Posts

Showing posts from December 10, 2018

মাধ্যমিকে নয়া নিয়ম, পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে প্রশ্নপত্রের সিল

Image
মাধ্যমিক পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য চলতি বছর বেনজির পদক্ষেপ নেওয়া হয়েছিল। তা সত্ত্বেও বেনিয়ম ঠেকানো যায়নি। পরীক্ষার দেড় ঘণ্টা আগে প্রশ্নপত্র খুলে ফেলেছিলেন ময়নাগুড়ির সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক। তাই এবার পালটে গেল নিয়ম। মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত, প্রধান শিক্ষকের ঘরে নয়, ২০১৯-এ পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে প্রশ্নপত্রের সিল। জীবনের প্রথম বড় পরীক্ষা, রেজাল্টের উপর পড়ুয়াদের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে। বছর বছর এ রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে। কিন্তু, মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই পরীক্ষা নিয়ে অভিযোগের শেষ নেই। টোকাটুকি তো বটেই, এক বছর মাধ্যমিকে অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শোরগোল পড়েছিল রাজ্যে। সেবার ফের নতুন করে পরীক্ষা নিতে হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদকে। ২০১৮ সালে মাধ্যমিক পরীক্ষার আগে পর্ষদ নির্দেশিকা জারি করেছিল যে, সিল খোলার পর প্রধান শিক্ষকের ঘর থেকে মুখবন্ধ খামে পরীক্ষার্থীদের ঘরে প্রশ্নপত্র নিতে যেতে হবে। এমনকী, পরীক্ষা শুরুর ঠিক কুড়ি মিনিট আগে রাজ্যের সমস্ত স্

পদত্যাগ করলেন উর্জিত প্যাটেল

Image
দিল্লি : রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল পদত্যাগ করলেন। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানান। RBI-র গভর্নর পদ থেকে পদত্যাগের পর টুইট করেন উর্জিত প্যাটেল। লেখেন, RBI-র গভর্নরের পদে কাজ করাটা আমার জীবনের সেরা অভিজ্ঞতা। গত কয়েক বছরে সব সময়ের জন্য সহকর্মীদের সমর্থন পেয়েছি। আমার পাশে থাকার জন্য সহকর্মী, ডিরেক্টরস বোর্ডের সকল সদস্যকে ধন্যবাদ জানাই।  প্রধানমন্ত্রী টুইট করেন, "ডঃ উর্জিত প্যাটেল একজন দক্ষ অর্থনীতিবিদ। ম্যাক্রো ইকোনমিতে তাঁর অগাধ জ্ঞান রয়েছে। দেশের ব্যাঙ্কিং সিস্টেমের সংস্কারে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আমরা তাঁর অভাব অনুভব করব।"  কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি বলেন, " বিরোধী দলগুলির মধ্যে মিটিং চলাকালীনই আমরা জানতে পারি যে RBI-র গর্ভনর পদত্যাগ করেছেন। কারণ উনি এই সরকারের সঙ্গে আর কাজ করতে পারছেন না। আমরা সকলে ঐক্যমতে পৌঁছেছি যে CBI,RBI, EC সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর BJP-র এই হামলা আমাদের আটকাতে হবে।"  প্রাক্তন RBI গভর্নর রঘুরাম রাজন জানান, উর্জিত প্যাটেলের এই সিদ্ধান্তে দেশবাসীর চিন্তিত হওয়া উচিত।  RBI-এর কেন্দ্রীয় বোর্ড মেম্বার

আরও সস্তা হল Poco F1, বিশ হাজারে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন

Image
অগাস্ট মাসে ভারতে এসেছিল Poco F1। কম দামে ফ্ল্যাগশিপ চিপসেট দিয়ে গ্রাহকের মন জিতেছিল এই স্মার্টফোন। সম্প্রতি Xiaomi জানিয়েছে ইতিমধ্যেই তিন মাসে বিক্রি হয়েছে সাত লক্ষ Poco F1। একাধিক অফারে ইতিমধ্যেই ডিসকাউন্টে Poco F1 সুযোগ পেয়েছিলেন ভারতের গ্রাহকরা। গত সপ্তাহে ফ্লিপকার্ট সেলে এই ফোনে সাময়িকভাবে ৪,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলেছে। এবার Poco F1 এর তিনটি ভেরিয়েন্টের দাম পাকাপাকিভাবে কমালো চিনের কোম্পানি। Poco F1 এর তিনটি ভেরিয়েন্টের দাম ১,০০০ টাকা করে কমেছে। Poco F-এর দাম ১,০০০ টাকা দাম কমে এখন ভারতে 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 এর দাম ১৯,৯৯৯ টাকা। 6GB RAM/128GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 এর দাম কমে হয়েছে ২২,৯৯৯ টাকা। আর 8GB RAM/256GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 এর নতুন দাম ২৭,৯৯৯ টাকা। Poco F1 স্পেসিফিকেশান Poco F1 ফোনে একটি ৬.১ ইঞ্চি FHD+ ডিসপ্লে ব্যবহার হয়েছে। ফোনটি প্লাস্টিক পলিকার্বোনেট দিয়ে বানানো হয়েছে। তবে হাই এন্ড 8GB RAM ভেরিয়েন্টে কেভলার ব্যাক ব্যবহার হয়েছে। যা অন্য মেটিলিয়ালের থেকে একটু বেশি মজবুত। Poco F1 ফোনে লিকুইড কুলিং ব্যবহার হয়েছে। কোম্পানি জানিয়েছে PUBG এর মতো

লন্ডন থেকে দেশে প্রত্যর্পণ করা হচ্ছে বিজয় মালিয়াকে

Image
অবশেষে কেন্দ্রের ঝুলিতে এল বড় সাফল্য। ঋণ খেলাপির মামলায় অভিযুক্ত হয়ে দেশ ছেড়ে পালিয়ে লন্ডনে আশ্রয় নেওয়া বিজয় মালিয়াকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিল সেদেশের আদালত। এদিন যুক্তরাজ্য ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার আদালত বিজয় মালিয়াকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে। ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ রয়েছে বিজয় মালিয়ার বিরুদ্ধে। এদিন শুনানি শেষে আদালত এই রায় জানিয়েছে। এই ঘটনায় সিবিআই ও ইডি বড় সাফল্য পেল বলে মনে করা হচ্ছে। কয়েকদিন আগে ঋণের পুরো আসল টাকা ফেরত দেওয়ার আবেদন করেন বিজয় মালিয়া। এছাড়াও দাবি করেন, টাকা তিনি নেননি। তিনি চোর নন। কিংফিশার এয়ারলাইন্স টাকা নিয়েছে। উল্টে পকেট থেকে ৪ হাজার কোটি টাকা দিয়েছেন কিংফিশার সংস্থাকে বাঁচাতে। তবে ব্যবসায় অসফল হওয়ায় পুরো টাকা ডুবে গিয়েছে। আদালতে মালিয়ার আইনজীবী তাঁর বক্তব্য রাখেন। ২০১৬ সালে মালিয়া দেশ ছেড়ে লন্ডনে আশ্রয় নেন। এখন তাঁর কাছে সুযোগ রয়েছে উচ্চ আদালতে আপিল করার। লন্ডনের আদালতের বিচারক এমা আরবুথনটের পর্যবেক্ষণ, শুধু ঋণখেলাপি নয়, এই ঘটনার সঙ্গে জালিয়াতি, ষড়যন্ত্র ও টাকা তছরুপের বিষয়গুলি জড়িত রয়েছে। গতবছরে তাঁর গ্রেফতারি পরোয়ানা বেরোনোর পর থ

