Posts

Showing posts from January 9, 2019

আসছে রেডমি এক্স, থাকছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা

Image
সম্প্রতি নতুন ব্র্যান্ডের তকমা পেয়েছে রেডমি। ১০ জানুয়ারি শাওমির ছত্রছায়া থেকে প্রথম ফোন লঞ্চ করতে চলেছে রেডমি। নতুন এই ফোনের নাম হতে চলেছে রেডমি এক্স। ইতিমধ্যেই একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে শাওমি প্রধান ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার রেডমি ফোন লঞ্চের কথা জানিয়েছিলেন। অবশেষে লঞ্চ হতে চলেছে সেই ফোন। সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে শাওমি ধান লিন জানিয়েছিলেন শাওমির ছত্রছায়া থেকে বেরিয়ে পৃথম ব্র্যান্ড হল রেডমি। ১০ জানুয়ারি ফোন লঞ্চের কথা সেখানেই জানিয়েছিলেন শাওমি প্রধান। রেডমি এক্স স্পেসিফিকেশান রেডমি এক্স ফোনে থাকছে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট ওয়াটার ড্রপ নচ। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। তবে রেডমি এক্স ফোনের প্রধান আকর্ষন ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। ফোনের ভিতরে থাকবে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট। তবে আপাতত শুধুমাত্র চিনে রেডমি এক্স লঞ্চ হবে। সম্প্রতি ভারতে রেডমি নোট ৫ প্রো ফোনের দাম কমিয়েছে শাওমি। মাস খানেক আগে রেডমি নোট ৬ প্রো লঞ্চের ঠিক আগে একবার কমেছিল দাম। আরও সস্তা হল শাওমির সাম্প্রতিক ইতিহাসে স

মুখ ফিরিয়েছেন গ্রাহকরা, বন্ধ হচ্ছে প্যারিসের বিখ্যাত নগ্ন রেস্তরাঁ

Image
চালু হওয়ার ১৫ মাসের মধ্যেই ঝাঁপ বন্ধ হচ্ছে প্যারিসের প্রথম নগ্ন রেস্তরাঁ O'nature-এর৷ সূত্রের খবর, যে লক্ষ্মীলাভের আশায় রেস্তরাঁটি খোলা হয়েছিল৷ পনেরো মাস কেটে গেলেও, সেই পরিমাণ অর্থ উপার্জন করা যায়নি৷ মুখ ফিরিয়েছেন দর্শকরা৷ ফলে লোকসানে চলা রেস্তরাঁটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মালিক মাইক ও স্টিফনি সাডা৷ ফেব্রুয়ারি থেকেই বন্ধ হচ্ছে রেস্তরাঁটি৷ ২০১৭-র নভেম্বরে প্যারিসে চালু হয়েছিল বিশ্বের নগ্ন-রেস্তরাঁ O'nature। শুরুর দিকে এই রেস্তরাঁকে কেন্দ্র করে মানুষের মধ্যে বেশ আগ্রহ ছিল৷ রেস্তরাঁর অভিনব থিম'ই ছিল প্রচারের মূল রসদ৷ পোশাক, ফোন ও অন্যান্য সামগ্রী বাইরে জমা করে রেখে, তবেই এই রেস্তরাঁয় প্রবেশ করতে হত গ্রাহকদের৷ এটাই ছিল রেস্তরাঁর প্রধান শর্ত৷ ঢোকার সময় প্রত্যেককে একটি করে জুতো দেওয়া হত৷ একসঙ্গে বসে খাওয়ার ব্যবস্থা, ছাড়াও ছিল একান্তে সময় কাটানোর সুযোগ৷ খাবার থেকে শুরু করে রেস্তরাঁর সাজসজ্জা, প্রত্যেকটি বিষয়েই বেশ অভিনবত্ব এনেছিলেন মালিকরা৷ সমগ্র রেস্তরাঁটি ছিল বড় বড় পর্দা দিয়ে মোড়া৷ সঙ্গে রয়েছে নানা রঙের আলো৷ বেশ একটা মায়াবী পরিবেশ৷ মালিকপক্ষের ধারনা ছিল নগ্

জিও গ্রাহকদের জন্য সুখবর, নয়া ব্রাউজারে বড় চমক সংস্থার

Image
শুরুর দিন থেকেই একের পর এক অফার দিয়ে উপভোক্তাদের খুশি করেছে রিলায়েন্স জিও৷ ডেটা রিচার্জ প্যাক থেকে শুরু করে জিও ফোন৷ রোজই নিত্যনতুন চমক এনেছে সংস্থাটি৷ কিন্তু এবার জিও'র ঘোষণা শুনে অবাক অনেকেই৷ কারণ, এটা হয়তো ভাবতে পারেননি কেউ৷ এবার সম্পূর্ণ নতুন একটি ইন্টারনেট ব্রাউজার নিয়ে এল সংস্থাটি। যার নাম 'জিও ব্রাউজার অ্যাপ'৷ আটটি ভাষায় ব্যবহার করা যাবে অ্যাপটি৷ রিলায়েন্সের আশা, বেশ জনপ্রিয় হবে অ্যাপ্লিকেশনটি। জানা গিয়েছে, এখন শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইলে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। তবে কেবল জিও ব্যবহারকারী নন, যেকোনও সংস্থার কানেকশন থাকলেই ব্যবহার করা যাবে এই ব্রাউজারটি৷ জিও জানিয়েছে, ঘোষণা হওয়া পর এখনও পর্যন্ত ১০ লক্ষ মানুষ এই অ্যাপটি ডাউনলোড করে ফেলেছেন। এখন কেবলমাত্র গুগল প্লে-স্টোর থেকেই অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে৷ পরে ধীরে ধীরে অ্যাপল স্টোর ও অন্যান্য প্ল্যাটফর্মেও চলে আসবে এই ব্রাউজার। জিও আরও জানিয়েছে, কেবলমাত্র ভারতীয় উপভোক্তাদের কথা মাথায় রেখেই এধরনের ব্রাউজার বাজারে এনেছেন তাঁরা৷ ইংরেজি ছাড়াও আরও সাতটি ভাষায় ব্যবহার করা যাবে এই ব্রাউজার৷ সেগুলি

জমির মালিকানা পাবেন খাস জমিতে বসবাসকারী উদ্বাস্তুরা, ঘোষণা মমতার, কটাক্ষ দিলীপের

Image
সরকারি খাস জমিতে বসবাসকারী উদ্বাস্তুরা এবার জমির মালিকানা পেতে চলেছে। গোটা রাজ্যেই বলবত্ হবে এই নিয়ম। হবিবপুরের প্রশাসনিক বৈঠক থেকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ২ দিনের জন্য নদীয়া জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন নদীয়ার হবিবপুরের ছাতিম তলায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই প্রশাসনিক বৈঠক থেকেই তিনি ঘোষণা করেন, গোটা রাজ্যে সরকারি খাস জমিতে বসবাসকারী উদ্বাস্তুরা এবার জমির মালিকানা পাবে। এরফলে লোকসভা নির্বাচনের আগে রাজ্যের প্রায় ২ কোটি মানুষ উপকৃত হবেন বলে আশাপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে পুরোটাই কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭ বছর সময় লাগল এই সিদ্ধান্ত নিতে। কিন্তু এভাবে তিনি হিন্দু বিরোধী পাপ ধুয়ে ফেলতে পারবেন না। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, জব কার্ড যাদের আছে একমাত্র তাঁরাই যেন ১০০ দিনের কাজ পায়, তা দেখতে হবে। কড়া নজর রাখতে হবে, ফড়েরা যেন ১০০ দিনের কাজে না ঢুকতে পারে। পাশাপাশি, বিধায়ক ও

