Posts

Showing posts from December 4, 2018

ডিসেম্বরে পাঁচদিন বন্ধ থাকবে ব্যাংক, ভোগান্তির আশঙ্কা

Image
চলতি মাসে পাঁচদিন বন্ধ থাকবে সমস্ত ব্যাংক। ফলে বিপাকে পড়তে চলেছেন সাধারণ মানুষ।  জানা যাচ্ছে, আগামী ২১ ও ২৬ ডিসেম্বর দু'দিন দেশজুড়ে ব্যাংক ধর্মঘট পালিত হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির পাশাপাশি বন্ধ থাকবে সমস্ত বেসরকারি ব্যাংকগুলিও। কেন্দ্রের নির্দেশে রুগ্ন ব্যাংকগুলিকে অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে সংযুক্তিকরণের প্রক্রিয়া অনেক দিনই শুরু হয়েছে। সেই সংযুক্তিকরণের প্রতিবাদেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে খবর। ২১ ডিসেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে এআইবিওবি। এবং ২৬ ডিসেম্বর ধর্মঘট ডেকেছে ইএফবিইউ। ফলে ওই দু'দিন ব্যাংকের কোনওরকম কাজ হবে না। এদিকে ২২ ডিসেম্বর চতুর্থ শনিবার হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে। ২৩ ডিসেম্বর রবিবার। আবার ২৬ ডিসেম্বর ধর্মঘট ও ২৫ বড়দিনের ছুটি। ফলে মাঝে একদিন ২৪ তারিখ খোলা থাকবে ব্যাংক। অর্থাৎ মোট পাঁচদিন কোনও পরিষেবা পাবেন না সাধারণ মানুষ।  ২১, ২২, ২৩, ২৫  ও ২৬ তারিখ ব্যাংকের কোনও কাজ হবে না। ফলে চূড়ান্ত নাজেহাল হওয়ার জোগাড় গ্রাহকদের। তবে জানা যাচ্ছে, ব্যাংক বন্ধ থাকলেও ওই ধর্মঘটের দু'দিন এটিএম খোলা থাকবে। তবে ২১ তারিখ থেকে টানা তিনদিন ছুটি থাকায় বেশ সমস্যায় পড়তে হব

YouTube থেকে কামিয়েই ফোর্বসের ধনীতম সাতের খুদে

Image
চলতি বছর ইউটিউবের 'হাইয়েস্ট পেইড' তারকাকে আপনি চেনেন? নিশ্চয়ই বলবেন, 'চিনে কী হবে?' চিনবেন, কারণ এ বারের 'হাইয়েস্ট পেইড' ইউটিউব তারকার বয়স মোটে সাত! যে বয়সের অন্য ছেলেরা খেলনায় মজে থাকে বা স্মার্টফোনে বুঁদ হয়, সেই সাতেই সে কামাচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার। যদিও খেলনাকে জীবন থেকে পুরোপুরি বাদ দিতে পারেনি সে। বরং, খেলনাই তার চ্যানেলের উপজীব্য।  আসুন, রায়ানের সঙ্গে আলাপ করানো যাক। এই রায়ানই সেই সাত বছরের খুদে বালকটি। ২০১৮ সালের 'হাইয়েস্ট পেইড' ইউটিউব তারকা। যার ইউটিউব চ্যানেলের নাম Ryan ToysReview। খেলনার প্রতি আর পাঁচটা শিশুর মতোই আগ্রহ ছিল একটা সময়। খেলনা ঘাঁটতে ঘাঁটতেই ছোট্ট বয়সে সে হয়ে ওঠে এক্সপার্ট! খেলনা হাতে ধরে বিশেষজ্ঞের মতও দেয়। সে-ই বালকই এ বার ফোর্বসের বিচারে ধনীতম। আমেরিকার বিজনেস ম্যাগাজিন 'ফোর্বস' সদ্য 'হাইয়েস্ট পেইড' ইউটিউব তারকার এই তালিকাটি প্রকাশ করেছে। ফোর্বস জানাচ্ছে, রায়ান তার ইউটিউব চ্যানেল থেকে চলতি বছরে আয় করেছে ২২ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ১৫৪.৮৪ কোটি। গত বছর ধনীদের তালিকায় প্রথম দশের মধ্যে (আটে) থাকলেও বিগত কয়েক মাসের

আয়কর রিটার্ন বাড়ল একলাফে ৫০ শতাংশ! নোট বাতিলের সুফল ব্যাখ্যা সিবিডিটি-র

Image
এ বছর আয়কর রিটার্ন দাখিলে অভূতপূর্ব সাড়া মিলেছে। এই বিপুল পরিমাণ আয়কর ফাইল দাখিল হওয়ায় আয়কর রিটার্ন বেড়েছে ৫০ শতাংশ। ২০১৮-১৯ মূল্যায়ন বর্ষে আয়কর রিটার্ন বেড়ে হয়েছে ৬.০৮ কোটি টাকা। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের চেয়ারম্যান সুশীল চন্দ্র এই সাফল্যের কথা জানিয়েছেন। একইসঙ্গে তিনি জানান, এবার রেভিনিউ ডিপার্টমেন্ট ডিরেক্ট ট্যাক্স কলেকশনেও লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে। এবার ১১.৫ লক্ষ কোটি টাকা টার্গেট রাখা হয়েছিল। তা পরিপূর্ণ করেছে আয়কর দফতর। এই বৃদ্ধিকে নোট বাতিলের সাফল্য বলে ব্যাখ্যা করা হয়েছে আয়কর দফতরের পক্ষ থেকে। চেয়ারম্যান বলেছেন নোট বাতিলের জন্যই আমরা আয়কর রিটার্ন করতে পেরেছি ৬.০৮ কোটি টাকা। উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে মোদী সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দেয়। এরপর তা জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়। তারপর নতুন নোট বাজারে আনা হয়। ৫০০ টাকা ও ২০০০ টাকার নতুন নোট আসে বাজারে। ১০০০ টাকার নোট বিলুপ্ত হয়ে যায়। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের চেয়ারম্যানের ব্যাখ্যা, আমাদের গ্রস ডিরেক্ট ট্যাক্স গ্রোথ রেট ১৬.৫ শতাংশ ও নেট ডিরেক্ট ট্যাক্স গ্রোথ রেট ১৪.৫ শতাংশ। এই দু

সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে ৪ হাজারেরও বেশি ফৌজদারি মামলা!

Image
এ যেন মামলার পাহাড়! তাও আবার জনপ্রতিনিধিদের বিরুদ্ধে! তিন দশকেরও বেশি সময় ধরে দেশের সাংসদ-বিধায়কের বিরুদ্ধে ৪ হাজার ১২২টি ফৌজদারি মামলার এখনও নিষ্পত্তিই হয়নি! মঙ্গলবার সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলার শুনানি চলাকালীনই এই তথ্য সামনে এসেছে। যত দ্রুত সম্ভব রাজ্য এবং হাইকোর্টগুলো থেকে অসমাপ্ত ফৌজদারি মামলাগুলোর সমস্ত তথ্য চেয়েছেন বিচারপতি রঞ্জন গগৈ। যাতে প্রয়োজন অনুসারে স্পেশাল কোর্ট গঠন করে দ্রুত মামলার নিষ্পত্তি করা যায়। আইনজীবী এবং বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় ওই জনস্বার্থ মামলা করেছিলেন। তাঁর উদ্দেশ্য, অভিযুক্ত রাজনীতিবিদদের আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক অর্থাৎ তাঁরা যেন ভোটে লড়তে না পারেন আর নির্বাচিত অভিযুক্ত প্রতিনিধিদের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য স্পেশাল কোর্ট গঠন করা হোক। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি রঞ্জন গগৈর এজলাসে এই মামলাটি ওঠে। এই পরিমাণ অসমাপ্ত মামলার পাহাড় দেখে তখনই তিনি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। সমস্ত রাজ্য এবং হাইকোর্ট (যেখানে যেখানে এই মামলাগুলি চলছে) থেকে রিপোর্ট চেয়েছেন তিনি। অশ্বিনী উপাধ্যায়ের জনস্বার্থ মামলা সূত্রে জানা গিয়েছে, দেশের সাংসদ এবং বিধায়ক

রাজ্যে সিমেন্ট শিল্পে বিনিয়োগ ৩ হাজার কোটি, খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার

Image
একেরপর এক শিল্পক্ষেত্রে বড় বিনিয়োগ হচ্ছে রাজ্যে। শেল গ্যাস উৎপাদনে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা হয়েছে। এবার জানা গেল সিমেন্ট শিল্পে রাজ্যে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে। আইসিসি সংস্থার সিমেন্টিং ইন্ডিয়া সম্মেলনে রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্র বলেন, সিমেন্ট শিল্পে বিনিয়োগ ইতিমধ্যে ৫ হাজার কোটি টাকা ছাপিয়ে গিয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে তা ১০ হাজার কোটি টাকায় পৌঁছে যাবে। অমিত মিত্র জানিয়েছেন, ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার সময়ে রাজ্যে মাত্র পাঁচটি সিমেন্ট কোম্পানি ছিল। সবমিলিয়ে বছরে ৪.৮ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন হতো। আর এখন এরাজ্যে ১৬টি সিমেন্ট কোম্পানি কাজ করে। মোট ২২ মিলিয়ন টন সিমেন্ট তৈরি হয়। সম্প্রতি রাজ্যের তিনটি বড় সিমেন্ট উৎপাদনকারী সংস্থা এগিয়ে এসে বিনিয়োগের কথা জানিয়েছে। ২০২১ সালের মধ্যে আরও বেশি উৎপাদন করে তা ৩১ মিলিয়ন টনে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে। এই তিনটি সংস্থা হল জেএসডব্লিউ সিমেন্ট, ডালমিয়া সিমেন্ট ও স্টার সিমেন্ট। জেএসডব্লিউ সিমেন্ট শালবনিতে কারখানা বাড়াচ্ছে। স্টার সিমেন্ট জলপাইগুড়িতে কারখানা তৈরি করছে। তিনটি সংস্থা যথাক্রমে ১৫০০ কোটি, ১০০০ কোটি ও

খুন হওয়ার আগে বাগুইআটির অন্তরা ১০ দিনে এক পুরুষের সঙ্গে কথা বলেছেন ৯৭ বার!

Image
বাগুইআটিতে বধূর অস্বাভাবিক মৃত্যু  মামলায় জড়াল সুরজিত ছাড়াও  অন্য একজন পুরুষের নাম। মৃত্যুর আগে শেষ দশ দিনে তার সঙ্গে  নিহত গৃহবধূ  অন্তরা সরকারের ৯৭ বার ফোনে কথা হয়।  ২৮ তারিখ আটটা পর্যন্ত তাঁর সঙ্গে পঞ্চাশ মিনিট কথা বলেন  অন্তরা।  শেষ কলের পর ওই যুবককে অন্তরার ফোন থেকে ব্লক করে দেওয়া হয়। ওই যুবক অন্তরার প্রাক্তন সহকর্মী।  সুরজিত,  অন্তরা ও ওই যুবক তিনজনের একটি সফ্টওয়ারের ব্যবসা ছিল। বাগুইআটি  অস্বাভাবিক মৃত্যু মামলায় অন্যতম সাক্ষ্য প্রমাণ হয়ে উঠতে পারে সুরজিতের পাঞ্চিং কার্ড। জেরায় সুরজিত পুলিসকে জানায় ঘটনার দিন  তিনি অফিস গিয়েছিলেন। দাবির সপেক্ষে তিনি জানান, তিনি অফিসের  হাজিরা খাতায় সই করেছেন। এখানেই পুলিসের প্রশ্ন যেখানে এতদিন পাঞ্চিং করে অফিসে ঢুকতেন সুরজিত, সেখানে হাজিরা খাতায় সই কেন ? প্রশ্নে উত্তরে সুরজিতের জবাব পাঞ্চিং কার্ড হারিয়ে যাওয়াতেই সই। আর এটাই ভাবাচ্ছে পুলিসকে , সত্যিই কার্ড  হারিয়ে গেছে, না চালাকি করে কার্ড হারানোর গল্প তৈরি করা হচ্ছে। তাই সুরজিত কে নিয়ে পুলিশ তার অফিসে নিয়ে  গিয়ে ভেরিফিকেশন করবে । প্রসঙ্গত, সোমবারই বাগুইআটিকে অর্পিতা সরকার নামে এক গৃহবধূর অস্বাভা

সাতটা বিয়ে সম্ভব হল না, শ্রীঘরে গেলেন পাত্র

Image
ধৃত অভিজিৎ মণ্ডল ওরফে শেখ মুজিবুর রহমান। আগে চারটি বিয়ে হয়ে গিয়েছে। এই শীতের মরসুমে আরও তিন যুবতীর গলায় বিয়ের মালা পরানোর কথা ছিল! দিনক্ষণও পাকা। বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। সপ্তম বিয়ে করে 'রেকর্ড' গড়ে ফেলার মুখে ছিলেন। কিন্তু তার আগে দিঘায় পুলিশের জালে ধরা পড়লেন গুণধর পাত্র! ঠকবাজ এই পাত্রের গুণের শেষ ছিল না। যেমন স্বভাবে, তেমনই কাজে। ব্যবহারে অত্যন্ত বিনয়ী। মুখে সব সময় দেশভক্তির কথা। নিজেকে পেশায় সিআরপিএফ জওয়ান বলেও পরিচয় দিতেন। দেখে বোঝার উপায় নেই তিনি প্রতারক হতে পারেন। যেমনটা বুঝতে পারেননি ওই সাত যুবতীর পরিবার। ওই প্রতারকের নাম অভিজিৎ মণ্ডল ওরফে শেখ মুজিবুর রহমান। বিয়ে করে টাকা হাতানোর উদ্দেশ্যই ছিল তাঁর। কখনও হিন্দু নাম নিয়ে, কখনও আবার মুসলমান পরিচয়ে বিয়ে করেছেন আদতে বীরভূমের লাভপুরের ওই বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ইদানীং কলকাতার পাটুলিতে ভাড়া থাকতেন মুজিবুর। খবরের কাগজে বিয়ের জন্য বিজ্ঞাপন দিয়ে পাত্রীর পরিবারের সঙ্গে কথা বলতেন তিনি। প্রতিবারই বিজ্ঞাপনে আলাদা ঠিকানা এবং পরিচয় দিতেন প্রতারক। এ বছরের শুরুর দিকে একটি খবরের কাগজে বিজ্ঞাপন দেখে বেহালার এক পাত্রীর বাবা ফোনে মুজ

মার্কিন নিষেধাজ্ঞার জের, উপসাগরীয় অঞ্চল থেকে তেল রফতানি বন্ধের হুমকি ইরানের

Image
ফের অশান্তির ঘনঘটা পারস্য উপসাগরে। বাড়ল ইরান  আর আমেরিকার সংঘাতের তীব্রতা। ইরানের তেল রফতানি বন্ধ করতে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হলে ছেড়ে কথা বলবে না তেহরান।সেক্ষেত্রে পারস্য উপসাগরীয় এলাকা থেকে সমস্ত তেল রফতানি বন্ধ করে দেওয়া হবে বলেহুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইরানকে এক ঘরে করার মার্কিন কৌশল বহু গুণে বৃদ্ধি পেয়েছে। ইরান থেকে যাতে কোনও দেশ তেল না কেনে, সেই জন্য বিশ্ব জুড়েই তৎপরতা বাড়াচ্ছে আমেরিকা। আমেরিকার ঘোষিত লক্ষ্য, ইরান যাতে কোনও দেশকে এক বিন্দুও তেল রফতানি না করতে পারে। সেক্ষেত্রে বিশ্ব জুড়ে তেলের জন্য ইরানের উপর নির্ভরতা কমবে। পাশাপাশি, তেল নির্ভর এই দেশটির অর্থনীতিও ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল। সেই লক্ষ্যেই শুধু ইরান নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে যারা ইরান থেকে তেল কেনে, সেই সব দেশগুলির ওপরও চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। আমেরিকার এই চাপের মুখে এবার পাল্টা হুমকির রাস্তায় হাঁটল ইরান। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি যা বললেন, তার প্রভাব পড়বে পুরো উপসাগরীয় অঞ্চলেই। রৌহানির হুঁশিয়ারি, পারস্য উপসাগরে ইরানের তৈলবাহী জাহাজের

ধর্ষণে অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন, গ্রেপ্তার প্রতিবেশী

