Posts

Showing posts from October 4, 2018

ব্রাত্যকে সরিয়ে তথ্যপ্রযুক্তির মন্ত্রী হলেন অমিত

Image
রাজ্য়মন্ত্রী সভায় বড়সড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তথ্যপ্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসুকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হল৷ ব্রাত্য বসুর পরিবর্তে সেই পদে এলেন অমিত মিত্র৷ তিনি ইতিমধ্যেই রাজ্যের শিল্প এবং অর্থমন্ত্রী৷ অন্যদিকে ব্রাত্য বসু রাজ্যে জৈব প্রযুক্তি দফতরের দায়িত্ব পেলেন৷ রাজ্যের অন্যমন্ত্রী অসীমা পাত্রের দায়িত্ব কিছুটা বাড়ল৷ কৃষি এবং মৎস্য দফতরের প্রতিমন্ত্রী করা হল অসীমাকে৷ প্রসঙ্গত, শিল্প এবং অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্রই রাজ্যের মুখ হিসেবে দেশ বিদেশে পরিচিত৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পের খোঁজে বিদেশ সফর সবকিছুর পিছনেই অমিত মিত্রের মতামত এবং যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ পশ্চিমবঙ্গকে দেশের তথ্যপ্রযুক্তির মানচিত্রে অনতম জায়গা করে দিতেই এই বর্ষীয়ান অর্থনীতিবিদের ওপরেই ভরসা রাখছেন মমতা৷

জামাইবাবুর বন্ধুর সঙ্গে প্রেম, বিয়েতে আপত্তি জানাতেই অষ্টাদশী প্রেমিকাকে খুন প্রেমিকের

Image
কথা বলতে বলতে মনোমালিন্য। তার থেকে বচসা। আর তারপরই প্রেমিকাকে উদ্দেশ করে সোজা গুলি চালিয়ে দিল প্রেমিক। প্রেমিকের গুলিতে মৃত্যু হল অষ্টাদশী প্রেমিকার। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে নদীয়ায়। মৃতার নাম বিদিশা মণ্ডল। বয়স ১৮ বছর। নদীয়ার শিকারপুরের বাসিন্দা বিদিশা করিমপুর পার্নাদেবী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। অন্যদিকে অভিযুক্ত প্রেমিকের নাম অলীক কর্মকার। বয়স ২৫ বছর। মুর্শিদাবাদের জলঙ্গির সাগরপাড়া এলাকার বাসিন্দা অলীক। জানা গিয়েছে, মেয়েটির দিদির ৮ মাস আগে বিয়ে হয়। দিদির বিয়ের সময়ই জামাইবাবুর বন্ধু অলীক কর্মকারের সঙ্গে আলাপ হয় অষ্টাদশী বিদিশার। তারপর থেকেই দুজনের মধ্যে যোগাযোগ বাড়ে। সম্পর্কে জড়িয়ে পড়ে দুজনে। ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। কিন্তু, সম্প্রতি সম্পর্কে সমস্যা দেখা দেয়। সম্পর্কের পরিণতি নিয়ে মনোমালিন্য দেখা দেয় দুজনের মধ্যে। সোনার কাজ করত অলীক। আর্থিক অস্বচ্ছলতার জন্য সম্পর্কে আপত্তি জানিয়েছিল বিদিশার জামাইবাবু। বন্ধু অলীককে সতর্কও করেছিলেন তিনি। আর তা থেকেও সমস্যার সূত্রপাত। বিদিশাও অলীককে জানিয়েছিল, আর্থিক কারণে বাড়িতে তাদের সম্পর্ক কোনওভাবেই মেনে নেবে না। বিয়েতে আপত্তি করবে। এই নিয়ে বে

হারিয়ে গেছে ফাইল! ডিএ মামলার ফয়সলা ঝুলে রইল ১৪ নভেম্বর পর্যন্ত

Image
পূজোর পরই মিটতে পারে ডিএ মামলা। ডিএ মামলায় শেষ শুনানির দিন ধার্য হয়েছে ১৪ নভেম্বর। তারপরই ডিএ মামলার রায় ঘোষণা করবে স্যাট। দিল্লি, চেন্নাই-এর সরকারি কর্মচারীরা যেমন কেন্দ্রীয় সরকারের  কর্মীদের মতো সমহারে ডিএ পেয়ে থাকেন, এরাজ্যের সরকারি কর্মীরাও সেই হারে ডিএ পাবেন কিনা, সে বিষয়ে ফয়সলা হবে তখনই। উল্লেখ্য, ১ সেপ্টেম্বর হাইকোর্ট রায় দেয়, ডিএ কোনও দয়ার দান নয়। মহার্ঘভাতার অধিকার আইনি অধিকার। পাশাপাশি, একজন রাজ্য সরকারি কর্মচারী কী হারে ডিএ পাবেন, আগামী ২ মাসের মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয় স্যাটকে। হাইকোর্টের সেই নির্দেশের পরই ডিএ মামলায় ফের নড়েচড়ে বসে স্যাট। ২৪ সেপ্টেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারকে। স্থির হয় শুনানি হবে ৪ অক্টোবর। এদিন ছিল শুনানি। সরকারি আইনজীবীকে হলফনামা দিয়ে জানাতে বলা হয়, ঠিক কত টাকা কত সাল থেকে বাইরের রাজ্যের কর্মচারীরা সমহারে টাকা পাচ্ছেন। কিন্তু উত্তরে সরকারি আইনজীবী জানান, ডিএ সংক্রান্ত ফাইল নাকি হারিয়ে গেছে। তাই তথ্য একত্রিত করে হলফনামা জমা দিতে আরও কিছুটা সময় প্রয়োজন। এদিকে হাইকোর্টের নির্দেশ ছিল তিন সপ্তাহের ম

ফের এশিয়া কাপে ভারতের কাছে হারল বাংলাদেশ

Image
৩৯ বলে বাংলাদেশের দরকার ছিল ১২ রান। ভারতের ১ উইকেট। সেখান থেকে জিততে হলে ২২ বলে ৩ রান করতে হত বাংলাদেশের। কিন্তু হল না। মিনহাজুর রহমান রান আউট। এশিয়া কাপে ফের ভারতের কাছে হারতে হল বাংলাদেশকে। এবারও তীরের একেবারে কাছাকাছি এসে তরি ডুবল। রুদ্ধশ্বাস সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠল ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। প্রথমে ব্যাট করে মাত্র ১৭২ রান করেছিল ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। সেমিফাইনাল ম্যাচে এত কম স্কোর মোটেই লড়াই করার জন্য শক্ত ভিত ছিল না। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে এতেই কাজ হয়ে গেল। বাংলাদেশ শেষ হয়ে গেল ১৭০ রানে। শেষ ২১ বলে দরকার ছিল মাত্র ২ রান। সেটাও নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাবে করতে পারলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। গঙ্গাপুরামের বল থার্ড ম্যানে ঠেলেছিলেন রকিবুল হাসান। শট খেলেই মিনহাজের দিকে রান না নেওয়ার ইঙ্গিত করেছিলেন। কিন্তু ততক্ষণে অর্ধেক পিচ পেরিয়ে গিয়েছেন মিনহাজুর রহমান। আর তাঁকে ফিরতে দিলেন না ভারতের বাদোনি। শেষবেলায় রূদ্ধশ্বাস পরিস্থিতি। একদম যেন কিছুদিন আগে এশিয়া কাপ ফাইনালে ভারত-বাংলাদেশ ম্যাচের রিপিট টেলিকাস্ট। আর এবারও ফলাফল একই। বাংলাদেশকে শেষ

লোকদেখানোর জন্য আড়াই টাকা দাম কমিয়েছে কেন্দ্র।

Image
পেট্রল-ডিজেলের দাম কমাতে কেন্দ্রের শুল্ক হ্রাসের সিদ্ধান্ত ঘোষণার পরই পালটা দাবি জানালেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্যে লিটারপ্রতি দেড় টাকা শুল্ক কমিয়েছে কেন্দ্র। বিক্রয়কারী সংস্থাগুলির তরফেও ১ টাকা করে দাম কমানো হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সিদ্ধান্ত ঘোষণার পরই জেটলি বলেন, "আমি প্রত্যের রাজ্যকে ব্যক্তিগতভাবে চিঠি লিখে অনুরোধ করব যাতে তারাও অন্তত আড়াই টাকা করে করছাড় দেয়।" বার্তাটা স্পষ্ট ছিল,আমরা করে দেখিয়েছি এবার তোমরাও করো। এই সাংবাদিক বৈঠকের মধ্যেই নাম না করে মমতাকে আলাদা করে খোঁচা দেন জেটলি। তিনি বলেন, "যে সব নেতারা নিজের রাজ্যে বসে টুইটে বড় বড় কথা বলেন তারা কী করে এবার দেখব।" জেটলির এই খোঁচার পর মমতা দাম কমানোর পথে হাঁটেন নাকি পালটা আক্রমণের পথে হাঁটেন তা দেখার অপেক্ষায় ছিল রাজনৈতিক মহল। কারণ অনেকে জেটলির এই পদক্ষেপকে ভোটের আগে মাস্টারস্ট্রোক হিসেবে দেখছিলেন। তবে, তৃণমূল নেত্রী পালটা আক্রমণের পথেই হাঁটলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্যের পালটা দিলেন কড়া ভাষায়। বললেন, "লোকদেখানোর জন্য আড়াই টাকা দাম ক

