Posts

Showing posts from January 14, 2019

২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি কলকাতা হাইকোর্টের, তৈরি হল নয়া নজির

Image
২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী গর্ভপাতের ঐতিহাসিক রায় দেন। পিএস চক্রবর্তী যিনি এসএসকেএমের প্রসূতি বিভাগের চিকিৎসক তাঁর তত্ত্বাবধানেই এই গর্ভপাত করানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। গর্ভপাতের পর মেডিক্যাল রিপোর্ট জমা করারও নির্দেশ দিয়েছে আদালত। ভ্রুণের বৃদ্ধি অস্বাভাবিক এবং মস্তিষ্কের বৃদ্ধিও স্বাভাবিক নয় তাই গর্ভপাতের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন যোধপুর পার্কের দম্পতি। এদিন সেই মামলারই রায় দেয় আদালত। রায়ে গর্ভপাতের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতবর্ষে ২০ সপ্তাহের পর গর্ভপাত আইনত অপরাধ। তবে এসব ক্ষেত্রে কোনও সমস্যা হলে আদালতের নির্দেশ নিয়ে চলতে হয়। যোধপুর পার্কের দম্পতির গর্ভের সন্তানের অবস্থা ভালো নয়, মস্তিষ্কের বৃদ্ধিও ঠিক হচ্ছিল না। চিকিৎসকরা জানিয়েছেন, ভূমিষ্ঠ হলেও শিশুটির বাঁচার সম্ভাবনা বিশেষ নেই। শিশুটি জন্ম নিলে প্রাণসংশয় হতে পারে প্রসূতিরও। এসব দেখেই ওই দম্পতি আদালতের দ্বারস্থ হন। শুক্রবার মামলার শুনানিতে মেডিক্যাল বোর্ডের রিপোর্ট তলব করেছিলেন হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী। সোমবার আদালতে রি

চার বছর ধরে লাগাতর ধর্ষণ, ভিডিয়ো রেকর্ড করে হুমকি খুড়তুতো দাদার

Image
চার বছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল হায়দরাবাদে। দিনের পর দিন ১৬ বছরের মেয়েটিকে এমন ভাবে ধর্ষণ করত তাঁরই খুড়তুতো দাদা এবং দাদার বন্ধুরা। পুলিশ সূত্রে খবর, তারা মোবাইলে তুলেও রাখত ধর্ষণের মুহূর্ত। এমনকি ভিডিয়ো ফাঁস করার ভয় দেখিয়ে দিনের পর দিন তাঁকে ধর্ষণ করা হত বলেও পুলিশকে জানিয়েছে ওই মেয়েটি। ওই নাবালিকার বয়ান অনুযায়ী, তিন জনকে গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ। 'ঘটনা চলাকালীন বাড়ির কেউই আমরা বুঝতে পারিনি', পুলিশকে এই কথাই জানিয়েছে মেয়েটির দাদা। এমনকি গত মাসে মেয়েটি হায়দরাবাদের ভরসা সেন্টারে অভিযোগ জানালে তার পরেই সকলের নজরে আসে বিষয়টি। আর সেখান থেকেই বিষয়টি পুলিশে জানানো হয়। পুলিশের কাছে ওই নাবালিকা অভিযোগ জানিয়েছে, বাড়ির উঁচুতলায় নিয়ে গিয়ে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে প্রথমে তাঁকে বেহুঁশ করত তাঁর খুড়তুতো দাদা। আর তার পরেই চলত অমানবিক অত্যাচার। ধর্ষণের মুহূর্তের ভিডিয়োও রেকর্ড করে মেয়েটিকে হুমকি দেওয়া হত বলে পুলিশকে জানিয়েছে সে। ওই নাবালিকার পরিবার সূত্রে খবর, গ্রেফতার হওয়া একজনকে রাজসাক্ষী বানিয়েছে পুলিশ। তবে পুলিশের বিচারের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানিয়েছে মেয়েটির পরিবার। তাঁদ

কন্যাশ্রীর জন্য বেড়েছে ছাত্রীসংখ্যা, নবান্ন জানালেন মুখ্যমন্ত্রী

Image
শিক্ষার ব্যাপ্তি আরও বৃদ্ধি করতে একাধিক পরিকল্পনা গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লোকসভা নির্বাচনের আগেই ৩০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন তিনি। নবান্নে সোমবার এই বৈঠক চলে প্রায় ১ ঘন্টারও বেশি। বৈঠক শেষে তিনি বলেন, '‌কলেজ–বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সংখ্যা বেড়ে ১২ লাখ থেকে ২০ লাখে গিয়ে পৌঁছেছে। যা আমাদের গর্বের বিষয়। এছাড়াও স্কুলে বাড়ছে ছাত্রীর সংখ্যা। আগে ছিল পাঁচ লক্ষের কিছু বেশি, এখন সেটা ৯ লক্ষ ছাড়িয়েছে। উচ্চশিক্ষায় মেয়েরা যাতে আরও এগিয়ে আসতে পারে তার ভাবনাচিন্তাও করা হচ্ছে।'‌ এদিন বৈঠকে একটি কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিক, উপাচার্য সহ–আরও দু'‌জন থাকবেন। শিক্ষা বিষয়ক নানা বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন। শিক্ষক–শিক্ষিকা যেখানে বেশি আর যেখানে কম তার মধ্যে সমন্বয়সাধন করবে এই কমিটি। রাজবংশী, অলচিকি ভাষা উচ্চশিক্ষায় আরও ভালভাবে যুক্ত করার কাজ চলছে বলে জানান মুখ্যমন্ত্রী।  তিনি আরও একটি পরামর্শ দেওয়ার বিষয়ে জানান, '‌অনেক সময়েই দেখা যায়, দূরের স্কুলে শিক্ষকের সংখ্যা তেমন বেশি না। তাই এবার থেকে কলেজ–ব