আগামী দু’টি অর্থবর্ষেও ভারতের জিডিপির হার বাড়বে, পিছিয়ে পড়বে চিন: বিশ্বব্যাঙ্ক

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতকে সুখবর দিল বিশ্বব্যাঙ্ক। আর প্রতিবেশী চিনকে শোনাল দুঃসংবাদ। জানাল, ভারতের অর্থনীতির স্বাস্থ্য বেশ ভাল হবে চলতি অর্থবর্ষের শেষে। আর তা আরও ভাল হয়ে উঠবে পরের দু'-দু'টি অর্থবর্ষে। অন্য দিকে, উত্তরোত্তর পিছিয়ে পড়বে চিনের অর্থনীতি। বিশ্বব্যাঙ্কের হালের রিপোর্ট জানিয়েছে, চলতি অর্থবর্ষে (২০১৮-'১৯) ভারতের জিডিপির হার বেড়ে হবে ৭.৩ শতাংশ। আর তা পরের দু'টি অর্থবর্ষে (২০১৯-'২০ এবং ২০২০-'২১) বাড়বে ৭.৫ শতাংশ হারে। শুধু জিডিপির হার-বৃদ্ধির পূর্বাভাস দিয়েই থেমে থাকেনি বিশ্বব্যাঙ্ক, এও জানিয়েছে, আগামী দু'টি অর্থবর্ষে ভারতের ক্রেতাবাজার বাড়বে উল্লেখজনক ভাবে। বাড়বে পুঁজি বিনিয়োগের পরিমাণও। বিশ্বব্যাঙ্কের আরও পূর্বাভাস, চলতি ও আগামী অর্থবর্ষে চিনের জিডিপির হার কমে গিয়ে ৬.২ শতাংশ করে থাকবে আগামী দু'বছরে। আর তা ২০২০-'২১ অর্থবর্ষে আরও নেমে গিয়ে দাঁড়াবে ৬ শতাংশে। বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে চলেছে ভারতের অর্থনীতি। বিশ্বব্যাঙ্কের পূর্বাভাস, আগামী দু'টি অর্থবর্ষেও সেই গতি অব্যাহত থাকবে। 'গ্লোবাল ইকনমিক প্রসপেক্ট

চাকরিতে হেনস্থার জের! রাজনীতিতে যোগ দিলেন কাশ্মীরের আইএএস টপার

Image
ফয়জলের সামনে এখন রাজনীতির চ্যালেঞ্জ। জল্পনার শেষ। শেষ পর্যন্ত আমলা হিসেবে কেরিয়ার শেষ করলেন ২০১০ ব্যাচে আইএএস পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারী কাশ্মীরের যুবক শাহ ফয়জল। যোগ দিলেন রাজনীতিতে।  তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। হিংসা বিধ্বস্ত কাশ্মীরের অন্যতম উজ্জ্বল মুখ ৩৫ বছরের তরুণ শাহ ফয়জল। মাত্র ২৬ বছর বয়সে আইএএস পরীক্ষায় সারা দেশের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছিলেন। কাশ্মীরের ইতিহাসে সেই প্রথম। তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আমলা হিসাবে কাজ করার পাশাপাশি বিভিন্ন গবেষণার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সম্মানজনক ফুলব্রাইট স্কলারশিপ পেয়ে তিনি হার্ভার্ড কেনেডি স্কুলেও শিক্ষালাভ করেন। স্বাভাবিক ভাবেই তিনি হয়ে উঠেছিলেন জম্মু ও কাশ্মীরের 'ইয়ুথ আইকন'। যদিও প্রথম ধাক্কাটা আসে ২০১৬ সালে। ভারতীয় নিরাপত্তারক্ষীদের হাতে হিজবুল জঙ্গি বুরহান গনি নিহত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন জায়গায় ফয়জল আর গনির তুল্যমূল্য বিচার হওয়া শুরু হয়। তখন জাতীয় সংবাদ মাধ্যমের কাছে এই তুলনা বন

সোনিয়া-রাহুলকে ₹১০০ কোটি করের নোটিস IT-র

Image
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও UPA চেয়ারপার্সন সোনিয়ার গান্ধীকে ১০০ কোটি টাকার করের নোটিস পাঠাল আয়কর দফতর। তাদের অভিযোগ, ২০১১-১২ সালে সোনিয়া ও রাহুল যথাক্রমে ₹১৫৫.৪১ কোটি ও ₹১৫৪.৯৬ কোটি টাকার আয় গোপন করেছেন। তাঁদের অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড সংক্রান্ত আয় খতিয়ে দেখে নোটিস জারি করে আয়কর দফতর। সেই আর্থিক বছরে তাঁর আয় ৬৮.১২ লাখ টাকা হয়েছে বলে রিটার্ন জমা দিয়েছিলেন রাগা। ট্যাক্স অ্যাসেসমেন্ট ফের খোলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন কংগ্রেস নেতারা। সোনিয়ার পক্ষের আইনজীবী প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেছেন, তাঁর মক্কেলের উপর ৪৪ কোটি টাকা করের বোঝা চাপানো হয়েছে। দফতরের অ্যাসেসিং অফিসাররা কোনও আবেদন বা প্রমাণ ছাড়াই সিদ্ধান্তে পৌঁছে গিয়েছেন যে AJL সংক্রান্ত ১৪১ কোটি টাকার আয় গোপন করেছন সোনিয়া। রাহুলের ক্ষেত্রেও একই কাজ করা হয়েছে। IT-র অ্যাসেসমেন্ট অর্ডারে বলা হয়েছে, গান্ধীদের আয়ের ৩০০ কোটি গোপন করা হয়েছে। তার করের পরিমাণ দাঁড়ায় ১০০ কোটি। দফতরের দাবি, কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজের আয় ৪৮.৯৩ কোটি টাকা। ৩১ ডিসেম্বর সোনিয়া, রাহুল ও অস্কারের বিরুদ্ধে এই নির্দেশ জারি হয়েছে

৩১ জানুয়ারি থেকে শুরু বাজেট অধিবেশন

Image
নয়াদিল্লি: ১ফেব্রুয়ারি অন্তরবর্তী বাজেট এবং বাজেট শেষণ ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি হতে পারে৷ সংবাদ সংস্থা পিটিআই তার প্রতিবেদনে তা জানিয়েছে৷ আশা করা হচ্ছে এপ্রিল-মে মাসে সাধারণ নির্বাচন হবে৷ তার আগে বর্তমান লোকসভার এটাই শেষ অধিবেশন হতে চলেছে৷ সেক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ১ ফেব্রুয়ারি অন্তরবর্তী বাজেট পেশ করতে পারেন৷ অন্তরবর্তী বাজেট অনেকটাই পূর্ণাঙ্গ বাজেটের মতোই যাতে কোনও বছরের আর্থিক বিবৃতি থাকবে৷ এবারের বাজেট মোদী সরকারে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দ্বিতীয় বার ক্ষমতায় আসার জন্য নির্বাচনের আগে কিছু জনপ্রিয় ঘোষণা এই বাজেটে রাখতে পারেন৷ এর আগে ২০১৪ সালে ইউপিএ সরকারের হয়ে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন৷ ভোটের পর মোদী সরকার ক্ষমতায় আসলে জেটলি জুলাই মাসে বাজেট পেশ করেন৷

এক ধাক্কায় প্রায় ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক কমল কপিল শর্মার!

