Posts

Showing posts from May 9, 2018

নীতিবিরুদ্ধ কাজের শাস্তি দিতে ৩০ জন কর্মচারীকে ছাটাই Hero MotoCorp-এর

Image
মুম্বই:  নীতিবিরুদ্ধ কাজের শাস্তি দিতে ৩০ জন কর্মচারীকে ছাটাই করা হল৷ এমনটাই করেছে দেশের নামী টু-হুইলার কোম্পানী Hero MotoCorp৷ নিয়ম ভাঙলে যে শাস্তি পেতে হয় সেটিই আরও একবার বুঝিয়ে দিল কর্তৃপক্ষ৷ ভবিষ্যৎ যাতে এধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে কড়া বার্তাও দিয়েছে এই টু-হুইলার সংস্থা৷ সূত্রের খবর, সংস্থার কর্মচারীরা বাইরের একাধিক বিক্রেতাগোষ্ঠী সহ ডিলারদের থেকে সুবিধা ভোগ করছিলেন৷ তালিকায় ছিল ব্যাক্তিগত উপহার, সুবিধা, বিলাসবহুল ভ্রমনের বিল ইত্যাদি৷ তাঁদের এই আচরণই নাকি সংস্থার ভাবমূর্তিতে আঘাত হেনেছে৷ আর সেই কারণেই এই পদক্ষেপ সংস্থার বলে জানা গিয়েছে। যদিও কর্মচারীদের বিরুদ্ধে আনা অভিযোগটিকে আরও একবার পুনরায় খতিয়ে দেখা হচ্ছে৷ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে Hero MotoCorp-এর এক অফিসার জানিয়েছেন, সমস্ত ধরণের আইনী ব্যবস্থার মধ্যে দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷ কেসটির সঠিক বিচারের জন্য একজন নিরপেক্ষ তৃতীয় বিচারক রাখা হবে৷ যদিও Hero MotoCorp র ম্যানেজমেন্ট নিজের সিদ্ধান্তে অটল৷ অভিযুক্ত কর্মচারীদের আর কোনভাবেই সংস্থায় পুনরায় ফিরিয়ে নেওয়া হবে না৷ সাফ জানিয

পুলিশ হেডকোয়ার্টারে ভয়াবহ বিস্ফোরণ

Image
কাবুল: বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে একাধিক স্থানে বিস্ফোরণ ঘটে, যাতে বেশ কিছুজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ যার মধ্যে কাবুলের কলা-এ-ফতুল্লাহতে একটি বিস্ফোরণ ঘটে৷ স্থানীয় সংবাদ সূত্রে খবর, বিস্ফোরণের ঘটনার পরই সেখানে পুলিশবাহিনী পৌঁছে যায়৷ এদিকে কাবুলেই PD13 পুলিশ হেডকোয়ার্টারেও বিস্ফোরণ এবং গুলির শব্দ শোনা যায়৷   প্রসঙ্গত, সাম্প্রতিককালে কাবুলে ২টি আত্মঘাতী হামলায় ২৯ জনের প্রাণ যায়৷ যার মধ্যে ৯ সাংবাদিকও ছিলেন৷ ৩০ এপ্রিল যখন এই আত্মঘাতী হামলা হয়েছিল, তখন সেখানে আহতদের উদ্ধার করতে বহুজন এগিয়ে এলে, তখনই আবার দ্বিতীয় আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে৷ গত ১ মাসে আফগানিস্তানে মোট ৬ বার হামলা হয়েছে৷ কয়েক সপ্তাহ আগেই কাবুলে হওয়া বোমা বিস্ফোরণে ৬০জন মারা যায়, আহত হয় ১২৯ জন৷

বিয়ের ১০ দিনের মধ্যেই ফেসবুক বন্ধুর সঙ্গে মিলে স্বামীকে খুন করলেন স্ত্রী

Image
বিশাখাপত্তনম: নতুন বিয়ে৷ হাতের মেহন্দিও ফিকে হয়নি কনের৷ নতুন সংসার স্বপ্নের মতো সাজিয়ে তোলার আগেই স্ত্রীর ফেসবুক বন্ধুর হাতে খুন হলেন স্বামী৷ এক বছর আগে বিশাখাপত্তনমে কলেজে পড়ার সময় থেকে শিব নামের এক যুবকের সঙ্গে ফেসবুকে আলাপ হয় সরস্বতীর৷ বাড়ে ঘনিষ্ঠতা৷ ঘটনার মাত্র ১০ দিন আগেই মায়ের দিকের সম্পর্কের তুতো ভাই যমক শঙ্কর রাও-এর সঙ্গে বিয়ে হয় সরস্বতীর৷ পেশায় ইঞ্জিনিয়র যমক চাকরি করতেন বিশাখাপত্তনমেরই এক সংস্থায়৷ Facebookতবে বিয়ে নিয়ে মোটেও খুশি ছিলেন না তিনি৷ নিয়মিত যোগাযোগ রাখতেন শিবের সঙ্গে৷ পথের কাঁটা দূর করতে শিবের সঙ্গে স্বামীকে খুনের পরিকল্পনা করেন সরস্বতী৷ পরে শিব দুই বন্ধুকে সঙ্গে নিয়ে যমককে খুন করেন বলে জানা গিয়েছে৷ সোমবার রাতে শপিং সেরে স্বামীর সঙ্গে বাইকে বাড়ি ফিরছিলেন সরস্বতী৷ টোটাপল্লি এলাকার কাছে শৌচাগারে যাবেন বলে স্বামীকে বাইক থামাতে বলেন তিনি৷ সেদিন সারাদিন ধরেই শিবের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছিলেন সরস্বতী৷ কোথায় যাচ্ছেন, কী করছেন সব কিছুই শিবকে জানিয়েছিলেন৷ সরস্বতী প্রস্রাব করার ভান করে ঝোপের পিছনে লুকিয়ে পড়তেই অটোতে চড়ে তিন জন আততায়ী আক্রমণ করে যমককে৷

