Posts

Showing posts from December 24, 2018

সেনসেক্স নামল ২৭২ পয়েন্ট

Image
মুম্বই: সোমবার দিনের শেষে বিএসই সেনসেক্স গত লেনদেনের দিনের তুলনায় ২৭১.৯২ পয়েন্ট নেমে অবস্থান করছে ৩৫,৪৭০.১৫ পয়েন্টে যেখানে আগের দিন ছিল ৩৫,৭৪২.০৭ পয়েন্ট৷ পাশাপাশি এনএসই সূচক নিফটি এদিন গত দিনরে তুলনায় নেমে গিয়েছে ৯০.৫০ পয়েন্ট ফলে দিনের শেষে অবস্থান করছে ১০,৬৬৩.৫০ পয়েন্টে৷ এদিন বাজারে ৯০৮ টি শেয়ারের দাম বাড়লেও কমেছে ১৬৩৮টি শেয়ারের দাম এবং ১৪২টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে৷ আগামিকাল মঙ্গলবার ২৫ ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষ্যে বাজার বন্ধ থাকবে৷ তবে দিনের শুরুতে শেয়ার সূচক নিফটি প্রায় ২৭ পয়েন্ট বাড়িয়ে তার বেটিং শুরু করে। অন্য দিকে শেয়ার সূচক সেনসেক্স শুরু করে ১১৭ পয়েন্ট বাড়িয়ে৷ দিনের শেষে সূচক কোথায় কত পয়েন্ট এ গিয়ে দাঁড়ায় সেই দিকে তাকিয়ে ছিলেন বিনিয়োগকারীরা। তবে পয়েন্ট বাড়িয়ে বেটিং শুরু করলেও কিছুক্ষন পরে শেয়ার সূচকের পতন ঘটে৷

৯৯১ কোটির বিনিয়োগে রাজ্যে লজিস্টিক হাব! সরাসরি ১০০০০ কর্মসংস্থান

Image
লোকসভার আগে রাজ্যে আসছে আরও বিনিয়োগ। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবার রাজ্যে ৯৯১ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে।  তারা লজিস্টিক হাব তৈরি করবে। এই হাব তৈরি হলে সরাসরি ১০ হাজার কর্মসংস্থান হবে। সোমবার নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে ৮০ কিমি দূরে হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইন্টিগ্রেটেড লজিস্টিক হাব করার জন্য জমি দেখেছেন সংস্থার কর্তাব্যক্তিরা।  রাজ্যের শিল্প দফতরের পক্ষ থেকে সংস্থাকে জানানো হয়েছে, জমি কোনও সমস্যা হবে না। এর আগে খড়গপুর ও পানাগড়ের শিল্প তালুকে জমি পরিদর্শন করেছিল তারা। কর্নাটকে লজিস্টিক হাবের পর ফ্লিপকার্টের লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গ। এবার সেই লক্ষ্য পূরণ হতে চলেছে। রীতিমতো সমীক্ষা করে তারা রাজ্যে লগ্নির প্রস্তাব দিয়েছে। অক্টোবরে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছিলেন, বোর্ড মিটিং-এ ডব্লুবিআইডিসি ফ্লিপকার্টকে হাব তৈরিতে ১০০ একর জমি দিতে সিদ্ধান্ত নিয়েছে।  পশ্চিমবঙ্গকে ভিত্তি করে পূর্ব ও উত্তর পূর্ব ভারত, নেপাল, ভূটানে তাদের ব্যবসা বাড়াতে চায় ফ্লিপকার্ট।

‘মহাভারত’-এ কৃষ্ণ হচ্ছেন আমির খান?

Image
আমির খান। এই মুহূর্তে বলি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে আলোচিত ছবিগুলির অন্যতম আমির খানের 'মহাভারত'। এক হাজার কোটি টাকার এই ছবির অন্যতম প্রযোজক এবং অভিনেতা আমির। শোনা যাচ্ছে এই বিগ বাজেট প্রজেক্টের সহ প্রযোজনার দায়িত্বে থাকবেন মুকেশ অম্বানী। সিনে বিশেষজ্ঞ রমেশ বালা সোশ্যাল মিডিয়ায় মুকেশ অম্বানীর এই প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকার খবর জানিয়েছেন। স্বপ্নের এই প্রজেক্টে আমির খানকে দেখা যেতে পারে কৃষ্ণের চরিত্রে। আমির নিজে এ কথা এখনও প্রকাশ্যে না জানালেও তা বলেছেন শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাত্কারে শাহরুখ বলেন, "মহাভারতের কৃষ্ণ আমার খুব পছন্দের চরিত্র ছিল। কিন্তু সেটা তো করতে পারব না। আমির করছে ওটা।" গত বছরই এই ছবির কথা ঘোষণা করেছিলেন আমির। বলিউডের বেশ কিছু অভিনেতার প্রাথমিক বাছাইও হয়ে গিয়েছিল। কিন্তু কোন চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি।

প্রয়াত প্রবাদপ্রতীম সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়

Image
প্রয়াত বাংলার বিশিষ্ট সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি। সোমবার দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ সল্টলেকের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তাঁর মৃত্যুতে শোকাহত বাংলার শিল্পীমহল। এবছর আগস্ট মাস থেকেই ভুগছিলেন প্রবাদপ্রতীম এই সংগীতশিল্পী। একাধিক রোগে জর্জরিত দ্বিজেন মুখোপাধ্যায় বিছানায় শয্যা নিয়েছিলেন৷ রক্তে অক্সিজেনের ওঠানামার ফলে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি৷ পাঁচজনের একটি মেডিক্যাল টিম চিকিৎসা করছিল বিশিষ্ট ওই সংগীতশিল্পীর৷ চিকিৎসায় সাড়া দিয়েছিলেন তিনি। সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছিলেন। কিন্তু পরের মাসে ফের অবস্থার অবনতি হয়। ফুসফুসে তাঁর সমস্যা হচ্ছিল। সেপ্টেম্বর মাসের শেষের দিকে ফের হাসপাতালে ভরতি হন তিনি। ১৯২৭ সালের ১২ নভেম্বর জন্ম নিয়েছিলেন আধুনিক বাংলা গানের জনপ্রিয় শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। তাঁর গানের গলার সঙ্গে অনেকেই হেমন্ত মুখোপাধ্যায়ের মিল খুঁজে পান। তাঁর গলায় রবীন্দ্রনাথ ঠাকুরের গান অন্য মাত্রায় পৌঁছে যেত। এমনকী ছয়ের দশকে একাধিক ছবিতেও রবীন্দ্রসংগীত গেয়েছেন তিনি। তাঁর সঙ্গে সলীল চৌ

