Posts

Showing posts from March 4, 2019

আমরা লক্ষ্যে আঘাত করেছি, মৃতের সংখ্যা জানাতে পারবে সরকার, বললেন বায়ু সেনা প্রধান

Image
সাংবাদিক সম্মেলনে এয়ার মার্শাল বি এস ধানোয়া।  পাকিস্তানের মাটিতে ভারতীয় বায়ু সেনার অভিযানে কত জনের মৃত্যু হয়েছে— তা নিয়ে জল্পনার অন্ত নেই। চলছে রাজনৈতিক তরজাও। বিরোধীরা প্রমাণ চাইছেন। এই পরিস্থিতিতে হামলার পাঁচ দিন পর মুখ খুলল ভারতীয় বায়ু সেনা। তবে তাতেও স্পষ্ট হল না হতাহতের সংখ্যা। সরকারের কোর্টে বল ঠেলে দিয়ে বায়ু সেনা প্রধান এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিংহ ধনোয়ার দাবি, যে লক্ষ্য ছিল, তাতে নিখুঁত আঘাত হানতে সক্ষম হয়েছেন তাঁরা। গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বালাকোটে ব্যাপক বোমাবর্ষণ করে ফিরে আসে ভারতীয় বায়ু সেনা। সেই হামলার পর থেকেই কত জন জঙ্গির মৃত্যু হয়েছে, কতগুলি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে, লক্ষ্যে আঘাত হানতে পেরেছে কি না ভারতীয় বায়ুসেনা— সে সব নিয়ে নানা জল্পনা, নানা পরিসংখ্যান, সংখ্যাতত্ত্ব সামনে আসছিল। এই পরিস্থিতিতেই সোমবার সাংবাদিক বৈঠক করেন এয়ার চিফ মার্শাল বি এস ধনোয়া। বায়ু সেনার যুদ্ধবিমান ও অন্যান্য প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে সাংবাদিক বৈঠক হলেও স্বাভাবিক ভাবেই উঠে আসে ২৬ ফেব্রুয়ারির হামলার প্রসঙ্গ। বায়ুসেনার হামলায় কত জঙ্গির মৃত্যু হয়েছে এই প্রশ্নে ধানোয়ার জবাব, '

আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই, বললেন ইমরান

Image
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্তের পরই ইমরান অনুগামীদের উচ্ছ্বাসের অন্ত নেই। ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি শুধু নয়, রীতিমতো পাক পার্লামেন্টে প্রস্তাব আনা হয়েছে। সেই বিতর্কে এ বার ইমরান নিজেই মুখ খুললেন। টুইটারে তাঁর প্রতিক্রিয়া, ''আমি নই, যিনি শান্তি প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ করেছিলেন তিনিই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবিদার।'' সূত্রপাত কী ভাবে? কেনই বা হঠাৎ ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের প্রসঙ্গ এল? একটু পিছনের দিকে ফিরে তাকানো যাক। গত ২৭ ফেব্রুয়ারি পাক যুদ্ধবিমান এফ-১৬ ধাওয়া করা, তার পর পাক অধিকৃত কাশ্মীরে পাক সেনার হাতে অভিনন্দন বর্তমানের ধরা পড়ার ঘটনা থেকেই সূত্রপাত। তার পর পাক সরকারের সিদ্ধান্তে অভিনন্দন ভারতেও ফিরে এসেছেন। তার পর থেকে দু'দেশের কূটনৈতিক বাতাবরণ কিছুটা শান্ত। যুদ্ধ-যুদ্ধ আবহও উধাও। পাকিস্তানের দাবি, অভিনন্দন বর্তমানকে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়ে কাশ্মীর ইস্যু এবং উপত্যকায় শান্তির পথে অগ্রদূতের ভূমিকা নিয়েছেন ইমরান। দিল্লি-ইসলামাবাদের

