লক্ষ্য লোকসভা! প্রযুক্তির শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা মোদী সরকারের


সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাকর্মী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য সুখবর। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এইসব কর্মীদের জন্য সপ্তম পে কমিশন লাগুর সিদ্ধান্ত নিয়েছে। এরজন্য বাড়তি ১২৪১ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, এই সিদ্ধান্তের জেরে সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার ২৯,২৬৪ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী উপকৃত  হবেন। আর সরকারি এই সিদ্ধান্তে এআইসিটিই-র আওতায় থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ৩.৫ লক্ষ শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও উপকৃত হবেন।

মন্ত্রীর মতে কেন্দ্রের এই সিদ্ধান্ত, প্রযুক্তি সংস্থাগুলিতে ভাল ফ্যাকাল্টি রেখে মান বজায় রাখতে সাহায্য করবে।