Image
কপিল শর্মার নতুন এই কমেডি শো নিয়ে ইতিমধ্যেই দর্শকের ভাল প্রতিক্রিয়া আসতে শুরু করে দিয়েছে। ফের কমেডি শো নিয়ে হাজির কপিল শর্মা। সুনীল গ্রোভার  নেই ঠিকই, তবে জমে গিয়েছে কপিলের এই নতুন কমেডি শো। এককথায় জমজমাট শো যাকে বলে! 'সিম্বা'র পুরো টিম নিয়ে রণবীর সিংহ এলেন। বাবা সেলিম খানের হাত ধরে সলমন, সোহেলরাও এলেন। সবই হল। কিন্তু কপিল শর্মার নতুন এই কমেডি শো'য়ের জন্য তাঁর পারিশ্রমিক কি অনেকটাই ছেঁটে ফেলা হয়েছে আগের থেকে? বলি সূত্রের খবর, এর আগে এপিসোড প্রতি কপিল শর্মা পেতেন ৬০-৭০ লক্ষ টাকা। সে জায়গায় এখন এই কমেডিয়ান পাচ্ছেন ১৭-২০ লক্ষ টাকা। এমনকি সূত্রের এ-ও খবর যে, কপিলের বাকি সতীর্থরা অর্থাৎ ক্রুষ্ণা অভিষেক এবং ভারতী সিংহ প্রতি এপিসোডে পাচ্ছেন ১২ লক্ষ টাকা। ক্রুষ্ণা অভিষেককে দেখা গিয়েছে নতুন এই কমেডি শো'তে স্বপ্নার ভূমিকায়। কপিল এবং বাকিদের পারিশ্রমিকের নতুন অঙ্কের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ক্রুষ্ণা। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্রুষ্ণা দাবি করেছেন, ''ভুয়ো খবর। এত কমেনি পারিশ্রমিক। আমরা ঠিক পারিশ্রমিকই পাচ্ছি। তার থেকেও বড় কথা ফের এক সঙ্গে কাজ করতে পে

বন্‌ধের দ্বিতীয় দিনেও সচল বাংলা

Image
বন্‌ধের দ্বিতীয় দিনেও সচল বাংলা। শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিন অর্থাৎ বুধবার নির্দিষ্ট সময়েই চলছে ট্রেন। যদিও কিছু জায়গায় বন্‌ধ সমর্থনকারীরা বিক্ষোভ দেখিয়েছেন। যেমন দাশনগরে স্কুল বাস ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় দুই স্কুলছাত্রী আহত হয়। রানাঘাট শাখায় শিমুরালি স্টেশনে রেল অবরোধ করা হয়। এছাড়া শিয়ালদহ দক্ষিণ শাখায় মথুরাপুর, কাকদ্বীপ শাখায় নেতড়া–বাসুলডাঙায় রেল অবরোধ করা হয়।  লক্ষীকান্তপুর–নামখানা–ডায়মন্ডহারবার শাখাতেও রেল অবরোধ করা হয় সকালে। যদিও আরপিএফ কিছুক্ষণের মধ্যেই অবরোধকারীদের হটিয়ে দেয়। কোচবিহারে টোটো ভাঙচুর করেছেন বন্‌ধ সমর্থনকারীরা। সরকারি বাসের উপরেও হামলা চালানো হয়। যাদবপুর ৮ বি বাসস্ট্যান্ড চত্বর মঙ্গলবারও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামলাতে পুলিসের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান। মিছিল আটকানোয় বন্‌ধ সমর্থনকারীদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি হয়। গ্রেপ্তার বরণ করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আরও কয়েকজনকে আটক করা হয়েছে। বাঁকুড়া, বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে মেদিনীপুরে বিক্ষিপ্ত গন্ডগোল হয়েছে। হাওড়া ব্রিজে অবশ্য যান চলাচল স্বাভাবিক

বিজেপিতে যোগ দিলেন তৃণমূল সাংসদ সৌমিত্র খান, রাজ্যে চাঙ্গা গেরুয়া শিবির

Image
বিজেপির ধর্মেন্দ্র প্রধান ও মুকুল রায়ের সঙ্গে সৌমিত্র খান। জল্পনার আগুন দাবানলের মতো ছড়িয়েছিল মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই। বুধবার দুপুরে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান বুঝিয়ে দিলেন, জল্পনার এক বর্ণও মিথ্যা ছিল না। এ দিন নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করলেন তৃণমূল সাংসদ। সৌমিত্রর এই দলবদল নিঃসন্দেহে তৃণমূলের জন্য বড় অস্বস্তি। লোকসভা নির্বাচনের কাছাকাছি এসে বিজেপির সঙ্গে তৃণমূলের সঙ্ঘাত যখন তুঙ্গে, তখন তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরিয়ে বিজেপি উল্লসিত। এই প্রথম তৃণমূলের কোনও লোকসভা সদস্য বিজেপিতে যোগ দিলেন। সৌমিত্র খান যে দলবদল করতে পারেন, তা নিয়ে গুঞ্জন মাসখানেক ধরেই বাড়ছিল। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট বিষয়টি সর্বাগ্রে প্রকাশ্যে এনেছিল। রাজনীতিতে টিকে থাকতে হলে তৈলমর্দনই একমাত্র পথ— তৃণমূল সাংসদের পোস্টটির সারকথা ছিল এই রকমই। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে এবং তিনি ক্রমশ বিজেপির কাছাকাছি যাচ্ছেন— এমন তত্ত্বও ভাসছিল রাজনীতির হাওয়ায়। এর পরে মঙ্গলবার সন্ধ্যায় সৌমিত্র খান সোশ্যাল মিডিয়ায় প্রায় বিস্ফোরণ ঘটান। বিষ্ণুপুরের এসডিপিও

যৌন হেনস্থায় ‘অসুস্থ’ কিশোরী ‘ভক্ত’, ধর্ষণের অভিযোগে গ্রেফতার আরও এক মহারাজ

Image
ফের পুলিশের জালে মহারাজ। অপরাধ সেই যৌন হেনস্থা। এবার বছর ১৫-র এক কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হল নিতাই গৌর আশ্রমের মহারাজ দীনকৃষ্ণ দাসকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নবদ্বীপে। অভিযোগ, মন্দিরে কীর্তিন গান গাইতে গিয়েছিল কিশোরী, তখনই তাঁকে নিগ্রহ করা হয়। সোমবার নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার।  অভিযোগকারীদের দাবি, বেশ কিছুদিন ধরেই ওই কিশোরী মন্দিরে যেত, মন্দিরে গিয়ে গাইত কীর্তন গান। সেই সুযোগে নাবালিকাকে ওই মহারাজ যৌন হেনস্থা করে বলে অভিযোগ। নিগৃহীতা কিশোরীর মায়ের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই কিশোরীর সঙ্গে খারাপ ব্যবহার করছিল। সম্প্রতি ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ে। তারপরই প্রকাশ্যে আসে ঘটনা। বাড়িতে মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে সে। এরপর নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর মা। গ্রেফতার করা হয় আশ্রমের মহারাজ দীনকৃষ্ণ দাসকে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়। অভিযুক্তকে কৃষ্ণনগরের বিশেষ আদালতে পেশ করা হয় এদিন। যদিও মহারাজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন আশ্রম কর্তৃপক্ষ। মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ।