চাপে পড়ে জঙ্গি দমনে বিশেষ পরিকল্পনা ইমরানের

Image
ইসলামাবাদ: সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে দুনিয়া জুড়ে আগেই সমালোচিত পাকিস্তান৷ দেশটির জনগণ চাইছেন সরকার কিছু করুক৷ পুলওয়ামায় জঙ্গি হামলার পর যেভাবে সীমান্ত পেরিয়ে পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েছে ভারতীয় বিমান বাহিনী তার পরিপ্রেক্ষিতে সীমান্ত জুড়ে তীব্র উত্তেজনা৷ এসবের মাঝে বেড়েছে আন্তর্জাতিক চাপ৷ ঘরে-বাইরে সমালোচিত পাক সরকার এবার নড়ে বসতে চাইছে৷ জঙ্গি দমনে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়ে দিলেন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী৷ পাক সংবাদপত্র ডন জানাচ্ছে, রবিবার সাংবাদিকদের সামনে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী সরাসরি জানিয়ে দেন দেশে সক্রিয় সবকটি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে পরিকল্পনা করা হচ্ছে৷ তবে কবে থেকে এই অভিযান শুরু হবে তা তিনি জানাতে চাননি৷ পুলওয়ামায় হামলার দায় নিয়েছে জইশ ই মহম্মদ৷ নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতে ঢুকে হামলা চালায় তারা৷   ফাওয়াদ চৌধুরীর ইঙ্গিত- প্রধানমন্ত্রী ইমরান খানের চিন্তা কী করে জঙ্গিদের রুখতে পারা যায়৷ সরকার কড়া পদক্ষেপ নিতে তৈরি৷ জঙ্গিদের জনবিচ্ছিন্ন করার পরিকল্পনা নিয়ে আগামী পাক প্রজন্মকে সুরক্ষিত করার কথা চিন্তা করছে সরকার৷

মিগ-21 দিয়ে আমেরিকার গর্বের F-16 ধ্বংস করে বিশ্বে নজির অভিনন্দনের

Image
নয়াদিল্লি: ভারতের দিকে ধেয়ে আসছে পাকিস্তানের একাধিক এফ-১৬! রেডারে ধরা পড়তেই সঙ্গে সঙ্গে পাকিস্তানের যুদ্ধবিমানকে তাড়া করতে মিগ-২১ নিয়েই ছুটে যান অভিনন্দন। কিন্তু পাকিস্তানের ওপারে মিগ-২১ ক্রাশ করে যাওয়াতে পাকিস্তানের দিকে পড়ে যান বায়ুসেনার এই এয়ারকমান্ডার। কিন্তু যেভাবে আমেরিকার অত্যাধুনিক এই যুদ্ধবিমানকে ধ্বংস করেছেন তা প্রশংসনীয়! সামরিক পর্যবেক্ষকরা বলছেন, অভিনন্দন ভর্তমানই প্রথম পাইলট, যিনি মিগ যুদ্ধবিমান নিয়ে ধ্বংস করেছেন মার্কিন প্রযুক্তিতে তৈরি এফ-১৬ যুদ্ধবিমান। এর আগে কোনও মিগ বিমান এত বড় সাহসিকতা দেখাতে পারেনি।   ইন্ডিয়ান এয়ারফোর্স জানাচ্ছে গত মঙ্গলবার সকালে ভারতীয় বায়ুসেনার বদলা নিতে ভারতের দিকে ধেয়ে আসে পাকিস্তানের একাধিক যুদ্ধবিমান। তখন ভারতীয় বায়ুসেনার আটটি বিমান পালটা ধাওয়া করে পাক যুদ্ধবিমানগুলিকে। যার মধ্যে একটি পাক এফ-১৬ যুদ্ধবিমানের পিছু নেন উইং কম্যান্ডার অভিনন্দন। ভারতীয় বায়ুসেনার ৫১ স্কোয়াড্রনের এই মিগ-২১ যুদ্ধবিমান, একটি রাশিয়ান ভিম্পেল আর-৭৩ মিসাইল তাক করে ওই পাক এফ-১৬-এর উপর। এই মিসাইলের আঘাতে ধ্বংস হয় মার্কিন প্রযুক্তিতে তৈরি এফ-১৬। আর এই তথ্য জানার পর অভিনন্দনে

অবিশ্বাস্য দামে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এল রেডমি নোট ৭ প্রো

Image
ভারতে লঞ্চ হল রেডমি নোট ৭ প্রো। এই ফোনের প্রধান আকর্ষণ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথেই থাকছে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট। ভারতের হাত ধরে বিশ্ব বাজারে এই ফোন লঞ্চ করেছে শাওমি। শিঘ্রই চিনের বাজারে এই ফোন লঞ্চ হবে। ভাররে রেডমি নোট ৭ প্রো এর দাম একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে রেডমি নোট ৭ প্রো পাওয়া যাবে। এই ফোনের দাম শুরু হচ্ছে ১৩,৯৯৯ টাকা থেকে। এই দামে ফোনের 4GB RAM আর 64GB বেস ভেরিয়েন্ট পাওয়া যাবে। টপ ভেরিয়েন্টে রেডমি নোট ৭ প্রো কিনতে খরচ হবে ১৬,৯৯৯ টাকা। ১৩ মার্চ থেকে ক্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। রেডমি নোট ৭ প্রো এর স্পেসিফিকেশান রেডমি নোট ৭ প্রো তে থাকছে একটি ৬.৩ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের সামনে ও পিছনে থাকছে কার্ভড গ্লাস। এছাড়াও থাকছে গোরিল্লা গ্লাস ৫ এর সুরক্ষা। রেডমি নোট ৭ প্রো এর ভিতরে থাকছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট। সাথে থাকছে 4GB / 6GB RAM আর 64GB / 128GB স্টোরেজ। এই ফোনে লেটেস্ট অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরেই কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন চলবে। থাকছে একটি বিশাল 4,000 mAh

মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার বিরোধিতা করবে না পাকিস্তান!

