Posts

Showing posts from December 6, 2018

একটাই ওয়াইফাই ব্যবহার করবেন বিশ্বের মানুষ?

Image
চীনের একটি সংস্থা সম্প্রতি বিশ্বব্যাপী ফ্রি ওয়াইফাই পরিষেবা প্রদানের জন্য উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। সংস্থার এক বিবৃতি অনুসারে, LinkSure Network এই স্যাটালাইট জুইকান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে। ২০২০ সাল থেকে প্রায় ১০ টি স্যাটালাইট থাকবে মহাকাশে, যা ওয়াইফাই পরিষেবা দেবে সারা পৃথিবীতে। ইন্টারনেট পরিষেবা জোড়ালো করতে, মহাকাশে ২০২৬ সালের মধ্যে সমাবেশ হবে প্রায় ২৭২ টি উপগ্রহের। পিপলস ডেইলি-তে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ব্যবহারকারীরা তাঁদের মোবাইল ফোনের থেকেই খুব সহজে সরবরাহিত ইন্টারনেট পরিষেবা অনুসন্ধান করতে পারবেন। প্রত্যন্ত অঞ্চল থেকেও ইন্টারনেট ব্রাউজ করা যাবে বলে দাবি জুইকান স্যাটেলাইট লঞ্চ সেন্টার কর্মরত বিজ্ঞানীদের। LinkSure Network এর সিইও ওয়াং জিংইং বলেন, এই পরিকল্পনায় কোম্পানি ৩ বিলিয়ন ইউয়ান (৪৩১.৪০ মিলিয়ন ডলার) বিনিয়োগ করার কথা চিন্তা করেছে। এখন প্রশ্ন, এতে আয় হবে কেমন করে? কেমন করে ব্যবহার করবেন ওয়াই ফাই? আদৌ কোনো পাসওয়ার্ড থাকবে? এই ওয়াইফাই ব্যবহার করা কতটা নিরাপদ? তবে এইসব প্রশ্নের উত্তর এখনই পাওয়া সম্ভব নয়। রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী,

৯ জানুয়ারি পর্যন্ত রথযাত্রা নয়, বিজেপির আর্জি খারিজ হাইকোর্টে

Image
কোচবিহারে বিজেপির রথযাত্রায় অনুমতি দিল না হাইকোর্ট। বর্তমান পরিস্থিতিতে মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। অর্থাত্ শুক্রবার কোচবিহারে রথযাত্রা হচ্ছে না,  আদালতে  খারিজ  হয়ে গেল বিজেপির আবেদন ।  শুধু তাই নয়,  ৯ জানুয়ারি পর্যন্ত বিজেপির কোনও রথযাত্রা নয় বলেও জানিয়ে দেয় আদালত। আদালতের নির্দেশ, যে যে জেলায় বিজেপি রথযাত্রা বেরোবে,  প্রত্যেক জেলার পুলিস সুপারকে আলাদাভাবে রিপোর্ট দিতে হবে। ২১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্ট দেখেই বিজেপির রথযাত্রার ব্যাপারে সিদ্ধান্ত নেবে আদালত। তার আগে আপাতত ৯ জানুয়ারি পর্যন্ত রথযাত্রা বার করতে পারবে না বিজেপি। বিজেপির রথযাত্রায়  আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলে আদালতে দেওয়া গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়। সেক্ষেত্রে কোনও অশান্তি কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটলে, তার দায় কার ওপর বর্তাবে, এদিনের শেষে সে প্রশ্নের উত্তর অধরাই থেকে যায়। এইসব বিষয় মাথায় রেখেই বিজেপির রথযাত্রায় এক দিনের মধ্যে অনুমতি দেওয়া সম্ভব  নয় বলে জানিয়ে দেয় আদালত। বিজেপির রথযাত্রা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে রাজ্য-বিজেপির

এপ্রিল থেকে গৃহঋণে সুদের কাঠামো বদলে দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক

Image
আগামী বছরের এপ্রিল থেকে গৃহঋণে সুদের হার ঠিক করার ক্ষেত্রে ব্যাঙ্কের আর কোনও ভূমিকা থাকবে না। এখন থেকে বাজারের নিয়মেই পরিবর্তিত হবে সুদের হার। বুধবার একথা জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক। বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার ভিন্ন ভিন্ন। যাঁরা গৃহঋণ নেন, সুদের হার নিয়ে বিভিন্ন সময়ই প্রকাশ্যে আসে তাঁদের ক্ষোভ। সেই ক্ষোভ থেকে অনেকেই কোনও একটি ব্যাঙ্ক থেকে গৃহঋণ নেওয়ার পর অন্য ব্যাঙ্কে চলে যান। বুধবার রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিল, এখন থেকে বাজারের ওঠা পড়ার সঙ্গে পরিবর্তিত হবে গৃহঋণের সুদের হার। শুধু গৃহঋণ নয়, ব্যক্তিগত এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণের ক্ষেত্রেও এই ব্যবস্থা কার্যকরী হবে এপ্রিল, ২০১৯ থেকে। কিন্তু বাজারের কোন মাপকাঠির ভিত্তিতে ঋণের হার পরিবর্তিত হবে, তা এখনও জানায়নি কেন্দ্রীয় ব্যাঙ্ক। রেপো রেট, ট্রেজারি বিল অথবা অন্য কোনও সূচককে মাপকাঠি হিসেবে ব্যবহার করা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর এন এস বিশ্বনাথন জানিয়েছেন, ''ঋণের ক্ষেত্রে আমরা আরও স্বচ্ছতার দিকে হাঁটতে চাই। সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল।'' এর আগে দেখা গিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক রেপো

দু’বছর ধরে বাবা-বন্ধুদের ধর্ষণের শিকার ছাত্রী, কেরলে গ্রেফতার পাঁচ

Image
কানুর : দু'বছর ধরে লাগাতার ধর্ষণ করে চলেছে নিজেরই বাবা, তাতে যোগ হয়েছে আরও অন্য পুরুষও। বুধবার এই ঘটনা সামনে আসতেই কেরলের উত্তরদিকের জেলা কানুর থেকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। কানুরের জেলা পুলিশ প্রধান বুধবার এনডিটিভিকে বলেন, ১৬ বছর বয়সী ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে একজন মেয়েটির বাবা। ধর্ষণের মামলায় সাতজনকে আটকও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দশম শ্রেণির পড়ুয়া এই মেয়েটি জানিয়েছে গত দু'বছরে অজস্রবার তাঁর বাবাই তাঁকে ধর্ষণ করেছে। ওই ছাত্রী পুলিশকে জানায় যে, গত নভেম্বরে অন্তত চারজন পুরুষ তাকে ধর্ষণ করেছিল এবং একজনের সঙ্গে তাঁর আলাপ হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। পুলিশের একজন কর্তা জানান, "অন্য তিন অভিযুক্ত মেয়েটির বন্ধু ছিল, যে চারজনকে গ্রেফতার করা হয়েছে সকলেরই বয়স তিরিশ পেরিয়েছে।" মুম্বুইতে দিদির বাড়ি বেড়াতে গিয়েছিল নাবালিকা, তারপর কী অভিজ্ঞতা হল তার? ওই ছাত্রীর মা সোমবার পুলিশে অভিযোগ দায়ের করেন। "বিষয়টি প্রথমে মেয়েটির ভাইয়ের নজরে আসে। ভাই তাঁর বোনের সঙ্গে কথা বললেন এবং সেই সময় তাঁর মা'ও এই বিষয়ে জানতে পারেন। ভাই অ