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক

Image
কালাহান্ডি (ওড়িশা) : নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম বাসুদেব মহাপাত্র। ঘটনাটি ওড়িশার কালাহান্ডি জেলার থুয়ামুল এলাকার। গতকাল তাঁকে গ্রেপ্তার করে ওড়িশা পুলিশ। থুয়ামুল এলাকার একটি হাইস্কুলের প্রধান শিক্ষক বাসুদেব মহাপাত্র। অভিযোগ, চলতি বছরের ১৩ সেপ্টেম্বর বাসুদেব মহাপাত্র ক্লাস নাইনের ওই ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনার পর জেলাশাসকের কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই কিশোরী। শুরু হয় তদন্ত। অভিযোগের কয়েকদিনের মধ্যে রাজ্যপাল পুরস্কার প্রাপ্ত বাসুদেবকে অন্য স্কুলে বদলি করা হয়। ঘটনার পর ১৯ সেপ্টেম্বর ওই শিক্ষকের শাস্তির দাবিতে সরব হয় স্থানীয়রা। বাসুদেবের গ্রেপ্তারের দাবিতে তারা আন্দোলন করে। গতকাল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মহকুমা পুলিশ অফিসার বিরানচি নারায়ণ দেহুরি বলেন, "আমরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছি। তদন্ত চলছে।"

ট্রাইয়ের নির্দেশে প্রায় বন্ধ সিরিয়াল-সিনেমা! প্রতিবাদে কেবল অপারেটররা

Image
মেদিনীপুর: টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের নয়া নিয়মে মাথায় হাত আমজনতার৷ অবস্থা এমন যে বাঙালির বিনোদনে এবার বাজেটের ভাবনা! ড্রইংরুমের বিনোদনে কাটছাঁট করার কথা ভাবনা চিন্তায় চলে এসেছে ইতিমধ্যেই৷ কারণ, ট্রাইয়ের নতুন নির্দেশিকায় বলা হয়েছে সমস্ত মানুষকে নূন্যতম ১০০ টি ফ্রি টু এয়ার চ্যানেল নিতে হবে বাধ্যতামূলক এবং তার জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা + (১৮% জিএসটি) অর্থাৎ ১৫৩ টাকা ৪০ পয়সা। এরপর গ্রাহকরা নিজেদের পছন্দমতো একেকটি পে – চ্যানেল নিতে পারবে। বিভিন্ন পে-চ্যানেলের মূল্য রয়েছে বিভিন্ন রকম। যেমন – স্টার জলসা ১৯ টাকা +(১৮% জিএসটি), জি বাংলা – ১৯ টাকা +(১৮% জিএসটি)। ট্রাইয়ের নয়া নিয়মের প্রতিবাদে সারা দেশেই বিক্ষোভের আঁচ মিলেছে৷ সেই আন্দোলনে এবার সামিল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট কেবল অপারেটর অ্যাসোসিয়েশন। রবিবার রাতে শহরের একটি লজে এক সাংবাদিক বৈঠক করে তারা৷ অ্যাসোসিয়েশনের পক্ষে অরুণ চৌধুরী, জয়ন্ত মন্ডল, পার্থ রায় জানান, ট্রাই এর এই নতুন নির্দেশিকার ফলে একদিকে যেমন ধংস হয়ে যাওয়ার পথে কেবল টিভি ব্যবসা। তেমনই অন্যদিকে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষও বঞ্চি

ঘন কুয়াশায় ঢাকা রাস্তায় পর পর ৫০ গাড়ির ধাক্কা, সাত জনের মৃত্যু

Image
ঘন কুয়াশার জেরে বিপত্তি। সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা  হরিয়ানার ঝাজ্জরে। সড়ক দুর্ঘটনায় প্রায় ৫০টি গাড়ি দুমড়ে মুচড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন সাত জন, যাঁদের মধ্যে ছ'জনই মহিলা। জখম হয়েছেন অনেকে। এখনও ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ চলছে। তাই মৃত্যু সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। চলতি সপ্তাহে দিল্লি ও সংলগ্ন এলাকার তাপমাত্রা একধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে। সেই সঙ্গে ঘন কুয়াশায় ছেয়ে গিয়েছে চারিদিক। তার জেরে কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০০ মিটারেরও কম হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার সকালে দিল্লি ও হরিয়ানার মাঝে রোহতক-রেওয়ারি ৭১ নম্বর জাতীয় সড়কের উপর বদলি উড়ালপুলে দুর্ঘটনার কবলে পড়ে একটি স্কুল বাস-সহ প্রায় ৫০টি গাড়ি। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশের একটি দল। ভাঙাচোরা গাড়ির মধ্যে থেকে আটকে পড়া মানুষকে টেনে বের করে আনা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দু'টি গাড়ির মধ্যে ধাক্কা লাগে। তার উপর পিছন থেকে একের পর এক গাড়ি এসে পড়ে। মৃত ৭ জন একই পরিবারের সদস্য। এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে দিল্লির নজফগড় যাচ্ছিলেন তাঁরা। দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁ

‌সল্টলেকে ১৮ দিন মায়ের দেহ আগলে যুবক

Image
শহরে আবার ফিরল রবিনসন স্ট্রিটের ছায়া। এবার সল্ট লেকের বিই ব্লকের একটি বাড়ি থেকে বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার করল পুলিস। আটক করা হয়েছে দেহ আগলে রাখা ছেলেকে। ছেলের বক্তব্যে অসঙ্গতি মেলায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, প্রায় ১৮ দিন আগে মৃত্যু হয়েছে ৭০ বছরের কৃষ্ণা ভট্টাচার্যের। যদিও জেরায় তাঁর ছেলের দাবি, সাত দিন আগে মারা গিয়েছেন মা। রবিবার দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিস গিয়ে দরজা ভেঙে অবসরপ্রাপ্ত শিক্ষিকা কৃষ্ণার দেহ উদ্ধার করে। এতদিন ওই যুবক কেন আত্মীয়, বন্ধু বা প্রতিবেশীদের মায়ের মৃত্যুর খবর জানাননি তা খতিয়ে দেখছে পুলিস। যুবক দাবি করেছেন, তিনি সাত দিন আগে মায়ের মৃত্যুর খবর দক্ষিণ কলকাতায় বসবাসকারী বাবার এক বন্ধুকে জানিয়েছিলেন। ওই বৃদ্ধকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিস। যুবক দাবি করেছেন, তাঁর মা তাঁকে বলে গিয়েছিলেন, বাড়ির মধ্যেই মৃতদেহ সমাধিস্থ করতে। এই দাবি কতটা সত্যি তা খতিয়ে দেখছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিস আরও জানিয়েছে, বাড়ির বাইরের দেওয়ালে বহু শংসাপত্র, রেশন কার্ড, ভোটার কার্ড সেলোটেপ এবং আঠা দিয়ে আটকানো রয়েছে। বেশিরভাগই কৃষ্ণা ভট্টাচা

