Posts

Showing posts from September 22, 2018

ভারত থেকে 'অস্কার এন্ট্রি' অসমিয়া সিনেমা 'ভিলেজ রকস্টার্স' এর

Image
অস্কারের দৌড়ে সেরা বিদেশি সিনেমা বিভাগে ঢুকে পড়ল ভারতের একটি আঞ্চলিক সিনেমা। অসমিয়া ভাষায় তৈরি 'ভিলেজ রকস্টার্স' এবার অস্কারের দৌড়ে ভারতের প্রতিনিধি। বলিউড সিনেমার পাশাপাশি এই সিনেমা নিয়েও আগ্রহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। 'ভিলেজ রকস্টার্স' একেবারে আন্তর্জাতিক মানের সিনেমা। এমন সিনেমাকে বাছতে পেরে আমরাও গর্বিত। সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন জুরি বোর্ডের সদস্য অনন্ত মহাদেবন। এই সিনেমাটি পরিচালনা করেছেন রিমা দাস। একটি কমবয়সী মেয়ে গল্প এটি। সে ভালো গিটার বাজায়। এমন এক পুরুষতান্ত্রিক সমাজে যেখানে মহিলাদের প্রতি মুহূর্তে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়। দশ বছর বয়সী সেই ধুনু অসমের এক প্রত্যন্ত গ্রামে থাকে। নিজের গিটার দিয়ে সে বিশ্বের কাছে নিজেকে মেলে ধরতে চায়। ভারত থেকে অস্কারের দৌড়ে রয়েছে রাজি, পদ্মাবত, হিচকি, অক্টোবর, কড়ভি হাওয়া, ১০২ লট আউট, প্যাডম্যান, মান্টো-র মতো সিনেমা। ভারত থেকে মোট ২৯টি সিনেমা প্রতিযোগিতায় রয়েছে।

আগামী পাঁচ বছর ভারতীয় দলের সব ম্যাচ সরাসরি দেখাবে জিও

Image
প্রায় প্রতি দিনই কিছু না কিছু নতুন ধামাকা নিয়ে হাজির হচ্ছে জিও৷ সম্প্রতি কোম্পানির দুই বছর পূর্তি উপলক্ষ্যে একাধিক অতিরিখত ডাটা ও ক্যাশব্যাক অফার নিয়ে এসেছিল মুকেশ আম্বানির কোম্পানি। এবার ভারতের ক্রিকেট প্রামীদের মুখে হাসি ফোটাতে নতুন ফিচার নিয়ে এলো মুম্বাইয়ের কোম্পানিটি। এতোদিন শুধুমাত্র ট্রলিভিশান ও হটস্টার অ্যাপ থেকে ভারতের ক্রিকেট ম্যাচ সরাসরি দেখা যেত। টেলিভিশনের পাশাপাশি জিও টিভিতেও যাতে সবাই ম্যাচ লাইভ দেখতে পারেন, সেই ব্যবস্থাই এবার করে ফেলল মুকেশ আম্বানির সংস্থা ৷ স্টারের সাথে হাত মিলিয়ে আগামী পাঁচ বছর ভারতীয় ক্রিকেট দলের সব ম্যাচ লাইভ দেখাবে জিও৷ এর ফলে আগামী পাঁচ বছর স্টার নেটওয়ার্কের দেখানো সব ম্যাচই জিও টিভিতেও লাইভ দেখতে পারবেন জিও-র গ্রাহকরা ৷ এই পরিষেবার জন্য কোন আলারা মূল্য দিতে হবে না জিও গ্রাহককে। শুধু থাকতে হবে একটি অ্যাক্টিভ জিও নম্বর আর প্রাইম মেম্বারশিপ। এই চুক্তির ফলে আগামী পাঁচ বছর ভারতের সমস্ত টি২০, ওয়ান ডে, টেস্ট এবং আইপিএলের মতো বিসিসিআইয়ের প্রিমিয়ার ঘরোয়া প্রতিযোগিতাগুলি যেগুলি স্টার টিভিতে দেখানো হয় সব ম্যাচ জিও টিভি থেকে দেখা যাবে৷ জিও গ্রাহকরা জিও

ঝাড়খণ্ড থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করবেন মোদী, উপকৃত হবে ৫০ কোটি ভারতবাসী

Image
স্বাস্থ্য বীমা পরিষেবায় দিগন্ত খুলে দিতে ও দরিদ্র ভারতবাসীকে ভরসা জোগাতে আয়ুষ্মান ভারত প্রকল্প তৈরি করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এবার সেই প্রকল্প দিনের আলো দেখতে চলেছে। রবিবার ঝাড়খণ্ড থেকে এই প্রকল্পের সূচনা করবেন নরেন্দ্র মোদী। এই প্রকল্পের গুণাগুণ সম্পর্কে একটি নোট ধীরে ধীরে ১০.৭৪ কোটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। সেই চিঠিতে নরেন্দ্র মোদীর ছবিও থাকবে। ঝাড়খণ্ডের ৫৭ লক্ষ পরিবার রবিবার এই চিঠি পাবেন। সেই চিঠি দেখিয়েই পরিবারগুলি নিজেদের এলাকা বা রাজ্যের হাসপাতালে চিকিতসা করাতে পারবেন। একেবারে বিনামূল্যে চিকিতসা করানো যাবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী জন আরোগ্য অভিযান বা আয়ুষ্মান ভারত বা ন্যাশনাল হেলথ প্রোটেকশন মিশন। প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে সুবিধা দেবে এই স্বাস্থ্য বীমা প্রকল্প। সারা ভারতের ১০.৭৪ কোটি পরিবার তথা ৫০ কোটি ভারতীয়কে এর আওতায় আনা হচ্ছে। অর্থাৎ অন্তত চল্লিশ শতাংশ ভারতবাসীর কাছে এই প্রকল্পের সুবিধা অনেক বড় আশীর্বাদ হয়ে দেখা দিতে পারে। জানা গিয়েছে, স্বাস্থ্য বীমার অন্তর্গত হলে স্বাভাবিক ভাবেই আপনি এর সুবিধা পাবেন। আর্থ-সামাজিক সুমারির উপরে ভিত্তি করে এই প্রকল্পের

স্বপ্ন সাজানো মেয়ে হেঁটে গেল শ্মশানে

Image
মাস খানেক আগেই ৩০ হাজার টাকা ধার করে মেয়েকে ভর্তি করে দিয়েছিলেন কলকাতার একটি বেসরকারি মেডিক্যাল কলেজে। পুষ্টি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা মেয়েও স্বপ্ন দেখেছিলেন নিজের পায়ে দাঁড়িয়ে বাবার পাশে থাকার। সময় পেলেন না। ভাঙা বাড়ির খসে পড়া চাঙড়ের নীচে চাপা পড়ে গেলেন বাবা। লড়াই করার শক্ত চোয়াল তাই একেবারে ভেঙে পড়েছে শোকে। বৃহস্পতিবার বিকেলে উত্তরপাড়ার সরোজ মুখার্জি স্ট্রিট ধরে দোকানে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়েন সুকুমার দাস। সতর্কতা ছাড়াই রাস্তার উপর বাড়ি ভাঙার কাজ করছিলেন নির্মাণ শ্রমিকেরা। ভাঙা পড়া চাঙড়ের তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তারপর থেকে আলো নিভে গিয়েছে সুকুমারবাবুর বাড়িতে। প্রায় দশ বছর আগে ছোট্ট একতলা বাড়িটি তৈরি করেছিলেন সুকুমারবাবু। স্ত্রী, দুই ছেলেমেয়েকে নিয়ে ছিল তাঁর সংসার। রোজগার বলতে রেডিমেড পোশাকের একটি ছোট্ট গুমটি দোকান। সামনেই পুজো, তাই নতুন জামাকাপড় কিনে এনেছিলেন দোকানে। সব শেষ হয়ে গিয়েছে বৃহস্পতিবার বিকেলে। শুক্রবার ভর দুপুরে অন্ধকার ঘরে বসে ছিলেন একুশ বছরে স্বর্ণালী আর তাঁর অসুস্থ মা। বছর ছাব্বিশের ছেলে পার্থ দু'দিন ছুটে চলেছেন— কখনও থানা, ক

বুধবার বাংলা বন্‌ধের ডাক বিজেপির, বন্‌ধ মোকাবিলায় প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Image
ইসলামপুর কাণ্ডের প্রতিবাদে আগামী ২৬ সেপ্টেম্বর রাজ্য জুড়ে বন্‌ধের ডাক দিল রাজ্য বিজেপি। দক্ষিণ দিনাজপুরে একটি জনসভায় এই ঘোষণা করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি সূত্রের খবর, এই মুহূর্তে বিজেপি রাজ্য কমিটির অধিকাংশ নেতাই আছেন বিভিন্ন জেলায়। তাই রাজ্য কমিটির বৈঠক করে বন্‌ধের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। শনিবার সকালে টেলিফোনে কথা বলেই বন্‌ধের সিদ্ধান্ত নেন রাজ্য কমিটির নেতারা। কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হলে তাঁরাও রাজ্য বিজেপির এই  সিদ্ধান্তে সিলমোহর দেন। একই দিনে আগে থেকেই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল রাজ্য বিজেপি। বন্‌ধের জন্য সেই কর্মসূচি বাতিল করা হয়েছে বলে রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে। রাজ্য কমিটির তরফে সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেছেন, '' আর চুপ করে বসে থাকা সম্ভব ছিল না। পঞ্চায়েত নির্বাচনে সমস্ত বিরোধী দলের অনেক কর্মী- সমর্থক মারা গিয়েছেন, দুষ্কৃতীরা প্রকাশ্যে রাস্তায় অস্ত্র হাতে ঘুরে বেড়িয়েছিলেন। তখন পুলিশ নিশ্চুপ ছিল। অথচ ছাত্ররা আন্দোলনে নামতেই গুলি চালাল পুলিশ। মুখ্যমন্ত্রী নিজেই পুলিশমন্ত্রী। তাই কার নির্দেশে এই সব হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। অ

