Posts

Showing posts from August 20, 2018

কেরালার বন্যা দুর্গতদের জন্য ৫০ হাজার রুটি বানালেন বন্দিরা

Image
শতাব্দীর ভয়াবহতম প্রাকৃতির দুর্যোগের শিকার কেরালা। কমপক্ষে ৩০০ মৃত্যুর পরও বাড়ছে বন্যায় মৃতের সংখ্যা। গৃহহীন লক্ষাধিক। ইতিমধ্যেই হাজার হাজার কোটির আর্থিক ক্ষতি হয়েছে রাজ্য। দক্ষিণের এই রাজ্যের সাহায্যে এগিয়ে এসেছে গোটা দেশ। আম জনতা থেকে সমাজের বিশিষ্টরা। কেন্দ্রীয় থেকে বিভিন্ন রাজ্য সরকার। কেরালার সাহায্যে হাত বাড়িয়েছে বিভিন্ন মহলই। পিছিয়ে নেই রাজ্যের সংশোধনাগারের বন্দিরাও।  বন্যায় আক্রান্তদের জন্য এখনও পর্যন্ত ৪০-৫০ হাজার রুটি বানিয়েছেন তিরুবনন্তপুরম পূজাপ্পুরা সেন্ট্রাল জেলের বন্দিরা। রুটির সঙ্গে সবজি প্যাক করে জেলা শাসকদের হাতে তুলে দেওয়া হয়েছে। কমপক্ষে ৫০ বন্দির দিন রাতের চেষ্টায় এই খাবার ত্রাণ হিসেবে প্রস্তুত করা গেছে।  প্রসঙ্গত ২০১৫-তে তামিলনাড়ু বন্যার সময়ও এভাবেই সাহায্য করেছিলেন সেন্ট্রাল জেলের কয়েদিরা। 

দঙ্গল 2.0! কমনওয়েলথের পর এশিয়াডে সোনা জিতে ইতিহাস বিনেশ ফোগতের

Image
এশিয়ান গেমসে দেশের দ্বিতীয় সোনাও কুস্তিতেই এল। তবে এবার তা আনলেন বিনেশ ফোগত। এশিয়াডের মঞ্চে দেশের হয়ে সোনা জেতার পাশাপাশি প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে এশিয়ান গেমসে সোনা জিতলেন তিনি।  ২০১৪ কমনওয়েল গেমসের পর এবার এশিয়াডেও সোনাজয়ী হলেন বিনেশ। কঠিন প্রতিদ্বন্দ্বী জাপানের যুকি ইরিকে ৬-২ হারিয়ে ৫০ কেজি ফ্রি-স্টাইল কুস্তিতে সোনা জেতেন 'দঙ্গল' ফোগত বোনেদের অন্যতম। শুধু পদকই নয়, সঙ্গে এশিয়ান গেমসে সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবেও ইতিহাস গড়লেন তিনি। এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ২টি সোনা, ২টি রুপো এবং একটি ব্রোঞ্জ জুড়েছে ভারতের পদক তালিকায়। 

অবশেষে মিলল হদিস, নীরব মোদী রয়েছেন ব্রিটেনেই

Image
নীরবের ব্রিটেনে থাকার খবর পাওয়ার পরই সিবিআই তাকে দেশে ফেরানোর জন্য বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করেছে এতদিনে হদিস মিলল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারির অন্যতম হোতা নীরব মোদী রয়েছেন ব্রিটেনেই। সিবিআইকে জানাল ব্রিটিশ সরকার। ওই তথ্য পাওয়ার পরই নীরব মোদীকে দেশ ফেরানোর প্রক্রিয়া শুরু করে দিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। উল্লেখ্য, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে প্রায় ১৩ হাজার কোটি টাকা ধার নিয়ে বেপাত্তা নীরব মোদী। তার সঙ্গে তার মামা মেহুল চেকসিরও কোনও খোঁজ পাওয়া ‌যাচ্ছে না। এই হিরে ব্যবসায়ীই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটিকে প্রায় পথে বসিয়ে ছেড়েছে। দুই পান্ডার খাঁজে সিবিআই এতদিন তদন্ত করলেও নিশ্চিত কোনও কিছুই বলা ‌যাচ্ছিল না। এতদিনে সরকারিভাবে একটি নির্দিষ্ট তথ্য পাওয়া গেল। নীরবের পাশাপাশি তার মামা সম্ভবত অ্যান্টিগায় রয়েছেন বলে মনে করা হচ্ছে। নীরবের ব্রিটেনে থাকার খবর পাওয়ার পরই সিবিআই তাকে দেশে ফেরানোর জন্য বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করেছে। কারণ কোনও অভি‌যুক্তকে দেশে ফেরাতে চাইলে তা করতে হয় সুষমা স্বরাজের দফতরের মাধ্যমেই। সিবিআই ব্রিটেনের কাছে আবেদন করেছে, ব্রিটেনে নীরব মোদীকে দেখামাত্রই ‌যেন গ্রেফতার

দিল্লির দূষণে শরীরে ক্ষতি কতটা, পরীক্ষা কলকাতায়

Image
বাতাসে ভর্তি ধুলো-ধোঁয়ার বিষ। সেই বিষ বাড়িয়ে দেয়, এমন কার্যকলাপ ক্রমশই বাড়ছে। এই অবস্থায় রাজধানী দিল্লি তথা তাকে ঘিরে থাকা গোটা এনসিআরের (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন) বাসিন্দাদের পরিষ্কার ও টাটকা-তাজা বাতাসে নিঃশ্বাস নেওয়ার স্বপ্ন সুদূর পরাহত বলেই মনে করছে সংসদের পরিবেশ বিষয়ক স্থায়ী কমিটি। দিল্লিতে বায়ু দূষণের বিপজ্জনক চিত্র ও তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত রিপোর্ট ওই কমিটি গত ৭ অগস্ট সংসদে পেশ করেছে। দিল্লিতে ২০১৩ থেকে ২০১৭-এই পাঁচ বছরে ৯৮১ জন শ্বাসযন্ত্রের সংক্রমণে মারা গিয়েছেন। এমনটাই সংসদীয় স্থায়ী কমিটি রিপোর্টে জানিয়েছে। কমিটির তৈরি ৪১ পাতার ওই রিপোর্টে জানানো হয়েছে, দেশের অন্যান্য জায়গার বাসিন্দাদের তুলনায় দিল্লির মানুষ শ্বাসকষ্ট, হাঁপানির মতো রোগে অনেক বেশি ভোগেন। যে পরীক্ষার মাধ্যমে কমিটি ওই সিদ্ধান্তে উপনীত হয়েছে, সেই পরীক্ষা করেছে কলকাতার হাজরা মোড়ের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ওই পরীক্ষা করিয়েছে। কমিটির রিপোর্ট অনুযায়ী, দিল্লির বায়ু দূষণ বড়দের ও ছোটদের শরীরের কতটা ও কী রকম ক্ষতি করছে, আলাদা ভাবে সেই পরীক্ষা হয়েছে কলকাতার ওই

বিদ্যুৎ খরচ কমাতে আলোশ্রী প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Image
অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে আরও উদ্যোগী রাজ্য সরকার৷ বিদ্যুতের জোগান বাড়াতে এবার রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ও সরকারি দপ্তরের ছাদে সোলার প্যানেল বসানো হবে বলে জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রকল্পের নাম ঘোষণা করে আজ, সোমবার টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ''রাজ্যে আলোশ্রীর মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানো হবে৷'' নয়া এই প্রকল্প চালু হলে বিদ্যুৎ অপচয় তুলনামূলকভাবে অনেকটাই বাঁচানো যাবে৷ এই সঙ্গে বিদ্যুতের খরচও বাঁচানো যাবে৷ ব্যবহারের পর উৎবৃত্ত বিদ্যুৎ বিক্রি করাও ব্যবস্থা রাখা হবে বলে নবান্ন সূত্রে খবর৷ আজ জাতীয় অপ্রচলিত শক্তি দিবস৷ এই দিনটিকে মাথায় রেখে রাজ্যের নয়া প্রকল্প আলোশ্রী'র ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ টুইটারে লেখেন, ''বিদ্যুতের অপচয় রুখতে ও খরচে লাগাম টানতে অপ্রচলিত শক্তি ব্যবহারে একটি বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আলোশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত দপ্তরের ছাদে বসানো হবে বিশেষ একটি সোলার প্যানেল৷'' গোটা বিশ্বজুড়ে বাড়তে থাকা উষ্ণায়ন রোধে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইউনে

