Posts

Showing posts from December 12, 2018

ডিসেম্বরে হোয়াটসঅ্যাপে আসছে এই ফিচারগুলি

Image
সম্প্রতি হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে একের পর এক নতুন ফিচার। প্রায় প্রতি সপ্তাহেই জনপ্রিয়ু এই মেসেজিং অ্যাপে নতুন ফিচার যোগ করছে কোম্পানি। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে ডিসেম্বর মাসে হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ছয়টি নতুন ফিচার। এক নজরে সেই ফিচারে চোখ রাখা যাক। ১। ডার্ক মোড সম্প্রতি ওয়েবেটাইনফো তে এক রিপোর্টে জানানো হয়েছে শিঘ্রই আসতে চলেছে ডার্ক মোড। আপাতত iOS গ্রাহকের কাছে ডিসেম্বরে এই ফিচার পৌঁছে যাবে। জানুয়ারিতে অ্যানড্রয়েডে পৌঁছেবে হোয়াটসঅ্যাপের ডার্ক মোড। স্মার্টফোনে AMOLED ডিসপ্লে থাকলে ডার্ক মোড ব্যবহারের অনেক বেশি ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। এর সাথেই চোখের উওপ্রে চাপ কম পড়বে ডার্ক মোড ব্যবহারে। ২। পরপর ভয়েস মেসেজ প্লে ব্যাক আগে একসাথে একাধিক ভয়েস মেসেজ এলে প্রত্যেকটি ভয়েস মেসেজ শোনার জন্য আলাদা করে প্লে বাটনে ক্লিক করতে হত। নতুন ফিচারে একই চ্যাটে পরপর ভয়েস মেসেজ এলে প্রথমটির প্লে বাটনে ট্যাপ করলে নিজে থেকে সব কটি ভয়েস মেসেজ চলতে থাকবে। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে এই ফিচার হাজির হয়েছে। ৩। গ্রুপ কলিং হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে কল বাটন। এই বাটনে ট্যাপ করে গ্রুপ সদস্যদের সাথে গ্রুপ

ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে লড়াকু জয় পিভি সিন্ধুর

Image
প্রথম রাউন্ডের বাধা টপকালেন সিন্ধু। ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের প্রথম ম্যাচে লড়াকু জয় পেলেন ভারতের পিভি সিন্ধু। চিনের গুয়াংঝৌতে বুধবার হাড্ডাহাড্ডি ম্যাচে রিও অলিম্পিকের রৌপ্যপদকজয়ী ও অধুনা বিশ্বের ছয় নম্বর সিন্ধু ৫২ মিনিটের লড়াইয়ে হারিয়ে দিলেন জাপানের শাটলার আকানে ইয়ামাগুচিকে। সরাসরি গেমে জিতলেও ভারতীয় ব্যাডমিন্টনের এই সময়ের সেরা মুখ কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। জাপ প্রতিপক্ষের পাল্টা হুঙ্কার থামিয়ে শেষমেশ সিন্ধু জয় তুলে নিলেন এক ঘণ্টার কিছু কম সময়ে। ম্যাচের স্কোরলাইন সিন্ধুর পক্ষে ২৪-২২, ২১-১৫। বছরের শেষতম এই টুর্নামেন্টে খেতাব জয়ের লড়াইয়ে সামিল বিশ্বের সেরা আট শাটলার। সিন্ধু রয়েছেন গ্রুপ এ-তে। ইয়ামাগুচি এই প্রতিযোগিতায় গত বছরের চ্যাম্পিয়ন হয়েছিলেন। খেতাব দখলে রাখার লড়াইয়ে শুরুতেই হেরে যাওয়াটা বলাই বাহুল্য, জাপানের তারকা শাটলারকে রীতিমতো চাপে ফেলে দিল। তবে, এটাও ঘটনা, ইয়ামাগুচির বিরুদ্ধে বরাবরই সিন্ধু বেশ ভাল খেলেন। বুধবারের জয় ধরে জাপ প্রতিপক্ষের বিরুদ্ধে সিন্ধু ১৪ বারের মুখোমুখি লড়াইয়ে দশম জয় তুলে নিলেন। প্রথম গেমে এদিন একটা পর্যায় পর্যন্ত বোঝাই যাচ্ছিল না যে, শেষ হাসি

পাটুলিতে বাড়ির সামনে মত্ত যুবকদের হাতে শ্লীলতাহানি, বেধড়ক মারধর কলেজ ছাত্রীকে

Image
নিগৃহীত তরুণ ও তরুণী। বাড়ির সামনে মত্ত অবস্থায় নিজেদের মধ্যে মারপিট করছিল কয়েকজন যুবক। সেই সময়ে নিজের হবু স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন ২৩ বছরের কলেজ ছাত্রী। ওই যুবকদের বাড়ির সামনে থেকে সরে যেতে বলেন ছাত্রীর সঙ্গী যুবক অমিত বসাক। আর তাতেই বিপত্তি। অভিযোগ, প্রতিবাদ করতেই মারমুখী হয়ে ওঠে ওই যুবকরা। অমিতকে বেধড়ক মারধর করে। অভিযোগ, বাধা দিতে গেলে শ্লীলতাহানি করে রাস্তায় ফেলে মারা হয় ওই তরুণীকেও। পাটুলি থানায় করা অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, তাঁকে বাঁচাতে গিয়ে মত্ত যুবকদের হাতে মার খেতে হয় মা এবং ষাটোর্ধ্ব দিদিমাকেও। ঘটনাটি ঘটেছে পাটুলি থানা এলাকার রবীন্দ্র পল্লীতে। আশুতোষ কলেজের ভূগোল সাম্মানিকের তৃতীয় বর্ষের ওই ছাত্রী বলেন, "মঙ্গলবার রাত সাড়ে ১০ নাগাদ অমিতের সঙ্গে বাড়ি ফিরছিলাম। আমাকে বাড়ি পৌঁছে বাঘাযতীনে নিজের বাড়ি যাওয়ার কথা ছিল অমিতের। বাড়ি ঢোকার মুখে দেখি চারজন ছেলে মদ খাচ্ছে আর নিজেদের মধ্যে গালিগালাজ করে মারপিট করছে।" নিগৃহীতা তরুণীর অভিযোগ,"আমাকে দেখেই ওদের একজন নোংরা মন্তব্য করে। শুনে প্রতিবাদ করে অমিত। সঙ্গে সঙ্গে ওরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে অমিতের উপর।"

ভোটের ফলে টনক নড়ল, কৃষিঋণ মকুবের ভাবনা!

Image
দিল্লিতে আন্দোলনে সামিল ঋণগ্রস্ত কৃষকরা। লোকসভা নির্বাচনে বাকি আর মাত্র কয়েক মাস। অথচ সেমিফাইনালে কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপি। মঙ্গলবার পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে।তাতে পর্যুদস্ত হওয়ার পরেই গা ঝাড়া দিয়ে উঠেছে মোদী সরকার। বিজেপি-বিমুখ গ্রামীণ ভোটারদের ফেরাতে উদ্যোগী হয়েছে তারা। যার প্রথম পদক্ষেপ হিসেবে, বিপুল পরিমাণ কৃষিঋণ মকুবের সিদ্ধান্ত নিতে চলেছে। বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে। খুব শীঘ্রই সেই সংক্রান্ত ঘোষণা হতে পারে বলে বুধবার সরকারি সূত্রে জানা গিয়েছে। এই মুহূর্তে ভারতে কৃষিজীবী মানুষের সংখ্যা প্রায় ২৬ কোটি ৩০ লক্ষ। যাঁদের উপর নির্ভরশীল গোটা দেশ।কিন্তু খরায় জর্জরিত হয়ে, ফসলের ন্যায্য দাম না পেয়ে, ঋণের বোঝা সইতে না পেরে গত কয়েক বছরে কৃষক আত্মহত্যার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মিটিং-মিছিল, আন্দোলন সত্ত্বেও এতদিন তা নিয়ে উদাসীন ছিল সরকার। তাতে মানুষের মনে ক্ষোভ ক্রমশ বেড়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ, মোদী সরকারের উপর আস্থা হারিয়েছেন তাঁরা। লোকসভা নির্বাচনে পাঁচ মাস বাকি থাকতে এখন তা নিয়ে টনক নড়েছে সরকারের। জমে থাকা প্রায় ৪ লক্ষ