ভারতে হামলার কী ছক করছে পাকিস্তান?‌ ভয়ঙ্কর তথ্য গোয়েন্দাদের হাতে

Image
সম্মুখসমরে পেরে উঠছে না পাকিস্তান। তাই নয়া ছক নিয়েছে হামলা করার। জম্মু–কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার ওপরে হামলা চালাতে নতুন অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করেছে পাকিস্তান। এবার ভারতীয় সেনা বাঙ্কারগুলিকে টার্গেট করতে জিপিএস নিয়ন্ত্রিত মর্টার ব্যবহার করার পরিকল্পনা করেছে পাক সেনা। গোয়েন্দা সূত্রে এই খবর মিলেছে।  জানা গিয়েছে, ইউরোপের কয়েকটি দেশে এই ধরনের মর্টার রয়েছে। আর চীনের কাছে রয়েছে অত্যাধুনিক জিপিএস নিয়ন্ত্রিত মর্টার। আর চীন হল পাকিস্তানের বন্ধু দেশ। তাই তারা এই মর্টার পাকিস্তানের হাতে তুলে দিয়ে সাহায্য করতে পারে। আর পাকিস্তান তা হাতে পেলেই ভারতের ওপর হামলা চালাবে। কিন্তু কি বিশেষত্ব রয়েছে এই জিপিএস নিয়ন্ত্রিত মর্টারে?‌ গোয়েন্দা সূত্রে খবর, এই মর্টারের বিশেষত্ব হল শত্রুকে টার্গেট করে একেবারে নিখুঁত নিশানায় আঘাত করতে পারে। একইসঙ্গে হামলাকারীও অনেক নিরাপদে থাকতে পারে। এই ধরনের মর্টার ছোঁড়ার পরও এর গতিপথ বদল করা যেতে পারে। এমনকী কোনও ভ্রাম্যমান লক্ষ্যবস্তুকেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। সম্প্রতি আফগানিস্থানে তালিবান বিরোধী হামলার সময়ে ওই জিপিএস নিয়ন্ত্রিত মর্টার ব্যবহার কর

প্রয়াত অভিনেতা গৌতম দে

Image
কলকাতা: বর্ষীয়ান অভিনেতা গৌতম দে প্রয়াত ৷ দীর্ঘদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন ৷ক্যানসারে আক্রান্ত ছিলেন এই অভিনেতা ৷ বেশ কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থতা নিয়েই তিনি শুটিং করছিলেন ৷ সোমবার সকাল ৭টা নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।তিনি রেখে গেলেন স্ত্রী ও এক মেয়েকে। তিনি দীর্ঘদিন ধরে বাংলা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন ৷ এবং বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে ৷ এর পাশাপাশি এই মুহূর্তে 'করুণাময়ী রানি রাসমণি', 'হৃদয়হরণ বিএ পাস' নামে দুটি ধারাবাহিকে কাজ করছিলেন তিনি ৷ এই মুহূর্তে, বাংলার নির্ভরযোগ্য এক অভিনেতাকে হারাল টালিগঞ্জ এমনটাই জানিয়েছেন এক পরিচালক ৷ গৌতমবাবু 'জন্মভূমি' ছাড়াও গৌতমবাবু অভিনয় করেছেন 'তিথির অতিথি', 'ধ্যাত্ তেরিকা', 'এ কোন সকাল', 'লাবণ্যের সংসার', 'খুঁজে বেড়াই কাছের মানুষ' এবং আরও অনেক সিরিয়ালে। প্রয়াত  অভিনেতার বিখ্যাত নাটকগুলি হল-  'সাবাস পেটোপাঁচু', 'দম্পতি','বৈশাখি ঝড়'। ইন্দর সেন পরিচালিত টেলি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন দুনিয়ায় পা রাখেন

লাভার চাপে কী ভাবে ফাটল মাউন্ট ক্রাকাতোয়ার দেওয়াল, দেখুন সেই ভয়ানক ভিডিয়ো

Image
মাউন্ট ক্রাকাতোয়ার দেওয়াল ফেটে বেরিয়ে আসছে লাভা। ভয়ানক একটা বিস্ফোরণ। আর তার পরই কালো ধোঁয়া আর ছাইয়ে আকাশ ঢেকে গিয়েছিল। তার মধ্যে থেকেই দেখা যায় মাউন্ট ক্রাকাতোয়া আগ্নেয়গিরির শরীর বেয়ে হু হু করে নেমে আসছে লাভা। ধীরে ধীরে মিশে যাচ্ছিল সমুদ্রের জলে। দেখে মনে হবে একটা দানব আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে সমুদ্রটাকে।  তাণ্ডব শুরু হয়ে গিয়েছিল সমুদ্রের জলেও। ভয়ঙ্কর সেই দৃশ্যটা ক্যামেরাবন্দি হয়। সেই ভিডিয়োই এখন ভাইরাল। যা দেখলে শিউরে উঠবেন। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ন'টা নাগাদ সুনামি আছড়ে পড়েছিল ইন্দোনেশিয়ার বুকে। আর সেই সুনামির মূল চক্রী এই 'মাউন্ট ক্রাকাতোয়া'।  ঠিক কী ভাবে এই সুনামির জন্ম হল তা জানিয়েছেন বিজ্ঞানীরা। ঠিক কী জানিয়েছেন তাঁরা? অনেক দিন ধরেই ফুঁসছে ক্রাকাতোয়া। একটু একটু করে লাভাও বেরিয়ে আসছিল আগ্নেয়গিরির মুখ থেকে। নির্গত লাভার পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকায় আগ্নেয়গিরির দেওয়ালে চাপ সৃষ্টি হতে থাকে। একটা সময় সেই চাপ ধরে রাখতে না পেরে দেওয়াল ফেটে লাভা বেরিয়ে আসতে শুরু করে। আর তার জেরে সমুদ্রের তলদেশে থাকা ভূস্তরের প্লেটে বিপুল ধস নামে। রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ভূমিকম্

ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃত বেড়ে ২৮১, আহত ১০০০-র বেশি

Image
জাকার্তা : ইন্দোনেশিয়ায় সুনামিতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৮১। আহত হয়েছেন ১০০০ জনের বেশি। সেদেশের জাতীয় বিপর্যয় সংস্থা আজ একথা জানিয়েছে। শনিবার সুন্দা স্ট্রেইট উপকূলে সুনামি আছড়ে পড়ে। সুন্দা স্টেইট জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত। এই উপকূল জাভা সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করে। সুনামির ফলে দক্ষিণ লাম্পুং সহ আরও দুটি এলাকাতেও মৃত্যুর খবর পাওয়া গেছে। মনে করা হচ্ছে, ক্রাকাটোয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের পর সমুদ্রের নিচে ভূমি ধসের কারণেই সুনামির উৎপত্তি হয়েছে। সোশাল মিডিয়ায় পোস্ট করা সুনামির একটি ভিডিয়োতে দেখা গেছে, বেশ দ্রুত গতিতে সমুদ্র সৈকতে আঘাত হানছে সুনামি। আর এতে মুহূর্তেই ভেসে যাচ্ছে বাড়ি-ঘর, গাড়ি। শনিবার বছর শেষে উদযাপনের আনন্দে একটি মঞ্চে গানের অনুষ্ঠান চলছিল। 'সেভেনটিন' নামে একটি ব্যান্ড যখন 'উই আর সেভেনটিন' সুরে মঞ্চ মাতাচ্ছিলেন তখনও এই ভয়াবহ সুনামির কথা জানা ছিল না। মঞ্চে গাইতে গাইতেই জলের তোড়ে তলিয়ে যান সকলে। যাঁরা গান গাইছিলেন তার মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। দু'জন এখনও নিখোঁজ।  সরকারি তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পার

বিউটি পার্লারের আড়ালে রমরমিয়ে দেহ ব্যবসার চক্র ফাঁস

Image
বেঙ্গালুরু: বিউটি পার্লারের আড়ালে মধুচক্রের পাশাপাশি চলছিল মানব পাচারের কাজ৷ তদন্তে নেমে সেই মানব পাচারকারীর অধীনে থাকা দুই মূল পান্ডাকে গ্রেফতার করল পুলিশ৷ সাইবার সিটিতে রমরমিয়ে চলছিল সেক্স ব়্যাকেটের কারবার৷ বিউটি পার্লারের মালিক মধুসূদন দত্ত এবং প্রিন্স গুপ্তা এই কারবারে যুক্ত ছিল৷ জেনি এবং সিরাজুদ্দিন দুই ব্যক্তিও এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল৷ শুধুমাত্র মধুচক্রই নয়৷ এর পাশাপাশি চলত মানব পাচারকারীর কাজও৷ এই সমস্ত অপরাধীরা কাজ দেওয়ার লোভ দেখিয়ে এখানে নিয়ে আসা হত যুবতীদের৷ এরপর তাদেরকে বাধ্য করা acket হত দেহ ব্যবসায় নামতে৷ জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি অভিযান চালায় এখানে৷ এরপরই সেক্স ব়্যাকেটের জাল থেকে নয়জন যুবতীকে উদ্ধার করেছে পুলিশ৷ এই সমস্ত যুবতীদের মধ্যে তিনজন ছিল নাগাল্যান্ড ও থাইল্যান্ডের, একজন ছিল অসমের এবং বেঙ্গালুরু শহরের ছিল একজন৷ সদাশিবনগর পুলিশ স্টেশন এবং পরপান্না আগ্রাহর পুলিশ স্টেশন থেকে অভিযান চালিয়ে শিবাই থাই স্পা এবং লোটাস ক্লাসিক স্পা থেকে গ্রেফতার করা হয়েছে চারজনকে৷ এছাড়াও উদ্ধার হয়েছে নগদ প্রায় ২লক্ষ টাকা এবং ১৪টি মোবাইল ফোন৷

সারাকে প্রেম নিবেদন করেছিলেন, গাড়ি দুর্ঘটনায় চলে গেলেন সেই দানিশ

Image
'কেদারনাথ'-এর প্রমোশনে সারা আলি খান যখন একটি টিভি শোয়ে গিয়েছিলেন, সেইদিন সেখানে সারার জন্য গোলাপফুল হাতে দাঁড়িয়েছিলেন দানিশ জিহান। সইফ কন্যার সঙ্গে ফ্লার্ট করছিলেন তিনি। গত ২০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় দানিশের গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। সেদিন সারার সঙ্গে দানিশের ফ্লার্ট, অন্যদিকে একধাক্কায় শেষ হয়ে যাওয়ায় দানিশের মৃত্যু, এক লহমায় যেন ছবিটা বদলে গেল। দানিশের মৃত্যুতে শোক প্রকাশ করে ইনস্টাগ্রামে সেদিনের টিভি শোয়ের অনুষ্ঠানের ভিডিও পোস্ট করেছেন সারা নিজেই। ভিডিও পোস্ট করে সারা লিখেছেন, ''দানিশের আত্মার শান্তি কামনা করি।'' প্রসঙ্গত, কিছুদিন আগে কেদারনাথের প্রমোশনে পরিচালক অভিষেক কাপুরের সঙ্গে সারা যখন হাজির হয়েছিলেন। সেদিন সারাকে প্রতিযোদীদের মধ্যে তিনজনকে বেছে নিতে বলা হয়। যাদের মধ্যে ছিলেন ইউটিউবার দানিশ জিহান। দানিশ সেদিন সারার প্রশ্নের উত্তরে বলেছিলেন, তিনি নতুন নতুন জায়গায় যেতে, পরিত্যক্ত বাড়িতে যেতে পছন্দ করেন। পাশাপশি প্রতিযোগিতায় দেওয়া অন্যান্য গেমও জিতে নেন দানিশ। দেখুন সেদিন দানিশ জিহান সারার সঙ্গে কীভাবে ফ্লার্ট করেছিলেন... এদিকে ২