অবৈধ সম্পর্ক ফাঁসের জের, সন্তানকে স্বাসরোধ করে খুন মহিলা।

Image
রায়গঞ্জ: অবৈধ সম্পর্ক জানাজানি হওয়ার ভয়ে সাত বছরের সন্তানকে খুন করল মহিলা৷ অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে ধৃতার নাম বিমলা রায়৷ টানা ৪৮ ঘণ্টা জেরার পর খুনের কথা কবুল অভিযুক্তের৷ সাত বছরের শিশুকে খুনের ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ওই মহিলার প্রেমিক৷ অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের৷ গত শনিবার শ্বাসরোধ করে খুনের পর সাত বছরের শিশুকে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে৷ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির পশ্চিম বোগ্রাম গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ পরে পুলিশ পৌঁছে মৃত শিশু দেবু রায়ের (৭) দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ শিশুর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নামে পুলিশ৷ ওই দিনই অভিযুক্ত মহিলাকে থানায় ডেকে পাঠিয়ে দফায় দফায় জেরা করে পুলিশ৷ জেরায় মহিলার বয়ানে অসঙ্গতি মেলে৷ তদন্তকারী আধিকারিকদের মধ্যে সন্দেহ দানা বাঁধতে থাকে৷ ঘটনার কিনারা করতে ৪৮ ঘণ্টা ধরে ওই মহিলাকে জেরা করা হয়৷ পরে পুলিশি জেরায় ভেঙে পড়ে ওই মহিলা৷ কবুল করে অপরাধ৷ জেরায় অভিযুক্ত ওই মহিলা পুলিশকে জানিয়েছে, প্রেম

‘শ্লীলতাহানি শুনেছিস, এবার দেখবি’ গৃহবধূকে হুমকি স্কুলবাস মালিকের

Image
কলকাতা: আট বছরের ছেলেকে বাসে করে স্কুলে পাঠাতেন সিঁথির বাসিন্দা নৃত্যশিল্পী রুমা বসু৷ তিনি একদিন লক্ষ্য করেন, যে বাসে করে তাঁর ছেলে এবং আরও ৩০টি বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া হয় সেটি আদপে বাতিল বাস৷ এরপরই বাস মালিক অভিজিৎ সরকারকে বিষয়টি জানান তাঁরা৷ বারবার অনুরোধে কাজ না হওয়াতে ব্যারাকপুর আরটিও এবং স্থানীয় প্রশাসনকেও বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ করা হয়৷ এরপরই ক্রমাগত হুমকির মুখে পড়তে হচ্ছে কলকাতার সিঁথির এই গৃহবধূকে৷ শ্লীলতাহানি এবং অ্যাসিড ছুঁড়ে মারার মত মারাত্মক হুমকিও আসছে বলে  জানিয়েছেন রুমা বসু৷ কলকাতার সাউথ সিঁথির বিধান পার্কের একটি আবাসনের বাসিন্দা উত্তীয় এবং রুমা বসু৷ ছেলে ঔষ্ণীক বসু লিলুয়ার একটি নামী ইংরাজি মাধ্যম স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র৷ ২০১৫ থেকে টানা দু'বছর 'সরকার পুলকার অ্যান্ড ক্যাটেরিং সার্ভিসেসে'র অধীনস্থ একটি বাসে করে ঔষ্ণীক এবং আরও ৩০টি ছেলেমেয়ে স্কুলে যাতায়াত করত৷ ঔষ্ণীকের পরিবারের দাবি, ওই বাসটি পুরনো এবং বাতিল হয়ে যাওয়া বাস৷ যার কোনরকম রুট পারমিশন নেই৷ বিষয়টি জানতে পেরে সরকার পুলকারের মালিক অভিজিৎ সরকারকে বিষয়টি জানান এবং বাসটি প

দেহ চুল্লিতে ঢোকানো হচ্ছিল, আচমকাই বেজে উঠল শ্মশান কর্মীর ফোন!

Image
'এই দেহ এখন চুল্লিতে ঢোকানো যাবে না, ফোন এসেছে থানা থেকে। পুলিসবাবুরা বারণ করেছেন।' মৃতদেহ খাটিয়া থেকে নামিয়ে স্নান করিয়ে ঘি মাখানো হয়ে গিয়েছে। পুরোত মশাই বেশ কিছু মন্ত্রোচ্চারণও করে ফেলেছেন। প্রাথমিক কাজ সব সম্পন্ন, এবার দেহ চুল্লিতে ঢোকানো হবে। চুল্লিতে ঢোকানোর জন্য লোহার ট্রলিতে দেহ উঠিয়ে ফেলা হয়েছে। ঠিক সেই মুহূর্তে বেজে ওঠে শ্মশান কর্মীর ফোন। ফোনে দু-চারটে কথা বলার পরই শ্মশান কর্মী জানিয়ে দেন, 'এই দেহ এখন চুল্লিতে ঢোকানো যাবে না, ফোন এসেছে থানা থেকে। পুলিসবাবুরা বারণ করেছেন।' মৃতের আত্মীয়দের অশ্রুসজল চোখমুখে আচমকাই বিস্ময়ের ছাপ। এই 'স্বাভাবিক' মৃত্যুতে আবার থানা-পুলিস কেন- কিছুতেই ঠাওর করতে পারছিলেন না তাঁরা। কিছুক্ষণের মধ্যেই পুলিস যায় শ্মশানে। দেহ ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করে। এরপরই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। বারুইপুরের কির্তনখোলা শ্মশান ঘাটে যা ঘটল, তা আগে কখনও ঘটেছে বলে মনে করতে পারছেন না স্থানীয়রাই। বারুইপুরের রামগোপালপুরের বাসিন্দা স্বপন সর্দার পেশায় আদালতের কেরণী ছিলেন। রবিবার বিকালে তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা দেহ নিয়ে যান কির্তনখোলা শ্মশানঘাট

রান্না খারাপ, পরিবারের গঞ্জনায় আত্মহত্যা তরুণীর

Image
নতুন বউ ভাল রান্না করতে পারে না। অভিযোগ, সেই কারণে প্রতিদিন স্বামী ও শাশুড়ির গঞ্জনা সহ্য করতে না পেরে শেষে আত্মঘাতী হয়েছেন বছর পঁচিশের কৃষ্ণা হালদার। সোনারপুর থানার ফুলেরহাট এলাকার বাসিন্দা কৃষ্ণা। উচ্চ মাধ্যমিক পাশ করার পরই পরিবার মাস ছয়েক আগে তাঁর বিয়ে দিয়ে দেন রাধানগরের বাসিন্দা সুজয় কর্মকারের সঙ্গে। সোমবার সকালে দিদি কৃষ্ণার ঝুলন্ত দেহ দেখতে পান তাঁর ভাই তোতন। তিনি বলেন, ''দিদি পৌনে ১০টা নাগাদ ফোন করে ডাকে আমাকে। সাড়ে ১০টা নাগাদ দিদির বাড়ি পৌঁছই। দিদির ঘরের সামনে বারবার ডাকা সত্ত্বেও কেউ সাড়া না দেওয়ায় দরজা খুলে ভিতরে ঢুকি।'' তারপরেই দিদির ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই সুজয় এবং তাঁর মায়ের সঙ্গে গন্ডগোল শুরু হয় দিদির। তোতন বলেন, "দিদি আগে কখনও রান্না করেনি। তাই বিয়ের পর রান্না করতে পারত না। তা-ও চেষ্টা করত। রান্না খারাপ বলে দিদির উপর নিয়মিত অত্যাচার চালাত জামাইবাবু এবং ওর শাশুড়ি।" তোতন এবং কৃষ্ণার পরিবারের অভিযোগ কৃষ্ণাকে খুন করা হয়েছে। তবে সোনারপুর থানার পুলিশ প্রাথমিক তদন্তের পর খুনের সম্ভবনা উড়িয়ে দিয়েছে। তাঁদের অনুমান, আত্

