Posts

Showing posts from February 23, 2019

রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্ধার হল ৭৮টি মৃতদেহ

Image
ঢাকা: রাত ১০টায় আগুন লাগে বুধবার। তারপর থেকেই চলছে লড়াই। একের পর এক ফায়ার ইঞ্জিন এসেও নেভাতে পারেনি আগুন। কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ঢাকার চকবাজার। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮। ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা: সোহেল মাহমুদ বেলা সাড়ে ১১ টা নাগাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ৭৮টি মৃতদেহ পাওয়া গিয়েছে। যদিও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম থেকে বিবিসি বাংলাকে মৃতের সংখ্যা ৭০টি বলা হয়েছে। এর আগে পুলিশের তরফ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে জানানো হয়, ৭০জনের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং আরও মৃতদেহ থাকতে পারে। বুধবার রাত ১০টা ১০ মিনিটে নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পিছনের ওই বিল্ডিংয়ে আগুন লাগে। রাত ৩টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সকাল হয়ে গেলেও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন জ্বলতে থাকে। ২০০-রও বেশি ফায়ার ফাইটার্স কাজ করে রাতভর। জায়গাটা সংকীর্ণ, জলের অভাবও ছিল। তাই আগুন নেভাতে অসুবিধা হয়। বিভিন্ন ধরণের কেমিক্যাল ছিল গুদামে। রাতে বিদ্যুৎ ছিল না, ফলে জেনারেটর লাগিয়ে সার্চ করে দেখা হয় যে ভেতরে কোনও মরদেহ আছে কিনা। এক প্রত্যক্ষদর্শী জানান,

চারশোর বেশি চ্যানেল বন্ধ করছে ইউটিউব, কিন্তু কেন?

Image
আগেই পর্নসাইটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নয়াদিল্লি৷ এদেশে বন্ধ হয়েছে ৮২৭টি পর্ন সাইট। যার জেরে অলীক সুখ থেকে বঞ্চিত হতে হয়েছে ভারতের লক্ষ লক্ষ পর্নপ্রেমীকে। তবে শুধু পর্নপ্রেমীরাই নন, বঞ্চিতদের তালিকায় এবার যুক্ত হয়েছে ইউটিউব প্রেমীরাও৷ কারণ, এবার চারশোটিরও বেশি চ্যানেলকে বন্ধ করল সংস্থাটি৷ অভিযোগ, সাধারণ ভিডিও-র নামে চ্যানেলগুলিতে শিশুদের শোষণের ভিডিও দেখানো হত বা চাইল্ড পর্নগ্রাফি দেখানো হত৷ ইউটিউবে একাধিক সংস্থা তাঁদের বিজ্ঞাপনের ভিডিও আপলোড করেন৷ সেই বিজ্ঞাপনে বিভিন্ন ভাবে শিশুদের ব্যবহার করা হয়৷ সূত্রের খবর, এই বিষয়টিকেই শিশুদের উপর শোষণ বলে নয়া টার্মস অ্যান্ড কন্ডিশনে যুক্ত করেছে ইউটিউব৷ এমনকী, এই চ্যানেলগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগও জমা পড়েছে সংস্থার কাছে৷ এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখে চ্যানেলগুলিকে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি৷ ইউটিউব জানিয়েছে, শিশুদের নিরাপত্তা রক্ষার্থেই তাঁদের এই সিদ্ধান্ত৷ ভবিষ্যতে ভিডিও-র ক্ষেত্রে আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে ইউটিউব৷ সূত্রের খবর, ইউটিউবের নজরে রয়েছে নেসলে, ডিজনি, ম্যাকডোনাল্ডের মতো সংস্থা৷ এই বিষ

লুকিয়ে দেখা প্রেমিকার সঙ্গে, যুবককে মারধরের পর পেট্রল ঢেলে জ্বালিয়ে দিল যুবতীর পরিবার

Image
প্রেম করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় যুবককে মারধরের পর  পুড়িয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। জানা গিয়েছে, প্রতিবেশী কলেজছাত্রীর সঙ্গে প্রেম করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় যুবক। আর তারপরই যুবককে রাতভর পেটানোর পর তাঁর গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারে প্রেমিকার বাড়ির লোকেরা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার খাঁনজাদাপুর গ্রামে। মৃত যুবকের নাম রঞ্জিত মণ্ডল, বয়স ২১ বছর । শনিবার   দাউদাউ করে আগুনে "কিছু একটা' পুড়তে দেখে ছুটে আসেন প্রতিবেশীরা।  সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ভূপতিনগর থানার পুলিশকে। এরপর পুলিশ এসে জল ছিটিয়ে আগুন নেভায়। তারপরই যুবকের আধপোড়া দেহ উদ্ধার করে পুলিস। এই ঘটনায় প্রেমিক সায়নী মণ্ডল (১৯) সহ তাঁর পরিবারের মোট ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এমন নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভূপতিনগর দক্ষিণ বায়েনদা গ্রামের বাসিন্দা রঞ্জিতের মায়ের মৃত্যুর পর তাঁর বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই রঞ্জিত মণ্ডল খাঁনজাদাপুরে তাঁর মামাবাড়িতে থেকে বড়ো হয়। মামাবাড়ি থেকে সামান্য  দূরেই সায়নীর বাড়

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান, উড়িয়ে নিয়ে যাওয়া হল ১০ হাজার সেনা

Image
পুলওয়ামায় হামলার পর কাশ্মীরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে । বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল আগেই। এ বার শুরু হল ধরপাকড়।কাশ্মীরে সরাসরি বিচ্ছিন্নতাবাদ দমনে নামল কেন্দ্রীয় সরকার। শুক্রবার রাতে অতিরিক্ত বাহিনী নামানো হয় সেখানে। গ্রেফতার করা হয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) নেতা ইয়াসিন মালিককে। বাড়ি বাড়ি হানা দিয়ে গ্রেফতার করা হয়েছে জামাত-ই-ইসলামি সংগঠনের আরও অনেক নেতাকে। দক্ষিণ এবং মধ্য কাশ্মীরের আরও অনেক এলাকায় তল্লাশি অভিযান চলছে। আগামী কয়েকদিন ধরে তল্লাশি অভিযান চলবে বলে রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তার পরেই অতিরিক্ত ১০০ কোম্পানি আধা সামরিক বাহিনী পাঠানো হয় কাশ্মীরে। আধাসামরিক বাহিনীর এক একটি কোম্পানিতে সাধারণত ৮০-১৫০ জন সেনাকর্মী থাকেন। সেই হিসাবে গতকাল রাতে কাশ্মীরে প্রায় ১০ হাজার সৈনিক উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর। যার মধ্যে রয়েছে, সিআরপিএফ-এর ৪৫টি কোম্পানি, সীমান্তরক্ষীর ৩৫ এবং সশস্ত্র সীমা বল (এসএসব