ভারতীয় সেনাবাহিনীর দুশ্চিন্তা বাড়িয়ে তিব্বতে ভারত সীমান্তের কাছে বিপুল সৈন্য সমাবেশ করেছে চিন।

Image
ভারতীয় সেনাবাহিনীর দুশ্চিন্তা বাড়িয়ে তিব্বতে ভারত সীমান্তের কাছে বিপুল সৈন্য সমাবেশ করেছে চিন। ২০১৭ সালে ডোকলামে ভারতীয় সেনার সঙ্গে তীব্র স্নায়ুযুদ্ধ চলার সময় তিব্বতে সেনা সমাবেশ ঘটিয়েছিল চিন। সেই সময় দফায় দফায় তিব্বতের মালভূমিতে যুদ্ধের মহড়া চালিয়ে যায় লালফৌজ। কিন্তু এবার শান্তিপূর্ণ পরিস্থিতিতে তিব্বতে স্বাভাবিকের চেয়ে এত বেশি সেনা মোতায়েনকে ভাল চোখে দেখছে না দিল্লি। তাই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারতীয় সেনাবাহিনীর উপগ্রহ। শুধু তাই নয়, এবার পাকাপাকিভাবে তিব্বতে সেনা সমাবেশ করল চিন। সঙ্গে উচ্চক্ষমতাসম্পন্ন শতাধিক হাউৎজার কামান, হালকা হেলিকপ্টার গানশিপ এবং বিপুল যুদ্ধ সরঞ্জাম। সরকার পরিচালিত গ্লোবাল টাইমস পত্রিকা জানিয়েছে, সমতল থেকে বহু উঁচু পার্বত্য এলাকায় এবং মালভূমিতে নিজের যুদ্ধ ক্ষমতা ও পারদর্শীতা ঝালিয়ে নিতেই তিব্বতের মালভূমিতে পাকাপাকিভাবে ঘাঁটি গেড়েছে লালফৌজ। সঙ্গে রয়েছে পিএল-১৮১ মডেলের বিশেষ সামরিক গাড়িতে বসানো শক্তিশালী হাউৎজার কামান। এগুলির পাল্লা অন্তত ৫০ কিলোমিটার। উপগ্রহ মারফত ছবি ও সংকেত পেলে কম্পিউটারের সাহায্যে লেজার গাইডেড হয়ে নির্ভুল নিশানায় আঘাত করতে

মধ্যবিত্তর পকেটসই দামে জানুয়ারিতেই লঞ্চ করছে SAMSUNG-এর ‘M’ সিরিজ

Image
দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই ভারতের স্মার্টফোনের বাজারের একটা বড় অংশ নিজেদের দখলে রেখেছিল Samsung। তবে সাম্প্রতিককালে Vivo, Oppo, Xiaomi-র দাপটে মিড রেঞ্জের ফোনের বাজার প্রায় হাতছাড়া হতে বসেছে দক্ষিণ কোরিয়ার নামী এই মোবাইল প্রস্তুতকারক সংস্থার। তাই এ বার ভারতের মিড রেঞ্জের স্মার্টফোনের বাজার ধরতে আসরে নামছে Samsung। চলতি মাসেই মধ্যবিত্তর পকেটসই দামে Samsung লঞ্চ করতে চলেছে তাদের 'M' সিরিজের নতুন দুটি স্মার্টফোন, Galaxy M10 আর Galaxy M20। Samsung-এর 'M' সিরিজের স্মার্টফোনগুলি তৈরি হয়েছে নয়ডায়। এ বার এক নজরে দেখে নেওয়া যাক Galaxy M10 আর Galaxy M20-র ফিচার... এক নজরে দেখে নেওয়া যাক Samsung Galaxy M10-এর স্পেসিফিকেশন: ১) ৬ ইঞ্চি ফুল এইচডি ইনফিনিটি ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৭৬ শতাংশের বেশি। ২) ৩ জিবি RAM আর ১৬ জিবি / ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা microSD কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ৩) Android ৮.১ (Oreo) আর Exynos ৭৮৭০ Octa (১৪ nm) চিপসেট। ৪) ১২ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ আর ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৫) রয়েছে

বউয়ের কাছে হিরো সাজতে গিয়ে জেলে যেতে হতে পারে আলিপুরদুয়ারের জেলাশাসককে

Image
থানায় অভিযুক্তকে পেটানোর ঘটনায় বিপদ বাড়তে চলেছে অলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল। মঙ্গলবার নবান্নসূত্রে জানা গিয়েছে, নিখিলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। তেমন হলে, জেলে যেতে হতে পারে আইএএসকে।  এদিন নবান্ন থেকে জানা গিয়েছে, আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মলের বিরুদ্ধে হেফাজতে থাকাকালীন বন্দিকে অনধিকার নির্যাতনের অভিযোগ দায়ের করা হতে চলেছে। নবান্নের শীর্ষ প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, থানায় যাওয়ারই কথা নয় নিখিল নির্মলের। সেখানে গিয়েই আইন ভেঙেছেন তিনি। গ্রেফতার হওয়া যুবককে মারধর তো আরও গর্হিত। সূত্রের খবর, আগে নবান্নের সুনজরে থাকলেও সম্প্রতি আলিপুরদুয়ারের জেলাশাসকের সঙ্গে জেলাপ্রশাসনের শীর্ষকর্তাদের সম্পর্ক ভাল যাচ্ছিল না। ছুটিতে পাঠানোর আগে ঘটনা সম্পর্কে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, 'যা করেছি, বেশ করেছি। যা হয় দেখে নেব।' এর পরই তাঁকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় নবান্ন।  ওদিকে একই সুরে কথা বলেছেন আলিপুরদুয়ারের আইসি সৌম্যজিত রায়। তাঁর কথায়, আইনের ঊর্ধ্বে কেউ নয়। উনি অপরাধ করেছেন। তাই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলাশাসকের বিরুদ্ধে মামলা দায়ের করতে ইতিমধ্

বনধের দ্বিতীয় দিনে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিভিন্ন জায়গায় ট্রেন অবরোধ, ব্যহত রেল পরিষেবা

Image
বাম শ্রমিক সংগঠনগুলি ডাকা ৪৮ ঘণ্টা বনধের দ্বিতীয় দিনে শিয়ালদহ দক্ষিণ শাখায় সকাল থেকেই ট্রেন চলাচল ব্যহত। একাধিক লাইনে রেল পরিষেবা ব্যহত হয়েছে। ওভারহেডের তারে কলাপাতা ফেলে ট্রেন অবরোধ করা হয়েছে দক্ষিণ বারাসত, মথুরাপুরে বিঘ্নিত রেল পরিষেবা। কাকদ্বীপ শাখাতেও বনধের প্রভাব পড়েছে। নেতড়া-বাসুলডাঙায় রেললাইনের ওভার হেডে কলাপাতা ফেলে রেল অবরোধ করা হয়। লক্ষ্মীকান্তপুর-নামখানা-ডায়মন্ডহারবার শাখায় ব্যহত রেল পরিষেবা।   বারাকপুরে বনধের দ্বিতীয় দিনে দু একটি জুটমিল ছাড়া বাকি সব মিলগুলিই বন্ধ রয়েছে। তবে যাদবপুর, বারাসতে বনধের দ্বিতীয় দিনে এখনও স্বাভাবিক রয়েছে। গতকাল এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত অশান্তি দেখা যায়। গতকালের অশান্তির জেরে যাদবপুর, বারাসতের চাঁপাডালি মোড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়েছে। হাওড়া ব্রিজেও স্বাভাবিক রয়েছে যান চলাচল। নিত্য দিনের মতোই চেনা ছবি  মৌলালীতে।    তবে বহরমপুরে বনধের প্রভাব পড়েনি। সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাস চলছে। ট্রেন চলছে স্বাভাবিক। গতকাল বিক্ষিপ্ত অশান্তি হলেও আজ কিন্তু কর্মব্যস্ত ছবিটাই দেখা দিচ্ছে।একই ছবি বাঁকুড়াতেও। বনধের দ্বিতীয় দ

