উর্জিত প্যাটেলের জায়গায় রিজার্ভ ব্যাঙ্কের নতুন গর্ভনর শক্তিকান্ত দাস


উর্জিত প্যাটেলের ছেড়ে যাওয়া চেয়ারে বসলেন শক্তিকান্ত দাস। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (‌আরবিআই) ২৫ তম গভর্নর হলেন তিনি। আইএএস অফিসার শক্তিকান্ত বর্তমানে দেশের অর্থ কমিশনের সদস্য ছিলেন। জি–২০ বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্বও করেছেন। এর আগে সোমবার রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর পদে ইস্তফা দিয়েছিলেন উর্জিত প্যাটেল। তার পরই প্রশ্ন ওঠে, এবার কে বসবেন ওই পদে?‌ কানাঘুষো শুরু হয় শক্তিকান্ত দাসের নাম নিয়ে। ২০১৫ থেকে ২০১৭ আর্থিক বিষয়ক দপ্তরের সচিব ছিলেন তিনি। ২০১৭–‌র মে মাসে ওই দপ্তর থেকে অবসর নেন তিনি। মঙ্গলবার সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, উর্জিতের স্থলাভিষিক্ত হয়েছেন শক্তিকান্ত দাস। রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর পদে শক্তিকান্ত দাসের নিয়োগ অনুমোদন করেছে ক্যাবিনেটের নিয়োগ–‌সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তঁাকে রাজস্ব দপ্তরের শীর্ষ কর্তা করে অর্থ মন্ত্রকে এনেছিলেন। পরে আর্থিক বিষয়ক দপ্তরে নিযুক্ত হন। ২০১৬ সালে মোদি নোট বাতিলের ঘোষণা করলে সমালোচনার ঝড় ওঠে। তখন নোট বাতিলের পক্ষে সওয়াল করেছিলেন শক্তিকান্ত দাস।‌‌ রাজনৈতিক মহলের মতে, সেই সমর্থনেরই পুরস্কার পেলেন শক্তিকান্ত। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে নিজের পছন্দের লোককেই রিজার্ভ ব্যাঙ্কের শীর্ষপদে বসালেন প্রধানমন্ত্রী মোদি।