উত্তরপ্রদেশে কার্পেট ফ্যাক্টরিতে বিস্ফোরণ, মৃত ১১-র মধ্যে ৯ জনই এ রাজ্যের

Image
বিস্ফোরণস্থল। ভয়াবহ বিস্ফোরণ ঘটল উত্তরপ্রদেশের একটি কার্পেট ফ্যাক্টরিতে। শনিবার বিকেলে ভাদোহি জেলার ওই বিস্ফোরণে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৯ জনই পশ্চিমবঙ্গের মালদহের বাসিন্দা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের দেহ পরিবারের হাতে পৌঁছে দিতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক ভাবে পুলিশে অনুমান, কার্পেট ফ্যাক্টরির আড়ালে আসলে এই কারখানায় চলত বোমা ও বাজি তৈরির কাজ। বিস্ফোরণের তীব্রতায় পুরো বাড়িটিই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এ ছাড়া আশপাশের তিনটি বাড়িও বিস্ফোরণের ধাক্কায় ভেঙে পড়েছে। পুরো এলাকাই এখন ধ্বংসস্তুপের চেহারা নিয়েছে। মৃতদের মধ্যে নয় জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, ''বারাণসীতে যে ন'জনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। হতভাগ্যদের ন'জনই মালদহের বাসিন্দা।  দেহ ফেরত আনা সহ সবরকম সাহায্য করছে পুলিশের বিশেষ দল। পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ফিরহাদ হাকি

উচ্চমাধ্যমিকে মোবাইল পাওয়া গেলেই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল

Image
কলকাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থীর থেকে মোবাইল পাওয়া গেলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে৷ কোনওদিন সে আর পরীক্ষায় বসতে পারবে না৷ উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি মহুয়া দাস শনিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন৷ প্রশ্নপত্রের খামে থাকবে কম্পিউটার ট্র্যাকিং স্টিটেম৷ মাধ্যমিক পরীক্ষায় মুখ পুড়েছে রাজ্যের শিক্ষা দফতরের৷ সাতটি বিষয়ের মধ্যে ছটি বিষয়ের প্রশ্নপত্রই ফাঁস হয়ে গিয়েছে৷ বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়ে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার নজরদারি আরও আঁটসাঁট করা হচ্ছে৷মহুয়া দাস জানিয়েছেন, স্কুলের প্রধান শিক্ষক ছাড়া কারোর কাছেই মোবাইল ফোন থাকবে না৷ এক চতুর্থাংশ কেন্দ্রে মোবাইল ডিটেকশন থাকবে৷ কোনও পরীক্ষার্থীকেই প্রথম এক ঘন্টায় টয়লেট যাওয়ার অনুমতি দেওয়া হবে না৷ এমনকি পরীক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাও বাইরে যেতে পারবেন না৷প্রতিটি ঘরে তিনজন করে পরিদর্শক থাকবে৷ পরীক্ষা কেন্দ্রে খোলা হবে কন্ট্রোল রুম৷ নিয়ম ঠিকমতো পালন করা হচ্ছে কিনা সেখান থেকে তা নজর রাখা হবে৷এছাড়া সিসিটিভির নজরদারি থাকবে৷   সংসদ সভাপতি জানিয়েছেন, প্রশ্নপত্রের খামে থাকবে কম্পিউটার ট্র্যাকিং স্ট

পুলওয়ামা নিয়ে ভারতের পাশেই ট্রাম্প, পাকিস্তানকে ১.৩ বিলিয়ন ইউএসডি-র সাহায্য বাতিলের ঘোষণা

Image
দিন দুই আগেই হোয়াটইট হাউসে সাংবাদিক সম্মেলনে পুলওয়ামা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রতিক্রিয়াতেই বুঝিয়েছিলেন যে পাকিস্তানের ভূমিকায় মোটেও খুশি নয় মার্কিন প্রশাসন। যেভাবে সন্ত্রাসবাদের আঁতুরঘরে পাকিস্তান পরিণত হয়েছে তাতে এবার কুঠারাঘাতের যে প্রয়োজন আছে তাও আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরেছে ভারত। মূলত নয়াদিল্লি এই কঠোর অবস্থানের পাশে দাঁড়িয়েই শনিবার মার্কিন প্রেসিডেন্ট ইসলামাবাদকে চরম বার্তা দিয়েছেন।  মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন, যে পাকিস্তানকে বছরে যে ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সাহায্য দিয়ে আসছে, তা আপাতত রদ করা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চায় আমেরিকা। সেখানেই আমেরিকা বেশকিছু বিষয়ে পাকিস্তানের সঙ্গে খোলাখুলি মতামত চাইছে। এক ভিডিও বার্তায় এটা পরিষ্কার করে দিয়েছেন ট্রাম্প।  সেইসঙ্গে তিনি এদিন বলেন, 'এই মুহূর্তে পাকিস্তান ও ভারতের মধ্যে খুবই বাজে,বাজে সম্পর্ক। একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা চাই এটা বন্ধ হোক। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আমরা চাই এগুলোও থেমে যাক। আমি খুবই গভীরভাবে এই বিষয়টার উপরে নজর রেখে চলেছি।'

বেঙ্গালুরুতে বায়ুসেনার 'এয়রো ইন্ডিয়া' অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড , পুড়ে ছাই ১৫০ টি গাড়ি

Image
বেঙ্গালুরুতে ফের বায়ুসেনার 'এয়রো ইন্ডিয়া ২০১৯' এর অনুষ্ঠানে ফের দুর্ঘটনা । জ্বলছে ১০০ থেকে ১৫০ টি গাড়ি। বায়ুসেনার প্রদর্শনীকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সেজে উঠেছিল বেঙ্গালুরুর ইয়লেহঙ্কা। সেখানে এরো ইন্ডিয়া ২০১৯ এর সাড়ম্বর আয়োজন ঘিরে ছিল উৎসবের মেজাজ। কিন্তু আচমাকাই ফের এক দুর্ঘটনা ঘিরে ছড়িয়ে যায় চাঞ্চল্য। পরিস্থিতি মোকাবিলায় রয়েছে দমকল। দমকলের ১০টি জলবাহী গাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমত বেগ পাচ্ছে। উল্লেখ্য, 'এরো ইন্ডিয়া ২০১৯' এর আয়োজনের শুরুতেই মহড়ায় সূর্যকিরণ যুদ্ধবিমানের দুর্ঘটনার জেরে মৃত্যু হয় এক পাইলটের। সেই ঘটনার পর ফের একবার অগ্নিকাণ্ডের খবর বেঙ্গালুরু থেকেই। এদিন, অনুষ্ঠানের এলাকা সংলগ্ন জায়গায় যেখানে গাড়ি পার্ক করাছিল। সেখানেই ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মনে করা হচ্ছে, এলাকার শুকনো ঘাসে আগুন ধরানোতেই ধীরে ধীরে আগুনের গ্রাসে যেতে থাকে ২০ থেকে ২৫ টি গাড়ি। মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ছড়িয়ে পড়তে থাকে আগুন। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, প্রায় ১০০ থেকে ১৫০টি গাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিতে শুরু করেছে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ

'ছেলেধরা' সন্দেহে রাজ্যে প্রথম গণপিটুনির বলি, খাস কলকাতায় মৃত্যু যুবকের

Image
ছেলেধরা সন্দেহে গণপিটুনির জেরে এবার মৃত্যু হল যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে খাস কলকাতায়।  বেশ কিছুদিন ধরেই রাজ্যজুড়ে ছেলেধরা গুজব ত্রাসের বাতাবরণ তৈরি করেছে। ছেলেধরা সন্দেহে একের পর এক জায়গায় গণপিটুনির শিকার হচ্ছেন মহিলা-পুরুষ। কিন্তু প্রাণহানির ঘটনা এর আগে ঘটেনি। রাজ্যে গণপিটুনির প্রথম বলি হল কাঁকুরগাছিতে। ঘটনা শুক্রবার রাতের। কাঁকুরগাছি প্যান্টালুনসের কাছে এক যুবককে ছেলেধরা সন্দেহে বেধঢ়ক মারধর করে জনা তিরিশেক লোক। মারের চোটে গুরুতর জখম হন ওই যুবক। রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, রাতেই ওই যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিস। গণপিটুনিতে যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে যে এলাকায় মারধরের ঘটনাটি ঘটেছে, সেই এলাকায় কোনও সিসিটিভি ক্যামেরা নেই। খতিয়ে দেখা হচ্ছে কাঁকুরগাছি শপিং মলের সিসিটিভি ফুটেজ। শুধুমাত্র ছেলেধরা সন্দেহেই গণপিটুনি, নাকি এর পিছনে অন্য কোনও শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস। তবে মৃত যুবকের নাম, পরিচয় এখনও জানা যায়নি। গণপিটুনির ঘটনাকে

‘৮৩’ সিনেমায় নিজেদের গল্প বলে প্রাপ্তি মাত্র ১৫ লক্ষ টাকা, অসন্তুষ্ট কপিলের বিশ্বজয়ীরা

Image
বিশ্বকাপ হাতে কপিল। সঙ্গে অমরনাথ। ১৯৮৩ সালে লর্ডসে। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জয় নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। যার নাম দেওয়া হয়েছে '৮৩'। যাতে কপিলের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। আর কবীর খানের পরিচালনায় সেই সিনেমায় নিজেদের প্রাপ্য নিয়ে রীতিমতো অসন্তুষ্ট বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। সিনেমা যাঁরা তৈরি করছেন, তাঁদেরকে প্রত্যেক ক্রিকেটারই জানিয়েছেন নিজস্ব কাহিনী। বিশ্বকাপ জয়ের  নানা মুহূর্ত তাঁরা ভাগ করে নিয়েছেন। যা তাঁদের চরিত্র ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করা হবে। এর ভিত্তিতেই হয়েছে চিত্রনাট্য। এর জন্য চুক্তিবদ্ধও হয়েছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। কিন্তু এর বিনিময়ে যে অর্থ মিলছে, তা মানতে পারছেন না তাঁরা। ফলে, রীতিমতো অসন্তুষ্ট প্রাক্তন ক্রিকেটাররা। জানা গিয়েছে, বিশ্বকাপজয়ী ১০ জন ক্রিকেটার পাচ্ছেন ১৫ লক্ষ টাকা করে। অর্থাৎ, তাঁদের জন্য মোট দেওয়া হচ্ছে দেড় কোটি টাকা। যা খুব কম বলে মনে করছেন ওই ক্রিকেটাররা। বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের অবশ্য একেবারে অন্য চুক্তি রয়েছে। আর বিশ্বকাপজয়ী দলের ওপেনার সুনীল গাওস্কর এখনও চুক্তিতে সই করেননি ফিল্ম-করিয়েদের সঙ্গে। সম্প্রতি মুম্বইয়ে এ

ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি ভারত-পাকিস্তান, বললেন ট্রাম্প

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুলওয়ামা হামলার জেরে উপত্যকায় তৈরি হওয়া উত্তেজনা প্রশমনে সচেষ্ট হল আমেরিকা। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সামনে এই হামলার নিন্দা জানানোর পাশাপাশি দু'দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এই হিংসা থামানোর কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, "এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে অত্যন্ত খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা চাই এটা (হিংসা) থামুক। প্রচুর মানুষ মারা গিয়েছেন। আমরা শুধু চাই এই হিংসা অবিলম্বে বন্ধ হোক। আমরা এর (প্রক্রিয়াটার) সঙ্গে ভীষণভাবে জড়িত।'' ভারতের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, "ভারত খুব কড়া উত্তরের কথা ভাবছে। প্রায় ৫০ জনের প্রাণ যাওয়ার পর এরকম মানসিকতা জন্মানোটা বুঝি। আমরা দু'দেশের সঙ্গেই কথা বলছি। প্রচুর মানুষ কথা বলছে। যা ঘটেছে তার জন্য ভারত-পাকিস্তানের মধ্যে প্রচুর সমস্যা তৈরি হয়েছে। খুব ভারসাম্য বজায় রেখে বিষয়টা আলোচনা করতে হবে।'' ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তান আগে আমেরিকার কাছ থেকে অনেক সুবিধা পেয়ে এসেছে। আমেরিকা প্রতি বছর পাকিস্তানক

ফরাক্কার মহেশপুর মাদ্রাসায় চালু হল স্মার্ট ক্লাস

Image
ফরাক্কা: আধুনিক প্রযুক্তির ছোঁয়া বদলে দিতে চলেছে ফরাক্কার মহেশপুর অঞ্চলের বটতলার ভাগ্য। '‌নুর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসা'‌ চালু করল 'স্মার্ট ক্লাস রুম'। গঙ্গার ভাঙন কবলিত এলাকা মহেশপুরের বটতলা। এখানকার অধিকাংশ মানুষ হতদরিদ্র। বিড়ি বেঁধে, হকারি করে, ভিন রাজ্যে কাজ করে জীবিকা নির্বাহ করেন। মদ, জুয়া, লটারি ও অন্যান্য নেশাগ্রস্ত ছেলেদের জীবন ব্যবস্থাকে নাটকীয়ভাবে পাল্টে দিয়েছে এই মাদ্রাসা। সকলের কাছে আদর্শ হয়ে উঠেছে নুর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসা। এই প্রতিষ্ঠানে মাত্ৰ পাঁচ বছরে ছাত্রবৃদ্ধি হয়েছে পঞ্চাশ গুণ। শুরুতে ছিল তেরো জন, এখন সাতশো পড়ুয়া। যার বেশিরভাগই স্কুলছুট। প্রধান শিক্ষক জানে আলম জানান, ‌মাদ্রাসার অতীত–বর্তমান–ভবিষ্যৎ রূপরেখার ওপর একটি ফাইল সরকারের কাছে পাঠানো হয়। তাতে দশটি ভবিষ্যৎ প্রকল্পের মধ্যে একটি ছিল '‌স্মার্ট ক্লাস'‌। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মাদ্রাসায় আকর্ষণ বাড়াতে স্মার্ট ক্লাস পড়ুয়াদের উপভোগ্য হবে এই কথা ভেবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা অধিকর্তা আবিদ হুসেন সাহেবের আন্তরিকতায় মাদ্রাসার জন্য নানা অনুদানের মধ্যে অন্যতম হল আজকের এই স্মার্ট ক্লাস

