Posts

Showing posts from January 16, 2019

লক্ষ্য লোকসভা! প্রযুক্তির শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা মোদী সরকারের

Image
সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাকর্মী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য সুখবর। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এইসব কর্মীদের জন্য সপ্তম পে কমিশন লাগুর সিদ্ধান্ত নিয়েছে। এরজন্য বাড়তি ১২৪১ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, এই সিদ্ধান্তের জেরে সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার ২৯,২৬৪ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী উপকৃত  হবেন। আর সরকারি এই সিদ্ধান্তে এআইসিটিই-র আওতায় থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ৩.৫ লক্ষ শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও উপকৃত হবেন। মন্ত্রীর মতে কেন্দ্রের এই সিদ্ধান্ত, প্রযুক্তি সংস্থাগুলিতে ভাল ফ্যাকাল্টি রেখে মান বজায় রাখতে সাহায্য করবে।

পর্বতারোহণে বাঙালি সত্যরূপের নজির, যাকে কুর্ণিশ জানাচ্ছে বিশ্ব

Image
বাঙালিরা ভিতু! এই ধারনাকে ফের একবার ভাঙলেন সত্যরূপ সিদ্ধান্ত। আগেই বিশ্বের সপ্ত শৃঙ্গ জয়ের রেকর্ড গড়েছিলেন। এবার আন্টার্কটিকার মাউন্ড সিডলি শৃঙ্গ জয় করে গড়লেন একটি বিশ্ব রেকর্ড। আর সেটি হল বিশ্বের সর্বকনিষ্ঠ হিসাবে সাত শৃঙ্গ ও সাত আগ্নেগিরি জয়। আন্টার্কটিকার মাউন্ট সিডলি আসলে একটি আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি জয়ের মধ্যে দিয়ে বিশ্বের সর্বোচ্চ সাতটি আগ্নেয়গিরিতে ওঠার নজির তৈরি করেছেন সত্যরূপ। সবচেয়ে কম বয়সে সপ্ত শৃঙ্গ ও সাত আগ্নেয়গিরি জয়ের বিশ্বরেকর্ড এর আগে অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বুলের দখলে ছিল। তিনি ৩৬ বছর ১৫৭ দিন বয়সে এই নজির গড়েছিলেন। আর সত্য়রূপ এই নজির গড়লেন ৩৫ বছর ৯ মাস বয়সে। সত্য়রূপের আগে অন্য কোনও ভারতী পর্বতারোহী এই নজির গড়তে পারেননি। বুধবার ভারতীয় সময় সকাল ৬টা ২৫ মিনিটে সত্যরূপ সিদ্ধান্ত মাউন্ট সিডলির শিখরে পৌঁছন। প্রায় ১১ ঘণ্টা সময় নিয়ে তিনি ৪২৮৫ মিটার পর্বতারোহণ করেন। ২০১৭ সালের আগেই আগ্নেয়গিরি জয়ের পর্বতারোহণ শুরু করেন সত্যরূপ। তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জোরোর ৫৮৯৫ মিটার, রাশিয়ার মাউন্ট এলব্রাসের ৫৬৪২ মিটার জয় করেছিলেন। ২০১৮ সাল থেকে তিনি আর্জেন্টিনা-চিলি সীমান্তে মাউন্ট ওজ

৯ বছরের ছেলেকে খুন করে পুঁতে দিল বাবা-ঠাকুমা! মায়ের কথায় ফাঁস ভয়ঙ্কর সত্য

Image
এক নাবালককে খুন করে দেহ পুকুরের পাকে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল বাবা-ঠাকুমার বিরুদ্ধে। ভয়ঙ্কর, নৃশংস ঘটনাটি ঘটেছে  নামখানার দক্ষিণ চন্দননগর ছয়েরমাইল গ্রামে।  মায়ের অভিযোগের ভিত্তিতে দেহ মাটি খুঁড়ে বার করে ময়নাতদন্তে পাঠাল পুলিস। ন'বছরের ওই কিশোরের মা রীনা ভুঁইয়ার অভিযোগ, শ্বশুরবাড়িতে তিনি নির্যাতিত। প্রায় প্রত্যেক দিনই তাঁর ওপর অত্যাচার চলে। শ্বশুর, শাশুড়ি, স্বামী রাজকুমার ভুঁইয়ার অত্যাচার, মারধরের হাত থেকে রেহাই পেতে  বেশ কয়েকবার বাপের বাড়ি চলে যান তিনি। অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি তাঁর ন'বছরের ছেলেও। ইদানীং অশান্তি চরমে উঠেছিল।  গত সপ্তাহেই বালিশ চাপা দিয়ে রীনাকে তাঁর স্বামী রাজকুমার খুন করার চেষ্টা করে বলে অভিযোগ। কোনওভাবে সেযাত্রায় বেঁচে যান তিনি। গত শনিবার দুপুরে খাওয়ার পর ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন রীমা। আচমকাই ঘুম ভেঙে গেলে দেখেন, ছেলে পাশে নেই। তাকে খুঁজতে গিয়ে রীনা দেখে পুকুরপাড়ে ছেলের এক জোড়া চটি পড়ে রয়েছে। তখনই সন্দেহ হয় তার। পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পাক থেকে ছেলের নিথর দেহ উদ্ধার করেন রীনা। তাঁর দাবি, ছেলের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, গলায় দাগ ও জি