বিয়ের প্রস্তাব খারিজ প্রেমিকার পরিবারের, নিজের যৌনাঙ্গ কাটলেন গুপ্তিপাড়ার যুবক

Image
বিয়েবাড়িতে প্রথম দেখা। তার পর প্রেম ও বিয়ে। এমন ঘটনার উদাহরণ অনেক রয়েছে। উল্টোটাও ঘটে কখনও কখনও। প্রথম ধাপেই ধাক্কা খায় প্রেম। শেষ হয়ে যায় সম্পর্ক। আর সেই উল্টো ঘটনাই ঘটেছিল হুগলির গুপ্তিপাড়ার এক যুবকের সঙ্গে। তিনি অবশ্য সেই ধাক্কা সামলাতে পারেননি। হতাশায় কেটে ফেলেন নিজের যৌনাঙ্গ। আপাতত আশঙ্কাজনক অবস্থায় চিকিত্সাধীন। ওই যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, দুদিন আগে হুগলির গুপ্তিপাড়ার টেংরিপাড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে নিমন্ত্রিত ছিল ওই যুবক। বিয়েবাড়িতেই নিমন্ত্রিত হয়ে আসা এক যুবতীর সঙ্গে তাঁর পরিচয় হয়। মেয়েটিকে পছন্দ হয় ওই যুবকের। ওইটুকু সময়েই কিছুটা হলেও দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। আর তার থেকেই মেয়েটিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন ওই যুবক। বাড়িতে বিষয়টি জানান। তাঁর পরিবারের তরফে যোগাযোগ করা হয় মেয়েটির পরিবারের সঙ্গে। দেওয়া হয় বিয়ের প্রস্তাব। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেয় মেয়ের বাড়ির লোক। পরিবারের অনুমান, ওই যুবক পেশায় দিনমজুর। সেই কারণেই হয়তো মেয়ের পরিবার রাজি হয়নি। মেয়েটিকে বিয়ে করতে পারবে না, এটা জানার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিল ওই যুবক বলে পর

দীর্ঘ রোগ ভোগের পর প্রয়াত রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন

Image
দীর্ঘ লড়াই শেষ। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন নিরুপম সেন। রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীকে ভর্তি করা হয় সল্টলেকের আমরি হাসপাতালে। গত ১২ ডিসেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়। ২০১৩ তাঁর একটি সেরিব্রাল অ্যাটাক হয়। তার পর থেকেই তাঁর শরীর খুব একটা ভালো যাচ্ছিল না। ধরা পড়ে কিডনির সমস্যাও। এর জন্য নিয়মিত ডায়ালিসিসও চলছিল তাঁর। রবিবার রাতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। অবশেষে সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নেতার প্রয়াণে শোকের ছায়া নেমেছে দলে। জানা যাচ্ছে আপাতত তাঁর মৃতদেহ রাখা হবে কলকাতার পিস হ্যাভেনে। মঙ্গলবার বড়দিন। এদিন তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে না। তার আগে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হবে সল্টলেকে তাঁর বাসভবন ও আলিমুদ্দিন স্ট্রিটে দলের কার্যালয়ে। বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর বর্ধমানের বাড়িতে। উল্লেখ্য ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত বাম সরকার এক নতুন শিল্পনীতির দিকে ঝুঁকতে থাকে। সেই সূত্রেই রাজ্য ভারী শিল্প আনার

চিনের অস্বস্তি বাড়িয়ে ফের নির্ভুল লক্ষ্যে আঘাত হানল অগ্নি-৪

Image
'অগ্নি-৪' এর সফল উৎক্ষেপণ। রবিবার, বালেশ্বরে। আরও এক বার সফল উৎক্ষেপণ হল অগ্নি-৪  ক্ষেপণাস্ত্রের। রবিবার ওড়িশা উপকূলের এপিজে আবদুল কালাম আইল্যান্ড থেকে ছোড়া হয়েছে ভূমি-থেকে-ভূমি ক্ষেপণাস্ত্রটি। নির্ভুল লক্ষ্যে নিখুঁত আঘাত হেনেছে অগ্নি-৪, খবর সেনাবাহিনী সূত্রের। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা-নিরীক্ষা নির্মাতাদের তরফে অনেক আগেই শেষ হয়েছে। ক্ষেপণাস্ত্রটিকে ভারতের সশস্ত্র বাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কম্যান্ডের( এসএফসি) হাতে তুলে দেওয়াও হয়েছে। তবে এখনও পুরোদস্তুর ব্যবহারের জন্য বাহিনীতে মোতায়েন হয়নি অগ্নি-৪। মোতায়েন করার আগে ক্ষেপণাস্ত্রটিকে পরীক্ষামূলক ভাবে ব্যবহার করছে সেনা। এ দিন সপ্তম বারের জন্য অগ্নি-৪ ছুড়ল ভারতীয় বাহিনী। ক্ষেপণাস্ত্রের সাফল্যে বাহিনীর কর্তারা উচ্ছ্বসিত। ৪০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল (আইআরবিএম) অগ্নি-৪। মোবাইল লঞ্চার থেকে এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া যায় বলে ভারতের যে কোনও প্রান্ত থেকে বাহিনী এই ক্ষেপণাস্ত্রটিকে নিক্ষেপ করতে পারে। অর্থাৎ চিনের যে কোনও গুরুত্বপূর্ণ শহ