যৌনপল্লীতে গিয়ে ধরা পড়ায় এশিয়ান গেমস থেকে ফেরত পাঠানো হল চারজনকে

Image
খেলার বিরতিতে জাপানের বাস্কেটবল দল। যৌনপল্লীতে ঘোরাঘুরি করছিলেন ওরা চারজন। আর সেই কারণেই এশিয়ান গেমসের আসর ছেড়ে দেশে ফিরে যেতে হল জাপানের চার বাস্কেটবল প্লেয়ারকে। গত বৃহস্পতিবারের ঘটনা। কিন্তু পুরো ঘটনা সামনে এল সোমবার। জাকার্তার কুখ্যাত যৌনপল্লীতে বেশ রাতে জাতীয় দলের জার্সিতে দেখতে পাওয়া যায় চার প্লেয়ারকে। জাপান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক কর্তা জানিয়েছেন, ইউয়া নাগাউসি, তাকুয়া হাশিমোতো, তাকুমা সাতো ও কেইতা ইমামুরাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানের জন্য এটা একটা বড় ধাক্কা তো বটেই সঙ্গে লজ্জারও। দু'বছর পরই অলিম্পিকের আয়োজন করতে চলেছে জাপানের টকিও শহর। জাপানের শেফ দ্য মিশন ইয়াসুহিরো ইয়ামাশিতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ''আমার বিষয়টি জেনে লজ্জা হচ্ছে। আমি ক্ষমা চাইছি আর কথা দিচ্ছি এখন থেকে অ্যাথলিটদের জন্য সঠিক নিয়ম বেধে দেওয়া হবে।'' গত বৃহস্পতিবার এই চার বাস্কেটবল প্লেয়ার ডিনারের পর গেমস ভিলেজ থেকে বেরিয়ে যায়। ওদের মহিলাদের নিয়ে টাকা দিয়ে হোটেলে গিয়েছিল। ঘটনার খবর সামনে আসে যখন জাপানের বি লিগে খেলা এই চার প্লেয়ারকে রেড লাইট এরিয়ায় দেখে ফেলেন জাপানেরই এক

গত বছরের প্রশ্নই ফের এ বছরের ডব্লিউবিসিএস পরীক্ষায়!

Image
ডব্লিউবিসিএস-এর পরীক্ষায় হুবহু আগেরবারের পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ। আমলা নিয়োগের প্রশ্ন নিয়ে বিভ্রাট। আর সেই বিভ্রাট ঘিরে চাপানউতোর চলছে পাবলিক সার্ভিস কমিশন((পিএসসি)-এর অন্দরে। সোমবার ডব্লিউবিসিএস মেন পরীক্ষার ঐচ্ছিক বিষয় উর্দু পরীক্ষা ছিস। কিন্তু, প্রশ্নপত্র হাতে পেয়ে চমকে যান পরীক্ষার্থীরা। এত গত বছরের প্রশ্নের হুবহু নকল! গত ১৭ অগস্ট থেকে ডব্লিউবিসিএস মেন পরীক্ষা শুরু হয়েছে। এ দিন ছিল দু'টি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। নাম প্রকাশ না করার শর্তে এক পরীক্ষার্থী বলেন, "আমরা পরীক্ষার প্রস্তুতির সময়ে ২০১৭-র প্রশ্ন অনুশীলন করেছিলাম। প্রশ্ন হাতে পেয়ে দেখি, সেই প্রশ্নই হুবহু তুলে দেওয়া হয়েছে এ বছরের প্রশ্নে।" বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় পিএসসি-র চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্তকে। তিনি নিজে যান একটি পরীক্ষা কেন্দ্রে। পিএসসি-র জয়েন্ট সেক্রেটারি এসপি মিশ্রও যান মধ্য কলকাতার একটি কেন্দ্রে। দেখা যায়, পরীক্ষার্থীদের অভিযোগ সঠিক। পিএসসি সূত্রে খবর, আগের বছরের প্রশ্নপত্র থেকে তিরিশ শতাংশের বেশি প্রশ্ন পরের বছর দেওয়া যায় না। সেই নিয়ম জানা সত্ত্বেও কী ভাবে প্রায় ১০০ শতাংশ প্রশ্ন আবার দেও

ফোনে সাহায্য চাইতেই ১১ জন মিলে ধর্ষণ করল নাবালিকাকে

Image
রাঁচি: ফের প্রকাশ্যে এল ভয়াবহ ধর্ষণের ঘটনা। দুই নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেফতার করা হল ১১ জনকে। ঝাড়খণ্ডের লোহারডাঙা জেলার ঘটনা। অভিযোগের ভিত্তিতে পুলিশ হিরি হারা টোলি এলাকায় তল্লাশি চালায় পুলিশের একটি বিশেষ টিম। সেখান থেকেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানান, ডেপুটি পুলিশ সুপার আশিষ কুমার মাহলি। অভিযুক্তদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২৮-এর মধ্যে বলে জানিয়েছে পুলিশ। গত ১৬ অগস্ট এই ধর্ষণের ঘটনা ঘটে। হিরি রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণীদের মধ্যে এক নাবালিকা ফোনে সাহায্য চেয়েছিল এক বন্ধুর কাছে। সাহায্য করার বদলে ওই বন্ধু ১১ জনকে পাঠিয়ে দেয়। তারা এসে নাবালিকাকে এক নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানেই তাদের ধর্ষণ করা হয় বলে খবর। তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল। নাবালিকাদের তরফে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই গঠন হয় বিশেষ টাস্ক ফোর্স। পুলিশ সুপার প্রিয়দর্শি অলোক ঘটনার তদন্তের নির্দেশ দেন। টাস্ক ফোর্সের নেতৃত্বে ছিলেন, পুলিশ অফিসার অরবিন্দ কুমার বার্মা ও মাহলি। ওই নাবালিকাদের মোবাইলও উদ্ধার করেছে পুলিশ।

বাজপেয়ীর শেষকৃত্যে‌ যোগদানকারী পাক প্রতিনিধি দলে মুম্বই হামলায় জড়িত হেডলির ভাই!

Image
দানিয়াল গিলানি পাকিস্তানের এক কূটনীতিক। পাকিস্তানের ফিল্ম সেন্সর বোর্ডের চেয়ারম্যান পদে বর্তমানে কর্মরত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজাপেয়ীর শেষকৃত্যে ‌যোগ দিয়েছিলেন মুম্বই হামলায় অভি‌যুক্ত ডেভিড কোলম্যান হেডলির এক ভাই! শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি। অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্যে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল পাঠিয়েছিল পাকিস্তান। সেই দলেই ছিলেন হিডলির সৎ ভাই দানিয়াল গিলানি। মুম্বই হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভি‌যোগে বর্তমানে মার্কিন ‌যুক্তরাষ্ট্রে জেলবন্দি হেডলি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, দানিয়াল গিলানি পাকিস্তানের এক কূটনীতিক। পাকিস্তানের ফিল্ম সেন্সর বোর্ডের চেয়ারম্যান পদে বর্তমানে কর্মরত। প্রকাশ্যে তিনি ভাইয়ের প্রসঙ্গ এড়িয়েই চলেন। বাজপেয়ীর শেষকৃত্যে আসার জন্য পাকিস্তানি প্রতিনিধি দলের সদস্যরা ‌যে ভিসার আবেদন করেছিলেন তা খতিয়ে দেখেই ভিসা মঞ্জুর করা হয়েছে। ভারতের ব্ল্যাকলিস্টে থাকা কেউই ভিসা পাননি। গিলানির বিরুদ্ধে কোনও অভি‌যোগ নেই। দিল্লিতে বাজপেয়ীর শেষকৃত্যে ‌যোগ দিলেও কয়েকটি বিষয় এড়িয়েই গিয়েছিলেন গিলানি। অনুষ্ঠানে পাক আইনমন্ত্রী সৈয়দ আলি জাফর একটি সৌজন্য সাক্ষাত করেন বিদেশমন্