ঘুম ভাঙতে দেরি, সাঁড়াশি ছুঁড়ে নাবালিকা পরিচারিকার মাথা ফাটালেন জয়েন্ট বিডিও-র স্ত্রী

Image
কত-ই বা বয়স! শীতের সকালে ঠান্ডায় ঘুমটা ভাঙেনি। ঘুম ভাঙতে দেরি হয়েছিল। দেরি হয়ে গিয়েছিল উঠতে। সেই 'অপরাধে' মেরে নাবালিকা পরিচারিকার মাথা ফাটানোর অভিযোগ উঠল জয়েন্ট বিডিও-র স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত শুভ্রা পাল দত্তের স্বামী অংশুমান দত্ত কালচিনি ব্লকের জয়েন্ট বিডিও। অভিযুক্ত শুভ্রা দত্তকে আটক করেছে পুলিস। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের দক্ষিণ খাগড়াবাড়ি এলাকায়। অভিযোগ, নাবালিকা পরিচারিকা ঘুম থেকে দেরি করে ওঠায় রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন শুভ্রা দত্ত। নাবালিকা পরিচারিকাকে বেধড়ক মারধর করেন তিনি। রাগে অন্ধ শুভ্রা দত্ত পরিচারিকার দিকে সাঁড়াশি ছুঁড়ে মারেন। সাঁড়াশির আঘাতে মাথা ফেটে যায় নাবালিকা পরিচারিকার।  রক্তারক্তি কাণ্ড ঘটে। দক্ষিণ খাগড়াবাড়ি এলাকার এক নম্বর ওয়ার্ডে স্ত্রী শুভ্রা দত্তকে নিয়ে থাকতেন জয়েন্ট বিডিও অংশুমান দত্ত। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। তাঁরাই খবর দেন পুলিসে। কোতয়ালি থানার পুলিস এসে তারপর অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

আগামী শিক্ষাবর্ষ থেকেই নয়া সংরক্ষণ

Image
লোকসভা ভোটের আগে উচ্চবর্ণের মন পেতে সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। আম জনতাকে লোকসভা ভোটের আগেই সেই সুবিধে দিতে তৎপর হল সরকার। আজ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কর্তাদের সঙ্গে বৈঠকের পরে মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, আসন্ন শিক্ষাবর্ষ (২০১৯-২০) থেকেই দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চবর্ণের আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়াদের ১০ শতাংশ আসন সংরক্ষণের সুবিধে দিতে হবে। এর জন্য দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আসন ও পরিকাঠামো বাড়ানোর উপরে জোর দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। মন্ত্রকের এক কর্তার কথায়, ''উচ্চবর্ণের শ্রেণির জন্য সংরক্ষণের সিদ্ধান্তে মোট সংরক্ষিত আসনের পরিমাণ ১০ শতাংশ বাড়ছে। কিন্তু তা করতে গিয়ে যাতে তফসিলি জাতি-জনজাতি বা অন্যান্য পিছিয়ে প়ড়া শ্রেণির (ওবিসি) সংরক্ষণে হাত না পড়ে সে দিকে বিশেষ ভাবে লক্ষ্য রাখা যাচ্ছে।'' আজ জাভড়েকরের ঘোষণার মূল তাৎপর্য হল, এর ফলে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ভর্তির সময়ে সংরক্ষণ নীতি মানতে বাধ্য থাকবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এ যাবৎ তফসিলি জাতি, জনজাতি ও ওবিস

চাকরি অঢেল, নেয় না কেউ: জাভড়েকর

Image
চাকরি প্রচুর আছে, লোকে নিতেই চায় না। দেশে বেকারত্বের বাজারে কতকটা এমনই মন্তব্য করে বিতর্ক বাধালেন নরেন্দ্র মোদীর শিক্ষা মন্ত্রী। দিল্লিতে এক সভায় প্রকাশ জাভড়েকর বললেন, ''গত পাঁচ বছরে সরকার অনেক কাজের সুযোগ করে দিয়েছে। কিন্তু যাঁরা স্বেচ্ছায় কাজ না-করার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের বেকার বলা যায় না।'' গত লোকসভা ভোটের আগে বছরে ২ কোটি রোজগারের প্রতিশ্রুতি দেন মোদী। সে হিসেব ধরলে পাঁচ বছরে দশ কোটি চাকরি হত। কংগ্রেসের অভিযোগ, নতুন রোজগার তো দূর! নোটবন্দি-জিএসটি-র পরে কয়েক কোটি চাকরি কমে গিয়েছে। সরকারের অনেক পদও শূন্য। এরই মধ্যে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। দলের নেতা গৌরব বল্লভ বলেন, ''জুমলারও একটা সীমা থাকে। দেশের যুবকেরা কাজ পান না। কেরানির চাকরির জন্য পিএইচডি, এমবিএ ছাত্রেরা আবেদন করেন। এর পরেও মন্ত্রী বলতে পারেন, স্বেচ্ছায় কেউ চাকরি করতে চান না?''  বিতর্ক লঘু করতে পীযূষ গয়াল আজ বলেন, ''কাজের সুযোগ অনেক বেড়েছে। কিন্তু তার পরিসংখ্যান নেই।'' প্রসঙ্গত, গত বছরেই নীতি আয়োগকে মোদী নির্দেশ দেন, কাজের কত সুযোগ

কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ মাদকচক্রের পান্ডা

Image
কলকাতা : টার্গেটে ছিল স্কুল কলেজের পড়ুয়া। ব্রাউন সুগারের মতো মাদক পৌঁছে যেত এক ফোনেই। এভাবেই চলছিল বড়সড় মাদকচক্র। খবর পায় কলকাতা পুলিশ। সেই সূত্র ধরে গতকাল গ্রেপ্তার করা হয় মাদক চক্রের সঙ্গে যুক্ত এক পান্ডাকে। নাম সোহরাব উদ্দিন মোল্লা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর ব্রাউন সুগার ও হাসিস। টালা থেকে টালিগঞ্জ, বাগুইআটি থেকে বালিগঞ্জ। শহরজুড়ে মাদক কারবার চলার অভিযোগ দীর্ঘদিনের। আর কারবারিদের সফট টার্গেট পড়ুয়ারা। এর আগেও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে LSD পেপার, মেটামেম্ফাটাইন, অ্যামফেটামাইনের মতো ড্রাগ। কখনও হেরোইন ব্রাউন সুগার কিংবা কোকেন। অভিযোগ, এই সব মাদক নিয়ে শহরের বিভিন্ন এলাকায় আয়োজন করা হত রেভপার্টি।  সম্প্রতি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক শাখা খবর পায় বাগুইআটি এলাকা থেকে চালানো হচ্ছে বড়সড় মাদকচক্র। সূত্রের মাধ্যমে খোঁজখবর শুরু করে পুলিশ। অবশেষে গতকাল ক্রেতা সেজে পুলিশের একটি দল হানা দেয় বাগুইআটিতে। পুলিশের পাতা ফাঁদে পা দেয় ওই মাদক কারবারি। আর তাতেই গ্রেপ্তার করা হয় সোহরাব উদ্দিনকে। লালবাজার সূত্রে খবর, তার কাছে উদ্ধার হয়েছে কয়েক লাখ টাকার

দেড়বছরে শেষ হবে MPS মামলা, হাইকোর্টে জানাল CBI

Image
কলকাতা : MPS মামলা শেষ করতে আরও দেড়বছর সময় লাগবে বলে জানালেন CBI-এর জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব। গতকাল কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি রবিকিশন কাপুরের ডিভিশন বেঞ্চে MPS মামলায় হাজিরা দিতে এসে একথা জানান তিনি। MPS মামলায় হাইকোর্টে হলফনামা দিয়ে CBI জানায়, আরও ৬৭ জনের সাক্ষ্যগ্রহণ করতে হবে। খতিয়ে দেখতে হবে ১৮০টা নথি। ২০২০ সালের জুলাই মাসের মধ্যে শেষ হবে তদন্ত। ফলে এখনই MPS কর্তা প্রমথনাথ মান্নাকে জামিন দেওয়া যাবে না। এতে তদন্ত ব্যাহত হবে। প্রায় ৪ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগে ২০১৫ সালে প্রমথনাথ মান্নাসহ তিন MPS কর্তাকে গ্রেপ্তার করে CBI। জামিনের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হন প্রমথনাথ মান্না। সেই মামলার শুনানিতে আজ CBI একথা জানায়। কোর্টের বক্তব্য হল, ২০১৪ সালে সুপ্রিমকোর্ট CBI-কে নির্দেশ দেয় চিটফান্ড সংক্রান্ত বিষয়ে ভালো করে অনুসন্ধান করতে। ২০১৯ সালেও আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়ায় কোনও অগ্রগতি হচ্ছে না। তার কারণ কেন্দ্র ও রাজ্যের যে বিভিন্ন এজেন্সি রয়েছে তারা ঠিকমত ইনভেস্টিগেশন করছে না। ফলে মামলা দীর্ঘায়িত হচ্ছে। অভিযুক্তকে ছেড়ে দিতে হচ্ছে।

