Posts

Showing posts from August 2, 2018

পুলিশ ওদের হোটেলে রাখতে চাইছে, ওরা হোটেলে যাবে না: মমতা

Image
বিমানবন্দরে নামতেই আটক। শিলচরে ঢুকতেই দেওয়া হল না তৃণমূল প্রতিনিধিদলকে। জোর করে আটকাতে গিয়ে মহিলা সাংসদ-বিধায়কদের মারধরেরও অভিযোগ উঠছে। শিলচর: বিমানবন্দরে নামতেই আটক। শিলচরে ঢুকতেই দেওয়া হল না তৃণমূল প্রতিনিধিদলকে। জোর করে আটকাতে গিয়ে মহিলা সাংসদ-বিধায়কদের মারধরেরও অভিযোগ উঠছে। এনআরসিতে বহু মানুষের নাম বাদ পড়ার প্রতিবাদে গণ-কনভেনশনে যোগ দিতেই শিলচরে যায় তৃণমূল প্রতিনিধিদল। শিলচর বিমানবন্দরে নামার পরই আটক। তবে আনঅফিসিয়ালি। শিলচরে ঢুকতেই পারল না তৃণমূল প্রতিনিধিদল। তারপরও দীর্ঘ সময় ধরে টানাপোড়েন। নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী দেশ। ১৪৪ ধারা। তৃণমূল প্রতিনিধিদল নামার আগেই পুলিশ ও সিআরপিএফ দিয়ে ঘেরা ফেলা হয় শিলচর বিমানবন্দর। ঘটনায় ক্ষুব্ধ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস দেওয়ার পরও কেন এই হেনস্থা ৷ যদি সত্যিই অসমে কিছু না ঘটে থাকে ৷ তবে কেন বিমানবন্দরে ১৪৪ ধারা জারি? ৷ পুলিশ ওঁদের হোটেলে রাখবে বলেছে ৷ কেন পুলিশের কথায় চলবেন ওঁরা ৷ ওঁরা হোটেলে থাকবে না ৷ মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে ৷ বিজেপি হতাশ হয়ে পড়েছে ৷ পেশি শক্তি দেখাচ্ছে বিজেপি সরকার ৷

এবার পরকীয়ায় শুধু পুরুষ নয়, গ্রেফতার হতে পারে মহিলারাও

Image
যদি কোনও পুরুষের অন্যের স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকে, তা হলে তা অপরাধ ৷ তবে এ ক্ষেত্রে মহিলাটি অপরাধী হবেন না ৷ কিন্তু পুরুষটিকে অপরাধ প্রমাণ হলে ৫ বছর পর্যন্ত হাজতবাস করতে হতে পারে ৷ নয়াদিল্লি: ভারতীয় দণ্ড সংহিতার ৪৯৭ ধারা ৷ যে ধারায় নারী ও পুরুষের ক্ষেত্রে বিস্তর ফারাক করা হচ্ছে ৷ একই অপরাধের জন্য যেখানে কোনও পুরুষকে শাস্তি দেওয়া হচ্ছে ৷ সেখানে কোনও মহিলাকে কেন শাস্তি দেওয়া হবে না ? ব্যাভিচার রুখতে ৪৯৭ ধারার অবিলম্বে সংশোধনের দাবি উঠেছে ৷ পরকীয়া অপরাধ কিনা, সে বিষয়ে আইন খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চে তত্ত্বাবধানে রয়েছে এই বিষয়টি ৷ ৪৯৭ ধারা অনুযায়ী, ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারায় পরকীয়াকে পুরুষদের ক্ষেত্রে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে ৷ যদি কোনও পুরুষের অন্যের স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকে, তা হলে তা অপরাধ ৷ তবে এ ক্ষেত্রে মহিলাটি অপরাধী হবেন না ৷ কিন্তু পুরুষটিকে অপরাধ প্রমাণ হলে ৫ বছর পর্যন্ত হাজতবাস করতে হতে পারে ৷ ১৫০ সালেরও পুরোনো এই আইন... সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, এই আইনে পুরুষ এবং মহিলাদেরকে সমান চোখে দেখা হয় না

মমতার বিরুদ্ধে তিনটি মামলা রুজু হল

Image
গুয়াহাটি: NRC ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হল৷ মামলা দায়ের হয়েছে অসমের তিনটি থানায়৷ বৃহস্পতিবার অসম পুলিশের ডিজিপি কুলাধার সইকিয়া এই কথা জানিয়েছেন৷ NRC-র দ্বিতীয় খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতা থেকে দিল্লি, সর্বত্র গিয়ে তিনি এই নিয়ে বিজেপির সমালোচনা করেছেন৷ অভিযোগ, তিনি NRC নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন৷ তাই তাঁর বিরুদ্ধে অসমের তিনটি থানায় তিনটি FIR দায়ের করা হয়৷ তার ভিত্তিতেই অসম পুলিশ তিনটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছে অসম পুলিশ৷ ওই রাজ্যের পুলিশের ডিজিপি-র বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পানবাজার, বশিষ্ঠ, নর্থ লক্ষ্মীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ এর মধ্যে প্রথম অভিযোগ দায়ের হয় নর্থ লক্ষ্মীপুর থানায়৷ তার ভিত্তিতেই ওই তিনটি মামলা দায়ের করা হয়৷ তাঁর বিরুদ্ধে IPC-র মোট চারটি ধারা হয়েছে৷ সেগুলি হল ১২০বি, ১৫৩এ, ২৯৪ ও ৫০৬৷

যৌনতার জন্য ইনজেকশন, প্রতিবাদ করলে চরম অত্যাচার!

Image
১১জন নাবালিকাকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার করল পুলিশ ৷ এদের মধ্যে রয়েছে পাঁচ বছরের শিশুকন্যাও ৷ একটি মন্দির চত্বর থেকে উদ্ধার করা হয়েছে তাদের ৷ হায়দরাবাদ: ১১জন নাবালিকাকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার করল পুলিশ ৷ এদের মধ্যে রয়েছে পাঁচ বছরের শিশুকন্যাও ৷ একটি মন্দির চত্বর থেকে উদ্ধার করা হয়েছে তাদের ৷ পাচারকারীদের বিরুদ্ধে উঠেছে এক মারাত্মক অভিযোগ ৷ দেহব্যবসায় নামানোর জন্য তাদের শরীরে এক বিশেষ সেক্স হরমোন ইনজেক্ট করা হত ৷ যাতে অল্প বয়সেই সেক্সের জন্য উপযুক্ত করে তাদেরকে বিক্রি করে দেওয়া যায় ৷ ২ লক্ষ টাকায় তাদের বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছিল পাচারকারীরা ৷ তদন্তের পর এমনই মারাত্মক অভিযোগ উঠে এসেছে ৷ এই ঘটনায় অভিযুক্ত দুই এজেন্ট কৃষ্ণা শঙ্কর এবং কামসানি ইয়াদাগ্রিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ যাদের মারফতই চলত এই শিশু বিক্রি ৷ তেলেঙ্গানার ইয়াদ্রি ভোঙ্গির এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ এই ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ রচাকোন্ডা থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ এখনও অবধি এই ঘটনায় দু'জন এজেন্ট ছাড়াও অভিযুক্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়

কাজের মাসিদের কম মাইনে দিলে এবার হবে জেল!