জিও দিচ্ছে বছরে 750 GB, এয়ারটেল দিনে 3 GB ডাটা

Image
উৎসবের মরশুমের আগে অফারের ডালি সাজিয়ে বসেছে টেলিকম কোম্পানিগুলি। জিও নিয়ে এসেছে লম্বা ভ্যালিডিটির প্ল্যান। এই প্ল্যানে বছরে 750GB পর্যন্ট ডাটা ব্যবহার করা যাবে। এছাড়াও নতুন প্ল্যান নিয়ে হাজির এয়ারটেল। নতুন ১৮১ টাকার এয়ারটেল প্রিপেড প্ল্যানে প্রতিদিন 3GB পর্যন্ত ডাটা ব্যবহার করা যাবে। সম্প্রতি চারটি নতুন প্ল্যান লঞ্চ করেছে জিও। ৯৯৯, ১৯৯৯, ৪৯৯৯ আর ৯৯৯৯ টাকার লম্বা ভ্যালিডিটির চারটি প্ল্যান লঞ্চ করেছে মুকেশ আম্বানির কোম্পানি। ৯৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে 60GB ডাটা। এর সাথেই থাকবে আনলিমিটেড কল আর রোজ ১০০টি SMS এর সুযোগ। ৯৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিন। ১৯৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে 125GB ডাটা। এর সাথেই থাকবে আনলিমিটেড কল আর রোজ ১০০টি SMS এর সুযোগ। ১৯৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ১৮০ দিন। ৪৯৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে 350GB ডাটা। এর সাথেই থাকবে আনলিমিটেড কল আর রোজ ১০০টি SMS এর সুযোগ। ৪৯৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৩৬০ দিন। ৯৯৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে 750GB ডাটা। এর সাথেই থাকবে আনলিমিটেড কল আর রোজ ১০০টি SMS এর সুযোগ। ৯৯৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৩৬০ দিন। হাত গুটিয়ে বসে নেই এয়

২০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি, ইসলামপুরে কাণ্ডে হাইকোর্টে মামলা নিহত ছাত্রদের পরিবারের

Image
ইসলামপুর কাণ্ডে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহত রাজেশ সরকার ও তাপস বর্মণের বাবা। ইসলামপুরের ঘটনায় ২০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি জানালেন নীলকমল সরকার ও বাদল বর্মণ। এদিন হাইকোর্টের দ্বারস্থ হয়ে পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়ের করেন সন্তানহারা দুই বাবা। মূলত ৩টি দাবিতে মামলা দায়ের করেছেন নীলকমল সরকার ও বাদল বর্মণ। প্রথম দাবি, ইসলামপুরের ঘটনায় সিবিআই-কে দিয়ে তদন্ত করাতে হবে। তাঁদের স্পষ্ট অভিযোগ, সেদিন গুলি চালিয়েছিল পুলিস-ই। পুলিসের গুলিতেই মৃত্যু হয়েছে দাঁড়িভিট স্কুলের ২ প্রাক্তন ছাত্র রাজেশ সরকার ও বাদল বর্মণের। কিন্তু পুলিস সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিসের বক্তব্যে তাঁদের কোনও আস্থা, ভরসা নেই। এই ঘটনায় সত্য উদ্ঘাটনের জন্য তাই অবিলম্বে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ করেছেন তিনি। দ্বিতীয় দাবি, নিহত ছাত্রদের পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয় দাবি, গুলিতে নিহত ছাত্রদের দেহের পুনরায় ময়নাতদন্ত করতে হবে। আদলত চত্বরে দাঁড়িয়ে রাজ্য সরকারের প্রতিও অনাস্থা প্রকাশ করেন নিহত ২ ছাত্রের বাবা। ক্ষোভের সুরে বলেন, ঘটনার পর মন্ত্রী শুভেন্দু অধিকারী ইসলামপুর

পেট্রল-ডিজেলে আড়াই টাকা কমাল কেন্দ্র, রাজ্যকেও সম পরিমাণ কমানোর আর্জি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Image
দাম কমছে পেট্রল ও ডিজেলের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি একটি সাংবাদিক বৈঠকে জ্বালানিতে দাম কমানোর কথা ঘোষণা করেন। পেট্রল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই প্রতি লিটারে আড়াই টাকা করে দাম কমছে। এর মধ্যে কেন্দ্র প্রতি লিটারে  দেড় টাকা করে অন্তঃশুল্ক হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, তেল সংস্থাগুলি লিটার প্রতি ছাড় দেবে এক টাকা করে। এর ফলে ক্রমবর্ধমান জ্বালানির দামে খানিকটা হলেও লাগাম টানা গিয়েছে বলে মনে করা হচ্ছে।কিছুটা হলেও স্বস্তি পেলেন দেশের মানুষ। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, তিন রাজ্যের নির্বাচনের আগেই এটি একটি বড়সড় সিদ্ধান্ত। অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, আড়াই টাকার মধ্যে দেড় টাকা শুল্ক ছাড়ের জন্য এবং বাকি এক টাকা কমানো হল তৈলসংস্থাগুলির মাধ্যমে সরকারের প্রাপ্য অর্থ থেকে। অরুণ জেটলি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জন্য বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের ভয়ানক বৃদ্ধিকেই দায়ী করেন। এই আড়াই টাকা ছাড় দেওয়ার বিষয়টি কেন্দ্র এবং তৈল সংস্থাগুলির নিয়ন্ত্রণেই রয়েছে বলে জানান জেটলি। তিনি বলেন, "আমি নিশ্চিতভাবে বলতে পারি, রাজ্যগুলিও এবার ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করবে জ্বালানি তেলের মূল্যের ব

২০৩০ সালের মধ্যে পাকিস্তানে জনসংখ্যা প্রচুর বাড়বে

Image
ইসলামাবাদ: ২০৩০ সালের মধ্যে জনসংখ্যার বিস্ফোরণ ঘটবে পাকিস্তানে৷ বিশ্বের চতুর্থ জনবহুল দেশ হয়ে উঠবে পাকিস্তান৷ পাক সংবাদপত্র দ্য ডনে প্রকাশিত এক রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে৷ বর্তমান পাক সরকারের অন্যতম মাথাব্যথার কারণ পাকিস্তানের জনসংখ্যা৷ এই মুহুর্তে পাকিস্তান জনবহুল দেশের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে৷ বছর কয়েকের মধ্যেই আরও দুই ধাপ ওপরে উঠে আসতে পারে এই দেশ, এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই প্রতিবেদনে৷ রিপোর্টে বলা হয়েছে পরিবার পরিকল্পনার ওপর এখন থেকেই জোর না দিলে ভবিষত্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে৷ তবে পাক প্রশাসনের এই বিষয়ে মাথা ব্যথা নেই বলেও রিপোর্টে অভিযোগ করা হয়েছে৷ কারণ এই ইস্যুতে পাক প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপই করা হচ্ছে না৷ এই ইস্যু নিয়ে সরব হয়েছেন করাচির ডাউ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞানের বিশেষজ্ঞরাও৷ পরিবার কল্যাণ ও পরিবার নিয়ন্ত্রণ নিয়ে বেশ কয়েকটি সচেতনতা মূলক প্রকল্প চালু করা উচিত পাক সরকারের, বলে দাবি করেছেন তাঁরা৷ এই নিয়ে আলোচনাও চালানো উচিত বলে মত তাঁদের৷ রিপোর্ট আরও বলছে পাকিস্তানের শহরগুলির মধ্যে সবচেয়ে জনবহুল শহর করাচি। শুধু তাই

রাজধানীতে মহিলাকে ধর্ষণ করল মহিলাই

Image
ফের রাজধানীতে ধর্ষণের অভিযোগ। এ বার অভিযোগের তির এক মহিলার দিকে। শুনতে অবাক লাগলেও আদতে তাই ঘটেছে। এক মহিলাই অন্য আর এক মহিলাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে দিল্লিতে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গুরগাঁও-এর বাসিন্দা ওই মহিলা সম্প্রতি নিজের চাকরি ছেড়ে দেন। তাঁর ইচ্ছা ছিল, নিজের একটি ব্যবসা খোলার। সেই ব্যবসার জন্য এক অংশীদারের খোঁজ করছিলেন তিনি। সেই সময়ে তাঁর সঙ্গে রোহিত বলে এক যুবকের পরিচয় হয়। রোহিত নিজেকে আইটি কর্মী বলে পরিচয় দেয়। সে ওই মহিলাকে দিল্লির দিলসাদ কলোনির একটি ফ্ল্যাটে নিয়ে যায়।   অভিযোগকারী ওই মহিলার দাবি, ফ্ল্যাটে রাহুল নামে আর এক যুবক এবং ১৯ বছরের এক যুবতীও ছিল। মহিলার অভিযোগ, সেখানেই তাঁকে প্রথম গণধর্ষণ করে রাহুল ও রোহিত। তার পরেই ফ্ল্যাটে থাকা ওই যুবতী তাঁকে জোর করে অন্য একটি ঘরে নিয়ে যায়। অভিযোগ, সেখানে 'সেক্স টয়' ব্যবহার করে জোর করে তাঁকে পায়ুসঙ্গমে বাধ্য করে ওই যুবতী। সেই সঙ্গে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ করেছেন ওই মহিলা। এখানেই শেষ নয়। নির্যাতিতা ওই মহিলার অভিযোগ, এর পরেই বিভিন্ন ব্যক্তির সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করত