৪ ফেব্রুয়ারি দিল্লির রাস্তায় নামছেন ব্যাঙ্ককর্মীরা

Image
কলকাতা : ৪ ফেব্রুয়ারি দিল্লিতে ব্যাঙ্ক অফিসার এবং কর্মী সংগঠনের সদস্যরা জমায়েত করছেন। মূলত ব্যাঙ্ক সংযুক্তিকরণ অন্যায় এবং অযৌক্তিক এই দাবি নিয়ে তাঁরা দিল্লির রাস্তায় নামছেন। ব্যাঙ্ক ইউনিয়নের নেতা সঞ্জয় দাস বলেন, "আমাদের দাবি মানা না হলে প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য ব্যাঙ্ক বন্ধ করে দেওয়া হবে। রিজ়ার্ভ ব্যাঙ্ককে অন্ধকারে রেখে ব্যাঙ্ক আইন বিরোধী কাজ করা হচ্ছে। রাষ্ট্রপতি থেকে দেশের মন্ত্রী সকলকেই আমরা আমাদের দাবির কথা জানিয়েছি। ব্যাঙ্ক সংযুক্তিকরণ হলে দেশের অর্থনীতির ক্ষেত্রে তা সুখকর হবে না। দিল্লির সমাবেশে কৃষক, শ্রমিক থেকে শুরু করে যারা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন তাঁরা প্রত্যেকে থাকবেন। সমস্ত স্তরের মানুষ আমাদের এই মিছিলে থাকবেন।" গত ১৭ সেপ্টেম্বর মন্ত্রীসভায় সিদ্ধান্ত হয়েছে, বিজয়া ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা সংযুক্তিকরণ করিয়ে দেওয়া হবে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পর ব্যাঙ্ক কর্মী ইউনিয়ন এবং অফিসার সংগঠন এর প্রতিবাদ করেছে। পরপর দুদিন তাঁরা ক্যাবিনেট সিদ্ধান্তের বিরোধিতা করে শহরের পথে মানববন্ধন করেছেন। ব্যাঙ্ক কর্মীর সংগঠনের নেতা সঞ্জয় দাস জানিয়

দু'দিন নয়, সাতদিন পর অবশেষে প্রকাশিত পার্শ্ব শিক্ষকদের D.El.Ed- র ফল

Image
কলকাতা : সরকারি নোটিফিকেশনে বলা হয়েছিল দু-একদিনের মধ্যেই প্রকাশিত হবে ফল। সেটা ৮ জানুয়ারি। সাত দিন পার হয়ে অবশেষে গতকাল প্রকাশিত হল পার্শ্বশিক্ষকদের D.El.Ed-র ফল। তাতেও যেন কিছুটা হাফ ছেড়ে বাঁচলেন পার্শ্ব শিক্ষকরা। অপ্রশিক্ষিত শিক্ষকদেরও মুখে চওড়া হাসি। অপেক্ষার এই ধারাপাত নতুন নয় মোটেই। এর আগে কথা ছিল ৮ জানুয়ারি বের হবে ফল। D.El.Ed-র পরীক্ষার্থীরা জানতে পারবেন বিকেল চারটে থেকে। আশায় বুক বেঁধেছিলেন প্রশিক্ষণহীন এবং পার্শ্বশিক্ষকরা। ভেবেছিলেন সেদিনেই তাদের পোর্টফোলিও হবে সমৃদ্ধ। কিন্তু হতাশ হন তারা। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশন জারি করেও ফল প্রকাশ করতে পারেনি। এবিষয়ে জারি হয় অন্য একটি নোটিফিকেশন। যেখানে ফল প্রকাশের তারিখ নিশ্চিতভাবে বলা হয়নি। ঘটনায় বেজায় চটে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ।  গতবছর ৩০ অগাস্ট পরীক্ষা শেষ হয় D.El.Ed পার্ট ২ এর। এই পরীক্ষা ছিল শুধুমাত্র কর্মরত এবং পার্শ্ব শিক্ষকদের জন্য। তারপর চারমাস ধরে অপেক্ষা করছিলেন তাঁরা। কারণ, কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নিয়ম অনুযায়ী এই কোর্স করে না থাকলে তারা শিক্ষকতা করতে পারবেন না। আর সেই ক

NRS-এ ৩৫ জন নার্সকে কুকুর কামড়েছে, একদিনের মধ্যে কুকুরমুক্ত করার দাবি

Image
কলকাতা : NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে গত দু'বছরে ৩৫ জন নার্সকে সেখানকার কুকুর কামড়েছে। গত একমাসে ৫ জনকে কামড়েছে কুকুরে। হস্টেলের ঘর থেকে বেরিয়ে শৌচাগার অথবা ডাইনিং কিংবা হস্টেলের বাইরে যেতে গেলে হাতে রাখতে হয় লাঠি। এই রকম পরিস্থিতির মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন হস্টেলের অনেক আবাসিক। আর এই বিষয় উত্থাপন করে এক দিনের মধ্যে NRS-এর প্রতিটি ওয়ার্ড এবং হস্টেলকে কুকুর মুক্ত করার দাবি জানাল নার্সেস ইউনিটি। দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নার্সদের এই সংগঠন। ১৬টি কুকুরছানার মৃতদেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার NRS-এর দু'জন নার্সিং পড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় গতকাল হাসপাতালে যান নার্সেস ইউনিটির প্রতিনিধিরা। নার্সিং হস্টেল ঘুরে দেখার পাশাপাশি সেখানকার অনেক আবাসিকের সঙ্গে তাঁরা কথা বলেন। মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও তাঁরা কথা বলেন। কথা বলে বের হওয়ার সময় নার্সদের এই সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "একদিনের মধ্যে হাসপাতাল এবং হস্টেলকে কুকুরবিহীন করতে হবে। যে ঘটনা হয়েছে তা কখনওই সমর্থনযোগ্য নয়। এই ঘটনার নিন্দা করছি। ক