ভারত সুযোগ হারাল , বললেন ইমরান খান

Image
ভারতীয় জওয়ানের সঙ্গে পাক রেঞ্জার্সদের বর্বরতম আচরণের পর আলোচনার টেবিলে বসার কোনও অর্থই হয় না৷ সমস্ত জল্পনা ভেঙে গতকাল, শুক্রবারই একথা জানিয়ে দিয়েছে ভারত৷ আর নয়াদিল্লির এই ঘোষণাই তাঁদের কাছে মস্ত বড় ধাক্কা বলে জানাল ইসলামাবাদ৷ পাকিস্তানের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানান হয়েছে, আরও একবার আলোচনার সুযোগ নষ্ট করল ভারত৷ দু'দেশের কূটনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিল এর ফলে তা স্তব্ধ হয়ে গেল বলে ঘোষণা করল ইমরান প্রশাসন৷ পাশাপাশি, কাশ্মীরের বিএসএফ জওয়ানকে গলা কেটে খুনের পিছনে পাক রেঞ্জার্সদের হাত নেই বলেও দায় ঝেড়ে ফেলা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে৷ তলানিতে থাকা ভারত-পাক সম্পর্ক স্বাভাবিক করতে গত বুধবারই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন নয়া পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ দু'দেশের সম্পর্কের উন্নতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে আলোচনায় বসার আহ্বান জানান তিনি৷ পাকিস্তান ভারতের সঙ্গে তৈরি হওয়া তিক্ততা মিটিয়ে নিতে চায় বলেই ইচ্ছা প্রকাশ করেন ইমরান৷ তবে ইমরান চাইলেও পাক সেনা বা রাওয়ালপিণ্ডি যে সেই কাজে রাজি নয় তা প্রমাণিত হয় একই দিনে৷ আন্তর্জাতিক সীমা

বছরে ৩০ লক্ষ মানুষ মারা গিয়েছেন অ্যালকোহলের নেশায়

Image
মদের নেশা যে সর্বনাশা সে কথা সকলেরই জানা৷ মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, এ উদাহরণও আছে ভুরি ভুরি৷ এরইমধ্যে WHO'র একটি রিপোর্ট পেশ করেছে৷ যেখানে দেখা গিয়েছে অতিরিক্ত মদ্যপানের কারণে ২০১৬ সালে ৩০ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ এবং এর মধ্যে অধিকাংশই পুরুষ৷ রিপোর্টে আরও বলা হয়েছে, প্রায় ২৩.৭ কোটি পুরুষ ও ৪.৬ কোটি মহিলা মদ থেকে বিভিন্ন শারীরিক সমস্যার মুখোমুখি৷ ইউরোপ ও আমেরিকায় এই সংক্রান্ত সমস্যা সবথেকে বেশি৷ অতিরিক্ত মদ্যপানের জন্য শুধুমাত্র অসুস্থ হয়ে মৃত্যু হয়, নেশাগ্রস্ত থাকার কারণে দুর্ঘটনাতেও প্রাণ হারিয়েছেন বহু৷ এক্ষেত্রে পথদুর্ঘটনায় মৃতের সংখ্যা বেশি৷ সঙ্গে রয়েছে নিজেই নিজের ক্ষতি করার প্রবণতা৷ নেশার ঘোরে কেউ হয়তো নিজের হাত কেটে ফেলেছেন কিংবা দেওয়ালে মাথা ঠুকে আহত করেছেন নিজেকে৷ অনেকের আবার লিভার নষ্ট হয়ে মৃত্যু হয়েছে৷ কারও দেখা দিয়েছে নার্ভের সমস্যা, মানসিক রোগ, বিভিন্ন সংক্রমণ ব্যাধি৷ WHO'র ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডহনম গ্যাব্রিয়েসের কথায়, অতিরিক্ত অ্যালকোহল নেওয়ার ফলে অনেকেই পারিবারিক সমস্যা, মানসিক অসুস্থতা এমন

সেনা কুচকাওয়াজে বড়সড় হামলা

Image
তেহরান: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনা কুচকাওয়াজে বড়সড় জঙ্গি হামলা৷ প্রাথমিকভাবে নিহতের সংখ্যা আটজন৷ আরও কয়েকজন সেনাকর্মী জখম হয়েছেন৷ এমনই খবর আসছে৷ এই খবর জানাচ্ছে সংবাদ সংস্থা ইরনা৷ অন্যদিকে এএফপি জানাচ্ছে, হামলায় নিহতের সংখ্যা বাড়তে পারে৷ ঘটনাস্থল দেশটির আহওয়াজ শহর৷ শনিবার কুচকাওয়াজ চলাকালে সন্ত্রাসীদের হামলায় কয়েকজন হতাহত হয়েছে। জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এই অনুষ্ঠান চলার মাঝেই হামলা হয়৷ হামলাকারীরা মাঠে ঢুকতে না পেরে দূর থেকে গুলি ছুঁড়তে শুরু করে৷ রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন সেনা কর্মীরা৷ ঘটনার জেরে ইরানে জারি হয়েছে বিশেষ সতর্কতা৷ রাজধানী তেহরান সহ সর্বত্র সেনা কুচকাওয়াজ চলেছে৷ সেখানেও এই হামলার খবর ছড়িয়ে পড়ে৷ সন্ত্রস্ত হয়ে পড়েছেন জনগণ৷ ২০১৭ সালের ৭ জুন তেহরানে ইরানি পার্লামেন্ট মজলিশে জঙ্গি হামলা হয়৷ সেই ঘটনায় মোট ২৩ জনের মৃত্যু হয়৷ এদের মধ্যে ৫ জন ছিল জঙ্গি৷ তারপরেই এমন বড়সড় জঙ্গি হামলা হল শনিবার৷

সন্ত্রাসবাদী হামলায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে ভারত।

Image
সন্ত্রাসবাদী হামলায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে ভারত। এই তালিকায় ভারতের আগে শুধু রয়েছে ইরাক ও আফগানিস্তান। এমনকি পাকিস্তানও ভারতের চেয়ে কম সন্ত্রাস-আক্রান্ত বলে দাবি করেছে আমেরিকার ন্যাশনাল কনসর্টিয়াম ফর দা স্টাডি অফ টেরোরিজম।  ২০১৬-তেও এই তালিকায় তৃতীয় স্থানে ছিল ভারত। ২০১৫-য় পাকিস্তান ছিল তৃতীয় স্থানে। এই মার্কিন সংস্থার তথ্য অনুযায়ী, দেশে ২০১৭-য় মোট যত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, তার ৫৩%-ই চালিয়েছে মাওবাদীরা। পৃথিবীর ভয়াবহতম সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মাওবাদী গোষ্ঠী। তালিকায় এদের আগে রয়েছে ইসলামিক স্টেট, তালিবান এবং আল-শাবাব। ২০১৭-য় জম্মু-কাশ্মীরে ২৪% সন্ত্রাসবাদী হামলার বৃদ্ধি ঘটেছে। আর সেই সব হামলায় মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে ৮৯%। ২০১৭-য় দেশে মোট ৮৬০টি সন্ত্রাসবাদী হামলা ঘটেছে, তার মধ্যে জম্মু-কাশ্মীরেই ঘটেছে এর ২৫%।

কাউন্টার থেকে কাটা ট্রেন টিকিট অনলাইনে বাতিল করবে কীভাবে?

