Posts

Showing posts from November 29, 2018

মোবাইলে ব্যালান্স থাকলে বন্ধ করা যাবে না পরিষেবাঃ ট্রাই

Image
নয়াদিল্লি:  প্রিপেড মোবাইলে ১০ বা ২০ টাকার রিচার্জের দিন শেষ। এবার থেকে সিম বাঁচাতে নির্দিষ্ট সময়ে ভরতে হবে অন্তত ৩৫ টাকা। না হলে আর মিলবে না বিনামূল্যে লাইফটাইম ইনকামিং পরিষেবা। এমনকী নম্বর বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। ২০০৪ সালে ৯৯৯ টাকা প্ল্যানে আজীবন ফ্রি ইনকামিং পরিষেবা এনেছিল একাধিক টেলিকম সংস্থা। সেই প্রতিশ্রুতির কী হবে? এই নিয়ে ট্রাইয়ের কাছে অভিযোগ জানিয়েছেন অনেকেই। ব্যালান্স থাকলে পরিষেবা বন্ধের অভিযোগ জানানো হয়েছে ৷ একাধিক সংস্থার বিরুদ্ধে অভিযোগ গ্রাহকদের ৷

হাফিজ সইদের খালিস্তানি বন্ধুর সঙ্গে ছবি, পাকিস্তানে গিয়ে এ বারও বিতর্কে সিধু

Image
এই ছবিই নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিয়েছেন গোপাল সিংহ চাওলা (ডান দিকে)। সেপ্টেম্বরের পর এই নিয়ে দ্বিতীয় বার। পাকিস্তানে গিয়ে ফের বিতর্কে জড়ালেন নভজ্যোত সিংহ সিধু। খালিস্থানপন্থী জঙ্গি ও ভারতবিরোধী শিখ নেতা গোপাল সিংহ চাওলার সঙ্গে তাঁর একটি ছবি ঘিরেই শুরু হল বিতর্ক। নিজের ফেসবুক পেজে সিধুর পাশে দাঁড়িয়ে তোলা একটি ছবি পোস্ট করেছেন গোপাল সিংহ চাওলা। যা ভাল ভাবে নিচ্ছে না দেশের কোনও মহলই। কারণ, বিভিন্ন সময় ভারতবিরোধী নাশকতায় জড়িয়ে থাকার অভিযোগ আছে গোপাল সিংহের বিরুদ্ধে। তার মধ্যে অন্যতম হল লস্কর ই তৈবা প্রধান হাফিজ সইদের সঙ্গে যোগাযোগ এবং ২৬/১১ মুম্বই হামলার ষড়যন্ত্রের সঙ্গে শুরু থেকেই যুক্ত থাকা। ইসলামাবাদের আমন্ত্রণে করতারপুর করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার পাকিস্তানে গিয়েছিলেন পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিংহ সিধু। ভারতের গুরদাসপুরে ডেরা বাবা নানক থেকে পাকিস্তানের করতারপুরে দরবার সাহিব পর্যন্ত ভিসামুক্ত করিডর দিয়ে যাতায়াত করতে পারবেন শিখ পুণ্যার্থীরা। সেখানেই খালিস্তানপন্থী জঙ্গি নেতার সঙ্গে ছবি তুলতে দেখা যায় সিধুকে। গোপাল সিংহ চাওলা বরাবরই ভারত বিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত। বিভিন্ন

১৭৯ যাত্রী নিয়ে বিল্ডিংয়ে ধাক্কা এয়ার ইন্ডিয়ার বিমানের

Image
স্টকহোমের আরলান্ডা বিমানবন্দরের বিল্ডিংয়ের দেওয়ালে ধাক্কা এয়ার ইন্ডিয়ার বিমানের। দেওয়ালে ধাক্কা লাগে বিমানটির বাঁদিকের ডানার। যদিও হতাহতের কোনও খবর নেই। দুর্ঘটনার কারণ এখনও জানাতে পারেনি পুলিশ। গতকাল দিল্লি বিমানবন্দর থেকে ১৭৯ জন যাত্রী নিয়ে উড়ান দেয় এয়ার ইন্ডিয়ার ওই বিমান। স্টকহোমের সময় অনুযায়ী গতকাল বিকেল ৫টা ৪৫ নাগাদ বিমানটি টার্মিনাল ফাইভে ধাক্কা মারে। মেন ইন্টারন্যাশনল টার্মিনাল থেকে ৫০ মিটার দূরে রয়েছে টার্মিনাল ফাইভ। জানা গেছে, অবতরণের সময় বিল্ডিংয়ের দেওয়ালে ধাক্কা লাগে বিমানটির। বাঁদিকের ডানাটি ঘষা খেয়ে যায় দেওয়ালে।