৫ কোটির জমি হল ৫৩ কোটির

Image
কাঠা প্রতি যে জমির দাম ছিল ২৭ হাজার টাকা, তারই 'চরিত্র' বদল করে দাম হয়ে গেল ২ লক্ষ ৫২ হাজার টাকা! যা নিয়ে তোলপাড় কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা সূত্রের খবর, ধাপার বিকল্প হিসেবে নতুন একটি ভাগাড় তৈরির জন্য দক্ষিণ ২৪ পরগনার রসপুঞ্জে প্রায় ৩৫ একর জমি চিহ্নিত করেছিলেন পুরকর্তারা। জায়গাটি এক লপ্তে মেলেনি। তাতে রয়েছে ছোট ছোট অনেক জমি। গত এপ্রিলে সেই সমস্ত জমির তালিকা পাঠানো হয় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে। জুলাইয়ে জেলা প্রশাসনের তরফে জানানো হয়, কাঠা প্রতি ২৭ হাজার টাকার মতো লাগবে। কিন্তু সেপ্টেম্বরে হঠাৎই পুরসভার পাঠানো জমির সেই তালিকায় 'সেমি কমার্শিয়াল' শব্দ‌টি হাতে লিখে জুড়ে দেওয়া হয়। তাতেই জমির মূল্য বেড়ে হয় কাঠা প্রতি প্রায় ২ লক্ষ ৫২ হাজার টাকা! ফলে প্রথমে যে জমির দাম ধরা হয়েছিল ৫ কোটি ৫১ লক্ষ টাকা, সেমি-কমার্শিয়াল শব্দটি জুড়ে দেওয়ায় তার মূল্য দাঁড়ায় প্রায় ৫৩ কোটি ৫ লক্ষ টাকা। অর্থাৎ, ১০ গুণ বেশি! কেন পুরসভার দেওয়া তালিকায় 'সেমি-কমার্শিয়াল' শব্দটি যোগ করা হল, তা নিয়েই তোলপাড় পুর মহল। পুর মহলে প্রশ্ন উঠেছে, 'বিশেষ' কারও জমির দাম বাড়িয়ে দি

বাস-ট্যাক্সি সহ বাণিজ্যিক গাড়িতে বসাতে হবে ট্র্যাকিং ডিভাইস ও প্যানিক বাটন

Image
কলকাতা: গণ পরিবহণে যাত্রীদের নিরাপত্তা আরও সুনিশ্চিত হতে চলেছে। বাস-ট্যাক্সি সহ বাণিজ্যিক গাড়িতে ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস (ভিএলটি) বা নজরদারি প্রযুক্তি এবং প্যানিক বাটন বসানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। নতুন গাড়ি নামানোর ক্ষেত্রে এই নির্দেশ আগামী বছরের শুরু থেকেই কার্যকর হচ্ছে দেশজুড়ে। এই সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যেই প্রতিটি রাজ্যের পরিবহণ দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, নয়া ব্যবস্থার উপযোগী কন্ট্রোল রুম চালু করতে হবে রাজ্যে। পরিবহণ ক্ষেত্রের বিশেষজ্ঞদের বক্তব্য, এই ধরনের ব্যবস্থায় গণ পরিবহণের উপর নজরদারি বৃদ্ধির সুযোগ তৈরি হবে। তাতে যাত্রীদের নিরাপত্তা আরও বাড়বে। কমবে অপরাধ প্রবণতা। যাত্রীদের পাশাপাশি গাড়ির সুরক্ষায় এই নতুন সিদ্ধান্তের যৌক্তিকতা মেনে নিচ্ছেন বাস মালিকরাও। তবে একইসঙ্গে নয়া প্রযুক্তি ব্যবহারে ব্যয় বৃদ্ধির আশঙ্কাও করছেন তাঁরা। কেন্দ্র যে নির্দেশিকা রাজ্যগুলিতে পাঠিয়েছে, তাতে বলা হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে যে সব বাণিজ্যিক গাড়ির রেজিস্ট্রেশন করা হবে, সেগুলিতে বাধ্যতামূলকভাবে থাকতে হবে ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস এবং প্যানিক বাটন। ভে

শিশু পর্নোগ্রাফি রুখতে এবার এই উদ্যোগই নিল সোশ্যাল মিডিয়া

Image
বর্তমানে এ দেশের একটি বড় চিন্তার বিষয় হল ক্রমশ বাড়তে থাকা শিশু পর্নোগ্রাফির নেশা। যা অনেকের জীবনেই খারাপ প্রভাব ফেলছে। এর থেকেই জন্ম নিচ্ছে নানা ধরনের হিংসাত্মক প্রবৃত্তি। প্রায়শই শিরোনামে উঠে আসছে শিশুর যৌন হেনস্তার ঘটনা। তাই এবার শিশু পর্নোগ্রাফিতে লাগাম টানতে নয়া পদক্ষেপ করল গুগল, মাইক্রোসফট, ফেসবুক এবং ইয়াহুর মতো বড় টেক সংস্থাগুলি। যেসব কিওয়ার্ড অর্থাৎ শব্দ লিখে শিশু পর্ন ও যৌন হিংসার ভিডিও খুঁজে পাওয়া যায়, সেই সমস্ত শব্দ ব্লক করা শুরু করেছে তারা। বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বেশ কিছু শব্দ জোগাড় করেছে এই প্ল্যাটফর্মগুলি। সেই তালিকার ভিত্তিতেই শব্দগুলি ব্লক করতে শুরু করেছে গুগল, ফেসবুক-সহ অন্যান্য টেক জায়ান্টরা। তাদের আশা, এই শব্দগুলি ব্লক করে দিলে তা লিখে সার্চ করলে আর শিশু পর্ন খুঁজে পাওয়া যাবে না। ফলে এ দেশে সেসব পর্ন ভিডিও ছড়িয়ে পড়ার মাত্রা অনেকটাই কমানো সম্ভব হবে। কী কী শব্দ ব্লক করে দেওয়া হচ্ছে, সে বিষয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। যাতে কোনওভাবে অন্য কোনও উপায়ে তা খুঁজে বের করা সম্ভব না হয়। যে শব্দগুলি ব্লক করে দেওয়া হবে, তা দিয়ে কে

