ভারত থেকে 'অস্কার এন্ট্রি' অসমিয়া সিনেমা 'ভিলেজ রকস্টার্স' এর


অস্কারের দৌড়ে সেরা বিদেশি সিনেমা বিভাগে ঢুকে পড়ল ভারতের একটি আঞ্চলিক সিনেমা। অসমিয়া ভাষায় তৈরি 'ভিলেজ রকস্টার্স' এবার অস্কারের দৌড়ে ভারতের প্রতিনিধি। বলিউড সিনেমার পাশাপাশি এই সিনেমা নিয়েও আগ্রহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

'ভিলেজ রকস্টার্স' একেবারে আন্তর্জাতিক মানের সিনেমা। এমন সিনেমাকে বাছতে পেরে আমরাও গর্বিত। সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন জুরি বোর্ডের সদস্য অনন্ত মহাদেবন।

এই সিনেমাটি পরিচালনা করেছেন রিমা দাস। একটি কমবয়সী মেয়ে গল্প এটি। সে ভালো গিটার বাজায়। এমন এক পুরুষতান্ত্রিক সমাজে যেখানে মহিলাদের প্রতি মুহূর্তে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়। দশ বছর বয়সী সেই ধুনু অসমের এক প্রত্যন্ত গ্রামে থাকে। নিজের গিটার দিয়ে সে বিশ্বের কাছে নিজেকে মেলে ধরতে চায়।

ভারত থেকে অস্কারের দৌড়ে রয়েছে রাজি, পদ্মাবত, হিচকি, অক্টোবর, কড়ভি হাওয়া, ১০২ লট আউট, প্যাডম্যান, মান্টো-র মতো সিনেমা। ভারত থেকে মোট ২৯টি সিনেমা প্রতিযোগিতায় রয়েছে।