Posts

Showing posts from August 19, 2018

কেরলে আটকে পড়া এ রাজ্যের বাসিন্দাদের ফিরিয়ে আনতে আজ চলবে হাওড়াগামী দুটি বিশেষ ট্রেন

Image
তিরুঅনন্তপুরম: কেরলের ভয়াবহ বন্যায় আটকে পড়েছেন লক্ষাধিক মানুষ । আটকে বহু ভিন রাজ্যের মানুষও । তাঁদের সাহায্যার্থেই চালানো হচ্ছে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন । কেরলে আটকে পশ্চিমবঙ্গের বহু বাসিন্দাও। তাঁদের ফেরানোর জন্যই চালানো হচ্ছে এর্নাকুলাম-সাঁতরাগাছি দুটি বিশেষ ট্রেন । রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে দুটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রথম সাঁতরাগাছিগামী ট্রেনটি সন্ধা ৬টায় ছাড়বে এর্নাকুলাম থেকে । দ্বিতীয় ট্রেনটি রাত ৯টা নাগাদ যাত্রা করবে এর্নাকুলামথেকে । কেরলে কাজ করতে গিয়ে আটকে আছেন পশ্চিমবঙ্গের বহু মানুষ, তাঁদের ফেরানোর জন্যই উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার । দক্ষিণ-পূর্ব রেলওয়ে আরও একটি স্পেশাল চালাবে এর্নাকুলামের উদ্দেশ্যে । বুধবার বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ সাঁতরাগাছি থেকে এর্নাকুলামেরদিকে যাত্রা করবে এই ট্রেনটি ।

যাত্রীর পিঠের ব্যাগের চেন খুলতেই কপালে ঘাম এল রেলপুলিসের!

Image
সাদামাটা পোশাক, মাথার চুল এলোমেলো, চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। পিঠে একটা ব্যাগ নিয়ে স্টেশনের এ-প্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে বেড়াচ্ছিলেন। প্রথম কেউ-ই বিশেষ একটা আমল দেননি। ট্রেন ধরার জন্যই স্টেশনে অপেক্ষা করছেন-এমনটাই ভেবেছিল রেলপুলিসও। কিন্তু একটা বিষয়েই খোটকা লাগে তাঁদের। পিঠের ব্যাগটি খুলে বারবারই দেখে নিচ্ছিলেন সব ঠিক আছে তো! তখনই সন্দেহ হয় রেলপুলিসের। যাত্রীর পিঠের ব্যাগে তল্লাশি চালাতেই চোখ কপালে উঠল দুঁদে রেলপুলিস কর্তাদের। ব্যাগের মধ্যে সারি সারি টাকার বান্ডিল। আসানসোল স্টেশনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রেল পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে এক যাত্রী আসানসোল স্টেশনে ইতঃস্ততভাবে ঘোরাফেরা করছিলেন। মাঝেমধ্যেই পিঠ থেকে ব্যাগ নামিয়ে কিছুটা একটা দেখে নেওয়ার চেষ্টা করছিলেন। তখনই বিষয়টি নজরে পড়ে স্টেশনে কর্তব্যরত রেলপুলিসকর্মীদের। তাঁরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কিন্তু কোনও কথারই সঠিকভাবে জবাব দিতে পারেননি ওই ব্যক্তি। রেলপুলিস তাঁর ব্যাগে তল্লাশি চালায়। চেন খুলতেই দেখা যায়, ব্যাগের দুটি খাপে টাকার বান্ডিল সাজানো। টাকা গোনা শুরু করলে দেখা যায়, ৭১ লক্ষ টাকা ছি

দুর্ঘটনা কেড়েছে স্বামীকে, গর্ভ ভাড়া নিয়ে তিন বছর পর মা হলেন তরুণী

Image
স্বামীর মৃত্যু হয়েছে তিন বছর আগে। তাঁরই সন্তানের জন্ম দিলেন স্ত্রী। লড়াইটা খুব সহজ ছিল না সুপ্রিয়া জৈনের।  বিয়ের পাঁচ বছর পরেও সন্তান না হওয়ায় সংরক্ষিত শুক্রাণু থেকেই আইভিএফ পদ্ধতিতে চিকিৎসা শুরু করেছিলেন বেঙ্গালুরুর দম্পতি গৌরব আর সুপ্রিয়া। আচমকাই ২০১৫ সালের অগস্টে পথ দু্র্ঘটনায় প্রাণ হারান গৌরব। স্বামীর মৃত্যুর পরে অনিদ্রা গ্রাস করেছিল তাঁকে। তখন ব্লগ লেখা শুরু করেন তিনি। দিশাহারা হলেও তাঁর সন্তানকে পৃথিবীতে আনতে চেয়েছিলেন মার্কেটিং প্রফেশনাল সুপ্রিয়া। নিজের ব্লগে তিনি লেখেন, রাজস্থানে শিকড় রয়েছে তাঁর স্বামীর পরিবারের। গৌরবের সন্তানকে পৃথিবীর আলো দেখাতে মরিয়া তিনি। সুপ্রিয়ার ব্লগ পড়ে একজন লেখেন মুম্বইয়ের যশলোক হাসপাতালের কথা। গৌরবের মৃত্যুর পর বাড়ির কারও সঙ্গে কথা না বলেই চিকিৎসা চালিয়ে যান সুপ্রিয়া। সাহায্য নেন সারোগেসির (বিকল্প মাতৃত্বের)।  বেঙ্গালুরু থেকে মুম্বইয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এর আগে এই হাসপাতালেই জিন এডিটিং করে সুস্থ যমজের জন্ম দিয়েছিলেন এক তরুণী। ক্যান্সার মুক্ত হয়েছিল শিশুর জিন। এবার বিশেষজ্ঞ চিকিৎসক ফিরুজা পারিখের কথা জানতে পারেন সুপ্রিয়া। শুরু হয় চিকিৎসা।

বেশি গতিতে গাড়ি? নিয়ম ভাঙলে এ বার ছ’মাসের জেল

Image
মেয়ো রোড ও ডাফরিন রোডের সংযোগস্থলে বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি। বৃষ্টি ভেজা রাস্তায় মারুতি ভ্যান এবং বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন একজন। জখম হলেন চার ছাত্রী। রবিবার দুপুরে মেয়ো রোড-ডাফরিন রোড সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রী ছিলেন দক্ষিণমুখী ওই মারুতি ভ্যানে। উল্টোদিক থেকে আসছিল ১২ বি রুটের ধর্মতলামুখী একটি বেসরকারি বাস। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাস এবং ভ্যান দুটি গাড়িই যথেষ্ট গতিতে ছিল। মুখোমুখি দুটি গাড়ি চলে আসার পর কোনও চালকই নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেননি। মুখোমুখি সংঘর্ষে ভ্যানের চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। ওই গাড়ির ছাত্রীদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে। ছুটির দিনে বা ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতি এবং বেপরোয়া চালকরাই এখন মাথাব্যাথার কারণ কলকাতা পুলিশের। সেই বেপরোয়া চালকদের বাগে আনতে এবার গ্রেফতারের সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সেভ লাইফ সেফ ড্রাইভ' ক্যাম্পেনের অংশ হিসেবে শহরে বেপরোয়া গাড়ি রুখতে একাধিক