ঘরে দু’বেলার ভাত নেই, সরকারের কাছে সাহায্যের আবেদন অসুস্থ বৃদ্ধার

Image
বালুরঘাট: মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে অর্ধাহারে ৮০ বছরের বৃদ্ধা। আগে ভিক্ষা করেই দিন চলত। দুমাস তিনি বিছানায় পড়ে গিয়েছেন। ভিক্ষা করতে না পেরে দুবেলা ভাত জোগাড় করাই কঠিন হয়ে গিয়েছে। চিকিৎসা বা ওষুধ কেনার টাকাও নেই। বৃদ্ধা শান্তিবালা মহন্তের ভরসা এখন প্রশাসন। বালুরঘাট থানার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর বটতলা এলাকার বাসিন্দা। স্বামী গোপেশ্বর মোহন্ত অনেকদিন আগেই মারা গিয়েছেন। আর কোনও ছেলেমেয়ে মাকে দেখে না। শয্যাশায়ী বৃদ্ধার পাশে দাঁড়ানোরও কেউ নেই। চার মেয়ের কোনও মতে বিয়ে দিয়েছেন। বিয়ের পর মায়ের খবর নিতে আসে না কেউ। তিন ছেলের মধ্যে একজন আগেই মারা গিয়েছে। বাকি দুই ছেলের মধ্যে একজন রায়গঞ্জে আলাদা থাকেন। শুধু মানসিক ভারসাম্যহীন এক ছেলে বীরেশ্বরকে (৩৫) নিয়ে বাড়িতে একাই থাকেন শান্তিবালা দেবী। বাবার কাছে কাঠের কাজ শিখেছিলেন ছেলে বীরেশ্বর। কিন্তু ১৫ বছর আগে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। ভিক্ষাবৃত্তি ও বার্ধক্য ভাতার সামান্য অর্থ দিয়ে চলছিল। কিন্তু শান্তিবালা দেবী অসুস্থ হয়ে পড়ায় দু'বেলা দু'মুঠো ভাত জোগাড় করা মুশকিল হয়ে পড়েছে পরিবারের। ১০ বছর আগে স্থানীয় প্রশাসনের পক্ষ থেক

কল সেন্টার প্রতারণা: ইন্দো-অ্যামেরিকা-ক্যানাডা যৌথ অপারেশনে গ্রেপ্তার ১২৬

Image
নয়ডা : কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র চালানোর অভিযোগে শুক্রবার নয়ডা থেকে ১২৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। চক্রের মূল পান্ডাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অনুমান, এই চক্রের পিছনে আন্তর্জাতিক হাত রয়েছে। নয়ডার কমার্শিয়াল হাব সেক্টর ৬৩-তে ঝাঁ চকচকে অফিস। বাইরে থেকে দেখলে মনে হবে কল সেন্টার। দেখলে সন্দেহ হওয়ার মত কিছু ছিল না। কিন্তু, তার আড়ালেই চলত প্রতারণা চক্র। সেখানেই বসে টার্গেট করা হত বিদেশিদের। অভিযোগ, মূল টার্গেট ছিলেন অ্যামেরিকানরা। অ্যামেরিকায় বসবাসের জন্য প্রত্যেককে একটি সোশাল সিকিউরিটি নম্বর দেওয়া হয়। আর সেটাকেই নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করত প্রতারণা চক্রের পান্ডারা। অ্যামেরিকার বাসিন্দাদের বলা হত, তাঁদের সোশাল সিকিউরিটি নম্বর চুরি হয়ে গেছে। টাকা না দিলে FBI তাঁদের গ্রেপ্তার করবে। সেই ভয় দেখিয়ে তাঁদের থেকে টাকা হাতিয়ে নিত প্রতারকরা। অ্যামেরিকার বাসিন্দাদের পাশাপাশি প্রতারণা চক্রের টার্গেট ছিলেন কানাডার বাসিন্দারা। তাদের ঠকিয়ে ৩,৫০০ ডলার তুলেছিল ধৃতরা। কিন্তু, কী করে সামনে এল এত বড় জালিয়াতি চক্র? উত্তরটা জানতে ফিরে যেতে হবে চলতি বছরের জুলাইয়ে। যখন ভারতে আসেন FBI ও কানা

ভয়াবহ সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়াকে সাহায্যের আশ্বাস মোদীর

Image
জাকার্তা: ১৪ বছরের স্মৃতি ফিরে এসেছে! কেউ কিছু বুঝে ওঠার আগেই আছড়ে পড়ল ভয়াবহ সুনামি। ২২ ডিসেম্বর রাতে ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেট উপকূল অঞ্চলে আছড়ে পড়ল সুনামি৷ এখনও অবধি ২২২ জনের মৃত্যুর খবর মিলেছে৷ বাড়ি ভেঙে আহত হয়েছেন ৬০০ জন৷ তবে মৃতের সংখ্যাটা আরও বাড়তে বলে মনে করা হচ্ছে। সুনামিতে লন্ডভন্ড গোটা দেশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ।   ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনার দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়াকে সবথেকে কাছের বন্ধু উল্লেখ করে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত, ভয়াবহ এই সুনামির কারণ ক্রাকাতোয়া আগ্নেয়গিরি৷ প্রবল অগ্ন্যুৎপাতের জেরে সুনামি আছড়ে পড়ে জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত সুন্দা স্ট্রেটে৷ বিপর্যয় বাহিনীর মুখপাত্র জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে সুনামির তাণ্ডব শুরু হয়৷ তার জেরে একের পর বাড়ি ভেঙে পড়তে শুরু করে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ২২২ জনের মানুষের মৃত্যু হয়েছে৷ আহত ৬০০৷ অনেকে নিখোঁজ আছেন৷ নিখোঁজ থাকা মানুষের খোঁজে রাতভর চলে তল্লাশি অভিযান। আ

তিনগুণ বৃদ্ধি পেয়েছে আয়: বড়সড় ঘোষণা মমতার

Image
কলকাতাঃ  তিনগুণ বৃদ্ধি পেয়েছে কৃষকদের আয়। বাম আমলের তুলনায় যা কিনা অনেকটাই। কৃষক দিবসে সোশ্যাল মিডিয়ায় এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক কৃষক আত্মহত্যার ঘটনা বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। সেখানে দাঁড়িয়ে বাংলায় যেভাবে কৃষকদের আয় বৃদ্ধি পাচ্ছে তা সামনে এনে কার্যত মোদী-অমিত শাহদেরই বিঁধলেন মুখ্যমন্ত্রী। এমনটাই মনে করছে রাজনৈতিকমহল। অন্যদিকে, তৃণমূলের কৃষক সংগঠনের বৈঠক থেকে আগামী ৪ ফেব্রুয়ারি রাজ্য সমাবেশের ডাক দেওয়া হয়েছে। একদিকে বিজেপি, অন্যদিকে সিঙ্গুর থেকে বামেদের কৃষক লং মার্চের জবাব দিতেই এবার পাল্টা কৃষক সমাবেশের পরিকল্পনা নিয়েছে রাজ্য কিষাণ খেতমজুর তৃণমূল কংগ্রেস। গত কয়েকদিন আগে একাধিক দাবিতে সিঙ্গুর থেকে লং মার্চ করে বামেরা। যা কিনা নতুন করে অক্সিজেন জুগিয়েছে বামেদের। কিন্তু তৃণমূলের কৃষক সংগঠনের নেতা বিধায়ক বেচারাম মান্নার দাবি, সেখানে চাষ হচ্ছে। সেই জমির ধান নবান্নে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন বলে জানিয়েছেন বেচারাম। শীর্ষ নেতৃত্বের অনুমোদন পেলে বড় কৃষক সমাবেশ করে বামেদের জবাব দিতে চায় কিষাণ খেতমজ