বিস্তর বরফ, সরাতে অনেক সময় লাগবে ইমরান

Image
অজস্র মৃত্যু, অগণিত ক্ষতস্থান আর অনর্গল রক্তপাতের যন্ত্রণা বাধ্য করে যে সিদ্ধান্ত নিতে, মাত্র একটা সদর্থক ভাষণই সে সিদ্ধান্তকে বদলে দেবে, এমনটা ভাবা দূরাশা। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে অনেকগুলো উষ্ণ শব্দ উচ্চারণ করার পরে ভারতের কাছ থেকে প্রত্যাখ্যানের বার্তা পেতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নিশ্চয়ই ভাল লাগেনি। কিন্তু সন্ত্রাসে মদত বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনাতেই ভারত বসবে না, এটা যে নয়াদিল্লির ঘোষিত অবস্থা, তা ইসলামাবাদের জানা। অতএব, করতারপুর করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান থেকে খুব বেশি প্রাপ্তির আশা না করাই ভাল পাকিস্তানের। করতারপুর করিডরকে উন্মুক্ত করার সিদ্ধান্ত, দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে সে প্রকল্পের শিলান্যাস, শিলান্যাসের মঞ্চ থেকে পাক প্রধানমন্ত্রীর জোর সওয়াল ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের পক্ষে, পঞ্জাবের মন্ত্রী নভজ্যোৎ সিংহ সিধুর ভাষণে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সৌহার্দের সুর-সবই অত্যন্ত ইতিবাচক। কাশ্মীর সমস্যায় আটকে না থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত খুলে দেওয়া উচিত প্রতিবেশী দেশ দুটোর-সওয়াল ইমরান খানের। দ্বিতীয় বি

মোবাইলে ন্যূনতম ব্যালান্স থাকলে চালু থাকবে পরিষেবা!

Image
বহু গ্রাহকের অভিযোগ, তাঁদের মোবাইলে যথেষ্ট টাকা থাকলেও বাধ্যতামূলক ভাবে ন্যূনতম মাসুল ভরানোর এসএমএস পাঠাচ্ছে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়ার মতো সংস্থা। বলছে, তা না হলে বন্ধ হবে পরিষেবা। নালিশ খতিয়ে দেখে টেলিকম নিয়ন্ত্রক ট্রাইয়ের নির্দেশ, প্রিপেড মোবাইলের সিমে ন্যূনতম টাকা ভরা থাকলে সময়সীমা শেষ হলেও এখন পরিষেবা বন্ধ করা যাবে না। বরং গ্রাহককে মোবাইল অ্যাকাউন্টের সব তথ্য স্পষ্ট ভাবে জানাতে হবে তিন দিনের মধ্যে। ট্রাই চেয়ারম্যান আর এস শর্মা বুধবার বলেন, ''এ ভাবে পরিষেবা বন্ধের কথা বলা ঠিক নয়।'' টেলি সংস্থাগুলির অবশ্য দাবি, নিয়মে কোনও বদল হলে গ্রাহককে জানাচ্ছে তারা। সম্প্রতি এয়ারটেল, ভোডাফোন-আইডিয়ার মতো সংস্থা ২৮ দিনের পরিষেবার জন্য ন্যূনতম ৩৫ টাকার মাসুল চালু করেছে। মঙ্গলবার চার সংস্থাকে চিঠি পাঠিয়ে ট্রাই বলেছে, তিন দিনের মধ্যে গ্রাহকদের এসএমএসে জানাতে হবে তাঁদের চালু প্রকল্পের সময়সীমা শেষের তারিখ। সেই সঙ্গে ন্যূনতম রিচার্জ প্ল্যান-সহ বাজারে চালু প্রকল্প বাছার উপায়ও। সেটাও মোবাইলে থাকা প্রিপেড অ্যাকাউন্টের ব্যালান্স ব্যবহার করে। এর মধ্যে কারও অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স থাকলে সম