চুরি করিনি, বদলে নিজের টাকা ঢেলেছি! দাবি মালিয়ার

Image
তিনি চুরি করেননি। বদলে নিজের চারহাজার কোটি টাকা কিংফিশার এয়ারলাইন্স বাঁচানো বিনিয়োগ করেছিলেন। এমনটাই দাবি করেছেন বিজয় মালিয়া। ব্রিটেন কি তাকে ভারতের হাতে তুলে দিতে পারে, সেই প্রশ্নের উত্তরে মালিয়া বলেছেন, এ সম্পর্কে রায়দানের আগে বিষয়টি নিয়ে তিনি কোনও কিছু বলতে পারবেন না। বিজয় মালিয়া বলেছেন প্রত্যর্পণ একটি আইনগত প্রক্রিয়া। যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ঠিক হয় না। আদালতের আদেশ যাই হোক না কেন, তাঁর আইন পরামর্শদাতারা ভবিষ্যত কর্ম পরিকল্পনা ঠিক করবেন বলে জানিয়েছেন মালিয়া। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বিজয় মালিয়া আরও বলেছেন, ২০১৬ সাল থেকে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য তিনি বারবার চেষ্টা করেছেন। তবে এই মিটিয়ে নেওয়ার বিষয়টির সঙ্গে প্রত্যর্পণের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, কর্ণাটক হাইকোর্টের সামনে তিনি প্রায় ১৪ হাজার কোটি টাকার সম্পত্তির হিসেব দিয়েছেন। আদালতের নজরদারিতে এই সম্পত্তি বিক্রি করে কর্মী ও পাওনাদারদের বকেয়া মেটানো যেতে পারে বলেও জানিয়েছিলেন তিনি। বিজয় মালিয়া জানিয়েছেন, এখনই এই উদ্যোগ নয়, ২০১৬-র পর থেকে তাঁর হেফাজতে থাকা শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে। ব্যাঙ্কে

২ লক্ষ টাকা পেঁয়াজ চাষে বিনিয়োগ করে আয় মাত্র '৬ টাকা'

Image
নাসিকে পেঁয়াজ চাষিরা যে দৈন্যতার মধ্যে দিয়ে যাচ্ছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। কিছুদিন আগে এক কৃষক ৭৫০ কেজি পেঁয়াজ বেচে পেয়েছিলেন হাজার টাকার সামান্য বেশি। তা তিনি প্রতিবাদে পাঠিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিলে। আর এক কৃষক পাঁচশো কেজির ওপরে পেঁয়াজ বেচে পান ২১৬ টাকা। তিনি সেটা পাঠান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে। আর এক কৃষকের সঙ্গে যা হল তা ছাপিয়ে গিয়েছে বাকী সব রেকর্ডকে। পেঁয়াজ বেচে ৬ টাকা মহারাষ্ট্রের আর এক পেঁয়াজ চাষি দাবি করেছেন, তিনি ২ লক্ষ টাকা পেঁয়াজ চাষে বিনিয়োগ করেছেন এবং তা বেচে ৬ টাকা পেয়েছেন। তাঁর নাম শ্রেয়স আবহেলে। তিনি আহমেদনগরের বাসিন্দা। সেই টাকার মানি অর্ডার করে তিনি মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন।     লাভ নামমাত্র পিটিআই সূত্রে খবর, আবহেলে ২৬৫৭ কেজি পেঁয়াজ ১ টাকা দরে স্থানীয় পাইকারি বাজারে বেচেছেন। বাজারের খরচ, শ্রমিকদের মজুরি দেওয়ার পর তাঁর হাতে পড়ে ছিল মাত্র ৬ টাকা। এটাই তাঁর আয়।     চাষির দুর্দশা তিনি বলেছেন, ২৬৫৭ কেজি পেঁয়াজ বেচে ২৯১৬ টাকা পেয়েছিলাম। তা থেকে পরিবহণের খরচ, শ্রমিকদের মজুরি সহ নানা খরচ মেটানোর পরে আমার কাছে পড়েছিল মাত্র

স্বামীই গলার নলি কেটে খুন করতে চেয়েছিল, কোমা থেকে ফিরে বয়ান গৃহবধূর

Image
‌সুস্থ হয়ে উঠবেন ভাবা যায়নি৷ তিন সপ্তাহ পর কোমা থেকে জেগে উঠে সেই মহিলাই অভিযোগ তুললেন তাঁর স্বামীর বিরুদ্ধে৷ আর জানালেন, তাঁকে আর তাঁর দুই সন্তানকে গলার নলি কেটে খুন করতে চেয়েছিলেন স্বামীই৷ চাঞ্চল্যকর এই বয়ানে শোরগোল পড়ে গিয়েছে। দিল্লির হাউজ রানি এলাকায় ঘটনাটি ঘটেছিল গত ১৭ নভেম্বর৷ পুলিস সূত্রে খবর, ওই দিন গলায় নলি কাটা অবস্থায় দুই সন্তান সহ–ওই গৃহবধূকে উদ্ধার করেছিল পুলিস৷ মহসিনা নামের ২৫ বছরের ওই মহিলা এবং তাঁর ১৮ মাসের শিশুপুত্র বেঁচে গেলেও মৃত্যু হয়েছে বছর তিনেকের শিশুকন্যার৷ গত তিন সপ্তাহ কোমায় ছিলেন মহসিনা৷ অবশেষে খানিকটা সুস্থ হয়েছেন তিনি৷ কোমা থেকে উঠে তিনি পুলিসকে জানান, গত ১৬ নভেম্বর রাতে তিনি এবং তাঁর দুই সন্তান ঘুমোচ্ছিলেন। এমন সময়ে রাত ১২টা নাগাদ তাঁর স্বামী শামিম বাড়ি ফেরে। ফিরেই তাঁকে মারধর করতে শুরু করে। ভোর চারটে পর্যন্ত মারধর চলে। মাঝে একবার মহসিনার শ্বশুর ও শাশুড়িও আসেন। তারপর সকাল সাতটা নাগাদ মহসিনা ঘুমোতে চেষ্টা করলে ফের তাঁর স্বামী শামিম এবং দেওর সালিম এসে তাঁর গলার নলি কাটতে চেষ্টা করে বলে অভিযোগ। মহসিনা বাধা দিতে গেলে প্রথমে তাঁর আঙুল ও পরে গলার নলি কেট

কার হাতে আসছে ক্ষমতা, পাঁচ রাজ্যের ভবিষ্যৎ এখন বন্দি ১ লক্ষ ৭৪ হাজার ভোট যন্ত্রে

Image
সারা দেশের সাড়ে আট হাজার নির্বাচনী প্রার্থীর ভাগ্য এখন নির্ভর করছে সারি সারি ভোট যন্ত্রের ওপর। কার ভাগ্যে শিকে ছিঁড়বে আর কার ভাগ্যে কিছুই জুটবে না, সব হিসেব লুকিয়ে রয়েছে  ১ লক্ষ ৭৪ হাজার ভোট যন্ত্রে। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। মঙ্গলবারই খুলে দেওয়া হবে ইভিএম যন্ত্র। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, মিজোরাম এবং তেলেঙ্গানার বিধানসভা ভোটের জন্য ব্যবহার করা হয়েছে এই বিপুল সংখ্যক ইভিএম যন্ত্র। সংখ্যাটা সবচেয়ে বেশি মধ্যপ্রদেশে। এখানে ২৯০৭ জন প্রার্থীর জন্য ব্যবহার করা হয়েছে ৬৫ হাজার ৩৬৭টি ভোট যন্ত্র। ভোট গ্রহণ হয়ে গেলে ইভিএম যন্ত্র চলে যায় স্ট্রংরুমে। প্রতি বিধানসভা কেন্দ্রের জন্য কতগুলো স্ট্রংরুম থাকবে, তা অবশ্য নির্দিষ্ট থাকে না। মোট ৬৭৯টি বিধানসভা আসনের জন্য পাঁচ রাজ্যে ভোট হওয়ার কথা ছিল। রাজস্থানে এক প্রার্থীর মৃত্যুতে ওই আসনে ভোট গ্রহণ স্থগিত ছিল। পাঁচ রাজ্যের মধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ে আবার ক্ষমতায় রয়েছে বিজেপি। সব মিলিয়ে পাঁচ রাজ্যের প্রত্যেকটিতেই বিজেপি কেমন ফল করে, তা দেখার বিষয়। বিধানসভা নির্বাচনের ফলাফল থেকে অনেকটাই আঁচ করা যাবে কী হতে চলেছে ২০১৯-এর আসন্ন লোকসভায়। ছত্তিসগ