‌প্রাথমিক স্কুলে হামলা দুষ্কৃতীর, জখম ২০ ছাত্রছাত্রী

Image
প্রাথমিক স্কুলে হামলা চালিয়ে ২০ জন ছাত্রছাত্রীকে জখম করল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১.‌১৫ মিনিট নাগাদ বেজিং–এর শিচেং ডিস্ট্রিক্টের শুয়ানউ অঞ্চলের একটি প্রাথমিক স্কুলে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিসের ছয়টি গাড়ি। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, এদিন সকালে স্কুলে অভিভাবকদের সঙ্গে শিক্ষকশিক্ষিকাদের বৈঠক ছিল। স্কুলে ভর্তি ছিল ছাত্রছাত্রীরা। বৈঠক চলাকালীন দোতলায় ওঠার সিঁড়িতে দ্বিতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের উপর হামলা করে স্কুলেরই এক কর্মী। কী দিয়ে হামলা হয়েছে পুলিস তা না জানালেও প্রাথমিক অনুমান, হাতুড়ি বা ছুরি দিয়ে ছাত্রছাত্রীদের উপর চড়াও হয়েছিল দুষ্কৃতী। কেন ওই কর্মী ছোট শিশুদের উপর হামলা করে সেসম্পর্কে বিস্তারিত না জানালেও শিচেং ডিস্ট্রিক্ট প্রশাসন সোশ্যাল মিডিয়ার পোস্টে স্বীকার করেছে, যে ২০ জন ছাত্রছাত্রীর উপর হামলা হয়েছিল তারা সবাই হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। আহত শিশুদের সবার চিকিৎসাই ভালোভাবে সম্পন্ন হয়েছে। সবাই নিরাপদে আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

‌পরমাণু অস্ত্রধারী দেশগুলির মধ্যে লড়াই আসলে আত্মহত্যার সমান:‌ ইমরান

Image
তাঁর শান্তি আলোচনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য ভারতকেই দায়ী করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, '‌দুটি পরমাণু শক্তিধর দেশের কখনওই যুদ্ধের কথা চিন্তা করা উচিত নয়। শৈত্য যুদ্ধ হতে পারে না। কারণ যেকোনও সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। একমাত্র পথ হল দ্বিপাক্ষিক আলোচনা। দুটি পরমাণু অস্ত্রধারী দেশের পরস্পরের মধ্যে লড়াই বেঁধে যাওয়া আসলে আত্মহত্যা করার সামিল।'‌     ইমরান বলেছেন, তিনি আজও চান, দিল্লির সঙ্গে আলোচনায় বসতে। পাকিস্তানের বিরুদ্ধে বরাবর সন্ত্রাসে মদত দেওয়া এবং পাকিস্তানের মাটিকে ব্যবহার করে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর অভিযোগ করছে ভারত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ অধিবেশনেও একই অভিযোগ করেছে দিল্লি। কিন্তু বারবারই সেই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। ইমরান প্রধানমন্ত্রী হয়েই বলেছিলেন, ভারত শান্তি স্থাপনের জন্য একটা পদক্ষেপ করলে তাঁরা দুটো পদক্ষেপ করবেন। ওই সাক্ষাৎকারে ইমরান ফের সেই প্রসঙ্গ তুলে বলেন, '‌ভারতকে একটা পদক্ষেপ নিতে আহ্বান করা হয়েছিল। তাহলে আমরা দুটো পদক্ষেপ করতাম। কিন্তু ভারত বারবার পাকিস্তানের আহ্বান

কলেজে না এসেই ভর্তি, নথি পরীক্ষা হবে পরে

Image
স্নাতক স্তরে ভর্তির জন্য কলেজে আসতে হবে না ছাত্রছাত্রীদের। আবেদন করা থেকে শুরু করে ব্যাঙ্কে টাকা জমা দেওয়া— পুরো বিষয়টিই হবে অনলাইনে। প্রথম ক্লাস শুরুর দিনই কলেজে আসবেন পড়ুয়ারা। তথ্য যাচাই বা ভেরিফিকেশন তখনই হবে। মঙ্গলবার রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। চয়েস বেসড ক্রেডিট সিস্টেম (‌সিবিসিএস)‌–এ পরীক্ষায় বসতে গেলে ক্লাসে ৬০ শতাংশ হাজিরা থাকা বাধ্যতামূলক। এই বিষয়টি যেন কলেজের পক্ষ থেকে ভর্তির সময়ই পড়ুয়াদের জানানো হয়, বিশ্ববিদ্যালয়গুলিকে তা দেখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে স্নাতকোত্তর স্তরে ভর্তির ক্ষেত্রে ৬০ ও ৪০–এর যে অনুপাতটি আছে, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলির মতামত চাওয়া হয়েছে। সিবিসিএসে হাজিরার পাশাপাশি নিয়মিত ক্লাস করার বিষয়টিও রয়েছে। এই প্রসঙ্গে কলেজ শিক্ষকদের প্রিপ্যারেটরি ডে হিসেবে একদিনের ছুটির প্রসঙ্গটি ওঠে। এ নিয়ে খুব শিগগির দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, সপ্তাহে পাঁচ দিনের বদলে ছ'‌দিন কলেজে আসুন শিক্ষকরা, এমনটাই চায় উচ্চশিক্ষা দপ্তর। কার

নিখিলকে সরানোর প্রক্রিয়া শুরু

Image
আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মলের বিরুদ্ধে কড়া মনোভাব নিচ্ছে রাজ্য সরকার। জেলাশাসকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছে নবান্ন। ভোটার তালিকার কাজ চলছে। জেলাশাসকরাই এই কাজের দায়িত্বে। সেজন্যই নির্বাচন কমিশনের কাছে অনুমতি চাওয়া হয়েছে। সূত্রের খবর, স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিবের‌ দায়িত্বে থাকা এক আইএএস–কেই আলিপুরদুয়ারের জেলাশাসক করে পাঠানো হচ্ছে। নিখিল নির্মলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও শুরু হচ্ছে। থানায় ঢুকে এই জেলাশাসক ও তাঁর স্ত্রী অভিযুক্ত বিনোদ সরকারকে যেভাবে মারধর করেছেন, তা আইনবিরুদ্ধ‌। শুধু তাই নয়, থানার লকআপে মারধর করায় মানবাধিকার লঙ্ঘনের তদন্ত শুরু করেছে মানবাধিকার কমিশনও। ফালাকাটা থানার আইসি–ও জেলাশাসকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন। অভিযুক্ত বিনোদের বাবা রাজমোহন সরকার জেলাশাসক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। রবিবার ঘটনার পরই জেলাশাসককে ১০ দিনের ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। স্ত্রী নন্দিনী কৃষ্ণনকে ফেসবুকে অশালীন মন্তব্য করায় বিনোদ সরকার নামে এক যুবককে থানায় ডেকে এনে মারধরের অভিযোগ ওঠে জেলাশাস

স্ত্রীর পা-কে সাপ ভেবে ভ্রম স্বামীর, ব্যাট দিয়ে ভেঙে দিলেন পা!