‘সীমান্ত পেরিয়ে বিহার-ঝাড়খন্ড থেকেই বিষ মদ আসছে’

Image
কলকাতা: পাশের রাজ্য থেকেই অসৎ উপায়ে বিষ মদ পাচার হয়ে আসছে রাজ্যে৷ শান্তিপুরে বিষমদ কান্ডের তদন্ত শুরু হওয়ার আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে এরকমই জানানো হল৷ মগরাহাট, সংগ্রামপুরের পর এবার নদীয়ার শান্তিপুরে বিষমদ খেয়ে মারা গিয়েছেন সাতজন৷ যদিও নদীয়ার সঙ্গে ঝাড়খন্ডের সীমানা না থাকার জন্য বহিরাগত তথ্যে মোটেও আমল দিতে রাজী নয় রাজ্যের বিরোধীরা৷ বুধবার শান্তিপুরে বিষমদ খেয়ে সাতজন মারা গিয়েছেন৷ রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে দু-লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে৷ শান্তিপুরের বিষমদ কান্ডের তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডির হাতে৷ তদন্তে নেমে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে সিআইডি৷ এর আগে ২০১১ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার সংগ্রামপুরে বিষমদ খেয়ে কয়েকশ মানুষ অসুস্থ হয়ে পড়েন৷ এদের মধ্যে ১৭৩ জনের মৃত্যু হয়েছিল৷ সাতজনের মৃত্যুর খবর আসার পরই একটি সাংবাদিকদের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ''বিহার এবং ঝাড়খন্ডের অনেক জায়গা থেকে ভ্যানে বিষমদ আসছে৷ ভ্যানের উপরে একরকম মদ এবং নীচে জালি মদ আনা হচ্ছে৷'' পুরো বিষয়টির উপর পুলিশের নজর রাখার কথাও বলে

রজনী-অক্ষয়ের ‘2.0’ এ কোপ টেকনোলজির

Image
চেন্নাই : '2.0' নিয়ে উত্তেজনার সীমা নেই৷ সুপারস্টার রজনীকান্তের ছবি 'রোবট'র সিক্যুয়েল, উত্তেজনা থাকাটাই স্বাভাবিক৷ টেকনোলজিকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে অবশেষে কোপ পড়ল টেকনোলজিরই৷ একটি মোবাইল অপারেটারেটর সংস্থা Cellular Operators Association of India (COAI) অভিযোগ এনেছে ছবিটির বিরুদ্ধে৷ তাদের অভিযোগ '2.0' তে মোবাইল ফোন এবং মোবাই টাওয়ারগুলিকে মানবজীবন ও পশু পাখিদের জন্য ক্ষতিকারক দেখানো হয়েছে৷ Central Board of Film Certification (CBFC) তে লিখিত অভিযোগে এই সংস্থা তাঁদের অভিযোগের কথা জানিয়েছেন৷ তাদের দাবি ছবিটির প্রচার বন্ধ করে দেওয়া হোক যতদিন না এর কোনও মিমাংশা হচ্ছে৷ ছবির চিত্রনাট্য অনুযায়ী, টেকনোলজি আপনার শত্রু হয়ে দাঁড়াবে, কখনও ভেবেছিলেন এমনটা হবে? অবশেষে টেকনোলজিতেই কাবু গোটা বিশ্ব৷ সেই ঘটনাই উঠে এসেছে '2.0' ট্রেলারে৷ ট্রেলারের শুরুতে দেখা গিয়েছিল, সব জায়গা থেকে এক নিমেষে উড়ে যেতে লাগল পৃথিবীর প্রত্যেকটা সেলফোন৷ এমনই এক ঘটনা দিয়ে পৃথিবীর বুকে আঁছড়ে পড়বে বিপদ৷ বলা হচ্ছে, পৃথিবীর কলিযুগে এলিয়ানরা এসে নাকি পৃথিবী ধ্বংস করবে কিংবা দখল করবে৷