Image
বালাকোটে ভারতীয় বায়ুসেনার বিমান হানার পর অনেকটাই কোণঠাসা পাকিস্তান। এতটাই যে পাক সরকার জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। পাক সরকারি সূত্র থেকে এমনটাই জানাচ্ছে সংবাদসংস্থা পিটিআই। শুধু তাই নয়, রাষ্ট্রসংঘ নিরাপত্তা কাউন্সিলে মাসুদ আজহারকে যে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা তোড়জোড় চলছে তার বিরোধিতাও না করতে পারে ইমরান খান সরকার। পাক সরকারের এক আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, জইশ নেতাদের বিরুদ্ধে অভিযান চালানোর ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তবে এক্ষেত্রে মাসদ আজহারকে গৃহবন্দি নাকি জেলে পোরা হবে তা ঠিক বলা যাচ্ছে না। গত বুধবার রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার লক্ষ্যে নতুন প্রস্তাব পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন যৌথভাবে। এই ঘোষণা হয়ে গেল আজহারের অবাধ ঘোরাফেরা বন্ধ হবে, সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে। সঙ্গে জারি হবে অনেক নিষেধাজ্ঞা। এটাই এতদিন গলা ফাটিয়ে বলে এসেছে ভারত। তিন রাষ্ট্রের প্রস্তাবের পর আগামী ১০ দিনের মধ্যে ওই প্রস্তাব বিবেচনা করে রিপোর্ট দেবে পরিষদ। প্রসঙ্গত, ইতিমধ্যেই পাক প্রধানমন্ত্রীর ফোন

এয়ার স্ট্রাইক নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা বিষধর সাপ, মন্তব্য রাজ্যপালের

Image
এয়ার স্ট্রাইক নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁরা আস্তিনে লুকিয়ে থাকা বিষধর সাপ। এয়ার সট্রাইক নিয়ে বিরোধীদের প্রশ্ন সেনাবাহিনীর মনোবলে আঘাত করছে। বিরোধীদের একাধিক প্রশ্নে 'অসন্তুষ্ট' রাজ্যপাল ঘুরিয়ে কটাক্ষ করলেন। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রবিবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, "অভিনন্দন চলে এসেছেন। কিন্তু দেশের অভ্যন্তরে ও বাইরে কিছু লোক রয়েছেন, যাঁরা প্রশ্ন তুলছেন। অনেকে প্রশ্ন তুলেছেন আমাদের সেনারা আদৌ শক্র ঘাঁটিতে বোমা নিক্ষেপ করেছেন কিনা? এটা অত্যন্ত দুঃখজনক। এর ফলে আমাদের সেনাবাহিনীর মনোবলে চিড় ধরছে।" এর আগে বিরোধীদের প্রশ্নে তাঁদের এক হাত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মোদী ও অমিত শাহের সুরেই আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের এই মন্তব্য ঘিরেও শোরগোল পড়ে গিয়েছে। বিমান হানা নিয়ে রাজ্যপালের মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন মন্ত্রী ফিরাদ হাকিম। কলকাতার মহানাগরিকের  প্রশ্ন , রাজ্যপাল একটি সাংবিধানিক পদ। বিজেপি সভাপতির ভাষায় কেন কথা বলছেন কেশরীনাথ ত্রিপাঠি।  তৃণমূল মহাসচিবের কটাক্ষ, "রাজ্যপালের ম