Image
পাঁশকুড়া : লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন। ঘটনাটি পাঁশকুড়া থানার বাড় বাহারপোতা গ্রামের। ৪ মাস পর ধর্ষণের কথা জানাজানি হয়। প্রতিবেশী এক দোকানদারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে নির্যাতিতার পরিবার। তার ভিত্তিতে অভিযুক্ত অশোক সামন্তকে (৫১) গ্রেপ্তার করে পাঁশকুড়া থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতা জন্ম থেকেই জড় বুদ্ধিসম্পন্ন। প্রায় রোজই এদিক-ওদিক ঘোরাঘুরি করে। বাড়ির টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য যাতায়াত ছিল অশোকের দোকানে। সেই সুযোগে নিজের দোকানে খাবারের লোভ দেখিয়ে প্রায় তাকে ধর্ষণ করা হত বলে অভিযোগ। এই ঘটনা এতদিন জানতে পারেনি কেউ। কিন্তু সম্প্রতি নির্যাতিতার শারীরিক পরিবর্তন নজরে পড়ে স্থানীয়দের। এলাকার একজন প্রায় জোর করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তাকে। সেখানেই স্বাস্থ্য পরীক্ষা করে জানা যায় যে যুবতি চার মাসের অন্তঃসত্ত্বা। এরপরই হইচই পড়ে যায় এলাকায়। ধৃত অশোক সামন্ত বিবাহিত। তার ছেলে ও দুই মেয়ে রয়েছে। দুই মেয়ে বিবাহিত। যদিও ধর্ষণের কথা অস্বীকার করেছে অশোক। নির্যাতিতার বাবা বলেন, "আমার মেয়েকে খুনের হুমকি দিয়ে দিনের প

অচল হচ্ছে এই সমস্ত ব্যাংকের CHEQUE! SBI থেকেএকাধিক ব্যাংকের গ্রাহকরা এখনই সতর্ক হন

Image
নয়াদিল্লি:  ১ লা জানুয়ারি থেকে চেকে রদবদল আনছে এসবিআই সহ বেশ কয়েকটি ব্যাংক। এবার থেকে গ্রাহকরা যে Non-CTS চেক ব্যবহার করেন তা আর ব্যবহারযোগ্য হবে না। নতুন বছর থেকেই Non-CTS চেকের কোনও আর কার্যকরী থাকছে না বলেই জানিয়েছে ব্যাংকগুলি। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ব্যাংক অফ বরোদা, পঞ্জাব ন্যাশানাল ব্যাংক। এই প্রত্যেকটি ব্যাংকের Non-CTS-এর চেকের কোনও কার্যকরীতা থাকবে না বলেই জানানো হয়েছে। যদিও এর মধ্যে এসবিআইয়ের তরফে জানানো হয়েছে যে আগামী ১২ ডিসেম্বর বেশ কিছু বিষয়ে রদবদল করা হবে। সেই সময় থেকেই এই চেকের কোনও আর কার্যকরীতা থাকবে না। যদিও তা পালটে নেওয়ার জন্যে প্রায় সপ্তাহখানেক সময় দেবে এসবিআই। ইতিমধ্যে গ্রাহকদের এই বিষয়ে সতর্ক করে ম্যাসেজ পাঠাচ্ছে এসবিআই। যত দ্রুত সম্ভব চেক বইগুলি পালটে নেওয়ার জন্যে বলা হচ্ছে। কারণ ১২ ডিসেম্বরের পর থেকে Non-CTS চেকে কোনও পেমেন্ট দেবে না এসবিআই। অন্যান্য ব্যাংকগুলিও ইতিমধ্যে তাদের গ্রাহকদের সতর্ক করে বিভিন্ন সময়ে ম্যাসেজ পাঠাচ্ছে। এমনকি ব্যাংকগুলির

পৃথিবীর নজরদারিতে এবার ভারতীয় উপগ্রহ

Image
ভূ–পর্যবেক্ষণের জন্য শক্তিশালী উপগ্রহ এইচওয়াইএসআইএস উৎক্ষেপণ করল ইসরো। পাশাপাশি পিএসএলভি–সি৪৩ রকেটে চাপিয়ে ৩০টি উপগ্রহও উৎক্ষেপণ করা হয়। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এই উৎক্ষেপণ করা হয়।‌ ৩৮০ কেজির এইচওয়াইএসআইএস হল উন্নতমানের উপগ্রহ, যা পৃথিবীর ওপর নজরদারি চালাবে।  ১১২ মিনিটের অভিযানে এইচওয়াইএসআইএস–কে সূর্যের সমান্তরাল মেরু কক্ষপথে বসিয়েছে পিএসএলভি–সি৪৩। পাশাপাশি ৮টি দেশের একটি মাইক্রো এবং ২৯টি ন্যানো উপগ্রহ মহাকাশে পাড়ি দিয়েছে। যাদের মিলিত ওজন ২৬১.‌১ কেজি। তার মধ্যে ২৩টি উপগ্রহ আমেরিকার। ভারতীয় রকেটে চেপে এই প্রথম মহাকাশে পাড়ি দিল অস্ট্রেলিয়া, কলম্বিয়া, মালয়েশিয়া এবং স্পেনের উপগ্রহ। এছাড়া কানাডা, ফিনল্যান্ড এবং নেদারল্যান্ডসের উপগ্রহও রয়েছে।

পাঁচ বছরে আটটি ডুবোজাহাজ, ভারত মহাসাগরে চিনের উপস্থিতিতে উদ্বেগ বাড়ছে দিল্লির

Image
ভারত মহাসাগরে বাড়ছে চিনের উপস্থিতি। পাকিস্তানে করিডরের কাজ প্রায় শেষ। এ বার মায়ানমারের বন্দর তৈরির পথে চিন। চতুর্দিক দিয়ে ভারতকে ঘিরে ফেলাই তাদের লক্ষ্য। তবে ভারত মহাসাগরেই সবচেয়ে বেশি সক্রিয় তারা। লাগাতার সেখানে ডুবোজাহাজ পাঠিয়ে চলেছে বেজিং। যার মধ্যে রয়েছে পরমাণু শক্তি চালিত আক্রমণকারী ডুবোজাহাজও। মাঝেমধ্যেই কলম্বো এবং করাচি হয়ে ভারতীয় জলসীমার কাছাকাছি এসে পড়ে সেগুলি। তাদের কর্মকাণ্ডে উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির। স্যাটেলাইটের মাধ্যমে পরিস্থিতির দিকে লাগাতার নজর রেখেছে ভারতীয় নৌবাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চালাচ্ছে উপকূল রক্ষীবাহিনীও। গত পাঁচ বছর ধরে ভারত মহাসাগরে এমন কর্মকাণ্ড চলছে বলে সম্প্রতি গোয়েন্দাদের একটি রিপোর্টে বলা হয়। সোমবার বিষয়টি সামনে এনেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। গোয়েন্দাদের ওই রিপোর্টের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা। তাতে বলা হয়েছে, ২০১৩ সাল থেকে এখনও পর্যন্ত ভারত মহাসাগরে ৮টি ডুবোজাহাজ পাঠিয়েছে চিন। যার মধ্যে পরমাণু শক্তিচালিত আক্রমণকারী ডুবোজাহাজও ছিল। কলম্বো এবং করাচি হয়ে ভারতীয় জলসীমার কাছে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে সেগুলিকে। এক একটি

৪০ কেজি গাঁজা সহ পাঁচজন গ্রেপ্তার

Image
বীরভূমের ঝাড়খণ্ড সীমান্তে ৪০ কেজি গাঁজা সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আজ সিউড়ি আদালতে তোলা হয়।  সোমবার সন্ধেয় বীরভূমের ঝাড়খণ্ড সীমান্তে নাকা তল্লাশি চলাকালীন কাঁকরতলা থানার পুলিস একটি টোটো থেকে প্রায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, কাঁকরতলা থানার পারসুন্ডি এলাকা ও বীরভূমে ঝাড়খণ্ডের সীমান্তে প্রায়ই এই ঘটনা ঘটে। তাই ওই এলাকায় প্রায়ই নাকা তল্লাশি চালানো হয়। সোমবার সন্ধেয় নাকা তল্লাশি চলাকালীন পাঁচজন  যুবক একটি টোটোতে করে প্রায় ৪০ কেজি গাঁজা সীমান্ত পার করার চেষ্টা করছিল। সেই সময় টোটো চালকসহ পাঁচজনকে হাতেনাতে ধরে ফেলে কাঁকরতলা থানার পুলিস। মঙ্গলবার ধৃতদের সিউড়ি আদালতে তোলা হয়। আদালত সূত্রে জানা গেছে ধৃতদের নাম মুন্না কুমার , চন্দন পান্ডে, শশী দোলুই, মহাদেব রুইদাস সহ টোটো চালক সুভাষ মণ্ডল।

