Posts

Showing posts from December 31, 2018

মালদহ থেকে সরে যাচ্ছে জাল নোটের করিডর, গোয়েন্দাদের নজর নতুন রুটে

Image
মালদহ থেকে জাল নোট পাচারের ঘাঁটি সরাচ্ছে কারবারিরা। ভারত এবং বাংলাদেশের গোয়েন্দাদের এমনটাই ধারণা। তবে সেই তথ্য হাতে আসার পর আদৌ স্বস্তিতে নেই গোয়েন্দারা। কারণ কোথায় এই জাল কারবারিরা নতুন ঘাঁটি তৈরি করছে সেই সম্পর্কে এখনও কোনও তথ্য নেই গোয়েন্দাদের। গত প্রায় সাত বছর ধরে এ রাজ্যের মালদহ জেলার কালিয়াগঞ্জ এবং বৈষ্ণবনগর থানা এলাকা এবং সংলগ্ন বাংলাদেশ সীমান্ত কুখ্যাত হয়ে উঠেছে গোটা দেশের জাল নোটের প্রধান বিপণন কেন্দ্র হিসাবে। এই এলাকা থেকেই দেশ জুড়ে পাচার করা হত জাল নোট। গত তিন বছর ধরে সেই জাল নোট চক্র ভাঙতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ), সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ), কেন্দ্রীয় শুল্ক গোয়েন্দা দফতর (ডিআরআই)-এর মত একাধিক সংস্থা। জাল নোট বিরোধী এই অপারেশনে আগাগোড়া সহযোগিতা করেছেন বাংলাদেশের গোয়্ন্দারা এবং সে দেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন(র‌্যাব)। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, গত প্রায় ছ'মাস ধরে মালদহ সীমান্তে জাল নোট পাচারের চেষ্টা অনেকটাই কমে গিয়েছে। যারা কেরিয়ার হিসাবে কাজ করত তাদের উপর নজর রেখেও দেখা গিয়েছে তারা জাল নোটের কারবার থেকে সরে এসেছেন। তারই মধ্যে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে নিষিদ্ধপল্লিতে বিক্রি, ফেরার অভিযুক্ত

Image
শিলিগুড়ি: মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় শিলিগুড়ির খালপাড়ার নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার হল এক যুবতী৷ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে ওই এলাকায় অভিযান চালায় মেট্রোপলিটন থানার পুলিশ৷ স্থানীয়দের সহায়তায় নিষিদ্ধপল্লির একটি বন্ধ ঘর থেকে অসমের ওই যুবতীকে উদ্ধার করা হয়৷ অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবক তাকে শিলিগুড়িতে নিয়ে আসে৷  পরে তাকে নিষিদ্ধপল্লিতে বিক্রি করে দেওয়া হয় বলেও অভিযোগ৷ ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ৷ খবর দেওয়া হয়েছে যুবতীর বাড়ির লোকদেরও৷ পুলিশ জানিয়েছে, খালপাড়ার নিষিদ্ধপল্লির একটি ঘরে জোর করে আটকে রাখা হয়েছিল ওই যুবতীকে৷ যদিও স্থানীয়দের দাবি, নিজের ইচ্ছাতেই ওই যুবতী নিষিদ্ধপল্লিতে এসেছিলেন৷ পুলিশকে দেওয়া বয়ানে ওই যুবতী জানিয়েছেন, তিনি আসলে অসমের বাসিন্দা৷ সেখানকার এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ ওই যুবক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল৷ যুবকের কথা মতোই তার সঙ্গে শিলিগুড়িতে চলে আসেন যুবতী৷ তাঁর অভিযোগ, দু'দিন আগে তাঁকে ওই নিষিদ্ধপল্লিতে বিক্রি করে দিয়ে চলে যায় অভিযুক্ত যুবক৷ পুলিশ জানিয়েছে, যুবতীকে উদ্ধার করে খালপ

হাত-পায়ে অতিরিক্ত আঙুল নিয়ে জন্মেছিল শিশু, নিজের হাতে কেটে দিলেন মা, তারপর...

Image
মধ্যযুগীয় বর্বরতাকেও হারমানায় এই ঘটনা। মাত্র সাত দিনের শিশুর উপর অমন অত্যাচার, যা কল্পনাতীত। আবার তা ঘটালেন জন্মদাত্রীই। জন্মের পরই দেখেছিলেন মেয়ের হাতে ও পায়ে ছ-টি করে আঙুল। তাতেই আঁতকে উঠেছিলেন মা। সেখানেই শেষ নয়, তা দেখে মা এমনই কাণ্ড ঘটালেন, শেষপর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ল শিশু। মধ্যপ্রদেশের খাণ্ডোয়া জেলার ঘটনা। এক আদিবাসী মহিলা জন্ম দিয়েছিলেন ফুটফুটে কন্যা সন্তানের। অস্বাভাবিকত্ব বলতে এই যে, তার হাতে ও পায়ে ছিল ছ-টি করে আঙুল। তাতেই মা হয়ে উঠলেন নির্মম। কী করে মেয়ের বিয়ে দেবেন! এই ভাবনা থেকেই তিনি বাড়তি আঙুল গুলি কেটে দিলেন নবজাতকের। তারপরেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বাঁচানো গেল না শিশুকে। দুই পায়ে ছটি করে আঙউল নিয়েও যে খ্যাতির শিখরে পৌঁছনো যায়, তা দেখিয়ে দিয়েছেন বাংলার স্বপ্না বর্মন। তাও ভুলে গেলেন এই মা। নৃশংস-কাণ্ড ঘটিয়ে তিলে তিলে বেড়ে ওঠা একটা শিশুকে শেষ করে দিলেন নিমেষে। কী মর্মান্তিক ঘটনা! গত ২২ ডিসেম্বর খাণ্ডোয়া জেলার সুন্দরদেব গ্রামের তারাবাঈ ওই কন্যা সন্তানের জন্ম দেন। তাঁর দুই হাত ও দুই পায়ে ছিল মোট ২৪টি আঙুল। মা সবার অলক্ষ্যে মেয়ের প্রতিহাত ও পায়ের একটি করে আঙুল কেটে ব