ঋদ্ধিকে টপকে বিশ্বরেকর্ড পন্থের

Image
বিদেশের মাটিতে, তাও আবার অস্ট্রেলিয়াতে। কেমন পারফর্ম করবেন ঋষভ পন্থ! তিনি কি পারবেন ভারতীয় টেস্ট দলের এক নম্বর উইকেটকিপার ঋদ্ধিমান সাহার জায়গায় নিজেকে মানিয়ে নিতে? এহেন যাবতীয় সংশয়কে স্ট্রেইট ব্যাটে উড়িয়ে দিলেন পন্থ। রুরকির বছর একুশের ক্রিকেটার আবারও বুঝিয়ে দিলেন যে, ভবিষ্য়তে উইকেটের পিছনে দেশের জার্সিতে তিনিই রাজত্ব করতে চলেছেন। গত শনিবার অ্যাডিলেড টেস্টে মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসূরী হওয়ার প্রমাণ দিয়েছিলেন তিনি। ধোনির পর দ্বিতীয় ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে টেস্টের এক ইনিংসে ছ'টি ক্যাচ নিয়েছিলেন তিনি। ধোনির এই নজির ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। পন্থ করে দেখালেন অজিদের বিরুদ্ধে। সোমবার অর্থাৎ আজ পন্থ বিশ্বরেকর্ডে নিজের নাম খোদাই করে নিলেন। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ভারতীয় উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ তালুবন্দি করলেন তিনি। টিম ইন্ডিয়ার বঙ্গজ উইকেটকিপার ঋদ্ধিকেই টপকে গেলেন পন্থ। ভারতীয়দের মধ্যে উইকেটের পিছনে দাঁড়িয়ে এক টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির ছিল ঋদ্ধিরই। তিনি ১০টি ক্যাচ নিয়েছিলেন। ঋদ্ধি ছাড়াও টেস্টের এক ম্যাচে ১০টি করে উইকেট নিয়েছেন ইংল্যান্ড

মুখ্যমন্ত্রীর ছবি বিক্রির টাকার হিসাব জানতে সিবিআই জেরা সুব্রত বক্সীকে

Image
সুব্রত বক্সী। সারদা মামলায় এবার জেরা করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সীকে। সোমবার বেলা ১২টা নাগাদ তিনি সল্টলেকে সিবিআই দফতরে পৌঁছন। প্রায় তিন ঘণ্টা জেরা করা হয় তাঁকে। সিবিআই দফতর থেকে বেরিয়ে সুব্রত বলেন, "এ ভাবে সিবিআই দিয়ে তৃণমূলকে ভয় দেখানো যাবে না। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন আরও তীব্র হবে।" গত বৃহস্পতিবারই তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন এবং সুব্রত বক্সীকে তলব করে চিঠি পাঠায় সিবিআই। সেই সঙ্গে তলব করা হয়েছিল মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসে সচিবের পদে থাকা মানিক মজুমদারকেও। সিবিআই সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্রের তহবিল নিয়ে প্রশ্ন করার জন্যই এঁদের তলব করা হয়েছে।  সিবিআই আধিকারিকদের দাবি, প্রায় আট বছর আগে মুখ্যমন্ত্রীর আঁকা ছবির দু'টি প্রদর্শনী হয়েছিল। সেই ছবি শহরের অনেক বিশিষ্ট ব্যক্তি এবং শিল্পপতিরা কিনেছিলেন। সেই ছবি বিক্রির টাকা জমা পড়েছিল তৃণমূলের দলীয় মুখপত্রের তহবিলে। সিবিআই সূত্রের খবর, সেই সময় রোজভ্যালি এবং সারদা থেকে প্রায় তিরিশ লাখ টাকা ঢুকেছিল তৃণমূলের দলীয় মুখপত্রের অ্যাকাউন্টে। এ ছাড়া ছবি বিক্রি বাবদ আরও টাকা ঢ

নতুন প্রিপেড প্ল্যানে আনলিমিটেড কলের সাথে কী সুবিধা দিচ্ছে এয়ারটেল?

Image
প্রিপেড গ্রাহকদের জন্য নতুন প্ল্যান লঞ্চ করল এয়ারটেল। যে সব গ্রাহক কম ডাটা ও বেশি কল ব্যবহার করেন তাদের মন জিতবে এই প্ল্যান। ডাটা যখন আমাদের সারা দিনের সঙ্গী তখন ২৯৮ টাকায় আনলিমিটেড ভয়েস কলের নতুন প্রিপেড প্ল্যানের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। নতুন ২৯৮ টাকা প্ল্যানের বৈধতা ৪৮ দিন। সম্প্রতি টেলিকম টক ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে জানানো হয়েছে সারা ভারতের সব সার্কেলের গ্রাহকরা নতুন এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই প্ল্যানে ভয়েস কলিং এর কোন সীমা থাকবে না। অনলিমিউটেড ভয়েস কলের সাথেই ২৯৮ টাকা প্ল্যানে ১০০ টি টেক্সট মেসেজ আর 1GB ডাটা পাওয়া যাবে। যা বাজারে অন্যান্য প্ল্যানের তুলনায় নগন্ন। তবে শুধু এয়ারটেল নয়, সম্প্রতি একই ধরনের প্ল্যান লঞ্চ করেছে ভোডাফোন। ২৭৯ টাকা ভোডাফোন প্ল্যানে পাওয়া যাবে ৮৪ দিনের জন্য আনলইমিটেড কল, ১০০ টি টেক্সট মেসেজ আর 4GB ডাটা। আইডিয়া ২৯৫ টাকায় ৮২ দিনের জন্য দিচ্ছে আনলিমিটেড কল, ১০০ টি টেক্সট মেসেজ আর 5GB ডাটা। এছাড়াও সম্প্রতি ২৩ টাকার প্রিপেড প্ল্যান এনেছে এয়ারটেল। এয়ারটেল প্রিপেড গ্রাহকরা ২৩ টাকা রিচার্জে ২৮ দিন ভ্যালিডিটি পাবেন। তবে এই প্ল্যানে কোন

'পাকিস্তানকে এক ডলারও দেওয়া উচিত নয় আমেরিকার'

