Posts

Showing posts from December 15, 2018

পাকস্থলীতে ৪ কোটির কোকেন পুরে পাচারের চেষ্টা, গ্রেফতার মহিলা

Image
নয়াদিল্লিঃ পাকস্থলীতে ৪ কোটি টাকার কোকেন পুরে পাচার করার চেষ্টায় ছিল এক জামাইকান মহিলা। তার আগেই পুলিশের হাতে গ্রেফতার হয় সে। দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, প্রথমে ওই মহিলার ব্যাগপত্র তল্লাশি চালানো হয়। সেখানে কিছু না পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্সরে করেই পাকস্থলীতে ধরা পড়ে কোকেনের উপস্থিতি। সূত্রের খবর, সান পাওলো থেকে ওই মহিলা ভারতে আসে। তার পাকস্থলীর মধ্যে কলম্বিয়ান কোকেন ভরতি মোট ৭৪টি ক্যাপসুল পাওয়া গিয়েছে। সেখানে মোট ৯০০ গ্রাম কোকেন রয়েছে। এই ধরনের কোকেনের দামই বাজারে সবচেয়ে বেশি বলে জানিয়েছেন নারকোটিকস কনট্রোল ব্যুরোর অফিসাররা। সূত্র মারফত জানা গিয়েছে, দিল্লি ও তার আশপাশের অঞ্চলে বড়দিন ও নববর্ষে যে সব পার্টি হবে, সেখানেই এই বিপুল পরিমাণ মাদক পৌঁছে দেওয়ার কথা ছিল ওই মহিলার।

কানাডায় খনি থেকে মিলল বিরল হিরে

Image
ওটাওয়াঃ কানাডার একটি খনি থেকে পাওয়া গেল মুরগির ডিমের আকারের এবং মাপের একটি হিরে। উত্তর-পশ্চিম টেরিটরির দিয়াভিক খনিতে ৫৫২ ক্যারাটের হলুদ হিরেটি পাওয়া গিয়েছে। হিরেটি খনির থেকে বের করেছে ডমিনিয়ন ডায়মন্ড মাইনস অ্যান্ড রিও টিনটো গ্রুপ। উত্তর আমেরিকায় এখনও পর্যন্ত এর থেকে বড় মাপের হিরে পাওয়া যায়নি। ডমিনিয়ন ডায়মন্ড মাইনস অ্যান্ড রিও টিনটো গ্রুপের সিইও শ্যেন দুর্গিন জানিয়েছেন, এই হিরেটি গয়নায় ব্যবহারের যোগ্য। তবে এই হিরের দাম ঠিক কত হতে পারে তা নিয়ে এখনই কোনও মন্তব্য করেননি শ্যেন। এই শতকের সপ্তম বৃহত্‍ মাপের হিরে এটি। বিশ্বের ৩০টি সর্ববৃহত্‍ আকারের হিরের মধ্যে অন্যতম এই হলুদ হিরে। ১৯০৫ সালে এখনও পর্যন্ত সবচেয়ে বড় মাপের হিরেটি পাওয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়। ৩১০৬ ক্যারেটের কালিনান হিরেটি পরে বিভিন্ন গয়নায় ব্যবহার করা হয়েছিল। তারই মধ্যে দুটি-দ্য গ্রেট স্টার অফ আফ্রিকা এবং লেসার স্টার অফ আফ্রিকাটি লাগানো আছে ব্রিটেনের রানির মুকুটে।

চারদিনের পরিচয়, কিশোরীকে ফাঁকা বাড়িতে ধর্ষণ 'প্রেমিকের'

Image
রামপুরহাট : এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল তার প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের রামপুরহাটের। ওই যুবকের বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রামপুরহাটের দাদপুর গ্রামের বাসিন্দা ওই কিশোরী। সে ক্লাস টেনের ছাত্রী। অভিযুক্ত যুবকের বাড়ি বীরভূমের মাড়গ্রামে। পেশায় সে গাড়িচালক। চারদিন আগে মিসড কলের মাধ্যমে অভিযুক্ত যুবকের সঙ্গে পরিচয় হয় ওই কিশোরীর। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গতকাল নিজের বাড়ি নিয়ে গিয়ে ওই কিশোরীকে তার প্রেমিক ধর্ষণ করে বলে অভিযোগ। ওই কিশোরীর অভিযোগ, "চারদিন আগে মিসড কল থেকে ওর সঙ্গে আমার সম্পর্ক শুরু হয়। গতকাল একটি ফর্ম দেওয়ার কথা বলে ও আমাকে দেখা করতে বলে। রামপুরহাট হাইমাদ্রাসা স্কুলের সামনে আমরা দেখা করি। তখন ও আমাকে বলে আমায় বিয়ে করতে চায়। তাই ওর বাবা-মার সঙ্গে দেখা করাবে। ওর কথায় বিশ্বাস করে আমি মাড়গ্রামে যাই। সেখানে গিয়ে দেখি বাড়ি ফাঁকা। এরপর ও আমাকে ধর্ষণ করে।"  অভিযোগকারীর পরিবারের দাবি, পরিকল্পনা করে ধর্ষণ করেছে ওই যুবক। যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেপ্তার করা হোক। নির্যাতিতা কিশো

মিসড-কলে প্রেম! প্রেমিকের সঙ্গে ‘প্রথম দেখা’র দিনেই চরম খেসারত দিল কিশোরী

Image
মোবাইলে একটা মিসড কল এসেছিল। তা থেকেই প্রেম। নিত্যদিন মোবাইলেই চলত প্রেমালাপ। ফোনালাপ বেশ কিছুদূর গড়াতোই এবার ডাক এল প্রেমিকের। সেই ডাক পেয়েই ছুটে গিয়েছিল প্রেমিকা। কিন্তু অজানা, অচেনা, অপরিচিত যুবকের সঙ্গে দেখা করতে গিয়েই চরম মূল্য চোকাতে হল কিশোরীকে। যুবকের ফাঁদে পড়ে ধর্ষিতা হল কিশোরী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বীরভূমের রামপুরহাটে। রামপুরহাটেরই দাদাপুর গ্রামের বাসিন্দা কিশোরী। দিন কয়েক আগে তাঁর মোবাইলে একটি মিসড কল আসে। ওই মিসড কলের সূত্র ধরেই ফোনালাপ হয় এক যুবকের সঙ্গে। প্রথম ফোনালাপেই প্রেম। তারপরই আসে দেখা করার ডাক। আর প্রথম প্রেমের ডাক পেয়ে কিশোরীও ছুটে যায়। ওই যুবকের সঙ্গে দেখা করতে শুক্রবার রামপুরহাট হাই মাদ্রাসা স্কুলে গিয়েছিল কিশোরী। এরপর তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। নিয়ে যায় মারগ্রামে নিজের বাড়িতেও। সেখানেই ফাঁকা বাড়িতে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শনিবার এই ঘটনায় রামপুরহাট থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কিশোরী। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবক ঘটনার পর থেকেই পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযোগকারি

কলকাতায় ৪ লাখ টাকার জালনোট-সহ গোয়েন্দা জালে ৩ পাণ্ডা

Image
জাল নোট-সহ গ্রেফতার তিন পাচারকারী। ফের কলকাতা থেকে জালনোট উদ্ধার। শুক্রবার রাতে প্রায় চার লাখ টাকার জাল নোট-সহ তিনজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতদের নাম পরান মণ্ডল, মহেন্দ্র প্রসাদ এবং পাপ্পু প্রসাদ। পুলিশ সূত্রে খবর, গত কাল রাতে বিডন স্ট্রিট এবং যতীন্দ্রমোহন অ্যাভিনিউয়ের সংযোগস্থল থেকে তাদের পাকড়াও করেন গোয়েন্দারা। আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল, পাচার চক্রের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তিকে জালনোট দিতে আসবে তিন এজেন্ট। তাই সেখানে সাদা পোশাকে অপেক্ষা করছিলেন এসটিএফ-এর অফিসারেরা। রাত পৌনে ৯টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় মালদহের বাসিন্দা পরান। তার সঙ্গে ছিল বিহারের দুই ব্যক্তি পাপ্পু এবং মহেন্দ্র। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়াদু'হাজার টাকার জালনোটের গুণগতমান যথেষ্ট ভাল বলে দাবি করেছেন গোয়েন্দারা। আসল নোটের সঙ্গে ফারাক বোঝা সাধারণ মানুষের পক্ষে বোঝা প্রায় অসম্ভব বলেই জানিয়েছেন তাঁরা। কোথা থেকে তাঁর এই জালনোট আনা হয়েছিল, কোথায় পাচার করাহচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। কিছুদিন আগেই কলকাতা থেকে প্রচুর জালনোট উদ্ধার হয়। সেই চক্রের সঙ্গে এদের যোগ রয়েছে কিনা, তা-ও খতিয়ে

ফৌজদারি অপরাধ, ধর্ষণ, খুনে জড়িত রাজ্যের ৯৪ জন বিধায়ক

Image
ভোপাল: ছবিটা উদ্বেগের তো বটেই, আতঙ্কেরও৷ ২৩০ জন বিধায়কের মধ্যে যদি ৯৪ জনের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ থাকে, তবে আশঙ্কা হয় বইকী! এমনই পরিসংখ্যান দিচ্ছে মধ্যপ্রদেশের সদ্য নির্বাচিত বিধায়কদের ওপর করা এডিআর বা অ্যাসোসিয়েশান অফ ডেমোক্রেটিক রিফর্মসের একটি সমীক্ষা৷ ২৩০ জন বিধায়কের মধ্যে ৯৪ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি অপরাধ, খুন বা ধর্ষণের মত গুরুতর অপরাধ করার অভিযোগ৷ এখানেই শেষ নয়, সেই সমীক্ষা বলছে বিধায়কদের মধ্যে কোটিপতির সংখ্যা গত বিধানসভা নির্বাচনের তুলনায় প্রায় ১১ শতাংশ বেড়েছে৷ ২০১৩ সালে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কোটিপতি বিধায়কের সংখ্যা ছিল ১৬১ বা সত্তর শতাংশ৷ ২০১৮ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৮৭ বা প্রায় ৮১ শতাংশ৷ এই ১৮৭ জনের মধ্যে ৮৪ শতাংশই বিজেপি বিধায়ক৷ যার সংখ্যাটা দাঁড়িয়েছে ৯১৷ অন্যদিকে বাকি কোটিপতি বিধায়কদের মধ্যে ৭৯ শতাংশ (৯০ জন) কংগ্রেসের৷ ৫০ শতাংশ বিএসপির ও একজন বিধায়ক সপার বলে খবর৷ তবে পিছিয়ে নেই নির্দল প্রার্থীরাও৷ তাঁদের মধ্যে চারজন কোটিপতি বলে খবর৷ এবার আসি অপরাধের কথায়৷ ২৩০ জন সদ্য নির্বাচিত বিধায়কের মধ্যে ৯৪ জনের বিরুদ্ধেই অপরাধের খতিয়ান রয়ে

ভল্ট থেকে গায়েব ৮৪ লক্ষের কয়েন! ব্যাংকেই মাস্টারমাইন্ড ?

Image
ব্যাংক থেকে গায়েব হয়ে গেল ৮৪ লক্ষের কয়েন। শেষমেশ দীর্ঘ জেরায় উঠে এল এই ব্যাংক জালিয়াতির মাস্টারমাইন্ডের নাম। শুক্রবার দীর্ঘ জেরা করার পর ব্যাংকের আধিকারিককে গ্রেফতার করা হয়। শনিবার তাকে তোলা হয় আদালতে। নিজেদের হেফাজতে নিয়ে আরও জেরা করতে চাইছে পুলিশ। পূর্ব বর্ধমানের মেমারিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকেই মিলল কয়েন জালিয়াত-চক্র। পুলিশ জানিয়েছে, দীর্ঘ জেরায় ব্যাংকের অফিসার তারক জয়সওয়াল স্বীকার করে নিয়েছেন, তিনিই ব্যাংক থেকে গায়েব করেছেন ওই ৮৪ লক্ষ টাকার কয়েন। এখন ওই কয়েন কোথায় রেখেছেন, কাকে দিয়েছেন, তার হদিশ পেতে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃত ব্যাংক অফিসারের বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েনের হদিশ মেলেনি। তদন্তকারীরা মনে করছে, এর পিছনে রয়েছে চক্র। যে চক্রের মাধ্যমে ব্যাংক থেকে কয়েন পাচার হয়ে যেত। তা জানার জন্যই তারক জয়সওয়াল নামে ওই ব্যাংক অফিসারকে আরও জেরা প্রয়েজন বলে মনে করছে পুলিশ। পুলিশ মনে করছে একদিনে ওই বিপুল পরিমাণ কয়েন সরানো একপ্রকার অসম্ভব। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে প্রায় বছর খানেক ধরে অল্প অল্প করে সরানো হয়েছে কয়েন। বর্ধমান শহরের রাজবাটি শাখায় চাকরি নিয়ে আসেন তারক। তারপর বাদামতলায় স্ত্রীকে

দুর্ঘটনার পর ৪৮ ঘন্টা পার! খনিতে আটক শ্রমিকদের সন্ধানে তল্লাশি অভিযান জারি

Image
মেঘালয়ের অবৈধ কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযানে জোরদার করা হয়েছে। শুক্রবার ৩২০ ফুট গভীর অবৈধ 'রাত হলে' খনিতে আটকে পড়ে ১৩ জন শ্রমিক। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স, রাজ্যের ডিজাস্টার রেসপন্স টিম, সিভিল ডিফেন্সের কর্মী-সহ উদ্ধার কাজে হাত লাগিয়েছেন প্রায় ১০০ জন। উদ্ধারকারী দলের তরফে কয়লা খনি থেকে জল পাম্প করে বের করার কাজ চলছে। বৃহস্পতিবার খনিজ সম্পদে সমৃদ্ধ এই রাজ্যের পূর্ব জয়ন্তিয়া জেলার এই খনিতে জল ঢুকে যায়। খনিতে প্রায় ৭০ ফুটের মতো জয় দাঁড়িয়ে যায় বলে  স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এনডিআরএফ-এর উদ্ধারকারী এবং ডুবুরিরা খনির মধ্যে ঢুকে উদ্ধার কাজ শুরু করেছেন। কিন্তু খনির ভিতরে আলো না থাকা, কাদা জল উদ্ধারকারীদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খনির মধ্যের কোনও মানচিত্র না থাকাটাও উদ্ধারকারী দলের কাছে চড়া চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে খবর পুরনো এই খনিটিতে অবৈধ ভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে সপ্তাহখানের আগে। খনিগুলির নাম 'রাত হলে', কেননা স্থানীয়রা এই খনি খনন করে থাকেন। খুব সরু জায়গার মধ্যে দিয়ে শ্রমিক থেকে শুরু করে কয়লা ওঠানোর কাজ হয়ে থাকে। মু

