Posts

Showing posts from December 29, 2018

রাত পোহালে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবে বাংলাদেশ

Image
রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবে ওপার বাংলা। রবিবারের ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তার ঘেরাটোপে গোটা দেশ। বন্ধ রাখা হয়েছে হাই স্পিড ইন্টারনেট। নির্বাচনে সম্পূর্ণ স্বচ্ছতার আশ্বাস দিয়েছে সেদেশের নির্বাচন কমিশন। তবু আশঙ্কা কাটছে না অন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলির। অশান্তি ও ভোট কারচুপির আশঙ্কা করছে তারা। বাংলাদেশে গত ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা। ২০১৪ সালে বিরোধীরা জাতীয় সংসদ নির্বাচন বয়কট করলে একতরফা জয় পান হাসিনা। তার জমানায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে প্রভূত উন্নতি করলেও নাগরিক অধিকার নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। হাসিনার জমানায় গড়ে প্রতি বছরে ৬ শতাংশ হারে বেড়েছে বাংলাদেশের অর্থনীতি। যার ফলে পড়শি দেশের বহু মানুষ চরম দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন। উলটো দিকে একের পর এক প্রতিবাদী ও বিরোধী দলের নেতাকে জেলে ভরার অভিযোগ রয়েছে হাসিনার বিরুদ্ধে। অভিযোগ, হাসিনার বিরুদ্ধে মুখ খুললেই সেদেশে ঠাঁই হয় কারাগারে। ব্যতিক্রম হননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রধান বিরোধী দল বিএনপি নেত্রী খালেদা জিয়াও। দানতহবিল দুর্নীতি মামলায় বর্তমানে ১৭ বছরের সাজা খাটছেন তিনি।

মনে হচ্ছিল আর বেঁচে ফিরব না, সেনাবাহিনী না থাকলে কী হত!

Image
গ্যাংটকের ফিরতি পথে দাঁড়িয়ে রয়েছে একের পর এক গাড়ি। ইনসেটে লেখক। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি বলতে কি, এখনও সেই ভয়টা কাটেনি!শুধু ভাবছি, সেনাবাহিনী না থাকলে কী হত! শুক্রবার সকাল ৮টা নাগাদ আমরা ৬ জন একটা এসইউভিতে করে গ্যাংটক থেকে বেরিয়েছিলাম। যাওয়ার কথা ছিল না-থুলা। কিন্তু ছাঙ্গু লেক পৌঁছনোর আগেই আবহাওয়াটা কেমন পাল্টাতে শুরু করল। ঝির ঝির করে বরফের গুঁড়ো পড়ছে। কিন্তু, সেটাই যে পরে অমন ভয়ানক চেহারা নেবে ভাবতে পারিনি! ছাঙ্গুতে নেমে আধ ঘণ্টা মতো ছিলাম। শীতপোশাক ভিজে যাচ্ছে ঝুরো বরফে। বরফ পড়ার মাত্রাটাও যেন আস্তে আস্তে বাড়ছিল। বেলা তখন ১২টা হবে, হুড়মুড়িয়ে বরফ পড়া শুরু হল। সঙ্গে সঙ্গে প্রায় দৌড়েই গাড়িতে চলে এলাম সকলে। চালক দাজু বললেন, এই পরিস্থিতিতে না-থুলা যাওয়া ঠিক হবে না। গ্যাংটক ফিরে যাওয়াই ভাল। আমরা আর আপত্তি জানালাম না। কিন্তু, গাড়ি চলতে শুরু করতেই পিছনের চাকাটা রাস্তা থেকে প্রায় ফুট দুয়েক পিছলে গেল। খাদের ঠিক কিনারায় গিয়ে আটকে গেল শেষমেষ। উফস্‌! সকলে তখন কাঁপছি। এক মুহূর্তে কী ঘটে যাচ্ছিল! চালক দাজু জানালেন, এ অবস্থায় গাড়ি চালানো আর যাবে না। নেমে পড়লাম গাড়ি থেকে। আমাদে

‌গিজার পিরামিডে বিস্ফোরণ, মৃত ৩, জবাবে ৪০ জঙ্গি খতম

Image
গিজায় ভিয়েতনামের পর্যটকদের উপর হামলার কয়েক ঘণ্টার মধ্যেই বদলা নিল মিশরের নিরাপত্তা বাহিনী। শনিবার স্থানীয় সময় ভোরে গিজা এবং উত্তর সিনাইতে তল্লাশি অভিযান চালিয়ে ৪০ জন সন্দেহভাজন জঙ্গিকে নিকেশ করেছে। অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র জানালেন, ওই অঞ্চলের যে তিনটি জায়গায় জঙ্গি ঘাঁটি রয়েছে বলে প্রাথমিক সন্দেহ ছিল নিরাপত্তা বাহিনীর, সেখানেই অভিযান চালানো হয়। গোপন সূত্রে সেনা খবর পায়, ক্রিসমাসের মরশুমে এধরনের আরও হামলা চালানোর ছক ছিল জঙ্গিদের। অভ্যন্তরীণ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, তল্লাশিতে প্রচুর অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় গিজার পিরামিডের কাছে ভিয়েতনামিঈ পর্যটকবাহী বাস লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন পর্যটকের। জখম হন আরও ১১ জন। গিজার হারাম ডিস্ট্রিক্টে, এল–মারইউতিয়া সড়কের ধারে পাঁচিলের কাছে বিস্ফোরক লুকিয়ে রেখেছিল জঙ্গিরা। পর্যটকবোঝাই বাসটি ওই জায়গায় পৌঁছনোর সঙ্গেসঙ্গে বিস্ফোরণর ঘটে। বাসে ছিলেন, ১৪ জন ভিয়েৎনামের নাগরিক, স্থানীয় চালক এবং মিশর পর্যটন সংস্থার প্রতিনিধি। মিশরের অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে একথা জান

৪০ সন্দেহভাজন জঙ্গিকে খতম করল পুলিশ

Image
ইজিপ্টঃ  জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল মিশর পুলিশ। সন্দেহভাজন ৪০ জন জঙ্গিকে টার্গেট করে খতম করল পুলিশ। রাজধানী কায়রোর কাছে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় চারজনের মৃত্যু হয়। যার মধ্যে তিনজন বিদেশি পর্যটক ও তাদের এক স্থানীয় গাইড ছিল বলে জানা গিয়েছে। আর এরপরেই গোপন এক অভিযান চালায় মিশর পুলিশের একটি দল। মিশরের স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, গিজা প্রদেশে শনিবার দু'টি আলাদা অভিযানে ৩০ 'জঙ্গি' নিহত হয়। এ ছাড়া, দূরবর্তী উত্তর সিনাই অঞ্চলে অপর ১০ সন্দেহভাজন জঙ্গিকে খতম করা হয়েছে। দফতরের বিবৃতিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটি ও পর্যটন কেন্দ্রগুলোতে ধারাবাহিক হামলা চালানোর জন্য জঙ্গিরা প্রস্তুতি নিচ্ছে। এমনটাই গোপন সূত্রে খবর আসে স্থানীয় পুলিশের কাছে। আর এরপরেই এই গোপন অভিযান চালানো হয়। শুক্রবার মিশরের গিজা প্রদেশে বিশ্বখ্যাত পিরামিডের কাছে একটি পর্যটন বাস লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে ভিয়েতনামের তিন পর্যটক ও একজন মিশরীয় গাইড নিহত হন। ওই ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হন যাদের মধ্যে ১০ জনই ভিয়েতনামের নাগরিক। ওই হামলার ঘটনায় ভিয়েতনাম দুঃখ প্রকাশ কর