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন ১১-র কিশোরী

Image
রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন করা হল এক কিশোরীকে। ভয়াবহ এই ঘটনা উত্তরাখণ্ডের উত্তরকাশী এলাকার। এই ঘটনায় যুক্ত সন্দেহে চার শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।  ১১ বছরের ওই কিশোরী নিজের বাড়িতে রাতে ঘুমিয়ে ছিল। সেই সময় চার ধর্ষক বাড়ির বিদ্যুতের লাইন কেটে ভেতরে ঢোকে। অন্ধকারে সুযোগ নিয়ে নাবালিকাকে উঠিয়ে নিয়ে যায় তারা। পরে মেয়েটিকে গণধর্ষণ করে খুন করা হয়। কিশোরীর রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পেছনে আগে থেকে কোনও শত্রুতা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

মেয়ের বিয়ের টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন সাংবাদিক

Image
কলকাতা: সমাজের থেকে ব্যক্তিগত জীবন বড় নয়। সময়ে-অসময়ে ভারতীয় রাজনীতিতে বামপন্থীরা বুঝিয়ে এসেছেন। হাজারো সেই দৃষ্টান্তের মাঝে উজ্জ্বল হয়ে থাকবেন পি এম মনোজের নাম। বন্যাদুর্গত কেরলে দেড় শতাধিক মানুষ মৃত। হাজার হাজার মানুষ জলবন্দি। মৃত্যুর দোরগোড়ায় আরো কয়েক হাজার। এই অবস্থায় মনোজ, মেয়ের বিয়ের অনুষ্ঠানে টাকা দান করলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। কমরেড মনোজ পেশায় সাংবাদিক। সিপিএমের মুখপত্র দেশভিমানির Resident Editor মনোজ তাঁর মেয়ের হবু শ্বশুরবাড়ির সঙ্গে আগেই এই বিষয়ে কথা বলে নিয়েছিলেন। রবিবার মনোজের কন্যা দেবী এবং আইনজীবী সুধাকারণের পুত্র , আইনজীবী মুকুলের আংটি বদল এবং আশীর্বাদের অনুষ্ঠান হবে না। অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হয়েছে। ফেসবুকে জানিয়েছেন মনোজ। সারা দেশ থেকেই সাহায্য পৌঁছেছে কেরলে। পাশে দাঁড়িয়েছে সৌদি আরব। গত ১০০ বছরে কেরলে এতো ভয়াবহ বন্যা হয়নি। তবে মনোজের মতো কিছু মানুষ ব্যাক্তিগত স্বার্থকে ত্যাগ করে রুখে দাঁড়িয়েছেন প্রকৃতির বিরুধ্যে। লড়াই চলছে।

এশিয়ান গেমসে ভারতকে প্রথম পদক দিলেন অপূর্বী-রবি

Image
ব্রোঞ্জজয়ী অপূর্বী ও রবি। এশিয়ান গেমসে ভারতকে প্রথম পদক এনে দিলেন অপূর্বী চান্দেলা ও রবি কুমার। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে অপূর্বী-রবির মিক্সড টিমে জিতল ব্রোঞ্জ। রবিবার দু'জনে ইভেন্ট শেষ করলেন ৪২৯.৯ পয়েন্টে। ৮৩৫.৩ পয়েন্টে শেষ করে অপূর্বী-রবি ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছিলেন। ফাইনালে প্রথম দশ শটের পর ১০২.৯ পয়েন্টে দুইয়ে ছিলেন তাঁরা। পরের দশ শটের পরও দুইয়ে ছিলেন তাঁরা। পয়েন্ট ছিল ২০৫.৫। ৩০ শটের প্রথম স্টেজের পরও ৩০৮.৫ পয়েন্টে দু'জনে রুপো জেতার মতো অবস্থায় ছিলেন। কিন্তু, এরপর ভারত নেমে যায় তৃতীয় স্থানে। চাইনিজ তাইপে ৪৯৪.১ পয়েন্টে জেতে সোনা। এশিয়ান গেমসে রেকর্ডও করে তারা। ৪৯২.৫ পয়েন্টে রুপো জেতে চিন। ২৫ বছর বয়সি অপূর্বী ও ২৮ বছর বয়সি রবিকে অভিন্দন জানিয়ে আসছে বার্তা। রাজ্যবর্ধন রাঠৌর টুইট করে লিখছেন, "গ্রেট শো। ওদের অজস্র অভিনন্দন।"

স্বামী ফেরেনি পাঁচ দিন, বন্ধ ঘরে বধূর দেহের হদিশ মিলল দুর্গন্ধে

Image
একতলায় থাকেন শ্বশুরবাড়ির পরিজনেরা। দোতলায় দিন পাঁচেক ধরে সাড়াশব্দ ছিল না বধূর। জামালপুরের পুলমাথা এলাকায় শনিবার দুপুরে দরজা ভেঙে ওই বধূর দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, বছর তিরিশের দীপালি দাসের সঙ্গে আট বছর আগে ওই বাড়ির ছোট ছেলে গৌতমের বিয়ে হয়। নানা বিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে অশান্তি লেগে থাকত। যা নিয়ে ওই দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। পরিবার সূত্রে জানা যায়, সোমবার ওই দম্পতির মধ্যে অশান্তি হয়। তার পরেই গৌতম তিন-চার কিলোমিটার দূরে একটি চালকলে কাজ করতে চলে যান। তার পর থেকে আর বাড়ি আসেননি। পুলিশের অনুমান, এর পরেই দরজায় তালা দিয়ে গলায় কাপড়ের ফাঁসে আত্মঘাতী হন ওই দীপালি। এ দিন সেই অবস্থাতেই দেহটি উদ্ধার করেছে জামালপুরের পুলিশ। জেলা পুলিশের এক কর্তা বলেন, ''প্রাথমিক ভাবে আমাদের ধারণা, পারিবারিক অশান্তি থেকেই আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। জামালপুরের পুলিশ দরজা ভেঙে দোতলার ঘর থেকে দেহটি উদ্ধার করেছে। কিন্তু কয়েক দিন ধরে বাড়ির বধূর কোনও আওয়াজ না পাওয়া সত্ত্বেও পরিজনেরা খোঁজ নিলেন না কেন, কিছু আঁচ করতে পারলেন না, সে নিয়ে প্রশ্ন রয়েছে।'' মৃতার শাশুড়ি শিখাদেবী অবশ্য দাবি কর