Image
'সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করেনি পাকিস্তান। অবিলম্বে তাদের অর্থ সাহায্য করা বন্ধ করুক আমেরিকা। পাকিস্তানকে একটা ডলারও আর দেওয়া উচিত নয়।' এই মন্তব্য রাষ্ট্রপুঞ্জে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির। অন্ধ ভাবে অর্থ সাহায্য চালিয়ে গেলে আদৌ পাকিস্তান কোনওদিন সন্ত্রাসের পথ থেকে সরে আসবে না বলে মার্কিন পত্রিকা 'দা অ্যাটলান্টিকে' মত প্রকাশ করেছেন তিনি।  বারবার সতর্ক করা সত্ত্বেও সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল এখনও পাকিস্তান। আমেরিকা তাদের কোটি কোটি ডলার সাহায্য করছে আর মার্কিন সেনাদের হত্যা করছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। এই তীব্র ভাষাতেই পাকিস্তানকে আক্রমণ করলেন নিকি হ্যালি। ৪৬ বছরের হ্যালি মার্কিন প্রেসিডেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে ক্যাবিনেট পোজিশনে নিয়োজিত প্রথম ইন্দো-আমেরিকান। তিনি বলেন, 'কাউকে বিপুল অর্থ সাহায্য করে তারপর তার কাছ থেকে ভালো কাজের আশা করা মূর্খামি। আগে তাকে বলতে হবে এইগুলো করো, তা করা হলে তবেই তাকে অর্থ সাহায্য করা উচিত।' কোন দেশের সঙ্গে আমেরিকা কূটনৈতিক সম্পর্ক রাখবে তা আরও একবার খতিয়ে দেখার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। চলতি বছরের শেষে

ক্রেতাদের জন্যে সুখবর: একগুচ্ছ সামগ্রীর দাম কমাতে পারে মোদী সরকার

Image
নয়াদিল্লিঃ  বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! আর তার আগে ভোটের কথা মাথায় বড়সড় সুখবর শোনাতে পারে মোদী সরকার। বিশেষ করে ক্রেতাদের জন্যে অবশ্যই এই সিদ্ধান্ত সুখবর হবে বলেই দিল্লির অন্দরে খবর। আগামী ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বাধীন জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে। সেখানেই এসি, টেলিভিশন, ডিশ ওয়াশার, ডিজিটাল ক্যামেরা প্রভৃতি পণ্যের কর হার ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হতে পারে। এমনটাই সূত্রের খবর। আর এই সিদ্ধান্ত কার্যকর হলে একগুচ্ছ ভোগ্যপণ্যের দাম সস্তা হতে পারে। উল্লেখ্য, এর আগে ফ্রিজ, ওয়াশিং মেশিন, বৈদ্যুতিক সরঞ্জাম, সুগন্ধী এবং বহু হস্তশিল্পের ক্ষেত্রে কর কমানো হয়েছিল। গত জুলাই মাসে এই কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার চলতি মাসেই দাম কমানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। অন্যদিকে যদিও সিমেন্ট, গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের মতো পণ্যের কর ২৮ শতাংশ থেকে কমানো হবে না। জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠকে নতুন পরোক্ষ কর ব্যবস্থায় সর্বোচ্চ করের হার ১৮ শতাংশ করার প্রস্তাবও আলোচনা হতে পারে। তবে, করের হার কমালে সরকারের রাজস্ব আদায় কমবে। চলতি অর্থবছ

ইট দিয়ে বাড়ি তৈরি নিষিদ্ধ করতে পারে কেন্দ্রীয় সরকার

Image
পোড়া মাটির ইট দিয়ে বাড়ি তৈরি নিষিদ্ধ করতে পারে কেন্দ্রীয় সরকার। দূষণ রুখতেই এমনটা ভাবা হচ্ছে বলে কেন্দ্রের তরফে খবর মিলেছে। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন দফতর সূত্রের খবর, পোড়া মাটির ইটের বদলে কী ব্যবহার করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করছে তারা।  কেন্দ্রীয় পূর্ত দফতরের কর্তারা জানাচ্ছেন, পোড়া মাটির ইট তৈরিরে ইটভাটায় প্রচুর কয়লা ব্যবহার হয়। যার জেরে দূষণ ছড়ায়। তাই দূষণ রোধে পোড়ামাটির ইট ব্যবহারে লাগাম টানা প্রয়োজন। সেক্ষেত্রে বিকল্প কী হতে পারে তা নিয়ে ভাবনাচিন্ত করছে দফতর। এব্যাপারে সংশ্লিষ্ট সমস্ত বিভাগের কর্তাদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদসংস্থাকে কেন্দ্রীয় পূর্ত দফতরের এক কর্তা জানিয়েছেন, বর্তমানে দূষণহীন ইট তৈরির বহু পদ্ধতি রয়েছে। বর্জ্য পদার্থ ব্যবহার করেও ইট তৈরি হচ্ছে। আমরা সেদিকে পদক্ষেপ করার চেষ্টা করছি। সেক্ষত্রে প্রথমে কেন্দ্রীয় প্রকল্পগুলিতে বন্ধ হবে পোড়া মাটির ইটের ব্যবহার। ইটভাটার দূষণ নিয়ে গত অক্টোবরেই দুশ্চিন্তা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। দূষণ কমাতে ভাটাগুলিকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছে আদালত। পশ্চিমবঙ্গেও অব

৩১ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাডিলেডে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের

Image
ঐতিহাসিক জয়ের পরে উল্লসিত ভারতীয় দল। অ্যাডিলেড টেস্টে পঞ্চম দিনে ঐতিহাসিক জয় পেল ভারত। রবিচন্দ্রন অশ্বিনের বলে প্যাভিলিয়নে ফেরত গেলেন হ্যাজেলউড। ৩১ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় ভারতের। পঞ্চম দিনের খেলার শুরুতেই গত ইনিংসে অজি দলের পক্ষে সর্বাধিক রান সংগ্রহকারী ট্রাভিস হেডকে দুর্দান্ত বাউন্সারে পরাস্ত করেন ইশান্ত শর্মা। গালিতে অজিঙ্ক রাহানের হাতে ধরা পরেন তিনি। আউট হওয়ার আগের তাঁর অবদান মাত্র ১৪। ভালই ব্যাটিং করছিলেন সাম্প্রতিককালে ফর্মে না থাকা শন মার্শ। কিন্তু ব্যক্তিগত ৬০ রানে যশপ্রীত বুমরার বলে উইকেটকিপার ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১৮৬/৬। অজি অধিনায়ক টিম পেইন ৪০ রানে ও প্যাট কামিন্স ৫ রানে ব্যাটিং করছিলেন। বিরতির পরে দ্বিতীয় ওভারেই বুমরা ফিরিয়ে দেন টিম পেইনকে। পুল করতে গিয়ে ঋষভ পন্থের হাতে ধরা পড়েন তিনি। ২৮ রান করে মহম্মদ শামির বলে সেই পন্থের হাতেই ক্যাচ দিয়ে আউট হন মিচেল স্টার্ক। প্রতিরোধ গড়ে তুলছিলেন কামিন্স। ২৮ রানের মাথায় তাঁকেও ফিরিয়ে দেন বুমরা।

আজ ডিএ মামলার শুনানি! কি সুখবর অপেক্ষা করছে রাজ্য সরকারি কর্মীদের জন্যে?