Image
সাপের মতো দেখতে এই পোশাকটাই পরে শুয়ে ছিলেন মহিলা। ফ্যাশন শো-এর খুব শখ মহিলার। তাই নানা রকম শৌখিন পোশাক বাড়িতে এনে সেগুলো ট্রায়াল দিতেন। সেই পোশাক পরে বিভিন্ন ভঙ্গিতে ছবিও তুলতেন। কিন্তু ওই শখই চরম বিপত্তি ডেকে আনল। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হাসির রোল ওঠে। নেটিজেনদের অনেকে আবার দুঃখপ্রকাশও করেছেন। ঠিক কী হয়েছিল? অস্ট্রেলিয়ার বাসিন্দা ওই মহিলা সাপের চামড়ার মতো একটি পোশাক কিনে নিয়ে আসেন। পা পর্যন্ত ঢাকা সেই পোশাক। সেটা পরে সারা দিন নানা ছবিও তোলেন। পোশাকটি এতই পছন্দের ছিল যে মহিলা সেটা পরেই রাতে শুয়ে পড়েন। গায়ে চাদর ঢাকা দেওয়া ছিল তাঁর। তবে পা দুটো চাদরের বাইরেই ছিল। মহিলার স্বামী ফিরে এসে শোয়ার ঘরে ঢুকেই চমকে যান। শোয়ার ঘরে টিম টিম করে আলো জ্বলছিল। সেই কম আলোতেই তাঁর স্ত্রীর পা দুটোকে ভেবেছিলেন সাপ। আর বিন্দুমাত্র দেরি করেননি তিনি। ঘরের কোণেই রাখা বেসবলের ব্যাট দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করেন স্ত্রীর পা দুটোর উপর। স্ত্রী যন্ত্রণায় চিত্কার করে উঠতেই ভুল ভাঙে তাঁর। তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছিল। রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। পা ভেঙে যায় মহিলার। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই নানা

বামেদের ধর্মঘটকে প্রথম দিনেই তামাশায় পরিণত করল রাজ্যবাসী

Image
সকাল সওয়া ৭টার বিবেকানন্দ রোড। এক-একটি সরকারি-বেসরকারি বাস থেকে খুদে পড়ুয়াদের নিয়ে নেমে অভিভাবকরা নির্ভয়ে স্কুলের গেট পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। বাসের ভিড়? আর পাঁচটা দিনের মতোই। রাস্তাঘাট সচল। মানুষজন বেরিয়েছেন। দেখলে কে বলবে, এদিন অর্থাৎ মঙ্গলবার ১২ দফা দাবিতে সারা দেশে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন বাম ও ডানপন্থী শ্রমিক সংগঠন! তবে আর পাঁচটি দিনের সঙ্গে একটি-দুটি ফারাক ছিল বৈকি। মানুষের ভোগান্তি বাড়িয়ে এদিন প্রচুর এটিএম বন্ধ ছিল। আর বড়সড় ঝামেলার আশঙ্কায় মোড়ে মোড়ে ছিল পুলিস পিকেট। যদিও বড় ঝামেলা দূরঅস্ত, ধর্মঘট যে এখন বাঙালির দু'চোখের বিষ, এদিন তা রাস্তায় নেমে ফের প্রমাণ করল রাজ্যবাসী। তামাশায় পরিণত হল ঢাক-ঢোল পিটিয়ে সিটু এবং আইএনটিইউসি'র ডাকা দু'দিনের ধর্মঘটের প্রথম পর্ব। যদিও বারাসতে একটি স্কুল বাসে ভাঙচুর চালিয়ে বা শোভাবাজার মোড়ে চলন্ত বাসের তলায় আগুন দিয়ে, সকাল ও বেলায় দফায় দফায় হিংসাত্মকভাবে ট্রেন-বাস অবরোধের চেষ্টা করে ধর্মঘট সফল করার আপ্রাণ চেষ্টা চলে। বেলা যত গড়িয়েছে, গণ পরিবহণে উপচে পড়া ভিড় বুঝিয়ে দিয়েছে, গোড়াতেই দু'দিনের ধর্মঘটকে 'না' বলছে মানুষ। কলকা

২,০০০ টাকা পর্যন্ত সস্তা হল রেডমি নোট ৫ প্রো

Image
মাস খানেক আগে রেডমি নোট ৬ প্রো লঞ্চের ঠিক আগে একবার কমেছিল দাম। আরও সস্তা হল শাওমির সাম্প্রতিক ইতিহাসে সবথেকে জনপ্রিয় স্মার্টফোন রেডমি নোট ৫ প্রো। ভারতে কোম্পানির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে এই ফোনের দাম কমিয়েছে কোম্পানি। দাম কমার পরে ভারতে 4GB RAM Redmi Note 5 Pro এর দাম ১২,৯৯৯ টাকা। অন্যদিকে হাই এন্ড 6GB RAM Redmi Note 5 Pro কিনতে খরচ হয় ১৩,৯৯৯ টাকা। ভারতে পাঁচটি রঙে পাওয়া যায় ২০১৮ সালের বেস্ট সেলিং স্মার্টফোন। ইতিমধ্যেই অনলাইনে নতুন দামে রেডমি নোট ৫ প্রো বিক্রি শুরু হয়েছে। Redmi Note 5 Pro স্পেসিফিকেশান ডুয়াল সিম Redmi Note 5 Pro তে রয়েছে ৫.৯৯ ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকছে একটি Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ। Redmi Note 5 Pro তে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে একটি ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। কানেক্টিভিটির জন্য Redmi Note 5 Pro তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth, GPS/ A-GPS,

ট্রেনের ধাক্কা, কাঁধে হাত রেখেই বিদায় ২ বন্ধুর

Image
কাটোয়া: অভিন্নহৃদয় বন্ধুদের ধরে থাকা হাত ছিটকে গেল ট্রেনের আঘাতে। হাতে হাতে রেখেই জীবন থেকে মৃত্যুর পথে পাড়ি দিলেন দুই বন্ধু। কাটোয়া-বর্ধমান লাইনের শ্রীখণ্ড এলাকার মর্মান্তিক ঘটনা। শীতের রাতে শিমন হেমব্রম, ফ্রানসিস্ট হেমব্রম– দুই বন্ধু একে অন্যের কাঁধে হাত রেখে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন। রাতের অন্ধকারে ট্রেনের হুইসল কানে গেলেও, চোখ গিয়েছিল ধাঁধিয়ে। বুঝতে পারেননি, তাঁদের হেঁটে যাওয়ার পথেই ঢুকে পড়েছে একটি ট্রেন। ট্রেনের আঘাতে দুজনে দুদিকে ছিটকে পড়েন। ঘটনাস্থলে প্রাণ হারান ফ্রানসিস্ট। শিমনকে রেললাইন থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দা নিয়ে যান কাটোয়া মহকুমা হাসপাতালে। সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এতটা ধকল নিতে পারেননি জখম শিমন। বর্ধমানে পৌঁছনোমাত্রই চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শ্রীখন্ড ডাকবাংলোর কাছে আদিবাসী পাড়ায় বাড়ি শিমন এবং ফ্রানসিস্টের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু'জনেই জনমজুরের কাজ করতেন। অবিবাহিত দুই বন্ধুর ওপরেই ছিল পরিবারের দায়িত্ব। সারাদিন কাজকর্ম করার পর তাঁরা শ্রীখণ্ড বাজারের কাছে আড্ডা দিতেন। তারপর রাতে একসঙ্গে ব