Image
বাসন মাজা, ঘর মোছার মতো কাজের জন্য পরিচারিকাকে ঘণ্টায় অন্তত ৩৭ টাকা দেন? না হলে কিন্তু আপনার জেলও হতে পারে। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থে এই নয়া নির্দেশিকা জারি করল তামিলনাড়ু সরকার। ঘরের কাজের জন্য প্রশিক্ষিত আয়া বা রাঁধুনী রাখলে পারিশ্রমিকের অঙ্কটা আরও কিছু বেশি।  প্রশিক্ষিত আয়া বা নার্স রাখলে তাঁকে ঘণ্টায় অন্তত ৩৯ টাকা করে দিতে হবে এবং রান্নার লোককে দিতে হবে ঘণ্টায় অন্তত ৩৮ টাকা। সারা দিনের জন্য লোক রাখলে পারিশ্রমিক হবে মাসে অন্তত ৬৮৩৬ টাকা। প্রশিক্ষিত নার্স সারা দিনের জন্য রাখলে দিতে হবে মাসে ৮,০৫১ টাকা। সব সময় থাকার জন্য লোক রাখলে খাওয়া-পরা ও থাকার জায়গা ছাড়া বেতন দিতে হবে আরও ১০% বেশি। শ্রম দপ্তরের ডেপুটি কমিশনারের নেতৃত্বে আট সদস্যের কমিটি এই বেতন হার স্থির করেছে। পরিচারিকাদের ইউনিয়নের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ন্যূনতম বেতন হার মানা না হলে সাত বছর পর্যন্ত জেল ও জরিমান হতে পারে। 

বিহারে শিশুধর্ষণঃ কঠোর নির্দেশ সুপ্রিম কোর্টের

Image
টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের পক্ষ থেকে গত জুন মাসে প্রকাশিত রিপোর্টের মাধ্যমে  ওই আবাসিক হোমের শিশুদের প্রবল দুর্দশাগ্রস্ত অবস্থার কথা তুলে ধরা হয় Patna: বিহারের মুজাফফরপুরের আবাসিক হোমে ভয়াবহ শিশুধর্ষণের ঘটনা সামনে আসার পর শুধু গোটা দেশই নয়, নড়েচড়ে বসল শীর্ষ আদালতও। আজ কেন্দ্রীয় সরকার সহ দেশের সমস্ত  রাজ্য সরকারের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করল সুপ্রিম কোর্ট। দেশের শিশুকন্যাদের স্পষ্টতই দুশ্চিন্তায় থাকা সুপ্রিম কোর্ট জানাল এখন থেকে শিশুদের মর্ফড ছবি প্রকাশ করা আর অনুমোদন করা হবে না।  30 জনেরও বেশি নাবালিকা ধর্ষণের ঘটনা,  যা গোটা দেশকেই নাড়িয়ে দিয়েছিল, সুপ্রিম কোর্ট আজ সেই বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়েই মন্তব্য করল। গত চার বছরেরও বেশি সময় ধরে ঘটে চলা ওই ঘটনাটির যে চার্জশিট পেশ করা হয়েছে আদালতে, সেখানে পুলিশ, রাজনীতিবিদ, প্রশাসক, সমাজবিরোধী থেকে নাম আছে প্রায় সকলেরই। টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের পক্ষ থেকে গত জুন মাসে প্রকাশিত রিপোর্টের মাধ্যমে  ওই আবাসিক হোমের শিশুদের প্রবল দুর্দশাগ্রস্ত অবস্থার কথা তুলে ধরা হয়। আদালত জানিয়েছে, ধর্ষিত বা অত্যাচারিত শিশুদের সাক্ষাৎকারও বারবার নিতে

গণিতের 'নোবেল' ফিল্ডস মেডেল জিতলেন ভারতীয় গণিতবিদ

Image
ভারতীয় বংশোদ্ভূত গণিতবিদ অক্ষয় ভেঙ্কটেশ ফিল্ডস মেডেল জিতলেন। গণিতের ক্ষেত্রে যাকে নোবেলের সঙ্গে তুলনা করা হয়। প্রতি চার বছর অন্তর চল্লিশ বছরের কমবয়সীদের যাঁরা গণিতের দুনিয়ায় অবদান রেখেছেন, তাঁদের এই পুরস্কারে সম্মানিত করা হয়। নয়াদিল্লিতে জন্মগ্রহণ করা ভেঙ্কটেশ ২ বছর বয়সেই বাবা মায়ের সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। ৩৬ বছর বয়সী এই গণিত বিশেষজ্ঞ এই মুহূর্তে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। গণিতের দুনিয়ায় অনবদ্য অবদানের জন্য ভেঙ্কটেশকে এই সম্মাননা জানানো হয়েছে। বাকী তিন পুরস্কার বিজয়ী হলেন - কওশের বিরকার (ইরানি বংশোদ্ভূত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক), জার্মানির পিটার স্কোলজে যিনি বন বিশ্ববিদ্যালয়ে পড়ান ও ইতালির গণিতজ্ঞ এলেসিও ফিগায়ি। প্রত্যেকেই ১৫ হাজার কানাডিয়ান ডলার পুরস্কার হিসাবে পেয়েছেন। ১৯৩২ সালে এই পুরস্কার প্রদান শুরু হয়।কানাডার গণিতবিদ জন চার্লস ফিল্ডসের অনুরোধে এই পুরস্কার প্রদান শুরু হয়। ভেঙ্কটেশ ছোট থেকেই বিস্ময় প্রতিভা। তিনি ১১ ও ১২ বছর বয়সে হাই স্কুলে অঙ্কের অলিম্পিয়াডে পুরস্কার জেতেন। ১৩ বছর বয়সে স্কুলের পড়া শেষ করে পশ্চিম অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে যান। ১৯৯৭

চুল পড়ে যাচ্ছে? টাক নিয়ে চিন্তা দূর করুন এ ভাবে

Image
চুল মানুষের সৌন্দর্যের অন্যতম উপাদান। তা শুধু চেহারাকেই আকর্ষণীয় করে তোলে এমনই নয়, ব্যক্তিত্বেও আনে ঝলক। চুল কমে ধীরে ধীরে মাথা ফাঁকা হয়ে যাওয়া নিয়ে তাই চিন্তার অন্ত নেই মানুষের। অনেকে তো কৃত্রিম উপায়ে চুল গজানোর পদ্ধতিরও শরন নিয়ে থাকেন। কিন্তু ঘন ঘন ওষুধ বা নানা রাসায়নিকের ব্যবহার চুলের আরও ক্ষতি করে। সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ও উড়িয়ে দেওয়া যায় না। অথচ এত কিছু ব্যবহার না করে, কেবলমাত্র খাওয়াদাওয়ায় খানিক যত্মবান হলেই কিন্তু এড়ানো যায় টাক। আসলে, এক এক জনের চুলের প্রকৃতি এক এক রকম। তাই চুল পড়া ও গজানোর ক্ষেত্রেও তফাত হয়। কারও চুল পাতলা, কারও বা ঘন। চুলের প্রকৃতি অনুসারে চুলের যত্নও তা-ই বদলে যায়। চুল পড়ার সমস্যা নারী-পুরুষ নির্বিশেষ সকলের জন্যই বেশ চিন্তার। চুলের স্বাস্থ্যের ক্ষতি হলেই টাক পড়ার সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ। অত্যধিক চুল ঝরা, রুক্ষ চুল, মাথার ত্বকে বিভিন্ন প্রদাহের জন্য বেশির ভাগ সময়ই দায়ী খুসকি। তাই টাক থেকে দূরে থাকতে খুসকি এড়ানোও খুব গুরুত্বপূর্ণ। তাই খাবারের পাতে রাখুন এমন কিছু, যা আপনার চুল ঝরা তো কমাবেই, সঙ্গে চুলকে কর তুলবে স্বাস্থ্যকর। পাতিলেবু : লেবুতে রয়েছ