প্রয়াত বলিউড অভিনেত্রী সুজাতা কুমার

Image
'ইংলিশ ভিংলিশ' ছবিতে সুজাতা। গত ফেব্রুয়ারিতে আচমকাই প্রয়াত হয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। এ বার চলে গেলেন 'ইংলিশ ভিংলিশ' ছবিতে তাঁর সহ অভিনেত্রী সুজাতা কুমার। রবিবার রাতে প্রয়াত হন সুজাতা। সোশ্যাল মিডিয়ায় সুজাতার প্রয়াণের খবর দেন তাঁর বোন সুচিত্রা কৃষ্ণমূর্তি। তিনি টুইট করেন, 'আমাদের ভালবাসার সুজাতা কুমার চলে গেল। ১৯ অগস্ট রাত ১১টা বেজে ২৬ মিনিটে চলে গেল ও। হয়তো এখনকার থেকে আরও ভাল জায়গায়। জীবন আর কখনও আগের মতো হবে না...।' দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন সুজাতা। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে শেষ ক'দিন ভর্তি ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। সোমবার সকাল ১১টায় জুহুর ভিলে পার্ল ওয়েস্ট এলাকায় সুজাতার শেষকৃত্য সম্পন্ন হয়। 'ইংলিশ ভিংলিশ'-এ শ্রীদেবীর দিদির ভূমিকায় অভিনয় করেছিলেন সুজাতা। তাঁর অভিনয় দর্শকদের ভাল লেগেছিল। এ ছাড়াও 'রাঞ্ঝনা', 'গুজারিশ'-এর মতো ছবিতেও সুজাতার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের।

গৌতম গম্ভীর লোকসভা ভোটে বিজেপির প্রার্থী?

Image
বাইশ গজে নয়, রাজনীতির ময়দানে কি নতুন স্টান্স নেবেন গৌতম গম্ভীর? মহম্মদ আজহারউদ্দিন, নভজ্যোত্ সিং সিধুদের পদাঙ্ক অনুসরণ করে গৌতম গম্ভীরও কি আসতে চলেছেন রাজনীতিতে? এমন খবর কিন্তু ভাসছে রাজনীতির বাতাসে। দৈনিক জাগরণ পত্রিকায় প্রকাশিত খবর অনুসারে, ভারতীয় জনতা পার্টির টিকিটে নয়াদিল্লিতে তাঁকে লড়তেও দেখা যেতে পারে আসন্ন লোকসভা নির্বাচনে। দিল্লিতে অনেকদিন ধরেই ক্ষমতার বাইরে রয়েছে বিজেপি। সেজন্যই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনারকে রাজনীতিতে এনে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছে তারা। একইসঙ্গে দিল্লিতে ক্ষমতা দখলের পরিকল্পনাও রয়েছে। অতীতে অনেক ক্রিকেটারই পা রেখেছেন রাজনীতির অলিন্দে। এই তালিকায় আজহার, সিধু ছাড়াও রয়েছেন মহম্মদ কাইফ, প্রভীন কুমার, বিনোদ কাম্বলি থেকে মনসুর আলি খান পটোডী। প্রতিবেশী পাকিস্তানে সদ্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রাক্তন ক্রিকেটার ইমরান খান। বাস্তবে, আন্তর্জাতিক কেরিয়ার কার্যত শেষ হয়ে গিয়েছে গম্ভীরের। ২০১২ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে আহমেদাবাদে শেষবার তাঁকে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের জার্সিতে দেখা গিয়েছিল। ২০১৩ সালের জানুয়ারিতে ধরমশালায় ইংল্যান্ডের ব

কলেজ চত্ত্বরের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করল তামিলনাড়ু সরকার !

Image
তিরুঅনন্তপুরম: কলেজ চত্ত্বরের মধ্যে মোবাইল ব্যবহারে রাশ টানল রাজ্য৷ দ্য ডিরেক্টরেট অফ কলেজিয়েট এডুকেশন বা ডিসিই জানিয়ে দিয়েছে কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগে তো বটেই, অনান্যা শাখার কলেজগুলিতেও প্রযোজ্য হবে একই নিষেধাজ্ঞা৷ তামিলনাড়ু সরকারের অধীন ডিসিই এক নির্দেশিকায় এই নিষেধাজ্ঞা জারি করেছে৷ সংস্থার প্রধান আর সারুমাথি অধীনস্থ সবকটি কলেজে এই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন৷ সরকারি, আধা সরকারি ও বেসরকারি সব কলেজকেই এই নির্দেশিকা পালন করতে হবে বলে জানানো হয়েছে৷ গত মাসেই এই সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষাদফতরের বৈঠকে৷ উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দফতরের সচিব (ইন-চার্জ) প্রতাপ যাদব৷ প্রিন্সিপাল সেক্রেটারি, স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা৷ এই বৈঠকেই মোবাইল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কি কারণ আচমকা এই সিদ্ধান্ত? আধিকারিকরা এক সাংবাদিক সম্মেলনে জানান, কো এড কলেজগুলিতে মোবাইলের অপব্যবহার হচ্ছে৷ ছাত্রীদের অজান্তেই তাদের ছবি তুলছে ছাত্ররা, এমন অনেক অভিযোগ জমা পড়েছে৷ এমনকী মোবাইলের ফলে নকল করার প্রবণতা বেড়েছে৷ টুকলির ঘটনাও নজরে আসছে, যার সংখ্যা বাড়ছে বলে মনে করা হচ্ছে৷ তবে বিতর্ক তৈরি হয়েছে একটি ইস

একইসঙ্গে গাইডেড বম্ব ও অ্যান্টি ট্যাংক মিসাইলের সফল পরীক্ষা করল ভারত

Image
নয়াদিল্লি: একইসঙ্গে গাইডেড বম্ব ও অ্যান্টি ট্যাংক মিসাইলের সফল পরীক্ষা করল ভারত। রাজস্থানে এই পরীক্ষার সাফল্যের কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ। রবিবার রাজস্থানের চন্দন রেঞ্জ থেকে 'স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন' (SAAW) পরীক্ষা করা হয়। নির্ধারিত টার্গেটে সহজেই আঘাত করতে পারে এই মিসাইল। আগে থেকে নেভিগেশন ঠিক করা থাকলে, টার্গেটে নিখুঁতভাবে পৌঁছে গিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। ১৬ থেকে ১৮ অগস্টের মধ্যে তিন রকমের টেস্ট করা হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই সফল হয়েছে পরীক্ষা। এই পরীক্ষার সময় উপস্থিত ছিলেন, ডিআরডিও, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ও এয়ার ফোর্সের অফিসাররা। পাশাপাশি পোখরানে সফল উৎক্ষেপণ করা হয়েছে অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল 'হেলিনা'। আর্মি হেলিকপ্টার থেকে ওই মিসাইল লঞ্চ করা হয়। কোনও বাধা ছাড়াই এটি পৌঁছে যায় নির্ধারিত টার্গেটে। টেলিমেট্রি ও ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে সব প্যারামিটার খতিয়ে দেখা হয়েছে। মিসাইলের সঙ্গে যুক্ত রয়েছে একটি ইনফ্রারেড ইমেজিং সিকার। এটি বিশ্বের অন্যতম আধুনিক অ্যান্টি ট্যাংক মিসাইল বলে জানা গিয়েছে। পরপর দুই সাফল্যে ডিআরডিও

কেরালার জন্য প্রার্থনা ভাটিকানে, 'চরম বিপদ', আর কি বললেন পোপ

Image
রবিবার কেরালার বন্যা দুর্গতদের জন্য প্রার্থনা হল ভাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে। কেরলের বন্যাকে 'চরম বিপদ' হিসেবে বর্ণনা করে পোপ ফ্রান্সিস কেরালার কয়েক লক্ষ মানুষের জন্য আন্তর্জাতিক মহলের কাছে যথাযথ সাহায্যের আবেদন করেছেন। তিনি আরও জানান, কেরালার ক্যাথলিক চার্চ তাঁর খুব ঘনিষ্ঠ। রবিবারের প্রার্থনা উপলক্ষ্যে ভাটিকানে ধর্মপ্রাণ খ্রিস্টানরা ভিড় জমান। তাঁদের সামনে পোপ বলেন, 'তীব্র বৃষ্টিপাত ও তার ফলে সৃষ্ট বন্যা ও ধ্বসে কেরালার মানুষ বিধ্বস্ত। প্রচুর মানুষের প্রাণ গিয়েছে, অনেকে নিখোঁজ, অনেকে গৃহহারা। ঘরবাড়ি ও ফসলের চরম ক্ষতি হয়েছে।' কেরালার ক্য়াথলিক চার্চ প্রথম থেকেই বন্যাদুর্গত মানুষগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলেও দাবি করেন তিনি। কেরালার এই 'ভাই বোনদের' পাশে দাঁড়ানোর জন্য বিশ্বের মানুষের কাছে আবেদন জানিয়েছেন তিনি। তিনি বলেছেন আন্তর্জাতিক মহলের 'কংক্রিট সাপোর্ট' দরকার কেরালাবাসীর। এরপর সেন্ট পিটার্স স্কোয়ারে পোপের সঙ্গে প্রার্থনায় সামিল হন ভাটিকানে সমবেত সকল মানুষ।

