দ্বিতীয় দিনে ধর্মঘট, কলকাতা-সহ রাজ্যের ছবি কী?

জয়নগরে রেল অবরোধ।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সাধারণ ধর্মঘটের প্রথম দিনে কলকাতা-সহ সারা রাজ্য জুড়েই পথে থাকলেন বাম নেতা-কর্মীরা। সকাল সকাল সিপিএমের প্রথম সারির বেশ কিছু নেতাকে গ্রেফতার করে হাজতে পুরল পুলিশ। মোটের উপর স্বাভাবিক ছিল জনজীবন তবে জেলায় জেলায় বিক্ষিপ্ত গন্ডগোল হয়েছে। বাস ভাঙচুর হয়েছে। ট্রেন অবরোধ করা হয়েছে। এমনকী মেট্রো স্টেশনে ঢুকেও বিক্ষোভ দেখান সমর্থকেরা।

ট্রেড ইউনিয়নগুলির ডাকা এই সাধারণ ধর্মঘট দু'দিনের। আজ বুধবারও রাজ্য জুড়ে বন‌্ধ পালন করবেন তাঁরা। এ দিন ধর্মঘট করতে নামলে বামেদের 'উত্তম-মধ্যম' দেওয়া হবে বলে ইতিমধ্যেই হুমকি দিয়ে রেখেছেন রাজ্যের এক মন্ত্রী। বামেরা আবার পাল্টা মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ এবং প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলেছে।

এ সবের জেরেই দু'দিনের ধর্মঘটকে ঘিরে তুঙ্গে উঠল বাম এবং তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের স্নায়ুর লড়াই। আজ বন‌্ধের ছবিটা গতকালের থেকে আলাদা হবে নাকি গতকালের মতই থাকবে তা জানতে নজর রাখুন

• গড়িয়া মোড়ে কড়া পুলিশ প্রহরা। বন‌্ধের কোনও প্রভাব এখনও পর্যন্ত নেই

• শ্যামবাজার মোড়ে টহলে নজরদারি সিনিয়র অফিসারদের। 

• এসপ্ল্যানেড মোড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।