এ বার কৃষক মৃত্যুতে ২ লাখ, চাষেও সাহায্য, নতুন প্রকল্প ঘোষণা মমতার

Image
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরে কৃষকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে নবান্নে সাংবাদিকদের সামনে নতুন এই প্রকল্পের নাম জানান তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ৭২ লক্ষ কৃষক এবং খেত মজুর রয়েছেন। তাঁদের সুবিধার কথা মাথায় রেখেই এই প্রকল্প। কৃষক বন্ধু নামে ওই প্রকল্প কৃষকদের চাষাবাদে যেমন সাহায্য করবে, তেমন কোনও কৃষকের মৃত্যু হলে তাঁর পরিবারকে আর্থিক সঙ্কট থেকেওকিছুটা মুক্তি দেবে। এই প্রকল্প অনুযায়ী, ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনও কৃষকের মৃত্যু হলে ২ লক্ষ টাকা পাবে তাঁর পরিবার। দুর্ঘটনা, রোগে বা স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য। আর কৃষকদের জন্য দ্বিতীয় সুবিধা হল চাষাবাদে আর্থিক সাহায্য। প্রতি একর জমির জন্য দু'দফায় ৫ হাজার টাকা পাবেন কৃষকেরা। এই সমস্তটা চালু হবে নতুন বছর থেকেই। তবে আপাতত সুবিধাগুলো নেওয়ার জন্য ফেব্রুয়ারি মাস থেকে ফর্ম পূরণ করতে পারবেন কৃষকেরা। চলতি বছরেই চাষিদের জন্য খাজনা ও মিউটেশন ফি মকুব করেছেন মুখ্যমন্ত্রী। জমির মিউটেশনও পুরোপুরি অনলাইনে করার কথা ঘোষণা করেছেন। এ দিন কৃষকদের জন্য প্রকল্পের পাশা

এক কেজি পেঁয়াজ ৩.৭২টাকা! দাম শুনেই মৃত্যু চাষির

Image
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কৃষিঋণ মকুবের সিদ্ধান্ত নিয়েছিলেন কমল নাথ। কিন্তু কৃষকদের ক্ষতে সেটা যে সামান্য প্রলেপ মাত্র, তা ফের একবার সামনে চলে এল। পেঁয়াজ বিক্রি করে এত কম টাকা পেয়েছেন এক চাষি যে, সেই ধাক্কা আর সামলাতে পারেননি। বাজারের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ওই চাষির। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে শোকগ্রস্ত ওই কৃষক পরিবার। মধ্যপ্রদেশে এ বছর রেকর্ড ফলন হয়েছে পেঁয়াজের। তার সুফল ঘরে তুলেছিলেন মন্দসৌরের কৃষক বেহরুলাল মালব্যও। দাম পড়ে গিয়েছে শুনেছিলেন। তবু সদ্য ওঠা ২৭ কুইন্টাল পেঁয়াজ নিয়ে স্থানীয় মন্দসৌর মান্ডিতে গিয়েছিলেন ধার-দেনা করে চাষ করা বেহরুলাল। বাজারে বিক্রির পর জানতে পারেন কিলো প্রতি পেঁয়াজের দাম মাত্র তিন টাকা ৭২ পয়সা। অর্থাৎএক কুইন্টালের দাম ৩৭২ টাকা। সেই হিসেবে ২৭ কুইন্টাল পেঁয়াজ বিক্রি করে দাম পান মাত্র ১০ হাজার ৪৪০ টাকা। পাওনা টাকার পরিমাণ শুনেই বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয় বছর চল্লিশের বেহরুলালের। বাজারের মধ্যেই লুটিয়ে পড়েন তিনি। প্রায় সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বেহরুলালের সঙ্গে ছি

“অ্যালেক্সা, পাঁচ বিয়োগ তিন কত?” হোমওয়ার্কে ফাঁকি দিচ্ছে ছোট্ট শিশু

Image
প্রযুক্তি আমাদের জীবন সহজ করে দিয়েছে। স্মার্টফোন, স্মার্টওয়াচ বা স্মার্টস্পিকার ব্যবহার করে অনেক সমস্যার জলদি সমাধান পাওয়া যায়। প্রায় বছর দশেক হল জনপ্রিয় হয়েছিল স্মার্টফোন। তবে গত দুই এক বছরে বেশ জনপ্রিয় হয়েছে স্মার্টওয়াচ ও স্মার্টস্পিকার। স্মার্টস্পিকার ব্যবহার করে কন্ঠ স্বরের মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়। বাড়ির কিছু দৈনন্দিন কাজও করে স্মার্টস্পিকার। গুগল, অ্যাপেল ও অ্যামাজন এর মতো টেক জায়েন্ট কোম্পানিগুলি সবাই নিজেদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে সাপ্রতিক অতীতে স্মার্টস্পিকার বাজারে এনেছে। এর মধ্যে ভারতে সবথেকে জনপ্রিয় অ্যামাজন এর 'একো' সিরিজের স্মার্টস্পিকারগুলি। কোম্পানির অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে কাজ করে এই স্মার্ট স্পিকারগুলি। ' প্রযুক্তি আমাদের জীবন কতটা সহজ করেছে তার সাম্প্রতিক প্রমান ভাইরাল হওয়া এই ডিডিওটি। সম্প্রতি টুইটারে ভাইরাল হওয়া এক ভিডিওতে একটি শিশুকে হোমওয়ার্ক করতে দেখা গিয়েছে। বাড়ির টেবিলে বসে হোমওয়ার্ক করছিল এই শিশু। একই টেবিলে ছিল একটি অ্যামাজন স্মার্টস্পিকার। এই স্মার্ট শিশু নিজে অংক না করে তিন থেকে দুই বিয়োগ করলে উত্তর কত