Image
কলকাতাঃ  ফের আইনি জটে রাজ্য সরকারি কর্মীদের ডিএ! ডিএ সংক্রান্ত মামলার রিভিউ পিটিশনের শুনানি হবে আজ সোমবার। এদিন দুপুরে বিচারপতি দেবাশিস করগুপ্তের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল অর্থাৎ স্যাটে ডিএ সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকার জানায়, তাদের ডিএ সংক্রান্ত ফাইল হারিয়ে গিয়েছে। একই সঙ্গে আরও কিছুটা সময় চেয়ে নেন রাজয সরকারের তরফে থাকা আইনজীবী। মূলত, এই সময়কে বর্ধিত করার জন্য রিভিউয়ের আবেদন জানিয়েছিল তারা। সেই মামলারই শুনানি হবে।   ডিএ সংক্রন্ত মামলায় রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে এই রিভিউ পিটিশন দাখিল করে রাজ্যের পক্ষের আইনজীবী। সেই মামলারই শুনানি হবে এদিন। উল্লেখ্য, গত অগস্ট মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে ঐতিহাসিক রায় দেয়। যেখানে আদালত জানায়, রাজ্য সরকারি কর্মীদের ডিএ পাওয়া অধিকার। একই সঙ্গে কলকাতা হাইকোর্ট নির্দেশে জানায়, রায়ের দুই মাসের মধ্যে ডিএ মামলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। মধ্যবর্তী পুজোর সময়ের ও অন্যান্য ছুটি ধরলে এই দুই মাসের সময়সীমা ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। হাইকোর্টের যে নির

পঞ্চাশ কেজি ৯০ টাকায়! মাইকে ঘোষণা করে চলছে আলুর ‘সেল’

Image
ডোমকল: পঞ্চাশ কেজি আলু মাত্র ৯০ টাকায়! ভাবা যায়! কিন্তু এমনই দরে বিক্রি হচ্ছে বস্তা ভরতি আলু। রানিনগরের পাড়ায় পাড়ায় রবিবার এই ছবিই ধরা পড়ল। কিন্তু কারণ কী? জানা গিয়েছে, অধিক লাভের আশায় অনেক ব্যবসায়ী মেয়াদের শেষের দিন পর্যন্ত কোল্ড স্টোরেজে আলু রেখেছিলেন। সেই মেয়াদ শেষ হয়েছে গত ৩০ নভেম্বর। তারপর পড়ে থাকা সব আলু বের করে দেওয়া হয়েছে কোল্ড স্টোরেজ থেকে। বাজারে এসে গিয়েছে নতুন আলুও। ফলে সেই 'বের করে দেওয়া' আলু লরি বোঝাই করে এখন গ্রামে গ্রামে ফেরি করা হচ্ছে। মাইক লাগিয়ে রীতিমতো 'সেল' চলছে মুর্শিদাবাদের ডোমকল মহকুমার বিভিন্ন গ্রামে। এই সব আলু আনা হয়েছে বর্ধমান এবং বীরভূম থেকে। রবিবার রানিনগরের কাতলামারি ও চর শিবনগরের দিকে ভাগ হয়ে দুটো পৃথক পৃথক আলু ভরতি ছ'চাকার লরি ঢুকেছে। বিক্রতাদের কথায়, ফেলে দেওয়ার থেকে যদি কিছু আসে তাই শেষ চেষ্টা। ক'দিন আগেও পুরাতন আলু বাজারে পাইকারি আট থেকে দশ টাকা, মানে এক বস্তা আলুর দাম চারশো থেকে সাড়ে চারশো টাকা ছিল। হঠাৎ দাম কমে যাওয়ার কারণ কী? উত্তরে ডোমকল কোল্ড  ষ্টোরেজের মালিক আবদুল আলিম বাপি জানান, "সরকারি নিয়মে ৩০ নভেম্বর

আজ ডিএ মামলার শুনানি! কি সুখবর অপেক্ষা করছে রাজ্য সরকারি কর্মীদের জন্যে?

Image
কলকাতাঃ  ফের আইনি জটে রাজ্য সরকারি কর্মীদের ডিএ! ডিএ সংক্রান্ত মামলার রিভিউ পিটিশনের শুনানি হবে আজ সোমবার। এদিন দুপুরে বিচারপতি দেবাশিস করগুপ্তের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল অর্থাৎ স্যাটে ডিএ সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকার জানায়, তাদের ডিএ সংক্রান্ত ফাইল হারিয়ে গিয়েছে। একই সঙ্গে আরও কিছুটা সময় চেয়ে নেন রাজয সরকারের তরফে থাকা আইনজীবী। মূলত, এই সময়কে বর্ধিত করার জন্য রিভিউয়ের আবেদন জানিয়েছিল তারা। সেই মামলারই শুনানি হবে। ডিএ সংক্রন্ত মামলায় রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে এই রিভিউ পিটিশন দাখিল করে রাজ্যের পক্ষের আইনজীবী। সেই মামলারই শুনানি হবে এদিন। উল্লেখ্য, গত অগস্ট মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে ঐতিহাসিক রায় দেয়। যেখানে আদালত জানায়, রাজ্য সরকারি কর্মীদের ডিএ পাওয়া অধিকার। একই সঙ্গে কলকাতা হাইকোর্ট নির্দেশে জানায়, রায়ের দুই মাসের মধ্যে ডিএ মামলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। মধ্যবর্তী পুজোর সময়ের ও অন্যান্য ছুটি ধরলে এই দুই মাসের সময়সীমা ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। হাইকোর্টের যে নির্দ

কর প্রদান সহজ করতে পদক্ষেপ! এবার আয়কর দফতরের ই-প্যান , কত দিনে, জেনে নিন

Image
ট্যাক্স রিটার্ন দাখিল সহজতর করতে বেশ কিছু পদক্ষেপ করেছে আয়কর বিভাগ। প্রযুক্তি এবং অটোমেশন ভিত্তিক পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করদাতারা খুব শীঘ্রই আমেদনের চারঘন্টার মধ্যে  প্যান কার্ড পেয়ে যাবেন। আগে থেকেই পূরণ করা ফর্ম ব্যবহার করে আয়কর রিটার্ন ফাইল করতে পারবেন করদাতারা। ই-প্যান আয়কর বিভাগ ই-প্যান ইস্যু করতে শুরু করবে। চার ঘন্টাতেই তা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন সিবিডিটির চেয়ারম্যান সুশীল চন্দ্র। এই কাজ করতে একবছর সময় লাগতে পারে।     ই-প্যান কার্ডে তথ্য ই-প্যান কার্ডে আবেদনকারীর নাম ছাড়াও থাকবে তাঁর জন্ম তারিখ। তাঁর বাবা-মায়ের নামও থাকবে। নম্বর উল্লেখ ছাড়াও একটি কিউআর কোডও থাকবে। যা থেকে কার্ড সংক্রান্ত তথ্য মিলবে। প্যানের নিয়মে পরিবর্তন প্যান কার্ডের নিয়মাবলীতে কিছু পরিবর্তন করা হয়েছে। ২.৫ লক্ষ টাকার বেশি মূল্যের লেনদেনের ক্ষেতে প্যানকার্ড বাধ্যতামূলক করা হয়েছে।     আয়কর রিটার্নের সংখ্যা বৃদ্ধি আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অ্যাসেসমেন্ট ইয়ার ২০১৮-১৯-এ তা এখনও পর্যন্ত ৬.০৮ কোটি বলে জানা গিয়ে

‌১৫ বছরের ছাত্রকে নিজের নগ্ন ছবি পাঠানোয় অভিযুক্ত মিস আমেরিকা

Image
যে স্কুলের তিনি পার্টটাইম শিক্ষিকা ছিলেন সেখানের প্রাক্তন কিশোর ছাত্রকে অশালীন ছবি পাঠানোয় অভিযুক্ত মিস আমেরিকা র‌্যামসে বিয়ার্সি। ঘটনাটি ঘটেছে আমেরিকার কেন্টাকিতে। র‌্যামসের বিরুদ্ধে অভিযোগ অ্যান্ড্রু জ্যাকসন মিডল স্কুলের সেই সময় ১৫ বছরের ওই ছাত্রকে নিজের বেশ কিছু নগ্ন ছবি স্ন্যাপচ্যাটের মাধ্যমে পাঠিয়েছিলেন। ছবিগুলি ছাত্রের বাবা, মা দেখতে পেয়ে স্কুল কর্তৃপক্ষকে জানান। তারপরই র‌্যামসের বিরুদ্ধে কানাওয়াহা কাউন্টি ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ দায়ের হয় এবং চার্জ গঠন হয়। আদালতে নিজের অপরাধ স্বীকারওকরে নেন র‌্যামসে। এরপরই স্থানীয় সময় গত শুক্রবার বিচারক র‌্যামসেকে বলেন, দোষী প্রমাণিত হলে তাঁর ২০ বছরের কারাদন্ড এবং ১০০০০০ মার্কিন ডলার জরিমানা  দিতে হবে। কানাওয়াহা কাউন্টি শেরিফের অফিস থেকে জানানো হয়েছে অভিযুক্ত  ১০০০০ মার্কিন ডলার জরিমানা দিয়ে পুলিস হেপাজত থেকে মুক্তি পান র‌্যামসে। নিজের সাফাইয়ে এখনও কিছু বলেননি বর্তমানে চার্লেস্টনের একটি মিডল স্কুলের বিজ্ঞান শিক্ষিকা র‌্যামসে। সাংবাদিকদের এড়িয়ে গিয়েছেন তাঁর আইনজীবীও। যে স্কুলে র‌্যামসে শিক্ষকতা করেন, সেখান থেকেও তাঁকে সাসপেন্ড করা হয়েছে। কানওয়