নির্মীয়মাণ হস্টেলে ভূতের আতঙ্ক জলপাইগুড়িতে

Image
জলপাইগুড়ি: ভূতে নাকি তাণ্ডব করছে। কখনও দৌড়ে বেড়াচ্ছে। কখনও আবার চিৎকারও করছে। ঘাড়েও চেপেছে দু-একবার। অশরীরীর আতঙ্কে কাঁপছে জলপাইগুড়ির পূর্ব দলাই গাঁও । সব শুনে বিজ্ঞান মঞ্চ সরেজমিনে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে । মাল ব্লকের পূর্ব দলাই গাঁও । এই গ্রামে রয়েছে মাল বাংলা মডেল হাইস্কুল । এখন ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ানো হচ্ছে । এই স্কুলের নির্মীয়মাণ হস্টেলে ভুতের আতঙ্ক । আধাঁর নামলেই হস্টেল চত্বরে গা ছমছম ভাব । গ্রাস করে অশরীরী আতঙ্ক । কাজের জন্য নির্মাণ সংস্থার আধিকারিক স্ত্রীকে নিয়ে হস্টেলে ওঠেন । তাঁদের দাবি, রাত হলেই শুরু হয় ভূতের উপদ্রব । সে নানা রকম কাজ কারবার করে বেড়ায় । আধিকারিক টোটন রায়ের স্ত্রীকে নাকি ভূতে ধরেছিল । হস্টেল থেকেই গায়েব হয়ে যায় তাঁদের পোষা দুটি খরগোশ । বাধ্য হয়েই তাঁরা ভাড়া বাড়িতে ওঠেন । স্থানীয় বাসিন্দাদের দাবি, ৪৫ বছর আগে গ্রামের একটি মেয়ে নিখোঁজ হয়ে যায় । কয়েকদিন পরে খুলনাই নদীর ধার থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় । তারপর থেকেই নাকি এলাকায় ভৌতিক কাণ্ড শুরু হয়েছে । পরবর্তী কালে এখানে তৈরি হয় মডেল স্কুল । কারোওর দাবি, এখানে শ্মশান ছিল। সন্ধে নামলেই শোনা যায় মহি

মানবিক পাইলটরা নিখরচায় বিমান পরিষেবা দিতে চান কেরালায়

Image
বন্যার এমন ভয়াল রূপ সাম্প্রতিকালে দেখা যায়নি। প্রবল বর্ষণে কেরালার বন্যায় ক্রমশ মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। তার মধ্যে মানবিকতাকে সামনে রেখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে কেরালা।  কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে এসে দাঁড়াতে কুন্ঠাবোধ করেনি কেউই। চারিদিকে হিংসা, দুর্নীতির মাঝেই মনুষ্যত্বের আলোর দিশা দেখাচ্ছে কেরালার বন্যা পরিস্থিতি মোকাবিলায়। উল্লেখ্য, কেরালা বন্যা মোকাবিলায় 'অপারেশন মাদাদ' ও 'অপারেশন সহযোগে' অংশগ্রহণকারী এয়ার ইন্ডিয়ার পাইলটরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন, এই অপারেশনে থাকাকালীন তাঁরা নিখরচায় পরিষেবা দেবেন। বন্যা কবলিত মানুষদের পাশে থাকতেই এই বড় সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তাঁরা আরও জানিয়েছেন, ঈশ্বরের দেশকে ফের গড়তে ও বিধ্বস্থ মানুষগুলির পাশে দাঁড়াতে যেকোনও পদক্ষেপ নিতে তৈরি। শুধু তাই নয়, অন্যান্য পাইলটদের বেতন থেকে ৭০ শতাংশ টাকা কেরালা বন্যা মোকাবিলার ফান্ডে জমা দেওয়ার আর্জি জানিয়েছেন ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলট অ্যাসোসিয়েশন।

কেরলের বন্যা দুর্গতদের জন্য দেড় লক্ষ টাকা দান মাছ বিক্রেতা হান্নানের

Image
পড়ার খরচ জোগাড় করতে সকালের দিকে পাড়ায় পাড়ায় ঘুরে মাছ বিক্রি করেন কেরলের কলেজ ছাত্রী হান্নান। সোশ্যাল মিডিয়ায় হান্নানের মাছ বিক্রির বিষয়টি প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে চরম সমালচনার শিকার হতে হয় তাঁকে। পাশাপাশি এই অদম্য মানসিকতা এবং পড়াশোনার প্রবল ইচ্ছার জন্য অনেকে আবার হান্নানকে প্রশংসাতেও ভরিয়ে দেন। এমনকী, বহু মানুষ হান্নানকে অর্থ সাহায্যও করেন। কেউ কেউ সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতিও দেন। সেই হান্নানই রাজ্যের বন্যাপীড়িত মানুষকে সাহায্য করতে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ত্রাণ তহবিলে দেড় লক্ষ টাকা দান করেছেন।  এ ব্যাপারে হান্নান বলেছেন, ''আমার লড়াইয়ের খবর প্রকাশ্যে আসার পর বহু মানুষ আমাকে অর্থ সাহায্য করেছেন। সেই টাকা থেকেই আমি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছি। কারণ বন্যাপীড়িত মানুষরা প্রবল কষ্টের মধ্যে আছেন। তাঁদের পাশে দাঁড়াতে, কষ্ট লাঘব করতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ইচ্ছা থাকলেও এর থেকে বেশি অর্থ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। এটুকু দিতে পেরে আমি খুশি।'' একই সঙ্গে যাঁদের পক্ষে সম্ভব তাঁদেরকে অর্থ সাহায্য করতে অনুরোধ করেছেন এই কলেজ ছাত্রী। ইদুক্কির এ

ফিক্সড ডিপোজিটের জাল শংসাপত্র! রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Image
বর্ধমান: ফিক্সড ডিপোজিট করেছেন। কিন্তু, শংসাপত্রটি জাল! ফের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। পূর্ব বর্ধমানের মেমারি ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট বা সিএসপি-র সামনে দফায় দফায় বিক্ষোভ দেখালেন গ্রাহক৷ এদিকে যিনি ওই ডিএসপিটি চালান, তিনি সোমবার থেকে আসছেন না বলে অভিযোগ৷ মেমারি থানায় অভিযোগও দায়ের করেছেন গ্রাহক৷ এ রাজ্যের বহু এলাকায় এখনও ব্যাংকের কোনও শাখা নেই৷ কিন্তু ব্যাংকের শাখা নেই বলে গ্রাহকও থাকবে না, এমনটা তো নয়৷ তাই রাজ্যের বহু জায়গায় কাস্টমার সার্ভিস পয়েন্ট বা সিএসপি চালু করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি৷ সাধারণভাবে এলাকারই কোনও ব্যক্তিকে চুক্তি ভিত্তিতে এই ডিএসপি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়৷ পূর্ব বর্ধমানের মেমারি আমাদপুরে ডিএসপিতে আর্থিক লেনদেন প্রতারণার অভিযোগ তুলেছেন গ্রাহক৷ প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ দেখালেন তাঁর৷ অভিযোগ দায়ের করা হয়েছে থানায়৷ গ্রাহকদের অভিযোগ, ওই ডিএসপির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছিলেন৷ কিন্তু, যে শংসাপত্রটি দেওয়া হয়েছে, সেটি জাল৷ এমনকী, মাসিক কিস্তিতে জমানো টাকাও ডিএসপি থেকে তুলতে পারছেন না অনেকেই৷  জানা গিয়েছে, ওই ডিএসপির