পুজোয় একটানা ১৫ দিন ছুটি, সুখবর দিল মমতার সরকার

Image
আর বাকী মাত্র কয়েকদিন। সারা রাজ্য জুড়ে এখন শুরু হয়ে গিয়েছে পুজোর আমেজ। তার মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখের খবর শোনাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বলা হয়েছে, এবারে পুজোয় একটানা ১৫ দিন ছুটি পেতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা। ঘটনা হল এই সোমবারের পরের সোমবার থেকে ষষ্ঠী শুরু। সেটা ১৫ অক্টোবর। সেদিন থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ফলে পুজোয় একটানা ১১ দিন ছুটি এমনিতেই থাকছে। তার আগে ১৩ ও ১৪ তারিখ চতুর্থ ও পঞ্চমীর দিন শনি ও রবিবার এমনিতেই ছুটি থাকছে। তারপরে ২৬ অক্টোবর অফিস খোলা থাকছে। ২৭ ও ২৮ অক্টোবর ফের সপ্তাহান্তের ছুটি। সরকি সূত্রে খবর, কেউ যদি ১৩ তারিখ শনিবার অফিসে কাজ করেন তাহলে সেই ছুটিটা ২৬ অক্টোবর বদলে নিতে পারবেন। তাহলে একটানা ১৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ছুটি পাওয়া যাবে।

ফেসিয়াল আইডি দিয়েই এবার বিমানবন্দরে প্রবেশ করতে হবে

Image
নয়াদিল্লি : বিমানযাত্রীদের জন্য সুখবর৷ ২০১৯ সালের মধ্যেই চালু হচ্ছে এক বিশেষ নিয়ম৷ ডিজিটাল পেপারলেস বিমানযাত্রার উদ্যোগ নেওয়া হচ্ছে কেন্দ্রের তরফ থেকে৷ বলা হয়েছে বিমানবন্দরে ঢুকতে গেলে কোনও আই কার্ড লাগবে না৷ যাত্রীর মুখ স্ক্যান করেই মিলবে পরিচয় পত্র৷ এমনই নিয়ম চালুর ভাবনা চিন্তা করছে দেশের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷ এর নাম দেওয়া হয়েছে ডিজি যাত্রা আইডি৷ যাত্রীদের সুবিধা এই আইডির ফলে বাড়বে বলেই মনে করা হচ্ছে৷ ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে ডিজি যাত্রা আইডি চালু করা হবে বলে জানানো হয়েছে৷ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভু জানান, এই প্রযুক্তি আধুনিক ও ভবিষত্যের কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ জানানো হয়েছে ২০১৯ সালের মধ্যেই পেপারলেস বায়োমেট্রিক সেল্ফ বোর্ডিং টেকনোলজি চালু হতে চলেছে দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে৷ এই টেকনোলজি মূলত কাজ করবে ফেস রিকগনাইজেশন বায়োমেট্রিক সফটওয়্যারের মাধ্যমে৷ ফলে, যাত্রীদের মুখের বায়োমেট্রিক তথ্যের মাধ্যমেই তাঁদের পরিচয় পাওয়া যাবে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে এই প্রযুক্তি চালু হলে যাত্রীদের বারবার বোর্ডিং পাস বা অন্য পর

দিল্লিতে চলন্ত বাইকে বিষাক্ত রাসায়নিক পড়ে মৃত্যু আরোহীর

Image
মেট্রো স্টেশনের কাজ চলছিল। পূর্ব দিল্লির জোহরি এনক্লেভ মেট্রো স্টেশন। এখনও শুরু হয়নি যাত্রী চলাচল। পাশ দিয়েই  যাচ্ছিল একটি বাইক। ছিলেন দুই বাইক আরোহীও। আচমকাই একটা তরল গড়িয়ে পড়ল তাঁদের গায়ে। বিষাক্ত রাসায়নিকে জ্বলে উঠল সারা শরীর। নির্মীয়মাণ সংস্থার কর্মীরাই ওই দুই বাইক আরোহীকে হাসপাতালে নিয়ে যান। বিষাক্ত রাসায়নিকের ফলেই  প্রাণ হারালেন অমিত চৌহান নামে এক ব্যক্তি। রাহুল নামে অপর এক ব্যক্তি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। গাজিয়াবাদের এসএসপি বৈভব কৃষ্ণ বলেন,  জোহরি এনক্লেভ মেট্রো স্টেশন এলাকার পাশে ঘটনাটি ঘটেছে। রাহুল সংবাদ সংস্থাকে বলেন, ''বাইকের পাশেই কোনও একটি যানবাহন থেকে এই রাসায়নিক পড়ে গিয়েছিল বাইক আরোহীদের গায়ে।'' পূর্ব দিল্লির জিটিবি হাসপাতালের তরফে জানানো হয়েছে, বিষাক্ত রাসায়নিকের ফলে 'বার্ন ইনজুরি'-র কারণেই প্রাণ হারান এই আরোহী। দিল্লি মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, সংস্থার কোনওরকম দায় নেই। এ রকম কোনও বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে কোনও কাজই হচ্ছে না মেট্রোয়। এসএসপি বলেন, ব্যক্তিগত শত্রুতার কারণেই এই জাতীয় কোনও রাসায়নিক গায়ে ফেলা হতে পারে। তদ

দু’ঘণ্টার রুদ্ধশ্বাস নাটক, কাঁথি আদালত চত্বর থেকে পালাল আসামী, গুলি করে ফের পাকড়াও

Image
বাইকে করে দাগি আসামী কর্ণকে নিয়ে পালানোর সেই দৃশ্য। ইনসেটে কর্ণ।  ঘণ্টা দুয়েকের রুদ্ধশ্বাস নাটক। পূর্ব মেদিনীপুরের কাঁথি আদালত চত্বরে প্রথমে গুলি-বোমা ছুড়ে একেবারে ফিল্মি কায়দায় পালায় তিন দাগী আসামী। পরে পুলিশ ওই এলাকারই এক পরিত্যক্ত বাড়ি থেকে এক আসামীর পায়ে গুলি চালিয়ে গ্রেফতার করে তাকে। অন্য আসামীদের যদিও সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল সওয়া এগারোটা নাগাদ পুলিশের গাড়িতে করে কাঁথি আদালত চত্বরে নিয়ে আসা হয় চার দাগী আসামীকে। কিন্তু, গাড়ি থেকে ওই আসামীদের নামানো মাত্রই একটি বাইক থেকে দুই যুবক এলোপাথাড়ি বোমা ছুড়তে থাকে। সঙ্গে গুলি চালানো হয় বলেও অভিযোগ। মুহূর্তের মধ্যে গোটা চত্বর ধোঁয়ায় ভরে যায়। গুরুতর জখম হন তিন পুলিশ কর্মী। আর তার মধ্যেই পালিয়ে যায় কর্ণ বেরা, শেখ মুন্না এবং সুরজিৎ গুড়িয়া নামের তিন আসামী। পুলিশকর্মী খুনের ঘটনায় অভিযুক্ত কর্ণ এর পর ওই বাইকে উঠে পালানোর চেষ্টা করে। কিন্তু বাইকটি সেই সময় স্টার্ট না নেওয়ায় ভিড়ের মধ্যে দৌড়ে পালায়। এলাকার লোকজন বুঝতে পেরে তাকে ধাওয়া করে। এর পর কর্ণ রথতলা মোড়ের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে ঢুকে পড়ে। স্থানীয়রা পিছু নেওয়ায় কর্ণ গুল

শেয়ার বাজারে হাহাকার! পড়ল আম্বানির রিলায়েন্সের দাম, জেনে নিন বিস্তারিত

Image
বৃহস্পতিবার বড় ধাক্কা শেয়ার বাজারে। এদিন শেয়ার বাজারে ১.৫০% পতন হয়। মুম্বই শেয়ার বাজার ৮৫০ পয়েন্ট নেমে যায়। অন্যদিকে নিফটি নেমে যায় ২৫০ পয়েন্ট। এদিন নিফটিতে ৪১ টি শেয়ার মূল্যে ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে। শেয়ারগুলির মধ্যে রয়েছে আইকার মোটরস (-৬.৬৯%), রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ( -৫.৮৩%), টেক মাহিন্দ্রা ( -৩.৫৯%)। টিসিএম এবং গেইলের শেয়ারে ২-৫ শতাংশ পতন হয়েছে। অন্যদিকে, লার্সেন ট্যুবরো, হিন্দালকো, ভারতী ইনফ্রাটেল, টাটা স্টিলের দাম সামান্য হলেও বেড়েছে। এদিনের টাকার দানমের পতনও শেয়ার বাজারে প্রভাব ফেলেছে। তবে শুধু টাকা নয়, অন্য দেশের মুদ্রা থেকে ডলার তুলনামূলক ভাবে শক্তিশালী হয়েছে, আমেরিকায় সুদের হার বাড়ানোয়। এদিন আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যও ছেঁকা দিয়েছে। তেলের মূল্য ছিল ব্যারেল পিছু ৮৬ ডলার। শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছেন। সেই প্রভাবও পড়েছে শেয়ার বাজারে। অক্টোবরে এখনও পর্যন্ত বিনিয়োগকারীরা ৪৫৫.০২ কোটি টাকা বের করে নিয়েছেন। সেপ্টেম্বরে এই শেয়ার বিক্রির মূল্য ছিল ১৪৮৮.৯৬ কোটি টাকা। যদিও অগাস্টে যা ছিল অনেকটাই কম, ২৬২.৭২ কোটি টাকা।