Image
গত কয়েক বছরে ট্রেন যাত্রীদের জীবন অনেক সহজ করে দিয়েছে IRCTC। সম্প্রতি WhatsApp থেকে PNR স্ট্যাটাস দেখার ফিচার শুরু করেছিল IRCTC। এর ফলেই ট্রেন যাত্রীদের অনেক সুবিধা হয়েছে। আগে অনলাইনে টিকিট কাটলে তবেই সেই টিকিট অনলাইনে বাতিল করা যেত। কাউন্টার থেকে কাটা টিকিট কোন ভাবেই অনলাইনে বাতিল করা যেত না। কাউন্টার টিকিট বাতিল করতে এতদিন নিকটবর্তী কাউন্টারে ছুটতে হত। এবার সেইদিন শেষ। অনলাইনে কাউন্টারে কাটা টিকিট বাতিল করার ফিচার নিয়ে হাজির IRCTC। অনলাইনে কাউন্টারে কাটা টিকিট বাতিল করতে irctc.co.in ওয়েবসাটে গিয়ে 'Cancel Ticket' সিলেক্ট করুন। এখানে 'Counter Ticket' নামে একটি নতুন অপশান পাবেন। এরপরে আপনার PNR নম্বর দিয়ে ট্রেন নম্বর সিলেক্ট করুন। এরপরে 'Cancel Ticket' এ ক্লিক করলে টিকিট বুক করার সময় যে ফোন নম্বর দেওয়া ছিল সেই নম্বরে একটি OTP আসবে। এরপরে সেই OTP দিয়ে 'Cancel Ticket' এ ক্লিক করলে টিকিট বাতিল হয়ে যাবে। এরপরে আপনার কাছে একটি SMS চলে আসবে। সেখানে আপনি যে টাকা ফেরৎ পাবেন তা জানানো হবে। এই SMS নিকটবর্তী বুকিং কাউন্টারে গিয়ে দেখালে আপনার টাকা ফেরৎ দেওয়া হবে। IR

জঙ্গিদের হুমকির মুখে কাশ্মীরে পরপর ইস্তফা পুলিশকর্মীদের

Image
শ্রীনগর: জঙ্গি হুমকির জেরে কাশ্মীর উপত্যকায় স্পেশাল পুলিশ অফিসার ওরফে এসপিও-দের পদত্যাগ অব্যাহত। এখনও পর্যন্ত ৩৫ জন ইস্তফা দিয়েছেন বলে খবর। চাকরি ছাড়ার পর সেই ভিডিও তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে জঙ্গিরা ৩ পুলিশকর্মীকে অপহরণ করে হত্যা করায় ইস্তফা দেওয়া এসপিও-র সংখ্যা বেড়ে গিয়েছে এক লাফে। যদিও এসপিও-রা প্রাণভয়ে ইস্তফা দিচ্ছেন বলে যে খবর, তা অস্বীকার করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তারা বলেছে, হিজবুল মুজাহিদিনের হাতে ৩ পুলিশকর্মীর মৃত্যুর জেরে কোনও এসপিও ইস্তফা দেননি। স্থানীয় সংবাদমাধ্যম এমন কথা বলছে ঠিকই কিন্তু রাজ্য পুলিশ এ কথা স্বীকার করছে না। পাশাপাশি স্থানীয় পুলিশও দাবি করছে, এমন কিছু ঘটেনি, জঙ্গিদের মিথ্যে প্রচার ছাড়া এ আর কিছু নয়। স্বরাষ্ট্র মন্ত্রক আরও বলেছে, জম্মু কাশ্মীরের পুলিশকর্মীরা যথেষ্ট সাহসী ও সক্ষম, আগামী পঞ্চায়েত ও পুরসভা ভোটে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় চ্যালেঞ্জ সামাল দিতে তাঁরা তৈরি। ৩০,০০০-এর বেশি এসপিও আছেন কাশ্মীরে, কিছুদিন পর পর তাঁদের কাজকর্ম নিয়ে সমীক্ষা চলে। জঙ্গিরা প্রচার করার চেষ্টা করছে, যে সব এসপিও-র কাজের প

ম্যাসাজের নামে চলত ব্ল্যাকমেল, দিল্লিতে গ্রেফতার ২ প্রেমিক প্রেমিকা

Image
নয়াদিল্লি: প্রথমে ইন্টারনেটে ম্যাসাজ পার্লারের বিজ্ঞাপন। আগ্রহী কেউ ম্যাসাজ করাতে এলে ধর্ষণের অভিযোগ করে তাঁর যথাসর্বস্ব কেড়ে নেওয়া। দিল্লির বৈশালীতে এভাবেই ব্যবসা ফেঁদে বসেছিল ২৫ বছরের এক যুবক ও তার প্রেমিকা। দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। এই দুজনের ব্যাপারে পুলিশে অভিযোগ করেন আরমান শর্মা নামে এক ব্যক্তি। ধৃত যুবকের নাম সাদাব গওহর। ইন্টারনেটে ম্যাসাজ পার্লারের বিজ্ঞাপন দেখে আরমান যোগাযোগ করেন তার সঙ্গে। এ মাসের ৮ তারিখ বৈশালীর এক হোটেলের ঘরে তাঁকে আসতে বলে সাদাব। ম্যাসাজের জন্য ধার্য করে ১২,০০০ টাকা। অভিযোগ, কিছুদিন পর ফের সাদাব তাঁকে ডাকে ওই হোটেলেরই এক ঘরে। আরমান হাজির হলে সাদাবের দুই মহিলা সঙ্গী তাঁর জিনিসপত্র কেড়ে নেয় ও নিজেদের জামাকাপড় ছিঁড়ে ফেলে ধর্ষণের মিথ্যে অভিযোগ আনার হুমকি দিয়ে বলে, ১০ লাখ টাকা দিতে হবে। এভাবে তাঁর কাছ থেকে আদায় করে তিন লাখ টাকা। এরপর আরমান পুলিশে অভিযোগ করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ সাদাব ও তার প্রেমিকাকে গ্রেফতার করেছে।

বেতন বাড়াতে খোদ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তৃণমূল

Image
কলকাতাঃ  বেতন বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ খোদ তৃণমূলই! এসএসকে-এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি দাবি তাঁদের। আর সেজন্যেই গত কয়েকদিন খোদ মুখ্যমন্ত্রীর দফতরে স্মারকলিপি দেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস শিক্ষা সেল। । আহ্বায়ক জয়দেব গিরি আবেদন জানিয়েছেন, এই শিক্ষকদের ন্যূনতম ভাতা বাড়িয়ে ১২ হাজার টাকা করা হোক। এসএসকে শিক্ষকরা বর্তমানে ৫,৯৫৪ টাকা ভাতা পান। সুপারভাইজাররা পান ৭,৪৪২ টাকা। এমএসকে গ্র্যাজুয়েট শিক্ষকরা পান ৮,৯৩০ টাকা, পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকরা পান ৯,৬৭৫ টাকা এবং প্রধান শিক্ষকরা পান ১০,৪১৯ টাকা। সুপারভাইজারদের ভাতা বাড়িয়ে ১৪,০০০ টাকা, গ্র্যাজুয়েট শিক্ষকদের ১৫,০০০ টাকা, পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকদের ১৬,০০০ টাকা এবং প্রধান শিক্ষকদের ১৮,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এমনটাই বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষকদের বেতন খাতে বছরে ৪২৮ কোটি টাকার কিছু বেশি ব্যয় হয়। বর্ধিত হারে বেতন দিলে আর্থিক ব্যয়ভার বেড়ে দাঁড়াবে ৬৩৩ কোটি টাকা। শিক্ষক ও কর্মী মিলিয়ে এ ধরনের কর্মীর সংখ্যা প্রায় ৬৪ হাজার বলে শিক্ষা সেলের দাবি।

সচিন-দ্রাবিড়দের রেকর্ড ছুঁলেন ধাওয়ান

Image
দুবাই: ইংল্যান্ড সফরে ব্যাট হাতে যেমন ব্যর্থ হয়েছিলেন শিখর ধাওয়ান৷ ঠিক তেমনই তাঁর ফিল্ডিং নিয়েও বিস্তর প্রশ্ন উঠেছিল৷ ইংল্যান্ডে একঝাঁক ক্যাচ ছাড়ায় শিখরের ফিটনেস নিয়েও সংশয় প্রকাশ করতে দেখা গিয়েছিল সমালোচকদের৷ ইংল্যান্ড থেকে ফিরে আসা যাবৎ সেই ধাওয়ানকেই সম্পূর্ণ ভিন্ন ক্রিকেটার মনে হচ্ছে৷ চলতি এশিয়া কাপে যেমন ব্যাট হাতে চমক দেখাচ্ছেন ভারতীয় ওপেনার, ঠিক তেমনই গ্রাউন্ড ফিল্ডিংয়েও নজর কেড়েছেন ইতিমধ্যেই৷ অপর্যন্ত এশিয়া চলতি কাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী ধাওয়ান বাংলাদেশের বিরুদ্ধে সুপার-ফোর'এর ম্যাচে নতুন পালক যোগ করলেন নিজের মুকুটে৷ বিরল নজির গড়ার পথে শিখর বসে পড়লেন সচিন, দ্রাবিড়, গাভাসকরদের মতো কিংবদন্তিদের সঙ্গে একাসনে৷ তবে ব্যাট হাতে নয়, দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ধাওয়ান ছুঁয়ে ফেলেন সচিনদের এক অনবদ্য ফিল্ডিং রেকর্ড৷ গোটা ইনিংসে তিনি মোট চারটি ক্যাচ ধরেন৷ প্রথমে বুমরাহর বলে ওপেনার নাজমুল হোসেনের ক্যাচ ধরেন তিনি৷ পরে জাদেজার বলে শাকিবের এবং শেষ দিকে বুমরাহর বলেই মেহেদি হাসান ও মুস্তাফিজুরের ক্যাচ তালিবন্দি করেন শিখর৷ উইকেটকিপার ছাড়া একই ওডিআই ইনিংসে চারটি ক্যাচ