ফ্যালোপিয়ান টিউবে ৪ কেজি টিউমার, বাঁচাল এনআরএস

Image
ডিম্বাশয়জুড়ে শুধু নয়, ফ্যালোপিয়ান টিউব পেঁচিয়ে রক্ত সরবরাহ বন্ধ ছিল ২০ সেন্টিমিটার লম্বা সাড়ে চার কেজি ওজনের টিউমারের চাপে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সুস্থ করে রোগীকে ‌বাড়ি ফেরালেন এনআরএসের চিকিৎসকরা। বছর কুড়ির সাজেদা বেগম পেটে অসহ্য যন্ত্রণা, খাওয়া–দাওয়া দূর অস্ত, শুধু বমি সঙ্গে মারাত্মক কোষ্ঠকাঠিন্য নিয়ে হাসপাতালে ভর্তি হন ২ আগষ্ট। হাওড়ার খলিয়ার এই বাসিন্দা প্রথমে উলুবেড়িয়ার এক নার্সিংহোমে ভর্তি হন ৩১ জুলাই। সেখানে সুরাহা না পাওয়ায় তড়িঘড়ি আসেন এনআরএসে। প্রথমে প্রসূতি বিভাগের চিকিৎসকরা তাঁকে দেখার পর মনে করেন, বড় সিস্ট রয়েছে যা তলপেটের নিচের হাড় থেকে পেটের ওপরের অংশ পর্যন্ত জুড়েছিল। বড় সিস্ট ফুলে থাকলে অন্ত্রে চাপ পড়ে। যে কারণে মলত্যাগের রাস্তা সঙ্কীর্ণ হওয়ায় কোষ্ঠকাঠিন্য হচ্ছিল। আরও খুঁটিয়ে দেখতে রেফার করা হয় জেনারেল সার্জারি বিভাগে। রোগীর পেটের যন্ত্রণা ক্রমশ বাড়লে ৫ আগষ্ট, রবিবার জরুরি ভিত্তিতে রোগীর অস্ত্রোপচার করেন জেনারেল সার্জারি বিভাগের ইউনিট ফাইভের চিকিৎসকরা। যার প্রধান অধ্যাপক ডাঃ সৌগত সামন্ত। ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার নির্বিঘ্নে কোনও জটিলতা ছাড়াই সম্পন্ন হয়।  জে

আগে রক্ষা পাক কেরল, বাকি কথা পরে

Image
করাল গ্রাস বোধহয় একেই বলে। ভয়াবহ বন্যার কবলে কেরল। রাজ্যের ১৪টি জেলার মধ্যে ১৩টিই বন্যা কবলিত। গ্রাম-শহর, লোকালয়-জঙ্গল, পাহাড়-নদী, উপত্যকা-চাষ জমি, রাস্তা-বিমানবন্দর, ঘরবাড়ি-মাঠময়দান— সব একাকার। সর্বত্র জল আর জল। এক ভয়ঙ্কর জলপ্রলয় যেন সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়েছে ভারতের দক্ষিণতম প্রান্তে, যেন ভেঙে চিড়ে ভাসিয়ে নিয়ে যেতে চাইছে সব কিছু। কেরলের এই মহাপ্লাবনের ভয়াবহতা ঠিক কতটা, তা প্রত্যক্ষভাবে উপলব্ধি না করলে কারও পক্ষেই নিখুঁত ভাবে বোঝা সম্ভব নয় যে, কেরলে ঠিক কী পরিস্থিতি এখন। আমরা প্রত্যেকেই বা আমরা অনেকেই হয়তো বুঝতে পারছি যে, কেরলের বাসিন্দারা এখন যে ভয়ঙ্কর দুঃস্বপ্নকে যাপন করছেন, তার প্রাবল্য দূর থেকে উপলব্ধি করা খুব কঠিন। তাই আমাদের প্রত্যেককেই এখন বুঝে নিতে হবে, বিন্দুমাত্র সময় নষ্ট না করে কেরলের পাশে দাঁড়ানো দরকার। যাঁর যেটুকু সামর্থ্য, সেটুকু দিয়েই কেরলকে রক্ষা করা দরকার। কেন্দ্রীয় সরকার কেরলের জন্য বিপর্যয় মোকাবিলা প্যাকেজ ঘোযণা করেছে। বিভিন্ন রাজ্যের সরকার নিজেদের কোষাগার থেকে কেরলকে টাকা পাঠাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল স্ব-স্ব সক্ষমতার ভিত্তিতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। কোনও

গর্ভে ধর্ষক বাবার সন্তান, নাবালিকাকে গর্ভপাতের অনুমতি দিল আদালত

Image
বিপদের সময় যার নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কথা সেই বাবাই সংহারকের ভূমিকায়। তা না হলে নিজের মেয়েকে ধর্ষণের মতো ঘৃণ্য কাজ কেউ করতে পারে? তাও একবার নয়, বারাবার। প্রায় নিয়মিত নিজের নাবালিকা মেয়েকে ভুল বুঝিয়ে ধর্ষণ করত এই বাবা। উত্তরপ্রদেশের মথুরার এই ঘটনায় রীতিমতো চক্ষু চড়কগাছ সভ্য সমাজের। বাবার নিয়মিত ধর্ষণের ফল এখনও ভোগ করে চলেছে নাবালিকা মেয়ে। তাঁর গর্ভে বাবার ঔরসজাত সন্তান এখনও বড় হচ্ছে। কিন্তু মেয়ের ভবিষ্যতের কথা ভেবে মা চুপ করে বসে থাকতে পারেননি। নিজের স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ করেছেন ওই মহিলা। নির্যাতিতা মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে গত ৮ আগস্ট ধীরজ কুমার নামের ওই ধর্ষক বাবার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। দিন কয়েক আগেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাতেও স্বস্তি মিলছিল না নির্যাতিতার। কারণ তাঁর গর্ভে তখনও বড় হচ্ছিল তাঁর বাবার সন্তান। অবশেষে সেই সংকট থেকে মুক্তি পেলেন নাবালিকা। গর্ভপাতের অনুমতি দিল আদালত। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য গঠন করা হয়েছিল বিশেষ পকসো আদালতের। গতকাল পকসো আদালত ওই নাবালিকাকে তাঁর ১৩ সপ্তাহের ভ্রুণের গর্ভপাতের অনুমতি দিয়েছে। একটি অন্তর্বর্

কীভাবে স্বামীর মৃত্যুর তিন বছর পর স্ত্রীর গর্ভে জন্মাল সন্তান?

