ভারত সীমান্তে ৬০০ ট্যাঙ্ক মজুত করার প্ল্যান করছে পাকিস্তান: রিপোর্ট


নয়াদিল্লি: নয়া হামলার ছক? নয়া প্ল্যান? ঠিক কি চলছে সীমান্তের ওপারে, আপাতত তা বোঝার চেষ্টাই চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি৷ সীমান্ত বরাবর পাকিস্তান সেনার মুভমেন্ট বেশ উদ্বেগ বাড়াচ্ছে৷ সম্প্রতি সামনে এসেছে নয়া রিপোর্ট৷ যার তথ্য পাক সেনার গতিবিধির খবর দিয়েছে৷

গোয়েন্দা দফতর সূত্রে খবর ভারত পাক সীমান্তে প্রায় ৬০০টি ট্যাঙ্ক মজুত করার পরিকল্পনা করছে পাকিস্তান৷ এর মধ্যে রয়েছে রাশিয়া থেকে আমদানি করা টি-৯০ সামরিক ট্যাঙ্কার৷ এই প্রতিটি ট্যাঙ্ক নিশানার ৩ থেকে ৪ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে৷ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর ২৪৫টি ১৫০ এমএম এসপি মাইক-১০ জাতীয় বন্দুক মজুত করা হয়েছে৷ এগুলি ইতালি থেকে আমদানি করা হয়েছে বলে খবর৷

এছাড়াও রাশিয়া থেকে অস্ত্র আমদানি করার ক্ষেত্রে পাকিস্তানের কিছু কূটনৈতিক চাল রয়েছে বলেই ভারত মনে করছে৷ এযাবৎ মস্কোর সবথেকে বড় অস্ত্র রপ্তানিকারক বাজার ছিল ভারত৷ সেই জায়গা নিয়ে নিতে চাইছে পাকিস্তান বলেই মনে করছে কূটনৈতিক মহল৷ মস্কোর সঙ্গে অস্ত্র আমদানির সম্পর্ক গভীর থেকে গভীরতর করে ভারতের বিশ্বাসের জায়গায় আঘাত হানার পরিকল্পনা রয়েছে ইসলামাবাদের বলেই ধারণা করা হচ্ছে৷

২০১৫ সালের মধ্যে বড়সড় হামলার পরিকল্পনা রয়েছে ইসলামাবাদের, এমনই মনে করছে নয়াদিল্লি৷ তারজন্য কূটনৈতিক স্তরে প্রস্তুতিও নিতে শুরু করেছে ভারত বলে সূত্রের খবর৷ সীমান্তে শক্তি বৃদ্ধির পিছনে পাকিস্তানের বন্ধু রাষ্ট্র চিনের হাত রয়েছে বলেও মনে করা হচ্ছে৷ জম্মু কাশ্মীর সীমান্ত বরাবর এই গতিবিধি দ্রুত হচ্ছে বলে খবর৷

তবে পাকিস্তানের গতিবিধি নিয়ে আশঙ্কার কিছু নেই বলেই জানিয়েছে নয়াদিল্লি৷ ইতিমধ্যে এই রিপোর্টের ভিত্তিতে নিজেদের সামরিক প্রস্তুতিও শুরি করেছে ভারত৷ ৬০ হাজার কোটির অস্ত্র মজুত করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে৷ রয়েছে টি-৯০, টি-৭২ ও অর্জুন ট্যাঙ্কের সম্ভার৷ যা পাকিস্তান সেনাকে গুঁড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলেই মনে করছেন ভারতীয় সেনা কর্তারা৷