আগামী রবিবার বারাসাত ও মধ্যমগ্রামের মধ্যে বন্ধ থাকবে ট্রেন, চালু হবে সোমবার

Image
সাধারণ মানু্ষের যাতায়াতের সুবিধের জন্য তৈরি হবে ভূগর্ভস্থ পথ। আর তাই শিয়ালদহ–বনগাঁ শাখার ১২ নং রেলেগেটের কাছে রেললাইন তুলে কাজ সারতে হবে। সেকারণে আগামী রবিবার অর্থাৎ ১৬‌ ডিসেম্বর বন্ধ থাকবে ট্রেন চলাচল। শনিবার মধ্যরাত থেকে বন্ধ হওয়া ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার সকাল থেকে। রেল সূত্রে খবর, ওইদিন মধ্যমগ্রাম থেকে বারাসাত পর্যন্ত কোনও ট্রেনই চলাচল করবে না। যেহেতু সারাদিন ধরেই কাজ চলবে, তাই শিয়ালদহ থেকে মধ্যমগ্রাম এবং অপরদিকে বারাসাত থেকে বনগাঁ এবং বারাসাত–হাসনাবাদ শাখায় কিছু সংখ্যক ট্রেন চালানো হবে। যদিও অন্যান্য রবিবারের তুলনায় যা সংখ্যায় অনেক কম হবে। রবিবার অফিসযাত্রীদের ভিড় কম থাকলেও সাধারণ যাত্রী নেহাত কম থাকে না। ফলে তাঁদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হবে বলে মনে করা হচ্ছে।  বিশেষ করে মধ্যমগ্রাম থেকে বারাসাত ট্রেন না চললে অনেকেই সমস্যার সম্মুখীন হতে পারেন। এছাড়া শিয়ালদহ থেকে যাঁরা বারাসাত বা তার পরের কোনও স্টেশনে যাবেন অথবা একইভাবে বনগাঁ বা হাসনাবাদের দিক থেকে যাঁরা মধ্যমগ্রাম বা শিয়ালদহ–এর দিকে আসবেন তাঁদের দুর্ভোগ পোহাতে হবে। আর সেকারণে ইতিমধ্যে রেলের তরফ থেকে বারেবারে ঘ

এই প্রবণতা থাকলে লোকসভায় ১০০ আসন খোয়াতে পারে বিজেপি?

Image
রাতারাতি বদলে গেল দেশের রাজনৈতিক মানচিত্র। হিন্দি বলয়ের একটা বড় অংশের গেরুয়া রঙ মুছে হয়ে গেল সবুজ। পাঁচ রাজ্যের বিধানসভা ভোট এনডিএ বিরোধীদের এই আত্মবিশ্বাস নিয়ে এল যে, মোদী-শাহর বিজয়রথের ঘোড়া থামানো সম্ভব। শুধু তাই নয়, এখনকার পরিস্থিতিতে এবং এই সমীকরণে ভোট হলে দিল্লির মসনদ থেকে যে পদ্ম উপড়ে ফেলা যাবে, তা নিয়েও আত্মবিশ্বাসী বিরোধী শিবির। দিল্লির রাজনীতিতে বরাবরই সবচেয়ে বড় ভূমিকা নেয় মধ্য ভারত তথা হিন্দি বলয়। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর গুজরাত এবং দিল্লিই মূলত নিয়ন্ত্রণ করে রাজধানীর মসনদ। লোকসভার নির্বাচিত আসন সংখ্যা ৫৪৩। আর তার অর্ধেকেরও বেশি অর্থাৎ ম্যাজিক ফিগারের চেয়েও বেশি ২৭৩টি আসনই রয়েছে এই গো বলয়ে। এখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র হাতে রয়েছে ২২৬ আসন। এই বিস্তীর্ণ এলাকা হাতে থাকলেই দিল্লির মসনদ যে পাক্কা, সেটা নিশ্চিত। আর সেই বলয়েই থাবা বসিয়েছে কংগ্রেস তথা বিরোধীরা। গোরখপুর-ফুলপুরের উপনির্বাচনে উত্তরপ্রদেশের দুই মেরুতে থাকা দুই দল যে জোট করে বিজেপিকে হারিয়েছিল, কংগ্রেসকে সমর্থন দিয়ে তারা

বালিকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার বেআইনি কারবারের অভিযোগ বাঁকুড়ায়

Image
বাঁকুড়া: এই মুহূর্তে 'বালি'কে কেন্দ্র করেই লক্ষ লক্ষ টাকার 'বেআইনি' কারবার চলছে বাঁকুড়ায়। আর পুলিশের হাতে নগদ টাকা ধরিয়ে দিলেই সেই 'বেআইনি' কারবারই সঙ্গে সঙ্গে তা 'আইনি' বৈধতা পেয়ে যাচ্ছে। জেলা জুড়ে খোদ বালি বোঝাই লরি চালকদের একাংশ এমন দাবি করছেন। পুলিশের বিরুদ্ধে 'তোলা' তোলার অভিযোগ নতুন নয়। কিন্তু এর ফলে প্রতিদিন যেভাবে লক্ষ লক্ষ টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে তার দায় কে নেবে। প্রশ্ন উঠছে তা নিয়েই। প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পরেও নদীগর্ভ থেকে জে.সি.বি দিয়ে বালি তোলার কাজ থেমে নেই। আইনি বালি খাদানগুলিতে 'বেআইনি'ভাবে যন্ত্রের সাহায্যে বালি তোলা যেমন হচ্ছে, তেমনি বেআইনি খাদান থেকেই সরকারি রাজস্ব ক্ষতি করে দিনের পর দিন চলছে বালি লুঠ। আর এই কাজে প্রশাসনের একাংশ জড়িত। এমনটাই বাঁকুড়ার বিভিন্ন অংশে বারবার অভিযোগ উঠতে শুরু করেছে। জেলার বিষ্ণুপুর, জয়পুর, কোতুলপুরের দ্বারকেশ্বর নদী থেকে দিনে দুপুরে অবৈধবাবে অবাধে চলছে বালি পাচার। এই 'অবৈধ' বালিই পুলিশের সৌজন্যে কয়েক হাজার টাকার বিনিময়ে বৈধতা পেয়ে যাচ্ছে। আর তার ফল ভোগ করছেন

গ্রহাণু ‘বেন্নু’তেও মিলল জলের হদিশ!

Image
'ওসিরিস-রেক্স' মহাকাশযানের তোলা 'বেন্নু' গ্রহাণুর ছবি। ছবি নাসার সৌজন্যে। গ্রহাণু বা অ্যাস্টারয়েড 'বেন্নু'-তেও এ বার জল পাওয়া গেল! গ্রহাণুর পিঠ (সারফেস) কী দিয়ে গড়া, তা জানতে 'ওসিরিস-রেক্স' নামে একটি মহাকাশযানকে 'বেন্নু'-তে পাঠিয়েছে নাসা। গত ৩ ডিসেম্বর তা ঢুকে পড়ে বেন্নুর কক্ষপথে। দেড়শো বছর পর এই গ্রহাণুটিই ছুটে এসে পৃথিবীকে ধাক্কা মারতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। তাই কোনও ভাবে তাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া যায় কি না বা ঘুরিয়ে দেওয়া যায় কি না তার কক্ষপথ, সেই ভাবনাও রয়েছে বিজ্ঞানীদের। কিন্তু বেন্নুর 'পাড়া'য় ঢুকে অন্য কিছুর তল্লাশের আগেই দিনদশেকের মধ্যে 'ওসিরিস-রেক্স' জানাল, প্রচুর পরিমাণে জল রয়েছে বেন্নুতে। এ বছর উৎক্ষেপণের পর ১৪ লক্ষ মাইল পথ পাড়ি দিয়ে গত ৩ ডিসেম্বর গ্রহাণুটির পিঠ থেকে মাত্র ১২ মাইল উপরে ঢুকে পড়ে 'ওসিরিস-রেক্স'। সেখান থেকে পাঠানো বিভিন্ন তথ্য ও ছবি বিশ্লেষণ করেই ওই গ্রহাণুতে জলের অস্তিত্বের কথা জানতে পেরেছেন নাসার বিজ্ঞানীরা। 'ওসিরিস-রেক্স'-এর মধ্যে রয়েছে দু'টি সর্বাধুনিক স্পেকট্রোমিটা