নিউ ইয়ারে প্রচুর অস্ত্র নিয়ে হামলার ছক পাক বাহিনীর! ভেস্তে দিল সেনা

Image
ইংরেজি নতুন বছরের প্রাক্কালে নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলার ছক কষেছিল পাক সীমান্ত রক্ষী বাহিনী। তবে সেই পরিকল্পনা ভেস্তে দিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী। রাতভর গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই পাক অনুপ্রবেশকারীর। বাহিনীর দাবি, প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে পাক সেনার সহযোগিতায় দেশে ঢুকে হামলা চালাবে বলে ঠিক করেছিল ওই দুই জন। তাদের দেহ ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে পাকিস্তানকে। সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিম (BAT) দুই ব্যক্তিকে ভারতে ঢোকানোর চেষ্টা করেছিল। প্রবল গোলাগুলি, মর্টার ও রকেটের ফাঁক গলে জঙ্গল দিয়ে তাদের অনুপ্রবেশ করানোর চেষ্টা চালানো হয়েছিল। তবে সঠিক সময়ে তারা BSF জওয়ানদের নজরে পড়ে যায়। এরপর দু তরফেই তীব্র গোলাগুলি চলে। সারারাত গুলিবর্ষণের পর সকালে তল্লাশি অভিযানে যায় সেনাবাহিনী। তখনই উদ্ধার করা হয় দু জনের দেহ। তারা পাকিস্তানি সেনা বলে সন্দেহ করা হচ্ছে। বাকি অনুপ্রবেশকারীরা খারাপ আবহাওয়া ও গোলাগুলির ফাঁক গলে পালিয়েছে বলে মনে করা হচ্ছে। প্রচুর পরিমাণে অস্ত্রের সরবরাহ দেখে সেনাবাহিনী নিশ্চিত বড়সড় হামলার ছক কষেছিল পাকিস্তান। নতুন বছরের প্রাক্ক

আইএসআইএস জঙ্গি ধরতে দেশজুড়ে ধরপাকড় এনআইয়ের

Image
নয়াদিল্লি: আইএসআইএস জঙ্গি ধরতে ফের তল্লাশি এনআইএ-র৷ সোমবার সকালে উত্তরপ্রদেশ ও দিল্লিতে চলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তল্লাশি অভিযান৷ উত্তরপ্রদেশের আমরোহ থেকে এদিন আইএসআইএস জঙ্গি সন্দেহে পাঁচ জনকে আটক করেছে এনআইএ৷ তারা জঙ্গি সংগঠন আইএসআইএসের ভারতীয় শাখা হরকত-উল-হার্ব-এ-ইসলামের সদস্য বলে তেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারীকদের দাবি৷ এই প্রথম নয়৷ গত বুধবারই আইএসআইএসের ভারতীয় মডিউলের জঙ্গিদের ধরতে উত্তরপ্রদেশ ও রাজধানী দিল্লির সতেরোটি আঞ্চলে তল্লাশি চালিয়েছিল এনআইএ গোয়েন্দারা৷ আটক করা হয় ১৬ জনকে৷ তাদের জেরার আটক ১৬জনের ১০কে গ্রেফতার করা হয়৷ সেদিনের তল্লাশিতে গোয়েন্দারা সাড়ে সাত লাখ টাকা, একশোরও বেশি মোবাইল ফোন, প্রায় দেড়শোটি সিম কার্ড, মেমোরি কার্ড, ল্যাপটপ উদ্ধার করে৷ এনআইএ-র আইজি অলোক মিত্তল জানান, উদ্ধার হওয়া সরঞ্জামের দেখেই বোঝা যাচ্ছে, ভারতের বিভিন্ন জায়গায় স্বয়ংক্রিয় ডিভাইস দিয়ে শক্তিশালী বিস্ফোরণের পরিকল্পনা করেছিল জঙ্গিরা৷ এই কাজে বিদেশ থেকে আসত টাকার জোগান৷ আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের পরিকল্পনায় কাজ করত জঙ্গিরা৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েমন্দাদের দাবি

ভারতীয় সেনার পোশাক পরে অনুপ্রবেশের চেষ্টা পাক সেনার! নওগামে গুলিতে হত দুই

Image
কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় বড়সড় অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল ভারতীয় সেনা। কারও গায়ে পাক সেনার পোশাক। কেউ আবার ভারতীয় সেনারইউনিফর্মে। এভাবেই ভারতীয় সেনাকে বোকা বানিয়ে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল পাক সেনার একটি বিশেষ দল। কিন্তু শেষ রক্ষা হল না। বিএসএফ এবং সেনার গুলিতে সেই দলের দু'জনের মৃত্যু হল কাশ্মীরের নওগাম সেক্টরে। তারা পাক রেঞ্জার্সের সদস্য বলেই মনে করছেন ভারতীয় সেনা কর্তারা। ব্যাপক গুলিযুদ্ধের মুখে পড়ে বাকিরা পালিয়ে যায়। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। সেনার অনুমান, বর্ষবরণের উৎসবে বড়সড় হামলার ছক ছিল ওই দলটির। ভারতীয় সেনার এক মুখপাত্র জানিয়েছেন, রবিবার গভীর রাতে নওগাম সেক্টরে পাক সীমান্তের ওপার থেকে একটি দল ভারতে ঢোকার চেষ্টা করে। কিন্তু তাদের কারও পরনে ভারতীয় সেনার পুরনো ইউনিফর্ম, বিএসএফ-এর এবং পাক সেনার ইউনিফর্ম থাকায় প্রথমে কিছুটা ধন্দে পড়ে যান সীমান্ত কর্তব্যরত জওয়ানরা। গভীর জঙ্গল পেরিয়ে তারা যখন সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে, তখন তাদের কভার করতে পাক সেনাও ব্যাপক গোলাবর্ষণ শুরু করে। তখনই সেনা জওয়ানরা বুঝতে পারেন, ধোকা দিতেই ইউনিফর্ম প

অপহরণ, মারধর! জেলে বসেই ব্যবসায়ীর কোটি টাকার সম্পত্তি হাতালেন প্রাক্তন সাংসদ

Image
এই জেলেই ওই ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। জেলে বসেও 'দাদাগিরি' চালিয়ে যাচ্ছেন সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ। লখনউয়ে নিজের বাড়ি থেকে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে এসে তাঁর ৪৮ কোটি টাকার সম্পত্তি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল ওই প্রাক্তন নেতার বিরুদ্ধে। জেলের ভিতরেই! লখনউয়ের দেওয়ারি জেলের ঘটনা। এই ঘটনার পরই তদন্তের নির্দেশ দিয়েছে যোগীর সরকার। বিস্তারিত জানিয়ে লখনউয়ের কৃষ্ণনগর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। তাঁকে খুনের চেষ্টার অভিযোগও করেছেন তিনি। তারপর থেকে তাঁর নিরাপত্তার জন্য দু'জন সশস্ত্র পুলিশকে মোতায়েন করা হয়েছে। যাঁর বিরুদ্ধে এই অভিযোগ, তিনি সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ আতিক আহমেদ। ব্যবসায়ী মোহিত জায়সবালের অভিযোগের ভিত্তিতে সম্প্রতি আতিকের দুই সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ। শুরুটা হয়েছিল বছর দুই আগে। আতিক এবং তাঁর দলবল মেরে ফেলার হুমকি দিয়ে জায়সবালের থেকে অনেক টাকা তোলা তুলেছিল। তারপর এই দু'বছরের মধ্যে আর তাঁর থেকে টাকা আদায় করেননি আতিক। কোনও যোগাযোগও ছিল না। গত ৪ মাস হল আরও বেশি টাকার জন্য আতিকের সাঙ্গপাঙ্গরা ফের তাঁকে হুমকি দিতে শুরু করে। পুলিশকে জায়সব