প্রেমের জালে ফাঁসিয়ে ব্যবসায়ীকে অপহরণ করে খুন করল তরুণী

Image
প্রিয়া ও তার লিভ ইন পার্টনার দিকশন্ত কামরা সোশ্যাল মিডিয়ায় আলাপ, সেখান থেকে মিথ্যে পরিচয় দিয়ে এক তরুণীর সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল জয়পুরের ব্যবসায়ী ২৭ বছরের দুষ্মন্ত শর্মা। কিন্তু সেই তরুণীই যে আসলে এক অপরাধ চক্রের চাঁই, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি দুষ্মন্ত। এক সন্তানের বাবা বিবাহিত ওই ব্যবসায়ীকে অপহরণ করে গত ৩ মে খুন করে প্রিয়া শেঠ নামে ওই তরুণী। তদন্তে নেমে প্রিয়া ও তার দুই সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  অর্থবান লোকেদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে তারপর ধর্ষণের ভুয়ো অভিযোগ এনে মোটা টাকা হাতানো প্রিয়ার দীর্ঘদিনের কারবার। এরকমই একটি ঘটনায় জামিনে মুক্ত ছিল সে। তার মধ্যেই প্রিয়ার আলাপ হয় দুষ্মন্ত শর্মার সঙ্গে। দুষ্মন্ত আবার নিজের পরিচয় দেয় কোটিপতি ব্যবসায়ী বলে। বার কয়েক বাইরে দেখা-সাক্ষাত্‍ করেই দুষ্মন্তকে নিজের ফ্ল্যাটে ডাকে প্রিয়া। সেই মতো গত ২ মে জয়পুরের বাজাজ নগর এনক্লেভে যায় দুষ্মন্ত। সেখানে আগে থেকেই লুকিয়ে ছিল প্রিয়ার লিভ ইন পার্টনার দিকশন্ত কামরা (২০) এবং তার বন্ধু লক্ষ্য ওয়ালিয়া (২১)। দুষ্মন্ত ঘরে ঢুকতেই তিনজনে মিনে তাকে বেঁধে ফেলে এবং ১০ লক্ষ টাকা চায়।  দুষ্মন্ত জানায় যে সে ক

এটিএমে টাকাা লুঠ, চরম সিদ্ধান্ত নিল কিশোরী।

Image
এটিএম থেকে ব্যালান্স স্টেটমেন্ট নিতে গিয়ে প্রতারণা চক্রে পা দিল কিশোরী। আর তার পরের ঘটনা মারাত্মক। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এটিএম-এ প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে ২৯ হাজার টাকা খুইয়ে ফেলে দিল্লির দ্বারকা সেক্টর ১৪-র বাসিন্দা এক কিশোরী। পরে সেই রাগেই আত্মহত্যা করে নিশা দাস নামে ওই কিশোরী। জানা গিয়েছে, মঙ্গলবার নিশা তার বাবা রণজিৎ দাসের ওষুধপত্র কেনার জন্য এটিএম থেকে ৬ হাজার টাকা তুলতে যায়। সেখানে টাকা তুলে বেরনোর সময় আচমকাই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঘিরে ধরে তাকে। এটিএম থেকে টাকা তুললে ব্যালান্স স্টেটমেন্ট নিতে হয়, এমনটাই তারা বলে নিশাকে। কিন্তু নিশা তাদের জানায় এটিএম থেকে টাকা তুললে মোবাইলে মেসেজই চলে আসে। ওই মেসেজ বিশ্বাসযোগ্য নয় বলে জানায় ওই দুই ব্যক্তি। এর পরেই নিশা ব্যালান্স স্টেটমেন্ট বের করার জন্য ফের এটিএম কার্ড পাঞ্চ করে। কিন্তু বাড়ি ফিরেই নিশা জানতে পারে যে, তার বাবার অ্যাকাউন্ট থেকে দুই দফায় ১০ হাজার ও ১৯ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে ফের ওই এটিএম যায় নিশা। কিন্তু সেখানে কাউকে দেখতে পায়নি সে। নিশার পরিবারের দাবি, এর পর থেকেই অনুশোচনা হচ্