১৯৯ টাকা ও ৩৯৯ টাকা প্রিপেড প্ল্যানে আরও বেশি সুবিধা দিচ্ছে ভোডাফোন

Image
টেলিকম দুনিয়ায় প্রতিযোগিতা চরমে। গ্রাহকদের অতিরিক্ত ডাটা ও অন্যন্য সুবাধা দিতে উঠে পড়ে লেগেছে সব টেলিকম অপারেটার। এবার গ্রাহকদের মন জয় করতে কোম্পানির দুটি নতুন প্ল্যান ঝেলে সাজালো ভোডাফোন। কোম্পানির ১৯৯ টাকা ও ৩৯৯ টাকায় আগের থেকে আরও বেশি সুবিধা দিতে শুরু করল ভারতের এক নম্বর টেলিকম কোম্পানি। ১৯৯ টাকা প্ল্যানে এবার গ্রাহকরা দিনে 1.5GB করে ডাটা পাবেন। এর সাথেই থাকছে আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কলের সুবিধা। ১৯৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। আগে এই প্ল্যানে দিনে 1.4GB ডাটা ব্যবহার করতে পারতেন গ্রাহকরা। ১৯৯ টাকা প্ল্যানের সাথেই ৩৯৯ টাকা প্ল্যানেও গ্রাহকদের আগের থেকে বেশি সুবিধা দিচ্ছে ভোডাফোন। আগে ৩৯৯ টাকায় ৭০ দিন ভ্যালিডিটি দিত ভোডাফোন। এবার একই প্ল্যানে ৮৪ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এর সাথেই থাকছে আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কল ও দিনে ১০০ টি SMS আর দিনে 1GB ডাটা ব্যবহারের সুযোগ। যদিও আগে এই প্ল্যানে দিনে 1.4GB ডাটা ব্যবহার করা যেত। তবে কোম্পানির অন্যান্য সব প্ল্যানের মতোই এই দুই আনলিমিটেড প্ল্যানেও ভয়েস কলে সীমাবদ্ধতা থাকছে। দুটি প্ল্যানেই দিনে সর্বোচ্চ ২৫০ মিনিট আর সপ্তাহে সর্বোচ্চ ১

প্রযুক্তি আঁতুরঘরে 'অস্পৃশ্যতা'! চাঞ্চল্য আইআইটি-মাদ্রাজ-এ

Image
হস্টেলের ছাত্রছাত্রীদের মধ্যে বিভাজন। বৈষম্য তৈরি অভিযোগ মাদ্রাজ আইআইটিতে। আমিষ এবং নিরামিষ ভোজীদের মধ্যে এই বিভাজন তৈরি করা হয়েছে বলে অভিযোগ। মেস হলে আমিষ এবং নিরামিষ ভোজী ছাত্রদের জন্য আলাদা প্রবেশপথ, আলাদা ধোয়ার জায়গা করে দেওয়া হয়েছে। ক্ষুব্ধ ছাত্ররা এই ঘটনাকে নতুন ধরনের পৃথকীকরণ বলে কটাক্ষ করেছেন। ঘটনাটিকে আধুনিক অস্পৃশ্যতা বলেও বর্ণনা করেছে ছাত্র একাংশ। বৃহস্পতিবার থেকে  হিমালয়া মেসে নতুন এই পদ্ধতি চালু করা হয়েছে। ছাত্রদের একাংশ আবার এর বিরুদ্ধে প্রতিবাদের সামিল হয়েছেন। আম্বেদকর স্টাডি সার্কেলের এক ছাত্রের অভিযোগ, মেসে পোস্টার দিয়ে ঢোকা-বেরনো কিংবা হাত ধোয়ার জায়গা আলাদা করে দেওয়া হয়েছে। নিরামিষ  এবং আমিষ ছাত্রছাত্রীদের মধ্যে বিভাজন রেখা টানা হয়েছে। একই মেসে নিরামিষ এবং আমিষ খাবার দেওয়া হলেও, একই টেবিলে বসে নিরামিষ এবং আমিষ খাওয়া যাবে না বলে নির্দেশিকা দেওয়া হয়েছে। হস্টেলের এক কর্মী জানিয়েছেন, নতুন সিস্টেম চালু করা হয় হস্টেল মনিটরিং কমিটির নির্দেশের জেরে। এই সময় ছুটি চলছে। শুধু মাত্র দুটি মেস চালু রয়েছে। এর আগে আলাদা নিরামিষ মেসের দাবি ওঠার পর ছাত্রছাত্রীদের মধ্যে ভোটের

প্রসাদ থেকে বিষক্রিয়া, কর্নাটকে মৃত ১১, অসুস্থ ৮২

Image
মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছিল। কিন্তু, তা খাওয়ার পরই অসুস্থবোধ করতে থাকেন অনেকে। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি ১১ জন ভক্তকে। শুক্রবার কর্নাটকের চামরাজনগর জেলার ওই ঘটনায়এখনও পর্যন্তচিকি়ৎসাধীন ৮২ জন। জেলা প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা সাহায্যের কথা ঘোষণা করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। চামরাজনগর জেলার পুলিশ সুপার ধর্মেন্দ্র কুমার মীনা জানিয়েছেন, শুক্রবার সকালে সুলিভাডি গ্রামের ওই ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে ওই মন্দিরের পরিচালন সমিতির দুই কর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের অনেকের দাবি, চালের তৈরি ওই প্রসাদ থেকে কেরোসিনের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। তবে অনেকেই তা অগ্রাহ্য করে খেয়ে নেন। এর পরই পেটে যন্ত্রণা শুরু হয়। অনেকেই বমি করতে থাকেন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেককে মহীশূরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনার পিছনে চক্রান্তের অভিযোগ করেছে জেলা প্

খারাপ আবহাওয়া, হ্যাভলকে আটকে ১২০০ বাঙালি পর্যটক

Image
খারাপ আবহাওয়ার জেরে আন্দামানের হ্যাভলক দ্বীপে আটকে পড়েছেন অন্তত ১২০০ বাঙালি পর্যটক৷ আটকে রয়েছেন অন্যান্য রাজ্যের পর্যটকরাও৷ ইতিমধ্যেই পর্যটকদের সঙ্গে যোগাযোগ করেছেন প্রশাসনের শীর্ষ কর্তারা৷ তাঁদের উদ্ধার করতে দুটি বড় জাহাজও রওনা দিয়েছে আন্দামানের উদ্দেশ্যে৷ তবে এমন খারাপ আবহাওয়া বজায় থাকলে ঠিক কবে ওই পর্যটকদের মূল ভূখণ্ডে ফিরিয়ে আনা সম্ভব হবে সেই বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে৷ ধীরে ধীরে তা শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে৷ এবং কয়েকদিনের মধ্যেই সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আছড়ে পড়তে পারে মূল ভূখণ্ডে৷ এই নিম্নচাপের ফলে আকাশ মূলত মেঘলা থাকছে৷ আশঙ্কা, এই পরিবেশে বিমান চলাচল করলে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে৷ সেকারণে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে আন্দামান ও মূল ভূখণ্ডের বিমান পরিষেবা৷ শুক্রবার থেকে যেমন কোনও বিমান আন্দামানের উদ্দেশ্যে যাচ্ছে না, তেমনই ওদিক থেকেও কোনও বিমান মূল ভূখণ্ডে আসছে না৷ জানা গিয়েছে, গত দু'দিনে বাতিল হয়েছে বহু বিমান৷ শনিবার আবহাওয়ার একটু উন্নত

জঙ্গি অভিযানে রক্তাক্ত কাশ্মীর, সেনার গুলিতে ৬ স্থানীয়র মৃত্যুতে উত্তাল উপত্যকা

Image
এখনও অব্যাহত তল্লাশি অভিযান। জঙ্গি অভিযানকে কেন্দ্র করে ফের রক্তাক্ত হল কাশ্মীর। সেনা অভিযানে তিন জঙ্গি নিহত হল। জঙ্গিদের পাল্টা হানায় মৃত্যু হল এক জওয়ানের। পরে একটি গোপন ডেরায় আশ্রয় নেওয়া সন্ত্রাসবাদীদের পক্ষ নিয়ে স্থানীয় বাসিন্দারা ইট-পাথর ছুড়তে শুরু করেন সেনা জওয়ানদের দিকে। তাতে জওয়ানরা গুলি চালালে ৬ জন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়। আহত হন ২০ জনেরও বেশি। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার খারপোরা সিরনু এলাকায়। গোটা এলাকা থমথম করছে। পরিস্থিতি যাতে আরও বেহাল না হয়ে পড়ে, তার জন্য প্রশাসনের তরফে সেখানকার ইন্টারনেট পরিষেবা বন্ধ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে। পুলওয়ামার খারপোরা সিরনু এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে শনিবার সকালে গোয়েন্দা সূত্রে খবর পায় নিরাপত্তা বাহিনী। সঙ্গে সঙ্গে ওই এলাকায় ছোটেন জওয়ানরা। এলাকায় জওয়ানদের দেখে আচমকা গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। তাতে তিন জঙ্গি নিহত হয়। সংঘর্ষে এক জওয়ানেরও মৃত্যু হয়। আহত হন আরও দু'জন। নিহত জঙ্গিদের মধ্যে ছিল জহুর আহমেদ ঠোকরও। এক সময় সেনার ১৭৩তম টেরিটোরিয়াল বাহিনীর