দেশভাগের সময় বাংলা হয়তো স্বাধীন থাকতে চাইবে, মত ছিল তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রীর

Image
ইসলামাবাদ : দেশভাগ হলে বাংলা স্বাধীন থাকতে চাইবে। ভারত বা পাকিস্তান, কোনও দিকেই যোগ দিতে চাইবে না। বঙ্গভাগ মেনে নেবেন না সেখানের মানুষ। এমনটাই মনে করেছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি। ১৯৪৭ সালের জুনে অ্যাটলি তাঁর এই ধারণার কথা জানিয়েছিলেন ব্রিটেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে। মার্কিন বিদেশ দপ্তর সম্প্রতি কিছু গোপন ঐতিহাসিক নথি প্রকাশ করেছে। এরকমই একটি নথিতে দাবি করা হয়েছে, ভারত ভাগের পরিকল্পনার কথা আমেরিকাকেই প্রথম জানিয়েছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রকাশিত নথির ভিত্তিতে দেশভাগ সংক্রান্ত এই রিপোর্ট প্রকাশিত হয়েছে পাকিস্তানের 'ডন' সংবাদপত্রে। ১৯৪৭ সালের ২ জুন ব্রিটেনে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত লুইস উইলিয়াম ডগলাস একটি 'জরুরি ও গোপনীয়' টেলিগ্রাম পাঠান মার্কিন বিদেশ সচিব জর্জ মার্শালকে। ওই 'গোপন' টেলিগ্রামে ডগলাস লেখেন, আজ দুপুরেই আমাকে নিজের দপ্তরে ডেকেছিলেন অ্যাটলি। ভারত ভাগ নিয়ে তাঁর পরিকল্পনার কথা আমাকে জানিয়েছেন। পরের দিনই দেশভাগের পরিকল্পনার কথা ভারতবাসীর উদ্দেশে ঘোষণা করেন ভাইসরয় লুইস মাউন্টব্যাটেন। তাঁর ঘোষণা যখন সম্

চপার দুর্নীতিতে সামনে এসেছে 'মিসেস গান্ধী'র নাম, আদালতে বিস্ফোরক দাবি ইডি-র

Image
মিসেস গান্ধী। চপার দুর্নীতিতে জড়িয়ে গেল তাঁর নাম। অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার ভারত সরকারের কাছে বিক্রি করার জন্য ক্রিস্টিয়ান মিশেল মিডলম্যান ছিলেন বলে অভিযোগ। সেই মিশেল এখন ইডি-র হেফাজতে। সেখানেই তিনি তদন্তকারীদের মিসেস গান্ধীর নাম বলেছেন বলে ইডির দাবি। শনিবার ভিভিআইপিদের জন্য চপার কেনার এই দুর্নীতি মামলার শুনানি ছিল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে। সেখানেই ইডি এই দাবি করেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। ওই সংবাদসংস্থার দাবি, ইডি আদালতে জানিয়েছে মিশেল ওই ইতালীয় মহিলার ছেলে সম্বন্ধেও মুখ খুলেছে। কীভাবে তিনি ইতালীয় মহিলার ছেলে) ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, সেই তথ্যও জেরায় জানিয়েছে মিশেল। প্রসঙ্গত, এই দুর্নীতি মামলায় বিজেপি প্রথম থেকেই গান্ধী পরিবারের জড়িয়ে থাকার অভিযোগ তুলছে। রাজনৈতিক মহলের মতে, মিশেলের মুখ থেকে বেরনো মিসেস গান্ধী আসলে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। আর তাঁর ছেলে মানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ফলে বিজেপি নতুন অস্ত্র পেয়ে গেল এই ইস্যুতে। তারা সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে আক্রমণের ধার বাড়াতে শুরু করেছে। যদিও সঙ্গে সঙ্গে আসরে নেমেছে কংগ্রেস। পালটা আ

ভয়াবহ ভূমিকম্প ফিলিপিন্স দ্বীপপুঞ্জে, সুনামির সতর্কতা প্যাসিফিক ওয়ার্নিং সেন্টারের

Image
ইন্দোনেশিয়ার পর ভয়াবহ ভূমিকম্প হল ফিলিপিন্সে। শনিবার ফিলিপিন্সের দ্বীপপুঞ্জের মিন্ডানাও-তে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২ রিখটার স্কেল। এই ভূমিকম্পের জেরে হতাহতের খবর এখন মেলেনি, তবে ভূমিকম্পের যে তীব্রতা, তার জেরে হতাহত হওয়ার সমূহ সম্ভাবনা। এই ভূমিকম্পের জেরে সুনামির আতঙ্ক গ্রাস করেছে ফিলিপিন্সের এই দ্বীপপুঞ্জে। দক্ষিণ ফিলিপিন্সের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত মিন্ডানাও। ভূমিকম্পের উৎসস্থল এই উপকূলবর্তী এলাকা হওয়াতেই সুনামির সম্ভাবনা এড়াতে পারছেন না বিশেষজ্ঞরাও। এমনকী মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়েও নেওয়া হচ্ছে বাসিন্দাদের। প্রশাসন সূত্রে সতর্কতা জারি করা হয়েছে। এলাকাবাসীকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুধু ফিলিপিন্স নয়, ইন্দোনেশিয়াতেও এই ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়েছে সুনামির। কয়েকদিন আগেই সুনামির জেরে ইন্দোনেশিয়ার পশ্চিম উফকূলবর্তী অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উল্লেখ্য, এই বছরই দু-দুবার ভয়াবহ ভূমিকম্প ও সুনামি হয়েছে ইন্দোনেশিয়ায়। সেপ্টেম্বরে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৫ রিখটার স্কেল। সেই ভূ

উদ্ধারের ১৮ তম দিন! পাওয়া গেল ৩ টি হেলমেট, এখনও নিখোঁজ ১৩ খনিকর্মী

Image
মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের কয়লা খনিতে আটকে পড়া কর্মীদের উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে। উদ্ধার কাজের ১৮ তম দিনে তিনটি হেলমেট  উদ্ধার করা গেলেও, এখনও নিখোঁজ ১৩ জনের কারও খোঁজ পাওয়া যায়নি। মেঘালয়ে চলছে উদ্ধার কাজ মেঘালয়ে কসান গ্রামের খনিতে আটকে পড়া শ্রমিকদের কাউকেই উদ্ধার করা যায়নি। ভারতীয় নৌবাহিনীর একটি দল এই উদ্ধার কাজে হাত লাগিয়েছে। উদ্ধারকাজকে জোরদার করতে ২১ এনডিআরএফ কর্মী এবং ১০ টি উচ্চশক্তির পাম্প নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার কাজে নেতৃত্ব দিচ্ছেন ওড়িশা ফায়ার সার্ভিসের প্রধান সুকান্ত শেঠি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুরোধের পর ওড়িশা থেকে বিশেষ দল পাঠানো হয় মেঘালয়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং উদ্ধার কাজ নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। উদ্ধার কাজে এনডিআরএফ ১৩ ডিসেম্বর ৩২০ ফুট গভীর অবৈধ 'রাত হলে' খনিতে আটকে পড়ে ১৩ জন শ্রমিক। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স, রাজ্যের ডিজাস্টার রেসপন্স টিম, সিভিল ডিফেন্সের কর্মী-সহ উদ্ধার কাজে হাত লাগান বহু কর্মী। কাজ করছেন এনডিআরএফ কর্মীরা। ডিসেম্বরের শুরুর দিকে অবৈধ উত্তোলন শুরু স্থানীয় পুলিশ সূত্রে খবর পু