আজই হতে পারে ঘোষণা, ফ্লিপকার্ট-ওয়ালমার্ট চুক্তি বিষয়ে বিশদে জেনে নিন

Image
আজই মার্কিন সংস্থা ওয়ালমার্ট, ভারতের ই-কমার্স কোম্পানি ফ্লিপকার্টের অংশীদারি অর্জনের চুক্তির কথা ঘোষণা করতে পারে। ফ্লিপকার্টের ৬০ শতাংশ অংশীদারির জন্য মার্কিন সংস্থাটির সঙ্গে ১৮ থেকে ২০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এটিই হবে ওয়ালমার্টের সবচেয়ে বড় অধিগ্রহন। গুগলের পেরেন্ট সংস্থা অ্যালফাবেট ইনকর্পোরেটেড-ও সম্ভবত এই চুক্তিতে ওয়ালমার্টের পার্টনার হবে। তারা প্রায় 15 শতাংশ মালিকানা অর্জন করবে বলে জানা গিয়েছে। ২০০৭ সালে বেঙ্গালুরুতে যাত্রা শুরু করেছিল ফ্লিপকার্ট। শচীন বানসাল ও বিনি বানসালের এই সংস্থার প্রতিষ্ঠাতা। এর আগে দুজনেই বহুজাতিক ই-কমার্স সংস্থা অ্যামাজনের কর্মী ছিলেন। অল্প দিনের মধ্যেই বিপুল জনপ্রিয়তা লাভ করে সংস্থাটি। প্রথম ভারতীয় ই-কমার্স কোম্পানি হিসেবে তাদের ব্যবসা ১০০ কোটি ছাড়ায়। এখন এই সংস্থাটির আওতায় ৮০টিরও বেশি ক্যাটেগরির 8০ লক্ষ পণ্য বিক্রি হয়। এছাড়া এর রেজিস্টার্ড কাস্টমারের সংখ্যা দশ কোটিরও বেশি। জাপানের সফটব্যাঙ্ক গ্রুপ কর্পোরেশনের হাতে ফ্লিপকার্টের এক-পঞ্চমাংশ মালিকা রয়েছে। ফ্লিপকার্টের অন্যান্য বড় বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে টাইগা

আবার ছাপাতে হবে লক্ষ লক্ষ ব্যালট, ১৪ মে পঞ্চায়েত ভোট ঘিরে আরও জটিল হল অঙ্ক!

Image
২৩ এপ্রিল দুপুর ৩টে পর্যন্ত ইমেলে জমা পড়া সব মনোনয়নকে গ্রাহ্য করতে হবে। কমিশনকে নির্দেশ বিচারপতি সমাদ্দারের। আদালতের রায়ে প্রশ্নের মুখে ১৪ মে পঞ্চায়েত ভোটের ভবিষ্যত। মঙ্গলবারই বামেদের ই-মনোনয়নকে বৈধতা দিয়েছে হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। আর এরফলেই পঞ্চায়েত ভোট ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। হাতেগোনা কয়েকদিনের মধ্যে নতুন করে ব্যালট পেপার ছেপে ভোট করানো এখন বড় চ্যালেঞ্জ রাজ্য নির্বাচনের কমিশনের সামনে। ই-মনোনয়নকে স্বীকৃতি দেওয়ার ফলে এখন নতুন করে আবার প্রার্থী তালিকা তৈরি করতে হবে কমিশনকে। সেইসঙ্গে ভোট করানোর জন্য ছাপাতে হবে লক্ষ লক্ষ ব্যালট। অন্যদিকে, নির্বাচনে যাঁরা ডিউটিতে যাবেন, বুধবার থেকে তাঁদের ভোটগ্রহণের কথা ছিল। এখন সেই সময়সীমাও কমিশনকে নতুন করে বাড়াতে হবে। কারণ, আদালতের রায়ে প্রার্থী তালিকাতে পরিবর্তন অনিবার্য। বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এদিন নির্দেশ দিয়েছেন, ২৩ এপ্রিল দুপুর ৩টে পর্যন্ত ইমেলে জমা পড়া সব মনোনয়নকে গ্রাহ্য করতে হবে। ওই সময়ের মধ্যে যতজন প্রার্থী ইমেলের মাধ্যমে মনোনয়ন জমা দিয়েছেন, কমিশনকে তাঁদের আবেদন গ্রহণ করে ব্যালট পেপারে নাম ছাপতে হবে

বেহাল রাস্তার সমস্যার কথা বলায় অসমের অবসরপ্রাপ্ত শিক্ষকের মাইক্রোফোন বন্ধ করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

Image
নগাঁও: মঞ্চে উঠে সবেমাত্র নিজের এলাকার রাস্তাঘাটের সমস্যা নিয়ে বলতে শুরু করেছিলেন অসমের এক অবসরপ্রাপ্ত শিক্ষক। সেই সময়ই তাঁর কাছ থেকে মাইক্রোফোন চেপে ধরলেন এক কেন্দ্রীয় মন্ত্রী। এমনই ঘটনা ঘটেছে অসমের নগাঁও-তে স্বচ্ছ ভারত মিশনের অনুষ্ঠানে। অনুষ্ঠানে কয়েকজন আধিকারিক কথা বলার পর ওই প্রাক্তন শিক্ষকের পালা আসে। তিনি মঞ্চে আসেন। আক্ষেপ প্রকাশ করে বলেন, স্থানীয় বিধায়কের কাছে তিনি রাস্তা মেরামতির আর্জি জানিয়ে অনেকবারই আবেদন জানিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তিনি আরও বলেন, 'বছরের পর বছর আমোলাপট্টির বিবি রোড সাবওয়ে এলাকার বাসিন্দারা রাস্তার বেহাল দশার জন্য নাজেহাল হচ্ছেন। এখনও তাঁদের আশা নতুন সরকার ও নতুন বিধায়ক রাস্তার উন্নতির জন্য ব্যবস্থা নেবেন। তবে আমি অনেকবারই আবেদনপত্র জমা দিয়েছি। কিন্তু এ ব্যাপারে কোনও উদ্যোগই চোখে পড়েনি'। এ কথা শুনেই রেল প্রতিমন্ত্রী রাজেন গোহেইন আচমকা নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ওই শিক্ষকের দিকে এগিয়ে যান এবং সবার সামনেই তাঁর মাইক্রোফোন চেপে ধরেন। গোহেইনকে বলতে শোনা যায়, 'এসব ব্যাপারে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেননি কেন? আপনি কোনও উদ্দেশ্য ন