স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে সঙ্গম, কাঠগড়ায় স্বামী

Image
ইচ্ছার বিরুদ্ধে গিয়ে স্ত্রীর সঙ্গে বলপূর্বক সঙ্গম করার চেষ্টা। এই অভিযোগে বৈবাহিক ধর্ষণে অভিযুক্ত সদ্য বিবাহিত স্বামী। ঘটনাটি কলকাতার সিঁথি এলাকার। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন খোদ তাঁর স্ত্রী। একইসঙ্গে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে পণ নেওয়া ও শারিরীক ও মানসিক নির্যাতন করারও অভিযোগ করেছেন ওই গৃহবধূ।  কলকাতার সিঁথির বাসিন্দা ওই বধূ অভিযোগ করেছেন, তিনি গর্ভাবস্থায় থাকাকালীন তাঁর স্বামী বলপূর্বক তাঁর সঙ্গে শারিরীক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করেন। যাতে তিনি শারিরীক ভাবে নিগ্রহের শিকার হয়েছেন বলে ওই গৃহবধূ দাবি করেছেন। ঘরোয়া নিগ্রহের ঘটনায় এই ধরনের মামলা এই প্রথম কলকাতা তথা সারা দেশে, যেখানে এক গৃহবধূ তাঁর স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। তদন্তে নেমে পুলিশ ওই বধূর পরিবারের তরফে জানতে পেড়েছে। অভিযুক্ত স্বামী শহরের একটি বেসরকারি ব্যংঙ্কে কর্মতর। অভিযুক্তের বাবা-মা থাকেন বাঁশবেড়িয়ায়। ওই বধূর অভিযোগ তাঁর স্বামী তাঁর সঙ্গে ছলনা করেছেন। যার জন্য কিছু দিনের মধ্যে সে অফিসে যাওয়া বন্ধ করে দেয়। শুধু তাই নয় তাঁকে এড়িয়ে যাওয়ারও চেষ্টা করতে থাকে তার শ্বশুর বাড়ির লোকেরা। এরজন্য তার ওপর শুরু

অসাধারণ সেঞ্চুরি পুজারার, চাপের মুখ থেকে আপাতত রক্ষা ভারতের

Image
শুরুর দিকে যা পরিস্থিতি ছিল, তাতে মনে হচ্ছিল অ্যাডিলেডের সবুজ পিচে আবারও বোধহয় মুখ থুবড়ে পড়তে চলেছে ভারত। কিন্তু চাপের মুখেই তো রুখে দাঁড়ানো তাঁর স্বভাব। সেই অনুযায়ীই, অস্ট্রেলিয়ার সবুজ পিচেও চেতেশ্বর পুজারার ব্যাট ঝলসে উঠল। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে তাঁর করা ১২৩ রানই যেন টেস্ট সিরিজের প্রথম দিন ভারতকে একরাশ অক্সিজেন দিয়ে গেল।  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শুরুটা অত্যন্ত খারাপ হয় ভারতের জন্য। লাঞ্চের আগেই চার উইকেট চলে যায় সফরকারী দলের। ফিরে যান দুই ওপেনার মুরলি বিজয় এবং লোকেশ রাহুল। যখন মনে করা হচ্ছিল ত্রাতা হিসেবে দেখা দেবেন সেই বিরাট কোহলি, তখনই যেন ছন্দপতন। প্যাট কামিন্সের বলে মাত্র ৩ রান করার পরেই তৃতীয় স্লিপে উসমান খোয়াজার দুরন্ত ক্যাচ ফিরিয়ে দেয় বিরাটকে। এই পরিস্থিতিতেই রুখে দাঁড়ান চেতেশ্বর পুজারা। কখনও রোহিত শর্মা, কখনও বা অশ্বিন, ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে ভারতকে ভদ্রস্থ একটা জায়গায় পৌঁছে দেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের স্কোর ২৫০ রানে ৯ উইকেট। ১২৩ রান করে প্যাট কামিন্সের দুরন্ত রানআউটে প্যাভিলিয়নে ফিরে যান পুজারা।

নেদারল্যান্ডে পরীক্ষামূলকভাবে 5G নেটওয়ার্ক শুরু হওয়ার পরেই মারা গেল কয়েকশো পাখি

Image
গত কয়েক দিন ধরেই নেদারল্যান্ডের বিভিন্ন পার্কে মৃত পাখি পড়ে থাকতে দেখা যাচ্ছিল। শুরুতে এই খরব সুকৌশলে চেপে রাখা হয়েছিল। পরে একসাথে ১৫০ মাখি মারা যাওয়ায় এই খবর আর চেপে রাখা সম্ভব হয়নি, সব মিলে মোট মৃত পাখির পরিমান ২৯৭ টি। সম্প্রতি এই পার্কের পাশেই একটি রেল স্টেশানে 5G নেটওয়ার্ক পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল। এই সিগনাল কতদুর পৌঁছায় আর পরিবেশে কোন ক্ষতি করে কী না তা জানাই এই পরীক্ষার উদ্দেশ্য ছিল। অবশেষে এই পরীক্ষায় পরিবেশে বিশাল ক্ষতি হয়ে গেল। মৃত পাখিগুলি গাছ থেকে পড়তে থাকে। পাশে পুকুরে সাঁতার কাটতে থাকা হাঁসগুলিও অদ্ভুত আচরন করতে শুরু করে। জলের নীচে ডুবে এই তরঙ্গ থেকে বাঁচার চেষ্টা করছিল হাঁসগুলি। যে সময় এই পাখিগুলি মারা গিয়েছে ঠিক সেই সময় পাশে রেলওয়ে স্টেশানে 5G নেটওয়ার্ক পরীক্ষার কাজ চলছিল। "এতো পাখি একসাথে ব্যাকটেরিয়া বা ভাইরাল ইনফেকশানে হঠাৎ মারা যেতে পারে না। 5G নেটওয়ার্ক থেকে নির্গত মাইওক্রোওয়েভ পাখির হৃদপিন্ডে আঘাত হানে। এর পরে হৃদ যন্ত্র অকেজ হয়ে মারা গিয়েছে পাখিগুলি।" বলে জানিয়েছেন এক পরিবেশপ্রেমী। ফেসবুকে জন কুয়েলস নামের এই পরিবেশপ্রেমী আরও বলেন, "অনেকেই মনে কর