Image
মুম্বই: তিন বছর আগে মৃত্যু হয়েছে স্বামীর। ঠিক তিন বছর পরে স্বামীর মৃত্যু বার্ষিকীর দিনেই স্ত্রী প্রসব করলেন তাঁদের সন্তান। সৌজন্যে অত্যাধুনিক প্রযুক্তি আইভিএফ। উল্লিখিত দম্পতি হলেন সুপ্রিয়া জৈন এবং গৌরব এস। ২০১০ সালে তাঁদের বিয়ে হয়। তখন দু'জনেই ২৫-র কোঠায়। পেশা নিয়ে দু'জনেই বেশ সচেতন ছিলেন। হয়তো একটু বেশিই গুরুত্ব দিয়েছিলেন নিজেদের পেশাকে। বিয়ের পাঁচ বছর পরে যখন তাঁরা সন্তান নেওয়ার কথা ভাবতে শুরু করলেন তখন দেখা গেল অন্য বিপত্তি। চিকিৎসকেরা জানিয়ে দিলেন যে স্বাভাবিক উপায়ে গর্ভধারণ সম্ভব নয় সুপ্রিয়ার। অগত্যা ভরসা প্রযুক্তির সাহায্য। সেই পথেই এগোচ্ছিল সুপ্রিয়া-গৌরব। একই সঙ্গে চলছিল তাঁদের নতুন প্রোজেক্টের লোগো তৈরির কাজ। ঠিক তখনই ঘটল বড় অঘটন। দুর্ঘটনায় প্রাণ হারালেন গৌরব। একটি লরি ধাক্কা মারে গৌরবের গাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর পর থেকেই সম্পূর্ণ বদলে যায় সুপ্রিয়ার জীবন। সন্তান নেওয়ার বিষয়টি কিন্তু মাথায় ছিল তাঁর। গৌরবের মৃত্যুর কয়েক সপ্তাহ পরেই যোগাযোগ করেন চিকিৎসকের সঙ্গে। এর জন্য নিজের বাপের বাড়ি বা শ্বশুরবাড়ির কাউকে কিছুই জানাননি সুপ্রিয়া জৈন। মনের জোর আর চিকিৎসকের আশ্

বিশ্বের মাত্র ৪০ জনের শরীরে রয়েছে এই গ্রুপের রক্ত!

Image
নেগেটিভ গ্রুপের রক্ত যাঁদের, বিপদের সময় তাঁদের রক্ত খুঁজে পেতে রীতিমতো হিমশিম খেতে হয় আত্মীয়পরিজনদের। যেমন, এবি নেগেটিভ (AB), ও নেগেটিভ (O), বি নেগেটিভ (B) ইত্যাদি। কিন্তু এমন কোনও রক্তের গ্রুপের কথা জানেন, যে গ্রুপের মানুষের সংখ্যা গোটা পৃথিবীতে সর্বসাকুল্যে পঞ্চাশেরও কম। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটিই বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ। রক্তের এই গ্রুপ 'গোল্ডেন ব্লাড' নামে পরিচিত। এই রক্তের আরএইচ সিস্টেমে ৬১ অ্যান্টিজেনের অস্তিত্ব ছিল না। এই রক্তের নাম দেওয়া হয় 'আরএইচনাল'। সাধারণত, রক্তের কোষগুলোতে ৩৪২টি অ্যান্টিজেন থেকে। এই অ্যান্টিজেনগুলোর কম্বিনেশনই নির্ধারণ করে কোনও রক্তের গ্রুপ ঠিক কী হবে। এই অ্যান্টিজেনের ভিত্তিতে মানুষের রক্তকে চার ভাগে ভাগ করা হয়। সেগুলো হল, 'এ', 'বি', 'এবি' আর 'ও'। প্রত্যেকটি রক্তের গ্রুপ আবার দু ভাগে বিভক্ত 'পজেটিভ' এবং 'নেগেটিভ'। অর্থাত্, সব মিলিয়ে মানুষের শরীরে মোট আট রকমের রক্ত পাওয়া যায়। সেগুলো হল, 'এ পজেটিভ', 'এ নেগেটিভ', 'বি পজেটিভ', 'বি নেগেটিভ', 'ও পজেটিভ',

দুই ছাত্রের সঙ্গে সঙ্গমের ভিডিও ফাঁস হয়ে গেল শিক্ষিকার!

Image
ওয়াশিংটনঃ  দুই ছাত্রের সঙ্গে যৌনসঙ্গম৷ একদিন নয়, দিনের পর দিন একই ঘটনা। অবশেষে প্রকাশ্যে আসল চাঞ্চল্যকর সেই তথ্য। অভিযুক্ত শিক্ষিকার নাম সামান্তা সিওট্টা৷ ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। সামান্তা ক্যালিফোর্নিয়ার বিউমন্টের বাসিন্দা৷ তিনি বিউমন্টের হাইস্কুলের শিক্ষিকা ছিলেন৷ চলতি বছরের জুন মাস থেকে ছাত্রের সঙ্গে ক্রমাগত যৌন সঙ্গমে আবদ্ধ হতেন শিক্ষিকা৷ তবে, সেই ছাত্রটি যাতে সবকিছু ফাঁস না করে দেয় সেই কারণে ক্রমাগত চাপ দিতেন মিস সিওট্টা৷ এমনকি ওই দুই ছাত্রকে ব্ল্যাকমেল করত বলেও অভিযোগ৷ মাসে অন্তত পাঁচবার তিনজন একসঙ্গে মিলিত হত৷ কিছুদিন আগেই একটি ভিডিও ফাঁস করে দেয় ওই ছাত্রটি৷ মদ্যপান করে একেবারে নেশায় বুঁদ ছিল ছাত্রটি৷ আর সেই কারণে ভুল করে যৌনসঙ্গমের সেই ভিডিওটি তার এক বন্ধুকে পাঠিয়ে ফেলে৷ আর তারপরই গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে৷ ভিডিওটিতে মেয়েটিকে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে৷ এরপরই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করলে ছাত্রটি সমস্ত কিছু স্বীকার করে নেয়৷ প্রসঙ্গত, ওই শিক্ষিকা বিবাহিত এবং দুই সন্তানের মা৷ অতিরিক্ত ক্লাসের নাম করে আলাদা করে নিয়ে যেতেন ওই ছাত্রকে৷ এরপরই দু&

বাঁ হাত উধাও, শরীরে একাধিক কামড়ের চিহ্ন ; উদ্ধার শিশুর মৃতদেহ

Image
ভোপাল : চারদিন নিখোঁজ থাকার পর শরীরে একাধিক কামড়ানোর চিহ্ন ও বাঁ হাত না থাকা অবস্থায় এক শিশুর মৃতদেহ উদ্ধার হল। মধ্যপ্রদেশের বুরহানপুর এলাকার একটি ড্রেনের কাছে শিশুটির পোকা ধরা মৃতদেহ উদ্ধার করা হয়। ওই শিশুর যৌন নির্যাতন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এবিষয়ে নিশ্চিত হওয়ার জন্য মৃতদেহের ভিসেরা পরীক্ষা করা হচ্ছে। বুরহানপুরের পুলিশ সুপার অজয় কুমার বলেন, "বুধবার সকাল থেকে মেয়েটি নিখোঁজ হয়ে যায়। সেসময় সে বাড়ির বাইরে খেলা করছিল। তার দাদু ও দিদা বারান্দাতে ছিলেন। শিশুটির মা-বাবা জমিতে কাজ করছিলেন।" পুলিশ সুপার আরও জানান, প্রস্রাব করার জন্য মেয়েটি ড্রেনের কাছে যায়। পাঁচ মিনিট পর দাদু-দিদা তাকে ডাকলেও কোনও সাড়া পায়নি। এরপরই শিশুর খোঁজ শুরু হয়। যদিও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরিবারের তরফে এরপর থানায় গিয়ে মিসিং ডায়েরি করা হয়। পুলিশ খোঁজ শুরু করে। কিন্তু প্রথমে তাকে খুঁজে পাওয়া যায়নি। শনিবার শিশুর মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে এক কিলোমিটার দূরে। স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক বলেন, "ওর মৃতদেহে পোকা ধরে গেছিল। একাধিক আঘাতের চিহ্নও ছিল। আঘাতের চিহ্ন দেখে আমরা বলতে পারি যে মেয়েটিক