নার্সকে চুম্বন করে চাকরি খোয়ালেন চিকিৎসক

Image
চুম্বনে দোষ কোথায়?‌ তাও যদি উভয়ের সম্মতিতে হয়। কিন্তু‌ এই চুম্বন করে বিপাকে পড়ে গিয়েছেন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর এক চিকিৎসক। তাও আবার অপারেশন থিয়েটারের মধ্যে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বাধ্য হয়েই তাঁকে বরখাস্ত করেছে জেলা প্রশাসন। ঘটনা উজ্জ্বয়িনীর জেলা হাসপাতালের। সেখানকার শল্য চিকিৎসক, এক মহিলাকে চুম্বন করছেন এমন একটি ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। মনে করা হচ্ছে হাসপাতালের অপারেশন থিয়েটারেই ঘটেছে ওই ঘটনা। ভিডিওটি ছড়িয়ে পড়ে হাসপাতালের নার্সদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। জেলাশাসক শশাঙ্ক মিশ্র সংবাদসংস্থা পিটিআইকে জানান, '‌ওই শল্য চিকিৎসককে অনভিপ্রেত আচরণের জন্য বরখাস্ত করা হয়েছে। ওই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়েছে।'‌ জেলার প্রধান মেডিক্যাল অফিসার ডাঃ মোহন মালব্য বলেন, 'ওই ঘটনার জন্য তদন্ত হবে। তদন্ত করবেন ডিভিশনাল কমিশনার।'‌ যদিও মালব্য স্বীকার করেননি ওই ঘটনা ঘটেছে অপারেশন থিয়েটারের মধ্যেই। পুলিসেও এখনও কোনও অভিযোগ করা হয়নি।

দুর্ঘটনা রুখতে লোকাল ট্রেনের দরজায় জ্বলবে নীল বাতি

Image
নয়াদিল্লি: বছরের শুরুতেই যাত্রী-সুরক্ষায় নয়া ব্যবস্থা নিল ভারতীয় রেল। দূর্ঘটনা এড়াতে লোকাল ট্রেনের দরজায় নীল আলো জ্বালাবে রেল কর্তৃপক্ষ৷ ট্রেন ছাড়ার সময় ওই আলো জ্বলে উঠবে। তার জেরেই স্টেশনে থাকা যাত্রীরা বুঝতে পারবেন ট্রেন ছাড়তে চলেছে। আপাতত বাণিজ্য নগরী মুম্বইতে চালু হয়েছে এই পরিষেবা। সাধারণত এক মিনিটের কম সময় স্টেশনে দাঁড়ায় লোকাল ট্রেন৷ সেই কম সময়ের মধ্যেই যাত্রীদের ওঠা-নামা করতে হয়৷ তাড়াহুড়ো করে উঠতে-মানতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে৷ এমনকি প্রাণহানিও হয়৷ এই ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে উদ্যোগী রেল কর্তৃপক্ষ৷ রবিবার সকালে লোকাল ট্রেনের দরজায় সেন্সরযুক্ত আলোর কার্যকারিতা সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ট্রেনের দরজায় নীল বাতি জ্বলা শুরু হলে দূর্ঘটনা অনেকটাই কমবে বলে অনুমান রেল কর্তৃপক্ষের৷ আপাতত মুম্বইতে এই পরিষেবা চালু হলেও আগামী দিনে দেশের সবকটি স্টেশনেই এই পরিষেবা মিলবে বলে খবর রেল সূত্রে।

মেসির পায়ে ৪০০ গোল, রেকর্ডবুকে লিও

Image
বার্সেলোনা: স্প্যানিশ লিগে ৪০০ গোল করার নতুন নজির গড়ে ফেললেন বার্সেনোলা তারকা লিওলেন মেসি৷ রবিবার এইবারের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় গোলটি করে এই রেকর্ড ছুঁয়ে ফেললেন লিও৷ লা-লিগায় ৯০ বছরের ইতিহাসে সর্বাধিক গোলের কীর্তি এখন মেসির ঝুলিতে৷ স্প্যানিশ লিগে ৪৩৫ ম্যাচ এই নজির ছুঁয়েছেন বার্সা স্ট্রাইকার৷ সর্বোচ্চ গোল দাতার তালিকায় দু'নম্বরে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ এখনও পর্যন্ত ২৯২ ম্যাচে ৩১১ গোল করেছেন সিআর সেভেন৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে সুয়ারেজে পাস থেকে এইবারের জাল কাঁপিয়ে রেকর্ডবুকে নাম তুলে ফেলেন লিও৷ স্প্যানিশ লিগে তাঁর ৪০০ গোলের ধারে কাছে নেই কোনও ফুটবলার৷ নয়া কীর্তির দিনে বার্সা কোচ ভালভোর্দে লিও'র প্রশংসায় বলেন, 'মেসি সত্যিই অন্য গ্রহের ফুটবলার৷' এইবারের বিরুদ্ধে ম্যাচের অন্য দুটি গোল করেন লুই সুয়ারেজ(১৯ ও ৫৯ মিনিট)৷ সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে বার্সা ম্যাচ জেতে ৩-০ব্যবধানে৷ এই জয়ের ফলে ১৯ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে রয়েছে বার্সেলোনা৷ সমসংখ্যাক ম্যাচ খেলা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে ম