নিজের ছেলেকে খুন করে শ্রীঘরে বাবা

Image
বারুইপুর: টাকার জন্য নিজের বছর পাঁচেকের ছেলেকে খুন করল বাবা৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার এনায়েত নগরে৷ মৃত শিশুটির নাম আরমান মণ্ডল৷ শিশুর মা রহিমা বিবির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শওহর ইকবাল হোসেন মণ্ডলকে বিষ্ণুপুর থানার পুলিশ গ্রেফতার করেছে৷ রহিমা বিবি জানান, ছয় দিন ধরে আরমান নিখোঁজ ছিল৷ এর মধ্যে বহুবার তাঁর কাছে মুক্তিপণ চেয়ে ফোনও আসে৷ তারপরই তাঁর নিথর দেহ উদ্ধার হয় বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে৷ রহিমা বিবি তার স্বামী শওহর ইকবাল হোসেন মণ্ডলের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছিল৷ ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পুকুর থেকে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ শওহর ইকবাল হোসেন মণ্ডলকে গ্রেফতার করেছে৷   তাঁর অভিযোগ, শওহর ইকবাল বেকার ছিল৷ তাঁকে তাঁর বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত৷ আর তার প্রয়োজন মতো টাকা আনতে না পারলে রহিমা বিবিকে মারধরও করতো৷ শুধু তাই নয় রহিমা বিবিকে খুন করার চেষ্টা করে সে৷ তাঁকে খুন করতে না পেরে ও টাকার জন্য ছেলে আরমানকে অপহরণ করে খুন করেছে সে৷

মাধ্যমিক স্তরও পার করেননি, দিব্যি বিমান চালাচ্ছেন পিআইএ-র ৫ পাইলট

Image
ভাবা যায়! মাধ্যমিক স্তরও পার করেননি এমন লোকজন বিমান চালাচ্ছেন। এমনই ৫ বিমানচালক রয়েছেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স-পিআইএ-তে। পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে সে সেদেশের সুপ্রিম কোর্টকে এমনই চমকে দেওয়ার মতো তথ্য দেওয়া হয়েছে। শুধু তাই নয় আরও অনেক বিমানচালক রয়েছেন যাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। পিআইএ-এর ওই তথ্য শুনে রীতিমতো চমকে উঠেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইজাজুল আহসান। ভরা আদালতে তাঁর মন্তব্য, মাধ্যমিক স্তর পার না করলে বাস পর্যন্ত চালানো যায় না। আর হাজার হাজার মানুষের জীবন হাতে নিয়ে এইসব লোক বিমান চালাচ্ছে! উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের ৫০ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। কারণ তাঁরা তাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা দিতে অস্বীকার করেন। শুক্রবার ওইসব বিস্ফোরক তথ্য সুপ্রিম কোর্টে দিয়েছে পাক অসমরিক বিমান পরিবহণ মন্ত্রক। প্রসঙ্গত, পিআইএ-এর কর্মীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটি মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। সেখানে বিমান পরিবহণ মন্ত্রক তথ্য দিয়েছে, সংস্থার ৪৩২১ কর্মীর শিক্ষাগত যোগ্যতা যাচাই করে দেখা হয়েছে। ৪০২ জনের ক্

দুবাইয়ে বসের কাছে হেনস্থা! মাঝ আকাশে AI বিমানে নগ্ন হলেন যাত্রী

Image
এয়ার ইন্ডিয়ার বিমানটি তখন দুবাই থেকে লখনৌ রওনা দিয়েছে। সফর করছেন প্রায় ১৫০ জন যাত্রী। তাঁদের অত্যন্ত অস্বস্তিতে ফেলে এক আজব কাণ্ড বাধালেন ৩৫ বছরের এক পুরুষযাত্রী। বিমান যখন মাঝআকাশে, তখন নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে সম্পূর্ণ নগ্ন হয়ে হাঁটতে শুরু করেন তিনি। এই ঘটনা শনিবার ঘটলেও খবরটি প্রকাশ করা হয় রবিবার। শনিবার দুপুর ২টোয় এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস এয়ারক্র্যাফ্ট IX-194 বিমানটির লখনৌ পৌঁছনোর কথা ছিল। বিমানকর্মীরা জানিয়েছেন, আচমকাই সুরেন্দ্র নামে ওই যাত্রী নগ্ন হয়ে হাঁটতে শুরু করেন বিমানের ভেতর। অন্যান্য যাত্রীরা এই দৃশ্য দেখে যখন চরম অস্বস্তিতে পড়েন, তখনই ওই যাত্রীকে আটকে কম্বল দিয়ে তাঁর শরীর ঢেকে দেন ক্রু-রা। কেন তিনি এমন কাণ্ড ঘটালেন তা স্পষ্টভাবে জানা না-গেলেও, এয়ার ইন্ডিয়ার আধিকারিকরা জানিয়েছেন সুরেন্দ্র দুবাইয়ের যে কোম্পানিতে কাজ করেন, তাঁর মালিক একজন পাকিস্তানি। তিনি মাঝেমধ্যেই সুরেন্দ্রকে হেনস্থা করেন। বকেয়া ছুটি দিতে চান না। এই কারণে মানসির ট্রমায় ভুগছিলেন ওই ব্যক্তি। লখনৌয়ের আমাউসি বিমানবন্দরে বিমানটি অবতরণের পর সুরেন্দ্রকে CISF-এর হাতে তুলে দেওয়া হয়। CISF-এরই এক আধিকারিক জানিয়েছে