‌৫০ পয়সা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ

Image
দাম শুনে চোখে জল আসারই অবস্থা। ৫০ টাকা নয়। ৫০ পয়সা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। দাম শুনে চমকে যাওয়ার মতই অবস্থা। এখন মনে করতেই পারেন আমরা তাহলে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে কেন কিনছি পেঁয়াজ। এখানে জানিয়ে রাখা জরুরি পেঁয়াজের এই দর আমাদের রাজ্যে নয় বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ভূপালে। সেখানকার নিমুচ সবজি বাজারে ৫০ পয়সা কেজি দরেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। প্রজাতির রকম ফেরে সেই দাম ওঠানামা করছে চার থেকে সাত টাকার মধ্যে। আর এই দামের পতনে চোখে জল এখন মধ্যপ্রদেশের পেঁয়াজ চাষীদের। এই রাজ্যেই দেশের সবথেকে বেশি পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে। প্রায় ৩০ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে এবার। গত পাঁচ বছর ধরে নাকি পেঁয়াজের আমদানি বিপুল পরিমাণে হচ্ছে রাজস্থান–মধ্যপ্রদেশের সীমানা শহর নিমুচে। সোমবার হঠাৎ করে ১০,০০০ বস্তা পেঁয়াজ এসে হাজির হয় এই নিমুচের সবজি বাজারে। তার জেরেই এক ধাক্কায় টাকা থেকে পয়সায় নেমে আসে পেঁয়াজের দাম। ২০১৭–তেও ব্যপক ফলন হয়েছিল পেঁয়াজের। সেকারণে সরকার চাষীদের কাছ থেকে ৮ টাকা কেজি দরে ৮ লাখ মেট্রিক টন পেঁয়াজ কিনেছিল। কিন্তু এবার সেরকম কোনও উদ্যোগ দেখতে পাচ্ছেন না চাষীরা। সেকারণেই আগে থেকে বাজারে ছেড়

চোলাইয়ে কড়া রাজ্য, এবার নজরদারির দায়িত্ব দেওয়া হল স্বনির্ভর গোষ্ঠীগুলিকেও

Image
চোলাই বিক্রি রুখতে এবার কড়া পদক্ষেপ রাজ্য সরকারকে। নজরদারি চালানোর  দায়িত্ব দেওয়া হল স্বনির্ভর গোষ্ঠীগুলিকে।  এবার থেকে প্রত্যেকে জেলার প্রত্যন্ত গ্রামগুলিতে চোলাই বিক্রির উপর নজর রাখবে সেই এলাকার স্বনির্ভর গোষ্ঠীগুলি। কোনও খবর পেলেই  আবগারি দফতরকে জানাবে তারা। এমনটাই খবর নবান্ন সূত্রে। সম্প্রতি  নদিয়ার শান্তিপুরে চোলাই মদে বিষক্রিয়ার ফলে নদিয়ার শান্তিপুরে বিষমদ কাণ্ডে ইতিমধ্যেই ১২ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ আরও ১৮ জন এখন হাসপাতালে ভর্তি। এর মধ্যেই পুলিসের জালে ধরা পড়ল চোলাই মদ কারবারের কিং পিন গণেশ হালদার। গত বৃহস্পতিবার রাতে তাকে শান্তিপুরের চৌধুরীপাড়া থেকে গ্রেফতার করে পুলিস। বিষমদ খেয়ে একের পর এক মৃত্যুর খবর আসার পরই তদন্তে নামে সিআইডি। সাসপেন্ড করা হয় এক ওসি, দুই সার্কেল ইন্সপেক্টর সহ আবগারি দফতরের এগারো কর্মীকে। ক্লোজ করা হল শান্তিপুর থানার ওসি সৌরভ চট্টোপাধ্যায়কে। তাঁর জায়গায় নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মুকুন্দ চক্রবর্তীকে। এরপর থেকেই নড়েচড়ে বসে পুলিস ও আবগারি দফতরের কর্মীরা। বিভিন্ন জেলায় চোলাইয়ের ঠেক ভাঙার অভিযান শুরু করে পুলিস।  কিন্তু অনেকক্ষেত্রেই দেখা যায়, প্রত্য

‘মার মার করে ওরা ছুটে আসছিল, প্রাণ বাঁচাতে স্যরকে ছেড়েই পালাই’

Image
1) আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়িতে। ইনসেটে সাব-ইনস্পেক্টরের গাড়ির চালক রাম আশরে। 2) নিহত সাব ইনস্পেক্টর সুবোধ কুমার সিংহ। বুলন্দশহরের স্যানা মহকুমা এলাকায় মাহু গ্রামের বাইরে জঙ্গল লাগোয়া মাঠটিও তখন জঙ্গল। মানুষের জঙ্গল। প্রতিটা মানুষের চোখ-মুখে আগুন ছুটছে। ক্ষিপ্ত-উন্মত্ত জনরোষের সামনে নিতান্ত অসহায় গুটিকয়েক পুলিশ অবরোধকারীদের শান্ত করার চেষ্টা করছে। আর ঠিক তখনই পিছনের আখ গাছের আড়াল থেকে ছুটে আসতে শুরু করল একটার পর একটা পাথর, ইট। ঘায়েল হলেন সাব-ইনস্পেক্টর সুবোধ কুমার সিংহ। তারপর? তারপরের ঘটনাটা আরও ভয়ানক। বলতে গিয়েও শিউরে উঠলেন পুলিশের গাড়ির চালক রাম আশরে। ওই সময় রামও ঘটনাস্থলেই ছিলেন। নিহত সাব-ইনস্পেক্টর সুবোধ কুমারকে গাড়ি চালিয়ে তিনিই ওই এলাকায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু ফিরতি পথে আর সাব-ইনস্পেক্টরকে বাঁচিয়ে ফেরাতে পারেননি। প্রাণে বাঁচতে ঘায়েল সাব-ইনস্পেক্টরকে গাড়িতে ফেলেই পালিয়ে গিয়েছিলেন বাধ্য হয়ে। পরে অবশ্য স্থানীয় কিছু লোকের সাহায্যে তিনিই গাড়ি চালিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যান। তবে মাথা ফুঁড়ে যাওয়া বুলেট থেকে আর রক্ষা পাননি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। প্রত্যক্ষদর্শী র

হোয়াটসঅ্যাপ অ্যানড্রয়েডে যোগ হল নতুন এই ফিচার

Image
অ্যানড্রয়েড ফোনের জন্য নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। 'কনসিকিউটিভ ভয়েস মেসেজ' নামে এই ফিচার ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে দেখা গিয়েছে। কনসিকিউটিভ ভয়েস মেসেজ ফিচার কীভাবে কাজ করবে? নতুন এই ভিচারে একসাথে একাধিক ভয়েস মেসেজ ডোনা যাবে। ঘরুন আপনার কোন বন্ধু আপনাকে একসাথে একধিক ভয়েস মেসেজ পাঠিয়েছেন। আগে এই ভয়েস মেসেজগুলি শুনতে প্রত্যেকটি ভয়েস মেসেজে আলাদা করে প্লে বাটনে ক্লিক করতে হগত। নতুন কনজিকিউটিভ ভয়েস মেসেজ ফিচারে একাধিক ভয়েস মেসেজ পাঠালে প্রথম টিতে প্লে বাটনে ক্লিক করলে পর পরে সবকটি ভয়েস মেসেজ শোনা যাবে। এছাড়াও ভয়েস নোট এলে ফোনে আলাদা টোন বাজবে। তবে আপাতত শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। আশা করা হচ্ছে শিঘ্রই আইওএসগ্রাহকরাও এই ফিচার ব্যবহার করতে পারবেন। এছাড়াও স্টিকার সার্চ করার জন্য অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। আপাতত শুধুমাত্র অ্যানড্রয়েড ভার্সানেই এই ফিচার দেখা গিয়েছে। গত মাসে অ্যানড্রয়েড ও আইওস গ্রাহকদের জন্য স্টিকার সাপোর্ট এক্সোগ করেছিল জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর

পুরনো স্মার্টফোন কিনলে ক্যাশব্যাক পাবেন জিও গ্রাহকরা

Image
এতদিন শুধুমাত্র নতুন 4G স্মার্টফোন কিনলে ক্যাশব্যাক অফার পেতেন জিও গ্রাহকরা। ভারতে বেশিরভাগ নতুন 4G VoLTE স্মার্টফোন কিনলে জিও গ্রাহকদের ২,২০০ টাকা ক্যাশব্যাক দেয়। ৫০ টাকার কুপনের আকারে এই ক্যাশব্যাক গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছায়। পরে রিচার্জ বা বিল পেমেন্টের সময় এই কুপন ব্যবহার করা যায়। মাই জিও অ্যাপে মাই কুপন বিভাগে এই কুপন পাওয়া যায়। এতদিন শুধুমাত্র নতুন স্মার্টফোন গ্রাহকদের ক্যাশব্যাক দিলেও এবার পুরনো স্মার্টফোন গ্রাহকদেরও ২,২০০ টাকা ক্যাশব্যাক দেবে জিও। জনপ্রিয় ক্লাসিফায়েড ওয়েবসাইট কুইকারের সাথে হাত মিলিয়ে এই অফার লঞ্চ করেছে মুকেশ আম্বানির কোম্পানি। জিও জানিয়েছে সব কুইকার অ্যাশিওরড 4G VoLTE স্মার্টফোন কিনলে জিও গ্রাহকরা ২,২০০ টাকা ক্যাশব্যাক পাবেন। ৫০ টাকার কুপনের আকারে এই ক্যাশব্যাক গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছাবে। পরে রিচার্জ বা বিল পেমেন্টের সময় এই কুপন ব্যবহার করা যাবে। মাই জিও অ্যাপে মাই কুপন বিভাগে এই কুপন পাওয়া যাবে। নতুন ও পুরনো দুই ধরনের জিও কানেকশানেই এই অফার কাজ করবে। কুইকার থেকে স্মার্টফোন কেনার পরে জিও সিম কার্ড সেই ফোনে ঢুকিয়ে ১৯৮ টাকা বা ২৯৯ টাকা রিচার্জ করতে হবে। এরপরে

ভারতের ‘উপহার’ ফিরিয়ে দিক মালদ্বীপ, কড়া হুঁশিয়ারি চিনের

Image
মালদ্বীপ নিয়ে সুর চড়াল চিন। ভারত বিরোধিতার সঙ্গে সঙ্গে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রকে দিল সরাসরি হুঁশিয়ারি। চিনা কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে হুঁশিয়ারির আড়ালে দেওয়া হয়েছে 'বন্ধুত্বপূর্ণ' পরামর্শও। বলা হয়েছে, "চিন আশা করে, মালদ্বীপ নিশ্চয়ই সুবিবেচকের মতো আচরণ করবে এবং নয়াদিল্লির দেওয়া অর্থহীন 'উপহার' প্রত্যাখ্যান করবে। ভারতের কাছ থেকে অর্থহীন উপহার যেন না নেয় মালদ্বীপ। কারণ ভারত ছলে বলে কৌশলে মালদ্বীপে সেনা মোতায়েন করতে চাইছে।" মালদ্বীপে অতি সম্প্রতি চিনের মদতপুষ্ট পুতুল সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। জয়ী হয়েছেন নয়া ভারতপন্থী প্রেসিডেন্ট। নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে রাজধানী মালেতে সাদর অভ্যর্থনা জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। চিনের প্রভাব খর্ব হয়েছে মালদ্বীপে। ভারত মহাসাগরের বুকে মালদ্বীপে বিশাল নৌঘাঁটি বানানোর যে স্বপ্ন ছিল চিনের তা আপাতত ধূলিসাৎ হয়ে গিয়েছে৷ ফলে পরিস্থিতি সামাল দিতে মরিয়া বেজিং প্রায় সরাসরি হুঁশিয়ারির রাস্তা নিল। এমনটাই মনে করছে কূটনৈতিক মহল। না হলে সরকার পরিচালিত চিনা কমিউনিস্ট পার্টির প্র

দিল্লির হোম থেকে নিখোঁজ ৯ নাবালিকা

Image
দিল্লি : দিল্লির দিলশাদ গার্ডেনের সংস্কার আশ্রম থেকে নিঁখোজ নয়জন নাবালিকা। শনিবার রাতে নাবালিকারা নিখোঁজ হয়ে যায়। রবিবার সকালে হোম কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। এখনও তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। গতকাল দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া হোমের কর্মকর্তাদের সাসপেন্ড করার নির্দেশ দেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ মেঘনা যাদব বলেন, ঘটনার তদন্ত চলছে। গতকাল দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল একটি চিঠি পাঠান মণীশবাবুকে। সেখানে লেখেন, "১ ডিসেম্বর রাতে দিলশাদ গার্ডেনের সংস্কার আশ্রম থেকে ন'জন নাবালিকা নিখোঁজ হয়েছে। হোম কর্তৃপক্ষ জানিয়েছে, কখন কীভাবে নাবালিকারা নিখোঁজ হয়েছে সে বিষয়ে তাদের কিছু জানা নেই। ২ ডিসেম্বর সকালে আবাসিকদের দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। ওই ন'জনকে দ্বারকার একটি হোম থেকে সংস্কার আশ্রমে এনে রাখা হয়েছিল।" চিঠির জবাবে সিসোদিয়া দিল্লির মুখ্য সচিব অংশু প্রসাদকে সংস্কার আশ্রমের সুপারিনটেনডেন্ট ও জেলা আধিকারিককে দ্রুত সাসপেন্ডের নির্দেশ দেন। তিনি মুখ্য সচিবকে লেখেন, "সংস্কার আশ্রম থেকে

এক কোটি দশ লাখ টাকার সোনার বিস্কুট সহ বনগাঁয় ধৃত পাচারকারী

Image
তিরিশটি সোনার বিস্কুট সহ এক পাচারকারিকে আটক করল শুল্ক দফতর | ধৃতের নাম সমীর হালদার | উত্তর ২৪ পরগনার বনগাঁয় আটক করা হয় ওই পাচারকারীকে। গোপন সূত্রে আগাম খবর ছিল শুল্ক দফতরের কাছে। তার ভিত্তিতেই সোমবার রাতে বনগাঁর জামতলা এলাকায় তল্লাশি অভিযান চালান শুল্ক দফতরের কর্মীরা। সেই সময়ই গুন গুনে ৩০টি সোনার বিস্কুট সহ পাচারাকারীকে আটক করা হয়। জানা গিয়েছে, ধৃত যুবক মোটর বাইকে করে পেট্রাপল সীমান্ত থেকে বনগাঁ আসছিল। ধৃতকে জেরা করে সোনা পাচার সংক্রান্ত বেশ কিছু তথ্য শুল্ক দফতরের হাতে এসেছে। ধৃত যুবককে জেরা করে জানা গিয়েছে, বাংলাদেশের মুন্না ভাই নামে এক ব্যক্তি তাকে ওই সোনার বিস্কুটগুলি দিয়েছিল। ওই বিস্কুটগুলি বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকায় আর ভাই নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল ওই যুবকের। শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ৩০টি সোনার বিস্কুটের মোট ওজন সাড়ে তিন কেজি। যার বাজার মূল্য প্রায় এক কোটি দশ লাখ টাকা |

দরজার ফাঁক দিয়ে গলে যেত কয়েক লক্ষ ডলার

Image
চিচিং ফাঁক: বিমানবন্দরের এই দরজার ফাঁক গলেই চলত পাচার। (ইনসেটে) উদ্ধার হওয়া ডলার। অভিনব উপায়ে বিমানবন্দরের কাচের দরজার ফাঁক দিয়ে ডলার পাচার করছিলেন তাঁরা। কলকাতা বিমানবন্দর থেকে। এমনই এক চক্রের তিন সদস্যকে রবিবার গ্রেফতার করেছে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। বাজেয়াপ্ত হয়েছে ৮০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৫৬ লক্ষ টাকা। ডিআরআই কর্তারা জানিয়েছেন, বিদেশ থেকে যে সোনা ও মাদক পাচার হয়ে ভারতে ঢুকছে, এই টাকা মূলত সেই সোনা ও মাদক বিক্রির। বেআইনি ভাবে এই টাকা বিদেশে পাঠিয়ে তা দিয়ে ফের চোরাই সোনা ও মাদক কিনে পাঠানো হচ্ছিল ভারতে। যাঁরা কলকাতা ছেড়ে ভারতের অভ্যন্তরে অন্য শহরে উড়ে যান, তাঁরা দেহ তল্লাশির শেষে বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীতে পৌঁছন। তার পরে আর তল্লাশি হয় না। সোজা বিমানে উঠে যান যাত্রীরা। একই ভাবে কলকাতা থেকে বিদেশে যাওয়ার যাত্রীরা তল্লাশি শেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রের নিরাপত্তা বেষ্টনীতে ঢোকেন। অভ্যন্তরীণ উড়ান আর আন্তর্জাতিক উড়ানের দুই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কাচের দরজা আটকানো থাকে একটি চেন ও তালা দিয়ে। ডিআরআই জানিয়েছে, গত কয়েক মাস ধরে প্রতি বার