কাটা আঙুল জোড়া লাগল

Image
ডান হাতের বুড়ো আঙুল কেটে এফোঁড়–ওফোঁড় হয়ে গিয়েছিল বছর ছাব্বিশের হাওড়ার অমিত মণ্ডলের। জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে কাটা আঙুল জোড়া লাগান কলকাতার চিকিৎসক। এখন রোগী ভাল আছেন। হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িও চলে গিয়েছেন। ফের ফলো আপ চেক আপে আসেন। ৩–৫ মাসের মধ্যে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। জুতোর ফিতে তৈরির কারখানার কর্মী অমিত। ১৫ জানুয়ারি কাজ করার সময় হঠাৎই মেশিনে ডান হাতের বুড়ো আঙুল দু'‌টুকরো হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় কয়েক ঘণ্টার মধ্যে নিয়ে আসা হয় সিএমআরআই হাসপাতালে। কাটা আঙুল পলিথিনের প্যাকেটে বরফের মধ্যে রেখে সংরক্ষিত করে আনেন বাড়ির সদস্যরা। ছ'‌ঘণ্টার মধ্যে অসাধ্যসাধন করেন হাসপাতালের প্লাস্টিক, রিকনস্ট্রাকটিভ অ্যান্ড হ্যান্ড সার্জারি বিভাগের চিকিৎসক অনুপম গোলাস। ‌তিনি জানিয়েছেন,'‌নার্ভ, হাড়, রক্তবাহী শিরা, আঙুল নাড়ানোর জন্য রগ বা টেনডনস সবই কেটে গিয়েছিল। ক্ষুদ্র ধমনি ও শিরাগুলো আধুনিক ক্ষমতাসম্পন্ন মাইক্রোস্কোপ দিয়ে দেখে ধীরে ধীরে জুড়েছি। প্রথমে ক্ষতিগ্রস্ত টিস্যু সরিয়ে নিয়ে হাড়ের শেষ অংশে প্লেট যোগ করা হয়। তারপর পেশি, টেনডনস, নার্ভ, ধমনি, শিরা সব জুড়ে দিয়ে প্রতিস

ইলেকট্রিক গাড়ির উত্পাদন বাড়াচ্ছে TATA MOTORS!

Image
পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ির প্রতি মানুষের ঝোঁক দিনে দিনে বাড়ছে। ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে দেশের মানুষকে উত্সাহিত করতে ১৬ থেকে ১৮ বছর বয়সি তরুণ-তরুণীদেরও ইলেকট্রিক গাড়ি চালানোর বিশেষ ছাড়পত্র দেওয়া, সবুজ নম্বর প্লেট চালু করার মতো বেশ কয়েকটি উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি তৈরির ক্ষেত্রে যে সব নামী সংস্থা উদ্যোগী হয়েছে, তার মধ্যে Tata Motors অন্যতম। কয়েক বছর আগেই তারা ইলেকট্রিক গাড়ি তৈরিতে মন দিয়েছে। ইতিমধ্যেই Tata Motors-এর বেশ কয়েকটি 'ই-কার' রাস্তায়ও নেমেছে। এ বার আরও ৪,৮০০টি ইলেকট্রিক গাড়ি বাজারে আনতে তোড়জোড় শুরু করে দিয়েছে Tata Motors। জানা গিয়েছে, এ বার সম্পূর্ণ নতুন মডেলের ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে Tata Motors। Tata Motors-এর প্রেসিডেন্ট শৈলেষ চন্দ্র জানিয়েছেন, ২০২১ সালের মধ্যে সম্পূর্ণ নতুন মডেলের ইলেকট্রিক গাড়ি হাজার খানেক লঞ্চ করবে কোম্পানি। তার আগে ২০১৯-এর 'জেনিভা মোটর শো'-এ Tata Motors-এর এই ইলেকট্রিক গাড়ি লঞ্চ হবে। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, Tata Motors-এর নতুন এই ইলেকট্রিক গাড়ি একবার চার্জ দিলে ২০০ থেক

বিপাকে এইচ১বি ভিসাধারীর স্বামী-স্ত্রীরা

Image
অপেক্ষা শুধু হোয়াইট হাউসের সিলমোহরের। এইচ১বি ভিসায় প্রস্তাবিত বদল আনা হবে তার পরেই। সে ক্ষেত্রে বিপাকে পড়বেন এইচ১বি ভিসায় আমেরিকায় কর্মরত কমপক্ষে ৯০ হাজার বিদেশির স্ত্রী বা স্বামীরা। এর সিংহভাগই ভারতীয়। স্বামী বা স্ত্রী এইচ১বি ভিসায় কাজ করলে, তাঁদের স্ত্রী বা স্বামীরাও এত দিন এইচ-৪ ভিসায় আমেরিকায় চাকরি করতে পারতেন। নতুন নিয়মে সেই সুযোগ আর পাবেন না তাঁরা।  হোমল্যান্ড সিকিয়োরিটি থেকে হোয়াইট হাউসের 'অফিস অব ম্যানেজমেন্ট ফর বাজেট'-এ এই সংক্রান্ত কাগজপত্র পাঠানো হয়েছে বুধবার। হোয়াইট হাউস চূড়ান্ত সিদ্ধান্ত নিলে নির্দেশিকা জারি হবে। তার আগে একাধিক দফতরের সঙ্গে কথা বলে দেখবে হোয়াইট হাউস। বিষয়টি মিটতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লাগতে পারে বলে জানিয়েছে 'ইউএস সিটিজ়েনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস'। মার্কিন আইন অনুযায়ী, হোয়াইট হাউস ছাড়পত্র দিলে ৩০ দিনের ব্যবধানে ফেডেরাল রেজিস্টারে নতুন নিয়মটি নথিভুক্ত করা হয়।  এই বদল-প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সায় রয়েছে বলেই খবর। ফলে হোয়াইট হাউসের ছাড়পত্র পেতে বিশেষ বেগ পেতে হবে না বলেই অনুমেয়। যদিও সিলিকন ভ্যালির সংস্থাগু

অসমে বিষমদে ১৫ মহিলা-সহ ৩২ জনের মৃত্যু

Image
বিষমদ খেয়ে অসমে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্য ১৫ জনই আবার মহিলা। বিষমদে অসুস্থ হয়ে রাজ্যের দুটি হাসপাতালে ভরতি রয়েছেন প্রায় ৫০ জন। রাজ্যের গোলাঘাট ও জোড়হাটে এই মদ-বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে, গুয়াহাটি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে, গোলাঘাটের সালমোরা চা-বাগানে। অন্যটি জোড়হাটের তিতাবরের প্রত্যন্ত গ্রামে। গোলাঘাটে মারা গিয়েছেন ১৫ মহিলা-সহ ২৫ জন। এর মধ্যে ১৮ জনেরই মৃত্যু হয়েছে গোলাঘাট সরকারি হাসপাতালে। বাকিরা মারা গিয়েছে জোড়হাট হাসপাতালে। গোলাঘাটের স্বাস্থ্য যুগ্ম অধিকর্তা জানান, মদ খাওয়ার পরেই বিষক্রিয়া শুরু হয়। বমির সঙ্গে বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে ভরতি করেও কিছু করা সম্ভব হয়নি। তাঁর দাবি, শুধু জোড়হাট সরকারি হাসপাতালে বিষমদে অসুস্থ ৫৫ জনকে ভরতি করা হয়েছিল। ৭জন মারা গিয়েছেন। ৪৮ জনের চিকিত্‍‌সা চলছে।

