৬ হাজার শূন্যপদে চাকরি রাজ্য সরকারের, ঘোষিত হল গ্রুপ-ডি পরীক্ষার মেরিট লিস্ট

গ্রুপ-ডি পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ।

প্রকাশিত হল গ্রুপ-ডি পদের চূড়ান্ত মেধা তালিকা। ইন্টারভিউয়ে যে সব প্রার্থী সফল হয়েছেন তাঁদের নাম রয়েছে এই তালিকায়। পশ্চিমবঙ্গের গ্রুপ-ডি নিয়োগ বোর্ডের ওয়েবসাইটে দেখে নেওয়া যাবে তালিকা।

আবেদনপত্রের নম্বর ও জন্মতারিখ দিলেই দেখা যাবে প্রার্থী সফল হয়েছেন না অসফল। www.wbgdrb.in  ওয়েবসাইটে গেলেই দেখতে পাওয়া যাবে ফলাফল। 

৬০০০ গ্রুপ-ডি শূন্যপদের জন্য ২০১৭ সালের ২০ মে পরীক্ষা নেওয়া হয়েছিল। এই পরীক্ষা দিয়েছিলেন ২৪ লক্ষ ৬৮ হাজার প্রার্থী। তাঁদের মধ্যে থেকে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হয়েছিল। এবার তাঁদের মধ্য থেকে সফলদের নাম প্রকাশিত হল।

গ্রুপ-ডি পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ হলেও, বহু উচ্চশিক্ষিত প্রার্থী এই পরীক্ষা দিয়েছিলেন।

২০১৫ সালেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সিদ্ধান্ত নিয়েছিল, ৬০ হাজার গ্রুপ-ডি পদে নিয়োগ করবে। ধাপে ধাপে এই নিয়োগ করা হবে বলে সার্কুলার জারি করা হয়েছিল। প্রথম ধাপে ৬০০০ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।