জমি বিবাদের জেরে দেওরের হাতে খুন বৌদি

Image
মালদহ: পারিবারিক বিবাদের জেরে বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দেওর৷ মাকে বাঁচাতে এসে ধারালো অস্ত্রের কোপে পড়ল বছর আঠারোর ছেলে৷ ঘটনাটি ঘটেছে মালদহ হরিশচন্দ্র পুর থানার শিব মন্দির এলাকায়৷ মৃতের নাম গৌরী সাহা৷ অভিযুক্ত দেওয়র প্রতাপ সাহা৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা উত্তম সাহার সঙ্গে তাঁর ভাই প্রতাপ সাহার জমি নিয়ে বিবাদ চলছিল৷ তার মধ্যে জমিটি বিক্রি করা হয়৷ এরপর এই বিক্রির টাকা নিয়ে ফের শুরু হয় বিবাদ৷ শুক্রবার রাতে প্রতাপ তাঁর দাদা উত্তম বাবুর বাড়িতে গিয়ে তাঁর প্রাপ্য টাকা দিতে বলে৷ অভিযোগ প্রতাপের সঙ্গে উত্তমের স্ত্রী গৌরী দেবীর বিবাদ শুরু হয়৷ সেই সময় বৌদি গৌরী দেবীকে প্রতাপ চাকু দিয়ে একাধিক জায়গায় আঘাত করে। তিনি যন্ত্রণায় চিৎকার শুরু করে৷ তাঁর চিৎকার শুনে তাঁর ছেলে কৃষ্ণ কুমার সাহা ঘটনাস্থলে আসে৷ সেখানে গিয়ে সে দেখে তার মাকে কাকা চাকু দিয়ে আঘাত করছে৷ এই দেখে তাঁর মাকে বাঁচাতে যায় বছর আঠারোর ছেলে কৃষ্ণ৷ তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কাকা। এই অবস্থায় চিৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীরা ছুটে আসে৷ তাঁরা ঘটনাস্থলে আসতেই অভিযুক্ত সেখান

বন্যা বিধ্বস্ত কেরল:‘দেবতার রোষ’-ই কি দায়ী?

Image
আদৌ কি দেবতার রোষ ? নাকি বন্যাকে নিয়ে ধর্মীয় রাজনীতির ছলকলা ? কেরলের প্রাকৃতিক দুর্যোগের পর যেভাবে আরবিআই কর্তা গুরুমূর্তি মন্তব্য করেছেন তারই কারণ অনুষন্ধান করা হল৷ উঠে এসেছে মহিলাদের দাবিয়ে রাখার নীতি, যা দুর্যোগের আড়ালে প্রচারের হাতিয়ার করছে করা হচ্ছে৷ গৌতমী সেনগুপ্ত: আরবিআই কর্তা তথা সংঘ ঘনিষ্ঠ এস গুরুমূর্তির পথে হাঁটছেন অনেকেই৷ সত্যিই তো, একশ বছরে এত বড় বিপর্যয় কেরল দেখেনি৷ কেন প্রকৃতির এই রোষ? হাওয়া অফিস একটানা ভারী বৃষ্টি,নিম্নচাপকে দায়ী করলেও আরবিআই কর্তা কারণ বার করতে সফলতা দেখিয়েছেন৷ শনিবার তিনি টুইট করেন, কেরলের প্রসিদ্ধ সবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশে সুপ্রিম কোর্ট ছাড়পত্র দিয়েছে বলেই কেরল ভাসছে৷ শীর্ষ আদালতের সিদ্ধান্তে দেবতা আনাপ্পা ক্ষুব্ধ৷ বিষয়টি একবার খতিয়ে দেখা উচিত বলেও জানান গুরুমূর্তি৷ এবার আরবিআই কর্তা একা নন, প্রাকৃতিক দুর্যোগে কেরলে তছনছ হয়ে যাওয়ার পিছনে বড় অশুভ শক্তি কাজ করছে বলে মেনে নিচ্ছেন অনেক ধর্মপ্রাণ মানুষ৷ গো রক্ষা কমিটির এক সদস্য মনে করেন, গো -হত্যা বাড়ছে বলেই দেবতা রুষ্ট হচ্ছেন৷ আর সেই কারণে শতাব্দীর সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে 

ফিজির কাছে প্রশান্ত মহাসাগরে তীব্র ভূমিকম্প

Image
এদিন প্রথমে কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৮ বলে জানায় মার্কিন ভূতত্ব সংস্থা ইউএসজিএস। পরে তারা জানায় কম্পনের তীব্রতা ৮.২।  ফিজির কাছে প্রশান্ত মহাসাগরে তীব্র ভূমিকম্প। ভারতীয় সময় রবিবার সকাল ৫.৪৯ মিনিটে কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৮.২। তবে ভূমিকম্পের উপকেন্দ্র সমুদ্রের নীচে হওয়ায় ক্ষয়ক্ষতির তেমন আশঙ্কা নেই। জারি করা হয়নি কোনও সুনামির সতর্কতাও।  ফিজির স্থানীয় সময় রবিবার বেলা ১২.১৯ মিনিটে এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ফিজির লেভুকা থেকে ২৭০ কিলোমিটার পূর্বে, টোঙ্গার নিয়াফু থেকে ৪৪৩ কিলোমিটার পশ্চিমে। কম্পনের উত্স ছিল ভূপৃষ্ঠের থেকে ৫৬০ কিলোমিটার গভীরে। উত্সের গভীরতা বেশি থাকায় এই কম্পনে সুনামির সতর্কতা জারি করেনি প্রশান্ত মহাসাগরিয় সুনামি সতর্কতা সংস্থা।  এদিন প্রথমে কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৮ বলে জানায় মার্কিন ভূতত্ব সংস্থা ইউএসজিএস। পরে তারা জানায় কম্পনের তীব্রতা ৮.২।  প্রশান্ত মহাসাগরীয় আগুনের বলয়ের ওপর অবস্থিত ফিজি বরাবরই ভূমিকম্প প্রবণ। ফলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকি সেখানে বরাবরই বেশি। 

কেরলের পাশে পশ্চিমবঙ্গ, ১০ কোটি টাকা ত্রাণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

Image
কেরলের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ১০ কোটি টাকা ত্রাণ সাহায্য ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। রবিবার টুইটে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ পাঠানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।  কেরলের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ১০ কোটি টাকা ত্রাণ সাহায্য ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। রবিবার টুইটে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ পাঠানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। কেরলের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়ে শনিবারই সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছিলেন, কোনও শব্দই যথেষ্ট নয়। কেরলের সমস্ত ভাই - বোনকে বলছি, তোমাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করছি আমারা। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। বন্যার সঙ্গে যাঁরা লড়াই করছেন তাঁদের বিধাতা শক্তি দিন।  পর দিন কেরলের মানুষ জন্য ১০ কোটি টাকা ত্রাণ ঘোষণা করলেন তিনি। সঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, দুর্যোগ মোকাবিলায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। কেরলের দ্রুত স্বাভাবিক হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। শনিবারই কেরলের