কম্পিউটারে নজরদারি ইস্যুতে কেন্দ্রের জবাবদিহি চাইল সুপ্রিম কোর্ট

Image
কেন্দ্রীয় দশটি সংস্থা ভারতীয় নাগরিকদের কম্পিউটারে প্রয়োজনে নজরদারি চালাবে বলে গত বছরের শেষে বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই নির্দেশের বিরুদ্ধে আদালতে জনস্বার্থ মামলার আবেদন জমা পড়ে। সেই ইস্যুতে কেন্দ্রকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। ছয় সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় নোটিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গতবছরের শেষে নোটিশ দিয়ে জানায়, কেন্দ্রীয় দশটি সংস্থা প্রয়োজনে নাগরিকের কম্পিউটার ও সোশ্যাল অ্যাকাউন্টে নজরদারি চালাবে। এই নিয়ে আদালতে মামলা হলে শীর্ষ আদালত সঙ্গে সঙ্গে তার শুনানিতে রাজি হয়নি।     কাদের দায়িত্ব যে দশটি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয় সেগুলি হল - ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি), সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই), ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ), নারকোটিকস কন্ট্রোল বোর্ড, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস, ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স। দিল্লি কমিশনার অব পুলিশ এবং ডিরেক্টরেট অব সিগনাল ইন্টেলিজেন্সও এই নজরদারি চালাবে বলে জানানো হয়। চূড়ান্ত বিরোধিতা শুধু নজরদারিই নয়, খতিয়ে দেখা ও কম্পিউটার প্রয়োজ

মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে শীঘ্রই দেশে ফেরাচ্ছে ভারত!

Image
নীরব মোদী বা বিজয় মালিয়া-কাউকেই এখনও দেশে ফেরতে পারেনি ভারত। তবে চেষ্টা চলছে পুরোদমে। এবার জোর জল্পনা, মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউর বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জেলে বন্দি রয়েছে। তাকে ফেরাতে প্রয়োজনীয় নথি তৈরি করছে ভারত। এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করছে ট্রাম্প প্রশাসন। ২০২১ সালে ছাড়া পেয়ে যাবে তাহাউর। ২০০৮ সালে মুম্বইয়ে হামলা চালায় পাক জঙ্গিরা(লস্কর)। বাণিজ্য নগরীর একাধিক জায়গায় হওয়া ওই হামলায় মৃত্যু হয় ১৬৬ জনের। পুলিসের গুলিতে নিহত হয় ৯ জঙ্গি। একমাত্র জীবিত ধরা পড়ে জঙ্গি আজমল কাসাব। ২০০৯ সালে রানাকে গ্রেফতার করা হয়ে। বিচারে তার ১৪ বছরের জেল হয়। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে জেলের মেয়াদ শেষ হওয়ার পর তাহাউর রানাকে ভারতে ফেরাতে পারবে ভারত। এমন একটা সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। সম্প্রতি এনআইএর একটি টিম মার্কিন যুক্তরাষ্ট্র সফর করে। সেখানে দুপক্ষই একটি ব্যাপারে সহমত হয় যে কূটনৈতিক লাল ফিতেকে হালকা করে রানাকে যত দ্রুত সম্ভব ভারতে ফেরানো হবে।

এক যুবকের মাথা কেটে ফুটবল খেলেছিল নিহত রামুয়া, সোদপুর শুটআউটকাণ্ডে ভয়ঙ্কর তথ্য

Image
বদলার জেরেই খুন হয়েছে হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী রামুয়া।  সোদপুর শুটআউটকাণ্ডে পুলিসের হাতে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা গিয়েছে, মাস তিনেক আগে জেল থেকে ছাড়া পায় রামুয়া।রামুয়ার বিরুদ্ধে রয়েছে খুন তোলাবাজি সহ একাধিক মামলা।কয়েকবছর এক যুবকের মাথা কেটে খুন করে ফুটবল খেলেছিল রামুয়া। এরপর থেকেই এলাকার ত্রাস হয়ে ওঠে এই কুখ্যাত দুষ্কৃতী। জমি সংক্রান্ত ব্যবসায় তোলাবাজি নিয়ে রীতিমতো সিন্ডিকেট চালাত এই অপরাধী। রামুয়ার ভয়ে কাঁপত এলাকার প্রোমোটাররা।  তোলাবাজির টাকা না পেলেই প্রোমোটারদের কাছে আসত খুনের হুমকি।বছরখানেক এক যুবককে খুন করার অভিযোগ রয়েছে রামুয়ার বিরুদ্ধে।  নভেম্বরেই জেল থেকে ছাড়া পেয়েছে সে। তারপরই স্ত্রী ও সন্তানকে নিয়ে অমরাবতীর দক্ষিণায়নের একটি ফ্ল্যাটে  এসে থাকতে শুরু করেন। পুলিসের খাতায় বরাবর মোস্ট ওয়ান্টেড রামুয়া। মনে করা হচ্ছে অপরাধ জগত থেকে বেয়িয়ে সংসার করতে চেয়েছিল রামুয়া। ব্যাবসায় মন দিয়েছিল। তার জেরেই এই খুন। তবে পুরনো শত্রুতার জেরে বদলা নিতেও এই খুন হয়ে থাকতে পারে। এই বিষয়টিও ভাবাচ্ছে পুলিসকে। প্রসঙ্গত, সোমবার রাতে সোদপুরের অমরাবতীর দক্ষিণায়নের একটি ফ্ল্যাটে  খুন হয় রামুয়া

‘মাথা কেটে ফুটবল খেলা’ হাওড়ার সেই রামুয়া খুন! গভীর রাতে খড়দহের ফ্ল্যাটে ঢুকে গুলি