আজ রাজ্যসভায় তিন তালাক চ্যালেঞ্জ পদ্ম শিবিরের

Image
নয়াদিল্লিঃ  রাজ্যসভায় পেশ হতে চলেছে তিন তালাক বিল। আজ সোমবার রাজ্যসভায় পেশ হবে বিলটি। আর এই বিলের তীব্র বিরোধিতা করবে কংগ্রেস। কংগ্রেসের তরফে জানানো হয়েছে কোনওভাবেই তিন তালাক বিল তাঁরা রাজ্যসভায় পাস হতে দেবেন না। ফলে রাজ্য সভায় তিন তালাক বিল পাশ করাতে রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিজেপি সরকারকে। যদিও এই বিষয়টি নিয়ে আগেই সাবধানী মোদী সরকার। বিজেপির তরফে ইতিমধ্যে হুইপ জারি করে সব সদস্যদের হাজিরার নির্দেশিকা জারি করা হয়েছে। আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদের বিলটি পেশ করার কথা রয়েছে।   প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সংসদের নিম্নকক্ষে ২৪৫টি ভোটে পাস হয়ে গিয়েছে বিলটি। বিরোধিতায় মোটে ১১টি ভোট পড়েছিল। কিন্তু রাজ্যসভায় এত সহজ হবে না দাবি বিরোধীদের। কারণ এনডিএ সরকারের রাজ্যসভার সদস্য সংখ্যায় ঘাটতি পড়ে যাবে। কংগ্রেসের পাশাপাশি এআইসিসির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল আগেই জানিয়ে দিয়েছেন রাজ্যসভায় তিন তালাক বিলের বিরোধিতা করবেন তাঁরা।

জালিয়াতদের খপ্পরে পড়ে ২০১৭-১৮ অর্থবর্ষে ব্যাঙ্কগুলি হারিয়েছে ৪১,১৬৭ কোটি টাকা

Image
কড়া নজরদারি সত্বেও গত আর্থিক বছরে দেশের ব্যাঙ্কগুলি থেকে বিপুল টাকা লুঠ করেছে জালিয়াতরা। গত বছরের তুলনায় তা কমপক্ষে ৭২ শতাংশ বেড়েছে। রিজার্ভ ব্যাঙ্কের একটি হিসেব অনুয়ায়ী ২০১৭-১৮ আর্থিক বছরে ব্যাঙ্কগুলি থেকে জালিয়াতরা তুলে নিয়েছে ৪১,১৬৭.৭ কোটি টাকা। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী ২০১৭-১৮ অর্থ বছরে দেশের ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটেছে মোট ৫,৯১৭টি। আগের অর্থবর্ষে এই সংখ্যা ছিল ৫,০৭৬টি। গত চার বছরে জালিয়াতির সংখ্যা অনেকটাই বেড়েছে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক। ২০১৭-১৮ আর্থিক বছরে ব্যাঙ্কে সাইবার জালিয়াতদের উত্পাত যথেষ্টই বেড়েছে। গত বছর এই ধরনের ঘটনা ঘটছে ২০৫৯টি। ব্যাঙক্গুলি হারিয়েছে ১০৯.৬ কোটি টাকা। এর আগের বছর ওই অঙ্ক ছিল ৪২.৩ কোটি টাকা। এই বিপুল টাকা খোয়া যাওয়ার পেছনে রয়েছে বড়বড় জালিয়াতি। ২০১৭-১৮ আর্থিক বছরে ৫০ কোটি টাকার ওপরে জালিয়ায়াতি হয়েছে ৮০ শতাংশ ক্ষেত্রে। শুধুমাত্র ঋণ নিয়েই বেশকিছু ব্যাঙ্কের অবস্থা খারাপ করে দিয়েছে জালিয়াতরা। নীরব মোদী-মেহুল চোকসির মতো ব্যবসায়ী পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৩০০০ কোটি টাকা ঋণ নিয়ে এখন দেশছাড়া। এভাবেই বিপুল টাকা তুলে নেওয়া হয়েছে বিভি

মেঘালয়ে খনি বিপর্যয়, উদ্ধারে গিয়েও ফিরে এলেন অনভিজ্ঞ এনডিআরএফ ও ডুবুরিরা

Image
অভিযান: কসানের খাদানে নামানো হচ্ছে নৌকো।  মেঘালয়ের কসান বেআইনি খাদানে আটকে পড়া শ্রমিকদের দেহ উদ্ধার যে কবে, কী ভাবে হবে তা নিয়ে নিশ্চিত নয় এনডিআরএফ, নৌসেনা, ওড়িশার দমকলকর্মী ও কোল ইন্ডিয়ার প্রতিনিধি দল। কারণ সাড়ে তিনশো ফুট গভীরে প্রায় ৭০ ফুট জমা জলের ভিতরে নেমে উদ্ধারকাজের অভিজ্ঞতা নেই কারও। আজ এনডিআরএফ ও নৌসেনার ডুবুরিরা সুড়ঙ্গের মুখ দেখে এসেছেন।  উপযুক্ত পাটাতনের অভাবে ভারি পাম্পগুলি আজও কাজে লাগানো সম্ভব হয়নি। উদ্ধার অভিযানের নেতা এনডিআরএফের সহকারী কম্যান্ডান্ট সন্তোষকুমার সিংহ ও খনি উদ্ধার বিশেষজ্ঞ যশবন্ত গিল জানান, সাড়ে তিনশো ফুট গভীর গর্তের তলায় কী আছে তার আনুমানিক মানচিত্র শ্রমিকদের সঙ্গে কথা বলে তৈরি করা হয়েছে। এনডিআরএফ জলের নীচে ৪০ ফুট পর্যন্ত নেমে উদ্ধারকার্য চালাতে পারে। কিন্তু গুহায় জলের গভীরতা প্রায় ৭০ ফুট। নৌসেনার পক্ষেও অত নীচে নেমে কাজ করা কঠিন। একটি নৌকো নীচে নামিয়ে সেটিকে পাটাতন হিসেবে ব্যবহার করে এনডিআরএফের এক ও নৌসেনার পাঁচ ডুবুরি আজ জলে নামেন। সন্তোষ জানিয়েছেন, চার ঘণ্টার অভিযানে সুড়ঙ্গের মুখ দেখে এসেছেন নৌসেনার ডুবুরিরা। কিন্তু একেবারে তলায় নামতে পারেননি।

২০১৮ অর্থবর্ষে ৪০ হাজার ৪০০ কোটি টাকার অনাদায়ী ঋণ উদ্ধার হয়েছে: আরবিআইয়ের রিপোর্ট

