আরও সস্তা হল Poco F1, বিশ হাজারে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন


অগাস্ট মাসে ভারতে এসেছিল Poco F1। কম দামে ফ্ল্যাগশিপ চিপসেট দিয়ে গ্রাহকের মন জিতেছিল এই স্মার্টফোন। সম্প্রতি Xiaomi জানিয়েছে ইতিমধ্যেই তিন মাসে বিক্রি হয়েছে সাত লক্ষ Poco F1। একাধিক অফারে ইতিমধ্যেই ডিসকাউন্টে Poco F1 সুযোগ পেয়েছিলেন ভারতের গ্রাহকরা। গত সপ্তাহে ফ্লিপকার্ট সেলে এই ফোনে সাময়িকভাবে ৪,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলেছে। এবার Poco F1 এর তিনটি ভেরিয়েন্টের দাম পাকাপাকিভাবে কমালো চিনের কোম্পানি। Poco F1 এর তিনটি ভেরিয়েন্টের দাম ১,০০০ টাকা করে কমেছে।


Poco F-এর দাম
১,০০০ টাকা দাম কমে এখন ভারতে 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 এর দাম ১৯,৯৯৯ টাকা। 6GB RAM/128GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 এর দাম কমে হয়েছে ২২,৯৯৯ টাকা। আর 8GB RAM/256GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 এর নতুন দাম ২৭,৯৯৯ টাকা।


Poco F1 স্পেসিফিকেশান
Poco F1 ফোনে একটি ৬.১ ইঞ্চি FHD+ ডিসপ্লে ব্যবহার হয়েছে। ফোনটি প্লাস্টিক পলিকার্বোনেট দিয়ে বানানো হয়েছে। তবে হাই এন্ড 8GB RAM ভেরিয়েন্টে কেভলার ব্যাক ব্যবহার হয়েছে। যা অন্য মেটিলিয়ালের থেকে একটু বেশি মজবুত। Poco F1 ফোনে লিকুইড কুলিং ব্যবহার হয়েছে। কোম্পানি জানিয়েছে PUBG এর মতো গেম খেলার জন্য আদর্শ Poco F1।


Poco F1 ফোনের ভিতরে একটি Snapdragon 845 চিপসেট থাকবে। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB/128GB/256GB স্টোরেজ। ছবি তোলার জন্য Poco F1 এ একটি ডুয়াল ক্যামেরা থাকবে। এই ফোনের ডুয়াল ক্যামেরায় একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার ও একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Poco F1 এর সামনে থাকবে একটি ২০ মেগাপিক্সেল ক্যামেরা।

আপাতত কোম্পানির MIUI 9.6 সহ Poco F1লঞ্চ হলেও কোম্পানি জানিয়েছে শিঘ্রই এই ফোনে লেটেস্ট MIUI 10 আপডেট পৌঁছে যাবে। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি। ফোনের সাথে একটি 5V/2A চার্জার দেওয়া হবে।