রাজ্য থেকে উদ্ধার কোটি কোটি টাকা, বেআইনী মদ-আগ্নেয়াস্ত্র


হায়দরাবাদ: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৮৬.৫ কোটি টাকা বাজেয়াপ্ত করল রাজ্য পুলিশের তদন্তকারী দল৷ এখানেই শেষ নয়, বাজেয়াপ্ত করা হয়েছে ৪ লক্ষ লিটার বেআইনী মদ ও ৮৪০০টিরও বেশি আগ্নেয়াস্ত্র৷ সামনেই তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন৷ তার আগে এই উদ্ধারকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছে হায়দরাবাদ পুলিশ৷

শুক্রবার অর্থাৎ ৭ ডিসেম্বর তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন৷ মাওবাদী অধ্যুষিত এলাকায় জারি করা হয়েছে কড়া নিরাপত্তা৷ গোপন সূত্রে খবর পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে গত তিনমাস ধরে তল্লাশি চালায় পুলিশ৷ এই প্রসঙ্গে তেলেঙ্গানার এডিজি আইনশৃঙ্খলা বলেন এই ঘটনার সঙ্গে জড়িত প্রায় ১১ হাজার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ উদ্ধার হয়েছে ৮৪০০টিরও বেশি অস্ত্র৷ বিধানসভা নির্বাচনে এই অস্ত্রগুলির বেআইনী ব্যবহার করা হতে পারত বলেই পুলিশ মনে করছে৷

শিয়রে নির্বাচন, ফলে সতর্ক পুলিশ৷ শান্তিপূর্ণ নির্বাচন করানো তেলেঙ্গানা পুলিশের কাছে চ্যালেঞ্জ৷ ফলে কড়া করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা৷ রাজ্যের ৩২হাজার ভোটকেন্দ্র ইতিমধ্যেই পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে৷ এজন্য কাজে লাগানো হয়েছে ৩২ হাজার ৫৭৪ জন পুলিশ কর্মীকে৷

মোট ৪ হাজার ভোটকেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করেছে প্রশাসন৷ সেখানে রাখা হয়েছে অতিরিক্ত নজরদারি৷ মাওবাদী অধ্যুষিত এলাকায় টহলদারি চলছে৷ সব প্রার্থীকেও প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন হায়দরবাদের এডিজি আইন শৃঙ্খলা৷