মাঝরাত্রে ‘বাক্স রহস্য’ , ফ্ল্যাটে মিলল প্রায় ১০ হাজার ভোটার কার্ড

Image
ভোটের বাকি আর মাত্র দু'দিন। তার আগে বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে প্রায় ১০ হাজার ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা কর্নাটকে। একে অন্যের অভিযোগ তুলেছে বিজেপি এবং কংগ্রেস। বিষয়টি নিয়ে ঝড় উঠেছে জাতীয় রাজনীতিতেও। ঘটনার সুত্রপাত মঙ্গলবার মধ্যরাতে। উত্তর বেঙ্গালুরুর আরআর নগর এলাকায় কংগ্রেস বিধায়ক মঞ্জুলা নানজিমারির ফ্ল্যটে হানা দিয়ে নির্বাচন কমিশনের একটি দল উদ্ধার করে ট্রাঙ্ক বোঝাই ভোটার কার্ড, সংখ্যায়৯ হাজার ৭৪৬ টি। সঙ্গে কাউন্টার ফয়েল, যা অনেকটা ভোটার স্লিপের মতোই দেখতে। মনে করা হচ্ছে, এই স্লিপের বেশিরভাগটাই নকল। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে পাঁচটি ল্যপটপ এবং প্রিন্টার। তবে কি আরআর নগরের ভোট প্রভাবিত করার চেষ্টা চলছিল? জানা গিয়েছে, যে সমস্ত ভোটার কার্ড উদ্ধার হয়েছে, তার বেশিরভাগটাই বস্তিবাসী মানুষজনের। যদিও ফ্ল্যটটি নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্য তুমুল বাগ্‌যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ভোটার কার্ড উদ্ধারের ঘটনাকে 'মধ্যরাতের নাটক' বলে আখ্যা দিয়েছে কংগ্রেস। রণদীপ সিংহ সুরজেওয়ালার দাবি, ''ফ্ল্যাটটি কংগ্রেস বিধায়ক মঞ্জুলা নানজিমারির হলেও, তিনি তা ছেলে রাকেশকে ভাড়া দিয়েছি

বাবার সঙ্গে শত্রুতার জেরে শিশুকন্যাকে 'অপহরণ করে খুন', গ্রেফতার প্রতিবেশী

Image
বাবার সঙ্গে শত্রুতার জেরে চারবছরের শিশুকন্যাকে অপহরণ করে খুনের অভিযোগ। গ্রেফতার প্রতিবেশী যুবক। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নিমাসরাই এলাকায়। মৃত শিশুর নাম জাইনাস সিদ্দিকা। পরিবারের অভিযোগ, গত রবিবার মত্ত অবস্থায় থাকা বিকি শেখের সঙ্গে শিশুটির বাবা সামির শেখের বচসা হয়। অভিযোগ, সেই সময়, ওই যুবক শিশুটির বাবাকে হুমকি দেয়। এরপর সোমবার রাত থেকে নিখোঁজ হয়ে যায় সামিরের শিশুকন্যা। পরিবারের অভিযোগের ভিত্তিতে গতকাল বিকিকে আটক করে পুলিশ। থানায় নিয়ে আসার সময় স্থানীয়রা অভিযুক্তকে পুলিশের সামনেই মারধর করে বলে অভিযোগ। আজ সকালে ওই যুবককে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতকে জেরা করে রেললাইনের ধার থেকে উদ্ধার হয় নিখোঁজ শিশুকন্যার মৃতদেহ।

ফাঁকা বাড়িতে ছাত্রীর আপত্তিকর ছবি তুলেন শিক্ষক

Image
দূর্গাপুর: দশম শ্রেণির এক ছাত্রীর আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুর মহকুমার অন্ডাল থানার পলাশবন এলাকায়। অভিযুক্ত শিক্ষকের নাম সঞ্জয় মণ্ডল (৪৫)। তার বাড়ি পূর্ব বর্ধমানের উল্লাসপুরে। কয়েক বছর আগে থেকে সস্ত্রীক তিনি থাকেন বাবুইসোল এলাকায় ইসিএল আবাসনে। বাড়িতেই তিনি টিউশন পড়ান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বক্তার নগর হাইস্কুলের দশম শ্রেণির ওই ছাত্রীর বাবা জানান, গত বছর দুর্গাপুজোর সময় ফাঁকা বাড়িতে পড়ানোর নাম করে তাঁর মেয়েকে ডেকে কিছু আপত্তিকর ছবি তুলেন ওই শিক্ষক। বিষয়টি বাড়িতে অথবা অন্য কাউকে জানালে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার ভয় দেখান। ভয় পেয়ে ওই ছাত্রী এতদিন বিষয়টি কাউকে জানায়নি। সম্প্রতি মেয়ের আচরণে সন্দেহ হতে তাকে চেপে ধরতেই ওই শিক্ষকের কীর্তির কথা জানা যায়। তার পরেই গত রবিবার চলতি মাসের ৬ তারিখে অন্ডাল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ইংল্যান্ডে মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে ভারতীয় ব্যাঙ্কগুলি, জানাল ব্রিটেনের আদালত