‌ফিলিপিন্সে ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

Image
জোরাল ভূমিকম্প হল ফিলিপিন্সে। ইউএসজিএস প্রথমে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.‌২ বলে জানালেও বলে ঘোষণা করে কম্পনের তীব্রতা ছিল ৬.‌৯। শনিবার স্থানীয় সময় ভোর ৩.‌৪০ মিনিটে কেঁপে ওঠে দক্ষিণ ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপ। প্রশান্ত সতর্কতা কেন্দ্র থেকে টুইট করে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ফিলিপিন্স শহর থেকে ১৯৩ কিলোমিটার দূরে মাটির ৬০ কিলোমিটার গভীরে। কম্পনের উৎসস্থল থেকে ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্স উপকূলের ৩০০ কিলোমিটার এলাকাজুড়ে সুনামি সতর্কতা জারি হয়েছিল। ০.‌৩ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা থাকলেও তা হয়নি। প্রায় এক মিনিট ধরে কাঁপতে থাকে মাটি। মানুষজন ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। কিছু বাড়িঘর ভেঙে পড়েছে, তবে কেউ হতাহত হয়নি। দক্ষিণ ফিলিপিন্সের গভর্নর ক্লিন্টন পোলাঙ্কোস বলেছেন, '‌ আমরা সুনামি সতর্কতা জারি করে রেখেছি ইন্দোনেশিয়া, পালাউ এবং ফিলিপিন্সে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।'‌ প্রসঙ্গত, গত সেপ্টেম্বরেই ফিলিপিন্সের সুলাওয়েসিতে ৭.‌৫ মাত্রার ভূমিকম্পে ২০০০–এরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। এরপর গত ২২ তারিখ স্থানীয় সময় রাত ৯টায় আনাক ক্রাকাটোয়া আগ্নেয়গিরিতে বিস্ফোরণের ৩০

ফের ধামাকা, জিওর ‘হ্যাপি নিউ ইয়ার’ অফারে পাবেন ১০০% ক্যাশব্যাক

Image
বছর দুয়েক আগে নতুন বছরে দুর্দান্ত সুখবর দিয়েছিল রিলায়েন্স জিও। বিনামূল্যে আনলিমিটেড ডেটা এবং ভয়েস কল পরিষেবার অফার ঘোষণা করে চমক দিয়েছিল তারা। হু হু করে বেড়েছিল জিও গ্রাহকের সংখ্যা। তারপর থেকে নতুন বছরে জিওর নতুন কোনও অফারের আশায় থাকেন গ্রাহকরা। আর জিও তাঁদের নিরাশও করে না। প্রত্যাশা মতো এবারও তাই নববর্ষের আগেই ঘোষিত হল দুর্দান্ত অফার। সকলকে হ্যাপি করতে 'হ্যাপি নিউ ইয়ার' অফার নিয়ে হাজির মুকেশ আম্বানির সংস্থা। এবার কী অফার দিচ্ছে কোম্পানি? ৩৯৯ টাকার ট্যারিফ প্ল্যানে রিচার্জ করলে এবার ১০০ শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন গ্রাহকরা। অর্থাৎ একপ্রকার বিনামূল্যেই প্রায় তিন মাসের জন্য রিচার্জ করে নিতে পারবেন আপনি। এবার প্রশ্ন হল এই ক্যাশব্যাক কীভাবে পাবেন? না, কোনও টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে না। AJIO ভাউচারের মাধ্যমে ক্যাশব্যাক পাবেন আপনি। যা পাওয়া যাবে MyJio অ্যাপ থেকে। তবে যে কোনও সময় রিচার্জ করলে এই অফার পাবেন না। যেহেতু এটি নিউ ইয়ার অফার, তাই ২৮ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি, ২০১৯-এর মধ্যেই ৩৯৯ টাকার রিচার্জ করতে হবে। MyJio অ্যাপ থেকে রিচার্জ করলে ৭২ ঘণ্টার মধ্যে সেখানেই চলে আ

মাইনাসে দার্জিলিঙের তাপমাত্রা, কাঁপছে কলকাতাসহ গোটা রাজ্য

Image
কলকাতা : আরও কমল তাপমাত্রা। দার্জিলিঙের উষ্ণতা মাইনাসে পৌঁছনোর পাশাপাশি ঠান্ডায় কলকাতাসহ কাঁপছে গোটা রাজ্য। বেশিরভাগ জেলার তাপমাত্রাই আজ স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস করে কমেছে। দার্জিলিঙের তাপমাত্রা নেমেছে -১ ডিগ্রি সেলসিয়াসে। চলছে তুষারপাতও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। আর দমদমে নেমেছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে ১ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে যে সামান্য বৃষ্টির সম্ভাবনা ছিল, তা আপাতত আর নেই। কলকাতাসহ গোটা রাজ্যে বইবে উত্তুরে হাওয়া। যেভাবে রাজ্যজুড়ে শীতের দাপট শুরু হয়েছে, তাতে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ সকালে বিভিন্ন জেলার তাপমাত্রা - বহরমপুরে ৭.২ ডিগ্রি সেলসিয়াস (যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম) বাঁকুড়ায় ৮.৯ ডিগ্রি সেলসিয়াস (যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম) কোচবিহারে ৫.৭ ডিগ্রি সেলসিয়াস (যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম) জলপাইগুড়িতে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস (যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম)  মেদিনীপুর

কাশ্মীরে চার জঙ্গিকে খতম করল সেনা

Image
শ্রীনগর: চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াই চলল জঙ্গিদের৷ সূত্রের খবর দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপোরাতে চারজঙ্গিকে খতম করেছে সেনা৷ কাশ্মীর পুলিশের টুইট থেকে জানা গিয়েছে গতকালের সংঘর্ষের পর পুলওয়ামা সেক্টরে একটি কর্ডন এবং সার্চ অপারেশ শুরু করেছিল সুরক্ষা বল৷ শুক্রবার সকালে পুলওয়ামার রেনজিপোরায় শুরু হয় এনকাউন্টার৷ যদিও গতকাল কোনও হতাহতের খবর মেলেনি৷ গোটা এলাকাটি ঘিরে ফেলেছিলেন জওয়ানরা৷ নির্দিষ্ট সূত্রে খবর মেলে এখানে লুকিয়ে আছে কয়েকজন জঙ্গি৷ তাদের খুঁজতে তল্লাশি অভিযানে নামে সেনা৷ তারপরেই শুরু হয়েছিল এনকাউন্টার৷ উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য পুলওয়ামার মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল গতকাল৷ শনিবার সকালেও পুলওয়ামায়া জারী থাকল সেনা বনাম মিলিট্যান্ট সংঘর্ষ৷ গোপন সূত্রে জঙ্গিদের খবর পেয়ে পুলওয়ামার রাজপোরাতে তল্লাশি অভিযান শুরু করে সেনা৷ তারপরই শুরু হয় গুলির লড়াই৷ এক সিনিয়র সিকিউরিটি অফিসার জানিয়েছেন ওখানে এখনও গুলির লড়াই চলছে৷