ভারত-পাকিস্তানের মধ্যে পরিস্থিতি ভয়ংকর, বললেন ট্রাম্প

Image
এদিন ডোনাল্ড ট্রাম্প বলেন, "এই মুহূর্তে দুই দেশের মধ্যে যা চলছে, তা ভয়ঙ্কর। আমরা চাই এই হিংসা এবার বন্ধ হোক। আমরা এটা (হিংসা থামানোর প্রক্রিয়া)-র সঙ্গে প্রবলভাবে যুক্ত"। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর এদিন ওভাল অফিসে সাংবাদিক বৈঠকে এই সব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, "ভারত অদূর ভবিষ্যতে শক্তিশালী পদক্ষেপ করার চেষ্টা করছে। এই হানায় ভারতের প্রায় ৫০ জন সেনা মারা গিয়েছেন। ভারতের অবস্থানটাও আমরা বুঝতে পারছি"। তিনি জানান, তাঁর প্রশাসন এই দুই দেশের সঙ্গেই কথা চালাচ্ছে। ট্রাম্প এও বলেন, 'দু'পক্ষেরই অত্যন্ত ভারসাম্য রেখে চলা দরকার। যে ঘটনা ঘটেছে, তারপর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে বহু সমস্যার জন্ম দিয়েছে"। কূটনৈতিকভাবে পাকিস্তানকে একঘরে করে দেওয়ার প্রক্রিয়াও ভারত শুরু করে আন্তর্জাতিক মহলে। শুক্রবার পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে ভারতকে সতর্ক করে দিয়ে বলা হয়, ভারতের এই ব্যবহারের পালটা জবাব দেওয়ার ক্ষমতা আছে পাক সেনার। পাকিস্তানের থেকে 'মোস্ট ফেভারড নেশন'-এর তকমাও ছিনিয়ে নিয়েছে ভারত। শুধু তাই নয়, পাকিস্তানের পণ্যের ওপর ২০০ শতাংশ বেশি শুল্ক চাপানোর ক

জরুরি ভিত্তিতে ১০০ কোম্পানি প্যারামিলিটারি এয়ারলিফট করে নিয়ে যাওয়া হল কাশ্মীরে

Image
শ্রীনগর: পুলওয়ামা হামলার পর থেকেই পাল্টেছে কাশ্মীরে পরিস্থিতি। এবার জরুরি ভিত্তিতে ১০০ কোম্পানি প্যারামিলিটারি এয়ার লিফট করে নিয়ে যাওয়া হল জম্মু ও কাশ্মীরে। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বিশেষ নোটিশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকাতেই তাদের নিয়ে যাওয়া হয়েছে কাশ্মীরে। উপত্যকায় বিচ্ছিন্নতাবাদীদের উপর থেকে নিরাপত্তা সরিয়ে নেওয়ার পরই এই বিশাল সংখ্যক প্যারামিলিটারি মোতায়েন করা হল সেখানে। আগামী কয়েকদিন কাশ্মীরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে। শুক্রবার সারারাত ধরে সেই পরিকল্পনা করা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। ভিডিও প্রকাশ করে হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ। এরপরই দেশ জুড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তা তুলে নেওয়া হয়।   জানা গিয়েছে, শ্রীনগরে মইসুমা রেসিডেন্স থেকে প্রথমেই গ্রেফতার করা হয়েছে ইয়াসিন মালিককে। এরপর জামাত-ই-ইসলামির একাধিক সদস্যকে গ্রেফতার করা হবে। এদের মধ্যে আব্দুল হামিদ ফয়াজকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ইয়াসিনকে কোথিবাগ পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে৷ শুক্রবা

সীমান্তে দাঁড়িয়ে কয়েকশো পণ্যবোঝাই ট্রাক, চরম আর্থিক সংকটের মুখে পাকিস্তান

Image
পুলওয়ামায় জঙ্গি হানার পর ইসলামাবাদকে ভাতে মারতে বেশকিছু বড় পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি৷ ইতিমধ্যে, পাকিস্তানের থেকে কেড়ে নেওয়া হয়েছে 'মোস্ট ফেভারড নেশনে'র তকমা৷ সেদেশ থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক বাড়িয়ে ২০০ শতাংশ করা হয়েছে৷ সূত্রের খবর, কেন্দ্রের এই সিদ্ধান্তে ব্যাপক চাপে পড়ছে পাকিস্তান৷ আটারি-ওয়াঘা বর্ডারে পরপর দাঁড়িয়ে পড়েছে কয়েকশো পণ্যবোঝাই ট্রাক৷ বর্ডার পেড়িয়ে এখনও এদেশে প্রবেশ করতে পারেনি ট্রাকগুলি৷ ফলে সীমান্তেই নষ্ট হচ্ছে কোটি টাকার পণ্য৷ এবং এর ব্যাপক প্রভাব পড়ছে পঙ্গু পাক অর্থনীতির উপর৷ সূত্রের খবর, আটারি-ওয়াঘা বর্ডারে দাঁড়িয়ে থাকা বেশির ভাগ ট্রাকে রয়েছে সিমেন্ট ও ফল৷ এই দুটি পণ্যই ওদেশ থেকে বেশি পরিমাণে আমদানি করে ভারত৷ কেন্দ্রের সিদ্ধান্তে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে পণ্য আমদানি৷ এবং কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন করেছে আমদানি-রপ্তানি বাণিজ্যে যুক্ত দেশের সংগঠনগুলি৷ এক সংগঠনের সদস্য রাজদীপ উপ্পাল জানিয়েছেন, সরকারের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন রয়েছে তাঁদের৷ পাশাপাশি, সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন মধ্যপ্রদেশের ঝাপুয়া জেলার কৃষকরাও৷ সেখানকার প্রায় পাঁ

ছেলে খেতে দেয় না, গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধ দম্পতির

Image
হাওড়া: বৃদ্ধ বয়সে মানসিক অবসাদ গ্রাস করেছিল। লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রবীণ দম্পতি। সহযাত্রীরাই তাঁদের উদ্ধার করে নিয়ে যান হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে। স্বামী মারা গিয়েছেন, স্ত্রীর চিকিৎসা চলছে। ওই দম্পতির একমাত্র ছেলেকে খবর পাঠিয়েছে পুলিশ। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের হাটখোলায় থাকেন তাপস কুমার দত্ত ও তাঁর স্ত্রী শুক্লা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকালে বাগবাজার থেকে হাওড়াগামী লঞ্চে ওঠেন স্বামী ও স্ত্রী। লঞ্চ যখন উত্তর কলকাতার আহিরীটোলা ঘাটের কাছে পৌঁছয়, তখন আচমকাই গঙ্গায় ঝাঁপ দেন তাঁরা। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান লঞ্চের অন্য যাত্রীরা। প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে তাপসবাবু ও তাঁর স্ত্রীকে উদ্ধার করেন সহযাত্রীরাই। তড়িঘড়ি তাঁদের নিয়ে আসা হয় হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু তাপস কুমার দত্তকে বাঁচানো যায়নি। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর স্ত্রী শুক্লাদেবীর চিকিৎসা চলছে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন তাপস কুমার দত্ত ও তাঁর স্ত্রী শুক্লা দত্ত? জানা গিয়েছে, হাসপাতালে পৌছনোর পর প্রথমে শুক্লাদেবী জ