চলতি মাস থেকেই গাড়ির দাম বাড়ছে ৫ হাজার থেকে ১ লক্ষ পর্যন্ত

Image
এ বার দাম বাড়তে চলেছে প্রায় সব কোম্পানির সমস্ত গাড়ির। দেশি-বিদেশি সমস্ত কোম্পানির গাড়ির দাম বাড়ছে অন্তত ২-৩ শতাংশ।কিছু সংস্থা জুলাই থেকেই ধীরে ধীরে দাম বাড়িয়েছে, বাকিরা ১ অগস্ট থেকেই নতুন দাম চালু করে দিয়েছে। কিন্তু এই দাম বাড়ার প্রধান কারণ গুলি কী কী? কারণ প্রধানত তিনটি, ডলারের দাম বেড়ে যাওয়া, কাঁচামাল ও যন্ত্রাংশের দাম বৃদ্ধি এবং শুল্ক বৃদ্ধি। এই বছরের শুরুতে ১ ডলারের মূল্য ছিল ভারতীয় মুদ্রায় ৬৩ টাকা ৫০ পয়সা। বাড়তে বাড়তে এখন যা প্রায় ৬৯ টাকার আসে পাশে থাকছে। তেলের মূল্যবৃদ্ধির ফলে আমদানি-রফতানির খরচ যেমন বেড়েছে, সার্বিক ভাবে কাঁচামালের মূল্য সেভাবেই বৃদ্ধি পেয়েছে। জিএসটি চালু হওয়ার পর প্রায় সব গাড়ির দাম কমেছিল, কিন্তু গাড়ির যন্ত্রাংশের ওপর কাস্টম ডিউটি বেড়ে যাওয়ায় আখেরে লাভ কিছুই হয়নি। মাহিন্দ্রার গাড়ির গড়ে দাম বাড়ছে ২ শতাংশ হারে। যা সর্বাধিক ৩০,০০০ টাকা পর্যন্ত হতে পারে বলে জানা যাচ্ছে। হোন্ডার গাড়ির দাম ১০,০০০ থেকে ৩৫,০০০ টাকাপর্যন্ত বাড়ছে। টাটা মোটর্স এপ্রিল মাসে প্রায় ৩ শতাংশ দাম বাড়িয়েছিল। তার ওপর আরও ২.২ শতাংশ পর্যন্ত দাম বাড়ছে অগস্ট থেকে। মারুতির তরফ থেকে মূল্যবৃদ্ধির ঘোষণা হ

অনলাইনে দশ হাজারেই মিলছে ব্যাঙ্ক জালিয়াতির যন্ত্র ‘স্কিমার’

Image
কলকাতায় গত কয়েকদিনে লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে। অথচ, দিনেদুুপুরের এই লুঠপাটের জন্য অপরাধীদের খুব বেশি কসরৎ করতে হয়নি। আসলে দলবল নিয়ে কালো কাপড়ে মুখ ঢেকে ব্যাঙ্ক ডাকাতির দিন চলে গিয়েছে। টাকা লুট করার জন্য বন্দুকেরও দরকার পড়ে না। 'স্কিমার' নামক একটি ছোট্ট যন্ত্রই যথেষ্ট। এটিএমে 'কার্ড'ঢোকানোর মুখে লাগিয়ে দিলে হল। আপনার ব্যাঙ্কে কত টাকা আছে, চোখের পলকে জেনে যাবে সাইবার অপরাধীরা। দ্রুত অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাবে কষ্টার্জিত অর্থ! আশ্চর্যের বিষয় হল, এমন একটি বিপজ্জনক যন্ত্র খুব সহজেই চলে যাচ্ছে অপরাধীদের কাছে। এখন অনলাইনে পণ্য বিক্রয় সাইটগুলিতে দেদার বিকোচ্ছে এই স্কিমার মেশিন! যেমন টাকা, তেমন উন্নতমানের স্কিমার। এমনই একটি সাইটে ভারতীয় মুদ্রায় ৮ থেকে ১০ হাজারে পাওয়া যাচ্ছে এই যন্ত্র। আরেকটু ট্যাঁকের কড়ি খসালে আরও আধুনিক স্কিমার মিলবে। আরেকটি সাইটে ২০ হাজার টাকায় ব্লুটুথ-সহ স্কিমারের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এটিএমে কার্ড ঢোকানোর মুখে এই স্কিমারটি লাগিয়ে দিলে, সঙ্গে সঙ্গে কার্ড লুকোনো সব তথ্য চলে যাবে সাইবার অপরাধীদের কাছে। ইন্ডিয়ান স্কুল অব অ্

বিবাহ-বহির্ভূত সম্পর্কে শাস্তি কেন শুধু পুরুষদের, প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

Image
বিবাহ-বহির্ভূত সম্পর্কের জন্য ভারতীয় দণ্ডবিধি (ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি)-তে যে শাস্তির বিধান রয়েছে, তাতে বিবাহিত পুরুষ ও বিবাহিত নারীর সমানাধিকার ক্ষুণ্ণ হচ্ছে। যা ভারতীয় সংবিধানের (১৪ নম্বর অনুচ্ছেদ) পরিপন্থী। ভারতীয় দণ্ডবিধির ১৫৮ বছরের পুরনো ধারা (৪৯৭) সম্পর্কে এটাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। ৪৯৭ নম্বর ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একটি মামলার শুনানি ছিল বৃহস্পতিবার, শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এ দিন বলেছে, বিয়ের পবিত্রতা রক্ষা করার অবশ্যই প্রয়োজন রয়েছে। কিন্তু সেই পবিত্রতা রক্ষার লক্ষ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জন্য শাস্তি দেওয়া হচ্ছে বিবাহিত পুরুষদেরই। ভারতীয় সংবিধানে যে সমানাধিকারের কথা বলা হয়েছে, এর ফলে, তা ক্ষুণ্ণ হচ্ছে। কোনও বিবাহিত মহিলা তাঁর স্বামীর সম্মতি নিয়ে অন্য কোনও বিবাহিত পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হলে যে আইনের 'রক্তচক্ষু' এড়িয়ে যেতে পারেন, সাংবিধানিক বেঞ্চ সেটাও 'সঠিক' মনে করছে না। বেঞ্চের মতে, ওই আইনে (ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ নম্বর ধারা) 'যেন কিছ

পাঁচ মাস ধরে নাবালিকাকে ধর্ষণ করে এসেছে সৎবাবা!

Image
অসুস্থ হয়ে পড়ায় মেয়েটিকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন পরিবারের লোক জন। আর তখনই সামনে আসে ১৪ বছরের মেয়েটি তিন মাসের অন্তঃসত্ত্বা। আর তার পরই উঠে আসে আরও কলঙ্কজনক একটি তথ্য। মেয়েটি তার জবানবন্দিতে জানিয়েছে, গত পাঁচ মাস ধরে ধর্ষণ করে আসছিল তার সৎবাবা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দেওয়াস জেলায়। পুলিশ জানিয়েছে, বুধবার মেয়েটি বেশ কয়েক বার বমি করে। পরে অচৈতন্য হয়ে পড়ে। তখনই তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরই সামনে আসে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবরটি। পুলিশ জানিয়েছে, নাবালিকা মেয়েটিকে পাঁচ মাস ধরে ধর্ষণ করেছিল তার সৎবাবা। বিষয়টি নিয়ে মুখ খুললে খুন করে দেওয়ার হুমকিও দিত। হাসপাতালে মেয়েটি অভিযোগ করেছে, বিষয়টি আগেই সে তার মাকে জানিয়েছিল। কিন্তু, তার মা তাতে কর্ণপাত করেনি।  নাবালিকা মেয়েটির অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত সৎবাবা বিজয় বৈরাগিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পকসো (প্রোটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট) ধারায় মামলা করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মেয়েটি কোথায় থাকবে, সে বিষয় জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে বলে পুলিশ জানিয়েছে।