সেনার থেকে ৩২০০টি গরু কিনছে মহারাষ্ট্র সরকার

Image
এবার সেনার কাছ থেকে ৩২০০টি গরু কিনতে চলেছে মহারাষ্ট্র সরকার৷ এই বিষয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে চুক্তিও স্বাক্ষর করে ফেলেছে সেরাজ্যের পশুপালন দপ্তর৷ চলতি মাসের ১৪ তারিখ থেকে শুরু হবে এই গরু কেনার প্রক্রিয়া৷ জানা গিয়েছে, পিম্প্রি, নাসিক, আহমেদনগর-সহ আরও কয়েকটি স্থানে তাঁদের নিজস্ব ফার্ম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক৷ গত বছর একটি রিপোর্ট পেশ করেছিল প্রাক্তন সেনা কর্তা লেফটেন্যান্ট জেনারেল ডিবি শেকাতকরের নেতৃত্বাধীন একটি কমিটি৷ যে রিপোর্টে সেনার ব্যয় সংকোচের কথা বলা হয়েছিল৷ সেই উদ্দেশ্যে ১৮৮টি প্রস্তাব দিয়েছিল শেকাতকর কমিটি৷ যার মধ্যে, অন্যতম সেনার অধীনস্থ ফার্মগুলিকে বন্ধ করার প্রস্তাব৷ সূত্রের খবর, সেই প্রস্তাব মতোই উক্ত স্থানগুলিতে সেনার অধীনস্থ ফার্ম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ কিন্তু মন্ত্রকের চিন্তা বেড়েছিল ফার্মগুলিতে থাকা গরু নিয়ে৷ তবে স্বরাষ্ট্রমন্ত্রকের এই চিন্তা দূর করতে এগিয়ে আসে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সরকার৷ বন্ধ হতে চলা ওই ফার্মগুলি থেকেই ৩২০০টি গরুকে কিনতে চলেছে তাঁরা৷ সেরাজ্যের পশুপালন দপ্তরের দায়িত্

বন্‌ধের প্রথম দিনে স্কুল খোলা থাকলেও হাজিরা কম, বন্ধ পরীক্ষা

Image
দেশ জুড়ে বাম শিবিরের বন্‌ধের ডাকের মধ্যে মঙ্গলবার কলকাতা-সহ রাজ্যে বেশ কিছু স্কুল খোলা ছিল ঠিকই। কিন্তু পড়ুয়ার হাজিরা ছিল খুবই কম।কোথাও কোথাও নির্ধারিত পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। ছাত্রছাত্রীর সংখ্যার দিক থেকে রাজ্যের সব থকে বড় স্কুল সাউথ পয়েন্টে এ দিন ২০-২৫ শতাংশের বেশি পড়ুয়া আসেনি বলে স্কুলের তরফে জানালেন কৃষ্ণ দামানি। আজ, বুধবার প্রস্তাবিত বন্‌ধের দ্বিতীয় দিনে সেখানে কয়েকটি ক্লাসের পরীক্ষা নেওয়ার কথা ছিল। সেই সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে বলে জানান দামানি। সল্টলেকের ভবনস গঙ্গাবক্স কানোরিয়া বিদ্যামন্দিরের অধ্যক্ষা রেখা বৈশ্য জানালেন, মঙ্গল ও বুধবার, দু'দিনই তাঁদের স্কুলে পরীক্ষা ছিল। আগে থেকেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত তাঁরা পড়ুয়াদের জানিয়ে দিয়েছিলেন। এ দিন ১০ শতাংশের কম পড়ুয়া ক্লাসে এসেছিল। দোলনা স্কুলের অভিভাবকদের একাংশের অভিযোগ, সকালে ফোন করলে জানানো হয়, স্কুল খোলা। কিন্তু গিয়ে দেখা যায়, স্কুল এ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। অবশ্য দশম শ্রেণির টেস্ট যে স্থগিত থাকবে, তা আগেই জানিয়েছিলেন স্কুল-কর্তৃপক্ষ। তবে প্রিন্স আনোয়ার শাহ রোডের রামমোহন মিশন স্কুলে হাজিরা খুব কম ছিল না ব

ধর্মঘটের দ্বিতীয় দিন, সকাল থেকে সচল শহর

Image
কলকাতা: ধর্মঘটের দ্বিতীয় দিন সচল শহর৷ ট্রেন পরিষেবা স্বাভাবিক হাওড়া, শিয়ালদহে৷ হাওড়া স্টেশনের বাইরে প্রিপেড ট্যাক্সি লাইনে লম্বা লাইন হলেও, পর্যাপ্ত রয়েছে ট্যাক্সি৷   শ্যামবাজার, ধর্মতলা, গড়িয়ায় সকাল থেকেই পরিষেবা স্বাভাবিক রয়েছে৷ শহর জুড়ে নেমেছে পুলিশ৷ কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির শুরু থেকেই যাতে মোকাবিলা করা যায়, তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলিতে৷ রাস্তায় রয়েছে সরকারি, বেসরকারি বাস৷ বাইরে বেড়িয়ে ট্যাক্সি না পাওয়ার অভিযোগ করেননি কেউই৷ তাই দুর্ভোগের আশঙ্কা আপাতত নেই বলে জানা গিয়েছে৷ তবে গতকাল অর্থাৎ ধর্মঘটের প্রথম দিন বেশ কিছুটা সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রীরা৷ বাড়ি থেকে বেড়িয়ে ট্রেন অবরোধের মুখে পড়ে নাকাল হতে হয়েছিল যাত্রীদের৷ ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা কেমন থাকবে, সেই দিকেই তাকিয়ে রাজ্য৷

স্থানীয়দের সাহায্যে কাশ্মীরে সক্রিয় ৩০০রও বেশি জঙ্গি: স্বরাষ্ট্রমন্ত্রক

Image
নয়াদিল্লি: চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ এক বিবৃতিতে মন্ত্রকের দাবি জম্মু কাশ্মীরে প্রায় ৩০০ জন জঙ্গি সক্রিয় রয়েছে৷ এদের প্রত্যেককে মদত দিচ্ছে স্থানীয়রা৷ স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হংসরাজ আহির এদিন লোকসভায় এই বক্তব্য তুলে ধরেন৷ তিনি বলেন কেন্দ্র সন্ত্রাসবাদ কোনও ভাবেই সহ্য করবে না৷ জঙ্গি হামলা ঠেকাতে সেনাকে তৎপর ও সব ধরণের মোকাবিলা করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য বলছে ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে ১২১৩ বার৷ ১৮৩ জন নাগরিক প্রাণ হারিয়েছেন৷ ৭৩৮ জন জঙ্গিকে খতম করা গিয়েছে৷ মঙ্গলবার লোকসভায় হংসরাজ আহির বলেন, কেন্দ্রের পক্ষ থেকে জঙ্গি দমনে বেশ কিছু কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে৷ ক্রমাগত নিরাপত্তার ও সুরক্ষার দিকটি পর্যালোচনা করেছে কেন্দ্র৷ জোর দেওয়া হয়েছে সীমান্তবর্তী এলাকায় নজরদারিতে৷ সতর্ক থাকতে বলা হয়েছে সেনাকে৷ স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি প্রধানমন্ত্রী উন্নয়ন যোজনায় ৮০০৬৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ জম্মু কাশ্মীরের যুবকদের জীবনের মূলস্রোতে থাকতে সাহায্য করার জন্য আয়োজন করা হয়েছে বিভিন্ন ক্রীড়া