১০৭ বছর বয়সে প্রয়াত ইউটিউবে হিট ‘শেফ’ মস্তানাম্মা

Image
'পুরনো চাল ভাতে বাড়ে।' প্রচলিত এই প্রবাদকে চোখের সামনে বার বার সত্যি প্রমাণ করে দেখাতেন কারে 'মস্তানাম্মা'। একশোর কোঠা পেরিয়েও এই মহিলা 'শেফ' ইউটিউবজুড়ে রাজত্ব করতেন অনায়াসে। তাঁর ইউটিউব চ্যানেল 'কান্ট্রি ফুডস'-এর 'সাবসক্রাইবড' গ্রাহক সংখ্যা ১২.৮ লক্ষ। ছ'মাস ধরেই অসুস্থ ছিলেন অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার গুড়িওয়াড়া গ্রামের এই প্রবীণ বাসিন্দা। গত সোমবার রাতে তাঁর জীবনাবসান হয়। যদিও মৃত্যুর খবর জানাজানি অনেক পরে। 'মস্তানাম্মা'র বয়স হয়েছিল ১০৭ বছর। বয়সকে হারিয়ে, শারীরিক দুর্বলতাকে এক ফুঁয়ে উড়িয়ে, 'লেটেস্ট' সব 'টেকনোলজি'কে শতহস্ত দূরে সরিয়ে রেখে শতায়ু এই মহিলা খাঁটি দেশি পদ্ধতিতে রান্না করতেন একের পর এক উপাদেয় পদ। ঝাঁ-চকচকে রান্নাঘরে নয়, খোলা মাঠে। ননস্টিক কুকওয়্যারে নয়, সাধারণ স্টিলের থালা-বাটি-কড়াইয়ে। গ্যাস বা স্টোভে নয়, কাঠকয়লা পুড়িয়ে। চামচ-কাটোরায় মেপে মেপে নয়, হাতের আন্দাজে। মহিলা নিজেই কুটনো কুটতেন, নিজেই রাঁধতেন। কখনও সখনও প্রথমটার ব্যতিক্রম ঘটলেও দ্বিতীয়টার কোনওদিন ঘটেনি। ফোকলা মুখে একগাল হেসে, পর

২ মাসের লড়াই শেষ! কুখ্যাত সেই কর্ণের ছোড়া বোমায় জখম এএসআই-এর মৃত্যু

Image
কুখ্যাত  ডাকাত কর্ণ বেরার ছোড়া বোমায়  জখম  কাঁথির এএসআই-এর লড়াই শেষ হল। বৃহস্পতিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় সুশান্ত রানার । প্রসঙ্গত, গত অক্টোবরের ৪ তারিখ আদালতে তোলা হচ্ছিল কর্ণ বেরাকে। সেদিন তার সঙ্গে ছিল আরও চার বিচারাধীন বন্দি। অভিযোগ, সেসময় আচমকাই বন্দুক ছিনিয়ে নিয়ে  জিআরও সুশান্ত রানার মাথায় বন্দুকের বাঁট দিয়ে মারে কর্ণ। এরপর বোমা ছুড়তে ছুড়তে পুলিসের হাত ফস্কে বেরিয়ে যায় সে।  কিছু দূরেই দুই  যুবক বাইক নিয়ে তার জন্য অপেক্ষা করছিল। ওই দুই যুবক তাকে বাইকে বসিয়ে নিয়ে চম্পট  দিয়েছিল। যদিও তার কিছুক্ষণের মধ্যেই ফের পুলিসের জালে ধরা পড়ে যায় কর্ণ। কর্ণের ছোড়ার বোমার স্প্লিন্টার সুশান্ত রানার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত তৈরি হয়েছিল। সেদিন থেকেই হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। কিন্তু শেষ কয়েকদিনে তাঁর অবস্থার অবনতি হয়। চিকিত্সায় সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল। বৃহস্পতিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। এদিকে, কয়েকদিন আগেই আদালত  কর্ণ বেরাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। এবার প্রশ্ন কে

পৃথিবীর ইতিহাসে প্রথম, গুজরাতে ৩২ কিমি দূর থেকে রোবটের মাধ্যমে হার্ট অপারেশন

Image
অসাধ্য সাধন করলেন তেজাস পটেল। মেডিক্যাল সায়েন্সে নয়া নজির তৈরি করলেন গুজরাতের  হৃদরোগ বিশেষজ্ঞ তেজাস পটেল। রোগীর থেকে ৩০ কিলোমিটার দূরে বসে কম্পিউটারের মাধ্যমে রোবট চালিয়ে করলেন সফল হার্ট অপারেশন। সারা পৃথিবীর ডাক্তারি শাস্ত্রের ইতিহাসে এই ঘটনা অভূতপূর্ব। বুধবার আমদাবাদের অ্যাপেক্স হার্ট ইনস্টিটিউটে ছিলেন রোগী। মধ্যবয়স্কা এই মহিলার ধমনীতে ৯০ শতাংশ ব্লক থাকার কারণে রক্ত চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। যে কারণে অপারেশনের সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকেরা। আর চিকিৎসক তেজাস পটেল সেই অপারেশন করলেন হাসপাতাল থেকে ৩২ কিলোমিটার দূরে গাঁধীনগরের অক্ষরধাম মন্দির থেকে। কম্পিউটারের সাহায্যে রোবট চালিয়েই এই অপারেশন করলেন তিনি। একই সঙ্গে এগিয়ে নিয়ে গেলেন সারা পৃথিবীর মেডিক্যাল সায়েন্সকে। কারণ, এই ঘটনা পৃথিবীর ইতিহাসে প্রথম। ডাক্তারি পরিভাষায় এই ঘটনাকে বলা হচ্ছে টেলি রোবটিক সার্জারি। অত্যাধুনিক রোবটিকসের মাধ্যমেই এই অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সারা পৃথিবীতে এই প্রথম অপারেশন থিয়েটারের বাইরে থেকে রোগীর সফল অস্ত্রোপচার করলেন কোনও চিকিৎসক। তেজাস পটেলকে অভিনন্দন জানিয়েছেন গুজরাতের মুখ্য

রাত পোহালেই তেলেঙ্গানার ১১৯ আসনে ভোট

Image
তেলেঙ্গানায় মহাজোটের সঙ্গে লড়াই টিআরএস-এর। সেখানে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। জোরদার প্রচার চালিয়েছেন মহাজোটের বড় দল টিডিপি। অন্ধ্রের শাসকদলের বিরুদ্ধে রাজ্য দখলের চেষ্টার অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। অন্যদিকে বিজেপির তরফে যোগী আদিত্যনাথ ভোটপ্রচারে গিয়ে রাজ্যের নাম বদলের কথাও বলেছেন। ৭ ডিসেম্বর রাজ্যের দ্বিতীয় বিধানসভা গঠনের জন্য নির্বাচন। বিধানসভার সময় ছিল ২০১৯-এর মে পর্যন্ত। কিন্তু ২০১৮-র সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব দেন।

কৃষ্ণনগরে বেসরকারি ঋণদান সংস্থার কর্মীকে গুলি করে খুন

Image
কৃষ্ণনগর: বুধবার সন্ধ্যায় ৩৪নম্বর জাতীয় সড়কে কৃষ্ণনগর কোতোয়ালি থানার কালীরহাটে একটি বেসরকারি ঋণদান সংস্থার কর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সংস্থার কর্মীর কাছে টাকার ব্যাগ ছিল। তা ছিনতাই করে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। যদিও পুলিস জানিয়েছে, টাকার ব্যাগ ছিল কিনা, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। খুনের পিছনে অন্য কারণও থাকতে পারে। সবদিক খতিয়ে দেখছে পুলিস। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। জাতীয় সড়কে সাময়িক যান চলাচল বন্ধ থাকে। পুলিস ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সৈকত ঘোষ(৩০)। তাঁর বাড়ি কৃষ্ণনগরের ঘূর্ণির তরুণ সংঘের কাছে। মৃত যুবক একটি বেসরকারি ঋণদান সংস্থার কর্মী ছিলেন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বাইকে চেপে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করতেন। এদিন সন্ধ্যায় শান্তিপুরের দিক থেকে জাতীয় সড়ক ধরে তিনি বাইক চালিয়ে একা কৃষ্ণনগর ফিরছিলেন। কালীরহাটের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ওই গুলি তাঁর বুকে লাগে। গুলি লাগায় বাইক থেকে পড়ে যান সৈকত। এরপরেই দুষ্কৃতীরা পালিয়ে য