তিন বছরের শিশুকে নৃশংসভাবে খুন কাকিমার, ব্যাগে মিলল রক্তাক্ত দেহ

Image
পাণ্ডুয়ায় নারকীয় হত্যাকাণ্ড।  ব্যাগের মধ্যে উদ্ধার হল নিখোঁজ শিশুর নিথর দেহ।  শুক্রবার বাড়ির সামনে থেকেই  উধাও হয়ে গিয়েছিল শিশুটি। দিনভর খানাতল্লাসির পর পুলিসে অভিযোগ দায়ের করা হয়। রাতে কাকিমার আত্মীয়ের বাড়িতে ব্যাগের মধ্যে থেকে নিখোঁজ শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ১০ ঘণ্টা পর উদ্ধার হল নিখোঁজ শিশুর দেহ। শুক্রবার সকাল ৯টা নাগাদ পাণ্ডুয়া থানার রজোপাড়ায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় সাড়ে ৩ বছরের সাকিব। দীর্ঘক্ষণ খোঁজ করার পরেও কোনও হদিস মেলেনি তার। বাড়ির সামনে পুকুরেও জাল ফেলে খোঁজাখুঁজি করেন স্থানীয় বাসিন্দারা। এরপরই অভিযোগ জানানো হয় পাণ্ডুয়া থানায়। সন্ধের পর ডেলোগাছি গ্রামে শিশুটির কাকিমার আত্মীয়র বাড়ি থেকে ব্যাগে ভরা দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, সাকিবের কাকিমা কোহিনূর বিবি তাকে নিয়ে যায়। কিন্তু কেন খুন করা হল ৩ বছরের শিশুকে? কীভাবেই বা খুন করা হয় তাকে? পুলিসের কাছে সেই হাড়হিম তথ্য ফাঁস করেছে কোহিনূর বিবির-ই একরত্তি ছেলে। সে জানিয়েছে, তার সামনেই লাঠি দিয়ে সাকিবের মাথায় মারে মা। এরপর ব্যাগে ভরা হয় সাকিবের দেহ। এই ঘটনা কাউকে না বলার

গতি বাড়িয়ে অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে চলেছে শক্তিশালী সাইক্লোন

Image
শুক্রবারের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে একটি শক্তিশালী সাইক্লোন আছড়ে পড়তে চলেছে অন্ধ্র উপকূলে। অন্তত তেমনই ছবি ধরা পড়েছিল উপগ্রহচিত্রে। কিন্তু শনিবারই বদলে গেল সেই ছবি, বদলে গেল সব হিসাবও। গতি বাড়িয়ে দ্রুত অন্ধ্র উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন। আবহবিদরা জানাচ্ছেন, ১২ ঘণ্টার মধ্যেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে চলেছে শক্তিশালী সাইক্লোন। আপাতত নিম্নচাপটি চেন্নাই থেকে ৭৩০ কিলোমিটার এবং পূর্ব ও অন্ধ্রপ্রদেশ থেকে ৯৩০ কিলোমিটার দূরে পূর্ব ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয় যার প্রভাবে আপাতত থমকে রয়েছে শীত। এই সাইক্লোনের প্রভাবে মূলত গুন্টুর, নেল্লোর, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, প্রকাশম, কৃষ্ণা... অন্ধ্রপ্রদেশের এই ছ'টি উপকূলবর্তী জেলা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৭ ডিসেম্বরের মধ্যে অন্ধ্র উপকূলে ওঙ্গলে এবং কাকিনাড়ার মাঝামাঝি অঞ্চলে আছড়ে পড়বে সেই ঝড়। ইতিমধ্যেই রাজ্যের মত্সজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

পার‌্‌থে প্রথম ইনিংসের শুরুতেই ব্যাকফুটে টিম ইন্ডিয়া

Image
লাঞ্চের আগে শেষ ওভার। লাল টুকটুকে বলটা মিচেল স্টার্কের হাত থেকে বেরিয়ে পিচে পড়ার পর লেট সুইং করে নাড়িয়ে দিল মুরলী বিজয়ের স্টাম্প। স্কোরবোর্ডে ভারতের পাশে তখন ফুটে উঠল ৬-১। অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে ৩২০ রানে। হাত রয়েছে ৯ উইকেট। শনিবার পার্‌থের পিচে প্রথম ইনিংসের শুরুতেই ব্যাকফুটে বিরাট কোহালিরা। টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি ভাঙল মাত্র ৩.১ ওভারে। শূন্য রানে বিজয়ের আউট হওয়ায় ধরন দেখে আর চুপ করে থাকতে পারেননি সুনীল গাওস্কর। বলেই ফেললেন, "এ তো হাফ পুশ, হাফ ড্রাইভ! লাঞ্চের আগে এ ধরনের শট খেলা কেন?" যে বলে ডিফেন্স করা উচিত, সেই বলে ব্যাট চালাতে গিয়ে আউট হলেন বিজয়। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কও বললেন, "ড্রেসিং রুমে ফিরে নিজের উপর প্রচণ্ড রেগে যাবেন বিজয়।" তবে শুধু বিজয়কে বা দোষ দেওয়া কেন? বিজয়ের সঙ্গী কে এল রাহুলও বেশি ক্ষণ ক্রিজে টিকতে পারেননি। জশ হেজ্লউডের বলে মাত্র ২ রান করে তিনিও বিজয়ের পথ ধরলেন। গত কালের ২৭৭-৬ নিয়ে খেলতে নেমে ৩৮ রানের দামি ইনিংস খেললেন অজি অধিনায়ক টিম পেইন। লোয়ার অর্ডারে প্যাট কামিন্সও জুড়লেন ১৯ রান। ভারতীয় পেসারদের বিরুদ্ধে ৬৬ বল ধরে অটু

সঙ্কটের মুখে বাংলার হোমিওপ্যাথিক ওষুধ শিল্প

Image
কলকাতা: বর্তমানে অতিপরিচিত হোমিওপ্যাথিক ওষুধের অন্যতম উপাদান অ্যালকোহল নিয়ে শুরু হয়েছে সমস্যা। ভেষজ গাছ-গাছড়া, জল এবং রেকটিফায়েড স্পিরিট দিয়ে তৈরি হোমিওপ্যাথিক ওষুধের ৯৯ শতাংশ জুড়ে থাকে অ্যালকোহল। আর বহু জায়গাতেই তা পেতে দম বেরিয়ে যাচ্ছে। অনেক জায়গায় অ্যালকোহল না পাওয়ায় ওষুধ তৈরি বন্ধ হয়ে গিয়েছে—এমন অভিযোগে সরগরম এই ওষুধ শিল্প। সূত্রের খবর, রাজ্যে কমবেশি প্রায় ২০০ ছোট-মাঝারি-বড় হোমিওপ্যাথিক ওষুধ নির্মাতা সংস্থা আছে। মোট ব্যবসার অঙ্ক কমবেশি আড়াইশো কোটি টাকা। নির্মাতাদের একাংশের অভিযোগ, এভাবে চললে এই ওষুধ ব্যবসা রাজ্য থেকে পাততাড়ি গুটিয়ে উত্তরপ্রদেশ, রাজস্থান বা হিমাচলে পাড়ি দেবে। একেই জিএসটি'র পরিবর্তে বিক্রয় কর বাবদ ২০ শতাংশ বাড়তি খরচ তাঁদের গুনতে হচ্ছে। জিএসটি'র ইনপুট বেনিফিটও তাঁরা পাচ্ছেন না। অন্যদিকে, আবগারি দপ্তরের কর্মী-অফিসারদের একাংশের অসহযোগিতায় ওষুধের জন্য অ্যালকোহল সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। বারাকপুর মহকুমার বহু জায়গায় অ্যালকোহলের অভাবে ছোট-মাঝারি হোমিও ওষুধ কোম্পানিগুলিতে উৎপাদন প্রায় বন্ধ। বসে যাচ্ছেন বহু কর্মী। প্রসঙ্গত, আবগারি দপ্তর থেকে সরকারি ছাড়পত্র পেলে চাহিদা