ভোট ঘিরে হিংসার অভিযোগ! রবিবার বাংলাদেশে গণতন্ত্রের লিটমাস পরীক্ষা

Image
রাত পোহালেই বাংলাদেশে ১১ তম সাধারণ নির্বাচন। বিরোধীরা সরকারের বিরুদ্ধে হিংসার অভিযোগ করেছে। যদিও সরকার সেই অভিযোগ অস্বীকার করেছে।  নির্বাচন কমিশনের আশা উৎসবমুখ পরিবেশেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। কেউ কেউ এই নির্বাচনকে গণতন্ত্রের লিটমাস টেস্ট বলেও বলছেন।  লিটমাস টেস্টে বাংলাদেশের নির্বাচন রবিবারের নির্বাচনে প্রায় ১০ কোটি মানুষ ভোট দেবেন বাংলাদেশে। কিন্তু ইতিমধ্যেই হিংসার অভিযোগ ওঠায়, এই নির্বাচন গণতন্ত্রের লিটমাস টেস্ট বলেও মন্তব্য করছেন অনেকেই। ২০১৪-তে জাতীয় নির্বাচন বয়কট করেছিল বিএনপি। অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন হাসিনার দলের প্রার্থীরা। এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কেননা বিরোধীদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে না দেওয়া, মিডিয়ার ওপর আক্রমণ, দেশের সংস্কৃতির ওপর হামলার নানা ঘটনা এর আগে ঘটেছে বলে অভিযোগ। এছাড়া প্রতিষ্ঠান বিরোধিতার কথাও বলছেন তাঁরা। বিএনপির অভিযোগ, স্বচ্ছ্ব নির্বাচন নিয়ে প্রশ্ন বিএনপির অভিযোগ, ৩০০ প্রার্থীর মধ্যে প্রায় অর্ধেকই প্রচারের সময় হামলার মুখে পড়েছিলেন। গত একমাস ধরে দলের প্রায় ১১৫০০ কর্ম

এক মাস ধরে পরিকল্পনা, দোকান হাতাতেই খুন গণেশ কুণ্ডু?

Image
দমদমের গোরাবাজারে শুটআউটের ঘটনায় সামনে এল খুনের কারণ। দোকানের হাতানোর উদ্দেশ্যেই খুন করা হয়েছে গণেশ কুণ্ডকে। এমনটাই মনে করছে পুলিস। শুক্রবার সন্ধ্যায় দুই দুষ্কৃতী বাইকে করে এসে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুন করে গণেশকে। শুটআউটের ঘটনায় মূল অভিযুক্ত বাচ্চু দাস ও তার সহযোগী আলাউদ্দিনকে খুঁজছে পুলিস। তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, গত ৫ বছর ধরে দোকান চালাচ্ছিলেন গণেশ। মাসের শেষে যাবতীয় টাকাপয়সা সব মালিককে দিয়ে আসতেন। গোল বাঁধে এই দোকান চাসানো নিয়েই। পুলিস মনে করছে, দোকান হাতানোর ছক কষেছিল বাচ্চু। কিন্তু মালিককে দোকান বিক্রি করতে বারণ করেছিলেন গণেশ। পথের কাঁটা গণেশকে সরাতে তাই মাসখানেক আগে থেকেই গণেশকে খুনের পরিকল্পনা করা হয়। এরপর শুক্রবার সন্ধ্যায় বাচ্চু দাস বাইকে চাপিয়ে নিয়ে আসে আলাউদ্দিনকে। আলাউদ্দিন ভাড়াটে খুনি। সে-ই গণেশকে লক্ষ্য করে গুলি চালায়। জানা গিয়েছে, পুলিসের খাতায় অনেক আগে থেকেই নাম রয়েছে বাচ্চু দাসের। বাচ্চু দাসের বিরুদ্ধে বেশিরভাগ অভিযোগ রয়েছে সোদপুর-ঘোলা-পানিহাটি থানা এলাকায়। তোলাবাজি থেকে শুরু করে একাধিক অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে

তেষ্টায় গলা শুকিয়ে কাঠ ৫ বছরের মেয়ের, রোদে দাঁড় করিয়ে মারা হল আইএস শিবিরে

Image
আইএস শিবিরে ক্রীতদাসীরা। ইরাকের মসুলে। গা পুড়ে যাওয়া জ্বরে অবসন্ন হয়ে পড়েছিল ৫ বছরের মেয়েটি। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল তার। কাঁদতে কাঁদতে জল চেয়েছিল। সেই জল দেওয়া তো দূরের কথা, অসুস্থ হয়ে পড়ার অপরাধে মেয়েটিকে শিকল দিয়ে বেঁধে ঠা ঠা রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছিল দীর্ঘ ক্ষণ। মৃত্যুর কোলে ঢলে পড়েছিল মেয়েটি। ইরাকের মসুলে সন্ত্রাসবাদী সংগঠন 'ইসলামিক স্টেট' (আইএস)-এর শিবিরে এই ঘটনা ঘটেছিল ২০১৪-য়। শিশুটির উপর নির্যাতন চালিয়েছিলেন ২৭ বছর বয়সী এক জার্মান মহিলা। জেনিফার ডব্লিউ। মসুলে আইএসের মহিলা শাখার সক্রিয় সদস্য। যে শিশুটির উপর ওই নির্যাতন চালানো হয়েছিল, তাকে বাড়ির 'দাসী' হিসেবে কিনেছিলেন জেনিফারের স্বামী। মসুল ও অন্যত্র আইএসের শিবিরগুলিতে শিশু ও মহিলাদের উপর কী অমানুষিক নির্যাতন চালানো হয়, এই ঘটনা তার আরও একটি দৃষ্টান্ত। জার্মানির শহর মিউনিখের সন্ত্রাসবাদ দমন আদালতে যুদ্ধাপরাধ ও খুনের অভিযোগ দায়ের করা হয়েছে জেনিফারের বিরুদ্ধে। গত ১৪ ডিসেম্বর। সেই অভিযোগে জানানো হয়েছে, ৫ বছর বয়সী মেয়েটি এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে, বিছানায় প্রস্রাব করে ফেলেছিল। কিন্তু তার পরেও তাকে

সিকিমে তুষারপাতে আটকে পড়া ৩ হাজার পর্যটককে উদ্ধার করল সেনা

Image
সিকিমে আটকে পড়া পর্যটকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতীয় সেনা। ছুটির আনন্দ প্রায় মাটি হয়ে যেতে বসেছিল! সিকিম  বেড়াতে গিয়ে হঠাৎ করেই প্রবল তুষারপাত। আর তাতেই আটকে পড়েন কয়েক হাজার পর্যটক। শেষে ভারতীয় সেনা তাঁদের সকলকে উদ্ধার করে। শুধু তাই নয়, উদ্ধারের পর নিজেদের ছাউনি ফাঁকা করে পর্যটকদের আশ্রয়, খাবারদাবার, ওষুধ, শীতের পোশাক— সব কিছুর ব্যবস্থাও তারা করে। গ্যাংটক থেকে শুক্রবার চিন সীমান্তের কাছে না থুলা পাস, ছাঙ্গু লেক এবং বাবা মন্দির বেড়াতে গিয়েছিলেন পর্যটকেরা। বৃহস্পতিবার থেকেই ওই সব জায়গায় ঝির ঝির করে বরফ পড়ছিল। কিন্তু শুক্রবার দুপুর থেকে তার প্রাবল্য বাড়তে থাকে। ফলে ওই সব এলাকায় আটকে পড়েন প্রায় ৩ হাজার পর্যটক। খবর পেয়ে উদ্ধারকাজে নামে ভারতীয় সেনা। রাস্তা থেকে বরফ সরিয়ে পর্যটকদের কাছাকাছি পৌঁছন তাঁরা। একে একে সকলকেই উদ্ধার করা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, পর্যটকদের মধ্যে শিশু এবং মহিলারাও রয়েছেন। উদ্ধারের পর ১৭ মাইল ছাউনিতে আশ্রয় দেওয়া হয়েছে প্রায় আড়াই হাজার পর্যটককে। বাকিদের ১৩ মাইল সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়েছে। সকলের জন্য খাবার, পানীয় এবং ওষুধের প