রং উঠে ছিঁড়ে যাচ্ছে নতুন নোট, ভোগান্তি বেড়েই চলেছে জনতার

Image
রং উঠে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে। কিছু দিনের মধ্যে ছিঁড়েও যাচ্ছে। ১০ থেকে শুরু করে ৫০, ২০০, ৫০০ কিংবা ২ হাজার— সব নতুন নোটেরই এক অবস্থা। ফলে মহা সমস্যায় সাধারণ মানুষ। বাধ্য হয়ে পুরনো ১০ থেকে ১০০ টাকার নোটেই তাঁরা ভরসা রাখছেন। কোথাও কারওর পকেটে রাখা ৫০ টাকার নতুন নীল নোট ঘামে ভিজে রাঙিয়ে দিচ্ছে পকেট। তো কারওর হাতের নতুন ২০০ টাকা নোট জল লেগে রং উঠে, কুঁচকে যাচ্ছে। দ্রুত ছিঁড়েও যাচ্ছে। সেই নোট অন্য কাউকে দিলে তিনি নিতে চাইছেন না। ব্যাঙ্কও নিতে চাইছে না। পুরনো ১০, ২০, ৫০, ১০০ টাকার নোট নিয়ে আরেক সমস্যা। বেশির ভাগই ছেঁড়া, ফাটা। কোনওটা সেলোটেপ দিয়ে আটকানো। বাজারে সবজি বিক্রেতা, মাছওয়ালাদের দিলে তাঁরা বদলে দিতে বলছেন। অথচ ব্যাঙ্কে গেলে এরকমই নোটের বান্ডিল দিচ্ছে। হাত বদল হয়েও এ ধরনের নোট সাধারণের কাছে আসছে। কেন এমন হচ্ছে?‌ অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজেন নাগর জানিয়েছেন, টাকা ছাপানোর পর উন্নত ড্রাইং মেশিনে সেটি শুকিয়ে নিতে হয়। কারেন্সি নোট ছাপা হয় অত্যাধুনিক যন্ত্রে। কোনও কারণে ছাপার কালির গুণগত মান কিংবা ছাপানোর পর ড্রাইং মেশিনে গোলমাল হলে এ সমস্যা হতে পারে। মুদ

কন্যাশ্রী কলম, পেনসিল থেকে জন্ম নেবে গাছ

Image
কলম, পেনসিল থেকে গজাবে গাছ। হবে ফুল, ফল। ইতিমধ্যেই বিশ্ববাজারে এসেছে অভিনব এই '‌কন্যাশ্রী কলম'‌। তৈরি করছেন পুরুলিয়ার পাড়া ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং কন্যাশ্রীরা। যা প্রশংসা কুড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও। বিশ্ববাংলা লোগো দিয়ে বিশ্ববাংলা স্টলে এই '‌কন্যাশ্রী কলম' বিক্রি করবে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ দপ্তর। বিশ্ববাজারে ছড়িয়ে দিতে  উদ্যোগী হয়েছে রাজ্য ‌‌‌‌সরকার। মাত্র পাঁচ টাকা দামের এই কলমের অভিনবত্ব হল, কালি শেষ হওয়ার পর রিফিল মাটি পুঁতে দিলেই গজিয়ে উঠবে গাছ। কিছুদিনের মধ্যে এই গাছ থেকে ফুল অথবা ফল পেয়ে যাবেন কলমের মালিক। আর এই অভিনবত্বই বিশ্ববাংলা স্টলে জায়গা করে দিয়েছে এই কলমকে। সম্প্রতি পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তখনই তিনি এই কলমের কথা জানতে পারেন। পরিবেশবান্ধব এই কলম গাছ দেখে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী এর নামকরণ করে বিশ্ববাংলা স্টলে জায়গা পাকা করে দেন। সরকারি দপ্তরগুলিতেও এই কলম ব্যবহার করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকের শেষে তিনি ও মুখ্য সচিব মলয় দে এই কলমের দুটি রিফিল মাটি

মাল্যের মামলার হেস্তনেস্ত কি আজ, লন্ডনে হবে চূড়ান্ত শুনানি

Image
বিজয় মাল্য। রাত পোহালেই ঋণখেলাপি বিজয় মাল্যের প্রত্যর্পণ মামলার চূড়ান্ত শুনানি লন্ডনে। মনে করা হচ্ছে, ওয়েস্টমিনস্টারে ম্যাজিস্ট্রেটের আদালতে আগামিকালই হয়তো একটা হেস্তনেস্ত হবে। নরেন্দ্র মোদী সরকার আশাবাদী, কালই হয়তো রায় দেবেন বিচারক এমা আর্থবানোট, এবং সেই রায় ভারত সরকারের পক্ষে যাবে। মাল্য, নীরব মোদী, মেহুল চোক্সীদের মতো ঋণখেলাপি ব্যবসায়ীদের দেশ ছেড়ে পালাতে সাহায্য করার অভিযোগে বিরোধীরা নিয়মিত কাঠগড়ায় তুলছেন মোদী সরকারকে। সম্প্রতি অগুস্তা চপার ঘুষ কাণ্ডের মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিশেলকে দুবাই থেকে ফিরিয়ে আনা সম্ভব হওয়ায় সেই ক্ষতে কিছুটা প্রলেপ পড়েছে। লন্ডনের আদালত মাল্যের প্রত্যর্পণের পক্ষে রায় দিলে তা লোকসভা ভোটের মুখে বাড়তি অক্সিজেন হবে বলে মনে করছে বিজেপি। তাই সিবিআই-ইডির একটি যৌথ দলকে ইতিমধ্যেই লন্ডন পাঠিয়ে দেওয়া হয়েছে। দলের নেতৃত্ব দিচ্ছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর এ সাই মনোহর। এই গোয়েন্দা-কর্তাই ক'দিন আগে দুবাই থেকে দিল্লি নিয়ে এসেছেন মিশেলকে। সম্প্রতি মাল্য জানিয়েছেন, সুদ বাদে ব্যাঙ্ক-ঋণের ১০০ শতাংশ টাকাই (প্রায় ৯০০০ কোটি) তিনি ফেরাতে তৈরি। টুইটারে তিনি লেখেন, '&#