ভুয়ো ডিগ্রি নিয়ে সিএমআরআইতে ডাক্তারি, ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ

Image
এমএস, এমসিএইচ। নামের পাশে জ্বলজ্বল করছে পেডিয়াট্রিক সার্জারির এমন ওজনদার ডিগ্রি। খুঁড়তে গিয়ে দেখা গেল বেবাক ভুয়ো। আর এমনই জালিয়াত চিকিৎসকের উপর শিশুরোগের মতো গুরুত্বপূর্ণ বিভাগের ভার দিয়েছিল কলকাতার এক প্রথম সারির বেসরকারি হাসপাতাল। শিশুমৃত্যুতে গাফিলতির একটি অভিযোগের ভিত্তিতে এবার আলিপুরের সেই সিএমআরআই হাসপাতালকে কাঠগড়ায় দাঁড় করাল স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। অযোগ্য চিকিৎসককে দিয়ে সদ্যোজাতর অস্ত্রোপচার করানোর জন্য ১০ লক্ষ টাকা জরিমানা করা হল সিএমআরআইকে। আগামী ১৫ দিনের মধ্যে ওই টাকা মৃত শিশুর বাবা আরসে আজমের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে 'ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন।' ঘটনার শুরু ২০১৭ এপ্রিলে। অন্তঃসত্ত্বা ফিরদৌস জাহান সিএমআরআই হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন। জন্মের চব্বিশ ঘণ্টা পরেও মলত্যাগ করতে পারছিল না সন্তান। হাসপাতালেরই পেডিয়াট্রিক সার্জন ডা. বিশ্বজিৎ ভাদুড়ির অধীনে ভরতি করা হয় শিশুটিকে। মাত্র চারমাসে একরত্তির উপর তিনটি অস্ত্রোপচার করে ওই ডাক্তার। তিনটি অস্ত্রোপচার বাবদ ৩ লক্ষ ৯৬ হাজার টাকা নিয়েছিল হাসপাতাল। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি। অ

কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি অর্থনীতির ক্ষতি করছে, দাবি রাজনের

Image
ভোটে জিততে অকৃপণভাবে কৃষকদের ঋণ মকুব করতে গিয়ে আদতে দেশের অর্থনীতিরই চরম ক্ষতি করা হচ্ছে। দেশের রাজনৈতিক দলগুলি নিজেদের আখের গোছাতে গিয়ে অর্থনীতির এগিয়ে যাওয়ার চাকায় লাগাম পরানোর চেষ্টা করছে। দরিদ্র হলেই যে এদেশে কৃষকরা ঋণ পান তা নয়। অভিজ্ঞতায় দেখা গিয়েছে, ঋণ পেতে গেলে উপরমহলে রীতিমতো যোগাযোগ থাকার দরকার হয়। শুক্রবার কৃষিঋণ মকুব নিয়ে এই মন্তব্য করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তাঁর মতামত নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন বলেও দাবি করেছেন রাজন। রাজন এদিন বলেছেন, "ভোটের মুখে জনপ্রিয়তার খাতিরে তড়িঘড়ি কৃষকদের ঋণ মকুব করার প্রতিশ্রুতি দেওয়া কখনওই উচিত নয়। যদিও রাজনৈতিক দলগুলি হামেশাই এই প্রতিশ্রুতি দিয়ে থাকে। এভাবে ঋণ মকুব নিয়ে নেতিবাচক রাজনীতি আখেরে দেশের অর্থনীতিকেই পিছিয়ে দেবে। বিষয়টি বিবেচনা করে দেখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছি।" কৃষিনির্ভর এই দেশে কৃষক সম্প্রদায়ের মন জিতে ভোটে বাজিমাত করতে আকছার কৃষিঋণ মকুবের প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকে। ছোট, বড়, মাঝারি প্রায় সব রাজনৈতিক দলই ঋণ মকুবের প্রতিশ্রুতি দেওয়াকে অভ্যাসে পরিণত করে ফেলেছে। সম্প্র

সোনারপুরে ব্যবসায়ীর গলাকাটা দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

Image
সাতসকালে এক ব্যবসায়ীর গলাকাট দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সোনারপুরে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কামালগাজি-বারুইপুর বাইপাস এলাকায়৷ শুক্রবার সন্ধে থেকেই নিখোঁজ ছিলেন তিনি৷ খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ সোনারপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ সোনারপুরের ধামাইতলার বাসিন্দা কমল বৈদ্য শুক্রবার সন্ধেয় বাড়ি থেকে বেরোন৷ এলাকার বিভিন্ন দোকানে হার্ডওয়ারের জিনিসপত্র সরবরাহ করতেন বছর পঁয়ত্রিশের কমল৷ স্ত্রীর থেকে ১৫ হাজার টাকা নিয়ে ওইদিন বাড়ি থেকে বেরোন তিনি৷ সন্ধে সাড়ে সাতটা নাগাদ শেষবার মায়ের সঙ্গে ফোনে কথা বলেন কমল৷ পরিজনদের দাবি, এরপর ফোন সুইচড অফ হয়ে যায় তাঁর৷ আর কোনওভাবেই কমলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি৷ রাতে বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি৷ শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে কামালগাজি-বারুইপুর বাইপাসের কাছে কমলের গলাকাটা দেহ দেখতে পান স্থানীয়রা৷ খবর দেওয়া হয় সোনারপুর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ দেহের পাশ থেকে টুপি, জুতো এবং একটি লাইটার উদ্ধার করা হয়েছে৷ দোকানে দোকানে হার্ডওয়ারের জিনিসপত্র সরবরাহের পাশাপাশি জমির দালালি

মন্দিরের বিষাক্ত প্রসাদে মৃত কমপক্ষে ১১!

Image
মন্দিরের বিষাক্ত প্রসাদ খেয়ে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে দক্ষিণের রাজ্য কর্ণাটকে। এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে ৮০ জন। চামারাজানাগর জেলার সুলাওয়াদি গ্রামে মন্দিরে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে সুলাওয়াদি গ্রামে কিচ্চুকাট্টি মারাম্মা মন্দিরের ঘটনা এটি। পুজোর অনুষ্ঠানে সেখানে হাজির হয়েছিলেন পূর্ণার্থীরা। চামারাজানাগরের পুলিশ সুপার ধর্মেন্দ্র কুমার মীনা জানিয়েছেন, মন্দিরে দেওয়া খাবারের জেরে ১১ জনের মৃত্যু হয়েছে। খাবারের নমুনা পাঠানো হয়েছে মাইসুরুর ফরেনসিক ল্যাবে। রাজ্য প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কমপক্ষে ৮০ জন ভর্তি রয়েছেন আশপাশের এলাকার বিভিন্ন হাসপাতালে। পূণ্যার্থীরা জানিয়েছেন, তাঁদেরকে টমেটো রাইস এবং গন্ধযুক্ত জল দেওয়া হয়েছিল মন্দিরে। তবে খাবার থেকে নোংরা গন্ধ বেরোচ্ছিল বলে জানিয়েছএন তাঁরা। যাঁরা  লাইনের সামনের দিকে ছিলেন তাঁরাই সেই বিষাক্ত খাবার খেয়েছিলেন বলে স্থানী সূত্রে খবর। কিছুক্ষণের মধ্যেই পূণ্যার্থীদের বমি শুরু হয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থল এবং হাসপাতালে যান প্রশাসনিক অধিকারিকরা। হাসপাতালে যান মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। মৃতের পরিবারকে ৫ ল