Image
 মুম্বই : ব্যাঙ্কিং সেক্টরে আচ্ছে দিন! দেউলিয়া, 'এসএআরএফএইএসআই' আইনের মাধ্যমে ২০১৮ অর্থবর্ষে ৪০ হাজার ৪০০ কোটি টাকার অনাদায়ী ঋণ আদায় করেছে দেশের ব্যাঙ্কগুলি। এমনই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। ২০১৭-১৮ অর্থবর্ষের 'ট্রেন্ডস অ্যান্ড প্রোগ্রেস অব ব্যাঙ্কিং'-এর উপর সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে তারা। সেখানে দেখা গিয়েছে গত মার্চ মাসে শেষ হওয়া ৪০ হাজার ৪০০ কোটি টাকার অনাদায়ী ঋণ উদ্ধার করা সম্ভব হয়েছে। যেখানে ২০১৭ অর্থবর্ষে আদায় করা ঋণের পরিমাণ ছিল ৩৮ হাজার ৫০০ কোটি টাকা। কীভাবে সম্ভব হয়েছে এই বিপুল পরিমাণ ঋণ আদায়? এক্ষেত্রে দেউলিয়া আইন, সিকিউরিটাইজেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অব ফিনান্সিয়াল অ্যাসেটস অ্যান্ড এনফোর্সমেন্ট অব সিকিউরিটি ইনটারেস্টস (এসএআরএফএইএসআই), ঋণ পুনরুদ্ধার আদালত এবং লোক আদালতের অনবদ্য ভূমিকার কথা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। দেউলিয়া আইনের মাধ্যমে যেখানে ৪ হাজার ৯০০ কোটি টাকার ঋণ আদায় হয়েছে, সেখানে এসএআরএফএইএসআই আইনের মাধ্যমে উদ্ধার হয়েছে ২৬ হাজার ৫০০ কোটি টাকা।

৩৭ বছর পর মেলবোর্নে টেস্ট জয় ভারতের

Image
ভারত ৪৪৩/৭ (ডিঃ) ও ১০৬/৮ (ডিঃ) :অস্ট্রেলিয়া ১৫১ ও ২৬১ মেলবোর্ন : বৃষ্টির ভ্রুকুটি বাধা হয়নি। বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে ১৩৭ রানে দুরমুশ করে ইতিহাস গড়ল ভারত। এই জয়ের সুবাদে কোহলি বাহিনী শুধু সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল না, সেই সঙ্গে গাভাসকর-বর্ডার ট্রফিও দখলে রাখল। সিডনিতে হবে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট (৩-৭ জানুয়ারি)। ভারত যদি ম্যাচটি হেরেও যায়, তাহলে সিরিজ ২-২ ব্যবধানে শেষ হবে। আর অন্তত পক্ষে ড্র করতে পারলে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে ক্যাপ্টেন কোহলির হাত ধরে। ক্রিকেট পণ্ডিতরা বলছেন, মেলবোর্নে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের মনোবল অনেকটাই বাড়িয়ে দিল। সিডনিতে কোহলিদের থামানো পেইনদের পক্ষে সহজ হবে না। ভারত শেষবার মেলবোর্নে টেস্ট জিতেছিল ১৯৮০-৮১ মরশুমে সুনীল গাভাসকরের নেতৃত্বে। কপিল দেবের আগুনে বোলিংয়ের সামনে ধরাশায়ী হয়েছিল গ্রেগ চ্যাপেলের অস্ট্রেলিয়া। পরবর্তী ৩৭ বছরে ইয়ারা নদী দিয়ে অনেক জল গড়িয়েছে। কিন্তু এমসিজি'তে টেস্ট জয় অধরা মাধুরী হয়ে থেকে গিয়েছে 'টিম ইন্ডিয়া'র কাছে। ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত মেলবোর্ন টেস

সীমান্তে পাক সমরসজ্জা, যে কোনও যুদ্ধ পরিস্থিতির জন্য পাল্টা মারে তৈরি দিল্লিও

Image
নয়াদিল্লি : সীমান্তজুড়ে সাজ সাজ রব। ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি, ছোট ও মাঝারি পাল্লার আগ্নেয়াস্ত্র মোতায়েন করে যুদ্ধপ্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। পাল্টা মোকাবিলায় তৈরি ভারতও। সেনা ও আধা সামরিক বাহিনীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন মিসাইল, ট্যাঙ্ক মোতায়েন করছে নয়াদিল্লি। তৈরি করা হচ্ছে বাঙ্কার। জোরদার করা হচ্ছে নজরদারি ব্যবস্থাও। সীমান্তের দু'দিকেই তুঙ্গে সমরসজ্জা। রবিবার গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী এলাকায় সেনা সক্রিয়তা শুরু করেছে পাকিস্তান। মোতায়েন করা হচ্ছে প্রায় ৬০০টি ট্যাঙ্ক। এর মধ্যে চীনের টি-৫৯ এবং টি-৬৯ ট্যাঙ্কের ১৭টি ইউনিট ছাড়াও রয়েছে আল-জহর ট্যাঙ্ক, ইউক্রেনের চি-৮০-ইউডি এবং টি-৮৫-ইউডি ট্যাঙ্ক। রাশিয়া থেকে আনা টি-৯০ ট্যাঙ্কও সীমান্ত এলাকায় মোতায়েন করা হবে। পাশাপাশি, চীনের ভিটি-৪ এবং ইউক্রেনের ওপোল্ড-পি ট্যাঙ্ক কেনার ভাবনাও রয়েছে পাকিস্তানের। সূত্রের খবর, ভারত-পাক সীমান্তবর্তী এলাকার সেনা ছাউনিগুলিতে যে ট্যাঙ্কগুলি মোতায়েন করা হচ্ছে, তাদের অধিকাংশই স্বল্পপাল্লার। তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ট্যাঙ