দেশীয় ব্যালিস্টিক মিসাইল ‘প্রহার’-এর পরীক্ষা সফল ওডিশায়

Image
ওডিশা: দেশে তৈরি কম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করা হল ওডিশা উপকূলে৷ বৃহস্পতিবার ভারি বৃষ্টিপাত উপেক্ষা করে প্রহার নামের এই উন্নতমানের মিসাইলটি, ওডিশার বালাসোরের কাছে চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের ৩ নং লঞ্চ প্যাড থেকে দুপুর ১.৩৫ মিনিট নাগাদ লঞ্চ করা হয়৷ এই প্রহার মিসাইলটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন (DRDO). মোভাইল লঞ্চার থেকে এটি লঞ্চ করা হয়৷ যে কোনও পরিস্থিতিতে, সব ধরণের আবহাওয়ায় এটি তার লক্ষ্যে পৌঁছতে সক্ষম৷ এর সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন ধরণের ট্র্যাকিং ব়্যাডার থেকে শুরু করে ইলেক্ট্রো-অপটিক যন্ত্রও যা মনিটরিং-এ সাহায্য করবে৷ এই মিশন সফল হওয়ায় ডিআরডিও, সেনা, উদ্যোক্তা এবং টিমের অন্যান্যদের অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন৷ তিনি জানান, দেশে তৈরি প্রহারের এই সাফল্য আর অনুপ্রেরণা জোগাবে৷ এই পরীক্ষার সময় উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত৷ আধিকারিক সূত্রে খবর, এই পরীক্ষার আগে লঞ্চ প্যাড থ্রি-এর তিন কিলোমিটারের মধ্যে বসবাসকারী ৪,৪৯৪ বাসিন্দাকে সাময়িকবাবে সেখানে থেকে সরিয়ে দেওয়া হয়৷ পরীক্ষার পর আইটিআর আধি

অবশেষে গ্রেফতার ধর্ষণে অভিযুক্ত সেই ধর্মযাজক

Image
কোচি: তিনদিন ধরে জেরার পর অবশেষে গ্রেফতার ধর্মযাজক ফ্রাঙ্কো মুলাক্কল৷ কেরলের এই বিশপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ এই অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে দেশজুড়ে৷ তদন্তে নেমে পুলিশ ত্রিপুনিথুরার বিশেষ একটি জিজ্ঞাসাকেন্দ্রে তাঁকে তিনদিন ধরে দফায় দফায় মোট ২২ ঘণ্টা ধরে জেরা করে৷ তার পর তাকে গ্রেফতার করা হয়৷ কোট্টায়মের এসপি হরিশঙ্কর বলেন, ''বিশপকে গ্রেফতার করা হয়েছে৷ তদন্তে বিশপের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে৷ জেরা পর্ব শেষ৷ এবার তদন্তের বাকি প্রক্রিয়া চলবে৷'' প্রসঙ্গত, ফ্রাঙ্কো হলেন প্রথম ভারতীয় ধর্মযাজক, যিনি যৌন হেনস্থার দায়ে গ্রেফতার হলেন৷ এফআইআর রেজিস্টার করার ৮৫ দিন পর অভিযুক্তকে গ্রেফতার করা হল৷ নিগৃহীতা জানিয়েছেন, তাঁকে বহুবার যৌন হেনস্থা করেছেন ওই ধর্মযাজক৷ অন্যদিকে, অভিযুক্ত নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন বহুবার৷ জিজ্ঞাসাবাদের সময় পুলিশি জেরায় উঠে আসে একাধিক জায়গার নাম৷ সঠিক তথ্যের জন্য পুলিশ সেখানে বিশেষ বাহিনী পাঠিয়ে তদন্ত চালায়৷ বিশপকে জেরার দায়িত্বে ছিলেন ভাইকোমের ডিএসপি কে. সুভাষ এবং কোট্টায়ম এসপি হরিশঙ্কর৷ অগস্টের ১৩ তারিখে ড

মাকে নিয়ে কটূক্তি করায় বন্ধুকে গুলি যুবকের

Image
বারাকপুর: অনেক আগেই মা ছেড়ে চলে গিয়েছেন ছেলেকে৷ কিন্তু তা নিয়ে এখনও বন্ধু-বান্ধবরা কটাক্ষ করেন তাঁকে৷ আর সেই কটাক্ষকে কেন্দ্র করে হুলস্থুল বাঁধল উত্তর ২৪ পরগনার হালিশহরে৷ সেখানকার বালিভারায় শুক্রবার রাতে রাহুল দাস নামে এক যুবক গুলিবিদ্ধ হন৷ অভিযোগ, তাঁকে গুলি করেছেন শুভদ্বীপ দাস৷ তিনি রাহুলের ছোটবেলার বন্ধু৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভদ্বীপের মায়ের সম্পর্কে কটূক্তি করেছিলেন রাহুল৷ তার জেরেই দুই বন্ধুর মধ্যে গোলমাল বাঁধে৷ তার জেরেই শুভদ্বীপ রাহুলকে গুলি করে৷ এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় বলিভারা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়৷ ঘটনার পর এলাকা ছেড়ে পালায় শুভদ্বীপ৷ স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় রাহুলকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভরতি করেন৷ আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন৷ পরে বীজপুর থানার পুলিশ তদন্তে নামে৷ গ্রেফতার করে অভিযুক্ত শুভদ্বীপ দাসকে৷ পুলিশ সূত্রে খবর, তাকে জেরা করা হচ্ছে৷ কীভাবে তার কাছে অস্ত্র এল, তা জানার চেষ্টা চলছে৷

হোমে দৃষ্টিহীন-মূক যুবতীকে ২ মাস ধরে ধর্ষণ দারোয়ানের, ডাক্তার পোড়াল...!

Image
গোয়ালিওর: মুজফফরপুরের নৃশংসতা এ বার গোয়ালিওরে৷ ফের শেল্টার হোমে অন্ধ ও মূক যুবতীকে দিনের পর দিন ধর্ষণ করা হল৷ শুধু তাই নয়, গর্ভপাত করিয়ে পুড়িয়ে দেওয়া হল ফিটাস৷ ঘটনায় ৪ ডাক্তার-সহ ৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ এর মধ্যে ৩ ডাক্তার-সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে৷ বাকিরা পলাতক৷ পুলিশ জানিয়েছে, ২৪ বছরের ওই যুবতী অন্ধ ও মূক৷ স্নেহালয় নামে একটি বিদেশি টাকায় চলা হোমে থাকতেন তিনি৷ একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে বিষয়টি সামনে আসে৷ ওই যুবতীরই রুমমেট জানিয়েছেন, গত দু মাস ধরে এই হোমের দারোয়ান সাহাব সিং গুরজার প্রতিদিন ধর্ষণ করত৷ কথা বলতে না-পারায় ওই মহিলাকে রোজ অত্যাচার সহ্য করতে হত৷ এমনকী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় কয়েক জন ডাক্তার ওঁর গর্ভপাত করিয়ে ফেটাস পুড়িয়ে ফেলে৷

পুজো শপিংয়ের জন্য আজ থেকেই বাড়ছে মেট্রোর সংখ্যা

Image
কলকাতা: পুজোর শপিংয়ের জন্যও বিশেষ মেট্রো চলবে। এমনটাই জানাচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। পুজোর দিনগুলতে দর্শনার্থীদের জন্য প্রত্যেক বছর মেট্রোর সংখ্যা বাড়ানো হয়। দিনভর মেলে পরিষেবা। সেই পরিষেবা এবার মিলবে এই শনিবার এবং রবিবারে। রবিবার এমনিতেই কম মেট্রো চলে কলকাতায়। শনিবারে মেট্রো কম না থাকলেও অফিস যাত্রী তুলনামূলক কম থাকে। কিন্তু পুজো যত এগিয়ে আসছে তত কেনাকাটার ভিড় লেগে থাকবে। আই সময় অনেকেই বাসের চেয়ে মেট্রোতেই অনেকে বেশী স্বাছন্দ্য বোধ করেন। শনিবার এবং রবিবার ভীরের সম্ভাবনা থাকবে বলেই মেট্রো কর্তৃপক্ষের মেট্রোর সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত। পুজোর কেনাকাটার জন্য ধর্মতলা, পার্কস্ট্রিট, এক্সাইড বা গরিয়াহাটেই ভিড় জমায় মানুষ। এই সবগুলো মার্কেটই মেট্রোর রাস্তার মধ্যেই পড়ে। উত্তর কলকাতার হাতিবাগানও মেট্রোর রাস্তার মধ্যেই পড়ে। ঠিক এই কারনেই মানুষের সুবিধার্থে এই সপ্তাহের শেষে পর পর দুই দিন বেশী মেট্রো চলবে শহরে। শনিবার আপ ডাউন মিলিয়ে ২৮৪বার মেট্রো চলবে শহরে। রবিবার ১৭৪বার মেট্রো চলবে। অন্য সপ্তাহে শনিবার আপ ডাউনে ২২৪টি মেট্রো চলে। সেই হিসাব ২২ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার ৬০ বার বেশী মেট্রো যাতায়াত কর