২৪ ঘণ্টার মহা সেল ভিস্তারার ! ফ্লাইটের টিকিট শুরু মাত্র ৯৯৯ টাকায়

Image
কলকাতা: দেশের একনম্বর এয়ারলাইন্সের 'মহা সেল' ! তাও আবার বছর শেষে ৷ আজ, বুধবার ১২ ডিসেম্বর মাত্র একদিনের জন্যই বিমানের টিকিটে দারুণ সেল দিচ্ছে ভিস্তারা ৷ যেখানে বিভিন্ন রুটে বিমানের ভাড়া শুরু হচ্ছে মাত্র ৯৯৯ টাকা দিয়ে ৷ ইকনমি বিমানের ভাড়া ৯৯৯ টাকা , প্রিমিয়াম ইকনমি ভাড়া ২১৯৯ টাকা এবং বিজনেস ক্লাসের ভাড়া শুরু হচ্ছে ৫৪৯৯ টাকা দিয়ে ৷ ইকনমি ক্লাসে আবার ইকনমি লাইট এবং ইকনমি স্ট্যান্ডার্ড দু'ধরণের বিমানের ভাড়াতেই এই অফার কার্যকর হবে ৷ বুধবার রাত ১২টা পর্যন্ত চালু থাকবে এই অফার ৷ এই অফারে ট্রাভেল করা যাবে ২৭ ডিসেম্বর ২০১৮ থেকে ১০ এপ্রিল ২০১৯ পর্যন্ত ৷ বাগডোগরা থেকে গুয়াহাটি ইকনমি লাইট ফেয়ার ৯৯৯ টাকায় শুরু হচ্ছে ৷ কোন রুটে কী বিমান ভাড়া দেখে নিন তালিকা ৷

মা পেলেন মেয়ের যকৃৎ, সুস্থ দু’জনেই

Image
কয়েক বছর ধরেই বমি আর হজমের সমস্যায় জেরবার হচ্ছিলেন তিনি। স্বাভাবিক জীবনযাপন করা তাঁর কাছে দুঃস্বপ্ন হয়ে উঠেছিল। দক্ষিণ ভারতের একের পর এক শহর ঘুরে বেড়িয়েছেন নিরাময়ের আশায়। কিন্তু সুস্থ হতে পারেননি। শেষ পর্যন্ত কলকাতার সরকারি হাসপাতালে মেয়ের সাহায্যেই সুস্থ, স্বাভাবিক জীবনের পথে ফিরতে চলেছেন বছর তেতাল্লিশের বেবি ঘোষ। বসিরহাটের বাসিন্দা বেবিদেবী 'সিরোসিস অব লিভার' রোগে ভুগছিলেন। পরীক্ষানিরীক্ষার পরে চিকিৎসকেরা জানিয়ে দেন, লিভার বা যকৃৎ প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে। কিন্তু দাতা না-পাওয়ায় বারবার আটকে গিয়েছে সেই প্রতিস্থাপন। রোগের চিকিৎসা থেকে যকৃৎ প্রতিস্থাপন— সবটাই হায়দরাবাদ বা বেঙ্গালুরুর মতো কোনও শহরে করার পরিকল্পনা করেছিল বেবিদেবীর পরিবার। কিন্তু কোথাও চিকিৎসার অতিরিক্ত খরচ আবার কোথাও প্রতিস্থাপনের জন্য দীর্ঘ অপেক্ষা করে হাল ছা়ড়তে বাধ্য হয়েছে। শেষ পর্যন্ত মেয়েই লিভার দিয়ে মায়ের প্রাণ বাঁচালেন। মঙ্গলবার যকৃৎ প্রতিস্থাপন হল এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম সূত্রে জানা গিয়েছে, বেবিদেবীর ২৩ বছরের মেয়ে ঐন্দ্রিলা ঘোষের লিভারের ৩৫ শতাংশ মায়ের দেহে প্রতিস্থাপিত হয়েছে। এ দিন সকাল ৭টা থেকে

কৃষক-ক্ষোভেই তিন রাজ্যের ভোটের ফলে বেহাল বিজেপি

Image
চাষিদের ক্ষোভই বিজেপির কাল হয়ে দাঁড়াল। হিন্দি বলয়ের তিন রাজ্যের ভোটের ফল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, চাষিদের সমস্যা, অভিযোগ, ক্ষোভ কতখানি বাস্তব। এবং সেই ক্ষোভ বিজেপিকে যেমন গদিচ্যুত করতে পারে, তেমনই ২০১৯-এ নরেন্দ্র মোদীর ফের প্রধানমন্ত্রীর গদিতে ফেরার পথেও বাধা হয়ে দাঁড়াতে পারে। যে নরেন্দ্র মোদী আগেভাগেই দ্বিতীয়বার ক্ষমতায় এসে ২০২২-এর মধ্যে চাষিদের আয় দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন।  মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান—হিন্দি বলয়ের তিন রাজ্যই মূলত কৃষিপ্রধান এলাকা। গ্রামই বেশি। তিন রাজ্যের ৫১৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪৩৭টি কেন্দ্রই গ্রামীণ এলাকায়। ভোটের ফল বলছে, তিন রাজ্যেই গ্রামে বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি। মধ্যপ্রদেশের গ্রামে দখলে থাকা ৭৫টির বেশি বিধানসভা কেন্দ্র খুইয়েছে তারা। রাজস্থানের গ্রামে বিজেপির প্রায় ৪০টি আসন হাতছাড়া হয়েছে। ছত্তীসগঢ়ের গ্রামেও বিজেপির হাত থেকে ৩০টির কাছাকাছি আসন বেরিয়ে গিয়েছে। কংগ্রেস তারই সুফল কুড়িয়েছে। বিজেপির জন্য চিন্তার কারণ হল, মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে খেটে খাওয়া মানুষের মধ্যে যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ চাষি ও ক্ষেতমজুর। রাজস্থানে সংখ্যাটা ৬

সারদার ১৩ কোম্পানির সম্পত্তি নিলামের নির্দেশ

Image
কলকাতা:  চিটফান্ড সংস্থা সারদার ১৩ টি কোম্পানির  সম্পত্তি নিলাম করার নির্দেশ দিল ন্যাশনাল  কোম্পানি ল ট্রাইব্যুনাল। এর জন্য লিকুইডেটার নিয়োগ করা হয়েছে। ট্রাইব্যুনাল জানিয়েছে দেবযানী মিত্র এই দায়িত্ব সামলাবেন। এই ১৩ টি সংস্থার  কার্যালয় থেকে শুরু করে  সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এই সংস্থা গুলি হল গ্লোবাল অটোমোবাইলস, সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সারদা শপিং মল, সারদা অ্যাগ্রো, বেঙ্গলি মিডিয়া, সারদা  এডুকেশনাল এণ্টারপ্রাইস,  সারদা গার্ডেন রিসর্ট,  সারদা ল্যান্ডমার্ক সিনেন্ট, সারদা এক্সপোর্ট  ভাসনাক ফুড ইত্যাদি। বিস্তারিত বিচারের পর ট্রাইব্যুনাল এই রায় দিয়েছে। ২০১৩ সালের আগে পর্যন্ত সক্রিয় ছিল এই চিটফান্ড  সংস্থা। খুব অল্প সময়ের মধ্যে প্রায় ১৭ লাখ মানুষের সঙ্গে  প্রতারণা  করেছে সারদা। ঘটনায়  অনেক প্রভাবশালী ব্যক্তির নাম জড়ায়। তদন্ত ভার হাতে নিয়ে তাঁদের মধ্যে  কয়েকজনকে  গ্রেফতার করে সিবিআই। অন্যদিকে এই প্রতারণার ঘটনায় আলাদা করে তদন্ত শুরু করে  কেন্দ্রীয় সংস্থা এসএফআইও। বাণিজ্য মন্ত্রকের এই সংস্থা বড় ধরনের আর্থিক অপরাধের তদন্ত করে।  তাদের  পেশ করা রিপোর্টের উপর ভিত্তি করেই নির্দেশ দিয়

নাম বদলের রাজনীতি ব্যর্থ! ১১৮টিতে লড়ে তেলেঙ্গানায় BJP-র ‘ভাগ্যে’ ১টি আসন!