মৃত স্ত্রীকে সাইকেলে চাপিয়ে শ্মশানে নিয়ে গেলেন স্বামী

Image
সামাজিক বয়কট ! মৃত স্ত্রীর শ্মশানযাত্রা একা সাইকেলেই সারলেন অসহায় চতুর্ভুজ, ফের লজ্জায় মুখ ঢাকল মানবিকতাবোধ মানুষের চৈতন্য ফেরার অপেক্ষায় কি বারবার ধূসর হবে মানবতাবোধ, মানবতাবাদ ? ভুবনেশ্বর: দানামাঝির কাহিনি এখনও আমাদের মন ভুলতে পারেনি ৷ অর্থের অভাবে স্ত্রীর মৃতদেহ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে যেতে পারেননি, কারণ অ্যাম্বুলেন্সের খরচ বহন করার মত সামর্থ ছিলনা দানামাঝির ৷ তাই হাসপাতাল কর্তৃপক্ষ শববাহী গাড়ি দেয়নি অসহায় দানামাঝিকে ৷ মৃতদেহ সৎকারের জন্য বেশ কয়েক কিলোমিটার নিজের ঘাড়ে করে স্ত্রীর মৃতদেহ বহন করে নিয়ে গিয়েছিলেন ৷ সারা সেই ঘটনা আজও আমাদের মনে গভীর ক্ষত হয়ে আছে ৷ মানবতাহীন সেই ঘটনায় লজ্জায় মুখ ঢেকেছিল সারা পৃথিবী ৷ সেই ওড়িশাতেই পুনরাবৃত্তি একই ঘটনার ৷ তবে এবার ঘটনার শিকার দানামাঝি নন ৷ এক মহিলার মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার মত কাউকে পাওয়া যয়নি ৷ প্রতিবেশীরা সামাজিক বয়কট করেছেন তাঁকে ৷ ভদ্রলোকের দোষ এই মাত্র তিনি ভালবাসাকে প্রাধান্য দিয়ে অসবর্ণে বিয়ে করেছিলেন তাই সমাজ তাঁদের বয়কট করেছে ৷ ওড়িশার কৃষ্ণাপল্লী গ্রামের বাসিন্দা চতুর্ভুজ বাঁক সন্তান না হ

শিশু ধর্ষণে নির্যাতিতার অস্পষ্ট ছবিও ব্যবহার করা যাবে না: সুপ্রিম কোর্ট

Image
নয়াদিল্লি: কড়া নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট৷ আদালত বৃহস্পতিবার পরিস্কার জানিয়ে দিয়েছে নাবালিকা বা শিশু ধর্ষণের খবর করতে গিয়ে নির্যাতিতার অস্পষ্ট ছবিও ব্যবহার করা যাবে না৷ আদালতের পর্যবেক্ষণ বৈদ্যুতিন মাধ্যম, সংবাগপত্র ও অন্যান্য গণ মাধ্যমে নাবালিকার অস্পষ্ট ছবি দিলেও, তার পরিচয় প্রকাশিত হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে৷ একটি স্বত:প্রণোদিত মামলা দায়ের করে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ কড়া ভাষায় সংবাদমাধ্যমগুলিকে সতর্ক করেছে শীর্ষ আদালত৷ জানিয়েছে কোনওভাবেই কোনও নির্যাতিতা নাবালিকার অস্পষ্ট ছবি প্রকাশ করা যাবে না৷ বিহারের মুজফফরপুর হোমের ধর্ষণকাণ্ডের প্রেক্ষিতে এই রায় দিয়েছে আদালত৷ বিহার সরকার ওww কেন্দ্রকে এই মর্মে একটি নোটিশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ কেন্দ্র ও বিহার রাজ্য সরকারের কাছ থেকে এই ইস্যুতে জবাবও চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট৷ গত জুলাই মাসেই প্রকাশ্যে আসে বিহারের মুজফফরপুর হোমের ভয়াবহ চিত্র৷ ৪০ জন নাবালিকাকে যৌন হয়রানির শিকার হতে হয়৷ জানা যায়, নাবালিকাদের নগ্ন অবস্থায় শুতে বাধ্য করতেন শিক্ষিকা। এক নাবালিকাকে খুন করা হয়েছে বলেও অভিযোগ। দেহ খুঁজতে তল্লাশি শ

2005 সালে বাংলাদেশি অভিবাসীদের নিয়ে মমতা বলেছিলেন ঠিক উল্টো কথা

Image
13 বছর আগে সংসদে দাঁড়িয়ে কী বলেছিলেন তিনি?  13 বছর আগেও তাঁর কথা বলার ভঙ্গি একইরকম নাটকীয় ছিল হাইলাইটস "বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রাজ্যের বিপর্যয় ডেকে আনবে", বলেছিলেন মমতা অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে লোকসভায় তেরো বছর আগে তোলপাড় করেছিলেন তিনি কিন্তু বর্তমানে তাঁর অবস্থান একশো আশি ডিগ্রি বিপরীত হয়ে গিয়েছে নিউ দিল্লি: গত কয়েকদিন ধরে অসমের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) বা জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে তিনি প্রবলভাবে মুখর। বাংলাদেশ থেকে অসমে আসা অবৈধ অভিবাসীদের নিয়ে কেন্দ্রের পদক্ষেপের তীব্র সমালোচক। তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়, এই কথাও বলেন যে, কেন্দ্র যদি তাদের নিজের সিদ্ধান্তে অবিচল থাকে, তাহলে গৃহযুদ্ধ হয়ে রক্তগঙ্গা বওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু, 13 বছর আগে সংসদে দাঁড়িয়ে কী বলেছিলেন তিনি? 13 বছর আগেও তাঁর কথা বলার ভঙ্গি একইরকম নাটকীয় ছিল। কণ্ঠস্বরেও ছিল এখনকার মতোই জোর। কেবল, বক্তব্যটা ছিল পুরোপুরি বিপরীত। তৎকালীন বাংলার বিরোধী দলনেত্রী এবং তাঁর দলের একমাত্র সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "বাংলাদেশ থেকে বাংলায় অনুপ্রবেশ ক্রমশ বেড়েই চলেছে। এটি এখন পশ্চিমবঙ্গের কাছে এক অত্য

শর্টস পরা ও গোঁফ রাখার 'অপরাধ', গুজরাটে কোপানো হল দলিত তরুণকে

Image
শর্টস পরা আর গোঁফ রাখার কঠিন মূল্য চোকাতে হল এক দলিত তরুণকে। গুজরাটের আমেদাবাদে ১৮ বছরের সঞ্জয় মাকওয়ানাকে বেধড়ক মারধর করে কোপানোর অভিযোগ উঠল দরবার সম্প্রদায়ের সাতজনের বিরুদ্ধে।  মঙ্গলবার গভীর রাতে বভলা তালুকের কবিতা গ্রামে ঘটেছে এই ঘটনা। বুধবার বভলা পুলিশ হত্যার চেষ্টা নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে FIR দায়ের করেছে। FIR-এ লেখা হয়েছে, 'বারমুডা শর্টস পরে থাকা সঞ্জয় মাকোয়ানাকে হুমকি দিয়েছিলেন মহাবীর সিং রাঠোর ও অজ্ঞাতপরিচয় কয়েকজন। তাঁরা বলেছিলেন, সঞ্জয় শর্টস পরলে আর গোঁফ রাখলে তাঁকে কঠিন মূল্য চোকাতে হবে। তাঁকে বেধড়ক পেটানো হবে ও নির্যাতন করা হবে বলে বারবার হুমকি দেওয়া হয়েছিল। এরপর দরবার সম্প্রদায়ের গম্ভীরসিং রাঠোর, ভগভাই রাঠোর ও পিঙ্কালসিং রাঠোর সঞ্জয়ের দিকে ছুটে গিয়ে বেধড়ক মারধর শুরু করেন। তাঁকে কোপানোও হয়।' এদিকে, তাঁদের উপর হামলার অভিযোগে চার দলিতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছে উচ্চবর্ণের দরবার সম্প্রদায়। FIR-এ বলা হয়েছে, গম্ভীর সিং রাঠোর ও ভগভাই রাঠোর ধারালো অস্ত্র দিয়ে সঞ্জয়ের মাথায় আঘাত করে। সঞ্জয়ের বাবা ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও মারধার করা হয় ব