২০১৮ সালে গুগল, অ্যাপেল ও মাইক্রোসফটের সেরা হিট ও ফ্লপ

Image
টেক দুনিয়ায় সেরা তিনটি নাম গুগল, অ্যাপেল ও মাইক্রোসফট। প্রত্যেক বছরের মতো ২০১৮ সালেও এই তিন কোম্পানি একের পর এক প্রোডাক্ট লঞ্চ করেছে। এর মধ্যে যেমন কিছু প্রোডাক্ট গ্রাহকের মন জয় করেছে, তেমনই ডাঁহা ফেল করেছে কিছু প্রোডাক্ট। ২০১৮ সালে গুগল, অ্যাপেল ও মাইক্রোসফটের হিট ও ফ্লপ প্রোডাক্টগুলিতে নজর রাখা যাক। হিট: তিনটি নতুন অ্যাপেল আইফোন নতুন তিনটি আইফোন ২০১৮ সালে গ্রাহকের মনে যথেষ্ট কৌতুহল সৃষ্টি করেছিল। এই মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা ফোন লেটেস্ট জেনারেশানের আইফোন। ফ্লপ: তিনটি নতুন আইফোনের দাম নতুন আইফোনে গ্রাহকের যথেষ্ট আগ্রহ থাকলে এই ফোনের আকাশ ছোঁয়া দাম হতাশ করেছে গ্রাহককে। হিট: গুগল পিক্সেল ৩ ফোনের ক্যামেরা স্মার্টফোনে সেরা ক্যামেরার জন্য জনপ্রিয় গুগলের পিক্সেল সিরিজের স্মার্টফোনগুলি। নতুন জেনারেশানের স্মার্টফোনও তার ব্যতিক্রম নয়। পিক্সেল ৩ ফোনের ক্যামেরা সারা বিশ্বের স্মার্টফোনপ্রেমীদের মন জিতেছে। ফ্লপ: পিক্সেল ৩ ফোনের বাগ সেরা ক্যামেরা থাকলেও পিক্সেল ৩ ফোনে একাধিক বাগ রয়েছে। যা গ্রাহকদের বিরক্তির কারন হয়ে দাঁড়িয়েছে। হিট: মাইক্রোসফটের সার্ফেস সিরিজের ল্যাপটপ ২০১৮ সালে নতুন সার্ফেস সিরি

ঘরে ঝুলছে দেহ, দেওয়ালে লেখা ‘আমার পার্সে চিঠি আছে’!

Image
শোক: দেওয়ালে শওকত হোসেনের (ইনসেটে) লেখা ছুঁয়ে কান্না স্ত্রীর। শুক্রবার, একবালপুরে। ঘরের হলুদ দেওয়ালে পেনসিল দিয়ে উর্দুতে লেখা, 'আমার পার্সে চিঠি আছে'! সেই লেখার সূত্র ধরেই মৃত এক ব্যক্তির পার্স থেকে চিঠি খুঁজে পান তদন্তকারীরা। পুলিশের দাবি, সেটি সুইসাইড নোট। শুক্রবারে ওই ঘটনার পরে ওই চিঠির ভিত্তিতে শওকত হোসেন (৬২) নামে এক ব্যক্তির মৃত্যুতে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ধারায় মামলা রুজু করেছে একবালপুর থানার পুলিশ। মৃতের পরিবারের দাবি, শওকতের বিরুদ্ধে পকসো (প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) ধারায় 'মিথ্যা' মামলা রুজু করানো হয়েছিল। টাকার জন্য তাঁকে চাপ দেওয়া হত। মৃতের পরিবারের দাবি, এই অবসাদেই তিনি আত্মহত্যা করেছেন। বেশ কয়েক জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। তবে এ দিন রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।  পুলিশ জানায়, একবালপুর থানার ইব্রাহিম রোডের পাঁচতলা বাড়ির একতলার ঘর থেকে শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ শওকতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের লোকজন তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে ময়না-তদন্তের জন্য শও

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ

Image
ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ২৮ জুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, রাজ্যে প্রাথমিক শিক্ষক–‌নিয়োগের পরীক্ষায় এবার থেকে বিএড প্রশিক্ষণপ্রাপ্তরাও অংশ নিতে পারবেন। বুধবার, কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এনসিটিই-র ওই বিজ্ঞপ্তির ওপর ১৮ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন। এর আগে একমাত্র ডিএলএড ডিগ্রিধারীরাই প্রাথমিক শিক্ষক–‌নিয়োগের পরীক্ষায় বসতে পারতেন। এনসিটিই–‌র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মালদহ, মুর্শিদাবাদ, বীরভূমের মহিবুর রহমান–‌সহ ৫৪ জন ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণরতরা। আবেদনে তাঁরা জানান, এর ফলে তাঁরা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হবেন। এদিন মামলাটি শুনানির জন্য ওঠে। মামলাকারীদের পক্ষে শক্তিনাথ মুখোপাধ্যায় ও সুবীর সান্যাল জানান, ওই বিজ্ঞপ্তির ফলে যাঁরা ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত বা যাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁদের চাকরির সুযোগ কমে যাচ্ছে। উচ্চ প্রাথমিকে (পঞ্চম থেকে অষ্টম) ডিএলএড এবং বিএড ডিগ্রিধারী দু ধরনের প্রার্থীরাই বসতে পারেন। প্রাথমিকের ক্ষেত্রেই একমাত্র ডিএলএড বাধ্যতামূলক ছিল। ফলে যাঁরা পঞ্চম থেকে দ্বাদশ স্তরের জন্য বিএড ডিগ্রি অর্জন

কর মকুবের ইস্যু মাথায় নিয়ে সোমবার শপথ নেবেন কমলনাথ

Image
দু'‌দিনের স্নায়ুর লড়াইয়ের পর বৃহস্পতিবার গভীর রাতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে কমলনাথের নাম ঘোষণা করে কংগ্রেস হাইকম্যান্ড। বৃহস্পতিবার নির্বাচিত কংগ্রেস প্রার্থীদের বৈঠকে কমলনাথকে দলনেতা নির্বাচিত করা হয়েছে বলে জানানো হয়েছে। এরপরই তাঁর মুখ্যমন্ত্রীর আসনে বসার রাস্তা পরিষ্কার হয়ে যায়। কমলনাথকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ পাঠান রাজ্যপাল। শুক্রবার রাজ্যপাল আনন্দিবেন প্যাটেলের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি পেশ করেন কমলনাথ। সংবাদসংস্থা সূত্রের খবর, আগামী ১৭ ডিসেম্বর বেলা ১.৩০ মিনিটে ভোপালের লাল প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন কমলনাথ। অনুষ্ঠানে হাজির থাকবেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী এবং সপা নেতা অখিলেশ যাদব। কমলনাথ নিজে ফোন করে মায়াবতী–অখিলেশকে আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর। রাজ্যপালের সঙ্গেও ৫০ মিনিট বৈঠক হয় কংগ্রেস নেতাদের। উল্লেখ্য, ২৩০ বিধানসভা আসনের মধ্যে ১১৪টি আসন পেয়েছে কংগ্রেস। তবে সপা'‌র ১টি আসন, বিএসপি'‌র দুটি আসন এবং চারটি নির্দলের আসন যুক্ত হওয়ায় ম্যাজিক ফিগার ১১৬ পেরিয়ে যায় কংগ্রেস। সেক্ষেত্রে সরকার গঠন করার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।