মূত্র সঞ্চয় করুন, দেশে ইউরিয়া আমদানি করতে হবে না! ফর্মুলা দিলেন গডকড়ী

Image
নিতিন গডকড়ী। ইউরিয়া আমদানি করার খুব একটা প্রয়োজন নেই। বরং মূত্র বা ইউরিন সঞ্চয় করলেই হবে। এমনটাই প্রস্তাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী। রবিবার নাগপুরের একটি সভায় কেন্দ্রীয় মন্ত্রী এই প্রস্তাবের কথা বলেন। শুধু তাই নয়, বিমানবন্দরে মূত্র সঞ্চয়ের প্রস্তাব দিয়েছেন তিনি। নিতিন বলেন, জৈব সার হিসেবে মানুষের মূত্র ব্যবহার করা যেতে পারে। তিনি বলেন, মূত্র সঞ্চয় করলে ভারতকে আর দেশের বাইরে থেকে মূল্যবান সার আনাতে হবে না কৃষিকাজের উন্নতির জন্য। গো মূত্রের প্রয়োজনীয়তার কথা বিজেপির বেশ কয়েকজন নেতা মন্ত্রীর মুখে শোনা গিয়েছে এর আগেও। এ বার নাগপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের 'মেয়র ইনোভেশন অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর এ হেন প্রস্তাবে অবাক হয়ে গিয়েছেন অনেকেই। নিতিন তাঁর বক্তৃতায় উদ্ভাবনের গুরুত্ব বোঝাচ্ছিলেন। জৈব সার কী ভাবে প্রাকৃতিক উপায়ে তৈরি করা যেতে পারে, এমন কয়েকটি পদ্ধতির কথাও বলেছিলেন। সেই প্রসঙ্গেই মানুষের মূত্র সঞ্চয়ের কথা বলেন তিনি। তিনি বলেন, মানুষের মূত্র সঞ্চয় করলে তা থেকে অ্যামোনিয়াম সালফেট ও নাইট্রোজেন পাওয়া সম্ভব। গড়কড়ীর কথায়, 'বিমানবন্দরে মূত্র সঞ্চয়ের কথা

মাসুদ আজহার জীবিতই! সরানো হল হাসপাতাল থেকে, জঙ্গি নেতাকে ঘিরে নয়া জল্পনা

Image
৪ মার্চ , ২০১৯, ১২:১২:৩৩   মাসুদ আজহারকে রাওয়ালপিণ্ডির হাসপাতাল থেকে সরানো হয়েছে, খবর গোয়েন্দা সূত্রে। মাসুদ আজহার জীবিত না মৃত? রবিবার দিনভর এই জল্পনার মধ্যেই বিকেলের দিকে জইশ-ই-মহম্মদ-এর তরফে জানানো হয়, তাদের শীর্ষ নেতা জীবিত এবং সুস্থই আছেন। নতুন একটি খবরে, সেই সম্ভাবনা আরও জোরদার হল। রাওয়ালপিন্ডির সেনা হাসপাতাল থেকে মাসুদ আজহারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে— গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে একাধিক সংবাদ মাধ্যম এই দাবি করেছে। ওই সূত্রের দাবি, রবিবার রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছে গোঠ ঘানি এলাকার একটি জইশ জঙ্গি ঘাঁটিতে। পুলওয়ামা কাণ্ডের পরই জানা যায়, সিআরপি কনভয়ে আত্মঘাতী জঙ্গি হানার মাস্টারমাইন্ড জইশ-ই-মহম্মদের শীর্ষনেতা মাসুদ আজহার। তখনই সামনে আসে, গত কয়েক মাস ধরে রাওয়ালপিন্ডিতে পাক সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জঙ্গি নেতা। কিন্তু গতকাল রবিবার দিনভর জল্পনা ছড়ায় মাসুদ আজহারের মৃত্যু হয়েছে। কী ভাবে মৃত্যু, তা নিয়েও একাধিক সম্ভাবনা উঠে আসে। কারও দাবি, কিডনি বিকল হয়েই মৃত্যু হয়েছে জইশ প্রধানের। কোনও সংবাদ মাধ্যম আবার দাবি করে, ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার হামলায় মৃত্যু হয়েছে মোস্ট ওয়ান্টেড জঙ্

তিনদিন গলায় আটকে মাংসের হাড়, মহিলাকে বাঁচাল সিউড়ির হাসপাতাল

Image
সিউড়ি: চিকিৎসায় বড়বড় সাফল্য পেল সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। গলায় মাংসের হাড় আটকে ছিল ঝাড়খণ্ডের এক মহিলার। হাড় বের করতে ৩ দিন সেখানকার বিভিন্ন হাসপাতাল ঘোরেন তিনি। তবে তাতে কোনও ফল হয়নি। অবশেষে  সিউড়ি সুপার স্পেশালিটি ওই মহিলা। সেখানকার চিকিৎসকরা ভ্যাকুম পদ্ধতিতে তাঁর গলায় আটকে থাকা প্রায় সাড়ে তিন সেন্টিমিটারের হাড়টি বের করেন। সূত্রের খবর, ঝাড়খণ্ডের দুমকার বাসিন্দা লালমুন বিবি। জানা গিযেছে, দিন তিনেক আগে খাবার খাওয়ার সময় গলায় মাংসের হাড় আটকে যায় ওই মহিলার। এরপর সেই অবস্থায় প্রথমে এলাকারই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসকরা কোনও চিকিৎসা ছাড়াই তাকে ফিরিয়ে দেন। এরপর ৩ দিন একই অবস্থায় ঝাড়খণ্ডের বিভিন্ন হাসপাতালে তাঁকে নিয়ে ঘোরেন পরিবারের সদস্যরা। অভিযোগ, তবে কোনও হাসপাতালের তরফেই কোনও ইতিবাচক পদক্ষেপ নিতে পারেনি। সমস্ত হাসপাতাল ঘুরে হতাশ হয়ে পড়ে রোগীর পরিবারও। এরপর বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় লালমুনি বিবিকে। তবে ৩ দিন ওই অবস্থায় বিভিন্ন হাসপাতালে ঘুরে প্রবল অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা।  জানা গিয়েছে, তাঁকে সিউড়ি সুপার স্পেশালিটি