চাদর-চাপা শিশুপুত্রের দেহ, ছাদ থেকে ঝাঁপ দিলেন মা

Image
ভরবিকেলে ভারী কিছু পড়ার শব্দে ছুটে এসে প্রতিবেশী। দেখলেন, পাড়ার মাঠে এক মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর চিৎকার শুনে অন্য বাসিন্দারা এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তার পর তাঁর বাড়ির ভিতরে ঢুকে দেখেন, একটি ঘরে আপাদমস্তক চাদর চাপা দিয়ে শুয়ে রয়েছে মহিলার শিশুপুত্র। চাদর সরাতেই দেখা গেল, শিশুটির দেহ নিথর। গলায় কালশিটে দাগ! পাশে বসা দিদিমা শুধু বললেন, ''ছেলেটাকেও মেরে দিয়েছে।'' রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দমদমের এম সি গার্ডেন রোডের ঘটনা। পুলিশ সূত্রের খবর, শিশুটির নাম আথান আব্রাহাম (৮)। মা পৌলমী সেনকে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে অবস্থার অবনতি হওয়ায় আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পৌলমীর মা মালবিকা সেন দক্ষিণ দমদম পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সিপিএম কাউন্সিলর। বাবা নেই, একমাত্র ভাই মার্কিন প্রবাসী। স্থানীয়দের একাংশের দাবি, পৌলমী বিবাহবিচ্ছিন্না। তবে পুলিশ এ ব্যাপারে নিশ্চিত নয়।  পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের মালবিকাদেবী জানিয়েছেন, তাঁর মেয়েই নাতিকে খুন করে তিনতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন।

ফেসবুক আসক্তি কাটানোর উপায় নিয়ে এল ফেসবুক

Image
সোশ্যাল মিডিয়া আসক্তি এই প্রজম্নের এক বড় সমস্যা। এই কারনে মানসিক রোগে ভুগছেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া আসক্তি সমাজে বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে। সেই সময় ফেসবুকের আসক্তি কাটাতে উদ্যোগী হল স্বয়ং ফেসবুক। জুন মাসে প্রথম এই ফিচার সামনে আসার কথা থাকলেও অবশেষে ডিসেম্বরে সামনে এল এই ফিচার। সম্প্রতি 'ইওর টাইম অন ফেসবুক' নামে একটি টুল লঞ্চ করেছে সোশ্যাল মিডিয়া জায়েন্ট। এই টুলের মাধ্যমে সারা দিনে মোট কত সময় ফেসবুকে কাটাচ্ছেন তা জানা যাবে। সারা জীবনে মোট কত সময় ফেসবুক করে নষ্ট করেছেন তার হিসাব পাওয়া যাবে নতুন এই টুল ব্যবহার করে। প্রত্যেক দিন ঠিক কত সময় ফেসবুক ব্যবহার করেছে বা সপ্তাহে মোট কত সময় বা দিনে গড়ে কত সময় ফেসবুকে ব্যবহার করেছেন তা জানা যাবে 'ইওর টাইম অন ফেসবুক' টুল ব্যবহার করে। এছাড়াও সারা দিনে কত সময় ফেসবুকে ব্যবহার করতে চান তা সেট করে রাখা যাবে। সেই সময় পেরিয়ে গেলে লগ আউট করার নোটিফিকেশান আসতে থাকবে ফেসবুকে। বিভিন্ন ডাক্তারদের সাথে আলোচনা করে এই টুল বানিয়েছে ফেসবুক। নতুন এই টুল গ্রাহককে ফেসবুক আসক্তি থেকে মিক্তির উপায় বাতলাবে। স্মার্টফোন ও ডেস্কটপে ক

স্নানের দৃশ্য পর্ন সাইটে, ১০০ মিলিয়নের মামলা করলেন মহিলা

Image
শিকাগো: বাথরুমে লুকনো ছিল ক্যামেরা। সেই ক্যামেরাতেই বন্দি হয়ে গিয়েচিল স্নানের দৃশ্য। আর সেই ফুটেজ আপলোড হয়ে যায় বিভিন্ন পর্ন সাইটে। এরপরই ভ্রমণ সংস্থার বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করলেন এক মহিলা। ২০১৫-র জুলাইতে নিউ ইয়র্কের অ্যালব্যানিতে ঘটেছিল সেই ঘটনা। বিলাসবহুল হোটেল চেন হিলটন ওয়ার্ল্ডওয়াইডের হ্যাম্পটন ইন অ্যান্ড স্যুটসে ঘটে। আইনের স্নাতক ওই মহিলা পরীক্ষা দিতে অ্যালব্যানি গিয়েছিলেন এবং ওই হোটেলে ছিলেন। নিজের রুমের শৌচাগারে তাঁর স্নানের দৃশ্য গোপন ক্যামেরায় তোলা হয় এবং সেগুলি তাঁর নাম সহ একাধিক পর্ন সাইটে আপলোড করে দেওয়া হয় বলে অভিযোগ। এবছর তাঁর মেলে সেইসব স্নানের ভিডিও, লিঙ্ক এবং নাম সহ ফুটেজটি পাঠান এক ব্যক্তি। তারপরই তিনি ঘটনাটি জানতে পারেন। মহিলার অভিযোগ, অভিযুক্ত পোস্টে নিজেকে মানসিক বিকারগ্রস্ত বলে উল্লেখ করে তাঁকে হুমকি ভরা মেল পাঠাতে থাকে। সে দাবি করে মহিলা সম্পর্কে সে সব কিছু জানে। তিনি হুমকিতে গুরুত্ব না দিলে তাঁর বন্ধু, সহকর্মী এবং আত্মীয়দের ভুয়ো মেল অ্যাড্রেস থেকে মহিলার নাম সহ স্নানের ফুটেজ পাঠিয়ে দেয় অভিযুক্ত। তারপর মহিলার কাছে অবিলম্বে ২০০০ মার্কিন ডলার এব

গ্রেফতার মোস্ট ওয়ান্টেড জঙ্গি রেয়াজ আহমেদ

Image
শ্রীনগর: গ্রেফতার করা হল মোস্ট ওয়ান্টেড জঙ্গি রেয়াজ আহমেদকে। রবিবার তাকে গ্রেফতার করে জম্মু কাশ্মীর পুলিশ। নানাবিধ অপরাধ্মূলক কাজের সঙ্গে যুক্ত ছিলে এই জঙ্গি নেতা রেয়াজ আহমেদ। জম্মু-কাশ্মীরের বিভিন্ন থানায় তার নামে অভিযোগ ছিল। এই সকল অভিযোগের মধ্যে খুন, অস্ত্র আইনের মামলা ছাড়াও ইউপিএ আইনেও মামলা ছিল। এই সবকিছুর সঙ্গে যুক্ত হয়েছিল জঙ্গিবাদ। জম্মু-কাশ্মীরের কিস্তুয়ায় জেলার বাসিন্দা হচ্ছে এই রেয়াজ আহমেদ। তার বিরুদ্ধে জঙ্গিবাদে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। কাশ্মীরের বহু সাধারণ যুবককে জঙ্গিবাদে উৎসাহ দেওয়া শুরু করেছিল রেয়াজ। জঙ্গি যুবক রেয়াজের আহ্বানে প্রভাবিত অনেকেই জঙ্গি দলে নাম লেখাতে শুরু করেছিল কিস্তুয়ায় জেলায়। এই খবর জানার পর থেকেই সক্রিয় হয় প্রশাসন। রেয়াজ দমনে ছকা হয় পরিকল্পনা। আর তাতেই এসেছে সাফল্য। রবিবার গ্রেফতার করা হয়েছে উঠতি জঙ্গি নেতা রেয়াজ আহমেদকে। দিন কয়েক আগে এই কিস্তুয়ার জেলা থেকেই আলি মহম্মদ নামের এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। তার থেকে চার কোটি টাকার মাদক উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেফতার করা হয় আরও দুই জনকে। ওই আলি মহম্মদ প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি ছিল। পাকিস্তানের মাটিতে তাকে

একগুচ্ছ পরিষেবা বন্ধের সিদ্ধান্ত এসবিআইয়ের! কতটা চাপ বাড়বে গ্রাহকদের?