বাড়ির পিছনের গর্তে উদ্ধার একই পরিবারের ৪ জনের দেহ, কালাজাদুর আশঙ্কা পুলিশের

Image
একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার হল তাদেরই বাড়ির পিছন থেকে। ঘটনাটি ঘটেছে কেরলের ইদুক্কি জেলায়। একটি গর্তের মধ্যে থেকে দেহগুলি উদ্ধার করেছে পুলিশ। দেহগুলি একটির উপর একটি পড়েছিল। পুলিশ সূত্রে খবর, গত বেশ কয়েকদিন ধরে নিরুদ্দেশ ছিলেন বাড়ির ওই চার সদস্য। বাড়ির কর্তা, তাঁর স্ত্রী ও দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের মধ্যে বাড়ির কর্তা ও তাঁর স্ত্রীর বয়স ৫০ পেরিয়েছে। মৃতদের নাম কৃষ্ণণ ও সুশীলা। সন্তানদের একজনের বয়স ২১ বছর, অন্যজনের ১৮। প্রথমজন মেয়ে, নাম আর্শা আর দ্বিতীয়জন ছেলে, নাম অর্জুন। মৃতদেহ উদ্ধারের পর ঘটনার তদন্ত করতে গিয়ে প্রতিবেশীদের ডাকে পুলিশ। প্রতিবেশীরা দেহ শনাক্ত করেন। তাঁরাই বলেন, গত চারদিন ধরে ওই পরিবারের কাউকে দেখেনি তারা। কোনও সাড়াশব্দও পাওয়া যায়নি। নিরুদ্দেশ থাকলেও ওই পরিবারের কারও খোঁজের জন্য পুলিশে অভিযোগ দায়ের হয়নি। বুধবার সকালে পরিবারের কয়েকজন আত্মীয় দেখা করতে এসেছিল। তারা বাড়িতে কাউকে দেখতে পায়নি। তার উপর বাড়ির দেওয়ালে ও মেঝেতে রক্তের দাগ দেখে। জানানো হয় প্রতিবেশীদের। তারাই এরপর পুলিশে খবর দেয়। পুলিশ সূত্রে খবর, ওই পরিবার তন্ত্রমন্ত্রের অভ্যাস করত

ভারতীয় সেনার পরিকাঠামো উন্নয়নে ৭২ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পকে উৎসাহিত করে ভারতীয় সেনার পরিকাঠামোর উন্নয়নে গুরুত্ব বাড়াল কেন্দ্র৷ বিগত বছরগুলির তুলনায় আগামী অর্থবর্ষে সব থেকে বেশি টাকা বরাদ্দ করা হয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে৷ সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী আর্থিক বর্ষে ৭২.২ কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা দিয়েছে কেন্দ্র৷ গতবছর ভারতীয় সেনার পরিকাঠামো উন্নয়নে খবর করা হয়েছিল ৬৯.২ কোটি টাকা৷ চলতি বছর ৬৯.৪ কোটি টাকা খরচ করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র৷ মূলত, মোদির মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে সেনার পরিকাঠামো উন্নয়ন ও সেনার সম্পত্তির মূল্য নির্ধারণ করে সম্পদের সঠিক ব্যবহারের উপর গুরুত্ব বাড়ানো হবে বলে জানা গিয়েছে৷ গত চারবছরেও একাধিক ক্ষেত্রে অন্তত দু‌'লক্ষ ৬৬ হাজার ৭০০ কোটি টাকা খবর করে ফেলেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে সেনার পরিকাঠামো উন্নয়নে দেশের বিভিন্ন প্রান্তে ১২৮টি বড় প্রকল্পের কাজ চলছে৷ প্রায় এক লক্ষ ১৯ হাজার টাকা ব্যয় করা হচ্ছে বলে সংসদে জানিয়েছেন প্রতিমন্ত্রী সুভাস বর্মা৷ তবে, কোটি কোটি টাকা খ

স্মার্টফোন থেকে নতুন পাসপোর্টের আবেদন করবেন কীভাবে?

Image
অ্যানড্রয়েড ও iOS গ্রাহকদের জন্য mPassport Seva অ্যাপ লঞ্চ করেছে ভারত সরকার। এই অ্যাপ ব্যবহার করে ভারতের নাগরিক নিজের স্মার্টফোন থেকে অনলাইনে নতুন পাসপোর্টের আবেদন করতে পারবেন।নতুন পাসপোর্টের আবেদন করা ছাড়াও এই অ্যাপ এ একাধিক প্রয়োজনীয় ফিচার রয়েছে। mPassport Seva অ্যাপ এর মাধ্যমে একন কোন ঝামেলা ছাড়াই খুব সহজে ভারতবাসী পাসপোর্টের আবেদন করতে পারবেন। শুধুমাত্র পাসপোর্টের আবেদন ছাড়াও পাসপোর্ট সংক্রান্ত সব পরিষেবা এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। এর সাথেই নিকটবর্তীজেলা পাসপোর্ট কেন্দ্র ও প্সপোর্ট সেবা কেন্দ্রের ঠিকানা জানা যাবে। এর সাথেই নতুন পাসপোর্ট আবেদনের সময় কোন থানা যেতে হবে তা জানা যাবে এই অ্যাপ থেকে। এর সাথেই mPassport Seva অ্যাপ এ একটি ক্যালকুলেটার ফিচার রয়েছে। এই ফিচার ব্যবহার করে পাসপোর্ট আবেদন করতে মোট কত টাকা খরচ হবে তা জেনে নিতে পারবেন নাগরিকরা। আসুন দেখে নি mPassport Seva অ্যাপ ব্যবহার করে নতুন পাসপোর্টের আবেদন করবেন কীভাবে? স্টেপ ১। নিজের স্মার্টফোনে mPassport Seva অ্যাপ ডাউনলোড করুন স্টেপ ২। প্রথমবার এই অ্যাপ ওপেন করার পরে 'New User Register' অপশানে ট্যাপ করুন। স্টেপ

বাড়িতে ডেকে নাবালিকাকে ধর্ষণ, আদালতের নির্দেশে সক্রিয় পুলিস

Image
হাওড়া: কুড়কুড়ে কিনে দেওয়ার টোপ দিয়ে প্রতিবেশী কিশোরীকে বাড়িতে ডেকে ঘরের মধ্যে আটকে ধর্ষণ করায় অন্তঃসত্ত্বা হয়ে যায় নবম শ্রেণীর এক ছাত্রী। বিষয়টি বুঝতে পারার পর কিশোরীর পরিবার পুলিসের কাছে গেলেও অভিযোগ নেয়নি। তাই সুবিচার পেতে আদালতের দ্বারস্থ হয় উলুবেড়িয়া থানার ধূলাসিমলার বাসিন্দা ওই কিশোরীর পরিবার। অবশেষে আদালতের নির্দেশে প্রতিবেশী যুবক অর্পণ দাস, তার বাবা বাবলু দাস ও মা লীলা দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিস। বর্তমানে ওই কিশোরী ৯ মাসের অন্তঃসত্ত্বা। কুমারী মা হওয়া মেয়েকে নিয়ে কী করবেন তা নিয়ে চিন্তায় পড়েছে ওই ছাত্রীর পরিবার। অভিযুক্ত যাতে তাঁদের মেয়েকে বিয়ে করে সামাজিক অপমানের হাত থেকে রেহাই দেয় তার জন্য কিশোরীর বাবা আদালতের কাছে আবেদন জানান। আদালত ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বছর ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা নাগাদ প্রতিবেশী অর্পণ দাস নাবালিকাকে কুড়কুড়ে কিনে আনতে বলে। অভিযোগ ছাত্রীটি তার কথামত কুড়কুড়ে নিয়ে অর্পণের বাড়িতে গেলে অভিযুক্ত তাকে বাড়ির দোতলার একটি ঘরে ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর নাবালিকাকে ধর্ষণ করে। এমনকী বিষয়টি কউকে জানালে তাকে ও তার পরিবারকে খুন