মারধর, গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো, দিল্লির হোমে চলত এভাবেই কিশোরীদের ওপর অত্যাচার

Image
বিহারের পর এবার দিল্লি। আশ্রয়ের নামে অত্যাচার। দিনের পর দিন কিশোরীদের মারধর, গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে নির্যাতন চলছিল দিল্লির একটি হোমে। দিল্লির মহিলা কমিশনের উদ্যোগে সামনে এল হোমের বাস্তব ছবি। যেখানে প্রায় অর্ধ মৃত অবস্থায় ২২ জন নাবালিকাকে উদ্ধার করেছে পুলিস। শুক্রবার দিল্লির দ্বারকার সেই হোমে তল্লাশি চালায় পুলিস। সঙ্গে ছিল দিল্লি মহিলা কমিশনের সদস্যরা। উদ্ধার হওয়া মেয়েদের প্রত্যেকের বয়স ৬ থেকে ১৫ বছরের মধ্যে। হোমের উচ্চ পদস্থ মহিলা কর্মচারীরা কিশোরীদের উপর এই অত্যাচার চালাচ্ছিল বলে অভিযোগ। জেরা করতেই সামনে আসে মারাত্মক কয়েকটি ঘটনা। কিশোরীদের বয়ানেও হোমের অমানবিক ছবি স্পষ্ট হয়। গরিব বাড়ির মেয়েদের হোমে এনে রাখা হত। মহিলা পরিচালিত ওই হোম মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিয়েছিল। অভাবের কারণেই বাড়ি ছেড়ে দুই বেলার খাবার ও পড়াশোনা করতে হোমে এসে থাকতে শুরু করে বিভিন্ন রাজ্য থেকে আসা মোট ২২ জন কিশোরী। কিন্তু পড়াশোনা তো অনেক দূর, অভিযোগ তাদের দিয়ে রান্নার কাজ, বাসন মাজা, ঘর পরিষ্কার সহ সমস্ত কাজ করানো হত। কোনও রকমে জুটত এক বেলার খাবার। পড়াশোনা করতে চাইলে রেহাই করা হত না ছয় বছরের শিশুকেও। চল

মাটি ফেটে বেরিয়ে আসছে লাভা! ত্রিপুরার ভূমিকম্পপ্রবণ এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক

Image
ঠিক লাভার মতো দাহ্য তরল বেরিয়ে আসছে মাটি ফেটে। ত্রিপুরার জালিফা গ্রামে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ত্রস্ত প্রশাসনও। একেই ভূমিকম্পপ্রবণ এলাকা, তারপর লাভার মতো উদ্গীরণ শুরু হয়েছে, তাই উগ্বিগ্ন মানুষজন। ত্রিপুরার জালিফা গ্রামজুড়ে আতঙ্কের পরিবেশ। এক-আধবার নয়, একাধিকবার এই ঘটনা ঘটেছে গ্রামে। এখনও ঘটে চলেছে। ত্রিপুরার ওই এলাকা সেসমিক জোন ফাইভের মধ্যে পড়ে। বাংলাদেশের চট্টগ্রাম সংলগ্ন ওই এলাকায় এপ্রিলের মাঝামাঝি আগে একবার এমন উদ্গীরণ হয়েছিল। সেবার ত্রিপুরার বৈঞ্চবপুর ও শুনরুমের ঘাগড়াবস্তিতে মাটি ফেটে বেরিয়ে এসেছিল লাভার মতো দাহ্য তরল পদার্থ। সঙ্গে বেরিয়ে এসেছিল গ্যাস ও আগুন। এই ডিসেম্বরের শেষের দিকে ফের এমন ধরনের ঘটনায় আতঙ্কের মাত্রা ছাড়িয়েছে। জালিফা গ্রামে বিদ্যুতের খুঁটির নীচে থেকে এই লাভা জাতীয় দাহ্য পদার্থ বেরিয়ে আসতে থাকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। দমকল জল ও ফোম ব্যবহার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। এরপরই ঘটনাস্থলে আসেন ত্রিপপুরা সরকারের বিজ্ঞান ও পরিবেশ বিশেষজ্ঞরা। তাঁরা নমুনা সংগ্রহ করেছে পরীক্ষা-নিরিক্ষা চালাচ্ছেন। সেইসঙ্গে কেন এমন উদ্গীরণ হচ্ছে, তা খত

সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে দাম কমল পেট্রল-ডিজেলের

Image
নয়াদিল্লি:  ফের দাম কমল পেট্রল-ডিজেলের। শুক্রবারের তুলনায় আজ শনিবার ৩০ এবং ৩২ পয়সা দাম কমেছে জ্বালানির। দেশের মেট্রো সিটিতে পেট্রলের দাম কমেছে ৩০ পয়সা, ডিজেলের দাম কমেছে ৩২ পয়সা। দিল্লিতে দাম কমেছে ২৯ পয়সা। 69.55 টাকা থেকে কমে হয়েছে 69.26 টাকা প্রতি লিটারে। ডিজেলেও সস্তা হয়েছে দাম। দেশের রাজধানীতে ডিজেলের দাম কমেছে ৩০ পয়সা। এই দাম কমার ফলে প্রতি লিটারে ডিজেলের দাম হয়েছে 66.32 টাকা। এক ধাক্কায় তেলের দাম কমাতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।   শুধু দিল্লিতেই নয়, সমস্ত মেট্রো সিটিতেই কমেছে তেলের দাম। বাণিজ্যনগরি মুম্বইতে গতকাল শুক্রবার পেট্রলের দাম ছিল 75.18। আজ তা কমে দাঁড়িয়েছে 74.89 টাকা। ডিজেলের দাম ৩২ পয়সা কমে যাওয়ার পর প্রতি লিটারে দাম হয়েছে 66.25। দাম কমেছে কলকাতাতেও। কলকাতাতে দাম কমার পর প্রতি লিটারে নয়া দাম হল পেট্রলে 71.37 টাকা। ডিজেলে নয়া দাম হয়েছে 65.07 টাকা। দাম কমেছে চেন্নাই এবং নয়ডাতেও। বিশ্ব বাজারে ক্রমশ দাম কমতে শুরু করেছে। আর সেজন্যে ভারতেও পেট্রল-ডিজেলের দাম কমতে শুরু করেছে। মনে করা হচ্ছে, নতুন বছরের আগেই আপাতত দাম বাড়ার কোনও সম্ভাবনা দেখছেন না অর্থনীত