২০১৯ সালে নজর কাড়বে এই স্মার্টফোনগুলি

Image
২০১৮ সালে প্রতি সপ্তাহেই একাধিক নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে। এছাড়াও স্প্রত্যেক মাসেই স্মার্টফোন ট্রেন্ড বদলেছে। বছরের শুরুর দিকে স্মার্টফোনে তুলনামুলক বড় নচ জনপ্রিয় হলেও বছরের শেষের দিকে প্রায় সব ফোনেই জনপ্রিয় হয়েছিল ছোট ডিসপ্লে নচ। কিছু ফোনে স্লাইডিং ক্যামেরা বা পপ আপ ক্যামেরা ব্যবহার করে নচ বিহীন ডিসপ্লে দেখা গিয়েছে। মুলত ফোনের ফ্রন্ট ক্যামেরা ব্যবহারের জন্যই ডিসপ্লের উপরে এই নচ দেখা গিয়েছে। ২০১৮ সালের একেবারে শেষের দিকে দুই একটি ফোনে নচ বাদ দিয়ে ডিসপ্লের মধ্যে ছিদ্রের নীচে দেখা গিয়েছে সেলফি ক্যামেরা। মোটের উপর ২০১৮ সালটি ছিল স্মার্টফোনের দুনিয়ায় বেশ আকর্ষনীয়। ২০১৯ সালও এর ব্যতিক্রম হবে না। পরের বছরেও একের পর এক স্মার্টফোন বাজারে আসবে। এই বছরে বাজারে আসবে প্রথম ৫জি স্মার্টফোন। ২০১৯ সালে যে ফোনগুলির জন্য গোটা টেক দুনিয়া অপেক্ষা করে রয়েছে সেই ফোনগুলিতে নজর রাখা যাক। নতুন আইফোন ২০১৯ সালের সেপ্টেম্বরে বাজারে আসবে নতুন আইফোন। ২০১৮ সালে লঞ্চ হওয়া আইফোন বিক্রিতে ভাঁটা পড়েছে। তাই নতুন আইফোন তৈরীতে বেশ চাপে রয়েছে অ্যাপেল। তবে এই বছর আইফোন ডিজানে বড় বদলের সম্ভাবনা কম। নতুন ওয়ানপ্লাস ফোন আগামী ব

সন্ত্রাসবাদীর আত্মীয়দের হেনস্থা করার ফল হবে মারাত্মক, বার্তা মেহবুবার

Image
সন্ত্রাসবাদীদের পরিবারকে হেনস্থা করা না থামালে 'মারাত্মক ফল' পেতে হবে। সম্প্রতি মহিলা-সহ এক পরিবারকে পুলিশ হেফাজতে রেখে মারধরের প্রতিবাদে মন্তব্য করলেন মেহবুবা মুফতি। সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত তরুণের বোন দক্ষিণ কাশ্মীরের পাতিপোরা পুলওয়ামা এলাকার বাসিন্দা রুবিনার বাড়ি থেকে ফিরে প্রশাসনের উদ্দেশে সতর্কবার্তা দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, জেরা করার নামে সন্ত্রাসবাদীর আত্মীয়দের হেফাজতে রেখে অমানবিক অত্যাচার চালিয়েছে পুলিশ। এদিন টুইটারের নিজস্ব হ্যান্ডেলে বার্তা দিয়ে মেহবুবা জানিয়েছেন, 'পাতিপোরা পুলওয়ামায় সন্ত্রাসবাদীর বোন রুবিনার বাড়ি গিয়েছিলাম। পুলিশ হেফাজতে রেখে তাঁর স্বামী, ভাই ও তাঁকে বেধড়ক মারধর করেছে পুলিশ। প্রহারের তীব্রতার জেরে তিনি আপাতত শয্যাশায়ী।' তদন্তের নামে এ হেন অমানবিকতার প্রতিবাদ জানিয়ে ঘটনায় দোষী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের কাছে আবেদন জানিয়েছে পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী। টুইটার বার্তায় আবেদনের পাশাপাশি তিনি প্রশাসনকে সতর্ক করে জানিয়েছেন, 'সন্ত্রাসবাদীদের পরি

দুধের শিশুকে নিয়ে যেতে বাধা, শাশুড়ির মাথা ফাটিয়ে পালাল জামাই

Image
বনগাঁ: নাতনিকে নিয়ে যেতে বাধা দিতেই শাশুড়ির মাথা ইট মেরে ফাটিয়ে পালাল জামাই। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বনগাঁ থানার প্রতাপগড় এলাকায়। জখম শাশুড়ি ঝুমা রায় বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসা করানোর পর ঘটনার কথা থানায় এসে জানান। শনিবার রাতেই তিনি বনগাঁ থানায় জামাই রাজেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে অভিযুক্ত পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজেশ সরকারের সঙ্গে বছর খানেক আগে প্রতিবেশী শালিনী রায়ের বিয়ে হয়। দু'মাসের একটি কন্যাসন্তান আছে তাদের। অসুস্থতার কারণে শালিনী সরকার তাঁর বাপের বাড়িতে রয়েছেন। শনিবার রাত একটা নাগাদ রাজেশ সরকার শ্বশুরবাড়িতে আসে৷ তারপর দু'মাসের মেয়েকে কোলে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে৷ শাশুড়ি ঝুমা রায় দেখতে পেয়ে বাঁধা দিতে গেলে তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করে বলে অভিযোগ। মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে বাঁধা দিতে গেলে তাঁদেরকেও মারধর করে বলে অভিযোগ। অবস্থা বেগতিক বুঝে মেয়েকে রেখে পালিয়ে যায় রাজেশ। ঝুমাদেবী বলেন, আগেও এমন অত্যাচার চালাত রাজেশ। এমনকি বিয়ের পর থেকেই মেয়ে শালিনীর উপর

মধুচক্রের আসর থেকে অশ্লীল অবস্থায় ১০ যুবক-যুবতীকে ধরল পুলিশ

Image
জয়পুর: বড়সড় সেক্স-র‍্যাকেটের পর্দা ফাঁস করল পুলিশ। গোপন এই অভিযান চালিয়ে এক স্পা সেন্টারে হানা দিল পুলিশ। আর সেখানে হানা দিতেই চক্ষু চড়ক পুলিশ আধিকারিকদের। একেবারে অশ্লীল অবস্থায় ১০ যুবক-যুবতিকে গ্রেফতার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জয়পুর থানা এলাকায়। কীভাবে দিনের পর দিন স্পা সেন্টারের আড়ালে এভাবে দেহব্যবসা চলত তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে স্পা-সেন্টারের মালিককেও। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই স্পা-সেন্টারের আড়ালে দেহ ব্যবসা চলছিল বলে অভিযোগ আসছিল পুলিশের কাছে। জনবসতি পূর্ণ এলাকার মধ্যেই এটি চলছিল বলে অভিযোগ। আজ গোপন এই স্পা-সেন্টারে হানা দেয় পুলিশ। পার্লারের আড়ালেই রমরমিয়ে চলছে দেহ ব্যবসা। ঘটনাস্থল থেকেই চার মহিলা সহ আরও ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, আগামিদিনে এমন অভিযান আরও চলবে শহরজুড়ে।