বন্যাদুর্গতদের নিয়ে অসংবেদনশীল মন্তব্য, চাকরি খোয়ালেন কেরালার যুবক

Image
রাহুল চেরু পালায়াট্টু       দুবাই(UAE)  : বন্যা দুর্গতদের নিয়ে ফেসবুকে একটি পোস্টে অসংবেদনশীল মন্তব্য করায় চাকরি হারালেন কেরালারই এক যুবক। ওই যুবকের নাম রাহুল চেরু পালায়াট্টু। তাকে বহিষ্কার করেছে সংযুক্ত আরব আমিরশাহীর(UAE) একটি সংস্থা। লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল নামে ওই সংস্থার ওমানের অফিসে রাহুল ক্যাশিয়ারের কাজ করতেন। দুবাইয়ের খালিজ টাইমস নামে এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ফেসবুকে একটি পোস্টে রাহুল কেরালার বন্যা দুর্গতের স্যানিটেশনের প্রয়োজনীয়তা নিয়ে উপহাস করেন। আর সেটি নজরে আসতেই তাঁকে বহিষ্কার করেছে সংস্থা। সংস্থাটির HR ম্যানেজার নাসির মুবারক সালেম অল মাওয়ালি রাহুলকে বহিষ্কার করার চিঠিতে লিখেছেন, "ভারতের কেরালায় বন্যা পরিস্থিতির ব্যাপারে সোশাল মিডিয়ায় অত্যন্ত অসংবেদনশীল এবং অসম্মানজনক মন্তব্যের কারণে আমরা আপনাকে চাকরিতে রাখতে পারছি না।" চিঠিতে আরও লেখা হয়েছে, "আপনি আপনার সমস্ত অফিসিয়াল দায়িত্ব অবিলম্বে আপনার পদস্থ ম্যানেজারকে হস্তান্তর করে দেবেন। এছাড়া, আপনার বেতন সংক্রান্ত বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য অ্যাকাউন্টস বিভাগের সঙ্গে যোগাযোগ করবেন।" সংস্থা

সোমবার বাজারে গিয়ে কত খসবে পকেট থেকে?

Image
বিভিন্ন বাজারে এর মাঝে ঘোরাফেরা করছে সবজি থেকে মাছের দাম। বাজার যাওয়ার আগে জেনে নিন আপনার পকেট খরচের পরিমাণ। সবজি .চন্দ্রমুখী আলু – ২৫ টাকা প্রতিকিলো . জ্যোতি আলু – ১৭ টাকাপ্রতিকিলো .পিঁয়াজ – ৩০ টাকা প্রতিকিলো .আদা – ৬০ টাকা প্রতিকিলো .রসুন – ৭০ টাকা প্রতিকিলো .পটল – ৫০ টাকা প্রতিকিলো .ঢ্যাঁড়শ – ৩০টাকা প্রতিকিলো .উচ্ছে – ৪০ টাকা প্রতিকিলো .বেগুন – ৪০ টাকা প্রতিকিলো .টমেটো – ৪০ টাকা প্রতিকিলো .লঙ্কা – ১০০ টাকা প্রতিকিলো .কুমড়ো – ২০ টাকা প্রতিকিলো .গাজর – ৪০ টাকা প্রতিকিলো .ঝিঙে – ৪০ টাকা প্রতিকিলো .ক্যাপসিকাম – ১৫০ টাকা টাকা প্রতিকিলো .বরবটি – ২০ টাকা টাকা প্রতিকিলো .সজনে ডাঁটা – ৮০ টাকা টাকা প্রতিকিলো মাছ .গোটারুই –১৬০-২২০ টাকা কিলো .কাটারুই – ২০০-৩০০ টাকা কিলো .গোটাকাতলা – ২৫০-২৮০ টাকা কিলো .কাটাকাতলা –৩৫০-৪০০টাকা কিলো .বাটা – ১৬০-১৮০ টাকা কিলো .চারাপোনা – ১৬০ টাকা কিলো .তেলাপিয়া – ১৬০টাকা কিলো .পাবদা – ৫০০ টাকা প্রতি কিলো .পার্শ্বে –৪০০-৫০০ টাকা প্রতি কিলো .ভেটকি -৪০০-৫৫০ টাকা প্রতি কিলো .চিংড়ি – গলদা ৫০০ থেকে ৮০০-এর মধ্যে .বাগদা – ৫০০-১০০০ টাকা প্রতি কিলো মাংস মুরগি কাটা – ১৮০ টাকা

এরপর গোয়া! এই বিজ্ঞানী কেরলের বিপর্যয়ের সতর্কতা দিয়েছিলেন ২০১১-তেই

Image
কেরলের পর গোয়া। একই রকম ভয়াবহ বন্য়া পরিস্থিতির মুখোমুখি হতে পারে আরব সাগরের তীরের ছোট্ট রাজ্যটিও। সতর্ক করলেন প্রখ্য়াত পরিবেশ বিজ্ঞানী মাধব গ্য়াডগিল। ২০১১ সালেই তাঁর নেতৃত্বাধীন একটি কমিটি পশ্চিমঘাট পর্বত এলাকার পরিবেশ নিয়ে একটি রিপোর্টে কেরালায় এরকম ভয়াবহ অবস্থা হতে পারে বলে সতর্ক করেছিলেন। তিনি জানিয়েছেন, অন্যান্য কয়েকটি রাজ্যের মতোই গোয়াতেও মুনাফার লোভে পরিবেশগত সতর্কতা না মেনেই চলছে পরিবেশ ধ্বংস, চলছে একের পর এক নির্মাণ। তিনি বলেন, 'নিঃসন্দেহে পশ্চিমঘাটে পরিবেশগত ক্ষেত্রের যাবতীয় সমস্যা ফুটে উঠছে। অবশ্যই গোয়াতে পশ্চিমঘাট পর্বতমালা নেই, তবে আমি নিষঅটিত কেরালার মতো এত বড় বিপর্যয় না হলেও গোয়াতেও এরকম সমস্যা তৈরি হবে।' তিনি জানান, বিচারপতি এমবি শাহ-এর কমিশন জানিয়েছিল বেআইনি খননকার্যে গোয়াতে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বেআইনি মুনাফা আসে। তাঁর দাবি এই মুনাফার লোভেই সরকার পরিবেশগত সতর্কতা নেয় না। তিনি জানান, পাথর কাটার ব্যবসাও চলে এই অঞ্চলে, যে ব্।বসায় অতি কম বিনিয়োগে প্রচুর লাভ করা যায়। এতে করে এই অঞ্চলে আর্থিক বৈষম্যও বেড়েছে বলে দাবি করেছেন এই পরিবেশ বিজ্ঞানী। ইদানিংকালে এই সব

শান্তির জন্য আলোচনা চান ইমরান

Image
প্রতিবেশী সব দেশের সঙ্গেই আলোচনা চান ইমরান খান। চান সম্পর্ক স্বাভাবিক করতে। চান শান্তি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরের দিন জাতির উদ্দেশে প্রথম বক্তৃতায় এই কথা বলছেন তিনি। রবিবার রাতে ঘণ্টাখানেকের ওই বক্তৃতায় ভারত বা অন্য কোনও দেশের নাম করেননি ইমরান। তবে বলেছেন, ''প্রতিবেশীদের সবার সঙ্গে আমার কথা হয়েছে। আমি সম্পর্কের উন্নতি চাই। তা না-হলে পাকিস্তানে শান্তি আসবে না।'' দেশের বর্তমান আর্থিক সঙ্কট, ২৮ লক্ষ কোটি টাকা দেনার বোঝার জন্য আগের সরকারকে দায়ী করে ইমরান আবার বলেছেন, অর্থের অপচয় রুখবেন তিনি। বলেছেন, ''প্রধানমন্ত্রীর বাসভবনে ৫২৪ জন পরিচারক, ৮০টা গাড়ি, তার মধ্যে ৩৩টা বুলেটপ্রুফ! আমি দু'জন সাহায্যকারীকে রাখব, দু'টো বুলেটপ্রুফ গাড়ি থাকবে। বাকি গাড়িগুলো নিলাম করে টাকাটা সরকারি কোষাগারে দিয়ে দেব। আমার কোনও ব্যবসা নেই। আমার জীবনযাত্রাও সাদামাঠা।'' রবিবার হওয়া সত্ত্বেও আজ সকালের শারীরচর্চার পরে প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছে গিয়েছিলেন ইমরান। পরনে ট্র্যাকস্যুট, হাতে নোটবুক। পরে ইমরানের ফেসবুক পেজে পোস্ট করা হয় সেই ছবি। সঙ্গে একটা লাইন— &