স্বামীকে শিবের মাথায় জল ঢালতে পাঠিয়ে পথে সুপারি কিলার দিয়ে খুন

Image
আসানসোল: 'কাজ শেষ হয়ে গিয়েছে। বুকে লাগাতার ছুরি বসিয়ে ওকে শেষ করে দিয়েছি। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ও ছটফট করছে।' প্রেমিকের ফোন থেকে স্বামীকে খুন করার এমন নিখুঁত বর্ণনা শুনে উচ্ছ্বসিত হয়ে পড়েছিল বার্নপুরের নবঘন্টির রাজনন্দিনী সিং। বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়লেও তার মুখে ছিল জয়ের আনন্দ। অথচ এবছরেরই ১০ ফ্রেবুয়ারি তার সঙ্গে বিয়ে হয়েছিল বিজয় সিংয়ের (৩০)। বিয়ের পরেই রাজনন্দিনী মুঙ্গেরের বাসিন্দা এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপরেই সে স্বামীকে খুনের ছক কষে। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিস তাকে গ্রেপ্তার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত বিজয়বাবু গুজরাতের আমেদাবাদে নিরপত্তারক্ষীর কাজ করতেন। সেখানেই তিনি সস্ত্রীক থাকতেন। দেওঘরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার জন্য তিনি ৫ জুলাই স্ত্রীকে নিয়েই বার্নপুরের নবঘন্টিতে নিজের বাড়ি ফেরেন। ২৫ জুলাই তিনি দেওঘরের উদ্দেশে রওনা দেন। তাঁর সঙ্গে আরও সাতজন ছিলেন। সুলতানগঞ্জ থেকে জল ভরে ১০৫ কিলোমিটার রাস্তা হেঁটে দেওঘরে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। সেইমতো তিনি বন্ধুদের সঙ্গে হাঁটতে শুরু করেন। এদিকে স্ত্রীর পরিকল্পনা মতোই ওই রাস্তায় তাঁকে

হাতের শিরা কাটা! পাঁচরা স্টেশনে উদ্ধার কিশোরী

Image
পাঁচরা: হাতের শিরায় কাটা৷ চাপ রক্ত গড়িয়ে পড়েছে৷ অচেতন অবস্থায় পড়ে রয়েছে এক কিশোরী৷ বুধবার বিকেলে বীরভূমের পাঁচরা স্টেশনে উদ্ধার করা হয় অচৈতন্য কিশোরীকে৷ নাম প্রিয়া রুইদাস৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ব্লেড দিয়ে শিরা কাটার পর অনেক ক্ষণ পড়েছিল মেয়েটি৷ বয়স আনুমানিক ১৬ বছর৷ অচৈতন্য অবস্থাতেই তাকে ভর্তি করা হয় সিউড়ি হাসপাতালে৷ হাসপাতাল জানিয়েছে, অনেকটা রক্ত ক্ষরণ হওয়ায় খুবই দুর্বল হয়ে পড়েছে মেয়েটি৷ তবে চিকিত্‍‌সায় সাড়া দিচ্ছে৷ পুলিশের প্রাথমিক অনুমান, প্রণয়ঘটিত কারণেই আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী৷

পরিবারের অমতে বিয়ে করায় দম্পতিকে অর্ধনগ্ন করে মার, খাওয়ানো হল প্রস্রাব

Image
ভোপাল: অপরাধ বলতে শুধু এটুই, ভালবেসে বিয়ে ৷ পরিবারের অমতে বিয়ে করায় চরম লাঞ্ছনার শিকার নবদম্পতি। নতুন জামাইকে বেঁধে বেধড়ক মার শ্বশুরবাড়ির লোকেদের। রেয়াত করা হল না ঘরের মেয়েকেও। প্রকাশ্যেই তাঁর শাড়ি খুলে কাটা হল চুল। দুজনকেই খাওয়ানো হল প্রস্রাব। এমনই নৃশংস ঘটনা ঘটেথে মধ্যপ্রদেশে ৷ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি চার অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। একই গ্রামের ছেলের সঙ্গে প্রেম। বাড়ির অমতে পালিয়ে বিয়ে। স্রেফ এই কারণেই নবদম্পতির উপর অকথ্য অত্যাচার শুরু করে মেয়ের বাড়ির লোকজনেরা। প্রথমে নবদম্পতিকে জোর করে তুলে আনা হয় বাড়ি থেকে তুলে আনেন মেয়ের বাড়ির লোকেরা। এরপর জামাইকে বেঁধে শুরু হয় মার। একইসঙ্গে, মেয়েকে অর্ধনগ্ন করে কেটে দেওয়া হয় তাঁর চুল। এতেই শেষ নয়, দুজনকেই জোর করে খাওয়ানো হয় প্রস্রাব। পুরো ঘটনাটি ভিডিও করেও তুলে রাখে অভিযুক্তরা ৷ ৩১ জুলাই সোশাল নেটওয়ার্কে এই ঘটনা চাউর হতেই নড়েচড়ে বসে পুলিশ। নববধূর বাবা ও কাকা সহ ছ'জনের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। মধ্যপ্রদেশের এই এলাকা আদিবাসী অধ্যুষিত। বিয়ের পর কনেপণ দেওয়াটাই এখানকার নিয়ম। আক্রান্ত নবদম্পতির দাবি, প্রথা মেনে কনের

স্বাস্থ্যকেন্দ্রের বাইরে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরি, প্রসূতিকে হেনস্থার অভিযোগ

Image
মহম্মদবাজার : সরকারি অ্যাম্বুলেন্সের চালকদের মারধর করে রোগীদের নামিয়ে নেওয়ার অভিযোগ উঠল বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে। ঘটনাটি মহম্মদবাজার প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্র চত্বরের। গতকাল মহম্মদবাজার প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে এক প্রসূতিকে রেফার করা হয়েছিল সিউড়ি সদর হাসপাতালে। তাঁকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তুলছিলেন সরকারি অ্যাম্বুলেন্সের চালক অরূপ দাস। অভিযোগ, সেসময় বেসরকারি অ্যাম্বুলেন্সের চালকরা লাঠি নিয়ে চড়াও হয় তাঁর উপর। বেধড়ক পেটানো হয়। প্রসূতিকে সরকারি অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্সে তোলা হয়। মহম্মদবাজার থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় অরূপ দাসকে স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়।  জানা গেছে, এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছে বেসরকারি অ্যাম্বুলেন্সের চালকরা। সরকারি ১০২ অ্যাম্বুলেন্সে বিনা খরচে যাতায়াতের সুবিধা পান প্রসূতিরা। মহম্মদবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেই ১০২ সরকারি অ্যাম্বুলেন্স একটি রয়েছে। আর পাঁচটি বেসরকারি অ্যাম্বুলেন্স রয়েছে। কিন্তু বেশিরভাগ প্রসূতি মাতৃযান প্রকল্পের সরকারি অ্যাম্বুলেন্সই ব্যবহার করে

অসম থেকে কেউ এলে আপ্যায়নে প্রস্তুত আলিপুরদুয়ার

Image
আলিপুরদুয়ার : NRC-র চূড়ান্ত খসড়া প্রকাশিত হওয়ার পরই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন অসমের কেউ সাহায্য চাইলে করা হবে। আর ইতিমধ্যেই তার জন্য তৈরি হচ্ছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। পরিষ্কার করে তৈরি রাখা হয়েছে সীমান্ত লাগোয়া ফ্লাড শেলটারগুলিকে। অসম সীমান্ত লাগোয়া ডাঙ্গি, পাড়গুড়ি, পূর্ব শালবাড়ি, হেমাগুড়ি, চ্যাংমারি, মধ্য হলদিবাড়ি বালাপাড়া সহ বিভিন্ন জায়গায় ১০টির বেশি ফ্লাড শেলটার পরিষ্কার করে তৈরি রেখেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। অসম থেকে কেউ চলে এলে তাদের আশ্রয় দেওয়া হবে ওই শিবিরগুলোয়। বিভিন্ন এলাকার পঞ্চায়েত প্রধানদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের পাকড়িগুড়ি এলাকার ১৩/১০ নম্বর বুথের পঞ্চায়েত প্রধান মন্টু বিশ্বাস বলেন, "মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলে দিয়েছেন অসম থেকে কোনও মানুষ এপারে এলে তাদের সাদরে গ্রহণ করতে হবে। সেই কারণে আমরা ফ্লাড শেলটার পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি রেখেছি। কেউ এপারে এলে তাদের থাকা ও খাওয়ার কোনও অসুবিধা হবে না।" বিষয়টি নিয়ে আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল বলেন, "অসমে তৈরি হওয়া পরিস্থিতির এই রাজ্যে কোনও প্র