বিজেপিতে যোগ দিলেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী

Image
জামনগর: লোকসভা ভোটের মাত্র একমাস আগে বিজেপিতে যোগ দিলেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা৷ কয়েকমাস আগেই উগ্র রাজপুত সংগঠন কর্ণির সেনার মহিলা শাখার প্রধানের দায়িত্ব নিয়েছিলেন লেডি জাদেজা৷ গুজরাটের কৃষিমন্ত্রী আরসি ফালদুর উপস্থিতিতে জামনগরে বিজেপিতে যোগ দেন রিভাবা৷ লোকসভা ভোটের আগে দলে লেডি জাদেজাকে নিয়ে এসে নিবার্চনী প্রচারবিভাগকে আরও মজবুত করল বিজেপি৷ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷ কার্যত রিভাবার রাজনীতিতে এই প্রথম হাতে খড়ি হলেও এর আগে রাজপুত কমিউনিটির 'কর্ণি সেনা' সংগঠনের গুরুত্ব পদে যোগ দিয়ে খবরে এসেছিলেন লেডি জাদেজা৷   গুজরাত ও রাজস্থানে অত্যন্ত সক্রিয় কর্ণি সেনা সংবাদ শিরোনামে আসে বলিউড মুভি 'পদ্মাবতী'র সেটে হামলা চালিয়ে৷ সিনেমায় রানি পদ্মাবতীর সঙ্গে আলাউদ্দিন খিলজির প্রেম কাহিনী দেখানো নিয়েই প্রবল আপত্তি ছিল কর্ণি সেনার৷তুমুল বিক্ষোভের মুখে চাপে পড়ে শেষমেশ ছবির নাম বদলে 'পদ্মাবত' করা হয়৷ এহেন রাজপুত সংগঠনের মহিলা শাখার (গুজরাত) প্রধান নিযুক্ত হয়ে আপ্লুত রিভাবা জানিয়েছিলেন, তাঁকে যোগ্য মনে করায় তিনি ধন্যবাদ জানিয়েছে

ভোররাত থেকে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর উপর মর্টার শেলিং পাকিস্তান সেনার

Image
শ্রীনগরঃ গত ২৪ ঘন্টায় হঠাত করে বন্ধ হয়ে যায় সীমান্তে পাকিস্তানের হেভি শেলিং! যা কিনা যথেষ্ট ভাবাচ্ছিল ভারতীয় সেনাকে। কিন্তু আজ সোমবার ভোররাত থেকে লাগাতার হেভি শেলিং শুরু করেছে পাকিস্তান সেনা। ভোর তিনটে নাগাদ জম্মু কাশ্মীরের পালানওয়ালার আখনুর সেক্টর লক্ষ্য করে শেলিং শুরু করেছে পাক সেনা। যদিও পাকিস্তানকে খোলা হাতে পাল্টা জবাব দেয় ভারতও৷ শুরু হয় গুলির লড়াই৷ দুপক্ষের গোলাগুলিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে সীমান্তে। দুপক্ষের গোলাগুলিতে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি জানা যায়নি। গত কয়েকদিন ধরে লাগাতার ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে হেভি শেলিং চালিয়ে যাচ্ছিল পাকিস্তান সেনা। শুধু সেনাবাহিনীর ছাউনিই নয়, সীমান্তবর্তী গ্রামগুলিকেও টার্গেট করা হচ্ছে। যার ফলে গত কয়েকদিনে সীমান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গিয়েছে একাধিক বাড়ি। পাকিস্তানের ছোঁড়া মর্টারে এখনও পর্যন্ত পাঁচজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। একদিকে যখন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন পাকিস্তানে ধরা পড়ার পর থেকেই শান্তির বার্তা দিয়ে আসছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, অন্যদিকে তখন সীমান্তে লাগাতার হেভি শেলিং চালাচ্ছে পাকিস্তান সেনা।