৫০০ বা ২ হাজার টাকার ছেঁড়া নোট বদলে আর পুরো টাকা দেবে না ব্যাঙ্ক

Image
কলকাতা: বাজারে যে দু'হাজার টাকা এবং ৫০০ টাকার নোট চলছে, সেগুলির আকার যথেষ্ট ছোট। সেই ছোট নোট নিয়ে এবার নাকাল হতে পারেন সাধারণ মানুষ। কারণ, রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, নোটগুলির সামান্য অংশ ছেঁড়া থাকলে এবং সেই নোট বদলাতে গেলে ব্যাঙ্ক বা আরবিআই আর পুরো টাকা ফেরত দেবে না। আরবিআই বলছে, ৫০০ বা দু'হাজার টাকার নোটের যদি ২০ শতাংশ ছিঁড়ে যায়, সেক্ষেত্রে সেই ছেঁড়া নোটের বদলে অর্ধেক টাকা পাবেন গ্রাহক। অর্থাৎ, দু'হাজার টাকার নোটের যদি ২০ শতাংশ ছিঁড়ে যায়, তাহলে তার বদলে গ্রাহক পাবেন এক হাজার টাকা। ৫০০ টাকার ক্ষেত্রে মিলবে ২৫০ টাকা। যদি ওই নোটগুলির ৬০ শতাংশই ছিঁড়ে যায়, তাহলে একটি টাকাও পাবেন না গ্রাহক, জানিয়েছে আরবিআই।  কেন আগের পরিস্থিতির তুলনায় বর্তমান পরিস্থিতিতে বেশি সমস্যায় পড়বেন গ্রাহক? বিশেষজ্ঞরা বলছেন, নোট বাতিলের আগে বাজারে যে ৫০০ এবং এক হাজার টাকার নোট চালু ছিল, সেগুলির আকার ছিল অনেকটাই বড়। সেই নোট ছিঁড়ে গেলে তা বদলানোর ক্ষেত্রে নিয়ম এত কড়া ছিল না। যেমন ৫০০ টাকা বা হাজার টাকার নোটের ৩৫ শতাংশ ছিঁড়ে গেলে, তবেই তার বিনিময়ে গ্রাহক অর্ধেক টাকা পেতেন। তার চেয়ে কম ছিঁ

Redmi 6 Pro না Redmi Note 5 Pro? কোনটা ভালো?

Image
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Redmi 6 সিরিজের ফোনগুলি। এই সিরিজে Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro ফোনফুলি লঞ্চ করেছে শাওমি। ভারতে 3GB RAM/ 32 GB স্টোরেজ আর 4GB RAM/ 64 GB স্টোরেজ ভেরয়েন্টে লঞ্চ হয়েছে Redmi 6 Pro। Redmi 6 Pro তে রয়েছে Snapdragon 625 চিপসেট। Redmi Note 5 ফোনেও একই চিপসেট রয়েছে। Redmi 6 Pro আর Redmi Note 5 Pro ফোনে থাকবে একই রিয়ার ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকবে 4GB পর্যন্ত RAM আর 4000 mAh ব্যাটারি। নতুন Redmi 6 Pro বাজেট কিং Redmi Note 5 Pro এর সাথে প্রতিযোগিতায় কতটা টেক্কা দেবে? দেখে নেওয়া যাক। দাম   ভারতে 3GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6 এর দাম ১০,৯৯৯ টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজ Redmi 6 কিনতে খরছ হবে ১২,৯৯৯ টাকা। অন্যদিকে 4GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম ১৪,৯৯৯ টাকা আর 6GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম ১৬,৯৯৯ টাকা। ডিসপ্লে Redmi 6 Pro তে রয়েছে একটি ৫.৮৪ ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। আগেই জানানো হয়েছে ডিসপ্লের উপরে থাকছে একটি কালো নচ। যদিও Redmi Note 5 Pro ফোনের উপরে কোন নচ থাকছে না। সিম Redmi Note 5 Pro তে রয়েছে ৫.৯৯ ইঞ্চি FHD+

শাওমি স্মার্টফোনে কেন বিরক্তিকর বিজ্ঞাপন দেখা যাচ্ছে?

Image
শাওমি গ্রাহকদের বিরক্তি আরও বাড়িয়ে দিল কোম্পানি। সম্প্রতি প্রায় সব শাওমি ফোনের ভিতরেই বিজ্ঞাপন দেখা যাচ্ছিল। এবার জানানো হল পরিষ্কার জানিয়ে দিল জেনে বুঝেই গ্রাহকের ফোনে বিজ্ঞাপন দেখাচ্ছে চিনের কোম্পানিটি। কোম্পানি জানিয়েছে এই বিজ্ঞাপন দেখানো জারি থাকবে। গ্রাহকের ফোন ব্যবহারের অভ্যাসের উপরে নির্ভর করে এই বিজ্ঞাপন দেখাবে শাওমি। সম্প্রতি এক রেডিড গ্রাহক বলেন নতুন MIUI আপডেটের পর থেকেই তার স্মার্টফোনে বিজ্ঞাপন দেখানো শুরু হয়েছে। ফোনের সেটিংস, ফোন ও অন্যান্য একাধিক জায়গায় বিজ্ঞাপন দেখা যাচ্ছে। সেটিংস অ্যাপ এর উপরে সব সময় বিজ্ঞাপন দেখা যাচ্ছে। রেডিট পোস্টে উক্ত গ্রাহক জানিয়েছেন একাধিক শাওমি ফোনে একই সমস্যার সম্মুখীন গচ্ছেন তিনি। সিস্টেম অ্যাপ সহ একাধিক ডিফল্ট অ্যাপ এর ভিতরে অনেক দিন ধরেই বিজ্ঞাপন দেখায় শাওমি। কিন্তু এই অ্যাপ গুলি গ্রাহক কম ব্যবহার করেন। তাই এই বিজ্ঞাপনের জন্য আগে সমস্যার সম্মুখীন হতে হয়নি কোম্পানির গ্রাহকদের। এবার বেশি ব্যবহার হওয়া ফোন ও সেটিংস অ্যাপ এর ইতরে বিজ্ঞাপন দেখানো শুরু হওয়ায় চটেছেন গ্রাহকরা। প্রসঙ্গত কোম্পানির Mi A1 ও Mi A2 ছাড়া সব ফোনেই চলে কোম্পানির নিজস্ব MIUI স

যৌন হেনস্থায় এবার অনলাইনেই অভিযোগ

Image
যৌন হেনস্থার শিকার হলে, থানায় না-গিয়ে এবার ঘরে বসে অনলাইনেই অভিযোগ দায়ের করা যাবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি পোর্টাল লঞ্চ করল কেন্দ্র। দেশের যে-কোনও প্রান্তের নাগরিক, এখানে অভিযোগ জানাতে পারবেন।  চাইল্ড পর্নোগ্রাফি থেকে যৌন হেনস্থা, ধর্ষণ থেকে গণধর্ষণ কিংবা ব্ল্যাকমেইল করতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে দেওয়া আপত্তিজনক ছবি-- যে কোনও ক্ষেত্রেই অভিযোগ করলে, তা এফআইআর হিসেবে নথিভুক্ত হবে। তার ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট থানা। মাউসে ক্লিক করে বৃহস্পতিবার www.cybercrime.gov.in    নামে এই ওয়েবসাইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ বলেন, যৌন হেনাস্থাকারীর বিরুদ্ধে যে কেউই এখানে অভিযোগ জানাতে পারবেন। সচেতন নাগরিক থেকে সংস্থা, ঘটনার শিকার-- যে কেউ-ই। অভিযোগকারীর পরিচয় গোপন থাকবে। ফলে, নিজের নিরাপত্তার কথা ভেবে আশঙ্কিত হওয়ার কারণ নেই।

ফ্ল্যাটের লোভে স্ত্রীকে খুন

Image
গুলিবিদ্ধ স্ত্রীকে আঁকড়ে ধরে কাঁদছে স্বামী। বৃহস্পতিবার রাতে পলতার বেঙ্গল এনামেলের কাছে এমন দৃশ্য দেখে চোখের পাতা ভিজে যায় অনেকের। কিন্তু মন গলেনি পু লিশ। স্বামীর বয়ানে অসংখ্য অসঙ্গতির কারণে রাতেই তাকে তুলে নিয়ে যাওয়া হয় নোয়াপাড়া থানায়। এই শোক যে আপাদমস্তক ভান, আর তার গুলিতেই যে প্রাণ গিয়েছে স্ত্রীর, রাতভর জেরায় বেরিয়ে আসে সেটা। নিহত রাজশ্রী চট্টোপাধ্যায় (৩২) ও তাঁর পাঞ্জাবি স্বামী সুখদীপ সিং বুট্টার প্রেম-বিয়ের গল্পটাও তেমন সোজাসাপটা নয়। কাজের সূত্রে ব্যারাকপুরের মিডল রোডে থাকতে শুরু করেছিলেন সুখদীপের বাবা নইব সিং বুট্টার।  সেই সুবাদে ব্যারাকপুরে আসে ছেলে। অবসরপ্রাপ্ত ডিএসপি দেবীদাস চট্টোপাধ্যায়ের ছোট মেয়ে রাজশ্রীর সঙ্গে পাড়াতেই আলাপ সুখদীপের। প্রেম পর্ব শেষে বিয়ে বছর ছয়েক আগে। এলাকাবাসী জানান, সে ভাবে কোনও কাজ করত না সুখদীপ। প্রায়ই মত্ত অবস্থায় ঘরে ফিরে মারধর করত স্ত্রীকে। বছরখানেক আগে মারা যান শ্বশুর দেবীদাস। তার পর থেকে শ্বশুরের বাড়ি বিক্রি করে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দিতে শুরু করে সে। এক দিকে কাজ না করা, অন্য দিকে মদের আসক্তি, এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত মাঝে মধ্য