সুখবর: সরকারি কর্মীদের জন্যে দারুণ খবর

Image
নয়াদিল্লিঃ  সরকারি কর্মীদের জন্যে সুখবর! অবসরের বয়স ৬০ থেকে ৬২ করার সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে বড়সড় এই সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। প্রথম সারির এক সংবাদমাধ্যমে এমনটাই খবর প্রকাশিত করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে আলোচনায় বসতে পারে কেন্দ্রীয় সরকার। যেখানে সরকারি কর্মীচারীদের অবসরের বয়স ৬০ থেকে ৬২ করতে পারে মোদী সরকার। এই সিদ্ধান্ত কার্যকর করা হলে কয়েক লক্ষ কর্মী উপকৃত হবে বলে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, সরকারি কর্মচারীদের অবসরের বয়স ৬০ থেকে ৬২ বছর করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে নজিরবিহীন এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে রাজ্যের পাঁচলক্ষ নিয়মিত সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে জানানো হয়। কার্যত মধ্যপ্রদেশ সরকারের এহেন সাহসী সিদ্ধান্তই এবার কার্যকর করতে চলেছে মোদী সরকার।

ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে ১০ জনের মৃত্যু

Image
কাবুল: আফগানিস্তানে ফের ভয়াবহ আত্মঘাতী হামলায়। কাবুলে এক ভয়াবহ বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছে। আরও অন্তত ১৯ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার রাতে আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এই খবর জানানো হয়েছে। ব্রিটিশ সিকিউরিটি কনট্রাকটর গ্রুপ G4S যে অঞ্চলে থাকে, তার কাছেই এই বিস্ফোরণ ঘটেছে। কাবুল থেকে পূর্ব আফগানিস্তানের দিকে যে রাস্তা চলে গিয়েছে, সেই মেন রোডের ধারেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পুলিশ ও প্রশাসন জানিয়েছে, প্রথমে আত্মঘাতী জঙ্গি বোমা বিস্ফপরণ ঘটনায়। এরপর বাকিরা গুলির লড়াই শুরু করে দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় নিরাপত্তাবাহিনী। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেনি। এই বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই রাষ্ট্রসংঘ আয়োজিত এক সম্মেলনে আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি বলেন, তিনি তালিবানদের শান্তি চুক্তি করতে চান। এদিকে, আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে তালিবানিদের খতম করতে বিশেষ অভিযান চালাচ্ছে সরকারি বাহিনী। সেই অভিযানে ১৬ জন তালিবানের মৃত্যু হয় ও নিহত হন ৩০ জন সাধারণ নাগরিক।

বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতায় সন্তানসম্ভবা, পরিবারের সম্মান রক্ষায় খুন নিজের মেয়েকেই

Image
ফের অনারকিলিংয়ের ছায়া। নিজের গর্ভবতী মেয়েকে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। পরিবারের সম্মান রক্ষার জন্যই বাবার হাতে খুন হতে হয়েছে বলে পুলিশ তদন্ত উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জালনা জেলার ভোকারদান গ্রামে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত তরুণীর নাম ছায়া দুকরে। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। পুনের একটি কলেজে পড়তেন ছায়া। সেখানেই তাঁর সঙ্গে এক যুবকের পরিচয় হয়। তাঁরা সম্পর্কে জড়িয়ে পড়েন। এবং তাঁদের ঘনিষ্ঠতা থেকে শারীরিক সম্পর্কও হয়। তারই জেরে তরুণী গর্ভবতী হয়ে পড়েন। ইতিমধ্যে তরুণীর বাবা জানতে পারেন বিষয়টি। তিনি মেনে নিতেও পারেননি। অভিযোগ, এরপরই তিনি পারিবারিক সম্মানরক্ষার তাগিদেই ছক কষেন মেয়েকে খুনের। এক আত্মীয়ের সাহায্য নিয়ে তিনি নিজের গর্ভবতী মেয়েকে মেরে ফেলার ছক কষেন। দিন কয়েক আগে ছায়াকে ধাওয়াদা-মেহগাঁওয়ে রাস্তার পাশ তেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তে পাঠানো হয়েছে তাঁর দেহ। এরপর ছায়ার বাবাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় নাম জড়ায় আরও চার আত্মীয়ের। চার আত্মীয়কেও গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনায় স্থানীয়রা মেলাতে পারছেন না ধৃত সমাধান দুকরে কাউকে খুন করতে পার