আজই প্রধান শিক্ষক, শিক্ষিকার প্যানেল লিস্ট প্রকাশ

Image
কলকাতা: আজই (বুধবার) ২,২৪৩ জন প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের প‍্যানেল লিস্ট প্রকাশ করা হবে৷ কাউন্সিলিং হবে চলতি মাসের ২২, ২৪ ও ২৫ তারিখ৷ অন্যদিকে উচ্চ মাধ্যমিকের পর এবার নজরে মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ মার্চের মধ্যেই এই নিয়োগ পক্রিয়া সম্পূর্ণ হবে৷ জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার৷ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রথম দফার সুপারিশের পর প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার কাজ চলছে৷ অন্যদিকে মঙ্গলবার এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, 'মার্চের মধ্যেই ২২,৬৭৮টি শূন্যপদ পূরণ হবে৷ নাইন ও টেনের জন্য মোট শূন্যপদ রয়েছে ১২,৯০৫টি। এর মধ্যে সুপারিশ হয়েছে ৬,৫২৪টি। ক্লাস ইলেভেন ও টুয়েলভের জন্য শূন্যপদ রয়েছে ৫,৭১১। সুপারিশ হয়েছে ৪,৮৮৯। শিক্ষক, অশিক্ষক কর্মীর সঙ্গেই অশিক্ষক কর্মচারী ও গ্রুপ ডি-এর র শূন্য পদও ভরতি হবে৷' স্কুল শিক্ষায় পড়ুয়া শিক্ষক অনুপাতে সাম্যতা আনতে সোমবারই ইনটার্ন শিক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ বলা হয় সদ্য কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাস করা পড়ুয়াদের স্কুলে ইন্টার্ন শিক্ষক হিসাবে নিয়োগ করা যেতে পারে৷ এক্ষেত্র

আরও একবার ‘মারণ’ কামড় দেবে শীত

Image
কলকাতা: মকর সংক্রান্তির পরেই আরও এক দফা প্রবল ঠান্ডা পারে কলকাতা সহ–গোটা রাজ্যেই। শীতের শেষ কামড়ে কাঁপিয়ে দিতে পারে উত্তুরে হাওয়া। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে পুরোটাই নির্ভর করছে পশ্চিমী ঝঞ্ঝার নতুন কোনও ঝঞ্ঝাট হঠাৎ হাজির না হলে।   আলিপুর আবহাওয়া সফতর জানাচ্ছে, কিছুদিন ধরেই একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলেছে উত্তর ভারতে। তার প্রভাবে হিমালয়ে প্রবল তুষারপাত চলছে। এই ঝঞ্ঝার জেরেই ব্যাহত হয়েছে উত্তুরে হাওয়া। যার ফলে পারদ বেড়েছে রাজ্যে। বুধবার পর্যন্ত আবহাওয়া এ রকমই থাকবে। অর্থাৎ পিঠে পুলির শেষ পর্বেও কিছুটা বাড়তে পারে পারদ। সব মিলিয়ে গত দু'বছরের মতো এবার আর প্রবল ঠান্ডায় মকর সংক্রান্তি হচ্ছে না তা স্পষ্ট বোঝা গিয়েছে। অন্যদিকে বুধবার রাত থেকে থেকেই পারদ কমবে রাজ্যে। বুধবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১০–১১ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে। শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পুরুলিয়ার মতো জেলাগুলি। এমন পারদ নেমেছিল ২০১৮-র ডিসেম্বরে। ২৫ ডিসেম্বর কলকাতায় জাঁকিয়ে শীত পড়েছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্