জেনে নিন খাঁটি মুক্তো চেনার সহজ উপায়

Image
মুক্তো এমন একটি রত্ন, জ্যোতিষশাস্ত্র মতে ধারণ করতে পারলে যা জাতক-জাতিকার ভাগ্য বদলে দিতে পারে। আবার অলঙ্কার হিসেবেও যুগ যুগ ধরে মুক্তোর ব্যবহার হয়ে আসছে। ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে মুক্তো পরলে বিশেষ উপকার মেলে। অশুভ চন্দ্রকে বশে এনে শুভর প্রভাব জোরদারে এটি বিশেষ কার্যকরী। দাম্পত্য অস্থিরতা, মানসিক অশান্তি, ক্ষয় রোগের উপশম, আর্থিক অসচ্ছলতা-ইত্যাদির জন্য মুক্তো পরলে উপকার পাওয়া যায়। সাধারণত কর্কট রাশির জাতক-জাতিকার জন্য এ পাথর বিশেষ ভাবে কার্যকর। তবে মাথায় রাখতে হবে, যে কোনও রত্নই তিন মাস পর থেকে ফল দেয়। উপরত্ন ফল দেয় ছয় মাস পরে। এ বার জেনে নেওয়া যাক খাঁটি মুক্তো চেনার উপায়। মুক্তো চেনার উপায়: খাঁটি মুক্তোকে কাঠের ওপর ফেললে ধাতব শব্দ হয়। মুক্তোর আয়ুবের্দিক শোধনের পদ্ধতি: আয়ুবের্দিক শোধনের জন্য মুক্তোকে জয়ন্তী পাতার রস মিশ্রিত জলে চব্বিশ ঘণ্টা ডুবিয়ে রাখতে হবে। মুক্তোর প্রাপ্তিস্থান: ঝিনুকের পেটে মুক্তা জন্মায়। তবে সব ঝিনুকে মুক্তো থাকে না। প্রাণীবিজ্ঞানীদের মতে, মাসেল্ শ্রেণির ঝিনুকের পেটে মুক্তো হয়। এর রাসায়নিক উপাদান হল কনকায়োলিন ক্যালসাইট এবং ক্যালসিয়াম কার্বোনেট। খাওয়ার সময় ঝিনুক যখন খ

দাম বেড়েই চলেছে পেট্রলের !

Image
নয়াদিল্লি: পেট্রল, ডিজেলের দাম বেড়েই চলেছে৷ শনিবারও একই ছবি দেখা গেল কলকাতা, মুম্বই, দিল্লি-সহ বিভিন্ন জায়গায়৷ এদিনও পেট্রলের দাম বেড়েছে৷ ডিজেলের মূল্যের ক্ষেত্রেও আসেনি বদল৷ শনিবার পেট্রলের দাম প্রতি লিটারে ১১ পয়সা বেড়েছে৷ ক্রমেই ঊর্ধ্বমুখী পেট্রল, ডিজেলের মূল্য৷ কলকাতায় এদিন পেট্রলের দাম লিটার প্রতি ৮৪.২৭ টাকায় দাঁড়িয়েছে৷ ডিজেলের মূল্য লিটার প্রতি ৭৫.৭২ টাকা৷ শুক্রবার মহানগরে পেট্রল পাওয়া গিয়েছে লিটার প্রতি ৮৪.১৬ টাকায়৷ তবে ডিজেলের দামে কোনও হেরফের হয়নি৷ দিল্লিতে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮২.৪৪ টাকা প্রতি লিটার৷ তবে ডিজেলের দামে কোনও হেরফের না হওয়ায় দাম রয়েছে লিটার প্রতি ৭৩.৮৭ টাকা৷ বানিজ্যনগরী মুম্বইয়ে শনিবার পেট্রলের দাম প্রায় ৯০ টাকার কাছাকাছি৷ লিটার প্রতি ৮৯.৮০ টাকা৷ অন্যদিকে ডিজেলের দাম ৭৮.৪২ টাকা প্রতি লিটারে৷ অন্যদিকে চেন্নাইয়ে পেট্রলের দাম ৮৫.৬৯ টাকা প্রতি লিটারে৷ ডিজেল ৭৮.১০ টাকা৷

মোদী সরকারের পরামর্শেই রাফালে অম্বানীরা! ওলাঁদের মন্তব্যে চাপে কেন্দ্র

Image
রাফাল যুদ্ধবিমান থেকে কার্যত ফরাসি বোমাই যেন পড়ল নরেন্দ্র মোদী সরকারের অন্দরে!  বোমাটা ফেললেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এক সাক্ষাৎকারে তিনি জানালেন, মোদী সরকারই ফরাসি সরকারকে বলেছিল, অনিল অম্বানীর রিলায়্যান্স ডিফেন্স ইন্ডাস্ট্রিজকে রাফাল-চুক্তিতে মনোনীত করতে। সংশ্লিষ্ট ফরাসি পত্রিকাটির দাবি, ওলাঁদ তাদের বলেছেন, ''ভারত সরকার আমাদের উপরে রিলায়্যান্সকে চাপিয়ে দিয়েছিল। আমাদের সামনে কোনও বিকল্প ছিল না।''  ওলাঁদ প্রেসিডেন্ট থাকাকালীনই রাফাল-চুক্তি হয়। তিনি আজ যা বলেছেন, ঠিক সেটাই বক্তব্য রাহুল গাঁধীর। কংগ্রেস সভাপতির দাবি ছিল, যুদ্ধবিমান তৈরির কোনও অভিজ্ঞতা না-থাকা, বিপুল দেনায় জর্জরিত অনিলের সংস্থাকে রাফালের বরাত পাইয়ে দিয়েছেন মোদীই।  আজ ফের রাহুলের অভিযোগ, মোদী ব্যক্তিগত স্তরে রাফাল চুক্তির দর-কষাকষি করেছেন। বন্ধ দরজার আড়ালে চুক্তি পাল্টেছেন। কংগ্রেস সভাপতির টুইট, 'ওলাঁদের দৌলতে জানলাম, প্রধানমন্ত্রী ব্যক্তিগত ভাবে কোটি কোটি ডলারের চুক্তি দেউলিয়া অনিল অম্বানীকে পাইয়ে দিয়েছেন। তিনি দেশকে ঠকিয়েছেন। জওয়ানদের রক্তকে অসম্মান করেছেন।' তবে কি এত দিন

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ডাউনলোড করার সহজ উপায়

Image
ফেসবুকের ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি খুবই কাজের অ্যাপ্লিকেশন। Whatsapp আসার পরে মানুষের জীবন অনেক সহজ হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার জন্য, কোম্পানি একাধিক নতুন ফিচার বাজারে আনতে থাকে। গত বছর হোয়াটসঅ্যাপে এসেছিল স্ট্যাটাস ফিচার। প্রায় এক বছর Whatsapp স্ট্যাটাস ফিচার লঞ্চ হয়েছে, তবে এই ফিচারের একই রকম থেকে গিয়েছে। গ্রাহকদের মন জয় করেছে এইই ফিচার। 24 ঘন্টা পরে নিজে থেকে ডিলিট হয়ে যায় স্ট্যাটাসগুলি। ফটো বা ভিডিও সহজেই অবস্থা পোস্ট করা যায় স্ট্যাটাসে। শুধু হোয়াটসঅ্যাপে নয়, ফেসবুক এবং ইন্সটগ্রাম অ্যাপ্লিকেশনেও স্ট্যাটাস ফিচার রয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ ভিডিও স্ট্যাটাস Whatsapp এ পোস্ট করা হয়। বন্ধু ও প্রিয়জনদের পোস্ট করা স্ট্যাটাসগুলি ডাউনলোড করার ইচ্ছা থাকলেও তা ডাউনলোড করার কোন উপায় থাকে না। আজ আমরা আপনাকে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে বলব। এই পদ্ধতি ব্যবহার করে আপনি পছন্দের WhatsApp স্ট্যাটাস ডাউনলোড করতে পারবেন। হিডেন ফোল্ডার ডাউনলোড করুন এইভাবে পছন্দের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ডাউনলোড করতে আপনাকে অবশ্যই প্রথমে লুকিয়ে থাকা .statuses ফোল্ডারটি আনহাই

এক রাতেই ভোলবদল! ইসলামপুরের হাইস্কুলে শিক্ষক নিয়োগ বিতর্কে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

Image
ইসলামপুরের দাঁড়িভিট হাইস্কুলে উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গোটা জেলায় অগ্নিগর্ভ পরিস্থিতির তৈরি হয়েছে। ছাত্র আন্দোলনের পুলিসের গুলিতে বৃহস্পতিবার মৃত্যু হয়েছে রাজেশ সরকার নামে এক প্রাক্তনীর। শুক্রবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যালে মৃত্যু হয় আরেক প্রাক্তনী তাপস বর্মনের। এই ঘটনার অন্তর্তদন্তে নেমে এবার সামনে এল একটি চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ। কী দেখলেন ? ভিডিওতে দেখা যাচ্ছে, জেলা স্কুল পরিদর্শক রবীন্দ্র কুমার মণ্ডলের হাতে মাইক। তিনি মাইক হাতে ছাত্রছাত্রীদের মধ্যে আশ্বাস দিচ্ছেন যে, অবিলম্বে স্কুল থেকে উর্দু শিক্ষককে প্রত্যাহার করা হবে। একইসঙ্গে উচ্চমাধ্যমিক স্তরে যে যে বিষয়ের শিক্ষকের পদ ফাঁকা রয়েছে। সেগুলি পূরণ করা হবে। মৌখিক আশ্বাসের পর ছাত্রছাত্রীদের লিখিত আশ্বাসও দেওয়া হয়। এই চিঠিতে দেখা যাচ্ছে, ১৮ সেপ্টেম্বর বৈঠকে বসে স্কুলের পরিচালন সমিতি। সেই বৈঠকে পরিচালন সমিতির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, অবিলম্বে উর্দু ও সংস্কৃত বিষয়ের জন্য যে ২ জন শিক্ষক নিয়োগ করা হয়েছিল তা প্রত্যাহার করা হবে। কারণ, ওই স্কুলে উচ্চমাধ্যমিক স্তরে কোনও উর্দু ও সংস্কৃত শিক্ষকের পদ নেই।  সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডিআই

প্রত্যাশিতভাবেই হাসতে হাসতে ব্যাঘ্রশিকার রোহিতদের

Image
প্রত্যাশিতভাবেই এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে অনায়াসে হারাল ভারত। ৭ উইকেটে ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা করলেন ৮৩ রান।    ভারতের লক্ষ্য ১৭৪ রানের লক্ষ্য রেখেছিল বাংলাদেশ। ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের কাছে তা 'লিলিপুট'ই। বস্তুত ভারতের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি মাশরাফিরা। কখনই মনে হয়নি, এই ম্যাচ হারতে পারেন ভারতীয়রা। হাসতে হাসতে ম্যাচ বের করে নিয়ে গেলেন রোহিত শর্মা। তাঁর ব্যাট থেকে এল ঝকঝকে 'ক্যাপ্টেনস নক' অর্ধশতরান। এদিন চার নম্বরে নেমে ধোনি করেন ৩৩ রান।  পাকিস্তানের সঙ্গে ফের সাক্ষাতের আগে বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাসও বাড়িয়ে নিল টিম ইন্ডিয়া। এদিন শুরুতেই ধবন ঝড়ে বাংলাদেশের সব আশা শেষ হয়ে যায়। তারপর ছিল নেহাতই নিয়মরক্ষা।ভারতীয় বোলিংয়ের সামনে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ শুরুতেই ভারতকে উপহার দিয়ে দেয় বাংলাদেশ। গোটা ম্যাচে কখনই মনে হয়নি, ভারত হারতে পারে। পাকিস্তানের পর বাংলাদেশকেও কর্তৃত্ব নিয়ে হারাল রোহিতবাহিনী। ভারতের জমাট বোলিংয়ের সৌজন্যে ব্যাটসম্যানদের বিশেষ খাটাখাটনিই করতে

এসআই, কনস্টেবল পদে ঢালাও নিয়োগ

Image
তদন্তকারী অফিসারের ঘাটতি মেটাতে সাব-ইনস্পেক্টর (এসআই) স্তরের শূন্য পদে নিয়োগ শুরু করছে রাজ্য। নবান্ন সূত্রের খবর, এসআইয়ের ১৫২৫টি পদের সঙ্গে সঙ্গে ৫৩০০টি পদে কনস্টেবলও নিয়োগ করবে রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। বর্তমানে ১৬০০ এসআই-পদ ফাঁকা রয়েছে রাজ্যে। ইতিমধ্যেই নিয়োগ পরীক্ষার জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী মার্চের মধ্যে সাব-ইনস্পেক্টর নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে এক পুলিশকর্তার দাবি। রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিরেক্টর জেনারেল থেকে কনস্টেবল পর্যন্ত এক লক্ষ সাত হাজার পুলিশকর্মী থাকার কথা। কিন্তু এখন পুলিশকর্মী আছেন ৭৫ হাজারের সামান্য বেশি। শূন্য পদের সংখ্যা প্রায় ৩৮ হাজার। সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থের মামলাতেও এই তথ্য উঠে এসেছে। ৪৮টি রেল পুলিশ থানা, ছ'টি উপকূলীয় থানা এবং ১০টি মহিলা থানা মিলিয়ে রাজ্যে পাঁচ শতাধিক থানা রয়েছে। তার উপরে গত কয়েক বছরে তৈরি হয়েছে পাঁচটি কমিশনারেট। কিন্তু দায়িত্ব বাড়লেও কর্মী-সংখ্যা যথেষ্ট নয়।  পুলিশকর্তারা জানাচ্ছেন, এ রাজ্যে ডাকাতি, ধর্ষণ, খুন, চুরি-সহ বেশির ভাগ গুরুতর অপরাধের তদন্তের ভার থাকে এসআই-দের উপরে। এমনকি গ্রামাঞ্

দিনাজপুরে শূন্য পদ ৬৭, তালিকা সাড়ে তিনশোর!

Image
দীর্ঘ প্রতীক্ষার পরে স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ করছে রাজ্য সরকার। কিন্তু শূন্য পদের অসঙ্গতিতে ধাক্কা খেয়েছে গোটা প্রক্রিয়া। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগকে ঘিরে প্রাণহানির পর বিষয়টি সামনে এসেছে। প্রশ্ন উঠেছে, তা হলে কি গোটা প্রক্রিয়াতেই কোন গলদ রয়েছে? ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শককে সাসপেন্ড করা হয়েছে। এ বার শিক্ষক নিয়োগকে ঘিরে প্রথম থেকেই জটিলতা শুরু হয়েছে। শিক্ষা দফতরের এক কর্তা জানান, শূন্য পদের তালিকায় প্রচুর ভুল ভ্রান্তি ছিল। তার মধ্যে শীর্ষে ছিল উত্তর দিনাজপুর জেলা। জানা গিয়েছে, একাদশ-দ্বাদশের জন্য প্রায় ৩৫০টি শূন্যপদের তালিকা পৌঁছেছিল স্কুল সার্ভিস কমিশনে। দফতরের এক কর্তা জানান, পরে খতিয়ে দেখা যায়, শূন্য পদ আসলে ৬৭টি। কমিশনারেট থেকে যে তালিকা সেখানে এসেছিল, সেটাই ভুল ছিল। কমিশনারেটে সাধারণত ওই তালিকা পাঠায় ডিআই।  শূন্য পদের চূড়ান্ত তালিকা তৈরির আগে কয়েক জন ডিআই-কে কমিশনে ডাকা হয়েছিল। ওই অফিসে নথি নিয়ে বসে ভুলভ্রান্তি শোধরানোর চেষ্টা করেন ডিআইরা। কিন্তু এক ডিআই সমস্ত ত্রুটি সংশোধন না করেই বিধাননগর রোড স্টে

দেশে গরিবি কমিয়েছে ইউপিএ সরকারই, দাবি চিদম্বরমের

Image
এক দশকে ভারতে ২৭ কোটি ১০ লক্ষ মানুষ দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন বলে রিপোর্ট দিল রাষ্ট্রপুঞ্জের সংস্থা ইউএনডিপি। ২০০৫-'০৬ থেকে ২০১৫-'১৬, এই এক দশকে দেশে দারিদ্রের হারও প্রায় অর্ধেক কমেছে বলে জানিয়েছে ইউএনডিপি ও 'অক্সফোর্ড পভার্টি হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ'-এর রিপোর্ট। রিপোর্ট প্রকাশ হতেই এর পুরো কৃতিত্ব নিতে মাঠে নেমে পড়েছেন কংগ্রেস নেতা মনমোহন জমানার অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর বক্তব্য, ''এই দশ বছরের মধ্যে ইউপিএ-সরকারই আট বছর ক্ষমতায় ছিল।'' মোদী সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি বরাবরই ব্যাঙ্কের অনাদায়ী ঋণের বোঝার জন্য মনমোহন সরকারকে দায়ী করেন। তাঁকে খোঁচা দিয়ে আজ চিদম্বরমের কটাক্ষ, ''বিজেপি সরকার, তার ব্লগার ও তাঁর ভক্তদের কাছে সমস্ত সমস্যাই আগের সরকারের অবদান। মনে করিয়ে দিতে চাই, দেশের ২৭ কোটি ১০ লক্ষ মানুষকে দারিদ্রের কবল থেকে বার করে আনাও আগের সরকারের অবদান।'' ইউএনডিপি-র রিপোর্ট অনুযায়ী, ২০০৫-'০৬ থেকে দশ বছরে ভারতে দারিদ্রের হার ৫৫ শতাংশ থেকে কমে ২৮ শতাংশ হয়েছে। ১০৫টি মাঝারি ও কম আয়ের দেশে সমীক্ষা চালানো হয়েছিল। যাদের মোট জনস

ছাত্রছাত্রী নেই, বন্ধের মুখে রাজ্যের বহু প্রাথমিক স্কুল!