ফ্লিপকার্টে অনর ফোনে বিশাল ছাড়

Image
বৃহস্পতিবার আবার ফ্লিপকার্টে শুরু হয়েছে স্মার্টফোন সেল। এই অফারে কোম্পানির একাধিক স্মার্টফোনে আকর্ষনীয় ডিসকাউন্ট দেবে অনর। ফ্লিপকার্ট বিগ শপিং ডেজ সেলে কোম্পানির একাধিক স্মার্টফোনে ৮,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে হুওয়াওয়েই এর সাব ব্র্যান্ড। ফ্লিপকার্ট সেলে Honor 9N স্মার্টফোনের 4GB RAM+64GB স্টোরেজ ও 3GB RAM+32GB স্টোরেজ ভেরিয়েন্টে ৩,০০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে চিনের কোম্পানিটি। ৮০০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Honor 10। ৩০০০ টাকা ডিসকাউন্টে মাত্র ১১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Honor 9i। এছাড়াও এক্সচেঞ্জে Honor 9 Lite কিনলে ৩০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এর সাথেই HDFC ভ্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা এই সেলে ফ্লিপকার্ট থেকে কেনাকাটায় অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন। এর সাথেই থাকছে সহ ইএমআই এর সুযোগ। থাকছে কম দামে বাইক ব্যাক গ্যারান্টি কেনার সুযোগ। স্মার্টফোন ছাড়াও একাধিক হোম অ্যাপলায়েন্সে ডিসকাউন্ট দিচ্ছে ফ্লিপকার্ট।            Honor 9N ৫.৮৪ ইঞ্চি Full HD+ ১৯:৯ ডিসপ্লে অক্টাকোর প্রসেসার 3GB/4GB RAM 32GB/64GB/128GB স্টোরেজ অ্যানড্রয়েড ওরিও হাইব্রিড ডুয়াল সিম ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ের ক্

ডেবিট কার্ডের দিন শেষ, স্মার্টফোন ব্যবহার করে টাকা তুলুন ATM থেকে

Image
ATM থেকে টাকা তুলতে আর ডেবিট কার্ডের প্রয়োজন হবে না। শিঘ্রই UPI অ্যাপ থেকে QR কোড স্ক্যান করে ATM থেকে টাকা তোলা যাবে। আপাতত মুম্বাইএর কিছু ATM থেকে প্রযুক্তি শুরু হবে। সম্প্রতি এই প্রযুক্তি তৈরী করেছে AGS ট্রানসাক্ট টেকনোলজিস। এই সংস্থা সারা ভারতের সব ব্যাঙ্কগুলিকে ATM পরিষেবা দেয়। নতুন এই পদ্ধতিতে টাকা তুলতে গ্রাহককে নতুন কোন অ্যাপ ডাউনলড করতে হবে না। যে কোন UPI অ্যাপ থেকে ATM স্ক্রিনে ফুটে ওঠা QR কোড স্ক্যান করে গ্রাহক টাকা তুলতে পারবেন। এখন ন্যাশানাল পেমেন্টস করপোরেশান অফ ইন্ডিয়ার সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে নতুন এই প্রযুক্তি। এই সংস্থা দেশের ATM ও UPI ব্যবস্থার দেখভাল করে। এই প্রযুক্তি ব্যভার করতে ব্যাঙ্কগুলিকে অতিরক্ত টাকা খরচ করতে হবে না। ক্রেডিট কার্ড পেমেন্টের মতোই কাজ করবে নতুন এই প্রযুক্তি। সম্প্রতি ভারতে বিপুল জনপ্রিয়তা পেয়েছে UPI পেমেন্ট। ২০১৮ সালে মোট ৫২ কোটি ট্রানসাকশানে ৮২,২৩২ টাকা UPI প্রযুক্তির ব্যবহার করে পাঠিয়েছেন ভারতবাসী। কয়েক মাস আগেই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ছাড়াই এবার এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক গ্রাহকদের এটিএম থেকে টাকা তোলার ব্যবস্থা করেছিল এয়ারটেল। ইনস্ট্যা

ফাইন্যান্স সংস্থাকে পথে বসিয়ে বাইক শো-রুমের আড়ালে প্রতারণা, ধৃত যুবক

Image
বনগাঁ: সাজানো শো-রুম৷ রাখা নামী-দামি কোম্পানি মোটরবাইক৷ ঝাঁ-চকচকে শো-রুমের কর্মচারীর সংখ্যাও বেশ৷ প্রত্যেকেরই বেতন মোটা অঙ্কের৷ বেশ চলছিল কারবার৷ মাঝেমধ্যে টুকটাক অভিযোগও আসছিল৷ কিন্তু, শো-রুমের আড়ালে ফাইন্যান্স কোম্পানিকে পথে বসানোর নয়া প্রতারণার ফাঁদ পাতা ছিল, তা ভাবতেও পারেনি কেউ৷ অবশেষে পুলিশি অভিযানে নয়া প্রতারণার জারিজুরির পর্দাফাঁস করল গাইঘাটা থানার পুলিশ৷ প্রতারণার শিকার হওয়া এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ৷ কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ৷  ধৃতের নাম শরিফ মোল্লা৷ ধৃতের বাড়ি দেগঙ্গা থানা এলাকায়৷ ধৃতকে বনগাঁ আদালতে তুলে ফের নিজেদের হেফাজতে নেয় পুলিশ৷ ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে, মুস্তাকিন নামে এক ব্যক্তির ইছাপুরের মোটরবাইক শো-রুমে কাজ করত ধৃত ওই যুবক৷ চক্রের মূলপাণ্ডা মুস্তাকিন কামারহাটির এক ডিস্ট্রিবিউটরের কাছ থেকে বিভিন্ন কোম্পানির বাইক নিয়ে এসে শো-রুমে রাখত৷ তার পর 'দালাল' মারফত প্রচার চালিয়ে মোটরবাইক বিক্রি করত তারা৷ কিন্তু, বাইক বিক্রির টাকা ফাইন্যান্স কোম্পানিতে জমা না দিয়ে পুরো টাকাটাই হজম করত বে

"স্ত্রী যুবতী সুন্দরী", স্বামী শেষমেশ এটাই করল...চরম পরিণতি!