আইসিআইসিআই ব্যাঙ্ক ছেড়েই দিলেন চন্দা কোছার, দায়িত্বে এলেন সন্দীপ বক্সী

Image
আইসিআইসিআই ব্যাঙ্কের এমডি ও সিইও পদ থেকে ইস্তফা দিয়ে সরে গেলেন চন্দা কোছার। বৃহস্পতিবার ইস্তফা দেওয়ার পর সঙ্গে সঙ্গে তা গৃহীত হয়েছে। আগেভাগেই অবসরের আবেদন করেছিলেন চন্দা যা মঞ্জুর করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্বে এসেছেন সন্দীপ বক্সী। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, চন্দার ইস্তফা গ্রহণ করা হয়েছে। তবে যে তদন্ত চলছে তাতে এর প্রভাব পড়বে না। সন্দীপ বক্সীকে যে চন্দার জায়গায় আনা হয়েছে সেটাও জানানো হয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্কের এমডি ও সিইও হিসাবে আগামী পাঁচ বছর কাজ করবেন সন্দীপ। ২০২৩ সালের ৩ অক্টোবর সেই মেয়াদ শেষ হবে।

হাওড়া থেকে জামশেদপুরে নিয়ে গিয়ে প্রেমিকাকে গণধর্ষণ করল প্রেমিক

Image
জামশেদপুর: বন্ধুদের সঙ্গে মিলে নিজের প্রেমিকাকে গণধর্ষণ করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, গণধর্ষণের পর নির্যাতিতাকে মারধর করে নদীর ধারে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা ৷ ঘটনাটি ঘটেছে জামশেদপুরে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যুবতীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ৷ চিকিৎসকেরা জানিয়েছেন, নির্যাতিতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ৷ পুলিশ মামলা দায়ের করে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ সূত্রের খবর, নির্যাতিতা হাওড়ার বাসিন্দা ৷ মঙ্গলবার প্রেমিকের সঙ্গে জামশেদপুর যায় যুবতী ৷ একটি ঘর নিয়ে সেখানে থাকেন তারা ৷ বুধবার রাতে নিজের কয়েকজন বন্ধুদের ডেকে পাঠায় অভিযুক্ত যুবক ৷ এরপর বন্ধুদের সঙ্গে মিলে প্রেমিকাকে গণধর্ষণ করে ৷ বাধা দেওয়ায় যুবতীকে বেধড়ক মারধরও করা হয় ৷ এরপর নদীর ধারে তাকে ফেলে দিয়ে চম্পট দেয় অভিযুক্ত ৷

ধারের ৮৬০ টাকা না পেয়ে বন্ধুর দু’হাতের কব্জি কেটে খুন!

Image
বন্ধুর দোকান থেকে ধারে ৮৬০ টাকার লেবু কিনেছিলেন। কিন্তু সময় মতো সেই টাকা ফেরত দিতে পারেননি। আর তাতেই নিজের জীবন দিয়ে চুকোতে হল সেই দাম। টাকা ফেরত না পেয়ে হাতের কব্জি কেটে খুন করার অভিযোগ উঠল বন্ধুরই বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির রামনগর এলাকায়।  পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন আগে ব্যবসায়ী সিন্টু মণ্ডলের কাছ থেকে ৮৬০ টাকার লেবু ধারে কিনেছিলেন পেশায় সবজি ব্যবসায়ী  নরেন মণ্ডল।  ইদানীং ব্যবসায় মন্দা দেখা দিয়েছিল নরেনের। তাই সিন্টুকে ওই টাকা ফেরত দিতে দেরি হচ্ছিল নরেনের।  পরিবারের দাবি, এই নিয়ে দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে। সিন্টু একাধিকবার ননরেনের কাছে টাকা চাইতেন। কিন্তু বারবার সময় দিলেও সেই টাকা ফেরত দিতে পারছিলেন না  নরেন। টাকা নিয়েই দুজনের মধ্যে গত এক সপ্তাহ ধরে বচসা চলছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বুধবার  তা চরমে ওঠে। এদিনও  সকালে দোকানে যান নরেন। দুপুরে পরিবারের সঙ্গে একবার কথাও হয়। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি তিনি। আশেপাশের এলাকা খুঁজেও নরেনকে দেখতে পাননি তাঁর বাড়ির লোক। বৃহস্পতিবার সকালে  প্রতিবেশীরাই খবর দেন তাঁদের। বা

তরুণীকে ধর্ষণ এবং খুনের হুমকি, বরখাস্ত টিসিএস কর্মচারী

Image
কলকাতা: তরুণীকে ধর্ষণ এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগ ৷ যার জেরে নজিরবিহীন পদক্ষেপ নিল টিসিএস ৷ বরখাস্ত করা হল অভিযুক্ত টিসিএস কর্মচারী ৷ ঘটনাস্থল কলকাতা ৷ তরুণীর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় অনবরত অশ্লীল মেসেজ করত অভিযুক্ত রাহুল সিং ৷ এরপর সেই সমস্ত অশ্লীল মেসেজের রিপ্লাই না দিলে খুনের হুমকি দিত রাহুল ৷ এমনকী, অভব্য আচরণও করত বলে অভিযোগ ৷    অবশেষে, উপায় না দেখে সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত মেসেজের স্ক্রিনশট তুলে পোস্ট করে দেয় তরুণী ৷  মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ওই সমস্ত স্ক্রিনশট ৷ অভিযুক্ত কর্মচারীর উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয় নেটিজেনরা ৷ পুলিশ সূত্রে খবর, নিগৃহীতা তরুণী অসমের বাসিন্দা ৷ বেশ কয়েকমাস ধরেই ফেসবুক ট্যুইটার মারফত অশ্লীল মেসেজ করত অভিযুক্ত ৷ এরপরই কলকাতায় এসে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা তরুণী ৷ শুধু অসমের তরুণীকেই নয় ৷ আরও এক তরুণীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত রাহুল ৷ এমনকী, তার ছেলে এবং স্বামীকেও মেরে ফেলার হুমকি দিত অভিযুক্ত ৷

পুজোর আগেই তিন রাজ্যে ধেয়ে আসছে সাইক্লোন

Image
তিরুঅনন্তপুরম: ধেয়ে আসছে সাইক্লোন ৷ কেরল সরকারের তরফ থেকে জারি হল লাল সতর্কতা ৷ আরব সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ৷ যার জেরে তিন রাজ্যে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে ৷ কেরল ছাড়াও তামিলনাড়ু, পন্ডিচেরিতে জারি হয়েছে সতর্কতা ৷ কেরলের বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে ৷ আগামী ৫ থেকে ৭ অক্টোবর অবধি ভারী বৃষ্টির পূর্বাভাস ৷ যার জেরে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে ৷ ইতিমধ্যেই স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ আগামী ৬ অক্টোবর অবধি ইডুক্কি-তে কমলা সতর্কতা জারি হয়েছে ৷ ইডুক্কি ছাড়াও ত্রিসুর, পালাক্কারেও জারি হয়েছে সতর্কতা ৷ ইন্ডিয়ান মেটোরলজিক্যাল ডিপার্টমেন্টের তরফে আগামী ৭ অক্টোবর থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে ৷ ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় জোরাল বৃষ্টিপাত শুরু হয়েছে ৷ কেরল ছাড়াও তামিলনাড়ু এবং পন্ডিচেরিতে হাই অ্যালার্ট জারি হয়েছে ৷ আগামী ৬ থেকে ৮ অক্টোবর অবধি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷

১১ বছর ধরে ফোর্বস-এর বিচারে ভারতের সেরা ১০০ ধনকুবেরদের তালিকায় শীর্ষে মুকেশ আম্বানি

Image
নয়াদিল্লি: এ বারও বাজিমাত! লাগাতার ১১ বছর ধরে শীর্ষে৷ কথা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মুকেশ আম্বানির৷ ফোর্বস-এর বিচারে ভারতের সেরা ১০০ ধনকুবেরদের তালিকায় এ বছরও শীর্ষে মুকেশ আম্বানি৷ তাঁর সম্পত্তির পরিমাণ বর্তমানে ৪ হাজার ৭৩০ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩.৪০ লক্ষ কোটি টাকা)৷ দ্বিতীয় স্থানে রয়েছেন তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো-র চেয়ারম্যান আজিম প্রেমজি৷ সম্পত্তির পরিমাণ ২ হাজার ১০০ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৫১ লক্ষ কোটি টাকা)৷ আর্সেলর মিত্তল-এর কর্ণধার লক্ষ্মী মিত্তল ১ হাজার ৮৩০ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৩১ লক্ষ কোটি টাকা) সম্পত্তি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন৷ পঞ্চম স্থানে সাপুরজি পাল্লনজি মিস্ত্রি রয়েছেন৷ ১ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার (১.২৯ লক্ষ কোটি টাকা)-র মালিক৷ ষষ্ঠ স্থানে রয়েছেন এইচসিএল-এর কর্ণধার শিব নাদর৷ সম্পত্তির পরিমাণ ১ হাজার ৪৬০ কোটি মার্কিন ডলার (১০.৫ লক্ষ কোটি টাকা)৷

মুজফফরপুরের সেই আশ্রম থেকে কঙ্কাল উদ্ধার করল সিবিআই

Image
মুজফফরপুর: বিহারের মুজজফপুর আশ্রম কাণ্ডে নয়া মোড়৷ এবার সেই ঘটনার তদন্তে থেকে মানব কঙ্কাল উদ্ধার করল সিবিআই৷ মুজফফরপুরের সিকন্দরপুর এলাকা থেকে উদ্ধার হয় সেই কঙ্কাল৷ তদন্তকারী অফিসারদের অনুমান কঙ্কালটি হোমের এক আবাসিক৷ তবে ফরেন্সিক পরীক্ষার পর এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷ জানা গিয়েছে সিকন্দরপুর এলাকার একটি কবরস্থান থেকে কঙ্কালটি উদ্ধার করেন তদন্তকারীরা৷ সেটি পরবর্তী পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে নিয়ে যাওয়া হয়েছে৷ কঙ্কালটির ডিএনএ পরীক্ষাও হবে৷ পাঁচ মাস আগে মুজফফরপুরের হোম কাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল৷ এই হোমের ৪০ জন নাবালিকা যৌন নির্যাতনের শিকার হয়৷ পরবর্তীকালে মেডিক্যাল পরীক্ষায় প্রত্যেকের ধর্ষণ প্রমাণিত হয়৷ এছাড়া হোমের এক নাবালিকাকে ধর্ষণ খুন করা হয় বলে সিবিআই তদন্তে উঠে আসে৷ উদ্ধার হওয়া কঙ্কালটি সেই নাবালিকার কিনা তা যাচাই করে দেখা হচ্ছে৷ সেই ঘটনায় হোমের ১১ জন কর্মীকে গ্রেফতার করা হয়৷ মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুরকেও গ্রেফতার করে পুলিশ৷ পরে এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়৷ তাদের জেরা করেই এই ঘটনার সূত্র পান তদন্তকারীরা৷ মুজফফরপুর ঘটনার পর বিহারের মু