সোয়াইন ফ্লু’র কবলে দুই গবেষক, চিকিৎসা প্রদানে নারাজ শহরের হাসপাতাল

Image
সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে শহরে চরম দুর্ভোগের মুখে পড়তে হল দুই রোগীকে৷ একজন প্রবাসী বাঙালী এবং অন্যজন বিদেশিনী৷ আক্রান্তদের নাম সৌমিত্র বেড়া ও বিয়াঙ্কা ইভানকোভা৷ অভিযোগ, তাঁরা সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত জানতে পেরে, ভরতি নিতে চায়নি শহরের বেশ কয়েকটি হাসপাতাল৷ অসুস্থ অবস্থায় হেনস্তার শিকার হতে হয় তাঁদের৷ কাঠগড়ায় অ্যাপোলো, কলম্বিয়া এশিয়া ও বেলঘাটা আইডি হাসপাতাল৷ যদিও হেনস্তার অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালগুলির কর্তৃপক্ষ৷  জানা গিয়েছে, এনারা দু'জনেই চেক প্রজাতন্ত্রে থাকেন৷ কলকাতায় এসেছেন রিসার্চের কাজে৷ সম্প্রতি প্রচণ্ড জ্বর ও মাথা ব্যথার সমস্যায় পড়েন৷ এবং চিকিৎসকের পরামর্শ নেন তাঁরা৷ পরীক্ষায় তাঁদের সোয়াইন ফ্লু ধরা পড়ে৷ এরপর কলম্বিয়া এশিয়ায় ভরতি হতে যান সৌমিত্র৷ অভিযোগ, সোয়াইন ফ্লু হয়েছে জানতে পেরে, তাঁকে ভরতি নিতে চায়নি ওই হাসপাতাল৷ বরং তাঁকে অন্যত্র রেফার করে দেওয়া হয়৷ একই অভিযোগে অ্যাপোলো কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন বিয়াঙ্কাও৷ তিনি জানিয়েছেন, সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত জেনে তাঁকে ভরতি নিতে চায়নি অ্যাপোলো৷ এরপর তিনি যান বেলেঘাটা আইডি হাসপাতালে৷ এমনকী,

হ্যাকার স্বামী, ধরলেন গোয়েন্দা গিন্নি

Image
হঠাৎই আমূল পালটে গিয়েছিল মহিলার আয়কর জমা দেওয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ড। পালটে গিয়েছিল অ্যাকাউন্টে দেওয়া মোবাইল নম্বরও। দমে না গিয়ে প্রাথমিকভাবে নিজেই শুরু করেন গোয়েন্দাগিরি। তার ফল দেখে আরও হতবাক তিনি। যে মোবাইল ফোন ও ই-মেল ব্যবহার করা হয়েছে, তা যে তাংর স্বামীরই বন্ধুর। এর পরই মহিলার অভিযোগ, ঘরোয়া গোলমালের জেরে তাঁর স্বামীই অ্যাকাউন্টটি 'হ্যাক' করে পালটে দিয়েছেন পাসওয়ার্ড, মোবাইল নম্বরের মতো তথ্যগুলি। শেষ পর্যন্ত স্বামীর বিরুদ্ধেই আদালতে যান স্ত্রী। আদালতের নির্দেশে স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের হয়। তাঁর মূল অভিযোগের আঙুল স্বামী ও স্বামীর অজ্ঞাতপরিচয় বন্ধুদের দিকে। যদিও সাইবার থানার আধিকারিকরা প্রাথমিকভাবে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধেই তদন্ত শুরু করেছেন। পুলিশ জানিয়েছে, সোদপুর এলাকার বাসিন্দা ওই মহিলার সঙ্গে বিয়ে হয় দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই ব্যক্তির। এর পর স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক গোলমালও হয়। মহিলার অভিযোগ, ঘরোয়া গোলমাল চলে যায় বাইরে। গত ডিসেম্বর মাসে তিনি আয়করের রিটার্ন ই-ফাইল করতে গিয়ে দেখেন, তিনি ওই ফাইল ব্যবহার কর

রাজ্যের এক নেতার ৩৪৫ কোটির তদন্তে আয়কর দফতর

Image
আইন মেনে হিসেব-বহির্ভূত আয় ঘোষণা করার প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সেই প্রকল্পেই ব্যাঙ্কের মাধ্যমে ৩৪৫ কোটি টাকার হিসেব আয়কর দফতরে জমা দিয়েছিলেন কলকাতার এক প্রভাবশালী ব্যক্তি। তাঁর ওই পরিমাণ অর্থের উৎস কী, সেই বিষয়ে আয়কর দফতর এ বার তদন্ত শুরু করছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, অমিতাভ মজুমদার নামে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ওই প্রভাবশালী ব্যক্তির বিপুল অর্থের ব্যাপারে প্রধানমন্ত্রীর দফতরে অভিযোগ করেছিলেন।  ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বলেন, ''ওই প্রভাবশালী ব্যক্তির টাকার বিষয়ে আয়কর দফতর তদন্ত শুরু করেছে বলে সম্প্রতি জানতে পেরেছি।'' আয়কর দফতরের খবর, যার টাকা নিয়ে তদন্ত চলছে, তিনি জনপ্রতিনিধি, নেতা। কোনও জনপ্রতিনিধির কাছে এত টাকা থাকার ব্যাপারটা অত্যন্ত সন্দেহজনক। ২০১৩-১৪ আর্থিক বছরে দক্ষিণ কলকাতার একাধিক বেসরকারি ব্যাঙ্কে তাঁর ওই টাকা জমা পড়ে। ওই প্রভাবশালী ব্যক্তি যে-সব সংস্থার নাম করে টাকা জমা দিয়েছিলেন, সেগুলি ভুয়ো কি না, তা-ও খতিয়ে দেখা হবে। ঘটনাচক্রে ওই বছরেই রাজ্যে অর্থ লগ্নি সংস্থা সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। কেন্দ্রীয় সরকারের '

যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ, ১০ হাজার কিলোমিটার পথ আজাদি মিছিল পৌঁছল দিল্লিতে

Image
'গরিমা অভিযানে' ভাঁওরি দেবী। 'মেরি বেটি মাঙ্গে আজাদি'—হাত মুঠো করে স্লোগান তোলেন ভাঁওরি দেবী। সামনে বসা কয়েক হাজার মহিলা গলা মেলান, 'আজাদি, আজাদি'। আপনার জন্যই তো আজ এই মহিলারাও মুখ খুলছেন! প্রশ্ন শুনে লজ্জা পান ৫৫ বছরের প্রৌঢ়া। এক গাল হেসে, মাথার ঘোমটা টেনে দেহাতি টানে বলেন, ''মি টু!'' আমেরিকা-ইউরোপ, মুম্বইয়ের বলিউড থেকে রাজধানী দিল্লি, #মিটু আন্দোলনের ভবিষ্যৎবাণীও তখনও কেউ করেননি। কেউ ভাবেননি, একের পর এক মহিলা ফেসবুক-টুইটারে প্রকাশ্যে নিজের যৌন হেনস্থা, ধর্ষণ নিয়ে মুখ খুলবেন। তার জেরে এম জে আকবরের মতো মন্ত্রীকে পর্যন্ত পদত্যাগ করতে হবে। এ সবের তিন দশক আগে রাজস্থানের ভাতেরি গ্রাম থেকে যৌন হেনস্থার বিরুদ্ধে মুখ খোলার আন্দোলন শুরু করেছিলেন ভাঁওরি দেবী। ১৯৯২ সালে নিজের গ্রামে বাল্যবিবাহ আটকাতে চাওয়ায় গণধর্ষণ করা হয়েছিল তাঁকে। কিন্তু দমে না গিয়ে পাল্টা লড়াই করেছিলেন। সেই লড়াইয়েরই ফসল, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রোখার 'বিশাখা গাইডলাইনস'। সেই ভাঁওরি দেবীকে সামনে রেখেই প্রায় ১৫ হাজার মহিলা এবং পুরুষের 'গরিমা অভিযান' মিছিল শুক্রবার এসে