Image
এই ফ্ল্যাটেই থাকতেন রামুয়া (ইনসেটে)। গভীর রাতে খড়দহের ফ্ল্যাটে ঢুকে হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী  রামুয়াকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। আট-দশ জনের একটি দুষ্কৃতী দল রামুয়ার ফ্ল্যাটে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পালিয়ে যায়। পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রামুয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অপরাধ জগতে পুরনো শত্রুতার জেরেই খুন হয়েছেন রামুয়া। গত নভেম্বর মাসে একটি মামলায় জামিন পাওয়ার পর খড়দহ থানা এলাকার অমরাবতীর অরবিন্দ সরণীতে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকছিলেন রামুয়া। সঙ্গে ছিলেন স্ত্রী, কলেজ পড়ুয়া ছেলে এবং পাঁচ বছরের মেয়ে। চারতলার একটি ফ্ল্যাটবাড়ির উপরের তলায় থাকতেন তাঁরা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ ৮-১০ জন দুষ্কৃতী নীচে থেকে রামুয়ার ফ্ল্যাটের কলিং বেল বাজায়। দরজা খুলতে রামুয়ার ছেলে নীচে নেমে আসে। রামুয়ার ছেলে পুলিশকে জানিয়েছেন, সদর দরজা খোলার সঙ্গে সঙ্গে দু'জন সশস্ত্র দুষ্কৃতী তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে সদর দরজার কাছেই দাঁড় করিয়ে রাখে। বাকিরা উপরে উঠে যায়। রামুয়ার স্ত্রী জানান, ''বেল বাজানো শুনে

আমেরিকার আদালতেও এবার শীর্ষপদ দখল ভারতীয় বংশোদ্ভূত মহিলার

Image
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব নিলেন উশির পণ্ডিত-ডুরান্ট। আহমেদাবাদে ছোটবেলা কাটানো উশির প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসাবে তো বটেই, প্রথম দক্ষিণ এশীয় মহিলা হিসাবে উশির দায়িত্ব নিলেন। সত্তরের দশকে উশিরের পরিবার আমেরিকায় উড়ে যায়। তখন তাঁর বয়স ছিল মাত্র ১১ বছর। ৫৭ বছর বয়সে এসে এই গুজরাতি মহিলা নিউ ইয়র্কের সর্বোচ্চ আদালতে বড় দায়িত্ব পেলেন। শপথ নেওয়ার সময়ও চমকে দিয়েছেন তিনি। এই প্রথম কেউ মদ্ভগবত গীতায় হাত রেখে শপথ নিলেন। আমেরিকায় যাওয়ার পর একেবারেই ইংরেজি বলতে পারতেন না উশির। কারণ আহমেদাবাদের স্কুলে তাঁকে পড়ানো হয়নি। তবে খুব তাড়াতাড়ি আমেরিকান সংষ্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নেন তিনি। স্কুলেও মানিয়ে নেন। সেন্ট জন্স ইউনিভার্সিটিতে চার বছর পড়াশোনার পরে স্নাতক ডিগ্রি পান তিনি। পরে নিউ ইয়র্কের ল' স্কুলে তিনবছর পড়াশোনা করেন। তারপর পাকাপাকিভাবে আইনের দিকে ঝুঁকে পড়েন। দশ বছর কাজ করার পরে ২০১৫ সালে দেওয়ানি আদালতের বিচারক পদ থেকে সরে দাঁড়ান উশির। এরপরে সুপ্রিম কোর্টে দায়িত্ব পেয়েছেন। নিম্ন আদালতে যেভাবে বিচার করে সাফল্য পেয়েছেন, সেই ধারাকেই এগিয়ে নিয়ে যেতে

মৎস্যসুখে বাধা, বিপদ বাড়াচ্ছে ডুয়ার্সের মাছে অতিরিক্ত ফরমালিন

Image
মালবাজার: বাঙালির মাছ, ভাত ছাড়া অন্য স্বাদে সেই তৃপ্তি নেই। শীতের মরসুমে উত্তরবঙ্গের খরস্রোতা নদীগুলো থেকে পাওয়া মাছের চাহিদা এখন তুঙ্গে। ডুয়ার্স গেলেই হোটেলে নদিয়ালি মাছের স্বাদ পেতে চাইছেন পর্যটকরা। পুঁটি, চেপ্টি, বরোলি পাতে পড়ছেও দেদার। তবে এই মৎস্যভক্ষণ আদৌ কতটা নিরাপদ, তা নিয়েই উঠে যাচ্ছে প্রশ্ন। উত্তর খুঁজতে গিয়ে সামনে এল বিপজ্জনক সব তথ্য। চাহিদাবৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তি মুনাফার জন্য মাছ ধরতে ইদানিং রাসায়নিকের ব্যবহার বেড়ে গিয়েছে। অধিকাংশ মাছ ধরা হচ্ছে কারেন্ট, ব্যাটারি এবং ফরমালিন ব্যবহার করে। তারওপর নদীর জল প্রায় তলানিতে। জাল, বঁড়শি, কুমনি দিয়ে মাছ ধরা যাচ্ছে না। রাতের আঁধারে তোর্সা, রায়ডাকের জলে চুপিসাড়ে মিশছে ফরমালিন। সকালে ভেসে উঠছে সার সার মাছের নিথর দেহ। সেসব জালে টেনে চলে যাচ্ছে বাজারে। অজান্তে লাঞ্চ, ডিনারে মাছভাতের সঙ্গে বিষ ঢুকছে শরীরে। পালটে যাচ্ছে মিষ্টি জলের মাছের স্বাদও। বিপদসংকেত আরও আছে। এলাকার চা বাগানগুলির পাশ দিয়ে বয়ে চলেছে ঝোরা। পাথর দিয়ে তার জল আটকে ছড়িয়ে দেওয়া হচ্ছে রাসায়নিক। বিষের প্রভাবে যেমন বিপজ্জনক হয়ে উঠছে মাছ, তেমনই সংকটের মুখে পড়ছে পাহাড়ি ন