ফেসবুকে ফোন নম্বর? কীভাবে ডিলিট করবেন জেনে নিন এখনই

Image
মুম্বই: আজকাল সকলেই প্রায় ফেসবুক করেন৷ আর, নতুন অ্যাকাউন্ট খোলার সময় দিতে হয় কনট্যাক্ট নম্বর৷ কিন্তু, জানেন কী ফেসবুক ইউজারদের কনট্যাক্ট নম্বর শেয়ার করে থাকে বিজ্ঞাপনদাতাদের সঙ্গে, যাতে তারা ইউজারদের বিষয়ে যাবতীয় খুঁটিনাটি তথ্যকে পরীক্ষা করতে পারেন৷ সেখান থেকেই ব্যবহারকারীদের পছন্দ ও আগ্রহ সম্পর্কে ধারণা করা হয়ে থাকে৷ সেখানে ইউজাররা নিজেদের শেয়ার করা, লাইক করা বিষয় সম্পর্কিত বিভিন্ন অ্যাড দেখতে পাবেন৷ আর, সেই পছন্দের উপর ভিত্তি করেই বিভিন্ন ধরণের বিজ্ঞাপন দেখতে পাবেন ইউজার৷ তাই, বিরক্তিকর বিজ্ঞাপন থেকে বাঁচতে এখনই ডিলিট করুন নিজের নম্বরটিকে৷ ফলো করুন নির্দিষ্ট স্টেপগুলি৷ ফেসবুকে লগ-ইন করুন৷ সেটিংসে গিয়ে জেনারেল সেটিংস অপশনটিতে ক্লিক করুন৷ সেখান থেকেই রিমুভ অপশনটিকে সিলেক্ট করলে একটি ওটিপি নম্বর আসবে৷ সেটিকে দিয়ে কনফর্ম করুন৷ কনফর্ম বাটনে ক্লিক করলেই সম্পূর্ণ হবে পুরো প্রক্রিয়াটি৷ পার্মানেন্টভাবে ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে নম্বরটি৷

মন্দিরে পাঁচ বছরের শিশু ধর্ষণে অভিযুক্ত পুরোহিত

Image
ভোপাল: আবারও যৌন নির্যাতনের ঘটনায় কলুষিত মন্দির৷ এবার যৌন লালসার শিকার এক পাঁচ বছরের শিশু৷ অভিযোগ, মিষ্টির প্রলোভন দেখিয়ে মন্দিরের দুই পুরোহিত ওই বছর পাঁচেকের শিশুকে ধর্ষণ করে৷ ন্যাক্কারজনক ঘটনাটি মধ্যপ্রদেশের দাঁতিয়া জেলার৷ মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে গোরাঘাট থানার পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে রাজু পন্ডিত (৫৫) ও বাতোলি প্রজাপতি (৪৫) নামে দুই মন্দিরের পুরোহিতকে৷ ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনের একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশের অনুমান, ওই দুই পুরোহিত আরও নাবালিকা নিগ্রহে জড়িত থাকতে পারে৷ জানা গিয়েছে, ধর্ষণের বিষয়টি প্রথম মেয়েটির মায়ের নজরে আসে৷ মেয়েটি পেটে অসম্ভব ব্যাথা অনুভব করে৷ অনেক জিজ্ঞাসার পর সব খুলে বলে সে৷ জানায়, মিষ্টির প্রলোভন দেখিয়ে তাকে মন্দিরে নিয়ে যায় ওই দুই পুরোহিত৷ এরপরই চলে অমানুষিক অত্যাচার৷ তারপর বাড়ির কাছে থেকে ফেলে চলে যায়৷ যাওয়ার আগে কাউকে কিছু না বলার জন্য শাসিয়ে যায়৷ মেয়ের মুখে গোটা ঘটনাটি জানার পর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মেয়েটির অবস্থা এখন স্থিতিশীল বলে খবর৷ সাম্প্রতিক কা

তিন বছর ধরে নাতনিকে যৌন হেনস্থার অভিযোগ দাদুর বিরুদ্ধে

Image
হাওড়া: পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ খোদ তার দাদুর বিরুদ্ধে৷ অবশেষে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করলেন ছাত্রীর মা৷ এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া সংলগ্ন বালি এলাকায়৷ নির্যাতিতা ছাত্রীটির পরিবার সূত্রে খবর, বাড়িতে নিজের দাদুর হাতেই খুব ছোট বয়স থেকে যৌন হেনস্থার শিকার হতে হয় পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে। কিন্তু এই ঘটনার প্রতিবাদ করতে ভয় পায় ওই ছাত্রীর পরিবার৷ কিন্তু শিশুর অধিকার রক্ষায় 'বচপন বাঁচাও' নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা এগিয়ে আসেন এই ঘটনায়। তাদের হস্তক্ষেপেই দায়ের হয় অভিযোগ। সাহস পায় নির্যাতিতা ছাত্রীর মা৷ অবশেষে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করলেন ছাত্রীর মা। এদিকে নিজেরই আত্মীয়ের হাতে যৌন নির্যাতনের শিকার হওয়ায় ওই ছাত্রীও মানসিক ভাবে ভেঙে পড়ে। প্রথমে কিছু না বললেও পরে স্কুলে নিজের বন্ধুদের কাছে সে গোটা ঘটনাটি জানায়৷ এই বিষয়টি পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীর সহপাঠীরাই শিক্ষিকাকে জানায়৷ শিক্ষিকারা নিজেদের মধ্যে কথা বলে অবশেষে ওই ছাত্রীকে ডেকে সব কথা শোনেন। ছাত্রীর অভিযোগ, দ্বিতীয় শ্রেণী থেকেই তার ওপর অকথ্য নির্যাতন চালিয়ে যাচ্ছিল তার মায়ের ব

টেস্ট ক্যাপ পেলেন পৃথ্বী, টসে জিতে ব্যাটিং ভারতের

Image
রাজকোট: দীর্ঘ ইংল্যান্ড সফরের পর ঘরের মাঠে ক্রিকেট অভিযান শুরু ভারতের৷ রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ প্রত্যাশিতভাবেই টেস্ট ক্যাপ উঠল তরুণ ভারতীয় ওপেনার পৃথ্বী শ'র হাতে৷ তিনি ভারতের ২৯৩ নম্বর টেস্ট ক্রিকেটার৷ তাঁর হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দেন ক্যাপ্টেন কোহলি৷ কাকতলীয়ভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সিনিয়র টিমে স্বাগত জানালেন আর এক যুব বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন৷ ভারতীয় টিম ম্যানেজমেন্ট আগেই প্রথম টেস্টের জন্য ১২ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছিল৷ সুতরাং প্রথম একাদশে চমকের কোনও অবকাশ ছিল না৷ প্রথম টেস্টের রিজার্ভ বেঞ্চে বসতে হয় কেবল পেসার শার্দুল ঠাকুরকে৷ ভারত তিন স্পিনারে দল নামানোর সিদ্ধান্ত নেয়৷ অর্থাৎ অশ্বিন-জাদেজা জুটির সঙ্গে তৃতীয় স্পিনারের ভূমিকা নেবেন কুলদীপ যাদব৷ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়র জেসন হোল্ডার শেষ মুহূর্তে চোট পাওয়ায় তাঁর পরিবর্তে স্টপ গ্যাপ ক্যাপ্টেন হিসাবে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দিতে নামেন ক্রেগ ব্রাথওয়েট৷ ওয়েস্ট ইন্ডিজের হয়ে রাজকোটে একই সঙ্গে দুই ক্রিকেট

রোহিঙ্গাদের একটি দলকে আজ মায়ানমারে ফেরত পাঠাচ্ছে ভারত

Image
উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে দলে দলে রোহিঙ্গা উদ্বাস্তুরা পাড়ি জমাচ্ছে কেরলে। এমনই রিপোর্ট দিয়েছে রেল নিরাপত্তা বাহিনী। এর মধ্যেই আজ বৃহস্পতিবার মণিপুর সীমান্ত দিয়ে ৭ জন রোহিঙ্গার একটি দলকে ফেরত পাটাচ্ছে ভারত। অবৈধভাবে বসাবাসকারী ওইসব রোহিঙ্গাদের এতদিন রাখা হয়েছিল অসমের শিলচরের কাছাড় সেন্ট্রাল জেলে। ২০১২ সালে এদের এদের আটক করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, বৃহস্পতিবার এদের মণিপুরের মোরে সীমান্ত দিয়ে মায়ানমারে পাঠিয়ে দেওয়া হবে। সম্প্রতি মায়ানমার সরকার ওইসব রোহিঙ্গা উদ্বাস্তুরা যে তাদের নাগরিক তা নিশ্চিত করেছে। ওই ৭ জন মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা। আজ এদের ফেরত পাঠানো হলে এটাই হবে রোহিঙ্গা উদ্বাস্তুদের প্রথম কোনও দলকে মায়ানমারে ফেরত পাঠানো। অসম পুলিসের অ্যাডিশনাল ডিজি ভাস্করজ্যোতি মহন্ত সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিদেশি নাগরকিরদের দেশে ফেরানোর কাজ আগেই শুরু হয়েছে। সম্প্রতি, বাংলাদেশ ও পাকিস্তানের বেশকিছু নাগরিককে তাদের দেশে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২০১২ সালের ২৯ জুলাই ওই ৭ উদ্বাস্তুকে আটক করা হয়। তার পর থেকেই এদের কাছাড় সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল। কাছ

আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

Image
নয়াদিল্লি: উর্ধ্বমুখী জ্বালানি৷ রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৪ টাকায় দাঁড়িয়েছে৷ আর অন্যদিকে মুম্বইতে ৯২ টাকা ছুঁইছুঁই পেট্রলের দাম৷ মুম্বইতে বৃহস্পতিবার পেট্রলের দাম লিটার প্রতি ১৪ পয়সা বৃদ্ধি পেয়েছে৷ অন্যদিকে ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ২১ পয়সা প্রতি লিটার৷ মঙ্গলবার মুম্বইতে পেট্রলের দাম ছিল ৯১.০৮ টাকা৷ বুধবার আরও ১২ পয়সা দাম বৃদ্ধি পায়৷ প্রতি লিটার পেট্রলের দাম বেড়ে হয় ৯১.২০ টাকা৷ সেখানে বৃহস্পতিবার সকালে প্রতি লিটার পেট্রলের জন্য সাধারণ মানুষকে দিতে হচ্ছে ৯১.৩৪ টাকা৷ দেশের বাণিজ্য নগরে জ্বালানি মূল্য অন্যান্য শহরের তুলনায় বেশি৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ৮৪ টাকা৷ কলকাতায় ৮৫.৭৯ টাকা ও চেন্নাইতে ৮৭.৩৩ টাকা৷ অপরদিকে দিল্লিতে ডিজেলর দাম লিটার প্রতি ২০ পয়সা বেড়ে হয়েছে ৭৫.৪৫ টাকা৷ মুম্বইতে ২০ পয়সা দাম বেড়েছে৷ নতুন দাম হয়েছে ৮০.১০ পয়সা৷ লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধি সাধারণের কপালে চিন্তার ভাঁজ ফেলছে৷ আন্তর্জাতিক বাজারে ক্রমশ পড়ছে টাকার দাম। সেই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে পেট্রোপণ্যের ম

বেঙ্গালুরু থেকে ফেরার পথে ট্রেনে আক্রান্ত বাবা-ছেলে

Image
মালদা : ছেলেকে নিয়ে কাজের খোঁজে বেঙ্গালুরু গিয়েছিলেন দক্ষিণ দিনাজপুরের নেপাল লোহার। মাস দুয়েকের কাজে উপার্জনও খারাপ হয়নি। কিন্তু, কাজ শেষ হওয়ার আগেই ঘটে যায় বিপত্তি। সম্প্রতি পরিবারের এক সদস্য গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতায় হাসপাতালে ভরতি হয়। সেই খবর পেয়ে ছেলে জীবনকে নিয়ে বাড়ি রওনা দেন নেপাল। কিন্তু, ট্রেনে অসমের একদল যুবক চুরির অপবাদ দিয়ে তাঁদের মারধর করে। দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। সুযোগ বুঝে অন্যের মোবাইল ফোন থেকে ঘটনাটি বাড়িতে জানান নেপাল। খবর পেয়ে গ্রামবাসীরা যোগাযোগ করেন GRP ও RPF-এর সঙ্গে। তারপর গতরাতে ট্রেনটি মালদা স্টেশনে এসে পৌঁছালে বাবা ও ছেলেকে উদ্ধার করে GRP ও RPF। মারধর করার অভিযোগে আটক করা হয় অভিযুক্ত তিন যুবককে। দক্ষিণ দিনাজপুরের তপন থানার মালাহার গ্রামের বাসিন্দা নেপাল। মাসদুয়েক আগে ছেলেকে নিয়ে তিনি শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন বেঙ্গালুরু। রবিবার বাড়ি ফেরার জন্য তাঁরা বেঙ্গালুরু থেকে তিনসুকিয়া এক্সপ্রেসের সাধারণ কামরায় ওঠেন। নেপালবাবু জানান, কামরায় খুব ভিড় ছিল। তাঁর ছেলে ওপরে বাঙ্কে উঠে যায়। সেই সময় তার হাত থেকে মোবাইল ফোনটি নিচে পড়ে যায়। ছেলের ফোনটি খুঁজতে গিয়ে হঠাৎ তিনি

পুজোর পরে আপার প্রাইমারিতে নিয়োগ, বলছে কমিশন

Image
কলকাতা: ইলেভেন-টুয়েলভ, নাইন-টেন, গ্রুপ-C সব বিভাগে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। বাকি শুধু আপার প্রাইমারির নিয়োগ। কবে শুরু হবে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া? প্রশ্ন প্রার্থীদের। পুজোর পরেই কি আপার প্রাইমারি নিয়োগ শুরু হবে? কী বলছে কমিশন? জানতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপার্সন শর্মিলা মিত্রকে ফোন করা হয়েছিল। তিনি বলেন, "পুজোর পরে কথাটায় একটা অস্বচ্ছতা রয়েছে। পুজোর পর মানে সেটা ডিসেম্বর হতে পারে, জানুয়ারি হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে, আবার নভেম্বরও হতে পারে। পুজোর পরে তো নিশ্চয়ই আপার প্রাইমারি বেরোবে। কিন্তু, সেটা ঠিক কবে হবে তা বলা যাচ্ছে না।" কমিশনের চেয়ারপার্সন আরও বলেন, "অন্যান্য বিভাগের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার পরেই আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের। নাইন-টেন, ইলেভেন-টুয়েলভ, ওয়ার্ক এডুকেশন-ফিজ়িক‍্যাল এডুকেশনের পরেই আপার প্রাইমারির নিয়োগ শুরুর সম্ভাবনা রয়েছে।" পুজোর আগে কি আর কোনও নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে? তা নির্ভর করছে ৫ অক্টোবরের উপর। এমনই জানাচ্ছেন শর্মিলা মিত্র। তিনি বলেন, "৫ তারিখের পর যে

দিল্লি থেকে ১৩০০কিমি দূরেই এয়ারবেস তৈরি করছে চিন

Image
নয়াদিল্লি: ফের নয়াদিল্লির কপালে ভাঁজ ফেলল চিন। ভারতের একেবারে গা ঘেঁষে মিলিটারি এয়ারবেস বানাচ্ছে বেজিং। আর এই খবরেই বাড়ছে রাজধানীর নিরাপত্তা। তিব্বতের রাজধানী শহর লাসা। সেখানকার এয়ারপোর্টকে মিলিটারি এয়ারবেসে রূপান্তরিত করছে চিন। এটি তিব্বতের একটি সাধারণ এয়ারপোর্ট। যোগাযোগ ব্যবস্থা পোক্ত করতেই এই বিমানবন্দর বানিয়েছিল চিন। কিন্তু গোয়েন্দা সূত্রের খবর, সেই বিমানবন্দরেই নাকি বম্ব প্রুফ বিশেষ হ্যাঙ্গার বানানো হচ্ছে মাটির তলায়। সেখানে ফাইটার জেটগুলি রাখার বন্দোবস্তও করছে চিন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ওই আন্ডারগ্রাউন্ড শেল্টার থেকে রানওয়ে পর্যন্ত এক বিশেষ ট্র্যাক বানানো হয়েছে। বিমানবন্দরের পাশেই পাহাড়ি এলাকার তলায় তৈরি করা হয়েছে ওই হ্যাঙ্গার। সেখানে অন্তত ৩৬টি বা তিন স্কোয়াড্রন ফাইটার যেত রাখা সম্ভব বলে খবর। ভারতের কাছে এই খবর গুরুত্বপূর্ন কারণ ওই বিমানবন্দর নয়াদিল্লি থেকে মাত্র ১৩০০কিলোমিটার দূরে অবস্থিত। একইরকমভাবে চিন রাশিয়ার সীমান্তেও এয়ারপোর্ট বেস তৈরি করে রেখেছে। তবে ভারতও চিন সীমান্তে এয়ারস্ট্রিপ গুলিকে আপগ্রেড করছে। অরুণাচল সীমান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ার

মন্দিরে পাঁচ বছরের শিশু ধর্ষণে অভিযুক্ত পুরোহিত

Image
ভোপাল: আবারও যৌন নির্যাতনের ঘটনায় কলুষিত মন্দির৷ এবার যৌন লালসার শিকার এক পাঁচ বছরের শিশু৷ অভিযোগ, মিষ্টির প্রলোভন দেখিয়ে মন্দিরের দুই পুরোহিত ওই বছর পাঁচেকের শিশুকে ধর্ষণ করে৷ ন্যাক্কারজনক ঘটনাটি মধ্যপ্রদেশের দাঁতিয়া জেলার৷ মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে গোরাঘাট থানার পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে রাজু পন্ডিত (৫৫) ও বাতোলি প্রজাপতি (৪৫) নামে দুই মন্দিরের পুরোহিতকে৷ ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনের একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশের অনুমান, ওই দুই পুরোহিত আরও নাবালিকা নিগ্রহে জড়িত থাকতে পারে৷ জানা গিয়েছে, ধর্ষণের বিষয়টি প্রথম মেয়েটির মায়ের নজরে আসে৷ মেয়েটি পেটে অসম্ভব ব্যাথা অনুভব করে৷ অনেক জিজ্ঞাসার পর সব খুলে বলে সে৷ জানায়, মিষ্টির প্রলোভন দেখিয়ে তাকে মন্দিরে নিয়ে যায় ওই দুই পুরোহিত৷ এরপরই চলে অমানুষিক অত্যাচার৷ তারপর বাড়ির কাছে থেকে ফেলে চলে যায়৷ যাওয়ার আগে কাউকে কিছু না বলার জন্য শাসিয়ে যায়৷ মেয়ের মুখে গোটা ঘটনাটি জানার পর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মেয়েটির অবস্থা এখন স্থিতিশীল বলে খবর৷ সাম্প্রতিক কা

Realme C1 বনাম Redmi 6A: কে আসল বাজেট কিং?