হাওড়া স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত ট্রেন, ব্যাহত ট্রেন চলাচল

Image
সাত সকালে হাওড়া স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত ট্রেন। যার জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। মূলত দূরপাল্লার ট্রেন চলাচলে প্রভাব পড়ে। একাধিক ট্রেন যেমন ছাড়তে দেরি হচ্ছে, ঠিক তেমনই হাওড়া স্টেশনে ঢোকার মুখে সিগন্যালে পরপর দাঁড়িয়ে রয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার সকাল ছটা। কারশেড থেকে হাওড়া স্টেশনের ২৩ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল ইস্পাত এক্সপ্রেস। পিছনে থাকা ইঞ্জিন লাইনচ্যুত হয় বাইশ ও তেইশ নম্বর প্ল্যাটফর্মের সংযোগস্থলে। ফলে ২১,২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মূলত এই প্ল্যাটফর্মগুলি দিয়ে এক্সপ্রেস ট্রেন চলাচল করে। ফলে সকাল থেকেই দুরপাল্লার ট্রেন চলাচলে প্রভাব পড়ে। সকাল ছটার কিছু পরে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল পুরীগামী ধৌলি এক্সপ্রেসের। সেটি দাঁড়িয়ে থাকে হাওড়া স্টেশনে। অন্যদিকে হাওড়ায় ঢোকার মুখে পরপর দাঁড়িয়ে পড়ে জগন্নাথ এক্সপ্রেস, হাতিয়া এক্সপ্রেস, সম্বলপুর এক্সপ্রেস, আজাদহিন্দ এক্সপ্রেস। পরিস্থিতি সামাল দিতে জগন্নাথ এক্সপ্রেস ও সম্বলপুর এক্সপ্রেসকে সাঁতরাগাঁছি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।  রেলসূত্রে জানানো, হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইঞ্জি

দেশে চালু ২৭৭টি ভুয়ো ইঞ্জিনিয়ারিং কলেজ, তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ!

Image
যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখনও অনুমোদিত নয়, তাদের বারবার নোটিশ পাঠিয়ে এবং সংশ্লিষ্ট রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে সতর্ক করেছে কেন্দ্র। বলা হয়েছে, হয় তারা অনুমোদনের জন্য আবেদন করুক নতুবা রাজ্য সরকার সেগুলি বন্ধ করে দিক। দেশ জুড়ে ব্যবসা চালাচ্ছে ২৭৭টি ভুয়ো ইঞ্জিনিয়ারিং কলেজ। সোমবার লোকসভায় এমন তথ্যই জানিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। দেশের ভুয়ো ইঞ্জিনিয়ারিং কলেজের বিষয়ে তিন সাংসদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সত্যপাল সিং দফতরের নথি জমা দেন। আর সেই নথি দেখেই চক্ষু চড়ক গাছ! ভুয়ো ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকায় সবার শীর্ষে রয়েছে দিল্লি। দেশের রাজধানীতে প্রশাসনের নাকের ডগায় চলছে এমন ৬৬টি ভুয়ো কলেজ। এরপরই ৩৫টি কলেজ নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে তেলেঙ্গানা এবং তিন নম্বর স্থানে থাকা পশ্চিমবঙ্গে এমন কলেজের সংখ্যা ২৭। দেখে নিন, রাজ্যভিত্তিক পরিসংখ্যান: ক্রমিক নং রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চল ভুয়ো ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা ১ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ০ ২ অন্ধ্রপ্রদেশ ৭ ৩ অরুণাচলপ্রদেশ ০ ৪ অসম ০ ৫ বিহার ১৭ ৬ চন্ডীগড় ৭ ৭ ছত্তিশগড় ০ ৮ দাদরা ও নগর হাভেলি ০

২ পাতার লম্বা সুইসাইড নোট লিখে নিজেকে নির্মমভাবে শেষ করে দিল কলেজছাত্রী

Image
প্রায় তিন বছরের সম্পর্ক ছিল। প্রেমিকের সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠও হয়েছিল সে। জীবনে একসঙ্গে পথ চলার শপথ করেছিল। স্বপ্ন দেখেছিল ঘর বাঁধার। কিন্তু ধোঁকা দিল সেই 'ভীষণ ভরসা'র স্বপ্নের মানুষটাই। ভেঙে দিল বিশ্বাস। আর স্বপ্ন ভেঙে খান খান হতেই চরম সিদ্ধান্ত নিল প্রেমিকা। আত্মহত্যার চরম পথ বেছে নিল সে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়। পুরুলিয়ার মফস্বল থানার নাডুরডি গ্রামে বাড়ি কলেজছাত্রীর। অভিযুক্ত প্রেমিক মৃত্যুঞ্জয় রায়ের বাড়ি পুরুলিয়া শহরের অলংগিডাঙায়। প্রায় তিন বছরের সম্পর্ক ছিল দুজনের। কিন্তু আচমকাই ছন্দপতন। প্রেমিকের স্বরূপ চেনার পরই হাতের শিরা কাটে ওই যুবতী। তারপর নিজের বাড়ির সামনেই একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। এদিন সকালে উদ্ধার হয় ওই কলেজছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পুলিস জানিয়েছে, মৃত্যুর আগে ২ পাতা লম্বা সুইসাইড নোট লিখে রেখে গেছে ওই ছাত্রী। সুইসাইড নোটের লাইনে লাইনে প্রেমিক মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে সে। এই ঘটনার জন্য প্রেমিক মৃত্যুঞ্জয়কেই দায়ী করেছে ওই তরুণী। সুইসাইড নোটে ওই ছাত্রী লিখেছে, প্রেমিক মৃত্যুঞ্জয়ের সঙ্গে দীর্ঘ তিন বছরের স

যেখানেই যান, কার্ডে সাবধান

Image
ডেবিট কার্ড পকেটে। অথচ তার 'নকল করে' টাকা তুলছে অন্য কেউ। কখনও চোখ কপালে ক্রেডিট কার্ডের বিলে না কেনা জিনিসের ভিড় দেখে! এটিএমে ফাঁদ। কার্ডে প্রতারণা। হ্যাকারের হানা। সতর্ক থাকার উপায় খুঁজল বিষয়-আশয়। হুলস্থুল কাণ্ড। নিজের ডেবিট কার্ড (যা এটিএম কার্ড নামেই বেশি পরিচিত) সযত্নে নিজের পকেটে। অথচ তার হুবহু নকল বানিয়েই টাকা তুলে চম্পট দিয়েছে প্রতারণাকারীরা! এমন খবর আকছার কানে আসে এখন। কখনও ডেবিট কার্ড জালিয়াতিতে টাকা তুলে নেওয়া। কখনও ঢুকে পড়া ক্রেডিট কার্ডের সিঁধ কেটে। আর নেট ব্যাঙ্কিংয়ে তো কথাই নেই। বাড়ি বসে যাবতীয় লেনদেন সেরে ফেলার সুযোগ যেমন সেখানে আছে, তেমনই ওত পেতে আছে হ্যাকার হানার ভয়ও। টাকা তুলতে ব্যাঙ্কে লাইন দেওয়ার কথা আমরা প্রায় ভুলেই গিয়েছি। অভ্যস্ত হয়ে গিয়েছি এটিএম কার্ডে। ঠিক তেমনই পকেটে টাকার গোছা নিয়ে ঘোরার জায়গা নিয়েছে ক্রেডিট কার্ড। এই সুবিধা আর অভ্যেস ছেড়ে কাল থেকে তো আপনি পুরনো দিনে ফিরে যাবেন না। তা যুক্তিযুক্তও নয়। তাই কার্ড ব্যবহারের কিছু গোড়ার বিষয়ে সতর্ক আপনাকে থাকতেই হবে। তাতে কিন্তু অনেক বিপদই এড়ানো সম্ভব। আজকের আলোচনার অনেক কথাই আগে ছড়িয়ে-ছিটিয়ে উঠে এ

