কলকাতায় ৪ লাখ টাকার জালনোট-সহ গোয়েন্দা জালে ৩ পাণ্ডা

জাল নোট-সহ গ্রেফতার তিন পাচারকারী।

ফের কলকাতা থেকে জালনোট উদ্ধার। শুক্রবার রাতে প্রায় চার লাখ টাকার জাল নোট-সহ তিনজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতদের নাম পরান মণ্ডল, মহেন্দ্র প্রসাদ এবং পাপ্পু প্রসাদ।

পুলিশ সূত্রে খবর, গত কাল রাতে বিডন স্ট্রিট এবং যতীন্দ্রমোহন অ্যাভিনিউয়ের সংযোগস্থল থেকে তাদের পাকড়াও করেন গোয়েন্দারা। আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল, পাচার চক্রের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তিকে জালনোট দিতে আসবে তিন এজেন্ট। তাই সেখানে সাদা পোশাকে অপেক্ষা করছিলেন এসটিএফ-এর অফিসারেরা।

রাত পৌনে ৯টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় মালদহের বাসিন্দা পরান। তার সঙ্গে ছিল বিহারের দুই ব্যক্তি পাপ্পু এবং মহেন্দ্র। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়াদু'হাজার টাকার জালনোটের গুণগতমান যথেষ্ট ভাল বলে দাবি করেছেন গোয়েন্দারা। আসল নোটের সঙ্গে ফারাক বোঝা সাধারণ মানুষের পক্ষে বোঝা প্রায় অসম্ভব বলেই জানিয়েছেন তাঁরা।

কোথা থেকে তাঁর এই জালনোট আনা হয়েছিল, কোথায় পাচার করাহচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। কিছুদিন আগেই কলকাতা থেকে প্রচুর জালনোট উদ্ধার হয়। সেই চক্রের সঙ্গে এদের যোগ রয়েছে কিনা, তা-ও খতিয়ে দ