Image
প্রত্যাশামতোই তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতেছে কে চন্দ্রশেখর রাওয়ের TRS। আসাদউদ্দিন ওয়েইসির MIM-কে সঙ্গে নিয়ে মোট ৯৪টি আসন (TRS ৮৭ ও MIM ৭) জিতেছেন রাও। ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ করলেও মাত্র ১৯ আসন পেয়ে ব্যর্থ কংগ্রেস জোট। তবে এর থেকেও খারাপ অবস্থা হয়েছে গেরুয়া শিবিরের। ২০১৪-র প্রথম তেলেঙ্গানা নির্বাচনে ৫টি আসন পেয়েছিল BJP, সেখানে এবারের বিধানসভা নির্বাচনে মাত্র একটি আসনে জয় এসেছে।  দলের হয়ে তেলেঙ্গানা বিধানসভায় একমাত্র বিধায়ক হিসেবে বসবেন রাজা সিং লোধ। গোশামহল বিধানসভা আসন থেকে জিতে ১১৯ আসনের বিধানসভায় গেরুয়া পতাকা ধরে রেখেছেন তিনি। যদিও এত খারাপ ফলাফলের পর প্রকাশ্যে মুখ খুলছেন না হায়দরাবাদের BJP নেতারা। ভোটে জিতলে হায়দরাবাদের নাম পরিবর্তন করে 'ভাগ্যনগর' করার কথা জানিয়েছিলেন এবারের নির্বাচনে BJP-র প্রচারের তারকা মুখ তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই দাবিতে হাওয়া দিয়েছিলেন তেলেঙ্গানার গেরুয়া নেতারাও। তবে ১১৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র একটি আসনে জয় পরিষ্কার করে দিয়েছে, নাম বদলের রাজনীতিতে সমর্থন জোটেনি।  প্রসঙ্গত, শুধু হায়দরাবাদ নয়, সেকেন্

একবছরের জন্য সাসপেন্ড সাজিদ, জানাল ডিরেক্টরস' অ্যাসোসিয়েশন

Image
অভিনেত্রীদের যৌন হেনস্থার অভিযোগে সাজিদ খানকে একবছরের জন্য সাসপেন্ড করল ইন্ডিয়ান ফিল্ম ও টেলিভিশন ডিরেক্টরস' অ্যাসোসিয়েশন (IFTDA)। অভিনেত্রী রাচেল হোয়াইট, অ্যাসিস্টেন্ট ডিরেক্টর সালোনি চোপড়া ও এক সাংবাদিককে হেনস্থার অভিযোগ রয়েছে সাজিদের বিরুদ্ধে। নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তর অভিযোগের পর যখন বলিউডে #MeToo মুভমেন্ট শুরু হয় সেই সময়েই সাজিদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন তিন মহিলা। এরপর IFTDA-র তরফে সমন জারি করা হয় সাজিদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকারও করেন সাজিদ। তবে মেনে নেন মহিলাদের প্রতি তাঁর কুরুচিকর ব্যবহারের কথা। আজ সাজিদকে সাসপেন্ড করার বিষয়ে ঘোষণা করে IFTDA জানিয়েছে যে তারা POSH অ্যাক্টে তদন্ত করেছে। এবং সাজিদের বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহার ও হেনস্থার অভিযোগকে গুরুতর উদাহরণ হিসেবে গণ্য করছে। আরও জানা গেছে, নিজের পক্ষে সাজিদ সেভাবে কোনও যুক্তিও দিতে পারেননি। যৌনহেনস্থার অভিযোগ ওঠার পরই সাজিদ খান 'হাউজ়ফুল ফোর'-র পরিচালকের দায়িত্ব ছেড়ে দেন। অক্ষয় কুমার ও ফারহান আখতার অভিনেত্রীদের পাশেও দাঁড়ান। পরে ছবি থেকে সরে যান নানা পাটেকরও।

যাদবপুরের যুবতির ছবি নিষিদ্ধ ওয়েবসাইটে, আটক মূল অভিযুক্ত

Image
কলকাতা : যাদবপুরের এসকর্ট সার্ভিসের ঘটনায় অবশেষে আটক করা হল মূলচক্রীকে। ইন্টারনেটে এসকর্ট সার্ভিসের ওয়েবসাইটে যুবতির ছবি, ফোন নম্বর এবং ঠিকানা দেওয়ার ঘটনায় পলাতক ছিল সে। সূত্রের খবর, তাকে আটক করেছে লালবাজারের সাইবার ক্রাইম থানার তদন্তকারীরা। জানা গেছে, পারিবারিক বিবাদের জেরে প্রতিবেশীর অঙ্গুলিহেলনে এই কাজ করে গৌরব বর্মা নামে এক যুবক। শুক্রবার তাকে গ্রেপ্তার করেছিল সাইবার ক্রাইম থানার অফিসাররা। একটি নিষিদ্ধ ওয়েবসাইটে প্রথমে আপলোড করে দেওয়া হয় যাদবপুর থানা এলাকার আজাদগরের এক যুবতির ছবি। সঙ্গে তার ডাকনাম, কর্ম ও পরিচয়। দেওয়া হয় ওই যুবতির ফোন নম্বরও। পরে ওই যুবতির ভাইয়ের বউয়ের ছবিও আপলোড করা হয়। দিয়ে দেওয়া হয় ভাইয়ের মোবাইল নম্বর। পরে দেওয়া হয় তাঁর বাড়ির ঠিকানা। সঙ্গে বাড়ির গেটের ছবি। এবার দিনে রাতে অচেনা মানুষের ভিড়। যুবতির নাম ধরে ডাকাডাকি। আওয়াজ না পেয়ে দরজায় ধাক্কা। ঘটনায় অতিষ্ঠ হয়ে যান ওই পরিবারের সদস্যরা। আতঙ্কে প্রায় ঘরবন্দী করে ফেলেছিলেন নিজেদের। গত ৪ অক্টোবর কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতি। সেই অভিযোগের সূত্র ধরে গৌরব বর্মাকে গ্রেপ্তার করা হয় চ

মাকে ঝাঁটাপেটা করছে ১৭ বছরের কিশোর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Image
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। তাতে দেখা গিয়েছে ১৭ বছরের এক কিশোর ঝাড়ু দিয়ে তার মাকে বেধড়ক মারধর করছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বেঙ্গালুরুর জেপি নগর পুলিস স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। সূত্রের খবর, ছেলের স্বভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবেশীর সঙ্গে আলোচনা করছিলেন মহিলা। সেটি জানতে পেরে ছেলে অগ্নিশর্মা হয়ে ওঠে মায়ের উপর। প্রতিবেশীর কাছে কেন তাঁর সম্পর্কে বাজে কথা বলা হচ্ছে এই নিয়ে মাকে রীতিমত হুমকি দিয়ে ঝাঁটা নিয়ে এসে মারধর শুরু করে। ভিডিওতে দেখা গিয়েছে কিশোর ছেলের কাছে মার খেয়ে পঞ্চাশোর্ধ মহিলা রীতিমত কাতরাচ্ছেন।  কিশোরের দিদি তাকে আটকাতে গেলে রীতিমত হুমকি দিয়ে দূরে থাকতে বলে সে। এবং চিৎকার করে বলতে থাকে পুলিসে জানালেও সে পরোয়া করে না। ছেলের রণমূর্তি দেখে মাও মেয়েকে দূরে থাকতে বলেন। পুরো ঘটনাটি শেষে মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় কিশোরের দিদি। মুহূর্তে সেটা ভাইরাল হয়ে যায়।   পুলিস জানতে পেরে তাকে গ্রেপ্তার করতে। পুলিস দেখে ভয় পেয়ে মায়ের কাছে তড়িঘড়ি ক্ষমা চেয়ে নিয়েছে কিশোর। এবং প্রতিশ্রুতি দিয়েছে ভবিষ্যতে আর কখনও এরকম কোনও কাজ করবে না সে।

কলকাতায় পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি! সাধারণের মধ্যে কারণ নিয়ে প্রশ্ন