জীবন দিয়ে মিটল ঘুড়ি ওড়ানোর শখ, নেড়া ছাদ থেকে পড়ে মৃত্যু শিশুর

Image
বনগাঁ: ভোঁকাট্টার খেলা বেশ ভাল লেগেছিল বছর তিনের খুদে। সেই টানে নেড়া ছাদে উঠে গিয়েছিল সে।তারপর? পাইকপাড়ার বাড়ির ছাদ থেকে পড়ে একদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানল শাহিন মণ্ডল। শুক্রবার শাহিনের এগারো বছরের দাদা রোহিত ছাদে উঠে ঘুড়ি ওড়াচ্ছিল। দাদাকে দেখে শাহিনও হাতে লাটাই, সুতো নিয়ে ভোঁকাট্টা করতে চেয়েছিল। কিন্তু ছোট্ট ভাইয়ের আবদারে কান না দিয়ে, তাকে ফেলেই রোহিত উঠে গিয়েছিল ছাদে। সেসময় ছাদের রোদ্দুরে বসেছিলেন মা, দিদা। সকলের অলক্ষ্যে ছোট্ট শাহিন এক পা এক পা করে পৌঁছে গিয়েছিল দোতলার নেড়া ছাদে। তারপর টাল সামলাতে না পেরে ছাদের ধার থেকে একেবারে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সংজ্ঞাহীন হয়ে পড়ে। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। প্রায় ২৪ ঘণ্টার লড়াইয়ের পর হাল ছেড়ে দেয় শাহিন। সকলের হাত ছাড়িয়ে চলে যায় পৃথিবী ছেড়ে। বনগাঁর পাইকপাড়ার বাসিন্দা শাহিনরা। বাবা সারজুল মণ্ডল পেশায় ট্রাক চালক।  দুই ছেলে, স্ত্রীকে নিয়ে সংসার মোটের ওপর শান্তিপূর্ণ। তারই মাঝে এমন একটা বিপর্যয় গ্রাস করল গোটা পরিবারকে। তিন বছরের ছেলের মৃত্যুর শোক

সোদপুরে শুটআউট, মৃত এক

Image
বারাকপুর: ঠিক যেন কোনও অ্যাকশন ফিল্ম। ঘরের মধ্যে ঢুকে পর পর গুলি ছুঁড়ছে বন্দুকবাজ। অল্প কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ছে রক্তাক্ত গুলিবিদ্ধ হওয়া ব্যক্তির রক্তাক্ত দেহ। পর্দায় নয় বাস্তবের মাটিতেই ঘটেছে এই ঘটনা। আর ের জেরে প্রাণ হারিয়েছে এক ব্যক্তি। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরে।   নিহত ব্যক্তির নাম রামুয়া। সে সোদপুর স্টেশনের পড়ব্ব দিনে অমরাবতী এলাকার বাসিন্দা ছিল। সেখানেই একটি ফ্ল্যাটে সে থাকতো। ওই ফ্ল্যাটে ঢুকে পর পর গুলি করে এক দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় রামুয়ার। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। দুষ্কৃতী একজন ছিল না তার বেশি ছিল সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। কে বা কারা ঠিক কী উদ্দেশ্যে রামুয়াকে খুন করল তা জানার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত রামুয়া খুব সাধারণ মানুষ ছিল না। তার বিরুদ্ধে খুন এবং তোলাবাজি সহ একগুচ্ছ অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। গত বছরে তাকে গ্রেফতারও করেছিল পুলিশ। বেশ কিছু দিন জেল খাটার পরে মাস খানেক আগে সে মুক্তি পায়।

অ্যানড্রয়েড ব্যবহার করেন? এখনই সতর্ক না হলে হ্যাক হতে পারে ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম

Image
ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে আমরা যতটা সুরক্ষিত বলে মনে করি আদতে তা নয়। প্রযুক্তিগত বিদ্যা থাকলেই হ্যাক করা যায় জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি। হ্যাকাররা আপনার স্মার্টফোন অথবা কম্পিউটারে ম্যালওয়্যার এর মাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম হ্যাকিং এর কাজ করার চেষ্টা করে। সম্প্রতি এক রিপোর্টে অ্যানড্রয়েড ডিভাইসের জন্য এমনই এক ম্যালওয়্যারের খবর সামনে এসেছে। এই ম্যালওয়্যার ব্যবহার করে হ্যাকাররা স্মার্টফোন থেকে সহজেই বিভিন্ন তথ্য হাতিয়ে নিচ্ছে। রিপোর্টে জানানো হয়েছে এই ধরনের ম্যালওয়্যার সহ অ্যাপগুলি প্লে স্টোর থেকে ১০ লক্ষ বারের বেশি ডাউনলোড হয়েছে। সম্প্রতি এক সুরক্ষা বিশেষজ্ঞ সংস্থা এই ছরনের ছয়টি অ্যাপের নাম ঘোষণা করেছে। এই অ্যাপগুলিতে রয়েছে বিশেষ ম্যালওয়্যার, যা গ্রাহকের ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করতে সাহায্য করবে। প্লে স্টোর থেকে এই অ্যাপ গুলি ডাউনলোড করা যায়। ম্যালওয়্যার সহ এই ছয়টি অ্যাপ হল Flappy Birr Dog, FlashLight, HZPermis Pro Arabe, Win7imulator, Win7Launcher আর Flappy Bird। ম্যালওয়্যার থাক

এসটিএফ-এর বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ৮ অস্ত্র ও জালনোট পাচারকারী

Image
অস্ত্র ও জালনোট চক্রের আটজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। এদিন সকালে রাজাবাজার এলাকা থেকে এদের ধরা হয়। ধৃতদের  কাছ থেকে বেশ কিছু অস্ত্র ছাড়াও জালনোট উদ্ধার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৩ জন মুঙ্গেরের এবং বাকিরা মালদহের বাসিন্দা বলে জানা গিয়েছে। কলকাতা দিয়েই অস্ত্র ও জালনোট পাচার হয়। আর রাজাবাজার এবং নারকেলডাঙা এলাকার নামও পুলিশের এসটিএফ-এর কাছে এসেছিল। সেই মতো রবিবার  সকালে ফাঁদ পাতে এসটিএফ। অস্ত্র এবং জালনোট আদানপ্রদানের সময় আটজনকে গ্রেফতার করা হয়। বেশ কয়েকটি অসমাপ্ত রিভলবার এবং প্রায় ৬০ হাজার  টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। মুঙ্গেরের তিন বাসিন্দা হল মহঃ নৌশাদ, মহঃ নিজাম এবং রহিত সাহিল। মালদহে পাঁচ বাসিন্দা হল মহঃ জিয়াউল শেখ, রাহুল শেখ, রফিকুল শেখ, জিয়াউদ্দিন মল্লিক এবং তাহির শেখ।