ফ্ল্যাট দেওয়ার নামে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ! ভিডিও তুলে ব্ল্যাকমেলিংয়ে অভিযুক্ত প্রোমোটার

Image
ফ্ল্যাট দেওয়ার নাম করে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রোমোটারের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বেলুড়ে। ওই প্রোমোটার প্রায় এক বছর ধরে ব্ল্যাকমেলিং করে বধূকে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের হলেও অভিযুক্ত প্রোমোটারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত প্রোমোটার জানিয়েছেন তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। বছর খানেক আগে ঘটনার সূত্রপাত। বধূর স্বামীর সঙ্গে বন্ধুত্বের সূত্রে বাড়়িতে যাওয়া আসা শুরু করে প্রোমোটার। অভিযোগ, বাড়িতে ঠাসাঠাসি জিনিসপত্র দেখে ফ্ল্যাটবাড়ির টোপ দেয় প্রোমোটার খোকন খাঁড়া। তিনিই ফ্ল্যাটের বন্দোবস্ত করে দেবেন বলেও জানান। এরপরই দফায় দফায় বন্ধুর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেন খোকন। যদিও তার কোনও রসিদ নেই বলে জানিয়েছেন বধূ। এদিকে তারপর থেকে নিয়মিত আসা-যাওয়া শুরু হয় ওই প্রোমোটার-বন্ধুর। বন্ধুর দুই ছেলের জন্য নানা উপহার নিয়ে আসতে থাকেন তিনি। বন্ধুর স্ত্রীকেও দামি জিনিস কিনে দিয়েছিলেন ওই প্রোমোটার। বধূর অভিযোগ, তাঁর স্বামীর অনুপস্থিতিতে খোকন একাধিকবার তাঁর শ্লীলতাহানি করেছে। বাধা দিলে তাঁকে চরিত্র হননের ভয় দেখানো হয়েছে। এরই মধ্যে বধূর

‘টয়লেটে গিয়ে স্তন্যপান করান’! সাউথ সিটিতে মহিলাকে অপদস্থ করলেন কর্মীরাই!

Image
সাউথ সিটি মলে স্তন্যপান করানোয় মহিলাকে অপদস্থ করার অভিযোগ কর্মীদের বিরুদ্ধে। সাউথ সিটি মলের মধ্যে কোলের শিশুকে স্তন্যপান করানোয় চরম অপদস্থ হতে হল এক মহিলাকে। অভিলাষা পাল নামে ওই মহিলার অভিযোগ, মলের কর্মীরা তাঁকে স্তন্যপান করাতে নিষেধ করেন। এমনকী টয়লেটে গিয়ে স্তন্যপান করানোর কথাও বলেন। পরে তিনি ফেসবুকে ঘটনাটি শেয়ার করতেই প্রতিবাদের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন সমাজকর্মী ও নারীবাদীরা। শিক্ষাবিদ-সমাজকর্মী মীরাতুন নাহার বলেন, ''মায়ের স্তন্যপান করেই সন্তান বড় হয়। অথচ সেই ভুমিকা ভুলে গিয়ে যৌন আকর্ষণের বিষয়বস্তু হিসাবেই স্তনকে গণ্য করে মানুষ।'' সমাজকর্মী ও অধ্যাপিকা শাশ্বতী ঘোষ বলেন, ''বিমানবন্দরে স্তন্যপানের জন্য আলাদা জায়গা তৈরি হয়েছে। শপিং মলেও অগ্নিনির্বাপণ ব্যবস্থার মতো বাধ্যতামূলক ভাবে স্তন্যপান করানোর মতো জায়গা করা উচিত।'' নারী অধিকার আন্দোলনের কর্মী সোহিনী রায়ের বক্তব্য, ''সরকারি হাসপাতাল, শপিং মলের মতো জায়গায় স্তন্যপানের জন্য আলাদা জায়গা করা উচিত। দেশে কোনও আইনও নেই এই সংক্রান্ত। কেন ওই মহিলা পাবলিকলি স্তন্যপান