স্পেকট্রামের ন্যূনতম দর ছাঁটার সুপারিশ

Image
বিপুল ধারের বোঝায় জেরবার টেলিকম শিল্প স্পেকট্রামের চড়া দর নিয়ে উদ্বেগ জানাচ্ছে বহু দিন ধরেই। এই পরিস্থিতিতে আগামী নিলামে ৭০০ মেগাহার্ৎজ় ব্যান্ডের স্পেকট্রামের ন্যূনতম দর কমিয়ে প্রায় অর্ধেক করার সুপারিশ করল এই শিল্পের নিয়ন্ত্রক ট্রাই। তাদের প্রস্তাব, এই দর প্রতি মেগাহার্ৎজ়ে ৪৩% কমে হোক ৬,৫৬৮ কোটি টাকা। ২০১৬ সালের নিলামে তা ১১,৪৮৫ কোটি হওয়ায়, ওই স্পেকট্রাম বিক্রিই হয়নি। এ বছর স্পেকট্রাম নিলাম হওয়ার কথা থাকলেও, এখনও তার দিনক্ষণ স্থির করেনি কেন্দ্র। তার আগে এ দিন ট্রাইয়ের অন্যান্য সুপারিশের মধ্যে আছে, ৮,০৯৩.৪৫ মেগাহার্ৎজ় স্পেকট্রামের মোট ন্যূনতম দর ৫.৭৭ লক্ষ কোটি টাকা করা। যা আগের বারের নিলামের দামের থেকে সামান্য বেশি। ৫-জি প্রযুক্তির সংযোগের জন্য প্রয়োজনীয় ৩৩০০-৩৬০০ ব্যান্ডের ন্যূনতম দর প্রতি মেগাহার্ৎজ় পিছু কমিয়ে ৪৯২ কোটি টাকা করা। সেখানে একচেটিয়া কারবার রোখার শর্ত আরোপ। অন্য ব্যান্ডের স্পেকট্রামগুলির ক্ষেত্রেও ন্যূনতম দরের সুপারিশ করেছে তারা। সুপারিশে খুশি টেলিকম শিল্পের সংগঠন সিওএআই। তবে তাদের ডিজি রাজন ম্যাথুজের বক্তব্য, শুধু সেটাই যথেষ্ট নয়। সংস্থাগুলিকে আর্থিক বোঝার হাত থেকে কি

পেট্রল - ডিজেল, সোনা ও রুপোর দর !

Image
সোনা ও রুপোর দর (টাকা) পাকা সোনা (২৪ ক্যাঃ ১০ গ্রাম) ৩০,১৭৫ গহনার সোনা (২২ ক্যাঃ ১০ গ্রাম) ২৮,৬৩০ হলমার্ক সোনার গহনা (২২ক্যাঃ ১০গ্রাম) ২৯,০৬০ রুপোর বাট (প্রতি কেজি) ৩৮,১০০ খুচরো রুপো (প্রতি কেজি) ৩৮,২০০ ডলার, পাউন্ড ও ইউরোর বিনিময় হার ক্রয় মূল্য বিক্রয় মূল্য ১ ডলার ৬৭.৭৫ ৬৯.৪৪ ১ পাউন্ড ৮৮.২৪ ৯১.৬৬ ১ ইউরো ৭৮.৫৯ ৮১.৫৯ আজকের পেট্রল ডিজেলের দাম  পেট্রল : ৭৯.১৪ টাকা প্রতি লিটার।  ডিজেল : ৭০.৫২ টাকা প্রতি লিটার। 

১১০ ফুট গর্ত থেকে ৩০ ঘণ্টায় উদ্ধার শিশু

Image
দাদুর বাড়িতে বেড়াতে গিয়ে খেলতে খেলতে প্রায় ১১০ ফুট গভীর গর্তে পড়ে গিয়েছিল তিন বছরের মেয়ে সানা। ৩০ ঘণ্টা লড়াইয়ের পরে বিহারে মুঙ্গেরের মুর্গিয়াচকে গর্ত থেকে সানাকে উদ্ধার করল এনডিআরএফ এবং পুলিশের যৌথ দল। তাকে মুঙ্গেরের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গত কাল বিকেল তিনটে নাগাদ গভীর নলকূপের জন্য খোঁড়া ওই গর্তে পড়ে যায় সানা। বাড়ির লোকজন ও পড়শিরা তোলার চেষ্টা শুরু করেন। কিন্তু ব্যর্থ হয়ে রাতে খবর দেন থানায়। পুলিশ ও দমকল বাহিনী গিয়েও মেয়েটিকে তুলতে পারেনি।  রাতেই জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ) ঘটনাস্থলে যায়। এনডিআরএফের উদ্ধারকারীরা জানিয়েছেন, প্রায় ৪৫ ফুট গভীরে আটকে ছিল সানা। যাতে সে আরও গভীরে না চলে যায় সে জন্য প্রথমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। গর্তে সিসিটিভি ক্যামেরা এবং অক্সিজেনের ব্যবস্থাও করা হয়। দেওয়া হয় আলোও। প্রায় ২০ ঘণ্টা পরে সানার আওয়াজ শুনতে পান পরিবারের লোকজন। এর পরে যে গর্তে সানা পড়েছে তার পাশেই একটি গর্ত খোঁড়ে এনডিআরএফ। সেই গর্ত দিয়েই তাকে উদ্ধার করা হয়। মাটিতে মাখামাখি অবস্থায় সানাকে নিয়ে হাসপাতালে রওনা হন উদ্ধারকারীরা। পথে চোখ খুলে সানা আশপাশের মানুষকে দেখছি

জেলেই জাল নোট ও অস্ত্র ব্যবসার পরিকল্পনা

Image
ধুলো দিতে হবে পুলিশের চোখে। তাই এক জায়গায় অস্ত্রের সব যন্ত্রাংশ তৈরি করত না কাঁকিনাড়া থেকে গ্রেফতার হওয়া অস্ত্র কারবারিরা। গোয়েন্দাদের দাবি, রাজ্যের পাঁচ জায়গায় অস্ত্র তৈরির কারখানা তৈরি করেছিল তারা। কোথাও বানানো হত ট্রিগার। কোথাও বা কার্তুজের প্রকোষ্ঠ। পরে সেগুলি পৃথক পৃথক ভাবে নিয়ে যাওয়া হত মালদহের কালিয়াচকের একটি কারখানায়। সেখানেই বিভিন্ন যন্ত্রাংশ জুড়ে তৈরি হত গোটা অস্ত্র। যে অস্ত্র পাচার করা হত বাংলাদেশে। গোয়েন্দারা জানিয়েছেন, কাঁকিনাড়ার ওই কারখানায় পাঁচটি লেদ মেশিনের সন্ধান মিলেছে। ধৃতেরা তদন্তকারীদের জানিয়েছে, এক একটি লেদে দিনে ছ'টি যন্ত্রাংশ তৈরি হত। গ্রেফতারের আগে পর্যন্ত ধৃতেরা ১৫০০-র বেশি অস্ত্র পাঠিয়েছে বাংলাদেশে। তদন্তকারীরা জানতে পেরেছেন, বছর কয়েক আগে দু'টি আলাদা মামলায় একই জেলে ঢুকেছিল মালদহের শুকু শেখ এবং বিহারের কাশিমবাজারের মহম্মদ আব্দুল্লা। সেখানে বসেই জাল নোট আমদানি ও পিস্তল রফতানির ব্যবসা শুরু করার কথা ঠিক করে দু'জনে। এক গোয়েন্দাকর্তা জানান, শুকু জাল নোটের ব্যবসা সম্পর্কে ওয়াকিবহাল। আব্দুল্লা বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে জড়িত। দু'জনের যুগলবন্দির