Image
নয়াদিল্লি: বিদেশে পালানোর পর প্রথম বড় ধাক্কা বিজয় মালিয়ার। ঋণ নিয়ে শোধ না দেওয়ায় মালিয়ার বিরুদ্ধে মামলা করে ১৩টি ভারতীয় ব্যাঙ্ক। সেই মামলায় মালিয়ার সম্পত্তি ফ্রিজ করার নির্দেশে স্থগিতাদেশ দিল না ব্রিটেনের আদালত। এর ফলে বকেয়া প্রায় আট হাজার কোটি উদ্ধারে ব্যবস্থা নিতে আর কেউ বাধা থাকল না। বকেয়া প্রায় সাড়ে আট হাজার কোটির ঋণ উদ্ধারে প্রথম প্রয়োজনীয় অনুমোদন অবশেষে হাতে এল। ১৩টি ব্যাঙ্কের তরফে করা মামলায় বড় ধাক্কা লিকার ব্যারন বিজয় মালিয়ার। ভারতে প্রত্যার্পণ হোক বা নাই হোন, ধার নেওয়া প্রতিটি কড়ি ফেরাতে হবে লিকার ব্যারনকে। ব্রিটেনের আদালত তাই সাফ জানিয়ে দিয়েছে মালিয়াকে। মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা ফেরাতে নির্দেশ দেয় ভারতের আদালত সেই রায়ের ওপর স্থগিতাদেশ দিচ্ছে না ব্রিটিশ আদালত অর্থাৎ‍ সম্পত্তি করে টাকা তোলার প্রক্রিয়া চলবে টাকা ও সম্পত্তি ব্রিটেনের বাইরে নিয়ে যেতে পারবেন না মালিয়া এদিনের নির্দেশকে একই আদালতে চ্যালেঞ্জ করার আবেদনও খারিজ হয়েছে। এই পরিস্থিতিতে একমাত্র রাস্তা হিসাবে কোর্ট অফ অ্যাপিলে আবেদন করতে পারেন মালিয়া। তবে সেখানেও আইনি যুদ্ধের জন্য তৈরি ১৩টি ব্যাঙ্কের তরফে নিযু

Donald Trump: ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ভাঙলেন ট্রাম্প, ফের জারি নিষেধাজ্ঞা

Image
বারাক ওবামার সময়ে করা ইরানের সঙ্গে আমেরিকার পরমাণু চুক্তি ভেঙে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত থাকতে পারেনি এই চুক্তি। এই যুক্তিতে চুক্তি ভাঙার পাশাপাশি তেহরানের উপর ফের নিষেধাজ্ঞাও জারি করেছে আমেরিকা।  হোয়াইট হাউস থেকে টেলিভিশন বার্তায় ট্রাম্প বলেন, 'আজ আমি ঘোষণা করছি যে ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র।' মধ্যপ্রাচ্যে সন্ত্রাসকে মদত দিতেই ইরান পরমাণু প্রকল্প চালাচ্ছে বলে তোপ দেগে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি ফের পরমাণু চুক্তি করার জন্য তৈরি ও ইচ্ছুক। চুক্তির কাঠামো নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প তাঁর বার্তায় আরও বলেন, 'যদি আমি এই চুক্তি চালিয়ে যাওয়ায় অনুমতি দিতাম, তাহলে পরমাণু অস্ত্র তৈরির কাজ চলত।' শুধু চুক্তি ভাঙাই নয়, ইরানের উপর ফের যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞাও জারি করেছেন ট্রাম্প। ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির পর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। এদিন হুমকির সুরে ট্রাম্প বলেন, 'আজকের এই পদক্ষেপ একটা গুরুত্বপূর্ণ বার্তা পাঠাল। আমেরিকা কখনও কোনও ফাঁকা আওয়াজ দেয় না...যখন আমি প্রতিশ্রুতি দিই, তখন সেটা

