চলন্ত গাড়িতে মহিলাকে গণধর্ষণ, ২০দিন পরে দায়ের হল অভিযোগ


আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরপ্রদেশে যে সবসময়ই চিন্তার কারণ সরকারের তা প্রতিমুহূর্তে স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে মহিলাদের প্রতি নিগ্রহ ও অত্যাচারের ঘটনা যে আর তীব্র গতিতে বেড়ে চলেছে উত্তরপ্রদেশে। দিল্লির প্রতিবেশী রাজ্য যেন ধর্ষণের অপরাধে তাল মিলিয়ে চলছে রাজধানীর সঙ্গে।

উত্তরপ্রদেশে চলন্ত গাড়িতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল। চার অভিযুক্ত মিলে চলন্ত গাড়িতেই মহিলার সম্মান ভূলুন্ঠিত করেছে বলে খবর। ঘটনাটি ঘটেছে ইটাহ-র পিলুয়া এলাকার হাজারা ক্যানাল রোডে।

পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। তবে চার অভিযুক্তই আপাত পলাতক বলে জানা গিয়েছে। পুলিশ মামলা দায়ের করে পলাতকদের গ্রেফতার করতে তল্লাশি অভিযানে নেমেছে বলে খবর।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ১মে। ২০দিন পরে পুলিশ অভিযোগ দায়ের করে। ঘটনার দিন নিগৃহীত মহিলা বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এক দূর সম্পর্কের আত্মীয় এসে গাড়ি দাঁড় করিয়ে লিফট দিতে চায়। সেই গাড়িতে বাকী অভিযুক্তরা আগে থেকেই বসে ছিল।

মহিলা পরিচিত দেখে গাড়িতে উঠলে তাকে বাড়িতে ছাড়ার বদলে অন্য জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, উত্তরপ্রদেশে মহিলা ও নাবালকদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হয়। যা দেশের মোট অপরাধের ১৫ শতাংশ।