সচিনের মুখে মাহি ও বিরাট বন্দনা

Image
অ্যাডিলেড: মঙ্গলবার অ্যাডিলেড ওভালে 'অজি বধে'-এর প্রশংসায় ভারতের প্রাক্তনরা৷ অস্ট্রেলিয়ার ২৯৮ রান তাড়া করে অ্যাডিলেডে ছ' উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া৷ বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভারতের জয়ের দুই কারিগর ক্যাপ্টেন কোহলি ও প্রাক্তন ক্যাপ্টেন ধোনির প্রশংসায় পঞ্চমুখ টিম ইন্ডিয়ার প্রাক্তনদের মুখে৷ ওয়ান ডে কেরিয়ারে ৩৯তম সেঞ্চুরি করে ভারতের জয় ভিত গড়ে দিয়েছিলেন বিরাট কোহলি৷ আর প্রাক্তন ক্যাপ্টেনের হাফ-সেঞ্চুরি ভারতকে জয়ে পৌঁছে দেয়৷ লাস্ট ওভার থ্রিলারে ছক্কা মেরে ভারতকে সিরিজে ফেরান মাহি৷ ধোনির ইনিংস এমএস ক্ল্যাসিক বলে অ্যাখ্যা দিয়েছেন কোহলি৷ আর সেহওয়াগ তাঁর ঢংয়েই ধোনির এই ব্যাটিংকে 'পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত' বলে অ্যাখ্যা দিয়েছেন৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে সিডনিতে হেরে ০-১ পিছিয়ে গিয়েছিল ভারত৷ কিন্তু এদিন অ্যাডিলেড ওভালে টিম ইন্ডিয়াকে সমতায় ফেরান ক্যাপ্টেন কোহলি ও তাঁর পূর্বসূরির ব্যাট৷ বিরাটের ১০৪ এবং ধোনির অপরাজিত ৫৫ রানের ইনিংসে ২৯৮ রান তাড়া করে ম্যাচ জেতে ভারত৷ তবে আসন্ন বিশ্বকাপের আগে মিডল-অর

জড়িয়ে ধরাই পেশা, মাসে লক্ষাধিক আয় এই মহিলার

Image
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবার কিতরোভিচকে মনে আছে! গত বছরই বিশ্বকাপের সময় যাঁর 'জাদু কি ঝাপ্পি' ভাইরাল হয়েছিল। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে ফুটবলার, প্রায় সকলকেই জড়িয়ে ধরতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু তাঁর এই প্রয়াস তো ছিল সৌজন্যের জন্য। এবার এমন একজন মহিলার খোঁজ মিলল, যাঁর কাছে এই 'জাদু কি ঝাপ্পি' দেওয়াটাই পেশা। আর এভাবে তিনি মাসে প্রায় কয়েক লক্ষ টাকা রোজগার করছেন। ওই মহিলার নাম রবিন স্টেইন। তিনি থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তিনি একজন পেশাদার কাডলিস্ট। তাঁর কাজই জড়িয়ে ধরা। তাঁর একটি ওয়েবসাইট রয়েছে। ওই সাইটের মাধ্যমে তিনি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করেন। তার পর গ্রাহকদের সঙ্গে এক থেকে চার ঘণ্টা সময় কাটান। এই সময়ে তাঁর কাজ হল শুধু গ্রাহকদের জড়িয়ে ধরা। কখনও সামনে থেকে জড়িয়ে ধরেন। কখনও বা পিছন থেকে  জড়িয়ে ধরেন। এর জন্য তিনি গ্রাহকদের কাছ থেকে ৮০ মার্কিন ডলার করে নেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৬০০। এভাবে তিনি প্রতি সপ্তাহে ৪৫ ঘণ্টা গ্রাহকদের সঙ্গে সময় কাটান। আর তাতেই মাসে তাঁর রোজগার হয় কয়েক লক্ষ টাকা। কিন্তু তিনি কেন এমন কাজ করেন? রবিন স্টেইনের কথায়, এখন সক

উনিশে তৈরি হচ্ছে মহাজোটের বড় মঞ্চ, ৭৭-র ব্রিগেডকেও ছাপিয়ে যাবে, দাবি মমতার

Image
৪১ বছর বাদে এত বড় ব্রিগেড। জ্যোতি বসুর পর। ১৯৭৭ সালে জ্যোতি বসু এমন ব্রিগেড করেছিলেন। তবে সেই ব্রিগেডকেও ছাপিয়ে যাবে বলে মঙ্গলবার দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানান তিনি। বাংলায় রথযাত্রা বাতিল করে শীর্ষ আদালত। আজই এই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। ব্রিগেড নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মেগা জনসভা হবে। জ্যোতি বসু ও অনেককে এনেছিলেন। তবে এত বড় হবে না। বামেদের বলেছিলাম। কিন্তু কিছু জানায়নি। ওদের রাজনৈতিক বাধ্যবাধকতা থাকতেই পারে। আমি কিছু মনে করছি না। লোকসভা নির্বাচনের আগে বিরোধীদে জোট করতে এটাই বড় মঞ্চ হতে চলেছে। অবিজেপি সব বিরোধী দলের নেতৃত্বদের আহ্বান জানানো হয়েছে। সূত্রে খবর, মমতার ব্রিগেডে উপস্থিত থাকতে পারেন বিভিন্ন দলের ২০ জন শীর্ষ নেতা। এনারা হলেন দেবেগৌড়া, কুমারস্বামী, অরবিন্দ কেজরীবাল, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, শারদ পাওয়ার, বদরুদ্দীন আজমল, স্ট্যালিন, অরুন শৌরি, চন্দ্রবাবু নাইডু, অজিত সিং, জয়ন্ত চৌধুরী, ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, শত্রুঘ্ন সিনহা, বাবুলাল মারান্ডি, মল্লিকার্জুন খারগে, জিগনেস মেও