করদাতাদের টাকায় মোদির ৮৪টি বিদেশ সফর, খরচ প্রায় ২ হাজার কোটি টাকা

Image
নয়াদিল্লি : সময়সীমা মাত্র সাড়ে চার বছর। আর এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর এবং তাঁর সরকারের বিভিন্ন প্রকল্পের বিজ্ঞাপন বাবদ ব্যয় হয়েছে ৬ হাজার ৫৯০ কোটি টাকা। গোটা ব্যয়ভারই বহন করেছেন দেশের করদাতারা। সম্প্রতি প্রকাশিত সরকারি তথ্য থেকে জানা গিয়েছে, গত সাড়ে বছরে ৮৪টি বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। খরচ হয়েছে আনুমানিক ২৮ কোটি মার্কিন ডলার বা প্রায় ২ হাজার কোটি টাকা। অপরদিকে, তাঁর সরকারের বিভিন্ন প্রকল্প এবং সাফল্য প্রচারের জন্য খরচ করা হয়েছে প্রায় ৬৪ কোটি মার্কিন ডলার বা প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা। বিদেশ সফরে কীভাবে এত টাকা খরচ হয়েছে, তার উত্তরও মিলেছে সরকারি তথ্য থেকে। জানা গিয়েছে, মোদির প্রতিটি বিদেশ সফরের জন্য বরাদ্দ এয়ার ইন্ডিয়া ওয়ান বিমানের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তার কারণে বিশেষ হটলাইন স্থাপনের ব্যয়ভারও সফরের খরচের সঙ্গে যুক্ত হয়েছে। সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ নিয়ে প্রশ্ন তোলেন এক সাংসদ। তাঁর প্রশ্নের জবাব দিতে গিয়ে একথা জানান বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভিকে সিং। পাশাপাশি, নরেন্দ্র মোদির ছবি সহ কেন্দ্রীয় সরকারের প্রচারের খ

রোজভ্যালির বন্ধ থাকা গয়নার দোকান থেকে ৪২ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করল ইডি

Image
কলকাতা: আমানতকারীদের টাকাতেই স্বর্ণবিপণী সংস্থায় সোনা কিনেছিল রোজভ্যালি। একাধিক কাগুজে কোম্পানি খুলে তার মাধ্যমে মূল সংস্থা থেকে টাকা বাইরে বের করে আনে তারা। শুধু তাই নয়, ভুয়ো ঋণ দেখিয়ে স্বর্ণবিপনী সংস্থার জন্য গয়না কেনা হয়েছিল। আসলে সেই টাকার পুরোটাই ছিল আমানতকারীদের, সে বিষয়ে তথ্যপ্রমাণ জোগাড় করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপরই রোজভ্যালির সোনার দোকানের সমস্ত গয়না বাজেয়াপ্ত করেছে তারা। যার পরিমাণ প্রায় ৪২ কোটি টাকা বলে জানা গিয়েছে। সেই সঙ্গে এই স্বর্ণবিপণী সংস্থা যে বাড়িতে তৈরি করা হয়েছিল, সেটিও বাজেয়াপ্ত করেছে ইডি। রোজভ্যালিকাণ্ডের তদন্তে নেমে প্রথম থেকেই তাদের স্বর্ণবিপণী 'অদ্রিজা'র দিকে নজর ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এমনকী চিটফান্ড ব্যবসা লাটে ওঠার পরেও দীর্ঘদিন ব্যবসা চালিয়ে গিয়েছে এই সংস্থা। রাতারাতি বদল করা হয় ডিরেক্টরও। কিন্তু সোনার দোকান করার জন্য টাকা কোথা থেকে পেলেন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু, তা নিয়ে তদন্ত শুরু হয়। সেখান থেকেই জানা যায়, এই সংস্থা খোলার জন্য একটি কোম্পানি থেকে ঋণ নিয়েছেন তিনি। এই কোম্পানির আদৌ অস্তিত্ব রয়েছে, নাকি তা কাগুজে—সেই নথি জো

সাড়ে ৮৪ লক্ষ টাকার কয়েন সরিয়ে গ্রেপ্তার ব্যাংক আধিকারিক

Image
বর্ধমান: দিনভর জেরার পর গ্রেপ্তার করা হল সাড়ে ৮৪ লক্ষ টাকার কয়েন লোপাটে অভিযুক্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিক তারক জয়সওয়ালকে। শুক্রবার পূর্ব বর্ধমানের মেমারিতে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকেই জেরা করেন পদস্থ পুলিশ কর্তারা। সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ। শনিবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জেরায় তারক ওই বিপুল অঙ্কের কয়েন সরিয়েছে বলে স্বীকার করেছে বলে দাবি পুলিশের। তারক ওই কয়েন কাকে দিয়েছে বা কোথায় রেখেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্ট বা বাড়িতে কয়েনের হদিশ মেলেনি। তাহলে কী ওই কয়েন অন্য কাউকে দিয়েছে তারক তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, একটি সূত্র থেকে জানা গিয়েছে লটারি টিকিট কাটার নেশা ছিল। সেই কারণে তার দেনা হয়েছিল বলেও জানা যাচ্ছে। সেই দেনা শোধ করতে ওই কয়েন সরানো হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে পুলিশ কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না। কীভাবে টাকা সরানো হয়েছে তা-ও ভাবাচ্ছে পুলিশকে। একদিনে ওই বিপুল অঙ্কের কয়েন সরানো কার্যত অসম্ভব। সেক্ষেত্রে ধরা পড়ে যাওয়া বা কারওর নজরে পড়ার প্রভূত সম্ভাবনা ছিল। প্রাথমিকভাবে মনে করা

ব্লকে ব্লকে সংগীত মেলা করতে হবে, মন্ত্রীকে নির্দেশ মমতার

Image
কলকাতা : "সংগীত মেলাকে ছড়িয়ে দিতে হবে একদম তৃণমূল স্তরে। সামনের বছর থেকে ব্লকে ব্লকে সংগীত মেলার আয়োজন করতে হবে।" গতকাল রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে এমনই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংগীত মেলায় শিল্পীর হাতে সম্মান তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী আলিপুরের উত্তীর্ণ সভাগৃহে গতকাল সংগীত মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ১৪ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত কলকাতার ১০টি মঞ্চে চলবে সংগীত মেলার অনুষ্ঠান। সংগীত মেলার পাশাপাশি গতকাল বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসবেরও সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, "গ্রাম বাংলার শিল্পীদের দিয়ে সংগীতজগতের পরিসরকে আরও ছড়িয়ে দেওয়াই হল রাজ্যের লক্ষ্য।" সংগীত শিল্পীদের জন্য তাঁর সরকার নানা পদক্ষেপ করেছে বলে মন্তব্য করেন। বলেন, বহু সংগীত শিল্পী এখন কাজের সুযোগ পেয়েছেন। সরকারি বিজ্ঞাপন করানো হচ্ছে গ্রামবাংলার শিল্পীদের দিয়ে। মাসিক ভাতা পাচ্ছেন লোকশিল্পীরা।  এরপরই তিনি বলেন, সংগীত জগতের পরিসর আরও ছড়িয়ে দিতে সংগীত মেলাকে পৌঁছে দেওয়া হবে তৃণমূল স্তরে। আগামী বছর থেকে ব্লকে ব্লকে সংগীত মেলার আয়োজন করা হবে।

‘১০০ কোটির বিনিময়ে রাজস্থানে ভোট ভাগ করেছে কারাট বাহিনী’