মধ্যরাতে সোদপুরের ফ্ল্যাটে শুটআউট, খুন কুখ্যাত দুষ্কৃতী রামুয়া

Image
রাতদুপুরে একদল দুষ্কৃতী হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সোদপুরের একটি ফ্ল্যাটে। তারপর পরপর গুলি। ঝাঁঝরা হয়ে গেল হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী রামমূর্তি দিয়ারা ওরফে রামুয়া। রামুয়ার পরিবার সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাত একটা নাগাদ সোদপুরের তাদের ফ্ল্যাটে জোর করে ঢুকে পড়ে আগ্নেয়াস্ত্রধারী একদল দুষ্কৃতী। প্রথমে তারা এসে কলিং বেল বাজায়। রামুয়ার এক ছেলে নীচের তলায় এসে দরজা খোলে। দরজা খুলতেই তাকে পাসে টেনে নিয়ে মুখে চাপা দিয়ে কাবু করে ফেলা হয়। মাথায় ঠেকিয়ে রাখা হয় রিভালবার। ছেলেকে কাবু করে ফেলার পরই দুষ্কৃতীদের মধ্যে ৭-৮ জন জোর করে ওপরের তিন তলায় উঠে যায়। সেখানে রামুয়াকে ঘর থেকে বের করে এনে তার কানের পাশে ২ রাউন্ড গুলি করে। সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা বলে যায় পুলিসকে বললে গোটা পরিবারটাকেই শেষ করে দেওয়া হবে। পরিবারের লোকজন রামুয়াকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তখনই গোটা ঘটনার কথা জানতে পারে খড়দা থানার পুলিস। তবে কেন ওই ঘটনার পর পুলিসকে জানানো হয়নি তা নিয়ে জেরা করা হচ্ছে রামুয়ার পরিবারের সদস্যদের। উল্লেখ্য, রামুয়ার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযো

নরেন্দ্রপুরে বাজি প্রদর্শনীতে ভয়ঙ্কর বিস্ফোরণ; ঝলসে গেলেন ১২ জন, আশঙ্কাজনক ২

Image
বাজি প্রদর্শনীতে ঘটে গেল ভয়ঙ্কর বিস্ফোরণ। আগুন ছড়িয়ে পড়ল পাশের বাড়িতেও। বিস্ফোরণস্থলেই ঝলসে গেলেন ১২ জন। এদের ২ জনের অবস্থা আশঙ্কাজনক। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্র পুরের ঘটনা। রবিবার নরেন্দ্রপুরের কন্দর্পপুর উদয় সংঘ একটি প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ফাইনালের আগে একটি বাজি প্রদর্শনীর আয়োজন করা হয়। সেই বাজি ফাটাতে গিয়ে পাশে পড়ে থাকা মজুত বাজিতে আগুন লেগে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে যায়। প্রদর্শনী দেখতে অনেকেই জড়ো হয়েছিলেন। আগুন লেগে যাওয়ার পর অনেকেই আর পালাতে পারেননি। আগুনের ফুলকিতে তাদের দেহ ঝলসে যায়। আগুন পাশের বাড়িতেও ছড়িয়ে পড়ে। আগুনে বাড়িতে থাকা প্লাস্টিকে আগুন লেগে যায়। সেই আগুনে এক কিশোরীর গলার বড় অংশ পুড়ে যায়। ওই কিশোরীকে বাঁচাতে গিয়ে তার কাকার হাতও পুড়ে যায়। স্থানীয় মানুষদের অভিযোগ, বাজির আগুন এতটাই বড় আকার ধারন করে যে অনেকেই প্রাণ বাঁচাতে পাশের পানা পুকুরে ঝাঁপ দেন। পুলিস সূত্রে খবর আসতবাজি পোড়ানোর জন্য যে সাবধানতা অবলম্বন করার কথা ছিল তা নেওয়া হয়নি। স্থানীয় এক বাসিন্দা বলেন, 'সন্ধে ছটার সময় বাজি ফাটানো শুরু হয়। বাজির আগুনে আমার ঘরে আগুন লেগে যায়। সে

দিঘায় হোটেলে ঢুকে টোটো চালকদের তাণ্ডব, লাঠি-বাঁশ দিয়ে বেধড়ক মার পর্যটকদের

Image
বেড়াতে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতা হল কয়েকশো পর্যটকের। ভাড়া নিয়ে বচসার জের। দীঘায় হোটেলে ঢুকে পর্যটকদের বেধড়ক পেটালেন টোটো চালকরা। ভাঙচুর করা হল হোটেলের ঘরও। বনগাঁ থেকে দিঘা বেড়াতে আসেন আড়াইশো জন পর্যটকের একটি দল। উঠেছিলেন ভিক্টোরিরা হোটেলে ও তার পাশের একটি হোটেলে। রবিবার তাঁরা টোটো ও রিক্সা ভাড়া করে তারা বেড়াতে যান উদয়পুরে। অভিযোগ, ফেরার পথে বেশি ভাড়া চেয়ে বসেন টোটো চালকরা। এনিয়ে তর্কাতর্কির শুরু। ছেড়ে কথা বলেননি দলে ভারী পর্যটকরাও। এদিকে, ওই ঘটনার জেরে টোটো চালকরা হামলা করেন পর্যটকদের ওপরে। হোটেলের মালিক জানিয়েছেন, গেট খুলতেই লাঠি, বাঁশ হাতে টোটো চালকরা আমাদের মারধর করতে শুরু করে। ভাঙচুর করা হয় হোটেলও। পর্যটকরা জানিয়েছে, টোটো চালকরা তাদের বাঁশ-লাঠি দিয়ে প্রবল মারধর করা হয়। হামলায় আহত হয়েছে ৩ পর্যটক, ২ হোটেলকর্মী ও ১ রিক্সা চালক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে চলে আসে দিঘা কোস্টাল ও রামনগর থানার পুলিস। মোতায়েন করা হয় র্যাফ। তবে তার আগেই পালিয়ে যান হামলাকারী টোটো চালকরা।