চির নূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ

Image
আজ রাজ্যজুড়ে কেবলই রবীন্দ্র আবহ৷ সকাল থেকেই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান, প্রভাতফেরি৷ 'আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি, কৌতুহল ভরে৷' জন্মের ১৫৮ বছর পরও বাঙালির মননে, সাংস্কৃতিক উত্তরাধিকারে একইভাবে প্রাসঙ্গিক কবিগুরু৷ তাই ক্যালেন্ডারে যতই বুধবার বলুক, আজকের দিনটি আসলে 'রবিবার'৷ আজ ২৫ বৈশাখ, রাজ্য গা ভাসিয়েছে রবীন্দ্র আবহে৷ সকাল থেকেই বিভিন্ন এলাকায় অনুষ্ঠান, প্রভাতফেরির মাধ্যমে শুরু হয়েছে কবি প্রণাম৷ রবীন্দ্র আবহের কথা বলতে গেলে, প্রথমেই বলতে হয় শান্তিনিকেতনের কথা। আজ সেখানে উত্সবের আমেজ। শান্তিনিকেতনে এবার পঁচিশে বৈশাখে বাড়তি পাওনা রবি ঠাকুরের নিজের গাওয়া গান৷ এদিন উত্তরায়নের শ্যামলী গৃহপ্রাঙ্গনে বৈদিক মন্ত্রোচ্চারণ দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান৷ শান্তিনিকেতন উপাসনাগৃহে বেদের স্তোত্র পাঠ ও রবীন্দ্র সঙ্গীতের মধ্যেদিয়ে গুরুদেবকে স্মরণ করা হয়৷ কথা-গান-কবিতায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতেও আজ রবিস্মরণ সামিল হয়েছেন গুণমুগ্ধেরা৷ প্রভাতী অনুষ্ঠানে অংশ নিয়েছেন বহু বিশিষ্ট শিল্পী৷ ভবানীপুরেও রবীন্দ্র সঙ্গীত, আবৃত্তির মধ্যমে ২৫ বৈশাখ পালিত হচ্ছে৷

ওডিশায় মিলল পৃথিবার প্রাচীনতম খনিজ

পৃথিবীর বয়স প্রায় ৪৬০ কোটি বছর। আর যে-আগ্নেয় শিলার মধ্যে পৃথিবীর প্রাচীনতম খনিজ 'জ়ারকন'-এর খোঁজ মিলেছে, তার বয়স প্রায় ৪২৪ কোটি বছর! এবং ওই আগ্নেয় শিলা রয়েছে পূর্ব ভারতের ওডিশায়। প্রায় সাড়ে তিন দশক আগেই তার হদিস পেয়েছিলেন এক দল বাঙালি ভূতত্ত্ববিদ। কিন্তু বিলেতের বিজ্ঞানীদের বিরোধিতায় সেই তত্ত্ব জোরালো হয়নি। এ বার সেই পুরনো তত্ত্বকেই আরও জোরালো ভাবে তুলে ধরলেন দুই বাঙালি ভূবিজ্ঞানী। 'নেচার' পত্রিকার প্রবন্ধে তাঁরা জানালেন, জ়ারকন-সমৃদ্ধ ওডিশার ওই আগ্নেয় শিলার অনুপুঙ্খ বিশ্লেষণ বিশ্বে জলের আবির্ভাবের ইতিহাসে নতুন তথ্য তুলে ধরতে পারে। এই গবেষণার অন্যতম বিজ্ঞানী, মালয়েশিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের শিক্ষক রজত মজুমদার জানাচ্ছেন, সব থেকে পুরনো জ়ারকন মিলেছে পশ্চিম অস্ট্রেলিয়ায়। কিন্তু সেটি আগ্নেয় শিলা নয়। ওডিশার চম্পুয়ায় পাওয়া জ়ারকন রয়েছে গ্রানাইট আগ্নেয় শিলার মধ্যে। সে-দিক থেকে এই শিলাও প্রাচীনতম। এই খনিজ তৈরি হয়েছে লাভা থেকে। ১৯৮১-তে তৎকালীন প্রেসিডেন্সি কলেজের ভূতত্ত্বের দুই শিক্ষক আশিসরঞ্জন বসু ও অজিতকুমার সাহা পূর্ব ভারতের এই আগ্নেয় পাথরের বয়স ৩৮০ কোটি বছর বল

মেয়েকে জমা দিয়ে এলেন দশ দিনের মা

Image
মহিলার হাত কিছুতেই ছাড়তে চাইছে না ছোট্ট হাত দুটো। কখনও জড়িয়ে ধরছে, কখনও বুকে মুখ গুঁজে চুপচাপ বসে থাকছে। কখনও আবার হাত ছাড়িয়ে এ দিক–ও দিক দৌড়োদৌড়ি। পিছনে পিছনে দৌড়চ্ছেন সেই মহিলাও। পাঁচ-ছ'বছরের মূক-বধির ও মানসিক প্রতিবন্ধী এক শিশুকে দশ দিন ধরে এ ভাবেই নিজের সন্তানের মতো যত্ন করেছেন দমদমের বাসিন্দা স্বাতী রায়। কিন্তু ফেলে যাওয়া ওই শিশুটিকে তো আর নিজের করে নেওয়া যায় না। অগত্যা মনের কষ্ট চেপে রেখেই ছলছল চোখে দমদম থানায় এসে তিনি ওই শিশুকন্যাকে তুলে দিয়ে গেলেন উত্তর ২৪ পরগনা জেলার চাইল্ড লাইনের হাতে। কী করে খুঁজে পেলেন মেয়েটিকে? সোমবার দমদম থানা চত্বরে বসে স্বাতীদেবী জানালেন, দমদমের কদমতলায় খুচরো মাছ কিনে বিক্রি করেন তাঁর স্বামী রবিন রায়। আর তিনি পরিচারিকার কাজ করেন। তাতেই নিঃসন্তান দম্পতির সংসার কোনও রকমে চলে যায়। গত ২৬ এপ্রিল সকালে মেয়েটির হাত ধরে রবিনবাবুর দোকানের সামনে আসেন এক ব্যক্তি। শিশুটিকে সেখানে দাঁড় করিয়ে রবিনবাবুকে বলেন, তাকে একটু দেখতে। তার পরেই বেপাত্তা হয়ে যান তিনি। রবিনবাবু ভেবেছিলেন, ওই ব্যক্তি বাজার করবেন বলে মেয়েকে রেখে গিয়েছেন। একটু পরে এসে নিয়ে যাবেন। কিন্তু

জুতোয় খাবার পরিবেশন করা হল জাপানের প্রধানমন্ত্রীকে!

