কাজের মাসিদের কম মাইনে দিলে এবার হবে জেল!


বাসন মাজা, ঘর মোছার মতো কাজের জন্য পরিচারিকাকে ঘণ্টায় অন্তত ৩৭ টাকা দেন? না হলে কিন্তু আপনার জেলও হতে পারে। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থে এই নয়া নির্দেশিকা জারি করল তামিলনাড়ু সরকার। ঘরের কাজের জন্য প্রশিক্ষিত আয়া বা রাঁধুনী রাখলে পারিশ্রমিকের অঙ্কটা আরও কিছু বেশি। 

প্রশিক্ষিত আয়া বা নার্স রাখলে তাঁকে ঘণ্টায় অন্তত ৩৯ টাকা করে দিতে হবে এবং রান্নার লোককে দিতে হবে ঘণ্টায় অন্তত ৩৮ টাকা। সারা দিনের জন্য লোক রাখলে পারিশ্রমিক হবে মাসে অন্তত ৬৮৩৬ টাকা। প্রশিক্ষিত নার্স সারা দিনের জন্য রাখলে দিতে হবে মাসে ৮,০৫১ টাকা। সব সময় থাকার জন্য লোক রাখলে খাওয়া-পরা ও থাকার জায়গা ছাড়া বেতন দিতে হবে আরও ১০% বেশি।

শ্রম দপ্তরের ডেপুটি কমিশনারের নেতৃত্বে আট সদস্যের কমিটি এই বেতন হার স্থির করেছে। পরিচারিকাদের ইউনিয়নের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ন্যূনতম বেতন হার মানা না হলে সাত বছর পর্যন্ত জেল ও জরিমান হতে পারে।