মাসুদ আজহার জীবিতই, বিবৃতি দিয়ে দাবি জইশের

Image
মাসুদ আজহার। দু'দিন আগে পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছিলেন, তাঁদের দেশেই আছে জইশ প্রধান মাসুদ আজহার। তবে গুরুতর অসুস্থ মাসুদ এখন বাড়ি থেকেই বেরোতে পারে না। আজ কিছু ভারতীয় সংবাদমাধ্যম দাবি করতে থাকে, মাসুদের মৃত্যু হয়েছে। কেউ বলে, অসুস্থতার জেরে মৃত্যু! কেউ বা বলে, ভারতের সেনা অভিযানেই নাকি প্রাণ গিয়েছে তার। কিন্তু খবরের সত্যতা নিশ্চিত করেনি কোনও সরকারই। রাতের দিকে জইশ-ই-মহম্মদের তরফে এক বিবৃতি দিয়ে দাবি করা হয়, মাসুদ সুস্থই রয়েছে। একটি পাক চ্যানেলও দাবি করেছে, মাসুদ বেঁচে আছে এবং ভাইরাল হয়ে যাওয়া খবরটি 'ভুল'। পাক চ্যানেলের দাবি, জইশ প্রধানের পরিবারের ঘনিষ্ঠ সূত্রেই তারা জেনেছে, মাসুদ জীবিত। পাক সরকার অবশ্য চুপ। তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধরিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ''এ ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে কোনও খবর নেই।'' রাত পর্যন্ত ভারত সরকারও কিছু বলেনি।  অথচ আজ দিনভর ফেসবুক, টুইটার কিংবা হোয়াটসঅ্যাপে মাসুদের 'মৃত্যুসংবাদ' সংবলিত লিঙ্ক পেয়েছেন অনেকেই। যার কোনওটিতে দাবি করা হয়েছে, কিডনি বিকল হয়ে গত কাল বিকেলে ইসলামাবাদের সেনা হাসপাতালে মারা গিয়েছে

অসুস্থ বড়মার জন্য এ বার সাম্মানিক ডিলিট

Image
মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপাণিদেবীকে সাম্মানিক ডিলিট দেবে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। আজ, সোমবার বিশ্ববিদ্যালয়ের তরফে ওই ঘোষণা করার কথা। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের কার্যকরী কমিটির বৈঠকেই বড়মা-কে এই সম্মান দেওয়ার প্রস্তাব উঠে আসে। বৈঠকে প্রায় সকলেই সহমত পোষণ করলে সিদ্ধান্ত পাকা করে রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হয়। রাজ্যপালও সেই অনুমোদন দিয়ে দিয়েছেন। লোকসভা ভোটের আগে মতুয়া মন পেতে তৎপর হয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে গিয়ে বড়মা'র সঙ্গে দেখা করেছেন। তৃণমূল এবং রাজ্য সরকারও যে মতুয়াদের কাছে রাখতে হাত গুটিয়ে বসে থাকবে না, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে তারই ইঙ্গিত মিলছে বলে রাজনৈতিক মহলের অনেকের ধারণা। উত্তরবঙ্গে মতুয়া সম্প্রদায়ের প্রভাবও রয়েছে। সিপিএমের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, "বড়মা বীণাপাণি দেবী একটি জনজাতির প্রধান। তাঁকে ডিলিট দেওয়ার অর্থ জনজাতি রাজনীতিকে উস্কে দেওয়া। এমনটা না হলেই ভাল হত।" সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরের বক্তব্য, '

‘আর ৭৩ সিলেক্টেড’, পাক যুদ্ধবিমানকে ধ্বংস করার আগে এই বার্তাই দিয়েছিলেন অভিনন্দন

