‌পাক চর সন্দেহে ধৃত জওয়ান


পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের চর হিসেবে কাজ করার অভিযোগে রাজস্থান পুলিসের হাতে গ্রেপ্তার জওয়ান। হরিয়ানার বাসিন্দা সোম্বির নামে ওই জওয়ান জয়সলমেঢ় কর্তব্যরত ছিলেন তিনি। অভিযোগ হানি ট্যাপে ফাঁসানো হয়েছে তাঁকে। জেরায় জওয়ান জানিয়েছে আইএসআইয়ের চর অনিকা চোপড়া নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে চ্যাট করে জওয়ানকে প্রভাবিত করে। তার কাছ থেকে একাধিক তথ্য সংগ্রহ করেছে পাক গুপ্তচর সংস্থা।

জওয়ানের ফেসবুক অ্যাকাউন্ট খতিয়ে দেখে যাবতীয় তথ্য সংগ্রহ করেছেন তদন্তকারীরা। যদিও এই প্রথম নয় এর আগেও ভারতীয় সেনার একাধিক জওয়ানকে হানি ট্র্যাপে ফেলে তথ্য সংগ্রহের চেষ্টা করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। কয়েকদিন আগেই বায়ুসেনার এক ক্যাপ্টেনের বিরুদ্ধে পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে। সেকারণেই সেনা প্রধান বিপিন রাওয়ত সাংবাদিক বৈঠকে বলেছিলেন,জওয়ানদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে সচেতন করা হবে।