Image
খাবার টেবিলে বসে সস্ত্রীক ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। উল্টো দিকে অতিথি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং তাঁর স্ত্রী। তাঁদের সামনে সাজানো চারখানি জুতো! যাতে আসলে পরিবেশন করা হয়েছে ডেজার্ট। রবিবার সগর্বে এই ছবিটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ইজরায়েলের তারকা শেফ সেগেভ মোশে। আর তা দেখেই আঁতকে উঠেছেন জাপানের কূটনীতিকেরা। প্রশ্ন উঠছে, জুতোয় করে খাবার পরিবেশনের এই ভাবনা কি শৈল্পিক চমক, নাকি নিছকই মজা! এক জাপানি কূটনীতিকের মতে, ''কোনও সংস্কৃতিতেই খাবার টেবিলে জুতো রাখাকে ভাল নজরে দেখা হয় না। ওই শেফ কী ভেবে এটা করেছেন, জানি না। বিষয়টা আদৌ মজার নয়। এতে প্রধানমন্ত্রীর মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলেই মনে করছি।'' ঘটনাটি অবশ্য দিন কয়েক আগের। ২ মে, অর্থাৎ গত বুধবার জেরুসালেমে দুই দেশের একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর রাজকীয় ভোজের আয়োজন করা হয়েছিল। এটা ছিল ইজরায়েলে আবের দ্বিতীয় সফর। সে দিন রান্নার দায়িত্বে ছিলেন শেফ মোশে। একের পর এক তাক লাগানো খাবার পরিবেশন করে চমকে দিতে চেয়েছিলেন অতিথিদের। শেষপাতে দেশ বিদেশের বাছাই করা চকোলেট জুতোয় ভরে পরিবেশনের ভাবনাটি তাই প্রথম থেকে গোপন রেখ

মাওবাদী নেতাদের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেলেন গোয়েন্দারা

Image
প্রদ্যুমন শর্মা, সন্দীপ যাদব, সন্তোষ ঝা বা কুন্দন যাদব— এঁরা প্রত্যেকেই বিহার বা ঝাড়খণ্ডের মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা। সামাজিক ও অর্থনৈতিক শোষণের শিকার হয়ে এঁরা এক সময় যোগ দিয়েছিলেন সিপিআই(মাওয়িস্ট) পার্টিতে। হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন অর্থনৈতিক শোষণ ও অসাম্যের বিরুদ্ধে। এঁদের দেখেই অনুপ্রাণিত হয়ে মাওবাদী সংগঠনে নাম লিখিয়েছেন বিহার-ঝাড়খণ্ডের অসংখ্য তরুণ-তরুণী। সম্প্রতি এ রকমই কয়েকজন মাওবাদী নেতার সম্পত্তির পরিমাণ দেখে তাজ্জব হয়ে গিয়েছেন স্বরাষ্ট্র দফতরের কর্তারা। বিহার এবং ঝাড়খণ্ডের প্রায় ২৭ জন বিভিন্ন মাপের মাওবাদী নেতার সম্পত্তির হদিশ পেয়েছেন তাঁরা। যার মূল্য সব মিলিয়ে প্রায় একশ কোটি টাকা! কেউ দিল্লিতে ফ্ল্যাট কিনেছেন, কারও একাধিক এসইউভি, কেউ বা কিনে রেখেছেন একরের পর একর জমি। নগদ টাকাও কম পাওয়া যায়নি এঁদের কাছ থেকে। অথচ এঁরা প্রত্যেকেই খুব নিম্নবিত্ত পরিবার থেকে এসেছেন। এই সম্পদের কোনওটাই তাঁদের পরিবার সূত্রে পাওয়া নয়, দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের। যেমন, প্রদ্যুমন শর্মা। সিপিআই(মাওবাদী) সংগঠনের মগধ বিশেষ জোনাল কমিটির শীর্ষ নেতা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) বিহারের জেহান