কৃষ্ণ ভিরাজের সঙ্গেও টিকল না শ্রাবন্তীর বিয়ে, বিচ্ছেদে সরকারি সিলমোহর

Image
এই ছবি এখন অতীত। সরকারি ভাবে ছাড়াছাড়ি হয়ে গেল শ্রাবন্তী এবং কৃষ্ণ ভিরাজের। আলাদা থাকছিলেন অনেক দিন ধরেই। এবার সরকারি ভাবেও ছাড়াছাড়ি হয়ে গেল শ্রাবন্তী-কৃষ্ণ বিরাজের। বিয়ের প্রায় আড়াই বছর পর আদালতে আদালতের সিলমোহর পড়ল বিবাহ বিচ্ছেদে। আপাতত কাজ এবং ছেলেকে বড় করাই ফোকাস, বললেন শ্রাবন্তী। ২০১৭-র জুলাইয়ে বিয়ে হয় শ্রাবন্তী ও কৃষ্ণ ভিরাজ। সেই সময় পরিবারের লোকজন এবং ইন্ডাস্ট্রির অনেকেই সেই বিয়েতে উপস্থিত ছিলেন। কিন্তু মুম্বইয়ের মডেল কৃষ্ণ ভিরাজের সঙ্গে বিয়ের কয়েক মাসের মধ্যেই সম্পর্কের টানাপড়েন শুরু হয়। তার জেরে আলাদা থাকতে শুরু করেন দু'জন। যৌথ সম্মতিতে বিবাহ বিচ্ছেদের মামলা করেন শ্রাবন্তী এবং কৃষ্ণ। মঙ্গলবার সরকারি ভাবে তাতে সিলমোহর পড়ল আলিপুর আদালতে। শ্রাবন্তীর আইনজীবী অনুনয় বসু বলেন, ২০১৭ সালে পারস্পারিক বোঝাপড়ার ভিত্তিতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার আলিপুর আদালতের জেলা বিচারক রবীন্দ্রনাথ সামন্ত তাতে সিলমোহর দিয়েছেন।  শ্রাবন্তী আগেই জানিয়েছিলেন, বিচ্ছেদের সিদ্ধান্ত কারও একার নয়, দু'জনের যৌথ সিদ্ধান্ত। আপাতত ছেলে ঝিনুককে বড় করা এবং নিজের কাজ, এই দু'টিতেই

নানা হাসপাতালে ঠোক্কর খেয়ে খোয়া গেল ডান হাতটাই

Image
হাসপাতালে তাজমুল। বোলপুরে দুর্ঘটনা ঘটে দিন পাঁচেক আগে এক সন্ধ্যায়। তার পরে আহত যুবকের বর্ধমান থেকে কলকাতার হাসপাতালে হাসপাতালে ঘুরপাক। এসএসকেএম, নীলরতন সরকার মেডিক্যাল কলেজে ঠাঁই না-পেয়ে যেতে হয় মহানগরীর বেসরকারি হাসপাতালে। তবু গ্রামের দিনমজুর যুবকের রুটিরুজির একমাত্র অবলম্বন ডান হাতটিকে রক্ষা করা গেল না। পচন ধরা হাতটি মঙ্গলবার বিকেলে উল্টোডাঙার এক বেসরকারি হাসপাতালে কেটে বাদ দিতে হয়েছে। এই ঘটনায় রাজ্যে আপৎকালীন চিকিৎসায় সঙ্কটের চেহারাটা ফের বেআব্রু হয়ে গিয়েছে। মফস্‌সল-জেলা সদরে পরিকাঠামোর দৈন্যের পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ে সমন্বয়ের অভাবও প্রকট। শ্রীনিকেতন মোড়ে ১১ জানুয়ারি সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় লোহাগড় গ্রামের কলমিস্ত্রি শেখ তাজমুলের হাতে গুরুতর আঘাত লাগে। রাতে এসএসকেএমের ইমার্জেন্সিতে নিয়ে আসার পরে শনিবার সকালে 'শয্যা নেই' বলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, ক্ষতিগ্রস্ত ধমনীতে জরুরি ভিত্তিতে ভাস্কুলার সার্জারির দরকার ছিল তাজমুলের। বোলপুরের মহকুমা হাসপাতাল হয়ে বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে ওই অস্ত্রোপচার করার পরিস্থিতি ছিল না। রাতেই এসএসকেএমে ইম