কলকাতায় জন্মানো গীতা প্রধান হিসাবে দায়িত্ব নিলেন আইএমএফ-এর, তৈরি হল নয়া ইতিহাস

Image
অক্টোবরে দায়িত্ব পেয়েছিলেন। তবে নতুন বছরের শুরুতে এদিন থেকে আইএমএফ-এর প্রধান হিসাবে কাজ শুরু করলেন গীতা গোপীনাথ। এই প্রথম কোনও মহিলা এই সংস্থার প্রধানের পদে বসলেন। তাও আবার ভারতীয় এবং একেবারে খাস কলকাতার মেয়ে। গীতার জন্ম কলকাতায়। তবে বেড়ে ওঠা ও স্কুল শিক্ষা মাইসোরে। তাই এই শহরের সঙ্গে রয়েছে আত্মার টান। তিনি ২০০১ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে বিএ ও দিল্লি স্কুল অব ইকোনমিক্স থেকে গীতা অর্থনীতিতে স্নাতকোত্তর করেছেন। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর কলকাতায় গীতার জন্ম। তাঁর বাবা টিভি গোপীনাথ ও মা বিজয়লক্ষ্মী কেরলের মানুষ। তবে গীতার কলকাতায় জন্ম হয়েছে। তাঁর বাবা মা এখন মাইসোরের বাসিন্দা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির প্রফেসর গীতা মওরিস অবস্টফেল্ডের স্থলাভিষিক্ত হয়েছেন। দায়িত্ব পাওয়ার পরই আইএমএফ এর এমডি ক্রিস্টিন ল্যাগার্ডে গীতার ভূয়সী প্রশংসা করেছিলেন।

উচ্চবর্ণের সংরক্ষণে বড় জিত কেন্দ্রের, লোকসভায় পাশ হল সংবিধান সংশোধনী বিল

Image
উচ্চশিক্ষায় আর্থিক উচ্চবর্ণের আর্থিকভাবে পিছিয়ে পড়াদের সংরক্ষণের জন্য সংবিধান সংশোধনী বিল পাশ হয়ে গেল লোকসভায়। এতদিন জাতপাতের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার চল ছিল। এবার আর্থিকভাবে দুর্বলরাও পেতে চলেছে সংরক্ষণের অধিকার। বুধবার বিলটি পেশ হবে রাজ্যসভায়। মঙ্গলবার লোকসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী তাওয়ারচন্দ গেহলট। ৫৪৩ সদস্যের লোকসভায় ৩২৩টি ভোট পড়েছে বিলের পক্ষে। বিপক্ষে পড়েছে ৩টি ভোট।  এদিন সাড়ে চার ঘণ্টা ধরে বিলটি নিয়ে বিতর্ক চলে লোকসভায়। বিরোধীরা প্রশ্ন তোলে, বিলটি সুপ্রিম কোর্টে মামলা হলে ধাক্কা খেতে পারে। কিন্তু এব্যাপারে আত্মবিশ্বাসী তওয়ারচন্দ গেহলত। তিনি বিরোধী দলগুলির সমর্থন চেয়েছেন। গেহলতের দাবি, সংবিধান অবজ্ঞা করেই ১০ শতাংশ সংরক্ষণের ব্যস্থা করেছিল নরসিমা রাও সরকার। কিন্তু নরেন্দ্র মোদীর উদ্দেশ্য ও নীতি স্বচ্ছ। তাই সংবিধানের নিয়ম মেনেই সংরক্ষণের ব্যবস্থা করেছেন। বিলটি নিয় বিতর্ক চলাকালীন শেষবেলায় সংসদে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধীও। বিলটির বিরোধিতা করে এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি

‌লোকসভায় পাশ হল জাতীয় নাগরিকপঞ্জী বিল

Image
বিরোধী দলগুলির প্রবল বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় পাশ হয়ে গেল জাতীয় নাগরিকপঞ্জী বিল। আগামীকাল অর্থাৎ বুধবার রাজ্যসভায় পেশ করা হবে বিলটিকে। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরনার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই বিলটি পাশ করাতে চাইছে কেন্দ্র। তবে কংগ্রেস–সহ বাম দলগুলি এবং অন্যান্য বিরোধী দলগুলি প্রথম থেকেই এই বিলের তীব্র বিরোধিতা করতে থাকে। তাঁদের দাবি, বিলটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের বিরুদ্ধে। পরে কংগ্রেসের সাংসদরা  এই বিলের বিরুদ্ধে লোকসভা কক্ষ থেকে ওয়াক আউট করেন। এদিন কেন্দ্রের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিলটি লোকসভায় পেশ করেন। এই নাগরিকপঞ্জী বিল অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পর্যন্ত বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে যে সমস্ত অমুসলিমরা এদেশে এসেছেন, তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। শুধু হিন্দু নয়, এই বিলের মাধ্যমে খ্রিষ্টান, জৈন, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষও এই সুবিধা পাবেন। তবে বিরোধী দল এবং নাগরিক সমাজ ইতিমধ্যে এই বিলের বিরোধিতা করে জানিয়েছে, এই বিল পাশ হয়ে আইনে পরিণত হলে ১৯৭১ সালের পর বাংলাদেশ থেকে বেআইনিভাবে এদেশে আসা হিন্দুরাও ভারতের নাগ

দ্বিতীয় দিনে ধর্মঘট, কলকাতা-সহ রাজ্যের ছবি কী?

Image
জয়নগরে রেল অবরোধ। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সাধারণ ধর্মঘটের প্রথম দিনে কলকাতা-সহ সারা রাজ্য জুড়েই পথে থাকলেন বাম নেতা-কর্মীরা। সকাল সকাল সিপিএমের প্রথম সারির বেশ কিছু নেতাকে গ্রেফতার করে হাজতে পুরল পুলিশ। মোটের উপর স্বাভাবিক ছিল জনজীবন তবে জেলায় জেলায় বিক্ষিপ্ত গন্ডগোল হয়েছে। বাস ভাঙচুর হয়েছে। ট্রেন অবরোধ করা হয়েছে। এমনকী মেট্রো স্টেশনে ঢুকেও বিক্ষোভ দেখান সমর্থকেরা। ট্রেড ইউনিয়নগুলির ডাকা এই সাধারণ ধর্মঘট দু'দিনের। আজ বুধবারও রাজ্য জুড়ে বন‌্ধ পালন করবেন তাঁরা। এ দিন ধর্মঘট করতে নামলে বামেদের 'উত্তম-মধ্যম' দেওয়া হবে বলে ইতিমধ্যেই হুমকি দিয়ে রেখেছেন রাজ্যের এক মন্ত্রী। বামেরা আবার পাল্টা মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ এবং প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলেছে। এ সবের জেরেই দু'দিনের ধর্মঘটকে ঘিরে তুঙ্গে উঠল বাম এবং তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের স্নায়ুর লড়াই। আজ বন‌্ধের ছবিটা গতকালের থেকে আলাদা হবে নাকি গতকালের মতই থাকবে তা জানতে নজর রাখুন • গড়িয়া মোড়ে কড়া পুলিশ প্রহরা। বন‌্ধের কোনও প্রভাব এখনও পর্যন্ত নেই • শ্যামবাজার মোড়ে টহলে নজরদারি সিনিয়র অফিসারদের