Image
মিগ ২১। ইনসেটে অভিনন্দন বর্তমান।  'আর ৭৩ সিলেক্টেড'— পাক যুদ্ধবিমান এফ ১৬-কে ধ্বংস করার আগে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের  শেষ রেডিও বার্তা ছিল এটাই। তার পরই এফ ১৬-কে লক্ষ্য করে ভিম্পেল আর-৭৩ এয়ার-টু-এয়ার মিসাইল দেগেছিলেন তিনি। সেনার এক সূত্রের খবর, দুটি যুদ্ধবিমানের মধ্যে প্রায় ৮৬ সেকেন্ড ধরে লুকোচুরি খেলা চলে। অভিনন্দনের চোখে ধুলো দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এফ ১৬ বিমানটি। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি। তার পিছু পিছু মিগ ২১ বাইসন নিয়ে তাড়া করতে থাকেন অভিনন্দন।  সূত্রের খবর, এফ ১৬-কে তাড়া করার সময় অভিনন্দনের মিগ ২১-এর গতি ছিল প্রতি চার সেকেন্ডে এক কিলোমিটার বা প্রতি ঘণ্টায় ৯০০ কিলোমিটার। শুধু তাই নয়, লড়াই করতে করতে অভিনন্দনের মিগ ২১ এবং পাক যুদ্ধবিমানটি একটা সময়  প্রায় ২৬ হাজার ফুট উচ্চতায় পৌঁছে গিয়েছিল। এ ভাবেই  প্রায় ১৫ মিনিট চলে 'ডগ ফাইট'।   একটা সময় দুটো বিমানের পারস্পরিক দূরত্ব কমে আসে। আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছিলেন অভিনন্দন। শর্ট রেঞ্জের আর-৭৩ মিসাইল ছোড়েন  এফ ১৬-কে লক্ষ্য করে। বিশেষজ্ঞরা বলছেন, এ রকম পরিস্থিতিতে আরভিভি-এই মিডিয়াম রেঞ্জ এয়ার-টু-

মিনিটে ছুটবে ৬০০ গুলি, সেনার হাতে আসছে উন্নত একে-২০৩ রাইফেল

Image
ভারতেই এবার তাদের নতুন অ্যাসল্ট রাইফেল তৈরি করবে রুশ অস্ত্র নির্মাতা সংস্থা কালাশনিকভ। আমেঠির করওয়ারের অস্ত্র কারখানায় কালাশনিকভের ওই রাইফেল তৈরির প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর মোদীর। তবে এখানে তৈরি হবে না একে ৪৭-রাইফেল। পরিবর্তে কালাশনিকভ এখানে তৈরি করবে একে-২০৩ রাইফেল। গত বছর এপ্রিলে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে কালাশনিকভের একটি চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীর জন্য ৭৫০,০০০ একে-২০৩ রাইফেল তৈরি করা হবে। সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী দেশের তিন বাহিনীতে ব্যবহৃত ইনসাস রাইফেলের জায়গা নেবে এই একে-২০৩ রাইফেল। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সিগ সাওয়ার অ্যাসল্ট রাইফেল কেনার চুক্তি করেছে। দেশের বিভিন্ন জায়গায় সেনা জঙ্গিদের সঙ্গে লড়াই করছে তাদের হাতে ওই অস্ত্র তুলে দেওয়া হবে। তার পরেও ওই বিপুল সংখ্যক একে ২০৩ রাইফেল তৈরির পরিকল্পনা করেছে সরকার। জেনে নিন এই রাইফেলের বৈশিষ্ট এই রাইফেলের বাট ভাঁজ করে বা লম্বা করে ব্যবহার করা যায়। জোড়া যায় টেলিস্কোপ। এর সঙ্গে দুটি স্ট্যান্ড জোড়া যায়। ওজন ৪১০০

বায়ুসেনার বিমানহানায় তছনছ বালাকোটের জইশ ক্যাম্প, প্রমাণ মিলল উপগ্রহ চিত্রে

Image
ভারতীয় বায়ুসেনা যে বালাকোটে জইশের ক্যাম্প বিমানহানা চালিয়েছিল তা এখনও পর্যন্ত কবুল করেনি পাকিস্তান সরকার। ২৬ ফেব্রুয়ারি মিরাজ ২০০০ যুদ্ধ বিমানের ওই হানায় জইশের ক্যাম্প ধ্বংস হয়েছে বলে দাবি করছে ভারত। এরকম এক অবস্থা জি নিউজের হাতে এসেছে বালাকোটে জইশের ক্যাম্পের উপগ্রহ চিত্র। খাইবার পাখতুনখাওয়ার ওই ক্যাম্পে বিমানহানার আগে ও পরের ছবিতে স্পষ্ট ভারতের বিমানহানায় তছনছ হয়ে গিয়েছে বালাকোটে জইশের ক্যাম্প। ছবিতে বাঁদিকেরটি ২৩ ফেব্রুয়ারির। অর্থাত্ বিমান হানার আগের। ডানদিকের ছবিটি বিমানহানার পরের। ডানদিকে ছবিতে ভালো ভাবে লক্ষ্য করলে দেখা যাবে দাঁড়িয়ে থাকা ভবনটির ছাদে একটি গভীর গর্ত হয়ে গিয়েছে। চারপাশে ছড়িয়েছিটিয়ে রয়েছে ধ্বংসস্তূপ। ক্ষয়ক্ষতির চেহারা দেখলে অনুমান করা যায় বিমানহানার সময়ে সেখানে যদি কেউ থেকে থাকে তাহলে তাদের বেঁচে থাকার কোনও সম্ভাবনা একেবারেই ক্ষীণ। বালাকোটে জইশের এই ক্যাম্পটি জইশের সবচেয়ে বড় প্রশিক্ষণ কেন্দ্র। জঙ্গলে ঘেরা এই এলাকায় ট্রেনিং দেওয়া হয় আত্মঘাতী জঙ্গিদের। সূত্রের খবর মাসুদ আজহার সহ জঙ্গি গঠনের মাথারা প্রায়ই এখানে যায় নতুন যোগ দেওয়া জঙ্গিদের উদ্বুদ্ধ করতে। উল্লেখ

