পুলিশ হেডকোয়ার্টারে ভয়াবহ বিস্ফোরণ


কাবুল: বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে একাধিক স্থানে বিস্ফোরণ ঘটে, যাতে বেশ কিছুজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ যার মধ্যে কাবুলের কলা-এ-ফতুল্লাহতে একটি বিস্ফোরণ ঘটে৷

স্থানীয় সংবাদ সূত্রে খবর, বিস্ফোরণের ঘটনার পরই সেখানে পুলিশবাহিনী পৌঁছে যায়৷ এদিকে কাবুলেই PD13 পুলিশ হেডকোয়ার্টারেও বিস্ফোরণ এবং গুলির শব্দ শোনা যায়৷
 
প্রসঙ্গত, সাম্প্রতিককালে কাবুলে ২টি আত্মঘাতী হামলায় ২৯ জনের প্রাণ যায়৷ যার মধ্যে ৯ সাংবাদিকও ছিলেন৷ ৩০ এপ্রিল যখন এই আত্মঘাতী হামলা হয়েছিল, তখন সেখানে আহতদের উদ্ধার করতে বহুজন এগিয়ে এলে, তখনই আবার দ্বিতীয় আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে৷

গত ১ মাসে আফগানিস্তানে মোট ৬ বার হামলা হয়েছে৷ কয়েক সপ্তাহ আগেই কাবুলে হওয়া বোমা বিস্ফোরণে ৬০জন মারা যায়, আহত হয় ১২৯ জন৷