অন্তঃসত্ত্বা স্ত্রীকে লাগাতার ‘ধর্ষণ’, স্বামীর বিরুদ্ধে থানায় মহিলা

Image
বিয়ের পরও অন্তঃসত্ত্বা স্ত্রীকে 'ধর্ষণ'। স্বামীর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুললেন স্ত্রী। দ্বারস্থ হলেন পুলিশ ও আদালতের৷ উত্তর কলকাতা লাগোয়া সিঁথির এক গৃহবধূর অভিযোগ, তাঁর সন্তানের ক্ষতি হতে পারে জেনেও জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন স্বামী। তিনি বাধা দিলে রীতিমতো তাঁকে ধর্ষণ করা হয়। এ ছাড়াও স্বামী নিজেকে ব্যাঙ্কের অফিসার বলেও ভুয়া পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ তাঁর। সিঁথি থানায় স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগও দায়ের করেছেন ওই মহিলা। পুলিশ জানিয়েছে, গত বছর অক্টোবর মাসে বিজ্ঞাপনের মাধ্যমেই হুগলির চুচুঁড়ার বাসিন্দা এক যুবকের সঙ্গে ওই যুবতীর পরিচয় হয়। নিজেকে একটি বেসরকারি ব্যাঙ্কের আধিকারিক বলে পরিচয় দেন ওই যুবক। পরিচয় হওয়ার কিছুদিনের মধ্যে যুবতীকে তাঁর কেষ্টপুরের ফ্ল্যাটে নিয়ে যান। অভিযোগ, সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। পরদিন দক্ষিণেশ্বর মন্দিরে নিয়ে গিয়ে তাঁকে বিয়ে করেন যুবক। কিছুদিনের মধ্যে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় ওই যুবক-যুবতীর। যুবতীর অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী তাঁর উপর অত্যাচার চালাতেন। প্রতিনিয়ত যা চলত, তাকে যৌন অত্যাচার ছাড়া অন্য কিছুই বল

অনলাইনে ব্যাঙ্ক প্রতারণা, ঝাড়খণ্ড পুলিশকে চিঠি দিল লালবাজার

Image
কলকাতা : জামতারা, দুমকা এবং রাঁচি। ব্যাঙ্ক প্রতারণায় যেন ভারতীয় রোমানিয়া বা নাইজেরিয়া। একসময় অনলাইন প্রতারণায় বিশ্ববাসীর কাছে ত্রাস হয়ে উঠেছিল নাইজেরিয়ান প্রতারকরা। কয়েকমাস আগেই রোমানিয়দের 'হাতযশের' সাক্ষী থেকেছে কলকাতা। তবে এখন কলকাতা পুলিশের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে ঝাড়খণ্ড। লালবাজার সূত্রে খবর, অনলাইনে ব্যাঙ্ক প্রতারণার বেশ কয়েকটি মামলায় যোগসূত্র রয়েছে ঝাড়খণ্ডের তিন জেলার। আর তাই কলকাতা পুলিশের পক্ষ থেকে ওই তিন জেলার পুলিশ সুপারকে পাঠানো হয়েছে চিঠি। সঙ্গে দেওয়া হয়েছে বিস্তারিত তথ্য। পুলিশ সূত্রে খবর, গত ৬ সেপ্টেম্বর গার্ডেনরিচ থানায় একটি মামলা দায়ের হয়। অভিযোগে বলা হয়, অভিষেক রাউত নামে একাদশ শ্রেণীর এক ছাত্রের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে ৮০ হাজার টাকা। এই প্রতারণার ধরনে খুব একটা নতুনত্ব ছিল না। ব্যাঙ্কের লোক সেজে ফোন করে ATM-এর তথ্য জেনে নেওয়া হয়। কিন্তু মামলার তদন্তে নেমে দেখা যায়, মোডাস অপারেন্ডিতে লাগানো হয়েছে প্রখর বুদ্ধি। পাকা জালিয়াত ছাড়া এভাবে গুটি সাজানো যেত না। ওই ছাত্রের টাকা ঢুকেছে ক্যানিং এবং সোনারপুর এলাকার দুই মহিলার paytm অ্যাকাউন

স্থগিতাদেশ প্রত্যাহার আদালতের, বাংলা বিষয়ে দ্রুত শিক্ষক নিয়োগের কথা জানালেন শিক্ষামন্ত্রী

Image
SSC-র বাংলা বিষয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার আদালতের। ফলে ১৩৭৮ জন শিক্ষক নিয়োগে আর কোও জটিলতা রইল না। স্বাগত জানিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, দ্রুত শিক্ষক নিয়োগের কাজ শুরু হবে।  বীরভূমের এক শারিরীক প্রতিবন্ধী প্রার্থীর মামলার প্রেক্ষিতে, বাংলা ভাষায় নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে আদালত স্থগিতাদেশ জারি করে। ফলে ঝুলে যায় তেরোশো আটাত্তর প্রার্থীর ভাগ্য। পাল্টা মামলা দায়ের করেন প্যানেলভুক্তরা। সেই মামলাতেই এদিন হাইকোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন। ফলে বাংলা ভাষায় নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে আর কোনও বাধা রইল না। স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী।  SSC-র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ:    ২০১৬- বিজ্ঞপ্তি জারি করা হয় ২০১৭- পরীক্ষা প্রক্রিয়া সম্পূর্ণ ২০১৮, মার্চ- প্যানেলভুক্ত তালিকা প্রকাশ ২০১৮ নিয়োগ প্রক্রিয়া শুরু ২০১৮, অগাস্ট- মামলা দায়ের করেন শারীরিক প্রতিবন্ধী প্রার্থী বীরভূমের নীতেশ মাজি ২০১৮- নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে আদালত ২০১৮- পাল্টা মামলা করেন প্যানেলভুক্ত ১৫ প্রার্থী প্যা

খড়দহে ট্রেনের ধাক্কায় মৃত্যু বাবার, মেয়ের দেহ রানাঘাট পর্যন্ত টেনে নিয়ে গেল ইঞ্জিন

Image
ছ' মাসের মেয়েকে কোলে নিয়ে যাওয়ার সময় খড়দহ স্টেশনের মুখে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। আর মেয়ের দেহ ট্রেনের ইঞ্জিনের তলায় আটকে গিয়ে রানাঘাট পর্যন্ত যাওয়ার পর উদ্ধার হল। দুর্ঘটনার পর লাইনের মাঝে বেশ কিছুক্ষণ ওই ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে থাকে। তার উপর দিয়ে একের পর এক ট্রেন চলে যায়। সোমবার সকালে এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল খড়দহ স্টেশন চত্বর। জিআরপি সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিশ্বরূপ দে (৪০)। তাঁর মেয়ের নাম ধৃতিস্মিতা দে। তাঁদের বাড়ি খড়দহের রহড়া মন্দিরপাড়া এলাকায়। শিয়ালদহের রেলপুলিস সুপার অশেষ বিশ্বাস বলেন, লাইন পার হতে গিয়ে নিছক দুর্ঘটনা, নাকি আত্মহত্যা, তা এখনও নিশ্চিত নয়। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পরই চালকের জানানো উচিত ছিল। সেটা করা হয়নি। পরে ট্রেনের চালক খবর দেওয়ার পর জিআরপি গিয়ে দেহ উদ্ধার করেছে। এদিন ঘটনাটি ঘটেছে সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ। খড়দহ স্টেশনে ঢোকার মুখে মেয়েকে কোলে নিয়ে বিশ্বরূপবাবু লাইন পেরিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় আপ গ্যালপিং লালগোলা প্যাসেঞ্জার কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। খড়দহ স্টেশনে স্টপ নেই বলে ট্রেনটি বেশ গতিতেই যাচ্ছিল। ট্

