কেরালার বন্যা দুর্গতদের জন্য ৫০ হাজার রুটি বানালেন বন্দিরা


শতাব্দীর ভয়াবহতম প্রাকৃতির দুর্যোগের শিকার কেরালা। কমপক্ষে ৩০০ মৃত্যুর পরও বাড়ছে বন্যায় মৃতের সংখ্যা। গৃহহীন লক্ষাধিক। ইতিমধ্যেই হাজার হাজার কোটির আর্থিক ক্ষতি হয়েছে রাজ্য। দক্ষিণের এই রাজ্যের সাহায্যে এগিয়ে এসেছে গোটা দেশ। আম জনতা থেকে সমাজের বিশিষ্টরা। কেন্দ্রীয় থেকে বিভিন্ন রাজ্য সরকার। কেরালার সাহায্যে হাত বাড়িয়েছে বিভিন্ন মহলই। পিছিয়ে নেই রাজ্যের সংশোধনাগারের বন্দিরাও। 

বন্যায় আক্রান্তদের জন্য এখনও পর্যন্ত ৪০-৫০ হাজার রুটি বানিয়েছেন তিরুবনন্তপুরম পূজাপ্পুরা সেন্ট্রাল জেলের বন্দিরা। রুটির সঙ্গে সবজি প্যাক করে জেলা শাসকদের হাতে তুলে দেওয়া হয়েছে। কমপক্ষে ৫০ বন্দির দিন রাতের চেষ্টায় এই খাবার ত্রাণ হিসেবে প্রস্তুত করা গেছে। 

প্রসঙ্গত ২০১৫-তে তামিলনাড়ু বন্যার সময়ও এভাবেই সাহায্য করেছিলেন সেন্ট্রাল জেলের কয়েদিরা।