Image
এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার সুভাষপল্লিতে। মৃতের নাম সোমা মজুমদার। বয়স ২২ বছর। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ৭ বছর আগে ২০১১ সালে সম্বন্ধ করে কল্যাণীর সুভাষপল্লির বাসিন্দা বিশ্বজিৎ মজুমদারের সঙ্গে বিয়ে হয় ধানতলা থানার আড়ংঘাটা দোলতলাপাড়ার সোমা সরকারের। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর উপর অত্যাচার শুরু করে বিশ্বজিৎ। রোজ মদ খেয়ে বাড়ি ফিরত বিশ্বজিত্। মত্ত অবস্থায় স্ত্রীকে মারধর করত। জুয়ার নেশাও ছিল বিশ্বজিতের। পাশাপাশি, আরও একটি বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল। যুবতী সুন্দরী স্ত্রীকে সন্দেহ করতেন বিশ্বজিত। সেই নিয়ে মাঝেমধ্যেই অশান্তি হত দুজনের। সম্প্রতি এক খুড়তুতো বোনের বিয়েতে আড়ংঘাটা যায়  সোমা।  ফিরে আসার পর অশান্তি চরমে ওঠে । মৃতার বাপের বাড়ির তরফে অভিযোগ, তারপরই সোমাকে খুন করে বিশ্বজিত। শ্বাসরোধ করে খুনের পর ঝুলিয়ে দেয়। এই ঘটনায় কল্যাণী থানায় স্বামী বিশ্বজিত সহ শ্বশুরবাড়ির ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সোমার বাবা। অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ মজুমদারকে বুধবার রাতে

চাপের মুখে দুরন্ত শতরান পূজারার, দিনের শেষে ভারত ২৫০/৯

Image
অসাধারন সেঞ্চুরিতে ভারতকে ম্যাচে ফেরালেন পুজারা অসাধারন সেঞ্চুরিতে দিনের শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে দিলেন চেতেশ্বর পূজারা। ৮৪তম ওভারে নিজের শতরান সম্পূর্ণ করেন তিনি। পূজারার ইনিংসে ছিল ৭ টি চার ও দু'টি ছয়। ৮৮ তম ওভারে সিঙ্গলস নিতে গিয়ে রান আউট হন তিনি। টেস্টে এটি পূজারার ১৬ তম শতরান। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শুরুটা ভাল হয়নি সফরকারী ভারতীয় দলের জন্য। লাঞ্চের আগেই চার উইকেট হারিয়েছে ভারত। ফিরে গিয়েছেন দুই ওপেনার মুরলী বিজয় এবং লোকেশ রাহুল। মাত্র ১১ রান করে মিচেল স্টার্কের বলে উইকেট রক্ষক টিম পেইনের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। আরেক ওপেনার রাহুলের অবস্থা আরও খারাপ। ক্রমাগত ব্যর্থতার ধারা বজায় রেখে হ্যাজেলউডের বলে মাত্র ২ রান করে তৃতীয় স্লিপে অ্যারন ফিঞ্চের বলে আউট হন তিনি। আশা করা হয়েছিল বরাবরের মতো এবারেও ভরসা দেবে বিরাট কোহলির চওড়া ব্যাট। কিন্তু প্যাট কামিন্সের বলে মাত্র ৩ রান করার পরেই তৃতীয় স্লিপে উসমান খোয়াজার দুরন্ত ক্যাচ ফিরিয়ে দেয় বিরাটকে। একই অবস্থা সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেরও। ১৩ বলে ৩১ রান করে দ্বিতীয় স্লিপে হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন তিনি।

অ্যাডিলেডে টসে জিতে ব্যাটিং করতে নামল ভারত

Image
অ্যাডিলেড: ব্রিসবেনে প্রথম টি-২০ ম্যাচে হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করলেও টিম ইন্ডিয়া শেষমেশ তিন ম্যাচের সংক্ষিপ্ত ওভারের সিজির ড্র করতে সক্ষম হয়েছে৷ সিডনিতে তৃতীয় টি-২০ ম্যাচে দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছেন কোহলিরা৷ মেলবোর্নের দ্বিতীয় টি-২০ ম্যাচ বৃষ্টির জন্য মাঝপথে ভেস্তে না গেলে ভারত সিরিজ জিততেও পারত৷ কেননা আগাগোড়া ম্যাচের রাশ ছিল কোহলিদের হাতেই৷ এবার ভারতের লক্ষ্য অস্ট্রেলিয়ার মাটিতে ৭০ বছরে প্রথমবার টেস্ট সিরিজ জয়৷ স্মিথ-ওয়ার্নারহীন অপেক্ষাকৃত দূর্বল অজি দলের বিরুদ্ধে ভারতের সিরিজ জয়ের সমূহ সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা৷ সুযোগ যে রয়েছে, তা মেনে নিচ্ছে টিম ইন্ডিয়াও৷ তবু সতর্ক হয়ে এগতে চাইছে কোহলি অ্যান্ড কোং৷ অ্যাডিলেডে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে টস ভাগ্য সঙ্গ দেয় ভারতের৷ ব্যাটিং পিচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দু'বার ভাবেননি বিরাট কোহলি৷ টসের পর কোহলি বলেন, 'প্রত্যেকটা সিরিজেই আমাদের সামনে নতুন চ্যালেঞ্চ অপেক্ষা করে থাকে৷ এখানে সুযোগ রয়েছে৷ তবে কোনও কিছুই নিশ্চিত করে বলা সম্ভব নয়৷ অ্যাডিলেডে খেলতে দারুণ লাগে৷ অসাধারণ পরিবেশ, দারুণ স্

বিমার টাকার জন্য পুড়ে মরতে হল শ্রমিককে! চাঞ্চল্যকর ঘটনা বিজেপি শাসিত রাজ্যে

Image
জীবিত অবস্থায় নিজেকে মৃত দেখিয়ে বিমা দাবি করলেন এক ব্যক্তি। আর এর জন্য তিনি যা করলেন তা আরও বিপদজ্জনক। নিজের শ্রমিককে মেরে গাড়িতে পুড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। চণ্ডীগড়ের বাসিন্দা আকাশকে পালওয়াল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। সিরমারের পুলিশ সুপার রোহিত মালমানি জানিয়েছেন, সিরমার পুলিশ এবং জিআরপির মিলিত অভিযানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আকাশ ও তার পরিবার বিমার বিপুর পরিমাণ টাকা হাতাতে চেয়েছিল। তবে কত পরিমাণ টাকা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। পুলিশ সুপার আরও জানিয়েছেন, আকাশের আত্মীয় রবি কুমার এই ষড়যন্ত্রে জড়িত। হিমাচল প্রদেশের নাহান থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হিমাচল প্রদেশের নাহানে ২০ নভেম্বর একটি দুর্ঘটনায় মৃত্যু নথিভুক্ত করা হয়। জুড্ডা কা জোহরে একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। পুলিশ যাওয়ার আগেই গাড়িটি পুরো পুড়ে যায়। পরিবারের তরফে জানানো হয়, আকাশ নামে একজনের পুড়ে মৃত্যু হয়েছে সেই ঘটনায়। গাড়ির সঙ্গেই পুড়ে যান তিনি। পরের দিনই ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিকরা ঘটনাস্থল পরি