‘কুমারী মেয়ে ‘সিল্ড বটল’ বা ‘সিল্ড প্যাকেট’-এর মতো!’, বিতর্কিত পোস্ট শিক্ষকের

Image
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তিনি। এ-হেন এক অধ্যাপকই ফেসবুকে মেয়েদের কুমারীত্বের তুলনা করলেন 'সিল্ড' বোতল বা বিস্কুটের 'সিল্ড প্যাকেট'-এর সঙ্গে! যা নিয়ে রবিবার দুপুর থেকে সোশ্যাল মিডিয়া বিতর্কে সরগরম। প্রতিবাদ শুরু হয় নানা মহল থেকে। তার পরে সেই বিতর্কিত 'পোস্ট' ফেসবুক থেকে মুছেও দিয়েছেন ওই অধ্যাপক। কনক সরকার নামে ওই অধ্যাপক এ দিন দুপুরে ফেসবুকে 'ভার্জিন ব্রাইড-হোয়াই নট?' (ভ্যালু ওরিয়েন্টেড সোশ্যাল কাউন্সেলিং ফর এডুকেটেড ইউথ)— এই শিরোনাম দিয়ে লেখেন, কুমারী মেয়ে হচ্ছে 'সিল্ড বটল' কিংবা 'সিল্ড প্যাকেট'-এর মতো। অনেক ছেলে এখনও বোকা, যারা কুমারী মেয়েকে স্ত্রী হিসেবে বিয়ে করার কথা ভাবে না। এখানেই থেমে থাকেননি ওই অধ্যাপক। লিখেছিলেন, একটি মেয়ে কুমারীত্ব নিয়ে জন্মায় এবং সেই কুমারী স্ত্রী দেবদূতের মতো। ওই অধ্যাপকের 'পোস্ট' সরব হয়েছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ও। তাঁর সবিস্ময় প্রশ্ন, ''এক জন অধ্যাপক কী ভাবে এমন কথা বলতে পারেন? তাঁর কাছ থেকে পড়ুয়ারা কী শিক্ষা পাচ্ছে! উনি নিজের পরিব

একসঙ্গে ১৬টি কুকুরছানার মৃতদেহ উদ্ধার হল এনআরএস হাসপাতাল চত্বরে

Image
এনআরএস-এ পাওয়া মৃত কুকুর ছানারা। সামনের পা-গুলো কুঁকড়ে বুকের কাছে উঠে এসেছে। শক্ত করে দাঁতে দাঁত চাপা। কারও আবার মাথা থেঁতলে দেওয়া হয়েছে। চোখে-মুখে রক্ত জমাট বাঁধা! এমনই একের পর এক কুকুরছানার মৃতদেহ কালো প্লাস্টিক থেকে বার করে পরপর মাটিতে শুইয়ে রাখছেন এক মহিলা। সঙ্গে রাগে চিৎকার করছেন, ''দেখুন, কী ভাবে মেরেছে! দেখুন!'' ট্রলিতে রোগী নিয়ে যাওয়ার পথে দৃশ্যটা দেখে থমকে দাঁড়ালেন এক ব্যক্তি। মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এল, ''ইশ! এমনও কেউ করতে পারে?'' শিয়ালদহের নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিতর থেকে রবিবার বিকেলে এ ভাবেই প্লাস্টিক-বন্দি অবস্থায় উদ্ধার হল ১৬টি কুকুরছানার দেহ! সঙ্গে রক্তাক্ত অবস্থায় মিলল একটি জীবিত কুকুরও। তার চোখ খুবলে হাত-পা বেঁধে ওই মৃত কুকুরছানাদের সঙ্গেই প্লাস্টিকে ভরে ফেলে দেওয়া হয়েছিল হাসপাতালের আস্তাকুঁড়ে। এ দিন বিকেলে পুতুল রায় নামে এক মহিলার চোখে বিষয়টি পড়তেই শোরগোল পড়ে যায়। খবর যায় পশুপ্রেমীদের কাছে। তাঁদের মধ্যে এক জন এন্টালির বাসিন্দা অনিতা দাস বসাক ঘটনাস্থলে পৌঁছে প্লাস্টিক ছিঁড়ে একের পর এক কুকুরছানার দেহ বার করে হাসপাতা