পাক সেনাপ্রধানকে আলিঙ্গন, সিধুর মৃত্যুদণ্ড চাইল বিজেপির সংখ্যালঘু মোর্চা

Image
শূন্য পদ ছিল ছ'হাজার। পরীক্ষা দিয়েছিলেন প্রায় ১৮ লক্ষ পরীক্ষার্থী। তার পরেও ছ'শো শূন্যপদে যোগ্য প্রার্থী পাওয়া গেল না। এমনই ছবি রাজ্যে গ্রুপ 'ডি' চাকরিতে নিয়োগ পরীক্ষার। শনিবার ৫৪০০ জন সফল প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। প্রশাসন সূত্রের খবর, শূন্যপদ বেশি সংরক্ষিত ও বিশেষ গোত্রের পদে। ৮৫ নম্বরের মধ্যে সাধারণ গোত্রের জন্য ন্যূনতম নম্বর ছিল ৪৬.৫। কয়েকটি সংরক্ষিত এবং বিশেষ গোত্রের জন্য ন্যূনতম সেই নম্বর শেষ পর্যন্ত কমিয়ে করা হয়েছিল ২৩। তার পরেও ওই গোত্রের পরীক্ষার্থীদের বেশির ভাগ সেই যোগ্যতামানে পৌঁছতে পারেননি। এক আধিকারিকের কথায়, ''পরবর্তী নিয়োগের পরীক্ষা হলে তখনকার শূন্যপদের সঙ্গে বাকি থাকা ছ'শোটি পদ যুক্ত করে দেওয়া হতে পারে।'' গ্রুপ-ডি ছ'হাজার পদের জন্য প্রায় ২৪ লক্ষ আবেদনপত্র জমা পড়েছিল। ২০১৭ সালে পরীক্ষা দিয়েছিলেন প্রায় ১৮ লক্ষ পরীক্ষার্থী। ওই বছরের নভেম্বর মাসে লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। তার পরে টানা পাঁচ মাস ধরে প্রায় ১৯ হাজার প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয়। কিন্তু নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে মামলা হওয়ায় সফল প্রার্থ

পাক সেনাপ্রধানকে আলিঙ্গন, সিধুর মৃত্যুদণ্ড চাইল বিজেপির সংখ্যালঘু মোর্চা

Image
ইমরান খানের শপথ অনুষ্ঠানের ফাঁকে ছবিটা প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল। পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে আলিঙ্গন করায় কংগ্রেস নেতা নভজ্যোৎ সিংহ সিধুর মৃত্যুদণ্ড দাবি উঠল। দাবি তুলল, বিজেপির সংখ্যালঘু মোর্চা। সিধুকে মোর্চা নেতা আফতাব আডবাণী 'রাষ্ট্রদ্রোহী' আখ্যা দিয়ে বলেছেন,  সিধু ভারতীয়দের কথা ভুলে গিয়েছিলেন। তাঁর কথায়, ''প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার থেকে ইমরানের শপথে যোগ দেওয়া বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল সিধুর। এই ধরনের মানুষের এ দেশে থাকার কোনও অধিকারই নেই।'' অন্য দিকে, পাক সেনাপ্রধানকে আলিঙ্গন প্রসঙ্গে সিধু বলেন, ''জেনারেল আমাকে আলিঙ্গন করেন। এবং বলেন, এটা শান্তির সময়। এটাই আমার স্বপ্ন।'' তবে, সিধু যাই বলুন, বিতর্ক যে সহজে পিছু ছাড়ছে না, তার অভাস পাওয়া গিয়েছে জম্মু ও কাশ্মীরের কংগ্রেস প্রধান গুলাম আহমেদ মীরের কথায়। তিনি বলেন, ''সিধু এক জন দায়িত্ববান রাজনৈতিক নেতা। এক জন মন্ত্রী। সিধুর উচিত ছিল পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে না বসা।'' আহমেদ আরও বলেন, '

বয়স ৬২, অপরাধ ১১২, দিল্লির মহিলা ডন ‘মাম্মি’ অবশেষে জালে

Image
পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর ডন মাম্মি।  ছোটা শাকিল, ছোটা রাজন, অরুণ গাউলিদের চেয়ে কোনও অংশে কম যান না তিনি। সুপারি নিয়ে খুন, অপহরণ, ডাকাতি, অস্ত্র-মদের কারবার, তোলাবাজির মতো শতাধিক ঘটনায় অভিযুক্ত। তিনি দিল্লির মহিলা 'ডন'। আসল নাম বসিরণ। অন্ধকার জগতে পরিচিতি 'মাম্মি' নামে। পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড। দেশের ভয়ঙ্করতম পাঁচ মহিলার অন্যতম 'মাম্মি'র খাসতালুক সঙ্গম বিহার। এহেন লেডি ডনই অবশেষে পুলিশের জালে। চার দশকেরও বেশি সময় ধরে গ্যাং চালানোর পর ৬২ বছর বয়সে গ্রেফতার হলেন তিনি। কী ভাবে পুলিশের হাতে এলেন এই লেডি ডন? বারবার আদালতে হাজিরার নির্দেশ অমান্য করা 'প্রক্লেমড অফেন্ডার' বসিরণের সম্পত্তি সম্প্রতি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছিল। সঙ্গম বিহার থানায় গোপন সূত্রে একটি খবর আসে, সেই বিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে সঙ্গম বিহারে নিজের আট ছেলের সঙ্গে আলোচনায় বসছেন। দিল্লি পুলিশের ডিসি সাউথ রোমিল বানিয়া জানিয়েছেন, খবর পেয়েই অভিযানের প্রস্তুতি শুরু হয়। সঙ্গম বিহারের পুলিশ অফিসার উপেন্দর সিংহের নেতৃত্বে গোপনে অভিযান চালানো হয়। সূত্রের খবর সত্যি ছিল।

এই মুহুর্তে ভারতে সবথেকে বড় পাঁচটি স্মার্টফোন কোম্পানি

Image
সম্প্রতি ভারতে সবথেকে পাঁচটি স্মার্টফোন কোম্পানির নাম প্রকাশ করেছে বিশ্ব তথ্য সংস্থা। এই পাঁচটি কোম্পানি ভারতের মোট স্মার্টফোনের ৭৯ শতাংশ বাজার ধরে রেখেছে বলে এই রিপোর্টে জানানো হয়েছে। ১। Xiaomi আগের মতোই এই বছর দ্বিতীয় ত্রৈমাসিক রিপোর্টেও ভারতে এক নম্বর স্মার্টফোন কোম্পানির তখমা ধরে রেখেছে Xiaomi। ভারতে বিক্রি মোট ফোনের ২৯.৭ শতাংশ বাজার নিজের কব্জা রেখেছে চিনের কোম্পানিটি। ২০১৮ সালের এপ্রিল, মে ও জুন মাসে ভারতে মোট ১ কোটি স্মার্টফোন বিক্রি করেছে Xiaomi। ২। Smasung বছর খানেক আগে Xiaomi-র কাছে ভারতে এক নম্বর স্মার্টফোনের তকমা হারিয়েছিল Smasung। তখন থেকেই ভারতে স্মার্টফোন বাজারে দুই নম্বর স্থানে রয়েছে Smasung। এই মুহুর্তে ভারতে Smasung এর মার্কেট শেয়ার ২৩.৯ শতাংশ। ২০১৮ সালের এপ্রিল, মে ও জুন মাসে ভারতে মোট ৮০ লক্ষ ফোন বিক্রি করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ৩। Vivo Smasung এর পরেই ভারতে তিন নম্বর স্থানে রয়েছে চিনের স্মার্টফোন কোম্পানি Vivo। এই মুহুর্তে ভারতের স্মার্টফোন বাজারে ১২.৬ শতাংশ ধরে রেখেছে Vivo। ২০১৮ সালের এপ্রিল, মে ও জুন মাসে ভারতে মোট ৪২ লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে এই কোম্পা

কুপ্রস্তাবে সাড়া মেলেনি, যুবতির বিকৃত ছবি ছড়াল LIC এজেন্ট !