১৪ মে ভোট ঘিরে অনিশ্চয়তা, সুপ্রিম কোর্টে যেতে পারে কমিশন-রাজ্য সরকার

Image
পঞ্চায়েত ভোট কি ১৪ মে হতে পারবে? মঙ্গলবার দিনভর কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত ভোট সংক্রান্ত বিভিন্ন মামলার শুনানির পরেও আদালত থেকে এ ব্যাপারে কোনও দিক্‌নির্দেশ মেলেনি। তবে রাজ্য সরকার মনে করে, ভোটের ঘোষিত দিন সম্পর্কে আদালত যে হেতু এ দিন আলাদা করে কিছু বলেনি, তাই ১৪ মে ভোট করতে বাধা নেই। বিরোধীদের বক্তব্য অবশ্য ঠিক উল্টো। বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এ দিন মনোনয়নের সময়সীমার মধ্যে (অর্থাৎ ২৩ এপ্রিল বিকেল ৩টে) ই-মেলে পাঠানো সব মনোনয়ন গ্রহণ করার যে নির্দেশ দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে ১৪ মে ভোট করা কার্যত অসম্ভব বলে মনে করছে তারা। যদিও ওই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আজ বুধবারই সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) দাখিল করার কথা ভেবেছে। একই পদক্ষেপ করার বিষয়ে ভাবনাচিন্তা করছে রাজ্যও। সরকারি সূত্রের ব্যাখ্যা, সর্বোচ্চ আদালত যদি এসএলপি গ্রহণ করে তা হলে ডিভিশন বেঞ্চের এ দিনের নির্দেশ কার্যকর করার বাধ্যবাধকতা থাকবে না। হাইকোর্টের প্রবীণ আইনজীবীদের একাংশ মনে করেন, ই-মেলে মনোনয়ন পেশ বৈধ বলে মানতে হলে রাজ্য নির্বাচন কমিশনকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত ব

সহায় ফ্রি ওয়াইফাই, পরীক্ষায় পাশ মালবাহক

Image
মাথায় বিপুল মালপত্রের বোঝা। কানে গোঁজা হেডফোন। তবে গান নয়, হেডফোনে লাগাতার বেজে চলেছে পাঠ্য বিষয়গুলি। কখনও কখনও শিক্ষকদের বলা কথাও। রাতে কাজ সেরে ঘরে ফিরে সারা দিনের জানা, শোনা, 'পড়া' বিষয়গুলো ফের ঝালিয়ে নেওয়া। এ ভাবেই পড়াশোনা করে কেরল পাবলিক সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় পাশ করলেন পেশায় মালবাহক শ্রীনাথ কে। এখন অপেক্ষা ইন্টারভিউয়ের। শ্রীনাথের এই লড়াইয়ে সবচেয়ে বড় শিক্ষকের ভূমিকা পালন করেছে স্টেশনের বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা। বছর দু'য়েক আগে এর্নাকুলাম স্টেশনে চালু হয় বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা। সেটাকেই কাজে লাগাচ্ছেন শ্রীনাথ। গত পাঁচ বছর ধরে মাল বইছেন আদতে মুন্নারের বাসিন্দা শ্রীনাথ। সংসারের চাপে পড়াশোনা ছেড়ে মালবাহকের কাজ নিতে বাধ্য হয়েছিলেন। এর আগেও দু'বার পরীক্ষায় বসেছেন। শ্রীনাথের কথায়, ''স্টেশনে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা থাকায় পাঠ্যবিষয়গুলি সহজেই পাওয়া যায়। কানে হেডফোন লাগিয়ে তা শুনতে শুনতে কাজ করার সময়ে লেখাপড়া করি আমি।'' নেট ব্যবহার করে অন্যান্য পরীক্ষার ফর্ম ডাউনলোড করা-সহ সব কিছুই স্টেশনের ওয়াইফাই ব্যবহার করে কাজে লাগিয়েছেন শ্রীনাথ।

নীরব অভিযান ‘ভাইপো’র কেন্দ্রে, ৯৩% আসনে প্রার্থীই নেই বিরোধীদের

Image
দুই ভারিক্কি নেতা। দু'জনেই দলনেত্রীর অত্যন্ত কাছের। দু'জনের এলাকাতেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছেন বিরোধীরা। কিন্তু একজনকে ঘিরে বেজায় হইচই হয়েছে রাজ্য জুড়ে। আর এক জনের এলাকায় প্রায় নিঃশব্দে কাজ সেরে ফেলেছে শাসক দল। প্রথম জনের নাম অনুব্রত মণ্ডল, তৃণমূলনেত্রীর অত্যন্ত প্রিয় কেষ্ট। দ্বিতীয় জনের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর অসীম স্নেহের ভাইপো। মনোনয়ন জমা দেওয়া শেষ হতেই জানা গিয়েছিল, অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে তৃণমূলের নিরঙ্কুশ দখল কায়েম হয়ে গিয়েছে। জেলা পরিষদের ৪২টি আসনের মধ্যে ৪১টি-ই তৃণমূলের দখলে যাওয়া নিশ্চিত ছিল সে সময়ে। প্রত্যাহার পর্ব শুরু হতেই রাজনগর এলাকা থেকে জেলা পরিষদে মনোনয়ন দাখিল করা একমাত্র বিজেপি প্রার্থী মনোনয়ন তুলে নেওয়ার আবেদন জমা দেন। দিদির প্রিয় কেষ্ট নিশ্চিত করে ফেলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ বিরোধীশূন্য। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি স্তরেও ছবিটা প্রায় একই রকম হয়ে দাঁড়ায় (মঙ্গলবার কলকাতা হাইকোর্ট ই-মনোনয়নকে গ্রাহ্য হিসেবে রায় দেওয়ার পরে অবশ্য পরিস্থিতি বদলে যাচ্ছে)। বীরভূমের এই ছবি নিয়ে যথেষ্টই সমালোচনা হয়েছে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বল্গ