হারিয়ে যাওয়া মাকে ফেসবুকের মাধ্যমে ফিরে পেলেন ছেলে

Image
চুঁচুড়া: ব্যান্ডেল স্টেশনে নেমে নৈহাটি যাওয়ার ট্রেন ধরার মাঝেই হারিয়ে গিয়েছিলেন মা। স্টেশন চত্বরে অনেক খোঁজাখুঁজি করেও মাকে না পেয়ে রেল পুলিসে নিখোঁজ ডায়েরিও করেছিলেন ছেলে। মাকে খুঁজে দিলে পুরস্কার ঘোষণা করে স্টেশন চত্বরে পোস্টার সেঁটে দিয়েছিলেন ছেলে। কিন্তু, কোনও কিছুতেই কিছু হয়নি। তবে ফেসবুকের দৌলতে ১০ দিন বাদে মায়ের সন্ধান পেয়ে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন ছেলে। অবশেষে ছেলে ও পরিবারের সদস্যদের কাছে ফিরে এসে যারপরনাই খুশি যামিনীদেবী। ফেসবুক মা-ছেলেকে মিলিয়ে দিলেও শীতের এই কটা দিন চুঁচুড়ার সায়রা মোড়ের জুনিয়র বালক সঙ্ঘের পুত্রপ্রতিম সদস্যরা তাঁকে খুব আপন করে নিয়েছিলেন। তাই নিজের বাড়িতে ফিরে যাওয়ার আনন্দঘন মুহূর্তেও বৃদ্ধার চোখ দু'টি জলে ভরে উঠেছিল।  যামিনীদেবীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর দেশের বাড়ি ঝাড়খণ্ডের চাতরা জেলার গ্রামে। ছেলে কর্মসূত্রে কল্যাণীতে থাকেন। দেশের বাড়ি থেকে ছেলের কল্যাণী সীমান্তের বাড়ি ফিরছিলেন ষাটোর্ধ্ব যামিনীদেবী। সঙ্গে ছিলেন জামাই ও ছেলে। ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস থেকে ব্যান্ডেল স্টেশনে নামার পরই ছেলে ও জামাইকে হারিয়ে ফেলেন তিনি। এদ

জলে-জঙ্গলে-পাহাড়ে শত্রুর উপর চরম আঘাত হানতে তৈরি হচ্ছে বিশেষ বাহিনী

Image
সার্জিক্যাল স্ট্রাইকের জন্য গোপনে বিশেষ বাহিনী গড়ছে ভারতীয় সেনা। এটির আপাতত পোশাকি নাম, স্পেশাল স্ট্রাইক গ্রুপ। বিশেষভাবে প্রশিক্ষিত কমান্ডোদের নিয়ে এই সার্জিক্যাল স্ট্রাইক বাহিনী গড়ার কাজ চলছে। প্রতিরক্ষা মন্ত্রক বা ভারতীয় সেনাবাহিনী সরকারিভাবে কিছু না জানালেও মঙ্গলবার বিভিন্ন বেসরকারি সংবাদমাধ্যম এবং খবরের ওয়েবসাইটে এই সংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেনাবাহিনীর বিভিন্ন সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, গত তিন-চার বছরে মায়ানমার, ভুটান ও পাকিস্তান সীমান্তে বিভিন্ন সময় ছোট-বড় একাধিক সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দরকার পড়েছে। সন্ত্রাসবাদী সংগঠনগুলির মাজা ভেঙে দিতে সার্জিক্যাল স্ট্রাইকের চালানোর সুফলও হাতেনাতে পেয়েছেন সীমান্তের বাসিন্দারা। জঙ্গি অনুপ্রবেশ ও হামলা অনেকটাই কমে গিয়েছে। ফলে দরকার পড়লেই আগামী দিনেও যে কোনও মুহূর্তে এই চকিত হামলা চালাতে হলে সবচেয়ে আগে দরকার একটি 'কুইক রেসপন্স সম্মিলিত কমান্ডো বাহিনী'। কারণ সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনার সময় শেষ মুহূর্তে এই বাহিনী তৈরি করা হয় প্যারা কমান্ডোদের দিয়ে। কিন্তু সেনাবাহিনী ও প্রতিরক্ষামন্ত্রক এ

BA, BSc-র প্রথম সেমেস্টারের ফর্ম ফিল আপের দিন বাড়ল

Image
বিএ এবং বিএসসি'র প্রথম সেমেস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপের দিন বাড়াল কলকাতা বিশ্ববিদ্যালয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের তরফে কলেজগুলিকে ইমেইলে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।  জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক জয়ন্ত সিনহার তরফে এ দিন প্রতিটি কলেজ কর্তৃপক্ষের কাছে একটি ইমেইল পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, বিএ এবং বিএসসি'র প্রথম সেমেস্টারের পরীক্ষায় বসতে আগ্রহী পড়ুয়ারা বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে এই বিষয়টি 'গোপান' রাখার কথাও বলা হয়েছে ওই ইমেইলে। বিশ্ববিদ্যালয় নির্ধারিত হাজিরা না থাকায় এবার বিভিন্ন কলেজের বহু পড়ুয়াকে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়নি। যার জেরে একাধিক কলেজে ছাত্র বিক্ষোভের ঘটনা ঘটে। নির্ধারিত হাজিরা না থাকলে পড়ুয়াদের পরীক্ষায় বসেত দেওয়া হবে না বলে পরে সাফ জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার পরেও কলেজগুলিকে পাঠানো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ দিনের 'গোপন' ইমেইল নিয়ে অনেক শিক্ষক-শিক্ষিকাই পরিচিত মহলে প্রশ্ন তুলেছেন।

স্টেজের ওটার আগে ফেসবুকে প্রচার করবে কংগ্রেস

Image
কলকাতা: লোকসভা নির্বাচনের আগে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে একসঙ্গে আক্রমণ করাই লক্ষ্য এরাজ্যের প্রদেশ কংগ্রেসের। ১২ ডিসেম্বর রানী রাসমণি রোডের জনসভা থেকে সেই সুর বাঁধবেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তার আগে সাধারণ মানুষের মন বুঝতে ফেসবুককে হাতিয়ার করছে প্রদেশ নেতৃত্ব। রাফায়েল দুর্নীতি, চিটফান্ড কেলেঙ্কারি, রাজনৈতিক হিংসা, নারী নির্যাতন মূল্যবৃদ্ধি, শিল্পের দুর্দশা, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য- ভোটের আগে এরকম বেশ কয়েকটি ইস্যু নিয়ে কেন্দ্র ও রাজ্যকে বিঁধতে চলেছে প্রদেশ কংগ্রেস। এব্যাপারে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে ইস্যুগুলিকে ফেসবুকে তুলে ধরে জনতার মতামত নিচ্ছে তারা। ১০ ডিসেম্বর পর্যন্ত এই অভিনব প্রচার চলবে। ওইদিনই ফেসবুক লাইভ করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। প্রদেশ কংগ্রেসের এক নেতা বলেন, আমাদের এখন মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক বাড়াতে হবে। আমাদের উপর অনেক মানুষেরই আস্থা নেই। দলের অবস্থান নিয়ে কর্মী সমর্থকরাও বিভ্রান্ত। তাই ফেসবুকে জনসংযোগ বাড়াতে চাইছেন প্রদেশ সভাপতি। দলের দুর্দিনেও ভাঙা সংগঠন নিয়েও পদযাত্রাগুলিতে ভাল ভিড় টানছে সিপিএম। সামনে ৬ ডিসেম্বর কলকাতায় ফের বামেদের