Image
মালদা : যুবতির ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটল পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায়। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবক বিনোদ সাহা। পেশায় LIC এজেন্ট বিনোদের কাছে পলিসি করেছিল যুবতির পরিবার। সেই সুবাদে বাড়িতে যাওয়া আসা ছিল বিনোদের। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়েই বিনোদ কুপ্রস্তাব দেয় যুবতিকে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এই কুকীর্তি করে বিনোদ। ঘটনায় মালদা থানায় অভিযোগ দায়ের করেছেন যুবতি। তবে বিনোদ পলাতক। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। বেশ কয়েকবছর আগে নবাবগঞ্জ এলাকায় বিয়ে হয় যুবতির। স্বামী ভিনরাজ্যে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। স্বামীর অবর্তমানে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গেই থাকেন তিনি। তাঁদের একটি মেয়েও রয়েছে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগপত্রে যুবতি জানিয়েছেন, প্রতিবেশী যুবক বিনোদ সাহার কাছে LIC-র একটি পলিসি করেছিলেন তাঁর স্বামী। সেই পলিসির প্রিমিয়াম প্রতি মাসে দিতে হত। তিনিই বিনোদকে প্রতিমাসে প্রিমিয়ামের টাকা দিতেন।  পাড়ার ছেলে হওয়ায় তাঁদের বাড়িতে বিনোদের যাতায়াত ছিল। তাকে নিয়ে কোনও সমস্যাও ছিল না। গত ১৫ জানুয়ারি তাঁর মেয়ের জন্মদিন ছিল। সেই অনুষ্ঠানে তাঁরা বিনোদকে নিমন্ত্রণ ক

বধূ নির্যাতনের অভিযোগ করায় শ্বশুরবাড়িতে বোমা ছুড়ল গুনধর জামাই

Image
বনগাঁ:  স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন বধূ নির্যাতনের অভিযোগ করেছে। সেই অভিযোগ তুলে নেওয়ার দাবিতে এবার শ্বশুরবাড়িতে কৌটো বোমা ছুড়ল অভিযুক্ত জামাই। গুণধর জামাইয়ের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রাণনাশের হুমকি দিতেই বোমা ছোড়ে অভিযুক্ত জামাই দীপজয়। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার ছয়ঘড়িয়া এলাকায়। জানা গিয়েছে, বছর কয়েক আগে স্থানীয় ছয়ঘড়িয়ার বাসিন্দা অশোক দাস তাঁর একমাত্র মেয়ের বিয়ে দেন। পেশায় দিনমজুর অশোকবাবুর আর্থিক অবস্থা তেমন ভাল না। সামান্য সম্বল দিয়েই মেয়েকে পাত্রস্থ করেছিলেন। বনগাঁ থানার ট্যাংরা কলোনির যুবক দীপজয়ের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেন তিনি। কয়েকমাস শান্তিতেই কেটেছিল। তারপর শুরু হল গন্ডগোল। অভিযোগ, প্রায়দিন স্বামী-সহ শ্বশুরবাড়ির অন্য সদস্যরা মেয়েকে বেধড়ক মারধর করত। এছাড়া খেতে বসতে চলত গঞ্জনা। মেয়ে কিছু না জানালেও পড়শিরা অশোকবাবুকে অত্যাচারের খবর দেন। এরপর আর কোনও নিষেধ শোনেনি, মেয়েকে নিয়ে আসেন বাড়িতে। তারপর কয়েকমাস কেটেছে। তখন থেকে মেয়ে বাপের বাড়িতেই রয়েছে। জামাইয়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন অশোক দাস। অভিয

কেরালায় বন্যা দুর্গতদের পাশে গুগল, টুইটার, ফেসবুক

Image
বন্যায় আটকে পড়া কেরালাবাসীর জন্য বিশেষ উদ্যোগ নিল গুগল। এবার বিনা ইন্টারনেটেই স্মার্টফোন বা ট্যাব থেকে নিজেদের লোকেশন শেয়ার করতে পারবেন তাঁরা। গুগলের তরফে একথা জানানো হয়। কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭। অনেকে এখনও আটকে রয়েছেন। চলছে উদ্ধারকাজ। অনেক জায়গায় ব্যাহত ইন্টারনেট পরিষেবা। ফলে যোগাযোগ করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন দুর্গতরা। তাদের সাহায্যে এগিয়ে এল গুগল।  গুগলের তরফে জানানো হয়েছে, দুর্গতরা তাঁদের স্মার্টফোনে গুগল ম্যাপ থেকে প্লাস কোড ব্যবহার করতে পারবেন। যার ফলে দুর্গত ব্যক্তির লোকেশন পৌঁছে যাবে উদ্ধারকারী দলের কাছে। মেসেজ বা ভয়েস কলের মাধ্যমে তাঁদের কাছে দুর্গতদের ঠিকানা পৌঁছে যাবে।  কীভাবে এই পরিষেবা ব্যবহার করবে ?  গুগল ম্যাপ খুলে সেখানে নিজের লোকেশনের উপর ট্যাপ করে রাখতে হবে। সেখানে তার পিনটি পড়বে। এরপর তার নীচে জায়গার নাম দিতে হবে। তারপর একটি প্লাস কোড আসবে সেটা সিলেক্ট করতে হবে। এরপর সেটা চলে যাবে উদ্ধারকারী দলের কাছে।  সম্প্রতি টুইটার জানিয়েছে, বন্যার ফলে ইন্টারনেট ব্যবস্থা বিপর্যস্ত। বেশিরভাগ জায়গায় ইন্টারনেট স্লো। ফলে ব্যবহারকারীরা তাদের বর্তমান অবস্থা

সিভিক পুলিশের হেনস্থার শিকার বাইক আরোহী

Image
হাওড়া: এক যুবককে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল সিভিক পুলিশের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার চ্যাটার্জিহাটের নতুন রাস্তা মোড়ে৷ ওই যুবকের অভিযোগ, গাড়িতে কেস দেওয়া নিয়ে কথা কাটাকাটি শুরু হয়৷ প্রকাশ্য রাস্তায় ওই সিভিক পুলিশ কর্মী বাইক আরোহীকে চড় মারেন। জামার কলার ধরে টানতে টানতে ট্রাফিক পুলিশের কিয়স্কে ঢুকিয়ে দেন। উর্দি পরা এক পুলিশ কর্মী তাঁকে নিগ্রহ করেন বলে অভিযোগ। গোটা ঘটনাটি সংবাদমাধ্যমের নজরে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। সাধারণ মানুষ সিভিক পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে৷ তাদের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাইক আরোহী ট্রাফিক আইন ভাঙেননি। তা সত্ত্বেও তাঁর কাছ থেকে লাইসেন্স চেয়ে নিয়ে কেস দেওয়া হচ্ছিল। এর প্রতিবাদ করে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই বাইক আরোহী। তিনি পুলিশের হাত থেকে লাইসেন্স কেড়ে নিলে সিভিক কর্মী তেড়ে এসে তাঁকে নিগ্রহ করেন। সন্দীপ ভট্টাচার্য নামে এক ব্যক্তি জানান, ওই বাইক আরোহীর কাছে পুলিশ লাইসেন্স দেখতে চেয়েছিল। তিনি দিতে চাননি বলে তাঁকে মারধর করছিল। গাড়িতে মাল নিয়ে গেলেই এখানে টাকা চাইছে সিভিক পুলিশ। অফিসার ছাড়া কারও