অর্ধেক দামে উন্নত রাফাল ফ্রান্সকে! খবর নিয়ে তরজা

Image
চাপানউতোর চলছিল সমানে। তারই মধ্যে রাফাল বিতর্ক আজ আরও অনেকটা উস্কে দিল একটি খবর। সেটি হচ্ছে, ফ্রান্স তার দেশের দাসো অ্যাভিয়েশনের কাছ থেকে ২৮টি 'আপগ্রেডেড' রাফাল যুদ্ধবিমান কিনছে। প্রতিটির দাম পড়ছে ৮.২ কোটি ইউরো। নোভিটাইমস-এর এই খবরের সূত্র ধরে মোদী-জমানার রাফাল চুক্তির সঙ্গে তুলনা টানছেন অনেকে। অশোক সোয়াইন নামে এক জন যেমন টুইটে মনে করিয়ে দিয়েছেন, ''ওই দাসোর কাছ থেকেই ভারত ৩৬টি রাফাল কিনছে ৭৮০ কোটি ইউরোয়। প্রতিটি বিমানের দাম পড়ছে প্রায় ২১.৬ কোটি ইউরো। এর সঙ্গে অশোকের টিপ্পনি, ''ভারত মাতা কি জয়, অনিল অম্বানী কি জয়!'' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধে এ নিয়ে ধারালো টুইট করেছে কংগ্রেসও।  সিএজি এ দিন জানিয়েছে, তথ্যের অধিকার আইনেও তারা রাফাল নিয়ে তথ্য জানাতে রাজি নয় এই মুহূর্তে। কারণ, হিসেব এখনও চলছে। কিন্তু ফ্রান্সের সঙ্গে চুক্তির যে হিসেব জানা যাচ্ছে তাতে এটা স্পষ্ট, ভারত তাদের চেয়ে প্রতিটি রাফালের জন্য ১৩.৪ কোটি ইউরো বেশি দিচ্ছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় এগারোশো কোটি টাকার কাছাকাছি। ৩৬টি বিমানের জন্য রাজকোষ থেকে বেশি খরচ হচ্ছে ৩৯ হাজার কোটি টাকা।  প্রশ্ন

কর্নাটকে দুই নির্দল বিধায়ক ছাড়লেন জোট, নাটক তুঙ্গে

Image
কংগ্রেস–জেডি(‌এস)‌ জোট সরকার কর্নাটকে কি পড়ে যাবে?‌ ক্ষমতায় আসবে বিজেপি?‌ নাকি সরকার তার পুরো মেয়াদ পূর্ণ করবে?‌ এই মুহূর্তে এমন প্রশ্নই উঠতে শুরু করেছে। কারণ সেখানে ঘোড়া কেনাবেচা শুরু হয়েছে বলে খবর। বিজেপি'‌র পক্ষ থেকে বলা হয়েছিল আগামী ১৭ জানুয়ারি কর্নাটকের জোট সরকার পড়ে যাবে। তারপর থেকে জোর নাটক শুরু হয়ে গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দু'‌জন নির্দল বিধায়ক জোট সরকার ছেড়ে বেরিয়ে এসেছে। এই দু'‌জন বিধায়কের নাম শঙ্কর ও নাগেশ। ইতিমধ্যেই তিনজন কংগ্রেস বিধায়ককে মুম্বইয়ের হোটেলে আটকে রাখা হয়েছে। যাঁদের পাহারা দিচ্ছে বিজেপি নেতারা। উলটে কর্নাটকের বিজেপি শাখার প্রধান বিএস ইয়েদুরিয়াপ্পা অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর বিরুদ্ধে। তিনি দলের বিধায়কদের ক্ষমতা ও টাকার প্রলোভন দিয়ে আটকে রাখার চেষ্টা করছেন। যেখানে তাঁরা বিজেপিতে যোগ দিতে চাইছে। এখন বিজেপি'‌র ১০৪ জন বিধায়ক রয়েছেন হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের একটি হোটেলে। এরপরও মুখ্যমন্ত্রী কুমারস্বামী বলেছেন, সরকার পড়ে যাওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু সরকার ফেলে দেওয়ার ছক কাজে লেগে গিয়েছে এই আনন্দে গুরুগ্রামের বিলা

ধাক্কা বিজেপির, ‌পশ্চিমবঙ্গে এখনই রথযাত্রায় ‘‌না’‌ সুপ্রিম কোর্টের

Image
রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল বিজেপি। মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, পশ্চিমবঙ্গে এখনই রথযাত্রা করতে পারবে না বিজেপি। কারণ রথযাত্রার জন্য আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়া নিয়ে রাজ্য সরকারের উদ্বেগ অযাচিত নয়। বিজেপিকে রাজ্যের কাছে রথযাত্রার অনুমতি চেয়ে নতুন করে আবেদন করতে হবে। কলকাতা হাইকোর্টের রথযাত্রা নিয়ে দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপির রাজ্য শাখা। সেই আবেদনের শুনানিতেই মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ–এর নেতৃত্বে বিচারপতি এল এন রাও এবং এস কে কৌল–এর বেঞ্চ। একইসঙ্গে বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, বিজেপি যাতে নিরাপদে পশ্চিমবঙ্গে মিছিল এবং সমাবেশ করতে পারে সেব্যাপারে লক্ষ্য রাখতে। এছাড়া বিজেপি যখন ফের রথযাত্রার আবেদন করবে, তখন যেন সংবিধানে উল্লিখিত ভাষা এবং অভিব্যক্তি বয়ানের মৌলিক অধিকারের কথা মাথায় রেখে অনুমতি দেয় রাজ্য, সেই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।‌