Image
বুধবার দেশের বেশিরভাগ শহরে পেট্রোল ডিজেলের দামের পরিবর্তন না হলেও, তা পরিবর্তিত হল কলকাতা ও নয়দায়। ইতিমধ্যেই টাকার দাম পড়েছে। আন্তর্জাতিক বাজারেও তেলের দামে সামান্য বৃদ্ধি হয়েছে। গত কয়েকদিনে টাকার দাম ৩ শতাংশের ওপর পড়েছে। যদিও, উত্তর প্রদেশের মতো কিছু রাজ্যে তেলের দাম বেড়েছে, কেননা রাজ্যের এক্সাইজ ডিউটি বেড়েছে। বুধবার দিল্লিতে পেট্রোল ও ডিজেলের মূল্য ছিল যথাক্রমে লিটার পিছু ৭০.২০ টাকা এবং ৬৪.৬৬ টাকা। মঙ্গলবারের থেকে দামে কোনও পরিবর্তন হয়নি। মুম্বইয়েও দুই পেট্রোপণ্যের দাম রয়েছে মঙ্গলবারের মতোই। লিটার পিছু যথাক্রমে ৭৫.৮০ টাকা এবং ৬৭.৬৬ টাকা। চেন্নাইতেও দামের কোনও পরিবর্তন হয়নি। দাম যথাক্রমে লিটার পিছু ৭২.৮২ টাকা এবং ৬৮.২৬ টাকা। যদিও পশ্চিমবঙ্গের কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু একটাকা করে। বুধবার তা হয়েছে যথাক্রমে ৭৩.২৮ টাকা এবং ৬৭.৪০ টাকা। মঙ্গলবার যা ছিল যথাক্রমে ৭২.২৮ এবং ৬৬.৪০ টাকা করে। নয়ডায় পেট্রোল ও ডিজেলের দাম কিছু বেড়েছে। পেট্রোলে ১৭ পয়সা বেড়ে হয়েছে ৭০.৩৬ টাকা এবং ডিজেলে ১৫ পয়সা বেড়ে হয়েছে ৬৪.২১ টাকা।

দুর্দান্ত ফিচার সহ ভারতে এল Asus

Image
মঙ্গলবার ভারতে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে তাইওয়ানের কোম্পানি আসুস। Asus Zenfone Max M2 ফোনের দাম শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে Max Pro M2 ফোনের দাম শুরু হচ্ছে ১২,৯৯৯ টাকা থেকে। দুটি ফোনের ডিসপ্লের উপরে থাকছে নচ আর সেলফি ক্যামেরার সাথে থাকছে ফ্ল্যাশ। ভারতে 3GB+32GB ভেরিয়েন্টে Asus Zenfone Max M2 কিনতে খরচ হবে ৯,৯৯৯ টাকা। 4GB+64GB ভেরিয়েন্টে Zenfone Max M2 কিনতে ১১,৯৯৯ টাকা খরচ হবে। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে আগামী ২০ ডিসেম্বর এই স্মার্টফোন বিক্রি শুরু হবে। 3GB+32GB ভেরিয়েন্টে Asus Zenfone Max Pro M2 কিনতে খরচ হবে ১২,৯৯৯ টাকা। 4GB+64GB ভেরিয়েন্টে Zenfone Max Pro M2 কিনতে ১৪,৯৯৯ টাকা খরচ হবে। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে আগামী ১৮ ডিসেম্বর এই স্মার্টফোন বিক্রি শুরু হবে। Asus ZenFone Max Pro M2 স্পেসিফিকেশান ডুয়াল সিম Asus ZenFone Max Pro M2 তে চলবে অ্যানড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে একটি ৬.২৬ ইঞ্চি ১৯:৯ অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB স্টোরেজ। ছবি তোলার জন্য Asus ZenFone Max

৪-এর শিশুকে ডিজিটাল রেপ! ২০ বছরের কারাদণ্ড অপরাধীর

Image
গুরুগ্রামে এক শিশুকে 'Digital Rape'-এর অপরাধে ২০ বছরের কারাদণ্ড এবং নগদ ৫০ হাজার টাকার জরিমানা হল পশ্চিমবঙ্গের এক যুবকের। ঘটনাটি ঘটে দু'বছর আগে। স্কুল বাসের ভিতরেই ডিজিটাল রেপ করা হয় বছর চারেকের এক শিশুকে। তার পরেই ২০১৬-র অগস্ট মাসে গ্রেপ্তার করা হয় ২১ বছরের শম্ভুকে।  সোমবার সেই মামলার শুনানিতে অতিরিক্ত দায়রা বিচারক রজনী যাদব তাঁর রায়ে শম্ভুকে POCSO আইনের অধীনে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজারের জরিমানা ঘোষণা করেন।  ডিজিটাল রেপ কাকে বলে  যৌনাঙ্গে কারও মত ও ইচ্ছের বিরুদ্ধে বল প্রয়োগ করে অঙুল ঢোকানোকে ডিজিটাল রেপ বলা হয়ে থাকে।  কী ঘটেছিল ২০১৬ সালের অগস্ট মাসে একদিন শহরের এক নামী স্কুলের বাসে সেক্টর ৫৬-এ বাড়ি ফিরছিল ৪ বছরের এই শিশু। বাসের মধ্যেই শিশুটির পাশে বসে তাকে ডিজিটাল রেপ করে ২১ বছরের শম্ভু। পরে সময় মতো হাউজিং সোসাইটির গেটে তাকে নামিয়ে দেয় সে। ঘটনার একদিন পর থাইয়ে ব্যাথার কথা মা-বাবাকে জানায় ওই নির্যাতিতা শিশু। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে পরীক্ষার পর যৌন হেনস্থার কথা অভিভাবকদের জানানো হয়। শিশুটিও সেদিন কী হয়েছিল তা সবিস্তারে মা-বাবাকে জানায়। সব শ

কাঁচি দিয়ে ২০ কোপে খুন মেয়েকে, গ্রেফতার বাবা

Image
১৯ বছরের কন্যাকে নৃশংসভাবে খুন করল তার বাবা। কাঁচি দিয়ে উপর্যুপুরি কোপানোর পর ঘটনাস্থলেই মেয়েটির মৃত্যু হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।  মর্মান্তিক এই ঘটনা হরিয়ানার কারনালের আসন্ধ গ্রামের। ডলিকে খুনের দায়ে তার বাবা রাজেশ কুমারকে পুলিশ গ্রেফতার করেছে। রাজেশ ছোটখাট চাষবাস করত। BBA-এর প্রথম বর্ষের ছাত্রী ডলি ছিল তার বড় কন্যা। কিছুদিন ধরেই রাজেশ হতাশায় ভুগছিল বলে জানা গিয়েছে। এ জন্য তার চিকিত্‍‌সাও চলছিল। তবে কেন সে তার মেয়েকে এ ভাবে খুন করল, তা এখনও স্পষ্ট নয়। রাজেশের বাবা রাজ কুমার ছেলের বিরুদ্ধে FIR দায়ের করেন আসন্ধ পুলিশ স্টেশনে। তদন্তে দেখা গিয়েছে, ডলির ঘাড়ে ও পেটে ২০ বার কোপ দেওয়া হয়েছে। পুলিশকে রাজ জানিয়েছেন, সোমবার বিকেলে তিনি ডলির ঘর থেকে তার চিত্‍‌কার শুনতে পান। তখনই দেখেন সেই ঘর থেকে হাতে কাঁচি নিয়ে বেরিয়ে আসছে রাজেশ। তার জামাকাপড় ছিল রক্তে ভেজা। পুলিশ কর্তা হরবিন্দর সিং-এর কথায়, 'রাজ কিছু করার আগেই রাজেশ চম্পট দেয়। সেই সময় তার ছেলে ছিল স্কুলে। আর স্ত্রী কাজে বাড়ির বাইরে ছিল। ডলিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।'