Image
রোজই লঞ্চ হচ্ছে নিত্য নতুন স্মার্টফোন। বাজেট ও মিডরেঞ্জ সেগমেন্টে ভাততে বেশি স্মার্টফোন লঞ্চ হয়। এতদিন বাজেট সেগমেন্টের দখল রেখেছিল শাওমি। এই সেগমেন্টে কোম্পানির Redmi 4, Redmi 4A, Redmi 5, Redmi 5A ফোনগুলি ভারতের বাজারে দারুন জনপ্রিয়ন হয়েছে। সম্প্রতি লঞ্চ হয়েছে শাওমির নতুন বাজেট ফোন Redmi 6A। বসে নেই অন্য কোম্পানিগুলিও। এই ফোনকে চ্যালেঞ্জ জানিয়ে এর কিছুদিন পরেই লঞ্চ হয়েছে Realme C1। কিন্তু এর মধ্যে কোনটি বেশি ভালো? এক নজরে দেখে নেওয়া যাক। Realme C1 বনাম Redmi 6A এর দাম ভারতে Realme C1এর দাম ৬,৯৯৯ টাকা। 11 অক্টোবর থেকে ফ্লিপকার্ট এ Realme C1 বিক্রি শুরু হবে। 2GB RAM/ 16GB স্টোরেজ Redmi 6A এর দাম ৫৯৯৯ টাকা। 2GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6A কিনতে খরছ হবে ৬৯৯৯ টাকা। অ্যামাজন আর Mi.com থেকে কেনা যাবে এই ফোন। Realme C1 বনাম Redmi 6A ডিসপ্লে Realme C1 এ রয়েছে একটি ৬.২ ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। Redmi 6A তে থাকবে ৫.৪৫ ইঞ্চি HD+ ১৮:৯ ডিসপ্লে। ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না। Realme C1 বনাম Redmi 6A হার্ডওয়্যার Realme C1 ফোনের ভিতরে থাকবে Snapdragon 450 চিপসেট, 2GB RAM আর 16GB

‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১০ এর প্রথম কোটিপতি অসমের বিনিতা

Image
মুম্বই: অবশেষে তৈরি হল ইতিহাস৷ 'কৌন বনেগা ক্রোড়পতি' ১০ সিজনের প্রথম কোটিপতি হিসেবে উঠে এল অসমের বিনিতা জৈনের নাম৷ তিনিই এই সিজনের প্রথম প্রতিযোগী যিনি এক কোটি টাকা পুরষ্কার পেলেন৷ বিনিতা একজন টিউশন টিচার৷ ১৩ নম্বর প্রশ্নের বিনিতার প্রতিটি লাইফলাইন শেষ হয়ে যায়৷ এরপর তাঁকে সম্পূর্ণ নিজের সাহায্যেই খেলতে হত৷ এবং ১৪ নম্বর প্রশ্নটিই ছিল এক কোটি টাকার৷ প্রশ্নটি ছিল, "ভারতে কোন মামলার শুনানি হয়েছিল ১৩ জন বিচারপতির বৃহৎ সাংবিধানিক বেঞ্চে?" অপশনে ছিল, a) গোলকনাথ কেস, b) অশোক কুমার ঠাকুর কেস, c) শাহ বানো কেস, d) কেসবনন্দ ভারতি কেস৷ প্রশ্নে পরেই বিনিতার ঠোটের কোনায় হাঁসি দেখা দিল৷ যা দেখে স্পষ্ট বোঝা গেল তিনি এই প্রশ্নের সঠিক উত্তর জানতেন৷ যদিও এক কোটি টাকার প্রশ্ন ছিল বলে তিনি উত্তরটি লক করতে খানিক ভয় পাচ্ছিলেন৷ অনেক ভাবনা চিন্তা করে তিনি প্রশ্নের d) কেসবনন্দ ভারতি কেস, উত্তরটি দিয়ে এক কোটি টাকা পুরষ্কার পান৷ এই মুহূর্তে বিনিতার খুশির তো অন্ত ছিলই না, পাশাপাশি সঞ্চালক অমিতাভ বচ্চনও ভীষণ এক্সাইটেড ছিলেন৷ সিজনের প্রথম কোটিপতির নাম ঘোষণা করার সময় তিনিও বিজেতার মতো আনন্দিত

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় খতম ৪০-এরও বেশি আইএস কমান্ডার

Image
তেহরান:  সিরিয়ায় ফোরাতের পূর্বাঞ্চলে জঙ্গিদের ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আইএসের ৪০ জন কমান্ডার খতম হয়েছে। এদের সবাই আইএসের মসুল শাখার কমান্ডার। এমনটাই জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ। তিনি আরও বলেছেন, ফোরাতের পূর্বাঞ্চলীয় আলবুকামালে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও চিত্র থেকে এটা স্পষ্ট সব ক্ষেপণাস্ত্রই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই হামলায় মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করা হয়েছে। ড্রোনগুলো সম্পর্কে তিনি বলেন, এই হামলায় ইরান প্রথমবারের মতো বোমাবাহী ড্রোন ব্যবহার করেছে। হাজিযাদেহ বলেন, জঙ্গিদের যেসব ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সেগুলো মার্কিন ঘাঁটিগুলোর কাছাকাছি অবস্থিত। এরপরও ক্ষেপণাস্ত্রগুলো নির্দিষ্ট স্থানে আঘাত হেনেছে। মার্কিনীরাও স্বীকার করেছে, সাফল্যের সঙ্গে ইরানের অভিযান সম্পন্ন হয়েছে। গত সোমবার সকালে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী সিরিয়ায় ফোরাতের উত্তরাঞ্চলে জঙ্গিদের ঘাঁটি টার্গেট করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ২২ সেপ্টেম্বর ইরানের দক্ষ

কৃষক বিদ্রোহের পরদিনই রবি শস্যের সহায়ক মূল্য বাড়াল কেন্দ্রীয় সরকার

Image
নয়াদিল্লি: কৃষক বিদ্রোহের পরদিনই বাড়ল গমের সহায়ক মূল্য৷ বুধবার ঘোষণা কেন্দ্রীয় সরকারের৷ এই সহায়ক মূল্য ১০৫ টাকা অর্থাৎ ৬ শতাংশ বাড়ানো হল৷ এখন থেকে প্রতি কুইন্টাল গমের জন্য কৃষকরা পাবেন ১৮৪০ টাকা৷ আগে কৃষকরা পেতেন ১৭৩৫ টাকা৷ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরই এই সিদ্ধান্ত৷ বৈঠকের পর কৃষিমন্ত্রী রাধামোহন সিং সাংবাদিকদের জানান, এরফলে কৃষকদের আয় বেড়ে হবে ৬২,৬৩৫ কোটি টাকা৷ গত আর্থিক বছরে প্রতি কুইন্টাল গমের সহায়ক মূল্যের জন্য কৃষকরা পেতেন ১৭৩৫ টাকা৷ চলতি আর্থিক বছরে সেটা বাড়িয়ে ১০৫ টাকা করা হল৷ এখন থেকে প্রতি কুইন্টাল গমের জন্য কৃষকরা পাবেন ১৮৪০ টাকা৷ গত মাসেই খারিফ শস্যের সহায়ক মূল্য বাড়িয়েছে সরকার৷ এবার পালা রবি শস্যের৷ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান, রবি ফসল উৎপাদন খরচের ৫০ শতাংশ দাম বাড়ানো হল৷ তারপর মধ্যে রয়েছে গমের সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত৷ কৃষিমন্ত্রী জানান, রবি শস্যগুলি উৎপাদন করতে যা খরচ হয় তার চেয়ে বেশি সহায়ক মূল্য দেওয়া হবে৷ যেমন প্রতি কুইন্টাল বার্লির জন্য কৃষকদের ১৪৪০ টাকা দেওয়া হয়৷ ছোলার ক্ষেত্রে ২২০ টা