পাকিস্তান থেকে জঙ্গিদের টাকা ঢুকছে রাজ্যে

Image
পাকিস্তান থেকে রাজ্যের ৪৫টি অ্যাকাউন্টে জঙ্গিদের সাহায্যে ৫৪ কোটি টাকারও বেশি জমা হয়েছে। বিভিন্ন লোকের নামে অ্যাকাউন্ট খুলে সেখানে ওই টাকা জমা হয়েছে। এই চক্রের সাতজনকে গ্রেপ্তার করল হাওড়ার গোলাবাড়ি থানার পুলিস। ধৃতদের সকলেরই বাড়ি বিহারের সিওয়ান জেলায়। তারা হাওড়া স্টেশন, দমদম ও রাজাবাজার এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত। বিভিন্ন লোকজনকে কমিশনের মাধ্যমে তারা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলাত। তারপর তাদের এটিএম কার্ড ও পিন নম্বর তারাই নিয়ে নিত। এরপর ওই অ্যাকাউন্টগুলিতে প্রতিবারই ৫০ হাজার টাকার নীচে জমা পড়ত। সেই টাকা একজন নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হতো। কার হাতে টাকা দেওয়া হবে, তা পাকিস্তান থেকে ওই ‌এজেন্টদের কাছে হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট কোড দিয়ে জানিয়ে দেওয়া হতো। ওই কোড মিলিয়েই এজেন্টরা টাকা নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দিত। এভাবেই গত কয়েক মাস ধরে সক্রিয় ছিল ওই চক্র। কিছুদিন আগে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৬ লক্ষ ৩০ হাজার টাকার চেক জালিয়াতির ঘটনা ঘটে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ এ ব্যাপারে গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করে। তারপর এই ঘটনার তদন্তে নেমে পুলিস এই আন্তজার্ত

৩ দিনেই মিটল প্রায় আড়াই লাখ ট্র্যাফিক কেস, কোশাগারে এল ৯০ লাখ

Image
কলকাতা : অভাবনীয় সাড়া পেল কলকাতা পুলিশের নতুন প্রকল্প। মাত্র ৭২ ঘণ্টাতেই সরকারের কোশাগারে জমা হল ৯০ লাখ টাকা। বহুদিন ধরে পড়ে থাকা ট্র্যাফিকের ২.৩ লাখ কেস মিটে গেল এই সময়ে। বিষয়টি নিয়ে খুশি লালবাজার। আইনি জটিলতার প্রশ্নে অনেকেই মেটাননি কলকাতা পুলিশের ট্রাফিকের কেস। লালবাজার ট্রাফিক বিল্ডিংয়ের রেকর্ড বলছে ১৫-১৬ বছর আগের মামলাও পড়ে রয়েছে বহু। সেই সব কেসের ভার কমাতে এবং আইনি জটিলতা এড়াতে নতুন স্কিম এনেছে কলকাতা পুলিশ। পুরোনো কেস মেটাতে করা যাচ্ছে "ওয়ান টাইম সেটেলমেন্ট"। আর এই সেটেলমেন্টে পাওয়া যাচ্ছে বিপুল ছাড়। গত শুক্রবার লালবাজারে একথাই জানিয়ে ছিলেন পুলিশ কমিশনার রাজীব কুমার। তাতে যে এত বিপুল সাড়া পাওয়া যাবে ভাবেননি প্রায় কেউই। লালবাজারের পুলিশকর্তাদের আশা, আজকের মধ্যেই সরকারের কোশাগারে আসবে এক কোটিরও বেশি টাকা। কলকাতা পুলিশের তথ্য বলছে, ট্রাফিকের মামলাগুলো নিয়ে অনেক সময় সন্দিহান থাকেন সাধারণ মানুষজন। দেখা যায়, কোনও একটি মামলার ফাইন দিতে গিয়ে সামনে আসে আরও বেশকিছু মামলার হিসেব। জনতার উদাসীনতাতেই বহুদিনের পুরোনো অনেক মামলাও পড়ে রয়েছে। অনেকেই মামলার মীমাংসা

বেতন লাগবে না, বিনামূল্যে পড়াতে চান এই শিক্ষক

Image
কলকাতা: নভেম্বরেই সরকারি নিয়মমাফিক শিক্ষকতা থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন কাঁথি পণ্ডিত দিবাকর বেদান্ত পঞ্চানন রাষ্ট্রীয় সংস্কৃত মহাবিদ্যালয়ের একমাত্র শিক্ষক তথা ভারপ্রাপ্ত অধ্যাপক তুষারকান্তি পঞ্চ্যাধ্যায়ী৷ কিন্তু ছাত্রদের শেখানোর ইচ্ছেটা অবসর নেয়নি৷ পাশাপাশি একেবারেই চান না তার পর শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাক৷ তাই বিনা বেতনেই কলেজে সংস্কৃত শেখাতে চান তুষারকান্তি পঞ্চ্যাধ্যায়ী৷ ১৯৫০ সালে কাঁথিতে স্থাপিত হয়েছিল পণ্ডিত দিবাকর বেদান্ত পঞ্চানন রাষ্ট্রীয় সংস্কৃত মহাবিদ্যালয়৷ এরপরে কলেজটির ভবিষ্যৎ কী? তা নিয়ে চিন্তায় রয়েছেন ছাত্ররা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক তুষারকান্তি পঞ্চ্যাধ্যায়ী৷ কলেছের এক ছাত্র এবং কাঁথির বাসিন্দা কৌশিক পাল বলেন, ''আমরা কোনভাবেই চাই না যে কলেজ বন্ধ হোক৷ স্যার তুষারকান্তি পঞ্চ্যাধ্যায়ী অবসরের পরও বিনা বেতনে আমাদের পড়িয়ে যেতে ইচ্ছুক৷ আমরা সে কথা চিঠি লিখে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকেও জানিয়েছি৷ সরকারে পক্ষ থেকে সহযোগিতা পেলে প্রায় ৭০ বছরের পুরনো এই কলেজটি বন্ধ হওয়া থেকে বেঁচে যায়৷'' স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে তিনটি সংস্কৃত কলেজ স্থাপিত হয়৷

কাশ্মীরে সন্ত্রাসবাদের জাল ছড়াতে ব্যবহার হচ্ছে 'হানি ট্র্যাপ', চাঞ্চল্যকর তথ্য ফাঁস গোয়েন্দাদের

Image
পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি কাশ্মীরের যুবক সম্প্রদায়কে উসকিয়ে সন্ত্রাসবাদের পথে ঠেলে দিতে হানি ট্র্যাপের ব্যবহার করছে। এই হানি ট্র্যাপে ব্যবহার করা মেয়েদের দিয়ে অস্ত্র পাচার, জঙ্গিদের সীমান্ত পার করানো ইত্যাদি কাজ করানো হচ্ছে বলে গোয়েন্দাদের গোপন রিপোর্টে উঠে এসেছে। গোয়েন্দাদের হাতে গ্রেফতার হয়েছে সঈদ শাজিয়া নামে এক যুবতী। বছর ত্রিশের যুবতী বান্দিপোরার বাসিন্দা। দেখা গিয়েছে, তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বহু কাশ্মীরি যুবক ফলোয়ার হয়ে রয়েছে। এই ধরনের যুবতীদের টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে। আইপি অ্যাড্রেস ধরে তদন্ত করে গোয়েন্দারা জেনেছেন, শাজিয়া গত কয়েকমাসে বহু ছেলের সঙ্গে সোশ্যাল সাইটে কথা বলেছেন। তাদের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার বদলে কোনও একটি কাজ করতে বলেছেন। এই শাজিয়ার সঙ্গে পুলিশেরও কয়েকজনের যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে। জেরায় শাজিয়া জানিয়েছে, তার মতো আরও কয়েকজন মহিলা কাশ্মীর জুড়ে এই কাজ করছে। তাদের সকলের কাজ হল যুবকদের সন্ত্রাসবাদে উৎসাহিত করে মোহ দেখিয়ে এপথে ঠেলে আনা। শাজিয়ার গ্রেফতারির আগেই আশইয়া জান নামে বছর ২৮ এর যুবতীকে ২০টি গ্রেনেড সহ গ্রেফতার করা হয়। ত