উত্তরপ্রদেশে ৮০টি আসনেই একা লড়বে তারা, জানিয়ে দিল কংগ্রেস

Image
চিত্রনাট্য মেনে অখিলেশ-মায়াবতীর জোট ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যেই উত্তরপ্রদেশে দলের রণকৌশল স্পষ্ট করে দিল কংগ্রেস। রাহুল গাঁধীর দল জানিয়ে দিল, ওই রাজ্যের ৮০টি আসনেই একক ভাবে লড়বে কংগ্রেস। রাহুল নিজে অন্তত ১৩টি জনসভা করবেন উত্তরপ্রদেশে। গো-বলয়ের সব চেয়ে বড় রাজ্যে এসপি-বিএসপি ও কংগ্রেস মিলে জোট হয় কি না, তা নিয়ে আগ্রহ ছিল প্রবল। কিন্তু গত কাল কংগ্রেসকে বাদ দিয়েই মায়াবতী-অখিলেশ ওই রাজ্যে 'বুয়া-বাবুয়া'র জোট ঘোষণা করে দেন। তার পরেই দুবাই থেকে জোটের উদ্দেশ্যে ইতিবাচক বার্তা দিয়ে রাহুল গাঁধী জানান, ''মায়াবতী-অখিলেশের জোটের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। তাঁরা নিজেদের মতো করে যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত। ওই রাজ্যে আমরা আমাদের মতো করেই লড়াই করব।'' রাহুলের ওই বার্তা আসার পরে আর দেরি করেননি কংগ্রেস নেতৃত্ব। আজ সাংবাদিক সম্মেলন করে গুলাম নবি আজাদ জানিয়ে দেন, রাজ্যের সব ক'টি আসনেই একা লড়বে কংগ্রেস। প্রচারে অন্তত ওই রাজ্যে ১৩টি সভা করার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গাঁধী। কংগ্রেস সূত্রে বলা হয়েছে, রাজ্যের ৮০টি আসনকে মূলত ১৩টি জোনে ভাগ করা হয়েছে। প্রতি ৬টি লোকসভা কেন্দ্র পিছু

‌ফেসবুকে মহিলাদের নিয়ে অশ্লীল পোস্ট করলেন যাদবপুরের অধ্যাপক

Image
বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক কনক সরকার। ‌নারীর '‌কুমারীত্ব'‌ নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও এরপরই বিতর্কের মুখে পড়ে পোস্টটি তিনি নিজেই মুছে দেন। কেন '‌কুমারীত্ব'‌ '‌সতীত্ব'‌ নিয়ে লিখতে গেলেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। লিখেছেন:‌‌ '‌কুমারীত্ব'‌–থাকা নারীই হল প্রকৃত দেবদূত। নারী '‌কুমারীত্ব'‌ নিয়ে জন্মায়। '‌কুমারীত্ব'‌ থাকার অর্থ সংস্কৃতি, মূল্যবোধ এবং নিরাপদ যৌনতা। তিনি বলেছেন, আমরা কি সিলভাঙা বোতল কিনি?‌ প্যাকেট–খোলা বিস্কুট কিনি?‌ গত বছর ৯ নভেম্বর তিনি এই পোস্ট করেছিলেন। ২২ ডিসেম্বর লিখেছেন, বিয়ের আগে যদি কোনও নারী কুমারী থাকে তা হলে বিষয়টি নিয়ে গর্বিত হওয়া উচিত। কনকবাবুর তথ্য:‌‌ ৯৯ শতাংশ জাপানি মেয়ে বিয়ের আগে কুমারীই থাকে। তাই জাপানি সমাজ এগিয়ে ও উন্নত। ১২ জানুয়ারি আবার একটি পোস্টে লেখেন— দুর্ভাগ্যবশত অনেক মহিলারই '‌কুমারীত্ব'‌ বিয়ের আগে ঘুচে যায়। এই সব লেখালেখি ঘিরে অনেক ছাত্রছাত্রীই অধ্যাপকের বিরুদ্ধে নানা মন্তব্য শুরু করেন। জানা গেছে, অধ্যাপক কনক সরকারে

‌বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদের দৌড়ে ইভাঙ্কা, নিক্কি

Image
বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নাম জুড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে তথা উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পের। দৌড়ে আছেন রাষ্ট্রপুঞ্জে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি। বিশ্ব ব্যাঙ্কের বর্তমান প্রেসিডেন্ট জিম ইওয়ং কিম গত সোমবারই অস্বাভাবিকভাবে ঘোষণা করেন, কার্যকাল শেষ হওয়ার তিন বছর আগেই অবসর নেবেন তিনি। এটা কিমের দ্বিতীয়দফার কার্যকাল। গত মাসেই রাষ্ট্রপুঞ্জে মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে ইস্তফা দিয়েছেন নিক্কি। এই পদের দৌড়ে আরও যে সব নাম উঠে এসেছে সেগুলি হল— ট্রেজারি আন্ডারসেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডেভিড ম্যালপাস এবং ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মার্ক গ্রিন। বিশ্ব ব্যাঙ্কের রাজস্ব দপ্তরের মুখপাত্র বলেছেন, অনেক নামের সুপারিশ এসেছে। মার্কিন প্রতিনিধির জন্য অন্তর্বর্তী পর্যালোচনা করা হবে। নতুন নেতার জন্য সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। 

‌পাক চর সন্দেহে ধৃত জওয়ান

Image
পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের চর হিসেবে কাজ করার অভিযোগে রাজস্থান পুলিসের হাতে গ্রেপ্তার জওয়ান। হরিয়ানার বাসিন্দা সোম্বির নামে ওই জওয়ান জয়সলমেঢ় কর্তব্যরত ছিলেন তিনি। অভিযোগ হানি ট্যাপে ফাঁসানো হয়েছে তাঁকে। জেরায় জওয়ান জানিয়েছে আইএসআইয়ের চর অনিকা চোপড়া নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে চ্যাট করে জওয়ানকে প্রভাবিত করে। তার কাছ থেকে একাধিক তথ্য সংগ্রহ করেছে পাক গুপ্তচর সংস্থা। জওয়ানের ফেসবুক অ্যাকাউন্ট খতিয়ে দেখে যাবতীয় তথ্য সংগ্রহ করেছেন তদন্তকারীরা। যদিও এই প্রথম নয় এর আগেও ভারতীয় সেনার একাধিক জওয়ানকে হানি ট্র্যাপে ফেলে তথ্য সংগ্রহের চেষ্টা করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। কয়েকদিন আগেই বায়ুসেনার এক ক্যাপ্টেনের বিরুদ্ধে পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে। সেকারণেই সেনা প্রধান বিপিন রাওয়ত সাংবাদিক বৈঠকে বলেছিলেন,জওয়ানদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে সচেতন করা হবে।