ভারত সীমান্তে ৬০০ ট্যাঙ্ক মজুত করার প্ল্যান করছে পাকিস্তান: রিপোর্ট

Image
নয়াদিল্লি: নয়া হামলার ছক? নয়া প্ল্যান? ঠিক কি চলছে সীমান্তের ওপারে, আপাতত তা বোঝার চেষ্টাই চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি৷ সীমান্ত বরাবর পাকিস্তান সেনার মুভমেন্ট বেশ উদ্বেগ বাড়াচ্ছে৷ সম্প্রতি সামনে এসেছে নয়া রিপোর্ট৷ যার তথ্য পাক সেনার গতিবিধির খবর দিয়েছে৷ গোয়েন্দা দফতর সূত্রে খবর ভারত পাক সীমান্তে প্রায় ৬০০টি ট্যাঙ্ক মজুত করার পরিকল্পনা করছে পাকিস্তান৷ এর মধ্যে রয়েছে রাশিয়া থেকে আমদানি করা টি-৯০ সামরিক ট্যাঙ্কার৷ এই প্রতিটি ট্যাঙ্ক নিশানার ৩ থেকে ৪ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে৷ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর ২৪৫টি ১৫০ এমএম এসপি মাইক-১০ জাতীয় বন্দুক মজুত করা হয়েছে৷ এগুলি ইতালি থেকে আমদানি করা হয়েছে বলে খবর৷ এছাড়াও রাশিয়া থেকে অস্ত্র আমদানি করার ক্ষেত্রে পাকিস্তানের কিছু কূটনৈতিক চাল রয়েছে বলেই ভারত মনে করছে৷ এযাবৎ মস্কোর সবথেকে বড় অস্ত্র রপ্তানিকারক বাজার ছিল ভারত৷ সেই জায়গা নিয়ে নিতে চাইছে পাকিস্তান বলেই মনে করছে কূটনৈতিক মহল৷ মস্কোর সঙ্গে অস্ত্র আমদানির সম্পর্ক গভীর থেকে গভীরতর করে ভারতের বিশ্বাসের জায়গায় আঘাত হানার পরিকল্পনা রয়েছে ইসলামাবাদের বলেই ধা

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে আর নয়, ভারতে জঙ্গি ঢোকানোর নতুন পথ খুঁজেছে পাকিস্তান

Image
সন্ত্রাসের নতুন নকশা তৈরি করছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখায় বেনজির ভাবে নজরদারি বাড়িয়েছে ভারত। গত কয়েক মাসে জঙ্গি অনুপ্রবেশের প্রায় সব চেষ্টাই ব্যর্থ করে দিয়েছে ভারতীয় বাহিনী। শীতকাল এসে যাওয়ায় বরফে আপাতত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকা দুর্গমও হয়ে পড়েছে। তাই ভারতে জঙ্গি ঢোকানোর নতুন রুটম্যাপ তৈরি করেছে পাকিস্তান, খবর প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের। পঞ্জাবের উত্তরাংশ দিয়ে জঙ্গিদের ভারতের ঢোকানোর চেষ্টা শুরু হয়েছে বলে খবর। গত এক বছরে জঙ্গিদের কাছে জম্মু-কাশ্মীর প্রায় বধ্যভূমিতে পরিণত হয়েছে। উপত্যকায় যে সংখ্যক জঙ্গি সামরিক অভিযানে নিহত হয়েছে গত এক বছরে, তা বেশ বেনজির। শুধু উপত্যকায় অভিযান চালানো নয়, নিয়ন্ত্রণরেখাকে আরও দুর্ভেদ্য করে তোলার চেষ্টাও করেছে দিল্লি। ফলে পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিদের পক্ষে নিয়ন্ত্রণরেখা পার করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক মাসে ভারতে সে ভাবে জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে পারেনি পাকিস্তান। আর শীতকাল আসতেই বরফের চাদরে মুড়ে গিয়েছে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকা। ফলে আরও কঠিন হয়েছে অনুপ্রবেশ। অন্য দিকে উপত্যকায় ভারতীয় বাহিনীর একের পর এক অভিযানে জঙ্গি সংগঠনগুলির কোমর ভেঙে গিয়েছে

বাংলাদেশ নির্বাচন: শেষ হাসি হাসলেন হাসিনাই

Image
পদ্মাপারে ভোট হল মূলত উৎসবের পরিবেশেই। কিন্তু গোলমালও হয়েছে। ভোট–হিংসার বলি ২২ জন। ভোট শেষ হওয়ার পর শুরু হয়েছে গণনা। ঘণ্টা কয়েকের মধ্যেই ছবি মোটামুটি পরিষ্কার হয়ে যায়। প্রতিপক্ষের থেকে অনেকটাই এগিয়ে যায় শেখ হাসিনার আওয়ামি লিগ। ফলে টানা তৃতীয়বার বাংলাদেশে ক্ষমতায় আসতে চলেছেন তিনি। এই নিয়ে চারবার। তবে এই ফলাফল প্রত্যাখ্যান করে নতুনভাবে নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে ভোটগ্রহণের দাবি জানিয়েছে বিরোধীরা। বাংলাদেশের জাতীয় সংসদের মোট ৩০০ আসনের মধ্যে ভোট হচ্ছে ২৯৯ আসনে। বেশির ভাগ আসনেই জয়ী আওয়ামি লিগ। সরকারিভাবে ঘোষণা না হলেও বেসরকারিভাবে জানা গেছে, ইতিমধ্যেই আওয়ামি লিগের নেতৃত্বাধীন মহাজোট জিতে গিয়েছে ২৪৯টি।এরশাদের জাতীয় পার্টি ১টিও আসন জিততে না পারলেও বিএনপি নেতৃত্বাধীন বিএনপি জোট ৬টিতে জয়লাভ করেছে বলে খবর। ৬টিতে জয়ী হয়েছেন অন্যরা। গোপালগঞ্জ–৩ আসনে শেখ হাসিনা জয়ী হয়েছেন। আড়াই লক্ষেরও বেশি ভোটে জিতে গেছেন বাংলাদেশের একদিনের ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। এগিয়ে রয়েছেন আওয়ামি লিগের সব মন্ত্রীই। পিরোজপুর–২ আসনে পৌনে ২ লাখ ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশের জলসম্পদমন্ত্রী আনওয়ার হোসেন মঞ্জু। এক