Image
নয়াদিল্লি: ইতিমধ্যেই মোবাইল ওয়ালেট 'এসবিআই বাডি' পরিষেবা বন্ধ করেছে ভারতীয় স্টেট ব্যাংক৷ ব্যালেন্সশূন্য ওয়ালেটগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে৷ কিন্তু, যেসব 'এসবিআই বাডি' তে ব্যালেন্স রয়েছে সেগুলিকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ এসবিআই জানাচ্ছে, আগামী ৩০ নভেম্বর থেকে বন্ধ হচ্ছে 'এসবিআই বাডি' পরিষেবাটি৷ তবে, বন্ধের তালিকায় যুক্ত হল আরও কয়েকটি পরিষেবা৷ যেগুলি আগামী দুই মাসের (৬০ দিন) মধ্যেই সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ কিছুদিন আগে এটিএম ঘিরে ক্রমাগত বাড়ছিল প্রতারণার ঘটনা৷ আর, সেই বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখতেই ক্যাশ উইথড্রলের উপর নিষেদ্ধাজ্ঞা জারি করেছিল প্রথম সারির এই ভারতীয় ব্যাংক৷ এসবিআইয়ের এক আধিকারিক জানাচ্ছেন, সমস্ত এসবিআই এটিএম ট্রানজ্যকাশনকে বিশ্লেষণ করে দেখা গিয়েছে সাধারণ ট্রান্সজ্যকাশনগুলিতে উইথড্র করা হয়েছে দিনে সর্বাধিক ২০,০০০ টাকা৷ অন্যদিকে, প্রতারণা জনিত ট্রান্সজ্যাকশনগুলিতে টাকা তোলা হয়েছে ৪০,০০০ পর্যন্ত৷ টাকা তোলার এই নির্দেশিকাটির প্রভাব পড়ছে বহু এসবিআই গ্রাহকের উপর৷ ইন্টারনেট ব্যাংকিং পরিষেবাটি পাওয়ার জন্য নিজের মে

কাশ্মীরের রাজনৈতিক নেতারা বিচ্ছিন্নতাবাদীদের থেকেও ‘বিপজ্জনক’: জিতেন্দ্র সিং

Image
বিজেপি সমর্থন তুলে নেওয়ায় কাশ্মীরে মেহবুবা সরকার ভেঙে যায়। সেখানে নতুন সরকার গড়ার এখনও কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এর মধ্যেই রাজ্যের রাজনীতিবিদদের 'বিপজ্জনক' বলে বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। রবিবার মুখার্জি ভবনে এক সভায় জিতেন্দ্র সিং বলেন, 'কাশ্মীরে তথাকথিত রাজনীতিবিদরা রাজ্যের বিচ্ছিন্নতাবাদী নেতাদের থেকেও বিপজ্জনক। কারণ বিচ্ছিন্নতাবাদীদের নীতি বোঝা যায় কিন্তু উপত্যকার রাজনীতিবিদরা কখন কার দিকে ঢলবে তা বোঝা যায় না। পরিস্থিতি বদলে গেল তারাও বদলে যান।' অর্থাত্ এককথায় ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিদের দিকেই এদিন বন্দুক তাক করেন জিতেন্দ্র সিং। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে জিতেন্দ্র সিং বলেন, কাশ্মীরের নেতারা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলার ব্যাপারে 'সিলেকটিভ'। তারা উপত্যকায় কথায় কথায় নিরাপত্তা বাহিনীর দিতে আঙুল তোলে। কিন্তু সেনা সেখানে কিছু নিয়ম মানতে বাধ্য। কিন্তু যারা ওই অভিযোগ তোলে তারা একজন জঙ্গিকে জঙ্গি কখনও বলে না। তাদের মানবাধিকার লঙ্ঘনের কথা বলে না। মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গে জিতেন্দ্র আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনের কথা বলতে গেল তাতে র

‘চরিত্রহীন’ হিরে ব্যবসায়ী খুনে দীর্ঘ জেরা অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যকে

Image
বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য এবং হিরে ব্যবসায়ী রাজেশ্বর উদানী। 'চরিত্রহীন' হিরে ব্যবসায়ী। দাগি পুলিশ অফিসার। লাস্যময়ী অভিনেত্রী আর তাঁর 'দালাল' প্রেমিক। খুনের তদন্তে নেমে এমনই সব চরিত্রের সন্ধান পেয়েছে মুম্বই পুলিশ।  শুক্রবার পনভেলের জঙ্গলে উদ্ধার হয়েছিল হিরে ব্যবসায়ী রাজেশ্বর উদানীর পচাগলা দেহ। ঘাটকোপারের মহালক্ষ্মী সোসাইটির বাসিন্দা, ৫৭ বছর বয়সি রাজেশ্বর ২৮ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তার পরের দিন উদানীর ছেলে পন্থ নগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে জানা যায়, রহস্যের কেন্দ্রে আছেন বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। রাজেশ্বরের ফোনের কল ডিটেলসে দেখে গিয়েছে, মৃত্যুর আগে তিনি বেশ কয়েক বার দেবলীনা ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা প্রাক্তন বিজেপি নেতা সচিন পওয়ারের সঙ্গে কথা বলেছিলেন। ঘটনার পর থেকেই সচিন ও দেবলীনা মুম্বই ছাড়া। ৩ ডিসেম্বর গুয়াহাটি থেকে ইনস্টাগ্রামে ছবি আপলোড করছিলেন দেবলীনা। পুলিশ জানতে পারে, সচিনও গুয়াহাটিতে রয়েছেন। কাল মুম্বই পুলিশের একটি দল গুয়াহাটি থেকে দেবলীনা ও সচিনকে আটক করে মুম্বই নিয়ে আসে। পরে গ্রেফতার করা হয় সচিনকে। কাল কয়েক ঘণ্টা ধরে জেরা করা হয়েছ

কুয়াশাতেও তীব্র গতি, প্রাণ গেল সাউন্ড ইঞ্জিনিয়ার সহ দুই বন্ধুর

Image
অরিজিৎ রায়চৌধুরী এবং স্নেহাশিস দাস। শীতরাতের কুয়াশা। সেই সঙ্গে তীব্র গতি। এই দুইয়ের যোগফলেই গাড়িটা নয়ানজুলিতে ছিটকে প়ড়ে ঢুকে গেল কালভার্টের নীচে। প্রাণ গেল দুই যুবক বন্ধুর। লংড্রাইভে বেরিয়ে টাকি ঘুরে কলকাতায় ফিরছিলেন তাঁরা।  শনিবার রাত ১১টা নাগাদ মিনাখাঁর মালঞ্চ সেতু থেকে দ্রুত গতিতে নামার সময় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, এক যুবক ঘটনাস্থলেই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁর সঙ্গীকে রবিবার ভোরের দিকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান তিনি। মৃতদের নাম স্নেহাশিস দাস ও অরিজিৎ রায়চৌধুরী। নব নালন্দা স্কুলের প্রাক্তন সহপাঠী দুই যুবকেরই বয়স ৩১ বছর। অরিজিৎ নিউ টাউনে তথ্যপ্রযুক্তি কর্মী। স্নেহাশিস পেশায় সাউন্ড ইঞ্জিনিয়ার। রূপম ইসলামের ফসিলস ব্যান্ডের বিভিন্ন অনুষ্ঠানে শব্দপ্রযুক্তিও নিয়ন্ত্রণ করতেন তিনি। দু'জনে বেরিয়েছিলেন অরিজিতের বড় গাড়িতে। স্নেহাশিস গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বাসন্তী হাইওয়ের কয়েক গজ দূরে বিদ্যাধরী নদীর উপরে মালঞ্চ সেতু। কিছুটা ধনুকের মতো বাঁকা ঢাল বেয়ে নেমেছে সেতুটা। পুলিশের ধারণা, ঘন কুয়াশায় সম্ভবত সেতুর ঢাল ঠিকঠ