স্থগিতাদেশ প্রত্যাহার আদালতের, বাংলা বিষয়ে দ্রুত শিক্ষক নিয়োগের কথা জানালেন শিক্ষামন্ত্রী


SSC-র বাংলা বিষয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার আদালতের। ফলে ১৩৭৮ জন শিক্ষক নিয়োগে আর কোও জটিলতা রইল না। স্বাগত জানিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, দ্রুত শিক্ষক নিয়োগের কাজ শুরু হবে। 

বীরভূমের এক শারিরীক প্রতিবন্ধী প্রার্থীর মামলার প্রেক্ষিতে, বাংলা ভাষায় নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে আদালত স্থগিতাদেশ জারি করে। ফলে ঝুলে যায় তেরোশো আটাত্তর প্রার্থীর ভাগ্য। পাল্টা মামলা দায়ের করেন প্যানেলভুক্তরা। সেই মামলাতেই এদিন হাইকোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন। ফলে বাংলা ভাষায় নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে আর কোনও বাধা রইল না। স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 


SSC-র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ:   

২০১৬- বিজ্ঞপ্তি জারি করা হয়

২০১৭- পরীক্ষা প্রক্রিয়া সম্পূর্ণ

২০১৮, মার্চ- প্যানেলভুক্ত তালিকা প্রকাশ

২০১৮ নিয়োগ প্রক্রিয়া শুরু

২০১৮, অগাস্ট- মামলা দায়ের করেন শারীরিক প্রতিবন্ধী প্রার্থী বীরভূমের নীতেশ মাজি

২০১৮- নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে আদালত

২০১৮- পাল্টা মামলা করেন প্যানেলভুক্ত ১৫ প্রার্থী

প্যানেলভূক্ত মামলাকারীদের শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, শারীরিক প্রতিবন্ধীদের মামলা পৃথকভাবে চলতে থাকুক। যাঁরা শারীরিক প্রতিবন্ধী নন তাঁদের নিয়োগ দ্রুত হোক। ফলে তেরোশো আটাত্তর জন নিয়োগ প্রার্থীর ভাগ্য খুলে গেল স্বাভাবিকভাবেই।