রাতের অন্ধকারে চলছে পুলিশি জুলুম

Image
বারুইপুর: রাতের অন্ধকারে গাড়ি থামিয়ে চলছে পুলিশের টাকা আদায়৷ আর পুলিশের চাহিদা মত টাকা দিতে না পারলেই জুটছে বেধড়ক মার৷ এমনকি গাড়ি আটকে রেখে বিভিন্নভাবে হেনস্থা করা হয়৷ এরকমটাই অভিযোগ উঠল জয়নগর থানার পুলিশের বিরুদ্ধে৷ দীর্ঘ দিন ধরে পুলিশের করা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াল স্থানীয় বাসিন্দা ও গাড়ির চালকরা৷ তাঁরা জয়নগর কুলপি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়৷ উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে৷ পরে জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগণার জয়নগর থানার পদ্মেরহাট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে জয়নগরের পদ্মেরহাট এলাকায় একটি পণ্যবাহী ট্রাক আটকে ২০০ টাকা চায় পুলিশ৷ কিন্তু চালক পুলিশকে জানায় ৫০ টাকা পর্যন্ত দিতে পারবে সে৷ ওই ট্রাক চালক পুলিশের চাহিদা মত টাকা দিতে না পারায় পুলিশ তাঁকে মারধর করে৷ এমনকী ট্রাকের কাঁচও ভেঙে দেয়৷ ঘটনায় ট্রাক চালক চিৎকার শুরু করে৷ তাঁর চিৎকার শুনে এলাকার মানুষ ঘটনাস্থলে আসে৷ তাঁরা এসে পুলিশের গাড়ি আটকে দেয়৷ এরপর স্থানীয় বাসিন্দারা রাস্তা আটকে পুলিশ

এগোচ্ছে বাংলা, সরকারি স্কুলে ডিজিটাল ক্লাসরুম

Image
হলদিয়া: দৈনন্দিন জীবনে ডিজিটালের প্রভাব খুব গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে সকাল থেকে রাত সারাক্ষণের সাথী ডিজিটাল জিনিসপত্র। আর সেই ডিজিটালের প্রভাব এবার সরকারি স্কুলে। ব্ল্যাকবোর্ড এর বদলে সম্পূর্ণ ডিজিটাল বোর্ড৷ শিক্ষক মহাশয় তাতেই ছবি দেখিয়ে কিংবা টাচ করে লেখা পড়া বোঝাচ্ছেন৷ আর ছাত্র ছাত্রীরা তা মনোযোগ দিয়ে শুনছে বা দেখছে। হ্যাঁ এমনই পঠন পাঠন হচ্ছে কোনও কলেজ কিংবা বড় শিক্ষা প্রতিষ্ঠানে নয়৷ হচ্ছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার পরানচক শিক্ষানিকেতনে। স্কুলটিতে ছাত্র ছাত্রীর সংখ্যা ১৪৫৬ জন৷ পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির আর্টস, কমার্স, সায়েন্সের সমস্ত ছাত্র ছাত্রীই স্মার্ট ক্লাসের মাধ্যমে শিক্ষা পাচ্ছে৷ হলদিয়া পুরসভার এই একটি মাত্র স্কুলেই ২০১৮ তে শুরু হয় ডিজিটাল পদ্ধতিতে ক্লাস নেওয়া। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হলদিয়া এনার্জি লিমিটেড ও রাজ্য সরকার। খুশি স্কুলের শিক্ষক থেকে ছাত্র ছাত্রীরা সকলেই। এই পদ্ধতিতে শিক্ষা দিতে শিক্ষকরা যেমন খুশি তেমনি ছাত্র ছাত্রীরাও খুশি। সরকারের এই ডিজিটাল পদ্ধতিকে এক বাক্যে সাধুবাদ জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক থেকে হলদিয়া পুরসভার কাউন্সিলারা। স্কুলের ছাত্র অমল মাজ

৫০০ কোটিতে কী হবে! মোদীকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর, কেরালার বিপর্যয়ে ত্রাণ-দ্বন্দ্ব চরমে

Image
দুর্যোগ ক্রমেই বিপর্যয়ের রূপ নিয়েছে কেরালায়। প্রকৃতি যেভাবে ফুঁসে উঠেছে, তাতে ক্ষতির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মনে করেন কেন্দ্রের দেওয়া ৫০০ কোটি টাকায় কোনওভাবেই সেই খামতি পূরণ সম্ভব নয়। তবে তা জানিয়েই শুধু ক্ষান্ত নন মুখ্যমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে একই বিমানে কেরালার বন্যা পরিস্থিতি পরিদর্শন করার পর বিজয়ন ফের চিঠি লেখেন প্রধানমন্রীুঁ নরেন্দ্র মোদীকে। চিঠিতে তিনি জানান, ওই ৫০০ কোটি টাকায় কেরলের খামতি পূরণ সম্ভব নয়। কেরালা যখন ভাসছে এবং রাজ্যে আরও দুর্যোগের পূর্বাভাস রয়েছে, সেখানে কেন্দ্র যদি অন্তত দু-হাজার কোটি টাকা না দেয়, কেরালা ঘুরে দাঁড়াতে পারবে না। মুখ্যমন্ত্রী সরাসরি চিঠি দিয়ে আবেদন করেন, কেন্দ্র অন্তত ২০০০ কোটি টাকা সাহায্য করুক। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ওই টাকা দেওয়া হোক। ৫০০ কোটি টাকা সাহায্যে কিছুই হবে না। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর দফতর এদিন সরকারিভাবে জানায় কেরলে এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ ১৯,৫০০ কোটি টাকা। বৃষ্টি চললেল ক্ষতির পরিমাণ আরও বাড়বে। কেন্দ

৬ হাজার শূন্যপদে চাকরি রাজ্য সরকারের, ঘোষিত হল গ্রুপ-ডি পরীক্ষার মেরিট লিস্ট

Image
গ্রুপ-ডি পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ। প্রকাশিত হল গ্রুপ-ডি পদের চূড়ান্ত মেধা তালিকা। ইন্টারভিউয়ে যে সব প্রার্থী সফল হয়েছেন তাঁদের নাম রয়েছে এই তালিকায়। পশ্চিমবঙ্গের গ্রুপ-ডি নিয়োগ বোর্ডের ওয়েবসাইটে দেখে নেওয়া যাবে তালিকা। আবেদনপত্রের নম্বর ও জন্মতারিখ দিলেই দেখা যাবে প্রার্থী সফল হয়েছেন না অসফল। www.wbgdrb.in   ওয়েবসাইটে গেলেই দেখতে পাওয়া যাবে ফলাফল।  ৬০০০ গ্রুপ-ডি শূন্যপদের জন্য ২০১৭ সালের ২০ মে পরীক্ষা নেওয়া হয়েছিল। এই পরীক্ষা দিয়েছিলেন ২৪ লক্ষ ৬৮ হাজার প্রার্থী। তাঁদের মধ্যে থেকে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হয়েছিল। এবার তাঁদের মধ্য থেকে সফলদের নাম প্রকাশিত হল। গ্রুপ-ডি পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ হলেও, বহু উচ্চশিক্ষিত প্রার্থী এই পরীক্ষা দিয়েছিলেন। ২০১৫ সালেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সিদ্ধান্ত নিয়েছিল, ৬০ হাজার গ্রুপ-ডি পদে নিয়োগ করবে। ধাপে ধাপে এই নিয়োগ করা হবে বলে সার্কুলার জারি করা হয়েছিল। প্রথম ধাপে ৬০০০ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। 

জমা জলে মশার লার্ভা মিললেই লাখ টাকা জরিমানা!