রাজ্য থেকে উদ্ধার কোটি কোটি টাকা, বেআইনী মদ-আগ্নেয়াস্ত্র

Image
হায়দরাবাদ: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৮৬.৫ কোটি টাকা বাজেয়াপ্ত করল রাজ্য পুলিশের তদন্তকারী দল৷ এখানেই শেষ নয়, বাজেয়াপ্ত করা হয়েছে ৪ লক্ষ লিটার বেআইনী মদ ও ৮৪০০টিরও বেশি আগ্নেয়াস্ত্র৷ সামনেই তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন৷ তার আগে এই উদ্ধারকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছে হায়দরাবাদ পুলিশ৷ শুক্রবার অর্থাৎ ৭ ডিসেম্বর তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন৷ মাওবাদী অধ্যুষিত এলাকায় জারি করা হয়েছে কড়া নিরাপত্তা৷ গোপন সূত্রে খবর পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে গত তিনমাস ধরে তল্লাশি চালায় পুলিশ৷ এই প্রসঙ্গে তেলেঙ্গানার এডিজি আইনশৃঙ্খলা বলেন এই ঘটনার সঙ্গে জড়িত প্রায় ১১ হাজার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ উদ্ধার হয়েছে ৮৪০০টিরও বেশি অস্ত্র৷ বিধানসভা নির্বাচনে এই অস্ত্রগুলির বেআইনী ব্যবহার করা হতে পারত বলেই পুলিশ মনে করছে৷ শিয়রে নির্বাচন, ফলে সতর্ক পুলিশ৷ শান্তিপূর্ণ নির্বাচন করানো তেলেঙ্গানা পুলিশের কাছে চ্যালেঞ্জ৷ ফলে কড়া করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা৷ রাজ্যের ৩২হাজার ভোটকেন্দ্র ইতিমধ্যেই পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে৷ এজন্য

মাত্র ২৩ টাকায় ২৮ দিন ভ্যালিডিটি এয়ারটেলে

Image
সম্প্রতি সব টেলিকম কোম্পানির গ্রাহক প্রতি গড় আয় কমেছে অনেকটাই। এর অন্যতম কারন অবশ্যই গ্রাহকের ডুয়াল সিম ব্যবহার। একটি সিম রিচার্জ করলেও বেশিরভাগ গ্রাহক দ্বিতীয় সিম দীর্ঘদিন রিচার্জ না করেই ইনকামিং কলের সুবিধা নেন। এর ফলে সব কোম্পানিরই গ্রাহক প্রতি আয় কমেছে। এবার সেই আয়ে জোয়ার আনতে নতুন ২৩ টাকার প্ল্যান লঞ্চ করল এয়ারটেল। এয়ারটেল প্রিপেড গ্রাহকরা ২৩ টাকা রিচার্জে ২৮ দিন ভ্যালিডিটি পাবেন। তবে এই প্ল্যানে কোন টকটাইম বা ডাটা পাওয়া যাবে না। শুধুই ভ্যালিডিটি মিলবে এই রিচার্জে। এর পরে কল ও ডাটা ব্যবহারের জন্য আলাদা করে রিচার্জ করতে হবে। ২৩ টাকা রিচার্জ করলে লোকাল ও ন্যাশানাল কল করতে প্রতি সেকেন্ডে খরচ হবে ২.৫ পয়সা। লোকাল এসএমএস করতে ১ টাকা ও ন্যাশানাল এসএমএস করতে খরচ হবে ১.৫ টাকা। ডাটা ব্যবহারের জন্য আলাদা ডাটা প্যাচ রিচার্জ করতে হবে। তবে মেন ব্যালেন্স ব্যবহার করেও ২৩ টাকা প্ল্যানের এয়ারটেল গ্রাহকরা ডাটা ব্যবহার করতে পারবেন। টেলিকমটকে এক রিপোর্টে জানানো হয়েছে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট ও অ্যাপ থেকে এয়ারটেল প্রিপেড গ্রাহকরা ২৩ টাকা রিচার্জ করতে পারবেন। সম্প্রতি প্রিপেডে নতুন প্ল্যান নিয়ে হাজির

ফোর্বস-এর ‘হাইয়েস্ট পেইড’ ইউটিউব তারকার তালিকায় স্থান সাত বছরের খুদের

Image
ওয়াশিংটনঃ ইউটিউব থেকে আয় করেই বিশ্বর সেরা ধনীদের তালিকায় স্থান করে নিয়েছে সাত বছরের খুদে বালক রায়ান। ২০১৮ সালে বিশ্বের 'হাইয়েস্ট পেইড' ইউটিউব তারকার খেতাব অর্জন করেছে এই খুদে। তার চ্যানেলটির নাম 'রায়ান টয়স রিভিউ'। আমেরিকার বিজনেস ম্যাগাজিন 'ফোর্বস' সম্প্রতি 'হাইয়েস্ট পেইড' ইউটিউব তারকার তালিকা প্রকাশ করেছে। ফোর্বস জানাচ্ছে, রায়ান তার ইউটিউব চ্যানেল থেকে চলতি বছরে আয় করেছে ২২ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১৫৪.৮৪ কোটি। প্রসঙ্গত, রায়ানের বাবা-মা ২০১৫ সালে ইউটিউব চ্যানেলটি তৈরি করেছিলেন। তারপর থেকে চ্যানেলটির ভিডিওগুলো এখনও পর্যন্ত ২ হাজার ৬০০ কোটি বার দেখা হয়েছে। ১ কোটি ৭৩ লাখ সাবস্ক্রাইবার রয়েছে তার। ফোর্বস-এর ধারনা, আগামী বছর জুন মাসের মধ্যেই এই শিশুটির চ্যানেল টপকে যেতে পারে এখনকার ইউটিউবের সেরা তারকা জ্যাক পলকে। তবে ফোর্বস-এর তালিকায় রায়ানই এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠ ধনীতম ইউটিউব তারকা।

অবৈধ মদ বিরোধী অভিযানে নেমে ৪০০ লিটার মদ নষ্ট করল পুলিশ

Image
লাটাগুড়িঃ অবৈধ মদের বিরুদ্ধে অভিযানে নেমে প্রায় ৪০০ লিটার দেশী-বিদেশী মদ নষ্ট করল ক্রান্তি ফাঁড়ির পুলিশ। বুধবার ক্রান্তি ফাঁড়ির ওসি খেশান লামার নেতৃত্বে অভিযানে নামে ক্রান্তি ফাঁড়ির পুলিশ ও র‍্যাফ। ছ'টি অবৈধ মদের দোকানও ভেঙে দেওয়া হয়। অবৈধ মদ বিক্রির অভিযোগে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। লাটাগুড়িতে অবৈধ মদের ব্যাবসা বন্ধের জন্য লাগাতার এধরণের অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। শুধু মদের দোকান নয়, এলাকাবাসীর আরও অভিযোগ, লাটাগুড়ি গামী ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে ঢিল ছোড়া দুরত্বে লাটাগুড়ি ক্যানেলের ওপর বছরের পর বছর ধরে চলছে মদ, মাংস ও জুয়ার অবৈধ হাট। যেখানে অবৈধ ভাবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন ব্যাবসায়ী প্রকাশ্যে মদ বিক্রি করে চলেছে। সঙ্গে রয়েছে মাংসের দোকান। পাশাপাশি লাটাগুড়ি বাজার, স্টেশনপাড়া বেশ কয়েকটি দোকানে সারাদিন ধরে চলে মদের কারবার। মদের এই অবৈধ কারবার নিয়ে অতিষ্ট হয়ে লাটাগুড়ির মহিলারা উন্নয়নশীল মহিলা কমিটি গঠন করে আন্দোলনে নামেন। বুধবার এই কমিটির সদস্যরা লাটাগুড়ির অবৈধ মদ বিক্রি বন্ধের দাবিতে জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতির দ্বারস্থ হন।