ফেসবুক ক্যাম্পাসে বোমাতঙ্ক

Image
স্যান ফ্রান্সিসকো: ফেসবুক ক্যাম্পাসে বোমাতঙ্ক৷ তার জেরে মঙ্গলবার সিলিকন ভ্যালির ফেসবুক হেডকোর্য়াটারে ছড়াল আতঙ্ক৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ যদিও তন্নতন্ন করে খুঁজেও মেলেনি কোনও বিস্ফোরক৷ মঙ্গলবার নিউ ইয়র্ক পুলিশের কাছে একটি উড়ো ফোন আসে৷ তাতে বলা হয় ফেসবুক হেডকোয়ার্টারে বম্ব রাখা৷ পুলিশ স্যান ফ্র্যান্সিসকোর ম্যানলো পার্ক পুলিশকে বিষয়টি জানায়৷ সতর্ক করা হয় ফেসবুক কর্তৃপক্ষকে৷ এরপর পুলিশ এসে তিনতলা বিল্ডিং খালি করার কাজ শুরু করে৷ ততক্ষণে এসে পৌঁছয় বম্ব স্কোয়াড৷ আনা হয় প্রশিক্ষিত কুকুরও৷ গোটা বিল্ডিং খুঁজে কোথাও বিস্ফোরক মেলেনি৷ এদিকে খবর বাইরে ছড়িয়ে পড়া মাত্র প্যানিক শুরু হয়ে যায়৷ পরে ফেসবুক ও পুলিশের তরফে আশ্বস্ত করে বলা হয় সবাই সুরক্ষিত ও নিরাপদ আছে৷ ফেসবুক ক্যাম্পাসে কিছু খুঁজে পাওয়া যায়নি৷ এর আগেও সিলিকন ভ্যালিতে একটি ঘটনায় ইউটিউবের নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলে দেয়৷ মে মাসে এক মহিলা স্যান ফ্র্যান্সিসকোর ইউটিউব ক্যাম্পাসে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে৷ সেই ঘটনায় তিন জন জখম হন৷ পরে আততায়ী ওই মহিলা নিজের গুলিতেই প্রাণ হারান৷

প্রয়াত বিধানসভার ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফি, শোকপ্রকাশ মমতার

Image
কলকাতা: প্রয়াত হলেন বিধানসভার ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফি৷ বুধবার সকাল একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর৷ ডেপুটি স্পিকারের মৃত্যুতে ট্যুইট করে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানা গিয়েছে, অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই বেলভিউ হাসপাতালে ভরতি ছিলেন সফি৷ গতকাল ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসেন৷ কিন্তু বুধবার সকালে ফের অসুস্থ হয়ে পড়ায় তাঁকে আমরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার কিছুক্ষণ পরই মারা যান৷ সূত্রের খবর, নিউমোনিয়ার কারণে মৃত্যু হয় তাঁর৷ হায়দার আজিজ সফির প্রয়াণে তৃণমূলের অনেক নেতাই শোকপ্রকাশ করেছেন৷ সদ্যপ্রয়াত এই ডেপুটি স্পিকারের মরদেহ বেলা একটায় বিধানসভায় নিয়ে আসা হবে৷ সেখানে মন্ত্রী ও বিধায়কেরা শ্রদ্ধা জ্ঞাপন করবেন৷ এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে উলুবেড়িয়ায় তাঁর বিধানসভা কেন্দ্রে৷ রাতে পিস হাভেনে মরদেহ রাখা হবে৷ পরের দিন সকাল ৯টায় বিশেষ বিমানে ডেপুটি স্পিকারের দেহ নিয়ে যাওয়া হবে লখনউ৷

বিজেপিকে ঠেকাতে মধ্যপ্রদেশ-রাজস্থানে কিংমেকার মায়াবতী, সরকার গঠনের পথে কংগ্রেস

Image
মঙ্গলবার সকাল থেকে বেলা যত গড়িয়েছে, ততই স্পষ্ট হয়েছে বহুজন সমাজ পার্টির অবস্থান। মধ্যপ্রদেশ ও রাজস্থানের ফল ত্রিশঙ্কু হওয়ার পর মায়াবতীর দলের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছিল অনেক কিছু। বহেনজিই ক্রমশ হয়ে উঠছিলেন কিংমেকার। বুধবার সকালে এক সাংবাদিক বৈঠকে সেটাই স্পষ্ট করে দিলেন বহুজন সমাজ পার্টির সর্বোচ্চ নেত্রী। জানিয়ে দিলেন, মধ্যপ্রদেশে তিনি কংগ্রেসকে সরকার গঠনে সমর্থন করবেন। মধ্যপ্রদেশ বিধানসভার মোট আসন ২৩০। সেখানে কংগ্রেস পেয়েছে ১১৪টি আসন। বিজেপির ১০৯ জন প্রার্থী জিতেছেন। কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই পরিস্থিতিতে মায়াবতীর দলের দু'জন বিধায়কের সমর্থন পেয়ে ম্যাজিক ফিগারে পৌঁছে গেল কংগ্রেস। অন্যদিকে রাজস্থানেও ত্রিশঙ্কু অবস্থা। ওই রাজ্যে বিধানসভার আসন ২০০টি। ভোট হয়েছে ১৯৯টিতে। ম্যাজিক ফিগার ১০১। সেখানে কংগ্রেস পেয়েছে ৯৯। বিজেপি অনেকটা পিছিয়ে শেষ করেছে ৭৩-এ। সেখানও সরকার গড়তে অন্যদের সমর্থন প্রয়োজন কংগ্রেস। কাঁসিরামের শিষ্যা মায়াবতী বুধবার সকালে জানিয়েছেন, রাজস্থানেও প্রয়োজন পড়লে তিনি কংগ্রেসকে সমর্থনে রাজি। ওই রাজ্যে বসপা জিতেছে ৬টি আসনে। ফলে ওই ছ'জনের সমর্থন পেয়ে গেলে সেখ

কম ওজনের যমজ শিশুকে বাঁচিয়ে নজির গড়ল চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল

Image
মালদহ: কম ওজনের যমজ শিশুকে বাঁচিয়ে নজির গড়ল মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। টানা ৭৩ দিন লড়াইয়ের পর ওই যমজ শিশুর ওজন বাড়িয়ে মা সুলতানা বিবির মুখে হাসি ফুটিয়ে বাড়ি পাঠিয়েছেন চিকিৎসকরা। জন্মের সময় যমজ শিশুর মধ্যে একটির ওজন ছিল ৭৫০ গ্রাম। অপর শিশুটির ওজন ছিল ১ কেজি ৩০০ গ্রাম। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতিষ্ঠানিক প্রসবে এই প্রথম কম ওজনের যমজ শিশুর জন্ম নেওয়ার পর হাসপাতালে চিকিৎসকদের তৎপরতায় যমজ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল। স্বাভাবিকভাবেই হাসপাতালের চিকিৎসকদের এই সাফল্যে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের বক্তব্য, ৭৫০ গ্রাম ওজনের শিশু জন্ম নিলে বাঁচার আশা খুব কমই থাকে। তবে এক্ষেত্রে শিশুর শুশ্রূষা এবং নজরদারিতে বাঁচানো সম্ভব হয়েছে। এবিষয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, হাসপাতলে এর আগে একাধিক যমজ শিশুর জন্ম নিয়েছিল। যদিও এই প্রথম কম ওজনের জমজ শিশু জন্ম নেওয়ার পর আমরা সুস্থ করে ওজন বাড়িয়ে বাড়ি পাঠিয়েছি। জন্ম নেওয়ার সময় যমজ শিশুর মধ্যে একটির ওজন ছিল ৭৫০ গ্রাম। বেসরকারি কোনও চিকিৎসা