কমার নামই নেই! আজও বাড়ল পেট্রল, ডিজেলের দাম

Image
নয়াদিল্লি: উর্ধ্বমুখী জ্বালানি৷ রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৪ টাকায় দাঁড়িয়েছে৷ আর অন্যদিকে মুম্বইতে ৯২ টাকা ছুঁইছুঁই পেট্রলের দাম৷ মুম্বইতে বৃহস্পতিবার পেট্রলের দাম লিটার প্রতি ১৪ পয়সা বৃদ্ধি পেয়েছে৷ অন্যদিকে ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ২১ পয়সা প্রতি লিটার৷ মঙ্গলবার মুম্বইতে পেট্রলের দাম ছিল ৯১.০৮ টাকা৷ বুধবার আরও ১২ পয়সা দাম বৃদ্ধি পায়৷ প্রতি লিটার পেট্রলের দাম বেড়ে হয় ৯১.২০ টাকা৷ সেখানে বৃহস্পতিবার সকালে প্রতি লিটার পেট্রলের জন্য সাধারণ মানুষকে দিতে হচ্ছে ৯১.৩৪ টাকা৷ দেশের বাণিজ্য নগরে জ্বালানি মূল্য অন্যান্য শহরের তুলনায় বেশি৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ৮৪ টাকা৷ কলকাতায় ৮৫.৭৯ টাকা ও চেন্নাইতে ৮৭.৩৩ টাকা৷ অপরদিকে দিল্লিতে ডিজেলর দাম লিটার প্রতি ২০ পয়সা বেড়ে হয়েছে ৭৫.৪৫ টাকা৷ মুম্বইতে ২০ পয়সা দাম বেড়েছে৷ নতুন দাম হয়েছে ৮০.১০ পয়সা৷ লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধি সাধারণের কপালে চিন্তার ভাঁজ ফেলছে৷ আন্তর্জাতিক বাজারে ক্রমশ পড়ছে টাকার দাম। সেই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে পেট্রোপণ্যের ম

৭৩ ছাড়াল ডলার, টাকা গভীর খাদে

Image
তেলের দাম বৃদ্ধি ও টাকার পতন নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে ক্রমাগত বিঁধে চলেছেন বিরোধীরা। ভোটের আগে মূল্যবৃদ্ধির উপরে তেলের দামের নেতিবাচক প্রভাব পড়লে সরকারের অস্বস্তি আরও বাড়বে। অন্য দিকে, টাকার পতনে বাড়তে পারে চলতি খাতে ঘাটতি। এই অবস্থায় টাকার পতন ও চলতি খাতে ঘাটতি কমাতে নানা পরিকল্পনা করছে কেন্দ্র। বিষয়গুলি নিয়ে বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রকের সঙ্গে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু। কিন্তু ঠিক তার আগে বুধবার ডলারের নিরিখে সর্বনিম্ন দামে পৌঁছে গেল টাকা। এই নিয়ে টুইটারে ছড়া কেটে কেন্দ্রকে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।  এ দিন ১ ডলারের দাম ৪৩ পয়সা বেড়ে হয়েছে ৭৩.৩৪ টাকা। একটা সময়ে তা পৌঁছে গিয়েছিল ৭৩.৪২ টাকায়। সোমবারও ডলারের ৪৩ পয়সা বেড়েছিল। মঙ্গলবার বন্ধ ছিল বাজার। এ দিন লেনদেনের শুরু থেকেই ফের টাকা পড়তে থাকে। ২০১৮ সালেই মার্কিন মুদ্রার তুলনায় টাকা পড়েছে ১৪.৮%। অন্য দিকে, এ দিনই ব্যারেল প্রতি অশোধিত তেলের দাম ৮৫ ডলার পার করেছে।  অনেক বিশেষজ্ঞের মতে, অশোধিত তেলের দাম বাড়ায় আমদানি খরচ আকাশ ছোঁয়ার আশঙ্কা। আবার সম্প্রতি মার্কিন শীর্ষ ব্যাঙ্ক সুদ বাড়ানোয় ডলার হয়েছে শক্ত

ওষুধ-দুর্নীতির জেরে অন্তর্ঘাতেই কি আগুন মেডিক্যালে

Image
আগুন নিভেছে। বন্ধ হয়েছে ধোঁয়াও। আর তার পরেই শুরু হয়েছে নতুন তরজা। প্রায় পাঁচ কোটি টাকার ওষুধের সঙ্গে পুড়ে গিয়েছে ওষুধ কেনার সমস্ত নথি। নষ্ট হয়েছে সিসি ক্যামেরার বেশ কিছু ফুটেজ। তার মধ্যে জব্বর তরজা চলছে আগুনের উৎস নিয়ে। অন্তর্ঘাতের অভিযোগ উঠছে হাসপাতালের অন্দরেই। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফার্মাসি বিভাগে আগুন লাগার আগেকার কয়েকটি ঘটনা পরম্পরার ভিত্তিতে অন্তর্ঘাতের তত্ত্ব তুলে ধরা হচ্ছে। সম্প্রতি মেডিক্যালে কয়েক কোটি টাকার ওষুধ কেনা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। নির্দিষ্ট দু'টি ফার্মাসি কোম্পানিকেই ওষুধের বরাদ্দ দেওয়া হয়েছিল। হাসপাতালের অভ্যন্তরীণ প্রশাসনিক বৈঠকে ওষুধ কেনাবেচা নিয়ে প্রশ্ন তোলেন কর্তাদের একাংশ। প্রশ্ন ওঠে, নির্দিষ্ট দু'টি সংস্থাকেই বরাদ্দ দেওয়া হল কেন? অভিযোগ, কেন বিশেষ দু'টি সংস্থার ভাগ্যে বরাতের শিকে ছিঁড়ল, তার জবাব বা যুক্তি তো সেই বৈঠকে দেওয়াই হয়নি। পেশ করা যায়নি ওষুধের কেনার নথিও। প্রশ্ন ওঠে, জবাব বা যুক্তি নেই কেন? কেন নেই নথি? পরবর্তী বৈঠকে ওষুধের হিসেব না-পেলে প্রয়োজনে স্বাস্থ্য দফতর এবং নবান্নের শীর্ষ স্তরের সঙ্গেও এই বিষয়ে আলোচনার প্রস

বিল্টু কোথায়, হাসপাতালের বিছানায় শুয়ে শূন্য চোখে খুঁজছেন মা

Image
এসএসকেএম হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় শুয়ে শূন্য চোখে কিছু একটা খুঁজছেন নাগেরবাজার বিস্ফোরণে আহত সীতা ঘোষ। বুধবার পর্যন্ত তিনি জানেন না, বিল্টু আর মা বলে বায়না জুড়বে না। কারণ, বিভাস ঘোষের (বিল্টু) মৃত্যুর কথা সীতাকে এখনও জানাতে পারেনি পরিবার। বিভাসের কথা সীতা জানতে চাইলে প্রসঙ্গ বদলে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে পরিবার। বিভাসের  কাকা দীপেঞ্জয় ঘোষের বক্তব্য, ''বিল্টুর কথা উঠলে প্রসঙ্গ বদলে দিচ্ছি। এই পরিস্থিতিতে কান্নাকাটি করলে আরও সমস্যা বাড়বে। তবে কাল তো বৌদি দেখেছে বিল্টু ছিটকে পড়েছিল। কিছু একটা আন্দাজ করছে।'' ছেলে বিল্টুর মৃতদেহ নিয়ে সৎকারের জন্য দক্ষিণ ২৪ পরগনার কুলপির গ্রামের বাড়িতে গিয়েছেন জন্মেজয় ঘোষ। ফাঁকা বাড়িতে ফিরতে চাইছেন না তিনি। মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আর্জি-''স্ত্রী কোনও দিন কাজ করতে পারবেন কি না জানি না। এই অবস্থায় দিদি যদি আমাদের সাহায্য করেন, তা হলে বেঁচে যাই।'' এ দিনও সীতার কয়েকটি এক্স-রে এবং রক্তের নমুনা পরীক্ষা হয়। বাঁ পায়ের হাঁটুর উপরের অংশে কিছু একটা নেই বলে দীপেঞ্জয়কে জানিয়েছেন সীতা। মঙ্গলবারের ঘটনার পর থেকে বাঁ-

আহতদের মধ্যেই আছে নাগেরবাজার বিস্ফোরণের চক্রীরা, অনুমান সিআইডির গোয়েন্দাদের

Image
চার ইঞ্চি ব্যাসের একটি লোহার পাইপ। উচ্চতায় প্রায় আট ইঞ্চি। পাইপের লোহা এক মিলিমিটারের বেশি মোটা। মোটা পাইপটির ভেতরে আরও একটি সরু পাইপ। মঙ্গলবার নাগেরবাজারের বিস্ফোরণের এক দিন পর ঘটনাস্থল থেকে উদ্ধার ফেটে যাওয়া 'সকেট' বোমার বিভিন্ন অংশ জোড়া লাগিয়ে বোমার এমনটাই চেহারা পাচ্ছেন তদন্তকারীরা। ফেটে যাওয়া বোমার উপরের দিকে কৌটোর গায়ে থাকা প্যাচের মতো খাঁজ কাটা। তদন্তকারীদের অনুমান, 'কৌটোর' মুখটি ধাতব ঢাকনা দিয়ে বন্ধ করা ছিল। ঝালাই করা ছিল ছিপি, যাতে খুলে না যায়। আর সেই কৌটোই ভরা ছিল একটি চটের ব্যগে। বুধবার সরকারি ভাবে তদন্তভার নেওয়ার পর, সিআইডির আইজি অশোক প্রসাদের নেতৃত্বে তদন্তকারীরা এ দিন বিস্ফোরণস্থল ঘুরে দেখেন। সীমা অ্যাপার্টমেন্টে বাসন্তী সুইটস-এর পাশের গুদামের শাটারের তলায় থাকা গোল চাকতির দাগকে বিস্ফোরণস্থল ধরে নিয়েই তাঁরা মাপজোক করেন। ঘটনাস্থলে আসেন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবেরটরির বিশেষজ্ঞরাও। সিআইডি সূত্রে খবর, এই পুনর্নিমাণ করতে গিয়েই তদন্তকারীরা জোর দিয়েছেন একটি বিষয়ে। এক আধিকারিক বলেন, ''যে শাটারের সামনে বিস্ফোরণ হয়েছে, তার গায়ে কোনও স্‌প্লিন্টারের গর্