৯৯১ কোটির বিনিয়োগে রাজ্যে লজিস্টিক হাব! সরাসরি ১০০০০ কর্মসংস্থান


লোকসভার আগে রাজ্যে আসছে আরও বিনিয়োগ। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবার রাজ্যে ৯৯১ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে।  তারা লজিস্টিক হাব তৈরি করবে। এই হাব তৈরি হলে সরাসরি ১০ হাজার কর্মসংস্থান হবে। সোমবার নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা থেকে ৮০ কিমি দূরে হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইন্টিগ্রেটেড লজিস্টিক হাব করার জন্য জমি দেখেছেন সংস্থার কর্তাব্যক্তিরা।  রাজ্যের শিল্প দফতরের পক্ষ থেকে সংস্থাকে জানানো হয়েছে, জমি কোনও সমস্যা হবে না। এর আগে খড়গপুর ও পানাগড়ের শিল্প তালুকে জমি পরিদর্শন করেছিল তারা।

কর্নাটকে লজিস্টিক হাবের পর ফ্লিপকার্টের লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গ। এবার সেই লক্ষ্য পূরণ হতে চলেছে। রীতিমতো সমীক্ষা করে তারা রাজ্যে লগ্নির প্রস্তাব দিয়েছে।

অক্টোবরে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছিলেন, বোর্ড মিটিং-এ ডব্লুবিআইডিসি ফ্লিপকার্টকে হাব তৈরিতে ১০০ একর জমি দিতে সিদ্ধান্ত নিয়েছে।  পশ্চিমবঙ্গকে ভিত্তি করে পূর্ব ও উত্তর পূর্ব ভারত, নেপাল, ভূটানে তাদের ব্যবসা বাড়াতে চায় ফ্লিপকার্ট।