আইসিসিকে বার্তা বোর্ডের, এখনই পাক-বয়কট নয়

Image
সতর্ক: ভারত-পাক ম্যাচ নিয়ে সাবধানি বিনোদ রাইরা। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহালিরা খেলবেন কি না, সেই সিদ্ধান্ত নিজেদের কোর্টে রাখল না ভারতীয় ক্রিকেট বোর্ড। জানিয়ে দিল যে, এ ব্যাপারে যা বলার সরকারই বলবে। সরকারের পক্ষ থেকে যা সিদ্ধান্ত নেওয়া হবে, তা মেনে চলবে ক্রিকেট বোর্ড।  তবে নজিরবিহীন ভাবে আইসিসি-তে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। শুক্রবার রাজধানীতে বৈঠক করেন শীর্ষ কর্তারা। সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের প্রধান বিনোদ রাই এবং অন্যতম সদস্য প্রাক্তন মহিলা ক্রিকেটার ডায়ানা এডুলজি উপস্থিত ছিলেন। বৃহস্পতিবারই দেশের সর্বোচ্চ আদালত সিওএ-র তৃতীয় সদস্য হিসেবে নিয়োগ করেছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফ্টেন্যান্ট জেনারেল রবি থোড়গেকে। পাকিস্তান বয়কটের ডাকের মধ্যে কার্গিল যুদ্ধে জড়িত থাকা থোড়গের নিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। যদিও সরকার পক্ষের সঙ্গে আলোচনা করার ব্যাপারটি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে বলেই খবর।  বোর্ডের সিইও রাহুল জোহরি অবশ্য আইসিসি-কে চিঠি পাঠিয়ে দিয়েছেন। তাতে ভারতীয় বোর্ড দাবি তুলেছে, ''পুলওয়ামার জঙ্গি হানার মতো ঘৃণ্

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক আটক

Image
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা, জেকেএলএফ প্রধান ইয়াসিন মালিককে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে আটক করল পুলিশ। সূত্রের খবর, এদিন রাতে শ্রীনগরের মাইসুমার বাড়ি থেকে তাঁকে আটক করে, কোঠিবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। ২৫ ফেব্রুয়ারি, সোমবার সুপ্রিম কোর্টে 'অনুচ্ছেদ ৩৫-এ' গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। তার আগে, কাশ্মীরে পুলিশ ও আধাসামরিক বাহিনীকে হাইঅ্যালার্ট রাখা হয়েছে। তবে, ইয়াসিন মালিক ছাড়া আরও কোনও বিচ্ছিন্নতাবাদী নেতার গ্রেফতারি বা আটকের খবর মেলেনি। 'অনুচ্ছেদ ৩৫-এ'র গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করে সম্প্রতি সুপ্রিম কোর্টে পিটিশন হয়। সেই মামলারই শুনানি শুরু সোমবার থেকে। যে অনুচ্ছেদে বলা হয়েছে, বাইরের কেউ কাশ্মীরে জমি বা সম্পত্তি সেখানে কিনতে পারবেন না। এমনকী বহিরাগতদের সেখানে কোনও সরকারি চাকরি বা স্কলারশিপ পাওয়ারও অধিকার নেই।

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ বয়কট নিয়ে প্রতিক্রিয়া সৌরভের

Image
কলকাতা: পুলওয়ামায় নাশকতার ঘটনায় ৪০ ভারতীয় জওয়ানের শহিদের পর ফুঁসছে দেশ৷ এমন পরিস্থিতিতে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি বিভিন্ন মহলের৷ ক্রিকেটজগৎও এই ইস্যুতে দ্বিধাবিভক্ত৷ সুনীল গাভাসকর থেকে সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তিরা ক্রিকেট মাঠে পাকিস্তানকে হারিয়ে যোগ্য জবাব দেওয়ার পক্ষে মত দিয়েছেন৷ অন্যদিকে গম্ভীরের মতো প্রাক্তনরা আলোচনার পরিবর্তে যুদ্ধক্ষেত্রেই দুই দেশের সাক্ষাৎ হোক বলে ক্ষোভ উগরে দিয়েছেন৷ শুধু ক্রিকেট নয়, সব ধরের খেলাতেই পাকিস্তানকে বয়কট করার পক্ষে মত দিয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ এবার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে নিজের মত জানালেন মহারাজ৷ ভারতের প্রাক্তন অধিনায়ক জানান, 'কূটনৈতিক সম্পর্কের কথা মাথায় রেখে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ দীর্ঘদিন বন্ধ রয়েছে৷ বিশ্বকাপ অবশ্য অন্য মঞ্চ৷ বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের দুই দেশের মুখোমুখি হওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে বোর্ড ও সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত৷' সেই সঙ্গে মহারাজ জুড়েছেন, 'সবার আগে সন্ত্রাসবাদকে কড়া হাতে মোকাবিলা করা দরকার৷' পুলওয়

স্বাস্থ্যসাথী প্রকল্পে মুখ্যমন্ত্রীর চিঠি দিতে তিন কোটি টাকা বরাদ্দ

Image
স্বাস্থ্যসাথী স্মার্টকার্ডের নমুনা দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী।  স্বাস্থ্য ভবন সূত্রে খবর, রাজ্যের 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের উপভোক্তাদের কাছে এ বার পৌঁছবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সই করা চিঠি। এ জন্য তড়িঘড়ি বরাদ্দ হয়েছে প্রায় তিন কোটি টাকা। সম্প্রতি স্বাস্থ্য ভবন থেকে জেলাগুলিকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ পেয়েই চিঠি বিলির কাজ শুরু হয়েছে।  চিঠি বিলি ঘিরেই 'আয়ুষ্মান ভারত' প্রকল্পে কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব তীব্র হয়। এই প্রকল্পে উপভোক্তাদের বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত 'এনটাইটেলমেন্ট লেটার' পৌঁছতে শুরু করেছিল। এতেই ক্ষিপ্ত হয়ে এই প্রকল্প থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার হুগলির তারকেশ্বরে প্রশাসনিক জনসভাতেও মমতা বলেন, ''কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প বাতিল। আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্পে সাড়ে সাত কোটি মানুষ বিনা পয়সায় চিকিৎসা পাবেন। এ জন্য অতিরিক্ত ৯২৫ কোটি টাকা লাগবে।'' স্বাস্থ্যসাথী প্রকল্পের স্মার্ট কার্ডের নমুনা দেখিয়ে মুখ্যমন্ত্রী জানান কারা এই সুযোগ পাবেন, কোন কোন রোগে কত টাকা পর্যন্ত বিন