জিমেল পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? রিকভার করুন এইভাবে

Image
জিমেল আমাদের জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রায় রোজই বিভিন্ন সময় এই ইমেল সার্ভিস ব্যবহার করি আমরা। এছাড়াও গুগলের বাকি সব সার্ভিস ব্যবহার করতেই এই অ্যাকাউন্ট কাজে লাগে। অ্যানড্রয়েড গ্রাহকদের ফোন ব্যবহার করতেও এই অ্যাকাউন্ট বাধ্যতামূলক। তাই জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে জীবনে একাধিক সমস্যা সৃষ্টি হয়। আজকাল সব পাসওয়ার্ড সেভ করে রাখার জন্য একাধিক থার্ড পার্টি অ্যাপবাজারে এসেছে। কিন্তু অনেকেই সেই ধরনের কোন অ্যাপ ব্যবহার করেন না। তাই জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে তা ফিরে পান নীচের উপায়ে। স্টেপ ১। গুগল লগ ইন পেজে 'ফরগট পাসওয়ার্ড' বাটনে ক্লিক করুন। স্টেপ ২। আপনার শেষ যে পাসওয়ার্ডটি মনে করতে পারছেন তা লিখুন। কোন পাসওয়ার্ড মনে করতে না পারনে 'ট্রাই অ্যানাদার ওয়ে' সিলেক্ট করুন। স্টেপ ৩। যে ফোন নম্বরের সাথে আপনার জিমেল অ্যাকাউন্ট লিঙ্কড আছে সেই নম্বরে মেসেজ পাঠাবে গুগল। স্টেপ ৪। আপনার কাছে সেই ফোন নম্বর না থাকলে বিকল্প ইমেলে ভেরিফিকেশান কোফড পাঠাবে গুগল। বিকল্প ইমেল না থাকলে 'ট্রাই অ্যানাদার ওয়ে' সিলেক্ট করুন। স্টেপ ৫। এরপরে গুগল আপনার কাছে এমন একটি ইমেল আইডি চা

দোষী সাব্যস্ত হায়দরাবাদ বিস্ফোরণ কাণ্ডের মূল চক্রী শেখ নইম

Image
বনগাঁ: দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর অবশেষে দোষী সাব্যস্ত হল হায়দরাবাদ বিস্ফোরণ কাণ্ডের মূলচক্রী ধৃত লস্কর জঙ্গী শেখ নইম ওরফে শেখ সমীর। কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা দপ্তরের রিপোর্ট ও ৩৯ জন সাক্ষীর বয়ানের উপর ভিত্তি করে ইতিমধ্যেই ২০১৭ সালের ২১ জানুয়ারি শেখ সমীরের তিন সহযোগী শেখ আবদুল্লা ওরফে আলি ,মহম্মদ ইউনিস ও মুজাফফর আহমেদ রাঠোরকে ফাঁসির সাজা শুনিয়েছেন বিচারক। তখন ধৃত শেখ সমীর পলাতক থাকায় তাকে আদালতে হাজির করানো যায়নি। সেই সময় পলাতক থাকায় অভিযুক্তের বিচারপ্রক্রিয়া চলাকালীন বাকি থেকে যায় আটজন সাক্ষীর সাক্ষ্যদান। ২০০৭ সালে পেট্রাপোল সীমান্তের একটি পরিত্যক্ত বাড়ি থেকে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ওই চার লস্কর জঙ্গীকে গ্রেপ্তার করে বিএসএফ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় জিলেটিন স্টিক, নাইট্রো গ্লিসারিনের মতো বিস্ফোরক ও ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের মানচিত্র। ধৃতদের জেরা করে গোয়েন্দারা জানতে পারেন, ধৃতরা পাকিস্তানের লস্কর জঙ্গী সংগঠনের সক্রিয় সদস্য। এবং তারা করাচিতে একুশ দিনের ট্রেনিংও নিয়েছিল। এদের মধ্যে দুজন পাকিস্তানের করাচি, একজন জম্মু-কাশ্মীর ও একজন হায়দরাবাদের বাসিন্দা। ধৃ

মধ্যপ্রদেশে সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের সময় চাইল কংগ্রেস

Image
ভূপাল: মধ্যপ্রদেশ থাকবে কার দখলে? ভোটের ফলে ম্যাজিক ফিগার ছঁতে পারেনি কংগ্রেস, বিজেপি কোনও পক্ষই৷ হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের দখলে ১১৪টি আসন৷ গেরুয়া শিবির পেয়েছে ১০৮টি৷ মায়াবতীর বিএসপি'র দখলে ৩টি আসন ও অন্যান্যরা জয় পেয়েছে ৬টি আসনে৷ এই অবস্থায় একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে মধ্যপ্রদেশে সরকার গঠনের দাবি জানাবে কংগ্রেস৷ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে সময় চাইল কংগ্রেস৷ রাতেই দেকা করার সময় চায় 'হাত' শিবির৷ তবে রাজ্যপালের দফতরের তরফে জানানো হয় নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল দেখেই কংগ্রেস নেতৃত্বকে সময় দেওয়া হবে৷ এই মুহূর্তে মধ্যপ্রদেশ বিধানসভার যা ফলাফল তাতে ম্যাজিক ফিগার থেকে মাত্র ২টি আসন দূরে রয়েছে কংগ্রেস৷ বিএসপি বা অন্যান্যদের সাহায্য নিয়ে সরকার গঠন করতে পারে তারা৷ সূত্রের খবর, বিএসপি রাহুলের কংগ্রেসকে সমর্থন জানাতে পারে৷ এছাড়াও রয়েছে অন্য বিকল্প৷ অন্যন্যরা জয় পেয়েছে ৬টি আসনে৷ এক্ষেত্রে তাদের সমর্থও সরকার গড়তে নিচে পারে 'হাত' শিবির৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা চিঠির মাধ্যমে কমল নাথের সরকার গঠনের জন্য রাজ্যপলের কাচ

মুঠোয় বন্দি স্মার্ট যন্ত্রটা পালটে দিচ্ছে কচিকাঁচাদের মস্তিষ্কের গঠন

Image
সারা দিন ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ফোনে আটকে থাকা শৈশবের রঙটা বদলে যেতে শুরু করেছে বেশ কিছু দিন ধরেই। তবে সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, শুধু শৈশবের সংজ্ঞা নয়, বদলে যাচ্ছে ওদের মস্তিষ্কের গঠনও। নির্দিষ্ট সময়ের আগেই ক্ষয়ে যেতে শুরু করেছে মস্তিষ্কের কর্টেক্স। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ-এর তত্ত্বাবধানে হওয়া এক সমীক্ষায় প্রায় ১১ হাজার শিশু-কিশোরকে নিয়ে গবেষণা চলছে বর্তমানে। সমীক্ষার প্রাথমিক ফলাফল বলছে, দিনে সাত ঘণ্টা কিমবা তার বেশি সময় মুঠোফোন, ট্যাবলেট কিমবা ল্যাপটপে কাটায় যারা তাদের মস্তিষ্কের কর্টেক্স সময়ের আগেই ক্ষয়ে যেতে শুরু করেছে। তবে ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ -এ গবেষণারত চিকিৎসক ডাউলিং বলছেন, সমীক্ষার চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত বলা যাচ্ছে না ডিজিটাল দুনিয়ায় কাটানো সময়ের সঙ্গে মস্তিষ্কের গঠনগত পরিবর্তনের সম্পর্ক ঠিক কতটা? আবার কর্টেক্সের ক্ষয়ে যাওয়া অথবা সরু হয়ে আসাও আদৌ শরীরের পক্ষে ক্ষতিকারক কিনা, অথবা কতটা ক্ষতিকারক, সে ব্যাপারেও সুনিশ্চিত ভাবে বলা যাচ্ছে না কিছুই। প্রসঙ্গত, দিন কয়েক আগেই 'অ্যাক্টিভ হেলদি কিডস গ্লোবাল অ্যালায়েন্স'-এর রিপোর্ট প্র

উর্জিত প্যাটেলের জায়গায় রিজার্ভ ব্যাঙ্কের নতুন গর্ভনর শক্তিকান্ত দাস

Image
উর্জিত প্যাটেলের ছেড়ে যাওয়া চেয়ারে বসলেন শক্তিকান্ত দাস। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (‌আরবিআই) ২৫ তম গভর্নর হলেন তিনি। আইএএস অফিসার শক্তিকান্ত বর্তমানে দেশের অর্থ কমিশনের সদস্য ছিলেন। জি–২০ বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্বও করেছেন। এর আগে সোমবার রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর পদে ইস্তফা দিয়েছিলেন উর্জিত প্যাটেল। তার পরই প্রশ্ন ওঠে, এবার কে বসবেন ওই পদে?‌ কানাঘুষো শুরু হয় শক্তিকান্ত দাসের নাম নিয়ে। ২০১৫ থেকে ২০১৭ আর্থিক বিষয়ক দপ্তরের সচিব ছিলেন তিনি। ২০১৭–‌র মে মাসে ওই দপ্তর থেকে অবসর নেন তিনি। মঙ্গলবার সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, উর্জিতের স্থলাভিষিক্ত হয়েছেন শক্তিকান্ত দাস। রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর পদে শক্তিকান্ত দাসের নিয়োগ অনুমোদন করেছে ক্যাবিনেটের নিয়োগ–‌সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তঁাকে রাজস্ব দপ্তরের শীর্ষ কর্তা করে অর্থ মন্ত্রকে এনেছিলেন। পরে আর্থিক বিষয়ক দপ্তরে নিযুক্ত হন। ২০১৬ সালে মোদি নোট বাতিলের ঘোষণা করলে সমালোচনার ঝড় ওঠে। তখন নোট বাতিলের পক্ষে সওয়াল করেছিলেন শক্তিকান্ত দাস।‌‌ রাজনৈতিক মহলের মতে, সেই সমর্থনেরই পুরস্কার পেলেন শক্তিকান্ত। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগ

‌গত পাঁচ বছরে দেশের সমস্যা দূর করতে পারেননি প্রধানমন্ত্রী, কটাক্ষ রাহুলের

Image
'‌কৃষকদের দুরবস্থা, বেকারত্ব এবং দুর্নীতি–এই তিনটি বিষয়ের উপর ভর দিয়েই ২০১৪ সালে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু তিনি দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ। গত পাঁচ বছরে দেশের সমস্যা দূর করতে পারেননি মোদিজি।' মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা যখন বলছেন রাহুল গান্ধী, তখন তাঁর চোখে–মুখে ফুটে উঠছে আত্মবিশ্বাসের ঝলক। মুখে হাসি। আর হবে নাই বা কেন?‌ যে বিজেপি কংগ্রেস মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছিল, আগামী বছর লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে তাঁরাই যেন কর্পূরের মতো উবে গেল। নাহলে ক্ষমতাসীন সরকারের এরকম খারাপ ফল হবে বা কেন!‌ এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগাগোড়া প্রধানমন্ত্রী বাক্যবাণে বিদ্ধ করে গেলেন রাহুল। তবে এর পাশাপাশি শুরুতেই অবশ্য কংগ্রেসকর্মী থেকে সাধারণ মানুষ প্রত্যেককে অভিনন্দনও জানান। রাহুল বলেন, '‌সাধারণ মানুষ থেকে শুরু করে কংগ্রেস কর্মী–সবাইকে অনেক অভিনন্দন। যেখানে যেখানে হেরেছি, সেখানে যারা জিতেছে তাঁদেরও অভিনন্দন জানাচ্ছি। এই জয় কংগ্রেস কর্মী থেকে শুরু করে দেশের যুবক, কৃষক এবং ছোট ব্যবসায়ীদের। যে আওয়াজ এখন উঠেছে, সেটা আমাদের শুনতে হবে। এখন পরিবর্তন

রেলগেট খোলা অবস্থায় ঢুকে পড়ল ট্রেন, যাত্রী বিক্ষোভ শ্যামনগরে

Image
বারাকপুর: রেলগেট খোলাই ছিল। কিন্তু আচমকাই সেই পরিস্থিতিতে ঢুকে পড়ল ট্রেন। আর এই নিয়েই উত্তেজনা ছড়াল শ্যামনগর স্টেশনে। উত্তপ্ত জনতা ট্রেন অবরোধও করে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব যাত্রীরা। শ্যামনগর স্টেশনে আচমকা রেল অবরোধে নাকাল হলেন অফিস ফেরৎ যাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীরাও। মঙ্গলবার সন্ধ্যায় ৩০ মিনিট রেল অবরোধ হল শিয়ালদহ মেইন শাখার শ্যামনগর স্টেশনে। অভিযোগ, রেলগেট খোলা থাকা অবস্থায় দুটি ট্রেন ঢুকে পড়ে। সেই কারণে মঙ্গলবার সন্ধ্যাবেলা শ্যামনগরে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এমনকী অবরোধে আটকে পড়া ট্রেনের যাত্রীরাও অবরোধ ও বিক্ষোভে সামিল হন। শ্যামনগর স্টেশন সংলগ্ন ২৩ নম্বর রেলগেটে সন্ধে ৬ টা ৫০ মিনিট থেকে ৭ টা ২০ মিনিট পর্যন্ত রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় জনতা। অবশেষে রেল পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়। স্বাভাবিক হয় ট্রেন চলাচল। স্থানীয়দের অভিযোগ, ২৩ নম্বর রেল গেট খোলা থাকা অবস্থায় ১ এবং ৩ নম্বর আপ লাইনে ট্রেন ঢুকে পড়ে। একটি ট্রেন আবার রেলগেট দিয়ে পারাপার করা একটি অটোতে অল্প ধাক্কাও মারে। এরপর স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। রেল অবরোধ করেন তাঁরা। অবরোধের জেরে শিয়ালদহগামী ডাউন ২

৬ লাখ বেকারকে স্বনির্ভর করার লক্ষ্যমাত্রা রাজ্যের

Image
কারিগরী শিক্ষা দপ্তরের মন্ত্রী পূর্ণেন্দু বসু       কলকাতা : চলতি আর্থিক বছরে ৬ লাখ বেকার যুবক-যুবতিকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। কারিগরী শিক্ষা দপ্তরের মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, "ইতিমধ্যেই আড়াই লাখ বেকারের প্রশিক্ষণ হয়ে গেছে। চলতি আর্থিক বছরের ৩১ মার্চের মধ্যে বাকিদের প্রশিক্ষণ‌ দেওয়ার কাজ শেষ হবে। এই প্রশিক্ষণপ্রাপ্তরা যাতে প্রত্যেকেই স্বনির্ভর হয় সেই ব্যবস্থাই করবে রাজ্য সরকার।" একের পর এক জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌ বেকার যুবক ও যুবতিদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি চান, বেকাররা কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে স্বনির্ভর হন। সেইমতো রাজ্যজুড়ে কারিগরি শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। বিনা খরচে কারিগরী শিক্ষা দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে প্রশিক্ষণ নিচ্ছেন অনেকে। মোবাইল, ফ্যান, টেলিভিশন, ফ্রিজ়, এয়ার কন্ডিশন ঠিক করার প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন তাঁরা। ইতিমধ্যে আড়াই লাখ বেকার যুবক-যুবতিকে প্রশিক্ষণ দিয়েছে সরকার। চলতি আর্থিক বছরে লক্ষ্যমাত্রা রয়েছে আরও সাড়ে তিন

পাইলট না গেহলট, কে হবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ? বৈঠক আজ

Image
জয়পুর : মিলে গেছে বুথ ফেরত সমীক্ষা। রাজস্থানে BJP-কে পিছনে ফেলে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছে কংগ্রেস। আর আজ রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবে তারা। কিন্তু, অশোক গেহলট না সচিন পাইলট, কে হবেন মুখ্যমন্ত্রী ? তা নিয়ে আজ বৈঠক করতে চলেছে কংগ্রেস নেতৃত্ব। ভোটের বেশ কয়েক মাস আগে থেকেই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছিল রাজস্থানে। আর সেই হাওয়াকে কাজে লাগিয়ে বিকল্প হিসেবে জনগণের কাছে নিজেদের তুলে ধরেছিল কংগ্রেস। যার কৃতিত্ব দাবি করতে পারেন দলীয় নেতা সচিন পাইলট। কারণ তার লড়াইটা ছিল বেশ কঠিন। গত বিধানসভা নির্বাচনে জেতার পর ২০১৪ সালে সবকটি লোকসভা আসনেই জেতে BJP। আর রাজস্থান কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেয়েই হারানো জমি উদ্ধারে নেমেছিলেন তিনি। আজ অনেক চড়াই-উতরাই পেরিয়ে তিনি সফল। ফলে মুখ্যমন্ত্রী হিসেবে স্বাভাবিকভাবেই প্রথমে উঠে আসছে তাঁর নাম। এই লড়াইয়ে সচিন পাইলট যাঁদের পাশে পেয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম অশোক গেহলট। যিনি অভিজ্ঞতা দিয়ে তাঁকে সবসময় সহযোগিতা করে গেছেন। তাই মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসছে তাঁর নামও। তিনবার মুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। গতকাল রাজ্য কংগ্রেস কার্যালয়