পদোন্নতির টোপ দিয়ে শারীরিক সম্পর্ক! মহিলাকর্মীকে ৩ বছর ধরে ধর্ষণের অভিযোগ

Image
পদোন্নতির টোপ দিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীকে গণধর্ষণের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার ফলতার দোস্তিপুরে। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠল দুই সরকারি কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে এক সরকারি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, শুধু ধর্ষণই নয়, মহিলা অঙ্গওয়াড়িকর্মীর কাছ তেকে তাঁরা ৮০ হাজার টাকাও হাতিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, স্বামী পরিত্যক্তা ওই মহিলা উস্তির কুলেশ্বর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নার সহায়িকার কাজ করতেন। তাঁকে চাকরিতে পদোন্নতি করে দেওয়ার টোপ দিয়ে তিন বছর ধরে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে দুই সরকারি কর্মী। এই ঘটনায় অভিযোগের তির ডায়মন্ড হারবার এক নম্বর সিডিপিও অফিসের কর্মী অলোক নাইয়া ও চন্র্রবাবু নামে দুই সরকারি কর্মীর দিকে। তাঁদের কথা শুনে ওই মহিলা ৫০ হাজার টাকা তুলে দেন। তারপর একদিন তাঁরা ওই মহিলার বাড়িতে এসে তাঁকে কুপ্রস্তাব দেন। অভিযোগ, মহিলা রাজি না হওয়ায় তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে দুই সরকারিকর্মী। এরপর থকে টানা তিন বছর নানা বাহানায় তাঁরা মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। বাকি

যৌন চাহিদা মেটাতে অস্বীকার, ১০ বছরের বালককে খুন করে ফেলল কিশোর

Image
বয়স মাত্র ১৫। এই বয়সেই ভয়ঙ্কর কাণ্ড করে বসল আন্ধেরির এক কিশোর। দশ বছরের এক বালককে খুন করে তারা দেহ নালায় ফেলে দিল। কেন এই খুন তা জানলে আরও অবাক হতে হয়। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের আন্ধেরির অদূরে লালবাহাদুর শাস্ত্রী নগরে। দশ বছরের ওই বালকের বাবা পুলিসে ছেলের নিখোঁজ হয়ে যাওয়ার কথা জানালে ব্যাপারটি সামনে আসে। তিনি জানান তাঁর ছেলের এক বন্ধুর সঙ্গে তাকে শেষবার দেখেছেন শুক্রবার সন্ধেয়। পুলিসকে ওই ছেলেটির বাবা জানান, কেউ তাঁকে ফোন করে জানিয়েছে তার ছেলেকে অপহরণ করা হয়েছে। ৫ লাখ টাকা না দিলে তাকে খুন করে ফেলা হবে। ওই ফোনের সূত্র ধরেই এগোতে থাকে পুলিস। দেখা যায় ওই সিম কার্ডটি নেওয়া হয়েছে ফকরুদ্দিন চৌধুরি নামে এক ব্যক্তির নামে। তাঁকে জেরা করে জানা যায় ওই সিমটি ব্যবহার করে তার বছর পনেরোর ছেলে। তখনই ওই কিশোরকে গ্রেফতার করে সাকিনাকা থানার পুলিস। জেরায় জানা যায় সে তার এক বন্ধুর জোরাজুরিতে ওই ফোনটি করে নিহত ১০ বছরের ছেলের বাবাকে। পুলিস সেই বন্ধু নাগাল পেয়ে যায়। তাকে চাপ দিতেই বেরিয়ে আসে আসল তথ্য। পুলিসকে সে জানায়, সে ওই ১০ বছরের বালকের সঙ্গে য়ৌন সম্পর্ক তৈরি করতে চেয়েছিল। তাতে অস্বীকার কর

সতর্কবার্তা ছাড়াই ধেয়ে এল ভয়াল প্লাবন, ইন্দোনেশিয়ায় মৃত অন্তত ২২২

Image
বিধ্বংসী: সুনামির দাপটে লন্ডভন্ড ইন্দোনেশিয়ার কারিতা সৈকত সে বার বড়দিনের পরে। এ বার তিন দিন আগে! ২০০৪-এর আতঙ্কের স্মৃতি ফিরল সেই ইন্দোনেশিয়াতেই। শনিবার রাতে তখন উৎসবের আমেজ। সৈকতে বসেছিল পপ গানের আসর। হঠাৎ ধেয়ে এল বিশাল ঢেউ। এক ধাক্কায় মঞ্চ তো তলিয়ে গেলই। সামনে থাকা কয়েকশো শ্রোতার ভিড়টাও ডুবে গেল নিমেষে।  ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালী বরাবর সৈকত জুড়ে শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ যে তাণ্ডবের বলি অন্তত ২২২ জন, সেটা যে আদতে সুনামি, তা বুঝতেই লেগে যায় অনেকটা সময়। কোনও পূর্বাভাস ছিল না। তাই সতর্কতাও কিছু নেই। মাত্র তিন মাস আগেও যে দেশ সুনামির সাক্ষী হয়েছে, হাজার দুয়েক মানুষের প্রাণ গিয়েছে, সে দেশও প্রথমে বুঝে উঠতে পারেনি আগ্নেয়গিরি 'আনাক ক্রাকাতোয়া' (ক্রাকাতোয়ার শিশু) থেকে অগ্ন্যুৎপাতের ফলে দক্ষিণ সুমাত্রার উপকূল ও জাভার পশ্চিম প্রান্ত সুনামির কবলে পড়েছে। বরং ভয়াল ঢেউ দেখেও প্রথম দিকে আতঙ্ক না ছড়ানোর আর্জি জানাচ্ছিল বিপর্যয় মোকাবিলা দফতর। তাদের মনে হয়েছিল, পূর্ণিমায় ভরা জোয়ারের জেরে এমনটা হচ্ছে।  আন্তর্জাতিক সুনামি তথ্যকেন্দ্রের দাবি, অগ্ন্যুৎপাতের ফলে সুনামি হওয়াটা বিরল ঘটনা। তাই