প্রতারণা ও দুর্নীতি মামলায় লুক আউট নোটিস চন্দার নামে

Image
চন্দা কোছর। আইসিআইসিআই ব্যাঙ্কের ১,৮৭৫ কোটি টাকার ঋণ মঞ্জুরি সংক্রান্ত প্রতারণা ও দুর্নীতির অভিযোগে ব্যাঙ্কটির বরখাস্ত সিইও চন্দা কোছর, স্বামী দীপক কোছর ও ভিডিয়োকন কর্তা বেণুগোপাল ধুতের নামে মামলা করেছিল সিবিআই। সরকারি সূত্রের খবর, এ বার আর এক কদম এগিয়ে ওই তিন জনের নামে লুক আউট নোটিস জারি করেছে তারা। যাতে কেউই বিদেশে চলে যেতে না পারেন। তেমন চেষ্টা হলে যাতে চন্দা, দীপক, ধুতকে তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতে পারেন অভিবাসন কর্তৃপক্ষ। লুক আউট নোটিস জারি থাকা সত্ত্বেও গত ২০১৬ সালে বিজয় মাল্যের দেশ ছেড়ে যাওয়াকে কেন্দ্র করে বিস্তর জল ঘোলা হয়েছিল। দেশের ব্যাঙ্কগুলিতে বিপুল পরিমাণ ঋণ বাকি ফেলে বিদেশে পাড়ি দিয়েছিলেন বসে যাওয়া বিমান সংস্থা কিংফিশারের এয়ারলাইন্সের এই কর্ণধার। মোদী সরকারের মদতে ওই নোটিসের গুরুত্ব কমিয়ে দেওয়ার কারণেই তা সম্ভব হয়েছিল বলে তোপ দাগেন বিরোধীরা। সংশ্লিষ্ট মহলের দাবি, লোকসভা ভোটের আগে ভিডিয়োকন ঋণ কাণ্ডে আর তেমন কোনও ঝুঁকি নিতে রাজি নয় মোদী সরকার। অনেকেই বলছেন, যাতে তাদের দিকে আঙুল উঠতে না পারে, সেই কারণেই তড়িঘড়ি এফআইআর। এমনকি এই লুক আউটের নোটিসও। সূত্রের দাবি, চন্দা,

কাশ্মীরিদের সুরক্ষার দায়িত্ব নিতে কেন্দ্র ও রাজ্যের প্রশাসনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Image
কাশ্মীরিদের নিগ্রহের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করেছে গত কালই। রিপোর্ট চেয়েছে কেন্দ্র ও রাজ্যগুলির কাছে। সুপ্রিম কোর্ট আজ দেশের সর্বত্র কাশ্মীরিদের সুরক্ষার দায়িত্ব নিতে বলল কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ-সহ ১০ রাজ্যের প্রশাসনকে। এই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলির মুখ্যসচিব এবং ডিজিপিকে (দিল্লির ক্ষেত্রে পুলিশ কমিশনারকে)। অন্তর্বর্তী রায়ে শীর্ষ আদালতের নির্দেশ, কাশ্মীরিরা কোথাও হুমকি, হেনস্থা বা সামাজিক বয়কটের মুখে পড়লে দ্রুত পদক্ষেপ করতে হবে। নিশ্চিত করতে হবে প্রত্যেক কাশ্মীরির নিরাপত্তা। এই অন্তর্বর্তী রায়ের বিষয়ে বিশদে জানতে শীর্ষ আদালতে রাজ্যের আইনজীবী প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। আদালতের নির্দেশ বাস্তবায়নের রূপরেখা শীঘ্রই স্থির করা হবে বলে নবান্ন সূত্রের দাবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ আজ জানিয়েছেন, কাশ্মীরিদের উপরে কোনও অত্যাচার সরকার বরদাস্ত  করবে না। রাজ্যগুলির মুখ্যসচিবদের সঙ্গে তিনি কথা বলেছেন। পাঠানো হয়েছে 'অ্যাডভাইজরি'। মুখ্যমন্ত্রীদের চিঠিও লিখেছেন। বিরোধীদের প্রশ্ন, প্রধানমন্ত্রী নিজে কেন এ

পুলওয়ামা কান্ডের জের, গ্রেফতার ইয়াসিন মালিক

Image
শ্রীনগর: কাশ্মীরে নিজের বাসভবন থেকে গ্রেফতার করা হল বিচ্ছিন্নতাবাদী মুসলিম নেতা ইয়াসিন মালিককে৷ পুলওয়ামায় আত্মঘাতী হামলাতে ৪০জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর এই সব হুরিয়ত নেতার নিরাপত্তা তুলে নিয়েছিল ভারত সরকার৷ মাইসুমায় মালিকের বাসভবন থেকেই কাশ্মীরের পুলিশ গ্রেফতার করেছে তাকে৷ গ্রেফতারের পর ইয়াসিনকে কোথিবাগ পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে৷ শুক্রবার গভীর রাতে হঠাৎই গ্রেফতার করা হয়েছে জন্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট নামের বিছিন্নতাবাদী সংগঠনের প্রধান ইয়াসিন মালিককে৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে জঙ্গীরা কাশ্মীরের বিছিন্নতাবাদীদের সঙ্গে হাত মিলিয়ে বড় কিছু করতে চাইছে৷ তারই আঁচ পেয়ে আগে থেকে তৈরি হচ্ছে ভারত৷ তবে এই প্রথমবার নয় এর আগেও অনেকবার কাশ্মীরের আইন শৃঙ্খলার পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠেছিল মালিকের বিরুদ্ধে৷  রাজ্যপাল শাসিত উপত্যকায় কোনওরকম ঝুঁকি নিতে চাইছেব না পুলিশ৷ কয়েকমাস আগেও শ্রীনগরে বিচ্ছিন্নতাবাদীদের মিছিল চলাকালীন মালিককে গ্রেফতার করে শ্রীনগর পুলিশ৷ সে সময়ও তাকে কোথিবাগ পুলিশ স্টেশনেই নিয়ে যাওয়া হয়েছিল৷   প্রসঙ্গত সম্প্রতি একটি গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে গত বছর

আমরা ভারতীয়, জাতি ধর্মের ভেদ মানি না-গর্জে উঠল সিআরপিএফ

Image
নয়াদিল্লি: পুলওয়ামা হামলার পরে একাধিক ভুয়ো ছবি ও ভুয়ো তথ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে৷ এমনকী শহিদ জওয়ানদের জাতি ও ধর্মের ভিত্তিতে ভাগ করে নামের একটি তালিকাও প্রকাশিত হয়েছে৷ এসবের পরেই মুখ খুলল বিশ্বের বৃহত্তম আধাসামরিক বাহিনী, সিআরপিএফ৷ শুক্রবার ট্যুইটারে এই বিষয়ে একটি পোস্ট করেন সিআরপিএফের প্রধান মুখপাত্র৷ পোস্টটিতে বলা হয়েছে, সিআরপিএফের সদস্য যারা, তারা কোনও জাত বা ধর্মে বিশ্বাসী নন৷ তাঁরা সবাই ভারতীয়৷ সেই ভারত মাতার সন্তান হিসেবে দেশের জন্য কাজ করেন তাঁরা৷ শুক্রবার এই পোস্টটি করেন সিআরপিএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ট্যুইট করে জানান, সিআরপিএফ কোন জাত ধর্মের ভিত্তিতে ভাগ হয় না৷ এখানে আমরা সবাই ভারতীয়৷ আমাদের রক্তে কোনও ভেদাভেদ নেই৷ তিনি আরও বলেন এই ধরণের ভুয়ো তথ্যের মোকাবিলা কড়া হাতে করা উচিত৷ যাতে কোনও গুজব না ছড়ায়৷ শহিদদের প্রতি সম্মান জানানোর এও এক বড় উপায় বলে মতপ্রকাশ করেন তিনি৷ এর আগেই অবশ্য সিআরপিএফের পক্ষ থেকে ভুয়ো ছবি প্রকাশের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়৷ জানানো হয় এই ধরণের ভুয়ো তথ্য ও ভুয়ো ছবিকে কোনওভাবেই সিআরপিএফ মেনে নেবে না৷ এই ঘটনায় শহিদদের অসম্