Image
এত দিন সচেতনতায় জোর দেওয়া হয়েছে। তবে বাঁকুড়া জেলা প্রশাসন এবার শক্ত হতে চলেছে। জমা জলে মশার লার্ভা মিললেই হতে পারে একশো থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। শনিবার বাঁকুড়ায় স্বাস্থ্য দফতর এবং জেলার বিডিওদের নিয়ে বৈঠকে এই কথা জানিয়ে দিয়েছেন জেলাশাসক উমাশঙ্কর এস। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জনস্বার্থে ক্ষতিকর হতে পারে এমন কিছু করলে বিডিও, মহকুমাশাসক বা জেলাশাসকেরা সিআরপিসি-র ১৩৩ ধারা প্রয়োগ করে ব্যবস্থা নিতে পারেন। সেই আইনকেই ডেঙ্গি মশার লার্ভা নিধনে কাজে লাগাতে চাইছে জেলা প্রশাসন। এ দিন জেলাশাসক বলেন, "ডেঙ্গির মশা ডিম পাড়ে পরিষ্কার জমা জলে। সেই মশার কামড়ে মানুষ অসুস্থ হয়। জীবনহানিও হতে পারে। তাই এ ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ১৩৩ ধারায় ব্যবস্থা নেওয়াই যায়। এ বার সেটাই আমরা করব।" জেলাশাসক জানান, সরকারি অফিস, হাসপাতাল, পুরসভা, গ্রামপঞ্চায়েত, কারখানা, ব্যক্তিগত বাড়ি বা জমির মালিক— সবার বিরুদ্ধেই ওই আইনে ব্যবস্থা নেওয়া হবে। এ দিন বৈঠকে তিনি বলেন, "গ্রাম ও শহরাঞ্চলে পরিদর্শকেরা এলাকায় এলাকায় ঘুরে মশার লার্ভা রয়েছে কি না দেখছেন। তাঁদের রিপোর্টের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।"

না খেয়ে মরলেন পুরুলিয়ার বিমলা? প্রশাসন বলছে, পেটের রোগ

Image
মৃতার ছেলে অভির পাণ্ডে। কীসে মারা গেলেন বিমলা পাণ্ডে— খেতে না পাওয়া, 'গাফিলতি', না রোগ— আজ, রবিবার তাঁর শ্রাদ্ধের আগে সেই প্রশ্নই উঠছে পুরুলিয়ায়। ৬৭ বছরের বিমলাদেবী মারা যান ৯ অগস্ট। থাকতেন ঝালদা ২ ব্লকের বামনিয়া-বেলাডি পঞ্চায়েতের লাগাম গ্রামে। পরিবার বলতে ৪৮ বছরের ছেলে অভির। ভিক্ষা করে ভাত জুটত মা-ছেলের। ছেলে কখনও-সখনও ভিন্‌ গাঁয়ে চায়ের দোকানে গ্লাস ধুতেন। রেশন কার্ড নেই। বিধবা বা বার্ধক্য ভাতা পেতেন না বিমলা। জোটেনি বাংলা আবাস যোজনায় বাড়ি। ১০০ দিনের প্রকল্পের কার্ড হাতে পাননি বলে দাবি ছেলের। যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসনের দাবি, অভির পাণ্ডের নামে জব-কার্ড রয়েছে। লাগাম গ্রামের অধিকাংশ বাসিন্দাই দিনমজুর। অভিরের দাবি, এলাকায় তাই ভিক্ষা পাওয়া সমস্যা। তিনি বলেন, ''মা গত ৪-৫ অগস্ট থেকে শয্যাশায়ী ছিল। ভিক্ষায় বেরোলে দেখত কে? তার মধ্যে সে সময় তেড়ে বৃষ্টি হচ্ছিল। বেরনোও যাচ্ছিল না।'' পড়শিরা দু'-এক দিন মা-ছেলেকে খাবার দিয়েছেন। কিন্তু তাঁদের ঘরেও চাল বাড়ন্ত। অভিরের কথায়, ''পাঁচ-ছ'দিন শুধু জল খেয়ে কাটিয়েছি। না খেতে পেয়েই মা মারা গেল।'&#

বানভাসি কেরলে লাভ ছাড়ছেন দোকানিরা, তা হলে সত্যিই কি ধ্বংসের মুখোমুখি আমরা?

Image
উদ্ধার: বায়ুসেনার হেলিকপ্টারে তোলা হচ্ছে এক বন্যা কবলিতকে। স্থানীয়রা বলেন, 'নীলাকুরিঞ্জি'। বাংলা করলে দাঁড়ায়, নীল ফুল। তবে এ ঠিক নীল নয়, বেগুনি-ঘেঁষা। ১২ বছর পর-পর ফোটে। আর পশ্চিমঘাটের প্রায় ৩ হাজার হেক্টর পাহাড়ি ঢাল ছেয়ে যায়। ২০০৬-এর পরে এই বছরটা তাই গুরুত্বপূর্ণ ছিল কেরলের কাছে। অগস্ট থেকে অক্টোবর— ভরা মরসুমে অন্তত এক কোটি পর্যটকের মুখ চেয়ে মুখিয়ে ছিল মুন্নার। এক বছর ধরে বুকিং নিয়েছে সব পর্যটন সংস্থা। 'নীলাকুরিঞ্জি'-র জন্য ২১ পাতার একটা ই-ব্রশিওরও বার করেছিল রাজ্য পর্যটন দফর। বন্যা সব ভেস্তে দিল। তিরুঅনন্তপুরমে ন্যাশনাল ইনস্টিউট ফর ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স অ্যান্ড টেকনোলজির ল্যাবে বসে আমরা নিরাপদ। তবু ধাক্কা দিয়ে গেল সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার সেই লাইনটা— 'প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য।' তা হলে! সত্যিই কি ধ্বংসের মুখোমুখি আমরা? অগস্টের প্রথমেও তেমন কিছু টের পাইনি। শুনছি, বৃষ্টি হচ্ছে। কিন্তু ওইটুকুই। ইনস্টিটিউটে 'ওনাম' পালনের জন্য ১৩ অগস্ট পর্যন্ত চুটিয়ে চাঁদা তুলেছি সবাই। কিন্তু ঘোর কাটল সেই উৎসব শুরুর দিনেই। ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসেও রাতভর ভারী