উৎকট চিকিৎসায় শিশুর গায়ে ছেঁকা

Image
টিক্কি: গরম লোহার ছেঁকায় অসুস্থ খুদে। এক টুকরো লোহা উনুনে গরম করে বছর দেড়েকের সানু লুহারের বুকে বিশেষ একটি ধমনীর উপর চেপে ধরেছিলেন দাই মা। চিৎকার করে উঠেছিল শিশু। হাত-পা চেপে ধরলেন বাবা-মা। অসহায়ের মতো ধড়ফড় করে নিস্তেজ হয়ে পড়ল সানু। কিছু দিন আগের ঘটনা। নিউমোনিয়া হয়েছিল সানু-র। রাজস্থানে প্রত্যন্ত উনালি গ্রামে কোনও প্রশিক্ষিত চিকিৎসক নেই। কাছাকাছি হাসপাতালে যেতে অন্তত ৩০ কিলোমিটার রাস্তা পেরোতে হয়। ভিলওয়াড়া জেলার ১৩টি ব্লকের বেশির ভাগ গ্রামে চিকিৎসার ভরসা বলতে রয়েছেন বয়স্ক দাই মা (যাঁরা 'ভোপা' নামে পরিচিত) এবং হাতুড়ে চিকিৎসকেরা। চিকিৎসার বিচিত্র এই পদ্ধতি এঁদের মধ্যে প্রচলিত। তা হল— লোহা, কাপড় বা তুলোর মণ্ড বা মাটির ঢেলা আগুনে গরম করে তা শিশুর বুকে বা পেটে চেপে ধরা। এলাকার অধিকাংশ মানুষ নিজের শরীরে ছোটবেলার সেই পোড়া দাগ নিয়ে ঘোরেন। অনেক নাম আছে এই পদ্ধতির। কোথাও বলা হয়, 'রাখা' বা 'দাগ লাগানা'। কোথাও 'টিক্কি' বা 'কালজা'। স্বাস্থ্য দফতরের কর্তারাই মানছেন, অজমেঢ় ও চিতোরগড়ের অনেক গ্রামেও শিশুদের এই ভাবে পোড়ানো হয়। বেশ কয়েকটি শিশু গত কয়েক বছ

রঙিন জলে চুবিয়েই ‘টাটকা’ চেহারা পাচ্ছে উচ্ছে-লঙ্কা-পটল

Image
রঙ-রঙ্গ: সবজিতে চলছে রঙ করার কাজ। এটাই 'নিয়ম' হয়ে দাঁড়িয়েছে বসিরহাটের বাজারে। গামলা, ড্রামে রাখা নীলচে বা সবুজ রঙের জল। তাতে চোবানো হচ্ছে পটল, উচ্ছে, লঙ্কা, কাঁকরোল। রঙিন জলে গা ভিজিয়ে উঠে ঝকঝকে তকতকে চেহারা পাচ্ছে আনাজেরা। 'টাটকা' বলে তা দিব্যি চালিয়ে দেওয়া হচ্ছে ক্রেতাকে। স্বরূপনগরের হঠাৎগঞ্জ, বিথারি, শাঁড়াপুল, চারঘাট, বাদুড়িয়ার কেওটশা, রামচন্দ্রপুর, চাতরা-সহ বেশ কিছু হাটে গেলে চোখে পড়ে এই দৃশ্য। খুল্লমখুল্লাই চলে আনাজে রং ঢালার বেআইনি কারবার। ব্যবসায়ীদের কেউ কেউ জানালেন, তুঁতে বা আরও কিছু রাসায়নিক ব্যবহার করা হয় এই কাজে। তাতে বাসি আনাজও টাটকা দেখায়। স্থানীয় বাসিন্দা বরেন পাত্র, স্বপন মণ্ডল, ফজের আলির কথায়, ''হাটবারের দিন বড় রাস্তার ধারে সকলের নাকের ডগাতেই এই কাণ্ড চলে। বেআইনি কারবার বন্ধে পুলিশ-প্রশাসন কোনও উদ্যোগী  হয় না। এলাকার লোকজনও মুখে কুলুপ এঁটে থাকেন।'' তবে মাঝে মধ্যে ধরপাকড় যে একেবারে হয় না তেমনটা নয়। তা-ও জানালেন স্থানীয় মানুষ। তবে পুলিশ এলে গামলা-ড্রাম নিয়ে সরে পড়ে কারবারিরা। পুলিশ গটমট করে ঘুরে যায়। আর তারা পিছন ফিরলেই ফের শুরু হয় আনাজ র

‘তোমরা শান্তিতে থাক, আর জ্বালাতে আসব না’, কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

Image
'তোমরা শান্তিতে থাক। আর জ্বালাতে আসব না'। মৃতদেহের কাছ থেকে এমনই একটি চিরকুট পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি। হলদিয়ার সুতাহাটা ব্লকের হরিণভাষা গ্রামে শনিবার সন্ধ্যায় এক কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার শোয়ার ঘর থেকে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৌমিতা সিংহ (১৮) নামে ওই ছাত্রী স্থানীয় রামপুর বিবেকানন্দ মিশন কলেজের দ্বিতীয় বর্ষে পড়ত। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর দেড়টা নাগাদ মৌমিতা কলেজ থেকে বাড়ি ফিরে আসে। তাকে খেতে বলা হয়েছিল। কিন্তু মৌমিতা জানিয়েছিল, সে কলেজে মুড়ি আর ঘুগনি খেয়ে এসেছে। তাই পরে খাব। এরপর বিকেল গড়িয়ে সন্ধে নামলে মেয়ের কোনও সাড়া না পেয়ে মৌমিতার মা ঘুম থেকে উঠে মেয়েকে খাওয়ার জন্য ডাকতে যান। কিন্তু বার কয়েক ডাকার পরেও কোনও সাড়া না পেয়ে তিনি মৌমিতার বাবাকে ডাকেন। তিনি এসে ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে সন্দেহ হওয়ায় দরজা ভাঙা হয়। দরজা ভেঙে দেখা যায়  চুড়িদারের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝলছে মৌমিতা। বাবা-মায়ের চিৎকারে প্রতিবেশীরা এসে জড়ো হয়। খবর দেওয়া হয় সুতাহাটা থানায়। পুলিশ এ

কাঁদছে মানুষ, ছাদেই নেমে এল কপ্টার, দুঃসাহসিক উদ্ধার কেরলে

Image
আশা: কখন আসবে ত্রাণসামগ্রী, আকাশপানে চেয়ে বন্যাদুর্গতেরা। রবিবার কেরলের এক অস্থায়ী শিবিরে। ঘোলা জলে খেলনার মতো ভাসছে চার তলা বাড়িটা! দিগন্তে আওয়াজ পেয়েই পেয়েই আর্তনাদ শুরু করেছিলেন বিপন্ন কিছু মানুষ। তাঁদের অবাক করে দিয়েই ছাদের উপরে সটান নেমে এল পেল্লাই একটা হেলিকপ্টার! বন্যাবিধ্বস্ত কেরলের কোচিতে রবিবার 'সি কিং' নামে নৌ-বাহিনীর ৪২সি সিরিজের কপ্টার দুঃসাহসিক উদ্ধার অভিযানের নমুনা রেখে গেল। প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধারের কাজে চপার বা কপ্টার ব্যবহার হামেশাই হয়ে থাকে। কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে উদ্ধারের এলাকা চিহ্নিত করে অল্প উচ্চতায় ভেসে থাকে কপ্টার। নামিয়ে দেওয়া দড়ি ধরে দুর্গতদের তুলে নিয়ে যান উদ্ধারকারীরা। আর এ দিন যা হল, তা এক্কেবারে তাক লাগিয়ে দেওয়া! নীচে আদিগন্ত জল, এ দিক-ও দিক বাড়ি আর নারকেল গাছের ফাঁক গলে ছাদেই কপ্টার নামিয়ে দিলেন ক্যাপ্টেন রাজ কুমার। ঘূর্ণিঝড় 'অক্ষি'র সময়ে তাঁর কাজের জন্য 'শৌর্য চক্র' পেয়েছেন রাজ। তাঁর রাজ্যে ভিভিআইপি-র সফর হলেই ডাক পড়ে পালাক্কাডের রাজের। কিন্তু এ বার আম জনতার প্রাণ বাঁচিয়ে অন্য শৌর্যের পরীক্ষায় সসম্মান উত্তীর্ণ তিনি।