Image
তিরুবনন্তপুরম: বাংলায় বাম থেকে নাকি অনেকে রাম শিবিরে নাম লিখিয়েছে। শাসক তৃণমূলের পক্ষ থেকে বারবার এই অভিযোগ করা হয়। গোপনে এই দুই দলের আঁতাতের কোথাও বলেন ঘাস ফুলের নেতারা। তৃণমূল নেতৃত্বের দ্বিতীয় অভিযোগকে মান্যতা দিলেন প্রাক্তন সিপিএম সাংসদ এপি আবদুল্লাকুট্টি। যদিও এই মুহূর্তে তিনি আর সিপিএম-এর সঙ্গে নেই। দল তাঁকে বহিষ্কার করেছে এক দশক আগে। পরে তিনি কংগ্রেসে যোগ দেন। প্রাক্তন দলের বিরুদ্ধে এই প্রাক্তন সাংসদ আনলেন মারাত্মক অভিযোগ। টাকার বিনিময়ে রাজস্থানে বিজেপিকে নাকি সুবিধা করে দিয়েছিল সিপিএম। এমনই অভিযোগ এপি আবদুল্লাকুট্টির। সেই টাকার অংক কিছু কম নয়, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১০০ কোটি টাকা। চলতি সপ্তাহের মঙ্গলবার রাজস্থানের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। ওই রাজ্যের ২০০ আসনের বিধানসভায় ৯৯ টি পেয়েছে কংগ্রেস, বিজেপির পকেটে গিয়েছে ৭৩টি আসন। সিপিএমের ঝুলিতেও একাধিক আসন গিয়েছে। বিজেপির সঙ্গে বামেদের গোপন আঁতাত না হলে কংগ্রেস আরও তিনটি আসন বেশি পেতো বলে দাবি করেছেন প্রাক্তন বাম সাংসদ এপি আবদুল্লাকুট্টি। কিন্তু কিভাবে কাজ করেছে এই রাজনীতির খেলা? সেই বিষয়ে বিস্তারিত নিজের ফেসবুক পেজে লিখে

‘অম্বানিকে দিয়ে ৩০ হাজার কোটির চুরি করিয়েছেন মোদী’

Image
নয়াদিল্লি: আক্রমণাত্মক ইমেজ এমন দেখা যায়নি৷ বোঝাই গিয়েছে তিন রাজ্যে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার পর প্রবল আক্রমণাত্মক ভূমিকা নিতে চলেছেন কংগ্রেস সভাপতি৷ রাফায়েল চুক্তি নিয়ে এবার যেভাবে প্রধানমন্ত্রীর উপর চড়াও হলেন রাহুল তাতে রাজনৈতিক মহলে প্রবল শোরগোল পড়ল৷ জাতীয় কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধীর বিস্ফোরক দাবি- চৌকিদার চোর হ্যায়… প্রধানমন্ত্রী অনিল অম্বানিকে দিয়ে চুরি করিয়েছেন৷ যে দিন তদন্ত হবে সেদিন পরিষ্কার হয়ে যাবে নরেন্দ্র মোদী এবং তাঁর বন্ধু অনিল অম্বানি ৩০ হাজার কোটি টাকা চুরি করেছেন৷ সাম্প্রতিক কালে রাহুল গান্ধীর তরফে এমন কড়া ভাষায় মোদীকে আক্রমণ করতে দেখা যায়নি৷ বরং সংসদে প্রবল আক্রমণ চালিয়ে মোদীকে আলিঙ্গন করে শোরগোল ফেলে দিয়েছিলেন কংগ্রেস সভাপতি৷   শুক্রবারই সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাফায়েল যুদ্ধ বিমান চুক্তিতে কোনও সন্দেহজনক কিছু নেই৷ এনডিএ সরকার ফ্রান্স সরকারের যুদ্ধ বিমান কেনার যে চুক্তি করেছে তাতে গোপনীয়তা রক্ষা করার প্রয়োজন ছিল৷ কারণ, দেশের নিরাপত্তার স্বার্থ জড়িয়ে রয়েছে৷ রাফায়েলের দামের তুলনা করা আদালতের কাজ নয়৷ প্রত্যেকটি যুদ্ধ বিমানের

‘কৃষক দরিদ্র হলেই ঋণ পান? মকুব করে কী লাভ!’ বললেন রাজন

Image
রঘুরাম রাজন। ভোটের মুখে কৃষকদের ঋণ মকুব করতে গিয়ে আদতে দেশের অর্থনীতিরই চরম ক্ষতি করা হচ্ছে। ভোটের আখের গোছাতে গিয়ে অর্থনীতির এগিয়ে যাওয়ার চাকায় লাগাম পরানো হচ্ছে। কারণ, দরিদ্র হলেই কৃষকরা ঋণ পান না। উপরমহলে তাঁদের যোগাযোগের প্রয়োজন হয়। এমনটাই মনে করছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তাঁর মতে, ''ভোটের মুখে তড়িঘড়ি কৃষকদের ঋণ মকুব করার প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে দেওয়া উচিত নয় রাজনৈতিক দলগুলির।'' রাজন বলেছেন, নির্বাচন কমিশনকে চিঠি লিখে তাঁর এই মতামত তিনি জানিয়েছেন। ভারতের মতো কৃষিনির্ভর দেশে গত ৫ বছরে ভোটের আসরে বাজিমাত করতে কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি দেওয়ার দৃষ্টান্ত কম নেই। ছোট, বড়, মাঝারি প্রায় কোনও রাজনৈতিক দলই সেই 'অভ্যাস'-এর বাইরে যায়নি! ক'দিন আগে হয়ে যাওয়া পাঁচ রাজ্য বিধানসভার ভোটেও তার ব্যাতিক্রম ঘটেনি। ওই সব রাজ্যের ভোটে কোনও না কোনও দল তাদের নির্বাচনী ইশতেহারে কৃষিঋণ মকুব ও ফসলের সহায়ক মূল্য বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। এ দিন রাজন বলেন, ''ওই সব প্রতিশ্রুতিকে ভোটের প্রচারের বাইরে রাখার কথা অনেক দিন ধরেই বলছি। চিঠিও লিখ

দমদমে ৪ দিন বন্ধ মেট্রোর প্রবেশপথ

Image
দমদম মেট্রো স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে (যেখান থেকে কবি সুভাষগামী মেট্রো ছাড়ে) এসক্যালেটরের কাঠামো বসানোর জন্য আগামিকাল, রবিবার সকাল থেকে বুধবার রাত পর্যন্ত চার দিন বন্ধ থাকবে দক্ষিণ দিকের সব ক'টি প্রবেশপথ। একই সঙ্গে বন্ধ থাকবে ৪টি বুকিং কাউন্টারও। এর বদলে দমদম স্টেশনের ওই প্ল্যাটফর্মে পৌঁছতে যাত্রীদের উত্তর দিকের একটি এবং স্টেশনের মাঝখানে থাকা দু'টি এসক্যালেটর, সিঁড়ি এবং লিফট ব্যবহার করতে হবে। তবে দমদম স্টেশনের ডাউন প্ল্যাটফর্মের দক্ষিণ প্রান্তে অথবা সামনের দিকে যেতে যাত্রীদের কোনও বাধা নেই। কাজের দিনে কম-বেশি দেড় লক্ষ যাত্রী দমদম মেট্রো স্টেশন দিয়ে যাতায়াত করেন। নাগেরবাজারের দিক থেকে আসা যাত্রীদের বড় অংশই নিউ গড়িয়ার দিকে যাওয়ার জন্য এই স্টেশনের দক্ষিণ প্রান্তের প্রবেশপথ এবং বুকিং কাউন্টার ব্যবহার করেন। তাই মাত্র দু'টি প্রবেশপথের উপরে নির্ভর করে ভিড়ের সময়ে যাত্রীদের ডাউন প্ল্যাটফর্মের সব অংশে ছড়িয়ে দেওয়াই সব চেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে মেট্রো কর্তৃপক্ষের কাছে। সাঁতরাগাছি স্টেশনের পদপিষ্ট হওয়ার ঘটনার পরে এ নিয়ে অবশ্য বাড়তি সতর্ক রয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। ভিড় নি