত্রই তাঁর প্রশ্ন ছিল 'রেট কত?' চিনা ওই মহিলা বাংলা কথাবার্তায় ততটা সাবলীল নন। তিনি ভেবেছিলেন, দোকানের কোনও জিনিসের দাম জানতে চাইছেন ওই যুবক। অভিযোগ, এর পর আচমকাই মহিলার উপর ঝাঁপিয়ে পড়েন ওই যুবক। ঘটনার আকস্মিকতায় হতবাক হলেও চিৎকার করে ওই যুবককে ঠেলে দূরে সরিয়ে দেন ওই মহিলা। ততক্ষণে দোকানের আর এক প্রান্তে গিয়ে নিজের প্যান্ট খুলে মহিলাকে পুরুষাঙ্গ দেখাতে শুরু করেন ওই যুবক। মহিলা চিৎকার করলেও দোকানটি কাচে ঢাকা থাকায় তা টের পাননি আশপাশের মানুষজন। পুলিশের কাছে মহিলার দাবি, ভরদুপুরে সুন

পাখির চোখ ২০১৯, জোট গড়ার প্রস্তুতি শুরু রাহুলের

Image
চার বছর আগে, বিজেপির স্লোগান ছিল— 'ঘর ঘর মোদী'। আগামী লোকসভা নির্বাচনের আগে বিরোধীরা স্লোগান তুলবে—  'বাই বাই মোদী'! কর্নাটকে জোট গড়ে বিজেপিকে বিধ্বস্ত করার পরেই আগামী লোকসভার স্লোগান তুলে দিল রাহুল গাঁধীর দল। গত কাল ইয়েদুরাপ্পা ইস্তফার কথা ঘোষণা করার পরেই দেশজুড়ে জোটের বার্তা দিয়েছিলেন রাহুল। এ বারে সেটিকেই এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হল।  কর্নাটকের মুখ্যমন্ত্রী প্রার্থী কুমারস্বামী আগামিকালই দিল্লি আসছেন রাহুলের সঙ্গে আলোচনা করতে। বুধবারের শপথ অনুষ্ঠানটিকে মোদী-বিরোধী জোটের প্রথম মঞ্চ হিসেবে গড়ে তুলতে চাইছেন তিনি। সেখানে রাহুল ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, মায়াবতী, তেজস্বী যাদবদের আমন্ত্রণ জানাচ্ছেন কুমারস্বামী। শপথ অনুষ্ঠানের পর কোনও অভিন্ন ইস্যুতে একজোট বিরোধীদের দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি তৈরির আলোচনাও চলছে তলে তলে। বিরোধী এক নেতার কথায়, ''এই মুহূর্তে পেট্রল-ডিজেলের দামে ত্রাহি ত্রাহি অবস্থা। কর্নাটকের সাফল্যের পরে সেই বিষয়টি নিয়ে বিরোধী জোটের আন্দোলন হতেই পারে।'' এ দিন সন্ধ্যাতেই তেলের দামবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইটারে মম

‘আর ১৫টা দিন বেশি সময় পেলে বদলে যেত কর্নাটকের ছবিটা’, আফসোস অমিত শাহের

Image
গত তিন দিন ধরে ভিড়ে গিজগিজ করছিল বেঙ্গালুরুর ডলারস কলোনির তেতলা বাড়িটি। আজ খাঁ খাঁ। বাড়ি থেকে একাই প্রাতর্ভ্রমণে বেরোলেন ৭৫ বছরের প্রবীণ রাজনীতিক, কাল বিকেল পর্যন্ত যিনি ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। বুকানাকেরে সিদ্দালিঙ্গাপ্পা ইয়েদুরাপ্পা। 'সসম্মানে সরে দাঁড়ান'— দিল্লি থেকে বার্তা যাওয়ার পরে ইস্তফা দিয়েছেন গত কালই। অথচ সরকার গড়তে বিজেপি নেতারা বিরোধীদের টোপ দিয়েছিলেন বলে 'প্রমাণ'ও দিচ্ছে কংগ্রেস ও জেডি (এস)। কিন্তু এত চেষ্টার পরেও কী করে হার মানতে হল নরেন্দ্র মোদী ও তাঁর সেনাপতি অমিত শাহকে? অমিত শাহের যুক্তি— ''১৫টা দিন সময় পেলে ঘুরে যেত ছবিটা।'' রাজ্যপাল বজুভাই বালা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ১৫ দিনই সময় দিয়েছিলেন ইয়েদুরাপ্পাকে। কিন্তু সুপ্রিম কোর্টে সেই সময়সীমা এক ধাক্কায় কমে তিন দিনে দাঁড়ায়। কংগ্রেসের দাবি, ১৫টা দিনে বিধায়ক কেনার সময় পেয়ে যেত বিজেপি! শনিবার রাতে একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ অবশ্য বলছেন, ''তিন দিন ধরে কংগ্রেস বলে আসছে ঘোড়া কেনাবেচা হচ্ছে। সেটা হলে কী এই পরিণাম হয়? আর কংগ্রেস তো গোটা আস্তাবল কিনে ফেলেছ