সরকারের হাতেই শিশুপুত্রকে তুলে দিল ধর্ষিত কিশোরী

Image
বিচ্ছেদ: শিশুকে নিয়ে ওই কিশোরী (ডান দিকে)। তিন মাসের ফুটফুটে শিশুপুত্রকে কোলে নিয়ে দাঁড়িয়ে এক কিশোরী৷ হাতে একটি কাগজ নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে কিশোরীর মা৷ মঙ্গলবার রাতে সেই কাগজটা পড়ে অবাক হয়ে যান আলিপুরদুয়ার জেলা হাসপাতালের কর্তারা৷ সবটা জেনে কারও কারও মনে প্রশ্ন ওঠে, পনেরো বছরের মেয়ের সঙ্গে কেউ এমনটা করতে পারে? সেই বিস্ময় ছাপিয়ে ওঠে আর একটি বিস্ময়। মাত্র পনেরো বছর বয়সেই কতটা শক্ত হয়ে উঠেছে কিশোরী মায়ের মন! মাত্র তিন মাসের ছেলেকে সে তুলে দিতে চায় সরকারের হাতে। শত যন্ত্রণার মধ্যেও সে সন্তানের জন্ম দিয়েছে। তাকে সিডব্লিউসি-র হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিতেও তার হাত কাঁপেনি। তাই সরকারি খাতায় 'অনাথ'-এর তালিকায় উঠে এল ওই কুমারী মায়ের তিন মাসের সন্তানটি৷ মঙ্গলবার রাত থেকেই শিশুটির নতুন ঠিকানা হয়ে গেল হাসপাতালে চার দেওয়ালে ঘেরা একটি ঘর৷ হাসপাতালের সুপার চিন্ময় বর্মন বলেন, "শিশুটি ভাল রয়েছে৷ চিকিৎসকরা তাকে দেখছেন৷" সিডব্লিউসি-র চেয়ারম্যান কান্তি মোহান্ত বলেন, কিশোরী ও তার পরিবার সাত দিন সময় পাবে৷ তার মধ্যে শিশুটিকে নিয়ে না গেলে শিশুর প্রতি তাদের আর দাবি থাকবে না৷ ওই কিশোরী ব

‘মায়া-মমতা চলেগি, অখিলেশ চলেগা, তবে কংগ্রেস নয়’, সুর পাল্টে বললেন মোদী!

Image
গত লোকসভা ভোটের প্রচারে সারদা-নারদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে নরেন্দ্র মোদী বলেছিলেন, দিদির পরিবর্তন নকলি পরিবর্তন'। আর একটা লোকসভা ভোটের মুখে সুর পাল্টাল তাঁর। গত কাল তিনি বললেন, মমতা গ্রহণযোগ্য, কিন্তু কংগ্রেস কখনওই নয়। বিরোধী ঐক্যকে ছত্রভঙ্গ করতে গত কয়েক মাস ধরেই মায়াবতী, মমতা-সহ বেশ কিছু আঞ্চলিক নেতা সম্পর্কে নরম মনোভাব নিচ্ছিল বিজেপি। কিন্তু কাল তেলঙ্গনায় ভোট প্রচারে গিয়ে মোদী সরাসরি বললেন, ''পশ্চিমবঙ্গে মমতার 'গলতিয়াঁ' (ভুল) থাকলেও রাজ্যের মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা আছে। এমনকি সে রাজ্যে সিপিএম-ও চলে, কিন্তু কংগ্রেস চলবে না!'' মোদী আরও বলেন, উত্তরপ্রদেশে 'মায়া চলেগি, অখিলেশ চলেগা'। কিন্তু কংগ্রেস পরিত্যাজ্য। যে রাজ্য থেকে কংগ্রেস এক বার বিতাড়িত হয়েছে, সেখানে মানুষ আর তাকে ফিরিয়ে আনছে না। বিজেপি সূত্র বলছে, কংগ্রেসকে একঘরে করতে চাওয়ার এই রণকৌশলের পিছনে কারণ তিনটি। প্রথমত, সংসদের অধিবেশন শুরু হবে ১১ ডিসেম্বর। তার আগের দিন রাজধানীতে বিরোধী দলগুলির বৈঠক। তাতে সীতারাম ইয়েচুরি এবং মমতা বন্দ্যোপাধ্যায় দু'জনেই শামিল হচ্ছেন। এই ঐক্য ভ