ফোর্বসের বিচারে ক্রীড়া ক্ষেত্রে সবচেয়ে ধনী কোহলি

Image
নয়াদিল্লিঃ ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ রোজগারের নিরিখে শীর্ষে জায়গা করে নিলেন বিরাট কোহলি। এমনটাই জানিয়েছে ফোর্বস। ২০১৮ তে তাঁর বিজ্ঞাপন থেকে রোজগারের পরিমান পৌঁছেছে ২২৮.০৯ কোটিতে। তাঁর আগে একমাত্র রয়েছেন বলিউড তারকা সলমন খান। এই মুহূর্তে বিজ্ঞাপনের সঙ্গে বিরাটের রোজগারের বড় অংশ হচ্ছে বিসিসিআই-এর সেন্ট্রাল চুক্তি ও রয়্যাল চ্যালেঞ্জার্সের বেঙ্গালুরুর চুক্তির টাকা। ক্রিড়াবিদদের তালিকায় কোহলির পর রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চার নম্বরে রয়েছেন ব্যাডমিন্টনের পিভি সিন্ধু। আর এক ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল রয়েছেন ১০ নম্বরে। এই প্রথম এই তালিকায় জায়গা করে নিয়েছেন মনীষ পাণ্ডে ও যশপ্রীত বুমরা। বুমরার রোজগার ১৬.৪২ কোটি। পাণ্ডে ১৩.০৮ কোটি। হার্দিক পাণ্ডিয়া ২০১৮তে অনেকটা এগিয়ে গিয়েছেন। গত বছর তাঁর রোজগার ছিল ৩.০৪ কোটি। এ বছর তিনি ছুঁয়েছেন ২৮.৪৬ কোটির মাত্রা। ফোর্বস ইন্ডিয়ার ভারতীয় ধনী মানুষের ১০০ জনের তালিকায় মোট ২১ জন ক্রীড়াবিদ জায়গা করে নিয়েছেন।

কওসর কলকাতায়, সালাউদ্দিনকে হাতে পেতে চায় STF

Image
কলকাতা : এই মুহূর্তে জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার চিফ কওসর রয়েছে কলকাতায়। ট্রানজিট রিমান্ডে তাকে নিজেদের হেপাজতে নিয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। গোয়েন্দা সূত্রে খবর, ধৃতের কাছ থেকে শুধু বুদ্ধগয়া বিস্ফোরণ সংক্রান্ত নয়, পাওয়া গেছে জঙ্গি তৎপরতার আরও তথ্য। সূত্র জানাচ্ছে, JMI ৬টি মডিউল তৈরি করে ফেলেছে এরাজ্যে। এমনকী গোয়েন্দারা নিশ্চিত, বুদ্ধগয়া বিস্ফোরণে মাস্টারমাইন্ড ছিল কওসর। পাশাপাশি গোয়েন্দারা মনে করছেন, জামাত-উল- মুজাহিদিন ইন্ডিয়ার চিফ সালাউদ্দিনের খোঁজ পাওয়া যেতে পারে কওসরের মাধ্যমেই। অগাস্ট মাসে কর্নাটকের রামাগাড়া থেকে ধরা পড়ে মনিরুল। NIA জানতে পারে সে আর কেউ নয় জাইদুল ইসলাম ওরফে বোমারু মিজান। সে ভারতে কাজ করছিল জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়া(JMI)-এর প্রধান হিসেবে। যদিও ভারতে তার ছদ্মনাম কওসর। জামাত-উল- মুজাহিদিন প্রধান সালাউদ্দিন বিস্ফোরক বিশেষজ্ঞ মিজানকে দায়িত্ব দিয়েছিল সংগঠনের ভারতীয় শাখার। কর্নাটকের কোলারের একটি টেকনোলজি ইন্সটিটিউটে চাকরি নিয়ে গোপনে চালিয়ে যাচ্ছিল, সংগঠনের মডিউল তৈরির কাজ। কিন্তু শেষ রক্ষা হয়নি। NIA-এর হাতে ধরা পড়ে সে। তার গ্র

সিঙ্গুরে ৬ কোটি ব্যয়ে শহিদ সৌধ বানাবে সরকার

Image
কলকাতা : সিঙ্গুরে তৈরি হতে চলেছে শহিদ সৌধ। সিঙ্গুরের কৃষক আন্দোলনের স্মরণে তৈরি করা হবে সৌধটি। রাজ্যের পূর্ত দপ্তর সূত্রে খবর, সৌধটির উচ্চতা হবে ৪০ ফুট। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে ১ একর জমিতে তৈরি হবে এই সৌধ। সিঙ্গুরের জমি অধিগ্রহণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এবার সিঙ্গুরে তৈরি হবে বিশেষ স্মারক। সাম্প্রতিক কৃষক আন্দোলনের ধাত্রীভূমিকে সুন্দর ভাবে সাজিয়ে তোলা হবে। ঠিক হয়, তাপসী মালিকের নামেও একটি জায়গার চিহ্নিতকরণ করা হবে। পাশাপাশি সেখানে থাকবে একটি তোরণ এবং স্মারক। একই সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তিনি নির্দেশ দিয়েছিলেন, স্কুলের পাঠ্যসূচিতে সিঙ্গুর আন্দোলনের বিষয়টিকে অন্তর্ভুক্ত করার জন্য। তার পরের বছর থেকেই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়ে গেছে সিঙ্গুর আন্দোলনের বিষয়টি। এবার সিঙ্গুরকে সাজানোয় মন দিল রাজ্য সরকার। সেই সূত্রেই এই সৌধ বানানোর পরিকল্পনা বলে জানা গেছে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই টেন্ডার ডাকার কাজ সম্পূর্ণ। প্রাথমিকভাবে এই শহিদ মিনার তৈরি করার জন্য পূর্ত দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে আনুমানিক খর

পুলিশ নয়, গোহত্যা নিয়েই এখন চিন্তা বেশি যোগীর!

Image
চাপের মুখে যোগী আদিত্যনাথ। বুলন্দশহর জ্বললেও তিনি নিষ্ক্রিয়— এমন অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে। সেই চাপের মুখে মঙ্গলবার রাতে পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন তিনি। কিন্তু তাতে সমালোচনা বাড়ল বৈ কমল না। কারণ, বৈঠকে হিংসা এবং পুলিশ ইনস্পেক্টর সুবোধকুমার সিংহ এবং যুবক সুমিতকুমার সিংহের হত্যা নিয়ে নীরবই থাকলেন তিনি। বরং গোহত্যাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিলেন। তবে কাল যোগী সুবোধকুমারের পরিবারের সঙ্গে দেখা করবেন। গোহত্যার অভিযোগে বুলন্দশহরের চিঙ্গারওয়াতি থেকে তিন কিমি দূরে নয়াবংশ গ্রামের সাত জনের বিরুদ্ধে এফআইআর করে তদন্তে নেমেছে পুলিশও। এই সাত সংখ্যালঘুর বিরুদ্ধে গোহত্যার অভিযোগ দায়ের করেছেন হিংসায় মূল অভিযুক্ত বজরং দলের নেতা যোগেশ রাজ। এদের মধ্যে এক জনের বয়স ১০ এবং এক জনের বয়স ১২। ফলে তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে, যোগেশের অভিযোগ কেন এত গুরুত্ব পাচ্ছে?  সোমবার সকালে বুলন্দশহরে ২৫টি গবাদি পশুর দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়ায়। গোহত্যার গুজব ছড়িয়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলি পথে নামলে ছড়ায় হিংসা। খুন হন সুবোধ ও সুমিত। এই ঘটনায় গোহত্যা