মেসি-রোনাল্ডোর এক দশকের আধিপত্যের অবসান, ব্যালন ডি'অর জিতলেন লুকা মদ্রিচ

Image
লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এক দশকের আধিপত্যের অবসান। উয়েফার বর্ষসেরা, ফিফা-র দ্য বেস্ট পুরস্কারের পর এবার ব্যালন ডি'অরও জিতে নিলেন রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী ক্রোট তারকা লুকা মদ্রিচ। সোমবার প্যারিসে এক বর্নাঢ্য অনুষ্ঠানে ফরাসি পত্রিকা 'ফ্রান্স ফুটবল'-এর দেওয়া ব্যালন ডি'অর জিতে নিলেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার। গত দশ বছরে মেসি-রোনাল্ডোর হাতেই অদল-বদল হয়েছে এই পুরস্কার। কিন্তু এবার চিত্রপট বদলেছে। তাই তো এলএম টেন,সিআর সেভেনদের আধিপত্যের অবসান ঘটিয়ে উয়েফার বর্ষসেরা, ফিফা-র দ্য বেস্ট পুরস্কারজয়ী মদ্রিচই প্রত্যাশামতো জিতে নিলেন ব্যালন ডি'অর পুরস্কার। বিশ্বজুড়ে সাংবাদিকদের ভোটে সেরার সেরা নির্বাচিত হলেন লুকা (৭৫৩)। আর সেই ভোটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৪৭৬) এবং অ্যান্তোনিও গ্রিজম্যান(৪১৪), কিলিয়ান এমবাপেদের(৩৪৭) হারিয়ে ব্যালন ডি'অর-এর পাশেও নিজের নাম তুলে রাখলেন ক্রোট তারকা। গত মরশুমে টানা তৃতীয়বার রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পাশাপাশি, উয়েফা সুপার কাপ স্প্যানিশ সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ জেতেন ৩৩ বছর বয়সী মদ্রিচ। আর রাশিয়া বিশ্বকাপের

এক ইনিংসে ১৭টা ছয়, যুবরাজকে ছুঁয়ে দ্বিশতরান করলেন অনূর্ধ্ব ১৯ তারকা

Image
অনূর্ধ্ব ১৯ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ১৮ বছরের তরুণের বিস্ময় ব্যাটিং। এক ইনিংসেই ১৭ ছক্কা। ১১৫ বল খেলেই পৌঁছে গেলেন দ্বিশতরানে। এবিডি স্টাইলে ঝড় তুলে অজি মিডিয়ায় শোরগোল ফেলে দিলেন নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক অলিভার ডেভিস। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে নজরকাড়া পারফরম্যান্স করে ডেভিস ছুঁয়ে ফেললেন ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিংকেও। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই অনূর্ধ্ব ১৯ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এক ওভারে ৬টি ওভার বাউন্ডারি মেরে রেকর্ড বুকে নাম তুলেছিলেন যুবি। সেই একই নজির গড়ে অস্ট্রলিয়ার রেকর্ড বুকেও নাম তুলে রাখলেন ডেভিস। খেলা তখন ৪০ ওভারে। বিপক্ষ দলের স্পিনার জ্যাক জেমসের ওভারেই ছয় ছক্কার রেকর্ড গড়েন এই তরুণ তুর্কি। অতীতে ডেভিস অস্ট্রেলিয়ার  অনূর্ধ্ব ১৬ ও ১৯ জাতীয় দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। সেখানেও তিনি তাঁর জাত চিনিয়েছেন। দ্বিশতরান করার পর অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকট ডট কমে ডেভিস জানিয়েছেন, প্রতিযোগিতার শুরুটা এভাবে শুরু করতে পেরে তিনি আনন্দিত। কোনও বাধা ছাড়াই এভাবে অনায়াসে ওভার বাউন্ডারি মারতে পারায় তাঁর আরও ভাল লাগছে। আগামী ম্যাচগুলোতেও এমনই ইন

গাছ লাগালে ৯০ শতাংশ পর্যন্ত কর মকুব করা হবে: মেয়র

Image
মেয়র পদে তাঁর পূর্বসূরি শোভন চট্টোপাধ্যায় বেশ কিছু দিন পরিবেশমন্ত্রীও ছিলেন। নতুন মেয়র হয়ে ফিরহাদ হাকিম কলকাতার বায়ুদূষণকেই অগ্রাধিকার দিলেন। বুঝিয়ে দিলেন, এ কাজে প্রত্যাশিত সাফল্য মেলেনি। তাঁর বক্তব্য, ''কলকাতার বাতাসে দূষণ রোধ করতে আপ্রাণ চেষ্টা চালাব। শহরে নিজের (পড়ে থাকা খালি) জায়গায় কেউ গাছ লাগালে সেই সম্পত্তির মালিককে ৯০ শতাংশ পর্যন্ত কর মকুব করা হবে।'' তবে তার রূপরেখা কী হবে তা আগামী দিনে বিশদে জানানো হবে বলে জানান মেয়র। কলকাতাকে সবুজ করার লক্ষ্যে আরও পরিকল্পনা রয়েছে তাঁর। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় গত ৮ বছর ধরে মেয়র পদে থাকলেও তাঁর নিজের এলাকা বেহালার বেশ কয়েকটি এলাকায় জমা জলের সমস্যা নিয়ে বাসিন্দাদের ভোগান্তি কমেনি। নতুন মেয়রের মুখে বেহালায় জমা জলের সমস্যার সমাধানের কথাও উঠে আসে। বলেন, ''ওই এলাকায় নিকাশির হাল এমন কেন, তা দেখার উপরে জোর দেওয়া হবে।'' একই সঙ্গে তিনি জানান, যাদবপুর, টালিগঞ্জে পানীয় জলের সমস্যা নিয়ে বার বার অভিযোগ উঠছে। তার ব্যবস্থা করা হবে শীঘ্রই।  মেয়রের চেয়ারে বসার আগে ফিরহাদ হাকিম ডেকে নেন পরিবারের প্রিয় মানুষজনকে।

জলের জোগানে নাইজিরিয়ারও পিছনে ভারত

Image
ভূগর্ভে জলের ভাঁড়ার তো নাগাড়ে কমছেই। উপরন্তু মাটির তলায়-উপরে যেটুকু সঞ্চয় রয়েছে, তা-ও যাচ্ছে বিষিয়ে। সোমবার 'ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম' টুইটে একটি হিসেব প্রকাশ করে জানিয়েছে, ভারত তার ইতিহাসে সর্বাধিক জলসঙ্কটে ভুগছে। বিশ্বে পরিস্রুত জল থেকে বঞ্চিতদের অধিকাংশই ভারতীয়।  পরিবেশবিদদের হিসেবে, এ দেশে পরিস্রুত জল থেকে বঞ্চিত মানুষের সংখ্যা ১৬ কোটিরও বেশি! জলবিজ্ঞানী অরুণাভ মজুমদারের মতে, স্বাধীনতার সময় দেশের মানুষের গড়ে মাথাপিছু যে-পরিমাণ জল জুটত, এখন তার থেকে ১% কম জল জোটে। সমীক্ষা বলছে, জলের জোগানে ভারতের থেকে এগিয়ে আছে নাইজিরিয়া-ইথিয়োপিয়াও। পরিবেশবিদেরা বলছেন, মোদী সরকারের আমলে গ্রামাঞ্চলে মাথাপিছু দিনে ৪০ লিটার পরিস্রুত জল দেওয়ার জন্য জাতীয় গ্রামীণ পানীয় জল প্রকল্প চালু হয়েছিল। কিন্তু ২০১৭ সাল পর্যন্ত গ্রামের মাত্র ১৮% বাসিন্দাকে সেই প্রকল্পের সুবিধা দিতে পেরেছে সরকার।  এ দিন পোলান্ডে বিশ্বের জলবায়ু বদল নিয়ে আন্তর্জাতিক বৈঠক শুরু হয়েছে। বৈঠকের আলোচ্য-তালিকায় জলসঙ্কট না-থাকলেও জলবায়ু বদলের প্রভাব পড়বে জলের উপরেও। এ দিন ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের টুইটের উল্লেখ করে কেন্দ্রীয় ভূবিজ্ঞান ম