‘আনন্দ’ সংলাপে মৃত্যু বরণ পাক গুলিতে নিহত শহীদের

Image
গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে শরীর। জওয়ানের সুঠাম চেহারা মুহূর্তে লুটিয়ে পড়েছে মাটিতে। মৃত্যু নিশ্চিত। কিন্তু দেশ মাতৃকা অন্ত প্রাণ সেনা যুবক এসবে ভয় পায় না। মৃত্যু বুকে জড়িয়ে ক্যাপ্টেন কুণ্ডুর মনে মনে যেন রাজেশ খান্নার সেই বিখ্যাত ডায়লগটিই ঘোরাফেরা করছিল 'জিন্দেগী লম্বি নেহি, বড়ি হোনি চাহিয়ে'। মাইলস্টোন ডায়লগ। প্রত্যেকটি হিট সংলাপ লেখায় একজন লেখকের যেমন কৃতিত্ব থাকে তেমনই কৃতিত্ব থাকে যিনি পর্দায় রয়েছেন তিনি সেই কথাটি কেমন ভাবে বলছেন সেটার উপরেও অর্থাৎ সোজা কথায় 'ডায়লগ ডেলিভারি'। অসাধারণ সংলাপেও ম্যাড়ম্যাড়ে পরিবেশনা মাটি করতে পারে লেখকের যাবতীয় প্রচেষ্টাকে। কিন্তু তিনি তো বলিউডের 'হিরা পান্না, রাজেশ খান্না'। এমন চমকে দেওয়া লেখার তিনি অসম্মান করতে অক্ষম। আনন্দ ছবির লেখনিতে পরিচালক হৃষীকেশ মুখোপাধ্যায় থেকে গুলজার প্রত্যেকের ভূমিকা রয়েছে। সেটির সঠিক পরিবেশোনার দায়িত্ব ছিল অভিজ্ঞ রাজেশ খান্নার উপর। আবেগঘন গলায় রাজেশ এমন ভাবে ওই 'জিন্দেগী লম্বি নেহি, বড়ি হোনি চাহিয়ে' কথাটি বললেন যে, হিন্দি সিনেমার ইতিহাসে সেরা সংলাপ গুলিরমধ্যে সেরার তকমা পেয়ে যায়। সংলাপের এমন ক্ষ

বিচ্ছেদের ৭২ বছর পর স্ত্রীর সঙ্গে দেখা ৯০ বছরের বৃদ্ধের

Image
বছর ৭২ পর, আবার দেখা হল। ১৯৪৬ সালের ডিসেম্বরের পর আবার ২০১৮ সালের ডিসেম্বর। স্বাধীনতার আগে ওরা একা জোড়া হয়েছিল, সেটাও স্রেফ আট মাসের জন্য। তারপর ছাড়াছাড়ি, দীর্ঘ ৭২ বছরের জন্য কেউ কারও মুখও পর্যন্ত দেখেনি। উপায়ও ছিল না। আর এখন যখন দেখা হল, তখন নতুন করে শুরু করার আর  সময় নেই। নারায়ণন আর সারদা, ওদের এই প্রেমগাথা গল্প হলেও সত্যি। ১৯৪৬-এ ওদের যখন বিয়ে হয়  একজনের বয়স ছিল ১৮, আর অন্যজনের ছিল ১৩। সাত দশক পেরিয়ে আজ নারায়ণন নামবিয়ার ৯০-এ ঠেকেছেন। আর তাঁর প্রথম স্ত্রী দাঁড়িয়ে ৮৬-তে। দুজনেরই যৌবন ফুরিয়েছে। পক্ককেশ, চামড়ায় ভাঁজ। মুখে বৃদ্ধ বটবৃক্ষের ঝুরি মূলের মতো অজস্র রেখা। দৃষ্টিশক্তিও বিশেষ নেই। তবুও যখন প্রেয়সীর সঙ্গে দেখা হল, নারায়ণন নামবিয়ার একপলকেই চিনতে পারলেন সারদা দেবীকে। দু'জনের কথাও হল। যাওয়ার আগে সারদাকে  নারায়ণন বলে এলেন, "আজ আমি চলি"। প্রত্যুত্তরে নিস্পৃহ সারদা স্রেফ তাকিয়ে রইলেন মেঝের দিকে। এখানেই গল্পটা শেষ! আর এর অতীতটা দেখতে হলে ফিরে যেতে হবে প্রাক স্বাধীনতা পর্বে। ব্রিটিশ শাসনাধীন ভারতে নারায়ণন ছিলেন একজন বিপ্লবী। কেরলের  কাভুম্বাইয়ে কৃষক আন্দোলনের অন্যতম সেন

বিপুল অনাদায়ী ঋণের জন্য কাঠগড়ায় একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ৬০০০ কর্মীকে শাস্তি কেন্দ্রের

Image
অনাদায়ী ঋণের জন্য এবার ব্যাঙ্ক কর্মীদেরই কাঠগড়ায় তুলল কেন্দ্র। গত আর্থিক বছরে বিপুল পরিমাণ ঋণ দেওয়ার জন্য দেশের রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কগুলির ৬,০৪৯ কর্মীকে শাস্তি দিয়েছে সরকার। এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। উল্লেখ্য, নীরব মোদীই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়ে এখন বিদেশে বসে রয়েছে। তাকে দেশে ফেরানোর চেষ্টা হলেও টাকা অনাদায়ীই রয়ে গিয়েছে। ব্যাঙ্কের অনাদায়ী ঋণ নিয়ে শুক্রবার এক লিখিত জবাবে অরুণ জেটলি বলেন, ২০১৭-১৮ সালে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ৬,০৪৯ আধিকারিককে শাস্তি দেওয়া হয়েছে। ব্যাঙ্কের বিপুল ঋণ ও অনুত্পাদক সম্পত্তি বৃদ্ধির জন্য এদেরই দায়ি করা হয়েছে। কী শাস্তি দেওয়া হয়েছে ওইসব ব্যাঙ্ককর্মীদের? কেন্দ্র জানিয়েছে, অপরাধের গুরুত্ব বিচার করে দোষী আধিকারিকদের কম ও চড়া জরিমানা, বহিষ্কার, পদে অবনতি ও বাধ্যতামূলক অবসরের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এদের বিরুদ্ধে সিবিআই ও পুলিসে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, এই আর্থিক বছরের অর্ধেক পর্যন্ত পর্যন্ত পিএনবি, কানাড়া ব্যাঙ্ক সহ দেশের ১৭ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক লোকসান করেছে ২১,৩৮৮ কোটি টাকা।

কোলে তিন মাসের দগ্ধ শিশু, ওয়ার্ড খুঁজতেই এক ঘণ্টা ঘুরপাক খেলেন মা

Image
হয়রানি: পুড়ে যাওয়া সুহানা খাতুনকে কোলে নিয়ে মা। পায়ে হেঁটে মিনিট চারেক। কিন্তু এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগ থেকে ৩০০ মিটার দূরে রোনাল্ড রস বিল্ডিংয়ে পৌঁছতে ঘণ্টাখানেক লাগল ভাঙড়ের এক মায়ের। বৃহস্পতিবার মাস তিনেকের দগ্ধ শিশুকন্যাকে কোলে নিয়ে ক্রমাগত ঘুরপাক খেতে হল তাঁকে। অভিযোগ, জরুরি বিভাগের কর্মী, নিরাপত্তা রক্ষী-সহ একাধিক জনকে ওয়ার্ড টিকিট দেখিয়েও নির্দিষ্ট ভবনে পৌঁছনোর পথ ওই মা— জাহানারা বিবি জানতে পারেননি। অথচ এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, ''বিভিন্ন বিভাগের পথ দেখানোর জন্য একাধিক কর্মী নিযুক্ত রয়েছেন। কেন ওঁদের হয়রানি হল, তা খতিয়ে দেখা হবে। তার পর ব্যবস্থা নেওয়া হবে।'' একই কথা হাসপাতালের সুপার রঘুনাথ মিশ্রেরও। তাঁর বক্তব্য, অ্যালেক্স ওয়ার্ডে অগ্নিদগ্ধ শিশুদের রাখা হয়। তাই জরুরি বিভাগ থেকেই সরাসরি ওই ওয়ার্ডে পাঠানোর কথা। সুহানা খাতুন নামে ওই শিশু বৃহস্পতিবার দুপুরে গরম জলের বালতিতে প়ড়ে যায়। পুড়ে যায় কাঁধ, বুক-সহ শরীরের একাধিক অংশ। সুহানার মা জাহানারা প্রতিবেশী মহিলার সঙ্গে এসএসকেএমে যান। টিকিট করান জরুরি বিভাগ থেকে। জাহানারার বক্তব্য, তাঁদের র