জইশ প্রধান মাসুদ আজহারের মৃত্যু হয়নি, দাবি পাক সংবাদমাধ্যমে

Image
জইশ-ই-মহাম্মদ প্রধান মাসুদ আজহারের মৃত্যু হয়নি। এমনটাই দাবি করা হচ্ছে পাকিস্তানি সংবাদমাধ্যমে। যদিও পাক সরকারের পক্ষ থেকে এনিয়ে তেমন কিছুই বলা হয়নি। মাসুদ আজহারের মৃত্যু হয়েছে বলে রবিবার দুই দেশের সংবাদমাধ্যমে একটা জল্পনা ছড়িয়ে পড়ে। পাক বিদেশ মন্ত্রী আগেই জানিয়েছিলেন, 'মাসুদ আজহার গুরুতর অসুস্থ। তিনি বাড়ি থেকে বের হতে পারছেন না।' পরে শোনা গিয়েছিল মাসুদ আজহারের কিডনি কাজ করছে না। রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে তার চিকত্সা চলছে। এর মধ্যেই রবিবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এদিকে, পাকিস্তানে জিও টিভি উর্দুর খবর অনুযায়ী মাসুদ আজহারের মৃত্যুর খবর মিথ্যে। জইশ প্রধানের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানাচ্ছে, বেঁচে রয়েছে আজহার। অন্যদিকে, এতবড় এক জল্পনার মধ্যেও মুখ খোলেনি পাক সরকারের কোনও মন্ত্রী বা আধিকারিক। দেশের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরিকে রবিবার এনিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এই মুহূর্তে আমি এনিয়ে কিছুই জানি না।' পাক পঞ্জাবের বাহাওয়ালপুরের বাসিন্দা মাসুদ আজহার বালাকোটে বিমান হানার সময় কোথায় ছিল তা এখনও স্পষ্ট নয়। তবে সে যে গুরুতর অসুস্থ তা স্বীকার করেছে পাক সরকার। ফলে

আড়ি পাতার পাক যন্ত্র নেই অভিনন্দনের শরীরে, মারের চোট পাঁজরে-মেরুদণ্ডে

Image
'কেমন আছেন': অভিনন্দন বর্তমানের খোঁজ নিতে হাসপাতালে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে।  এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। ডান চোখে এখনও আঘাতের চিহ্ন স্পষ্ট। মেরুদণ্ড ও পাঁজরে চোট রয়েছে। আর মানসিক আঘাত তো রয়েইছে। তাতে কী? উইং কমান্ডার অভিনন্দন বর্তমান বায়ুসেনার শীর্ষ অফিসারদের জানিয়ে দিয়েছেন, তিনি দ্রুত ককপিটে ফিরতে চান। ফের সুখোই বা মিরাজের ককপিটে চেপে উড়ে যেতে চান আকাশের পানে। একটি সরকারি সূত্রের খবর, এখনও পর্যন্ত অভিনন্দনের শরীরে কোনও রকম 'বাগ' বা আড়ি পাতার জন্য চিপ-এর সন্ধান মেলেনি। পাকিস্তান এই ধরণের 'বাগ' তাদের হাতে বন্দিদের শরীরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে বলে সন্দেহ করা হয়। তাই নিয়ম মেনে অভিনন্দনের শরীরে এমআরআই স্ক্যান ও অন্য পরীক্ষা করা হয়েছে। সরকারি সূত্রের বক্তব্য, স্থানীয় পাকিস্তানিদের হাতে পড়ে মারধর খাওয়ার ফলে অভিনন্দনের পাঁজরে চোট লেগেছে। তাঁর মেরুদণ্ডের নিচের অংশেও চোট রয়েছে। অভিনন্দন যে মিগ যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানের এফ-১৬ বিমানের পিছনে ধাওয়া করেছিলেন, তা পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের নিশানায় পড়ায় তাঁকে বিমানের ককপিট থেকে বেরিয়ে পড়তে 'ইজেক্ট&