Image
মাধ্যমিকের পরে এ বার প্রাথমিক! ছাত্রছাত্রীর অভাবে আবার বেশ কিছু স্কুলে তালা ঝোলানোর তোড়জোড় চলছে বলে শিক্ষা শিবিরের আশঙ্কা। তাদের সংশয়-আশঙ্কার মূলে আছে স্কুলশিক্ষা দফতরের একটি বিজ্ঞপ্তি। সম্প্রতি বিকাশ ভবন থেকে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলগুলিতে শিক্ষকের অনুপাত ঠিক করতে হবে। যে-সব স্কুলে বাড়তি শিক্ষক রয়েছেন, সেখান থেকে তাঁদের পাঠাতে হবে শিক্ষক-ঘাটতির স্কুলে। সেই সঙ্গে সাফ জানানো হয়েছে, যে-সব স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কুড়ির কম, তাদের পড়ুয়ারদের বাড়ির এক কিলোমিটারের মধ্যে কোনও স্কুলে সরিয়ে দিতে হবে। এই নির্দেশ কার্যকর হবে আগামী শিক্ষাবর্ষ থেকেই। যে-সব স্কুলে প্রধান শিক্ষক নেই, কাছাকাছি কোনও স্কুলের প্রধান শিক্ষককে বাড়তি দায়িত্ব হিসেবে সেখানকার দায়িত্ব দিতে হবে। পরে স্কুলভবনগুলিকে শিক্ষা সংক্রান্ত কাজে বা অন্য মাধ্যমের স্কুলের বাড়ি হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই গোটা প্রক্রিয়ার জন্য জেলা স্তরে এবং কলকাতার জন্য আলাদা কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার ক্ষেত্রে চার সদস্যের কমিটিতে চেয়ারম্যান হিসেবে থাকবেন জেলাশাসক বা অতিরিক্ত জেলাশাসক। আ

ছিনতাইয়ের গল্প ফেঁদে স্ত্রীকে খুন!

Image
পুলিশকে সে বলেছিল, দুষ্কৃতীরা এসে তার স্ত্রীর গলার হার এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। স্ত্রী বাধা দেওয়ায় তারা গুলি করে তাঁকে খুন করে। পুলিশ প্রথমে আটক করেছিল ওই যুবককে। কিন্তু দীর্ঘ জেরায় ভেঙে পড়ে সে। জানায়, বহু দিন ধরে সে স্ত্রীকে খুনের পরিকল্পনা করেছিল। তার জন্য এক সপ্তাহ ঘুরে জায়গা নির্বাচন, তিন দিন ধরে রেকি করা, ব্যবহৃত আগ্নেয়াস্ত্র থেকে হাতের ছাপ মোছা— নিয়েছিল সব পন্থাই। শেষরক্ষা অবশ্য হল না। ব্যারাকপুরের বাসিন্দা রাজশ্রী চট্টোপাধ্যায়কে (৩৩) খুনে তাঁর স্বামী সুখবিন্দর সিংহকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এক যুবকের সঙ্গে রাজশ্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেছিল সুখবিন্দর। খুনের সেটা একটা কারণ। পাশাপাশি, তাঁদের ফ্ল্যাট বিক্রি করে সেই টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তার। ব্যারাকপুরের ডিসি (‌জোন ১) কে কান্নন বলেন, ''অভিযুক্ত কার থেকে খুনের অস্ত্র কিনেছিল, তদন্ত করে দেখা হচ্ছে।'' পুলিশ সূত্রে খবর, ব্যারাকপুরে ১৪ নম্বর রেল গেটের কাছে থাকতেন রাজশ্রীরা। সুখবিন্দররা আদতে পঞ্জাবের বাসিন্দা। কর্মসূত্রে তার পরিবার দীর্ঘদিন ব্যারাকপ

পদ নেই! মিডিয়ার থেকে খবর পেলেন অধীর

Image
ইসলামপুরে পুলিশের গুলিতে ছাত্রমত্যুর ঘটনার প্রতিবাদে রাজ্যের সর্বত্র কংগ্রেস কর্মীদের মোমবাতি মিছিল করার নির্দেশ দিয়েছিলেন সকালেই। দুপুরে সাংবাদিকদের কাছে খবর পেলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি পদে তিনি এখন অতীত! রাহুল গাঁধীর নির্দেশে প্রদেশ কংগ্রেসের ব্যাটন চলে গিয়েছে সোমেন মিত্রের হাতে। খবর শুনে বিদায়ী সভাপতি অধীর চৌধুরী জানাচ্ছেন, দলের সৈনিক হিসাবেই কংগ্রেসের কর্মসূচিতে তিনি থাকবেন। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অপসারণ তাঁকে কি বিজেপির দিকে ঠেলে দেবে? এআইসিসি-র সিদ্ধান্ত ঘোষণা ইস্তক এমন জল্পনা ভেসে বেড়াচ্ছে রাজনৈতিক শিবিরের একাংশে। অধীরবাবু অবশ্য বলছেন, ''প্রশ্নই নেই! এখন নানা জনে নানা কথা বলবে, নানান কল্পনা হবে। কিন্তু আমি কংগ্রেসে ছিলাম, আছি।'' প্রাক্তন হয়ে যাওয়ার পরেও সন্ধ্যায় বহরমপুরে মোমবাতি মিছিলে যোগ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস নেতাদের অনেকের অভিযোগ ছিল, সকলকে নিয়ে অধীরবাবু চলতে পারেন না। প্রদেশের সঙ্গে তাই যোগাযোগ কমে এসেছিল অনেকের। দিল্লিতে নালিশও বাড়ছিল। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে সাম্প্রতিক বৈঠকে অধীরবাবু নিজেও বলে এসেছিলেন, রাজ্যে দল

ইসলামপুরে চড়ছে রাজনীতির পারদ, মৃতের পরিবারকে দিয়ে সাদা কাগজে সই করানোর অভিযোগ

Image
শুক্রবার রাতে ইসলামপুর পৌঁছেছেন দীপা। দুই ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে অশান্ত ইসলামপুরে এখন তুঙ্গে রাজনীতির পারদ। শুক্রবার বিজেপির ডাকে ১২ ঘণ্টার বন্‌ধ পালিত হয়েছে গোটা উত্তর দিনাজপুর জেলায়। বন্‌ধকে কেন্দ্র করে অশান্তি হয়েছে জেলার বিভিন্ন অংশে। ঘটনার প্রতিবাদে শনিবার এসএফআই-সহ অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠন  রাজ্যজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। শুক্রবার রাতেই ইসলামপুর পৌঁছেছেন এলাকার প্রাক্তন সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সদ্যনিযুক্ত কার্যকরী সভানেত্রী দীপা দাশমুন্সি-সহ জেলা কংগ্রেসের গোটা নেতৃত্ব। তাপস বর্মনের মৃতদেহ রাতেই পৌঁছচ্ছে তাঁর বাড়িতে। তাঁর বাড়ি ঘিরে ভিড় জমিয়েছেন এলাকার বহু মানুষ। যদিও কার গুলিতে দুই ছাত্রের মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা না কাটায় পুলিশের বিরুদ্ধে প্রবল ক্ষোভ রয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অনেকেরই অভিযোগ, পুলিশই গুলি চালিয়েছিল বৃহস্পতিবার। রাজেশ সরকার এবং তাপস বর্মনের মৃত্যু পুলিশের গুলিতে হয়েছে বলেই তাঁদের দাবি। কিন্তু পুলিশ সম্পূর্ণ অস্বীকার করেছে গুলিচালনার অভিযোগ। এরই মধ্যে শুক্রবার রাতেই চাঞ্চল্যকর অভিযোগ আনল কংগ্রেস। তাঁদের দাবি, রাজেশ সরকার নামের  দা

দুই শিক্ষকের কথায় প্রভাবিত হয়েই কি ঝাঁপিয়েছিল পুলিশ? নীরব এসপি

Image
স্কুলের সামনে বিশাল খেলার মাঠ। তারপর কাঁচা রাস্তা। বড়জোর ১০-১৫ মিটার লম্বা রাস্তা। তারপরেই দোমোহনা-ইসলামপুর সড়ক। স্কুলের রাস্তাটা যেখানে পাকা সড়কের সঙ্গে মিশেছে, ঠিক তার উল্টোদিকেই স্কুলের মাঠের মুখোমুখি মধু সুইটস অ্যান্ড হোটেল। পুরনো দোকানটাই নতুন করে নির্মাণের কাজ চলছে। শুক্রবার সকালে ওই দোকানের সামনেই দেখা গেল চাপ চাপ রক্ত। ঠিক ওই জায়গাতেই পড়ে ছিল ইসলামপুর কলেজের ছাত্র তাপস বর্মণের রক্তাক্ত গুলিবিদ্ধ দেহ। দোকানটা তাপসদেরই। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাপস বৃহস্পতিবার খণ্ডযুদ্ধের সময়ে রাস্তার উপর দাঁড়িয়েছিল। তখনই গুলিটা তার পেটের বাঁদিক ফুঁড়ে বেরিয়ে যায়। পাশে দাঁড়িয়ে ছিল বিপ্লব সরকার নামে আরও এক তরুণ। পায়ে গুলি লাগে তারও। সেখান থেকে প্রায় ১০০ মিটার দূরে ইসলামপুরের দিকে রাস্তার উপর গুলিবিদ্ধ হয় আইটিআই ছাত্র রাজেশ সরকার। দু'জন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারাল। একজন এখনও চিকিৎসাধীন। ঘটনার পর কেটে গিয়েছে ২৪ ঘণ্টারও বেশি সময়। তারপরেও পরিষ্কার হল না কার গুলিতে প্রাণ গেল দুই পড়ুয়ার। প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে মৃত ছাত্রদের পরিবারের দাবি, পুলিশই গুলি চালিয়েছে। কিন্তু শুক্রবার বিকেলে জেলার