কিছুটা সাবালকত্ব অর্জন করল গণতন্ত্র

Image
অবশেষে মুক্তি পেল 'দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'-এর ট্রেলার। এবং প্রত্যাশিত ভাবেই আরও এক বার তীব্র রাজনৈতিক উত্তাপের আঁচ টের পেল এই দেশ। দিনের গোড়ায় হুঙ্কার ও পাল্টা হুঙ্কার, গর্জন ও পাল্টা গর্জনে মুখোমুখি সংঘাতের আরও একটা আবহ তৈরি হচ্ছিল। দিনের শেষে, স্বস্তির কথা একটাই, বুদ্ধি, বিচার ও বিচক্ষণতার জয় হল, অন্তত আপাতত। 'দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' মুক্তি ও প্রদর্শন ঘিরে না-বিক্ষোভের ঘোষণা করল কংগ্রেস। এদেশের গণতন্ত্র কিছুটা সাবালকত্ব অর্জন করল, সংশয় নেই সে বিষয়ে। পরিস্থিতি বিঘ্নিত হওয়ার উপাদান মজুত হচ্ছিল কিছুদিন ধরেই। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের একদা উপদেষ্টা সঞ্জয় বারুর লেখা বইয়ের উপর নির্ভর করে তৈরি হচ্ছিল ফিল্ম, যার মুখ্য চরিত্রে অনুপম খের এবং ফিল্মে গাঁধী পরিবারের প্রতি যে কটাক্ষ-বিদ্রুপ-অভিযোগের শাণিত বাণ থাকবে— ওয়াকিবহাল মহল সে সম্পর্কে অবগতই ছিলেন। সে আগুনে ঘি ঢালবার কাজটা নিপূণ ভাবে শুরু হল বিজেপি শিবির থেকে। গাঁধী পরিবারের উদ্দেশে কটাক্ষ করে এই ফিল্মের ঢালাও প্রশংসা বেরিয়ে এল বিজেপির টুইটে। পাল্টা গর্জন শুরু হল কংগ্রেস শিবির থেকেও। মহার

লাইসেন্স রিনিউ থেকে গাড়ির যাবতীয় পেমেন্ট এবার অনলাইনে

Image
কলকাতা : নতুন বছরে একগুচ্ছ নতুন প্রকল্প নিয়ে আসতে চলেছে পরিবহন দপ্তর। ৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনলাইন পেমেন্ট ব্যবস্থা। এবার অনলাইনেই করা যাবে লাইসেন্স রিনিউ থেকে গাড়ির যাবতীয় পেমেন্ট। দালালচক্র রুখতে পরিবহন দপ্তর এই পদক্ষেপ নিচ্ছে বলে জানান পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু বলেন, "এবার থেকে পশ্চিমবাংলার যে কোনও জায়গায় RTO থেকে গাড়ির CF ও গাড়ির ট্যাক্স জমা দেওয়া যাবে। এখনও পর্যন্ত এলাকাভিত্তিক RTO থেকে গাড়ির CF করাতে হত ও ট্যাক্স জমা দিতে হত। জানুয়ারি থেকে এই ব্যবস্থা শুরু হচ্ছে।" বকেয়া আদায়ের জন্য নতুন ব্যবস্থা গ্রহণ করতে চলেছে পরিবহন দপ্তর। সূত্রের খবর, ৬২২ কোটি টাকা বকেয়া টাকার পরিমাণ। তাই ৬০% ছাড় দিয়ে কর আদায় করতে উদ্যোগ নিচ্ছে পরিবহন দপ্তর। যার মধ্যে ৩৫০ কোটি টাকা বকেয়া ট্যাক্সের পরিমাণ। ২৭২ কোটি টাকা ট্যাক্সের সুদের পরিমাণ। পরিবহন দপ্তর এই ৬০ শতাংশ ছাড় দিয়ে মূল ট্যাক্স ৩৫০ কোটি টাকা আদায় করতে চায়। ৬০ শতাংশ ছাড় দেওয়ার ফলে বহু মানুষ তাদের কর জমা দেবে। এর ফলে পরিবহন দপ্তর কিছুটা হলেও লাভের মুখ দেখবে বলে দপ্তরের আধিকারিকদের বক্তব্য।  নত

হাড় কাঁপিয়ে দেবে নতুন বছরের প্রথম চার দিন

কলকাতা: 'শীতের হাওয়ায় লাগল নাচন' কবিগুরুর বিখ্যাত গানের লাইন। মৌসম ভবনের তথ্য বলছে শুধু আমলকী ডাল নয় পশ্চিমবঙ্গের মানুষের হাড় কাঁপিয়ে দেবে নতুন বছরের প্রথম চার দিন। হাওয়া অফিস এই বছর প্রথম থেকেই কড়া শীতের পূর্বাভাস দিচ্ছে। বর্ষবরণের রাতেও জমিয়ে ঠাণ্ডা পড়তে পারে বলে জানিয়েছিল হাওয়া অফিস। এবার প্রথম চারদিনের পূর্বাভাসে মিলছে হাড় কাঁপানো শীতের ইঙ্গিত।   শীত কাতুরে বাঙালি অভিযোগের শেষ নেই। শীত কম হলে নেই নেই অভিযোগ। বেশি হলে আবার কমিয়ে দেওয়ার আর্জি অভিযোগ। সবসময় সবকিছুই যে তুল্যমূল্য ভাবেই হবে না এটা বাঙালি মন মানতে পারে না। হাতেগোনা কিছু বাঙালি অবশ্য কড়া শীতকেই বেশি পছন্দ করেন। এবার তেমন কিছুরই আভাস দিচ্ছে মৌসম ভবন। পয়লা থেকে ৪ জানুয়ারি ২০১৯ পর্যন্ত তীব্র শীত অনুভূত হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এই বছরের সবই উল্টো। বর্ষা এসেছিল দক্ষিণবঙ্গ দিয়ে। এবার শীতেও যেন তারই প্রভাব। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের ঠাণ্ডাকে হারাতে প্রস্তুত নতুন বছরে এই মরসুমের শীত। এমনিতেই গত সপ্তাহ দুয়েক ধরে শীতের পারদ পতনে উত্তর এবং দক্ষিণের কাঁটায় কাঁটায় টক্কর চলছে। এবার উত্তরকে হারিয়ে দেওয়ার ইঙ্গিত।

রেলের মুকুটে নয়া পালক, 'মেক ইন ইন্ডিয়া'য় তৈরি ট্রেন চলছে পড়শি দেশে

Image
মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে ভারতে তৈরি হয়েছে ট্রেন-১৮। ইতিমধ্যেই পরীক্ষামূলক দৌড়ে নিয়মিতভাবে প্রতিঘণ্টায় ১৮০ কিলোমিটারের গতি তুলছে সেমি হাইস্পিড ট্রেনটি। শুধু ভারতেই নয়, চেন্নাইয়ের কারখানায় পড়শি দেশের জন্যেও ইঞ্জিনহীন ট্রেন তৈরি করছে ভারত।  টুইটারে রেলমন্ত্রী পীযূষ গোয়েল লিখেছেন, বিশ্বের জন্য এবার মেক ইন ইন্ডিয়া। চেন্নাইয়ের কারখানায় নির্মিত ট্রেন দৌড়চ্ছে শ্রীলঙ্কায়। বলে রাখি, এই ট্রেন ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত গতিতে চালানো সম্ভব। কেন ভারত থেকে ট্রেন কিনছে শ্রীলঙ্কা? জানা গিয়েছে, ভারতে যে দামে মিলছে, তা আর কেউ দিতে পারছে না। সস্তা, তেমন আধুনিকও। শ্রীলঙ্কা চারদিক দিয়ে সমু্দ্র দিয়ে ঘেরা, ফলে মরচে ধরার সম্ভাবনা বিস্তর। সেটা মাথায় রেখে বিশেষ ধরনের স্টিল দিয়ে তৈরি হয়েছে এই ট্রেন। এতে মরচে ধরবে না। ট্রেনটির গুণমান দেখে শ্রীলঙ্কা সরকার উচ্ছ্বসিত বলেও খবর। আসতে পারে আরও অর্ডার। শুধু শ্রীলঙ্কাই নয়, মালয়েশিয়া, ফিলিপিন্স, তাইওয়ান, ভিয়েতনাম, বাংলাদেশ, তাঞ্জানিয়া, মোজাম্বিক, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, উগান্ডার মতো দেশে কোচ রফতানি করছে ভারত। আর সেগুলি তৈরি হচ্ছে চেন্নাইয়ের কারখানায়।

চালকের অনভিজ্ঞতাই কাল!

Image
চালকের অনভিজ্ঞতাই কাল হল। টানেলের মধ্যে আপত্‍কালীন পরিস্থিতিতে করণীয় কী? জানা ছিল না দেবাশিস দত্তের। তাঁর ভুলেই আতঙ্ক ছড়ায়। চাঞ্চল্যকর তথ্য জি ২৪ ঘণ্টার অন্তর্তদন্তে। কী করে দুর্ঘটনা? কেন আতঙ্ক ছড়াল মেট্রোরেলে? অন্তর্তদন্তে নেমেছিল জি চব্বিশ ঘণ্টা। বেলা সাড়ে ১২টায় শ্যামবাজার থেকে চড়লেন চব্বিশ ঘণ্টার প্রতিনিধি। মেট্রো এগোল স্বাভাবিক ছন্দে।  বিপত্তির ২৪ ঘণ্টাও কাটেনি। কিন্তু মেট্রোয় শোনা গেল না কেন বিশেষ ঘোষণা। আপত্‍কালীন পরিস্থিতিতে করণীয় কী? জানান হল না যাত্রীদের। আগুন ধরলে কাচ ভাঙতে হবে। সাধারণ ট্রেনের এসি কামরায় সেই ধরনের হাতুড়ি থাকে। মেট্রোর এসি রেকে এমন কোনও হাতুড়ি নেই। ত্রুটি আরও রয়েছে। প্রশ্ন উঠছে রক্ষণাবেক্ষণ নিয়ে। বিদ্যুত্‍বাহী থার্ড রেলের সঙ্গে মেট্রো রেক যুক্ত থাকে টিআরসিসি-র মাধ্যমে। বৃহস্পতিবার,  ২য় কোচের ৩য় টিআরসিসি ভেঙে যায়। সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত এসি1 রেকটি সবচেয়ে পুরনো। তার টিআরসিসি-তে ফাটল ধরেছিল। টিআরসিসি ভাঙায় তীব্র স্ফূলিঙ্গ তৈরি হয়। তার থেকেই রাবার এয়ার সাসপেনশনে আগুন লাগে।  কিন্তু এই দুর্ঘটনাতেও আগুন লাগার কারণ নেই। এখানে উঠে আসছে চালকের ভূমিকা নিয়ে প্র

এসএসকেএমে দেখাতে এসে বিহারের যৌনপল্লিতে বিক্রি হয়ে গেলেন মালদহের তরুণী

Image
কলকাতার হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন। কিন্তু বিক্রি হয়ে যান বিহারের যৌনপল্লিতে। ২৭ দিন পর ওই তরুণীকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করা হল চম্পারণের এক যৌনপল্লি থেকে। বছর ২০-র ওই তরুণী মালদহের জলঙ্গার বাসিন্দা। বাবা-মা মারা গিয়েছেন। স্বামীও ছেড়ে গিয়েছেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মালদহ জেলা হাসপাতালে চিকিৎসা করাতে গেলে তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্ত্রী রোগ বিভাগে রেফার করে দেওয়া হয়। বাড়িতে কেউ না থাকায় একাই কলকাতায় আসেন চিকিৎসা করাতে, ডিসেম্বরের এক তারিখে। বাড়িতে কেউ না থাকায়, কলকাতায় এসে কী অবস্থায় আছেন তিনি, তার খোঁজ খবর কেউই নেননি। এ মাসের ১২ তারিখ একটি অজানা মোবাইল নম্বর থেকে তরুণীর ফোন পান তাঁর সৎ ভাই। ফোনে ওই তরুণী খালি বলতে পেরেছিলেন যে তাঁকে অপহরণ করে বিহারে বিক্রি করে দেওয়া হয়েছে। "আমাকে বাঁচাও"— তার পর এটুকুই সে দিন বলতে পেরেছিলেন তিনি। তরুণীর ভাই দিশেহারা হয়ে যোগাযোগ করেন বাংলা সংস্কৃতি মঞ্চ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে। সংগঠনের সম্পাদক তন্ময় ঘোষ বলেন, "আমরাও প্রথমে দিশেহারা ছিলাম। কারণ প্রথমে মালদহ থানায় গেলে সেখানে পুলিশ কোনও সহযোগিতা কর

পরিকাঠামো আছে কি? মেলে না জবাব, মেট্রো-বিপর্যয়ে ভগবানই ভরসা

Image
সুড়ঙ্গ ও উড়ালপথ মিলিয়ে ২৭ কিলোমিটারেরও বেশি যাত্রাপথ। প্রতিদিন গড়ে সাত লক্ষ যাত্রীর যাতায়াত। তাঁদের যাত্রা নিরাপদ করতে মেট্রোর বিপর্যয় মোকাবিলা দলও আছে। যদিও সেই দলের সদস্যসংখ্যা সাকুল্যে পাঁচ! তাতে ট্র্যাফিক, সিকিয়োরিটি, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও মেডিক্যাল বিভাগের নিচু তলার অফিসারেরা রয়েছেন। ২৭ কিলোমিটার পথের কোথাও কোনও বিপদ ঘটলে ওই পাঁচ জন কী করবেন, কী ভাবে মোকাবিলা করবেন, তা জানেন না খোদ মেট্রো রেলের কর্তারাই। তবে তাঁরা বলছেন, 'ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স' (এনডিআরএফ) এবং ন্যাশনাল সিকিয়োরিটি গার্ডস (এনএসজি)-এর সঙ্গে নিয়মিত মহড়া হয়। তাতে ওই পাঁচ জন ছাড়াও মেট্রোর অন্য কর্মীরা থাকেন। তাতে লাভ হয় কি? সেটা অবশ্য স্পষ্ট করে বলতে পারছেন না মেট্রোর মুখপাত্র ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। তাঁর জবাব, কয়েক মাস অন্তর ওই পাঁচ জন বৈঠক করেন। তাঁরা নানা সুপারিশও করেন। তার পর? ইন্দ্রাণীদেবীর মুখে কুলুপ। বিপর্যয় মোকাবিলায় প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ ও সেনা আধিকারিকেরা বলছেন, পাঁচ জনের কমিটি তো মাথায় থাকবে। কিন্তু এই ধরনের পরিষেবার ক্ষেত্রে নিচু তলার কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া দরকার। অ